এস.এস.সি || রসায়ন || অধ্যায় - ৭ রাসায়নিক বিক্রিয়া
১. প্রভাব কীভাবে বিক্রিয়ার গতি বৃদ্ধি করে?
ক) বিক্রিয়ার সহজতম পথ সৃষ্টি করেখ) বিক্রিয়া সংঘটনের জন্য প্রয়োজনীয় শক্তি হ্রাস করেগ) বিক্রিয়ক অণুসমূহের মধ্যে ধাক্কা বৃদ্ধি করেঘ) বিক্রিয়ক অণুসমূহের সংখ্যা বৃদ্ধি করে২. কোনটি বরফের সংকেত?ক) H2Oখ) (H2O)nগ) O2Hঘ) H2O2৩. একটি জারণ-বিজারণ বিক্রিয়ায় বিজারক পদার্থের কী ঘটে?ক) ইলেকট্রন গ্রহণ করে এটি জারিত হয়খ) ইলেকট্রন ত্যাগ করে এটি জারিত হয়গ) ইলেকট্রন গ্রহণ করে এটি জারিত হয়ঘ) ইলেকট্রন ত্যাগ করে এটি জারিত হয়৪. O2 এর O এর জারণ সংখ্যা কত?ক) শূণ্যখ) ধনাত্মকগ) ঋণাত্মকঘ) পাঁচ৫. পটাসিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন উৎপন্ন করতে কোনটির প্রয়োজন?ক) দ্রবণখ) তাপগ) চাপঘ) আলোক৬. অধঃক্ষেপণ বিক্রিয়ার আরেকটি নাম কী?ক) প্রশমন বিক্রিয়াখ) দ্রবণ বিক্রিয়াগ) সাধারণ বিক্রিয়াঘ) দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া৭. গুঁড়ার সাথে অনার্দ্র কপার সালফেট সরাসরি বিক্রিয়ায় কপার অধঃক্ষিপ্ত হয় না কেন?ক) Zn কে Cu প্রতিস্থাপন করতে পারে নাখ) Zn সক্রিয়তা ক্রমে C এর নিচেগ) শুকনো অবস্থায় তারা পরস্পরের ঘনিষ্ঠ সংস্পর্শে থাকেঘ) কপার সালফেটের জলীয় দ্রবণ নেওয়া হয়নি বলে৮. রাসায়নিক পরিবর্তন-
i. নতুন পদার্থের সৃষ্টি হয় না
ii. নতুন পদার্থের সৃষ্টি হয়
iii. বস্তুর রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) iiiঘ) ii ও iii৯. পদার্থের গলনাঙ্ক,স্ফুটনাঙ্ক কোন ধর্ম?ক) ভৌতখ) রাসায়নিকগ) তাপীয়ঘ) গ্যাসীয়১০. একটি তাপহারী উভমুখী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াবে উৎপাদের পরিমাণ-ক) বাড়েখ) কমেগ) অপরিবর্তিত থাকেঘ) শূণ্য হয়১১. তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে-
i. AH ঋণাত্মক
ii. বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি < বন্ধন সৃষ্টির নির্গত শক্তি
iii. বিক্রিয়া পাত্র ও বিক্রিয়া দ্রবণ ঠান্ডা হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১২. প্রাকৃতিক গ্যাস জ্বালালে কোনটি পাওয়া যায়?ক) CH4খ) C2H6গ) CO2ঘ) O2১৩. অ্যালুমিনিয়ামের তৈরি জিনিস বেশি স্থায়ী হয়, কারণ-ক) বাতাসের জলীয় বাষ্পখ) অ্যালুমিনিয়াম ক্লোরাইডের স্তরগ) অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের স্তরঘ) অ্যালুমিনিয়াম অক্সাইডের স্তর১৪. কোন বিক্রিয়াকে একমুখী করার উপায় কী?ক) বিক্রিয়ক অপসারণখ) তাপ প্রয়োগগ) যেকোন একটি উৎপাদ অপসারণঘ) চাপ প্রয়োগ১৫. এন্টাসিড ও হাইড্রোজেন ক্লোরাইড কোন বিক্রিয়ার মাধ্যমে লবণ উৎপন্ন করে?ক) প্রতিস্থাপনখ) দহনগ) সংযোজনঘ) প্রশমন১৬. হেবার বস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন একটি-ক) তাপোৎপাদীখ) তাপহারীগ) প্রতিস্থাপন বিক্রিয়াঘ) নিউক্লিয়াসের পরিবর্তন১৭. নিচের কোনটি জারক ও বিজারক উভয়রূপে ক্রিয়া করতে পারে?ক) H2O2খ) KMnO4গ) K2Cr2O7ঘ) C১৮. K2O যৌগে O এর জারণ মান কত?ক) -2খ) -1গ) 0ঘ) +1১৯. একটি পদার্থের গলনাঙ্ক -1830C হলে পদার্থটি-ক) C2H6খ) CH4গ) H2Oঘ) C6H6২০. বিক্রিয়ক পদার্থের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বৃদ্ধি পায় বিক্রিয়ার হার-ক) তত হ্রাস পায়খ) তত বৃদ্ধি পায়গ) অপরিবর্তিত থাকেঘ) বন্ধ হয়ে যায়২১. কোনটির উপর ভিত্তি করে বিক্রিয়ার শ্রেণিবিভাগ করা হয় না?ক) বিক্রিয়ার সময়খ) বিক্রিয়ার দিকগ) বিক্রিয়ার তাপের পরিবর্তনঘ) ইলেকট্রন স্থানান্তর২২. কোন বিক্রিয়ায় বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি উৎপাদকের অভ্যন্তরীণ শক্তি অপেক্ষা বেশি হলে বিক্রিয়াটি-ক) তাপহারীখ) তাপোৎপাদীগ) উভমুখীঘ) পশ্চাদমুখী২৩. ঘরের ছাউনির টেউটিনকে মরিচার হাত থেকে রক্ষার জন্য-ক) জিংকের প্রলেপ দেওয়া হয়খ) রঙের প্রলেপ দেওয়া হয়গ) সালফারের প্রলেপ দেওয়া হয়ঘ) সংকর ধাতু ব্যবহার করা হয়২৪. বিক্রিয়া হারের একক কোনটি?ক) মোল-লিটার-সময়-1খ) মোল-লিটার-1সময়-1গ) মোল-লিটার-1সময়ঘ) মোল-1-লিটার-1সময়২৫. NO3- এ N এর জারণ সংখ্যা কত?ক) + 2খ) - 3গ) - 4ঘ) + 5২৬. অধিকাংশ রাসায়নিক বিক্রিয়াই কোন দ্রাবকের সম্পন্ন হয়?ক) ইথারখ) তেলগ) পানিঘ) অ্যালকোহল২৭. ভিনেগারে নিচের কোন এসিডটি উপস্থিত থাকে?ক) সাইট্রিক এসিডখ) এসিটিক এসিডগ) টারটারিক এসিডঘ) এসকরবিক এসিড২৮. অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিলে তা ইউরিয়া উৎপন্ন হয়, বিক্রিয়াটি-ক) পলিমারকরণখ) সমাণুকরণগ) প্রতিস্থাপনঘ) প্রশমন২৯. বিজারণ কী?ক) অক্সিজেনের সংযোজনখ) ঋণাত্মক মৌলের সংযোজনগ) ধনাত্মক মৌলের সংযোজনঘ) পরমাণুসমূহের সংযোজন৩০. ধাতুসমূহ-ক) জারকখ) বিজারকগ) উভয়ধর্মীঘ) নিস্ক্রিয়৩১. পানির সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে কী ঘটে?ক) পানি বিয়োজিত হয়খ) পানি উৎপন্ন হয়গ) কেলাস গঠিত হয়ঘ) পানি বাষ্প হয়ে উড়ে যায়৩২. লোহার ক্ষয় রোধ করা যায়-ক) প্লাসটিকের আররণ দিয়েখ) সংকর ধাতু তৈরির মাধ্যমেগ) গ্যালভানাইজিং এর মাধ্যমেঘ) সব কয়টি৩৩. ক্ষয় সব সময় কার হয়?ক) অ্যানোডেরখ) ক্যাথোডেরগ) পাত্রেরঘ) প্রভাবকের৩৪. রাসায়নিক বিক্রিয়ার তাপ পরিবর্তনের কারণ কী?ক) বন্ধন অপরিবর্তিত থাকাখ) শতকরা সংযুক্তি অপরিবর্তিত থাকাগ) তাপ প্রয়োগঘ) বন্ধন ভাঙ্গা ও নতুন বন্ধন গঠনে শক্তির পরিবর্তন৩৫. প্রশমন বিক্রিয়ায় pH এর মান কত?ক) pH =8.0খ) pH=7.0গ) pH>7.0ঘ) pH<7 .0="" li="">৩৬. বিক্রিয়ার হারের ক্ষেত্রে-
i. বিক্রিয়ার হার শুধু তাপমাত্রা ও চাপ এ দুটি নিয়ামক দ্বারা প্রভাবিত হয়
ii. একক সময়ে একটি বিক্রিয়ায় উৎপন্ন উৎপাদের পরিমাণই বিক্রিয়ার হার
iii. বিক্রিয়কের ঘনমাত্রার সাথে সাধারণত বিক্রিয়ার হার সম্পর্কিত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৭. মোমবাতির দহনে জলীয় বাষ্প ও কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হয়, এটি রাসায়নিক পরিবর্তন কারণ-
i. জলীয় বাষ্প ও কার্বন ডাই-অক্সাইড এর ধর্ম মোমবাতির ধর্ম হতে সম্পূর্ণ আলাদা
ii. জলীয়বাষ্প ও কার্বন ডাই-অক্সাইড হতে আর মোমবাতি পাওয়া যায় না
iii. জলীয়বাষ্প ও কার্বন ডাই-অক্সাইড হতে আবার মোমবাতি পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৮. তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে কি ঘটে?ক) উৎপাদ বাড়েখ) উৎপাদ কমেগ) অপরিবর্তিত থাকেঘ) কোনটিই নয়৩৯. মুক্ত মৌলের জারণ সংখ্যার মান কত?ক) +1খ) -1গ) 0ঘ) +2৪০. অ্যালুমিনিয়াম ধাতু বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কোন যৌগটি উৎপন্ন করবে?ক) AI2O3খ) AINগ) AI2N2O2ঘ) AI(OH)3৪১. বিক্রিয়ক→উৎপাদ, এটি কী ধরনের বিক্রিয়া?ক) ব্হুমুখী বিক্রিয়াখ) চেইন বিক্রিয়াগ) একমুখী বিক্রিয়াঘ) উভমুখী বিক্রিয়া৪২. লোহার উপর আস্তরণটি বাদামী হওয়ার কারণ-
i. আস্তরণ Fe2O3 বিদ্যমান
ii. আস্তরণে কেলাস পানি আছে
iii. আস্তরণটি বাদামী বর্ণের আলো প্রতিফলিত করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৪৩. ব্যুরেট কেন ব্যবহার করা হয় প্রশমন বিক্রিয়ায়?ক) HCI এর পরিমাণ ঠিক রাখার জন্য এসিডের পরিমাণ জানার জন্যখ) Na2CO3 এর পরিমাণ ঠিক রাখার জন্যগ) NaCI এর পরিমাণ ঠিক রাখার জন্যঘ) কোনটিই নয়৪৪. কোনো সাম্যবস্থার বিক্রিয়া হতে উৎপাদ সরিয়ে নিলে সাম্যবস্থা কোন দিকে যাবে?ক) উৎপাদের দিকেখ) বিক্রিয়াকের দিকেগ) কোনো দিকেই নাঘ) অপরিবর্তিত থাকবে৪৫. সময়ের সাথে অগ্রবর্তী বিক্রিয়ার বেগ-ক) কমেখ) বাড়েগ) স্থির থাকেঘ) সবকটি৪৬. জারণ-বিজারণ বিক্রিয়ায় বিক্রিয়কে উপস্থিত মৌলসমূহের যোজনীর পরিবর্তন ঘটে। এক্ষেত্রে যোজনী-
i. হ্রাস পায়
ii. বৃদ্ধি পায়
iii. সর্বদা দ্বিগুণ হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৪৭. রাসায়নিক পরিবর্তন ঘটবে-
i. CaO এর সাথে পানি যোগ করলে
ii. H2O তে NH3 গ্যাস চালনা করলে
iii. CaCO3 উত্তপ্ত করলে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৪৮. কোনটি বিক্রিয়ার সাম্যাবস্থার নিয়ামক নয়?ক) তাপমাত্রাখ) বিক্রিয়ার হারগ) চাপঘ) বিক্রিয়কের যন্ত্রমাত্রা৪৯. বিক্রিয়ার হার-
i. তাপামাত্রার বৃদ্ধির সাথে বাড়ে
ii. বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পেলে বৃদ্ধি পায়
iii. সকল ক্ষেত্রে চাপ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৫০. সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা-ক) +১/২খ) -১/৩গ) -১/২ঘ) +১/৩৫১. নিম্বের কোনটি জারক?ক) সোডিয়ামখ) পটাসিয়ামগ) অক্সিজেনঘ) রুবেডিয়াম৫২. প্রকৃতিতে পদার্থ কয়টি অবস্থায় বিরাজ করতে পারে?ক) দুইখ) তিনগ) চারঘ) পাঁচ৫৩. ইলেকট্রন স্থানান্তরের বিক্রিয়াকে বলে-ক) রিডক্সখ) প্রশমনগ) অধঃক্ষেপণঘ) নন-রিডক্স৫৪. তড়িৎ প্রলেপনে যে ধাতুর প্রলেপ দিতে হবে তার বৈশিষ্ট্য কীরূপ হতে হয়?ক) কম সক্রিয় ধাতুখ) যে কোন সক্রিয় ধাতুগ) যে ধাতুর উপর প্রলেপ দিতে হবে সে ধাতু ব্যতীত অন্য যে কোন ধাতুঘ) যে ধাতুর উজ্জ্বলতা বেশি৫৫. কোনটি জারক?ক) ফ্লোরিনখ) ব্রোমিনগ) K2Cr2O7ঘ) সবগুলো৫৬. জারণ-বিজারণ বিক্রিয়ার-ক) দুটি অংশখ) তিনটি অংশগ) একটি অংশঘ) চারটি অংশ৫৭. ম্যাগনেসিয়াম ধাতুর দহনে উৎপন্ন হয় কোনটি?ক) Mg(OH)2খ) MgCO3গ) Mg(NO3)2ঘ) MgO৫৮. পানি যোজন বিক্রিয়ার ক্ষেত্রে-
i. এ বিক্রিয়ায় পানির সাথে কোনো যৌগের বিক্রিয়া হয়
ii. লবণের আর্দ্র বিশ্লেষণ এ বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ
iii. এ বিক্রিয়া সাধারণত উভমুখী হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৫৯. কোনটি জারক পদার্থ?ক) COখ) H2Sগ) H2ঘ) O2৬০. একটি পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক দুই-ই শূন্যের চেয়ে কম। এটির ভৌত অবস্থা কোনটি?ক) কঠিনখ) তরলগ) গ্যাসঘ) কোলয়েড৬১. ধাতুসমূহের জারণ সংখ্যা-ক) ঋনাত্মক হয়খ) ধনাত্মক হয়গ) শূণ্য হয়ঘ) সবসময় +১ হয়৬২. H2SO4 + Zn→ZaSO4+H2 এ বিক্রিয়াটি-ক) প্রশমনখ) পানিযোজনগ) প্রতিস্থাপনঘ) জারণ-বিজারণ৬৩. ভৌত পরিবর্তনের ফলে-
i. অণুর গঠনের পরিবর্তন হয় না
ii. বস্তুর রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয় না
iii. তাপ শক্তির শোষণ বা উদগীরণ হয় না
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৬৪. বাতাসের অক্সিজেনের সাথে কোনো কিছুর বিক্রিয়াকে কী বলে?ক) সংযোজনখ) সংশ্লেষণগ) বিযোজনঘ) দহন৬৫. বিক্রিয়াটি সাম্যাবস্থায় থাকবে যদি-ক) সম্মুখ বিক্রিয়ার হার / পশ্চাৎ বিক্রিয়ার হারখ) সম্মুখ বিক্রিয়ার হার = পশ্চাৎ বিক্রিয়ার হারগ) পশ্চাৎ বিক্রিয়ার হার > সম্মুখ বিক্রিয়ার হারঘ) সম্মুখ বিক্রিয়ার হার > পশ্চাৎ বিক্রিয়ার হার৬৬. প্রশমন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়?ক) এসিড ও পানিখ) ক্ষার ও পানিগ) লবণ, ক্ষার ও পানিঘ) লবণ ও পানি৬৭. তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কী ঘটে?ক) তাপ উৎপাদী অপসারণখ) তাপ প্রয়োগগ) যেকোন একটি উৎপাদ অপসারণঘ) চাপ প্রয়োগ৬৮. মৌমাছি কামড় দিলে ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা যেতে পারে?ক) কলিচুনখ) ভিনেগারগ) খাবার লবণঘ) পানি৬৯. কোনটি ইলেকট্রোপ্লেটিং এর উদ্দেশ্য-ক) মরিচা রোধ করা বা ধাতুর ক্ষয় রোধ করাখ) বিক্রিয়া রোধ করাগ) নমনীয় করাঘ) ঘাতসহতা বৃদ্ধি করা৭০. ইথিলিন হতে পলিথিলিন তৈরির বিক্রিয়াটি কী বিক্রিয়া?ক) সংশ্লেষণ বিক্রিয়াখ) সংযোজন বিক্রিয়াগ) দ্বি-বিয়োজক বিক্রিয়াঘ) পলিমারকরণ বিক্রিয়া৭১. নিচের কোন যৌগটি পানিতে অদ্রবণীয়?ক) NaCIখ) C6H12O6গ) BaCI2ঘ) MgCI1৭২. প্রশমন বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?ক) লবণ ও পানিখ) লবণগ) এসিড ও লবণঘ) লবণ ও ক্ষার৭৩. ধাতুসমূহের দহনে উৎপন্ন হয়-ক) পানিখ) CO2গ) ধাতুর অক্সাইডঘ) H2O,CO৭৪. বর্ষাকাল কলাগাছ মরে যাওয়ার কারণ-ক) প্রশমন বিক্রিয়াখ) দহন বিক্রিয়াগ) বিয়োজন বিক্রিয়াঘ) সমাণুকরণ বিক্রিয়া৭৫. বর্ণিত বিক্রিয়াটি কোন ধরনের?ক) প্রশমন বিক্রিয়াখ) জারণ বিক্রিয়াগ) অধঃক্ষেপণ বিক্রিয়াঘ) প্রতিস্থাপন বিক্রিয়া৭৬. বিজারক-
i. ইলেকট্রন প্রদান করে
ii. নিজে জারিত হয়
iii. যৌগে হাইড্রোজেন বা ধনাত্মক অংশ বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৭৭. গ্যাসীয় বিক্রিয়ায় সাম্যাবস্থা অর্জিত হওয়ার পর কোন ক্ষেত্রে চাপ বাড়ালে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে?ক) বিক্রিয়ার ফলে গ্যাসের অণু সংখ্যা কমলেখ) বিক্রিয়ার ফলে গ্যাসের অণু সংখ্যা বাড়লেগ) বিক্রিয়ার ফলে গ্যাসের অণু সংখ্যা অপরিবর্তিত থাকলেঘ) বিক্রিয়ার ফলে গ্যাসের পরমাণু সংখ্যা বাড়লে৭৮. মরিচার ধর্ম কোনটি?ক) আয়রনের মত দৃঢ়খ) পানিতে দ্রবণীয়গ) চুম্বক দ্বারা আকৃষ্ট হয় নাঘ) আয়রনের সমাণু৭৯. যে দ্রবণের ঘনমাত্রা জানা তাকে কী বলে?ক) নরমাল দ্রবণখ) প্রমাণ দ্রবণগ) মোলাল দ্রবণঘ) মোলার ভগ্নাংশ৮০. ইলেকট্রোপ্লেটিং করার সময় যে জিনিসের উপর ধাতুর প্রলেপ দিতে হয় তাকে প্রথমে কী করা হয়?ক) কস্টিক সোডা ও পরে সালফিউরিক অ্যাসিড দ্বারা ধুয়ে ফেলে পৃষ্ঠতল পরিষ্কার করা হয়খ) ব্যাটারী ধনাত্মক প্রান্তের সাথে সংযুক্ত করা হয়গ) অ্যানোড হিসেবে ব্যবহার করাতে হয়ঘ) ঘষে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হয়৮১. ম্যাগনেসিয়ামের প্রজ্বলন বিক্রিয়াটি কোন প্রকৃতির?ক) ধীর গতি সম্পন্নখ) দ্রুত গতি সম্পন্নগ) মধ্যম গতি সম্পন্নঘ) কোনটিই নয়৮২. তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক?ক) পরিবেশ থেকে তাপ শোষণ করেখ) পরিবেশে তাপ ছেড়ে দেয়গ) তাপ গ্রহণ ও করে না আবার ছেড়েও দেয় নাঘ) যে পরিমাণ গ্রহণ করে, তারচেয়ে বেশি পরিমাণ ছেড়ে দেয়৮৩. রাসায়নিক বিক্রিয়ার বেগ সম্পর্কিত বিষয় আলোচনা করা হয় কোন শাখায়?ক) রসায়ন তাপ গতিবিদ্যাখ) কোয়ান্টাম মেকানিকসগ) রাসায়নিক গতিবিদ্যাঘ) ভৌত বিজ্ঞান৮৪. তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে একটি ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে কী বলে?ক) ইলেকট্রোপ্লেটেংখ) টিন প্লেটেংগ) গ্যালভানাইজিংঘ) জিঙ্ক প্লোটিং৮৫. কোনটির জারণ অসম্ভব?ক) CI-খ) Ho-গ) SO4-2ঘ) Fe+2৮৬. এন্টাসিড কোন ধর্মী?ক) অম্লীয়খ) ক্ষারীয়গ) প্রশমঘ) নিরপেক্ষ৮৭. কোন বিক্রিয়ার চাপ বৃদ্ধি করলে উৎপাদন বৃদ্ধি পায়?ক) উৎপাদকের মোল সংখ্যা বিক্রিয়কের মোল সংখ্যার সমান হলেখ) উৎপাদনের মোল সংখ্যা বিক্রিয়কের মোল সংখ্যা হতে বেশি হলেগ) উৎপাদের মোল সংখ্যা বিক্রিয়কের মোল সংখ্যার চেয়ে কম হলেঘ) বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব নেই৮৮. কোনটি বিজারক পদার্থ?ক) O2খ) F2গ) Mgঘ) Br2৮৯. পদার্থের পরিবর্তন কত প্রকার?ক) একখ) দুইগ) তিনঘ) চার৯০. লোহা কোনটির সংস্পর্শে আসলে বাদামী আস্তরণ দেখা যায়?ক) অম্লখ) ক্ষারগ) অম্ল ও ক্ষারঘ) বাতাস ও জলীয় বাষ্প৯১. CuSO4 + 5H2O → CuSO45H2O বিক্রিয়াটি-ক) কেলাস তৈরির বিক্রিয়াখ) আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়াগ) জারণ-বিজারণ বিক্রিয়াঘ) সমাণুকরণ বিক্রিয়া৯২. সোডিয়াম থায়োসালফেটের বাণিজ্যিক নাম কী?ক) সাজিমাটিখ) নাইটারগ) হাইপাঘ) সন্টপিটার৯৩. সাম্যাবস্থায় পৌঁছার পর বিক্রিয়াটির ওপর চাপ প্রয়োগের ফলাফল-
i. চাপ কমালে বিক্রিয়া পিছনের দিকে যাবে
ii. চাপ বাড়ালে বিক্রিয়া সামনের দিকে যাবে
iii. চাপ কমালে উৎপাদন বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) i ও iiঘ) ii ও iii৯৪. কলাগাছে কোনটি থাকে?ক) এসিড জাতীয় উপাদানখ) ক্ষার জাতীয় উপাদানগ) লবণ জাতীয় উপাদানঘ) নিরপেক্ষ উপাদান৯৫. টলেন বিকারকে ক্ষারীয় সিলভার নাইট্রেট দ্রবণটি-
i. অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে
ii. সিলভারের অধঃক্ষেপ উৎপন্ন করে
iii. একটি অধঃক্ষেপ বিক্রিয়া সংঘটিত করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৯৬. উভমুখী বিক্রিয়ার উৎপাদের পরিমাণ প্রভাবিত হয়-
i. তাপমাত্রা দ্বারা
ii. চাপ দ্বারা
iii. বিক্রিয়কের ঘনমাত্রা দ্বারা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৯৭. NaOH কী?ক) ক্ষারখ) শুধু ক্ষারকগ) এসিডঘ) লবণ৯৮. কোন দ্রবণ এর pH7 এর চেয়ে বেশি হলে-ক) দ্রবণটি অম্লীয়খ) ক্ষারীয়গ) নিরপেক্ষঘ) লবণাক্ত৯৯. CH3-CH2-OH যৌগটি-
i. ইথানল
ii. তরল
iii. পানিতে দ্রবণীয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১০০. কোনটি একই সাথে জারক ও বিজারক রূপে কাজ করে?ক) CuSO4খ) SO2গ) FeSO4ঘ) H2১০১. জারণ বিক্রিয়ার বৈশিষ্ট্য-
i. মৌল ইলেকট্রন হারায়
ii. মৌলের যোজ্যতা কমে
iii. ঋণাত্মক যৌগমূলক যুক্ত হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১০২. আয়রনের জারণ সংখ্যা হতে পারে-
i. + ২
ii. + ৩
iii. + ৪
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১০৩. কলাগাছ কোন ধর্মী পদার্থ থাকে?ক) অম্লীয়খ) ক্ষারীয়গ) নিরপেক্ষঘ) লবণ১০৪. একটি উভমুখী বিক্রিয়ার শুরুতে-
i. সম্মুখ বিক্রিয়ার বেগ বেশি থাকে
ii. বিপরীত বিক্রিয়ার বেগ কম থাকে
iii. বিক্রিয়কের পরিমাণ কমতে থাকে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১০৫. বদ্ধ পাত্রে বিক্রিয়ার ভিন্নতার কারণ কী?ক) CaO এর উপস্থিতিখ) CaCO3 এর উপস্থিতিগ) CO2 এর উপস্থিতিঘ) বাতাসের উপস্থিতি১০৬. CH4 এর দহনে কত মোল অক্সিজেন বিক্রিয়া করলে কার্বন তথা কালি উৎপন্ন হবে?ক) এক মোলখ) ১.৫ মোলগ) দুই মোলঘ) ১/২ মোল১০৭. বিক্রিয়ায় কোন কোন উৎপাদের কারণে?ক) শুধু স্বাস্থ্যের ক্ষতি সাধিত হয়খ) শুধু পরিবেশের ক্ষতি সাধিত হয়গ) আর্থিক ক্ষতি সাধিত হয়ঘ) সবকয়টি১০৮. পাকস্থলীতে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হলে কোনটি ব্যবহার করা হয়?ক) নিরপেক্ষ জাতীয় ওষুধখ) লবণ জাতীয় ওষুধগ) ক্ষারধর্মী ওষুধঘ) অম্লধর্মী ওষুধ১০৯. কচু খাওয়ার পর গরা চুলকালে তেঁতুল খেতে হয় কারণ-ক) কচু এসিড জাতীয় এবং তেঁতুল ক্ষার জাতীয় পদার্থখ) কচু ক্ষার জাতীয় এবং তেঁতুল এসিড জাতীয় পদার্থগ) কচু ও তেঁতুল উভয়ই এসিড জাতীয় পদার্থঘ) কচু ও তেঁতুল উভয়ই ক্ষার জাতীয় পদার্থ১১০. গ্যাসীয় বিক্রিয়ার হার কোনটি দ্বারা প্রভাবিত হয়?ক) চাপ দ্বারাখ) তাপমাত্রা দ্বারাগ) ঘনমাত্রা দ্বারাঘ) প্রভাবক দ্বারা১১১. খোলা পাত্রে উপরোক্ত বিক্রিয়াটি কীরূপ?ক) উভমুখীখ) একমুখী বিক্রিয়াগ) প্রশমন বিক্রিয়াঘ) সংযোজন বিক্রিয়া১১২. বিদ্যুৎ উৎপাদন সম্ভব কোন বিক্রিয়া দ্বারা?ক) সংশ্লেষণখ) প্রতিস্থাপনগ) বিজারণ বিক্রিয়াঘ) রিডক্স বিক্রিয়া১১৩. অ্যালুমিনিয়াম তৈরি জিনিসপত্র বেশি স্থায়ী হওয়ার কারণ কী?ক) বাতাতের জলীয় বাষ্পখ) অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিগ) অ্যালুমিনিয়াম হাইড্রঅক্সাইডের স্তরঘ) অ্যালুমিনিয়াম ক্লোরাইডের স্তর১১৪. স্টার্চ ও চিনি বিশ্লেষিত হয়ে পরিণত হয়-ক) গ্লুকোজ ও সুক্রোজেখ) গ্লুকোজ ও ফ্রুক্টোজগ) সুক্রোজ ও ফ্রুক্টোজঘ) কেবল ফ্রুক্টোজে১১৫. ভৌত পরিবর্তনের ক্ষেত্রে কোনটি সঠিক?ক) নতুন ধরনের বস্তুর সৃষ্টি হয়খ) রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয় নাগ) তাপশক্তির শোষণ বা উদগীরণ অবশ্যই ঘটবেঘ) বস্তুর ধর্মের পরিবর্তন হয়১১৬. লা-শাতেলিয়ের নীতি দ্বারা নিয়ন্ত্রিত হয়-ক) যে কোন উভমুখী বিক্রিয়ায়খ) যে কোন বিক্রিয়াগ) উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থা থাকলেঘ) সবকয়টি১১৭. চুনের সাথে পানির বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, এর কারণ কী?ক) রাসায়নিক বিক্রিয়া ঘটেখ) ভৌত পরিবর্তন ঘটেগ) গ্যাসীয় পরিবর্তন ঘটেঘ) তাপীয় বিক্রিয়া ঘটে১১৮. গ্যালভানাইজিং হলো-ক) Ni এ প্রলেপখ) Cr এর প্রলেপগ) Zn এর প্রলেপঘ) Fe এর প্রলেপ১১৯. বিক্রিয়ার হার বা গতিবেগ নির্ভরশীল-
i. বিক্রিয়ার তাপমাত্রা উপর
ii. বিক্রিয়কের ঘনমাত্রার উপর
iii. বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১২০. NaO2 এ O এর জারণ সংখ্যা কত?ক) + 1খ) - 1গ) - 2ঘ) - ½১২১. এন্টাসিড জাতীয় ঔষধ সেবনে কোন ধরনের বিক্রিয়া সম্পন্ন হয়?ক) প্রশমনখ) দহনগ) সংযোজনঘ) প্রতিস্থাপন১২২. জ্বালানির আংশিক দহনে কোন গ্যাসটি উৎপন্ন হয়?ক) CO2খ) COগ) SO2ঘ) CH4১২৩. ১.০ মোল ঘনমাত্রায় বিক্রিয়ক বিশিষ্ট হারকে কি বলে?ক) বেগখ) হারগ) বেগ ধ্রুবকঘ) গড় বেগ১২৪. মোম জ্বালানোর সময় সাধারণত কী ঘটে?ক) উভয় পরিবর্তন হয়খ) ভৌত পরিবর্তন হয়গ) রাসায়নিক পরিবর্তন হয়ঘ) কঠিনে পরিণত হয়১২৫. কোনো ধাতুর উপর জিংক ধাতুর প্রলেপ দেওয়াকে কী বলা হয়?ক) টিন প্লেটিংখ) গ্যালভানাইজিংগ) ইলেকট্রোপ্লোটিংঘ) মরিচা১২৬. বর্ষকালে পাকা বাড়ির ছাদ পিচ্ছিল হলে নিচের কোনটি দেওয়া হয়?ক) মাটিখ) বালিগ) চুনঘ) ছাই১২৭. লোহাকে আর্দ্র বায়ুতে রাখলে ক্ষয় হয়, কারণ-
i. লোহা একটি মধ্যম মানের সক্রিয় ধাতু
ii. এটি বায়ুর অক্সিজেন ও জলীয়বাষ্পের সাথে বিক্রিয়া করে আয়রনের অক্সাইড বা মরিচা উৎপন্ন করে
iii. লোহার অক্সাইড ধাতব আয়রন থেকে পৃথক হয়ে পুনরায় ধাতু পৃষ্ঠকে বায়ুর সংস্পর্শে নিয়ে আসে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১২৮. ইলেকট্রন মতবাদ অনুযায়ী জারণ হলো-
i. কোনো পদার্থ হতে ইলেকট্রন অপসারণ
ii. কোনো পরমাণু বা আয়নে ইলেকট্রন যুক্তকরণ
iii. কোনো আয়নের ধনাত্মক চার্জ বৃদ্ধিকরণ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১২৯. কোনটি শর্করা জাতীয় খাদ্য?ক) ঘিখ) ভাতগ) পানিঘ) মাংস১৩০. যেকোনো বিক্রিয়ায় সাম্যবস্থায় একটি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে কী ঘটে?ক) সাম্যবস্থায় বামদিকে অগ্রসর হয়খ) উৎপাদন হ্রাস পায়গ) উৎপাদন বৃদ্ধি পায়ঘ) সাম্যবস্থা অপরিবর্তিত থাকে১৩১. এক মোল পানি তৈরিতে এক মোল হাইড্রোজেন ও কত মোল অক্সিজেন গ্যাস লাগে?ক) এক মোলখ) অর্ধমোলগ) দুই মোলঘ) তিন মোল১৩২. লোহার মরিচা পড়া-
i. একটি দ্রুত গতিসম্পন্ন রাসায়নিক বিক্রিয়া
ii. একটি ধীর গতিসম্পন্ন রাসায়নিক বিক্রিয়া
iii. লোহার ক্ষয় করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৩৩. অধঃক্ষেপণ বিক্রিয়ার সাথে সাদৃশ্য আছে কোনটির?ক) দ্বি-প্রতিস্থাপনখ) প্রতিস্থাপনগ) জারণ-বিজারণঘ) সংযোজন১৩৪. শ্বসন প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়?ক) শক্তিখ) CO2গ) H2Oঘ) সবকয়টি১৩৫. মানুষের শরীরের সংঘটিত প্রক্রিয়াকে কী বলে?ক) সালোকসংশ্লেষণখ) দহনগ) শ্বসনঘ) অভিস্রবণ১৩৬. রেডক্স বিক্রিয়ার বিক্রিয়কের জারণ সংখ্যার পরিবর্তনের কারণ কী?ক) তাপ উৎপাদনখ) তাপ প্রয়োগগ) ইলেকট্রনের আদান প্রদানঘ) মৌলের আদান প্রদান১৩৭. NaH ও LiAIH4 এ H এর জারণ সংখ্যার মান কত?ক) -1খ) +1গ) -4ঘ) +2১৩৮. নিরপেক্ষ যৌগের মৌল জারণ সংখ্যা হয়-ক) শূণ্যখ) ধনাত্মকগ) ঋণাত্মকঘ) +১ অথবা -১১৩৯. NaCI এ Na এর জারণ সংখ্যার মান কত?ক) -1খ) +2গ) +1ঘ) 0১৪০. আয়নিক যৌগের সাথে যুক্ত পানিকে বলে-ক) বাষ্পখ) হাইড্রেটেডগ) বিষঘ) প্রভাবক বিবর্ধক১৪১. মার্শ গ্যাস কাকে বলে?ক) CH4খ) C2H6গ) CH2=CH2ঘ) CO১৪২. পোকামকড়ের বিষের উপাদান কী?ক) ক্ষারখ) এসিডগ) অ্যালকোহলঘ) এস্টার১৪৩. মোম জ্বালালে কোন ধরনের পরিবর্তন ঘটে?ক) ভৌত পরিবর্তনখ) রাসায়নিক পরিবর্তনগ) ক ও খ উভয়টিঘ) কোনটিই নয়১৪৪. AI ধাতুকে বায়ুর সংস্পর্শে আসতে রোধ করে?ক) AI2O3খ) AI এর স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসগ) AI এর আবরণঘ) AI এর বায়ু বিদ্বেষী ধর্ম১৪৫. কোনটি জারণ বিজারণ বিক্রিয়া?ক) প্রশমন বিক্রিয়াখ) প্রতিস্থাপন বিক্রিয়াগ) সমাণুকরণ বিক্রিয়াঘ) পলিমারকরণ বিক্রিয়া১৪৬. সমাণুকরণ বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর না ঘটার কারণ কোনটি?ক) এ বিক্রিয়ায় নতুন পদার্থ সৃষ্টি হয় নাখ) এ বিক্রিয়ায় একই অণুর পরমাণুসমূহ পুনর্বিন্যস্ত হয়গ) এ বিক্রিয়ায় একই যৌগের একাধিক অণু যুক্ত হয়ঘ) এ বিক্রিয়ায় তাপের শোষণ বা উদগিরণ ঘটে না১৪৭. রাসায়নিক বিক্রিয়ায় কোনটি পরিবর্তিত হয়?ক) পরমাণু সংখ্যাখ) মোট ভরগ) বস্তুর ধর্মঘ) ভরের অনুপাত১৪৮. লোহার উপর মারিচা পড়া-ক) ভৌত পরিবর্তনখ) রাসায়নিক পরিবর্তনগ) ভৌত ও রাসায়নিক পরিবর্তনঘ) কোনটিই নয়১৪৯. রাসায়নিক বিক্রিয়ার ঘটে-
i. এক বা একাধিক পদার্থের পরিবর্তনে, অন্য ধরনের পদার্থের সৃষ্টি হয়
ii. সাধারণত তাপের শোষণ ঘটে
iii. তাপের শোষণ অথবা বিকিরণ অবশ্য ঘটবে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৫০. জ্বালানির দহনে অক্সিজেনের সরবরাহ কম হলে উৎপন্ন হয়-ক) CO2খ) COগ) Cঘ) কোনটিই নয়১৫১. টলেন বিকারক কাকে বলে?ক) অম্লীয় AgNO3খ) ক্ষারীয় AgNO3গ) অম্লীয় AgCIঘ) ক্ষারীয় AgCI১৫২. টলেন বিকারকের বিক্রিয়া মূলত কী ধরনের হয়?ক) অধঃক্ষেপণখ) জারণ-বিজারণগ) দ্বি-জারণঘ) পানিযোজন১৫৩. পটাসিয়াম ডাইক্রোমট এ ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত?ক) + 7খ) - 4গ) + 6ঘ) - 6১৫৪. রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য হলো-
i. বিক্রিয়ায় অবশ্যই তাপের উদগিরণ বা শোষণ ঘটে
ii. বিক্রিয়ায় কোনো পরমাণুর সৃষ্টি বা বিলুপ্তি ঘটে না
iii. বিক্রিয়ায় ভরের কোনো পরিবর্তন ঘটে না
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৫৫. কোন দ্রবণে লিটমাস পেপারের বর্ণ অপরিবর্তিত থাকরে দ্রবণটি-ক) এসিডখ) ক্ষারগ) নিরপেক্ষঘ) কোনটিই নয়১৫৬. বিক্রিয়ার সাম্যবস্থা কোনটি দ্বারা প্রভাবিত হয় না?ক) চাপখ) তাপমাত্রাগ) বিক্রিয়ার পাত্রঘ) ঘনমাত্রা১৫৭. কোনটি ইলেকট্রোপ্লেটিং করার শর্ত?ক) যে জিনিসের উপর ধাতুর প্রলেপ দেয়া হবে তাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করাখ) যে ধাতুর প্রলেপ দিতে হবে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে সে ধাতুর লবণের দ্রবণ ব্যবহার করা যাবে নাগ) যে ধাতুর প্রলেপ দিতে হবে ক্যাথোড সেই ধাতুর তৈরি হতে হবেঘ) অ্যানোড যে কোন সক্রিয় ধাতুর দন্ড হতে পারে১৫৮. তোমাকে পরীক্ষাগারে চুনাপাথর দিয়ে বলল যে এটি উত্তপ্ত কর। তুমি উত্তপ্ত করতে গিয়ে দেখলে যে, এক ধরনের গ্যাস তৈরি হয়ে যা চুনের পানিকে ঘোলা করে। তুমি নিশ্চিত গ্যাসটি CO2। বিক্রিয়াটি কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া?ক) সংশ্লেষণখ) বিয়োজনগ) বিয়োজনঘ) প্রতিস্থাপন১৫৯. যদি বিপরীত বিক্রিয়া সম্ভব না হয় তাহলে কোনটি ঘটবে?ক) সম্মুখ বিক্রিয়ার গতিবেগ কখনো থামবে নাখ) বিক্রিয়ার উৎপাদন হ্রাস পাবেগ) কখনো সাম্যাবস্থা অর্জিত হবে নাঘ) সময়ের সাথে সম্মুখ বিক্রিয়ার বেগের পরিবর্তন হবে না১৬০. Tin-plating হলো-ক) টিনের প্রলেপখ) কার্বনের প্রলেপগ) কপারের প্রলেপঘ) লেড এর প্রলেপ১৬১. শর্করাজাতীয় খাদ্য অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কোন গ্যাসটি উৎপন্ন করে?ক) SO2খ) O2গ) CO2ঘ) CH4১৬২. ঘড়ির চেইনের উপরে ক্রোমিয়ামের প্রলেপ প্রকৃতপক্ষে চেইনটি কোন ধাতুর তৈরি?ক) লোহাখ) নিকেলগ) তামাঘ) সিলভার১৬৩. অধিকাংশ অধঃক্ষেপণ বিক্রিয়া-ক) দ্বি-প্রতিস্থাপনখ) ননরেডক্সগ) প্রশমনঘ) দ্বি-প্রতিস্থাপন এ ননরেডক্স উভয়ই১৬৪. জারণ-বিজারণের ফেলে কোনটি সঠিক?ক) জারণ সংখ্যার পরিবর্তন হয়খ) ইলেকট্রন আদান-প্রদান হয়গ) জারণ ও বিজারণ একত্রে সংঘটিত হয়ঘ) সবকয়টি১৬৫. মধু কোনধর্মী পদার্থ?ক) অম্লীয়খ) ক্ষারীয়গ) নিরপেক্ষঘ) প্রশম১৬৬. তাপহারী বিক্রিয়ার তাপ শোষিত হওয়ার ফলে কী ঘটে?ক) বিক্রিয়া দ্রবণ উত্তপ্ত হয়ে উঠেখ) উভমুখী বিক্রিয়া হয়গ) আয়তনের পরিবর্তন হয়ঘ) বিক্রিয়ার দ্রবণ শীতল হতে থাকে১৬৭. PCI5 যৌগে P এর জারণমান কত?ক) +3খ) +4গ) +5ঘ) +2১৬৮. রাসায়নিক পরিবর্তনে-
i. বস্তুর অণুর গঠনের পরিবর্তন হয়ে নতুন অণুর সৃষ্টি হয়
ii. বস্তুকে সহজে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় না
iii. তাপ শক্তির পরিবর্তন অবশ্যই ঘটবে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৬৯. কপার সালফেটের পাউডারকে পানিতে দ্রবীভূত করলে চাপ উৎপন্ন হয়, এর কারণ কী?ক) রাসায়নিক বিক্রিয়া ঘটেখ) কোনো বিক্রিয়া হয় নাগ) শুধু ভৌত পরিবর্তন ঘটেঘ) নতুন পদার্থ সৃষ্টি হয়১৭০. বিজারণ বিক্রিয়ায় কি ঘটে?ক) ইলেকট্রন গ্রহণ হয়খ) হাইড্রোজেন সংযোজন হয়গ) ধনাত্মক মৌলের সংযোজন হয়ঘ) সবগুলো১৭১. যে বিক্রিয়ায় এক বা একাধিক যৌগের অনেকগুলো অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বড় অণু সৃষ্টি করে, তাকে কী বলে?ক) জারণ-বিজারণ প্রক্রিয়াখ) সমাণুকরণগ) পলিমারকরণঘ) পানি যোজন১৭২. ক্ষারীয় দ্রবণে লিটমাস পেপারের বর্ণ-ক) লাল হয়খ) নীল হয়গ) কমলা রং এর হয়ঘ) হলুদ হয়১৭৩. নিচের তথ্যগুলো লক্ষ কর-
i. স্টার্চ ও চিনি বিশ্লেষিত হয়ে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত হয়
ii. জ্বালানির আংশিক দহনের ফলে CO2 উৎপন্ন হয়
iii. এন্টাসিড ক্ষারধর্মী
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৭৪. বিক্রিয়ার হার কোনটির উপর নির্ভরশীল নয়?ক) প্রভাবকখ) তাপমাত্রাগ) ঘনমাত্রাঘ) পাত্রের আকার১৭৫. কোন অক্সাইডকে হাইড্রোজেন গ্যাস দ্বারা বিজারিত করা যাবে?ক) Na2Oখ) AI2O3গ) MgOঘ) CuO১৭৬. একটি বিক্রিয়ায় প্রভাবকের প্রভাব-ক) সাম্যাবস্থাকে উৎপাদের দিকে সরিয়ে দেবেখ) কেবল অগ্রগামী বিক্রিয়ার গতি বৃদ্ধি করেগ) অগ্র বা পশ্চাৎ উভয় দিকের বিক্রিয়ার গতি বৃদ্ধি করতে পারে সমানভাবেঘ) পশ্চাৎগামী বিক্রিয়ার গতি বৃদ্ধি করে১৭৭. শ্বসন একটি-ক) দহন ক্রিয়াখ) প্রশমন ক্রিয়াগ) পানিযোজন বিক্রিয়াঘ) দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া১৭৮. সাম্যাবস্থা-
i. উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে স্থাপিত হয়
ii. বন্ধ পাত্রে সৃষ্টি হয়
iii. প্রভাবকের ভূমিকা আছে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৭৯. পোকা মাকড়ের বিষে নিচের কোনটি থাকে?ক) ক্ষারখ) এসিডগ) অ্যালকোহলঘ) লবণ১৮০. বিক্রিয়ার গতির উপর প্রভাব নেই কোনটির?ক) তাপমাত্রাখ) বিক্রিয়কের ঘনমাত্রাগ) প্রভাবকঘ) পাত্রের আকার১৮১. একটি লোহার টুকরাকে চুম্বক দ্বারা ঘর্ষণ করলে তা চুম্বকত্ব প্রাপ্ত হয়। এটি কোন ধরনের পরিবর্তন?ক) ভৌত ও রাসায়নিক পরিবর্তনখ) রাসায়নিক পরিবর্তনগ) কোনো পরিবর্তন হয় নাঘ) ভৌত পরিবর্তন১৮২. তেঁতুলে কোনটি থাকে?ক) ক্ষারখ) ক্ষারকগ) অজৈব এসিডঘ) জৈব এসিড১৮৩. অ্যালডিহাইড শনাক্তকরণে ব্যবহৃত হয়-ক) লুকাস বিকারকখ) টলেন বিকারকগ) AgNo3 দ্রবণঘ) Br2 দ্রবণ১৮৪. নিচের কোনটি বিজারক?ক) আয়োডিনখ) পটাসিয়াম ডাইক্রোমেটগ) অ্যালুমিনিয়ামঘ) অক্সিজেন১৮৫. কোনটি সাধারণত ইলেকট্রন ত্যাগ করে-ক) Caখ) Cগ) Neঘ) CI১৮৬. MgSO4 এ Mg এর জারণ সংখ্যা কত?ক) +2খ) -2গ) +7ঘ) +4১৮৭. লেবুতে কোন এসিড বিদ্যমান থাকে?ক) এসিটিক এসিডখ) এসকরবিক এসিডগ) সাইট্রিক এসিডঘ) টারটারিক এসিড১৮৮. ইলেকট্রন বিক্রিয়া কোনটি?ক) Naখ) Caগ) CIঘ) Cs১৮৯. হাইড্রোজেনের জারণ সংখ্যা -১ হয় এর যৌগে-
i. NaH
ii. NaOH
iii. LiAH4
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৯০. একটি লোহার টুকরাকে চুম্কক দ্বারা ঘর্ষণ করলে চুম্বকত্ব প্রাপ্ত হয়, এটি কোন ধরনের পরিবর্তন?ক) ভৌত পরিবর্তনখ) রাসায়নিক পরিবর্তনগ) উভয়টিঘ) চুম্বকীয় পরিবর্তন১৯১. জারক ও বিজারকের বৈশিষ্ট্য হলো-
i. যারা ইলেকট্রন দান করে তারা বিজারক ও যারা ইলেকট্রন গ্রহণ করে তারা জারক
ii. জারক ও বিজারক উভয়ই ইলেকট্রন গ্রাহক
iii. জারক ইলেকট্রন গ্রাহক ও বিজারক ইলেকট্রন দাতা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৯২. কোন বিক্রিয়ায় সাম্যাবস্থায় ঘনমাত্রা বাড়ালে-ক) সাম্যাবস্থার কোনো পরির্ব্তন হবে নাখ) গতি সম্মুখ দিকে যাবেগ) গতি পশ্চাৎ দিকে যাবেঘ) সাম্যঙ্কের পরিবর্তন হবে১৯৩. এসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয় কোনটিতে?ক) অধঃক্ষেপণ বিক্রিয়ায়খ) প্রশমন বিক্রিয়ায়গ) জারণ বিজারণ বিক্রিয়ায়ঘ) আর্দ্রবিশ্লেষণ বিক্রিয়ায়১৯৪. সাধারণত জারক কোনটি?ক) কার্বনখ) সোডিয়ামগ) ক্লোরিনঘ) পটাসিয়াম১৯৫. পৃথক পৃথক বিক্রিয়ার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা-ক) বিভিন্নখ) একইগ) নাইঘ) তিনটি১৯৬. মৌমাছির কামড়ের ক্ষত স্থানে চুন বা মধু ব্যবহার করা হয় কারণ-ক) মৌমাছির শরীর থেকে নিঃসৃত রস এসিড জাতীয় এবং চুন বা মধু ক্ষার জাতীয় পদার্থখ) মৌমাছির শরীর থেকে নিঃসৃত রস ক্ষার জাতীয় এবং চুন বা মধু এসিড জাতীয় পদার্থগ) মৌমাছির শরীর থেকে নিঃসৃত রস ও চুন বা মধু সবই এসিড জাতীয় পদার্থঘ) মৌমাছির শরীর থেকে নিঃসৃত রস লবণ জাতীয় এবং চুন বা মধু ক্ষার জাতীয় পদার্থ১৯৭. শর্করা জাতীয় খাদ্য অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কোন গ্যাসটি উৎপন্ন করে?ক) CO2খ) SO2গ) COঘ) CH4১৯৮. মরিচা কী?ক) এক ধরনের অজৈব যৌগখ) সমসত্ত্ব মিশ্রণগ) Fe ও O2 এর সবন্বিত যৌগঘ) Fe,O2, H2O এর সৃষ্ট যৌগ১৯৯. অনুঘটক বিষ-ক) কোন অনুঘটকের কার্য ধ্বংস করেখ) প্রাণীর জীবনাশকগ) ব্যাকটেরিয়াকে ধ্বংস করেঘ) একটি বিক্রিয়ার নাম২০০. সাম্যাবস্থা নিয়ন্ত্রণের নিয়ামক হচ্ছে-
i. চাপ
ii. তাপমাত্রা
iii. ঘনমাত্রা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২০১. লোহার জিনিসকে মরিচার হাত থেকে রক্ষার জন্য গ্যালভানাইজিং এর কাজে কোন ধাতু ব্যবহার করা হয়?ক) AIখ) Znগ) Cuঘ) Pb২০২. শর্করা জাতীয় খাদ্য কোনটি?ক) স্টার্চখ) কার্বন ডাই-অক্সাইডগ) মধুঘ) খাবার লবণ২০৩. জারকের ক্ষেত্রে কোনটি সঠিক?ক) অন্যকে জারিত করেখ) নিজে জারিত হয়গ) জারণ সংখ্যা হ্রাস পায়ঘ) ক ও খ উভয়ই২০৪. বন্ধন এনথালপি-
i. হচ্ছে বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি
ii. এর সাহায্য বিক্রিয়ার এনথালপি নির্ণয় করা যায়
iii. এটি কখনো ঋণাত্মক হয় না
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২০৫. জারণ-বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে-ক) বিজারকখ) ধাতুসমূহগ) জারকঘ) যার ইলেকট্রন কম আছে২০৬. নিচের কোনটি কাপড় কাচার সোডার সংকেত?ক) NaHCO3খ) Na2CO3গ) NaCIঘ) NaOH২০৭. নিচের কোনটিতে রাসায়নিক পরিবর্তন ঘটে?ক) বরফ পানিতে পরিণত করলেখ) মো গলে তরলে পরিণত হলেগ) চুনের সাথে পানি যোগ করলেঘ) পানির সাথে বালি যোগ২০৮. কোনটি ভৌত পরিবর্তন?ক) হাইড্রোজেন ও অক্সিজেনের সংযোগে পানি তৈরিখ) জলীয় বাষ্পকে খুব ঠান্ডা করে বরফ তৈরিগ) মোমবাতি জ্বালানোঘ) লোহার মরিচা পড়া২০৯. সালফারের দহন বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?ক) CO2খ) NO2গ) SO3ঘ) H2O২১০. বিক্রিয়াটিতে A1 বলতে কি বুঝানো হয়েছে?ক) বিজারণ বিক্রিয়াখ) জারণ ক্রিয়াগ) প্রশমন ক্রিয়াঘ) রিডক্স ক্রিয়া২১১. আয়রন বায়ুর জলীয় বাষ্পের সংস্পর্শে গঠিত যৌগ-
i. মরিচা নামে পরিচিত
ii. এর রাসায়নিক সংকেত FeO(OH)
iii. সৃষ্টির ফলে ধাতব আয়রন ক্ষয়প্রাপ্ত হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২১২. প্লাস্টিক উৎপন্ন হয় কোন বিক্রিয়ার মাধ্যমে?ক) পলিমারকরণ বিক্রিয়াখ) সমাণুকরণ বিক্রিয়াগ) আর্দ্রবিশ্লেষণ বিক্রিয়াঘ) পানিযোজন বিক্রিয়া২১৩. 2F2 + 2H2O = 4HF + O2 বিক্রিয়াটি কোন ধরনের?ক) প্রশমনখ) বিশ্লেষণগ) জারণ-বিজারণঘ) দহন২১৪. কোন বিক্রিয়াটি সাম্যবস্থায় পৌছাতে পারে না?ক) একমুখী বিক্রিয়াখ) সম্মুখমুখী বিক্রিয়াগ) পশ্চাৎমুখী বিক্রিয়াঘ) উভমুখী বিক্রিয়া২১৫. ভৌত পরিবর্তনের বৈশিষ্ট্য হলো-
i. কোনো নতুন ধরনের বস্তু সৃষ্টি হয় না
ii. বস্তুর অণুর গঠনের পরিবর্তন হয় না
iii. বস্তুর রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয় না
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২১৬. CH2CI যৌগে-
i. কার্বনের জারণ সংখ্যা +২
ii. কার্বনের জারণ সংখ্যা -২
iii. ক্লোরিনের জারণ সংখ্যা -১
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২১৭. পোকর কামড়ের জ্বালা যন্ত্রণা নিবারণের জন্য ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা হয়?ক) HCIখ) তেতুলগ) মধুঘ) চিনি২১৮. শ্বসন প্রক্রিয়ায় এক মোল গ্লুকোজ ভেঙে কয় মোল পানি উৎপন্ন হয়?ক) ১ মোলখ) ৪ মোলগ) ৬ মোলঘ) ৮ মোল২১৯. Na + O2→ Na2O বিক্রিয়াটি-
i. সংশ্লেষণ বিজারণ বিক্রিয়া
ii. জারণ বিজারণ বিক্রিয়া
iii. সংযোজন বিক্রিয়া
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২২০. গ্যাসীয় বিক্রিয়ার সাম্যবস্থায় চাপ দ্বারা প্রভাবিত হয় কখন?ক) যখন বিক্রিয়ার উভয় পাশে মোল সংখ্যা সমান হয়খ) যখন বিক্রিয়ার তাপমাত্রা স্থির থাকেগ) যখন উভয় পাশে মোল সংখ্যা সমান হয় নাঘ) যখন প্রভাবক ব্যবহৃত হয়২২১. মোমবাতি দহনে-
i. রাসায়নিক পরিবর্তন হয়
ii. সম্পূণই ভৌত পরিবর্তন হয়
iii. ভৌত পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২২২. CH3-O-CH3 যৌগটি-
i. গ্যাসীয়
ii. স্ফুটনাঙ্ক-280C
iii. পানিতে দ্রবণীয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২২৩. রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে-
i. সম্পূর্ণ নতুন ধরনের এক বা একাধিক বস্তু সৃষ্টি হয়
ii. রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয় না
iii. বস্তুকে পূর্বের অবস্থায় সহজে ফিরিয়ে আনা যায় না
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২২৪. পলিমারকরণ বিক্রিয়ার জন্য প্রয়োজন-ক) মনোমারখ) পলিমারগ) সমাণুঘ) সবগুলো২২৫. মরিচা সৃষ্টির ফলে-ক) ধাতু ক্ষয় হয়খ) ধাতুর ক্ষয় রোধ হয়গ) ধাতু চকচকে হয়ঘ) ধাতু দীর্ঘদিন টিকে২২৬. 25OC তাপমাত্রা তীব্র এসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ-ক) +57.34kJ/moleখ) -75.43kJ/moleগ) -57.34kJ/moleঘ) +43.37kJ/mole২২৭. তাপের শোষণ ও উদগীরণ অবশ্যই ঘটবে-
i. চিনি ও পানির বিক্রিয়ায়
ii. Fe, O2 ও H2O বিক্রিয়ায়
iii. 2H2 ও O2 বিক্রিয়ায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২২৮. শর্করা জাতীয় খাদ্য হলো-
i. ভাত
ii. গ্লুকোজ
iii. চিনি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২২৯. টলেন বিকারকে কী যোগ করলে Ag এর অধঃক্ষেপ পড়ে?ক) অ্যালকোহলখ) প্রোটিনগ) অ্যালডিহাইডঘ) ফ্যাটি এসিড২৩০. লেবুর রসে কোন এসিড থাকে?ক) অ্যাসিটিক এসিডখ) ফরমিক এসিডগ) এসকরবিক এসিডঘ) সাইট্রিক এসিড২৩১. রাসায়নিক সাম্যাবস্থার পৌঁছাতে পারে কোন বিক্রিয়া?ক) একমুখীখ) উভমুখী বিক্রিয়াগ) সম্মুখ বিক্রিয়াঘ) পশ্চাৎ বিক্রিয়া২৩২. এ বিক্রিয়ার মাধ্যম হতে চাপ হ্রাস করলে কী ঘটে?ক) সাম্যাবস্থায় প্রভাব পরে নাখ) সম্মুখ বিক্রিয়ার হার বৃদ্ধি পায়গ) পশ্চাৎ বিক্রিয়ার হার বৃদ্ধি পায়ঘ) তাপ উৎপন্ন হয়২৩৩. এন্টাসিড কী ধর্মী?ক) অম্লধর্মীখ) লবণধর্মীগ) ক্ষারধর্মীঘ) উভয়ধর্মী২৩৪. একটি জারণ-বিজারণ বিক্রিয়ায় জারক পদার্থের ক্ষেত্রে কী ঘটে?ক) ইলেকট্রন গ্রহণ করে এটি জারিত হয়খ) ইলেকট্রন ত্যাগ করে এটি জারিত হয়গ) ইলেকট্রন গ্রহণ করে এটি বিজাড়িত হয়ঘ) ইলেকট্রন ত্যাগ করে এটি বিজাড়িত হয়২৩৫. তাপমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়ার গতি বৃদ্ধি পায় কারণ-
i. তাপমাত্রা এক প্রকার শক্তি
ii. তাপমাত্রা বিক্রিয়াকে উত্তপ্ত করে
iii. তাপমাত্রা বিক্রিয়ার অণুগুলোকে গতিশীল করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৩৬. বিক্রিয়ার হার কোনটির উপর নির্ভরশীল?ক) পাত্রের আয়তনখ) চাপগ) পাত্রের আকারঘ) সময়২৩৭. কোনটিতে রাসায়নিক পরিবর্তন ঘটে?ক) পানি ও চিনি দিয়ে শরবত তৈরি করাখ) চুনের সাথে পানি যোগ করাগ) মোম গলে তরলে পরিণত হয়ঘ) বরফকে তাপ দিয়ে পানিতে পরিণত করা২৩৮. পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা-ক) ১খ) -১গ) ২ঘ) -২২৩৯. শর্করা বলতে বুঝায়-ক) রুটিখ) ফ্যাটগ) প্রোটিনঘ) খনিজ তেল২৪০. ক্ষার ধাতুসমূহের জারণ সংখ্যা-ক) +১খ) +২গ) +৩ঘ) +০২৪১. নিচের কোনটি উভমুখী বিক্রিয়া?ক) বন্ধ পাত্রে CaCO3 এর বিযোজনখ) খোলা পাত্রে ইথাইল অ্যাসিটেড এর আর্দ্র বিশ্লেষণগ) NaCI দ্রবণে AgNO3 দ্রবণ যোগঘ) খোলা পাত্রে CaCO3 এর বিযোজন২৪২. এসিড + ক্ষার→? + পানি, নিচের কোনটি হবে?ক) লবণখ) ধাতুর অক্সাইডগ) জৈস এসিডঘ) অ্যালকোহল২৪৩. মোমবাতি জ্বলার সময় এর কিছু অংশ গলে যায়- এটি কোন ধরনের পরিবর্তন?ক) ভৌত পরিবর্তনখ) রাসায়নিক পরিবর্তনগ) তাপীয় পরিবর্তনঘ) পরিমাণগত পরিবর্তন২৪৪. নিচের কোন বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর সাধারণত ঘটে না-ক) প্রশমনখ) সংযোজনগ) বিযোজনঘ) দহন২৪৫. লোহার উপর বাদামী আস্তরণ এক ধরনের-
i. দানাদার কেলাস
ii. সোদক কেলাস
iii. পানিত্যাগী পদার্থ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৪৬. পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা-ক) -১খ) -২গ) ০ঘ) +১২৪৭. H2SO4 + MgO→ বিক্রিয়ায়-
i. তাপ উৎপন্ন হয়
ii. ইলেকট্রন স্থানান্তর ঘটে
iii. অধঃক্ষেপ পড়ে
নিচের কোনটি সঠিক?ক) iখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৪৮. বর্ষাকালে অনেক সময় পুকুর বা খালের নিকটবর্তী কলাগাছ পানির সংস্পর্শে মারা যায়, কারণ-
i. কলাগাছে ক্ষারীয় উপাদান থাকে
ii. এসিড বৃষ্টির কারণ পানি অম্লীয় হয়
iii. ক্ষারীয় উপাদানের সাথে এসিড যুক্ত পানির প্রশমন বিক্রিয়া ঘটে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৪৯. তাপ উৎপাদী বিক্রিয়ায় DH এর মান কত?ক) শূণ্যখ) ঋণাত্মকগ) ধনাত্মকঘ) অসংগায়িত২৫০. লোহাকে দীর্ঘদিন বাতাসে রেখে দিলে এর উপর লালচে বাদামী রঙের আস্তরণ পড়ে। এটি কোন ধরনের পরিবর্তন?ক) গ্যাসীয় পরিবর্তনখ) ভৌত পরিবর্তনগ) বিশুদ্ধ লোহার পরিণত হওয়াঘ) রাসায়নিক পরিবর্তন২৫১. কোন ধরনের বিক্রিয়া ক্ষেতে চাপের প্রভাব আছে?ক) বিক্রিয়ার উভয় দিকের গ্যাসীয় মোল সংখ্যা সমানখ) দ্রবণে সমসত্ত্ব বিক্রিয়া হলেগ) কঠিন অবস্থায় সমসত্ত্ব বিক্রিয়া হলেঘ) গ্যাসীয় বিক্রিয়ার উভয় দিকে গ্যাসীয় যৌগসমূহের মোল সংখ্যা সমান না হলে২৫২. মৌমাছি পোকার কামড়ে ক্ষত স্থানে বিষ প্রবেশ করে, তাতে কি থাকে?ক) ক্ষারখ) এসিডগ) লবণঘ) অ্যালকোহল২৫৩. এ বিক্রিয়ার মাধ্যমে তাপ প্রয়োগ করলে কী ঘটে?ক) সম্মুখ বিক্রিয়ার হার বৃদ্ধি পায়খ) বিপরীত বিক্রিয়ার হার বৃদ্ধি পায়গ) সাম্যবস্থা পরিবর্তন হয় নাঘ) বিক্রিয়া সাম্যবস্থায় চলে আসে২৫৪. নিচের কোনটি জারণ-বিজারণ বিক্রিয়া-
i. দহন
ii. প্রশমন
iii. প্রতিস্থাপন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৫৫. শ্বসন প্রক্রিয়ার উৎপাদ-
i. H2O
ii. CO2
iii. CO
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৫৬. বিজারণ বিক্রিয়ায় ঘটে-ক) ইলেকট্রন গ্রহণখ) হাইড্রোজেনের সংযোজনগ) ধনাত্মক মৌলের সংযোজনঘ) সবগুলো২৫৭. সকল প্রশমন বিক্রিয়া-ক) তাপোৎপাদীখ) তাপহারীগ) রিডক্সঘ) দহন বিক্রিয়া২৫৮. কোনটি ঋনাত্মক প্রভাবক?ক) Cuখ) অ্যালকোহলগ) MnO2ঘ) Fe২৫৯. রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে-
i. বিক্রিয়ার হার সক্রিয়ন শক্তির ব্যস্তানুপাতিক
ii. মৌলের বিক্রিয়া এক ধাপে ঘটে
iii. সার্বিক বিক্রিয়া একাধিক ধাপে ঘটে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৬০. মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা হয়?ক) পানিখ) এসিডগ) লবণঘ) মধু২৬১. পরমাণুকে আয়নিক করলে যে পরিবর্তন হয়-ক) ইলেকট্রনের পরিবর্তনখ) নিউট্রনের পরিবর্তনগ) প্রোটনের পরিবর্তনঘ) নিউক্লিয়াসের পরিবর্তন২৬২. তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, কারণ-ক) বিক্রিয়ক অণুসমূহের গতিবেগ বৃদ্ধি পায়খ) উৎপাদ অণুসমূহের গতিবেগ বৃদ্ধি পায়গ) বিক্রিয়ক অণুসমূহের আকর্ষণ বৃদ্ধি পায়ঘ) বিক্রিয়ক অণুসমূহের গতিবেগ হ্রাস পায়২৬৩. একটি ধাতুর উপর জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়াকে বলে-ক) গ্যালভানাইজিংখ) টিনপ্লোটিনগ) ভলকানাইজিংঘ) ইলেকট্রোপ্লেটিং২৬৪. বিক্রিয়ায় একক সময়ে উৎপন্ন উৎপাদের পরিমাণকে কী বলে?ক) বিক্রিয়া হারখ) বিক্রিয়ার সাম্যাবস্থাগ) বিক্রিয়ার গতিশীলতাঘ) বিক্রিয়ার উভমুখিতা২৬৫. রাসায়নিক বিক্রিয়ায় কোনটি অবশ্যই প্রয়োজনীয়?ক) তাপখ) প্রভাবকগ) সংস্পর্শঘ) আলোক২৬৬. কোন ধরনের বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে?ক) দহন বিক্রিয়াখ) পলিমারকরণ বিক্রিয়াগ) সমাণুকরণ বিক্রিয়াঘ) প্রশমন বিক্রিয়া২৬৭. কোনটি বিজারক?ক) হাইড্রোজেনখ) ক্লোরিনগ) ব্রোমিনঘ) আয়োডিন২৬৮. প্রতি কত তাপমাত্রায় বৃদ্ধিতে, বিক্রিয়ার গতি দ্বিগুণ হয়?ক) 10oCখ) 20oCগ) 30oCঘ) 15oC২৬৯. লোহার উপর বাদামী রং-এর আস্তরণটি এক ধরনের-
i. সোদক কেলাস
ii. দানাদার কঠিন পদার্থ
iii. আদানাদার কঠিন পদার্থ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৭০. সালোক সংশ্লেষণ বিক্রিয়াটির জন্য কোনটি অপরিহার্য?ক) তাপমাত্রাখ) সূর্যালোকগ) উদ্ভিদের পাতাঘ) প্রভাবকঅনুচ্ছেদটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও:
একটি পাত্রে HCI দ্রবণ নেয়া হল এবং তাতে একটি লাল লিটমাস পেপার রাখা হল, এরপর এ দ্রবণে ফোটায় ফোটায় Na2CO3 দ্রবণ যোগ করা হল এবং লিটমাস পেপারের রং কিছু সময় পর হঠাৎ নীল হয়ে গেল।
২৭১. প্রাথমিক অবস্থায় পাত্রের দ্রবণের pH এর মান কত?ক) ৭ এর বেশিখ) ১০ এর বেশিগ) ৭ এর কমঘ) ০২৭২. লিটমাস পেপারের রং নীল হয় কেন?ক) অম্লীয় মাধ্যমের কারণেখ) লবণ মাধ্যমের কারণেগ) পানির কারণেঘ) ক্ষারীয় মাধ্যমের কারণে
Social Plugin