এসএসসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় (অধ্যায়ঃ ১ )

 


এসএসসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

অধ্যায়ঃ ১ 

পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭ খ্রি.-১৯৭০খ্রি.)

বিগত বছরের বোর্ড পরীক্ষার গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নসমূহ

01. কার নেতৃত্বে 'তমদ্দুন মজলিস' গঠিত হয়? [ঢা.বো.'২৩, ১৬,রা. বো' ২০, ১৫, চ.বো.'১৯, দি. বো.' ১৫]
(a) ড. মুহাম্মদ এনামুল হক
(b) ড. মুহম্মদ শহীদুল্লাহ
(c) অধ্যাপক আবুল কাশেম
(d) জহির রায়হান

02. 'কবর' নাটকটির রচয়িতা কে? [ঢা.বো.'২৩, দি.বো'২০]
(a) জহির রায়হান
(b) ড. মুনীর চৌধুরী
(c) আবদুল গাফ্ফার চৌধুরী
(d) মাহবুব-উল-আলম চৌধুরী

03. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটি নিচের কোনটিকে স্মরণ করিয়ে দেয়?[ঢা.বো.'২৩]
(a) ভাষা আন্দোলন
(b) ৬ দফা আন্দোলন
(c) ৬৯'র গণ-অভ্যুত্থান
(d) সামরিকশাসন বিরোধী আন্দোলন

04. 'স্মৃতির মিনার' কে রচনা করেন? [রা.বো.'২৩, য.বো.'১৯]
(a) ইমদাদুল হক
(b) মাহবুবুল আলম
(c) আলাউদ্দিন আল আজাদ
(d) ডঃ এনামুল হক

05. 'তমদ্দুন মজলিস' মূলত একটি- [রা.বো., ব.বো.'২৩, সি.বো.'২০, দি.বো' ১৭]
(a) রাজনৈতিক প্রতিষ্ঠান
(b) সাংস্কৃতিক সংগঠন
(c) সামাজিক সংস্থা
(d) অর্থনৈতিক কমিটি

06. ১৯৩৭ সালে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করেন কে?[চ.বো.'২৩]
(a) মোহাম্মদ আলী জিন্নাহ
(b) ড. মুহম্মদ শহীদুল্লাহ
(c) ড. মুহাম্মদ এনামুল হক
(d) শেরে বাংলা এ.কে. ফজলুল হক

07. মৌলিক গণতন্ত্রে 'নির্বাচকমণ্ডলীর' সংখ্যা কত ছিল?[চ.বো.'২৩]
(a) ৮০,০০০
(b) ৯০,০০০
(c) ১,০০,০০০
(d) ১,২০,০০০

08. ৬ দফা পূর্ব বাংলার মুক্তির সনদ কারণ, এতে- [চ.বো.'২৩]
(i) রাজস্ব আদায়ের ভার কেন্দ্রের উপর দেয়ার দাবি ছিল
(ii) পূর্ব বাংলায় নিজেদের শাসন প্রতিষ্ঠা করার দাবি ছিল
(iii) নিজেদের নিরাপত্তা নিজেদের রক্ষা করার দাবি ছিল
নিচের কোনটি সঠিক?
(a) i, ii
(b) i, iii
(c) ii, iii
(d) i, ii, iii

09. গণপরিষদের ভাষা হিসেবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি কে জানান? [সি.বো.'২৩]
(a) ধীরেন্দ্রনাথ দত্ত
(b) ড. মুহাম্মদ এনামুল হক
(c) ড. মুহম্মদ শহীদুল্লাহ
(d) চৌধুরী খলীকুজ্জামান

10. বাঙালি জাতীয়তাবাদের প্রতি আস্থার বহিঃপ্রকাশ ঘটে- [সি.বো.'২৩]
(i) সামরিক শাসনে
(ii) ভাষা আন্দোলনে
(iii) প্রাদেশিক নির্বাচনে
নিচের কোনটি সঠিক?
(a) i, ii
(b) i, iii
(c) ii, iii
(d) i, ii, iii

11. জনগণ সকল ক্ষমতার উৎস এটা প্রমাণ হয়- [সি.বো.'২৩]
(a) আগরতলা মামলায়
(b) ৬-দফা আন্দোলনে
(c) মৌলিক গণতন্ত্র প্রতিষ্ঠায়
(d) ১৯৫৪-এর প্রাদেশিক নির্বাচনে

12. 'আরেক ফাল্গুন' উপন্যাসটি কে লিখেন? [ব.বো.'২৩, চ.বো.'২০, রা.বো.'১৯]
(a) জহির রায়হান
(b) ড. মুনীর চৌধুরী
(c) আব্দুল লতিফ
(d) আলাউদ্দিন আল আজাদ

13. পূর্ব পাকিস্তানের উন্নয়ন ব্যাহত হয়-  [ব.বো.'২৩]
(i) শাসকগোষ্ঠীর বৈষম্যের কারণে
(ii) পূর্ব পাকিস্তানের জন্য কম অর্থ বরাদ্দের কারণে
(iii) কম আমদানি ও রপ্তানি করার কারণে
নিচের কোনটি সঠিক?
(a) i, ii
(b) i, iii
(c) ii, iii
(d) i, ii, iii

14. কোন প্রতিষ্ঠান ভাষা সংগ্রাম পরিষদ গঠন করেছিল? [য.বো.'২৩]
(a) গণ আজাদী লীগ
(b) তমদ্দুন মজলিস
(c) মুসলিম লীগ
(d) গণতন্ত্রী দল
 
15. কোনটি বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলন? [য.বো.'২৩]
(a) ভাষা আন্দোলন
(b) ১৯৬৯ এর গণ-অভ্যুত্থান
(c) সামরিক শাসন বিরোধী আন্দোলন
(d) ব্রিটিশ বিরোধী আন্দোলন

16. ঐতিহাসিক আগরতলা মামলা এর শুনানি কোথায় হয়? [য.বো.'২৩]
(a) ময়নামতি ক্যান্টনমেন্ট
(b) ঢাকা ক্যান্টনমেন্ট
(c) করাচি ক্যান্টনমেন্ট
(d) লাহোর ক্যান্টনমেন্ট

17. যুক্তফ্রন্টের ২১ দফার অন্তর্ভুক্ত দফা কোনটি? [কু.বো.'২৩]
(a) সংবাদপত্রের উপর নিষেধাজ্ঞা
(b) শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা
(c) ভাষার প্রশ্নে গ্রেফতারকৃতদের মুক্তিদান
(d) অত্যাচারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বিবৃতি প্রদান

18. পূর্ব-পাকিস্তান আওয়ামী-মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? [দি.বো.'২৩]
(a) মওলানা আবদুল হামিদ খান ভাসানী
(b) এ কে ফজলুল হক
(c) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
(d) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

19. সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য আইয়ুব খান কোন ব্যবস্থার প্রবর্তন করেন? [দি.বো.'২৩]
(a) সাংবিধানিক রাজতন্ত্র
(c) কেন্দ্রীভূত গণতন্ত্র
(b) সামরিক সমাজতন্ত্র
(d) মৌলিক গণতন্ত্র

20. ভাষা আন্দোলনের ফলে- [দি.বো.'২৩]
(i) বাঙালিরা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে আত্মপ্রত্যয়ী হয়
(ii) বিভিন্ন রাজনৈতিক আন্দোলন সংঘটিত করতে অনুপ্রেরণা জোগায়
(iii) বিভিন্ন ভাষার জনগোষ্ঠীর মধ্যে বিরোধ তৈরি হয় নিচের কোনটি সঠিক?
(a) i, ii
(b) i, iii
(c) ii, iii
(d) i, ii, iii

21. 'দ্বিজাতি তত্ত্ব' বলতে কী বোঝ? [ম.বো.'২৩]
(a) দুটি দেশভিত্তিক
(b) দুটি ধর্মভিত্তিক
(c) দুটি রাষ্ট্রভিত্তিক
(d) দুটি জাতিভিত্তিক

22. "উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা” জিন্নাহর এ ঘোষণা প্রকাশ পেয়েছে তার- [ম.বো.'২৩]
(a) নির্দয় মনোভাব
(c) স্বৈরাচারী মনোভাব
(b) প্রকৃত শাসকের রূপ
(d) ভাষাপ্রীতি

নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও:
'X' ফ্যাক্টরির দুটি শাখা ছিল। দ্বিতীয় শাখার শ্রমিকরা নানাভাবে বঞ্চিত হয়ে আসছিল। শ্রমিক নেতা 'Y' শ্রমিক সমাবেশ ডেকে শ্রমিকদের চাকুরি বিধি, নিরাপত্তাসহ আরো চারটি দাবি মালিকের নিকট পেশ করেন। মালিক দাবি না মেনে শ্রমিক নেতার বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ আনলেন।

23.উদ্দীপকের শ্রমিক নেতার কার্যক্রম ঐতিহাসিক কোন ঘটনাকে ইঙ্গিত করে?   [য.বো.'২০]
(a) ১৯৫২ সালের ভাষা আন্দোলন
(b) ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন
(c) ১৯৬৬ সালের ৬-দফা আন্দোলন
(d) ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান

24. ইঙ্গিতকৃত ঘটনার ফলে-        [য.বো.'২০]
(i) বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী বলা হয়
(ii) আগরতলা মামলা দায়ের করা হয়
(iii) বাঙালিরা স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়
নিচের কোনটি সঠিক?
(a) i, ii
(b) i, iii
(c) ii, iii
(d) i, ii, iii

25. শেখ মুজিবুর রহমানকে কখন 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয়? [কু.বো.'২০]
(a) ১৯৬৮ সালের ১৯ জুন
(b) ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি
(c) ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি
(d) ১৯৬৯ সালের ২৫ মার্চ

26. ২১ শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা জারি করা হয় যে কারণে- [দি.বো.'২০]
(i) সভা-সমাবেশ বন্ধ করতে
(ii) মিছিল বন্ধ করতে
(iii) সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করতে
নিচের কোনটি সঠিক?
(a) i, ii
(b) i, iii
(c) ii, iii
(d) i, ii, iii

27. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ মহিলা সংরক্ষিত আসনসহ সর্বমোট কয়টি আসন লাভ করে [ম.বো.'২০]
(a) ১৬৭ টি
(b) ১৬২ টি
(c) ১৬০ টি
(d) ১৫৮ টি

28. ১৯৫২ সালের ২২ শে ফেব্রুয়ারির শোক র‍্যালিতে পুলিশের হামলায় কে শহিদ হন?[ম.বো.'২০]
(a) আব্দুস সালাম
(b) শফিউর রহমান
(c) আব্দুল জব্বার
(d) আবুল বরকত

29. ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে কে এর বিরোধিতা করেন? [ঢা.বো.'১৯]
(a) কামরুদ্দিন আহমদ
(b) শেরে বাংলা এ. কে. ফজলুল হক
(c) ড. মুহম্মদ শহীদুল্লাহ
(d) ড. মুহাম্মাদ এনামুল হক

30. আইয়ুব খান মৌলিক গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত করার ব্যবস্থা করেন-  [ঢা.বো.'১৯]
(a) রাষ্ট্রপতি ও জাতীয় পরিষদের সদস্যদের
(b) প্রধানমন্ত্রী ও জাতীয় পরিষদের সদস্যদের
(c) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে
(d) রাষ্ট্রপতি ও অন্যান্য মন্ত্রীদের

31. কার পিতা প্রথম শহিদ মিনার উদ্বোধন করেন? [রা.বো. ১৯, চ.বো.' ১৫, দি.বো. ১৫]
(a) শহিদ সালামের
(b) শহিদ শফিউরের
(c) শহিদ আবুল বরকতের
(d) শহিদ রফিকের

32. ভাষা আন্দোলন আমাদের- [চ.বো.'১৯]
(i) জাতীয় চেতনার বিকাশ ঘটায়
(ii) ঐক্যবদ্ধ হতে সাহায্য করে
(iii) সংস্কৃতি রক্ষায় উদ্বুদ্ধ করে
নিচের কোনটি সঠিক?
(a) 1, 11
(b) i, iii
(c) ii, iii
(d) i, ii, iii

33. কোন সংগঠনটি আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন গড়ে তোলে? [ব.বো.'১৯]
(a) ছাত্রলীগ
(b) মুসলিম লীগ
(c) জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট
(d) যুক্তফ্রন্ট

34. বাঙালি জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ ঘটে ঐতিহাসিক কোন ঘটনার মধ্য দিয়ে? [ব.বো. ১৯]
(a) ১৯৬৬ এর ৬ দফা কর্মসূচি
(b) ১৯৬৯ এর গণঅভ্যুত্থান
(c) ১৯৭০ এর সাধারণ নির্বাচন
(d) ১৯৭১ এর ৭ই মার্চের ভাষণ

35. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি ঘোষণা করেন কেন? [য.বো.'১৯]
(a) বাঙালিদের মুক্তির জন্য
(b) একটি দুর্নীতিমুক্ত সমাজ নিশ্চিত করতে
(c) বাঙালিদের অর্থনৈতিক মুক্তির জন্য
(d) প্রতিরক্ষা খাতের নিরপেক্ষতা নিশ্চিত করতে

নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নটির উত্তর দাও:
'A' দেশের স্বাধীনতা যুদ্ধের সময় জনাব 'X' একটি কমিটি তৈরির ঘোষণা দেন। তিনি উক্ত কমিটির সদস্য হন এবং এই কমিটির অধীনে যুদ্ধটিকে সফলতার সাথে পরিচালনা করেন।

36. তোমার পাঠ্যবইয়ের কোন রাজনৈতিক নেতাটি জনাব 'X' এর মত? [য.বো.'১৯]
(a) তাজউদ্দিন আহমদ
(b) সৈয়দ নজরুল ইসলাম
(c) এম. মনসুর আলী
(d) এ.এইচ.এম কামারুজ্জামান

37. 'মৌলিক গণতন্ত্র' ধারণার প্রবর্তক কে? [দি.বো.'১৯, ঢা.বো.'১৭]
(a) মোহাম্মদ আলী জিন্নাহ
(b) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
(c) আইয়ুব খান
(d) ইয়াহিয়া খান

38. "রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ" গঠন করে- [সকল বোর্ড' ১৮]
(a) তমদ্দুন মজলিস
(b) গণ আজাদী লীগ
(c) আওয়ামী মুসলিম লীগ
(d) ডাকসু

39. ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায় এ গানটির - গীতিকার ও সুরকার কে ছিলেন? [রা.বো.'১৭]
(a) আব্দুল গাফ্ফার চৌধুরী
(b) আব্দুল আলিম
(c) আব্দুল লতিফ
(d) আব্বাস উদ্দিন

40. ২১ দফার প্রথম দফা কোনটি? [চ.বো.'১৭]
(a) অবাধ নির্বাচনের ব্যবস্থা
(b) পূর্ব বাংলাকে যথাযথভাবে শিল্পায়িত করা
(c) অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা
(d) বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা

41. ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কখন? [সি.বো.'১৭, রা.বো. ১৬, ব.বো.'১৬]
(a) ১৯৪৭ সালের ১৪ আগস্ট
(b) ১৯৪৭ সালের ২৪ আগস্ট
(c) ১৯৪৭ সালের ২৩ জুন
(d) ১৯৪৯ সালের ৭ মার্চ

42. 'কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি' শীর্ষক কবিতাটির পটভূমি কী?  [সি.বো.'১৭]
(a) সাহসী মনোভাব
(b) ছাত্র হত্যার প্রতিবাদ
(c) শাসকের প্রতি হুমকি
(d) শহিদদের স্মৃতি রক্ষা

43. পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দীন সংগ্রাম পরিষদের সঙ্গে কত দফা চুক্তিতে স্বাক্ষর করেন [ব.বো.'১৭]
(a) ৪ দফা
(৮) ৬ দফা
(c) ৮ দফা
(d) ১১ দফা

44. কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক রচনা নয়? [য.বো.'১৭]
(a) স্মৃতির মিনার
(b) কবর
(c) আরেক ফাল্গুন
(d) রক্তাক্ত প্রান্তর

45. প্রথম শহিদ মিনার উদ্বোধন করা হয় কত তারিখে? [কু.বো. '১৭]
(a) ২১ শে ফেব্রুয়ারি
(b) ২২ শে ফেব্রুয়ারি
(c) ২৩ শে ফেব্রুয়ারি
(d) ২৪ শে ফেব্রুয়ারি

বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ MCQ প্র্যাক্টিস প্রবলেম

46. ভাষা আন্দোলন পূর্ববাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?
(a) বাঙালি জাতীয়তাবাদ
(b) অসাম্প্রদায়িক মনোভাব
(c) দ্বিজাতিতত্ত্ব
(d) স্বাজাত্যবোধ

নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও:
রিফাত প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি ঘরে বসে টিভির পর্দায় কার্টুন ছবি দেখে। কিন্তু সে এ বছর ২১শে ফেব্রুয়ারি প্রভাতফেরিতে অংশ নিতে স্কুলে আসে এবং প্রতিজ্ঞা করে যে, সে প্রতিবছর শহিদ মিনারে ফুল দেবে এবং ইংরেজি অক্ষরে আর বাংলা লিখবে না।

47.রিফাতের মানসিক পরিবর্তনের পিছনে যে মূল্যবোধ প্রতিফলিত হয়েছে, তা হলো-
(a) বাঙালি জাতীয়তাবাদের প্রতি শ্রদ্ধা
(b) অনুকরণ করার মানসিকতা
(c) নিজ ভাষার প্রতি মমত্ববোধ
(d) ইংরেজি ভাষা লেখার প্রতি অনীহা

48. যুক্তফ্রন্ট নির্বাচনে মুসলিম লীগ কতটি আসন পায়?
(a) ১২ টি
(b) ৯ টি
(c) ২৩ টি
(d) ৮ টি

49. ঐতিহাসিক 'আগরতলা মামলায়' কতজনকে আসামি করা হয়?
(a) ৩২
(b) ৩৩
(c) ৩৪
(d) ৩৫

50. যাদের উদ্যোগ এবং কূটনৈতিক তৎপরতার ফলে ইউনেস্কো ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়-
(i) কানাডা প্রবাসী কয়েকজন বাঙালি
(ii) বাংলাদেশ আওয়ামী লীগ সরকার
(iii) জাতিসংঘ
নিচের কোনটি সঠিক?
(a) i, ii
(b) i, iii
(c) ii, iii
(d) i, ii, iii

51. আইয়ুব খানের সরকার 'বিচ্ছিন্নতাবাদী আখ্যায়িত করেন- কর্মসূচি' হিসেবে
(a) ছাত্রসমাজের ১১ দফাকে
(b) ৬ দফাকে
(c) ৬৯ এর গণঅভ্যুত্থানকে
(d) ৬২ এর আইয়ুব বিরোধী আন্দোলনকে

নিচের উদ্দীপকে আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও:
লাবিবা তার বান্ধবীদের সাথে বিজয় দিবসে একটি প্রদর্শনী দেখতে যায়। সেখানে ১৯৪৭-১৯৭১ খ্রি. পর্যন্ত অনেক ঐতিহাসিক চিত্রসহ কার্টুনও ছিল। একটি চিত্রে দেখা যায় গোরু ঘাস খাচ্ছে পূর্ব পাকিস্তানের আর গোরুর দুধ পাচ্ছে পশ্চিম পাকিস্তান।

52. উক্ত চিত্রে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের কোন বৈষম্য ফুটে উঠেছে?
(a) সামাজিক
(b) অর্থনৈতিক
(c) সামরিক
(d) প্রশাসনিক

53. পাকিস্তানের এরূপ বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব বাংলায়-
(i) কুটির শিল্প ও হস্ত শিল্পের উন্নতি সাধন হয়
(ii) মধ্যবিত্তের বিকাশ মন্থর হয়
(iii) আন্দোলন দানা বাঁধে
নিচের কোনটি সঠিক?
(a) i, ii
(b) i, iii
(c) ii, iii
(d) i, ii, iii

54. ১৯৫৮ সালের ২৭ অক্টোবর আইয়ুব খান প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হয়ে যে পদক্ষেপ নেন তা হলো-
(i) রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা বহাল না রাখা
(ii) দুর্নীতি ও চোরাচালান দূর করার অঙ্গীকার ব্যক্ত
(iii) নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা
নিচের কোনটি সঠিক?
(a) i, ii
(b) i, iii
(c) ii, iii
(d) i, ii, iii

55. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা শহিদ হন কোন আন্দোলনে?
(a) উনসত্তরের গণঅভ্যুত্থানে
(b) ভাষা আন্দোলনে
(c) সত্তরের নির্বাচনে
(d) কৃষক-শ্রমিক আন্দোলনে

56. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির চূড়ান্ত লক্ষ্য ছিল-
(a) ভাষা আন্দোলনে জয়লাভ করা
(b) বাংলাদেশের স্বাধীনতা
(c) ৬ দফা দাবি আদায় করা
(d) নির্বাচনে জয়লাভ করা

57. ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের ব্যাপক প্রভাব ছিল-
(i) ১৯৭০ এর নির্বাচনে
(ii) ১৯৯১ এর নির্বাচনে
(iii) ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে
নিচের কোনটি সঠিক?
(a) i, ii
(b) i, iii
(c) ii, iii
(d) i, ii, iii

58. ১৯৫২ সালের ২২শে ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য শহীদ হন কে?
(a) আব্দুল কালাম
(b) আব্দুল বরকত
(c) শফিউর রহমান
(d) আবদুল জব্বার

59. ১৯৬৫ সালে পাকিস্তানের সাথে কোন দেশের যুদ্ধ হয়েছিল?
(a) ভারত
(b) বাংলাদেশ
(c) চীন
(d) মিয়ানমার

60. 'স্মৃতির মিনার' কী ধরনের রচনা?
(a) উপন্যাস
(b) নাটক
(c) কবিতা
(d) গল্প

সমাধান 

1

C

13

A

25

C

37

C

49

D

2

B

14

B

26

A

38

A

50

A

3

A

15

A

27

A

39

C

51

B

4

C

16

B

28

B

40

D

52

B

5

B

17

B

29

B

41

A

53

C

6

A

18

A

30

A

42

B

54

C

7

A

19

D

31

B

43

C

55

A

8

C

20

A

32

D

44

D

56

B

9

A

21

B

33

C

45

C

57

B

10

C

22

C

34

C

46

B

58

C

11

D

23

C

35

A

47

C

59

A

12

A

24

D

36

a

48

C

60

C