এস.এস.সি || রসায়ন || অধ্যায় - ২ পদার্থের অবস্থা || বহুনির্বচনী প্রশ্ন - উত্তর

 


এস.এস.সি || রসায়ন  ||  অধ্যায় - ২ পদার্থের অবস্থা

১. কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি?

  • ক) লুব্রিকেটিং অয়েল
  • খ) সয়াবিন তেল
  • গ) দুধ
  • ঘ) খাবার লবণ
  • সঠিক উত্তর: (ঘ)
    ২. মিথেন (CH4), অক্সিজেন (O2), নাইট্রোজেনের (N2), কার্বন (C), গ্যাসগুলোর কোনটি নিঃসরণের হার কম?
  • ক) CH4
  • খ) O2
  • গ) N2
  • ঘ) C
  • সঠিক উত্তর: (খ)
    ৩. আন্তঃআণবিক শক্তি কোন শক্তির বিপরীত?
  • ক) স্তিতিশক্তি
  • খ) গতিশক্তি
  • গ) বন্ধন শক্তি
  • ঘ) বিভব শক্তি
  • সঠিক উত্তর: (খ)
    ৪. 8010C গলনাঙ্ক বিশিষ্ট পদার্থটির ক্ষেত্রে-
    i. চাপ ও তাপমাত্রা স্থির থাকলে এর আকার বা আয়তন অপরিবর্তিত থাকে
    ii. স্থির চাপে তাপমাত্রা বাড়ালে পদার্থটি একটি নির্দিষ্ট উষ্ণতায় তরলে পরিণত হয়
    iii. চাপে সংকোচন ও প্রসারণশীলতা খুব বেশি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৫. জলীয়বাষ্পকে যখন ঘনীভবন করা হয়, তখন কণাসমূহের ক্ষেত্রে কী ঘটবো?
  • ক) আকার সংকুচিত হবে
  • খ) চলাচল করতে থাকবে
  • গ) একই অবস্থানে থেকে কাঁপতে থাকবে
  • ঘ) পরিপার্শ্বে শক্তি নির্গত করবে
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬. কোন দ্রবণের অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক শক্তি কম হলে কোন অবস্থার সৃষ্টি হবে?
  • ক) কঠিন
  • খ) তরল
  • গ) বায়বীয়
  • ঘ) মৌলিক
  • সঠিক উত্তর: (ক)
    ৭. আন্তঃকণা সম্পর্কিত তথ্যসমূহ লক্ষ কর-
    i. আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে কম হলে তা গ্যাসীয়
    ii. আন্তঃকণা শক্তির কারণে অণুসমূহ পরস্পরের সন্নিকটে থাকতে চায়
    iii. আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি হলে পদার্থটি তরল
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৮. মোমবাতির দহনের সময় মোম কোনটির সাথে বিক্রিয়া করে?
  • ক) CO2
  • খ) O2
  • গ) H2O
  • ঘ) Fe3O4
  • সঠিক উত্তর: (খ)
    ৯. সাধারণ লবণের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি। কারণ-
  • ক) লবণের আন্তঃআণবিক শক্তি কম
  • খ) লবণের আন্তঃআণবিক শক্তি বেশি
  • গ) লবণ বেশি তাপমাত্রা শোষণ করে
  • ঘ) লবণ সাধারণ তাপমাত্রায় গলে না
  • সঠিক উত্তর: (খ)
    ১০. কোন ক্ষেত্রে ব্যাপনের হার সবচেয়ে বেশি হয়?
  • ক) কণিকার ভর এবং পারিপার্শ্বিক তাপমাত্রা কম হলে
  • খ) কণিকার ভর এবং পারিপার্শ্বিক তাপমাত্রা বেশি হলে
  • গ) কণিকার ভর কম কিন্তু পারিপার্শ্বিক তাপমাত্রা বেশি হলে
  • ঘ) কণিকার ভর বেশি কিন্তু পারিপার্শ্বিক তাপমাত্রা কম হলে
  • সঠিক উত্তর: (গ)
    ১১. গ্যাস সিলিন্ডার থেকে ছিদ্র পথে সজোরে গ্যাস বেরিয়ে গন্ধ ছড়ানোকে কী বলে?
  • ক) ব্যাপন
  • খ) মিশ্রেণ
  • গ) নিঃসরণ
  • ঘ) প্রস্বেদন
  • সঠিক উত্তর: (গ)
    ১২. বস্তুর ভর ও ঘনত্ব যত বেশি হয় ব্যাপন ও নিঃসরণের হার-
  • ক) বৃদ্ধি পায়
  • খ) হ্রাস পায়
  • গ) অপরিবর্তিত থাকে
  • ঘ) সামান্য
  • সঠিক উত্তর: (খ)
    ১৩. মোমের দহনের ফলে কোনটি উৎপন্ন হয়?
  • ক) CO2
  • খ) H2O
  • গ) CO2(g) ও H2O(g)
  • ঘ) CO2(g) ও H2O(I)
  • সঠিক উত্তর: (গ)
    ১৪. “চাপে আয়তন স্বল্পমাত্রায় সংকোচনশীল” কোনটির ক্ষেত্রে প্রযোজ্য?
  • ক) হিলিয়াম গ্যাস
  • খ) মার্বেল
  • গ) দুধ
  • ঘ) কাঠ
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৫. নিচের কোন যৌগটির দৃঢ়তা আছে?
  • ক) ধাতু
  • খ) পানি
  • গ) পেট্রোল
  • ঘ) হাইড্রোজেন
  • সঠিক উত্তর: (ক)
    ১৬. জলীয়বাষ্পকে যখন ঘনীভবন করা হয়, তখন কণাসমূহের ক্ষেত্রে কী ঘটবে?
  • ক) আকার সংকুচিত হবে
  • খ) চলাচল করতে থাকবে
  • গ) একই অবস্থানে থেকে কাঁপতে থাকবে
  • ঘ) পরিপার্শ্বে শক্তি নির্গত করবে
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭. কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি?
  • ক) He
  • খ) H2
  • গ) O2
  • ঘ) CO2
  • সঠিক উত্তর: (খ)
    ১৮. গতিশক্তির মান আন্তঃকণা আকর্ষণ বল এর চেয়ে বেশি হলে পদার্থ কোন অবস্থা লাভ করবে?
  • ক) কঠিন
  • খ) তরল
  • গ) গ্যাসীয়
  • ঘ) প্লাজমা
  • সঠিক উত্তর: (গ)
    ১৯. কোনো কোনো কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে-
  • ক) গলন
  • খ) বাষ্পীভবন
  • গ) রাসায়নিক পরিবর্তন
  • ঘ) উর্ধ্বপাতন
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০. নিচের কোনটি তাপ প্রয়োগে সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয়?
  • ক) কঠিন CO2
  • খ) লবণ
  • গ) SiO2
  • ঘ) Na
  • সঠিক উত্তর: (ক)
    ২১. উর্ধ্ব পাতিত পদার্থ-
    i. ন্যাপথালিন
    ii. আয়োডিন
    iii. কর্পূর
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২. সাধারণ চাপ ও উষ্ণতায় নিম্নের কোন পদার্থের আকার এবং আয়তন দুটোই নির্দিষ্ট থাকে?
  • ক) চিনি
  • খ) অক্সিজেন
  • গ) সয়াবিন তেল
  • ঘ) পানি
  • সঠিক উত্তর: (ক)
    ২৩. তাপে পদার্থের কোনটির পরিবর্তন ঘটে না?
  • ক) আকার
  • খ) আকৃতি
  • গ) অণুর গঠন
  • ঘ) ভৌত অবস্থা
  • সঠিক উত্তর: (গ)
    ২৪. নিচের কোনটির দৃঢ়তা আছে?
  • ক) লবণ
  • খ) হাইড্রোজেন
  • গ) পানি
  • ঘ) কার্বন ডাই অক্সাইড
  • সঠিক উত্তর: (ক)
    ২৫. নিম্নের কোনটির নিঃসরণ দ্রুত ঘটে?
  • ক) মিথেন
  • খ) নাই্ট্রোজেন
  • গ) নাইট্রোজেন ডাই অক্সাইড
  • ঘ) প্রোপেন
  • সঠিক উত্তর: (ক)
    ২৬. তাপ প্রয়োগে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়া পদার্থকে কোন প্রক্রিয়ায় পুনরায় কঠিন পদার্থে পরিণত করা যায়?
  • ক) বাষ্পীভবন
  • খ) তরলীকরণ
  • গ) শীতলীকরণ
  • ঘ) ঘনীভবন
  • সঠিক উত্তর: (গ)
    ২৭. পদার্থের কোন অবস্থায় অণুসমূহের গতিশক্তি সবচেয়ে বেশি?
  • ক) কঠিন
  • খ) তরল
  • গ) গ্যাসীয়
  • ঘ) আয়নিক
  • সঠিক উত্তর: (গ)
    ২৮. তাপ ও� চাঁপের উপর নির্ভর করে পদার্থ কয়টি ভৌত অবস্থায় থাকতে পারে?
  • ক) ২টি
  • খ) ৩টি
  • গ) ৪টি
  • ঘ) ৫টি
  • সঠিক উত্তর: (খ)
    ২৯. কখন গ্যাসীয় পদার্থের কণসমূহ তরলের উপরিতল থেকে বাইরে বেরিয়ে যায়?
  • ক) গলনাঙ্কে পৌঁছালে
  • খ) হিমাঙ্কে পৌঁছালে
  • গ) স্ফুটনাঙ্কে পৌঁছালে
  • ঘ) শিশিরাঙ্কে পৌঁছালে
  • সঠিক উত্তর: (গ)
    ৩০. কোনটি উদ্বায়ী পদার্থ?
  • ক) মোম
  • খ) বালি
  • গ) ইথার
  • ঘ) লবণ
  • সঠিক উত্তর: (গ)
    ৩১. নিচের কোনটি তরল পদার্থ?
  • ক) CaCO2
  • খ) C6H12O6
  • গ) CO2
  • ঘ) Hg
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩২. ভৌত পরিবর্তনের ফলে-
    i. নতুন পদার্থের সৃষ্টি হয়
    ii. অণুর গঠনের পরিবর্তন হয় না
    iii. মৌলের সংযুক্তির পরিবর্তন হয় না
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩৩. পানির স্ফুটনাঙ্ক কত?
  • ক) 00C
  • খ) 1000C
  • গ) -2590C
  • ঘ) -2530C
  • সঠিক উত্তর: (খ)
    ৩৪. পারদের বৈশিষ্ট্য হলো, নির্দিষ্ট-
    i. আকৃতি
    ii. আয়তন
    iii. ভর
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩৫. কোনটির প্রসারণশীলতা সবচেয়ে বেশি?
  • ক) চিনি
  • খ) পারদ
  • গ) পানি
  • ঘ) অক্সিজেন গ্যাস
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৬. নিচের কোনটি মৌলিক পদার্থ?
  • ক) গ্লাসভর্তি দুধ
  • খ) বেলুন ভর্তি হিলিয়াম গ্যাস
  • গ) কাঠের টুকরা
  • ঘ) বোতল ভর্তি পানি
  • সঠিক উত্তর: (খ)
    ৩৭. তাপ, আলোক প্রভৃতি পদার্থ নয়, কারণ-
    i. এগুলো স্থান দখল করে না
    ii. এগুলোর ভর নাই
    iii. স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তনে বাধা প্রদান করে না
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৮. কোন অবস্থায় পদার্থের কণাসমূহের মধ্যে সর্বাধিক কম্পন, আবর্তন ও স্থানান্তর গতি রয়েছে?
  • ক) কঠিন
  • খ) তরল
  • গ) গ্যাসীয়
  • ঘ) তরল স্ফটিক
  • সঠিক উত্তর: (গ)
    ৩৯. কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় পদার্থের কণাগুলো গতিশীল থাকে। কোন তত্ত্বথেকে এ তথ্যটি জানা যায়?
  • ক) ব্যাপন ত্ত্ত্ব
  • খ) নিঃসরণ তত্ত্ব
  • গ) গতিতত্ত্ব
  • ঘ) গ্যাস স্বীকার্যতত্ত্ব
  • সঠিক উত্তর: (গ)
    ৪০. আমোনিয়া ও বায়ুর মিশ্রণ-
  • ক) ক্ষারধমী
  • খ) অম্লধর্মী
  • গ) নিরপেক্ষ
  • ঘ) উভধর্মী
  • সঠিক উত্তর: (ক)
    ৪১. কিসের প্রভাবে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে?
  • ক) চাপের প্রভাবে
  • খ) আঘাতের প্রভাবে
  • গ) তাপমাত্রার প্রভাবে
  • ঘ) ঘনমাত্রার প্রভাবে
  • সঠিক উত্তর: (গ)
    ৪২. আন্তঃআণবিক শক্তি বা আকার্ষণ কম হলে দূরত্ব-
  • ক) কমে যায়
  • খ) বেড়ে যায়
  • গ) অপরিবর্তিত থাকে
  • ঘ) সামান্য কমে যায়
  • সঠিক উত্তর: (খ)
    ৪৩. মিশ্র পদার্থ হলো-
    i. মোম
    ii. পানি
    iii. বায়ু
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৪৪. পটাসিয়াম পারম্যাঙ্গানেটকে পানিতে দ্রবীভূত করলে কী বর্ণ ধারণ করবে?
  • ক) বেগুনি
  • খ) নীল
  • গ) লাল
  • ঘ) হলুদ
  • সঠিক উত্তর: (ক)
    ৪৫. পদার্থের কণাসমূহের গতিশক্তির ফলে কী ঘটে?
  • ক) কণাসমূহ একত্রিত হয়
  • খ) কণাসমূহ দূরে সরে যায়
  • গ) কণাসমূহের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পায়
  • ঘ) কণাসমূহের মধ্যে সংযোগ ঘটে
  • সঠিক উত্তর: (খ)
    ৪৬. সাগরের পানি নানা প্রকার লবণের-
  • ক) সমসত্ত্ব মিশ্রণ
  • খ) অসমসত্ত্ব মিশ্রণ
  • গ) সম্পৃক্ত মিশ্রণ
  • ঘ) অসম্পৃক্ত মিশ্রণ
  • সঠিক উত্তর: (ক)
    ৪৭. স্ফুটনাঙ্ক কিসের উপর নির্ভরশীল?
  • ক) তাপ
  • খ) ভর
  • গ) শক্তি
  • ঘ) আন্তঃআণবিক শক্তি
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৮. মোম জ্বালানোর সময় কী ধরনের পরিবর্তন ঘটে?
  • ক) রাসায়নিক পরিবর্তন
  • খ) ভৌত পরিবর্তন
  • গ) ভৌত ও রাসায়নিক উভয় ধরনের পরিবর্তন হয়
  • ঘ) রূপান্তরকরণ পরিবর্তণ
  • সঠিক উত্তর: (গ)
    ৪৯. পদার্থের কোন অবস্থায় কণাগুলো সবচেয়ে দূরে অবস্থান করে?
  • ক) কঠিন
  • খ) তরল
  • গ) গ্যাসীয়
  • ঘ) প্লাজমা
  • সঠিক উত্তর: (গ)
    ৫০. পদার্থে অণুসমূহ সর্বদা কম্পনশক্তি বজায় রাখে। কখন অণুসমূহ এর কম্পনশক্তি বিভিন্ন দিকে চলাচল করার মতো শক্তি সঞ্চয় করে?
  • ক) স্ফুটনের আগে
  • খ) স্ফুটনের পরে
  • গ) গলনের আগে
  • ঘ) গলনের পরে
  • সঠিক উত্তর: (খ)
    ৫১. সি.এন.জি কী?
  • ক) সম্প্রসারিত প্রাকৃতিক গ্যাস
  • খ) সংকুচিত প্রাকৃতিক গ্যাস
  • গ) সংকুচিত বিউটেন গ্যাস
  • ঘ) এক ধরনের বেবী ট্যাক্সি
  • সঠিক উত্তর: (খ)
    ৫২. অক্সিজেনের ব্যাপনের হার কার্বন ডাই অক্সাইডের চেয়ে বেশি, কারণ-
    i. অক্সিজেনের আণবিক ভর কার্বন ডাই অক্সাইডের চেয়ে কম
    ii. অক্সিজেনের ঘনত্ব কার্বন ডাই অক্সাইডের চেয়ে কম
    iii. অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের চেয়ে বেশি সক্রিয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৫৩. উর্ধ্বপাতিত পদার্থ-
    i. ন্যাপথালিন
    ii. আয়োডিন
    iii. কর্পূর
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫৪. মুখ বন্ধ বেলুনের ভেতরের গ্যাসের তাপমাত্রা বাড়ালে কোনটি ঘটবে?
  • ক) চাপ বাড়বে
  • খ) চাপ কমবে
  • গ) ব্যাপন ঘটবে
  • ঘ) নিঃসরণ ঘটবে
  • সঠিক উত্তর: (ক)
    ৫৫. কোনটি দৃঢ়তা বেশি?
  • ক) লবণ
  • খ) পানি
  • গ) আমোনিয়া
  • ঘ) হাইড্রোজেন
  • সঠিক উত্তর: (ক)
    ৫৬. পানিতে তাপ দিলে তা বাষ্পে পরিণত হয় কেন?
  • ক) পানির অণুগুলো ভেঙে হাইড্রোজেন ও অক্সিজেনে পরিণত হয় বলে
  • খ) পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় বলে
  • গ) পানির অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক শক্তি হ্রাস পায় বলে
  • ঘ) পানির অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক শক্তি হ্রাস পায় বলে
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫৭. নিচের কোন গ্যাসের ব্যাপনের হার সবচেয়ে কম?
  • ক) NH2
  • খ) CH4
  • গ) CO2
  • ঘ) N2
  • সঠিক উত্তর: (গ)
    ৫৮. তাপ বাড়ালে ব্যাপন প্রক্রিয়ার কিরূপ পরিবর্তন হয়?
  • ক) ত্বরান্বিত হয়
  • খ) মন্থর হয়
  • গ) অপরিবর্তিত থাকে
  • ঘ) বন্ধ হয়
  • সঠিক উত্তর: (ক)
    ৫৯. স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সে তাপমাত্রাকে কী বলে?
  • ক) স্ফুটনাঙ্ক
  • খ) গলনাঙ্ক
  • গ) হিমাঙ্ক
  • ঘ) সুপ্ততাপ
  • সঠিক উত্তর: (খ)
    ৬০. উর্ধ্বপাতনযোগ্য পদার্থ কোনটি?
  • ক) আয়োডিন
  • খ) ফসফরাস
  • গ) অ্যামোনিয়াম
  • ঘ) পানি
  • সঠিক উত্তর: (ক)
    ৬১. পদার্থের কোন অবস্থায় অণুসমূহের মধ্যে আকার্ষণ শক্তি বেশি থাকে?
  • ক) কঠিন
  • খ) তরল
  • গ) বায়বীয়
  • ঘ) অর্ধ-তরল
  • সঠিক উত্তর: (ক)
    ৬২. ঘরবাড়িতে ব্যবহৃত হয়-
    i. অধিক চাপে মিথেন
    ii. রিফাইনারি থেকে প্রাপ্ত বিউটেন
    iii. রিফাইনারি থেকে প্রাপ্ত প্রোপেন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬৩. নিচের কোন কঠিন পদার্থটি উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়?
  • ক) সিলিকন ডাই অক্সাইড
  • খ) লবণ
  • গ) সোডিয়াম
  • ঘ) আয়োডিন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬৪. কোনটি রাসায়নিক পরিবর্তন?
  • ক) লোহা যখন ঘর্ষণের দ্বারা চুম্বকত্ব প্রাপ্ত হয়
  • খ) বহুদিন আর্দ্র বাতাসে এক টুকরা লোহাকে রেখে দিলে যখন মরিচা পড়ে
  • গ) পানিকে তাপ দিলে যখন বাষ্পে পরিণত হয়
  • ঘ) চিনিকে পানিতে দ্রবীভূত করা হয়
  • সঠিক উত্তর: (খ)
    ৬৫. কোনো পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কী?
  • ক) রাসায়নিক ধর্ম
  • খ) ভৌত ধর্ম
  • গ) ভৌত ও রাসায়নিক ধর্ম
  • ঘ) তরল ধর্ম
  • সঠিক উত্তর: (খ)
    ৬৬. পানি, তরল প্রভূতি পদার্থের বৈশিষ্ট্য হলো, নির্দিষ্ট-
    i. আকৃতি
    ii. আয়তন
    iii. ভর
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৬৭. ব্যাপন ও নিঃসরণ নিচের কোন দুটির উপর নির্ভরশীল?
  • ক) ভর ও আয়তন
  • খ) চাপ ও তাপমাত্রা
  • গ) চাপ ও আয়তন
  • ঘ) ভর ও ঘনত্ব
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬৮. পানির হিমাঙ্ক কত?
  • ক) 1000C
  • খ) 00C
  • গ) 2730C
  • ঘ) 8010C
  • সঠিক উত্তর: (খ)
    ৬৯. কোনগুলো পদার্থ?
  • ক) আলো, পানি, লোহা
  • খ) লবণ, বালি, বায়ু
  • গ) তাপ, বরফ, বাষ্প
  • ঘ) বিদ্যুৎ, আলো, তাপ
  • সঠিক উত্তর: (খ)
    ৭০. বিশ্বের সবকিছুকে নিচের কোন দুটি ভাগে ভাগ করা যায়?
  • ক) খাঁটি বস্তু ও মিশ্রণ
  • খ) মৌলিক ও যৌগিক
  • গ) জৈব ও অজৈব
  • ঘ) পদার্থ ও শক্তি
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭১. H2,He ও CO2 গ্যাসের ক্ষেত্রে-
    i. CO2 এর ব্যাপন সময় সবচেয়ে বেশি
    ii. H2 এর সবচেয়ে কম
    iii. He এর সবচেয়ে বেশি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৭২. তরল পদার্থের ক্ষেত্রে কণাগুলোর অবস্থান কোথায়?
  • ক) খুব কাছাকাছি
  • খ) মোটামুটি দূরত্বে
  • গ) অনেক দূরত্বে
  • ঘ) বিভিন্ন দিকে চলমান
  • সঠিক উত্তর: (খ)
    ৭৩. দহন হচ্ছে-
  • ক) কোনো কিছুকে আগুনে পোড়ানো
  • খ) বাতাসের অক্সিজেনের সাথে কোনো কিছুর বিক্রিয়া
  • গ) মোমবাতি পোড়ানো
  • ঘ) বাতাস ও অক্সিজেনে বিক্রিয়া
  • সঠিক উত্তর: (খ)
    ৭৪. নিঃসরণের বেলায় গ্যাস পাত্রের ভিতরে চাপ- এবং বাইরের চাপ- থাকে।
  • ক) অধিক, কম
  • খ) কম, অধিক
  • গ) সমান, সমান
  • ঘ) কম, সমান
  • সঠিক উত্তর: (ক)
    ৭৫. ব্যাপন হল কোন মাধ্যমে কণার ইতঃস্তত ভ্রমণ। তাপ প্রয়োগে এ গতি কেন বৃদ্ধি পায়?
  • ক) মাধ্যমের ঘনত্ব হ্রাস পায়
  • খ) অণুর ঘনত্ব হ্রাস পায়
  • গ) অণুর চাপ বৃদ্ধি পায়
  • ঘ) অণুর কম্পনশক্তি বৃদ্ধি পায়
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭৬. কোন গ্যাসকে অধিক চাপে CNG তে পরিণত করা যায়?
  • ক) হাইড্রোজেন
  • খ) হিলিয়াম
  • গ) মিথেন
  • ঘ) বিউটেন
  • সঠিক উত্তর: (গ)
    ৭৭. গলনাঙ্ক মাপা হয় কোন চাপে?
  • ক) 01.01 atm
  • খ) 0.1 atm
  • গ) 1 atm
  • ঘ) 100 atm
  • সঠিক উত্তর: (গ)
    ৭৮. পদার্থের কণাগুলো সাধারণত কোন অবস্থায় থাকতে পারে?
  • ক) এক সাথে কঠিন ও তরল অবস্থায়
  • খ) এক সাথে তরল ও গ্যাসীয় অবস্থায়
  • গ) এক সাথে কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায়
  • ঘ) যেকোনো একটি অবস্থায়
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭৯. আন্তঃআণবিক শক্তি কী?
  • ক) পরমাণুসমূহের মধ্যে আকর্ষণ
  • খ) পরমাণুসমূহের মধ্যে বিকর্ষণ
  • গ) অণুসমূহের মধ্যে আকর্ষণ
  • ঘ) অণুসমূহের মধ্যে বিকর্ষণ
  • সঠিক উত্তর: (গ)
    ৮০. উচ্চচাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চলের দিকে গ্যাস অণুসমূহকে স্থানান্তরিত হওয়াকে কী বলে?
  • ক) অনুব্যাপন
  • খ) ব্যাপন
  • গ) নিঃসরণ
  • ঘ) অভিস্রবণ
  • সঠিক উত্তর: (খ)
    ৮১. নিচের পদার্থের বৈশিষ্ট্যসমূহ লক্ষ কর-
    i. তামা একটি ধাতু
    ii. পানি একটি মৌলিক পদার্থ
    iii. নাইট্রোজেন অধাতু
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৮২. উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়-
    i. নিশাদল
    ii. কর্পূর
    iii. আয়োডিন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮৩. বাইরের চাপের ওপর নির্ভর করে কোনটি?
  • ক) গলনাঙ্ক
  • খ) স্ফুটনাঙ্ক
  • গ) হিমাঙ্ক
  • ঘ) আপেক্ষিক তাপ
  • সঠিক উত্তর: (খ)
    ৮৪. সয়াবিন তেল একটি তরল পদার্থ, কেননা-
    i. নির্দিষ্ট উষ্ণতা ও চাপে এর আয়তন স্থির থাকে
    ii. এটি তার ধারকপাত্রের আকার গ্রহণ করে
    iii. এর নির্দিষ্ট ঘনত্ব রয়েছে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮৫. কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফুর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
  • ক) অনুব্যাপন
  • খ) ব্যাপন
  • গ) অভিস্রবণ
  • ঘ) মিশ্রণ
  • সঠিক উত্তর: (খ)
    ৮৬. কোনটি স্বাভাবিক তাপমাত্রায় কঠিন পদার্থ?
  • ক) কার্বন ডাইঅক্সাইড
  • খ) চুনাপাথর
  • গ) পারদ
  • ঘ) ব্রোমিন
  • সঠিক উত্তর: (খ)
    ৮৭. মোমের প্রধান উপাদান কী?
  • ক) পানি
  • খ) ডিজেল
  • গ) হাইড্রোকার্বন
  • ঘ) ক্ষার
  • সঠিক উত্তর: (গ)
    ৮৮. খাঁটি বস্তুর রাসায়নিক সংযুক্তি হয়-
  • ক) পরিবর্তনীয়
  • খ) অনির্দিষ্ট
  • গ) অপরিবর্তনীয়
  • ঘ) আবর্তিত
  • সঠিক উত্তর: (গ)
    ৮৯. পানি হতে তাপ বের হলে কী ঘটবে?
  • ক) বরফ
  • খ) তরল
  • গ) পানি
  • ঘ) জলীয় বাষ্প
  • সঠিক উত্তর: (ক)
    ৯০. কোনটি মিশ্র পদার্থ?
  • ক) পানি
  • খ) লবণ
  • গ) বায়ু
  • ঘ) কার্বন ডাই অক্সাইড
  • সঠিক উত্তর: (গ)
    ৯১. তাপ প্রয়োগ সরাসরি বাষ্পে পরিণত হয়-
    i. আয়োডিন
    ii. বেনজিন
    iii. নিশাদল
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৯২. তরল পদার্থের বৈশিষ্ট্য কী?
  • ক) নির্দিষ্ট চাপে ও উষ্ণতায় তরল পদার্থের আয়তন সর্বদা নির্দিষ্ট থাকে
  • খ) সাধারণ অবস্থায় তরলের উপরিতল থেকে তরলের কোন বাষ্পায়ন হয় না
  • গ) তাপ প্রয়োগ করলে তরলের আয়তন স্থির থাকে
  • ঘ) চাপ প্রয়োগ করলে তরলের আয়তন হ্রাস পায়
  • সঠিক উত্তর: (ক)
    ৯৩. নিচের কোনটির আন্তঃআণবিক মক্তি সবচেয়ে বেশি?
  • ক) H2O
  • খ) C6H6
  • গ) AICI3
  • ঘ) NaCI
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯৪. পারদ এক পাত্র হতে অন্যপাত্রে ঢাললে নিচের কোনটির পরিবর্তন ঘটবে?
  • ক) আকৃতি
  • খ) আয়তন
  • গ) ভর
  • ঘ) ঘনত্ব
  • সঠিক উত্তর: (ক)
    ৯৫. পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কী?
  • ক) ইলকট্রন
  • খ) অণু
  • গ) পরমাণু
  • ঘ) প্রোটিন
  • সঠিক উত্তর: (গ)
    ৯৬. আন্তঃআণবিক শক্তি নির্ভর করে বস্তুর কিসের ওপর?
  • ক) মাধ্যমের উপর
  • খ) প্রস্থের উপর
  • গ) দৈর্ঘ্যের উপর
  • ঘ) প্রকৃতির উপর
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯৭. কোন মাধ্যমে ব্যাপন সংঘটিত হয়?
    i. কঠিন বস্তুর ক্ষেত্রে
    ii. তরল বস্তুর ক্ষেত্রে
    iii. গ্যাসীয় বস্তুর ক্ষেত্রে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯৮. বিভিন্ন পদার্থের ব্যাপনের হারের ভিন্নতার কারণ কী?
  • ক) পদার্থের ভরের ভিন্নতা
  • খ) পদার্থের আয়তনের ভিন্নতা
  • গ) পদার্থের দৈর্ঘ্যের ভিন্নতা ২.৩
  • ঘ) পদার্থের অণুসমূহের আকর্ষণ শক্তির ভিন্নতা
  • সঠিক উত্তর: (ক)
    ৯৯. নিচের কোনটি সমসত্ব মিশ্রণ?
  • ক) বালু ও চিনির মিশ্রণ
  • খ) লোহার গুঁড়া ও লবণের মিশ্রণ
  • গ) বালু ও লোহার গুঁড়ার মিশ্রণ
  • ঘ) চিনি ও পানির দ্রবণ
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০০. চাপ প্রয়োগে কোন পদার্থের আয়তন সংকুচিত হয় না?
  • ক) কঠিন
  • খ) তরল
  • গ) গ্যাসীয়
  • ঘ) প্লাজমা
  • সঠিক উত্তর: (ক)
    ১০১. কখন প্রতিটি বিশুদ্ধ কঠিন ও তরল পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক স্থির?
  • ক) স্থির তাপমাত্রায়
  • খ) স্থির চাপে
  • গ) স্থির চাপ ও তাপমাত্রায়
  • ঘ) স্থির চাপ ও তাপমাত্রায় নয়
  • সঠিক উত্তর: (খ)
    ১০২. বিউটেনের ভর ও ঘনত্ব প্রোপেনের চেয়ে কম হলে,কোনটির নিঃসরণ হার বেশি?
  • ক) প্রোপেন
  • খ) বিউটেন
  • গ) উভয়ই সমান
  • ঘ) এক্ষেত্রে নিঃসরণ হয় না
  • সঠিক উত্তর: (খ)
    ১০৩. স্বাভাবিক পানির তুলনায় গরম পানিতে চিনি বা লবণের ব্যাপনের হার-
  • ক) বেশি
  • খ) সমান
  • গ) কম
  • ঘ) অনেক কম
  • সঠিক উত্তর: (ক)
    ১০৪. কোনটি পদার্থ?
  • ক) বাতাস
  • খ) আলো
  • গ) তাপ
  • ঘ) তাপমাত্রা
  • সঠিক উত্তর: (ক)
    ১০৫. বস্তু বা পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য নয় কোনটি?
  • ক) ভর
  • খ) ওজন
  • গ) জড়তা
  • ঘ) বিস্তৃতি
  • সঠিক উত্তর: (ক)
    ১০৬. কোন ক্ষেত্রে ব্যাপন অসম্ভব?
  • ক) কঠিন-তরল
  • খ) তরল-তরল
  • গ) গ্যাসীয়-গ্যাসীয়
  • ঘ) কঠিন-কঠিন
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০৭.
  • ক)
  • খ)
  • গ)
  • ঘ)
  • সঠিক উত্তর:
    ১০৮. কোন মিশ্রণের উপাদানগলোর অস্তিত্ব বাইরে থেকে দেখা যায়?
  • ক) সমসত্ত্ব মিশ্রণ
  • খ) অসমসত্ত্ব মিশ্রণ
  • গ) সম্পূর্ণ মিশ্রণীয় তরল যুগল
  • ঘ) তরল-তরল দ্রবণ
  • সঠিক উত্তর: (খ)
    ১০৯. একটি পরীক্ষানলে একটি পটাসিয়াম পারম্যাঙ্গানেটের স্ফটিক নিয়ে তাতে পানি যোগ করার ১০ মিনিট পর-
    i. পরীক্ষানলের পুরো পানি গাঢ় বেগুনি বর্ণ ধারণ করবে
    ii. পরীক্ষানলের পুরো পানি হালকা বেগুনি বর্ণ ধারণ করবে
    iii. পটাসিয়াম পারম্যাঙ্গানেটের স্ফটিকের কোনো অস্তিত্ব থাকবে না।
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১১০. কোন অবস্থায় পদার্থের কণাগুলো সবচেয়ে কাছাকাছি অবস্থান করে?
  • ক) কঠিন
  • খ) তরল
  • গ) গ্যাসীয়
  • ঘ) প্লাজমা
  • সঠিক উত্তর: (ক)
    ১১১. মোম একটি-
  • ক) কার্বোহাইড্রেট
  • খ) অজৈব যৌগ
  • গ) জ্বালানি
  • ঘ) জৈব যৌগ
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১২. কোনো গ্যাসের পাত্র থেকে চাপের প্রবাবে পাত্রের ছিদ্র পথে গ্যাসের সজোরে একমুখী বের হওয়াকে কী বলে?
  • ক) Ingrared
  • খ) Vibration
  • গ) Diffusion
  • ঘ) Effusion
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১৩. পদার্থের কোন অবস্থায় অণুসমূহ সবচেয়ে কাছাকাছি থাকে?
  • ক) কঠিন
  • খ) তরল
  • গ) গ্যাসীয়
  • ঘ) প্লাজমা
  • সঠিক উত্তর: (ক)
    ১১৪. অণুসমূহের কোনটির মান বেশি হলে পদার্থ গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়?
  • ক) আন্তঃআণবিক শক্তি
  • খ) স্থিতিশক্তি
  • গ) গতিশক্তি
  • ঘ) আন্তঃপারমাণবিক শক্তি
  • সঠিক উত্তর: (গ)
    ১১৫. চাপ প্রয়োগে কোন পদার্থের আয়তন অধিক মাত্রায় সংকোচনশীল?
  • ক) গ্যাসীয়
  • খ) তরল
  • গ) কঠিন
  • ঘ) কেলাস
  • সঠিক উত্তর: (ক)
    ১১৬. কখন তরল পদার্থের বাষ্পচাপ উপরস্থ বায়ুমন্ডলীয় চাপের সমান হয়?
  • ক) গলনাঙ্কে
  • খ) হিমাঙ্কে
  • গ) বাষ্পীভবনে
  • ঘ) স্ফুটনাঙ্কে
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১৭. তিন অবস্থাতেই পদার্থের কণাগুলো?
  • ক) স্থির
  • খ) গতিশলী
  • গ) সমানভাবে গতিশীল
  • ঘ) কখনো স্থির কখনো গতিশীল
  • সঠিক উত্তর: (খ)
    ১১৮. গলনাঙ্ক ও সফুটনাঙ্কের ক্ষেত্রে-
  • ক) চাপ ও তাপমাত্রা নির্দিষ্ট থাকে
  • খ) চাপ ও ঘনমাত্রা নির্দিষ্ট থাকে
  • গ) তাপমাত্রা ও আয়তন নির্দিষ্ট থাকে
  • ঘ) চাপ ও আয়তন নির্দিষ্ট থাকে
  • সঠিক উত্তর: (ক)
    ১১৯. I atm চাপে যে তাপমাত্রায় কোনো তরল গ্যসীয় অবস্থা প্রাপ্ত হয় তাকে কী বলে?
  • ক) গলনাঙ্ক
  • খ) হিমাঙ্ক
  • গ) স্ফুটনাঙ্ক
  • ঘ) আপেক্ষিক তাপ
  • সঠিক উত্তর: (গ)
    ১২০. বেলুন বা পাত্রের ভেতরের গ্যাসের কণাসমূহ পাত্রের পৃষ্ঠে যে ধাক্কা দেয় তাকে কী বলে?
  • ক) গ্যাসের গতিশক্তি
  • খ) গ্যাসের আন্তঃআণবিক শক্তি
  • গ) গ্যাসের চাপ
  • ঘ) গ্যাসের স্থিতিশক্তি
  • সঠিক উত্তর: (গ)
    ১২১. পাহাড়ের চূড়ায় ভাত রান্না করতে বেশি সময় লাগে, কারণ পাহাড়ের চূড়ায়-
  • ক) বায়ুর চাপ বেশি
  • খ) বায়ুর চাপ কম
  • গ) বায়ুর আর্দ্রতা কম
  • ঘ) বায়ুর আর্দ্রতা বেশি
  • সঠিক উত্তর: (ক)
    ১২২. পদার্থের অণুসমূহের মধ্যে বিদ্যমান ফাঁকা স্থানকে কী বলা হয়?
  • ক) আন্তঃআণবিক ফাঁকা স্থান
  • খ) আন্তঃপারমাণবিক ফাঁকা স্থান
  • গ) অন্তঃআণবিক ফাঁকা স্থান
  • ঘ) অন্তঃপারমাণবিক ফাঁকা স্থান
  • সঠিক উত্তর: (ক)
    ১২৩. কোনটি উর্ধ্বপাতিত পদার্থ?
  • ক) CaCI2
  • খ) কঠিন CO2
  • গ) NaCI
  • ঘ) MgCI2
  • সঠিক উত্তর: (খ)
    ১২৪. নিচের কোনটি উদ্বায়ী পদার্থ?
  • ক) তুঁতে
  • খ) বালি
  • গ) ইথার
  • ঘ) লবণ
  • সঠিক উত্তর: (গ)
    ১২৫. পদার্থসমূহের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে-
  • ক) পদার্থের গঠনের উপর
  • খ) পদার্থের ভৌত অবস্থার উপর
  • গ) পদার্থের রাসায়নিক অবস্থার উপর
  • ঘ) পদার্থের গঠন ও ভৌত অবস্থার উপর
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২৬. নিচের তথ্যগুলো লক্ষ কর-
    i. পদার্থের গলন ও স্ফুটন নির্দিষ্ট চাপে নির্দিষ্ট তাপমাত্রায় ঘটে
    ii. ভর ও ঘনত্ব বেশি হলে ব্যাপন ও নিঃসরণের হার বৃদ্ধি পায়
    iii.NH4CI ও কঠিন CO2 উর্ধ্বপাতিত পদার্থ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১২৭. কোনো পদার্থের অণুসমূহ যে আকর্ষণ বল দ্বারা একে অপরের সাথে আবদ্ধ থাকে তাকে কী বলা হয়?
  • ক) আন্তঃপারমাণবিক আকর্ষণ বল
  • খ) আন্তঃআয়নিক আকর্ষণ বল
  • গ) আন্তঃআণবিক আকার্ষণ বল
  • ঘ) আন্তঃনিউক্লিয়ার আকর্ষণ বল
  • সঠিক উত্তর: (গ)
    ১২৮. উর্ধ্বপাতন পদার্থকে গ্যাসীয় অবস্থান থেকে কঠিনে পরিণত করা যায়?
  • ক) বাষ্পীভবন প্রক্রিয়ার দ্বারা
  • খ) স্ফুটন প্রক্রিয়ার দ্বারা
  • গ) শীতলীকরণ প্রক্রিয়ার দ্বারা
  • ঘ) তরলীকরণ প্রক্রিয়ার দ্বারা
  • সঠিক উত্তর: (গ)
    ১২৯. মিশ্রণের জন্য প্রযোজ্য-
    i. দুই বা ততোধিক পদার্থকে যেকোনো অনুপাতে একত্রে মেশালে যদি তারা নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে তবে উক্ত সমাবেশকে মিশ্রণ বলে
    ii. মিশ্রণ সাধারণত দু’প্রকার
    iii. অক্সিজেন বায়ুর একটি উপাদান
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৩০. CNG এর পূর্ণরূপ কোনটি?
  • ক) Compressed Natural Gas
  • খ) Compressed Neutral Gas
  • গ) Compressed Nitrozen Gas
  • ঘ) Compressed Neon Gas
  • সঠিক উত্তর: (ক)
    ১৩১. নিচের বিবৃতিগুলো লক্ষ কর-
    i. কঠিন পদার্থের নির্দিষ্ট কোনো আকৃতি নেই
    ii. তরল পদার্থের আয়তন আছে
    iii. গ্যাসীয় পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি কম
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৩২. মোমের দহনে উৎপন্ন হয়-
    i. কার্বন ডাই অক্সাইড
    ii. জলীয় বাষ্প
    iii. অক্সিজেন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৩৩. মোমবাতি জ্বলতে থাকলে কোন ধরনের পরিবর্তন হয়?
  • ক) ভৌত পরিবর্তন
  • খ) রাসায়নিক পরিবর্তন
  • গ) ভৌত ও রাসায়নিক উভয় পরিবর্তন
  • ঘ) কোনো পরিবর্তন হয় না
  • সঠিক উত্তর: (গ)
    ১৩৪. কাপে গরম চা রাখলে নিচের কোন প্রক্রিয়াটি ঘটে?
  • ক) বাষ্পীভবন
  • খ) উর্ধ্বপাতন
  • গ) ব্যাপন
  • ঘ) নি:সরণ
  • সঠিক উত্তর: (ক)
    ১৩৫. কঠিন পদার্থের ক্ষেত্রে তাপ প্রয়োগ করে উষ্ণতা বাড়ালে কী ঘটে?
  • ক) আয়তন সংকুচিত হয়
  • খ) কণাগুলোর কম্পন ক্রমশঃ তীব্রতর হয়
  • গ) কণাসমূহের মধ্যকার আকর্ষণ বল বেড়ে যায়
  • ঘ) কণাগুলোর গতিশক্তি হ্রাস পায়
  • সঠিক উত্তর: (খ)
    ১৩৬. নিঃসরণ প্রক্রিয়ায় গ্যাসের অণুসমূহ-
  • ক) উচ্চ চাপ থেকে নিম্নচাপের অঞ্চলে যায়
  • খ) নিম্ন চাপ থেকে উচ্চ চাপ অঞ্চলে যায়
  • গ) অনেক বড় ছিদ্র পথে বের হয়
  • ঘ) স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে যায়
  • সঠিক উত্তর: (ক)
    ১৩৭. গন্ধ বের হয়ে কোন প্রক্রিয়ায় তা বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে-
  • ক) ব্যাপন
  • খ) নিঃসরণ
  • গ) পরিস্রাবণ
  • ঘ) মিশ্রণ
  • সঠিক উত্তর: (ক)
    ১৩৮. আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি?
  • ক) কম যায়
  • খ) বেড়ে যায়
  • গ) অপরিবর্তিত
  • ঘ) সামান্য কমে যায়
  • সঠিক উত্তর: (খ)
    ১৩৯. বেলুনের ভেতরে আবদ্ধ গ্যাসের তাপমাত্রা বাড়ালে কোনটি ঘটে?
  • ক) চাপ বাড়ে
  • খ) পানি
  • গ) অ্যামোনিয়া
  • ঘ) হাইড্রোজেন
  • সঠিক উত্তর: (ক)
    ১৪০. 1000C তাপমাত্রায় পানিতে তাপ দিলে কী ঘটবে?
  • ক) পানির তাপমাত্রা স্থির থাকবে এবং পনি বাষ্পে পরিণত হবে
  • খ) পানির তাপমাত্রা বাড়বে
  • গ) পানির তাপমাত্রা ও ভৌত অবস্থার কোনো পরিবর্তন ঘটবে না
  • ঘ) পানির তাপমাত্রা বাড়বে এবং পানি বাষ্পে পরিণত হবে
  • সঠিক উত্তর: (ক)
    ১৪১. চাপ প্রয়োগে কোন পদার্থের কণাসমূহের গতিশক্তি-
  • ক) হ্রাস পায়
  • খ) বৃদ্ধি পায়
  • গ) অপরিবর্তিত থাকে
  • ঘ) সামান্য হ্রাস পায়
  • সঠিক উত্তর: (খ)
    ১৪২. নিচের কোনটি ভৌত পরিবর্তন?
  • ক) মোম জ্বালানো
  • খ) চিনি ও পানির দ্রবণ
  • গ) পানির তড়িৎ বিশ্লেষণ
  • ঘ) লোহার মরিচা পড়া
  • সঠিক উত্তর: (খ)
    ১৪৩. নিচের পদার্থের বৈশিষ্ট্যসমূহ লক্ষ করো-
    i. তামা একটি ধাতু
    ii. পানি একটি মৌলিক পদার্থ
    iii. নাইট্রোজেন অধাতু
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪৪. তরল পদার্থের-
    i. নির্দিষ্ট আয়তন নেই আকার আছে
    ii. নির্দিষ্ট আয়তন আছে আকার নেই
    iii. অণুসমূহের মধ্যবর্তী দূরত্ব গ্যাসীয় পদার্থের চাইতে কম
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৪৫. নিচের কোনটি উর্ধ্বপাতিত পদার্থ?
  • ক) CaCI2
  • খ) কঠিন CO2
  • গ) CO2
  • ঘ) CO
  • সঠিক উত্তর: (খ)
    ১৪৬. মোম যখন জ্বলতে থাকে তখন কোন অবস্থা প্রাপ্ত হয়-
  • ক) কঠিন
  • খ) তরল
  • গ) বায়বীয়
  • ঘ) তিনটি অবস্থাই একসাথে
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪৭. আয়োডিন উদ্বায়ী কারণ-
    i. I2 অপোলার অণু
    ii. তরল ভৌত অবস্থা থাকে না
    iii. অধিক তাপমাত্রায় কঠিন পদার্থ হতে বায়বীয় পদার্থে পরিণত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪৮. গলনাঙ্কের ক্ষেত্রে-
    i. যে তাপমাত্রায় কঠিন হতে তরলে সৃষ্টি হয় তাই গলনাঙ্ক
    ii. বরফের গলনাঙ্ক 00C
    iii. গলনাঙ্ক কোনো পদার্থের ভৌত ধর্ম
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪৯. গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সম্পর্কে নিচের তথ্যসমূহ দেখ-
    i. পানির গলনাঙ্ক 00C
    ii. সাধারণ লবণের গলনাঙ্ক 8010C
    iii. পানির স্ফুটনাঙ্ক 1000C
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৫০. ভর ও ঘনত্ব বেশি হলে ব্যাপন ও নিঃসরণের হার-
  • ক) হ্রাস পাবে
  • খ) বৃদ্ধি পাবে
  • গ) অপরিবর্তিত থাকবে
  • ঘ) শূন্য হবে
  • সঠিক উত্তর: (ক)
    ১৫১. পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল ও গতিশক্তি পরস্পর-
  • ক) বিপরীতমুখী
  • খ) সমমুখী
  • গ) বিপরীত ও সমমুখী
  • ঘ) একমুখী
  • সঠিক উত্তর: (ক)
    ১৫২. বিভিন্ন মাধ্যমে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থ ছড়িয়ে পড়ে-
    i. স্বতঃস্ফুর্তভাবে
    ii. চাপের প্রভাবে
    iii. তাপের প্রভাবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৫৩. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?
  • ক) লোহা যখন ঘর্ষণের দ্বারা চুম্বকত্ব প্রাপ্ত হয়
  • খ) পানিকে তাপ দিলে যখন বাষ্পে পরিণত হয়
  • গ) চিনিকে পানিতে দ্রবীভূত করা হয়
  • ঘ) জিঙ্ক (Zn)ও সালফিউরিক এসিডের (H2SO4) বিক্রিয়া
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৫৪. SO2, CO2, H2S প্রভৃতির বৈশিষ্ট্য হলো, নির্দিষ্ট-
    i. স্ফুটনাংক
    ii. আয়তন
    iii. ভর
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৫. আমোনিয়া গ্যাস বায়ুর সাথে মিশলে তা-
  • ক) নীল লিটমাসকে লাল করে
  • খ) লাল লিটমাসকে নীল করে
  • গ) লিটমাস পেপারের বর্ণ অপরিবর্তিত থাকে
  • ঘ) নীল লিটমাস বর্ণহীন হয়ে যায়
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৬. গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নির্ণয় করতে ব্যবহৃত হয় কোনটি?
  • ক) ব্যারোমিটার
  • খ) ক্যালরিমিটার
  • গ) থার্মোমিটার
  • ঘ) ন্যানোমিটার
  • সঠিক উত্তর: (গ)
    ১৫৭. একটি তরল 1000C তাপমাত্রায় বাষ্পীভূত হয়। তরলটির অন্য কোন বৈশিষ্ট্যর দ্বারা প্রমাণিত হয় যে, এটি বিশুদ্ধ পানি?
  • ক) বাষ্পীভূত হওয়ার পর কোন অবশিষ্ট থাকে না
  • খ) এটি 00C তাপমাত্রায় কঠিন অবস্থা প্রাপ্ত হয়
  • গ) এটি অম্লীয় বা ক্ষারীয় নয়
  • ঘ) এটি বর্ণহীন
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৮. নিচের কোনটি প্রাকৃতিক গ্যাস?
  • ক) বায়োগ্যাস
  • খ) মিথেন
  • গ) হিলিয়াম
  • ঘ) হাইড্রোজেন
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৯. নিচের কোনটির আন্তঃআণবিক শক্তি বেশি?
  • ক) কেরোসিন
  • খ) সাধারণ লবণ
  • গ) পানি
  • ঘ) নাইট্রোজেন
  • সঠিক উত্তর: (খ)
    ১৬০. CNG চালিত যানবাহনের কোন গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়?
  • ক) মিথেন
  • খ) ইথেন
  • গ) বিউটেন
  • ঘ) অকটেন
  • সঠিক উত্তর: (ক)
    ১৬১. তাপশক্তির প্রভাবে গ্যাসের কণাগুলোর ক্ষেত্রে কীরূপ পরিবর্তন ঘটে?
  • ক) আন্তঃআণবিক শক্তি বৃদ্ধি পায়
  • খ) গতিশক্তি হ্রাস পায়
  • গ) আন্তঃআণবিক শক্তি ও গতিশক্তি সমান হয়
  • ঘ) তীব্রবেগে এলোমেলোভাবে ছুটাছুটি করে
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬২. জীবাশ্ম জ্বালানির নানাবিধ ব্যবহার রয়েছে। কোনটি যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়?
  • ক) মিথেন
  • খ) সি.এন.জি
  • গ) বিউটেন
  • ঘ) প্রোপেন
  • সঠিক উত্তর: (খ)
    ১৬৩. সমসত্ত্ব মিশ্রণের-
  • ক) সকল অংশে উপাদানের অনুপাত একই হয়
  • খ) উপাদানের ধর্ম পরিবর্তিত হয়
  • গ) একেক অংশে উপাদানের অনুপাত ভিন্ন
  • ঘ) উপাদান অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়
  • সঠিক উত্তর: (ক)
    ১৬৪. কোন অবস্থায় পদার্থের আয়তন নির্দিষ্ট থাকে?
  • ক) কঠিন
  • খ) তরল
  • গ) গ্যাসীয়
  • ঘ) বাষ্পীয়
  • সঠিক উত্তর: (ক)
    ১৬৫. পানি ফুটা শুরু করে সম্পূর্ণ বাষ্পে পরিণত না হওয়া পর্যন্ত তাপ দিলেও তাপমাত্রা বাড়ে না, এর কারণ কোনটি?
  • ক) পানি তাপ শোষণ করে
  • খ) পানি তাপ নির্গত করে
  • গ) পরিপার্শ্বের বস্তুসমূহ তাপ শোষণ করে
  • ঘ) বাষ্প তাপ শোষণ করে
  • সঠিক উত্তর: (ক)
    ১৬৬. পানির মধ্যে তরল নীল বা কলমের কালি দিলে তা কোন প্রক্রিয়ায় মিশে যায়?
  • ক) অভিস্রবণ মিশ্রণ
  • খ) ব্যাপন
  • গ) অনুব্যাপন
  • ঘ) নিঃসরণ
  • সঠিক উত্তর: (খ)
    ১৬৭. সোডিয়াম ক্লোরাইড এর ক্ষেত্রে প্রযোজ্য-
    i. এর গলনাঙ্ক উচ্চ
    ii. এর আন্তঃআণবিক আকর্ষণ বল প্রবল
    iii. এর অণুসমূহের গতিশক্তি খুবই বেশি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৬৮. দহন বিক্রিয়া সবসময়-
  • ক) তাপোৎপাদী হয়
  • খ) তাপহারী হয়
  • গ) তাপ উৎপন্ন হয় না
  • ঘ) তাপের উৎপাদ-তাপহারী হয়
  • সঠিক উত্তর: (ক)
    ১৬৯. একই পদার্থকে কীভাবে কঠিন থেকে তরল এবং তরল থেকে গ্যাসীয় অবস্থায় দেওয়া যায়?
  • ক) তাপ প্রয়োগে
  • খ) তাপ হ্রাস করে
  • গ) চাপ প্রয়োগ
  • ঘ) চাপ হ্রাস করে
  • সঠিক উত্তর: (ক)
    ১৭০. কক্ষ তাপমাত্রায় একটি পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকে। গ্যাসটির-
    i. গলনাংক ও স্ফটনাংক কক্ষতাপমাত্রার নিচে অবস্থান করে
    ii. গলনাংক কক্ষতাপমাত্রার নিচে কিন্তু স্ফুটনাংক কক্ষতাপমাত্রার উপরে থাকে
    iii. কণাসমূহের মধ্যে আন্তঃআণবিক শক্তি সর্বনিম্ন পর্যায়ে থাকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৭১. কঠিন অবস্থায় পদার্থের কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে, এর ফলে-
  • ক) কণাসমূহের গতি তীব্র হয়
  • খ) কণাসমূহের মধ্যে আকর্ষণ বল তীব্র হয়
  • গ) কণাসমূহের মধ্যে বিকর্ষণ বল প্রবল হয়
  • ঘ) কণাসমূহের আন্তঃআণবিক ব্যবধান বেড়ে যায়
  • সঠিক উত্তর: (খ)
    ১৭২. পদার্থের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং ঘনত্ব কী?
  • ক) ভৌত ধর্ম
  • খ) রাসায়নিক ধর্ম
  • গ) ভৌত ও রাসায়নিক ধর্ম
  • ঘ) কোনোটিই নয়
  • সঠিক উত্তর: (ক)
    ১৭৩. কঠিন পদার্থ আছে-
    i. যার ওজন ও আয়তন আছে
    ii. যা স্থান দখল করে
    iii. যা বল প্রয়োগে বাধা প্রদান করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭৪. গলনাঙ্ক এমন এক তাপমাত্রা যাতে-
  • ক) কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে
  • খ) কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয়
  • গ) কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়
  • ঘ) কোনো কঠিন পদার্থ বাষ্পে পরিণত হয়
  • সঠিক উত্তর: (গ)
    ১৭৫. অবস্থাভেদে পদার্থের কণাগুলো গতিশীলতার সঠিক ক্রম কোনটি?
  • ক) কঠিন>তরল>গ্যাসীয়
  • খ) গ্যাসীয়<কঠিন<তরল
  • গ) তরল>গ্যাসীয়>কঠিন
  • ঘ) গ্যাসী>তরল>কঠিন
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭৬. তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে পদার্থের-পরিবর্তন ঘটে।
  • ক) ভৌত
  • খ) রাসায়নিক
  • গ) অবস্থার
  • ঘ) ভৌত ও রাসায়নিক
  • সঠিক উত্তর: (গ)
    ১৭৭. মোম একটি-
    i. হাইড্রোকার্বন
    ii. কার্বোহাইড্রেট
    iii. জৈব যৌগ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৭৮. যার জড়তা আছে তাই-
  • ক) শক্তি
  • খ) পদার্থ
  • গ) জড় পদার্থ
  • ঘ) উপাদান
  • সঠিক উত্তর: (খ)
    ১৭৯. খাবার লবণ ও পানির দ্রবণ এর ক্ষেত্রে-
    i. এটি একটি সমসত্ত্ব মিশ্রণ
    ii. প্রক্রিয়াটি একটি ব্যাপন প্রক্রিয়া
    iii. প্রক্রিয়াটি একটি অনুব্যাপন প্রক্রিয়া
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৮০. পদার্থের কোন অবস্থায় অণুসমূহের মধ্যে আকর্ষণ শক্তি বেশি থাকে?
  • ক) কঠিন
  • খ) তরল
  • গ) বায়বীয়
  • ঘ) অর্ধতরল
  • সঠিক উত্তর: (ক)
    ১৮১. চাপ প্রয়োগ করলে তরল পদার্থ স্বল্পমাত্রায় সংকুচিত হয়, এর কারণ কোনটি?
  • ক) এতে আন্তঃআণবিক ফাঁকা স্থান বেশি থাকে
  • খ) এতে আন্তঃআণবিক ফাঁকা স্থান থাকে না
  • গ) এতে আন্তঃআণবিক ফাঁকা স্তান সামান্য থাকে
  • ঘ) এতে আন্তঃপারমাণবিক ফাঁকা স্থান বেশি থাকে
  • সঠিক উত্তর: (গ)
    ১৮২. জলীয়বাষ্পকে তরলে পরিণত করা যায়?
  • ক) চাপ অপসারণ করে
  • খ) শীতল করে
  • গ) চাপ অপসারণ বা শীতল করে
  • ঘ) চাপ প্রয়োগ বা শীতল করে
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮৩. মোমবাতি জ্বলতে থাকলে-
    i. পদার্থের তিনটি অবস্থাই একসাথে দেখা যায়
    ii. ভৌত পরিবর্তন ঘটে
    iii. রাসায়নিক পরিবর্তন ঘটে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮৪. গলানাঙ্কের ক্ষেত্রে-
    i. যে তাপমাত্রায় কঠিন তরলের সৃষ্টি হয় তাই গলনাঙ্ক
    ii. বরফের গলনাঙ্ক 00C
    iii.গলনাঙ্ক কোনো পদার্থের ভৌত ধর্ম নয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৮৫. কোনো বস্তুর আন্তঃআণবিক শক্তি খুব বেশি হলে তা-
  • ক) উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কবিশিষ্ট কঠিন পদার্থ
  • খ) সাধারণ তাপমাত্রায় তরল
  • গ) সাধারণ তাপমাত্রায় গ্যাসীয়
  • ঘ) তার ওজন বেশি
  • সঠিক উত্তর: (ক)
    ১৮৬. তাপ প্রয়োগে পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বলের কিরূপ পরিবর্তন ঘটে?
  • ক) বৃদ্ধি পায়
  • খ) হ্রাস পায়
  • গ) অপরিবর্তিত থাকে
  • ঘ) শূন্য হয়
  • সঠিক উত্তর: (খ)
    ১৮৭. লোহার গলনাঙ্ক কত?
  • ক) 10630C
  • খ) 15400C
  • গ) 36000C
  • ঘ) 8010C
  • সঠিক উত্তর: (খ)
    ১৮৮. পদার্থের-
    i. ভর আছে
    ii. জায়গা দখল করে
    iii. জড়তা আছে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮৯. কোন পদার্থের আন্তঃআণবিক শক্তি বেশি?
  • ক) মধু
  • খ) কেরোসিন
  • গ) মোম
  • ঘ) নাইট্রোজেন
  • সঠিক উত্তর: (গ)
    ১৯০. কঠিন থেকে তরলে পরিণত করতে তাপমাত্রা কোথায় পৌঁছাতে হয়?
  • ক) হিমাঙ্কে
  • খ) স্ফুটনাঙ্কে
  • গ) গলনাঙ্কে
  • ঘ) শিশিরাঙ্কে
  • সঠিক উত্তর: (গ)
    ১৯১. পানির ক্ষেত্রে প্রযোজ্য-
    i. এর স্ফুটনাঙ্ক নিম্ন
    ii. এর আন্তঃআণবিক শক্তি ও গতিশক্তির মান প্রায় সমান
    iii. এর আন্তঃআনবিক ফাঁকা স্থান খুব বেশি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৯২. কোন অবস্থায় পদার্থের কণাগুলো গতিশীলতার সঠিক ক্রম কোনটি?
  • ক) কঠিন
  • খ) তরল
  • গ) গ্যাসীয়
  • ঘ) প্লাজমা
  • সঠিক উত্তর: (গ)
    ১৯৩. চাপের প্রভাবে কোনো অণুসমূহের প্রবাহিত হওয়াকে নিঃসরণ বলে। এর উদাহরণ কোনটি?
  • ক) ময়লার দুর্গন্ধ চারদিকে ছড়ানো
  • খ) KMnO দ্রবণের বর্ণ বেগুনি হওয়া
  • গ) তরলের মধ্যে দ্রবণ কণার চলাচল
  • ঘ) গাড়ির চাকা পাংচার হওয়া
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯৪. কোন পদার্থটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম?
  • ক) পাথর
  • খ) পেট্রোল
  • গ) লোহা
  • ঘ) কার্বন ডাইঅক্সাইড
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯৫. তরলকে তাপ দিয়ে স্ফুটনাঙ্কে পৌঁছালে তা কোন অবস্থায় পরিণত হয়?
  • ক) কঠিন
  • খ) গ্যাসীয়
  • গ) তরলই থেকে যায়
  • ঘ) কেলাস গঠন করে
  • সঠিক উত্তর: (খ)
    ১৯৬. কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থের কণার গতি-
  • ক) কম
  • খ) সমান
  • গ) বেশি
  • ঘ) নগণ্য
  • সঠিক উত্তর: (গ)
    ১৯৭. কোন অবস্থায় পদার্থের কণাগুলো গতিশীল?
  • ক) কঠিন
  • খ) তরল
  • গ) গ্যাসীয়
  • ঘ) সকল অবস্থায়
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯৮. কত অ্যাটমোস্ফিয়ার চাপকে স্বাভাবিক চাপ বলা হয়?
  • ক) এক
  • খ) দুই
  • গ) তিন
  • ঘ) চার
  • সঠিক উত্তর: (ক)
    ১৯৯. উদ্দীপকের যৌগটির ক্ষেত্রে তাপ প্রদানে বক্ররেখায় কয়টি ধাপ বৃষ্টি হবে?
  • ক) 2
  • খ) 3
  • গ) 4
  • ঘ) 5
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০০. নিচের পরিবর্তনসমূহ লক্ষ করো-
    i. মোমকে তাপে গলনো একটি রাসায়নিক পরিবর্তন
    ii. পানিকে ঠাণ্ডা করল তা বরফে পরিণত হয়
    iii. কপার ধাতুকে দীর্ঘ সময় বাতাসে উত্তপ্ত করা একটি রাসায়নিক পরিবর্তন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২০১. চিনির শরবত হচ্ছে-
  • ক) অসমসত্ব মিশ্রণ
  • খ) সমসত্ব মিশ্রণ
  • গ) মৌলিক পদার্থ
  • ঘ) যৌগিক পদার্থ
  • সঠিক উত্তর: (খ)
    ২০২. হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন প্রভূতির-
    i. ভর আছে
    ii. জায়গা দখল করে
    iii. জড়তা আছে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০৩. ফুলের সুগন্ধ ছড়ায় কোন প্রক্রিয়ায়?
  • ক) নিঃসরণ
  • খ) অনুব্যাপন
  • গ) ব্যাপন
  • ঘ) অভিস্রবণ
  • সঠিক উত্তর: (গ)
    ২০৪. রাসায়নিক পরিবর্তনে-
    i. সম্পূর্ণ নতুন ধরনের এক বা একাধিক বস্তু সৃষ্টি হয়
    ii. রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয়
    iii. এ পরিবর্তন স্থায়ী
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০৫. পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য ও ধর্ম রয়েছে-
    i. কঠিন অবস্থায়
    ii. তরল অবস্থায়
    iii. গ্যাসীয় অবস্থায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০৬. চাপ প্রয়োগে তরল পদার্থের আয়তন-
  • ক) কোনো পরিবর্তন ঘটে না
  • খ) অতি অল্প মাত্রায় সংকোচনশীল
  • গ) অনেক বেশি সংকোচনশীল
  • ঘ) অসংকোচনশীল
  • সঠিক উত্তর: (খ)
    ২০৭. হাসপাতালের সিলিন্ডারে অক্সিজেন গ্যাস ভরা হয়-
  • ক) কম চাপে
  • খ) উচ্চ চাপে
  • গ) মোটামুটি চাপে
  • ঘ) কোনো রকম চাপ ছাড়া
  • সঠিক উত্তর: (খ)
    ২০৮. পদার্থের অণুসমূহের গতিশক্তির ফলে-
    i. অণুসমূহ দূরে সরে যায়
    ii. আন্তঃআণবিক ফাঁকা স্থান বৃদ্ধি পায়
    iii. আন্তঃআণবিক আকর্ষণ বৃদ্ধি পায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২০৯. কোন পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম?
  • ক) পানি
  • খ) লবণ
  • গ) মোম
  • ঘ) নাইট্রোজেন
  • সঠিক উত্তর: (ঘ)
    ২১০. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানের আণবিক ভর কত?
  • ক) 12
  • খ) 12g
  • গ) 16
  • ঘ) 16g
  • সঠিক উত্তর: (গ)
    ২১১. কোন পদার্থটির আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি?
  • ক) পাথর
  • খ) কার্বন ডাই অক্সাইড
  • গ) লোহা
  • ঘ) পেট্রোল
  • সঠিক উত্তর: (খ)
    ২১২. নিচের কোনটি যৌগিক পদার্থ?
  • ক) ইট
  • খ) পারদ
  • গ) সিলিন্ডার ভরা অক্সিজেন গ্যাস
  • ঘ) বেলুন ভরা হিলিয়াম গ্যাস
  • সঠিক উত্তর: (ক)
    ২১৩. প্রেসার কুকারে ভাত রান্না করতে কম সময় লাগে, কারণ
    i. কৃত্রিম উপায়ে চাপ বৃদ্ধি করা হয়
    ii. অল্প তাপে পানি ফুটতে থাকে
    iii. চাপ বৃদ্ধিতে তাপমাত্রা বৃদ্ধি পায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২১৪. আন্তঃআণবিক শক্তি পদার্থের কোনটির উপর নির্ভর করে?
  • ক) প্রস্থের উপর
  • খ) পদার্থের ঘনত্বের উপর
  • গ) দৈর্ঘ্যের উপর
  • ঘ) প্রকৃতির উপর
  • সঠিক উত্তর: (ঘ)
    ২১৫. ব্যাপনের বেলায় গ্যাস পাত্রের ভেতরে ও বাইরে বায়ুর চাপ-
  • ক) কম
  • খ) বেশি
  • গ) সমান
  • ঘ) ভেতরে বেশি বাইরে কম
  • সঠিক উত্তর: (গ)
    ২১৬. সদ্য ফুটানো এক কাপ গরম টেবিলে রাখেলে-
    i. জলীয় বাষ্পের কণা বাতাসে ছড়িয়ে পড়বে
    ii. কাপটি এক সময় ঠাণ্ডা হয়ে যাবে
    iii. এক সময় কাপটি পানি শূন্য হয়ে যাবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২১৭. পদার্থ হলো এমন ভৌত বস্তু যার-
    i. ভর আছে
    ii. আয়তন আছে
    iii. আকার নেই
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ক)
    নিচের অনুচ্ছেদ ব্যবহার করে ২টি প্রশ্নের উত্তর দাও।
    A একটি কঠিন পদার্থ যা খাদ্য লবণ হিসেবে ব্যবহৃত হয়। এর নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন আছে। এর অণুসমূহ দৃঢ় সংবদ্ধ ঘনসন্নিবিষ্ট অবস্থায় থাকে। 
    ২১৮. ‘A’ পদার্থে তাপ প্রয়োগ করলে-
    i. আন্তঃআণবিক আকার্ষণ কমে যাবে
    ii. অণুসমূহের গতিশক্তি বৃদ্ধি পাবে
    iii. আন্তঃআণবিক ফাঁকা স্থান বৃদ্ধি পাবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২১৯. সাদা ধোঁয়া কাচনলের ঘন হাইড্রোজেন ক্লোরাইডের কাছাকাছি হয়, কারণ-
    i. হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভর অ্যামোনিয়ার চেয়ে বেশি
    ii. আণবিক ভর কম হওয়ায় অ্যামোনিয়ার ব্যাপন প্রক্রিয়া দ্রুত হয়
    iii. হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভর বেশি হওয়ায় ব্যাপনের হার কম হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii, ও iii
  • সঠিক উত্তর: (ঘ)