এস.এস.সি || রসায়ন || অধ্যায় - ৭ রাসায়নিক বিক্রিয়া || বহুনির্বচনী প্রশ্ন - উত্তর


এস.এস.সি || রসায়ন  ||  অধ্যায় - ৭ রাসায়নিক বিক্রিয়া

১. প্রভাব কীভাবে বিক্রিয়ার গতি বৃদ্ধি করে?

  • ক) বিক্রিয়ার সহজতম পথ সৃষ্টি করে
  • খ) বিক্রিয়া সংঘটনের জন্য প্রয়োজনীয় শক্তি হ্রাস করে
  • গ) বিক্রিয়ক অণুসমূহের মধ্যে ধাক্কা বৃদ্ধি করে
  • ঘ) বিক্রিয়ক অণুসমূহের সংখ্যা বৃদ্ধি করে
  • সঠিক উত্তর: (ক)
    ২. কোনটি বরফের সংকেত?
  • ক) H2O
  • খ) (H2O)n
  • গ) O2H
  • ঘ) H2O2
  • সঠিক উত্তর: (খ)
    ৩. একটি জারণ-বিজারণ বিক্রিয়ায় বিজারক পদার্থের কী ঘটে?
  • ক) ইলেকট্রন গ্রহণ করে এটি জারিত হয়
  • খ) ইলেকট্রন ত্যাগ করে এটি জারিত হয়
  • গ) ইলেকট্রন গ্রহণ করে এটি জারিত হয়
  • ঘ) ইলেকট্রন ত্যাগ করে এটি জারিত হয়
  • সঠিক উত্তর: (খ)
    ৪. O2 এর O এর জারণ সংখ্যা কত?
  • ক) শূণ্য
  • খ) ধনাত্মক
  • গ) ঋণাত্মক
  • ঘ) পাঁচ
  • সঠিক উত্তর: (ক)
    ৫. পটাসিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন উৎপন্ন করতে কোনটির প্রয়োজন?
  • ক) দ্রবণ
  • খ) তাপ
  • গ) চাপ
  • ঘ) আলোক
  • সঠিক উত্তর: (খ)
    ৬. অধঃক্ষেপণ বিক্রিয়ার আরেকটি নাম কী?
  • ক) প্রশমন বিক্রিয়া
  • খ) দ্রবণ বিক্রিয়া
  • গ) সাধারণ বিক্রিয়া
  • ঘ) দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭. গুঁড়ার সাথে অনার্দ্র কপার সালফেট সরাসরি বিক্রিয়ায় কপার অধঃক্ষিপ্ত হয় না কেন?
  • ক) Zn কে Cu প্রতিস্থাপন করতে পারে না
  • খ) Zn সক্রিয়তা ক্রমে C এর নিচে
  • গ) শুকনো অবস্থায় তারা পরস্পরের ঘনিষ্ঠ সংস্পর্শে থাকে
  • ঘ) কপার সালফেটের জলীয় দ্রবণ নেওয়া হয়নি বলে
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮. রাসায়নিক পরিবর্তন-
    i. নতুন পদার্থের সৃষ্টি হয় না
    ii. নতুন পদার্থের সৃষ্টি হয়
    iii. বস্তুর রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) iii
  • ঘ) ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯. পদার্থের গলনাঙ্ক,স্ফুটনাঙ্ক কোন ধর্ম?
  • ক) ভৌত
  • খ) রাসায়নিক
  • গ) তাপীয়
  • ঘ) গ্যাসীয়
  • সঠিক উত্তর: (ক)
    ১০. একটি তাপহারী উভমুখী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াবে উৎপাদের পরিমাণ-
  • ক) বাড়ে
  • খ) কমে
  • গ) অপরিবর্তিত থাকে
  • ঘ) শূণ্য হয়
  • সঠিক উত্তর: (ক)
    ১১. তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে-
    i. AH ঋণাত্মক
    ii. বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি < বন্ধন সৃষ্টির নির্গত শক্তি
    iii. বিক্রিয়া পাত্র ও বিক্রিয়া দ্রবণ ঠান্ডা হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১২. প্রাকৃতিক গ্যাস জ্বালালে কোনটি পাওয়া যায়?
  • ক) CH4
  • খ) C2H6
  • গ) CO2
  • ঘ) O2
  • সঠিক উত্তর: (গ)
    ১৩. অ্যালুমিনিয়ামের তৈরি জিনিস বেশি স্থায়ী হয়, কারণ-
  • ক) বাতাসের জলীয় বাষ্প
  • খ) অ্যালুমিনিয়াম ক্লোরাইডের স্তর
  • গ) অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের স্তর
  • ঘ) অ্যালুমিনিয়াম অক্সাইডের স্তর
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪. কোন বিক্রিয়াকে একমুখী করার উপায় কী?
  • ক) বিক্রিয়ক অপসারণ
  • খ) তাপ প্রয়োগ
  • গ) যেকোন একটি উৎপাদ অপসারণ
  • ঘ) চাপ প্রয়োগ
  • সঠিক উত্তর: (গ)
    ১৫. এন্টাসিড ও হাইড্রোজেন ক্লোরাইড কোন বিক্রিয়ার মাধ্যমে লবণ উৎপন্ন করে?
  • ক) প্রতিস্থাপন
  • খ) দহন
  • গ) সংযোজন
  • ঘ) প্রশমন
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬. হেবার বস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন একটি-
  • ক) তাপোৎপাদী
  • খ) তাপহারী
  • গ) প্রতিস্থাপন বিক্রিয়া
  • ঘ) নিউক্লিয়াসের পরিবর্তন
  • সঠিক উত্তর: (ক)
    ১৭. নিচের কোনটি জারক ও বিজারক উভয়রূপে ক্রিয়া করতে পারে?
  • ক) H2O2
  • খ) KMnO4
  • গ) K2Cr2O7
  • ঘ) C
  • সঠিক উত্তর: (ক)
    ১৮. K2O যৌগে O এর জারণ মান কত?
  • ক) -2
  • খ) -1
  • গ) 0
  • ঘ) +1
  • সঠিক উত্তর: (খ)
    ১৯. একটি পদার্থের গলনাঙ্ক -1830C হলে পদার্থটি-
  • ক) C2H6
  • খ) CH4
  • গ) H2O
  • ঘ) C6H6
  • সঠিক উত্তর: (খ)
    ২০. বিক্রিয়ক পদার্থের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বৃদ্ধি পায় বিক্রিয়ার হার-
  • ক) তত হ্রাস পায়
  • খ) তত বৃদ্ধি পায়
  • গ) অপরিবর্তিত থাকে
  • ঘ) বন্ধ হয়ে যায়
  • সঠিক উত্তর: (খ)
    ২১. কোনটির উপর ভিত্তি করে বিক্রিয়ার শ্রেণিবিভাগ করা হয় না?
  • ক) বিক্রিয়ার সময়
  • খ) বিক্রিয়ার দিক
  • গ) বিক্রিয়ার তাপের পরিবর্তন
  • ঘ) ইলেকট্রন স্থানান্তর
  • সঠিক উত্তর: (ক)
    ২২. কোন বিক্রিয়ায় বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি উৎপাদকের অভ্যন্তরীণ শক্তি অপেক্ষা বেশি হলে বিক্রিয়াটি-
  • ক) তাপহারী
  • খ) তাপোৎপাদী
  • গ) উভমুখী
  • ঘ) পশ্চাদমুখী
  • সঠিক উত্তর: (খ)
    ২৩. ঘরের ছাউনির টেউটিনকে মরিচার হাত থেকে রক্ষার জন্য-
  • ক) জিংকের প্রলেপ দেওয়া হয়
  • খ) রঙের প্রলেপ দেওয়া হয়
  • গ) সালফারের প্রলেপ দেওয়া হয়
  • ঘ) সংকর ধাতু ব্যবহার করা হয়
  • সঠিক উত্তর: (ক)
    ২৪. বিক্রিয়া হারের একক কোনটি?
  • ক) মোল-লিটার-সময়-1
  • খ) মোল-লিটার-1সময়-1
  • গ) মোল-লিটার-1সময়
  • ঘ) মোল-1-লিটার-1সময়
  • সঠিক উত্তর: (খ)
    ২৫. NO3- এ N এর জারণ সংখ্যা কত?
  • ক) + 2
  • খ) - 3
  • গ) - 4
  • ঘ) + 5
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৬. অধিকাংশ রাসায়নিক বিক্রিয়াই কোন দ্রাবকের সম্পন্ন হয়?
  • ক) ইথার
  • খ) তেল
  • গ) পানি
  • ঘ) অ্যালকোহল
  • সঠিক উত্তর: (গ)
    ২৭. ভিনেগারে নিচের কোন এসিডটি উপস্থিত থাকে?
  • ক) সাইট্রিক এসিড
  • খ) এসিটিক এসিড
  • গ) টারটারিক এসিড
  • ঘ) এসকরবিক এসিড
  • সঠিক উত্তর: (খ)
    ২৮. অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিলে তা ইউরিয়া উৎপন্ন হয়, বিক্রিয়াটি-
  • ক) পলিমারকরণ
  • খ) সমাণুকরণ
  • গ) প্রতিস্থাপন
  • ঘ) প্রশমন
  • সঠিক উত্তর: (খ)
    ২৯. বিজারণ কী?
  • ক) অক্সিজেনের সংযোজন
  • খ) ঋণাত্মক মৌলের সংযোজন
  • গ) ধনাত্মক মৌলের সংযোজন
  • ঘ) পরমাণুসমূহের সংযোজন
  • সঠিক উত্তর: (গ)
    ৩০. ধাতুসমূহ-
  • ক) জারক
  • খ) বিজারক
  • গ) উভয়ধর্মী
  • ঘ) নিস্ক্রিয়
  • সঠিক উত্তর: (খ)
    ৩১. পানির সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে কী ঘটে?
  • ক) পানি বিয়োজিত হয়
  • খ) পানি উৎপন্ন হয়
  • গ) কেলাস গঠিত হয়
  • ঘ) পানি বাষ্প হয়ে উড়ে যায়
  • সঠিক উত্তর: (গ)
    ৩২. লোহার ক্ষয় রোধ করা যায়-
  • ক) প্লাসটিকের আররণ দিয়ে
  • খ) সংকর ধাতু তৈরির মাধ্যমে
  • গ) গ্যালভানাইজিং এর মাধ্যমে
  • ঘ) সব কয়টি
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৩. ক্ষয় সব সময় কার হয়?
  • ক) অ্যানোডের
  • খ) ক্যাথোডের
  • গ) পাত্রের
  • ঘ) প্রভাবকের
  • সঠিক উত্তর: (ক)
    ৩৪. রাসায়নিক বিক্রিয়ার তাপ পরিবর্তনের কারণ কী?
  • ক) বন্ধন অপরিবর্তিত থাকা
  • খ) শতকরা সংযুক্তি অপরিবর্তিত থাকা
  • গ) তাপ প্রয়োগ
  • ঘ) বন্ধন ভাঙ্গা ও নতুন বন্ধন গঠনে শক্তির পরিবর্তন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫. প্রশমন বিক্রিয়ায় pH এর মান কত?
  • ক) pH =8.0
  • খ) pH=7.0
  • গ) pH>7.0
  • ঘ) pH<7 .0="" li="">
    সঠিক উত্তর: (খ)
    ৩৬. বিক্রিয়ার হারের ক্ষেত্রে-
    i. বিক্রিয়ার হার শুধু তাপমাত্রা ও চাপ এ দুটি নিয়ামক দ্বারা প্রভাবিত হয়
    ii. একক সময়ে একটি বিক্রিয়ায় উৎপন্ন উৎপাদের পরিমাণই বিক্রিয়ার হার
    iii. বিক্রিয়কের ঘনমাত্রার সাথে সাধারণত বিক্রিয়ার হার সম্পর্কিত
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩৭. মোমবাতির দহনে জলীয় বাষ্প ও কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হয়, এটি রাসায়নিক পরিবর্তন কারণ-
    i. জলীয় বাষ্প ও কার্বন ডাই-অক্সাইড এর ধর্ম মোমবাতির ধর্ম হতে সম্পূর্ণ আলাদা
    ii. জলীয়বাষ্প ও কার্বন ডাই-অক্সাইড হতে আর মোমবাতি পাওয়া যায় না
    iii. জলীয়বাষ্প ও কার্বন ডাই-অক্সাইড হতে আবার মোমবাতি পাওয়া যায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৮. তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে কি ঘটে?
  • ক) উৎপাদ বাড়ে
  • খ) উৎপাদ কমে
  • গ) অপরিবর্তিত থাকে
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (খ)
    ৩৯. মুক্ত মৌলের জারণ সংখ্যার মান কত?
  • ক) +1
  • খ) -1
  • গ) 0
  • ঘ) +2
  • সঠিক উত্তর: (গ)
    ৪০. অ্যালুমিনিয়াম ধাতু বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কোন যৌগটি উৎপন্ন করবে?
  • ক) AI2O3
  • খ) AIN
  • গ) AI2N2O2
  • ঘ) AI(OH)3
  • সঠিক উত্তর: (ক)
    ৪১. বিক্রিয়ক→উৎপাদ, এটি কী ধরনের বিক্রিয়া?
  • ক) ব্হুমুখী বিক্রিয়া
  • খ) চেইন বিক্রিয়া
  • গ) একমুখী বিক্রিয়া
  • ঘ) উভমুখী বিক্রিয়া
  • সঠিক উত্তর: (গ)
    ৪২. লোহার উপর আস্তরণটি বাদামী হওয়ার কারণ-
    i. আস্তরণ Fe2O3 বিদ্যমান
    ii. আস্তরণে কেলাস পানি আছে
    iii. আস্তরণটি বাদামী বর্ণের আলো প্রতিফলিত করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৩. ব্যুরেট কেন ব্যবহার করা হয় প্রশমন বিক্রিয়ায়?
  • ক) HCI এর পরিমাণ ঠিক রাখার জন্য এসিডের পরিমাণ জানার জন্য
  • খ) Na2CO3 এর পরিমাণ ঠিক রাখার জন্য
  • গ) NaCI এর পরিমাণ ঠিক রাখার জন্য
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (ক)
    ৪৪. কোনো সাম্যবস্থার বিক্রিয়া হতে উৎপাদ সরিয়ে নিলে সাম্যবস্থা কোন দিকে যাবে?
  • ক) উৎপাদের দিকে
  • খ) বিক্রিয়াকের দিকে
  • গ) কোনো দিকেই না
  • ঘ) অপরিবর্তিত থাকবে
  • সঠিক উত্তর: (ক)
    ৪৫. সময়ের সাথে অগ্রবর্তী বিক্রিয়ার বেগ-
  • ক) কমে
  • খ) বাড়ে
  • গ) স্থির থাকে
  • ঘ) সবকটি
  • সঠিক উত্তর: (ক)
    ৪৬. জারণ-বিজারণ বিক্রিয়ায় বিক্রিয়কে উপস্থিত মৌলসমূহের যোজনীর পরিবর্তন ঘটে। এক্ষেত্রে যোজনী-
    i. হ্রাস পায়
    ii. বৃদ্ধি পায়
    iii. সর্বদা দ্বিগুণ হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৪৭. রাসায়নিক পরিবর্তন ঘটবে-
    i. CaO এর সাথে পানি যোগ করলে
    ii. H2O তে NH3 গ্যাস চালনা করলে
    iii. CaCO3 উত্তপ্ত করলে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৮. কোনটি বিক্রিয়ার সাম্যাবস্থার নিয়ামক নয়?
  • ক) তাপমাত্রা
  • খ) বিক্রিয়ার হার
  • গ) চাপ
  • ঘ) বিক্রিয়কের যন্ত্রমাত্রা
  • সঠিক উত্তর: (খ)
    ৪৯. বিক্রিয়ার হার-
    i. তাপামাত্রার বৃদ্ধির সাথে বাড়ে
    ii. বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পেলে বৃদ্ধি পায়
    iii. সকল ক্ষেত্রে চাপ বৃদ্ধি পায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৫০. সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা-
  • ক) +১/২
  • খ) -১/৩
  • গ) -১/২
  • ঘ) +১/৩
  • সঠিক উত্তর: (গ)
    ৫১. নিম্বের কোনটি জারক?
  • ক) সোডিয়াম
  • খ) পটাসিয়াম
  • গ) অক্সিজেন
  • ঘ) রুবেডিয়াম
  • সঠিক উত্তর: (গ)
    ৫২. প্রকৃতিতে পদার্থ কয়টি অবস্থায় বিরাজ করতে পারে?
  • ক) দুই
  • খ) তিন
  • গ) চার
  • ঘ) পাঁচ
  • সঠিক উত্তর: (খ)
    ৫৩. ইলেকট্রন স্থানান্তরের বিক্রিয়াকে বলে-
  • ক) রিডক্স
  • খ) প্রশমন
  • গ) অধঃক্ষেপণ
  • ঘ) নন-রিডক্স
  • সঠিক উত্তর: (ক)
    ৫৪. তড়িৎ প্রলেপনে যে ধাতুর প্রলেপ দিতে হবে তার বৈশিষ্ট্য কীরূপ হতে হয়?
  • ক) কম সক্রিয় ধাতু
  • খ) যে কোন সক্রিয় ধাতু
  • গ) যে ধাতুর উপর প্রলেপ দিতে হবে সে ধাতু ব্যতীত অন্য যে কোন ধাতু
  • ঘ) যে ধাতুর উজ্জ্বলতা বেশি
  • সঠিক উত্তর: (ক)
    ৫৫. কোনটি জারক?
  • ক) ফ্লোরিন
  • খ) ব্রোমিন
  • গ) K2Cr2O7
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫৬. জারণ-বিজারণ বিক্রিয়ার-
  • ক) দুটি অংশ
  • খ) তিনটি অংশ
  • গ) একটি অংশ
  • ঘ) চারটি অংশ
  • সঠিক উত্তর: (ক)
    ৫৭. ম্যাগনেসিয়াম ধাতুর দহনে উৎপন্ন হয় কোনটি?
  • ক) Mg(OH)2
  • খ) MgCO3
  • গ) Mg(NO3)2
  • ঘ) MgO
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫৮. পানি যোজন বিক্রিয়ার ক্ষেত্রে-
    i. এ বিক্রিয়ায় পানির সাথে কোনো যৌগের বিক্রিয়া হয়
    ii. লবণের আর্দ্র বিশ্লেষণ এ বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ
    iii. এ বিক্রিয়া সাধারণত উভমুখী হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫৯. কোনটি জারক পদার্থ?
  • ক) CO
  • খ) H2S
  • গ) H2
  • ঘ) O2
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬০. একটি পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক দুই-ই শূন্যের চেয়ে কম। এটির ভৌত অবস্থা কোনটি?
  • ক) কঠিন
  • খ) তরল
  • গ) গ্যাস
  • ঘ) কোলয়েড
  • সঠিক উত্তর: (গ)
    ৬১. ধাতুসমূহের জারণ সংখ্যা-
  • ক) ঋনাত্মক হয়
  • খ) ধনাত্মক হয়
  • গ) শূণ্য হয়
  • ঘ) সবসময় +১ হয়
  • সঠিক উত্তর: (খ)
    ৬২. H2SO4 + Zn→ZaSO4+H2 এ বিক্রিয়াটি-
  • ক) প্রশমন
  • খ) পানিযোজন
  • গ) প্রতিস্থাপন
  • ঘ) জারণ-বিজারণ
  • সঠিক উত্তর: (গ)
    ৬৩. ভৌত পরিবর্তনের ফলে-
    i. অণুর গঠনের পরিবর্তন হয় না
    ii. বস্তুর রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয় না
    iii. তাপ শক্তির শোষণ বা উদগীরণ হয় না
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬৪. বাতাসের অক্সিজেনের সাথে কোনো কিছুর বিক্রিয়াকে কী বলে?
  • ক) সংযোজন
  • খ) সংশ্লেষণ
  • গ) বিযোজন
  • ঘ) দহন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬৫. বিক্রিয়াটি সাম্যাবস্থায় থাকবে যদি-
  • ক) সম্মুখ বিক্রিয়ার হার / পশ্চাৎ বিক্রিয়ার হার
  • খ) সম্মুখ বিক্রিয়ার হার = পশ্চাৎ বিক্রিয়ার হার
  • গ) পশ্চাৎ বিক্রিয়ার হার > সম্মুখ বিক্রিয়ার হার
  • ঘ) সম্মুখ বিক্রিয়ার হার > পশ্চাৎ বিক্রিয়ার হার
  • সঠিক উত্তর: (খ)
    ৬৬. প্রশমন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়?
  • ক) এসিড ও পানি
  • খ) ক্ষার ও পানি
  • গ) লবণ, ক্ষার ও পানি
  • ঘ) লবণ ও পানি
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬৭. তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কী ঘটে?
  • ক) তাপ উৎপাদী অপসারণ
  • খ) তাপ প্রয়োগ
  • গ) যেকোন একটি উৎপাদ অপসারণ
  • ঘ) চাপ প্রয়োগ
  • সঠিক উত্তর: (গ)
    ৬৮. মৌমাছি কামড় দিলে ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা যেতে পারে?
  • ক) কলিচুন
  • খ) ভিনেগার
  • গ) খাবার লবণ
  • ঘ) পানি
  • সঠিক উত্তর: (ক)
    ৬৯. কোনটি ইলেকট্রোপ্লেটিং এর উদ্দেশ্য-
  • ক) মরিচা রোধ করা বা ধাতুর ক্ষয় রোধ করা
  • খ) বিক্রিয়া রোধ করা
  • গ) নমনীয় করা
  • ঘ) ঘাতসহতা বৃদ্ধি করা
  • সঠিক উত্তর: (ক)
    ৭০. ইথিলিন হতে পলিথিলিন তৈরির বিক্রিয়াটি কী বিক্রিয়া?
  • ক) সংশ্লেষণ বিক্রিয়া
  • খ) সংযোজন বিক্রিয়া
  • গ) দ্বি-বিয়োজক বিক্রিয়া
  • ঘ) পলিমারকরণ বিক্রিয়া
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭১. নিচের কোন যৌগটি পানিতে অদ্রবণীয়?
  • ক) NaCI
  • খ) C6H12O6
  • গ) BaCI2
  • ঘ) MgCI1
  • সঠিক উত্তর: (গ)
    ৭২. প্রশমন বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
  • ক) লবণ ও পানি
  • খ) লবণ
  • গ) এসিড ও লবণ
  • ঘ) লবণ ও ক্ষার
  • সঠিক উত্তর: (ক)
    ৭৩. ধাতুসমূহের দহনে উৎপন্ন হয়-
  • ক) পানি
  • খ) CO2
  • গ) ধাতুর অক্সাইড
  • ঘ) H2O,CO
  • সঠিক উত্তর: (গ)
    ৭৪. বর্ষাকাল কলাগাছ মরে যাওয়ার কারণ-
  • ক) প্রশমন বিক্রিয়া
  • খ) দহন বিক্রিয়া
  • গ) বিয়োজন বিক্রিয়া
  • ঘ) সমাণুকরণ বিক্রিয়া
  • সঠিক উত্তর: (ক)
    ৭৫. বর্ণিত বিক্রিয়াটি কোন ধরনের?
  • ক) প্রশমন বিক্রিয়া
  • খ) জারণ বিক্রিয়া
  • গ) অধঃক্ষেপণ বিক্রিয়া
  • ঘ) প্রতিস্থাপন বিক্রিয়া
  • সঠিক উত্তর: (ক)
    ৭৬. বিজারক-
    i. ইলেকট্রন প্রদান করে
    ii. নিজে জারিত হয়
    iii. যৌগে হাইড্রোজেন বা ধনাত্মক অংশ বৃদ্ধি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭৭. গ্যাসীয় বিক্রিয়ায় সাম্যাবস্থা অর্জিত হওয়ার পর কোন ক্ষেত্রে চাপ বাড়ালে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে?
  • ক) বিক্রিয়ার ফলে গ্যাসের অণু সংখ্যা কমলে
  • খ) বিক্রিয়ার ফলে গ্যাসের অণু সংখ্যা বাড়লে
  • গ) বিক্রিয়ার ফলে গ্যাসের অণু সংখ্যা অপরিবর্তিত থাকলে
  • ঘ) বিক্রিয়ার ফলে গ্যাসের পরমাণু সংখ্যা বাড়লে
  • সঠিক উত্তর: (ক)
    ৭৮. মরিচার ধর্ম কোনটি?
  • ক) আয়রনের মত দৃঢ়
  • খ) পানিতে দ্রবণীয়
  • গ) চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না
  • ঘ) আয়রনের সমাণু
  • সঠিক উত্তর: (গ)
    ৭৯. যে দ্রবণের ঘনমাত্রা জানা তাকে কী বলে?
  • ক) নরমাল দ্রবণ
  • খ) প্রমাণ দ্রবণ
  • গ) মোলাল দ্রবণ
  • ঘ) মোলার ভগ্নাংশ
  • সঠিক উত্তর: (খ)
    ৮০. ইলেকট্রোপ্লেটিং করার সময় যে জিনিসের উপর ধাতুর প্রলেপ দিতে হয় তাকে প্রথমে কী করা হয়?
  • ক) কস্টিক সোডা ও পরে সালফিউরিক অ্যাসিড দ্বারা ধুয়ে ফেলে পৃষ্ঠতল পরিষ্কার করা হয়
  • খ) ব্যাটারী ধনাত্মক প্রান্তের সাথে সংযুক্ত করা হয়
  • গ) অ্যানোড হিসেবে ব্যবহার করাতে হয়
  • ঘ) ঘষে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হয়
  • সঠিক উত্তর: (ক)
    ৮১. ম্যাগনেসিয়ামের প্রজ্বলন বিক্রিয়াটি কোন প্রকৃতির?
  • ক) ধীর গতি সম্পন্ন
  • খ) দ্রুত গতি সম্পন্ন
  • গ) মধ্যম গতি সম্পন্ন
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (গ)
    ৮২. তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক?
  • ক) পরিবেশ থেকে তাপ শোষণ করে
  • খ) পরিবেশে তাপ ছেড়ে দেয়
  • গ) তাপ গ্রহণ ও করে না আবার ছেড়েও দেয় না
  • ঘ) যে পরিমাণ গ্রহণ করে, তারচেয়ে বেশি পরিমাণ ছেড়ে দেয়
  • সঠিক উত্তর: (ক)
    ৮৩. রাসায়নিক বিক্রিয়ার বেগ সম্পর্কিত বিষয় আলোচনা করা হয় কোন শাখায়?
  • ক) রসায়ন তাপ গতিবিদ্যা
  • খ) কোয়ান্টাম মেকানিকস
  • গ) রাসায়নিক গতিবিদ্যা
  • ঘ) ভৌত বিজ্ঞান
  • সঠিক উত্তর: (গ)
    ৮৪. তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে একটি ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে কী বলে?
  • ক) ইলেকট্রোপ্লেটেং
  • খ) টিন প্লেটেং
  • গ) গ্যালভানাইজিং
  • ঘ) জিঙ্ক প্লোটিং
  • সঠিক উত্তর: (ক)
    ৮৫. কোনটির জারণ অসম্ভব?
  • ক) CI-
  • খ) Ho-
  • গ) SO4-2
  • ঘ) Fe+2
  • সঠিক উত্তর: (গ)
    ৮৬. এন্টাসিড কোন ধর্মী?
  • ক) অম্লীয়
  • খ) ক্ষারীয়
  • গ) প্রশম
  • ঘ) নিরপেক্ষ
  • সঠিক উত্তর: (খ)
    ৮৭. কোন বিক্রিয়ার চাপ বৃদ্ধি করলে উৎপাদন বৃদ্ধি পায়?
  • ক) উৎপাদকের মোল সংখ্যা বিক্রিয়কের মোল সংখ্যার সমান হলে
  • খ) উৎপাদনের মোল সংখ্যা বিক্রিয়কের মোল সংখ্যা হতে বেশি হলে
  • গ) উৎপাদের মোল সংখ্যা বিক্রিয়কের মোল সংখ্যার চেয়ে কম হলে
  • ঘ) বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব নেই
  • সঠিক উত্তর: (গ)
    ৮৮. কোনটি বিজারক পদার্থ?
  • ক) O2
  • খ) F2
  • গ) Mg
  • ঘ) Br2
  • সঠিক উত্তর: (গ)
    ৮৯. পদার্থের পরিবর্তন কত প্রকার?
  • ক) এক
  • খ) দুই
  • গ) তিন
  • ঘ) চার
  • সঠিক উত্তর: (খ)
    ৯০. লোহা কোনটির সংস্পর্শে আসলে বাদামী আস্তরণ দেখা যায়?
  • ক) অম্ল
  • খ) ক্ষার
  • গ) অম্ল ও ক্ষার
  • ঘ) বাতাস ও জলীয় বাষ্প
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯১. CuSO4 + 5H2O → CuSO45H2O বিক্রিয়াটি-
  • ক) কেলাস তৈরির বিক্রিয়া
  • খ) আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া
  • গ) জারণ-বিজারণ বিক্রিয়া
  • ঘ) সমাণুকরণ বিক্রিয়া
  • সঠিক উত্তর: (ক)
    ৯২. সোডিয়াম থায়োসালফেটের বাণিজ্যিক নাম কী?
  • ক) সাজিমাটি
  • খ) নাইটার
  • গ) হাইপা
  • ঘ) সন্টপিটার
  • সঠিক উত্তর: (গ)
    ৯৩. সাম্যাবস্থায় পৌঁছার পর বিক্রিয়াটির ওপর চাপ প্রয়োগের ফলাফল-
    i. চাপ কমালে বিক্রিয়া পিছনের দিকে যাবে
    ii. চাপ বাড়ালে বিক্রিয়া সামনের দিকে যাবে
    iii. চাপ কমালে উৎপাদন বৃদ্ধি পাবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) i ও ii
  • ঘ) ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৯৪. কলাগাছে কোনটি থাকে?
  • ক) এসিড জাতীয় উপাদান
  • খ) ক্ষার জাতীয় উপাদান
  • গ) লবণ জাতীয় উপাদান
  • ঘ) নিরপেক্ষ উপাদান
  • সঠিক উত্তর: (খ)
    ৯৫. টলেন বিকারকে ক্ষারীয় সিলভার নাইট্রেট দ্রবণটি-
    i. অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে
    ii. সিলভারের অধঃক্ষেপ উৎপন্ন করে
    iii. একটি অধঃক্ষেপ বিক্রিয়া সংঘটিত করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯৬. উভমুখী বিক্রিয়ার উৎপাদের পরিমাণ প্রভাবিত হয়-
    i. তাপমাত্রা দ্বারা
    ii. চাপ দ্বারা
    iii. বিক্রিয়কের ঘনমাত্রা দ্বারা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯৭. NaOH কী?
  • ক) ক্ষার
  • খ) শুধু ক্ষারক
  • গ) এসিড
  • ঘ) লবণ
  • সঠিক উত্তর: (ক)
    ৯৮. কোন দ্রবণ এর pH7 এর চেয়ে বেশি হলে-
  • ক) দ্রবণটি অম্লীয়
  • খ) ক্ষারীয়
  • গ) নিরপেক্ষ
  • ঘ) লবণাক্ত
  • সঠিক উত্তর: (খ)
    ৯৯. CH3-CH2-OH যৌগটি-
    i. ইথানল
    ii. তরল
    iii. পানিতে দ্রবণীয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০০. কোনটি একই সাথে জারক ও বিজারক রূপে কাজ করে?
  • ক) CuSO4
  • খ) SO2
  • গ) FeSO4
  • ঘ) H2
  • সঠিক উত্তর: (খ)
    ১০১. জারণ বিক্রিয়ার বৈশিষ্ট্য-
    i. মৌল ইলেকট্রন হারায়
    ii. মৌলের যোজ্যতা কমে
    iii. ঋণাত্মক যৌগমূলক যুক্ত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১০২. আয়রনের জারণ সংখ্যা হতে পারে-
    i. + ২
    ii. + ৩
    iii. + ৪
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১০৩. কলাগাছ কোন ধর্মী পদার্থ থাকে?
  • ক) অম্লীয়
  • খ) ক্ষারীয়
  • গ) নিরপেক্ষ
  • ঘ) লবণ
  • সঠিক zউত্তর: (খ)
    ১০৪. একটি উভমুখী বিক্রিয়ার শুরুতে-
    i. সম্মুখ বিক্রিয়ার বেগ বেশি থাকে
    ii. বিপরীত বিক্রিয়ার বেগ কম থাকে
    iii. বিক্রিয়কের পরিমাণ কমতে থাকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০৫. বদ্ধ পাত্রে বিক্রিয়ার ভিন্নতার কারণ কী?
  • ক) CaO এর উপস্থিতি
  • খ) CaCO3 এর উপস্থিতি
  • গ) CO2 এর উপস্থিতি
  • ঘ) বাতাসের উপস্থিতি
  • সঠিক উত্তর: (গ)
    ১০৬. CH4 এর দহনে কত মোল অক্সিজেন বিক্রিয়া করলে কার্বন তথা কালি উৎপন্ন হবে?
  • ক) এক মোল
  • খ) ১.৫ মোল
  • গ) দুই মোল
  • ঘ) ১/২ মোল
  • সঠিক উত্তর: (ক)
    ১০৭. বিক্রিয়ায় কোন কোন উৎপাদের কারণে?
  • ক) শুধু স্বাস্থ্যের ক্ষতি সাধিত হয়
  • খ) শুধু পরিবেশের ক্ষতি সাধিত হয়
  • গ) আর্থিক ক্ষতি সাধিত হয়
  • ঘ) সবকয়টি
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০৮. পাকস্থলীতে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হলে কোনটি ব্যবহার করা হয়?
  • ক) নিরপেক্ষ জাতীয় ওষুধ
  • খ) লবণ জাতীয় ওষুধ
  • গ) ক্ষারধর্মী ওষুধ
  • ঘ) অম্লধর্মী ওষুধ
  • সঠিক উত্তর: (গ)
    ১০৯. কচু খাওয়ার পর গরা চুলকালে তেঁতুল খেতে হয় কারণ-
  • ক) কচু এসিড জাতীয় এবং তেঁতুল ক্ষার জাতীয় পদার্থ
  • খ) কচু ক্ষার জাতীয় এবং তেঁতুল এসিড জাতীয় পদার্থ
  • গ) কচু ও তেঁতুল উভয়ই এসিড জাতীয় পদার্থ
  • ঘ) কচু ও তেঁতুল উভয়ই ক্ষার জাতীয় পদার্থ
  • সঠিক উত্তর: (খ)
    ১১০. গ্যাসীয় বিক্রিয়ার হার কোনটি দ্বারা প্রভাবিত হয়?
  • ক) চাপ দ্বারা
  • খ) তাপমাত্রা দ্বারা
  • গ) ঘনমাত্রা দ্বারা
  • ঘ) প্রভাবক দ্বারা
  • সঠিক উত্তর: (ক)
    ১১১. খোলা পাত্রে উপরোক্ত বিক্রিয়াটি কীরূপ?
  • ক) উভমুখী
  • খ) একমুখী বিক্রিয়া
  • গ) প্রশমন বিক্রিয়া
  • ঘ) সংযোজন বিক্রিয়া
  • সঠিক উত্তর: (খ)
    ১১২. বিদ্যুৎ উৎপাদন সম্ভব কোন বিক্রিয়া দ্বারা?
  • ক) সংশ্লেষণ
  • খ) প্রতিস্থাপন
  • গ) বিজারণ বিক্রিয়া
  • ঘ) রিডক্স বিক্রিয়া
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১৩. অ্যালুমিনিয়াম তৈরি জিনিসপত্র বেশি স্থায়ী হওয়ার কারণ কী?
  • ক) বাতাতের জলীয় বাষ্প
  • খ) অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতি
  • গ) অ্যালুমিনিয়াম হাইড্রঅক্সাইডের স্তর
  • ঘ) অ্যালুমিনিয়াম ক্লোরাইডের স্তর
  • সঠিক উত্তর: (খ)
    ১১৪. স্টার্চ ও চিনি বিশ্লেষিত হয়ে পরিণত হয়-
  • ক) গ্লুকোজ ও সুক্রোজে
  • খ) গ্লুকোজ ও ফ্রুক্টোজ
  • গ) সুক্রোজ ও ফ্রুক্টোজ
  • ঘ) কেবল ফ্রুক্টোজে
  • সঠিক উত্তর: (খ)
    ১১৫. ভৌত পরিবর্তনের ক্ষেত্রে কোনটি সঠিক?
  • ক) নতুন ধরনের বস্তুর সৃষ্টি হয়
  • খ) রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয় না
  • গ) তাপশক্তির শোষণ বা উদগীরণ অবশ্যই ঘটবে
  • ঘ) বস্তুর ধর্মের পরিবর্তন হয়
  • সঠিক উত্তর: (খ)
    ১১৬. লা-শাতেলিয়ের নীতি দ্বারা নিয়ন্ত্রিত হয়-
  • ক) যে কোন উভমুখী বিক্রিয়ায়
  • খ) যে কোন বিক্রিয়া
  • গ) উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থা থাকলে
  • ঘ) সবকয়টি
  • সঠিক উত্তর: (গ)
    ১১৭. চুনের সাথে পানির বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, এর কারণ কী?
  • ক) রাসায়নিক বিক্রিয়া ঘটে
  • খ) ভৌত পরিবর্তন ঘটে
  • গ) গ্যাসীয় পরিবর্তন ঘটে
  • ঘ) তাপীয় বিক্রিয়া ঘটে
  • সঠিক উত্তর: (ক)
    ১১৮. গ্যালভানাইজিং হলো-
  • ক) Ni এ প্রলেপ
  • খ) Cr এর প্রলেপ
  • গ) Zn এর প্রলেপ
  • ঘ) Fe এর প্রলেপ
  • সঠিক উত্তর: (গ)
    ১১৯. বিক্রিয়ার হার বা গতিবেগ নির্ভরশীল-
    i. বিক্রিয়ার তাপমাত্রা উপর
    ii. বিক্রিয়কের ঘনমাত্রার উপর
    iii. বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২০. NaO2 এ O এর জারণ সংখ্যা কত?
  • ক) + 1
  • খ) - 1
  • গ) - 2
  • ঘ) - ½
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২১. এন্টাসিড জাতীয় ঔষধ সেবনে কোন ধরনের বিক্রিয়া সম্পন্ন হয়?
  • ক) প্রশমন
  • খ) দহন
  • গ) সংযোজন
  • ঘ) প্রতিস্থাপন
  • সঠিক উত্তর: (ক)
    ১২২. জ্বালানির আংশিক দহনে কোন গ্যাসটি উৎপন্ন হয়?
  • ক) CO2
  • খ) CO
  • গ) SO2
  • ঘ) CH4
  • সঠিক উত্তর: (খ)
    ১২৩. ১.০ মোল ঘনমাত্রায় বিক্রিয়ক বিশিষ্ট হারকে কি বলে?
  • ক) বেগ
  • খ) হার
  • গ) বেগ ধ্রুবক
  • ঘ) গড় বেগ
  • সঠিক উত্তর: (গ)
    ১২৪. মোম জ্বালানোর সময় সাধারণত কী ঘটে?
  • ক) উভয় পরিবর্তন হয়
  • খ) ভৌত পরিবর্তন হয়
  • গ) রাসায়নিক পরিবর্তন হয়
  • ঘ) কঠিনে পরিণত হয়
  • সঠিক উত্তর: (ক)
    ১২৫. কোনো ধাতুর উপর জিংক ধাতুর প্রলেপ দেওয়াকে কী বলা হয়?
  • ক) টিন প্লেটিং
  • খ) গ্যালভানাইজিং
  • গ) ইলেকট্রোপ্লোটিং
  • ঘ) মরিচা
  • সঠিক উত্তর: (খ)
    ১২৬. বর্ষকালে পাকা বাড়ির ছাদ পিচ্ছিল হলে নিচের কোনটি দেওয়া হয়?
  • ক) মাটি
  • খ) বালি
  • গ) চুন
  • ঘ) ছাই
  • সঠিক উত্তর: (খ)
    ১২৭. লোহাকে আর্দ্র বায়ুতে রাখলে ক্ষয় হয়, কারণ-
    i. লোহা একটি মধ্যম মানের সক্রিয় ধাতু
    ii. এটি বায়ুর অক্সিজেন ও জলীয়বাষ্পের সাথে বিক্রিয়া করে আয়রনের অক্সাইড বা মরিচা উৎপন্ন করে
    iii. লোহার অক্সাইড ধাতব আয়রন থেকে পৃথক হয়ে পুনরায় ধাতু পৃষ্ঠকে বায়ুর সংস্পর্শে নিয়ে আসে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২৮. ইলেকট্রন মতবাদ অনুযায়ী জারণ হলো-
    i. কোনো পদার্থ হতে ইলেকট্রন অপসারণ
    ii. কোনো পরমাণু বা আয়নে ইলেকট্রন যুক্তকরণ
    iii. কোনো আয়নের ধনাত্মক চার্জ বৃদ্ধিকরণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১২৯. কোনটি শর্করা জাতীয় খাদ্য?
  • ক) ঘি
  • খ) ভাত
  • গ) পানি
  • ঘ) মাংস
  • সঠিক উত্তর: (খ)
    ১৩০. যেকোনো বিক্রিয়ায় সাম্যবস্থায় একটি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে কী ঘটে?
  • ক) সাম্যবস্থায় বামদিকে অগ্রসর হয়
  • খ) উৎপাদন হ্রাস পায়
  • গ) উৎপাদন বৃদ্ধি পায়
  • ঘ) সাম্যবস্থা অপরিবর্তিত থাকে
  • সঠিক উত্তর: (গ)
    ১৩১. এক মোল পানি তৈরিতে এক মোল হাইড্রোজেন ও কত মোল অক্সিজেন গ্যাস লাগে?
  • ক) এক মোল
  • খ) অর্ধমোল
  • গ) দুই মোল
  • ঘ) তিন মোল
  • সঠিক উত্তর: (খ)
    ১৩২. লোহার মরিচা পড়া-
    i. একটি দ্রুত গতিসম্পন্ন রাসায়নিক বিক্রিয়া
    ii. একটি ধীর গতিসম্পন্ন রাসায়নিক বিক্রিয়া
    iii. লোহার ক্ষয় করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৩৩. অধঃক্ষেপণ বিক্রিয়ার সাথে সাদৃশ্য আছে কোনটির?
  • ক) দ্বি-প্রতিস্থাপন
  • খ) প্রতিস্থাপন
  • গ) জারণ-বিজারণ
  • ঘ) সংযোজন
  • সঠিক উত্তর: (ক)
    ১৩৪. শ্বসন প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়?
  • ক) শক্তি
  • খ) CO2
  • গ) H2O
  • ঘ) সবকয়টি
  • সঠিক উত্তর: (ক)
    ১৩৫. মানুষের শরীরের সংঘটিত প্রক্রিয়াকে কী বলে?
  • ক) সালোকসংশ্লেষণ
  • খ) দহন
  • গ) শ্বসন
  • ঘ) অভিস্রবণ
  • সঠিক উত্তর: (গ)
    ১৩৬. রেডক্স বিক্রিয়ার বিক্রিয়কের জারণ সংখ্যার পরিবর্তনের কারণ কী?
  • ক) তাপ উৎপাদন
  • খ) তাপ প্রয়োগ
  • গ) ইলেকট্রনের আদান প্রদান
  • ঘ) মৌলের আদান প্রদান
  • সঠিক উত্তর: (গ)
    ১৩৭. NaH ও LiAIH4 এ H এর জারণ সংখ্যার মান কত?
  • ক) -1
  • খ) +1
  • গ) -4
  • ঘ) +2
  • সঠিক উত্তর: (ক)
    ১৩৮. নিরপেক্ষ যৌগের মৌল জারণ সংখ্যা হয়-
  • ক) শূণ্য
  • খ) ধনাত্মক
  • গ) ঋণাত্মক
  • ঘ) +১ অথবা -১
  • সঠিক উত্তর: (ক)
    ১৩৯. NaCI এ Na এর জারণ সংখ্যার মান কত?
  • ক) -1
  • খ) +2
  • গ) +1
  • ঘ) 0
  • সঠিক উত্তর: (গ)
    ১৪০. আয়নিক যৌগের সাথে যুক্ত পানিকে বলে-
  • ক) বাষ্প
  • খ) হাইড্রেটেড
  • গ) বিষ
  • ঘ) প্রভাবক বিবর্ধক
  • সঠিক উত্তর: (খ)
    ১৪১. মার্শ গ্যাস কাকে বলে?
  • ক) CH4
  • খ) C2H6
  • গ) CH2=CH2
  • ঘ) CO
  • সঠিক উত্তর: (ক)
    ১৪২. পোকামকড়ের বিষের উপাদান কী?
  • ক) ক্ষার
  • খ) এসিড
  • গ) অ্যালকোহল
  • ঘ) এস্টার
  • সঠিক উত্তর: (খ)
    ১৪৩. মোম জ্বালালে কোন ধরনের পরিবর্তন ঘটে?
  • ক) ভৌত পরিবর্তন
  • খ) রাসায়নিক পরিবর্তন
  • গ) ক ও খ উভয়টি
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (গ)
    ১৪৪. AI ধাতুকে বায়ুর সংস্পর্শে আসতে রোধ করে?
  • ক) AI2O3
  • খ) AI এর স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস
  • গ) AI এর আবরণ
  • ঘ) AI এর বায়ু বিদ্বেষী ধর্ম
  • সঠিক উত্তর: (ক)
    ১৪৫. কোনটি জারণ বিজারণ বিক্রিয়া?
  • ক) প্রশমন বিক্রিয়া
  • খ) প্রতিস্থাপন বিক্রিয়া
  • গ) সমাণুকরণ বিক্রিয়া
  • ঘ) পলিমারকরণ বিক্রিয়া
  • সঠিক উত্তর: (খ)
    ১৪৬. সমাণুকরণ বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর না ঘটার কারণ কোনটি?
  • ক) এ বিক্রিয়ায় নতুন পদার্থ সৃষ্টি হয় না
  • খ) এ বিক্রিয়ায় একই অণুর পরমাণুসমূহ পুনর্বিন্যস্ত হয়
  • গ) এ বিক্রিয়ায় একই যৌগের একাধিক অণু যুক্ত হয়
  • ঘ) এ বিক্রিয়ায় তাপের শোষণ বা উদগিরণ ঘটে না
  • সঠিক উত্তর: (খ)
    ১৪৭. রাসায়নিক বিক্রিয়ায় কোনটি পরিবর্তিত হয়?
  • ক) পরমাণু সংখ্যা
  • খ) মোট ভর
  • গ) বস্তুর ধর্ম
  • ঘ) ভরের অনুপাত
  • সঠিক উত্তর: (গ)
    ১৪৮. লোহার উপর মারিচা পড়া-
  • ক) ভৌত পরিবর্তন
  • খ) রাসায়নিক পরিবর্তন
  • গ) ভৌত ও রাসায়নিক পরিবর্তন
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (খ)
    ১৪৯. রাসায়নিক বিক্রিয়ার ঘটে-
    i. এক বা একাধিক পদার্থের পরিবর্তনে, অন্য ধরনের পদার্থের সৃষ্টি হয়
    ii. সাধারণত তাপের শোষণ ঘটে
    iii. তাপের শোষণ অথবা বিকিরণ অবশ্য ঘটবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৫০. জ্বালানির দহনে অক্সিজেনের সরবরাহ কম হলে উৎপন্ন হয়-
  • ক) CO2
  • খ) CO
  • গ) C
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (গ)
    ১৫১. টলেন বিকারক কাকে বলে?
  • ক) অম্লীয় AgNO3
  • খ) ক্ষারীয় AgNO3
  • গ) অম্লীয় AgCI
  • ঘ) ক্ষারীয় AgCI
  • সঠিক উত্তর: (খ)
    ১৫২. টলেন বিকারকের বিক্রিয়া মূলত কী ধরনের হয়?
  • ক) অধঃক্ষেপণ
  • খ) জারণ-বিজারণ
  • গ) দ্বি-জারণ
  • ঘ) পানিযোজন
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৩. পটাসিয়াম ডাইক্রোমট এ ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত?
  • ক) + 7
  • খ) - 4
  • গ) + 6
  • ঘ) - 6
  • সঠিক উত্তর: (গ)
    ১৫৪. রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য হলো-
    i. বিক্রিয়ায় অবশ্যই তাপের উদগিরণ বা শোষণ ঘটে
    ii. বিক্রিয়ায় কোনো পরমাণুর সৃষ্টি বা বিলুপ্তি ঘটে না
    iii. বিক্রিয়ায় ভরের কোনো পরিবর্তন ঘটে না
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৫৫. কোন দ্রবণে লিটমাস পেপারের বর্ণ অপরিবর্তিত থাকরে দ্রবণটি-
  • ক) এসিড
  • খ) ক্ষার
  • গ) নিরপেক্ষ
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (গ)
    ১৫৬. বিক্রিয়ার সাম্যবস্থা কোনটি দ্বারা প্রভাবিত হয় না?
  • ক) চাপ
  • খ) তাপমাত্রা
  • গ) বিক্রিয়ার পাত্র
  • ঘ) ঘনমাত্রা
  • সঠিক উত্তর: (গ)
    ১৫৭. কোনটি ইলেকট্রোপ্লেটিং করার শর্ত?
  • ক) যে জিনিসের উপর ধাতুর প্রলেপ দেয়া হবে তাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা
  • খ) যে ধাতুর প্রলেপ দিতে হবে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে সে ধাতুর লবণের দ্রবণ ব্যবহার করা যাবে না
  • গ) যে ধাতুর প্রলেপ দিতে হবে ক্যাথোড সেই ধাতুর তৈরি হতে হবে
  • ঘ) অ্যানোড যে কোন সক্রিয় ধাতুর দন্ড হতে পারে
  • সঠিক উত্তর: (ক)
    ১৫৮. তোমাকে পরীক্ষাগারে চুনাপাথর দিয়ে বলল যে এটি উত্তপ্ত কর। তুমি উত্তপ্ত করতে গিয়ে দেখলে যে, এক ধরনের গ্যাস তৈরি হয়ে যা চুনের পানিকে ঘোলা করে। তুমি নিশ্চিত গ্যাসটি CO2। বিক্রিয়াটি কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া?
  • ক) সংশ্লেষণ
  • খ) বিয়োজন
  • গ) বিয়োজন
  • ঘ) প্রতিস্থাপন
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৯. যদি বিপরীত বিক্রিয়া সম্ভব না হয় তাহলে কোনটি ঘটবে?
  • ক) সম্মুখ বিক্রিয়ার গতিবেগ কখনো থামবে না
  • খ) বিক্রিয়ার উৎপাদন হ্রাস পাবে
  • গ) কখনো সাম্যাবস্থা অর্জিত হবে না
  • ঘ) সময়ের সাথে সম্মুখ বিক্রিয়ার বেগের পরিবর্তন হবে না
  • সঠিক উত্তর: (গ)
    ১৬০. Tin-plating হলো-
  • ক) টিনের প্রলেপ
  • খ) কার্বনের প্রলেপ
  • গ) কপারের প্রলেপ
  • ঘ) লেড এর প্রলেপ
  • সঠিক উত্তর: (ক)
    ১৬১. শর্করাজাতীয় খাদ্য অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কোন গ্যাসটি উৎপন্ন করে?
  • ক) SO2
  • খ) O2
  • গ) CO2
  • ঘ) CH4
  • সঠিক উত্তর: (গ)
    ১৬২. ঘড়ির চেইনের উপরে ক্রোমিয়ামের প্রলেপ প্রকৃতপক্ষে চেইনটি কোন ধাতুর তৈরি?
  • ক) লোহা
  • খ) নিকেল
  • গ) তামা
  • ঘ) সিলভার
  • সঠিক উত্তর: (ক)
    ১৬৩. অধিকাংশ অধঃক্ষেপণ বিক্রিয়া-
  • ক) দ্বি-প্রতিস্থাপন
  • খ) ননরেডক্স
  • গ) প্রশমন
  • ঘ) দ্বি-প্রতিস্থাপন এ ননরেডক্স উভয়ই
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬৪. জারণ-বিজারণের ফেলে কোনটি সঠিক?
  • ক) জারণ সংখ্যার পরিবর্তন হয়
  • খ) ইলেকট্রন আদান-প্রদান হয়
  • গ) জারণ ও বিজারণ একত্রে সংঘটিত হয়
  • ঘ) সবকয়টি
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬৫. মধু কোনধর্মী পদার্থ?
  • ক) অম্লীয়
  • খ) ক্ষারীয়
  • গ) নিরপেক্ষ
  • ঘ) প্রশম
  • সঠিক উত্তর: (খ)
    ১৬৬. তাপহারী বিক্রিয়ার তাপ শোষিত হওয়ার ফলে কী ঘটে?
  • ক) বিক্রিয়া দ্রবণ উত্তপ্ত হয়ে উঠে
  • খ) উভমুখী বিক্রিয়া হয়
  • গ) আয়তনের পরিবর্তন হয়
  • ঘ) বিক্রিয়ার দ্রবণ শীতল হতে থাকে
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬৭. PCI5 যৌগে P এর জারণমান কত?
  • ক) +3
  • খ) +4
  • গ) +5
  • ঘ) +2
  • সঠিক উত্তর: (গ)
    ১৬৮. রাসায়নিক পরিবর্তনে-
    i. বস্তুর অণুর গঠনের পরিবর্তন হয়ে নতুন অণুর সৃষ্টি হয়
    ii. বস্তুকে সহজে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় না

    iii. তাপ শক্তির পরিবর্তন অবশ্যই ঘটবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬৯. কপার সালফেটের পাউডারকে পানিতে দ্রবীভূত করলে চাপ উৎপন্ন হয়, এর কারণ কী?
  • ক) রাসায়নিক বিক্রিয়া ঘটে
  • খ) কোনো বিক্রিয়া হয় না
  • গ) শুধু ভৌত পরিবর্তন ঘটে
  • ঘ) নতুন পদার্থ সৃষ্টি হয়
  • সঠিক উত্তর: (ক)
    ১৭০. বিজারণ বিক্রিয়ায় কি ঘটে?
  • ক) ইলেকট্রন গ্রহণ হয়
  • খ) হাইড্রোজেন সংযোজন হয়
  • গ) ধনাত্মক মৌলের সংযোজন হয়
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭১. যে বিক্রিয়ায় এক বা একাধিক যৌগের অনেকগুলো অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বড় অণু সৃষ্টি করে, তাকে কী বলে?
  • ক) জারণ-বিজারণ প্রক্রিয়া
  • খ) সমাণুকরণ
  • গ) পলিমারকরণ
  • ঘ) পানি যোজন
  • সঠিক উত্তর: (গ)
    ১৭২. ক্ষারীয় দ্রবণে লিটমাস পেপারের বর্ণ-
  • ক) লাল হয়
  • খ) নীল হয়
  • গ) কমলা রং এর হয়
  • ঘ) হলুদ হয়
  • সঠিক উত্তর: (খ)
    ১৭৩. নিচের তথ্যগুলো লক্ষ কর-
    i. স্টার্চ ও চিনি বিশ্লেষিত হয়ে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত হয়
    ii. জ্বালানির আংশিক দহনের ফলে CO2 উৎপন্ন হয়
    iii. এন্টাসিড ক্ষারধর্মী
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৭৪. বিক্রিয়ার হার কোনটির উপর নির্ভরশীল নয়?
  • ক) প্রভাবক
  • খ) তাপমাত্রা
  • গ) ঘনমাত্রা
  • ঘ) পাত্রের আকার
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭৫. কোন অক্সাইডকে হাইড্রোজেন গ্যাস দ্বারা বিজারিত করা যাবে?
  • ক) Na2O
  • খ) AI2O3
  • গ) MgO
  • ঘ) CuO
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭৬. একটি বিক্রিয়ায় প্রভাবকের প্রভাব-
  • ক) সাম্যাবস্থাকে উৎপাদের দিকে সরিয়ে দেবে
  • খ) কেবল অগ্রগামী বিক্রিয়ার গতি বৃদ্ধি করে
  • গ) অগ্র বা পশ্চাৎ উভয় দিকের বিক্রিয়ার গতি বৃদ্ধি করতে পারে সমানভাবে
  • ঘ) পশ্চাৎগামী বিক্রিয়ার গতি বৃদ্ধি করে
  • সঠিক উত্তর: (গ)
    ১৭৭. শ্বসন একটি-
  • ক) দহন ক্রিয়া
  • খ) প্রশমন ক্রিয়া
  • গ) পানিযোজন বিক্রিয়া
  • ঘ) দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া
  • সঠিক উত্তর: (ক)
    ১৭৮. সাম্যাবস্থা-
    i. উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে স্থাপিত হয়
    ii. বন্ধ পাত্রে সৃষ্টি হয়
    iii. প্রভাবকের ভূমিকা আছে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৭৯. পোকা মাকড়ের বিষে নিচের কোনটি থাকে?
  • ক) ক্ষার
  • খ) এসিড
  • গ) অ্যালকোহল
  • ঘ) লবণ
  • সঠিক উত্তর: (খ)
    ১৮০. বিক্রিয়ার গতির উপর প্রভাব নেই কোনটির?
  • ক) তাপমাত্রা
  • খ) বিক্রিয়কের ঘনমাত্রা
  • গ) প্রভাবক
  • ঘ) পাত্রের আকার
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮১. একটি লোহার টুকরাকে চুম্বক দ্বারা ঘর্ষণ করলে তা চুম্বকত্ব প্রাপ্ত হয়। এটি কোন ধরনের পরিবর্তন?
  • ক) ভৌত ও রাসায়নিক পরিবর্তন
  • খ) রাসায়নিক পরিবর্তন
  • গ) কোনো পরিবর্তন হয় না
  • ঘ) ভৌত পরিবর্তন
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮২. তেঁতুলে কোনটি থাকে?
  • ক) ক্ষার
  • খ) ক্ষারক
  • গ) অজৈব এসিড
  • ঘ) জৈব এসিড
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮৩. অ্যালডিহাইড শনাক্তকরণে ব্যবহৃত হয়-
  • ক) লুকাস বিকারক
  • খ) টলেন বিকারক
  • গ) AgNo3 দ্রবণ
  • ঘ) Br2 দ্রবণ
  • সঠিক উত্তর: (খ)
    ১৮৪. নিচের কোনটি বিজারক?
  • ক) আয়োডিন
  • খ) পটাসিয়াম ডাইক্রোমেট
  • গ) অ্যালুমিনিয়াম
  • ঘ) অক্সিজেন
  • সঠিক উত্তর: (গ)
    ১৮৫. কোনটি সাধারণত ইলেকট্রন ত্যাগ করে-
  • ক) Ca
  • খ) C
  • গ) Ne
  • ঘ) CI
  • সঠিক উত্তর: (ক)
    ১৮৬. MgSO4 এ Mg এর জারণ সংখ্যা কত?
  • ক) +2
  • খ) -2
  • গ) +7
  • ঘ) +4
  • সঠিক উত্তর: (ক)
    ১৮৭. লেবুতে কোন এসিড বিদ্যমান থাকে?
  • ক) এসিটিক এসিড
  • খ) এসকরবিক এসিড
  • গ) সাইট্রিক এসিড
  • ঘ) টারটারিক এসিড
  • সঠিক উত্তর: (গ)
    ১৮৮. ইলেকট্রন বিক্রিয়া কোনটি?
  • ক) Na
  • খ) Ca
  • গ) CI
  • ঘ) Cs
  • সঠিক উত্তর: (গ)
    ১৮৯. হাইড্রোজেনের জারণ সংখ্যা -১ হয় এর যৌগে-
    i. NaH
    ii. NaOH
    iii. LiAH4
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৯০. একটি লোহার টুকরাকে চুম্কক দ্বারা ঘর্ষণ করলে চুম্বকত্ব প্রাপ্ত হয়, এটি কোন ধরনের পরিবর্তন?
  • ক) ভৌত পরিবর্তন
  • খ) রাসায়নিক পরিবর্তন
  • গ) উভয়টি
  • ঘ) চুম্বকীয় পরিবর্তন
  • সঠিক উত্তর: (ক)
    ১৯১. জারক ও বিজারকের বৈশিষ্ট্য হলো-
    i. যারা ইলেকট্রন দান করে তারা বিজারক ও যারা ইলেকট্রন গ্রহণ করে তারা জারক
    ii. জারক ও বিজারক উভয়ই ইলেকট্রন গ্রাহক
    iii. জারক ইলেকট্রন গ্রাহক ও বিজারক ইলেকট্রন দাতা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৯২. কোন বিক্রিয়ায় সাম্যাবস্থায় ঘনমাত্রা বাড়ালে-
  • ক) সাম্যাবস্থার কোনো পরির্ব্তন হবে না
  • খ) গতি সম্মুখ দিকে যাবে
  • গ) গতি পশ্চাৎ দিকে যাবে
  • ঘ) সাম্যঙ্কের পরিবর্তন হবে
  • সঠিক উত্তর: (খ)
    ১৯৩. এসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয় কোনটিতে?
  • ক) অধঃক্ষেপণ বিক্রিয়ায়
  • খ) প্রশমন বিক্রিয়ায়
  • গ) জারণ বিজারণ বিক্রিয়ায়
  • ঘ) আর্দ্রবিশ্লেষণ বিক্রিয়ায়
  • সঠিক উত্তর: (খ)
    ১৯৪. সাধারণত জারক কোনটি?
  • ক) কার্বন
  • খ) সোডিয়াম
  • গ) ক্লোরিন
  • ঘ) পটাসিয়াম
  • সঠিক উত্তর: (গ)
    ১৯৫. পৃথক পৃথক বিক্রিয়ার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা-
  • ক) বিভিন্ন
  • খ) একই
  • গ) নাই
  • ঘ) তিনটি
  • সঠিক উত্তর: (ক)
    ১৯৬. মৌমাছির কামড়ের ক্ষত স্থানে চুন বা মধু ব্যবহার করা হয় কারণ-
  • ক) মৌমাছির শরীর থেকে নিঃসৃত রস এসিড জাতীয় এবং চুন বা মধু ক্ষার জাতীয় পদার্থ
  • খ) মৌমাছির শরীর থেকে নিঃসৃত রস ক্ষার জাতীয় এবং চুন বা মধু এসিড জাতীয় পদার্থ
  • গ) মৌমাছির শরীর থেকে নিঃসৃত রস ও চুন বা মধু সবই এসিড জাতীয় পদার্থ
  • ঘ) মৌমাছির শরীর থেকে নিঃসৃত রস লবণ জাতীয় এবং চুন বা মধু ক্ষার জাতীয় পদার্থ
  • সঠিক উত্তর: (ক)
    ১৯৭. শর্করা জাতীয় খাদ্য অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কোন গ্যাসটি উৎপন্ন করে?
  • ক) CO2
  • খ) SO2
  • গ) CO
  • ঘ) CH4
  • সঠিক উত্তর: (ক)
    ১৯৮. মরিচা কী?
  • ক) এক ধরনের অজৈব যৌগ
  • খ) সমসত্ত্ব মিশ্রণ
  • গ) Fe ও O2 এর সবন্বিত যৌগ
  • ঘ) Fe,O2, H2O এর সৃষ্ট যৌগ
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯৯. অনুঘটক বিষ-
  • ক) কোন অনুঘটকের কার্য ধ্বংস করে
  • খ) প্রাণীর জীবনাশক
  • গ) ব্যাকটেরিয়াকে ধ্বংস করে
  • ঘ) একটি বিক্রিয়ার নাম
  • সঠিক উত্তর: (ক)
    ২০০. সাম্যাবস্থা নিয়ন্ত্রণের নিয়ামক হচ্ছে-
    i. চাপ
    ii. তাপমাত্রা
    iii. ঘনমাত্রা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০১. লোহার জিনিসকে মরিচার হাত থেকে রক্ষার জন্য গ্যালভানাইজিং এর কাজে কোন ধাতু ব্যবহার করা হয়?
  • ক) AI
  • খ) Zn
  • গ) Cu
  • ঘ) Pb
  • সঠিক উত্তর: (খ)
    ২০২. শর্করা জাতীয় খাদ্য কোনটি?
  • ক) স্টার্চ
  • খ) কার্বন ডাই-অক্সাইড
  • গ) মধু
  • ঘ) খাবার লবণ
  • সঠিক উত্তর: (ক)
    ২০৩. জারকের ক্ষেত্রে কোনটি সঠিক?
  • ক) অন্যকে জারিত করে
  • খ) নিজে জারিত হয়
  • গ) জারণ সংখ্যা হ্রাস পায়
  • ঘ) ক ও খ উভয়ই
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০৪. বন্ধন এনথালপি-
    i. হচ্ছে বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি
    ii. এর সাহায্য বিক্রিয়ার এনথালপি নির্ণয় করা যায়
    iii. এটি কখনো ঋণাত্মক হয় না
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২০৫. জারণ-বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে-
  • ক) বিজারক
  • খ) ধাতুসমূহ
  • গ) জারক
  • ঘ) যার ইলেকট্রন কম আছে
  • সঠিক উত্তর: (গ)
    ২০৬. নিচের কোনটি কাপড় কাচার সোডার সংকেত?
  • ক) NaHCO3
  • খ) Na2CO3
  • গ) NaCI
  • ঘ) NaOH
  • সঠিক উত্তর: (খ)
    ২০৭. নিচের কোনটিতে রাসায়নিক পরিবর্তন ঘটে?
  • ক) বরফ পানিতে পরিণত করলে
  • খ) মো গলে তরলে পরিণত হলে
  • গ) চুনের সাথে পানি যোগ করলে
  • ঘ) পানির সাথে বালি যোগ
  • সঠিক উত্তর: (গ)
    ২০৮. কোনটি ভৌত পরিবর্তন?
  • ক) হাইড্রোজেন ও অক্সিজেনের সংযোগে পানি তৈরি
  • খ) জলীয় বাষ্পকে খুব ঠান্ডা করে বরফ তৈরি
  • গ) মোমবাতি জ্বালানো
  • ঘ) লোহার মরিচা পড়া
  • সঠিক উত্তর: (খ)
    ২০৯. সালফারের দহন বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
  • ক) CO2
  • খ) NO2
  • গ) SO3
  • ঘ) H2O
  • সঠিক উত্তর: (গ)
    ২১০. বিক্রিয়াটিতে A1 বলতে কি বুঝানো হয়েছে?
  • ক) বিজারণ বিক্রিয়া
  • খ) জারণ ক্রিয়া
  • গ) প্রশমন ক্রিয়া
  • ঘ) রিডক্স ক্রিয়া
  • সঠিক উত্তর: (খ)
    ২১১. আয়রন বায়ুর জলীয় বাষ্পের সংস্পর্শে গঠিত যৌগ-
    i. মরিচা নামে পরিচিত
    ii. এর রাসায়নিক সংকেত FeO(OH)
    iii. সৃষ্টির ফলে ধাতব আয়রন ক্ষয়প্রাপ্ত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২১২. প্লাস্টিক উৎপন্ন হয় কোন বিক্রিয়ার মাধ্যমে?
  • ক) পলিমারকরণ বিক্রিয়া
  • খ) সমাণুকরণ বিক্রিয়া
  • গ) আর্দ্রবিশ্লেষণ বিক্রিয়া
  • ঘ) পানিযোজন বিক্রিয়া
  • সঠিক উত্তর: (ক)
    ২১৩. 2F2 + 2H2O = 4HF + O2 বিক্রিয়াটি কোন ধরনের?
  • ক) প্রশমন
  • খ) বিশ্লেষণ
  • গ) জারণ-বিজারণ
  • ঘ) দহন
  • সঠিক উত্তর: (গ)
    ২১৪. কোন বিক্রিয়াটি সাম্যবস্থায় পৌছাতে পারে না?
  • ক) একমুখী বিক্রিয়া
  • খ) সম্মুখমুখী বিক্রিয়া
  • গ) পশ্চাৎমুখী বিক্রিয়া
  • ঘ) উভমুখী বিক্রিয়া
  • সঠিক উত্তর: (ঘ)
    ২১৫. ভৌত পরিবর্তনের বৈশিষ্ট্য হলো-
    i. কোনো নতুন ধরনের বস্তু সৃষ্টি হয় না
    ii. বস্তুর অণুর গঠনের পরিবর্তন হয় না
    iii. বস্তুর রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয় না
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২১৬. CH2CI যৌগে-
    i. কার্বনের জারণ সংখ্যা +২
    ii. কার্বনের জারণ সংখ্যা -২
    iii. ক্লোরিনের জারণ সংখ্যা -১
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২১৭. পোকর কামড়ের জ্বালা যন্ত্রণা নিবারণের জন্য ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা হয়?
  • ক) HCI
  • খ) তেতুল
  • গ) মধু
  • ঘ) চিনি
  • সঠিক উত্তর: (গ)
    ২১৮. শ্বসন প্রক্রিয়ায় এক মোল গ্লুকোজ ভেঙে কয় মোল পানি উৎপন্ন হয়?
  • ক) ১ মোল
  • খ) ৪ মোল
  • গ) ৬ মোল
  • ঘ) ৮ মোল
  • সঠিক উত্তর: (গ)
    ২১৯. Na + O2→ Na2O বিক্রিয়াটি-
    i. সংশ্লেষণ বিজারণ বিক্রিয়া
    ii. জারণ বিজারণ বিক্রিয়া
    iii. সংযোজন বিক্রিয়া
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২২০. গ্যাসীয় বিক্রিয়ার সাম্যবস্থায় চাপ দ্বারা প্রভাবিত হয় কখন?
  • ক) যখন বিক্রিয়ার উভয় পাশে মোল সংখ্যা সমান হয়
  • খ) যখন বিক্রিয়ার তাপমাত্রা স্থির থাকে
  • গ) যখন উভয় পাশে মোল সংখ্যা সমান হয় না
  • ঘ) যখন প্রভাবক ব্যবহৃত হয়
  • সঠিক উত্তর: (গ)
    ২২১. মোমবাতি দহনে-
    i. রাসায়নিক পরিবর্তন হয়
    ii. সম্পূণই ভৌত পরিবর্তন হয়
    iii. ভৌত পরিবর্তন হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২২২. CH3-O-CH3 যৌগটি-
    i. গ্যাসীয়
    ii. স্ফুটনাঙ্ক-280C
    iii. পানিতে দ্রবণীয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২৩. রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে-
    i. সম্পূর্ণ নতুন ধরনের এক বা একাধিক বস্তু সৃষ্টি হয়
    ii. রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয় না
    iii. বস্তুকে পূর্বের অবস্থায় সহজে ফিরিয়ে আনা যায় না
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২২৪. পলিমারকরণ বিক্রিয়ার জন্য প্রয়োজন-
  • ক) মনোমার
  • খ) পলিমার
  • গ) সমাণু
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ক)
    ২২৫. মরিচা সৃষ্টির ফলে-
  • ক) ধাতু ক্ষয় হয়
  • খ) ধাতুর ক্ষয় রোধ হয়
  • গ) ধাতু চকচকে হয়
  • ঘ) ধাতু দীর্ঘদিন টিকে
  • সঠিক উত্তর: (ক)
    ২২৬. 25OC তাপমাত্রা তীব্র এসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ-
  • ক) +57.34kJ/mole
  • খ) -75.43kJ/mole
  • গ) -57.34kJ/mole
  • ঘ) +43.37kJ/mole
  • সঠিক উত্তর: (গ)
    ২২৭. তাপের শোষণ ও উদগীরণ অবশ্যই ঘটবে-
    i. চিনি ও পানির বিক্রিয়ায়
    ii. Fe, O2 ও H2O বিক্রিয়ায়
    iii. 2H2 ও O2 বিক্রিয়ায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২২৮. শর্করা জাতীয় খাদ্য হলো-
    i. ভাত
    ii. গ্লুকোজ
    iii. চিনি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২৯. টলেন বিকারকে কী যোগ করলে Ag এর অধঃক্ষেপ পড়ে?
  • ক) অ্যালকোহল
  • খ) প্রোটিন
  • গ) অ্যালডিহাইড
  • ঘ) ফ্যাটি এসিড
  • সঠিক উত্তর: (গ)
    ২৩০. লেবুর রসে কোন এসিড থাকে?
  • ক) অ্যাসিটিক এসিড
  • খ) ফরমিক এসিড
  • গ) এসকরবিক এসিড
  • ঘ) সাইট্রিক এসিড
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৩১. রাসায়নিক সাম্যাবস্থার পৌঁছাতে পারে কোন বিক্রিয়া?
  • ক) একমুখী
  • খ) উভমুখী বিক্রিয়া
  • গ) সম্মুখ বিক্রিয়া
  • ঘ) পশ্চাৎ বিক্রিয়া
  • সঠিক উত্তর: (খ)
    ২৩২. এ বিক্রিয়ার মাধ্যম হতে চাপ হ্রাস করলে কী ঘটে?
  • ক) সাম্যাবস্থায় প্রভাব পরে না
  • খ) সম্মুখ বিক্রিয়ার হার বৃদ্ধি পায়
  • গ) পশ্চাৎ বিক্রিয়ার হার বৃদ্ধি পায়
  • ঘ) তাপ উৎপন্ন হয়
  • সঠিক উত্তর: (গ)
    ২৩৩. এন্টাসিড কী ধর্মী?
  • ক) অম্লধর্মী
  • খ) লবণধর্মী
  • গ) ক্ষারধর্মী
  • ঘ) উভয়ধর্মী
  • সঠিক উত্তর: (গ)
    ২৩৪. একটি জারণ-বিজারণ বিক্রিয়ায় জারক পদার্থের ক্ষেত্রে কী ঘটে?
  • ক) ইলেকট্রন গ্রহণ করে এটি জারিত হয়
  • খ) ইলেকট্রন ত্যাগ করে এটি জারিত হয়
  • গ) ইলেকট্রন গ্রহণ করে এটি বিজাড়িত হয়
  • ঘ) ইলেকট্রন ত্যাগ করে এটি বিজাড়িত হয়
  • সঠিক উত্তর: (গ)
    ২৩৫. তাপমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়ার গতি বৃদ্ধি পায় কারণ-
    i. তাপমাত্রা এক প্রকার শক্তি
    ii. তাপমাত্রা বিক্রিয়াকে উত্তপ্ত করে
    iii. তাপমাত্রা বিক্রিয়ার অণুগুলোকে গতিশীল করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৩৬. বিক্রিয়ার হার কোনটির উপর নির্ভরশীল?
  • ক) পাত্রের আয়তন
  • খ) চাপ
  • গ) পাত্রের আকার
  • ঘ) সময়
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৩৭. কোনটিতে রাসায়নিক পরিবর্তন ঘটে?
  • ক) পানি ও চিনি দিয়ে শরবত তৈরি করা
  • খ) চুনের সাথে পানি যোগ করা
  • গ) মোম গলে তরলে পরিণত হয়
  • ঘ) বরফকে তাপ দিয়ে পানিতে পরিণত করা
  • সঠিক উত্তর: (খ)
    ২৩৮. পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা-
  • ক) ১
  • খ) -১
  • গ) ২
  • ঘ) -২
  • সঠিক উত্তর: (খ)
    ২৩৯. শর্করা বলতে বুঝায়-
  • ক) রুটি
  • খ) ফ্যাট
  • গ) প্রোটিন
  • ঘ) খনিজ তেল
  • সঠিক উত্তর: (ক)
    ২৪০. ক্ষার ধাতুসমূহের জারণ সংখ্যা-
  • ক) +১
  • খ) +২
  • গ) +৩
  • ঘ) +০
  • সঠিক উত্তর: (ক)
    ২৪১. নিচের কোনটি উভমুখী বিক্রিয়া?
  • ক) বন্ধ পাত্রে CaCO3 এর বিযোজন
  • খ) খোলা পাত্রে ইথাইল অ্যাসিটেড এর আর্দ্র বিশ্লেষণ
  • গ) NaCI দ্রবণে AgNO3 দ্রবণ যোগ
  • ঘ) খোলা পাত্রে CaCO3 এর বিযোজন
  • সঠিক উত্তর: (ক)
    ২৪২. এসিড + ক্ষার→? + পানি, নিচের কোনটি হবে?
  • ক) লবণ
  • খ) ধাতুর অক্সাইড
  • গ) জৈস এসিড
  • ঘ) অ্যালকোহল
  • সঠিক উত্তর: (ক)
    ২৪৩. মোমবাতি জ্বলার সময় এর কিছু অংশ গলে যায়- এটি কোন ধরনের পরিবর্তন?
  • ক) ভৌত পরিবর্তন
  • খ) রাসায়নিক পরিবর্তন
  • গ) তাপীয় পরিবর্তন
  • ঘ) পরিমাণগত পরিবর্তন
  • সঠিক উত্তর: (ক)
    ২৪৪. নিচের কোন বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর সাধারণত ঘটে না-
  • ক) প্রশমন
  • খ) সংযোজন
  • গ) বিযোজন
  • ঘ) দহন
  • সঠিক উত্তর: (ক)
    ২৪৫. লোহার উপর বাদামী আস্তরণ এক ধরনের-
    i. দানাদার কেলাস
    ii. সোদক কেলাস
    iii. পানিত্যাগী পদার্থ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৪৬. পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা-
  • ক) -১
  • খ) -২
  • গ) ০
  • ঘ) +১
  • সঠিক উত্তর: (ক)
    ২৪৭. H2SO4 + MgO→ বিক্রিয়ায়-
    i. তাপ উৎপন্ন হয়
    ii. ইলেকট্রন স্থানান্তর ঘটে
    iii. অধঃক্ষেপ পড়ে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৪৮. বর্ষাকালে অনেক সময় পুকুর বা খালের নিকটবর্তী কলাগাছ পানির সংস্পর্শে মারা যায়, কারণ-
    i. কলাগাছে ক্ষারীয় উপাদান থাকে
    ii. এসিড বৃষ্টির কারণ পানি অম্লীয় হয়
    iii. ক্ষারীয় উপাদানের সাথে এসিড যুক্ত পানির প্রশমন বিক্রিয়া ঘটে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৪৯. তাপ উৎপাদী বিক্রিয়ায় DH এর মান কত?
  • ক) শূণ্য
  • খ) ঋণাত্মক
  • গ) ধনাত্মক
  • ঘ) অসংগায়িত
  • সঠিক উত্তর: (খ)
    ২৫০. লোহাকে দীর্ঘদিন বাতাসে রেখে দিলে এর উপর লালচে বাদামী রঙের আস্তরণ পড়ে। এটি কোন ধরনের পরিবর্তন?
  • ক) গ্যাসীয় পরিবর্তন
  • খ) ভৌত পরিবর্তন
  • গ) বিশুদ্ধ লোহার পরিণত হওয়া
  • ঘ) রাসায়নিক পরিবর্তন
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৫১. কোন ধরনের বিক্রিয়া ক্ষেতে চাপের প্রভাব আছে?
  • ক) বিক্রিয়ার উভয় দিকের গ্যাসীয় মোল সংখ্যা সমান
  • খ) দ্রবণে সমসত্ত্ব বিক্রিয়া হলে
  • গ) কঠিন অবস্থায় সমসত্ত্ব বিক্রিয়া হলে
  • ঘ) গ্যাসীয় বিক্রিয়ার উভয় দিকে গ্যাসীয় যৌগসমূহের মোল সংখ্যা সমান না হলে
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৫২. মৌমাছি পোকার কামড়ে ক্ষত স্থানে বিষ প্রবেশ করে, তাতে কি থাকে?
  • ক) ক্ষার
  • খ) এসিড
  • গ) লবণ
  • ঘ) অ্যালকোহল
  • সঠিক উত্তর: (খ)
    ২৫৩. এ বিক্রিয়ার মাধ্যমে তাপ প্রয়োগ করলে কী ঘটে?
  • ক) সম্মুখ বিক্রিয়ার হার বৃদ্ধি পায়
  • খ) বিপরীত বিক্রিয়ার হার বৃদ্ধি পায়
  • গ) সাম্যবস্থা পরিবর্তন হয় না
  • ঘ) বিক্রিয়া সাম্যবস্থায় চলে আসে
  • সঠিক উত্তর: (ক)
    ২৫৪. নিচের কোনটি জারণ-বিজারণ বিক্রিয়া-
    i. দহন
    ii. প্রশমন
    iii. প্রতিস্থাপন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৫৫. শ্বসন প্রক্রিয়ার উৎপাদ-
    i. H2O
    ii. CO2
    iii. CO
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২৫৬. বিজারণ বিক্রিয়ায় ঘটে-
  • ক) ইলেকট্রন গ্রহণ
  • খ) হাইড্রোজেনের সংযোজন
  • গ) ধনাত্মক মৌলের সংযোজন
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৫৭. সকল প্রশমন বিক্রিয়া-
  • ক) তাপোৎপাদী
  • খ) তাপহারী
  • গ) রিডক্স
  • ঘ) দহন বিক্রিয়া
  • সঠিক উত্তর: (ক)
    ২৫৮. কোনটি ঋনাত্মক প্রভাবক?
  • ক) Cu
  • খ) অ্যালকোহল
  • গ) MnO2
  • ঘ) Fe
  • সঠিক উত্তর: (খ)
    ২৫৯. রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে-
    i. বিক্রিয়ার হার সক্রিয়ন শক্তির ব্যস্তানুপাতিক
    ii. মৌলের বিক্রিয়া এক ধাপে ঘটে
    iii. সার্বিক বিক্রিয়া একাধিক ধাপে ঘটে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৬০. মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা হয়?
  • ক) পানি
  • খ) এসিড
  • গ) লবণ
  • ঘ) মধু
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৬১. পরমাণুকে আয়নিক করলে যে পরিবর্তন হয়-
  • ক) ইলেকট্রনের পরিবর্তন
  • খ) নিউট্রনের পরিবর্তন
  • গ) প্রোটনের পরিবর্তন
  • ঘ) নিউক্লিয়াসের পরিবর্তন
  • সঠিক উত্তর: (ক)
    ২৬২. তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, কারণ-
  • ক) বিক্রিয়ক অণুসমূহের গতিবেগ বৃদ্ধি পায়
  • খ) উৎপাদ অণুসমূহের গতিবেগ বৃদ্ধি পায়
  • গ) বিক্রিয়ক অণুসমূহের আকর্ষণ বৃদ্ধি পায়
  • ঘ) বিক্রিয়ক অণুসমূহের গতিবেগ হ্রাস পায়
  • সঠিক উত্তর: (ক)
    ২৬৩. একটি ধাতুর উপর জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়াকে বলে-
  • ক) গ্যালভানাইজিং
  • খ) টিনপ্লোটিন
  • গ) ভলকানাইজিং
  • ঘ) ইলেকট্রোপ্লেটিং
  • সঠিক উত্তর: (ক)
    ২৬৪. বিক্রিয়ায় একক সময়ে উৎপন্ন উৎপাদের পরিমাণকে কী বলে?
  • ক) বিক্রিয়া হার
  • খ) বিক্রিয়ার সাম্যাবস্থা
  • গ) বিক্রিয়ার গতিশীলতা
  • ঘ) বিক্রিয়ার উভমুখিতা
  • সঠিক উত্তর: (ক)
    ২৬৫. রাসায়নিক বিক্রিয়ায় কোনটি অবশ্যই প্রয়োজনীয়?
  • ক) তাপ
  • খ) প্রভাবক
  • গ) সংস্পর্শ
  • ঘ) আলোক
  • সঠিক উত্তর: (ক)
    ২৬৬. কোন ধরনের বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে?
  • ক) দহন বিক্রিয়া
  • খ) পলিমারকরণ বিক্রিয়া
  • গ) সমাণুকরণ বিক্রিয়া
  • ঘ) প্রশমন বিক্রিয়া
  • সঠিক উত্তর: (ক)
    ২৬৭. কোনটি বিজারক?
  • ক) হাইড্রোজেন
  • খ) ক্লোরিন
  • গ) ব্রোমিন
  • ঘ) আয়োডিন
  • সঠিক উত্তর: (ক)
    ২৬৮. প্রতি কত তাপমাত্রায় বৃদ্ধিতে, বিক্রিয়ার গতি দ্বিগুণ হয়?
  • ক) 10oC
  • খ) 20oC
  • গ) 30oC
  • ঘ) 15oC
  • সঠিক উত্তর: (ক)
    ২৬৯. লোহার উপর বাদামী রং-এর আস্তরণটি এক ধরনের-
    i. সোদক কেলাস
    ii. দানাদার কঠিন পদার্থ
    iii. আদানাদার কঠিন পদার্থ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৭০. সালোক সংশ্লেষণ বিক্রিয়াটির জন্য কোনটি অপরিহার্য?
  • ক) তাপমাত্রা
  • খ) সূর্যালোক
  • গ) উদ্ভিদের পাতা
  • ঘ) প্রভাবক
  • সঠিক উত্তর: (খ)
    অনুচ্ছেদটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও:
    একটি পাত্রে HCI দ্রবণ নেয়া হল এবং তাতে একটি লাল লিটমাস পেপার রাখা হল, এরপর এ দ্রবণে ফোটায় ফোটায় Na2CO3 দ্রবণ যোগ করা হল এবং লিটমাস পেপারের রং কিছু সময় পর হঠাৎ নীল হয়ে গেল।
    ২৭১. প্রাথমিক অবস্থায় পাত্রের দ্রবণের pH এর মান কত?
  • ক) ৭ এর বেশি
  • খ) ১০ এর বেশি
  • গ) ৭ এর কম
  • ঘ) ০
  • সঠিক উত্তর: (গ)
    ২৭২. লিটমাস পেপারের রং নীল হয় কেন?
  • ক) অম্লীয় মাধ্যমের কারণে
  • খ) লবণ মাধ্যমের কারণে
  • গ) পানির কারণে
  • ঘ) ক্ষারীয় মাধ্যমের কারণে
  • সঠিক উত্তর: (ঘ)