এস.এস.সি || রসায়ন || অধ্যায় - ১০ খনিজ সম্পদ ধাতু-অধাতু || বহুনির্বচনী প্রশ্ন - উত্তর

 


এস.এস.সি || রসায়ন  || অধ্যায় - ১০ খনিজ সম্পদ ধাতু-অধাতু

১. মাটির বর্ণের ভিন্নতার কারণ –

  • ক) মাটিতে চীনামাটির উপস্থিতি
  • খ) মাটিতে পানির পরিমাণ
  • গ) মাটিতে থাকা কীটপতঙ্গ
  • ঘ) মাটিতে খনিজের উপস্থিতি
  • সঠিক উত্তর: (ঘ)
    ২. Al2O3 এর গলনাঙ্ক কমানোর জন্য কোনটি ব্যবহৃত হয়?
  • ক) ফ্লোরস্পার
  • খ) স্পাইজেল
  • গ) ক্যালসিয়াম ক্লোরাইড
  • ঘ) ক্রায়োলাইট
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩. জিঙ্কের আকরিক নিচের –
    i. জিঙ্ক ব্লেন্ড
    ii. ক্যালামাইন
    iii. গ্যালেনা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৪. সর্বপ্রথম ব্যবহৃত ধাতু সংকর কোনটি?
  • ক) পিতল
  • খ) কাঁসা
  • গ) ইস্পাত
  • ঘ) স্বর্ণ
  • সঠিক উত্তর: (খ)
    ৫. রেললাইন প্রস্তুতিতে কোনটি ব্যবহৃত হয়?
  • ক) লোহা
  • খ) কপার
  • গ) ইস্পাত
  • ঘ) স্টেইনলেস স্টিল
  • সঠিক উত্তর: (গ)
    ৬. কোন ধাতুর আকরিকের তাপজারণে মু্ক্ত ধাতু পাওয়া যায়?
  • ক) লেড
  • খ) কপার
  • গ) জিঙ্ক
  • ঘ) আয়রন
  • সঠিক উত্তর: (খ)
    ৭. মৌল ও যৌগ বিবেচনায় খনিজ পদার্থ কত প্রকার?
  • ক) 2
  • খ) 3
  • গ) 4
  • ঘ) 5
  • সঠিক উত্তর: (ক)
    ৮. মোনাজাইট –
    i. থোরিয়ামের আকরিক
    ii. কক্সবাজার সমুদ্র উপকূলে পাওয়া যায়
    iii. টাইটানিয়ামের আকরিক
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৯. নিচের কোনটির চৌম্বক ধর্ম বিদ্যমান?
  • ক) PbS
  • খ) Cu2S
  • গ) NaCl
  • ঘ) TiO2
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০. ভূত্বকে ক্যালসিয়ামের পরিমাণ কত?
  • ক) ৩%
  • খ) ৪%
  • গ) ৫%
  • ঘ) ৬%
  • সঠিক উত্তর: (খ)
    ১১. কপার নিষ্কাশনের সময় উপজাত হিসেবে পাওয়া যায় –
  • ক) Cu ধাতু
  • খ) SO2 গ্যাস
  • গ) Cu2O
  • ঘ) CO2
  • সঠিক উত্তর: (খ)
    ১২. ভৌত অবস্থা বিবেচনায় খনিজ কত প্রকার?
  • ক) 2
  • খ) 3
  • গ) 4
  • ঘ) 5
  • সঠিক উত্তর: (খ)
    ১৩. সার তৈরীতে শতকরা কত ভাগ H2SO4 ব্যবহার হয়?
  • ক) 2.0%
  • খ) 2.5%
  • গ) 4.0%
  • ঘ) 5.5%
  • সঠিক উত্তর: (ক)
    ১৪. 24 ক্যারেট স্বর্ণ অলংকার প্রস্তুতিতে ব্যবহার না করার কারণ কোনটি?
  • ক) এটি খুবই শক্ত
  • খ) এটি নরম
  • গ) এটিতে ভেজাল থাকে
  • ঘ) এটিতে মরিচা পড়ে
  • সঠিক উত্তর: (খ)
    ১৫. ভূত্বকের শতকরা 2%, 3%, 4% হলো –
  • ক) Mg, Ca, K
  • খ) Ca, K, Mg
  • গ) Ca, Mg, Na
  • ঘ) Mg, Na, Ca
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬. ডাই তৈরিতে ব্যবহৃত H2SO4 এর পরিমাণ H2SO4 উৎপাদনের –
  • ক) 5.5%
  • খ) 2.5%
  • গ) 1.5%
  • ঘ) 2%
  • সঠিক উত্তর: (ক)
    ১৭. ভূত্বকের প্রধান প্রধান উপাদান প্রাপ্যতার ক্রম কোনটি সঠিক?
  • ক) অক্সিজেন>সিলিকন>অ্যালুমিনিয়াম>আয়রন
  • খ) সিলিকন>অ্যালুমিনিয়াম>আয়রন>অক্সিজেন
  • গ) অ্যালুমিনিয়াম>আয়রন>অক্সিজেন>সিলিকন
  • ঘ) আয়রন>অ্যালুমিনিয়াম>সিলিকন>অক্সিজেন
  • সঠিক উত্তর: (ক)
    ১৮. নিচের কোনটি নিরুদক –
  • ক) গাঢ় সালফিউরিক এসিড
  • খ) গাঢ় নাইট্রিক এসিড
  • গ) গাঢ় হাইড্রোক্লোরিক এসিড
  • ঘ) গাঢ় ফসফরিক এসিড
  • সঠিক উত্তর: (ক)
    ১৯. তড়িৎ বিশ্লেষণ দ্বারা নিষ্কাশন করা –
    i. সোডিয়াম
    ii. অ্যালুমিনিয়াম
    iii. ক্যালসিয়াম
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০. মরিচা পড়ার জন্য প্রয়োজন –
    i. লোহার অক্সাইড
    ii. পানি
    iii. অক্সিজেন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২১. চীনামাটি --- সমৃদ্ধ।
  • ক) কেওলিন
  • খ) পাথর
  • গ) বালু
  • ঘ) অ্যালুমিনিয়াম
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২. বাত্যাচুল্লিতে কোন ধাতু নিষ্কাশন করা হয়?
  • ক) Ca
  • খ) Al
  • গ) Na
  • ঘ) Fe
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৩. কয়লা কার খনিজ?
  • ক) কেওলিনের
  • খ) টাইটানিয়ামের
  • গ) সালফারের
  • ঘ) কার্বনের
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৪. কোনটি স্টিলের কাঠিন্য বৃদ্ধি করে?
  • ক) C
  • খ) Si
  • গ) Ni
  • ঘ) Cu
  • সঠিক উত্তর: (গ)
    ২৫. একটি তরল ধাতুর সালফাইড আকরিক এর আপেক্ষিক আণবিক ভর 232.59। ধাতুটি –
  • ক) Hf
  • খ) Hs
  • গ) Hg
  • ঘ) Ag
  • সঠিক উত্তর: (গ)
    ২৬. লেড অক্সাইড (PbO) ও কার্বনের বিক্রিয়ায় তৈরি হয় –
  • ক) লেড
  • খ) লেড কার্বনেট
  • গ) রেড লেড
  • ঘ) PbO এর বাষ্প
  • সঠিক উত্তর: (ক)
    ২৭. ফলমূলের পচন রোধে ব্যবহৃত হয় –
  • ক) CO
  • খ) CO2
  • গ) N2O
  • ঘ) SO2
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৮. খনিজ পদার্থসমূহের মধ্যে –
    i. স্বর্ণ কঠিন
    ii. তিনটি ভৌত অবস্থায় থাকে
    iii. মৌলিক ও যৌগিক রূপে প্রকৃতিতে পাওয়া যায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৯. ধাতু নিষ্কাশনের সর্বশেষ ধাপ কোনটি?
  • ক) ধাতব দ্রব্য প্রস্তুতি
  • খ) ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর
  • গ) আকরিকের ঘনীকরণ
  • ঘ) ধাতু বিশোধন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩০. তাপজারণ পদ্ধতি –
    i. এ অপদ্রব্য উদ্বায়ী অক্সাইড হিসেবে দূরীভূত হয়
    ii. ধাতুর গলনাঙ্কের উচ্চ তাপমাতায় করা হয়
    iii. সাধারনত সালফাইড আকরিকের ক্ষেত্রে করা হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩১. বাত্যাচুল্লিতে নিষ্কাশনের পর কোন লোহা পাওয়া যায়?
  • ক) ঢালাই লোহা
  • খ) পেটা লোহা
  • গ) ইস্পাত
  • ঘ) বিশুদ্ধ লোহা
  • সঠিক উত্তর: (ক)
    ৩২. বক্সাইড দ্রবীভূত করতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
  • ক) পটাসিয়াম হাইড্রোক্সাইড
  • খ) অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড
  • গ) সোডিয়াম হাইড্রোক্সাইড
  • ঘ) ফেরাস সালফেট ও সালফিউরিক এসিড
  • সঠিক উত্তর: (গ)
    ৩৩. যুদ্ধাস্ত্র তৈরিতে ব্যবহৃত হয় –
  • ক) স্টিল
  • খ) স্টেইনলেস স্টিল
  • গ) পিতল
  • ঘ) কাঁসা
  • সঠিক উত্তর: (ক)
    ৩৪. অ্যালুমিনিয়ামের –
    i. 60% পুনঃপ্রক্রিয়াজাত যা ইউরোপে ব্যবহৃত হয়
    ii. প্রায় 21% পুনঃপ্রক্রিয়াজাত Al যুক্তরাষ্ট্রে ব্যবহার হয়
    iii. দ্বারা ট্যাবলেটের স্ট্রিপ তৈরী করা হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫. পরিবেশ দূষণ হ্রাস করতে পারে কোনটি?
  • ক) ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ
  • খ) ধাতু নিষ্কাশন
  • গ) আকরিক উত্তোলন
  • ঘ) ধাতুর ব্যবহার
  • সঠিক উত্তর: (ক)
    ৩৬. ধাতুসমূহ –
    i. ঘাতসহ
    ii. নমনীয়
    iii. অনুজ্জ্বল
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৭. ধাতুমল –
  • ক) গলিত ধাতু থেকে হারকা
  • খ) গলিত ধাতুতে অদ্রবণীয়
  • গ) মূলত ধাতুর সিলিকেট
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৮. সালফার –
    i. মুক্ত অবস্থায় পাওয়া যায়
    ii. 1190C তাপমাত্রায় গলে
    iii. নিষ্কাশনে তিনটি এককেন্দ্রিক নল ব্যবহৃত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৯. কাঁসাতে কপারের শতকরা পরিমাণ কত?
  • ক) 10%
  • খ) 60%
  • গ) 80%
  • ঘ) 90%
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪০. ডাই তৈরীতে শতকরা কত ভাগ H2SO4 ব্যবহার হয়?
  • ক) 2.0%
  • খ) 5.5%
  • গ) 8.0%
  • ঘ) 2.5%
  • সঠিক উত্তর: (খ)
    ৪১. স্পর্শ পদ্ধতিতে H2SO4 উৎপাদনের প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় –
  • ক) Al2O3
  • খ) V2O5
  • গ) Ni চূর্ণ
  • ঘ) V2O5 ও Ni চূর্ণ
  • সঠিক উত্তর: (খ)
    ৪২. চুনাপাথর ক্ষয়ের জন্য দায়ী নিচের কোনটি?
  • ক) বায়ুপ্রবাহ
  • খ) তাপমাত্রা বৃদ্ধি
  • গ) বৃষ্টিপাত
  • ঘ) ভূমিকম্প
  • সঠিক উত্তর: (গ)
    ৪৩. সালফাড্রাগ তৈরিতে ব্যবহৃত হয় –
  • ক) সালফার
  • খ) ফসফরাস
  • গ) নাইট্রোজেন
  • ঘ) ম্যাঙ্গানিজ
  • সঠিক উত্তর: (ক)
    ৪৪. FeWO4 এর বাণিজ্যিক নাম কী?
  • ক) উলফ্রেম
  • খ) উলভারিনাইট
  • গ) উলফ্রামাইট
  • ঘ) আয়রন টাংস্টেন টেট্রাঅক্সাইড
  • সঠিক উত্তর: (গ)
    ৪৫. নতুন তামার জিনিসপত্র কিছুদিন রেখে দিলে কোন বর্ণ ধারণ করে?
  • ক) কালো
  • খ) খয়েরি
  • গ) বাদামি
  • ঘ) গোলাপি
  • সঠিক উত্তর: (গ)
    ৪৬. নিচের কোনটি প্রকৃতিতে মৌল হিসেবে পাওয়া যায়?
  • ক) রূপা
  • খ) অ্যালুমিনিয়াম
  • গ) লোহা
  • ঘ) দস্তা
  • সঠিক উত্তর: (ক)
    ৪৭. ফ্রাশ পদ্ধতিতে কোন মৌল আহরণ করা হয়?
  • ক) C
  • খ) S
  • গ) P
  • ঘ) N
  • সঠিক উত্তর: (খ)
    ৪৮. আনুপাতিক হারে ভূত্বকে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে থাকা উপাদানটির যৌগ হলো –
  • ক) পানি
  • খ) অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড
  • গ) সিলিকা
  • ঘ) চুনাপাথর
  • সঠিক উত্তর: (গ)
    ৪৯. সোডিয়ামের যৌগ –
    i. বালি
    ii. খাবার লবণ
    iii. বক্সাইট
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৫০. 3000Bc থেকে 1000Bc পর্যন্ত সময়কে কি বলা হয়?
  • ক) আদিম যুগ
  • খ) প্রাক-ঐতিহাসিক যুগ
  • গ) তাম্র যুগ
  • ঘ) ব্রোঞ্জ যুগ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫১. রাসায়নিক পদ্ধতিতে ঘনীভবন করা হয় কোন ধাতুর আকরিক?
  • ক) Na
  • খ) Fe
  • গ) Al
  • ঘ) Cr
  • সঠিক উত্তর: (গ)
    ৫২. খনিতে আকরিকের সাথে থাকা অপদ্রব্যকে কি বলে?
  • ক) ডেজাল
  • খ) অপদ্রব্য
  • গ) ধাতুমল
  • ঘ) খনিজমল
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫৩. সাদা মাটির পাহাড় কোথায় অবস্থিত?
  • ক) বিজয়পুর
  • খ) দুর্গাপুর
  • গ) দিনাজপুর
  • ঘ) বিজয়নগর
  • সঠিক উত্তর: (ক)
    ৫৪. ধাতু নিষ্কাশনের ধাপ নয় কোনটি?
  • ক) আকরিক উত্তোলন
  • খ) আকরিকের ঘনীকরণ
  • গ) আকরিকে তার অক্সাইড রূপান্তর
  • ঘ) ধাতু বিশোধন
  • সঠিক উত্তর: (ক)
    ৫৫. মরিচাবিহীন ইস্পাতে থাকে না নিচের কোনটি?
  • ক) ক্রোমিয়াম
  • খ) নিকেল
  • গ) কার্বন
  • ঘ) ম্যাগনেসিয়াম
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫৬. ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণের ফলে –
    i. অর্থ সাশ্রয় হয়
    ii. জ্বালানি সাশ্রয় হয়
    iii. পরিবেশ দূষণ হ্রাস পায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫৭. ওলিয়ামের সংকেত কোনটি?
  • ক) SO2
  • খ) H2SO3
  • গ) H2SO4
  • ঘ) H2S2O7
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫৮. পাকঘরের সিঙ্ক তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
  • ক) ডুরালমিন
  • খ) বিশুদ্ধ কপার
  • গ) কাসা
  • ঘ) মরিচাবিহীন ইস্পাত
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫৯. 21 ক্যারেট স্বর্ণের উপাদান হলো –
    i. স্বর্ণ
    ii. আয়রন
    iii. কপারসহ অন্যান্য ধাতু
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৬০. SO2 এর প্রধান ব্যবহার –
  • ক) ভলকানাইজিং-এ
  • খ) বিরঞ্জনে
  • গ) বারুদ তৈরিতে
  • ঘ) H2SO4 প্রস্তুতিতে
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬১. লঘু H2SO4 থেকে সিলভার হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে না, কারণ –
    i. সক্রিয়তা সিরিজে সিলভারের অবস্থান হাইড্রোজেনের নিচে
    ii. হাইড্রোজেন সিলভারের চেয়ে বেশি সক্রিয়
    iii. হাইড্রোজেন সিলভারের চেয়ে কম সক্রিয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৬২. সোডিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম ক্লোরাইড মিশ্রণের গলনাঙ্ক –
  • ক) 8010C
  • খ) 14740C
  • গ) 20000C
  • ঘ) 6000C
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬৩. নিচের কোন ধাতুটি সবচেয়ে বেশি সক্রিয়?
  • ক) সোডিয়াম
  • খ) ক্যালসিয়াম
  • গ) পটাসিয়াম
  • ঘ) ম্যাগনেসিয়াম
  • সঠিক উত্তর: (গ)
    ৬৪. NaCl এর গলিত দ্রবণে বিদ্যুৎ চালনা করলে –
    i. ক্যাথোডে সোডিয়াম তৈরি হবে
    ii. অ্যানোডে ক্লোরিন তৈরি হবে
    iii. NaOH তৈরি হবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৬৫. জিঙ্কের আকরিক নিচের কোনটি?
  • ক) ক্যালামাইন
  • খ) গ্যালেনা
  • গ) লিমোনাইট
  • ঘ) সাগরের পানি
  • সঠিক উত্তর: (ক)
    ৬৬. স্টেইনলেস স্টিল কোন কাজে ব্যবহৃত হয়?
  • ক) ইলেকট্রোপ্লেটিং করতে
  • খ) নিরুদকরূপে
  • গ) কাটাচামচ তৈরিতে
  • ঘ) কাচ কাটতে
  • সঠিক উত্তর: (গ)
    ৬৭. গ্যালেনার তাপজারণে সৃষ্ট গ্যাসটি –
  • ক) দ্বিপরমাণুক
  • খ) ৬৮ আপেক্ষিক আণবিক ভরবিশিষ্ট
  • গ) বিরঞ্জক
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (গ)
    ৬৮. আকরিককে বায়ু প্রবাহের উপস্থিতিতে গলনাঙ্ক তাপমাত্রার নিম্ন তাপমাত্রায় উত্তপ্ত করার প্রক্রিয়াকে বলা হয় –
  • ক) ঘনীকরণ
  • খ) বিজারণ
  • গ) তাপজারণ
  • ঘ) ভস্মীকরণ
  • সঠিক উত্তর: (গ)
    ৬৯. অলংকার তৈরিতে ব্যবহার করা হয় কোনটি?
  • ক) থালা
  • খ) বাইসাইকেল
  • গ) কাঁচা চামচ
  • ঘ) ঘড়ির স্প্রিং
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭০. পাথর বা শিলা সৃষ্টি করে কোনটি?
  • ক) ক্যালসিয়াম সালফেট
  • খ) ক্যালসিয়াম নাইট্রেট
  • গ) ক্যালসিয়াম অক্সালেট
  • ঘ) ক্যালসিয়াম কার্বোনেট
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭১. H2SO4 উৎপাদিত হয় নিচের কোন পদ্ধতিতে?
  • ক) অসওয়াল্ড
  • খ) হেবার বস
  • গ) স্পর্শ
  • ঘ) অন্তর্দুম পাতন
  • সঠিক উত্তর: (গ)
    ৭২. নিচের কোনটি বিদ্যুৎ পরিবহন করে?
  • ক) বালু
  • খ) পানি
  • গ) স্বর্ণ
  • ঘ) গন্ধক
  • সঠিক উত্তর: (গ)
    ৭৩. কম সক্রিয় ধাতুগুলো –
  • ক) মূল্যবান
  • খ) দুর্লভ
  • গ) দুটিই
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (গ)
    ৭৪. সালফার ব্যবহৃত হয় –
    i. রাবার ভলকানাইজিং করতে
    ii. দিয়াশলাই তৈরিতে
    iii. ডুরালোমিন তৈরিতে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৭৫. ঢেউটিনে দস্তার প্রলেপ দেওয়ার কারণ কোনটি?
  • ক) ঢেউটিনের সৌন্দর্য বৃদ্ধি
  • খ) উৎপাদন ব্যয় কমানো
  • গ) দস্তা অধিক সক্রিয়
  • ঘ) ঢেউটিনের ভর কমানো
  • সঠিক উত্তর: (গ)
    ৭৬. নিচের কোন সংকরে কপারের পরিমাণ সবচেয়ে কম?
  • ক) ব্রাস
  • খ) ব্রোঞ্জ
  • গ) ডুরালমিন
  • ঘ) ২২ ক্যারেট স্বর্ণ
  • সঠিক উত্তর: (গ)
    ৭৭. ক্রোমিয়াম ধাতু নিষ্কাশনের জন্য ব্যবহৃত হয় –
  • ক) তড়িৎ বিশ্লেষণ
  • খ) কার্বন বিজারণ
  • গ) তাপজারণ
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (খ)
    ৭৮. থোরিয়ামের আকরিক কোনটি?
  • ক) মোনাজাইট
  • খ) রুটাইল
  • গ) হেমাটাইট
  • ঘ) চেলকোসাইট
  • সঠিক উত্তর: (ক)
    ৭৯. সিলিকা কার খনিজ?
  • ক) SiO2 এর
  • খ) Si এর
  • গ) Se এর
  • ঘ) কার্বনের
  • সঠিক উত্তর: (খ)
    ৮০. উলফ্রামাইটের সংকেত কোনটি?
  • ক) FeWO4
  • খ) Fe2WO4
  • গ) Fe2WO3
  • ঘ) FeWO3
  • সঠিক উত্তর: (ক)
    ৮১. লেড অক্সাইডের বর্ণ কিরূপ?
  • ক) লাল
  • খ) কালো
  • গ) হলুদ
  • ঘ) সবুজ
  • সঠিক উত্তর: (গ)
    ৮২. ঝিনুক-শামুকের খোসা তলানিতে জমে পরিণত হয় –
  • ক) শিলায়
  • খ) চুনাপাথরে
  • গ) মাটিতে
  • ঘ) বেলে পাথরে
  • সঠিক উত্তর: (খ)
    ৮৩. চুনাপাথর নিচের কোনটি?
  • ক) CaSO4
  • খ) Ca(NO)2
  • গ) CaO
  • ঘ) CaCO3
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮৪. বক্সাইড দ্রবীভূত করতে KOH ব্যবহার করা হয় না কারণ –
  • ক) KOH বক্সাইটের সাথে বিক্রিয়া করে না
  • খ) দ্রবীভূত বক্সাইটের চাক্রিক রূপান্তর সম্ভব নয়
  • গ) KOH এর মূল্য বেশি
  • ঘ) এর সাথে বিক্রিয়া দ্বারা খনিজমল পৃথক করা যায় না
  • সঠিক উত্তর: (গ)
    ৮৫. সালফাইড এর নিয়ন্ত্রিত তাপ জারণ দ্বারা ধাতু নিষ্কাশন হয় কোন আকরিকের?
  • ক) ZnS
  • খ) Cu2S
  • গ) PbS
  • ঘ) Fe2O3
  • সঠিক উত্তর: (খ)
    ৮৬. ঘনীভূত আকরিককে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় বায়ুর অনুপস্থিতিতে উত্তপ্ত করার প্রক্রিয়াকে বলা হয় –
  • ক) তাপজারণ
  • খ) ভস্মীকরণ
  • গ) বিগলন
  • ঘ) ঘনকিরণ
  • সঠিক উত্তর: (গ)
    ৮৭. বাংলাদেশে সাদা মাটির পাহাড় দেখা যায় কোথায়?
  • ক) সিলেট
  • খ) চট্টগ্রাম
  • গ) মধুপুর
  • ঘ) নেত্রকোণা
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮৮. কোন ধাতু নিষ্কাশনে বাত্যাচুল্লি ব্যবহার করা হয়?
  • ক) কপার
  • খ) জিঙ্ক
  • গ) লেড
  • ঘ) লোহা
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮৯. আয়রন নিষ্কাশনে ম্যাগনেটাইটের তড়িৎ বিশ্লেষণ করা হয় কারণ –
  • ক) ম্যাগনেটাইট থেকে কার্বন বিজারণ দ্বারা Fe নিষ্কাশন করা হয়
  • খ) তড়িৎ বিশ্লেষণে আয়রন প্রাপ্তির পরিমাণ কম
  • গ) তড়িৎ বিশ্লেষণ অত্যন্ত ব্যয়বহুল
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (গ)
    ৯০. কোন গ্যাসটি বিষাক্ত?
  • ক) বাষ্পীয় লেড অক্সাইড
  • খ) হাইড্রোজেন
  • গ) কার্বন ডাইঅক্সাইড
  • ঘ) সালফার ডাইঅক্সাইড
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯১. আগ্নেয় শিলা থেকে পাওয়া যায় –
  • ক) মূল্যবান খনিজ
  • খ) বেলে পাথর
  • গ) সবগুলো
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (গ)
    ৯২. পানিতে সালফিউরিক এসিড যোগ করলে –
    i. বিস্ফোরণ হবে
    ii. প্রচন্ড তাপ উৎপাদিত হবে
    iii. লঘু H2SO4 তৈরি হবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৯৩. নিচের কোনটি মৌলিক এবং কঠিন খনিজ?
  • ক) গন্ধক
  • খ) পারদ
  • গ) বক্সাইট
  • ঘ) ম্যাগনেটাইট
  • সঠিক উত্তর: (ক)
    ৯৪. কোন দেশের শিল্পায়নের মানদন্ড –
  • ক) দেশের অবকাঠামো
  • খ) G.D.P
  • গ) মাথাপিছু আয়
  • ঘ) H2SO4 উৎপাদন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯৫. শিখা পরীক্ষায় সোডিয়ামের উজ্জ্বল সোনালি হলুদ শিখা কোন কাচের ভিতর দেখা যায় না?
  • ক) কোবাল্ট কাচ
  • খ) নীল কোবাল্ট কাচ
  • গ) যে কোন কাচ
  • ঘ) এন্টিমনি কাচ
  • সঠিক উত্তর: (খ)
    ৯৬. ভূ-ত্বকের প্রধান উপাদান মৌল দুটি –
  • ক) Si, O
  • খ) Al, O
  • গ) Fe, O
  • ঘ) Cu, O
  • সঠিক উত্তর: (খ)
    ৯৭. আয়রনের জারিত অবস্থা কোনটি?
  • ক) Fe2+
  • খ) Fe3+
  • গ) Fe
  • ঘ) Fe2+ ও Fe3+
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯৮. জিরকোনিয়াম পাওয়া যায় বাংলাদেশের –
  • ক) সমুদ্রে
  • খ) সমুদ্র তলদেশে
  • গ) কক্সবাজারে
  • ঘ) কক্সবাজারের সমুদ্র সৈকতে
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯৯. পিঁয়াজে সালফারের --- যৌগ থাকে।
  • ক) মিথাইল
  • খ) ইথাইল
  • গ) প্রোপাইল
  • ঘ) বিউটাইল
  • সঠিক উত্তর: (গ)
    ১০০. সালফার ডাইঅক্সাইড ক্রিয়া করে –
    i. জারক হিসেবে
    ii. বিজারক হিসেবে
    iii. বিরঞ্জক হিসেবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০১. বেদ্যুতিক পদ্ধতিতে লোহার উপর জিঙ্ক ও টিনের প্রলেপ দেওয়াকে বলে –
  • ক) গ্যালভানাইজিং
  • খ) মরিচা প্রতিরোধকরণ
  • গ) সক্রিয়করণ
  • ঘ) ইলেকট্রোপ্লেটিং
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০২. সালফার পাওয়া যেতে পারে –
    i. ভূপৃষ্ঠে
    ii. পিঁয়াজ
    iii. কয়লা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১০৩. সিরামিক কারখানায় কোন মাটি ব্যবহার করা হয়?
  • ক) বক্সাইট
  • খ) কেওলিন
  • গ) হেমাটাইট
  • ঘ) লিমোনাইট
  • সঠিক উত্তর: (খ)
    ১০৪. আকরিক থেকে খনিজমল কোন ধাপে দূরীভূত হয়?
  • ক) বিচূর্ণন
  • খ) ঘনীকরণ
  • গ) বিশোধন
  • ঘ) ধৌতকরণ
  • সঠিক উত্তর: (খ)
    ১০৫. কপার পাইরাইটের সংকেত কী?
  • ক) Cu2FeS
  • খ) CuFe2S
  • গ) CuFeS2
  • ঘ) Cu2FeS2
  • সঠিক উত্তর: (গ)
    ১০৬. বিশুদ্ধ সালফিউরিক এসডি -
  • ক) তৈলাক্ত তরল
  • খ) পানিতে দ্রবণীয়
  • গ) দুটোই
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (গ)
    ১০৭. ধাতু নিষ্কাশনের তৃতীয় ধাপ কোনটি?
  • ক) আকরিক ঘনীকরণ
  • খ) আকরিক বিচূর্ণন
  • গ) ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর
  • ঘ) ধাতু বিশোধন
  • সঠিক উত্তর: (গ)
    ১০৮. যে সকল পদার্থকে প্রকৃতিকে মৌলিক পদার্থরূপে পাওয়া যায় তাদেরকে বলে –
  • ক) খনিজ
  • খ) কঠিন খনিজ
  • গ) মৌলিক খনিজ
  • ঘ) যৌগিক খনিজ
  • সঠিক উত্তর: (গ)
    ১০৯. প্রকৃতিজাত আকরিকের বৈশিষ্ট্য হলো –
  • ক) রাসায়নিক উপাদান অনির্দিষ্ট
  • খ) রাসায়নিক উপাদান সুনির্দিস্ট
  • গ) সব সময় আর্দ্রতা থাকে
  • ঘ) কখনোই আর্দ্রতা থাকে না
  • সঠিক উত্তর: (খ)
    ১১০. নিচের কোনটি থেকে ধাতু নিষ্কাশনে বিজারকরূপে হাইড্রোজেন ব্যবহৃত হয়?
  • ক) টাংস্টেন ট্রাই অক্সাইড
  • খ) রাদারফোর্ডিয়াম ট্রাই অক্সাইড
  • গ) থেলিয়াম ট্রাই অক্সাইড
  • ঘ) আয়রন (III) অক্সাইড
  • সঠিক উত্তর: (ক)
    ১১১. ভূত্বকে অক্সিজেনের শতকরা পরিমাণ –
  • ক) 8%
  • খ) 27%
  • গ) 4%
  • ঘ) 46%
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১২. গলিত লবণের তড়িৎ বিশ্লেষণ দ্বারা কোন ধাতু নিষ্কাশন করা হয়?
  • ক) জিঙ্ক
  • খ) তামা
  • গ) সোডিয়াম
  • ঘ) লোহা
  • সঠিক উত্তর: (গ)
    ১১৩. মরিচা –
    i. ভঙ্গুর
    ii. বাদামি বর্ণের
    iii. আর্দ্র আয়রন (II) অক্সাইড
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১৪. ভূত্বকে শতকরা হার 3% কোনটির?
  • ক) Na
  • খ) K
  • গ) Mg
  • ঘ) ক ও খ
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১৫. ব্রাসের বা পিতলের সংযুক্তি কোনটি?
  • ক) Cu 65%, Sn 35%
  • খ) Cu 65%, Zn 35%
  • গ) Cu 90%, Sn 10%
  • ঘ) Cu 90%, Zn 10%
  • সঠিক উত্তর: (খ)
    ১১৬. আকরিককে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করার কারণ –
  • ক) পরিবহনে সুবিধা
  • খ) বিক্রিয়াতল বৃদ্ধি
  • গ) ভেজাল দূরীকরণ
  • ঘ) সৌন্দর্য বর্ধন
  • সঠিক উত্তর: (খ)
    ১১৭. অ্যালুমিনিয়ামের খনিজটি –
  • ক) যৌগিক
  • খ) কঠিন
  • গ) পানিযুক্ত
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১৮. সোডিয়াম ধাতু নিষ্কাশনে বিগালক হিসেবে ব্যবহৃত হয় –
  • ক) ক্রায়োলাইড
  • খ) ফ্লোরোস্পোর
  • গ) ক্যালসিয়াম ক্লোরাইড
  • ঘ) ক্যালসিয়াম অক্সাইড
  • সঠিক উত্তর: (গ)
    ১১৯. কেওলিন পাওয়া যায় কোন জেলায়?
  • ক) দিনাজপুর
  • খ) টাঙ্গাইল
  • গ) সিলেট
  • ঘ) নেত্রকোণা
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২০. নিচের কোনটিকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না?
  • ক) সালফার
  • খ) প্লাটিনাম
  • গ) পটাসিয়াম
  • ঘ) রৌপ্য
  • সঠিক উত্তর: (গ)
    ১২১. H2SO4 এর তৃতীয় সর্বোচ্চ ব্যবহার হয় --- তৈরিতে।
  • ক) ধাতব লবণ
  • খ) স্টিল
  • গ) রাসায়নিক দ্রব্য
  • ঘ) সাবান ও ডিটারজেন্ট
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২২. তেল ফেনা ভাসমান পদ্ধতিতে ঘনীভবন করা হয় না নিচের কোন আকরিক?
  • ক) ম্যাগনেটাইট
  • খ) জিঙ্ক ব্লেড
  • গ) গ্যালেনা
  • ঘ) চেলকোসাইট
  • সঠিক উত্তর: (ক)
    ১২৩. বিগলন প্রক্রিয়ায় প্রাপ্ত কপার শতকরা কত ভাগ বিশুদ্ধ?
  • ক) 90%
  • খ) 98%
  • গ) 99%
  • ঘ) 100%
  • সঠিক উত্তর: (খ)
    ১২৪. খাবার লবণে কোন ধরনের বন্ধন বিদ্যমান?
  • ক) আয়নিক
  • খ) সমযোজী
  • গ) সন্নিবেশ সমযোজী
  • ঘ) ধাতব বন্ধন
  • সঠিক উত্তর: (ক)
    ১২৫. তাপ জারণের জন্য –
    i. সালফাইড আকরিকে তাপজারণ করা হয়
    ii. খনিজমল উদ্বায়ী অক্সাইড রূপ দূরীভূত হয়
    iii. বায়ুর অনুপস্থিতিতে উত্তপ্ত করা হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১২৬. তরল খনিজ কোনটি?
  • ক) ব্রোমিন
  • খ) পানি
  • গ) ম্যাগমা
  • ঘ) মার্কারি
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২৭. স্টেইনলেস স্টিল কোনটির সংকর?
  • ক) লোহা, ক্রোমিয়াম, নিকেল
  • খ) লোহা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ
  • গ) লোহা, কার্বন, নিকেল
  • ঘ) লোহা, নিকেল, ম্যাঙ্গানিজ
  • সঠিক উত্তর: (ক)
    ১২৮. সালফার পদার্থটি –
    i. কঠিন খনিজসমূহের অন্যতম
    ii. প্রকৃতিতে মৌলিক খনিজরূপে পাওয়া যায়
    iii. নিরুদক প্রস্তুতিতে ব্যবহৃত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২৯. তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া চলাকালীণ এক মোল কপার সঞ্চিত হতে প্রয়োজন –
    i. 2 mole ইলেকট্রন
    ii. 96500 কুলম্ব আধান
    iii. 2F আধান
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৩০. প্রাগৈতিহাসিক যুগে কোন ধাতু ব্যবহৃত হত?
  • ক) লোহা
  • খ) তামা
  • গ) দস্তা রূপা
  • ঘ) দস্তা রূপা
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৩১. উড়োজাহাজের বডি তৈরিতে কোন ধাতুর সংকর ব্যবহৃত হয়?
  • ক) ব্রাস
  • খ) ব্রোঞ্জ
  • গ) অ্যালুমিনিয়াম
  • ঘ) ডুরালমিন
  • সঠিক উত্তর: (গ)
    ১৩২. সালফার নিষ্কাশনে ব্যবহৃত জলীয় বাষ্পের তাপমাত্রা –
  • ক) 1000C
  • খ) 98.90C
  • গ) 1800C
  • ঘ) 2200C
  • সঠিক উত্তর: (গ)
    ১৩৩. “X” এ নিকেলের পরিমাণ –
  • ক) 78%
  • খ) 74%
  • গ) 18%
  • ঘ) 8%
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৩৪. SO3 প্রস্তুতিতে অত্যানুকূল তাপমাত্রা –
  • ক) 4500C
  • খ) 4300C
  • গ) 4800C
  • ঘ) 5100C
  • সঠিক উত্তর: (ক)
    ১৩৫. গ্যাসীয় খনিজ কোনটি?
  • ক) LP গ্যাস
  • খ) টিয়ার গ্যাস
  • গ) অক্সিজেন
  • ঘ) প্রাকৃতিক গ্যাস
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৩৬. বক্সাইটের সংকেত কোনটি?
  • ক) Al2O3.H2O
  • খ) Al2O3-2H2O
  • গ) Al2O3.3H2O
  • ঘ) Al2O3
  • সঠিক উত্তর: (খ)
    ১৩৭. লৌহ নিষ্কাশনের খনিজমল দূরীকরণে ফ্লাক্স হিসেবে কোনটি ব্যবহার করা হয়?
  • ক) Al2O3
  • খ) SiO2
  • গ) CaO
  • ঘ) FeO
  • সঠিক উত্তর: (খ)
    ১৩৮. অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ব্যবহৃত হয় –
    i. মাত্র 5% জ্বালানি Al পুনঃপ্রক্রিয়াজাত করণে
    ii. বক্সাইট
    iii. অ্যালুমিনা কিংবা অ্যালুমিনিয়ামের আকরিক
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৩৯. লোহায় মরিচা ধরার জন্য প্রয়োজন –
    i. পানি
    ii. অক্সিজেন
    iii. হাইড্রোজেন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৪০. 6.0% H2SO4 এসিড ব্যবহৃত হয় কোনটি তৈরীতে?
  • ক) যার
  • খ) ধাতব লবণ
  • গ) কৃত্রিম সুতা
  • ঘ) ডাই
  • সঠিক উত্তর: (গ)
    ১৪১. গরাস তৈরিতে কোন ধাতু সংকর ব্যবহৃত হয়?
  • ক) কাসা
  • খ) পিতল
  • গ) ইস্পাত
  • ঘ) ডুরালুমিন
  • সঠিক উত্তর: (ক)
    ১৪২. লিমোনাইটে আয়রনের সংযুক্তি কত?
  • ক) 45.67%
  • খ) 52.27%
  • গ) 72.28%
  • ঘ) 33.4%
  • সঠিক উত্তর: (খ)
    ১৪৩. সালফার থেকে তৈরি হয় –
    i. দিয়াশলাই
    ii. বারুদ
    iii. হাইপো
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪৪. ধাতুর সক্রিয়তা সিরিজ অনুসারে নিষ্ক্রিয় ধাতু কোনটি?
  • ক) Mn
  • খ) Ca
  • গ) Au
  • ঘ) Cu
  • সঠিক উত্তর: (গ)
    ১৪৫. সাধারণ অবস্থায় SO2 –
    i. গ্যাসীয় পদার্থ
    ii. অক্সিজেন দ্বারা জারিত হয় না
    iii. ক্ষারকীয় অক্সাইড
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৪৬. লোহার উপর গ্যালভানাইজিং করা হয়, কারণ –
    i. এতে মরিচা রোধ হয়
    ii. এতে ধাতুর ক্ষয় রোধ হয়
    iii. এতে ধাতুর সক্রিয়তা বৃদ্ধি পায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৪৭. নিচের কোনটি আলোক বিচ্ছুরণ করতে পারে?
  • ক) সালফার
  • খ) নাইট্রোজেন
  • গ) অক্সিজেন
  • ঘ) ম্যাগনেসিয়াম
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪৮. তড়িৎ বিশোধনের পর প্রাপ্ত ধাতু কতটুকু বিশুদ্ধ হয়?
  • ক) 78%
  • খ) 99.9%
  • গ) 99%
  • ঘ) 98.9%
  • সঠিক উত্তর: (খ)
    ১৪৯. পিতল তৈরিতে ব্যবহৃত হয় –
  • ক) কপার ও জিঙ্ক
  • খ) কপার ও টিন
  • গ) জিঙ্ক ও টিন
  • ঘ) কোনোটিই নয়
  • সঠিক উত্তর: (ক)
    ১৫০. তাম্র যুগ বলা হয় –
  • ক) 5000Bc থেকে 3000Bc পর্যন্ত সময়কে
  • খ) 3000Bc থেকে 1000Bc পর্যন্ত সময়কে
  • গ) 1000Bc থেকে 5000Bc পর্যন্ত সময়কে
  • ঘ) 10,000Bc থেকে 5000Bc পর্যন্ত সময়কে
  • সঠিক উত্তর: (ক)
    ১৫১. নিচের কোনটি চৌম্বক ধর্ম বিশিষ্ট আকরিক নয়?
  • ক) ক্রোমাইট
  • খ) উলফ্রামাইট
  • গ) রুটাইল
  • ঘ) বক্সাইট
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৫২. ভস্মীকরণ করা হয় না নিচের কোন আকরিকের?
  • ক) বক্সাইট
  • খ) গন্ধক
  • গ) দুটোই
  • ঘ) কোনটাই নয়
  • সঠিক উত্তর: (ক)
    ১৫৩. অ্যালুমিনিয়াম ধাতুর স্ট্রিপ পাওয়া যায় –
  • ক) হাড়িতে
  • খ) ট্যাবলেটের মোড়কে
  • গ) গাড়িতে
  • ঘ) যন্ত্রাংশে
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৪. নিচের কোনটি আকরিক ঘনীকরণ পদ্ধতি নয়?
  • ক) অভিকর্ষ বল
  • খ) মহাকর্ষ বল
  • গ) তেল ফেনা ভাসমান প্রণালি
  • ঘ) চৌম্বকীয় পদ্ধতি
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৫. পর্বতে বিভিন্ন স্তর থাকার কারণ –
  • ক) বিভিন্ন উপাদানের উপস্থিতি
  • খ) পর্বতের উচ্চতা
  • গ) উপাদানসমূহের ঘনত্বের পার্থক্য
  • ঘ) পর্বতে জন্মানো উদ্ভিদ
  • সঠিক উত্তর: (গ)
    ১৫৬. কপারের সাথে সামান্য পরিমাণ টিন মিশানো হলে কি হবে?
  • ক) কপারের কাঠিন্য বৃদ্ধি পাবে
  • খ) ব্রোঞ্জ তৈরি হবে
  • গ) দুটোই
  • ঘ) কোনটাই নয়
  • সঠিক উত্তর: (গ)
    ১৫৭. সালফিউরিক এসিডের সাথে পানি যোগ করলে –
    i. তাপ উৎপাদিত হবে
    ii. সালফিউরিক এসিড পানির সাথে বিক্রিয়া করবে
    iii. অলিয়াম তৈরি হবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৫৮. মৌলিক খনিজ হচ্ছে –
    i. হীরা
    ii. গন্ধক
    iii. ক্যালসিয়াম
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৫৯. স্বর্ণ কোন ধরনের খনিজ?
  • ক) যৌগিক খনিজ
  • খ) মৌলিক খনিজ
  • গ) তরল খনিজ
  • ঘ) মিশ্র খনিজ
  • সঠিক উত্তর: (খ)
    ১৬০. এসিড বৃষ্টির জন্য দায়ী নিচের কোনটি?
  • ক) সালফার ডাইঅক্সাইড
  • খ) জলীয়বাষ্প
  • গ) দুটোই
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (গ)
    ১৬১. সক্রিয় ধাতুর সালফাইড আকরিকের তাপজারণে নিচের কোনটি উৎপন্ন হয়?
  • ক) ধাতুর অক্সাইড
  • খ) মুক্ত ধাতু
  • গ) CO2 গ্যাস
  • ঘ) SO3
  • সঠিক উত্তর: (ক)
    ১৬২. ট্যাবলেটের মোড়কে কোন ধাতুর স্ট্রিপ ব্যবহার করা হয়?
  • ক) Sn
  • খ) Al
  • গ) Mg
  • ঘ) Zn
  • সঠিক উত্তর: (খ)
    ১৬৩. 2PbO+C2Pb+CO2 বিক্রিয়ায় নিচের কোনটি বিজারিত হয় –
  • ক) কার্বন
  • খ) Pb
  • গ) PbO
  • ঘ) CO2
  • সঠিক উত্তর: (গ)
    ১৬৪. যুক্তরাষ্ট্রে ব্যবহৃত কপারের পুনঃপ্রক্রিয়াজাতকৃত অংশ কত?
  • ক) 79%
  • খ) 25%
  • গ) 21.11%
  • ঘ) 21%
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬৫. কোনটি স্টিলের মরিচা প্রতিরোধ করে?
  • ক) Cu
  • খ) Cr
  • গ) Ca
  • ঘ) C
  • সঠিক উত্তর: (খ)
    ১৬৬. সোডিয়াম ক্লোরাইড এর গলনাঙ্ক –
  • ক) 1560C
  • খ) 14700C
  • গ) 8010C
  • ঘ) 6000C
  • সঠিক উত্তর: (গ)
    ১৬৭. কোন গ্যাসটি ঝাঁঝালো গন্ধযুক্ত?
  • ক) CO2
  • খ) SO2
  • গ) NO2
  • ঘ) SiO2
  • সঠিক উত্তর: (খ)
    ১৬৮. হেমাটাইট কোন ধাতুর আকরিক?
  • ক) লোহা
  • খ) অ্যালুমিনিয়াম
  • গ) টাইটানিয়াম
  • ঘ) থোরিয়াম
  • সঠিক উত্তর: (ক)
    ১৬৯. [CuCO3.Cu(OH)2] এর বর্ণ –
  • ক) সবুজ
  • খ) নীল
  • গ) কালো
  • ঘ) বর্ণহীন
  • সঠিক উত্তর: (ক)
    ১৭০. ডুরালুমিন –
    i. তৈরিতে 95% Al ব্যবহৃত হয়
    ii. দ্বারা বাই সাইকেলের পার্টস তৈরি হয়
    iii. 35% জিংক দ্বারা প্রস্তুত করা হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৭১. চুনাপাথর ক্ষয়ের ফলে সৃষ্টি হয় –
  • ক) পাললিক শিলা
  • খ) বেলেপাথর
  • গ) দুটোই
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (গ)
    ১৭২. ইস্পাত কী?
  • ক) লোহা ও ক্রোমিয়ামের সংকর
  • খ) কপারের সংকর
  • গ) লোহা, নিকেল ও ক্রোমিয়ামের সংকর
  • ঘ) লোহা ও কার্বনের সংকর
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭৩. চুনাপাথরের সংকেত নিচের কোনটি?
  • ক) CaO
  • খ) Ca(NO3)2
  • গ) CaSO4
  • ঘ) CaCO3
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭৪. গিনি সোনার কোন নমুনাটি সর্বোচ্চ দৃঢ়?
  • ক) 18 ক্যারেট
  • খ) 21 ক্যারেট
  • গ) 22 ক্যারেট
  • ঘ) 24 ক্যারেট
  • সঠিক উত্তর: (খ)
    ১৭৫. ধাতু অপেক্ষা সংকর ধাতু ব্যবহারের উপযোগিতা বেশি, কারণ –
    i. সংকর ধাতুর কাঠিন্য বেশি
    ii. সংকর ধাতু মরিচারোধী হয়
    iii. সংকর ধাতুর স্থায়িত্ব বেশি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭৬. H2SO4 ব্যবহৃত হয় –
    i. স্টিল উৎপাদনে
    ii. ধাতব লবণ উৎপাদনে
    iii. ভলকানাইজিং-এ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৭৭. তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা হয় –
  • ক) Cr
  • খ) Fe
  • গ) সবগুলো
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭৮. মৃত সামুদ্রিক প্রবালে প্রচুর পরিমাণে থাকে কোনটি?
  • ক) CaCO3
  • খ) Al2O3
  • গ) PbS
  • ঘ) HgS
  • সঠিক উত্তর: (ক)
    ১৭৯. ভূত্বকের প্রধান উপাদান দুটি –
  • ক) অধাতু
  • খ) পরিবাহী
  • গ) তরল
  • ঘ) অপধাতু
  • সঠিক উত্তর: (ক)
    ১৮০. কক্ষ তাপমাত্রায় কোন ধাতুটি পানির সাথে দ্রুত বিক্রিয়া করে?
  • ক) কপার
  • খ) অ্যালুমিনিয়াম
  • গ) লোহা
  • ঘ) দস্তা
  • সঠিক উত্তর: (ক)
    ১৮১. চালকোসাইটের সংকেত কোনটি?
  • ক) CuFeS2
  • খ) Cu2S
  • গ) WO3
  • ঘ) FeWO4
  • সঠিক উত্তর: (খ)
    ১৮২. জিরেকোনিয়ামের আকরিক কোনটি?
  • ক) রুটাইল
  • খ) জিরকন
  • গ) বক্সাইট
  • ঘ) ম্যাগনেটাইট
  • সঠিক উত্তর: (খ)
    ১৮৩. সালফিউরিক এসিড একটি –
    i. এসিড
    ii. বিজারক
    iii. নিরুদক
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৮৪. রসায়ন শিল্পের বিক্রিয়া পাত্র নির্মাণে ব্যবহৃত হয় –
  • ক) স্টিল
  • খ) লোহা
  • গ) মরিচাবিহীন ইস্পাত
  • ঘ) ব্রোঞ্জ
  • সঠিক উত্তর: (গ)
    ১৮৫. তাম্রমল এর বৈশিষ্ট্য নিচের কোনটি?
  • ক) তরল
  • খ) হলুদাভ
  • গ) ক্ষারীয়
  • ঘ) পানিতে দ্রবণীয়
  • সঠিক উত্তর: (গ)
    ১৮৬. প্রকৃতিতে মৌলিক অবস্থায় পাওয়া যায় কোনটি?
  • ক) বক্সাইট
  • খ) ম্যাগনেটাইট
  • গ) সালফার
  • ঘ) পেট্রোলিয়াম
  • সঠিক উত্তর: (গ)
    ১৮৭. বিভিন্ন খনিজ মলের আপেক্ষিক গুরুত্ব –
  • ক) একই
  • খ) কাছাকাছি
  • গ) পরস্পরের সরলগুণিতক
  • ঘ) ভিন্ন
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮৮. তেল ফেনা ভাসমান পদ্ধতিতে ঘনীকরণ করা হয় –
    i. গ্যালেনা আকরিককে
    ii. জিংক ব্লেন্ড আকরিককে
    iii. হেমাটাইট আকরিককে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৮৯. M2On+nCO2M+nCO2; এখানে n=?
    i. ধাতুর যোজ্যতা
    ii. CO অণুর সংখ্যা
    iii. O পরমাণুর সংখ্যা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯০. SO3 এর উৎপাদন বৃদ্ধিতে –
    i. প্রভাবক ব্যবহৃত হয়
    ii. লা শাতেলিয়ার নীতি ব্যবহৃত হয়
    iii. উৎপন্ন SO3 কে সরিয়ে নেওয়া হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯১. মানুষ দ্বারা নিষ্কাশিত সর্বপ্রথম ধাতু কোনটি?
  • ক) লোহা
  • খ) স্বর্ণ
  • গ) তামা
  • ঘ) টিন
  • সঠিক উত্তর: (গ)
    ১৯২. সালফার ডাই অক্সাইড –
    i. সুস্থিত যৌগ
    ii. বিষাক্ত
    iii. অম্লধর্মী
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯৩. ধাতুমল থেকে গলিত ধাতু আলাদা করাকে বলে –
  • ক) অপদ্রব্য দূরীকরণ
  • খ) পৃথকীকরণ
  • গ) বিগলন
  • ঘ) জারণ
  • সঠিক উত্তর: (গ)
    ১৯৪. নতুন তামার বর্ণ কিরূপ?
  • ক) লাল
  • খ) গোলাপি
  • গ) সাদা
  • ঘ) হলুদ
  • সঠিক উত্তর: (খ)
    ১৯৫. খনিজে ভেজাল হিসেবে থাকে –
  • ক) সিলিকা
  • খ) পাথর
  • গ) কাদামাটি
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯৬. ভৌত অবস্থা বিবেচনায় খনিজের প্রকারভেদ হলো –
    i. মৌলিক খনিজ
    ii. কঠিন খনিজ
    iii. তরল খনিজ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৯৭. স্টিল ব্যবহৃত হয় –
    i. রেলের চাকা ও লাইন তৈরিতে
    ii. ইঞ্জিন তৈরিতে
    iii. জাহাজ তৈরিতে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯৮. ইউরোপে ব্যবহৃত অ্যালুমিনিয়ামের কত ভাগ পুনঃপ্রক্রিয়াজাতকৃত?
  • ক) 5%
  • খ) 50%
  • গ) 60%
  • ঘ) 70%
  • সঠিক উত্তর: (গ)
    ১৯৯. সালফার ট্রাই অক্সাইড শোষণে পানি ব্যবহৃত হলে –
    i. সালফিউরিক এসিড এর উৎপাদন ব্যয় বেশি হবে
    ii. পরিবেশ দূষিত হবে
    iii. H2SO4 এর ঘন কুয়াশা সৃষ্টি হবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০০. মুক্ত অবস্থায় পাওয়া যায় –
    i. সালফার
    ii. টিন
    iii. স্বর্ণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২০১. চায়না ক্লে কী?
  • ক) নূড়ি পাথর
  • খ) সিমেন্ট
  • গ) মাটি
  • ঘ) পানি
  • সঠিক উত্তর: (গ)
    ২০২. ভৌত অবস্থা বিবেচনায় খনিজ –
  • ক) দুই প্রকার
  • খ) তিন প্রকার
  • গ) চার প্রকার
  • ঘ) আট প্রকার
  • সঠিক উত্তর: (খ)
    ২০৩. যুক্তরাষ্ট্রে ব্যবহৃত মোট কপারের শতকরা কত ভাগ পুনঃপ্রক্রিয়াজাতকৃত?
  • ক) 5%
  • খ) 21%
  • গ) 35%
  • ঘ) 60%
  • সঠিক উত্তর: (খ)
    ২০৪. 4000Bc অস্ত্র তৈতে কোনটি ব্যবহৃত হয়?
  • ক) কপার
  • খ) ব্রোঞ্জ
  • গ) স্টিল
  • ঘ) ব্রাজ
  • সঠিক উত্তর: (ক)
    ২০৫. ধাতু নিষ্কাশন মূলত কয় ধাপে করা হয়?
  • ক) তিন
  • খ) চার
  • গ) পাঁচ
  • ঘ) ছয়
  • সঠিক উত্তর: (গ)
    ২০৬. H2S2O7 কে বলে –
    i. সালফার ট্রাই অক্সাইড
    ii. 98% সালফিউরিক এসিড
    iii. পানি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০৭. প্রকৃতিতে কোনটি মুক্ত অবস্থায় পাওয়া যায়?
  • ক) Au
  • খ) Zn
  • গ) Sn
  • ঘ) P
  • সঠিক উত্তর: (ক)
    ২০৮. 24 ক্যারেট স্বর্ণ থাকে –
    i. 100% স্বর্ণ
    ii. 87.5% স্বর্ণ
    iii. 12.5% তামা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২০৯. 98% H2SO4দ্বারা কোনটিকে শোষণ করলে ধূমায়মান সালফিউরিক এসিড উৎপন্ন হয়?
  • ক) S
  • খ) SO2
  • গ) SO3
  • ঘ) H2SO3
  • সঠিক উত্তর: (গ)
    ২১০. তাম্রমল দূর করার জন্য ব্যবহৃত হয় –
    i. তেঁতুল
    ii. কামরাঙ্গা
    iii. লেবু
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২১১. টাইটানিয়ামের আকরিক কোনটি?
  • ক) জিরকন
  • খ) রুটাইল
  • গ) মেনোজাইট
  • ঘ) বক্সাইট
  • সঠিক উত্তর: (খ)
    ২১২. রাশেদ কার্বন অ্যানোড ব্যবহার করে বিগলিত অ্যালুমিনাকে তড়িৎ বিশ্লেষণ করল। সে পাবে –
    i. অক্সিজেন
    ii. কার্বন মনোক্সাইড
    iii. কার্বন ডাইঅক্সাইড
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২১৩. কোয়ার্টজ কাকে বলা হয়?
  • ক) NaCl কে
  • খ) CaCO3 কে
  • গ) Au কে
  • ঘ) SiO2 কে
  • সঠিক উত্তর: (ঘ)
    ২১৪. পিঁয়াজ কাটার সময় চোখে জ্বালা হয়, কারণ –
    i. পিঁয়াজের সালফারের প্রোপাইনল যৌগ বিয়োজিত হয়ে SO2 উৎপন্ন করে
    ii. উৎপন্ন SO2 চোখের পানির সাথে বিক্রিয়া করে H2SO3 উৎপন্ন করে
    iii. উৎপন্ন SO2 চোখের পানির সাথে বিক্রিয়া করে H2SO4 উৎপন্ন করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২১৫. ফ্লাক্স ব্যবহার করার কারণ –
  • ক) ধাতুমল তৈরি করা
  • খ) ধাতুমল আলাদা করা
  • গ) গলিত দ্রবণ সৃষ্টি
  • ঘ) খনিজমল দূরীকরণ
  • সঠিক উত্তর: (ঘ)
    ২১৬. আকরিক থেকে সাধারনত কত ধরনের পদ্ধতিতে খনিজমল দূর করা হয়?
  • ক) অসংখ্য
  • খ) ৩টি
  • গ) ৪টি
  • ঘ) ৬টি
  • সঠিক উত্তর: (গ)
    ২১৭. দূর্গাপুর উপজেলা বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
  • ক) নোয়াখালী
  • খ) মুন্সিগঞ্জ
  • গ) হরিপুর
  • ঘ) নেত্রকোনা
  • সঠিক উত্তর: (ঘ)
    ২১৮. কম সক্রিয় ধাতু –
    i. K
    ii. Pb
    iii. Sn
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২১৯. হাজার বছরেও ক্ষয় হয় না কোনটি?
  • ক) Au
  • খ) Pt
  • গ) Au ও Pt
  • ঘ) Cu
  • সঠিক উত্তর: (গ)
    ২২০. SO2 ব্যবহৃত হয় –
  • ক) জীবাণুনাশকরূপে
  • খ) কীটনাশকরূপে
  • গ) বিরঞ্জকরূপে
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২১. খনিতে আকরিকের সাথে ভেজাল হিসেবে থাকে –
    i. বালি
    ii. পাথর
    iii. কাদামাটি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২২. এসিড বৃষ্টির জন্য দায়ী –
    i. SO2
    ii. NO2
    iii. H2O
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২৩. স্টেইনলেস স্টিলে থাকে নিচের কোনটি?
  • ক) কপার
  • খ) টিন
  • গ) জিঙ্ক
  • ঘ) কার্বন
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২৪. সালফিউরাস এসিডের সংকেত কোনটি?
  • ক) H2SO3
  • খ) H2S2O7
  • গ) H2SO4
  • ঘ) H2S
  • সঠিক উত্তর: (ক)
    ২২৫. গঠনের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক?
  • ক) খনিজ পদার্থ → কণা → শিলা
  • খ) কণা → শিলা → খনিজ পদার্থ
  • গ) শিলা → খনিজ পদার্থ → কণা
  • ঘ) শিলা → কণা → খনিজ পদার্থ
  • সঠিক উত্তর: (ক)
    ২২৬. ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার প্রয়োজন নেই –
    i. অতি সক্রিয় ধাতু
    ii. মধ্যম সক্রিয় ধাতু
    iii. নিষ্ক্রিয় দাতু
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২২৭. সংকরগুলোতে Cu আছে –
    i. পিতল
    ii. কাঁসা
    iii. ডুরালুমিন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২৮. সালফার নিষ্কাশন পদ্ধতিকে কি বলে?
  • ক) ফ্রেশ পদ্ধতি
  • খ) ফ্লাশ পদ্ধতি
  • গ) ফ্রাশ পদ্ধতি
  • ঘ) উচ্চ চাপ পদ্ধতি
  • সঠিক উত্তর: (গ)
    ২২৯. ডুরালমিনে কপারের পরিমাণ –
  • ক) 0.1%
  • খ) 4%
  • গ) 65%
  • ঘ) 8.33%
  • সঠিক উত্তর: (খ)
    ২৩০. SO3(s)+H2O(s)= H2SO4(l) বিক্রিয়াটিতে সৃষ্টি হয় –
    i. শব্দ
    ii. তাপ
    iii. আলো
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৩১. কক্সবাজার সমুদ্র উপকূল হতে প্রাপ্ত –
    i. জিরকোনিয়ামের আকরিক জিরকন
    ii. বক্সাইট পাওয়া যায়
    iii. মোনাজাইট পাওয়া যায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২৩২. সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি?
  • ক) গ্যালিয়াম
  • খ) গোল্ড
  • গ) সিলভার
  • ঘ) লেড
  • সঠিক উত্তর: (খ)
    ২৩৩. অনার্দ্র CaCl2 সহ কোন পাত্রে আয়রন রাখলে কি হবে?
  • ক) CaCl2 আয়নের সাথে বিক্রিয়া করবে
  • খ) CaCl2 আয়নের উপর আবরণ সৃষ্টি করবে
  • গ) মরিচা পড়বে
  • ঘ) CaCl2 পাত্রস্থ জলীয়বাষ্প শোষণ করবে
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৩৪. মরিচা প্রতিরোধে লোহার উপর –
    i. গ্যালভানাইজিং করা হয়
    ii. অধিক সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়
    iii. Zn ও ‍Sn এর প্রলেপ দেওয়া হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৩৫. স্টেইনলেস স্টিলে নিকেল ব্যবহারের কারণ নিচের কোনটি?
  • ক) সৌন্দর্য বৃদ্ধি
  • খ) মসৃণতা বৃদ্ধি
  • গ) স্টিলের কাঠিন্য বৃদ্ধি
  • ঘ) মরিচা প্রতিরোধ
  • সঠিক উত্তর: (গ)
    ২৩৬. ভস্মীকরণ করা হয় কোন আকরিকের?
  • ক) চুনাপাথর
  • খ) বক্সাইট
  • গ) হেমাটাইট
  • ঘ) সবগুলোর
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৩৭. ধাতু সংকর কী?
  • ক) ধাতু ও অধাতুর মিশ্রণ
  • খ) ধাতুর মিশ্রণ
  • গ) ধাতুর সমসত্ত্ব মিশ্রণ
  • ঘ) গলিত ধাতু
  • সঠিক উত্তর: (গ)
    ২৩৮. অ্যালুমিনার সংকেত কোনটি?
  • ক) Al2O3
  • খ) Al2O3.H2O
  • গ) Al2O3.2H2O
  • ঘ) Al2O3.3H2O
  • সঠিক উত্তর: (ক)
    ২৩৯. স্তরে স্তরে তলানি জমে কোন শিলা গঠিত হয়?
  • ক) আগ্নেয় শিলা
  • খ) পাললিক শিলা
  • গ) কঠিন শিলা
  • ঘ) রূপান্তরিত শিলা
  • সঠিক উত্তর: (খ)
    ২৪০. ওলিয়াম এর সংকেত কোনটি?
  • ক) H2SO3
  • খ) H2SO4
  • গ) H2SO7
  • ঘ) H2S2O7
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৪১. Al এর তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত মিশ্রণের গলনাঙ্ক –
  • ক) 20500C
  • খ) 9500C
  • গ) 14700C
  • ঘ) 20510C
  • সঠিক উত্তর: (খ)
    ২৪২. ভূত্বকে কোন ধাতুর পরিমাণ সবচেয়ে বেশি?
  • ক) O2
  • খ) Fe
  • গ) Na
  • ঘ) Al
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৪৩. লিমোনাইট এর সংকেত কোনটি?
  • ক) Al2.2H2O3
  • খ) Fe2O3.3H2O
  • গ) ZnCO3
  • ঘ) Fe3O4
  • সঠিক উত্তর: (খ)
    ২৪৪. ইঞ্জিন তৈরিতে কোন ধাতুর সংকর ব্যবহার করা হয়?
  • ক) কার্বন
  • খ) স্টেইনলেস স্টিল
  • গ) স্টিল
  • ঘ) আয়রন
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৪৫. কাসা বা ব্রোঞ্জের সংযুক্তি কোনটি?
  • ক) Cu 65%, Sn 35%
  • খ) Cu 65%, Zn 35%
  • গ) Cu 90%, Sn 10%
  • ঘ) Cu 99%, Sn 1%
  • সঠিক উত্তর: (গ)
    ২৪৬. মৃত সামুদ্রিক প্রবাল থেকে সৃষ্টি হয় –
  • ক) চুন
  • খ) কলিচুন
  • গ) জিপসাম
  • ঘ) চুনাপাথর
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৪৭. Al এর আকরিক থেকে Al ধাতু নিষ্কাশনের সময় বিবেচ্য বিষয়সমূহ –
    i. বিগলন খরচ
    ii. বিক্রিয়ায় উৎপাদনসমূহের পরিবেশ দূষণের বিষয়
    iii. বক্সাইট ধাতু একত্রে মুক্ত হবে কি-না
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৪৮. অর্থনৈতিক স্থিতিশীলতা ও শিল্পায়নের মানদন্ড হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে?
  • ক) H2SO3
  • খ) H2CO3
  • গ) HNO3
  • ঘ) H2SO4
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৪৯. ক্যালসিয়াম যৌগ নয় নিচের কোনটি?
  • ক) চুনাপাথর
  • খ) চুন
  • গ) মার্বেল পাথর
  • ঘ) ম্যাগনেটাইট
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৫০. লঘুকরণে পানিতে ফোঁটায় ফোঁটায় সালফিউরিক এসিড যোগ করার কারণ সালফিউরিক এসিড –
    i. এর হাইড্রেমন তাপ অত্যধিক
    ii. একটি দ্বিক্ষারকীয় এসিড
    iii. ক্ষয়কারক পদার্থ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৫১. কেওলিন পাওয়া যায় –
  • ক) সাগরগর্ভে
  • খ) পৃথিবী কেন্দ্রে
  • গ) ভূগর্ভে
  • ঘ) ভূপৃষ্ঠে
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৫২. প্রকৃতিতে প্রাপ্ত মৌলসমূহের মধ্যে চারভাগের তিনভাগই –
  • ক) অপধাতু
  • খ) অধাতু
  • গ) ধাতু
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (গ)
    ২৫৩. খনি থেকে সালফার নিষ্কাশনের জন্য ব্যবহৃত হয় –
  • ক) 2টি নল
  • খ) 3টি এককেন্দ্রিক নল
  • গ) 3টি পৃথক পৃথক নল
  • ঘ) 4টি এক কেন্দ্রিক নল
  • সঠিক উত্তর: (খ)
    ২৫৪. অ্যালুমিনিয়ামকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না কারণ –
  • ক) এটি দুষ্প্রাপ্য
  • খ) এটি দামী ধাতু
  • গ) এটি সক্রিয় ধাতু
  • ঘ) এর যৌগের সংখ্যা অনেক
  • সঠিক উত্তর: (গ)
    ২৫৫. সালফাইড আকরিক বিশুদ্ধকরণে তেল ব্যবহার করার কারণ –
  • ক) তেলের দাম কম
  • খ) সালফাইড আকরিক তেল বিকর্ষী
  • গ) সালফাইড আকরিক তেল সিক্ত হয়
  • ঘ) তেল দ্বারা সালফার দূর করা যায়
  • সঠিক উত্তর: (গ)
    ২৫৬. ভূত্বকের অ্যালুমিনিয়ামের শতকরা হার হলো –
  • ক) 8%
  • খ) 5%
  • গ) 3%
  • ঘ) 4%
  • সঠিক উত্তর: (ক)
    ২৫৭. রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কোনটি?
  • ক) সালফিউরাস এসিড
  • খ) সালফিউরিক এসিড
  • গ) নাইট্রিক এসিড
  • ঘ) হাইড্রোক্লোরিক এসিড
  • সঠিক উত্তর: (খ)
    ২৫৮. সক্রিয়তা সিরিজে সবার ‍উপরে অবস্থিত কোন ধাতু?
  • ক) Li
  • খ) K
  • গ) Na
  • ঘ) Ca
  • সঠিক উত্তর: (ক)
    ২৫৯. টাংস্টেন (W) ধাতু নিষ্কাশনে বিজারকরূপে ব্যবহৃত হয় –
    i. হাইড্রোজেন
    ii. আয়রন
    iii. অ্যালুমিনিয়াম
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৬০. 100g কপারে কি পরিমাণ টিন মিশালে ব্রোঞ্জ তৈরি হয়?
  • ক) 8g
  • খ) 9g
  • গ) 10g
  • ঘ) 11.11g
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৬১. ফ্লাক্স নয় কোনটি?
  • ক) ক্যালসিয়াম অক্সাইড
  • খ) সিলিকন ডাই অক্সাইড
  • গ) ফেরাস অক্সাইড
  • ঘ) ক্যালসিয়াম অক্সাইড ও সিলিকন ডাই অক্সাইড
  • সঠিক উত্তর: (গ)
    ২৬২. মার্কারীর আকরিক নিচের কোনটি?
  • ক) চুনাপাথর
  • খ) চেলকোসাইট
  • গ) ক্যালামাইন
  • ঘ) সিন্নাবার
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৬৩. সোডিয়াম ধাতু নিষ্কাশনে –
    i. তড়িৎ বিশ্লেষণ করা হয়
    ii. ক্যালসিয়াম ক্লোরাইড বিগালকরূপে ব্যবহৃত হয়
    iii. NaCl এর গলনাঙ্ক 14700C
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২৬৪. কোক কয়লার সাহায্যে নিষ্কাশন করা হয় কোনটি?
  • ক) Na
  • খ) Cr
  • গ) Al
  • ঘ) Ca
  • সঠিক উত্তর: (খ)
    ২৬৫. প্রকৃতিজাত আকরিতে বৈশিষ্ট্য নিচের কোনটি?
  • ক) সর্বদা ভেজাল থাকবে
  • খ) সহজলভ্য
  • গ) রাসায়নিক উপাদান নির্দিষ্ট
  • ঘ) ভূগর্ভে পাওয়া যায়
  • সঠিক উত্তর: (গ)
    ২৬৬. নিচের কোনটি প্রকৃতিতে মৌল হিসেবে পাওয়া যায় না?
  • ক) স্বর্ণ
  • খ) পারদ
  • গ) তামা
  • ঘ) লোহা
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৬৭. 22 ক্যারেট স্বর্ণে কপারের পরিমাণ কত?
  • ক) 0%
  • খ) 1.25%
  • গ) 12.5%
  • ঘ) 8.33%
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৬৮. ‘X’ ব্যবহৃত --- তৈরিতে।
    i. কাঁটাচামচ
    ii. পাকঘরের সিঙ্ক
    iii. কৃষিযন্ত্রপাতি
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৬৯. TiO2 কে কীভাবে ঘনীকরণ করা হয়?
  • ক) ভৌত করে
  • খ) অভিকর্ষ বলের সহায়তায়
  • গ) তেল ফেনা ভাসমান পদ্ধতিতে
  • ঘ) চুম্বক ব্যবহার করে
  • সঠিক উত্তর: (গ)
    ২৭০. কোনটি না থাকলে মরিচা তৈরি হবে না?
  • ক) বাতাস
  • খ) জলীয়বাষ্প
  • গ) লোহা
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৭১. মৌল ও যৌগ বিবেচনায় খনিজ –
  • ক) দুই প্রকার
  • খ) তিন প্রকার
  • গ) পাঁচ প্রকার
  • ঘ) ছয় প্রকার
  • সঠিক উত্তর: (ক)
    ২৭২. এসিড বৃষ্টির কারণ নয় নিচের কোনটি?
  • ক) NO2
  • খ) SO2
  • গ) SO3
  • ঘ) CO
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৭৩. পৃথিবীর উপরিভাগের মাটির আবরণকে কী বলে?
  • ক) বায়ুত্বক
  • খ) শিলাত্বক
  • গ) ভূত্বক
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (গ)
    ২৭৪. আকরিককে ধাতুর অক্সাইডে –
    i. রূপান্তর করার মাধ্যম তেল ফেনা ভাসমান প্রণালি
    ii. ভস্মীকরণ দ্বারা রূপান্তর করা যায়
    iii. অন্যতম পদ্ধতি তাপজারণ রূপান্তরকরণে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৭৫. Al2O3 হতে কার্বন বিজারণ পদ্ধতিতে Al ধাতু নিষ্কাশন করা যায় না, কারণ –
    i. অক্সিজেনের প্রতি কার্বনের আসক্তি অপেক্ষা অ্যালুমিনিয়ামের আসক্তি বেশি
    ii. অ্যালুমিনিয়াম ধাতু সক্রিয়তা সিরিজে উপরের দিকে অবস্থিত
    iii. উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম কার্বাইড গঠন করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৭৬. মরিচাবিহীন ইস্পাতে থাকে –
    i. 18% ক্রোমিয়াম
    ii. 18% নিকেল
    iii. 8% ক্রোমিয়াম
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৭৭. 40-42% NaCl ও 58-60% CaCl2 এর মিশ্রণের গলনাঙ্ক কোনটি?
  • ক) 6000C
  • খ) 8010C
  • গ) 10000C
  • ঘ) 20500C
  • সঠিক উত্তর: (ক)
    ২৭৮. বক্সাইট আকরিকে ভেজাল হিসেবে থাকে –
    i. আয়রনের আকরিক
    ii. সোডিয়ামের আকরিক
    iii. টাইটেনিয়ামের আকরিক
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২৭৯. মরিচা হলো –
  • ক) Fe2O
  • খ) Fe2O.5H2O
  • গ) Fe2O3.10H2O
  • ঘ) Fe2O3.nH2O
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৮০. ভূত্বকে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়ামের শতকরা হার –
  • ক) 3%, 4%, 3%
  • খ) 3%, 2%, 2%
  • গ) 3%, 2%, 3%
  • ঘ) 3%, 3%, 2%
  • সঠিক উত্তর: (গ)
    ২৮১. নিচের কোনটির গলনাঙ্ক সবচেয়ে বেশি?
  • ক) খাবার লবণ
  • খ) অ্যামোনিয়া
  • গ) অক্সিজেন
  • ঘ) স্বর্ণ
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৮২. আঘাত করলে টুনটুন শব্দ হয় কোনটির?
  • ক) Cu
  • খ) P
  • গ) Si
  • ঘ) N
  • সঠিক উত্তর: (ক)
    ২৮৩. প্লাটিনাম নিচের কোনটির সাথে বিক্রিয়া করে?
  • ক) অক্সিজেন
  • খ) গাঢ় H2SO4
  • গ) উত্তপ্ত NaOH
  • ঘ) কারও সাথে নয়
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৮৪. রাসায়নিক দ্রব্যের মধ্যে সবচেয়ে বেশি উৎপাদিত হয় –
  • ক) রাজ অম্ল
  • খ) সালফার
  • গ) সোডিয়াম হাইড্রোঅক্সাইড
  • ঘ) সালফিউরিক এসিড
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৮৫. পূর্বে খনিজ পদার্থের উৎস ভাবা হতো –
  • ক) ভূ-পৃষ্ঠকে
  • খ) সমুদ্র উপকূলকে
  • গ) ভূত্বককে
  • ঘ) ভূগর্ভকে
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৮৬. SO2 ক্ষারের সাথে বিক্রিয়া করে –
    i. লবণ তৈরি করে
    ii. পানি তৈরি করে
    iii. H2SO3 তৈরি করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৮৭. স্টিলের উপাদান কোনগুলো?
  • ক) লোহা ও জিংক
  • খ) লোহা ও নিকেল
  • গ) লোহা ও কার্বন
  • ঘ) লোহা ও টিন
  • সঠিক উত্তর: (গ)
    ২৮৮. কোনটি অলিয়ামের সংকেত?
  • ক) H2SO3
  • খ) H2S2O5
  • গ) H2S2O7
  • ঘ) H2S2O8
  • সঠিক উত্তর: (গ)
    ২৮৯. ডুরালমিন ব্যবহৃত হয় –
    i. উড়োজাহাজের বড়ি তৈরিতে
    ii. বাই সাইকেলের পার্টস তৈরিতে
    iii. চুম্বক তৈরিতে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২৯০. ইউরোপে ব্যবহৃত অ্যালুমিনিয়ামের --- পুন:প্রক্রিয়াজাতকৃত।
  • ক) 40%
  • খ) 30%
  • গ) 60%
  • ঘ) 35.7%
  • সঠিক উত্তর: (গ)
    ২৯১. কোন ধরনের আকরিক ঘনকিরণে তেল ফেনা ভাসমান পদ্ধতি ব্যবহৃত হয়?
  • ক) কার্বনেট
  • খ) সালফেট
  • গ) সালফাইট
  • ঘ) সালফাইড
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৯২. ঘাতসহ কোনটি?
  • ক) C
  • খ) N
  • গ) Rn
  • ঘ) Al
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৯৩. যে সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় তাদেরকে বলে –
  • ক) লাভজনক খনিজ
  • খ) ধাতব খনিজ
  • গ) আকরিক
  • ঘ) খনিজ
  • সঠিক উত্তর: (গ)
    ২৯৪. শিলা ক্ষয়প্রাপ্ত হওয়ার কারণ –
    i. কুয়াশা
    ii. বায়ু প্রবাহ
    iii. সূর্যালোক
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৯৫. সক্রিয়তা সিরিজে সর্ব উপরে অবস্থান কোন মৌলের?
  • ক) K
  • খ) Li
  • গ) Na
  • ঘ) Au
  • সঠিক উত্তর: (খ)
    ২৯৬. তাম্রমল কিসের লবণ?
  • ক) কপার
  • খ) আয়রন
  • গ) জিঙ্ক
  • ঘ) লিভার
  • সঠিক উত্তর: (ক)
    ২৯৭. কোনটি ফলমূলের পচনরোধে ব্যবহার করা হয়?
  • ক) NO2
  • খ) CO
  • গ) P2O5
  • ঘ) SO2
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৯৮. ক্ষয়প্রাপ্ত হয় না –
    i. Au
    ii. Pt
    iii. Zn
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৯৯. কপার নিষ্কাশনের সময় প্রাপ্ত 98% বিশুদ্ধ Cu কে কী বলা হয়?
  • ক) ম্যাট কপার
  • খ) স্পেলটার কপার
  • গ) ব্লিস্টার কপার
  • ঘ) ব্লন্ডেড কপার
  • সঠিক উত্তর: (গ)
    ৩০০. ফটোগ্রাফিতে ব্যবহৃত হয় –
  • ক) হাইপো
  • খ) H2SO4
  • গ) SO2
  • ঘ) SO3
  • সঠিক উত্তর: (ক)
    ৩০১. কপার নিষ্কাশনের সময় উপজাত গ্যাস কোনটি?
  • ক) O2
  • খ) SO2
  • গ) As2O3
  • ঘ) SbO2
  • সঠিক উত্তর: (খ)
    ৩০২. 24 ক্যারেট স্বর্ণ বলতে বোঝায় –
  • ক) 87.5% স্বর্ণ
  • খ) 100% স্বর্ণ
  • গ) 91.67% স্বর্ণ
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (খ)
    ৩০৩. কক্সবাজার সমুদ্র উপকূলে কোনটি পাওয়া যায়?
  • ক) জিরকন
  • খ) সালফার
  • গ) ম্যাগমা
  • ঘ) বক্সাইট
  • সঠিক উত্তর: (ক)
    ৩০৪. কোনটি দ্বারা আকরিককে পাউডারে পরিণত করা হয়?
  • ক) বল ক্রাশার
  • খ) জো ক্রাশার
  • গ) গ্রিল্ডিং মেশিন
  • ঘ) লেদ মেশিন
  • সঠিক উত্তর: (ক)
    ৩০৫. গহনা তৈরিতে স্বর্নের সংকর ব্যবহারের কারণ –
  • ক) সংকর ব্যবহারে গহনার দাম কমে
  • খ) স্বর্ণের সংকর অধিক উজ্জ্বলতাবিশিষ্ট
  • গ) বিশুদ্ধ স্বর্ণ নরম বলে
  • ঘ) স্বর্ণের সংকর অধিক টেকসই
  • সঠিক উত্তর: (খ)
    ৩০৬. সালফার ডাইঅক্সাইডের গন্ধ –
  • ক) অম্লীয়
  • খ) মাছ পচা
  • গ) দুধের মতো
  • ঘ) ঝাঁঝালো
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩০৭. সিনাবার কোন ধাতুর আকরিক?
  • ক) লেড
  • খ) মার্কারি
  • গ) কপার
  • ঘ) ক্যালসিয়াম
  • সঠিক উত্তর: (খ)
    ৩০৮. হামিদ মেটাল ইন্ডাস্ট্রিতে কপারের তড়িৎ বিশোধন করা হয়। সেখানে অ্যানোড হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
  • ক) বিশুদ্ধ কপারের পাত
  • খ) অবিশুদ্ধ কপারের পাত
  • গ) জিংকের পাত
  • ঘ) গ্রাফাইট দন্ড
  • সঠিক উত্তর: (খ)
    ৩০৯. জানালার কাচ প্রস্তুতিতে কোনটি ব্যবহৃত হয়?
  • ক) আর্দ্র সোডিয়াম সালফেট (Na2SO4. 10H2O)
  • খ) সোডিয়াম সালফেট
  • গ) ক্যালসিয়াম সালফেট
  • ঘ) ম্যাগনেসিয়াম সালফেট
  • সঠিক উত্তর: (ক)
    ৩১০. স্টেইনলেস স্টিলে মরিচা প্রতিরোধক হিসেবে কাজ করে –
  • ক) কার্বন
  • খ) ক্রোমিয়াম
  • গ) নিকেল
  • ঘ) আয়রন
  • সঠিক উত্তর: (খ)
    ৩১১. সক্রিয়তা সিরিজে কোন ধাতুটি সবার নিচে অবস্থিত?
  • ক) Pt
  • খ) Cu
  • গ) Hg
  • ঘ) Au
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩১২. চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতিতে পৃথক করা যায় না কোনটি?
  • ক) Al2O3. 2H2O
  • খ) FeO. Cr2O3
  • গ) TiO2
  • ঘ) FeWO4
  • সঠিক উত্তর: (ক)
    ৩১৩. একটি ধাতুর আকরিকে SiO2 খনিজমল বিদ্যমান। ধাতুটিকে এ খনিজমলমুক্ত করার জন্য ব্যবহার করতে হবে –
    i. CaO
    ii. FeO
    iii. CO2
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩১৪. চালকোসাইট এর সংকেত কোনটি?
  • ক) CuFeS2
  • খ) Cu2S
  • গ) PbS
  • ঘ) Fe2O3
  • সঠিক উত্তর: (খ)
    ৩১৫. জিঙ্কের বৈশিষ্ট্য নয় নিচের কোনটি?
  • ক) নমনীয়তা
  • খ) বিদ্যুৎ সুপরিবাহী
  • গ) কম ঘনত্ববিশিষ্ট
  • ঘ) আঘাত সহ্য করতে পারে
  • সঠিক উত্তর: (গ)
    ৩১৬. চায়না ক্লে ব্যবহারের উৎপত্তিস্থল –
  • ক) জাপান
  • খ) ঘানা
  • গ) বাংলাদেশ
  • ঘ) চীন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩১৭. প্রকৃতিতে সোডিয়াম সবচেয়ে বেশি পাওয়ায় --- হিসেবে।
  • ক) সোডিয়াম কার্বনেট
  • খ) কাচ
  • গ) সোডিয়াম নাইট্রেট
  • ঘ) খাবার লবণ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩১৮. রসায়ন পরীক্ষাগারে পাত্র –
    i. মরিচাহীন ইস্পাত দ্বারা তৈরি
    ii. তৈরিতে Fe, Cr, Ni ব্যবহৃত হয়
    iii. তৈরিতে ব্যবহৃত উপাদান দ্বারা ব্রোঞ্জ তৈরি হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩১৯. Mn ধাতু কীভাবে উৎপাদন করা হয়?
  • ক) আকরিকের তড়িৎ বিশ্লেষণ
  • খ) কোক দ্বারা বিজারণ
  • গ) আকরিকের তাপ জারণ
  • ঘ) আকরিকের বিশোধন
  • সঠিক উত্তর: (খ)
    ৩২০. সালফার ব্যবহৃত হয় –
  • ক) হাইপোতে
  • খ) ইথানল প্রস্তুতিতে
  • গ) গ্যালভানাইজিং-এ
  • ঘ) কার্বাক্সিলিক এসিড শনাক্তকরণে
  • সঠিক উত্তর: (ক)
    ৩২১. সোডিয়াম নিষ্কাশনে ক্যালসিয়াম ক্লোরাইডকে বিগালক হিসেবে ব্যবহার করার কারণ কি?
  • ক) সহজে সোডিয়াম নিষ্কাশন
  • খ) CaCl2 সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হ্রাস করে
  • গ) মিশ্র্রণের গলনাঙ্ক হ্রাস করা
  • ঘ) সোডিয়ামের গলনাঙ্ক হ্রাস করা
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩২২. তামার বিশোধনে ব্যবহৃত হয় –
  • ক) কার্বন বিজারণ
  • খ) থার্মাইট বিজারণ
  • গ) তাপ জারণ
  • ঘ) তড়িৎ বিশ্লেষণ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩২৩. বিগলন প্রক্রিয়ায় উৎপন্ন তামা –
  • ক) 97.5%
  • খ) 98%
  • গ) 99%
  • ঘ) 99.9% বিশুদ্ধ
  • সঠিক উত্তর: (খ)
    ৩২৪. ডুরালুমিনে তাকে না নিচের কোনটি?
  • ক) ম্যাগনেসিয়াম
  • খ) মলিবডেনাম
  • গ) ম্যাঙ্গানিজ
  • ঘ) লোহা
  • সঠিক উত্তর: (খ)
    ৩২৫. কোন ধাতু ভূ-ত্বকের উপাদান নয়?
  • ক) আয়রন
  • খ) অ্যালুমিনিয়াম
  • গ) ম্যাগনেসিয়াম
  • ঘ) জিংক
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩২৬. বিষাক্ত –
    i. লেড
    ii. লেড অক্সাইড
    iii. বাষ্পীয় লেড অক্সাইড
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩২৭. ভূত্বকে পাওয়া যায় না নিচের কোন আকরিক?
  • ক) হেমাটাইট
  • খ) বক্সাইট
  • গ) কয়লা
  • ঘ) সালফার
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩২৮. ক্যালামাইন কোন ধাতুর আকরিক?
  • ক) মার্কারি
  • খ) জিংক
  • গ) ক্যালসিয়াম
  • ঘ) কপার
  • সঠিক উত্তর: (খ)
    ৩২৯. নিচের কোনটি তরল খনিজ?
  • ক) ম্যাগনেটাইট
  • খ) হেমাটাইট
  • গ) বক্সাইট
  • ঘ) পেট্রোলিয়াম
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৩০. উৎপাদিত H2SO4 এর --- ব্যবহৃত হয়।
    i. 1.5% স্টিল তৈরিতে
    ii. 6.0 কৃত্রিম সুতা তৈরিতে
    iii. 20% অ্যালকোহলো তৈরিতে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৩১. টাইটেনিয়ামের আকরিক নিচের কোনটি?
  • ক) লিমোনাইট
  • খ) চুনাপাথর
  • গ) ক্যালামাইন
  • ঘ) রুটাইল
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৩২. যুক্তরাষ্ট্রে ব্যবহৃত কপারের নিষ্কাশিত অংশের পরিমাণ –
  • ক) 21%
  • খ) 69%
  • গ) 79%
  • ঘ) 72.5%
  • সঠিক উত্তর: (গ)
    ৩৩৩. সক্রিয়তা সিরিজে সবার নিচে অবস্থান কোন মৌলের?
  • ক) Zn
  • খ) Au
  • গ) Cr
  • ঘ) Fe
  • সঠিক উত্তর: (খ)
    ৩৩৪. Hg ধাতু কীভাবে উৎপাদন করা হয়?
  • ক) আকরিকের তড়িৎ বিশ্লেষণ
  • খ) কোক দ্বারা বিজারণ
  • গ) আকরিকের তাপ জারণ
  • ঘ) আকরিকের বিশোধন
  • সঠিক উত্তর: (খ)
    ৩৩৫. সালফার ট্রাই অক্সাইডের সাথে পানি যোগ করলে –
    i. সালফিউরিক এসিড তৈরি হবে
    ii. সালফিউরিক এসিডের ঘন ধোঁয়া সৃষ্টি হবে
    iii. উৎপন্ন H2SO4 এর ধোঁয়াকে সহজেই ঘনীভূত করা যায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৩৬. ধাতু গলানোর জন্য কোনটি ব্যবহার করা হয়?
  • ক) ব্রাস
  • খ) ব্রোঞ্জ
  • গ) ডুরালুমিন
  • ঘ) স্টিল
  • সঠিক উত্তর: (খ)
    ৩৩৭. খাঁটি স্বর্ণের প্রকৃতি কেমন?
  • ক) শক্ত
  • খ) নরম
  • গ) ভঙ্গুর
  • ঘ) দৃঢ়
  • সঠিক উত্তর: (খ)
    ৩৩৮. অ্যালুমিনিয়াম ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণে জ্বালানির প্রয়োজন –
  • ক) 5%
  • খ) 10%
  • গ) 30%
  • ঘ) Al নিষ্কাশনের 5%
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৩৯. অপরিশোধিত পেট্রোলিয়াম তেলের দহনে পাওয়া যায় –
  • ক) O2
  • খ) NaOH
  • গ) H2O2
  • ঘ) SO2
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৪০. সচরাচর মাটির বর্ণ –
  • ক) কালো
  • খ) ধূসর
  • গ) লাল
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৪১. ‍SO2 পানির সাথে বিক্রিয়ায় তৈরি করে –
  • ক) H2SO2
  • খ) S2SO3
  • গ) H2SO4
  • ঘ) H2S2O7
  • সঠিক উত্তর: (খ)
    ৩৪২. ঢেউটিনে থাকে –
  • ক) লোহা
  • খ) দস্তা
  • গ) টিন
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৪৩. গাঢ় সালফিউরিক এসিড ক্রিয়া করে –
    i. এসিড হিসেবে
    ii. জারক হিসেবে
    iii. নিরুদক হিসেবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৪৪. কেওলিন যৌগটি –
    i. এক ধরনের মাটি
    ii. সিরামিক কারখানায় ব্যবহৃত হয়
    iii. চায়না ক্লে নামে পরিচিত
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৪৫. খজিন জ্বালানি শেষ হয়ে যাবে আগামী --- সালের মধ্যে।
  • ক) 2132-2162
  • খ) 2142-2172
  • গ) 2112-2142
  • ঘ) 2172-2202
  • সঠিক উত্তর: (ক)
    ৩৪৬. ম্যাগমা ঠান্ডা হয়ে পরিণত হয় –
  • ক) পাললিক শিলায়
  • খ) চুনাপাথরে
  • গ) আগ্নেয় শিলায়
  • ঘ) গন্ধকে
  • সঠিক উত্তর: (গ)
    ৩৪৭. প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা –
  • ক) 118টি
  • খ) 110টি
  • গ) 92টি
  • ঘ) 98টি
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৪৮. ক্ষারকীয় ফ্লাক্স কোনটি?
  • ক) MnO
  • খ) FeO
  • গ) CuO
  • ঘ) CaO
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৪৯. গহনা তৈরিতে স্বর্ণের সাথে কি মেশানো হয়?
  • ক) খাদ
  • খ) লোহা
  • গ) পলিপ্রোপিন ক্লোরাইড
  • ঘ) রূপা
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫০. অ্যালুমিনিয়াম নিষ্কাশনে কোনটি বিগালক হিসেবে ব্যবহৃত হয়?
  • ক) ক্যালসিয়াম ক্লোরাইড
  • খ) সোডিয়াম হেক্সাফ্লোরো অ্যালিমুনেট
  • গ) ক্যালসিয়াম অক্সাইড
  • ঘ) সিলিকন ডাই অক্সাইড
  • সঠিক উত্তর: (খ)
    ৩৫১. অভিকর্ষ বলের সহায়তায় পৃথক করা হয় নিচের কোনটি?
  • ক) ধাতুর আকরিক
  • খ) বালি
  • গ) চুনাপাথর
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫২. মাটির বিভিন্ন রং রঙীন এর কারণ কোনটি?
  • ক) পানির অনুপস্থিতি
  • খ) রং এর উপস্থিতি
  • গ) বিভিন্ন খনিজের উপস্থিতি
  • ঘ) পানির উপস্থিতি
  • সঠিক উত্তর: (গ)
    ৩৫৩. ধাতু নিষ্কাশন একটি –
  • ক) তাপীয় বিক্রিয়া
  • খ) তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া
  • গ) আর্দ্রবিশ্লেষণ প্রক্রিয়া
  • ঘ) বিজারণ প্রক্রিয়া
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫৪. রাবার ভলকানাইজিং-এ ব্যবহৃত হয় –
  • ক) কার্বন মনোক্সাইড
  • খ) শুষ্ক বরফ
  • গ) সালফার
  • ঘ) কণার পিরাইটস
  • সঠিক উত্তর: (গ)
    ৩৫৫. কোন মিশ্রণের গলনাঙ্ক প্রায় 6000C?
  • ক) 80-82% NaCl ও 20-18% Cacl2
  • খ) 60-70% NaCl ও 40-30% Cacl2
  • গ) 40-42% NaCl ও 58-60% Cacl2
  • ঘ) 40-42% বক্সাইট ও 58-68% ক্রায়োলাইট
  • সঠিক উত্তর: (গ)
    ৩৫৬. মৌলিক খনিজ নয় নিচের কোনটি?
  • ক) হীরা
  • খ) রৌপ্য
  • গ) প্লাটিনাম
  • ঘ) চুনাপাথর
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫৭. মরিচার বর্ণ কোনটি?
  • ক) গাঢ় নীল
  • খ) বাদামি হলুদ
  • গ) হলুদ
  • ঘ) লালচে বাদামি
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫৮. মরিচার কারণে প্রতি বছর পৃথিবীতে কী পরিমাণ অর্থ ব্যয় হয়?
  • ক) 100 মিলিয়ন USD
  • খ) 50 মিলিয়ন USD
  • গ) 1 মিলিয়ন USD
  • ঘ) 10 মিলিয়ন USD
  • সঠিক উত্তর: (ক)
    ৩৫৯. ফসফরাসের খনিজ কোনটি?
  • ক) সিলিকা
  • খ) ফসফেট
  • গ) হীরা
  • ঘ) কোনোটিই নয়
  • সঠিক উত্তর: (খ)
    ৩৬০. কপারের বর্ণ কোনটি?
  • ক) বোদামি
  • খ) সবুজাভ
  • গ) তামাটে
  • ঘ) রূপালী
  • সঠিক উত্তর: (গ)
    ৩৬১. প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি?
  • ক) 92
  • খ) 98
  • গ) 105
  • ঘ) 110
  • সঠিক উত্তর: (খ)
    ৩৬২. স্ববিজারণ প্রক্রিয়ায় পাওয়া যায় কোন ধাতু?
  • ক) কোবাল্ট
  • খ) নিকে
  • গ) স্বর্ণ
  • ঘ) কপার
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৬৩. শিল্পক্ষেত্রে H2SO4 উৎপাদনে প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় –
    i. প্লাটিনাম চূর্ণ
    ii. V2O5
    iii. অক্সিজেন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৬৪. গ্যালেনা কোন ধাতুর আকরিক?
  • ক) তামা
  • খ) দস্তা
  • গ) রূপা
  • ঘ) সীসা
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৬৫. লোহাতে শতকরা কতভাগ কার্বন থাকলে তাকে স্টিল বলে? 2.5%
  • খ) 2.4%
  • গ) 2%
  • ঘ) 1%
  • সঠিক উত্তর: (ক)
    ৩৬৬. প্রকৃতিতে কোন আকরিকটি বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়?
  • ক) কপার পিরাইটস
  • খ) বক্সাইট
  • গ) রুটাইল
  • ঘ) ম্যাগনেটাইট
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৬৭. ননের কোন ধরনের খজিন?
  • ক) মৌলিক
  • খ) গ্যাসীয়
  • গ) কঠিন
  • ঘ) তরল
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৬৮. আদিম যুগে ধাতু নিষ্কাশনে কোন পদ্ধতি ব্যবহৃত হত?
  • ক) কয়লা বিজারণ
  • খ) তড়িৎ বিশ্লেষণ
  • গ) কোন পদ্ধতি ব্যবহৃত হত না
  • ঘ) দুটো পদ্ধতিই ব্যবহৃত হত
  • সঠিক উত্তর: (ক)
    ৩৬৯. কোন মিশ্রণটি স্টেইনলেস স্টিলের উপাদান?
  • ক) Fe, Ni, Cr, C
  • খ) Fe, Zn, Ca, C
  • গ) Fe, Cr, Na, Sn
  • ঘ) Fe, Na, Ca, Zn
  • সঠিক উত্তর: (ক)
    ৩৭০. ভূত্বকে অক্সিজেন এর কোন যৌগের পরিমাণ সবচেয়ে বেশি?
  • ক) কার্বন ডাই-অক্সাইড
  • খ) বক্সাইট
  • গ) সিলিকা
  • ঘ) পানি
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৭১. কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণে প্লাটিনাম অ্যানোড ব্যবহার করলে তড়িৎ বিশ্লেষণে কোন পদার্থটি উৎপন্ন হয় না?
  • ক) কপার ধাতু
  • খ) অক্সিজেন
  • গ) কপার সালফেট
  • ঘ) সালফিউরিক এসিড
  • সঠিক উত্তর: (গ)
    ৩৭২. কক্সবাজারের সমুদ্র ‍উপকূলের বালি থেকে মূল্যবান খনিজ আহরণ করা হয় –
    i. জিরকন
    ii. রুটাইল
    iii. মোনাজাইট
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৭৩. পিঁয়াজ কাটার সময় কোন অক্সাইডটি তৈরি হয়?
  • ক) SO2
  • খ) SO3
  • গ) NO2
  • ঘ) CO2
  • সঠিক উত্তর: (ক)
    ৩৭৪. সিরামিক কারখানায় নিচের কোনটি ব্যবহৃত হয়?
  • ক) সাবান
  • খ) সোডিয়াম কার্বনেট
  • গ) মাটি
  • ঘ) অ্যালুমিনিয়াম সমৃদ্ধ মাটি
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৭৫. পিঁয়াজ কাটলে চোখে জ্বালা করার কারণ –
    i. SO2
    ii. SO2 এ H2O বিক্রিয়ায় H2SO3 তৈরি হওয়াv iii. পিঁয়াজে সালফারের প্রোপাইল যৌগ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৭৬. পানিযুক্ত Ore কোনটি?
  • ক) রুটাইল
  • খ) হেমাটাইট
  • গ) বক্সাইট
  • ঘ) মোনাজাইট
  • সঠিক উত্তর: (গ)
    ৩৭৭. প্রতি বছর ব্যবহৃত H2SO4 এর পরিমাণ প্রায় –
  • ক) কয়েক টন
  • খ) কয়েক বিলিয়ন টন
  • গ) কয়েক মিলিয়ন টন
  • ঘ) শূন্য
  • সঠিক উত্তর: (গ)
    ৩৭৮. প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় –
    i. Au
    ii. প্লাটিনাম
    iii. রৌপ্য
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৭৯. শিলার গলিত অবস্থাকি বলে –
  • ক) ম্যাগনাম
  • খ) ম্যাগনেট
  • গ) ম্যাগমা
  • ঘ) ম্যাগনেসিয়াম
  • সঠিক উত্তর: (গ)
    ৩৮০. সোডিয়াম ধাতুকে প্রকৃতিতে মৌলিক অবস্থায় না পাওয়ার কারণ কোনটি?
  • ক) সোডিয়াম খুবই সক্রিয় ধাতু
  • খ) সোডিয়াম একটি হালকা ধাতু
  • গ) সোডিয়াম একটি নরম ধাতু
  • ঘ) সোডিয়ামের যোজ্যতা এক
  • সঠিক উত্তর: (ক)
    ৩৮১. ধাতুর সক্রিয়তা সিরিজে অ্যালুমিনিয়াম ধাতুর উপরে অবস্থিত বিগলিত ‘M’ ধাতুর ক্লোরাইডকে তড়িৎ বিশ্লেষণ করলে –
    i. অ্যানোডে ‘M’ ধাতু জমা হয়
    ii. ক্যাথোডে ‘M’ ধাতু জমা হয়
    iii. অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৩৮২. সার উৎপাদনে ব্যবহৃত H2SO4 এর H2SO4 উৎপাদনের –
  • ক) 2.5%
  • খ) 1.5%
  • গ) 2.0%
  • ঘ) 19.0%
  • সঠিক উত্তর: (গ)
    ৩৮৩. অস্ত্র তৈরিতে স্টিল ব্যবহারের কারণ কোনটি?
  • ক) ব্যয়বহুল নয়
  • খ) ঘাতসহ
  • গ) ভারবহনে সক্ষম
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৮৪. যৌগিক খনিজ নিচের কোনটি?
  • ক) বক্সাইট
  • খ) হেমাটাইট
  • গ) রুটাইল
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৮৫. ভূত্বকে শতকরা হার সবচেয়ে বেশি কোন মৌলটির?
  • ক) সিলিকন
  • খ) আয়রন
  • গ) অক্সিজেন
  • ঘ) সোডিয়াম
  • সঠিক উত্তর: (গ)
    ৩৮৬. ভূত্বকে সিলিকনের শতকর পরিমাণ কত?
  • ক) 5%
  • খ) 8%
  • গ) 27%
  • ঘ) 46%
  • সঠিক উত্তর: (গ)
    ৩৮৭. অস্ত্রোপচারের যন্ত্রপাতি তৈরিতে ব্যবহার করা হয় কোন ধাতু সংকর?
  • ক) ডুরালুমিন
  • খ) ব্রাস
  • গ) আয়রন
  • ঘ) স্টেইনলেস স্টিল
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৮৮. SO3 কে 98% সালফিউরিক এসিডে শোষণ করে পানি যোগে প্রয়োজনমত লঘু করা হয়, কারণ সালফিউরিক এসিড –
    i. জলীয়বাষ্পের সাথে ঘন কুয়াশা সৃষ্টি করে
    ii. পানি যোগে প্রচুর তাপ নির্গত করে
    iii. একটি নিরুদক পদার্থ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৮৯. নারিকেল তেলে সুচ রাখা হলে –
  • ক) সুচ ধারালো হয়
  • খ) সুচের ভর হ্রাস পায়
  • গ) সুচের উজ্জ্বলতা নষ্ট হয়
  • ঘ) সুচ মরিচাবিহীন থাকে
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৯০. কোন ধাতু নিষ্কাশনে বিজারণ প্রয়োজন হয় না?
  • ক) স্বর্ণ
  • খ) রূপা
  • গ) প্লাটিনাম
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৯১. ভূত্বকে আয়রনের পরিমাণ কত?
  • ক) ৪%
  • খ) ৫%
  • গ) ৬%
  • ঘ) ৭%
  • সঠিক উত্তর: (খ)
    ৩৯২. বিশুদ্ধ তামার যন্ত্রপাতি কার্যকর না হওয়ার কারণ কোনটি?
  • ক) সহজে অন্য রাসায়নিক দ্বারা আক্রান্ত হয়
  • খ) উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়
  • গ) নরম
  • ঘ) ভঙ্গুর
  • সঠিক উত্তর: (গ)
    ৩৯৩. কোনটি দ্বারা তাম্রমল দূর করা যায়?
  • ক) আপেল
  • খ) পেঁপে
  • গ) কলা
  • ঘ) কামরাঙ্গা
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৯৪. কার্বনের খনিজ –
  • ক) হীরা
  • খ) গ্রাফাইট
  • গ) কয়লা
  • ঘ) গ্রাফিন
  • সঠিক উত্তর: (গ)
    ৩৯৫. সালফারের গলনাঙ্ক –
  • ক) 1100C
  • খ) 1190C
  • গ) 1250C
  • ঘ) 1350C
  • সঠিক উত্তর: (খ)
    ৩৯৬. শিলা –
  • ক) শক্ত কণার মিশ্রণ
  • খ) আবহাওয়ার সাথে সাথে পরিবর্তিত হয়
  • গ) বিভিন্ন খনিজ পদার্থ দ্বারা তৈরি
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৯৭. কোন ধাতুকে পেট্রোল বা কেরোসিনের নিচে রাখা হয়?
  • ক) Na
  • খ) Ca
  • গ) Fe
  • ঘ) Cu
  • সঠিক উত্তর: (ক)
    ৩৯৮. দুটি প্লাটিনাম তারকে এসিড মিশ্রিত পানিতে ডুবিয়ে ঋণাত্মক প্রান্তের সাথে কোনটি যুক্ত করলে বিদ্যুৎ প্রবাহ বোঝা যাবে?
  • ক) অ্যামিটার
  • খ) ভোল্টমিটার
  • গ) পটেনসিওমিটার
  • ঘ) বাল্ব
  • সঠিক উত্তর: (ক)
    ৩৯৯. পাতিল তৈরিতে যে ধাতুসংকর ব্যবহৃত হয় তাতে থাকে –
  • ক) অ্যালুমিনিয়াম
  • খ) কাঁসা
  • গ) লোহা
  • ঘ) জিঙ্ক
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪০০. মৌলিক খনিজ –
  • ক) বক্সাইট
  • খ) ম্যাগনেটাইট
  • গ) পেট্রোলিয়াম
  • ঘ) হীরা
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪০১. স্বর্ণকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। কারণ এটি –
  • ক) দামী
  • খ) নিষ্ক্রিয়
  • গ) ধাতু
  • ঘ) অপধাতু
  • সঠিক উত্তর: (খ)
    ৪০২. সালফাইড আকরিক ঘনীকরণে কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
  • ক) অভিকর্ষ বল
  • খ) মহাকর্ষ বল
  • গ) তেল ফেনা ভাসমান প্রণালি
  • ঘ) চৌম্বকীয় পদ্ধতি
  • সঠিক উত্তর: (গ)
    ৪০৩. সাদা মাটির পাহাড়ে কি থাকে?
  • ক) কেওলিন
  • খ) চুনাপাথর
  • গ) রকসল্ট
  • ঘ) সিলিকা
  • সঠিক উত্তর: (ক)
    ৪০৪. প্রকৃতিতে প্রাপ্ত মৌলের কত ভাগ ধাতু?
  • ক) ১/৪
  • খ) ২/৪
  • গ) ৩/৪
  • ঘ) ৩.৫/৪
  • সঠিক উত্তর: (গ)
    ৪০৫. বিয়ারিং তৈরিতে ব্যবহার হয় –
  • ক) কপারের সংকর
  • খ) লোহার সংকর
  • গ) অ্যালুমিনিয়াম সংকর
  • ঘ) টিনের সংকর
  • সঠিক উত্তর: (ক)
    ৪০৬. প্রকৃতিতে কোন ধাতুযৌগগুলো বেশি পাওয়া যায়?
  • ক) মধ্যম সক্রিয়
  • খ) অধিক সক্রিয়
  • গ) কম সক্রিয়
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (খ)
    ৪০৭. ক্যালসিয়ামের যৌগ কোনটি?
  • ক) কোয়ার্টজ
  • খ) ম্যাগনেটাইট
  • গ) চুনাপাথর
  • ঘ) কার্নালাইট
  • সঠিক উত্তর: (গ)
    ৪০৮. টেবিলের কোন রেকর্ডটি সাধারণত ধাতুর বৈশিষ্ট্য প্রকাশ করে?
  • ক) গলনাংক স্ফুটনাংক ঘনত্ব 1536 2886 7.86
  • খ) গলনাংক স্ফুটনাংক ঘনত্ব -219 183 .002
  • গ) গলনাংক স্ফুটনাংক ঘনত্ব -113 45 0.79
  • ঘ) গলনাংক স্ফুটনাংক ঘনত্ব 117 444 1.96
  • সঠিক উত্তর: (ক)
    ৪০৯. SO2 কে জারিত করতে ব্যবহৃত হয় –
  • ক) Cl2
  • খ) H2S
  • গ) HNO3
  • ঘ) O2
  • সঠিক উত্তর: (ঘ)
    উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
    “M” একটি মৌল যা স্টিলের কাঠিন্য বৃদ্ধি করে।
    ৪১০. “M” মৌলটির পারমাণবিক সংখ্যা কোনটি?
  • ক) 26
  • খ) 27
  • গ) 28
  • ঘ) 29
  • সঠিক উত্তর: (গ)
    ৪১১. “M” মৌলটির ধাতব সংকর –
  • ক) ক্রোমওকর
  • খ) ব্রাস
  • গ) স্টিল
  • ঘ) মরিচাবিহীন ইস্পাত
  • সঠিক উত্তর: (ঘ)