এস.এস.সি || রসায়ন || অধ্যায় - ২ পদার্থের অবস্থা
১. কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি?
ক) লুব্রিকেটিং অয়েলখ) সয়াবিন তেলগ) দুধঘ) খাবার লবণ২. মিথেন (CH4), অক্সিজেন (O2), নাইট্রোজেনের (N2), কার্বন (C), গ্যাসগুলোর কোনটি নিঃসরণের হার কম?ক) CH4খ) O2গ) N2ঘ) C৩. আন্তঃআণবিক শক্তি কোন শক্তির বিপরীত?ক) স্তিতিশক্তিখ) গতিশক্তিগ) বন্ধন শক্তিঘ) বিভব শক্তি৪. 8010C গলনাঙ্ক বিশিষ্ট পদার্থটির ক্ষেত্রে-
i. চাপ ও তাপমাত্রা স্থির থাকলে এর আকার বা আয়তন অপরিবর্তিত থাকে
ii. স্থির চাপে তাপমাত্রা বাড়ালে পদার্থটি একটি নির্দিষ্ট উষ্ণতায় তরলে পরিণত হয়
iii. চাপে সংকোচন ও প্রসারণশীলতা খুব বেশি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii৫. জলীয়বাষ্পকে যখন ঘনীভবন করা হয়, তখন কণাসমূহের ক্ষেত্রে কী ঘটবো?ক) আকার সংকুচিত হবেখ) চলাচল করতে থাকবেগ) একই অবস্থানে থেকে কাঁপতে থাকবেঘ) পরিপার্শ্বে শক্তি নির্গত করবে৬. কোন দ্রবণের অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক শক্তি কম হলে কোন অবস্থার সৃষ্টি হবে?ক) কঠিনখ) তরলগ) বায়বীয়ঘ) মৌলিক৭. আন্তঃকণা সম্পর্কিত তথ্যসমূহ লক্ষ কর-
i. আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে কম হলে তা গ্যাসীয়
ii. আন্তঃকণা শক্তির কারণে অণুসমূহ পরস্পরের সন্নিকটে থাকতে চায়
iii. আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি হলে পদার্থটি তরল
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii৮. মোমবাতির দহনের সময় মোম কোনটির সাথে বিক্রিয়া করে?ক) CO2খ) O2গ) H2Oঘ) Fe3O4৯. সাধারণ লবণের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি। কারণ-ক) লবণের আন্তঃআণবিক শক্তি কমখ) লবণের আন্তঃআণবিক শক্তি বেশিগ) লবণ বেশি তাপমাত্রা শোষণ করেঘ) লবণ সাধারণ তাপমাত্রায় গলে না১০. কোন ক্ষেত্রে ব্যাপনের হার সবচেয়ে বেশি হয়?ক) কণিকার ভর এবং পারিপার্শ্বিক তাপমাত্রা কম হলেখ) কণিকার ভর এবং পারিপার্শ্বিক তাপমাত্রা বেশি হলেগ) কণিকার ভর কম কিন্তু পারিপার্শ্বিক তাপমাত্রা বেশি হলেঘ) কণিকার ভর বেশি কিন্তু পারিপার্শ্বিক তাপমাত্রা কম হলে১১. গ্যাস সিলিন্ডার থেকে ছিদ্র পথে সজোরে গ্যাস বেরিয়ে গন্ধ ছড়ানোকে কী বলে?ক) ব্যাপনখ) মিশ্রেণগ) নিঃসরণঘ) প্রস্বেদন১২. বস্তুর ভর ও ঘনত্ব যত বেশি হয় ব্যাপন ও নিঃসরণের হার-ক) বৃদ্ধি পায়খ) হ্রাস পায়গ) অপরিবর্তিত থাকেঘ) সামান্য১৩. মোমের দহনের ফলে কোনটি উৎপন্ন হয়?ক) CO2খ) H2Oগ) CO2(g) ও H2O(g)ঘ) CO2(g) ও H2O(I)১৪. “চাপে আয়তন স্বল্পমাত্রায় সংকোচনশীল” কোনটির ক্ষেত্রে প্রযোজ্য?ক) হিলিয়াম গ্যাসখ) মার্বেলগ) দুধঘ) কাঠ১৫. নিচের কোন যৌগটির দৃঢ়তা আছে?ক) ধাতুখ) পানিগ) পেট্রোলঘ) হাইড্রোজেন১৬. জলীয়বাষ্পকে যখন ঘনীভবন করা হয়, তখন কণাসমূহের ক্ষেত্রে কী ঘটবে?ক) আকার সংকুচিত হবেখ) চলাচল করতে থাকবেগ) একই অবস্থানে থেকে কাঁপতে থাকবেঘ) পরিপার্শ্বে শক্তি নির্গত করবে১৭. কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি?ক) Heখ) H2গ) O2ঘ) CO2১৮. গতিশক্তির মান আন্তঃকণা আকর্ষণ বল এর চেয়ে বেশি হলে পদার্থ কোন অবস্থা লাভ করবে?ক) কঠিনখ) তরলগ) গ্যাসীয়ঘ) প্লাজমা১৯. কোনো কোনো কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে-ক) গলনখ) বাষ্পীভবনগ) রাসায়নিক পরিবর্তনঘ) উর্ধ্বপাতন২০. নিচের কোনটি তাপ প্রয়োগে সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয়?ক) কঠিন CO2খ) লবণগ) SiO2ঘ) Na২১. উর্ধ্ব পাতিত পদার্থ-
i. ন্যাপথালিন
ii. আয়োডিন
iii. কর্পূর
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii২২. সাধারণ চাপ ও উষ্ণতায় নিম্নের কোন পদার্থের আকার এবং আয়তন দুটোই নির্দিষ্ট থাকে?ক) চিনিখ) অক্সিজেনগ) সয়াবিন তেলঘ) পানি২৩. তাপে পদার্থের কোনটির পরিবর্তন ঘটে না?ক) আকারখ) আকৃতিগ) অণুর গঠনঘ) ভৌত অবস্থা২৪. নিচের কোনটির দৃঢ়তা আছে?ক) লবণখ) হাইড্রোজেনগ) পানিঘ) কার্বন ডাই অক্সাইড২৫. নিম্নের কোনটির নিঃসরণ দ্রুত ঘটে?ক) মিথেনখ) নাই্ট্রোজেনগ) নাইট্রোজেন ডাই অক্সাইডঘ) প্রোপেন২৬. তাপ প্রয়োগে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়া পদার্থকে কোন প্রক্রিয়ায় পুনরায় কঠিন পদার্থে পরিণত করা যায়?ক) বাষ্পীভবনখ) তরলীকরণগ) শীতলীকরণঘ) ঘনীভবন২৭. পদার্থের কোন অবস্থায় অণুসমূহের গতিশক্তি সবচেয়ে বেশি?ক) কঠিনখ) তরলগ) গ্যাসীয়ঘ) আয়নিক২৮. তাপ ও� চাঁপের উপর নির্ভর করে পদার্থ কয়টি ভৌত অবস্থায় থাকতে পারে?ক) ২টিখ) ৩টিগ) ৪টিঘ) ৫টি২৯. কখন গ্যাসীয় পদার্থের কণসমূহ তরলের উপরিতল থেকে বাইরে বেরিয়ে যায়?ক) গলনাঙ্কে পৌঁছালেখ) হিমাঙ্কে পৌঁছালেগ) স্ফুটনাঙ্কে পৌঁছালেঘ) শিশিরাঙ্কে পৌঁছালে৩০. কোনটি উদ্বায়ী পদার্থ?ক) মোমখ) বালিগ) ইথারঘ) লবণ৩১. নিচের কোনটি তরল পদার্থ?ক) CaCO2খ) C6H12O6গ) CO2ঘ) Hg৩২. ভৌত পরিবর্তনের ফলে-
i. নতুন পদার্থের সৃষ্টি হয়
ii. অণুর গঠনের পরিবর্তন হয় না
iii. মৌলের সংযুক্তির পরিবর্তন হয় না
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii৩৩. পানির স্ফুটনাঙ্ক কত?ক) 00Cখ) 1000Cগ) -2590Cঘ) -2530C৩৪. পারদের বৈশিষ্ট্য হলো, নির্দিষ্ট-
i. আকৃতি
ii. আয়তন
iii. ভর
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii৩৫. কোনটির প্রসারণশীলতা সবচেয়ে বেশি?ক) চিনিখ) পারদগ) পানিঘ) অক্সিজেন গ্যাস৩৬. নিচের কোনটি মৌলিক পদার্থ?ক) গ্লাসভর্তি দুধখ) বেলুন ভর্তি হিলিয়াম গ্যাসগ) কাঠের টুকরাঘ) বোতল ভর্তি পানি৩৭. তাপ, আলোক প্রভৃতি পদার্থ নয়, কারণ-
i. এগুলো স্থান দখল করে না
ii. এগুলোর ভর নাই
iii. স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তনে বাধা প্রদান করে না
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii৩৮. কোন অবস্থায় পদার্থের কণাসমূহের মধ্যে সর্বাধিক কম্পন, আবর্তন ও স্থানান্তর গতি রয়েছে?ক) কঠিনখ) তরলগ) গ্যাসীয়ঘ) তরল স্ফটিক৩৯. কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় পদার্থের কণাগুলো গতিশীল থাকে। কোন তত্ত্বথেকে এ তথ্যটি জানা যায়?ক) ব্যাপন ত্ত্ত্বখ) নিঃসরণ তত্ত্বগ) গতিতত্ত্বঘ) গ্যাস স্বীকার্যতত্ত্ব৪০. আমোনিয়া ও বায়ুর মিশ্রণ-ক) ক্ষারধমীখ) অম্লধর্মীগ) নিরপেক্ষঘ) উভধর্মী৪১. কিসের প্রভাবে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে?ক) চাপের প্রভাবেখ) আঘাতের প্রভাবেগ) তাপমাত্রার প্রভাবেঘ) ঘনমাত্রার প্রভাবে৪২. আন্তঃআণবিক শক্তি বা আকার্ষণ কম হলে দূরত্ব-ক) কমে যায়খ) বেড়ে যায়গ) অপরিবর্তিত থাকেঘ) সামান্য কমে যায়৪৩. মিশ্র পদার্থ হলো-
i. মোম
ii. পানি
iii. বায়ু
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii৪৪. পটাসিয়াম পারম্যাঙ্গানেটকে পানিতে দ্রবীভূত করলে কী বর্ণ ধারণ করবে?ক) বেগুনিখ) নীলগ) লালঘ) হলুদ৪৫. পদার্থের কণাসমূহের গতিশক্তির ফলে কী ঘটে?ক) কণাসমূহ একত্রিত হয়খ) কণাসমূহ দূরে সরে যায়গ) কণাসমূহের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পায়ঘ) কণাসমূহের মধ্যে সংযোগ ঘটে৪৬. সাগরের পানি নানা প্রকার লবণের-ক) সমসত্ত্ব মিশ্রণখ) অসমসত্ত্ব মিশ্রণগ) সম্পৃক্ত মিশ্রণঘ) অসম্পৃক্ত মিশ্রণ৪৭. স্ফুটনাঙ্ক কিসের উপর নির্ভরশীল?ক) তাপখ) ভরগ) শক্তিঘ) আন্তঃআণবিক শক্তি৪৮. মোম জ্বালানোর সময় কী ধরনের পরিবর্তন ঘটে?ক) রাসায়নিক পরিবর্তনখ) ভৌত পরিবর্তনগ) ভৌত ও রাসায়নিক উভয় ধরনের পরিবর্তন হয়ঘ) রূপান্তরকরণ পরিবর্তণ৪৯. পদার্থের কোন অবস্থায় কণাগুলো সবচেয়ে দূরে অবস্থান করে?ক) কঠিনখ) তরলগ) গ্যাসীয়ঘ) প্লাজমা৫০. পদার্থে অণুসমূহ সর্বদা কম্পনশক্তি বজায় রাখে। কখন অণুসমূহ এর কম্পনশক্তি বিভিন্ন দিকে চলাচল করার মতো শক্তি সঞ্চয় করে?ক) স্ফুটনের আগেখ) স্ফুটনের পরেগ) গলনের আগেঘ) গলনের পরে৫১. সি.এন.জি কী?ক) সম্প্রসারিত প্রাকৃতিক গ্যাসখ) সংকুচিত প্রাকৃতিক গ্যাসগ) সংকুচিত বিউটেন গ্যাসঘ) এক ধরনের বেবী ট্যাক্সি৫২. অক্সিজেনের ব্যাপনের হার কার্বন ডাই অক্সাইডের চেয়ে বেশি, কারণ-
i. অক্সিজেনের আণবিক ভর কার্বন ডাই অক্সাইডের চেয়ে কম
ii. অক্সিজেনের ঘনত্ব কার্বন ডাই অক্সাইডের চেয়ে কম
iii. অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের চেয়ে বেশি সক্রিয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii৫৩. উর্ধ্বপাতিত পদার্থ-
i. ন্যাপথালিন
ii. আয়োডিন
iii. কর্পূর
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii৫৪. মুখ বন্ধ বেলুনের ভেতরের গ্যাসের তাপমাত্রা বাড়ালে কোনটি ঘটবে?ক) চাপ বাড়বেখ) চাপ কমবেগ) ব্যাপন ঘটবেঘ) নিঃসরণ ঘটবে৫৫. কোনটি দৃঢ়তা বেশি?ক) লবণখ) পানিগ) আমোনিয়াঘ) হাইড্রোজেন৫৬. পানিতে তাপ দিলে তা বাষ্পে পরিণত হয় কেন?ক) পানির অণুগুলো ভেঙে হাইড্রোজেন ও অক্সিজেনে পরিণত হয় বলেখ) পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় বলেগ) পানির অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক শক্তি হ্রাস পায় বলেঘ) পানির অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক শক্তি হ্রাস পায় বলে৫৭. নিচের কোন গ্যাসের ব্যাপনের হার সবচেয়ে কম?ক) NH2খ) CH4গ) CO2ঘ) N2৫৮. তাপ বাড়ালে ব্যাপন প্রক্রিয়ার কিরূপ পরিবর্তন হয়?ক) ত্বরান্বিত হয়খ) মন্থর হয়গ) অপরিবর্তিত থাকেঘ) বন্ধ হয়৫৯. স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সে তাপমাত্রাকে কী বলে?ক) স্ফুটনাঙ্কখ) গলনাঙ্কগ) হিমাঙ্কঘ) সুপ্ততাপ৬০. উর্ধ্বপাতনযোগ্য পদার্থ কোনটি?ক) আয়োডিনখ) ফসফরাসগ) অ্যামোনিয়ামঘ) পানি৬১. পদার্থের কোন অবস্থায় অণুসমূহের মধ্যে আকার্ষণ শক্তি বেশি থাকে?ক) কঠিনখ) তরলগ) বায়বীয়ঘ) অর্ধ-তরল৬২. ঘরবাড়িতে ব্যবহৃত হয়-
i. অধিক চাপে মিথেন
ii. রিফাইনারি থেকে প্রাপ্ত বিউটেন
iii. রিফাইনারি থেকে প্রাপ্ত প্রোপেন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii৬৩. নিচের কোন কঠিন পদার্থটি উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়?ক) সিলিকন ডাই অক্সাইডখ) লবণগ) সোডিয়ামঘ) আয়োডিন৬৪. কোনটি রাসায়নিক পরিবর্তন?ক) লোহা যখন ঘর্ষণের দ্বারা চুম্বকত্ব প্রাপ্ত হয়খ) বহুদিন আর্দ্র বাতাসে এক টুকরা লোহাকে রেখে দিলে যখন মরিচা পড়েগ) পানিকে তাপ দিলে যখন বাষ্পে পরিণত হয়ঘ) চিনিকে পানিতে দ্রবীভূত করা হয়৬৫. কোনো পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কী?ক) রাসায়নিক ধর্মখ) ভৌত ধর্মগ) ভৌত ও রাসায়নিক ধর্মঘ) তরল ধর্ম৬৬. পানি, তরল প্রভূতি পদার্থের বৈশিষ্ট্য হলো, নির্দিষ্ট-
i. আকৃতি
ii. আয়তন
iii. ভর
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii৬৭. ব্যাপন ও নিঃসরণ নিচের কোন দুটির উপর নির্ভরশীল?ক) ভর ও আয়তনখ) চাপ ও তাপমাত্রাগ) চাপ ও আয়তনঘ) ভর ও ঘনত্ব৬৮. পানির হিমাঙ্ক কত?ক) 1000Cখ) 00Cগ) 2730Cঘ) 8010C৬৯. কোনগুলো পদার্থ?ক) আলো, পানি, লোহাখ) লবণ, বালি, বায়ুগ) তাপ, বরফ, বাষ্পঘ) বিদ্যুৎ, আলো, তাপ৭০. বিশ্বের সবকিছুকে নিচের কোন দুটি ভাগে ভাগ করা যায়?ক) খাঁটি বস্তু ও মিশ্রণখ) মৌলিক ও যৌগিকগ) জৈব ও অজৈবঘ) পদার্থ ও শক্তি৭১. H2,He ও CO2 গ্যাসের ক্ষেত্রে-
i. CO2 এর ব্যাপন সময় সবচেয়ে বেশি
ii. H2 এর সবচেয়ে কম
iii. He এর সবচেয়ে বেশি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii৭২. তরল পদার্থের ক্ষেত্রে কণাগুলোর অবস্থান কোথায়?ক) খুব কাছাকাছিখ) মোটামুটি দূরত্বেগ) অনেক দূরত্বেঘ) বিভিন্ন দিকে চলমান৭৩. দহন হচ্ছে-ক) কোনো কিছুকে আগুনে পোড়ানোখ) বাতাসের অক্সিজেনের সাথে কোনো কিছুর বিক্রিয়াগ) মোমবাতি পোড়ানোঘ) বাতাস ও অক্সিজেনে বিক্রিয়া৭৪. নিঃসরণের বেলায় গ্যাস পাত্রের ভিতরে চাপ- এবং বাইরের চাপ- থাকে।ক) অধিক, কমখ) কম, অধিকগ) সমান, সমানঘ) কম, সমান৭৫. ব্যাপন হল কোন মাধ্যমে কণার ইতঃস্তত ভ্রমণ। তাপ প্রয়োগে এ গতি কেন বৃদ্ধি পায়?ক) মাধ্যমের ঘনত্ব হ্রাস পায়খ) অণুর ঘনত্ব হ্রাস পায়গ) অণুর চাপ বৃদ্ধি পায়ঘ) অণুর কম্পনশক্তি বৃদ্ধি পায়৭৬. কোন গ্যাসকে অধিক চাপে CNG তে পরিণত করা যায়?ক) হাইড্রোজেনখ) হিলিয়ামগ) মিথেনঘ) বিউটেন৭৭. গলনাঙ্ক মাপা হয় কোন চাপে?ক) 01.01 atmখ) 0.1 atmগ) 1 atmঘ) 100 atm৭৮. পদার্থের কণাগুলো সাধারণত কোন অবস্থায় থাকতে পারে?ক) এক সাথে কঠিন ও তরল অবস্থায়খ) এক সাথে তরল ও গ্যাসীয় অবস্থায়গ) এক সাথে কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায়ঘ) যেকোনো একটি অবস্থায়৭৯. আন্তঃআণবিক শক্তি কী?ক) পরমাণুসমূহের মধ্যে আকর্ষণখ) পরমাণুসমূহের মধ্যে বিকর্ষণগ) অণুসমূহের মধ্যে আকর্ষণঘ) অণুসমূহের মধ্যে বিকর্ষণ৮০. উচ্চচাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চলের দিকে গ্যাস অণুসমূহকে স্থানান্তরিত হওয়াকে কী বলে?ক) অনুব্যাপনখ) ব্যাপনগ) নিঃসরণঘ) অভিস্রবণ৮১. নিচের পদার্থের বৈশিষ্ট্যসমূহ লক্ষ কর-
i. তামা একটি ধাতু
ii. পানি একটি মৌলিক পদার্থ
iii. নাইট্রোজেন অধাতু
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii৮২. উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়-
i. নিশাদল
ii. কর্পূর
iii. আয়োডিন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii৮৩. বাইরের চাপের ওপর নির্ভর করে কোনটি?ক) গলনাঙ্কখ) স্ফুটনাঙ্কগ) হিমাঙ্কঘ) আপেক্ষিক তাপ৮৪. সয়াবিন তেল একটি তরল পদার্থ, কেননা-
i. নির্দিষ্ট উষ্ণতা ও চাপে এর আয়তন স্থির থাকে
ii. এটি তার ধারকপাত্রের আকার গ্রহণ করে
iii. এর নির্দিষ্ট ঘনত্ব রয়েছে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii৮৫. কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফুর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?ক) অনুব্যাপনখ) ব্যাপনগ) অভিস্রবণঘ) মিশ্রণ৮৬. কোনটি স্বাভাবিক তাপমাত্রায় কঠিন পদার্থ?ক) কার্বন ডাইঅক্সাইডখ) চুনাপাথরগ) পারদঘ) ব্রোমিন৮৭. মোমের প্রধান উপাদান কী?ক) পানিখ) ডিজেলগ) হাইড্রোকার্বনঘ) ক্ষার৮৮. খাঁটি বস্তুর রাসায়নিক সংযুক্তি হয়-ক) পরিবর্তনীয়খ) অনির্দিষ্টগ) অপরিবর্তনীয়ঘ) আবর্তিত৮৯. পানি হতে তাপ বের হলে কী ঘটবে?ক) বরফখ) তরলগ) পানিঘ) জলীয় বাষ্প৯০. কোনটি মিশ্র পদার্থ?ক) পানিখ) লবণগ) বায়ুঘ) কার্বন ডাই অক্সাইড৯১. তাপ প্রয়োগ সরাসরি বাষ্পে পরিণত হয়-
i. আয়োডিন
ii. বেনজিন
iii. নিশাদল
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii৯২. তরল পদার্থের বৈশিষ্ট্য কী?ক) নির্দিষ্ট চাপে ও উষ্ণতায় তরল পদার্থের আয়তন সর্বদা নির্দিষ্ট থাকেখ) সাধারণ অবস্থায় তরলের উপরিতল থেকে তরলের কোন বাষ্পায়ন হয় নাগ) তাপ প্রয়োগ করলে তরলের আয়তন স্থির থাকেঘ) চাপ প্রয়োগ করলে তরলের আয়তন হ্রাস পায়৯৩. নিচের কোনটির আন্তঃআণবিক মক্তি সবচেয়ে বেশি?ক) H2Oখ) C6H6গ) AICI3ঘ) NaCI৯৪. পারদ এক পাত্র হতে অন্যপাত্রে ঢাললে নিচের কোনটির পরিবর্তন ঘটবে?ক) আকৃতিখ) আয়তনগ) ভরঘ) ঘনত্ব৯৫. পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কী?ক) ইলকট্রনখ) অণুগ) পরমাণুঘ) প্রোটিন৯৬. আন্তঃআণবিক শক্তি নির্ভর করে বস্তুর কিসের ওপর?ক) মাধ্যমের উপরখ) প্রস্থের উপরগ) দৈর্ঘ্যের উপরঘ) প্রকৃতির উপর৯৭. কোন মাধ্যমে ব্যাপন সংঘটিত হয়?
i. কঠিন বস্তুর ক্ষেত্রে
ii. তরল বস্তুর ক্ষেত্রে
iii. গ্যাসীয় বস্তুর ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii৯৮. বিভিন্ন পদার্থের ব্যাপনের হারের ভিন্নতার কারণ কী?ক) পদার্থের ভরের ভিন্নতাখ) পদার্থের আয়তনের ভিন্নতাগ) পদার্থের দৈর্ঘ্যের ভিন্নতা ২.৩ঘ) পদার্থের অণুসমূহের আকর্ষণ শক্তির ভিন্নতা৯৯. নিচের কোনটি সমসত্ব মিশ্রণ?ক) বালু ও চিনির মিশ্রণখ) লোহার গুঁড়া ও লবণের মিশ্রণগ) বালু ও লোহার গুঁড়ার মিশ্রণঘ) চিনি ও পানির দ্রবণ১০০. চাপ প্রয়োগে কোন পদার্থের আয়তন সংকুচিত হয় না?ক) কঠিনখ) তরলগ) গ্যাসীয়ঘ) প্লাজমা১০১. কখন প্রতিটি বিশুদ্ধ কঠিন ও তরল পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক স্থির?ক) স্থির তাপমাত্রায়খ) স্থির চাপেগ) স্থির চাপ ও তাপমাত্রায়ঘ) স্থির চাপ ও তাপমাত্রায় নয়১০২. বিউটেনের ভর ও ঘনত্ব প্রোপেনের চেয়ে কম হলে,কোনটির নিঃসরণ হার বেশি?ক) প্রোপেনখ) বিউটেনগ) উভয়ই সমানঘ) এক্ষেত্রে নিঃসরণ হয় না১০৩. স্বাভাবিক পানির তুলনায় গরম পানিতে চিনি বা লবণের ব্যাপনের হার-ক) বেশিখ) সমানগ) কমঘ) অনেক কম১০৪. কোনটি পদার্থ?ক) বাতাসখ) আলোগ) তাপঘ) তাপমাত্রা১০৫. বস্তু বা পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য নয় কোনটি?ক) ভরখ) ওজনগ) জড়তাঘ) বিস্তৃতি১০৬. কোন ক্ষেত্রে ব্যাপন অসম্ভব?ক) কঠিন-তরলখ) তরল-তরলগ) গ্যাসীয়-গ্যাসীয়ঘ) কঠিন-কঠিন১০৭.ক)খ)গ)ঘ)১০৮. কোন মিশ্রণের উপাদানগলোর অস্তিত্ব বাইরে থেকে দেখা যায়?ক) সমসত্ত্ব মিশ্রণখ) অসমসত্ত্ব মিশ্রণগ) সম্পূর্ণ মিশ্রণীয় তরল যুগলঘ) তরল-তরল দ্রবণ১০৯. একটি পরীক্ষানলে একটি পটাসিয়াম পারম্যাঙ্গানেটের স্ফটিক নিয়ে তাতে পানি যোগ করার ১০ মিনিট পর-
i. পরীক্ষানলের পুরো পানি গাঢ় বেগুনি বর্ণ ধারণ করবে
ii. পরীক্ষানলের পুরো পানি হালকা বেগুনি বর্ণ ধারণ করবে
iii. পটাসিয়াম পারম্যাঙ্গানেটের স্ফটিকের কোনো অস্তিত্ব থাকবে না।
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii১১০. কোন অবস্থায় পদার্থের কণাগুলো সবচেয়ে কাছাকাছি অবস্থান করে?ক) কঠিনখ) তরলগ) গ্যাসীয়ঘ) প্লাজমা১১১. মোম একটি-ক) কার্বোহাইড্রেটখ) অজৈব যৌগগ) জ্বালানিঘ) জৈব যৌগ১১২. কোনো গ্যাসের পাত্র থেকে চাপের প্রবাবে পাত্রের ছিদ্র পথে গ্যাসের সজোরে একমুখী বের হওয়াকে কী বলে?ক) Ingraredখ) Vibrationগ) Diffusionঘ) Effusion১১৩. পদার্থের কোন অবস্থায় অণুসমূহ সবচেয়ে কাছাকাছি থাকে?ক) কঠিনখ) তরলগ) গ্যাসীয়ঘ) প্লাজমা১১৪. অণুসমূহের কোনটির মান বেশি হলে পদার্থ গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়?ক) আন্তঃআণবিক শক্তিখ) স্থিতিশক্তিগ) গতিশক্তিঘ) আন্তঃপারমাণবিক শক্তি১১৫. চাপ প্রয়োগে কোন পদার্থের আয়তন অধিক মাত্রায় সংকোচনশীল?ক) গ্যাসীয়খ) তরলগ) কঠিনঘ) কেলাস১১৬. কখন তরল পদার্থের বাষ্পচাপ উপরস্থ বায়ুমন্ডলীয় চাপের সমান হয়?ক) গলনাঙ্কেখ) হিমাঙ্কেগ) বাষ্পীভবনেঘ) স্ফুটনাঙ্কে১১৭. তিন অবস্থাতেই পদার্থের কণাগুলো?ক) স্থিরখ) গতিশলীগ) সমানভাবে গতিশীলঘ) কখনো স্থির কখনো গতিশীল১১৮. গলনাঙ্ক ও সফুটনাঙ্কের ক্ষেত্রে-ক) চাপ ও তাপমাত্রা নির্দিষ্ট থাকেখ) চাপ ও ঘনমাত্রা নির্দিষ্ট থাকেগ) তাপমাত্রা ও আয়তন নির্দিষ্ট থাকেঘ) চাপ ও আয়তন নির্দিষ্ট থাকে১১৯. I atm চাপে যে তাপমাত্রায় কোনো তরল গ্যসীয় অবস্থা প্রাপ্ত হয় তাকে কী বলে?ক) গলনাঙ্কখ) হিমাঙ্কগ) স্ফুটনাঙ্কঘ) আপেক্ষিক তাপ১২০. বেলুন বা পাত্রের ভেতরের গ্যাসের কণাসমূহ পাত্রের পৃষ্ঠে যে ধাক্কা দেয় তাকে কী বলে?ক) গ্যাসের গতিশক্তিখ) গ্যাসের আন্তঃআণবিক শক্তিগ) গ্যাসের চাপঘ) গ্যাসের স্থিতিশক্তি১২১. পাহাড়ের চূড়ায় ভাত রান্না করতে বেশি সময় লাগে, কারণ পাহাড়ের চূড়ায়-ক) বায়ুর চাপ বেশিখ) বায়ুর চাপ কমগ) বায়ুর আর্দ্রতা কমঘ) বায়ুর আর্দ্রতা বেশি১২২. পদার্থের অণুসমূহের মধ্যে বিদ্যমান ফাঁকা স্থানকে কী বলা হয়?ক) আন্তঃআণবিক ফাঁকা স্থানখ) আন্তঃপারমাণবিক ফাঁকা স্থানগ) অন্তঃআণবিক ফাঁকা স্থানঘ) অন্তঃপারমাণবিক ফাঁকা স্থান১২৩. কোনটি উর্ধ্বপাতিত পদার্থ?ক) CaCI2খ) কঠিন CO2গ) NaCIঘ) MgCI2১২৪. নিচের কোনটি উদ্বায়ী পদার্থ?ক) তুঁতেখ) বালিগ) ইথারঘ) লবণ১২৫. পদার্থসমূহের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে-ক) পদার্থের গঠনের উপরখ) পদার্থের ভৌত অবস্থার উপরগ) পদার্থের রাসায়নিক অবস্থার উপরঘ) পদার্থের গঠন ও ভৌত অবস্থার উপর১২৬. নিচের তথ্যগুলো লক্ষ কর-
i. পদার্থের গলন ও স্ফুটন নির্দিষ্ট চাপে নির্দিষ্ট তাপমাত্রায় ঘটে
ii. ভর ও ঘনত্ব বেশি হলে ব্যাপন ও নিঃসরণের হার বৃদ্ধি পায়
iii.NH4CI ও কঠিন CO2 উর্ধ্বপাতিত পদার্থ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii১২৭. কোনো পদার্থের অণুসমূহ যে আকর্ষণ বল দ্বারা একে অপরের সাথে আবদ্ধ থাকে তাকে কী বলা হয়?ক) আন্তঃপারমাণবিক আকর্ষণ বলখ) আন্তঃআয়নিক আকর্ষণ বলগ) আন্তঃআণবিক আকার্ষণ বলঘ) আন্তঃনিউক্লিয়ার আকর্ষণ বল১২৮. উর্ধ্বপাতন পদার্থকে গ্যাসীয় অবস্থান থেকে কঠিনে পরিণত করা যায়?ক) বাষ্পীভবন প্রক্রিয়ার দ্বারাখ) স্ফুটন প্রক্রিয়ার দ্বারাগ) শীতলীকরণ প্রক্রিয়ার দ্বারাঘ) তরলীকরণ প্রক্রিয়ার দ্বারা১২৯. মিশ্রণের জন্য প্রযোজ্য-
i. দুই বা ততোধিক পদার্থকে যেকোনো অনুপাতে একত্রে মেশালে যদি তারা নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে তবে উক্ত সমাবেশকে মিশ্রণ বলে
ii. মিশ্রণ সাধারণত দু’প্রকার
iii. অক্সিজেন বায়ুর একটি উপাদান
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii১৩০. CNG এর পূর্ণরূপ কোনটি?ক) Compressed Natural Gasখ) Compressed Neutral Gasগ) Compressed Nitrozen Gasঘ) Compressed Neon Gas১৩১. নিচের বিবৃতিগুলো লক্ষ কর-
i. কঠিন পদার্থের নির্দিষ্ট কোনো আকৃতি নেই
ii. তরল পদার্থের আয়তন আছে
iii. গ্যাসীয় পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি কম
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii১৩২. মোমের দহনে উৎপন্ন হয়-
i. কার্বন ডাই অক্সাইড
ii. জলীয় বাষ্প
iii. অক্সিজেন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii১৩৩. মোমবাতি জ্বলতে থাকলে কোন ধরনের পরিবর্তন হয়?ক) ভৌত পরিবর্তনখ) রাসায়নিক পরিবর্তনগ) ভৌত ও রাসায়নিক উভয় পরিবর্তনঘ) কোনো পরিবর্তন হয় না১৩৪. কাপে গরম চা রাখলে নিচের কোন প্রক্রিয়াটি ঘটে?ক) বাষ্পীভবনখ) উর্ধ্বপাতনগ) ব্যাপনঘ) নি:সরণ১৩৫. কঠিন পদার্থের ক্ষেত্রে তাপ প্রয়োগ করে উষ্ণতা বাড়ালে কী ঘটে?ক) আয়তন সংকুচিত হয়খ) কণাগুলোর কম্পন ক্রমশঃ তীব্রতর হয়গ) কণাসমূহের মধ্যকার আকর্ষণ বল বেড়ে যায়ঘ) কণাগুলোর গতিশক্তি হ্রাস পায়১৩৬. নিঃসরণ প্রক্রিয়ায় গ্যাসের অণুসমূহ-ক) উচ্চ চাপ থেকে নিম্নচাপের অঞ্চলে যায়খ) নিম্ন চাপ থেকে উচ্চ চাপ অঞ্চলে যায়গ) অনেক বড় ছিদ্র পথে বের হয়ঘ) স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে যায়১৩৭. গন্ধ বের হয়ে কোন প্রক্রিয়ায় তা বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে-ক) ব্যাপনখ) নিঃসরণগ) পরিস্রাবণঘ) মিশ্রণ১৩৮. আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি?ক) কম যায়খ) বেড়ে যায়গ) অপরিবর্তিতঘ) সামান্য কমে যায়১৩৯. বেলুনের ভেতরে আবদ্ধ গ্যাসের তাপমাত্রা বাড়ালে কোনটি ঘটে?ক) চাপ বাড়েখ) পানিগ) অ্যামোনিয়াঘ) হাইড্রোজেন১৪০. 1000C তাপমাত্রায় পানিতে তাপ দিলে কী ঘটবে?ক) পানির তাপমাত্রা স্থির থাকবে এবং পনি বাষ্পে পরিণত হবেখ) পানির তাপমাত্রা বাড়বেগ) পানির তাপমাত্রা ও ভৌত অবস্থার কোনো পরিবর্তন ঘটবে নাঘ) পানির তাপমাত্রা বাড়বে এবং পানি বাষ্পে পরিণত হবে১৪১. চাপ প্রয়োগে কোন পদার্থের কণাসমূহের গতিশক্তি-ক) হ্রাস পায়খ) বৃদ্ধি পায়গ) অপরিবর্তিত থাকেঘ) সামান্য হ্রাস পায়১৪২. নিচের কোনটি ভৌত পরিবর্তন?ক) মোম জ্বালানোখ) চিনি ও পানির দ্রবণগ) পানির তড়িৎ বিশ্লেষণঘ) লোহার মরিচা পড়া১৪৩. নিচের পদার্থের বৈশিষ্ট্যসমূহ লক্ষ করো-
i. তামা একটি ধাতু
ii. পানি একটি মৌলিক পদার্থ
iii. নাইট্রোজেন অধাতু
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii১৪৪. তরল পদার্থের-
i. নির্দিষ্ট আয়তন নেই আকার আছে
ii. নির্দিষ্ট আয়তন আছে আকার নেই
iii. অণুসমূহের মধ্যবর্তী দূরত্ব গ্যাসীয় পদার্থের চাইতে কম
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii১৪৫. নিচের কোনটি উর্ধ্বপাতিত পদার্থ?ক) CaCI2খ) কঠিন CO2গ) CO2ঘ) CO১৪৬. মোম যখন জ্বলতে থাকে তখন কোন অবস্থা প্রাপ্ত হয়-ক) কঠিনখ) তরলগ) বায়বীয়ঘ) তিনটি অবস্থাই একসাথে১৪৭. আয়োডিন উদ্বায়ী কারণ-
i. I2 অপোলার অণু
ii. তরল ভৌত অবস্থা থাকে না
iii. অধিক তাপমাত্রায় কঠিন পদার্থ হতে বায়বীয় পদার্থে পরিণত হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii১৪৮. গলনাঙ্কের ক্ষেত্রে-
i. যে তাপমাত্রায় কঠিন হতে তরলে সৃষ্টি হয় তাই গলনাঙ্ক
ii. বরফের গলনাঙ্ক 00C
iii. গলনাঙ্ক কোনো পদার্থের ভৌত ধর্ম
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii১৪৯. গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সম্পর্কে নিচের তথ্যসমূহ দেখ-
i. পানির গলনাঙ্ক 00C
ii. সাধারণ লবণের গলনাঙ্ক 8010C
iii. পানির স্ফুটনাঙ্ক 1000C
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii১৫০. ভর ও ঘনত্ব বেশি হলে ব্যাপন ও নিঃসরণের হার-ক) হ্রাস পাবেখ) বৃদ্ধি পাবেগ) অপরিবর্তিত থাকবেঘ) শূন্য হবে১৫১. পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল ও গতিশক্তি পরস্পর-ক) বিপরীতমুখীখ) সমমুখীগ) বিপরীত ও সমমুখীঘ) একমুখী১৫২. বিভিন্ন মাধ্যমে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থ ছড়িয়ে পড়ে-
i. স্বতঃস্ফুর্তভাবে
ii. চাপের প্রভাবে
iii. তাপের প্রভাবে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii১৫৩. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?ক) লোহা যখন ঘর্ষণের দ্বারা চুম্বকত্ব প্রাপ্ত হয়খ) পানিকে তাপ দিলে যখন বাষ্পে পরিণত হয়গ) চিনিকে পানিতে দ্রবীভূত করা হয়ঘ) জিঙ্ক (Zn)ও সালফিউরিক এসিডের (H2SO4) বিক্রিয়া১৫৪. SO2, CO2, H2S প্রভৃতির বৈশিষ্ট্য হলো, নির্দিষ্ট-
i. স্ফুটনাংক
ii. আয়তন
iii. ভর
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii১৫৫. আমোনিয়া গ্যাস বায়ুর সাথে মিশলে তা-ক) নীল লিটমাসকে লাল করেখ) লাল লিটমাসকে নীল করেগ) লিটমাস পেপারের বর্ণ অপরিবর্তিত থাকেঘ) নীল লিটমাস বর্ণহীন হয়ে যায়১৫৬. গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নির্ণয় করতে ব্যবহৃত হয় কোনটি?ক) ব্যারোমিটারখ) ক্যালরিমিটারগ) থার্মোমিটারঘ) ন্যানোমিটার১৫৭. একটি তরল 1000C তাপমাত্রায় বাষ্পীভূত হয়। তরলটির অন্য কোন বৈশিষ্ট্যর দ্বারা প্রমাণিত হয় যে, এটি বিশুদ্ধ পানি?ক) বাষ্পীভূত হওয়ার পর কোন অবশিষ্ট থাকে নাখ) এটি 00C তাপমাত্রায় কঠিন অবস্থা প্রাপ্ত হয়গ) এটি অম্লীয় বা ক্ষারীয় নয়ঘ) এটি বর্ণহীন১৫৮. নিচের কোনটি প্রাকৃতিক গ্যাস?ক) বায়োগ্যাসখ) মিথেনগ) হিলিয়ামঘ) হাইড্রোজেন১৫৯. নিচের কোনটির আন্তঃআণবিক শক্তি বেশি?ক) কেরোসিনখ) সাধারণ লবণগ) পানিঘ) নাইট্রোজেন১৬০. CNG চালিত যানবাহনের কোন গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়?ক) মিথেনখ) ইথেনগ) বিউটেনঘ) অকটেন১৬১. তাপশক্তির প্রভাবে গ্যাসের কণাগুলোর ক্ষেত্রে কীরূপ পরিবর্তন ঘটে?ক) আন্তঃআণবিক শক্তি বৃদ্ধি পায়খ) গতিশক্তি হ্রাস পায়গ) আন্তঃআণবিক শক্তি ও গতিশক্তি সমান হয়ঘ) তীব্রবেগে এলোমেলোভাবে ছুটাছুটি করে১৬২. জীবাশ্ম জ্বালানির নানাবিধ ব্যবহার রয়েছে। কোনটি যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়?ক) মিথেনখ) সি.এন.জিগ) বিউটেনঘ) প্রোপেন১৬৩. সমসত্ত্ব মিশ্রণের-ক) সকল অংশে উপাদানের অনুপাত একই হয়খ) উপাদানের ধর্ম পরিবর্তিত হয়গ) একেক অংশে উপাদানের অনুপাত ভিন্নঘ) উপাদান অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়১৬৪. কোন অবস্থায় পদার্থের আয়তন নির্দিষ্ট থাকে?ক) কঠিনখ) তরলগ) গ্যাসীয়ঘ) বাষ্পীয়১৬৫. পানি ফুটা শুরু করে সম্পূর্ণ বাষ্পে পরিণত না হওয়া পর্যন্ত তাপ দিলেও তাপমাত্রা বাড়ে না, এর কারণ কোনটি?ক) পানি তাপ শোষণ করেখ) পানি তাপ নির্গত করেগ) পরিপার্শ্বের বস্তুসমূহ তাপ শোষণ করেঘ) বাষ্প তাপ শোষণ করে১৬৬. পানির মধ্যে তরল নীল বা কলমের কালি দিলে তা কোন প্রক্রিয়ায় মিশে যায়?ক) অভিস্রবণ মিশ্রণখ) ব্যাপনগ) অনুব্যাপনঘ) নিঃসরণ১৬৭. সোডিয়াম ক্লোরাইড এর ক্ষেত্রে প্রযোজ্য-
i. এর গলনাঙ্ক উচ্চ
ii. এর আন্তঃআণবিক আকর্ষণ বল প্রবল
iii. এর অণুসমূহের গতিশক্তি খুবই বেশি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii১৬৮. দহন বিক্রিয়া সবসময়-ক) তাপোৎপাদী হয়খ) তাপহারী হয়গ) তাপ উৎপন্ন হয় নাঘ) তাপের উৎপাদ-তাপহারী হয়১৬৯. একই পদার্থকে কীভাবে কঠিন থেকে তরল এবং তরল থেকে গ্যাসীয় অবস্থায় দেওয়া যায়?ক) তাপ প্রয়োগেখ) তাপ হ্রাস করেগ) চাপ প্রয়োগঘ) চাপ হ্রাস করে১৭০. কক্ষ তাপমাত্রায় একটি পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকে। গ্যাসটির-
i. গলনাংক ও স্ফটনাংক কক্ষতাপমাত্রার নিচে অবস্থান করে
ii. গলনাংক কক্ষতাপমাত্রার নিচে কিন্তু স্ফুটনাংক কক্ষতাপমাত্রার উপরে থাকে
iii. কণাসমূহের মধ্যে আন্তঃআণবিক শক্তি সর্বনিম্ন পর্যায়ে থাকে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii১৭১. কঠিন অবস্থায় পদার্থের কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে, এর ফলে-ক) কণাসমূহের গতি তীব্র হয়খ) কণাসমূহের মধ্যে আকর্ষণ বল তীব্র হয়গ) কণাসমূহের মধ্যে বিকর্ষণ বল প্রবল হয়ঘ) কণাসমূহের আন্তঃআণবিক ব্যবধান বেড়ে যায়১৭২. পদার্থের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং ঘনত্ব কী?ক) ভৌত ধর্মখ) রাসায়নিক ধর্মগ) ভৌত ও রাসায়নিক ধর্মঘ) কোনোটিই নয়১৭৩. কঠিন পদার্থ আছে-
i. যার ওজন ও আয়তন আছে
ii. যা স্থান দখল করে
iii. যা বল প্রয়োগে বাধা প্রদান করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii১৭৪. গলনাঙ্ক এমন এক তাপমাত্রা যাতে-ক) কোনো তরল পদার্থ ফুটতে শুরু করেখ) কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয়গ) কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়ঘ) কোনো কঠিন পদার্থ বাষ্পে পরিণত হয়১৭৫. অবস্থাভেদে পদার্থের কণাগুলো গতিশীলতার সঠিক ক্রম কোনটি?ক) কঠিন>তরল>গ্যাসীয়খ) গ্যাসীয়<কঠিন<তরলগ) তরল>গ্যাসীয়>কঠিনঘ) গ্যাসী>তরল>কঠিন১৭৬. তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে পদার্থের-পরিবর্তন ঘটে।ক) ভৌতখ) রাসায়নিকগ) অবস্থারঘ) ভৌত ও রাসায়নিক১৭৭. মোম একটি-
i. হাইড্রোকার্বন
ii. কার্বোহাইড্রেট
iii. জৈব যৌগ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii১৭৮. যার জড়তা আছে তাই-ক) শক্তিখ) পদার্থগ) জড় পদার্থঘ) উপাদান১৭৯. খাবার লবণ ও পানির দ্রবণ এর ক্ষেত্রে-
i. এটি একটি সমসত্ত্ব মিশ্রণ
ii. প্রক্রিয়াটি একটি ব্যাপন প্রক্রিয়া
iii. প্রক্রিয়াটি একটি অনুব্যাপন প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii১৮০. পদার্থের কোন অবস্থায় অণুসমূহের মধ্যে আকর্ষণ শক্তি বেশি থাকে?ক) কঠিনখ) তরলগ) বায়বীয়ঘ) অর্ধতরল১৮১. চাপ প্রয়োগ করলে তরল পদার্থ স্বল্পমাত্রায় সংকুচিত হয়, এর কারণ কোনটি?ক) এতে আন্তঃআণবিক ফাঁকা স্থান বেশি থাকেখ) এতে আন্তঃআণবিক ফাঁকা স্থান থাকে নাগ) এতে আন্তঃআণবিক ফাঁকা স্তান সামান্য থাকেঘ) এতে আন্তঃপারমাণবিক ফাঁকা স্থান বেশি থাকে১৮২. জলীয়বাষ্পকে তরলে পরিণত করা যায়?ক) চাপ অপসারণ করেখ) শীতল করেগ) চাপ অপসারণ বা শীতল করেঘ) চাপ প্রয়োগ বা শীতল করে১৮৩. মোমবাতি জ্বলতে থাকলে-
i. পদার্থের তিনটি অবস্থাই একসাথে দেখা যায়
ii. ভৌত পরিবর্তন ঘটে
iii. রাসায়নিক পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii১৮৪. গলানাঙ্কের ক্ষেত্রে-
i. যে তাপমাত্রায় কঠিন তরলের সৃষ্টি হয় তাই গলনাঙ্ক
ii. বরফের গলনাঙ্ক 00C
iii.গলনাঙ্ক কোনো পদার্থের ভৌত ধর্ম নয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii১৮৫. কোনো বস্তুর আন্তঃআণবিক শক্তি খুব বেশি হলে তা-ক) উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কবিশিষ্ট কঠিন পদার্থখ) সাধারণ তাপমাত্রায় তরলগ) সাধারণ তাপমাত্রায় গ্যাসীয়ঘ) তার ওজন বেশি১৮৬. তাপ প্রয়োগে পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বলের কিরূপ পরিবর্তন ঘটে?ক) বৃদ্ধি পায়খ) হ্রাস পায়গ) অপরিবর্তিত থাকেঘ) শূন্য হয়১৮৭. লোহার গলনাঙ্ক কত?ক) 10630Cখ) 15400Cগ) 36000Cঘ) 8010C১৮৮. পদার্থের-
i. ভর আছে
ii. জায়গা দখল করে
iii. জড়তা আছে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii১৮৯. কোন পদার্থের আন্তঃআণবিক শক্তি বেশি?ক) মধুখ) কেরোসিনগ) মোমঘ) নাইট্রোজেন১৯০. কঠিন থেকে তরলে পরিণত করতে তাপমাত্রা কোথায় পৌঁছাতে হয়?ক) হিমাঙ্কেখ) স্ফুটনাঙ্কেগ) গলনাঙ্কেঘ) শিশিরাঙ্কে১৯১. পানির ক্ষেত্রে প্রযোজ্য-
i. এর স্ফুটনাঙ্ক নিম্ন
ii. এর আন্তঃআণবিক শক্তি ও গতিশক্তির মান প্রায় সমান
iii. এর আন্তঃআনবিক ফাঁকা স্থান খুব বেশি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii১৯২. কোন অবস্থায় পদার্থের কণাগুলো গতিশীলতার সঠিক ক্রম কোনটি?ক) কঠিনখ) তরলগ) গ্যাসীয়ঘ) প্লাজমা১৯৩. চাপের প্রভাবে কোনো অণুসমূহের প্রবাহিত হওয়াকে নিঃসরণ বলে। এর উদাহরণ কোনটি?ক) ময়লার দুর্গন্ধ চারদিকে ছড়ানোখ) KMnO দ্রবণের বর্ণ বেগুনি হওয়াগ) তরলের মধ্যে দ্রবণ কণার চলাচলঘ) গাড়ির চাকা পাংচার হওয়া১৯৪. কোন পদার্থটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম?ক) পাথরখ) পেট্রোলগ) লোহাঘ) কার্বন ডাইঅক্সাইড১৯৫. তরলকে তাপ দিয়ে স্ফুটনাঙ্কে পৌঁছালে তা কোন অবস্থায় পরিণত হয়?ক) কঠিনখ) গ্যাসীয়গ) তরলই থেকে যায়ঘ) কেলাস গঠন করে১৯৬. কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থের কণার গতি-ক) কমখ) সমানগ) বেশিঘ) নগণ্য১৯৭. কোন অবস্থায় পদার্থের কণাগুলো গতিশীল?ক) কঠিনখ) তরলগ) গ্যাসীয়ঘ) সকল অবস্থায়১৯৮. কত অ্যাটমোস্ফিয়ার চাপকে স্বাভাবিক চাপ বলা হয়?ক) একখ) দুইগ) তিনঘ) চার১৯৯. উদ্দীপকের যৌগটির ক্ষেত্রে তাপ প্রদানে বক্ররেখায় কয়টি ধাপ বৃষ্টি হবে?ক) 2খ) 3গ) 4ঘ) 5২০০. নিচের পরিবর্তনসমূহ লক্ষ করো-
i. মোমকে তাপে গলনো একটি রাসায়নিক পরিবর্তন
ii. পানিকে ঠাণ্ডা করল তা বরফে পরিণত হয়
iii. কপার ধাতুকে দীর্ঘ সময় বাতাসে উত্তপ্ত করা একটি রাসায়নিক পরিবর্তন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii২০১. চিনির শরবত হচ্ছে-ক) অসমসত্ব মিশ্রণখ) সমসত্ব মিশ্রণগ) মৌলিক পদার্থঘ) যৌগিক পদার্থ২০২. হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন প্রভূতির-
i. ভর আছে
ii. জায়গা দখল করে
iii. জড়তা আছে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii২০৩. ফুলের সুগন্ধ ছড়ায় কোন প্রক্রিয়ায়?ক) নিঃসরণখ) অনুব্যাপনগ) ব্যাপনঘ) অভিস্রবণ২০৪. রাসায়নিক পরিবর্তনে-
i. সম্পূর্ণ নতুন ধরনের এক বা একাধিক বস্তু সৃষ্টি হয়
ii. রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয়
iii. এ পরিবর্তন স্থায়ী
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii২০৫. পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য ও ধর্ম রয়েছে-
i. কঠিন অবস্থায়
ii. তরল অবস্থায়
iii. গ্যাসীয় অবস্থায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii২০৬. চাপ প্রয়োগে তরল পদার্থের আয়তন-ক) কোনো পরিবর্তন ঘটে নাখ) অতি অল্প মাত্রায় সংকোচনশীলগ) অনেক বেশি সংকোচনশীলঘ) অসংকোচনশীল২০৭. হাসপাতালের সিলিন্ডারে অক্সিজেন গ্যাস ভরা হয়-ক) কম চাপেখ) উচ্চ চাপেগ) মোটামুটি চাপেঘ) কোনো রকম চাপ ছাড়া২০৮. পদার্থের অণুসমূহের গতিশক্তির ফলে-
i. অণুসমূহ দূরে সরে যায়
ii. আন্তঃআণবিক ফাঁকা স্থান বৃদ্ধি পায়
iii. আন্তঃআণবিক আকর্ষণ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii২০৯. কোন পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম?ক) পানিখ) লবণগ) মোমঘ) নাইট্রোজেন২১০. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানের আণবিক ভর কত?ক) 12খ) 12gগ) 16ঘ) 16g২১১. কোন পদার্থটির আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি?ক) পাথরখ) কার্বন ডাই অক্সাইডগ) লোহাঘ) পেট্রোল২১২. নিচের কোনটি যৌগিক পদার্থ?ক) ইটখ) পারদগ) সিলিন্ডার ভরা অক্সিজেন গ্যাসঘ) বেলুন ভরা হিলিয়াম গ্যাস২১৩. প্রেসার কুকারে ভাত রান্না করতে কম সময় লাগে, কারণ
i. কৃত্রিম উপায়ে চাপ বৃদ্ধি করা হয়
ii. অল্প তাপে পানি ফুটতে থাকে
iii. চাপ বৃদ্ধিতে তাপমাত্রা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii২১৪. আন্তঃআণবিক শক্তি পদার্থের কোনটির উপর নির্ভর করে?ক) প্রস্থের উপরখ) পদার্থের ঘনত্বের উপরগ) দৈর্ঘ্যের উপরঘ) প্রকৃতির উপর২১৫. ব্যাপনের বেলায় গ্যাস পাত্রের ভেতরে ও বাইরে বায়ুর চাপ-ক) কমখ) বেশিগ) সমানঘ) ভেতরে বেশি বাইরে কম২১৬. সদ্য ফুটানো এক কাপ গরম টেবিলে রাখেলে-
i. জলীয় বাষ্পের কণা বাতাসে ছড়িয়ে পড়বে
ii. কাপটি এক সময় ঠাণ্ডা হয়ে যাবে
iii. এক সময় কাপটি পানি শূন্য হয়ে যাবে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii২১৭. পদার্থ হলো এমন ভৌত বস্তু যার-
i. ভর আছে
ii. আয়তন আছে
iii. আকার নেই
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iiiনিচের অনুচ্ছেদ ব্যবহার করে ২টি প্রশ্নের উত্তর দাও।
A একটি কঠিন পদার্থ যা খাদ্য লবণ হিসেবে ব্যবহৃত হয়। এর নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন আছে। এর অণুসমূহ দৃঢ় সংবদ্ধ ঘনসন্নিবিষ্ট অবস্থায় থাকে।
২১৮. ‘A’ পদার্থে তাপ প্রয়োগ করলে-
i. আন্তঃআণবিক আকার্ষণ কমে যাবে
ii. অণুসমূহের গতিশক্তি বৃদ্ধি পাবে
iii. আন্তঃআণবিক ফাঁকা স্থান বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii২১৯. সাদা ধোঁয়া কাচনলের ঘন হাইড্রোজেন ক্লোরাইডের কাছাকাছি হয়, কারণ-
i. হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভর অ্যামোনিয়ার চেয়ে বেশি
ii. আণবিক ভর কম হওয়ায় অ্যামোনিয়ার ব্যাপন প্রক্রিয়া দ্রুত হয়
iii. হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভর বেশি হওয়ায় ব্যাপনের হার কম হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii, ও iii
Social Plugin