এস.এস.সি || রসায়ন || অধ্যায় - ৫ রাসায়নিক বন্ধন
১. কোন গ্রুপের অধাতু আয়নিক বন্ধন গঠন করে?
ক) ১৩ ও ১৬খ) ১৫ ও ১৭গ) ১৬ ও ১৭ঘ) ১৭ ও ১৮২. কোনটির পারমাণবিক সংখ্যা 36?ক) Heখ) Neগ) Arঘ) Kr৩. লবণের কেলাস গলাতে চিনির চেয়ে বেশি তাপ শক্তি প্রয়োজন, এর কারণ কী?ক) লবণ আয়নিক যৌগখ) লবণ সমযোজী যৌগগ) চিনি ধাতব যৌগঘ) লবণ নিস্ক্রিয় যৌগ৪. ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা কত?ক) 36খ) 54গ) 18ঘ) 86৫. হাইড্রোক্সাইডের আধান কীরূপ?ক) -1খ) +1গ) -2ঘ) +3৬. কার্বন-ডাই-অক্সাইড যৌগে কয় জোড়া ইলেকট্রনের শেয়ারিং ঘটে?ক) 1খ) 2গ) 3ঘ) 4৭. ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত কী?ক) KCIখ) KCI2গ) CaCIঘ) CaCI2৮. O এর যোজনী ইলেকট্রন কত?ক) দুইখ) চারগ) ছয়ঘ) আট৯. কোন মৌল বিক্রিয়ায় অংশ নেয় না?ক) Naখ) Pbগ) Heঘ) Cu১০. নিস্ক্রিয় গ্যাসের মধ্যে আকারে সবচেয়ে বড় কে?ক) Krখ) Xeগ) Rnঘ) Ar১১. ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন সৃষ্টি করলে মৌলটি কোনটি?ক) ধাতুখ) অধাতুগ) অপধাতুঘ) নিস্ক্রিয়১২. হাইড্রোজেনের যোজ্যতা স্তরে কয়টি ইলেকট্রন আছে?ক) একটিখ) দুটিগ) তিনটিঘ) চারটি১৩. কোন যৌগের স্ফটিক কেলাস রয়েছে?ক) NaIখ) AI2O3গ) CH4ঘ) NH3১৪. F পরমাণুর যোজনী ইলেকট্রন কত?ক) একখ) তিনগ) পাঁচঘ) সাত১৫. আর্গনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে-ক) 2,8,2খ) 2,8,8গ) 2,9,2ঘ) 2,10,8১৬. একযোজী যৌগমূলক হল-
i. অ্যামোনিয়াম
ii. নাইট্রেট
iii. ফসফেট
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৭. আয়নিক যৌগ নিচের কোন পদার্থে দ্রবীভূত হয়?ক) ইথারখ) পোলার দ্রাবকগ) অপোলার দ্রাবকঘ) অ্যালকোহল১৮. কোন মৌলটির ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করা সহজ?ক) Naখ) Cগ) Oঘ) F১৯. নিস্ক্রিয় গ্যাসসমূহের সর্বশেষ স্তর বা যোজ্যতা স্তর ইলেকট্রন দ্বারা-ক) আংশিক পূর্ণ থাকেখ) অর্ধপূর্ণ থাকেগ) পূর্ণ থাকেঘ) কোনটি অর্ধপূর্ণ আবার কোনটি পূর্ণ থাকে২০. আয়কি বন্ধন গটিত হয় কার কার মধ্যে?ক) অ্যানায়ন ও গ্যাসখ) অ্যানায়ন ও ধাতুগ) অ্যানায়ন ও ক্যাটায়নঘ) ক্যাটায়ন ও অধাতু২১. ধাতু অধাতুর সমন্বয়ে সৃষ্ট বন্ধনের নাম কোনটি?ক) আয়নিকখ) সমযোজীগ) ধাতবঘ) হাইড্রোজেন২২. ক্লোরিন (CI) নিস্ক্রিয় গ্যাসের ইলকট্রন বিন্যাস অর্জন করে-
i. ইলকট্রন শেয়ার করে
ii. ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে
iii. ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৩. ধাতুসমূহ সহজেই-
i. ইলেকট্রন গ্রহণ করে
ii. ইলেকট্রন ত্যাগ করে
iii. প্রভাবক হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) i ও iiঘ) i ও iii২৪. নিস্ক্রিয় মৌলগুলো সাধারণত-
i. রাসায়নিকভাবে সক্রিয় নয়
ii. নিজেরা নিজেদের সাথে যুক্ত হয় না
iii. অপর মৌলের সাথে সংযুক্ত হয় না
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৫. সোডিয়াম ক্লোরাইডের দ্বিমাত্রিক জালিকার আয়নগুলোর ক্ষেত্রে-
i. সমধর্মী আয়ন পরস্পর থেকে দূরে অবস্থান করে
ii. বিপরীতধর্মী আয়ন পরস্পরের নিকটে থাকে
iii. আয়নগুলো নিউক্লিয়াস একত্রীভূত থাকে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৬. H অণুতে বিদ্যমান রাসায়নিক বন্ধন কোনটি?ক) আয়নিকখ) হাইড্রোজেনগ) সমযোজীঘ) ধাতব২৭. নাইট্রোজেন ডাই-অক্সাইড নাইট্রোজেনের সুপ্ত যোজনী কত?ক) 1খ) 2গ) 4ঘ) 3২৮. 2,8,8 কোন মৌলের ইলেকট্রন বিন্যাস?ক) Heখ) Neগ) Rnঘ) Ar২৯. ডাইক্রোমেট মূলকের যোজনী কত?ক) 1খ) 2গ) 3ঘ) 4৩০. ক্যাথোড কী?ক) ধনাত্মক তড়িদ্বারখ) ঋণাত্মক তড়িদ্বারগ) নিরপেক্ষ তড়িদ্বারঘ) কোনটিই নয়৩১. পর্যায় সারণির মাঝামাঝি অবস্থিত ধাতুসমূহ আয়নিক যৌগ গঠন না করার কারণ কী?ক) এদের শেষ শক্তিস্তর পূর্ণ থাকেখ) শেষ শক্তিস্তরে অপূর্ণ থাকেগ) ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের জন্য অধিক শক্তি প্রয়োজনঘ) সবগুলো৩২. বন্ধনে আবদ্ধ পরমাণু কীরূপ থাকে?ক) অস্থায়ীখ) নিস্ক্রিয়গ) সক্রিয়ঘ) স্থিতিশীল৩৩. পারদ (Hg) এর যোজনীর ক্ষেত্রে কোনটি সঠিক?ক) 1,2খ) 2,3গ) 2,4ঘ) 1,3৩৪. সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও পানিতে দ্রবণীয়-
i. চিনি
ii. গ্লুকোজ
iii. অ্যালকোহল
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৫. যোজ্যতা ইলেকট্রনের দৃষ্টিকোণ থেকে কোনটি একমাত্র ব্যতিক্রম অধাতু?ক) কার্বনখ) হাইড্রোজেনগ) ক্লোরিনঘ) নাইট্রোজেন৩৬. দ্বিযোজী যৌগমূলক হল-
i. সালফেট
ii. নাইট্রেট
iii. কার্বনেট
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৭. নিস্ক্রিয় গ্যাসসমূহ কয় পরমাণুক?ক) একখ) দুইগ) তিনঘ) চার৩৮. মৌলসমূহের ইলেকট্রন কী কারণে নিউক্লিয়াসের সাথে দুর্বল আকর্ষণ কম থাকে?ক) প্রোটন কম থাকে বলেখ) নিউক্লিয়াস থেকে দূরে থাকে বলেগ) নিউট্রন বেশি থাকে বলেঘ) নিউক্লিয়াস চার্জ নিরপেক্ষ বলে৩৯. নিচের কোন যৌগে ভ্যান্ডারওয়ালস শক্তি নেই বললেই চলে?ক) CO2খ) NaCIগ) MgOঘ) AICI3৪০. নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণুই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে?ক) KFখ) CaSগ) MgOঘ) CaCI৪১. হাইড্রোজেন নিস্ক্রিয় গ্যাসের কোন বিন্যাস লাভ করে?ক) দ্বৈতখ) ষষ্টকগ) অষ্টকঘ) অষ্টাদশক৪২. নাইট্রোজেনের যোজ্যতাস্তরে ইলেকট্রন সংখ্যা কত?ক) 4খ) 5গ) 6ঘ) 7৪৩. কোন মৌলের যোজনী ইলেকট্রন 2?ক) Heখ) Arগ) Krঘ) Xe৪৪. পরমাণুর মধ্যস্থ কণার চার্জ মূলত স্থৈতিক হওয়ার পরমাণুর বন্ধন শক্তির প্রকৃতি কেমন হবে?ক) চল বৈদ্যুতিকখ) স্থির বৈদ্যুতিকগ) কখনও চল বৈদ্যুতিক কখনও স্থির বৈদ্যুতিকঘ) চুম্বকীয়৪৫. সমযোজী যৌগ গঠিত হয়-
i. একই মৌলের পরমাণুর মধ্যে
ii. ধাতু ও ধাতুর মধ্যে
iii. নিকটবর্তী তড়িৎ ঋণাত্মক মানসম্পন্ন মৌলের মধ্যে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৪৬. ক্যাটায়ন ও অ্যানায়নসমূহ কোন বলে আবদ্ধ থাকে?ক) সমযোজীখ) আয়নিকগ) ধাতবঘ) সন্নিবেশ৪৭. সমযোজী যৌগ কত প্রকার?ক) 1খ) 2গ) 3ঘ) 4৪৮. ৬টি পানির অণুতে কয়টি অক্সিজেন অণু বিদ্যমান?ক) 3খ) 4গ) 5ঘ) 6৪৯. সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে কী বলা হয়?ক) সমযোজী ইলেকট্রনখ) বন্ধন ইলেকট্রনগ) বন্ধন ইলেকট্রন যুগলঘ) মুক্ত জোড় ইলেকট্রন৫০. PH3 যৌগে ফসফরাস-এ কয়টি মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান?ক) একখ) দুইগ) তিনঘ) পাঁচ৫১. চিনির আণবিক সংকেত কোনটি?ক) C6H12O6খ) C12H22O11গ) C5H10O5ঘ) C2H5OH৫২. কোনটি অষ্টক অপূর্ণ?ক) Neখ) Arগ) Heঘ) Krঅ্যামোনিয়াম মূলকের যোজনী কত?ক) 1খ) 2গ) 3ঘ) 4৫৪. একক অণু হিসেবে ঘুরে বেড়ায় কোন যৌগ?ক) NaCIখ) MgOগ) AICI3ঘ) NH3৫৫. কোনটিতে তিনটি পরমাণু বিদ্যমান?ক) ওজোনখ) ফসফরাসগ) সালফারঘ) ফ্লোরিন৫৬. SO2 এর অণুর আকৃতি কিরূপ?ক) রৈখিকখ) কৌণিকগ) পিরামিডীয়ঘ) চুতস্তলকীয়৫৭. নিস্ক্রিয় গ্যাসের সংখ্যা কয়টি?ক) 5খ) 6গ) 7ঘ) 8৫৮. গ্রাফাইট কোন মৌলের রূপভেদ?ক) সালফারখ) ফসফরাসগ) সিলিকনঘ) কার্বন৫৯. সমযোজী যৌগের অণুসমূহ যে বিশেষ শক্তি দ্বারা পরস্পরের প্রতি আকৃষ্ট থাকে তা হল-ক) আন্তঃআণবিক শক্তিখ) রাসায়নিক শক্তিগ) স্থির বৈদ্যুতিক শক্তিঘ) ভ্যানডারওয়ালস শক্তি৬০. নিয়ন কোন ধরনের মৌলের সাথে যুক্ত হয়?ক) যে কোন নিস্ক্রিয় গ্যাসখ) যে মৌলের সর্ববহিস্থ খোলাকে ১ বা ২টি ইলেকট্রনগ) যে মৌলের বহিঃস্থ খোলকে ৭টি ইলেকট্রনঘ) কোন মৌলের সাথে যুক্ত হয় না৬১. ক্যাটায়ন গঠিত হয় কোন ধরনের রাসায়নিক বন্ধনে?ক) সমযোজীখ) ধাতবগ) হাইড্রোজেনঘ) আয়নিক৬২. অষ্টক পূর্ণ কোনটির?ক) Mgখ) Mg+গ) Mg3+ঘ) Mg3+৬৩. ম্যাগনেসিয়াম (Mg) পরমাণু ত্যাগ করে-
i. দ্বি ধনাত্মক ক্যাটায়নে পরিণত হয়
ii. যোজ্যতাস্তর পূর্ণ করে
iii. নিস্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৬৪. নিচের কোন মৌল বিক্রিয়ায় অংশ নেয় না?ক) Heখ) Naগ) Pbঘ) Cu৬৫. কোন মৌলের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা?ক) Mgখ) AIগ) Brঘ) Ar৬৬. ইলেকট্রন ত্যাগের মাধ্যমে দ্বি-ধনাত্মক আয়ন সৃষ্টি করে-
i. ম্যাগসেনিয়াম
ii. ক্যালসিয়াম
iii. সিজিয়াম
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৬৭. কোন দুটি গ্রুপের মৌলের মধ্যে আয়নিক গঠিত হয়?ক) গ্রুপ ১ ও ১৭খ) গ্রুপ ২ ও ১৬গ) গ্রুপ ২ ও ১৭ঘ) সবগুলো৬৮. তৃতীয় শক্তিস্তেরর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত?ক) 8খ) 18গ) 32ঘ) 33৬৯. কার্বন আয়নিক বন্ধন গঠন করে না কেন?ক) এর সর্ববহিস্থ শক্তিস্তরে একাধিক ইলেকট্রন নেই বলেখ) এর সর্ববহিস্থ শক্তিস্তরে ৪টি ইলেকট্রন ত্যাগ করতে প্রচুর শক্তি প্রয়োজন বলেগ) এর সর্ববহিস্থ শক্তিস্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ বলেঘ) এর সর্ববহিস্থ শক্তিস্তর ৪টি ইলেকট্রন গ্রহণ করা সহজ বলে৭০. ধাতু ও অধাতুর মধ্যকার বন্ধন কীরূপ?ক) ধাতব বন্ধনখ) সমযোজী বন্ধনগ) আয়নিক বন্ধনঘ) সন্নিবেশ বন্ধন৭১. নিস্ক্রিয় গ্যাস পর্যায় সারণির যে গ্রুপে স্থান পেয়েছে-ক) ২য় গ্রুপেখ) ৪র্থ গ্রুপেগ) শূণ্য গ্রুপেঘ) ৭ম গ্রুপে৭২. তড়িৎ পরিবহনের মূল শর্ত কোনটি?ক) আয়নিক যৌগতে হবেখ) সমযোজী যৌগ হতে হবেগ) মুক্ত আয়নের চলাচল হতে হবেঘ) যৌগের দ্রবণ হতে হবে৭৩. পানির অণুতে-
i. পোলারিটি আছে
ii. দুই জোড়া মুক্ত ইলেকট্রন আছে
iii. HOH বন্ধন কোণ 1200
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৭৪. গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী কারণ-
i. এর প্রতিটি পরমাণুর চারটি যোজ্যতা ইলেকট্রনের মধ্যে তিনটি বন্ধন গঠনে অংশ নেয়
ii. এর প্রতিটি পরমাণুর একটি মুক্ত ইলেকট্রন থাকে
iii. এর প্রতিটি পরমাণুর চারটি যোজ্যতা ইলেকট্রনের সবগুলো বন্ধন গঠনে অংশ নেয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৭৫. নিস্ক্রিয় গ্যাসসমূহ-ক) দ্বি-পরমাণুকখ) এক-পরমাণুকগ) কোনটি এক পরমাণুক কোনটি দ্বিপরমাণুকঘ) সবগুলোই ত্রিপরমাণুক৭৬. রাসায়নিক বন্ধন কী ধরনের বল?ক) আকর্ষণ বলখ) নিরপেক্ষ বলগ) বিকর্ষণ বলঘ) সংশক্তি বল৭৭. হিলিয়াম বাদে অন্যান্য নিস্ক্রিয় গ্যাসের সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন থাকে-ক) ২টিখ) ১৮টিগ) ৮টিঘ) ৩২টি৭৮. ইলেকট্রন ত্যাগের মাধ্যমে অষ্টক পূর্ণ করে-
i. CI
ii. O
iii. Ca
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) iiiঘ) i ii ও iii৭৯. নিচের কোনটি অ্যানায়ন?ক) Naখ) CI-গ) Fঘ) H2৮০. নিস্ক্রিয় গ্যাসসমূহের যোজনীয় কত?ক) 2খ) 1গ) 0ঘ) 1 ও 2৮১. CO2 অণুর আকৃতি কেমন?ক) রৈখিকখ) কৌশিকগ) পিরামিডীয়ঘ) চতুস্তলকীয়৮২. ধাতবখন্ড উচ্চতাপ, বিদ্যুৎ পরিবাহিতা, নমনীয়তা ও ঘাতসতা বৈশিষ্ট্য বজায় থাকে কী কারণে?ক) সঞ্চারণশীল ইলেকট্রনের উপস্থিতিখ) নিউক্লিয়াসে প্রোটনের উপস্থিতিগ) সমযোজী বন্ধন বিদ্যমান থাকার কারণেঘ) নিউক্লিয়াস চার্জ নিরপেক্ষতার কারণে৮৩. ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত বন্ধন-
i. আয়নিক
ii. সমযোজী
iii. সন্নিবেশ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৮৪. নিচের কোন দুটি পরমাণু আয়নিক বন্ধন গঠনে সমর্থ হবে?ক) ক্যালসিয়াম ও কার্বনখ) অ্যালুমিনিয়াম ও কার্বনগ) ক্যালসিয়াম ও অক্সিজেনঘ) ক্লোরিন ও ফ্লোরিন৮৫. কোনটি নিস্ক্রিয় গ্যাস?ক) হাইড্রোজেনখ) ক্লোরিনগ) আয়োডিনঘ) জেনন৮৬. ফ্লোরিন ও অক্সিজেন মিলে কোন যৌগটি উৎপন্ন হবে?ক) FOখ) F2Oগ) FO2ঘ) F2O7৮৭. পটাসিয়ামের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে?ক) একটিখ) দুইটিগ) তিনটিঘ) সাতটি৮৮. আয়নিক যৌগ সম্পর্কিত তথ্যসমূহ লক্ষ কর-
i. সাধারণত যৌগের বিক্রিয়া খুব দ্রুত গতিসম্পন্ন
ii. আয়নিক যৌগে দ্রবণে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন প্রদান করে
iii. আয়নিক যৌগ পানিতে দ্রবণীয় নয়
নিচের কোনটি সঠিক?ক) iখ) i ও iiগ) iiiঘ) ii ও iii৮৯. কোনো মৌলের শেষ ক্ষপথে ইলেকট্রন থাকলে তাকে কী বলে?ক) দ্বৈত পূর্ণখ) অষ্টক পূর্ণগ) অস্থিশীলতা অর্জনঘ) সক্রিয়তা অর্জন৯০. কোনটি আয়নিক যৌগ?ক) CO2খ) H2Oগ) NO2ঘ) CaO৯১. নিস্ক্রিয় গ্যাসসমূহ-
i. অধিক সুস্থিত হয়
ii. কম সুস্থির হয়
iii. সহজে বিক্রিয়ায় অংশ নেয়
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) iiiঘ) ii ও iii৯২. মুক্ত-জোড় ইলেকট্রন বলতে কী বুঝায়?ক) বন্ধন গঠনে ব্যবহৃত ইলেকট্রন যুগলখ) বন্ধন গঠনে অব্যবহৃত ইলেকট্রন যুগলগ) বন্ধন গঠনে পরোক্ষভাবে সাহায্যকারী ইলেকট্রন যুগলঘ) বন্ধন গঠনে শেয়ারকৃত ইলেকট্রন যুগল৯৩. অধাতুগুলো তাদের অষ্টক পূর্ণ করে-
i. ইলেকট্রন দান করে
ii. ইলেকট্রন গ্রহণ করে
iii. ইলেকট্রন শেয়ার করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৯৪. যে আকর্ষণ বলের মাধ্যমে অণুতে পরমাণুসমূহ মুক্ত থাকে তাকে কী বলে?ক) ইলেকট্রন আসক্তিখ) তড়িৎ ঋণাত্মকতাগ) রাসায়নিক বন্ধনঘ) ভ্যানডার ওয়ালস বল৯৫. C এর যোজনী-
i. 2
ii. 3
iii. 4
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৯৬. আয়নিক যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কেমন?ক) গলনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক কমখ) গলনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্কও বেশিগ) গলনাঙ্ক কম, স্ফুটনাঙ্কও কমঘ) গলনাঙ্ক কম, স্ফুটনাঙ্ক বেশি৯৭. দ্বৈত নিয়ম ও অষ্টক নিয়মে পরমাণুসমূহ-ক) স্থিতিলীলতা অর্জিত হয়খ) অস্থিতিশীল হয়ে পড়েগ) রাসায়নিকভাবে সক্রিয়ঘ) বিস্ফোরিত হয়৯৮. অ্যানোড কী?ক) ধনাত্মক তড়িদ্বারখ) ঋণাত্মক তড়িদ্বারগ) নিরপেক্ষ তড়িদ্বারঘ) কোনোটিই নয়৯৯. LiF যৌগে-
i. ধাতব আয়নের ইলেকট্রন সংখ্যা ২টি
ii. অধাতব আয়নের ইলেকট্রন সংখ্যা ১৮টি
iii. স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বিদ্যমান
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১০০. কোন শক্তিস্তরে দ্বৈত বা অষ্টক পূর্ণ হয়?ক) প্রথমখ) দ্বিতীয়গ) তৃতীয়ঘ) শেষ১০১. আয়নিক যৌগের বৈশিষ্ট্য কোনটি?ক) নিম্ন গলনাঙ্ক বিশিষ্টখ) এরা সকলেই পানিতে দ্রবণীয়গ) এর বিদ্যুৎ পরিবাহী নয়ঘ) এর জলীয় দ্রবণে আয়নিত হয় না১০২. গলনাঙ্ক সম্পর্কিত নিচের তথ্যসমূহ লক্ষ কর-
i. আয়নিক যৌগ নিম্ন গলনাঙ্কবিশিষ্ট
ii. আয়নিক যৌগ উচ্চ গলনাঙ্কবিশিষ্ট
iii. সমযোজী যৌগ উচ্চ গলনাঙ্কবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) iiiঘ) i ও ii১০৩. হাইড্রোজেন অণু গঠনের সময় কার ইলেকট্রন বিন্যাস গঠন করতে চায়?ক) হিলিয়ামখ) নিয়নগ) আর্গনঘ) নাইট্রোজেন১০৪. জৈব দ্রাবকে দ্রবণীয়-ক) আয়নিক যৌগখ) হাইড্রোজেন যৌগগ) ধাতব যৌগঘ) সমযোজী যৌগ১০৫. সমযোজী যৌগের অণুসমূহ যে বিশেষ শক্তি দ্বারা পরস্পরের প্রতি আকৃষ্ট থাকে তা হলো-ক) আন্তঃআণবিক শক্তিখ) রাসায়নিক শক্তিগ) স্থির বৈদ্যুতিক শক্তিঘ) ভ্যানডাওয়ালস শক্তি১০৬. কোন অণুতে কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই?ক) H2Oখ) NH3গ) SO2ঘ) CH4১০৭. ধাতুর পরমাণুগুলো আয়নে পরিণত হলে কোন ধরনের কেলাসে অবস্থান করে?ক) একমাত্রিকখ) দ্বিমাত্রিকগ) ত্রিমাত্রিকঘ) পঞ্চমাত্রিক১০৮. পানির অণুর আকৃতি কীরূপ?ক) রৈখিকখ) কৌণিকগ) চতুস্তলকীয়ঘ) পিরামিডীয়১০৯. নিচের কোন মৌলটি ইলেকট্রন বর্জন করে দ্বৈত বিন্যাস লাভ করে?ক) Liখ) Naগ) Oঘ) F১১০. Na পরমাণুতে-
i. ইলেকট্রন সংখ্যা ১১
ii. প্রোটন সংখ্যা ও ইলেট্রন সংখ্যা সমান
iii. নিউটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা হতে ১ বেশি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১১১. সমযোজী যৌগকে বাষ্পে পরিণত করার সময় কোন বন্ধন ছিন্ন হয়?ক) ডাইপোল বন্ধনখ) ভ্যানডার ওয়ালস বন্ধনগ) সমযোজী পাই বন্ধনঘ) সমযোজী সিগমা বন্ধন১১২. নিচের কোন মৌলটি স্বাভাবিক অবস্থায় কঠিন?ক) CH4খ) I2গ) C2H5OHঘ) সবগুলো১১৩. শেষ শক্তিস্তর অষ্টক পূর্ণ থাকে-
i. হিলিয়াম
ii. আর্গন
iii. জেনন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১১৪. H2 অণুতে হাইড্রোজেন পরমাণু কতটি ইলেকট্রন শেয়ার করে?ক) একখ) দুইগ) তিনঘ) চার১১৫. কোনো পরমাণুতে ইলেকট্রন দিলে তা কিসে রূপান্তরিত হবে?ক) অ্যানায়নখ) ক্যাটায়নগ) যৌগঘ) গ্যাস১১৬. শেষ শক্তিস্তরে কম সংখ্যক ইলেকট্রন থাকে কোন পদার্থের?ক) অধাতুখ) ধাতুগ) গ্যাসঘ) তরল১১৭. যোজ্যতা ইলেকট্রন হচ্ছে-ক) নিস্ক্রিয় মৌলের ইলেকট্রন সংখ্যাখ) সর্বপ্রথম প্রধান শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যাগ) সর্বশেষ প্রধান শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যাঘ) সর্বশেষ উপস্তরে ইলেকট্রন সংখ্যা১১৮. কোনটি ধাতব বন্ধনের উদাহরণ?ক) সোডিয়াম ক্লোরাইডখ) কপার তারগ) আয়োডিনঘ) কার্বন ট্রেট্রাক্লোরাইড১১৯. মৌলের পরমাণুর প্রথম প্রধান শক্তিস্তরের কয়টি উপস্তর বিদ্যমান?ক) 1খ) 2গ) 3ঘ) 5১২০. তৃতীয় শক্তিস্তরে আটটি ইলেকট্রন থাকে কোন পরমাণুর?ক) Naখ) Mgগ) Caঘ) Ne১২১. ফ্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে কোন পরমাণুর স্থায়ী অষ্টক বিন্যাস লাভ করে?ক) হিলিয়ামখ) নিয়নগ) আর্গনঘ) জেনন১২২. নিস্ক্রিয় গ্যাস পর্যায় সারণির-
i. সর্বডানে অবস্থিত
ii. শূণ্য গ্রুপের মৌল
iii. তৃতীয় পর্যায়ে মৌল
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১২৩. অধাতু কার সাথে বন্ধন গঠনকালে ইলেকট্রন গ্রহণ করে?ক) ধাতুখ) অধাতুগ) অপধাতুঘ) নিস্ক্রিয় গ্যাস১২৪. শুধুমাত্র সমযোজী যৌগ গঠন করে কোনটি?ক) Naখ) CIগ) Mgঘ) C১২৫. ক্রিপ্টনের যোজনী ইলেকট্রন কত?ক) দুইখ) চারগ) ছয়ঘ) আট১২৬. কোন যৌগের আধান সাধারণত কীরূপ?ক) শূণ্যখ) ধনাত্মকগ) যৌগের উপর নির্ভর করেঘ) ঋণাত্মক১২৭. A মৌলটি বন্ধন গঠনের ক্ষেত্রে কোনটি করতে হয়?ক) অষ্টক পূর্ণখ) ইলেকট্রন গ্রহণগ) দ্বৈত পূর্ণঘ) ঋণাত্মক আয়ন গঠন১২৮. নিস্ক্রিয় গ্যাসসমূহের ভৌত অবস্থা কীরূপ?ক) কঠিনখ) তরলগ) কঠিন ও তরলঘ) গ্যাসীয়১২৯. 2,8 ইলেকট্রন বিন্যাসবিশিষ্ট মৌল কোনটি?ক) Heখ) Neগ) Arঘ) Kr১৩০. কোনো পরমাণুর যোজ্যতা স্তর কোনটি?ক) প্রথম শক্তিস্তরখ) দ্বিতীয় শক্তিস্তরগ) মাঝের শক্তিস্তরঘ) সর্বশেষ শক্তিস্তর১৩১. লিথিয়াম পরমাণুর ক্যাটায়ন কোনটি?ক) Liখ) Li+গ) Li++ঘ) Li3+১৩২. কোন অধাতু?ক) কার্বনখ) অক্সিজেনগ) ফ্লোরিনঘ) সবগুলো১৩৩. গ্রুপ-১৭ এর মৌল-
i. ইলেকট্রন গ্রহণ করে নিস্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে
ii. আয়নিক বন্ধন করতে পারে
iii. ইলেকট্রন ত্যাগ করে রাসায়নিক বিক্রিয়ায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৩৪. আয়রন পরমাণুকে ধনাত্মক আয়নে পরিণত হতে-
i. ১টি ইলেকট্রন ত্যাগ করতে হয়
ii. ২টি ইলেকট্রন ত্যাগ করতে হয়
iii. ৩টি ইলেকট্রন ত্যাগ করতে হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৩৫. ইলেকট্রন শেয়ার করে কোনটি?ক) Liখ) Mgগ) Cঘ) Na১৩৬. নাইট্রেট এর যোজনী কত?ক) 1খ) 2গ) 3ঘ) 5১৩৭. ধাতব খন্ডকে ব্যাটারির সাথে যুক্ত করলে-ক) তড়িৎ নিরপেক্ষ হয়খ) সর্ট সার্কিট হয়গ) ঋণাত্মক প্রান্ত থেকে মুক্ত ইলেকট্রন ধনাত্মক প্রান্তের দিকে যায়ঘ) ধনাত্মক প্রান্ত থেকে মুক্ত ইলেকট্রন ঋণাত্মক প্রান্তের দিকে যায়১৩৮. সমযোজী যৌগ সম্বন্ধে নিচের কোন বাক্যটি সঠিক?ক) নিম্ন স্ফুটনাঙ্কখ) উচ্চ স্ফুটনাঙ্কগ) উচ্চ গলনাঙ্কঘ) অধিকাংশ যৌগ পানিতে দ্রবণীয়১৩৯. ইলেকট্রন গ্রহণ করে যোজ্যতা স্তরে অষ্টক বিন্যাস লাভ করে-
i. অক্সিজেন
ii. ক্যালসিয়াম
iii. ক্লোরিন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৪০. মৌলের রাসায়নিক বন্ধন গঠনের মূল উদ্দেশ্য-ক) ধনাত্মক আয়ন সৃষ্টিখ) স্থিতিশীলতা অর্জনগ) পরমাণুর মধ্যে আকর্ষণ সৃষ্টি করাঘ) ইলেকট্রন আসক্তি সৃষ্টি করা১৪১. অপোলার সমযোজী যৌগের বৈশিষ্ট্য কোনটি?ক) গলনাঙ্ক বেশিখ) জৈব দ্রাবকে অদ্রবণীয়গ) এ যৌগ বিদ্যুৎ অপরিবাহীঘ) বিদ্যু পরিবাহী১৪২. কার্বন আয়নিক যৌগ গঠন করে না কেন?ক) যোজ্যতা ইলেকট্রন পূর্ণখ) অধিক শক্তি প্রয়োজনগ) অল্প শক্তি প্রয়োজনঘ) স্বাভাবিক অবস্থায় কঠিন১৪৩. পরমাণু কোনটির ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়?ক) মৌলেরখ) অধাতুরগ) ধাতুরঘ) নিস্ক্রিয় মৌলের১৪৪. কোনো মৌলের অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্যকে কী বলে?ক) যোজ্যতাখ) প্রতীকগ) যৌগমূলকঘ) সংকেত১৪৫. বন্ধনশক্তি কী?ক) অণুতে পরমাণুসমূহের আকর্ষণ শক্তিখ) নিস্ক্রিয় মৌলের আকর্ষণ শক্তিগ) দুটি অণুর মধ্যে আকর্ষণ শক্তিঘ) সবগুলো১৪৬. যে তড়িৎদ্বার ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাকে কী বলা হয়?ক) অ্যানোডখ) ক্যাথোডগ) অ্যানায়নঘ) ক্যাটায়ন১৪৭. সমযোজী যৌগ সম্পর্কিত তথ্যসমূহ লক্ষ কর-
i. সাধারণত সমযোজী যৌগের বিক্রিয়ার গতি ধীর
ii. আয়নিক যৌগে দ্রবণে ধনাত্মক ও ঋণাত্মক প্রদান করে
iii. আয়নিক যৌগ পানিতে দ্রবণীয় নয়
নিচের কোনটি সঠিক?ক) iখ) i ও iiগ) iiiঘ) ii ও iii১৪৮. মৌলের কোন স্তরের ইলেকট্রন বন্ধন গঠনে অংশ নেয়?ক) প্রথম স্তরেরখ) শেষ স্তরেরগ) দ্বিতীয় স্তরেঘ) সবগুলো১৪৯. কোনটি প্রকৃতপক্ষে যৌগমূলক?ক) So22-খ) CO32-গ) NO2+ঘ) H2O2-১৫০. সমযোজী বন্ধন গঠনের জন্য অক্সিজেনকে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করতে হয়?ক) হিলিয়ামখ) নিয়নগ) আর্গনঘ) জেনন১৫১. আয়নিক বন্ধন গঠনের সময় ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়-
i. পটাসিয়াম
ii. ম্যাগনেসিয়াম
iii. নাইট্রোজেন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৫২. ইলেকট্রন আদান-প্রদান বা শেয়ারের মাধ্যমে পরমাণুসমূহ-
i. অষ্টক কাঠামো লাভ করে
ii. নিস্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করে
iii. দ্বৈত কাঠামো লাভ করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৫৩. কোন সমযোজী যৌগটি অষ্টক নিয়মের ব্যতিক্রম?ক) H2Sখ) SO3গ) H2Oঘ) NH3১৫৪. নাইট্রাইটের আধান কীরূপ?ক) +2খ) +1গ) -1ঘ) -2১৫৫. রাসায়নিকভাবে সক্রিয় নয় নিচের কোনটি?ক) হাইড্রোজেনখ) নিয়নগ) কার্বনঘ) অক্সিজেন১৫৬. আয়নিক বন্ধন গঠনের ফলে গঠিত আয়নিক যৌগের ল্যাটিস শক্তি কেমন হবে?ক) মধ্যম মানেরখ) উচ্চগ) নিম্নঘ) ল্যাটিস শক্তি হবে খুবই কম১৫৭. ক্লোরিনের যোজ্যতাস্তরে ইলেকট্রন সংখ্যা কত?ক) 6খ) 7গ) 8ঘ) 9১৫৮. বিক্রিয়ার সময় ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়-
i. অক্সিজেন
ii. ফ্লোরিন
iii. সালফার
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৫৯. অপোলার যৌগ কোনটি?ক) চিনিখ) বেনজিনগ) অ্যালকোহলঘ) গ্লুকোজ১৬০. Ca কোন মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জনে আগ্রহী?ক) Heখ) Neগ) Arঘ) Kr১৬১. সমযোজী যৌগসমূহের সাধারণ ধর্মাবলি সম্পর্কিত তথ্য নিচে দেওয়া হলো-
i. সমযোজী যৌগ সাধারণ অবস্থায় তরল
ii. সমযোজী যৌগসমূহের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তুলনামূলক বেশি
iii. সমযোজী যৌগসমূহ উদ্বায়ী
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) iiiঘ) i ও ii১৬২. সাধারণ অবস্থায় নিস্ক্রিয় মৌল সক্রিয়হীন হওয়ার কারণ-
i. প্রকৃতিতে পারমাণবিক অবস্থায় থাকে
ii. ইলেকট্রন ত্যাগ করতে পারে
iii. বহিঃস্থ কক্ষপথে যুগ্ম ইলেকট্রনের সংখ্যা স্থির
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৬৩. অধাতু-অধাতুর মধ্যকার বন্ধন কোনটি?ক) আয়নিকখ) সমযোজীগ) ধাতবঘ) হাইড্রোজেন১৬৪. একাধিক পরমাণুর সমন্বয়ে রাসায়নিক বন্ধনের মাধ্যমে অণু গঠনের সময়-
i. ইলেকট্রনের আদান-প্রদান ঘটে
ii. ইলেকট্রনের শেয়ার ঘটে
iii. ইলেকট্রনের পুনর্বিন্যাস ঘটে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৬৫. He এর শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে?ক) দুইখ) চারগ) আটঘ) আঠারো১৬৬. ইলেকট্রন শেয়ারিং ঘটে কোন বন্ধনে?ক) আয়নিকখ) সমযোজীগ) ধাতবঘ) হাইড্রোজেন১৬৭. NaCI যৌগের বৈশিষ্ট্য হচ্ছে-
i. উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট নয়
ii. পোলার দ্রাবক পানিতে দ্রবণীয়
iii. ভঙ্গুর প্রকৃতির
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৬৮. যোজনী নির্ণয় করা যায় কী হতে?ক) প্রতীক থেকেখ) পারমাণবিক ভর থেকেগ) যোজনী ইলেকট্রন থেকেঘ) আণবিক ভর থেকে১৬৯. কোন মৌল বিক্রিয়ায় অংশগ্রহণ করে না?ক) Neখ) Pbগ) Hঘ) Cu১৭০. সাধারণত পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয় হয় কোন যৌগ?ক) আয়নিক যৌগখ) সমযোজী যৌগগ) সন্নিবেশ যৌগঘ) জৈব যৌগ১৭১. পরমাণসমূহ যে আকর্ষণী বলের সাহায্য পরস্পরের সাথে সংযুক্ত হয়ে বিভিন্ন অণু তৈরি করে, তাকে কী বলা হয়?ক) আয়নিক বন্ধনখ) সমযোজী বন্ধনগ) রাসায়নিক বন্ধনঘ) তড়িৎযোজী বন্ধন১৭২. কোন মৌলের যোজ্যতা ইলেকট্রন কম?ক) Mgখ) Liগ) Caঘ) CI১৭৩. ধাতব কেলাসে মুক্তভাবে চলাফেরা করে কোনটি?ক) ইলেকট্রনখ) প্রোট্নগ) নিউট্রনঘ) মেসন১৭৪. দুই এর নিয়ম মেনে চলে-
i. Li
ii. H
iii. C
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৭৫. NaCI-এ কোন ধরনের বন্ধন বিদ্যমান?ক) আয়নিকখ) সমযোজীগ) ধাতবঘ) সন্নিবেশ১৭৬. ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করে কোনটি?ক) Liখ) Naগ) Caঘ) O১৭৭. যে তড়িৎদ্বার ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাকে কী বলা হয়?ক) অ্যানোডখ) ক্যাথোডগ) অ্যানায়নঘ) ক্যাটায়ন১৭৮. কোনটির যোজনী 3?ক) Pখ) Cগ) Beঘ) Li১৭৯. কোনটি মৌলের সর্ববহিস্থ শক্তিস্তরের ইলেকট্রনের শেয়ারের মাধ্যমে গঠিত হয়?ক) আয়নিক বন্ধনখ) সমযোজী বন্ধনগ) সন্নিবেশ বন্ধনঘ) ধাতব বন্ধন১৮০. কোনটির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নিম্ন?ক) আয়নিক যৌগখ) সমযোজী যৌগগ) সন্নিবেশ যৌগঘ) ধাতব যৌগ১৮১. আয়নিক যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান কিরূপ?ক) নিম্নখ) উচ্চগ) মাঝারিঘ) শূণ্য১৮২. হাইড্রোজেনের যোজ্যতা স্তরে কয়টি ইলেকট্রন বিদ্যমান?ক) ১টিখ) ২টিগ) ৩টিঘ) ৪টি১৮৩. সমযোজী যৌগ হচ্ছে-
i. H2O
ii. AICI3
iii. CH4
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৮৪. দ্রবীভূত অব্স্থায় বিদ্যুৎ পরিব্হন করে কোনটি?ক) CH4খ) NaCIগ) I2ঘ) CCI4১৮৫. মিথেন অণুর আকৃতি কিরূপ হয়?ক) রৈখিকখ) কৌণিকগ) পিরামিডীয়ঘ) চতুস্তলকীয়১৮৬. হিলিয়াম পরমাণুর বহিঃস্থ-
i. দ্বৈত পূর্ণ
ii. অষ্টক পূর্ণ
iii. অষ্টক অপূর্ণ
নিচের কোনটি সঠিক?ক) iখ) i ও iiগ) ii ও iiiঘ) i ii ও iii১৮৭. আয়নিক যৌগের তুলনায় সমযোজী যৌগ কম গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয় কেন?ক) সমযোজী যৌগের ইলেকট্রন আসক্তি অত্যাধিকখ) সমযোজী যৌগের মধ্যে শক্তিশালী বন্ধন থাকাগ) সমযোজী যৌগের গলনে কোন বন্ধন ভাঙনের দরকার হয় নাঘ) সমযোজী যৌগের দুর্বল ভ্যান্ডারওয়াল বল বিদ্যমান১৮৮. ইলেকট্রন ত্যাগ করে একক ধনাত্মক আয়ন গঠন করে-
i. লিথিয়াম
ii. পটাসিয়াম
iii. সিজিয়াম
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৮৯. নিস্ক্রিয় গ্যাসসমূহ কীরূপ?ক) এক পরমাণুকখ) দ্বিপরমাণুকগ) ত্রি পরমাণুকঘ) বহু পরমাণুক১৯০. আর্গনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে?ক) 2খ) 4গ) 8ঘ) 18১৯১. H2 অণু গঠনকালে দুটি হাইড্রোজেন পরমাণু কয়টি করে ইলেকট্রন শেয়ার করে?ক) ১টিখ) ২টিগ) ৪টিঘ) ৮টি১৯২. অ্যামোনিয়ামের যোজনী কত?ক) 1খ) 4গ) 3ঘ) 2১৯৩. 2 পারমাণবিক সংখ্যাবিশিষ্ট নিস্ক্রিয় গ্যাস কোনটি?ক) Heখ) Neগ) Arঘ) Kr১৯৪. ইলেকট্রন আদান-প্রদান বা শেয়ারের মাধ্যমে পরমাণু তাদের নিকতম নিস্ক্রিয় গ্যাসের অনূরূপ অধিক স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করে। একে কী বলা হয়?ক) নিস্ক্রিয়তা অর্জনের নিয়মখ) ষষ্ঠক নিয়মগ) ত্রয়ী নিয়মঘ) অষ্টক নিয়ম১৯৫. বিদ্যুৎ পরিবহন করে কোনটি?ক) রাবার ব্যান্ডখ) কাচ দন্ডগ) কাঠের টুকরাঘ) কপার তার১৯৬. কোন সমযোজী যৌগে পোলারিটির সৃষ্টি হয়?ক) HFখ) CO2গ) CH4ঘ) NH3১৯৭. পানির একটি অণুতে অক্সিজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কয়টি আছে? চারখ) তিনগ) দুইঘ) এক১৯৮. নিচের কোনটি দ্বৈত নিয়ম?ক) হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস অর্জনখ) নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস অর্জনগ) এলুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জনঘ) হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন১৯৯. অষ্টক নিয়ম অনুরসরণ করে কোনটি?ক) Naখ) Hগ) Beঘ) Li২০০. সমযোজী যৌগ কোন বন্ধন দ্বারা গঠিত হয়?ক) আয়নিকখ) সমযোজীগ) ধাতবঘ) আয়নিক ও সমযোজী২০১. দ্বৈত নিয়মে কোন গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জিত হয়?ক) হাইড্রোজেনখ) হিলিয়ামগ) নিয়নঘ) আর্গন২০২. এর পরমাণুক গ্যাস হচ্ছে?ক) অক্সিজেনখ) নাইট্রোজেনগ) হিলিয়ামঘ) হাইড্রোজেন২০৩. অষ্টক নিয়ম কী?ক) যোজ্যতা স্তরে ২টি ইলেকট্রন থাকাখ) যোজ্যতা স্তরে ৪টি ইলেকট্রন থাকাগ) যোজ্যতা স্তরে ৪টি ইলেকট্রন থাকাঘ) যোজ্যতা স্তরে ১১টি ইলেকট্রন থাকা২০৪. চিনি পানিতে দ্রবীভূত হয় কেন?ক) চিনি জৈব যৌগ বলেখ) চিনির পোলারিটি ধর্ম আছেগ) চিনি আয়নিক যৌগঘ) চিনি অপোলার সমযোজী যৌগ২০৫. অধাতু-অধাতু মিলে কোন ধরনের বন্ধন গঠন করে?ক) আয়নিকখ) সমযোজীগ) আয়নিক ও সমযোজীঘ) ধাতব২০৬. ধনাত্মক যৌগমূলক কোনটি?ক) PO5খ) S2O3গ) NH3ঘ) PH4২০৭. কোন মৌলটির যোজনী ইলেকট্রন বেশি?ক) Liখ) Naগ) Oঘ) F২০৮. হাইড্রোক্সাইডের যোজনী কত?ক) 2খ) 3গ) 4ঘ) 1২০৯. মিথেন অণু গঠনের সময়-
i. কার্বন পরমাণু ৪টি হাইড্রোজেন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করে
ii. হাইড্রোজেন দুই-এর নিয়ম মেনে চলে
iii. হাইড্রোজেন ১টি ইলেকট্রন ত্যাগ করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২১০. কোন ধরনের মৌল ইলেকট্রন ত্যাগ করে অষ্টক পূরণ করতে পারে?ক) ধাতুখ) অধাতুগ) উপধাতুঘ) নিস্ক্রিয়২১১. কোন অধাতুটি বিদ্যুৎ পরিবহন করে?ক) গ্রাফাইটখ) হীরকগ) আয়োডিনঘ) সোডিয়াম২১২. আয়নিক যৌগ সম্বন্ধে নিচের কোন বাক্যটি সঠিক?ক) সমযোজী যৌগের চেয়ে আয়নিক গলনাঙ্ক অধিকখ) কঠ্নি আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবাহীগ) আয়নিক যৌগ সাধারণত পানিতে অদ্রবণীয়ঘ) ইলেকট্রন দান ও গ্রহণের আয়নিক যৌগ সৃষ্টি হয় না২১৩. যে আকর্ষণ বলের মাধ্যমে একটি পরমাণু অন্য পরমাণুর সাথে যুক্ত হয় তাকে কী বলে?ক) সংসক্তি বলখ) মুক্ত বন্ধনগ) ধাতব বন্ধনঘ) রাসায়নিক বন্ধন২১৪. সমযোজী যৌগের বৈশিষ্ট্য হলো-
i. গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নিম্ন
ii. জৈব দ্রাবকে দ্রবণীয়
iii. বিদ্যুৎ পরিবাহী
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২১৫. মিথেন অণুতে মুক্ত জোড় ইলেকট্রন কতটি?ক) 1খ) 2গ) 4ঘ) 6২১৬. ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হবে-ক) ২,৮,৭খ) ২,৮,৮গ) ২,৮,৮,২ঘ) ২,৬,৮২১৭. কোনো মৌলের সর্বশেষ প্রধান শক্তিস্তরের মোট ইলেকট্রন সংখ্যাকে কী বলা হয়?ক) যোজ্যতা ইলেকট্রনখ) বন্ধন-জোড় ইলেকট্রনগ) মুক্ত জোড় ইলেকট্রনঘ) অযুগল ইলেকট্রন২১৮. সমযোজী যৌগ কোনটি?ক) MgCI2খ) NaFগ) LiFঘ) NH3২১৯. কোনটি নিস্ক্রিয় গ্যাস নয়?ক) আর্গনখ) জেননগ) অ্যামোনিয়াঘ) ক্রিপ্টন২২০. কোনটি বিদ্যুৎ পরিবহন করে?ক) প্রোটনখ) ইলেকট্রনগ) নিউট্রনঘ) ফোটন২২১. যোজ্যতা ইলেকট্রন কী?ক) শক্তিস্তরখ) যোজন ইলেকট্রনগ) প্রোটন সংখ্যাঘ) পারমাণবিক ভর২২২. কোন মৌলের যোজনী সর্বোচ্চ কত হতে পারে?ক) তিনখ) পাঁচগ) সাতঘ) নয়২২৩. তড়িৎ বিশ্লেষণ খুব শক্তিশালী জারণ ও বিজারণ প্রক্রিয়া। কারণ-ক) এতে সহজে বিজারণ ঘটেখ) এতে সরাসরি ইলেকট্রন গ্রহণ হয়গ) এতে সরাসরি ইলেকট্রন প্রদান হয়ঘ) এতে সরাসরি ইলেকট্রন আদান-প্রদান হয়২২৪. কোন মৌলের যোজনী ইলেকট্রন কত হতে পারে?ক) দুইখ) চারগ) আটঘ) দশ২২৫. টিন (Sn) এর যোজনীর ক্ষেত্রে কোনটি সঠিক?ক) 1,2খ) 2,3গ) 2,4ঘ) 1,3২২৬. কোনটি দ্বিযোজী যৌগমূলক?ক) হাইড্রোজেনখ) অ্যামোনিয়ামগ) নাইট্রেটঘ) কার্বনেট২২৭. কপার তার কোনটির জন্য বিদ্যুৎ সুপরিবাহী?ক) মুক্ত ইলেকট্রনখ) ধনাত্মক আধানগ) কঠিনঘ) আয়নিক যৌগ২২৮. কোন ধাতুটি তিনটি ইলেকট্রন ত্যাগ করে আয়নিক যৌগ গঠন করে?ক) Bখ) AIগ) Gaঘ) Na২২৯. বন্ধনে Na ইলেকট্রন দান করে কোন নিস্ক্রিয় গ্যাসের ইলেকট্রন লাভ করেছে?ক) Heখ) Neগ) Arঘ) Xe২৩০. বন্ধন গঠনরে সময় পরমাণুসমূহের মূল লক্ষ্য কী?ক) জারণ-বিজারণ ঘটানোখ) যোজ্যতা ইলেকট্রন গ্রহণগ) বহিঃস্তরে ইলেকট্রনের পূর্ণতাঘ) অণুর সক্রিয় শক্তি হ্রাস২৩১. H2 অণু গঠনকালে হাইড্রোজেন পরমাণু কী?ক) ইলেকট্রন গ্রহণ করেখ) ইলেকট্রন ত্যাগ করেগ) ইলেকট্রন শেয়ার করেঘ) কোনটিই নয়২৩২. নিস্ক্রিয় মৌলসমূহের ইলেকট্রন আসক্তি কেমন?ক) অধিকখ) কমগ) অত্যন্ত কমঘ) শূন্য২৩৩. চিনি কোন ধরনের যৌগ?ক) জৈব যৌগখ) পোলার সমযোজী যৌগগ) আয়নিক যৌগঘ) সন্নিবেশ সমযোজী যৌগ২৩৪.ক) সমযোজীখ) আয়নিকগ) ধাতবঘ) সন্নিবেশি২৩৫. আয়নিক যৌগের ক্ষেত্রে শর্ত পালন করতে হবে-
i. এ বন্ধন সবচেয়ে শক্তিশালী বলে বন্ধন ছিন্ন করতে প্রচুর শক্তি ব্যয় হয়
ii. অণুর উপাদানদ্বয়ের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কাছাকাছি
iii. এর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অত্যাধিক বেশি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৩৬. X নমুনা মৌলটি-
i. বিজারক হিসেবে কাজ করে
ii. এর সর্ববহিঃস্থ স্তরে বেজোড় ইলেকট্রন সংখ্যা
iii. লেসাইন পরীক্ষায় ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৩৭. তৃতীয় স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণক্ষমতা ১৮ হওয়া সত্ত্বে ৪র্থ স্তরের ১ম উপস্তর পূর্ণ করে-
i. পটাসিয়াম
ii. ক্যালিসিয়াম
iii. ম্যাগনেসিয়াম
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) i ও iiঘ) i ii ও iii২৩৮. আয়নিক বন্ধনবিশিষ্ট যৌগ-
i. কঠ্নি অবস্থায় বিদ্যুৎ পরিবাহী
ii. তরল অবস্থায় বিদ্যুৎ পরিবাহী
iii. দ্রবণীয় অবস্থায় বিদ্যুৎ পরিবাহী
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৩৯. কোন গ্রুপের মৌলসমূহকে নিস্ক্রিয় গ্যাস বলা হয়?ক) গ্রুপ ১খ) গ্রুপ ২গ) গ্রুপ ৭ঘ) গ্রুপ ১৮২৪০. ক্রিপ্টন-এর পারমাণবিক সংখ্যা কত?ক) ১০খ) ১৮গ) ২২ঘ) ৩৬২৪১. দুটি ধাতু পরস্পরের মধ্যে সমযোজী যৌগ গঠনের কারণ কী?ক) এদের তড়িৎ ঋণাত্মক মান প্রায় কাছাকাছিখ) এদের ইলেকট্রন আসক্তি বেশিগ) এদের আকার প্রায় সমানঘ) এর উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট২৪২. চিনি গলনের পর বাদামি থেকে কোন রঙ ধারণ করে?ক) সাদাখ) কালোগ) নীলঘ) সবুজ২৪৩. NaCI এর সংকেত কী প্রকাশ করে?ক) যৌগে Na ও CI এর ধারণাখ) যৌগে Na ও CI এর অনুপাতগ) যৌগের অণুতে Na ও CI এর অনুপাতঘ) যৌগে Na ও CI এর ধর্ম২৪৪. H2O অণুতে মুক্ত ইলেকট্রন সংখ্যা কত?ক) 1খ) 2গ) 3ঘ) 4২৪৫. নিচের কোন মৌলটি ব্যতিক্রমধর্মী আয়নিক যৌগ গঠন করে?ক) Naখ) CIগ) AIঘ) C২৪৬. ইলেকট্রন শেয়ারের ভিত্তিতে সমযোজী বন্ধন কয় প্রকার?ক) দুইখ) তিনগ) চারঘ) পাঁচ২৪৭. রাসায়নিক বন্ধন কত প্রকার?ক) একখ) দুইগ) তিনঘ) চার২৪৮. অষ্টক নিয়ম যোজ্যতা স্তরে কয়টি ইলেকট্রন থাকে?ক) ২টিখ) ৪টিগ) ৬টিঘ) ৮টি২৪৯. H2O অণু গঠনের সময় হাইড্রোজেন কোন নীতি অনুসরণ করে?ক) অষ্টকখ) দ্বৈতগ) পরমাণুবাদঘ) পরমাণু মডেল২৫০. হিলিয়ামের বহিঃস্তরে কয়টি ইলেকট্রন আছে?ক) একটিখ) দুইটিগ) আটটিঘ) সাতটি২৫১. চার্জ যুক্ত পরমাণু বা পরমাণু গুচ্ছকে কী বলা হয়?ক) ইলেকট্রনখ) প্রোটনগ) ধাতুঘ) আয়ন২৫২. AI এর যোজনী কত?ক) 2খ) 1গ) 3ঘ) 5২৫৩. আয়নিক বন্ধন গঠনের জন্য প্রয়োজনীয় শর্ত কয়টি?ক) ৫টিখ) ৪টিগ) ৩টিঘ) ২টি২৫৪. পর্যায় সারণির শূণ্য বিদ্যমান মৌলসমূহ-
i. এক পরমাণুক
ii. যৌগ গঠনে খুব সক্রিয় ভূমিকা পালন করে
iii. হিলিয়াম ছাড়া বাকি নিস্ক্রিয় গ্যাসের বহিঃস্থ শক্তিস্তরে আটটি ইলেকট্রন থাকে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৫৫. অষ্টক পূর্ণের জন্য অক্সিজেনের কয়টি ইলেকট্রন প্রয়োজন?ক) ১টিখ) ২টিগ) ৪টিঘ) ৬টি২৫৬. পরমাণুসমূহ পাশাপাশি অবস্থান করে কোন ধরনের বন্ধনে?ক) ধাতবখ) সমযোজীগ) আয়নিকঘ) হাইড্রোজেন২৫৭. আয়নিক বন্ধনের ক্ষেত্রে-
i. A কে ইলেকট্রন গ্রহণ করতে হবে
ii. B কে ইলেকট্রন দান করতে হবে
iii. C কে ইলেকট্রন গ্রহণ করতে হবে
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) i ও iiঘ) ii ও iii২৫৮. কোন ধরনের মৌল সাধারণত বিক্রিয়ায় অংশগ্রহণ করে না?ক) হ্যালোজেনখ) ক্ষার ধাতুগ) নিস্ক্রিয় গ্যাসঘ) মৃৎক্ষার ধাতু২৫৯. ধাতব পদার্থে সঞ্চরণশীল ইলেকট্রনের কারণে সৃষ্ট ধর্ম হচ্ছে-
i. উজ্জ্বলতা
ii. তড়িৎ পরিবাহিতা
iii. ঘাতসহতা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৬০. সমযোজী অণু গঠনকারী প্রতিটি পরমাণুই কীরূপ?ক) ধাতুখ) অধাতুগ) অপধাতুঘ) নিস্ক্রিয় মৌল২৬১. আয়নিক যৌগের ক্ষেত্রে-
i. আয়নিক যৌগ সাধারণত পানিতে দ্রবণীয়
ii. কঠিন আয়নিক যৌগ বিদ্যুৎ সুপরিবাহী
iii. সমযোজী যৌগের চেয়ে আয়নিক যৌগের গলনাঙ্ক
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) i ও iiঘ) i ও iii২৬২. দুটি বিপরীত চার্জযুক্ত আয়নের মধ্যে সৃষ্ট বন্ধনকে বলা হয়-ক) আয়নিক বন্ধনখ) সমযোজী বন্ধনগ) ধাতব বন্ধনঘ) সন্নিবেশ বন্ধন২৬৩. ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে কী বলা হয়?ক) ক্যাটায়নখ) ক্যাথোডগ) অ্যানোডঘ) অ্যানায়ন২৬৪. শূণ্য শ্রেণির মৌলসমূহের নাম কী?ক) নিস্ক্রিয় গ্যাসখ) অবস্থান্তর মৌলগ) ক্ষার ধাতুঘ) মৃৎক্ষার ধাতু২৬৫. নিচের কোনটি সমযোজী যৌগের বৈশিষ্ট্য?ক) দ্রবণে আয়নিত হয়খ) অজৈব দ্রাবকে দ্রবণীয়গ) জৈব দ্রাবকে দ্রবণীয়ঘ) বিদ্যুৎ পরিবাহী২৬৬. অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত?ক) 2খ) 4গ) 6ঘ) 7২৬৭. আয়নিক যৌগের বৈশিষ্ট্য হচ্ছে-
i. উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট নয়
ii. পোলার দ্রাবক পানিতে দ্রবণীয়
iii. ভঙ্গুর প্রকৃতির
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৬৮. ধাতুর বেলায় কোন বাক্যটি ঠিক?ক) ধাতুর ভেতরে পরমাণুসমূহ আয়নিক বন্ধনে আবদ্ধ থাকেখ) ধাতুর ভেতরে পরমাণুসমূহ সমযোজী বন্ধনে আবদ্ধ থাকেগ) ধাতুর ধনাত্মক আধানসমূহ বন্ধনের সৃষ্টি করেঘ) বিমুক্ত ইলেকট্রনের সাগরে ধনাত্মক আধানসমূহ নিমজ্জিত থাকে২৬৯. দুই-এর নিয়ম প্রযোজ্য কোন মৌলের ক্ষেত্রে?ক) Hখ) Heগ) Liঘ) সবগুলো২৭০. আয়নিক বন্ধন গঠিত হয়-
i. ধাতু ও অধাতুর মধ্যে
ii. অ্যানায়ন ও ক্যাটায়নের মধ্যে
iii. ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৭১. সমযোজী বন্ধন সম্পর্কে নিচের বিবৃতিগুলো দেখ-
i.ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এ বন্ধন গঠিত হয়
ii. সমযোজী বন্ধন তিন প্রকারের
iii. CaCI2 এ সমযোজী বন্ধন নিদ্যমান
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) i ও iiiঘ) ii ও iii২৭২. লিথিয়াম পরমাণু যোজ্যতা স্তরের কয়টি ইলেকট্রন বর্জন করে স্থায়ী দ্বৈত বিন্যাস লাভ করে?ক) ১টিখ) ২টিগ) ৩টিঘ) ৪টি২৭৩. একযোজী কোনটি?ক) Caখ) Cগ) Naঘ) B২৭৪. রাসায়নিক বন্ধনে-
i. অণুতে বিভিন্ন পরমাণু মোটামুটি দৃঢ়ভাবে সংযুক্ত থাকে
ii. নাইট্রোজেনের একটি অণুতে পরমাণু বিদ্যমান
iii. হিলিয়ামে একমাত্র কক্ষপথে একটি ইলেকট্রন আছে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৭৫. অ্যানায়ন কী?ক) ধনাত্মক আয়নখ) ধনাত্মক তড়িদ্বারগ) ঋণাত্মক আয়নঘ) ঋনাত্মক তড়িদ্বার২৭৬. ধাতব বন্ধন দ্বারা গঠিত ধাতুসমূহের বৈশিষ্ট্য হলো-
i. তাপ ও বিদ্যু পরিবাহিতা
ii. নমনীয়তা
iii. ঘাতসহতা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৭৭. অক্সিজেন কীভাবে নিকটবর্তী নিস্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে স্থিতিশীল হয়?ক) সর্ববহিস্থ শক্তিস্তর হতে ১টি ইলেকট্রন ত্যাগ করেখ) সর্ববহিস্থ শক্তিস্তর হতের ২টি ইলেকট্রন ত্যাগ করেগ) সর্ববহিস্থ শক্তিস্তর ১টি ইলেকট্রন গ্রহণ করেঘ) সর্ববহিস্থ শক্তিস্তরে ২টি ইলেকট্রন গ্রহণ করে২৭৮. উল্লিখিত বিক্রিয়ায় কোন ধরনের বন্ধন সৃষ্টি হয়েছে?
i. আয়নিক বন্ধন
ii. সমযোজী
iii. সন্নিবেশ সমযোজী
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) iiiঘ) i ও ii২৭৯. আয়রণের যোজনীর ক্ষেত্রে কোনটি সঠিক?ক) 1,2খ) 2,4গ) 3,4ঘ) 2,3২৮০. ধাতুর শেষ শক্তিস্তরে ইলেকট্রন থাকে-ক) ৩টিখ) ৪টিগ) ২টিঘ) কম সংখ্যক২৮১. সর্ববহিঃস্থ শক্তিস্তরে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করাকে কী বলে?ক) দ্বৈত নিয়মখ) ষষ্টক নিয়মগ) অষ্টক নিয়মঘ) অষ্টদশক নিয়ম২৮২. শূন্যযোজী মৌল কোনটি?ক) Niখ) Arগ) Moঘ) Au২৮৩. ম্যাগনেসিয়াম অক্সাইডে (MgO) কী ধরনের বন্ধন বিদ্যমান?ক) আয়নিকখ) সমযোজীগ) ধাতবঘ) হাইড্রোজেন২৮৪. পর্যায় সারণির কোন গ্রুপের মৌলসমূহের নিস্ক্রিয় গ্যাস বলা হয়?ক) 15খ) 16গ) 17ঘ) 18২৮৫. কোনটি ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে গঠিত হয়?ক) আয়নিক বন্ধনখ) সমযোজী বন্ধনগ) সন্নিবেশ বন্ধনঘ) ধাতব বন্ধন২৮৬. সাধারণত পর্যায় সারণির কোন গ্রুপের ধাতু আয়নিক বন্ধন গঠন করে?ক) ১ ও ২খ) ১ ও ৩গ) ২ ও ৩ঘ) ৩ ও ৪২৮৭. পরমাণুর গঠন অনুসারে দুটি পরমাণু নিকটতম হলে তাদের মধ্যে এক ধরনের শক্তি ক্রিয়াশীল থাকে যা-
i. এর পরমাণুর নিউক্লিয়াস অপর পরমাণুর ইলেকট্রনকে আকর্ষণ করে
ii. উভয় পরমাণুর মধ্যে আন্তঃনিউক্লিয়াস বিকর্ষণ শক্তি কাজ করে
iii. উভয় পরমাণুর মধ্যে আন্তঃইলেকট্রনিকসমূহের বিকর্ষণ শক্তি কাজ করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৮৮. মৌলসমূহে রাসায়নিক বন্ধন গঠনে মূলকারণ ব্যাখ্যা করা যায় কীভাবে?ক) সর্বোচ্চ স্থিতশক্তি অর্জনের প্রবণতাখ) সর্বনিম্ন স্থৈতিক শক্তি অর্জনের প্রবণতাগ) নিস্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস গঠনের প্রবণতা অন্য মৌলের মধ্যে নেইঘ) মৌলসমূহের মধ্যেকার আকর্ষণহীন প্রবণতা২৮৯. হীরকের গাঠনিক একক কোষগুলোর আকৃতি কিরূপ?ক) চতুর্ভুজাকারখ) চতুস্তলকীয়গ) ষড়ভুজকারঘ) সমতলাকার২৯০. PO3 যৌগমূলকের যোজনী কত?ক) 1খ) 2গ) 3ঘ) 4২৯১. ক্রিন্টনের যোজ্যতা ইলেকট্রন কত?ক) দুইখ) চারগ) ছয়ঘ) আট২৯২. খুব সহজেই দুই-এর বা অষ্টক নিয়ম মেনে চলে-
i. F
ii. Fb
iii. Na
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৯৩. কোনো মৌল ইলেকট্রন গ্রহন, বর্জন বা শেয়ার করে মূলত কিসের জন্য?ক) বন্ধন গঠনের জন্যখ) আন্তঃআণবিক আকর্ষণের জন্যগ) যৌগ গঠনের জন্যঘ) স্থিতিশীলতা অর্জনের জন্য২৯৪. LiH যৌগে লিথিয়াম ও হাইড্রোজেন পরমাণু কোনটি অর্জন করে?ক) অষ্টক কাঠামোখ) দ্বৈত কাঠামোগ) ষষ্ঠক কাঠামোঘ) ত্রয়ী কাঠামো২৯৫. ফেরাস ক্লোরাইডে আয়রনের যোজনী কত?ক) 1খ) 2গ) 3ঘ) 4২৯৬. বন্ধন গঠনের পর কোনটিতে কোন মুক্ত জোড় ইলেকট্রন থাকবে না?ক) H2Oখ) NH3গ) CH4ঘ) CO2২৯৭. সর্বশেষ শক্তিস্তরে স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে কী বলা হয়?ক) সমযোজী বন্ধনখ) আয়নিক বন্ধনগ) ধাতব বন্ধনঘ) সন্নিবেশ বন্ধন২৯৮. ধাতব খন্ডকে ব্যাটারির সাথে যুক্ত করলে মুক্ত ইলেকট্রন কোন দিকে চলাচল করে?ক) ঋনাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকেখ) ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকেগ) ধনাত্মক প্রান্ত থেকে ব্যাটারির দিকেঘ) ব্যাটারি থেকে ধনাত্মক প্রান্তের দিকে২৯৯. পারম্যাঙ্গনেট মূলকের যোজনী কত?ক) 1খ) 2গ) 3ঘ) 4৩০০. লোহা কঠিন অবস্থাতেও বিদ্যুৎ পরিবহণ করতে পারে কেন?ক) আয়নিক বন্ধনের জন্যখ) সমযোজী বন্ধনের জন্যগ) ধাতব বন্ধনের জন্যঘ) সন্নিবেশ সমযোজী বন্ধনের জন্য৩০১. মৌলের যোজনীর ক্ষেত্রে প্রযোজ্য-
i. সর্ববহিঃস্থ স্তরের বেজোড় ইলেকট্রন সংখ্যাই যোজনী
ii. K ও I এর যোজনী এক
iii. যোজনী ধনাত্মক বা ঋণাত্মক হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩০২. নিচের কোন পরমাণুর যোজনী ইলেকট্রন 8?ক) Heখ) Arগ) Nঘ) K৩০৩. দ্বি-পরমাণুক গ্যাস কোনটি?ক) অক্সিজেনখ) নাইট্রোজেনগ) ফ্লোরিনঘ) সবগুলো৩০৪. রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ-
i. স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের প্রবণতা
ii. মৌলসমূহের সর্বোচ্চ স্থায়িত্ব অর্জনের স্থৈতিক শক্তির মান সর্বনিম্ন করার প্রবণতা
iii. মৌলসমূহ খুবই সক্রিয় বলে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩০৫. এক টুকরা ধাতুর মধ্যে পরমাণুগুলো যে আকর্ষণ দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ থাকে, তাকে বলা হয়-ক) যোজ্যতাখ) অষ্টকগ) ধাতব বন্ধনঘ) আয়ন৩০৬. গলিত অবস্থায় ও দ্রবণে আয়নিক যৌগসমূহক) অধিকতর দ্রবণীয়খ) খুব দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করেগ) তাপ পরিবহন করেঘ) বিদ্যুৎ পরিবহন করে৩০৭. অ্যানায়ন হচ্ছে-ক) ধনাত্মক আধানযুক্ত পরমাণুখ) ঋনাত্মক চার্জযুক্ত অণুগ) ঋণাত্মক আধানযুক্ত পরমাণুঘ) ঋণাত্মক চার্জযুক্ত অণু৩০৮. ৫টি অ্যামোনিয়া অণুতে পরমাণু সংখ্যা কত?ক) ৪টিখ) ৮টিগ) ১৫টিঘ) ২০টি৩০৯. পানির অণুতে প্রতিটি হাইড্রোজেনের শেয়ারকৃত ইলেকট্রনের সংখ্যা কত?ক) 1খ) 2গ) 8ঘ) 6৩১০. ফসফরাসের অণুতে কয়টি পরমাণু আছে?ক) দুইটিখ) চারটিগ) ছয়টিঘ) আটটি৩১১. রাসায়নিক বন্ধন বলা হয়-ক) যে শক্তির বলে পদার্থসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকেখ) যে শক্তির বলে ধাতুসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকেগ) যে শক্তির বলে প্রোটন ও নিউট্রন পরস্পরের সাথে যুক্ত থাকেঘ) যে শক্তির বলে অণুতে পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে৩১২. একটি যৌগ যার গলনাঙ্ক ৮০১oC। যৌগ পানিতে দ্রবণীয় বিদ্যুৎ পরিবাহী।
i. যৌগটি সমযোজী
ii. যৌগটি আয়নিক
iii. যৌগটি সমযোজী কিন্তু এর পোলার ধর্ম আছে
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) iiiঘ) i ও iii৩১৩. হিলিয়ামের শক্তিস্তরে কয়টি উপস্তর রয়েছে?ক) একটিখ) দুটিগ) চারটিঘ) ছয়টি৩১৪. রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে কোন ইলেকট্রন?ক) যোজ্যতা ইলেকট্রনখ) সব ইলেকট্রনগ) প্রথম শক্তিস্তরেরঘ) ২য় শক্তিস্তরের৩১৫. নিচের কোন মৌলটি ইলেকট্রন ত্যাগ করে অষ্টক বিন্যাস লাভ করে?ক) Liখ) Naগ) Oঘ) F৩১৬. আয়নিক যৌগের বৈশিষ্ট্য হলো-
i. উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কবিশিষ্ট হয়
ii. পোলার দ্রাবকে দ্রবণীয়
iii. গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩১৭. জেননের যোজনী কত?ক) 2খ) 8গ) 4ঘ) 0৩১৮. যোজ্যতা স্তরে 4s24p3 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুটি-
i. VA গ্রুপে অবস্থিত
ii. বিষাক্ত
iii. As প্রতীক ধারী
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩১৯. দ্বৈত নিয়মে যোজ্যতা স্তরে কয়টি ইলেকট্রন থাকে?ক) দুইটিখ) চারটিগ) ছয়টিঘ) আটটি৩২০. স্বাভাবিক অবস্থায় পরমাণুতে সমান থাকে-
i. ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা
ii. ইলেকট্রন ও প্রোটন সংখ্যা
iii. প্রোটন ও নিউট্রন সংখ্যা
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) i ও iiঘ) ii ও iii৩২১. অণুসমূহের মধ্যে প্রকৃত রাসায়নিক বন্ধনের তুলনায় দুর্বল এক প্রকার আকর্ষণ আছে যা-
i. ভ্যানাডারওয়ালসের বল
ii. হাইড্রোজেন বন্ধন
iii. ডাইপোল-ডাইপোল আকর্ষণ
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) i ও iiঘ) i ও iii৩২২. কেলাস অবস্থায় সমযোজী পদার্থসমূহ-ক) অধিক পরিবাহীখ) উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কবিশিষ্টগ) নিম্ন গলনাঙ্ক বিশিষ্টঘ) নিম্ন স্ফুটনাঙ্কবিশিষ্ট৩২৩. ধাতুসমূহ অষ্টক পূর্ণ করে-
i. ইলেকট্রন গ্রহণের ফলে
ii. ইলেকট্রন ত্যাগের দ্বারা
iii. আয়নিক যৌগ গঠন করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩২৪. কোন মৌলটির অষ্টক পূর্ণ করতে ইলেকট্রন গ্রহণ করতে হয়?ক) Liখ) Caগ) Naঘ) O৩২৫. ফেরিসায়ানাইড মূলকের যোজনী কত?ক) 1খ) 2গ) 3ঘ) 4৩২৬. অষ্টক নিয়মে কোন গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জিত হয়?ক) হাইড্রোজেনখ) নাইট্রোজেনগ) হিলিয়ামঘ) নিয়ন৩২৭. নিচের কোনটি আয়নিক যৌগ?ক) H2Oখ) MGOগ) PCI5ঘ) SO2৩২৮. অত্যাধিক তাপমাত্রায় চিনির বর্ণ পরিবর্তন করাকে কী বলে?ক) ক্যালোমেলখ) ক্যারামেলগ) করোসানঘ) গলন৩২৯. অ্যালুমিনিয়ামের যোজনী কত?ক) 4খ) 3গ) 2ঘ) 1৩৩০. ধনাত্মক আধানবিশিষ্ট যৌগমূলক-
i. অ্যামোনিয়াম
ii. ফসফোনিয়াম
iii. হাইড্রোক্সাইড
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৩১. কয়টি Na+ আয়ন একটি সালফেট আয়নের সাথে যুক্ত হয়?ক) 1 টিখ) ২ টিগ) ২ টিঘ) ৩ টি৩৩২. তড়িৎ নিরপেক্ষ মৌল হিসেবে পরিচিত পর্যায় সারণির কোন মৌলসমূহ?ক) মৃৎক্ষারীয় মৌলখ) মুদ্রাধাতুগ) নিস্ক্রিয় গ্যাসঘ) চালকোজেন৩৩৩. উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট পদার্থ সাধারণত কী ধরনের?ক) আয়নিকখ) সমযোজীগ) গ্যাসীয়ঘ) নিস্ক্রিয়৩৩৪. কোন অণুর আকৃতি পিরামিডের ন্যায়?ক) CO2খ) H2Oগ) CCI4ঘ) NH3৩৩৫. পরমাণু থেকে ইলেকট্রন সরিয়ে নিলে কী হয়?ক) অণুর সৃষ্টি হয়খ) যৌগ উৎপন্ন করেগ) ঋণাত্মক আয়ন সৃষ্টি হয়ঘ) ধনাত্মক আয়ন সৃষ্টি হয়৩৩৬. Kr এর পারমাণবিক সংখ্যা কত?ক) ১০খ) ১৮গ) ৩৬ঘ) ৫৪৩৩৭. অক্সিজেন অণুতে দুটি ইলেকট্রন যুগল শেয়ারকৃত অবস্থায় থাকার পরও প্রতিটি অক্সিনে পরমাণুতে-করে ‘নিঃসঙ্গ ইলেকট্রন যুগল’ আছে।ক) ৪টিখ) ২টিগ) ১টিঘ) কখনও ১টি কখনও ২টি৩৩৮. আয়নিক বন্ধনের ধারণা দেন-ক) ডাল্টনখ) প্রাউসগ) ভ্যানডার ওয়ালসঘ) কোসেল৩৩৯. হাইড্রোজেন পরমাণু তার শক্তিস্তরে ২ টি ইলেকট্রন অর্জন করে কীভাবে?ক) ১ টি ইলেকট্রন গ্রহণের মাধ্যমেখ) ১ টি ইলেকট্রন শেয়ারের মাধ্যমেগ) ইলেকট্রন ত্যাগের মাধ্যমেঘ) ক এবং খ৩৪০. NH3 অণুতে কয় জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে?ক) একখ) দুইগ) তিনঘ) চার৩৪১. রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহণ করে কোনটি?ক) হিলিয়ামখ) নিয়নগ) আর্গনঘ) ক্যালসিয়াম৩৪২. ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে কী বলে?ক) অ্যানায়নখ) ক্যাটায়নগ) যোজনীঘ) গ্যাস৩৪৩. সমযোজী যৌগসমূহ সাধারণত অপোলার দ্রাবকে-এবং পোলার দ্রাবকে-ক) অদ্রবণীয়, দ্রবণীয়খ) অদ্রবণীয়, অদ্রবণীয়গ) দ্রবণীয়, অদ্রবণীয়ঘ) দ্রবণীয়, দ্রবণীয়৩৪৪. হাইড্রোজেনের নিকটতম নিস্ক্রিয় গ্যাস কোনটি?ক) Neখ) Heগ) Arঘ) Li৩৪৫. কোনটি বিদ্যুৎ কোষে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয়?ক) সোডিয়ামখ) সালফারগ) আয়োডিনঘ) গ্রাফাইট৩৪৬. নিচের কোন যৌগটি সমযোজী যৌগ?ক) Mgoখ) NaIগ) NH3ঘ) CaS৩৪৭. কোনটির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উচ্চ?ক) আয়নিক যৌগখ) সমযোজী যৌগগ) সন্নিবেশ যৌগঘ) অধাতব যৌগ৩৪৮. এক টুকরা ধাতুর মধ্যকার বন্ধনকে কী বন্ধন বলে?ক) আয়নিকখ) ধাতবগ) সমযোজীঘ) হাইড্রোজেন৩৪৯. ধাতুর বিদ্যুৎ পরিবাহিতার জন্য দায়ী কোনটি?ক) বন্ধন ইলেকট্রনখ) মুক্ত ইলেকট্রনগ) নিউট্রনঘ) প্রোটন৩৫০. কোনটির যোজনী 5?ক) Nখ) Pগ) Cঘ) S৩৫১. কোন নিস্ক্রিয় গ্যাসের তৃতীয় শক্তি স্তরে ১৮টি ইলেকট্রন থাকে?ক) Neখ) Arগ) Heঘ) Kr৩৫২. নিচের কোন অণুটির গঠন পিরামিড আকৃতির?ক) পানিখ) মিথেনগ) কার্বন-ডাই-অক্সাইডঘ) অ্যামোনিয়া৩৫৩. কপার (আস) এর যোজনী কত?ক) 1খ) 2গ) 3ঘ) 4৩৫৪. সমযোজী যৌগ সম্পর্কে নিচের বাক্যসমূহ পড়-
i. সমযোজী যৌগের গলনাঙ্ক কম
ii. সমযোজী যৌগ উচ্চ স্ফুটনাঙ্কবিশিষ্ট
iii. সমযোজী যৌগ দ্রবণে বিদ্যুৎ পরিবাহী
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) iiiঘ) ii ও iii৩৫৫. ধাতুর পরমাণুতে ইলেকট্রন ও নিউক্লিয়াসের আকর্ষণবল কম থাকে কেন?ক) ইলেকট্রন নিউক্লিয়াস থেকে দূরে থাকে বলেখ) নিউক্লিয়াস আকারে ছোট হয় বলেগ) ইলেকট্রন সংখ্যা বেশি থাকে বলেঘ) ধাতু কঠ্নি পদার্থ বলে৩৫৬. সমযোজী যৌগের অণুসমূহ যে বিশেষ শক্তি দ্বারা আবদ্ধ থাকে তাকে কী বলে?ক) আন্তঃআণবিক শক্তিখ) রাসায়নিক শক্তিগ) ভ্যানডার ওয়ালস আকর্ষণ শক্তিঘ) স্তির বৈদ্যুতিক শক্তি৩৫৭. সর্বাধিক পোলার অণু কোনটি?ক) HIখ) HBrগ) HCIঘ) HF৩৫৮. ইলেকট্রন সাগরের অস্তিত্ব আছে কোন ধরনের বন্ধনে?ক) আয়নিকখ) সমযোজীগ) ধাতবঘ) হাইড্রোজেন৩৫৯. Na এর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত?ক) একখ) দুইগ) তিনঘ) চার৩৬০. আয়নিক বন্ধনের ক্ষেত্রে-
i. দুটি পরমাণুর একটি নিম্ন আয়নীকরণ শক্তি ও অপরটি উচ্চ ইলেকট্রন আসক্তি থাকতে হবে
ii. উপাদান মৌলের একটি নিম্ন এবং অপরটির উচ্চ আয়নীকরণ শক্তি থাকতে হবে
iii. ক্যাটায়ন ও অ্যানায়নের আকার পরস্পর সমান থাকতে হবে
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) iiiঘ) i ও iii৩৬১. আয়নিক বন্ধন কখন গঠিত হয়?ক) দুটি পরমাণুর ইলেকট্রন ত্যাগ করেখ) দুটি পরমাণুর ইলেকট্রন গ্রহণ করেগ) একটি পরমাণুর ইলেকট্রন গ্রহণ ও একটি পরমাণু ইলেকট্রন ত্যাগ করেঘ) দুটি ধাতব পরমাণু ইলেকট্রন বিনিময় করে?৩৬২. নিয়নের ইলেকট্রন বিন্যাসের জন্য কার্বনের কয়টি ইলেকট্রন গ্রহণ করা প্রয়োজন?ক) ২টিখ) ৪টিগ) ৬টিঘ) ৮টি৩৬৩. ম্যাগনেসিয়াম ও ক্লোরিনের বিক্রিয়ায় ক্লোরিন ইলেকট্রন কী করে?ক) শেয়ারখ) গ্রহণগ) ত্যাগঘ) অপরিবর্তিত থাকে৩৬৪. নিচের কোনটি সমযোজী বন্ধন দ্বারা গঠিত?ক) CH4খ) MgOগ) NaCIঘ) H2O৩৬৫. যোজনী শেল কোনটি?ক) প্রথম কক্ষপথখ) দ্বিতীয় কক্ষপথগ) তৃতীয় কক্ষপথঘ) শেষ কক্ষপথ৩৬৬. B মৌলটি-
i. দুই ধরনের বন্ধন গঠন করে
ii. A কে ইলেকট্রন দান করে
iii. D এর সাথে যুক্ত হয়ে পানিতে দ্রবীভূত হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৬৭. কার্বনের যোজ্যতাস্তরে ইলেকট্রন সংখ্যা কত?ক) 3খ) 4গ) 5ঘ) 6৩৬৮. অ্যালকোহল কী ধরনের যৌগ?ক) আয়নিকখ) সমযোজীগ) ধাতবঘ) নিস্ক্রিয়৩৬৯. সকল ধাতুই-ক) বিদ্যুৎ সুপরিবাহীখ) বন্ধন গঠনে অক্ষমগ) ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করেঘ) সমযোজী বন্ধনে আবদ্ধ৩৭০. পানির অণুতে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কত?ক) 1খ) 2গ) 3ঘ) 4৩৭১. লিথিয়াম পরমাণুর শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে?ক) একখ) দুইগ) তিনঘ) চার৩৭২. আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহণ করে না কেন?ক) দ্রবণ অবস্থায় আয়ন সৃষ্টি হয়খ) দ্রবণ অবস্থায় আয়নসমূহ চলাচল করতে পারেগ) দ্রবণ অবস্থায় ইলেকট্রন চলতে পারেঘ) দ্রবণ অবস্থায় আয়নসমূহ চলাচল করে৩৭৩. গ্রাফাইট প্রতিটি কার্বন পরমাণু কয়টি কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধন গঠন করে?ক) ২টিখ) ৩টিগ) ৪টিঘ) ৫টি৩৭৪. জৈব দ্রাবকে দ্রবণীয় কোনটি?ক) Naখ) MgCI2গ) CCI4ঘ) He৩৭৫. ঋণাত্মক আধানবিশিষ্ট যৌগমূলক-
i. সালফেট
ii. ফসফোনিয়াম
iii. হাইড্রোক্সাইড
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৭৬. নিচের কোনটিতে সমযোজী বন্ধন বিদ্যমান?ক) NaCIখ) MgOগ) CaCI2ঘ) H2O৩৭৭. HCI এ কী ধরনের বন্ধন বিদ্যামান?ক) আয়নিকখ) ধাতবগ) সমযোজীঘ) সন্নিবেশ৩৭৮. নিচের কোনটি পোলার যৌগ?ক) বেনজিনখ) অ্যালকোহলগ) ইথারঘ) পেট্রোল৩৭৯. পটাসিয়াম (K) ও ব্রোমিন (Br) মৌল দুটির ক্ষেত্রে-
i. যথাক্রমে IA ও VIIA গ্রুপে অবস্থিত
ii. Br একটি বিজারক পদার্থ
iii. মৌল দুটি ৪র্থ পর্যায়ে অবস্থিত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৮০. Na2SO4 এর ক্ষেত্রে-
i. জলীয় দ্রবণ নিরপেক্ষ
ii. S-এর যোজনী ৬
iii. সালফারের শতকরা সংযুক্তি ২২.৫%
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৮১. কোন যৌগটি পোলার ধরনের?ক) পেট্রোলখ) বেনজিনগ) অ্যালকোহলঘ) ইথার৩৮২. যে শক্তির বলে অণুতে পরমাণুসহ আবদ্ধ থাকে তাকে বলে-ক) যোজ্যতাখ) অষ্টকগ) বন্ধনঘ) আয়ন৩৮৩. নিস্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতার কারন বোঝা যায় কীভাবে?ক) নিস্ক্রিয় গ্যাসের নাম থেকেখ) ভৌত ধর্ম থেকেগ) রাসায়নিক ধর্ম থেকেঘ) ইলেকট্রন বিন্যাস থেকে৩৮৪. মৌলের পরমাণুসমূহের ইলেকট্রন আদান-প্রদান এবং শেয়ারের মাধ্যমে যোজ্যতা স্তরে ২টি ইলেকট্রন বিন্যাস লাভ করাকে কী নিয়ম বলা হয়?ক) টেলুরিক স্ক্রুখ) দ্বৈতগ) ত্রয়ীঘ) অষ্টক৩৮৫. নিচের কোন নিস্ক্রিয় গ্যাস?ক) সোডিয়ামখ) অক্সিজেনগ) নিয়নঘ) কপার৩৮৬. কোনটি বেশি তড়িৎ ঋনাত্মক?ক) Fখ) CIগ) Brঘ) I৩৮৭. ধাতুগুলি বিদ্যুৎ পরিবাহী কেন?ক) ধাতুসমূহ খুব কঠিনখ) ধাতুতে ধনাত্মক আধানবিশিষ্ট ধাতু আয়ন থাকেগ) ধাতুতে মুক্ত ইলেকট্রন থাকেঘ) ধাতুসমূহ আয়নিক যৌগ গঠন করে৩৮৮. ক্লোরিন মৌলটি-
i. আয়নিক বন্ধন গঠনকালে অ্যানায়ন সৃষ্টি করে
ii. মুক্ত অবস্থায় পাওয়া যায়
iii. অক্সিজেনের সাথে বিক্রিয়া করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৮৯. শেয়ারকৃত ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতাকে কী বলে?ক) তড়িৎ ধনাত্মকতাখ) তড়িৎ ঋণাত্মকতাগ) তড়িৎ নিরপেক্ষতাঘ) পোলারিটি৩৯০. HCIO4 এর ক্ষেত্রে-
i. ক্লোরিনের জারণ সংখ্যা-২
ii. ক্ষারকত্ব ১
iii. অক্সিজেনের শতকরা পরিমাপ ৬৩.৬৮%
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৯১. কোন যৌগ বিক্রিয়ায় অংশগ্রহণ করে না?ক) NH3খ) PH3গ) H2Sঘ) BF3৩৯২. আয়নিক যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উচ্চ, কারণ আয়নিক যৌগের স্ফটিক কেলাসে-
i. প্রতিটি আয়ন নির্দিষ্ট সংখ্যক বিপরীত চার্জযুক্ত আয়ন দ্বারা পরিবেষ্টিত
ii. বিপরীত চার্জযুক্ত আয়নসমূহ স্থির বিদ্যুৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে
iii. বিপরীত চার্জযুক্ত আয়নসমূহের মধ্যে দুর্বল আকর্ষণ বল থাকে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৯৩. নিচের কোনটি শুধুমাত্র সমযোজী বন্ধন গঠন করে?ক) Naখ) CIগ) Cঘ) Mg৩৯৪. অধাতু ইলেকট্রন গ্রহণ করে কোন ধরনের বন্ধনে?ক) আয়নিক বন্ধনেখ) সমযোজী বন্ধনেগ) ধাতব বন্ধনেঘ) হাইড্রোজেন বন্ধনে৩৯৫. নিস্ক্রিয় গ্যাস হলো-
i. হিলিয়াম
ii. নিয়ন
iii. আর্গন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৯৬. নিচের কোনটি পর্যায় সারণির ১৮ গ্রুপের মৌল?ক) Naখ) Hগ) Heঘ) AI৩৯৭. আয়নিক যৌগ-
i. পানিতে দ্রবণীয়
ii. উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট
iii. গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৯৮. ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে গঠিত ক্যাটায়ন ও অ্যানায়নসমূহ যে আকর্ষণ বল দ্বারা পরস্পর যুক্ত থাকে তাকে কী বলা হয়?ক) সমযোজী বন্ধনখ) আয়নিক বন্ধনগ) সন্নিবেশ বন্ধনঘ) ধাতব বন্ধন৩৯৯. একটি বস্তু সাধারণ তাপমাত্রা তরল পদার্থ তবে বিদ্যু পরিবাহী নয়, যোগটি কোন ধরনের?ক) অপোলার সমযোজীখ) আয়নিকগ) সমযোজীঘ) তড়িৎ অবিশ্লেষ্য৪০০. আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবণীয় হয় কারণ-
i. পানি একটি আয়নিক যৌগ বলে
ii. পানিতে সমস্ত যৌগই দ্রবীভূত হয় বলে
iii. পানি একটি পোলার দ্রাবক
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) iiiঘ) i ও ii৪০১. কোনটি সমযোজী ধর্ম প্রদর্শন করে?ক) NaFখ) NaIগ) KFঘ) HI৪০২. নিয়নের ইলেকট্রন বিন্যাস কোনটি?ক) 2,8,8খ) 2,8গ) 2,8,18,8ঘ) 2,8,18,18,8৪০৩. ক্যাটায়ন তৈরি হয়-ক) ইলেকট্রন ত্যাগের ফলেখ) ইলেকট্রন গ্রহণের ফলেগ) ইলেকট্রন শেয়ারের ফলেঘ) সবগুলো৪০৪. নিচের কোন পরমাণু অবস্থাতেই থেকে যায়, অণু হয় না?ক) Hydrogenখ) Oxygenগ) Carbonঘ) Neon৪০৫. কোন মৌলটি নিস্ক্রিয় অবস্থায় আছে?ক) Aখ) Bগ) Cঘ) D৪০৬. তড়িৎ যোজী যৌগের অপর নাম কী?ক) সমযোজী যৌগখ) জৈব যৌগগ) আয়নিক যৌগঘ) অজৈব যৌগ৪০৭. কারা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে পয়সা ভিক্ষা চেয়েছিল?ক) ভিক্ষুকেরাখ) কুলিদের বাচ্চারাগ) ছিন্নমূলেরাঘ) আশ্রয়হীনেরা৪০৮. কোন মৌলটি বিক্রিয়ায় অংশ নেয় না?ক) সোডিয়ামখ) কপারগ) লেডঘ) আর্গন৪০৯. ক্লোরিন পরমাণুর-
i. যোজ্যতা ইলেকট্রন সংখ্যা
ii. ইলেকট্রন বিন্যাসে ৩টি স্তর আছে
iii. পারমাণবিক সংখ্যা ১৭
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৪১০. দ্বিপরমাণুকে গ্যাস হচ্ছে-
i. অক্সিজেন
ii. নাইট্রোজেন
iii. ফসফরাস
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৪১১. ধাতুগুলো এতো ভালো বিদ্যুৎ পরিবাহী কেন?ক) ধাতুসমূহ খুব কঠিন বলেখ) ধাতুতে ধনাত্মক আধানবিশিষ্ট ধাতু আয়ন থাকে বলেগ) ধাতুকে বিমুক্ত ইলেকট্রন থাকার কারণেঘ) ধাতুসমূহ আয়নিক যৌগ গঠন করে বলে৪১২. নিচের কোন পরমাণুটি ক্যাটায়ন?ক) CI-খ) O2গ) NA+ঘ) F৪১৩. জেননের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে?ক) দুইটিখ) ছয়টিগ) আটটিঘ) আঠারোটি৪১৪. আয়নিক বন্ধন মূলত-ক) আন্তঃনিউক্লিয়ার বলখ) আন্তঃপারমাণবিক বলগ) আন্তঃআণবিক বলঘ) পারমাণবিক বল৪১৫. পানির অণুতে মুক্ত জোড় ইলেকট্রন কতটি?ক) 1খ) 2গ) 3ঘ) 4৪১৬. সোডিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হলো-ক) ১টিখ) ৩টিগ) ৪টিঘ) ৬টি৪১৭. নাইট্রোজেন পরমাণুর যোজনী ইলেকট্রন কয়টি?ক) একখ) তিনগ) পাঁচঘ) সাত৪১৮. যেসব পরমাণুর আয়নীকরণ শক্তি কম তাদের পক্ষে- গঠন করা সহজ।ক) ধনাত্মক আয়নখ) ঋণাত্মক আয়নগ) জৈব যৌগঘ) সমযোজী যৌগ৪১৯. হাইড্রোজেন পরমাণু হিলিয়ামে ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য কী করতে হয়?ক) একটি ইলেকট্রন ত্যাগ করতে হয়খ) একটি ইলেকট্রন গ্রহণ করতে হয়গ) দুটি ইলেকট্রন ত্যাগ করতে হবেঘ) দুটি ইলেকট্রন গ্রহণ করতে হয়৪২০. অধাতু-অধাতু মিলে কোন বন্ধন গঠিত হয়?ক) ধাতব বন্ধনখ) আয়নিক বন্ধনগ) সমযোজী বন্ধনঘ) যোজনী বন্ধন৪২১. সমযোজী বন্ধন গঠিত হয়-ক) ইলেকট্রন গ্রহণের মাধ্যমেখ) ইলেকট্রন ত্যাগের মাধ্যমেগ) ইলেকট্রন শেয়ারের মাধ্যমেঘ) কোনটিই নয়৪২২. কোন যৌগটি অপোলার?ক) খাদ্য লবণখ) চিনিগ) অ্যালকোহলঘ) পেট্রোল৪২৩. ক্যাটায়নের আকার যত ক্ষুদ্র হবে-
i. বিশুদ্ধকরণে
ii. স্থায়িত্ব বৃদ্ধির জন্য
iii. চাকচিক্য বৃদ্ধির জন্য
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৪২৪. কোনটির পরমাণু সাধারণ ইলেকট্রন ত্যাগ করে?ক) Caখ) Cগ) Neঘ) CI৪২৫. সমযোজী যৌগসমূহের মধ্যে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন থাকে না, ফলে-ক) সমযোজী যৌগসমূহ বিদ্যুৎ পরিবাহীখ) সমযোগী যৌগসমূহ তরল হয়গ) সমযোজী যৌগসমূহ বিদ্যুৎ অপরিবাহীঘ) সমযোজী যৌগসমূহ কঠিন হয়৪২৬. দুই এর বিধি হচ্ছে-
i. পরমাণুসমূহ তার বহিঃস্থরে আটটি ইলেকট্রন প্রাপ্তির জন্য পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার বা বিনিময় করে
ii. দুটি ভিন্ন পরমাণুর ইলেকট্র বন্ধন সৃষ্টির মাধ্যমে যুগ্ম বা জোড়া যুক্ত হয়ে অধিকতর সুস্থিতি অর্জন করে
iii. ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করে
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) ii ও iiঘ) i ii ও iii৪২৭. জেননের ৩য় শক্তিস্তরে কয়টি ইলেকট্রন আছে?ক) ২টিখ) ৪টিগ) ১৮টিঘ) ৩২টি৪২৮. আয়নিক যৌগের বিদ্যুৎ পরিবাহিতার জন্য দায়ী কোনটি?ক) ইলেকট্রনখ) প্রোটনগ) আয়নঘ) নিউট্রন৪২৯. কোন পরমাণুটি ত্রিপরমাণুক অবস্থায় থাকতে পারে?ক) নাইট্রোজেনখ) অক্সিজেনগ) ক্লোরিনঘ) ফ্লোরিন৪৩০. দুর্বল ভ্যানডার ওয়ালস শক্তি দ্বারা আকৃষ্ট থাকে কোনটি?ক) আয়নিক যৌগখ) সমযোজী যৌগগ) যৌগমূলকঘ) কোনটিই না৪৩১. পর্যায় সারণি কত পারমাণবিক ও সংখ্যাবিশিষ্ট পর্যন্ত মৌলসমূহ প্রকৃতভাবে বন্ধন গঠনকালে দ্বৈত ও অষ্টক রীতি অনুসরণ করে?ক) 1-10খ) 1-15গ) 1-20ঘ) 1-25৪৩২. বোরন ট্রাইফ্লোরাইড যৌগে বোরনের চারদিকে কয়টি ইলেকট্রন আছে?ক) ৪টিখ) ৪টির চেয়ে বেশিগ) ৬টিঘ) ৬টির চেয়ে বেশি৪৩৩. আয়নিক বন্ধন সম্পর্কিত কিছু তথ্য নিচে দেওয়া হলো-
i. আয়নিক বন্ধন একটি ধাতু এবং একটি অধাতুর মধ্যে সম্ভব
ii. মৌলের রাসায়নিক বন্ধন ১০০% আয়নিক হয়
iii. অনেক ধনাত্মক আয়নে অষ্টক নিয়মের ব্যতিক্রম দেখা যায়
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) iiiঘ) i ii ও iii৪৩৪. সমযোজী যৌগের অপোলার দ্রাবকে দ্রবীভূত হওয়ার মূল কারণ কোনটি?ক) নিউক্লিয়ার আকর্ষণ বলখ) আন্তঃপারমাণবিক আকর্ষণ বলগ) পোলারিটি সৃষ্টিঘ) ভ্যানডার ওয়ালস আকর্ষণ বল৪৩৫. ধাতব বন্ধন গঠিত হয় কীভাবে?ক) ইলেকট্রন শেয়ারের মাধ্যমেখ) প্রোটন শেয়ারের মাধ্যমেগ) ভ্যান্ডারওয়ালস শক্তির মাধ্যমেঘ) সঞ্চারণশীল মুক্ত ইলেকট্রন শেয়ারের মাধ্যমে৪৩৬. C যৌগটি CI2 এর বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?ক) Sখ) H2গ) SO2ঘ) SO3৪৩৭. গ্রাফাইটের গাঠনিক একক কোষগুলোর আকৃতি কিরূপ?ক) চতুর্ভুজাকারখ) চতুস্তলকীয়গ) ষড়ভুজকারঘ) সমতলাকারঅনুচ্ছেদটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও:
A ও B পর্যায় সারণির যথাক্রমে 16 ও 1 গ্রুপের মৌল। মৌলদ্বয় ইলেকট্রন শেয়ারিং করে C একটি যৌগ গঠন করে। C যৌগটির ঝাঁঝালো দূর্গন্ধ রয়েছে।
৪৩৮. C যৌগটি কীরূপ?ক) আয়নিকখ) সমযোজীগ) ধাতবঘ) নিস্ক্রিয়৪৩৯. C যৌগটি CI2 এর বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?ক) Sখ) H2গ) SO2ঘ) SO3
Social Plugin