এস.এস.সি || রসায়ন || অধ্যায় - ১০ খনিজ সম্পদ ধাতু-অধাতু
১. মাটির বর্ণের ভিন্নতার কারণ –
ক) মাটিতে চীনামাটির উপস্থিতিখ) মাটিতে পানির পরিমাণগ) মাটিতে থাকা কীটপতঙ্গঘ) মাটিতে খনিজের উপস্থিতি২. Al2O3 এর গলনাঙ্ক কমানোর জন্য কোনটি ব্যবহৃত হয়?ক) ফ্লোরস্পারখ) স্পাইজেলগ) ক্যালসিয়াম ক্লোরাইডঘ) ক্রায়োলাইট৩. জিঙ্কের আকরিক নিচের –
i. জিঙ্ক ব্লেন্ড
ii. ক্যালামাইন
iii. গ্যালেনা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪. সর্বপ্রথম ব্যবহৃত ধাতু সংকর কোনটি?ক) পিতলখ) কাঁসাগ) ইস্পাতঘ) স্বর্ণ৫. রেললাইন প্রস্তুতিতে কোনটি ব্যবহৃত হয়?ক) লোহাখ) কপারগ) ইস্পাতঘ) স্টেইনলেস স্টিল৬. কোন ধাতুর আকরিকের তাপজারণে মু্ক্ত ধাতু পাওয়া যায়?ক) লেডখ) কপারগ) জিঙ্কঘ) আয়রন৭. মৌল ও যৌগ বিবেচনায় খনিজ পদার্থ কত প্রকার?ক) 2খ) 3গ) 4ঘ) 5৮. মোনাজাইট –
i. থোরিয়ামের আকরিক
ii. কক্সবাজার সমুদ্র উপকূলে পাওয়া যায়
iii. টাইটানিয়ামের আকরিক
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৯. নিচের কোনটির চৌম্বক ধর্ম বিদ্যমান?ক) PbSখ) Cu2Sগ) NaClঘ) TiO2১০. ভূত্বকে ক্যালসিয়ামের পরিমাণ কত?ক) ৩%খ) ৪%গ) ৫%ঘ) ৬%১১. কপার নিষ্কাশনের সময় উপজাত হিসেবে পাওয়া যায় –ক) Cu ধাতুখ) SO2 গ্যাসগ) Cu2Oঘ) CO2১২. ভৌত অবস্থা বিবেচনায় খনিজ কত প্রকার?ক) 2খ) 3গ) 4ঘ) 5১৩. সার তৈরীতে শতকরা কত ভাগ H2SO4 ব্যবহার হয়?ক) 2.0%খ) 2.5%গ) 4.0%ঘ) 5.5%১৪. 24 ক্যারেট স্বর্ণ অলংকার প্রস্তুতিতে ব্যবহার না করার কারণ কোনটি?ক) এটি খুবই শক্তখ) এটি নরমগ) এটিতে ভেজাল থাকেঘ) এটিতে মরিচা পড়ে১৫. ভূত্বকের শতকরা 2%, 3%, 4% হলো –ক) Mg, Ca, Kখ) Ca, K, Mgগ) Ca, Mg, Naঘ) Mg, Na, Ca১৬. ডাই তৈরিতে ব্যবহৃত H2SO4 এর পরিমাণ H2SO4 উৎপাদনের –ক) 5.5%খ) 2.5%গ) 1.5%ঘ) 2%১৭. ভূত্বকের প্রধান প্রধান উপাদান প্রাপ্যতার ক্রম কোনটি সঠিক?ক) অক্সিজেন>সিলিকন>অ্যালুমিনিয়াম>আয়রনখ) সিলিকন>অ্যালুমিনিয়াম>আয়রন>অক্সিজেনগ) অ্যালুমিনিয়াম>আয়রন>অক্সিজেন>সিলিকনঘ) আয়রন>অ্যালুমিনিয়াম>সিলিকন>অক্সিজেন১৮. নিচের কোনটি নিরুদক –ক) গাঢ় সালফিউরিক এসিডখ) গাঢ় নাইট্রিক এসিডগ) গাঢ় হাইড্রোক্লোরিক এসিডঘ) গাঢ় ফসফরিক এসিড১৯. তড়িৎ বিশ্লেষণ দ্বারা নিষ্কাশন করা –
i. সোডিয়াম
ii. অ্যালুমিনিয়াম
iii. ক্যালসিয়াম
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২০. মরিচা পড়ার জন্য প্রয়োজন –
i. লোহার অক্সাইড
ii. পানি
iii. অক্সিজেন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২১. চীনামাটি --- সমৃদ্ধ।ক) কেওলিনখ) পাথরগ) বালুঘ) অ্যালুমিনিয়াম২২. বাত্যাচুল্লিতে কোন ধাতু নিষ্কাশন করা হয়?ক) Caখ) Alগ) Naঘ) Fe২৩. কয়লা কার খনিজ?ক) কেওলিনেরখ) টাইটানিয়ামেরগ) সালফারেরঘ) কার্বনের২৪. কোনটি স্টিলের কাঠিন্য বৃদ্ধি করে?ক) Cখ) Siগ) Niঘ) Cu২৫. একটি তরল ধাতুর সালফাইড আকরিক এর আপেক্ষিক আণবিক ভর 232.59। ধাতুটি –ক) Hfখ) Hsগ) Hgঘ) Ag২৬. লেড অক্সাইড (PbO) ও কার্বনের বিক্রিয়ায় তৈরি হয় –ক) লেডখ) লেড কার্বনেটগ) রেড লেডঘ) PbO এর বাষ্প২৭. ফলমূলের পচন রোধে ব্যবহৃত হয় –ক) COখ) CO2গ) N2Oঘ) SO2২৮. খনিজ পদার্থসমূহের মধ্যে –
i. স্বর্ণ কঠিন
ii. তিনটি ভৌত অবস্থায় থাকে
iii. মৌলিক ও যৌগিক রূপে প্রকৃতিতে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৯. ধাতু নিষ্কাশনের সর্বশেষ ধাপ কোনটি?ক) ধাতব দ্রব্য প্রস্তুতিখ) ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তরগ) আকরিকের ঘনীকরণঘ) ধাতু বিশোধন৩০. তাপজারণ পদ্ধতি –
i. এ অপদ্রব্য উদ্বায়ী অক্সাইড হিসেবে দূরীভূত হয়
ii. ধাতুর গলনাঙ্কের উচ্চ তাপমাতায় করা হয়
iii. সাধারনত সালফাইড আকরিকের ক্ষেত্রে করা হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩১. বাত্যাচুল্লিতে নিষ্কাশনের পর কোন লোহা পাওয়া যায়?ক) ঢালাই লোহাখ) পেটা লোহাগ) ইস্পাতঘ) বিশুদ্ধ লোহা৩২. বক্সাইড দ্রবীভূত করতে নিচের কোনটি ব্যবহৃত হয়?ক) পটাসিয়াম হাইড্রোক্সাইডখ) অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডগ) সোডিয়াম হাইড্রোক্সাইডঘ) ফেরাস সালফেট ও সালফিউরিক এসিড৩৩. যুদ্ধাস্ত্র তৈরিতে ব্যবহৃত হয় –ক) স্টিলখ) স্টেইনলেস স্টিলগ) পিতলঘ) কাঁসা৩৪. অ্যালুমিনিয়ামের –
i. 60% পুনঃপ্রক্রিয়াজাত যা ইউরোপে ব্যবহৃত হয়
ii. প্রায় 21% পুনঃপ্রক্রিয়াজাত Al যুক্তরাষ্ট্রে ব্যবহার হয়
iii. দ্বারা ট্যাবলেটের স্ট্রিপ তৈরী করা হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৫. পরিবেশ দূষণ হ্রাস করতে পারে কোনটি?ক) ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণখ) ধাতু নিষ্কাশনগ) আকরিক উত্তোলনঘ) ধাতুর ব্যবহার৩৬. ধাতুসমূহ –
i. ঘাতসহ
ii. নমনীয়
iii. অনুজ্জ্বল
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৭. ধাতুমল –ক) গলিত ধাতু থেকে হারকাখ) গলিত ধাতুতে অদ্রবণীয়গ) মূলত ধাতুর সিলিকেটঘ) সবগুলো৩৮. সালফার –
i. মুক্ত অবস্থায় পাওয়া যায়
ii. 1190C তাপমাত্রায় গলে
iii. নিষ্কাশনে তিনটি এককেন্দ্রিক নল ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৯. কাঁসাতে কপারের শতকরা পরিমাণ কত?ক) 10%খ) 60%গ) 80%ঘ) 90%৪০. ডাই তৈরীতে শতকরা কত ভাগ H2SO4 ব্যবহার হয়?ক) 2.0%খ) 5.5%গ) 8.0%ঘ) 2.5%৪১. স্পর্শ পদ্ধতিতে H2SO4 উৎপাদনের প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় –ক) Al2O3খ) V2O5গ) Ni চূর্ণঘ) V2O5 ও Ni চূর্ণ৪২. চুনাপাথর ক্ষয়ের জন্য দায়ী নিচের কোনটি?ক) বায়ুপ্রবাহখ) তাপমাত্রা বৃদ্ধিগ) বৃষ্টিপাতঘ) ভূমিকম্প৪৩. সালফাড্রাগ তৈরিতে ব্যবহৃত হয় –ক) সালফারখ) ফসফরাসগ) নাইট্রোজেনঘ) ম্যাঙ্গানিজ৪৪. FeWO4 এর বাণিজ্যিক নাম কী?ক) উলফ্রেমখ) উলভারিনাইটগ) উলফ্রামাইটঘ) আয়রন টাংস্টেন টেট্রাঅক্সাইড৪৫. নতুন তামার জিনিসপত্র কিছুদিন রেখে দিলে কোন বর্ণ ধারণ করে?ক) কালোখ) খয়েরিগ) বাদামিঘ) গোলাপি৪৬. নিচের কোনটি প্রকৃতিতে মৌল হিসেবে পাওয়া যায়?ক) রূপাখ) অ্যালুমিনিয়ামগ) লোহাঘ) দস্তা৪৭. ফ্রাশ পদ্ধতিতে কোন মৌল আহরণ করা হয়?ক) Cখ) Sগ) Pঘ) N৪৮. আনুপাতিক হারে ভূত্বকে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে থাকা উপাদানটির যৌগ হলো –ক) পানিখ) অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইডগ) সিলিকাঘ) চুনাপাথর৪৯. সোডিয়ামের যৌগ –
i. বালি
ii. খাবার লবণ
iii. বক্সাইট
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) iiiঘ) ii ও iii৫০. 3000Bc থেকে 1000Bc পর্যন্ত সময়কে কি বলা হয়?ক) আদিম যুগখ) প্রাক-ঐতিহাসিক যুগগ) তাম্র যুগঘ) ব্রোঞ্জ যুগ৫১. রাসায়নিক পদ্ধতিতে ঘনীভবন করা হয় কোন ধাতুর আকরিক?ক) Naখ) Feগ) Alঘ) Cr৫২. খনিতে আকরিকের সাথে থাকা অপদ্রব্যকে কি বলে?ক) ডেজালখ) অপদ্রব্যগ) ধাতুমলঘ) খনিজমল৫৩. সাদা মাটির পাহাড় কোথায় অবস্থিত?ক) বিজয়পুরখ) দুর্গাপুরগ) দিনাজপুরঘ) বিজয়নগর৫৪. ধাতু নিষ্কাশনের ধাপ নয় কোনটি?ক) আকরিক উত্তোলনখ) আকরিকের ঘনীকরণগ) আকরিকে তার অক্সাইড রূপান্তরঘ) ধাতু বিশোধন৫৫. মরিচাবিহীন ইস্পাতে থাকে না নিচের কোনটি?ক) ক্রোমিয়ামখ) নিকেলগ) কার্বনঘ) ম্যাগনেসিয়াম৫৬. ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণের ফলে –
i. অর্থ সাশ্রয় হয়
ii. জ্বালানি সাশ্রয় হয়
iii. পরিবেশ দূষণ হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৫৭. ওলিয়ামের সংকেত কোনটি?ক) SO2খ) H2SO3গ) H2SO4ঘ) H2S2O7৫৮. পাকঘরের সিঙ্ক তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?ক) ডুরালমিনখ) বিশুদ্ধ কপারগ) কাসাঘ) মরিচাবিহীন ইস্পাত৫৯. 21 ক্যারেট স্বর্ণের উপাদান হলো –
i. স্বর্ণ
ii. আয়রন
iii. কপারসহ অন্যান্য ধাতু
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৬০. SO2 এর প্রধান ব্যবহার –ক) ভলকানাইজিং-এখ) বিরঞ্জনেগ) বারুদ তৈরিতেঘ) H2SO4 প্রস্তুতিতে৬১. লঘু H2SO4 থেকে সিলভার হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে না, কারণ –
i. সক্রিয়তা সিরিজে সিলভারের অবস্থান হাইড্রোজেনের নিচে
ii. হাইড্রোজেন সিলভারের চেয়ে বেশি সক্রিয়
iii. হাইড্রোজেন সিলভারের চেয়ে কম সক্রিয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৬২. সোডিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম ক্লোরাইড মিশ্রণের গলনাঙ্ক –ক) 8010Cখ) 14740Cগ) 20000Cঘ) 6000C৬৩. নিচের কোন ধাতুটি সবচেয়ে বেশি সক্রিয়?ক) সোডিয়ামখ) ক্যালসিয়ামগ) পটাসিয়ামঘ) ম্যাগনেসিয়াম৬৪. NaCl এর গলিত দ্রবণে বিদ্যুৎ চালনা করলে –
i. ক্যাথোডে সোডিয়াম তৈরি হবে
ii. অ্যানোডে ক্লোরিন তৈরি হবে
iii. NaOH তৈরি হবে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৬৫. জিঙ্কের আকরিক নিচের কোনটি?ক) ক্যালামাইনখ) গ্যালেনাগ) লিমোনাইটঘ) সাগরের পানি৬৬. স্টেইনলেস স্টিল কোন কাজে ব্যবহৃত হয়?ক) ইলেকট্রোপ্লেটিং করতেখ) নিরুদকরূপেগ) কাটাচামচ তৈরিতেঘ) কাচ কাটতে৬৭. গ্যালেনার তাপজারণে সৃষ্ট গ্যাসটি –ক) দ্বিপরমাণুকখ) ৬৮ আপেক্ষিক আণবিক ভরবিশিষ্টগ) বিরঞ্জকঘ) সবগুলো৬৮. আকরিককে বায়ু প্রবাহের উপস্থিতিতে গলনাঙ্ক তাপমাত্রার নিম্ন তাপমাত্রায় উত্তপ্ত করার প্রক্রিয়াকে বলা হয় –ক) ঘনীকরণখ) বিজারণগ) তাপজারণঘ) ভস্মীকরণ৬৯. অলংকার তৈরিতে ব্যবহার করা হয় কোনটি?ক) থালাখ) বাইসাইকেলগ) কাঁচা চামচঘ) ঘড়ির স্প্রিং৭০. পাথর বা শিলা সৃষ্টি করে কোনটি?ক) ক্যালসিয়াম সালফেটখ) ক্যালসিয়াম নাইট্রেটগ) ক্যালসিয়াম অক্সালেটঘ) ক্যালসিয়াম কার্বোনেট৭১. H2SO4 উৎপাদিত হয় নিচের কোন পদ্ধতিতে?ক) অসওয়াল্ডখ) হেবার বসগ) স্পর্শঘ) অন্তর্দুম পাতন৭২. নিচের কোনটি বিদ্যুৎ পরিবহন করে?ক) বালুখ) পানিগ) স্বর্ণঘ) গন্ধক৭৩. কম সক্রিয় ধাতুগুলো –ক) মূল্যবানখ) দুর্লভগ) দুটিইঘ) কোনটিই নয়৭৪. সালফার ব্যবহৃত হয় –
i. রাবার ভলকানাইজিং করতে
ii. দিয়াশলাই তৈরিতে
iii. ডুরালোমিন তৈরিতে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৭৫. ঢেউটিনে দস্তার প্রলেপ দেওয়ার কারণ কোনটি?ক) ঢেউটিনের সৌন্দর্য বৃদ্ধিখ) উৎপাদন ব্যয় কমানোগ) দস্তা অধিক সক্রিয়ঘ) ঢেউটিনের ভর কমানো৭৬. নিচের কোন সংকরে কপারের পরিমাণ সবচেয়ে কম?ক) ব্রাসখ) ব্রোঞ্জগ) ডুরালমিনঘ) ২২ ক্যারেট স্বর্ণ৭৭. ক্রোমিয়াম ধাতু নিষ্কাশনের জন্য ব্যবহৃত হয় –ক) তড়িৎ বিশ্লেষণখ) কার্বন বিজারণগ) তাপজারণঘ) সবগুলো৭৮. থোরিয়ামের আকরিক কোনটি?ক) মোনাজাইটখ) রুটাইলগ) হেমাটাইটঘ) চেলকোসাইট৭৯. সিলিকা কার খনিজ?ক) SiO2 এরখ) Si এরগ) Se এরঘ) কার্বনের৮০. উলফ্রামাইটের সংকেত কোনটি?ক) FeWO4খ) Fe2WO4গ) Fe2WO3ঘ) FeWO3৮১. লেড অক্সাইডের বর্ণ কিরূপ?ক) লালখ) কালোগ) হলুদঘ) সবুজ৮২. ঝিনুক-শামুকের খোসা তলানিতে জমে পরিণত হয় –ক) শিলায়খ) চুনাপাথরেগ) মাটিতেঘ) বেলে পাথরে৮৩. চুনাপাথর নিচের কোনটি?ক) CaSO4খ) Ca(NO)2গ) CaOঘ) CaCO3৮৪. বক্সাইড দ্রবীভূত করতে KOH ব্যবহার করা হয় না কারণ –ক) KOH বক্সাইটের সাথে বিক্রিয়া করে নাখ) দ্রবীভূত বক্সাইটের চাক্রিক রূপান্তর সম্ভব নয়গ) KOH এর মূল্য বেশিঘ) এর সাথে বিক্রিয়া দ্বারা খনিজমল পৃথক করা যায় না৮৫. সালফাইড এর নিয়ন্ত্রিত তাপ জারণ দ্বারা ধাতু নিষ্কাশন হয় কোন আকরিকের?ক) ZnSখ) Cu2Sগ) PbSঘ) Fe2O3৮৬. ঘনীভূত আকরিককে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় বায়ুর অনুপস্থিতিতে উত্তপ্ত করার প্রক্রিয়াকে বলা হয় –ক) তাপজারণখ) ভস্মীকরণগ) বিগলনঘ) ঘনকিরণ৮৭. বাংলাদেশে সাদা মাটির পাহাড় দেখা যায় কোথায়?ক) সিলেটখ) চট্টগ্রামগ) মধুপুরঘ) নেত্রকোণা৮৮. কোন ধাতু নিষ্কাশনে বাত্যাচুল্লি ব্যবহার করা হয়?ক) কপারখ) জিঙ্কগ) লেডঘ) লোহা৮৯. আয়রন নিষ্কাশনে ম্যাগনেটাইটের তড়িৎ বিশ্লেষণ করা হয় কারণ –ক) ম্যাগনেটাইট থেকে কার্বন বিজারণ দ্বারা Fe নিষ্কাশন করা হয়খ) তড়িৎ বিশ্লেষণে আয়রন প্রাপ্তির পরিমাণ কমগ) তড়িৎ বিশ্লেষণ অত্যন্ত ব্যয়বহুলঘ) সবগুলো৯০. কোন গ্যাসটি বিষাক্ত?ক) বাষ্পীয় লেড অক্সাইডখ) হাইড্রোজেনগ) কার্বন ডাইঅক্সাইডঘ) সালফার ডাইঅক্সাইড৯১. আগ্নেয় শিলা থেকে পাওয়া যায় –ক) মূল্যবান খনিজখ) বেলে পাথরগ) সবগুলোঘ) কোনটিই নয়৯২. পানিতে সালফিউরিক এসিড যোগ করলে –
i. বিস্ফোরণ হবে
ii. প্রচন্ড তাপ উৎপাদিত হবে
iii. লঘু H2SO4 তৈরি হবে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৯৩. নিচের কোনটি মৌলিক এবং কঠিন খনিজ?ক) গন্ধকখ) পারদগ) বক্সাইটঘ) ম্যাগনেটাইট৯৪. কোন দেশের শিল্পায়নের মানদন্ড –ক) দেশের অবকাঠামোখ) G.D.Pগ) মাথাপিছু আয়ঘ) H2SO4 উৎপাদন৯৫. শিখা পরীক্ষায় সোডিয়ামের উজ্জ্বল সোনালি হলুদ শিখা কোন কাচের ভিতর দেখা যায় না?ক) কোবাল্ট কাচখ) নীল কোবাল্ট কাচগ) যে কোন কাচঘ) এন্টিমনি কাচ৯৬. ভূ-ত্বকের প্রধান উপাদান মৌল দুটি –ক) Si, Oখ) Al, Oগ) Fe, Oঘ) Cu, O৯৭. আয়রনের জারিত অবস্থা কোনটি?ক) Fe2+খ) Fe3+গ) Feঘ) Fe2+ ও Fe3+৯৮. জিরকোনিয়াম পাওয়া যায় বাংলাদেশের –ক) সমুদ্রেখ) সমুদ্র তলদেশেগ) কক্সবাজারেঘ) কক্সবাজারের সমুদ্র সৈকতে৯৯. পিঁয়াজে সালফারের --- যৌগ থাকে।ক) মিথাইলখ) ইথাইলগ) প্রোপাইলঘ) বিউটাইল১০০. সালফার ডাইঅক্সাইড ক্রিয়া করে –
i. জারক হিসেবে
ii. বিজারক হিসেবে
iii. বিরঞ্জক হিসেবে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১০১. বেদ্যুতিক পদ্ধতিতে লোহার উপর জিঙ্ক ও টিনের প্রলেপ দেওয়াকে বলে –ক) গ্যালভানাইজিংখ) মরিচা প্রতিরোধকরণগ) সক্রিয়করণঘ) ইলেকট্রোপ্লেটিং১০২. সালফার পাওয়া যেতে পারে –
i. ভূপৃষ্ঠে
ii. পিঁয়াজ
iii. কয়লা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১০৩. সিরামিক কারখানায় কোন মাটি ব্যবহার করা হয়?ক) বক্সাইটখ) কেওলিনগ) হেমাটাইটঘ) লিমোনাইট১০৪. আকরিক থেকে খনিজমল কোন ধাপে দূরীভূত হয়?ক) বিচূর্ণনখ) ঘনীকরণগ) বিশোধনঘ) ধৌতকরণ১০৫. কপার পাইরাইটের সংকেত কী?ক) Cu2FeSখ) CuFe2Sগ) CuFeS2ঘ) Cu2FeS2১০৬. বিশুদ্ধ সালফিউরিক এসডি -ক) তৈলাক্ত তরলখ) পানিতে দ্রবণীয়গ) দুটোইঘ) কোনটিই নয়১০৭. ধাতু নিষ্কাশনের তৃতীয় ধাপ কোনটি?ক) আকরিক ঘনীকরণখ) আকরিক বিচূর্ণনগ) ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তরঘ) ধাতু বিশোধন১০৮. যে সকল পদার্থকে প্রকৃতিকে মৌলিক পদার্থরূপে পাওয়া যায় তাদেরকে বলে –ক) খনিজখ) কঠিন খনিজগ) মৌলিক খনিজঘ) যৌগিক খনিজ১০৯. প্রকৃতিজাত আকরিকের বৈশিষ্ট্য হলো –ক) রাসায়নিক উপাদান অনির্দিষ্টখ) রাসায়নিক উপাদান সুনির্দিস্টগ) সব সময় আর্দ্রতা থাকেঘ) কখনোই আর্দ্রতা থাকে না১১০. নিচের কোনটি থেকে ধাতু নিষ্কাশনে বিজারকরূপে হাইড্রোজেন ব্যবহৃত হয়?ক) টাংস্টেন ট্রাই অক্সাইডখ) রাদারফোর্ডিয়াম ট্রাই অক্সাইডগ) থেলিয়াম ট্রাই অক্সাইডঘ) আয়রন (III) অক্সাইড১১১. ভূত্বকে অক্সিজেনের শতকরা পরিমাণ –ক) 8%খ) 27%গ) 4%ঘ) 46%১১২. গলিত লবণের তড়িৎ বিশ্লেষণ দ্বারা কোন ধাতু নিষ্কাশন করা হয়?ক) জিঙ্কখ) তামাগ) সোডিয়ামঘ) লোহা১১৩. মরিচা –
i. ভঙ্গুর
ii. বাদামি বর্ণের
iii. আর্দ্র আয়রন (II) অক্সাইড
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১১৪. ভূত্বকে শতকরা হার 3% কোনটির?ক) Naখ) Kগ) Mgঘ) ক ও খ১১৫. ব্রাসের বা পিতলের সংযুক্তি কোনটি?ক) Cu 65%, Sn 35%খ) Cu 65%, Zn 35%গ) Cu 90%, Sn 10%ঘ) Cu 90%, Zn 10%১১৬. আকরিককে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করার কারণ –ক) পরিবহনে সুবিধাখ) বিক্রিয়াতল বৃদ্ধিগ) ভেজাল দূরীকরণঘ) সৌন্দর্য বর্ধন১১৭. অ্যালুমিনিয়ামের খনিজটি –ক) যৌগিকখ) কঠিনগ) পানিযুক্তঘ) সবগুলো১১৮. সোডিয়াম ধাতু নিষ্কাশনে বিগালক হিসেবে ব্যবহৃত হয় –ক) ক্রায়োলাইডখ) ফ্লোরোস্পোরগ) ক্যালসিয়াম ক্লোরাইডঘ) ক্যালসিয়াম অক্সাইড১১৯. কেওলিন পাওয়া যায় কোন জেলায়?ক) দিনাজপুরখ) টাঙ্গাইলগ) সিলেটঘ) নেত্রকোণা১২০. নিচের কোনটিকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না?ক) সালফারখ) প্লাটিনামগ) পটাসিয়ামঘ) রৌপ্য১২১. H2SO4 এর তৃতীয় সর্বোচ্চ ব্যবহার হয় --- তৈরিতে।ক) ধাতব লবণখ) স্টিলগ) রাসায়নিক দ্রব্যঘ) সাবান ও ডিটারজেন্ট১২২. তেল ফেনা ভাসমান পদ্ধতিতে ঘনীভবন করা হয় না নিচের কোন আকরিক?ক) ম্যাগনেটাইটখ) জিঙ্ক ব্লেডগ) গ্যালেনাঘ) চেলকোসাইট১২৩. বিগলন প্রক্রিয়ায় প্রাপ্ত কপার শতকরা কত ভাগ বিশুদ্ধ?ক) 90%খ) 98%গ) 99%ঘ) 100%১২৪. খাবার লবণে কোন ধরনের বন্ধন বিদ্যমান?ক) আয়নিকখ) সমযোজীগ) সন্নিবেশ সমযোজীঘ) ধাতব বন্ধন১২৫. তাপ জারণের জন্য –
i. সালফাইড আকরিকে তাপজারণ করা হয়
ii. খনিজমল উদ্বায়ী অক্সাইড রূপ দূরীভূত হয়
iii. বায়ুর অনুপস্থিতিতে উত্তপ্ত করা হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১২৬. তরল খনিজ কোনটি?ক) ব্রোমিনখ) পানিগ) ম্যাগমাঘ) মার্কারি১২৭. স্টেইনলেস স্টিল কোনটির সংকর?ক) লোহা, ক্রোমিয়াম, নিকেলখ) লোহা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজগ) লোহা, কার্বন, নিকেলঘ) লোহা, নিকেল, ম্যাঙ্গানিজ১২৮. সালফার পদার্থটি –
i. কঠিন খনিজসমূহের অন্যতম
ii. প্রকৃতিতে মৌলিক খনিজরূপে পাওয়া যায়
iii. নিরুদক প্রস্তুতিতে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১২৯. তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া চলাকালীণ এক মোল কপার সঞ্চিত হতে প্রয়োজন –
i. 2 mole ইলেকট্রন
ii. 96500 কুলম্ব আধান
iii. 2F আধান
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৩০. প্রাগৈতিহাসিক যুগে কোন ধাতু ব্যবহৃত হত?ক) লোহাখ) তামাগ) দস্তা রূপাঘ) দস্তা রূপা১৩১. উড়োজাহাজের বডি তৈরিতে কোন ধাতুর সংকর ব্যবহৃত হয়?ক) ব্রাসখ) ব্রোঞ্জগ) অ্যালুমিনিয়ামঘ) ডুরালমিন১৩২. সালফার নিষ্কাশনে ব্যবহৃত জলীয় বাষ্পের তাপমাত্রা –ক) 1000Cখ) 98.90Cগ) 1800Cঘ) 2200C১৩৩. “X” এ নিকেলের পরিমাণ –ক) 78%খ) 74%গ) 18%ঘ) 8%১৩৪. SO3 প্রস্তুতিতে অত্যানুকূল তাপমাত্রা –ক) 4500Cখ) 4300Cগ) 4800Cঘ) 5100C১৩৫. গ্যাসীয় খনিজ কোনটি?ক) LP গ্যাসখ) টিয়ার গ্যাসগ) অক্সিজেনঘ) প্রাকৃতিক গ্যাস১৩৬. বক্সাইটের সংকেত কোনটি?ক) Al2O3.H2Oখ) Al2O3-2H2Oগ) Al2O3.3H2Oঘ) Al2O3১৩৭. লৌহ নিষ্কাশনের খনিজমল দূরীকরণে ফ্লাক্স হিসেবে কোনটি ব্যবহার করা হয়?ক) Al2O3খ) SiO2গ) CaOঘ) FeO১৩৮. অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ব্যবহৃত হয় –
i. মাত্র 5% জ্বালানি Al পুনঃপ্রক্রিয়াজাত করণে
ii. বক্সাইট
iii. অ্যালুমিনা কিংবা অ্যালুমিনিয়ামের আকরিক
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৩৯. লোহায় মরিচা ধরার জন্য প্রয়োজন –
i. পানি
ii. অক্সিজেন
iii. হাইড্রোজেন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৪০. 6.0% H2SO4 এসিড ব্যবহৃত হয় কোনটি তৈরীতে?ক) যারখ) ধাতব লবণগ) কৃত্রিম সুতাঘ) ডাই১৪১. গরাস তৈরিতে কোন ধাতু সংকর ব্যবহৃত হয়?ক) কাসাখ) পিতলগ) ইস্পাতঘ) ডুরালুমিন১৪২. লিমোনাইটে আয়রনের সংযুক্তি কত?ক) 45.67%খ) 52.27%গ) 72.28%ঘ) 33.4%১৪৩. সালফার থেকে তৈরি হয় –
i. দিয়াশলাই
ii. বারুদ
iii. হাইপো
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৪৪. ধাতুর সক্রিয়তা সিরিজ অনুসারে নিষ্ক্রিয় ধাতু কোনটি?ক) Mnখ) Caগ) Auঘ) Cu১৪৫. সাধারণ অবস্থায় SO2 –
i. গ্যাসীয় পদার্থ
ii. অক্সিজেন দ্বারা জারিত হয় না
iii. ক্ষারকীয় অক্সাইড
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৪৬. লোহার উপর গ্যালভানাইজিং করা হয়, কারণ –
i. এতে মরিচা রোধ হয়
ii. এতে ধাতুর ক্ষয় রোধ হয়
iii. এতে ধাতুর সক্রিয়তা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৪৭. নিচের কোনটি আলোক বিচ্ছুরণ করতে পারে?ক) সালফারখ) নাইট্রোজেনগ) অক্সিজেনঘ) ম্যাগনেসিয়াম১৪৮. তড়িৎ বিশোধনের পর প্রাপ্ত ধাতু কতটুকু বিশুদ্ধ হয়?ক) 78%খ) 99.9%গ) 99%ঘ) 98.9%১৪৯. পিতল তৈরিতে ব্যবহৃত হয় –ক) কপার ও জিঙ্কখ) কপার ও টিনগ) জিঙ্ক ও টিনঘ) কোনোটিই নয়১৫০. তাম্র যুগ বলা হয় –ক) 5000Bc থেকে 3000Bc পর্যন্ত সময়কেখ) 3000Bc থেকে 1000Bc পর্যন্ত সময়কেগ) 1000Bc থেকে 5000Bc পর্যন্ত সময়কেঘ) 10,000Bc থেকে 5000Bc পর্যন্ত সময়কে১৫১. নিচের কোনটি চৌম্বক ধর্ম বিশিষ্ট আকরিক নয়?ক) ক্রোমাইটখ) উলফ্রামাইটগ) রুটাইলঘ) বক্সাইট১৫২. ভস্মীকরণ করা হয় না নিচের কোন আকরিকের?ক) বক্সাইটখ) গন্ধকগ) দুটোইঘ) কোনটাই নয়১৫৩. অ্যালুমিনিয়াম ধাতুর স্ট্রিপ পাওয়া যায় –ক) হাড়িতেখ) ট্যাবলেটের মোড়কেগ) গাড়িতেঘ) যন্ত্রাংশে১৫৪. নিচের কোনটি আকরিক ঘনীকরণ পদ্ধতি নয়?ক) অভিকর্ষ বলখ) মহাকর্ষ বলগ) তেল ফেনা ভাসমান প্রণালিঘ) চৌম্বকীয় পদ্ধতি১৫৫. পর্বতে বিভিন্ন স্তর থাকার কারণ –ক) বিভিন্ন উপাদানের উপস্থিতিখ) পর্বতের উচ্চতাগ) উপাদানসমূহের ঘনত্বের পার্থক্যঘ) পর্বতে জন্মানো উদ্ভিদ১৫৬. কপারের সাথে সামান্য পরিমাণ টিন মিশানো হলে কি হবে?ক) কপারের কাঠিন্য বৃদ্ধি পাবেখ) ব্রোঞ্জ তৈরি হবেগ) দুটোইঘ) কোনটাই নয়১৫৭. সালফিউরিক এসিডের সাথে পানি যোগ করলে –
i. তাপ উৎপাদিত হবে
ii. সালফিউরিক এসিড পানির সাথে বিক্রিয়া করবে
iii. অলিয়াম তৈরি হবে
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) iiiঘ) ii ও iii১৫৮. মৌলিক খনিজ হচ্ছে –
i. হীরা
ii. গন্ধক
iii. ক্যালসিয়াম
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৫৯. স্বর্ণ কোন ধরনের খনিজ?ক) যৌগিক খনিজখ) মৌলিক খনিজগ) তরল খনিজঘ) মিশ্র খনিজ১৬০. এসিড বৃষ্টির জন্য দায়ী নিচের কোনটি?ক) সালফার ডাইঅক্সাইডখ) জলীয়বাষ্পগ) দুটোইঘ) কোনটিই নয়১৬১. সক্রিয় ধাতুর সালফাইড আকরিকের তাপজারণে নিচের কোনটি উৎপন্ন হয়?ক) ধাতুর অক্সাইডখ) মুক্ত ধাতুগ) CO2 গ্যাসঘ) SO3১৬২. ট্যাবলেটের মোড়কে কোন ধাতুর স্ট্রিপ ব্যবহার করা হয়?ক) Snখ) Alগ) Mgঘ) Zn১৬৩. 2PbO+C2Pb+CO2 বিক্রিয়ায় নিচের কোনটি বিজারিত হয় –ক) কার্বনখ) Pbগ) PbOঘ) CO2১৬৪. যুক্তরাষ্ট্রে ব্যবহৃত কপারের পুনঃপ্রক্রিয়াজাতকৃত অংশ কত?ক) 79%খ) 25%গ) 21.11%ঘ) 21%১৬৫. কোনটি স্টিলের মরিচা প্রতিরোধ করে?ক) Cuখ) Crগ) Caঘ) C১৬৬. সোডিয়াম ক্লোরাইড এর গলনাঙ্ক –ক) 1560Cখ) 14700Cগ) 8010Cঘ) 6000C১৬৭. কোন গ্যাসটি ঝাঁঝালো গন্ধযুক্ত?ক) CO2খ) SO2গ) NO2ঘ) SiO2১৬৮. হেমাটাইট কোন ধাতুর আকরিক?ক) লোহাখ) অ্যালুমিনিয়ামগ) টাইটানিয়ামঘ) থোরিয়াম১৬৯. [CuCO3.Cu(OH)2] এর বর্ণ –ক) সবুজখ) নীলগ) কালোঘ) বর্ণহীন১৭০. ডুরালুমিন –
i. তৈরিতে 95% Al ব্যবহৃত হয়
ii. দ্বারা বাই সাইকেলের পার্টস তৈরি হয়
iii. 35% জিংক দ্বারা প্রস্তুত করা হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৭১. চুনাপাথর ক্ষয়ের ফলে সৃষ্টি হয় –ক) পাললিক শিলাখ) বেলেপাথরগ) দুটোইঘ) কোনটিই নয়১৭২. ইস্পাত কী?ক) লোহা ও ক্রোমিয়ামের সংকরখ) কপারের সংকরগ) লোহা, নিকেল ও ক্রোমিয়ামের সংকরঘ) লোহা ও কার্বনের সংকর১৭৩. চুনাপাথরের সংকেত নিচের কোনটি?ক) CaOখ) Ca(NO3)2গ) CaSO4ঘ) CaCO3১৭৪. গিনি সোনার কোন নমুনাটি সর্বোচ্চ দৃঢ়?ক) 18 ক্যারেটখ) 21 ক্যারেটগ) 22 ক্যারেটঘ) 24 ক্যারেট১৭৫. ধাতু অপেক্ষা সংকর ধাতু ব্যবহারের উপযোগিতা বেশি, কারণ –
i. সংকর ধাতুর কাঠিন্য বেশি
ii. সংকর ধাতু মরিচারোধী হয়
iii. সংকর ধাতুর স্থায়িত্ব বেশি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৭৬. H2SO4 ব্যবহৃত হয় –
i. স্টিল উৎপাদনে
ii. ধাতব লবণ উৎপাদনে
iii. ভলকানাইজিং-এ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৭৭. তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা হয় –ক) Crখ) Feগ) সবগুলোঘ) কোনটিই নয়১৭৮. মৃত সামুদ্রিক প্রবালে প্রচুর পরিমাণে থাকে কোনটি?ক) CaCO3খ) Al2O3গ) PbSঘ) HgS১৭৯. ভূত্বকের প্রধান উপাদান দুটি –ক) অধাতুখ) পরিবাহীগ) তরলঘ) অপধাতু১৮০. কক্ষ তাপমাত্রায় কোন ধাতুটি পানির সাথে দ্রুত বিক্রিয়া করে?ক) কপারখ) অ্যালুমিনিয়ামগ) লোহাঘ) দস্তা১৮১. চালকোসাইটের সংকেত কোনটি?ক) CuFeS2খ) Cu2Sগ) WO3ঘ) FeWO4১৮২. জিরেকোনিয়ামের আকরিক কোনটি?ক) রুটাইলখ) জিরকনগ) বক্সাইটঘ) ম্যাগনেটাইট১৮৩. সালফিউরিক এসিড একটি –
i. এসিড
ii. বিজারক
iii. নিরুদক
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৮৪. রসায়ন শিল্পের বিক্রিয়া পাত্র নির্মাণে ব্যবহৃত হয় –ক) স্টিলখ) লোহাগ) মরিচাবিহীন ইস্পাতঘ) ব্রোঞ্জ১৮৫. তাম্রমল এর বৈশিষ্ট্য নিচের কোনটি?ক) তরলখ) হলুদাভগ) ক্ষারীয়ঘ) পানিতে দ্রবণীয়১৮৬. প্রকৃতিতে মৌলিক অবস্থায় পাওয়া যায় কোনটি?ক) বক্সাইটখ) ম্যাগনেটাইটগ) সালফারঘ) পেট্রোলিয়াম১৮৭. বিভিন্ন খনিজ মলের আপেক্ষিক গুরুত্ব –ক) একইখ) কাছাকাছিগ) পরস্পরের সরলগুণিতকঘ) ভিন্ন১৮৮. তেল ফেনা ভাসমান পদ্ধতিতে ঘনীকরণ করা হয় –
i. গ্যালেনা আকরিককে
ii. জিংক ব্লেন্ড আকরিককে
iii. হেমাটাইট আকরিককে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৮৯. M2On+nCO2M+nCO2; এখানে n=?
i. ধাতুর যোজ্যতা
ii. CO অণুর সংখ্যা
iii. O পরমাণুর সংখ্যা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৯০. SO3 এর উৎপাদন বৃদ্ধিতে –
i. প্রভাবক ব্যবহৃত হয়
ii. লা শাতেলিয়ার নীতি ব্যবহৃত হয়
iii. উৎপন্ন SO3 কে সরিয়ে নেওয়া হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৯১. মানুষ দ্বারা নিষ্কাশিত সর্বপ্রথম ধাতু কোনটি?ক) লোহাখ) স্বর্ণগ) তামাঘ) টিন১৯২. সালফার ডাই অক্সাইড –
i. সুস্থিত যৌগ
ii. বিষাক্ত
iii. অম্লধর্মী
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৯৩. ধাতুমল থেকে গলিত ধাতু আলাদা করাকে বলে –ক) অপদ্রব্য দূরীকরণখ) পৃথকীকরণগ) বিগলনঘ) জারণ১৯৪. নতুন তামার বর্ণ কিরূপ?ক) লালখ) গোলাপিগ) সাদাঘ) হলুদ১৯৫. খনিজে ভেজাল হিসেবে থাকে –ক) সিলিকাখ) পাথরগ) কাদামাটিঘ) সবগুলো১৯৬. ভৌত অবস্থা বিবেচনায় খনিজের প্রকারভেদ হলো –
i. মৌলিক খনিজ
ii. কঠিন খনিজ
iii. তরল খনিজ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৯৭. স্টিল ব্যবহৃত হয় –
i. রেলের চাকা ও লাইন তৈরিতে
ii. ইঞ্জিন তৈরিতে
iii. জাহাজ তৈরিতে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৯৮. ইউরোপে ব্যবহৃত অ্যালুমিনিয়ামের কত ভাগ পুনঃপ্রক্রিয়াজাতকৃত?ক) 5%খ) 50%গ) 60%ঘ) 70%১৯৯. সালফার ট্রাই অক্সাইড শোষণে পানি ব্যবহৃত হলে –
i. সালফিউরিক এসিড এর উৎপাদন ব্যয় বেশি হবে
ii. পরিবেশ দূষিত হবে
iii. H2SO4 এর ঘন কুয়াশা সৃষ্টি হবে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২০০. মুক্ত অবস্থায় পাওয়া যায় –
i. সালফার
ii. টিন
iii. স্বর্ণ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২০১. চায়না ক্লে কী?ক) নূড়ি পাথরখ) সিমেন্টগ) মাটিঘ) পানি২০২. ভৌত অবস্থা বিবেচনায় খনিজ –ক) দুই প্রকারখ) তিন প্রকারগ) চার প্রকারঘ) আট প্রকার২০৩. যুক্তরাষ্ট্রে ব্যবহৃত মোট কপারের শতকরা কত ভাগ পুনঃপ্রক্রিয়াজাতকৃত?ক) 5%খ) 21%গ) 35%ঘ) 60%২০৪. 4000Bc অস্ত্র তৈতে কোনটি ব্যবহৃত হয়?ক) কপারখ) ব্রোঞ্জগ) স্টিলঘ) ব্রাজ২০৫. ধাতু নিষ্কাশন মূলত কয় ধাপে করা হয়?ক) তিনখ) চারগ) পাঁচঘ) ছয়২০৬. H2S2O7 কে বলে –
i. সালফার ট্রাই অক্সাইড
ii. 98% সালফিউরিক এসিড
iii. পানি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২০৭. প্রকৃতিতে কোনটি মুক্ত অবস্থায় পাওয়া যায়?ক) Auখ) Znগ) Snঘ) P২০৮. 24 ক্যারেট স্বর্ণ থাকে –
i. 100% স্বর্ণ
ii. 87.5% স্বর্ণ
iii. 12.5% তামা
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) iiiঘ) ii ও iii২০৯. 98% H2SO4দ্বারা কোনটিকে শোষণ করলে ধূমায়মান সালফিউরিক এসিড উৎপন্ন হয়?ক) Sখ) SO2গ) SO3ঘ) H2SO3২১০. তাম্রমল দূর করার জন্য ব্যবহৃত হয় –
i. তেঁতুল
ii. কামরাঙ্গা
iii. লেবু
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২১১. টাইটানিয়ামের আকরিক কোনটি?ক) জিরকনখ) রুটাইলগ) মেনোজাইটঘ) বক্সাইট২১২. রাশেদ কার্বন অ্যানোড ব্যবহার করে বিগলিত অ্যালুমিনাকে তড়িৎ বিশ্লেষণ করল। সে পাবে –
i. অক্সিজেন
ii. কার্বন মনোক্সাইড
iii. কার্বন ডাইঅক্সাইড
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২১৩. কোয়ার্টজ কাকে বলা হয়?ক) NaCl কেখ) CaCO3 কেগ) Au কেঘ) SiO2 কে২১৪. পিঁয়াজ কাটার সময় চোখে জ্বালা হয়, কারণ –
i. পিঁয়াজের সালফারের প্রোপাইনল যৌগ বিয়োজিত হয়ে SO2 উৎপন্ন করে
ii. উৎপন্ন SO2 চোখের পানির সাথে বিক্রিয়া করে H2SO3 উৎপন্ন করে
iii. উৎপন্ন SO2 চোখের পানির সাথে বিক্রিয়া করে H2SO4 উৎপন্ন করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২১৫. ফ্লাক্স ব্যবহার করার কারণ –ক) ধাতুমল তৈরি করাখ) ধাতুমল আলাদা করাগ) গলিত দ্রবণ সৃষ্টিঘ) খনিজমল দূরীকরণ২১৬. আকরিক থেকে সাধারনত কত ধরনের পদ্ধতিতে খনিজমল দূর করা হয়?ক) অসংখ্যখ) ৩টিগ) ৪টিঘ) ৬টি২১৭. দূর্গাপুর উপজেলা বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?ক) নোয়াখালীখ) মুন্সিগঞ্জগ) হরিপুরঘ) নেত্রকোনা২১৮. কম সক্রিয় ধাতু –
i. K
ii. Pb
iii. Sn
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২১৯. হাজার বছরেও ক্ষয় হয় না কোনটি?ক) Auখ) Ptগ) Au ও Ptঘ) Cu২২০. SO2 ব্যবহৃত হয় –ক) জীবাণুনাশকরূপেখ) কীটনাশকরূপেগ) বিরঞ্জকরূপেঘ) সবগুলো২২১. খনিতে আকরিকের সাথে ভেজাল হিসেবে থাকে –
i. বালি
ii. পাথর
iii. কাদামাটি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২২২. এসিড বৃষ্টির জন্য দায়ী –
i. SO2
ii. NO2
iii. H2O
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২২৩. স্টেইনলেস স্টিলে থাকে নিচের কোনটি?ক) কপারখ) টিনগ) জিঙ্কঘ) কার্বন২২৪. সালফিউরাস এসিডের সংকেত কোনটি?ক) H2SO3খ) H2S2O7গ) H2SO4ঘ) H2S২২৫. গঠনের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক?ক) খনিজ পদার্থ → কণা → শিলাখ) কণা → শিলা → খনিজ পদার্থগ) শিলা → খনিজ পদার্থ → কণাঘ) শিলা → কণা → খনিজ পদার্থ২২৬. ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার প্রয়োজন নেই –
i. অতি সক্রিয় ধাতু
ii. মধ্যম সক্রিয় ধাতু
iii. নিষ্ক্রিয় দাতু
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২২৭. সংকরগুলোতে Cu আছে –
i. পিতল
ii. কাঁসা
iii. ডুরালুমিন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২২৮. সালফার নিষ্কাশন পদ্ধতিকে কি বলে?ক) ফ্রেশ পদ্ধতিখ) ফ্লাশ পদ্ধতিগ) ফ্রাশ পদ্ধতিঘ) উচ্চ চাপ পদ্ধতি২২৯. ডুরালমিনে কপারের পরিমাণ –ক) 0.1%খ) 4%গ) 65%ঘ) 8.33%২৩০. SO3(s)+H2O(s)= H2SO4(l) বিক্রিয়াটিতে সৃষ্টি হয় –
i. শব্দ
ii. তাপ
iii. আলো
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) iiiঘ) i, ii ও iii২৩১. কক্সবাজার সমুদ্র উপকূল হতে প্রাপ্ত –
i. জিরকোনিয়ামের আকরিক জিরকন
ii. বক্সাইট পাওয়া যায়
iii. মোনাজাইট পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৩২. সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি?ক) গ্যালিয়ামখ) গোল্ডগ) সিলভারঘ) লেড২৩৩. অনার্দ্র CaCl2 সহ কোন পাত্রে আয়রন রাখলে কি হবে?ক) CaCl2 আয়নের সাথে বিক্রিয়া করবেখ) CaCl2 আয়নের উপর আবরণ সৃষ্টি করবেগ) মরিচা পড়বেঘ) CaCl2 পাত্রস্থ জলীয়বাষ্প শোষণ করবে২৩৪. মরিচা প্রতিরোধে লোহার উপর –
i. গ্যালভানাইজিং করা হয়
ii. অধিক সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়
iii. Zn ও Sn এর প্রলেপ দেওয়া হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৩৫. স্টেইনলেস স্টিলে নিকেল ব্যবহারের কারণ নিচের কোনটি?ক) সৌন্দর্য বৃদ্ধিখ) মসৃণতা বৃদ্ধিগ) স্টিলের কাঠিন্য বৃদ্ধিঘ) মরিচা প্রতিরোধ২৩৬. ভস্মীকরণ করা হয় কোন আকরিকের?ক) চুনাপাথরখ) বক্সাইটগ) হেমাটাইটঘ) সবগুলোর২৩৭. ধাতু সংকর কী?ক) ধাতু ও অধাতুর মিশ্রণখ) ধাতুর মিশ্রণগ) ধাতুর সমসত্ত্ব মিশ্রণঘ) গলিত ধাতু২৩৮. অ্যালুমিনার সংকেত কোনটি?ক) Al2O3খ) Al2O3.H2Oগ) Al2O3.2H2Oঘ) Al2O3.3H2O২৩৯. স্তরে স্তরে তলানি জমে কোন শিলা গঠিত হয়?ক) আগ্নেয় শিলাখ) পাললিক শিলাগ) কঠিন শিলাঘ) রূপান্তরিত শিলা২৪০. ওলিয়াম এর সংকেত কোনটি?ক) H2SO3খ) H2SO4গ) H2SO7ঘ) H2S2O7২৪১. Al এর তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত মিশ্রণের গলনাঙ্ক –ক) 20500Cখ) 9500Cগ) 14700Cঘ) 20510C২৪২. ভূত্বকে কোন ধাতুর পরিমাণ সবচেয়ে বেশি?ক) O2খ) Feগ) Naঘ) Al২৪৩. লিমোনাইট এর সংকেত কোনটি?ক) Al2.2H2O3খ) Fe2O3.3H2Oগ) ZnCO3ঘ) Fe3O4২৪৪. ইঞ্জিন তৈরিতে কোন ধাতুর সংকর ব্যবহার করা হয়?ক) কার্বনখ) স্টেইনলেস স্টিলগ) স্টিলঘ) আয়রন২৪৫. কাসা বা ব্রোঞ্জের সংযুক্তি কোনটি?ক) Cu 65%, Sn 35%খ) Cu 65%, Zn 35%গ) Cu 90%, Sn 10%ঘ) Cu 99%, Sn 1%২৪৬. মৃত সামুদ্রিক প্রবাল থেকে সৃষ্টি হয় –ক) চুনখ) কলিচুনগ) জিপসামঘ) চুনাপাথর২৪৭. Al এর আকরিক থেকে Al ধাতু নিষ্কাশনের সময় বিবেচ্য বিষয়সমূহ –
i. বিগলন খরচ
ii. বিক্রিয়ায় উৎপাদনসমূহের পরিবেশ দূষণের বিষয়
iii. বক্সাইট ধাতু একত্রে মুক্ত হবে কি-না
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৪৮. অর্থনৈতিক স্থিতিশীলতা ও শিল্পায়নের মানদন্ড হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে?ক) H2SO3খ) H2CO3গ) HNO3ঘ) H2SO4২৪৯. ক্যালসিয়াম যৌগ নয় নিচের কোনটি?ক) চুনাপাথরখ) চুনগ) মার্বেল পাথরঘ) ম্যাগনেটাইট২৫০. লঘুকরণে পানিতে ফোঁটায় ফোঁটায় সালফিউরিক এসিড যোগ করার কারণ সালফিউরিক এসিড –
i. এর হাইড্রেমন তাপ অত্যধিক
ii. একটি দ্বিক্ষারকীয় এসিড
iii. ক্ষয়কারক পদার্থ
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) iiiঘ) ii ও iii২৫১. কেওলিন পাওয়া যায় –ক) সাগরগর্ভেখ) পৃথিবী কেন্দ্রেগ) ভূগর্ভেঘ) ভূপৃষ্ঠে২৫২. প্রকৃতিতে প্রাপ্ত মৌলসমূহের মধ্যে চারভাগের তিনভাগই –ক) অপধাতুখ) অধাতুগ) ধাতুঘ) কোনটিই নয়২৫৩. খনি থেকে সালফার নিষ্কাশনের জন্য ব্যবহৃত হয় –ক) 2টি নলখ) 3টি এককেন্দ্রিক নলগ) 3টি পৃথক পৃথক নলঘ) 4টি এক কেন্দ্রিক নল২৫৪. অ্যালুমিনিয়ামকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না কারণ –ক) এটি দুষ্প্রাপ্যখ) এটি দামী ধাতুগ) এটি সক্রিয় ধাতুঘ) এর যৌগের সংখ্যা অনেক২৫৫. সালফাইড আকরিক বিশুদ্ধকরণে তেল ব্যবহার করার কারণ –ক) তেলের দাম কমখ) সালফাইড আকরিক তেল বিকর্ষীগ) সালফাইড আকরিক তেল সিক্ত হয়ঘ) তেল দ্বারা সালফার দূর করা যায়২৫৬. ভূত্বকের অ্যালুমিনিয়ামের শতকরা হার হলো –ক) 8%খ) 5%গ) 3%ঘ) 4%২৫৭. রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কোনটি?ক) সালফিউরাস এসিডখ) সালফিউরিক এসিডগ) নাইট্রিক এসিডঘ) হাইড্রোক্লোরিক এসিড২৫৮. সক্রিয়তা সিরিজে সবার উপরে অবস্থিত কোন ধাতু?ক) Liখ) Kগ) Naঘ) Ca২৫৯. টাংস্টেন (W) ধাতু নিষ্কাশনে বিজারকরূপে ব্যবহৃত হয় –
i. হাইড্রোজেন
ii. আয়রন
iii. অ্যালুমিনিয়াম
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৬০. 100g কপারে কি পরিমাণ টিন মিশালে ব্রোঞ্জ তৈরি হয়?ক) 8gখ) 9gগ) 10gঘ) 11.11g২৬১. ফ্লাক্স নয় কোনটি?ক) ক্যালসিয়াম অক্সাইডখ) সিলিকন ডাই অক্সাইডগ) ফেরাস অক্সাইডঘ) ক্যালসিয়াম অক্সাইড ও সিলিকন ডাই অক্সাইড২৬২. মার্কারীর আকরিক নিচের কোনটি?ক) চুনাপাথরখ) চেলকোসাইটগ) ক্যালামাইনঘ) সিন্নাবার২৬৩. সোডিয়াম ধাতু নিষ্কাশনে –
i. তড়িৎ বিশ্লেষণ করা হয়
ii. ক্যালসিয়াম ক্লোরাইড বিগালকরূপে ব্যবহৃত হয়
iii. NaCl এর গলনাঙ্ক 14700C
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) iiiঘ) ii ও iii২৬৪. কোক কয়লার সাহায্যে নিষ্কাশন করা হয় কোনটি?ক) Naখ) Crগ) Alঘ) Ca২৬৫. প্রকৃতিজাত আকরিতে বৈশিষ্ট্য নিচের কোনটি?ক) সর্বদা ভেজাল থাকবেখ) সহজলভ্যগ) রাসায়নিক উপাদান নির্দিষ্টঘ) ভূগর্ভে পাওয়া যায়২৬৬. নিচের কোনটি প্রকৃতিতে মৌল হিসেবে পাওয়া যায় না?ক) স্বর্ণখ) পারদগ) তামাঘ) লোহা২৬৭. 22 ক্যারেট স্বর্ণে কপারের পরিমাণ কত?ক) 0%খ) 1.25%গ) 12.5%ঘ) 8.33%২৬৮. ‘X’ ব্যবহৃত --- তৈরিতে।
i. কাঁটাচামচ
ii. পাকঘরের সিঙ্ক
iii. কৃষিযন্ত্রপাতি
ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৬৯. TiO2 কে কীভাবে ঘনীকরণ করা হয়?ক) ভৌত করেখ) অভিকর্ষ বলের সহায়তায়গ) তেল ফেনা ভাসমান পদ্ধতিতেঘ) চুম্বক ব্যবহার করে২৭০. কোনটি না থাকলে মরিচা তৈরি হবে না?ক) বাতাসখ) জলীয়বাষ্পগ) লোহাঘ) সবগুলো২৭১. মৌল ও যৌগ বিবেচনায় খনিজ –ক) দুই প্রকারখ) তিন প্রকারগ) পাঁচ প্রকারঘ) ছয় প্রকার২৭২. এসিড বৃষ্টির কারণ নয় নিচের কোনটি?ক) NO2খ) SO2গ) SO3ঘ) CO২৭৩. পৃথিবীর উপরিভাগের মাটির আবরণকে কী বলে?ক) বায়ুত্বকখ) শিলাত্বকগ) ভূত্বকঘ) সবগুলো২৭৪. আকরিককে ধাতুর অক্সাইডে –
i. রূপান্তর করার মাধ্যম তেল ফেনা ভাসমান প্রণালি
ii. ভস্মীকরণ দ্বারা রূপান্তর করা যায়
iii. অন্যতম পদ্ধতি তাপজারণ রূপান্তরকরণে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৭৫. Al2O3 হতে কার্বন বিজারণ পদ্ধতিতে Al ধাতু নিষ্কাশন করা যায় না, কারণ –
i. অক্সিজেনের প্রতি কার্বনের আসক্তি অপেক্ষা অ্যালুমিনিয়ামের আসক্তি বেশি
ii. অ্যালুমিনিয়াম ধাতু সক্রিয়তা সিরিজে উপরের দিকে অবস্থিত
iii. উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম কার্বাইড গঠন করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৭৬. মরিচাবিহীন ইস্পাতে থাকে –
i. 18% ক্রোমিয়াম
ii. 18% নিকেল
iii. 8% ক্রোমিয়াম
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৭৭. 40-42% NaCl ও 58-60% CaCl2 এর মিশ্রণের গলনাঙ্ক কোনটি?ক) 6000Cখ) 8010Cগ) 10000Cঘ) 20500C২৭৮. বক্সাইট আকরিকে ভেজাল হিসেবে থাকে –
i. আয়রনের আকরিক
ii. সোডিয়ামের আকরিক
iii. টাইটেনিয়ামের আকরিক
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৭৯. মরিচা হলো –ক) Fe2Oখ) Fe2O.5H2Oগ) Fe2O3.10H2Oঘ) Fe2O3.nH2O২৮০. ভূত্বকে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়ামের শতকরা হার –ক) 3%, 4%, 3%খ) 3%, 2%, 2%গ) 3%, 2%, 3%ঘ) 3%, 3%, 2%২৮১. নিচের কোনটির গলনাঙ্ক সবচেয়ে বেশি?ক) খাবার লবণখ) অ্যামোনিয়াগ) অক্সিজেনঘ) স্বর্ণ২৮২. আঘাত করলে টুনটুন শব্দ হয় কোনটির?ক) Cuখ) Pগ) Siঘ) N২৮৩. প্লাটিনাম নিচের কোনটির সাথে বিক্রিয়া করে?ক) অক্সিজেনখ) গাঢ় H2SO4গ) উত্তপ্ত NaOHঘ) কারও সাথে নয়২৮৪. রাসায়নিক দ্রব্যের মধ্যে সবচেয়ে বেশি উৎপাদিত হয় –ক) রাজ অম্লখ) সালফারগ) সোডিয়াম হাইড্রোঅক্সাইডঘ) সালফিউরিক এসিড২৮৫. পূর্বে খনিজ পদার্থের উৎস ভাবা হতো –ক) ভূ-পৃষ্ঠকেখ) সমুদ্র উপকূলকেগ) ভূত্বককেঘ) ভূগর্ভকে২৮৬. SO2 ক্ষারের সাথে বিক্রিয়া করে –
i. লবণ তৈরি করে
ii. পানি তৈরি করে
iii. H2SO3 তৈরি করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৮৭. স্টিলের উপাদান কোনগুলো?ক) লোহা ও জিংকখ) লোহা ও নিকেলগ) লোহা ও কার্বনঘ) লোহা ও টিন২৮৮. কোনটি অলিয়ামের সংকেত?ক) H2SO3খ) H2S2O5গ) H2S2O7ঘ) H2S2O8২৮৯. ডুরালমিন ব্যবহৃত হয় –
i. উড়োজাহাজের বড়ি তৈরিতে
ii. বাই সাইকেলের পার্টস তৈরিতে
iii. চুম্বক তৈরিতে
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) iiiঘ) i, ii ও iii২৯০. ইউরোপে ব্যবহৃত অ্যালুমিনিয়ামের --- পুন:প্রক্রিয়াজাতকৃত।ক) 40%খ) 30%গ) 60%ঘ) 35.7%২৯১. কোন ধরনের আকরিক ঘনকিরণে তেল ফেনা ভাসমান পদ্ধতি ব্যবহৃত হয়?ক) কার্বনেটখ) সালফেটগ) সালফাইটঘ) সালফাইড২৯২. ঘাতসহ কোনটি?ক) Cখ) Nগ) Rnঘ) Al২৯৩. যে সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় তাদেরকে বলে –ক) লাভজনক খনিজখ) ধাতব খনিজগ) আকরিকঘ) খনিজ২৯৪. শিলা ক্ষয়প্রাপ্ত হওয়ার কারণ –
i. কুয়াশা
ii. বায়ু প্রবাহ
iii. সূর্যালোক
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৯৫. সক্রিয়তা সিরিজে সর্ব উপরে অবস্থান কোন মৌলের?ক) Kখ) Liগ) Naঘ) Au২৯৬. তাম্রমল কিসের লবণ?ক) কপারখ) আয়রনগ) জিঙ্কঘ) লিভার২৯৭. কোনটি ফলমূলের পচনরোধে ব্যবহার করা হয়?ক) NO2খ) COগ) P2O5ঘ) SO2২৯৮. ক্ষয়প্রাপ্ত হয় না –
i. Au
ii. Pt
iii. Zn
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৯৯. কপার নিষ্কাশনের সময় প্রাপ্ত 98% বিশুদ্ধ Cu কে কী বলা হয়?ক) ম্যাট কপারখ) স্পেলটার কপারগ) ব্লিস্টার কপারঘ) ব্লন্ডেড কপার৩০০. ফটোগ্রাফিতে ব্যবহৃত হয় –ক) হাইপোখ) H2SO4গ) SO2ঘ) SO3৩০১. কপার নিষ্কাশনের সময় উপজাত গ্যাস কোনটি?ক) O2খ) SO2গ) As2O3ঘ) SbO2৩০২. 24 ক্যারেট স্বর্ণ বলতে বোঝায় –ক) 87.5% স্বর্ণখ) 100% স্বর্ণগ) 91.67% স্বর্ণঘ) কোনটিই নয়৩০৩. কক্সবাজার সমুদ্র উপকূলে কোনটি পাওয়া যায়?ক) জিরকনখ) সালফারগ) ম্যাগমাঘ) বক্সাইট৩০৪. কোনটি দ্বারা আকরিককে পাউডারে পরিণত করা হয়?ক) বল ক্রাশারখ) জো ক্রাশারগ) গ্রিল্ডিং মেশিনঘ) লেদ মেশিন৩০৫. গহনা তৈরিতে স্বর্নের সংকর ব্যবহারের কারণ –ক) সংকর ব্যবহারে গহনার দাম কমেখ) স্বর্ণের সংকর অধিক উজ্জ্বলতাবিশিষ্টগ) বিশুদ্ধ স্বর্ণ নরম বলেঘ) স্বর্ণের সংকর অধিক টেকসই৩০৬. সালফার ডাইঅক্সাইডের গন্ধ –ক) অম্লীয়খ) মাছ পচাগ) দুধের মতোঘ) ঝাঁঝালো৩০৭. সিনাবার কোন ধাতুর আকরিক?ক) লেডখ) মার্কারিগ) কপারঘ) ক্যালসিয়াম৩০৮. হামিদ মেটাল ইন্ডাস্ট্রিতে কপারের তড়িৎ বিশোধন করা হয়। সেখানে অ্যানোড হিসেবে কোনটি ব্যবহৃত হয়?ক) বিশুদ্ধ কপারের পাতখ) অবিশুদ্ধ কপারের পাতগ) জিংকের পাতঘ) গ্রাফাইট দন্ড৩০৯. জানালার কাচ প্রস্তুতিতে কোনটি ব্যবহৃত হয়?ক) আর্দ্র সোডিয়াম সালফেট (Na2SO4. 10H2O)খ) সোডিয়াম সালফেটগ) ক্যালসিয়াম সালফেটঘ) ম্যাগনেসিয়াম সালফেট৩১০. স্টেইনলেস স্টিলে মরিচা প্রতিরোধক হিসেবে কাজ করে –ক) কার্বনখ) ক্রোমিয়ামগ) নিকেলঘ) আয়রন৩১১. সক্রিয়তা সিরিজে কোন ধাতুটি সবার নিচে অবস্থিত?ক) Ptখ) Cuগ) Hgঘ) Au৩১২. চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতিতে পৃথক করা যায় না কোনটি?ক) Al2O3. 2H2Oখ) FeO. Cr2O3গ) TiO2ঘ) FeWO4৩১৩. একটি ধাতুর আকরিকে SiO2 খনিজমল বিদ্যমান। ধাতুটিকে এ খনিজমলমুক্ত করার জন্য ব্যবহার করতে হবে –
i. CaO
ii. FeO
iii. CO2
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩১৪. চালকোসাইট এর সংকেত কোনটি?ক) CuFeS2খ) Cu2Sগ) PbSঘ) Fe2O3৩১৫. জিঙ্কের বৈশিষ্ট্য নয় নিচের কোনটি?ক) নমনীয়তাখ) বিদ্যুৎ সুপরিবাহীগ) কম ঘনত্ববিশিষ্টঘ) আঘাত সহ্য করতে পারে৩১৬. চায়না ক্লে ব্যবহারের উৎপত্তিস্থল –ক) জাপানখ) ঘানাগ) বাংলাদেশঘ) চীন৩১৭. প্রকৃতিতে সোডিয়াম সবচেয়ে বেশি পাওয়ায় --- হিসেবে।ক) সোডিয়াম কার্বনেটখ) কাচগ) সোডিয়াম নাইট্রেটঘ) খাবার লবণ৩১৮. রসায়ন পরীক্ষাগারে পাত্র –
i. মরিচাহীন ইস্পাত দ্বারা তৈরি
ii. তৈরিতে Fe, Cr, Ni ব্যবহৃত হয়
iii. তৈরিতে ব্যবহৃত উপাদান দ্বারা ব্রোঞ্জ তৈরি হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩১৯. Mn ধাতু কীভাবে উৎপাদন করা হয়?ক) আকরিকের তড়িৎ বিশ্লেষণখ) কোক দ্বারা বিজারণগ) আকরিকের তাপ জারণঘ) আকরিকের বিশোধন৩২০. সালফার ব্যবহৃত হয় –ক) হাইপোতেখ) ইথানল প্রস্তুতিতেগ) গ্যালভানাইজিং-এঘ) কার্বাক্সিলিক এসিড শনাক্তকরণে৩২১. সোডিয়াম নিষ্কাশনে ক্যালসিয়াম ক্লোরাইডকে বিগালক হিসেবে ব্যবহার করার কারণ কি?ক) সহজে সোডিয়াম নিষ্কাশনখ) CaCl2 সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হ্রাস করেগ) মিশ্র্রণের গলনাঙ্ক হ্রাস করাঘ) সোডিয়ামের গলনাঙ্ক হ্রাস করা৩২২. তামার বিশোধনে ব্যবহৃত হয় –ক) কার্বন বিজারণখ) থার্মাইট বিজারণগ) তাপ জারণঘ) তড়িৎ বিশ্লেষণ৩২৩. বিগলন প্রক্রিয়ায় উৎপন্ন তামা –ক) 97.5%খ) 98%গ) 99%ঘ) 99.9% বিশুদ্ধ৩২৪. ডুরালুমিনে তাকে না নিচের কোনটি?ক) ম্যাগনেসিয়ামখ) মলিবডেনামগ) ম্যাঙ্গানিজঘ) লোহা৩২৫. কোন ধাতু ভূ-ত্বকের উপাদান নয়?ক) আয়রনখ) অ্যালুমিনিয়ামগ) ম্যাগনেসিয়ামঘ) জিংক৩২৬. বিষাক্ত –
i. লেড
ii. লেড অক্সাইড
iii. বাষ্পীয় লেড অক্সাইড
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩২৭. ভূত্বকে পাওয়া যায় না নিচের কোন আকরিক?ক) হেমাটাইটখ) বক্সাইটগ) কয়লাঘ) সালফার৩২৮. ক্যালামাইন কোন ধাতুর আকরিক?ক) মার্কারিখ) জিংকগ) ক্যালসিয়ামঘ) কপার৩২৯. নিচের কোনটি তরল খনিজ?ক) ম্যাগনেটাইটখ) হেমাটাইটগ) বক্সাইটঘ) পেট্রোলিয়াম৩৩০. উৎপাদিত H2SO4 এর --- ব্যবহৃত হয়।
i. 1.5% স্টিল তৈরিতে
ii. 6.0 কৃত্রিম সুতা তৈরিতে
iii. 20% অ্যালকোহলো তৈরিতে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৩১. টাইটেনিয়ামের আকরিক নিচের কোনটি?ক) লিমোনাইটখ) চুনাপাথরগ) ক্যালামাইনঘ) রুটাইল৩৩২. যুক্তরাষ্ট্রে ব্যবহৃত কপারের নিষ্কাশিত অংশের পরিমাণ –ক) 21%খ) 69%গ) 79%ঘ) 72.5%৩৩৩. সক্রিয়তা সিরিজে সবার নিচে অবস্থান কোন মৌলের?ক) Znখ) Auগ) Crঘ) Fe৩৩৪. Hg ধাতু কীভাবে উৎপাদন করা হয়?ক) আকরিকের তড়িৎ বিশ্লেষণখ) কোক দ্বারা বিজারণগ) আকরিকের তাপ জারণঘ) আকরিকের বিশোধন৩৩৫. সালফার ট্রাই অক্সাইডের সাথে পানি যোগ করলে –
i. সালফিউরিক এসিড তৈরি হবে
ii. সালফিউরিক এসিডের ঘন ধোঁয়া সৃষ্টি হবে
iii. উৎপন্ন H2SO4 এর ধোঁয়াকে সহজেই ঘনীভূত করা যায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৩৬. ধাতু গলানোর জন্য কোনটি ব্যবহার করা হয়?ক) ব্রাসখ) ব্রোঞ্জগ) ডুরালুমিনঘ) স্টিল৩৩৭. খাঁটি স্বর্ণের প্রকৃতি কেমন?ক) শক্তখ) নরমগ) ভঙ্গুরঘ) দৃঢ়৩৩৮. অ্যালুমিনিয়াম ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণে জ্বালানির প্রয়োজন –ক) 5%খ) 10%গ) 30%ঘ) Al নিষ্কাশনের 5%৩৩৯. অপরিশোধিত পেট্রোলিয়াম তেলের দহনে পাওয়া যায় –ক) O2খ) NaOHগ) H2O2ঘ) SO2৩৪০. সচরাচর মাটির বর্ণ –ক) কালোখ) ধূসরগ) লালঘ) সবগুলো৩৪১. SO2 পানির সাথে বিক্রিয়ায় তৈরি করে –ক) H2SO2খ) S2SO3গ) H2SO4ঘ) H2S2O7৩৪২. ঢেউটিনে থাকে –ক) লোহাখ) দস্তাগ) টিনঘ) সবগুলো৩৪৩. গাঢ় সালফিউরিক এসিড ক্রিয়া করে –
i. এসিড হিসেবে
ii. জারক হিসেবে
iii. নিরুদক হিসেবে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৪৪. কেওলিন যৌগটি –
i. এক ধরনের মাটি
ii. সিরামিক কারখানায় ব্যবহৃত হয়
iii. চায়না ক্লে নামে পরিচিত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৪৫. খজিন জ্বালানি শেষ হয়ে যাবে আগামী --- সালের মধ্যে।ক) 2132-2162খ) 2142-2172গ) 2112-2142ঘ) 2172-2202৩৪৬. ম্যাগমা ঠান্ডা হয়ে পরিণত হয় –ক) পাললিক শিলায়খ) চুনাপাথরেগ) আগ্নেয় শিলায়ঘ) গন্ধকে৩৪৭. প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা –ক) 118টিখ) 110টিগ) 92টিঘ) 98টি৩৪৮. ক্ষারকীয় ফ্লাক্স কোনটি?ক) MnOখ) FeOগ) CuOঘ) CaO৩৪৯. গহনা তৈরিতে স্বর্ণের সাথে কি মেশানো হয়?ক) খাদখ) লোহাগ) পলিপ্রোপিন ক্লোরাইডঘ) রূপা৩৫০. অ্যালুমিনিয়াম নিষ্কাশনে কোনটি বিগালক হিসেবে ব্যবহৃত হয়?ক) ক্যালসিয়াম ক্লোরাইডখ) সোডিয়াম হেক্সাফ্লোরো অ্যালিমুনেটগ) ক্যালসিয়াম অক্সাইডঘ) সিলিকন ডাই অক্সাইড৩৫১. অভিকর্ষ বলের সহায়তায় পৃথক করা হয় নিচের কোনটি?ক) ধাতুর আকরিকখ) বালিগ) চুনাপাথরঘ) সবগুলো৩৫২. মাটির বিভিন্ন রং রঙীন এর কারণ কোনটি?ক) পানির অনুপস্থিতিখ) রং এর উপস্থিতিগ) বিভিন্ন খনিজের উপস্থিতিঘ) পানির উপস্থিতি৩৫৩. ধাতু নিষ্কাশন একটি –ক) তাপীয় বিক্রিয়াখ) তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াগ) আর্দ্রবিশ্লেষণ প্রক্রিয়াঘ) বিজারণ প্রক্রিয়া৩৫৪. রাবার ভলকানাইজিং-এ ব্যবহৃত হয় –ক) কার্বন মনোক্সাইডখ) শুষ্ক বরফগ) সালফারঘ) কণার পিরাইটস৩৫৫. কোন মিশ্রণের গলনাঙ্ক প্রায় 6000C?ক) 80-82% NaCl ও 20-18% Cacl2খ) 60-70% NaCl ও 40-30% Cacl2গ) 40-42% NaCl ও 58-60% Cacl2ঘ) 40-42% বক্সাইট ও 58-68% ক্রায়োলাইট৩৫৬. মৌলিক খনিজ নয় নিচের কোনটি?ক) হীরাখ) রৌপ্যগ) প্লাটিনামঘ) চুনাপাথর৩৫৭. মরিচার বর্ণ কোনটি?ক) গাঢ় নীলখ) বাদামি হলুদগ) হলুদঘ) লালচে বাদামি৩৫৮. মরিচার কারণে প্রতি বছর পৃথিবীতে কী পরিমাণ অর্থ ব্যয় হয়?ক) 100 মিলিয়ন USDখ) 50 মিলিয়ন USDগ) 1 মিলিয়ন USDঘ) 10 মিলিয়ন USD৩৫৯. ফসফরাসের খনিজ কোনটি?ক) সিলিকাখ) ফসফেটগ) হীরাঘ) কোনোটিই নয়৩৬০. কপারের বর্ণ কোনটি?ক) বোদামিখ) সবুজাভগ) তামাটেঘ) রূপালী৩৬১. প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি?ক) 92খ) 98গ) 105ঘ) 110৩৬২. স্ববিজারণ প্রক্রিয়ায় পাওয়া যায় কোন ধাতু?ক) কোবাল্টখ) নিকেগ) স্বর্ণঘ) কপার৩৬৩. শিল্পক্ষেত্রে H2SO4 উৎপাদনে প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় –
i. প্লাটিনাম চূর্ণ
ii. V2O5
iii. অক্সিজেন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৬৪. গ্যালেনা কোন ধাতুর আকরিক?ক) তামাখ) দস্তাগ) রূপাঘ) সীসা৩৬৫. লোহাতে শতকরা কতভাগ কার্বন থাকলে তাকে স্টিল বলে? 2.5%খ) 2.4%গ) 2%ঘ) 1%৩৬৬. প্রকৃতিতে কোন আকরিকটি বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়?ক) কপার পিরাইটসখ) বক্সাইটগ) রুটাইলঘ) ম্যাগনেটাইট৩৬৭. ননের কোন ধরনের খজিন?ক) মৌলিকখ) গ্যাসীয়গ) কঠিনঘ) তরল৩৬৮. আদিম যুগে ধাতু নিষ্কাশনে কোন পদ্ধতি ব্যবহৃত হত?ক) কয়লা বিজারণখ) তড়িৎ বিশ্লেষণগ) কোন পদ্ধতি ব্যবহৃত হত নাঘ) দুটো পদ্ধতিই ব্যবহৃত হত৩৬৯. কোন মিশ্রণটি স্টেইনলেস স্টিলের উপাদান?ক) Fe, Ni, Cr, Cখ) Fe, Zn, Ca, Cগ) Fe, Cr, Na, Snঘ) Fe, Na, Ca, Zn৩৭০. ভূত্বকে অক্সিজেন এর কোন যৌগের পরিমাণ সবচেয়ে বেশি?ক) কার্বন ডাই-অক্সাইডখ) বক্সাইটগ) সিলিকাঘ) পানি৩৭১. কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণে প্লাটিনাম অ্যানোড ব্যবহার করলে তড়িৎ বিশ্লেষণে কোন পদার্থটি উৎপন্ন হয় না?ক) কপার ধাতুখ) অক্সিজেনগ) কপার সালফেটঘ) সালফিউরিক এসিড৩৭২. কক্সবাজারের সমুদ্র উপকূলের বালি থেকে মূল্যবান খনিজ আহরণ করা হয় –
i. জিরকন
ii. রুটাইল
iii. মোনাজাইট
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৭৩. পিঁয়াজ কাটার সময় কোন অক্সাইডটি তৈরি হয়?ক) SO2খ) SO3গ) NO2ঘ) CO2৩৭৪. সিরামিক কারখানায় নিচের কোনটি ব্যবহৃত হয়?ক) সাবানখ) সোডিয়াম কার্বনেটগ) মাটিঘ) অ্যালুমিনিয়াম সমৃদ্ধ মাটি৩৭৫. পিঁয়াজ কাটলে চোখে জ্বালা করার কারণ –
i. SO2
ii. SO2 এ H2O বিক্রিয়ায় H2SO3 তৈরি হওয়াv iii. পিঁয়াজে সালফারের প্রোপাইল যৌগ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৭৬. পানিযুক্ত Ore কোনটি?ক) রুটাইলখ) হেমাটাইটগ) বক্সাইটঘ) মোনাজাইট৩৭৭. প্রতি বছর ব্যবহৃত H2SO4 এর পরিমাণ প্রায় –ক) কয়েক টনখ) কয়েক বিলিয়ন টনগ) কয়েক মিলিয়ন টনঘ) শূন্য৩৭৮. প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় –
i. Au
ii. প্লাটিনাম
iii. রৌপ্য
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৭৯. শিলার গলিত অবস্থাকি বলে –ক) ম্যাগনামখ) ম্যাগনেটগ) ম্যাগমাঘ) ম্যাগনেসিয়াম৩৮০. সোডিয়াম ধাতুকে প্রকৃতিতে মৌলিক অবস্থায় না পাওয়ার কারণ কোনটি?ক) সোডিয়াম খুবই সক্রিয় ধাতুখ) সোডিয়াম একটি হালকা ধাতুগ) সোডিয়াম একটি নরম ধাতুঘ) সোডিয়ামের যোজ্যতা এক৩৮১. ধাতুর সক্রিয়তা সিরিজে অ্যালুমিনিয়াম ধাতুর উপরে অবস্থিত বিগলিত ‘M’ ধাতুর ক্লোরাইডকে তড়িৎ বিশ্লেষণ করলে –
i. অ্যানোডে ‘M’ ধাতু জমা হয়
ii. ক্যাথোডে ‘M’ ধাতু জমা হয়
iii. অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৮২. সার উৎপাদনে ব্যবহৃত H2SO4 এর H2SO4 উৎপাদনের –ক) 2.5%খ) 1.5%গ) 2.0%ঘ) 19.0%৩৮৩. অস্ত্র তৈরিতে স্টিল ব্যবহারের কারণ কোনটি?ক) ব্যয়বহুল নয়খ) ঘাতসহগ) ভারবহনে সক্ষমঘ) সবগুলো৩৮৪. যৌগিক খনিজ নিচের কোনটি?ক) বক্সাইটখ) হেমাটাইটগ) রুটাইলঘ) সবগুলো৩৮৫. ভূত্বকে শতকরা হার সবচেয়ে বেশি কোন মৌলটির?ক) সিলিকনখ) আয়রনগ) অক্সিজেনঘ) সোডিয়াম৩৮৬. ভূত্বকে সিলিকনের শতকর পরিমাণ কত?ক) 5%খ) 8%গ) 27%ঘ) 46%৩৮৭. অস্ত্রোপচারের যন্ত্রপাতি তৈরিতে ব্যবহার করা হয় কোন ধাতু সংকর?ক) ডুরালুমিনখ) ব্রাসগ) আয়রনঘ) স্টেইনলেস স্টিল৩৮৮. SO3 কে 98% সালফিউরিক এসিডে শোষণ করে পানি যোগে প্রয়োজনমত লঘু করা হয়, কারণ সালফিউরিক এসিড –
i. জলীয়বাষ্পের সাথে ঘন কুয়াশা সৃষ্টি করে
ii. পানি যোগে প্রচুর তাপ নির্গত করে
iii. একটি নিরুদক পদার্থ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৮৯. নারিকেল তেলে সুচ রাখা হলে –ক) সুচ ধারালো হয়খ) সুচের ভর হ্রাস পায়গ) সুচের উজ্জ্বলতা নষ্ট হয়ঘ) সুচ মরিচাবিহীন থাকে৩৯০. কোন ধাতু নিষ্কাশনে বিজারণ প্রয়োজন হয় না?ক) স্বর্ণখ) রূপাগ) প্লাটিনামঘ) সবগুলো৩৯১. ভূত্বকে আয়রনের পরিমাণ কত?ক) ৪%খ) ৫%গ) ৬%ঘ) ৭%৩৯২. বিশুদ্ধ তামার যন্ত্রপাতি কার্যকর না হওয়ার কারণ কোনটি?ক) সহজে অন্য রাসায়নিক দ্বারা আক্রান্ত হয়খ) উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়গ) নরমঘ) ভঙ্গুর৩৯৩. কোনটি দ্বারা তাম্রমল দূর করা যায়?ক) আপেলখ) পেঁপেগ) কলাঘ) কামরাঙ্গা৩৯৪. কার্বনের খনিজ –ক) হীরাখ) গ্রাফাইটগ) কয়লাঘ) গ্রাফিন৩৯৫. সালফারের গলনাঙ্ক –ক) 1100Cখ) 1190Cগ) 1250Cঘ) 1350C৩৯৬. শিলা –ক) শক্ত কণার মিশ্রণখ) আবহাওয়ার সাথে সাথে পরিবর্তিত হয়গ) বিভিন্ন খনিজ পদার্থ দ্বারা তৈরিঘ) সবগুলো৩৯৭. কোন ধাতুকে পেট্রোল বা কেরোসিনের নিচে রাখা হয়?ক) Naখ) Caগ) Feঘ) Cu৩৯৮. দুটি প্লাটিনাম তারকে এসিড মিশ্রিত পানিতে ডুবিয়ে ঋণাত্মক প্রান্তের সাথে কোনটি যুক্ত করলে বিদ্যুৎ প্রবাহ বোঝা যাবে?ক) অ্যামিটারখ) ভোল্টমিটারগ) পটেনসিওমিটারঘ) বাল্ব৩৯৯. পাতিল তৈরিতে যে ধাতুসংকর ব্যবহৃত হয় তাতে থাকে –ক) অ্যালুমিনিয়ামখ) কাঁসাগ) লোহাঘ) জিঙ্ক৪০০. মৌলিক খনিজ –ক) বক্সাইটখ) ম্যাগনেটাইটগ) পেট্রোলিয়ামঘ) হীরা৪০১. স্বর্ণকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। কারণ এটি –ক) দামীখ) নিষ্ক্রিয়গ) ধাতুঘ) অপধাতু৪০২. সালফাইড আকরিক ঘনীকরণে কোন পদ্ধতি ব্যবহার করা হয়?ক) অভিকর্ষ বলখ) মহাকর্ষ বলগ) তেল ফেনা ভাসমান প্রণালিঘ) চৌম্বকীয় পদ্ধতি৪০৩. সাদা মাটির পাহাড়ে কি থাকে?ক) কেওলিনখ) চুনাপাথরগ) রকসল্টঘ) সিলিকা৪০৪. প্রকৃতিতে প্রাপ্ত মৌলের কত ভাগ ধাতু?ক) ১/৪খ) ২/৪গ) ৩/৪ঘ) ৩.৫/৪৪০৫. বিয়ারিং তৈরিতে ব্যবহার হয় –ক) কপারের সংকরখ) লোহার সংকরগ) অ্যালুমিনিয়াম সংকরঘ) টিনের সংকর৪০৬. প্রকৃতিতে কোন ধাতুযৌগগুলো বেশি পাওয়া যায়?ক) মধ্যম সক্রিয়খ) অধিক সক্রিয়গ) কম সক্রিয়ঘ) সবগুলো৪০৭. ক্যালসিয়ামের যৌগ কোনটি?ক) কোয়ার্টজখ) ম্যাগনেটাইটগ) চুনাপাথরঘ) কার্নালাইট৪০৮. টেবিলের কোন রেকর্ডটি সাধারণত ধাতুর বৈশিষ্ট্য প্রকাশ করে?ক) গলনাংক স্ফুটনাংক ঘনত্ব 1536 2886 7.86খ) গলনাংক স্ফুটনাংক ঘনত্ব -219 183 .002গ) গলনাংক স্ফুটনাংক ঘনত্ব -113 45 0.79ঘ) গলনাংক স্ফুটনাংক ঘনত্ব 117 444 1.96৪০৯. SO2 কে জারিত করতে ব্যবহৃত হয় –ক) Cl2খ) H2Sগ) HNO3ঘ) O2উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
“M” একটি মৌল যা স্টিলের কাঠিন্য বৃদ্ধি করে।
৪১০. “M” মৌলটির পারমাণবিক সংখ্যা কোনটি?ক) 26খ) 27গ) 28ঘ) 29৪১১. “M” মৌলটির ধাতব সংকর –ক) ক্রোমওকরখ) ব্রাসগ) স্টিলঘ) মরিচাবিহীন ইস্পাত
Social Plugin