এস.এস.সি || রসায়ন || অধ্যায় - ৪ পর্যায় সারণি || বহুনির্বচনী প্রশ্ন - উত্তর

 


এস.এস.সি || রসায়ন  ||  অধ্যায় - ৪ পর্যায় সারণি

১. নিচের কোন মৌল বিক্রিয়ায় অংশগ্রহণ করে না?

  • ক) Na
  • খ) Pb
  • গ) He
  • ঘ) Cu
  • সঠিক উত্তর: (গ)

    ২. পর্যায় সারণিতে অবস্থান্তর মৌল কারা?

  • ক) গ্রুপ-৩ ও গ্রুপ-১০
  • খ) গ্রুপ-২ থেকে গ্রুপ-১১
  • গ) গ্রুপ-৩ থেকে গ্রুপ-১২
  • ঘ) গ্রুপ-৩ থেকে গ্রুপ-১১
  • সঠিক উত্তর: (ঘ)

    ৩. পারমাণবিক সংখ্যা হল?

  • ক) প্রোটিন সংখ্যা
  • খ) ইলেকট্রন সংখ্যা
  • গ) নিউট্রন সংখ্যা
  • ঘ) প্রোটন + ইলেকট্রন সংখ্যা
  • সঠিক উত্তর: (ক)

    ৪. ইউরেনিয়ামের পারমাণবিক ভর কত?

  • ক) 395
  • খ) 238.1
  • গ) 3.95x10.22 গ্রাম
  • ঘ) 3.95x10-23
  • সঠিক উত্তর: (খ)

    ৫. কোন ধরনের ক্ষার ধাতুসমূহ মাটিতে থাকে?

  • ক) মৃৎক্ষার ধাতু
  • খ) ক্ষারধাতু
  • গ) হ্যালোজেন
  • ঘ) অর্ধক্ষার ধাতু
  • সঠিক উত্তর: (ক)

    ৬. কোন গ্রুপ দ্বিমৌল অণু গঠন করে?

  • ক) ৮
  • খ) ১৬
  • গ) ১৭
  • ঘ) ১৩
  • সঠিক উত্তর: (গ)

    ৭. একটি গ্রুপের মৌলসমূহের ধর্মের মিল থাকার মূল কারণ কোনটি?

  • ক) মৌলসমূহের পরমাণুর সর্ববহিস্থ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা সমান
  • খ) মৌলসমূহে পরমাণুর নিউক্লিয়াস প্রোটন সংখ্যা সমান
  • গ) মৌলসমূহের পরমাণুর শক্তিস্তরে সংখ্যা সমান
  • ঘ) মৌলসমূহের পরমাণুর আকার সমান
  • সঠিক উত্তর: (ক)

    ৮. ক্ষার ধাতুসমূহের-
    i. যোজনী এক
    ii. আয়নিক বন্ধন গঠনে e ত্যাগ করতে হয়
    iii. ইলেকট্রন আসক্তি বেশি
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)

    ৯. ২৪/১২ Mg মৌলটির সারণিতে নির্দিষ্ট স্থানে অবস্থানের ক্ষেত্রে কোনটির ভূমিকা রয়েছে?

  • ক) পারমাণবিক সংখ্যার
  • খ) পারমাণবিক ভরের
  • গ) প্রোটন সংখ্যার
  • ঘ) ইলেকট্রন বিন্যাসের
  • সঠিক উত্তর: (ঘ)

    ১০. কোন বিজ্ঞানী পর্যায় সারণির জনক বলা হয়?

  • ক) মোসলে
  • খ) নিউল্যান্ড
  • গ) ম্যান্ডেলিফ
  • ঘ) ডোবেরাইনার
  • সঠিক উত্তর: (গ)

    ১১. ক্ষারধাতুসমূহ অধিক সক্রিয় হওয়ায় এর-
    i. ইলেকট্রন আসক্তি কম
    ii. আয়নীকরণ শক্তি বেশি
    iii. আয়নীকরণ শক্তি কম
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)

    ১২. কোনটি রঙিন যৌগ গঠন করে?

  • ক) অবস্থান্তর মৌল
  • খ) ক্ষার ধাতু
  • গ) মৃৎক্ষার ধাতু
  • ঘ) হ্যালোজেন
  • সঠিক উত্তর: (ক)

    ১৩. নিকৃষ্ট ধাতু কোনটি?

  • ক) তামা
  • খ) লোহা
  • গ) পিতল
  • ঘ) পারদ
  • সঠিক উত্তর: (খ)

    ১৪. নিউল্যান্ডের অষ্টক সূত্রের মূল ভিত্তি কী?

  • ক) পারমাণবিক সংখ্যা
  • খ) পারমাণবিক ভর
  • গ) প্রোটন সংখ্যা
  • ঘ) ইলেকট্রন বিন্যাস
  • সঠিক উত্তর: (খ)

    ১৫. সোডিয়াম সর্ববহিঃস্থ খোলকে কয়টি ইলেট্রন থাকে?

  • ক) ১টি
  • খ) ২টি
  • গ) ৩টি
  • ঘ) ৫টি
  • সঠিক উত্তর: (ক)

    ১৬. গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম হয়-

  • ক) ধাতুর
  • খ) অপধাতুর
  • গ) পরিবাহীর
  • ঘ) অধাতুর
  • সঠিক উত্তর: (ঘ)

    ১৭. পরমাণুটির কতকগুলো ধর্ম হল-
    i. এটি অধাতু এবং দ্বিপরমাণুক
    ii. এর জারণমান +১
    iii. হাইড্রাইড যৌগে এটি তড়িৎ ঋণাত্মক
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)

    ১৮. হ্যালোজেন শব্দের অর্থ কী?

  • ক) লবণ গঠনকারী
  • খ) সামুদ্রিক লবণ
  • গ) সক্রিয় মৌল
  • ঘ) অম্ল উৎপাদনকারী
  • সঠিক উত্তর: (ক)

    ১৯. কোনটি অবস্থান্তর মৌল?

  • ক) পটাসিয়াম
  • খ) ক্যালসিয়াম
  • গ) আয়রন
  • ঘ) বোরন
  • সঠিক উত্তর: (গ)

    ২০. জন ডাল্টন পারমাণবিক তত্ত্ব উপস্থাপন করেন-

  • ক) অষ্টাদশ শতাব্দীর শুরুতে
  • খ) অষ্টাদশ শতাব্দীর শেষে
  • গ) উনবিংশ শতাব্দীর শুরুতে
  • ঘ) উনবিংশ শতাব্দীর শেষে
  • সঠিক উত্তর: (গ)

    ২১. একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে মৌলসমূহ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে-
    i. মৌলের অক্সাইড উৎপন্ন করে
    ii. বাম দিকের মৌলগুলোর অক্সাইড ক্ষারধর্মী
    iii. বাম দিকের মৌলগুলোর অক্সাইড অম্লধর্মী
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)

    ২২. S2- এর ইলেকট্রন বিন্যাস কোনটি?

  • ক) 2,8,2
  • খ) 2,8,4
  • গ) 2,8,6
  • ঘ) 2,8,8
  • সঠিক উত্তর: (ঘ)

    ২৩. একই পর্যায়ে বাম থেকে ডানে মৌলের-
    i. আকার হ্রাস পায়
    ii. আয়নিকরণ শক্তি বাড়ে
    iii. পরমাণুর আকার খুবই বড়
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)

    ২৪. Na মৌলটি যে গ্রুপে অবস্থিত সে গ্রুপের নিচ থেকে উপরে-
    i. পরমাণুর আকার হ্রাস পায়
    ii. ধাতব ধর্ম হ্রাস পায়
    iii. সক্রিয়তা বৃদ্ধি পায়
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)

    ২৫. মৌলটি সম্পর্কে তথ্যসমূহ-
    i. এর প্রকৃতি ভঙ্গর
    ii. এর অক্সাইড ডাইমার বা বৃহৎ অণু গঠন করে
    iii. এর অণুতে ৪টি পরমাণু বিদ্যমান
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)

    ২৬. একই পর্যায়ে যতই বাম থেকে ডানে যাওয়া যায় ততই-
    i. পরমাণুর আকার হ্রাস পায়
    ii. পরমাণুতে স্তর সংখ্যা একই থাকে
    iii. পরমাণুতে একটি করে ইলেকট্রন যুক্ত হয়
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)

    ২৭. রুশ বিজ্ঞানী ম্যান্ডেলিফ সর্বপ্রথম কতটি মৌল নিয়ে আধুনিক পর্যায় সারণি প্রবর্তন করেন?

  • ক) ৬৭
  • খ) ৩০
  • গ) ২৫
  • ঘ) ১৪
  • সঠিক উত্তর: (ক)

    ২৮. পর্যায় সারণির ৩য় পর্যায়ে কতটি মৌল বিদ্যামান?

  • ক) ২টি
  • খ) ৪টি
  • গ) ১৮টি
  • ঘ) ৩২টি
  • সঠিক উত্তর: (খ)

    ২৯. কোনটি ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস?

  • ক) 2,8,8,1
  • খ) 2,8,8,2
  • গ) 2,8,1
  • ঘ) 2,8,2
  • সঠিক উত্তর: (খ)

    ৩০. পর্যায় সারীণিতে সালফারের অবস্থান কোন গ্রুপে?

  • ক) ১৭
  • খ) ৯
  • গ) ১৬
  • ঘ) ২
  • সঠিক উত্তর: (গ)

    ৩১. হ্যালোজেন শব্দের অর্থ কী গঠনকারী?

  • ক) চিনি
  • খ) গ্যাস
  • গ) লবণ
  • ঘ) তরল পানি
  • সঠিক উত্তর: (গ)

    ৩২. ৩য় পর্যায়ে কোনো মৌলের পরমাণুর সর্ববহিঃস্থ শক্তিস্তরে সাতটি ইলেকট্রন থাকলে সেটি কোন গ্রুপকে নির্দেশ করবে?

  • ক) ৭
  • খ) ১৪
  • গ) ১৭
  • ঘ) ১৮
  • সঠিক উত্তর: (গ)

    ৩৩. মোসলে কত সালে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন?

  • ক) ১৬১৩ সালে
  • খ) ১৭১৩ সালে
  • গ) ১৮১৩ সালে
  • ঘ) ১৯১৩ সালে
  • সঠিক উত্তর: (ঘ)

    ৩৪. ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন গঠন করে-
    i. সোডিয়াম
    ii. ম্যাগনেসিয়াম
    iii. ফসফরাস
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)

    ৩৫. ক্লোরিন পরমাণুর ইলেট্রন বিন্যাস কোনটি?

  • ক) 2,8,1
  • খ) 2,8
  • গ) 2,8,8
  • ঘ) 2,8,7
  • সঠিক উত্তর: (ঘ)

    ৩৬. কোন মৌলগুলোর ধর্মের মধ্যে সাদৃশ্য লক্ষ করা যায়?

  • ক) সোডিয়াম ও ক্লোরিন
  • খ) সোডিয়াম ও অ্যালুমিনিয়াম
  • গ) সোডিয়াম ও পটাসিয়াম
  • ঘ) সোডিয়াম ও স্ক্যান্ডিয়াম
  • সঠিক উত্তর: (গ)

    ৩৭. হ্যালোজেনসমূহ কীভাবে হ্যালাইড আয়ন গঠন করে?

  • ক) ইলেকট্রন গ্রহনের মাধ্যমে
  • খ) ইলেকট্রন ত্যাগের মাধ্যমে
  • গ) ইলেকট্রন শেয়ারের মাধ্যমে
  • ঘ) ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে
  • সঠিক উত্তর: (ক)

    ৩৮. কী আবিষ্কারের পর অষ্টক সূত্র পরিবর্তিত হয়ে যায়?

  • ক) নিষ্ক্রিয় গ্যাস
  • খ) হ্যালোজেন
  • গ) ক্ষার ধাতু
  • ঘ) মৃৎক্ষার ধাতু
  • সঠিক উত্তর: (ক)

    ৩৯. নিচের মৌলসমূহের মধ্যে কোনটি বেশি সক্রিয়?

  • ক) CI
  • খ) F
  • গ) Br
  • ঘ) I
  • সঠিক উত্তর: (খ)

    ৪০. ক্ষার ধাতুসমূহের হাইড্রোক্সাইডের সাধারণ সংকেত কোনটি?

  • ক) M2OH
  • খ) M(OH)2
  • গ) MOH
  • ঘ) M2(OH)3
  • সঠিক উত্তর: (গ)

    ৪১. মৌলের রাসায়নিক ধর্ম মূলত কী দ্বারা নিদের্শিত হয়?

  • ক) ইলেকট্রন বিন্যাস
  • খ) আন্তঃআণবিক শক্তি
  • গ) পারমাণবিক ভর
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ক)

    ৪২. কোনটি ল্যানথানাইড বর্ণ?

  • ক) Za-Lr
  • খ) La-Lu
  • গ) Ce-Lu
  • ঘ) Tn-Lr
  • সঠিক উত্তর: (খ)

    ৪৩. ধাতু কয়টি?

  • ক) ২২টি
  • খ) ২৩টি
  • গ) ১৮টি
  • ঘ) ২৪টি
  • সঠিক উত্তর: (ক)

    ৪৪. কপার ধাতু ব্যবহৃত হয়-
    i. পিতল তৈরিতে
    ii. মুদ্রা তৈরিতে
    iii. বৈদ্যুতিক তারে
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)

    ৪৫. কোন গ্রুপের মৌলসমূহের প্রত্যেকেই নরম ধাতু?

  • ক) গ্রুপ-১
  • খ) গ্রুপ-২
  • গ) গ্রুপ-১৩
  • ঘ) গ্রুপ-১৪
  • সঠিক উত্তর: (ক)

    ৪৬. মৃৎক্ষার ধাতু-
    i. মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে থাকে
    ii. আয়নিক যৌগ গঠন করে
    iii. পানির সাথে বিক্রিয়া করে না
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)

    ৪৭. অক্সিজেন ও সালফারের অবস্থান পর্যায় সারণির ১৬ নং গ্রুপে, কারণ-
    i. এদের উভয়ের সর্ববহিস্থ শক্তিস্তরে ৬টি ইলেকট্রন বিদ্যমান
    ii. এদের পর্যায়ে ১০টি গ্রুপ ফাঁকা থাকে
    iii. এদের সর্ববহিস্থ শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা ১৬
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)

    ৪৮. পর্যায় সারণিতে কোন মৌল কোন গ্রুপে অবস্থিত তা বোঝাতে প্রয়োজন-
    i. শক্তি স্তরের সংখ্যা
    ii. পারমাণবিক সংখ্যা
    iii. সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)

    ৪৯. অধাতু কোনটি?

  • ক) সালফার
  • খ) কপার
  • গ) জিংক
  • ঘ) সিলিকন
  • সঠিক উত্তর: (ক)

    ৫০. পর্যায় সারণির ২ নং গ্রুপের মৌলগুলোর বৈশিষ্ট্য হলো-
    i. এরা দুটি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন গঠন করে
    ii. এদের যোজনী ৪
    iii. এদের অক্সাইডসমূহ পানিতে ক্ষারীয় দ্রবণ তৈরি করে
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)

    ৫১. Rn পরমাণুর শেষ কক্ষে ইলেকট্রন কয়টি?

  • ক) 0
  • খ) 7
  • গ) 8
  • ঘ) 10
  • সঠিক উত্তর: (গ)

    ৫২. অবস্থান্তর মৌলসমূহ কী ধরনের যৌগ গঠন করে?

  • ক) নিষ্ক্রিয়
  • খ) আয়নিক
  • গ) সমযোজী
  • ঘ) সন্নিবেশ সমযোজী
  • সঠিক উত্তর: (খ)

    ৫৩. পারদ বা মার্কারি-
    i. একটি তরল পদার্থ
    ii. পর্যায় সারণিতে এর অবস্থান ৬ষ্ঠ পর্যায়ে
    iii. এর সর্ব বহিঃস্থ শক্তিস্তরে ২টি ইলেকট্রন বিদ্যমান
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)

    ৫৪. পর্যায় সারণিতে ১৭ গ্রুপে কতটি মৌল বিদ্যমান?

  • ক) ৪টি
  • খ) ৫টি
  • গ) ৬টি
  • ঘ) ৭টি
  • সঠিক উত্তর: (খ)

    ৫৫. পর্যায় সারণির ২ নং পর্যায়ে কয়টি মৌল রয়েছে?

  • ক) ২টি
  • খ) ৪টি
  • গ) ১০টি
  • ঘ) ১৮টি
  • সঠিক উত্তর: (খ)

    ৫৬. অভিজাত ধাতু হচ্ছে-
    i. সোনা
    ii. দস্তা
    iii. রূপা
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)

    ৫৭. 16-গ্রুপের মৌলের অক্সাইড কোনটি?

  • ক) SO2
  • খ) NO2
  • গ) AI2O3
  • ঘ) CI2O7
  • সঠিক উত্তর: (ক)

    ৫৮. কয়টি মৌল ক্ষার ধাতু হিসেবে পরিচিত?

  • ক) ৯ টি
  • খ) ৮ টি
  • গ) ৬ টি
  • ঘ) ৫ টি
  • সঠিক উত্তর: (গ)

    ৫৯. একই পর্যায় বাম থেকে ডানে যতই যাওয়া যায় পর্যায়বৃত্ত ধর্মের কীরূপ পরিবর্তন ঘটে?

  • ক) ধাতু ধর্ম বৃদ্ধি পায়
  • খ) পরমাণুর আকার বাড়ে
  • গ) সক্রিয়তা কমে এবং পরে বাড়তে থাকে
  • ঘ) যোজনী কমে এবং আবার বাড়তে থাকে
  • সঠিক উত্তর: (গ)

    ৬০. Ca2+ এর ইলেকট্রন বিন্যাস কোনটি?

  • ক) 2,8,8,2
  • খ) 2,8,8,
  • গ) 2,8,1
  • ঘ) 2,8,18,2
  • সঠিক উত্তর: (খ)

    ৬১. পারমাণবিক ভর অনুযায়ী সাজালে K এর স্থান কোথায় হবে?

  • ক) Ne এর পূর্বে
  • খ) Ar এর পূর্বে
  • গ) Ar এর পরে
  • ঘ) Kr এর পরে
  • সঠিক উত্তর: (খ)

    ৬২. পর্যায় সারণির-
    i. প্রথম পর্যায়ে ২ টি মৌল আছে
    ii. দ্বিতীয় পর্যায়ে ৪টি মৌল আছে
    iii. তৃতীয় পর্যায়ে ১৮টি মৌল আছে
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)

    ৬৩. কম সক্রিয় ধাতু কোনগুলো?

  • ক) জিংক, তামা
  • খ) তামা, পারদ
  • গ) সোনা, রূপা
  • ঘ) সোনা, তামা
  • সঠিক উত্তর: (গ)

    ৬৪. ২০১২ সাল পর্যন্ত কতটি মৌল শনাক্ত করা হয়েছে?

  • ক) ১১৪
  • খ) ১১৮
  • গ) ১১৬
  • ঘ) ১১৭
  • সঠিক উত্তর: (খ)

    ৬৫. একই পর্যায় বাম থেকে ডানদিকে গেলে-
    i. মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়
    ii. মৌলের আকার বৃদ্ধি পায়
    iii. মৌলের ধাতব ধর্ম হ্রাস পায়
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)

    ৬৬. নিচের কোন মৌলে অধাতব বৈশিষ্ট্য সর্বাধিক?

  • ক) C
  • খ) P
  • গ) N
  • ঘ) Si
  • সঠিক উত্তর: (গ)

    ৬৭. কোন গ্রুপের মৌলসমূহ মাটিতে থাকে?

  • ক) এক
  • খ) দুই
  • গ) সাত
  • ঘ) সতেরো
  • সঠিক উত্তর: (খ)

    ৬৮. চতুর্থ ও পঞ্চম পর্যায়ে কতটি করে মৌল আছে?

  • ক) ৮টি
  • খ) ১৮টি
  • গ) ২২টি
  • ঘ) ৩২টি
  • সঠিক উত্তর: (খ)

    ৬৯. কত সালে ল্যাভয়াসিয়ে মৌলসমূহকে তিনটি ভাগে ভাগ করেন?

  • ক) ১৭৮৭
  • খ) ১৭৭৯
  • গ) ১৮৭৯
  • ঘ) ১৭৮৯
  • সঠিক উত্তর: (ঘ)

    ৭০. সাধারণ অবস্থায় তরল কোন ক্ষার ধাতু?

  • ক) সিজিয়াম
  • খ) রুবিনিয়াম
  • গ) লিথিয়াম
  • ঘ) পটাসিয়াম
  • সঠিক উত্তর: (ক)

    ৭১. হ্যালোজেন সমূহের ‘ঘনত্ব’ পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে কীরূপ হয়?

  • ক) কমে
  • খ) তরল
  • গ) বায়বীয়
  • ঘ) তেজস্ক্রিয়তা
  • সঠিক উত্তর: (গ)

    ৭২. মুদ্রা ধাতুসমূহের অবস্থান পর্যায় সারণির কত নং গ্রুপে?

  • ক) 11
  • খ) 12
  • গ) 13
  • ঘ) 14
  • সঠিক উত্তর: (ক)

    ৭৩. পর্যায় সারণিতে কতটি পর্যায় আছে?

  • ক) ৭টি
  • খ) ৮টি
  • গ) ৯টি
  • ঘ) ১৮টি
  • সঠিক উত্তর: (ক)

    ৭৪. পর্যায় সারণিতে একটি মৌলের অবস্থান তৃতীয় গ্রুপে হয় যদি তার-

  • ক) ইলেকট্রন তিনটি স্তরে থাকে
  • খ) সর্বশেষ স্তরে তিনটি ইলকট্রন থাকে
  • গ) তিনটি প্রোট্র থাকে
  • ঘ) তিন বহুরূপ থাকে
  • সঠিক উত্তর: (খ)

    ৭৫. পর্যায় সারণির কোন গ্রুপের মৌল পানির সাথে বিক্রিয়া করে সহজেই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে?

  • ক) গ্রুপ-১
  • খ) গ্রুপ-৩
  • গ) গ্রুপ-৪
  • ঘ) গ্রুপ-৬
  • সঠিক উত্তর: (ক)

    ৭৬. অপধাতুর বৈশিষ্ট্য কোনটি?

  • ক) ধাতু বা অধাতু উভয়ের বৈশিষ্ট্য বহন করে
  • খ) ধাতু ও অধাতু কোনটির বৈশিষ্ট্য বহন করে না
  • গ) নির্দিষ্ট সময় পর পর ধাতু বৈশিষ্ট্য বহন করে
  • ঘ) কখনও ধাতু ও কখনও অধাতু কখনও স্বতন্ত্র আচরণ করে
  • সঠিক উত্তর: (ক)

    ৭৭. কোনো মৌলের পর্যায় সংখ্যা কীসের সমান হয়?

  • ক) গ্রুপের সংখ্যা
  • খ) কক্ষপথের সংখ্যা
  • গ) পারমাণবিক সংখ্যা
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (খ)

    ৭৮. কোন বিজ্ঞানী পর্যায় সারণি প্রবর্তনের সম্মান দেওয়া হয়?

  • ক) লুথার মেয়ার
  • খ) নিউল্যান্ড
  • গ) মোসলে
  • ঘ) ম্যান্ডেলিফ
  • সঠিক উত্তর: (ঘ)

    ৭৯. মেন্ডেলিফের পর্যায় সারণির ভিত্তি কী ছিল?

  • ক) পারমাণবিক সংখ্যা
  • খ) ইলেকট্রন সংখ্যা
  • গ) নিউট্রন সংখ্যা
  • ঘ) পারমাণবিক ভর
  • সঠিক উত্তর: (ঘ)

    ৮০. পর্যায় সারণির শূণ্য গ্রুপে মৌলের সংখ্যা কতটি?

  • ক) ৬টি
  • খ) ৫টি
  • গ) ৪টি
  • ঘ) ৩টি
  • সঠিক উত্তর: (ক)

    ৮১. যেসব মৌল ও অধাতুর উভয়ের বৈশিষ্ট্য থাকে তারা-

  • ক) অর্ধধাতু
  • খ) অপধাতু
  • গ) ধাতু সংকর
  • ঘ) অধাতু সংকর
  • সঠিক উত্তর: (খ)

    ৮২. ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন গঠন করে-
    i. অক্সিজেন
    ii. ক্লোরিন
    iii. ব্রোমিন
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)

    ৮৩. মুদ্রাধাতুগুলো অন্যান্য ধাতুর তুলনায়-

  • ক) সক্রিয়
  • খ) নিস্ক্রিয়
  • গ) একই ধরনের
  • ঘ) আংশিক নিস্ক্রিয়
  • সঠিক উত্তর: (খ)

    ৮৪. পর্যায় সারণিতে হ্যালেজেনসমূহের অবস্থানে ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

  • ক) গ্রুপ ১
  • খ) গ্রুপ ২
  • গ) গ্রুপ ১৬
  • ঘ) গ্রুপ ১৭
  • সঠিক উত্তর: (ঘ)

    ৮৫. রুবিডিয়ামের সর্ববহিঃস্থ স্তরে কতটি ইলেকট্রন আছে?

  • ক) ৪টি
  • খ) ২টি
  • গ) ১৮টি
  • ঘ) ১টি
  • সঠিক উত্তর: (ঘ)

    ৮৬. পর্যায় সারণিতে আর্গন-পটাসিয়াম, আয়োডিন-টেলুরিয়ামের অবস্থানগত জটিলতা দূর হয় কোনটির আবিষ্কারের ফলে?

  • ক) ভর সংখ্যা
  • খ) পারমাণবিক সংখ্যা
  • গ) ইলেকট্রন বিন্যাস
  • ঘ) আইসোটোপ
  • সঠিক উত্তর: (খ)

    ৮৭. হ্যালোজেনের ক্ষেত্রে-
    i. হ্যালোজেনসমূহের যোজনী
    ii. এর উত্তম বিজারকধর্মী
    iii. এদের সক্রিয়তার ক্রম F2 >CI2 >Br2 > I2
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)

    ৮৮. পর্যায় সারণিকে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজালে কোন মৌলের ক্ষেত্রে অসামঞ্জস্য দেখা যায়?

  • ক) হাইড্রোজেন
  • খ) হিলিয়াম
  • গ) পটাসিয়াম
  • ঘ) অক্সিজেন
  • সঠিক উত্তর: (গ)

    ৮৯. সিজিয়াম কোন পর্যায়ে অবস্থিত?

  • ক) তৃতীয় পর্যায়ে
  • খ) চতুর্থ পর্যায়ে
  • গ) পঞ্চম পর্যায়ে
  • ঘ) ষষ্ঠ পর্যায়ে
  • সঠিক উত্তর: (ঘ)

    ৯০. নামকরণকৃত মৌলের কতটি পরীক্ষাগারে উৎপন্ন করা হয়?

  • ক) ৯৮টি
  • খ) ৮৪টি
  • গ) ১৪টি
  • ঘ) ১২টি
  • সঠিক উত্তর: (গ)

    ৯১. পর্যায় সারণি হলো-
    i. বিভিন্ন রাসায়নিক ধারণার প্রতিফলন
    ii. পদার্থ ও তাদের ধর্মের সম্মিলিত রূপ
    iii. রাসায়নিক মৌলসমূহের ছকে সন্নিবেশ
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)

    ৯২. পর্যায় সারণিতে সিলিকনের অবস্থান কোন গ্রুপে?

  • ক) গ্রুপ-২
  • খ) গ্রুপ-১৩
  • গ) গ্রুপ-১৪
  • ঘ) গ্রুপ-১৭
  • সঠিক উত্তর: (গ)

    ৯৩. হ্যালোজেনের মূল উৎস কী?

  • ক) খনিজ
  • খ) সামুদ্রিক লবণ
  • গ) মাটি
  • ঘ) সামুদ্রিক মাছ
  • সঠিক উত্তর: (খ)

    ৯৪. হ্যালোজেনসমূহ ইলেকট্রন-

  • ক) গ্রহণ করে
  • খ) দান করে
  • গ) দান ও গ্রহণ করে
  • ঘ) শেয়ার করে
  • সঠিক উত্তর: (ক)

    ৯৫. অষ্টক তত্ত্ব প্রদান করেন কোন বিজ্ঞানী?

  • ক) নিউল্যান্ড
  • খ) ডোবেরাইনার
  • গ) মোসলে
  • ঘ) ম্যান্ডেলিফ
  • সঠিক উত্তর: (ক)

    ৯৬. সর্ববহিঃস্থ স্তরে ২টি ইলেকট্রন থাকবে কোনটির?

  • ক) ম্যাগনেসিয়ামের
  • খ) কার্বনের
  • গ) ক্লোরিনের
  • ঘ) আর্গনের
  • সঠিক উত্তর: (ক)

    ৯৭. পর্যায় সারণিতে গ্রুপ ১ ও ২ এ যতই নিচের দিকে যাওয়া যায় ততই কীরুপ পরিবর্তন ঘটে?

  • ক) মৌলের পরমাণবিক ভর কমে যায়
  • খ) মৌলগুলো সক্রিয়তা বৃদ্ধি পায়
  • গ) মৌলের সক্রিয়তা কমে
  • ঘ) পারমাণবিক ব্যসার্ধ কমে যায়
  • সঠিক উত্তর: (খ)

    ৯৮. কোনো মৌলের পরমাণুর-
    i. নিউট্রন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে
    ii. ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান
    iii. প্রোটন সংখ্যার পরিবর্তনে পরমাণুর পরিবর্তন হয়
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)

    ৯৯. পর্যায় সারণির খাড়া স্তম্ভগুলোকে কী বলা হয়?

  • ক) পর্যায়
  • খ) গ্রুপ
  • গ) সারি
  • ঘ) লাইন
  • সঠিক উত্তর: (খ)

    ১০০. নিচের কোনটি অপধাতু?

  • ক) সোডিয়াম
  • খ) সিলিকন
  • গ) ম্যাগনেসিয়াম
  • ঘ) আয়রন
  • সঠিক উত্তর: (খ)

    ১০১. হ্যালেজেনসমূহের রাসায়নিক ক্রিয়ায়-
    i. ফ্লোরিন নিম্ন তাপমাত্রায় এবং অন্ধকারেও বিস্ফোরণ সহকারে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়
    ii. ক্লোরিন ও হাইড্রোজেনের বিক্রিয়া একটু উচ্চ তাপমাত্রায় হয়
    iii. আয়োডিন ও হাইড্রোজেনের বিক্রিয়া তাপ ও প্রভাবক প্রয়োজন
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)

    ১০২. ডুবনিয়াম (Db) পারমাণবিক সংখ্যা হলে-

  • ক) 104
  • খ) 108
  • গ) 105
  • ঘ) 107
  • সঠিক উত্তর: (গ)

    ১০৩. সোনার পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয় কত সালে?

  • ক) 1613
  • খ) 1887
  • গ) 1913
  • ঘ) 1916
  • সঠিক উত্তর: (গ)

    ১০৪. পর্যায় সারণির বাম দিকের মৌলগুলো সাধারণত-

  • ক) অপধাতু
  • খ) অধাতু
  • গ) ধাতু
  • ঘ) মৃৎক্ষার
  • সঠিক উত্তর: (গ)

    ১০৫. হ্যালোজেন মৌলগুলোর পর্যায় সারণির কত নং গ্রুপে অবস্থিত?

  • ক) ১৪
  • খ) ১৫
  • গ) ১৬
  • ঘ) ১৭
  • সঠিক উত্তর: (ঘ)

    ১০৬. পর্যায় সারণিতে নাইট্রোজেনর অবস্থান কোথায়?

  • ক) ২য় পর্যায়ের ১৫তম গ্রুপে
  • খ) ৩য় পর্যায়ের ৫ম গ্রুপে
  • গ) ৫ম পর্যায়ের ২য় গ্রুপে
  • ঘ) ৫ম পর্যায়ের ৩য় গ্রুপে
  • সঠিক উত্তর: (ক)

    ১০৭. পটাসিয়ামে পারমাণবিক ভর কত?

  • ক) ১৯
  • খ) ৩৮
  • গ) ৩৯
  • ঘ) ৪০
  • সঠিক উত্তর: (গ)

    ১০৮. পর্যায় সারণি প্রতিষ্ঠায় বিজ্ঞানী মেন্ডোলিফের অবদান অনস্বীকার্য। তাঁর নামানুসারে রাখা মৌলটির পারমাণবিক সংখ্যা কত?

  • ক) ১০০
  • খ) ১০১
  • গ) ১০২
  • ঘ) ১০৩
  • সঠিক উত্তর: (খ)

    ১০৯. প্রায় একই ধর্ম বিশিষ্ট মৌল হচ্ছে-
    i. সোডিয়াম
    ii. পটাসিয়াম
    iii. ম্যাগনেসিয়াম
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)

    ১১০. ক্ষারধাতুসমূহ গলিত অবস্থায়-

  • ক) বিদ্যুৎ অপরিবাহী
  • খ) বিদ্যুৎ অর্ধপরিবাহী
  • গ) বিদ্যু সামান্য পরিবাহী
  • ঘ) বিদ্যু পরিবাহী
  • সঠিক উত্তর: (ঘ)

    ১১১. ‘পালামৌ’ রচনায় যুবতিদের সুরের ঢেউ কোথায় গিয়ে লাগতে লাগল?

  • ক) সুমুদ্রে
  • খ) পাহাড়ে
  • গ) জঙ্গলে
  • ঘ) অশ্বত্থগাছে
  • সঠিক উত্তর: (খ)

    ১১২. অ্যাকটিনাইড বর্গে কয়টি করে মৌল বিদ্যমান?

  • ক) ১৪ টি
  • খ) ১৫ টি
  • গ) ১৮ টি
  • ঘ) ৩০ টি
  • সঠিক উত্তর: (ক)

    ১১৩. পারমাণবিক তত্ত্ব উপস্থাপন করেন?

  • ক) নীলস বোর
  • খ) রাদারফোর্ড
  • গ) মোসলে
  • ঘ) ডান্টন
  • সঠিক উত্তর: (ঘ)

    ১১৪. কোনটি নিকৃষ্ট ধাতু?

  • ক) তামা
  • খ) দস্তা
  • গ) সোডিয়াম
  • ঘ) পটাসিয়াম
  • সঠিক উত্তর: (খ)

    ১১৫. কোন মৌলটির পারমাণবিক আকার ছোট?

  • ক) Na
  • খ) S
  • গ) Rb
  • ঘ) Mg
  • সঠিক উত্তর: (খ)

    ১১৬. কোন গ্যাসটি আগুন নিভাতে সাহায্য করে?

  • ক) H2
  • খ) N2
  • গ) O2
  • ঘ) CO2
  • সঠিক উত্তর: (ঘ)

    ১১৭. আয়নীকরণ শক্তি বেশি হয়-

  • ক) মৃৎক্ষার ধাতুর
  • খ) অধাতুর
  • গ) মুদ্রাধাতুর
  • ঘ) হ্যালোজেনের
  • সঠিক উত্তর: (ঘ)

    ১১৮. কোনটি দ্বারা পর্যায় সারণিতে মৌলের পর্যায় নং নির্ধারণ করা হয়?

  • ক) সর্ববহিস্থ শক্তিসত্তরের ইলেকট্রন সংখ্যা দ্বারা
  • খ) মোট ইলেকট্রন সংখ্যা দ্বারা
  • গ) মৌলের উপস্তরের ইলেকট্রন বিন্যাস দ্বারা
  • ঘ) মৌলের ইলেকট্রন বিন্যাসের স্তর সংখ্যা দ্বারা
  • সঠিক উত্তর: (ঘ)

    ১১৯. পর্যায় সারণিতে একটি মৌল একটি মাত্র স্থান দখল করে কেন?

  • ক) মৌলসমূহের ভর নির্দিষ্ট বলে
  • খ) প্রতিটি মৌলের পারমাণবিক সংখ্যা নির্দিষ্ট বলে
  • গ) প্রতিটি মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম নির্দিষ্ট বলে
  • ঘ) প্রতিটি মৌলের ইলেকট্রন নির্দিষ্ট বলে
  • সঠিক উত্তর: (খ)

    ১২০. নিচের কোনটি মুদ্রা ধাতু?

  • ক) বুবিডিয়াম
  • খ) সিলভার
  • গ) আয়রন
  • ঘ) অ্যালুমিনিয়াম
  • সঠিক উত্তর: (খ)

    ১২১. ক্যালসিয়াম মৌলের সাথে কোনটির ধর্মের মিল রয়েছে?

  • ক) পটাসিয়াম
  • খ) ম্যাগনেসিয়াম
  • গ) অ্যালুমিনিয়াম
  • ঘ) ক্লোরিন
  • সঠিক উত্তর: (ক)

    ১২২. ১৭৮৯ সালে কোন বিজ্ঞানী মৌলসমূহকে একটি ক্রমে বিন্যস্ত করেন?

  • ক) ল্যাভয়সিয়ে
  • খ) নিউল্যান্ড
  • গ) লুথার মেয়র
  • ঘ) ম্যান্ডেলিফ
  • সঠিক উত্তর: (ক)

    ১২৩. পরমাণুর সর্ববহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রন দ্বারা নির্ণয় করা যায়-
    i. গ্রুপ সংখ্যা
    ii. পর্যায় সংখ্যা
    iii. মৌলের যোজনী
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)

    ১২৪. পর্যায় সারণির ২ নং গ্রুপের মৌলসমূহ কী ধরনের?

  • ক) ধাতু
  • খ) অধাতু
  • গ) অপধাতু
  • ঘ) নিষ্ক্রিয় ধাতু
  • সঠিক উত্তর: (ক)

    ১২৫. অ্যালুমিনিয়ামের অবস্থান পর্যায় সারণিতে ৩য় পর্যায় এর কারণ কী?

  • ক) অ্যালুমিনিয়াম পরমাণুতে ইলেকট্রনসমূহ তিনটি স্তরে থাকে
  • খ) অ্যালুমিনিয়াম পরমাণুর সর্বশেষ স্তরে তিনটি ইলেকট্রন আছে
  • গ) অ্যালুমিনিয়ামের যোজনী ৩
  • ঘ) অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভরকে ৩ দ্বারা ভাগ করা যায়
  • সঠিক উত্তর: (ক)

    ১২৬. ‘পালামৌ’ রচনায় হাস্য-উপহাস্যের পর কী শুরু হলো?

  • ক) কান্নাকাটি
  • খ) মারামারি
  • গ) খেলাধুলা
  • ঘ) নাচ
  • সঠিক উত্তর: (ঘ)

    ১২৭. কোন গ্রুপের মৌলগুলোকে ছুরি দিয়ে কাটা যায়?

  • ক) ১ নং
  • খ) ২ নং
  • গ) ১৭ নং
  • ঘ) ১৮ নং
  • সঠিক উত্তর: (ক)

    ১২৮. কোনটি মৃৎক্ষার ধাতু?

  • ক) Cu
  • খ) Zn
  • গ) Sr
  • ঘ) Cs
  • সঠিক উত্তর: (গ)

    ১২৯. কোন মৌলের পারমাণবিক আকার ছোট?

  • ক) S
  • খ) Na
  • গ) Rb
  • ঘ) Mg
  • সঠিক উত্তর: (ক)

    ১৩০. তেজস্ক্রিয় নিস্ক্রিয় গ্যাস কোনটি?

  • ক) আর্গন
  • খ) নিয়ন
  • গ) জেনন
  • ঘ) রেডন
  • সঠিক উত্তর: (ঘ)

    ১৩১. সিজিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটি?

  • ক) 2,8,18,,8,1
  • খ) 2,8,18,18,8,1
  • গ) 2,8,32,8,5
  • ঘ) 2,8,8,32,5
  • সঠিক উত্তর: (খ)

    ১৩২. কোনটিকে নিকৃষ্ট ধাতু বলা হয়?

  • ক) রূপা
  • খ) লোহা
  • গ) সোনা
  • ঘ) তামা
  • সঠিক উত্তর: (খ)

    ১৩৩. অষ্টক তত্ত্ব প্রদান করেন?

  • ক) জন নিউল্যান্ড
  • খ) ম্যান্ডেলিফ
  • গ) লুথার মেয়ার
  • ঘ) মেয়ার
  • সঠিক উত্তর: (ক)

    ১৩৪. অধাতু সমূহের গলনাঙ্ক ধাতু অপেক্ষা কীরূপ?

  • ক) বেশি হয়
  • খ) কম হয়
  • গ) প্রায় সমান হয়
  • ঘ) খুবই নগণ্য হয়
  • সঠিক উত্তর: (খ)

    ১৩৫. পটাসিয়ামের অবস্থান পর্যায় সারণির ৪র্থ পর্যায়ে-
    i. পটাসিয়াম পরমাণুতে ইলেকট্রনসমূহ চারটি স্তরে থাকে
    ii. পটাসিয়ামের যোজনী এক
    iii. পটাসিয়াম পরমাণুর সর্বশেষ স্তরে ইলেকট্রন আছে
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)

    ১৩৬. হ্যালোজেন মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের কিরূপ পরিবর্তন ঘটে?

  • ক) হ্রাস পায়
  • খ) বৃদ্ধি পায়
  • গ) একই থাকে
  • ঘ) অনিয়মিত পরিবর্তন ঘটে
  • সঠিক উত্তর: (খ)

    ১৩৭. ক্ষার ধাতুর মধ্যে ধাতব বন্ধন খুবই-

  • ক) সবল
  • খ) মাঝারি শক্তির
  • গ) দুর্বল
  • ঘ) কম সবল
  • সঠিক উত্তর: (গ)

    ১৩৮. হ্যালোজেনসমূহ-

  • ক) ধাতব মৌল
  • খ) অপধাতব মৌল
  • গ) মুদ্রাধাতব মৌল
  • ঘ) অধাতব মৌল
  • সঠিক উত্তর: (ঘ)

    ১৩৯. Ne মৌলটি পর্যায় সারণিরে শূণ্য গ্রুপে অবস্থিত কারণ-
    i. বহিঃস্থ সেল ইলেকট্রন দ্বারা অষ্টকপূর্ণ
    ii. ইলেকট্রন বিন্যাস কোনো স্তরে বিভক্ত হয় নি
    iii. বহিঃস্থ সেলে ইলেকট্রন সংখ্যা ৮
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)

    ১৪০. আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা (IUPAC) কতটি মৌলকে স্বীকৃতি দিয়েছে?

  • ক) ৯৮টি
  • খ) ১১২টি
  • গ) ১১৪টি
  • ঘ) ১১৮টি
  • সঠিক উত্তর: (গ)

    ১৪১. Na থেকে Ar পর্যন্ত মৌলগুলোর ইলকট্রন বিন্যাসে কয়টি করে শক্তিস্তরে আছে?

  • ক) দুইটি
  • খ) চারটি
  • গ) তিনটি
  • ঘ) ছয়টি
  • সঠিক উত্তর: (গ)

    ১৪২. A= 1s2 2s2 2p6 3s2 3p6 3d3 4s2 মৌলটি পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত?

  • ক) Group-2
  • খ) Group-5
  • গ) Group-11
  • ঘ) Group-13
  • সঠিক উত্তর: (খ)

    ১৪৩. কোনটি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস?

  • ক) 2,8
  • খ) 2,8,1
  • গ) 2,8,8,1
  • ঘ) 2,8,8,2
  • সঠিক উত্তর: (খ)

    ১৪৪. Kr-এর ইলেকট্রন বিন্যাস কোনটি?

  • ক) 2,8,18,8
  • খ) 2,8,8
  • গ) 2,8
  • ঘ) 2,8,8,8
  • সঠিক উত্তর: (ক)

    ১৪৫. জাকগাড়ি কী?

  • ক) দ্রুতগামী গাড়ি
  • খ) চিঠিপত্র বহনকারী গাড়ি
  • গ) ময়লা ফেলার গাড়ি
  • ঘ) মালগাড়ি
  • সঠিক উত্তর: (খ)

    ১৪৬. হ্যালোজেনসমূহ সাধারণত-

  • ক) এক পরমাণুক
  • খ) ত্রি-পরমাণুক
  • গ) দ্বি-পরমাণুক
  • ঘ) অ-পরমাণুক
  • সঠিক উত্তর: (গ)

    ১৪৭. পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস ও ক্ষার দ্রবণ তৈরি করে?

  • ক) মৃতক্ষার ধাতু
  • খ) ক্ষার ধাতু
  • গ) মুদ্রাধাতু
  • ঘ) হ্যালোজেনসমূহ
  • সঠিক উত্তর: (খ)

    ১৪৮. কোন মৌলে গ্রুপ সংখ্যা সমান হয়?

  • ক) মৌলের সর্বমোট ইলেকট্রন সংখ্যা
  • খ) পারমাণবিক সংখ্যার
  • গ) মৌলের সর্বশেষ স্তরের ইলেকট্রন সংখ্যা
  • ঘ) ইলেকট্রন বিন্যাসের উপর
  • সঠিক উত্তর: (গ)

    ১৪৯. মৃৎক্ষার ধাতুর সাথে হ্যালোজেনের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?

  • ক) হাইড্রাইড
  • খ) হ্যালোজেন গ্যাস
  • গ) ধাতব হ্যালাইড
  • ঘ) লবণ ও পানি
  • সঠিক উত্তর: (গ)

    ১৫০. পর্যায় সারণিতে গ্রুপ-২ এর মৌলসমুহের যতই নিচের দিকে যাওয়া যায় য্তই-
    i. ইলেকট্রনের একটি নতুন স্তর যুক্ত হয়
    ii. আণবিক ব্যসার্ধ বৃদ্ধি পায়
    iii. মৌলসমূহের সক্রিয়তা বৃদ্ধি পায়
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)

    ১৫১. পর্যায় সারণি প্রতিষ্ঠায় ‘অষ্টক তত্ত্ব’ ধারণাটি কার?

  • ক) ডোবরিনার
  • খ) ম্যান্ডেলিফ
  • গ) মোসলে
  • ঘ) নিউল্যান্ড
  • সঠিক উত্তর: (ঘ)

    ১৫২. আবিষ্কৃত মৌলসমূহের মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় কয়টি?

  • ক) ৯৬
  • খ) ৯৭
  • গ) ৯৮
  • ঘ) ৯৯
  • সঠিক উত্তর: (গ)

    ১৫৩. পর্যায় সারণিতে ১৮ গ্রুপের মৌলের সাধারণ অবস্থা?
    i. গ্যাসীয়
    ii. নিস্ক্রিয়
    iii. অষ্টক পূর্ণ
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)

    ১৫৪. কত সালে পর্যায় সারণি আবিষ্কৃত হয়?

  • ক) ১৮৮৯
  • খ) ১৮৭৯
  • গ) ১৮৬৯
  • ঘ) ১৮৫৯
  • সঠিক উত্তর: (গ)

    ১৫৫. কয়টি মৌলকে প্রাথমিক মৌল নামে অভিহিত করা হয়?

  • ক) ৮৪
  • খ) ৮৩
  • গ) ৮২
  • ঘ) ৮১
  • সঠিক উত্তর: (ক)

    ১৫৬. একই পর্যায়ে যতই ডান দিকে যাওয়া যায় ততই-
    i. ধাতু ধনাত্মক পায়
    ii. তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল
    iii. পরমাণুর আকার খুবই বড় নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)

    ১৫৭. মৌলটির গ্রুপ ও পর্যায় সংখ্যা যথাক্রমে কত?

  • ক) ১৬.৩
  • খ) ১৪.২
  • গ) ১৬.২
  • ঘ) ১৪.৩
  • সঠিক উত্তর: (গ)

    ১৫৮. কোনটিকে অভিজাত ধাতু বলা হয়?

  • ক) সোনা
  • খ) লোহা
  • গ) দস্তা
  • ঘ) অ্যালুমিনিয়াম
  • সঠিক উত্তর: (ক)

    ১৫৯. পর্যায় সারণি উদ্ভাবনে কার অবদান সবচেয়ে বেশি?

  • ক) মেন্ডেল
  • খ) মেন্ডেলিফ
  • গ) অ্যাভোগেন্ড্রো
  • ঘ) নিউটন
  • সঠিক উত্তর: (খ)

    ১৬০. মৌলের পরমাণুর ইলকট্রনের শক্তি স্তরই হল-

  • ক) পর্যায় সংখ্যা
  • খ) গ্রুপ সংখ্যা
  • গ) গ্রুপ + পর্যায় সংখ্যা
  • ঘ) মৌলের অবস্থান নির্দেশক
  • সঠিক উত্তর: (ক)

    ১৬১. পর্যায় সারণিতে তৃতীয় পর্যায়ে মৌল আছে?

  • ক) ১০টি
  • খ) ১২টি
  • গ) ৬টি
  • ঘ) ৮টি
  • সঠিক উত্তর: (ঘ)

    ১৬২. হ্যালোজেনের সক্রিয়তার ক্রম হলো-

  • ক) F2 >Cl2 >Br2 >I2
  • খ) F2 >Cl2 >I2 > Br2
  • গ) Cl2 > F2 >B2 >I2
  • ঘ) F2 > I2 >Br2 >F2
  • সঠিক উত্তর: (ক)

    ১৬৩. পর্যায় সারণিতে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান কোন গ্রুপে?

  • ক) ১৮
  • খ) ১৭
  • গ) ১৬
  • ঘ) ১৫
  • সঠিক উত্তর: (ক)

    ১৬৪. আর্গনের পারমাণবিক সংখ্যা কত?

  • ক) 16
  • খ) 18
  • গ) 36
  • ঘ) 54
  • সঠিক উত্তর: (খ)

    ১৬৫. Ft, Co, Ni পর্যায় সারণির কোন পর্যায়ে অবস্থিত?

  • ক) ২য়
  • খ) ৩য়
  • গ) ৪র্থ
  • ঘ) ৫ম
  • সঠিক উত্তর: (গ)

    ১৬৬. পর্যায় সারণির মৌলসমূহের বেশির ভাগই কত শতাব্দীতে আবিষ্কৃত হয়েছিল?

  • ক) ষোড়শ
  • খ) সপ্তদশ
  • গ) অষ্টাদশ
  • ঘ) উনবিংশ
  • সঠিক উত্তর: (গ)

    ১৬৭. পর্যায় সারণির কোন পর্যায় এখনও অসম্পূর্ণ?

  • ক) তৃতীয়
  • খ) চতুর্থ
  • গ) ষষ্ঠ
  • ঘ) ৭ম
  • সঠিক উত্তর: (ঘ)

    ১৬৮. নিচের কোনটি পর্যায় সারণির ক্ষার ধাতুসমূহের সাথে অবস্থান করে?

  • ক) ফ্লোরিন
  • খ) বোরন
  • গ) হিলিয়াম
  • ঘ) হাইড্রোজেন
  • সঠিক উত্তর: (ঘ)

    ১৬৯. ক্ষার হল সেই সব ক্ষারক যারা-

  • ক) পানিতে অদ্রবণীয়
  • খ) পানিতে দ্রবণীয়
  • গ) পানিতে দ্রবণীয় ও অদ্রবণীয় হতে পারে
  • ঘ) অক্সিজেনের সাথে বিক্রিয়া করে
  • সঠিক উত্তর: (খ)

    ১৭০. পর্যায় সারণির গ্রুপ ২ এর ক্ষেত্রে-
    i. যতই নিচের দিকে যাওয়া যায়, ততই উহপাদের ক্রিয়াশীল বৃদ্ধি পায়
    ii. যতই নিচের দিকে যাওয়া যায়, মৌলসমূহের আকার যতই বৃদ্ধি পায়
    iii. সক্রিয়তা IA গ্রুপ অপেক্ষা বেশি
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)

    ১৭১. একই গ্রুপভুক্ত মৌল হলো-
    i. নাইট্রোজেন
    ii. অক্সিজেন
    iii. সালফার
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)

    ১৭২. এ পর্যন্ত আবিষ্কৃত মৌলগুলোর মধ্যে কতটি প্রকৃতিতে পাওয়া যায়?

  • ক) ৯৮টি
  • খ) ১১২টি
  • গ) ১১৪টি
  • ঘ) ১১৮টি
  • সঠিক উত্তর: (ক)

    ১৭৩. হ্যালেজেন গোত্রের কোন সদস্যটি পানির সাথে সবচেয়ে তীব্রভাবে বিক্রিয়া করে?

  • ক) ক্লোরিন
  • খ) ফ্লুরিন
  • গ) আয়োডিন
  • ঘ) ব্রোমিন
  • সঠিক উত্তর: (খ)

    ১৭৪. ৬ষ্ঠ পর্যায়ে কতটি মৌল আছে?

  • ক) ৪টি
  • খ) ১৮টি
  • গ) ৩২টি
  • ঘ) ৪৮টি
  • সঠিক উত্তর: (গ)

    ১৭৫. নিস্ক্রিয় গ্যাস কয়টি?

  • ক) ছয়
  • খ) সাত
  • গ) আট
  • ঘ) পাঁচ
  • সঠিক উত্তর: (ক)

    ১৭৬. অ্যালুমিনিয়ামের অবস্থান পর্যায় সারণিতে ৩য় পর্যায়ে, কারণ-

  • ক) অ্যালুমিনিয়াম পরমাণুতে ইলকট্রনসমূহ তিনটি স্তরে থাকে
  • খ) অ্যালুমিনিয়াম পরমাণুর সর্বশেষ স্তরে তিনটি ইলেকট্রন আছে
  • গ) অ্যালুমিনিয়ামের যোজনী ৩
  • ঘ) অ্যালুমিনিয়ামের পরমাণবিক ভরকে ৩ দ্বারা ভাগ করা যায়
  • সঠিক উত্তর: (ক)

    ১৭৭. নিম্নোক্ত কোনটি মুদ্রা ধাতু নয়?

  • ক) Cu
  • খ) Ag
  • গ) Au
  • ঘ) Zn
  • সঠিক উত্তর: (ঘ)

    ১৭৮. হাইড্রোজেন পরমাণুতে কয়টি ইলেকট্রন আছে?

  • ক) একটি
  • খ) দুইটি
  • গ) তিনটি
  • ঘ) চারটি
  • সঠিক উত্তর: (ক)

    ১৭৯. কোন মৌলটি তিনটি ইলেকট্রন ধনাত্বক আয়ন গঠন করে?

  • ক) Na
  • খ) Be
  • গ) Cu
  • ঘ) Al
  • সঠিক উত্তর: (ঘ)

    ১৮০. কোন মৌলের পারমাণবিক সংখ্যা ৩৬ হলে পর্যায় সারণিতে তার অবস্থান-
    i. ৫ম পর্যায় সর্ব বামে
    ii. ৪র্থ পর্যায়ে শূণ্য শ্রেণিতে
    iii. ৪র্থ পর্যায়ে সর্ব ডানে
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)

    ১৮১. একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধিতে মৌলসমূহের-
    i. আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়
    ii. ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়
    iii. তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)

    ১৮২. পর্যায় সারণির বৈশিষ্ট্যসমূহ হচ্ছে-
    i. এটিতে ৭টি পর্যায় ও ১৮ টি গ্রুপ বিদ্যমান
    ii. ৬ষ্ঠ ও ৭ম পর্যায়ে ৩২ টি করে মৌল রয়েছে
    iii. গ্রুপ -৩ থেকে গ্রুপ-১১ ও এর মধ্যবর্তী মৌলসমুহ অবস্থান্তর মৌল
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)

    ১৮৩. ক্ষারধাতু তাদের সর্ববহিঃস্থ স্তর থেকে e ত্যাগ করে যে যৌগ গঠন করে তার বন্ধন প্রকৃতি কীরূপ?

  • ক) সমযোজী
  • খ) সন্নিবেশ
  • গ) আয়নিক
  • ঘ) হাইড্রোজেন
  • সঠিক উত্তর: (গ)

    ১৮৪. W মৌলটি কী প্রকৃতির ধাতু?

  • ক) অবস্থান্তর ধাতু
  • খ) ক্ষার ধাতু
  • গ) মৃৎক্ষার ধাতু
  • ঘ) উপধাতু
  • সঠিক উত্তর: (ক)

    ১৮৫. ক্ষার ধাতুর-
    i. কেলাস গঠন দুর্বল
    ii. গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম
    iii. সর্বদাই একযোজী ধনাত্মক আয়ন সৃষ্টি করে
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)

    ১৮৬. আধুনিক পর্যায় সারণিতে মৌলসমূহের অবস্থান নির্ণয় করা হয়-
    i. ইলেকট্রন বিন্যাস অনুসারে
    ii. পারমাণবিক ভর অনুসারে
    iii. পারমাণবিক সংখ্যা অনুসারে
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)

    ১৮৭. পর্যায় সারণি বিভক্ত রয়েছে কতকগুলো-
    i. অনুভূমিক দাবিতে
    ii. ত্রিভুজ ক্ষেত্রে
    iii. খাড়া স্তম্ভে
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)

    ১৮৮. টেলুরিয়ামের পারমাণবিক সংখ্যা ৫২ হলে পর্যায়সারণিতে এর অবস্থান কোথায়?

  • ক) গ্রুপ ১০
  • খ) গ্রুপ ১৭
  • গ) গ্রুপ ১৬
  • ঘ) গ্রুপ ১৫
  • সঠিক উত্তর: (গ)

    ১৮৯. At এর পারমাণবিক সংখ্যা কত?

  • ক) 52
  • খ) 85
  • গ) 84
  • ঘ) 35
  • সঠিক উত্তর: (খ)

    ১৯০. ক্ষার ধাতুর গলনাঙ্ক পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে কী হয়?

  • ক) কমে
  • খ) বাড়ে
  • গ) অপরিবর্তিত থাকে
  • ঘ) কোনো নিয়ম মেনে চলে না
  • সঠিক উত্তর: (ক)

    ১৯১. মুদ্রা ধাতু হলো-
    i. তামা
    ii. দস্তা
    iii. রূপা
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)

    ১৯২. মৃৎক্ষার ধাতু বলা হয় কোন শ্রেণীর মৌলসমূহকে?

  • ক) এক
  • খ) সতেরো
  • গ) দুই
  • ঘ) আঠারো
  • সঠিক উত্তর: (গ)

    ১৯৩. অ্যাক্টিনাইড বর্গে কৃত্রিম মৌল কতটি?

  • ক) ১০ টি
  • খ) ১১ টি
  • গ) ১২ টি
  • ঘ) ১৩ টি
  • সঠিক উত্তর: (খ)

    ১৯৪. নৃত্য আরম্ভ হলে কে কম্পিত কন্ঠে গীতের ‘মহড়া’ আরম্ভ করল?

  • ক) বৃদ্ধ
  • খ) লেখক
  • গ) বালক
  • ঘ) যুবতিরা
  • সঠিক উত্তর: (ক)

    ১৯৫. সালফারের ইলেকট্রন বিন্যাস ২,৮,৬ হলে পর্যায়সারণিতে এর অবস্থান কোন পর্যায়ে?

  • ক) ৬ষ্ঠ পর্যায়ে
  • খ) ৩য় পর্যায়ে
  • গ) ২য় পর্যায়ে
  • ঘ) ৪র্থ পর্যায়ে
  • সঠিক উত্তর: (খ)

    ১৯৬. কোন অধাতুটির বর্ণ লাল?

  • ক) আয়োডিন
  • খ) ব্রোমিন
  • গ) ক্লোরিন
  • ঘ) ফ্লোরিন
  • সঠিক উত্তর: (খ)

    ১৯৭. সোডিয়ামে পর্যায় সারণিতে অবস্থান কোথায়?

  • ক) ১ গ্রুপের তৃতীয় পর্যায়ে
  • খ) ১৭ গ্রুপের তৃতীয় পর্যায়ে
  • গ) ১৩ গ্রুপের প্রথম পর্যায়ে
  • ঘ) ১ গ্রুপের প্রথম পর্যায়ে
  • সঠিক উত্তর: (ক)

    ১৯৮. পর্যায় সারণির সর্বশেষ মৌলটির সংকেত কী?

  • ক) Uus
  • খ) Uuo
  • গ) Uut
  • ঘ) Uup
  • সঠিক উত্তর: (খ)

    ১৯৯. কোনটি পর্যায়বৃত্ত ধর্ম?

  • ক) যোজনী
  • খ) অম্বলত্ব
  • গ) দ্রবনীয়তা
  • ঘ) ক্ষারত্ব
  • সঠিক উত্তর: (ক)

    ২০০. একই পর্যায়ভুক্ত মৌল হলো-
    i. ম্যাগনেসিয়াম
    ii. অ্যালুমিনিয়াম
    iii. ক্যালসিয়াম
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)

    ২০১. পর্যায় সারণির জনক কে?

  • ক) নিউল্যান্ড
  • খ) মেন্ডেলিফ
  • গ) ডোবরিনার
  • ঘ) প্রাউস
  • সঠিক উত্তর: (খ)

    ২০২. হ্যালোজ অর্থ কী?

  • ক) ধাতু
  • খ) অম্ল
  • গ) লবণ
  • ঘ) ক্ষারক
  • সঠিক উত্তর: (গ)

    ২০৩. পর্যায় সারণির ৬ষ্ঠ পর্যায়ের সর্ববামের মৌলটি-
    i. অধাতু
    ii. ক্ষার ধাতু
    iii. 3.34A পারমাণবিক ব্যাসার্ধ বিশিষ্ট
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)

    ২০৪. কোনটি অভিজাত ধাতু?

  • ক) সোনা
  • খ) লোহা
  • গ) তামা
  • ঘ) সীসা
  • সঠিক উত্তর: (ক)

    ২০৫. ফসফরাসের ইলেকট্রন বিন্যাস কোনটি?

  • ক) 2,8,2
  • খ) 2,8,1
  • গ) 2,8,5
  • ঘ) 2,8,8
  • সঠিক উত্তর: (ক)

    ২০৬. গ্রুপ VIIA এর মৌলসমূহ কোন ধরনের যৌগ গঠন করে?

  • ক) আয়নিক যৌগ
  • খ) সমযোজী যৌগ
  • গ) আয়নিক ও সমযোজী যৌগ
  • ঘ) সন্নিবেশ সমযোজী যৌগ
  • সঠিক উত্তর: (গ)

    ২০৭. পর্যায় সারণিতে ফসফরাসের অবস্থান কোথায়?

  • ক) ৩য় পর্যায়, ২ শ্রেণিতে
  • খ) ২য় পর্যায়, ২ শ্রেণিতে
  • গ) ৩য় পর্যায়, ১৫ শ্রেণিতে
  • ঘ) ২য় পর্যায়, ১৫ শ্রেণিতে
  • সঠিক উত্তর: (গ)

    ২০৮. ল্যান্থানাইড বর্গের মৌলের সংখ্যা কতটি?

  • ক) ২৮ টি
  • খ) ১৮ টি
  • গ) ১৫ টি
  • ঘ) ১৪ টি
  • সঠিক উত্তর: (ঘ)

    ২০৯. প্রায় একই ধর্মবিশিষ্ট মৌল হলো-
    i. নাইট্রোজেন
    ii. সালফার
    iii. ফসফরাস
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)

    ২১০. গ্রুপ ১ ধাতুসমূহ একটি করে ইলেকট্রন ত্যাগ করে কী ধরনের আয়ন সৃষ্টি করে?

  • ক) M++
  • খ) M+++
  • গ) M-
  • ঘ) M+
  • সঠিক উত্তর: (ঘ)

    ২১১. ক্ষার ধাতুর ক্ষেত্রে প্রযোজ্য-
    i. এদের যোজনী এক
    ii. এদের ইলেকট্রন আসক্তি কম
    iii. এরা হ্যালোজেনের সাথে আয়নিক বন্ধন গঠন
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)

    ২১২. পরমাণুর পরিবর্তন হয় কোনটির কারণে?

  • ক) প্রোটন সংখ্যার পরিবর্তনে
  • খ) ইলেকট্রন সংখ্যার পরিবর্তনে
  • গ) নিউটন সংখ্যার পরিবর্তনে
  • ঘ) প্রোটন + নিউট্রন সংখ্যার পরিবর্তনে
  • সঠিক উত্তর: (ক)

    ২১৩. কোনটি উপধাতু?

  • ক) পারদ
  • খ) বোরন
  • গ) জিংক
  • ঘ) কপার
  • সঠিক উত্তর: (খ)

    ২১৪. কোনটি পঞ্চম পর্যায়ের মৌল?

  • ক) Ag
  • খ) Br
  • গ) Pt
  • ঘ) Cr
  • সঠিক উত্তর: (ক)

    ২১৫. বিজ্ঞানী রাদারফোর্ডের নামানুসারে রাখা মৌলটির পারমাণবিক সংখ্যা কত?

  • ক) ১০১
  • খ) ১০২
  • গ) ১০৩
  • ঘ) ১০৪
  • সঠিক উত্তর: (ঘ)

    ২১৬. পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে একই গ্রুপের মৌলের আকার কেমন হয়?

  • ক) কমে
  • খ) বাড়ে
  • গ) অপরিবর্তিত থাকে
  • ঘ) পারমাণবিক সংখ্যার সাথে সম্পৃক্ত নয়
  • সঠিক উত্তর: (খ)

    ২১৭. 108 পারমাণবিক সংখ্যার মৌল কোনটি?

  • ক) Mt
  • খ) Bh
  • গ) Jt
  • ঘ) Hs
  • সঠিক উত্তর: (ঘ)

    ২১৮. কোন মৌলটির পারমাণবিক ব্যসার্ধ সবচেয়ে বেশি?

  • ক) Rb
  • খ) Sr
  • গ) Ca
  • ঘ) Cs
  • সঠিক উত্তর: (ঘ)

    ২১৯. পর্যায় সারণিতে একটি মৌলের অবস্থান তয় গ্রুপে হয় , যদি তার-
    i. সর্বশেষ শক্তিস্তরে তিনটি ইলেকট্রন থাকে
    ii. তিনটি আইসোটোপ থাকে
    iii. পারমাণবিক ভর ২৪ হয়
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)

    ২২০. মৌলটির পর্যায় সারণিতে অবস্থান-
    i. ৪র্থ পর্যায়ে
    ii. ২ গ্রুপে
    iii. বাম দিকে
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)

    ২২১. পারমাণবিক সংখ্যার আবিষ্কারক কে?

  • ক) মেন্ডেলিফ
  • খ) কোসেল
  • গ) ডান্টন
  • ঘ) মোসলে
  • সঠিক উত্তর: (ঘ)

    ২২২. সিরকাতে কোন উপাদানটি বিদ্যমান?

  • ক) মিথানয়িক এসিড
  • খ) ইথানয়িক এসিড
  • গ) প্রোপানয়িক এসিড
  • ঘ) হাইড্রোক্লোরিক এসিড
  • সঠিক উত্তর: (খ)

    ২২৩. পর্যায় সারণিতে পটাশিয়ামের অবস্থান কোন পর্যায়ে?

  • ক) চতুর্থ পর্যায়ে
  • খ) তৃতীয় পর্যায়ে
  • গ) দ্বিতীয় পর্যায়ে
  • ঘ) পঞ্চম পর্যায়ে
  • সঠিক উত্তর: (ক)

    ২২৪. পর্যায় সারণির বাম থেকে ডানে অক্সাইডসমূহের অম্লত্ব কিরূপ হয়?

  • ক) বৃদ্ধি পায়
  • খ) হ্রাস পায়
  • গ) অপরিবর্তিত থাকে
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ক)

    ২২৫. গ্রুপ-VHA এর মৌলসমূহ ধাতুর সাথে কী ধরনের যৌগ গঠন করে?

  • ক) আয়নিক যৌগ
  • খ) সমযোজী যৌগ
  • গ) নিষ্ক্রিয় যৌগ
  • ঘ) সন্নিবেশ সমযোজী যৌগ
  • সঠিক উত্তর: (ক)

    ২২৬. O2 আয়নের ইলেকট্রন বিন্যাস কোনটি?

  • ক) 2,2,6
  • খ) 2,8
  • গ) 2,4,4
  • ঘ) 2,8,3
  • সঠিক উত্তর: (খ)

    ২২৭. Cd(48) পর্যায় সারণির কোন গ্রুপের মৌল?

  • ক) দুই
  • খ) বার
  • গ) চৌদ্দ
  • ঘ) চার
  • সঠিক উত্তর: (খ)

    ২২৮. As এর পারমাণবিকব সংখ্যা কত?

  • ক) ৩৩
  • খ) ১৮
  • গ) ৩১
  • ঘ) ৭৯
  • সঠিক উত্তর: (ক)

    ২২৯. কোনটির আকার সবচেয়ে বড়?

  • ক) পটাসিয়াম
  • খ) রুবিডিয়াম
  • গ) সিজিয়াম
  • ঘ) সোডিয়াম
  • সঠিক উত্তর: (গ)

    ২৩০. কোন মৌলটি তুলনামূলক বেশি সক্রিয়?

  • ক) Be
  • খ) Mg
  • গ) Ba
  • ঘ) Al
  • সঠিক উত্তর: (গ)

    ২৩১. ভর অনুযায়ী প্রতি অষ্টম মৌলসমূহের মধ্যে ভৌত ও রাসায়নিক ধর্মের মিল খুজেঁ পান সর্বপ্রথম কোন বিজ্ঞানী?

  • ক) ল্যাভয়সিয়ে
  • খ) নিউল্যান্ড
  • গ) ম্যান্ডেলিফ
  • ঘ) লুথার মেয়র
  • সঠিক উত্তর: (খ)

    ২৩২. মেন্ডেলিফ কোন দেশের বিজ্ঞানী ছিলেন?

  • ক) রাশিয়া
  • খ) হল্যান্ড
  • গ) ফ্রান্স
  • ঘ) ইংল্যান্ড
  • সঠিক উত্তর: (ক)

    ২৩৩. কোন দুটি গ্রুপের মধ্যে প্রায় একই ধর্মের সাদৃশ্য পরিলক্ষিত হয়?

  • ক) ১ ও ২
  • খ) ২ ও ৩
  • গ) ৪ ও ৫
  • ঘ) ৬ ও ৭
  • সঠিক উত্তর: (ক)

    ২৩৪. পারমাণবিক ব্যাসার্ধের সঠিক অধঃক্রম কোনটি?

  • ক) Mg>AI>si
  • খ) P>CI>S
  • গ) AI>CI>S
  • ঘ) S>P>Na
  • সঠিক উত্তর: (ক)

    ২৩৫. একই গ্রুপের সকল মৌলের-
    i. ভৌত ধর্ম একই
    ii. রাসায়নিক ধর্ম একই
    iii. ভৌত ও রাসায়নিক ধর্ম পরিবর্তিত হয়
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)

    ২৩৬. ডোবেরাইনারের ত্রয়ীসূত্র কত সালে প্রকাশিত হয়?

  • ক) ১৮১৯
  • খ) ১৮২৯
  • গ) ১৯২৯
  • ঘ) ১৯২৯
  • সঠিক উত্তর: (খ)

    ২৩৭. এ পর্যন্ত আবিষ্কৃত কতটি মৌলের নামকরণ করা হয়েছে?

  • ক) ৯৮টি
  • খ) ১১২টি
  • গ) ১১৪টি
  • ঘ) ১১৮টি
  • সঠিক উত্তর: (খ)

    ২৩৮. ম্যান্ডেলিফ কত সালে পর্যায় সারণি উদ্ভাবন করেন?

  • ক) ১৮৬৪ সালে
  • খ) ১৮৬৯ সালে
  • গ) ১৮৭৯ সালে
  • ঘ) ১৮৯০ সালে
  • সঠিক উত্তর: (খ)

    ২৩৯. পর্যায় সারণির একই পর্যায় যতই ডান দিকে যাওয়া যায় ততই মৌলসমূহের-
    i. পরমাণুর আকার হ্রাস পায়
    ii. ধাতব ধর্ম হ্রাস পায়
    iii. ধাতব ধর্ম বৃদ্ধি পায়
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)

    ২৪০. একটি মৌলের ইলেকট্রন বিন্যাস 2,8,18,8,2 হলে পর্যায় সারণিতে মৌলটির অবস্থান কোথায়?

  • ক) ৪র্থ পর্যায়ের ২ শ্রেণীতে
  • খ) ৫ম পর্যায়ের ২ শ্রেণীতে
  • গ) ৩য় পর্যায়ের ১ শ্রেণীতে
  • ঘ) ৫ম পর্যায়ের ১৬ শ্রেণীতে
  • সঠিক উত্তর: (খ)

    ২৪১. আধুনিক পদার্থবিদ্যার অন্যতম পথিকৃৎ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। তাঁ নামানুসারে রাখা মৌলটির পারমাণবিক সংখ্যা কত?

  • ক) ৯৯
  • খ) ১০০
  • গ) ১০১
  • ঘ) ১০২
  • সঠিক উত্তর: (ক)

    ২৪২. কে ত্রয়ীসূত্র আবিষ্কার করেন?

  • ক) প্রাইস
  • খ) নিউল্যান্ডস
  • গ) করটয়
  • ঘ) ডোবেরাইনার
  • সঠিক উত্তর: (ঘ)

    ২৪৩. পর্যায় সারণিতে ক্লোরিনের অবস্থান কোন গ্রুপে?

  • ক) গ্রুপ-১
  • খ) গ্রুপ-১৩
  • গ) গ্রুপ-১৫
  • ঘ) গ্রুপ-১৭
  • সঠিক উত্তর: (ঘ)

    ২৪৪. অবস্থান্তর মৌলের-d অরবিটাল ইলেকট্রন দ্বারা-

  • ক) আংশিক পূর্ণ থাকে
  • খ) সম্পূর্ণ পূর্ণ থাকে
  • গ) অর্ধ পূর্ণ থাকে
  • ঘ) আংশিক ও অর্ধ পূর্ণ থাকে
  • সঠিক উত্তর: (ক)

    ২৪৫. অবস্থান্তর মৌলের প্রকৃত কিরূপ?

  • ক) অপধাতু
  • খ) যৌগমূলক
  • গ) অধাতু
  • ঘ) ধাতু
  • সঠিক উত্তর: (ঘ)

    ২৪৬. পর্যায় সারণির একই গ্রুপের যতই নিচের দিকে যাওয়া যায় পরমাণুর পারমাণবিক ব্যসার্ধের কীরুপ পরিবর্তন হয়?

  • ক) ব্যাসার্ধ বাড়তে থাকে
  • খ) ব্যাসার্ধ হ্রাস পেতে থাকে
  • গ) ব্যাসার্ধ অপরিবর্তিত থাকে
  • ঘ) ব্যাসার্ধ বাড়তে বাড়তে এক সময় কমতে থাকে
  • সঠিক উত্তর: (ক)

    ২৪৭. কোনটি পর্যায় সারণিতে ক্ষার ধাতুর সাথে অবস্থান করে?

  • ক) অক্সিজেন
  • খ) নাইট্রোজেন
  • গ) ক্লোরিন
  • ঘ) হাইড্রোজেন
  • সঠিক উত্তর: (ঘ)

    ২৪৮. মৌলসমূহের ধর্ম পর্যায় সারণির কোনটির উপর নির্ভর করে?

  • ক) পর্যায়
  • খ) গ্রুপ
  • গ) আকার
  • ঘ) আয়তন
  • সঠিক উত্তর: (খ)

    ২৪৯. পর্যায় সারণিতে জিংক এর অবস্থান কোথায়?

  • ক) ১ গ্রুপে
  • খ) ১২ গ্রুপে
  • গ) ১৩ গ্রুপে
  • ঘ) ৪ গ্রুপে
  • সঠিক উত্তর: (খ)

    ২৫০. কোন মৌলটিকে পর্যায় সারণিতে ক্ষার ধাতুসমূহের সাথে একই গ্রুপে স্থান দেয়া হয়েছে?

  • ক) B
  • খ) H
  • গ) F
  • ঘ) Be
  • সঠিক উত্তর: (খ)

    ২৫১. মৌলসমূহকে ক্রববর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানো হলে প্রতি অস্টম মৌলে ভৌত ও রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটে। এটি কোন সূত্র নামে পরিচিত?

  • ক) হেলিক্স
  • খ) ত্রয়ী সূত্র
  • গ) অষ্টক সূত্র
  • ঘ) পর্যায় সূত্র
  • সঠিক উত্তর: (গ)

    ২৫২. আধুনিক পর্যায় সারণিতে কয়টি গ্রুপ রয়েছে?

  • ক) ৬টি
  • খ) ৭টি
  • গ) ১৫টি
  • ঘ) ১৮টি
  • সঠিক উত্তর: (ঘ)

    ২৫৩. একই শ্রেনীর মৌলসমূহের বেশ মিল দেখা যায়, এর কারণ একই শ্রেণীর মৌলসমূহের-
    i. পারমাণবিক সংখ্যা একই
    ii. যোজনী একই
    iii. ইলেকট্রন বিন্যাস একই ধরনের
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)

    ২৫৪. একটি নতুন মৌলকে পর্যায় সারণিতে স্থান দিতে গেলে নির্ণয় করতে হবে-
    i. মৌলটির ইলেকট্রন বিন্যাস
    ii. মৌলটির গ্রুপ ও পর্যায়
    iii. মৌলটির রাসায়নিক ধর্ম
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)

    ২৫৫. পর্যায় সারণিতে ক্ষার ধাতু ও হ্যালোজেন সমূহের সক্রিয়তা পরস্পরের কীরূপ?

  • ক) সমান
  • খ) অসমান
  • গ) বিপরীত
  • ঘ) একই
  • সঠিক উত্তর: (গ)

    ২৫৬. পর্যায় সারণির সত্যিকার ভিত্তি কী?

  • ক) পারমাণবিক ভর
  • খ) পারমাণবিক সংখ্যা
  • গ) ইলেকট্রন বিন্যাস
  • ঘ) পরমাণুর আকার
  • সঠিক উত্তর: (গ)

    ২৫৭. ক্লোরিন এর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ক্ষার ধাতু থেকে-

  • ক) অনেক কম
  • খ) অনেক বেশি
  • গ) একই
  • ঘ) সামান্য কম
  • সঠিক উত্তর: (ক)

    ২৫৮. পর্যায় সারণিতে হাইড্রোজেনের অবস্থান কোন গ্রুপে?

  • ক) ১ম
  • খ) ২য়
  • গ) ৭ম
  • ঘ) ১৮তম
  • সঠিক উত্তর: (ক)

    ২৫৯. K এর পারমাণবিক ভর কত?

  • ক) ৩৮
  • খ) ৪০
  • গ) ৩৯.১
  • ঘ) ৩৯.৫
  • সঠিক উত্তর: (গ)

    ২৬০. কোনটি হ্যালোজেন মৌল?

  • ক) ব্রোমিন
  • খ) সালফার
  • গ) ফসফরাস
  • ঘ) আয়রন
  • সঠিক উত্তর: (ক)

    ২৬১. H2O সংকেতটিতে-
    i. অক্সিজেনের জারণ সংখ্যা= -২
    ii. হাইড্রোজেনের জারণ সংখ্যা=+১
    iii. অক্সিজেনের সংখ্যা=৩
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)

    ২৬২. 14X মৌলটি-
    i. উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট
    ii. ধাতুর মত আচরণ করে
    iii. অধাতুর মত আচরণ করে
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)

    ২৬৩. ক্ষারধাতুর প্রথম আয়নীকরণ শক্তি-

  • ক) বেশি
  • খ) কম
  • গ) তুলনামূলক বেশি
  • ঘ) খুবই বেশি
  • সঠিক উত্তর: (খ)

    ২৬৪. একই ধর্মবিশিষ্ট মৌলকে একই শেণিভুক্ত করা হচ্ছে মৌলের ধর্ম বলতে-
    i. ভৌত ধর্মকে বুঝায়
    ii. ধাতব ধর্মকে বুঝায়
    iii. রাসায়নিক ধর্মকে বুঝায়
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)

    ২৬৫. পর্যায় সারণির ৩ নং পর্যায়ে মৌলের সংখ্যা কত?

  • ক) ২
  • খ) ৮
  • গ) ১২
  • ঘ) ১৮
  • সঠিক উত্তর: (খ)

    ২৬৬. পর্যায় সারণির সত্যিকার মুল ভিত্তি কী?

  • ক) পারমাণবিক সংখ্যা
  • খ) পারমাণবিক ভর
  • গ) আপেক্ষিক পারমাণবিক ভর
  • ঘ) ইলেকট্রন বিন্যাস
  • সঠিক উত্তর: (ঘ)

    ২৬৭. অক্টেট পূর্ণ থাকে কোন মৌলটির?

  • ক) আর্গন
  • খ) ম্যাঙ্গানিজ
  • গ) সবল হ্যালোজেন
  • ঘ) আয়রনের
  • সঠিক উত্তর: (ক)

    ২৬৮. ফসফরাসের অবস্থান পর্যায় সারণিতে V শ্রেণীতে, কারণ-
    i. ফসফরাসের পরমাণুতে ইলেকট্রনমূহ পাঁচটি স্তরে থাকে
    ii. ফসফরাসের পারমাণবিক সংখ্যা ১৫ বা ৫ দ্বারা বিভাজ্য
    iii. ফসফরাসের পরমাণুতে সর্বশেষ স্তরে ৫টি ইলেকট্রন আছে
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)

    ২৬৯. ২০১২ সালে পর্যন্ত সর্বমোট শনাক্তকৃত মৌলের সংখ্যা কত?

  • ক) ৯৮টি
  • খ) ১১২টি
  • গ) ১১৪টি
  • ঘ) ১১৮টি
  • সঠিক উত্তর: (ঘ)

    ২৭০. পর্যায় সারণিতে পটাসিয়ামের কোন পর্যায়ে?

  • ক) চতুর্থ পর্যায়ে
  • খ) তৃতীয় পর্যায়ে
  • গ) দ্বিতীয় পর্যায়ে
  • ঘ) পঞ্চম পর্যায়ে
  • সঠিক উত্তর: (ক)

    ২৭১. পারমাণবিক স্তরের ভিত্তিতে সাজালে জটিলতা দেখা যায় নিম্বোক্ত কোন দুটি মৌলের?

  • ক) কোবাল্ট, আয়রন
  • খ) কোবাল্ট, নিকেল
  • গ) নিকেল, কপার
  • ঘ) আয়রন, ম্যাসনিজ
  • সঠিক উত্তর: (খ)

    ২৭২. মুদ্রা ধাতু পর্যায় সারণির কত নং গ্রুপে অবস্থিত?

  • ক) ১০
  • খ) ১১
  • গ) ১২
  • ঘ) ১৩
  • সঠিক উত্তর: (খ)

    ২৭৩. সর্বমোট আবিষ্কৃত মৌলের মধ্যে IUPAC স্বীকৃত মৌল কতটি?

  • ক) ৮৪টি
  • খ) ৯০টি
  • গ) ১০৯টি
  • ঘ) ১১৪টি
  • সঠিক উত্তর: (ঘ)

    ২৭৪. প্রথমে আবিষ্কৃত মৌলকে কয় শ্রেণিতে ভাগ করা হয়?

  • ক) দুই
  • খ) তিন
  • গ) চার
  • ঘ) পাঁচ
  • সঠিক উত্তর: (ক)

    ২৭৫. কোন গ্রুপের মৌলসমূহ দ্বি-মৌল অণু তৈরী করে?

  • ক) মৃৎক্ষার
  • খ) হ্যালোজেন
  • গ) চালকোজেন
  • ঘ) অবস্থান্তর মৌলসমূহ
  • সঠিক উত্তর: (খ)

    ২৭৬. পর্যায় সারণিতে একটি মৌলের অবস্থান ২য় গ্রুপে হয় যদি তার-
    i. পারমাণবিক ভর ২৪ হয়
    ii. পারমাণবিক সংখ্যা দুই হয়
    iii. সর্বশেষ শক্তি স্তরে দুটি ইলেকট্রন থাকে
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)

    ২৭৭. কোনটি টেলুরিয়ামে ভর?

  • ক) 127
  • খ) 127.6
  • গ) 126
  • ঘ) 39
  • সঠিক উত্তর: (খ)

    ২৭৮. ১৮৬৯ সালে প্রকাশিত পর্যায় সারণটি-
    i. উদ্ভাবনে ম্যান্ডেলিফের অবদান রয়েছে
    ii. ভর অনুসারে প্রতি ৪টি মৌল করে সজ্জিত
    iii. একই ধর্মবিশিষ্ট বিভিন্ন মৌলের সবশ্রেণীভূক্ত
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)

    ২৭৯. পর্যায় সারণির মৌলগুলোর মাঝে কোন ধর্মটি সবচেয়ে কম বিদ্যমান?

  • ক) কঠ্নি
  • খ) তরল
  • গ) বায়বীয়
  • ঘ) তেজস্ক্রিয়তা
  • সঠিক উত্তর: (খ)

    ২৮০. ক্ষারধাতু সমূহের বৈশিষ্ট্য কোনটি?

  • ক) উচ্চ গলনাঙ্কবিশিষ্ট
  • খ) নিম্নগলনাঙ্ক বিশিষ্ট
  • গ) গলনাঙ্ক নেই বললেই চলে
  • ঘ) গলনাঙ্ক সুপ্তাবস্থায় থাকে
  • সঠিক উত্তর: (খ)

    ২৮১. কোনটি মুদ্রা ধাতু?

  • ক) লিথিয়াম
  • খ) ক্রোমিয়াম
  • গ) গোল্ড
  • ঘ) মার্কারী
  • সঠিক উত্তর: (গ)

    ২৮২. মোসলে কোন দেশের বিজ্ঞানী?

  • ক) রুশ বিজ্ঞানী
  • খ) জার্মান বিজ্ঞানী
  • গ) সুইডিস বিজ্ঞানী
  • ঘ) বৃটিশ বিজ্ঞানী
  • সঠিক উত্তর: (ঘ)

    ২৮৩. কোন মৌলটির সর্ববহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা ৪টি?

  • ক) হিলিয়াম
  • খ) ক্লোরিন
  • গ) আর্গন
  • ঘ) অক্সিজেন
  • সঠিক উত্তর: (গ)

    ২৮৪. পর্যায় সারণির বেশিরভাগ মৌলসমূহ কোন শতাব্দীতে আবিষ্কৃত হয়েছিল?

  • ক) সপ্তদশ
  • খ) অষ্টদশ
  • গ) উনিবংশ
  • ঘ) বিংশ
  • সঠিক উত্তর: (খ)

    ২৮৫. কোন পর্যায় সর্বডান থেকে সর্ববামে গেলে মৌলসমূহের গলনাংক ও স্ফুটনাংকের কী ধরনের পরিবর্তন হয়?

  • ক) প্রথমে বৃদ্ধি পেলেও পরে হ্রাস পায়
  • খ) প্রথমে হ্রাস পেলেও পরে বৃদ্ধি পায়
  • গ) হ্রাসই পেতে থাকে
  • ঘ) অপরিবর্তনীয় থাকে
  • সঠিক উত্তর: (খ)

    ২৮৬. একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে-
    i. মৌলের পরমাণুর আকার বৃদ্ধি পায়
    ii. মৌলের আয়নিকরণ শক্তি হ্রাস পায়
    iii. মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান হ্রাস পায়
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)

    ২৮৭. আয়োডিনের পারমাণবিক ভর কোনটি?

  • ক) 96
  • খ) 112
  • গ) 114
  • ঘ) 126.9
  • সঠিক উত্তর: (ঘ)

    ২৮৮. পর্যায় সারণির ৫ নং পর্যায়ে কতটি মৌল আছে?

  • ক) ৮টি
  • খ) ১০টি
  • গ) ১৮টি
  • ঘ) ৩২টি
  • সঠিক উত্তর: (গ)

    ২৮৯. অবস্থান্তর মৌলগুলো-
    i. রঙিন যৌগ গঠন করে
    ii. জটিল যৌগ গঠন করে
    iii. পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)

    ২৯০. ‘ত্রয়ী সূত্র’-প্রকাশ করেন কোন বিজ্ঞানী?

  • ক) নিউল্যান্ড
  • খ) ডোবেরাইনার
  • গ) মোসলে
  • ঘ) ম্যান্ডেলিফ
  • সঠিক উত্তর: (খ)

    ২৯১. মৌলটি সম্পর্কিত তথ্য-
    i. এটি পোড়ালে সাদা দাগ সৃষ্টি করে
    ii. ঠান্ডা পানির সাথে বিক্রিয়া করে না
    iii. এটি মৌলটির কার্বনেট যৌগ পানিতে অদ্রবণীয়
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)

    ২৯২. আলোক সজ্জায় ব্যবহৃত হয় কোনটি?

  • ক) হিলিয়াম
  • খ) নিয়ন
  • গ) আর্গন
  • ঘ) ক্রিপটন
  • সঠিক উত্তর: (খ)

    ২৯৩. ক্লোরিনের ভৌত অবস্থা কিরূপ?

  • ক) কঠিন
  • খ) তরল
  • গ) গ্যাসীয়
  • ঘ) কোলয়েড
  • সঠিক উত্তর: (গ)

    ২৯৪. ২,৮ ইলেকট্রন বিন্যাসটি কোন মৌলের?

  • ক) Na
  • খ) K
  • গ) AI
  • ঘ) Mg+2
  • সঠিক উত্তর: (ঘ)

    ২৯৫. প্রস্তরময় অর্থ কী?

  • ক) শক্ত মাটি
  • খ) এঁটেল মাটি
  • গ) কাঁটাময়
  • ঘ) দোআঁশ মাটি
  • সঠিক উত্তর: (ক)

    ২৯৬. সিজিয়াম কোন গ্রুপে অবস্থিত?

  • ক) গ্রুপ-১৪
  • খ) গ্রুপ-১৩
  • গ) গ্রুপ-১৬
  • ঘ) গ্রুপ-১৫
  • সঠিক উত্তর: (ঘ)

    ২৯৭. একটি মৌলের ইলেকট্র্র্ন বিন্যাস ২,৮,২ পর্যায় সারণিতে তার অবস্থান কোথায়?

  • ক) ৪র্থ পর্যায়ের-২ গ্রুপে
  • খ) ৫শ পর্যায়ের-২ গ্রুপে
  • গ) ৩য় পর্যায়ের-২ গ্রুপে
  • ঘ) ৬ষ্ঠ পর্যায়ের-২ গ্রুপে
  • সঠিক উত্তর: (গ)

    ২৯৮. স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটি?

  • ক) 2,8,8,3
  • খ) 2,8,9,2
  • গ) 2,8,10,1
  • ঘ) 2,8,11
  • সঠিক উত্তর: (খ)

    ২৯৯. সক্রিয়তার সঠিক ক্রম কোনটি?

  • ক) ফ্লোরিন>ক্লোরিন>ব্রোমিন>আয়োডিন
  • খ) ক্লোরিন>ফ্লোরিন>আয়োডিন>ব্রোমিন
  • গ) ব্রোমিন>ক্লোরিন>ফ্লোরিন>আয়োডিন
  • ঘ) ক্লোরিন>ব্রোমিন>আয়োডিন>ফ্লোরিন
  • সঠিক উত্তর: (ক)

    ৩০০. অধাতুর অবস্থান পর্যায় সারণির-

  • ক) ডানদিকে
  • খ) বামদিকে
  • গ) মাঝে
  • ঘ) পুরো পর্যায় সারণিতে
  • সঠিক উত্তর: (ক)

    ৩০১. ম্যাগনেসিয়ামে অবস্থান পর্যায় সারণি ২ শ্রেণিতে কেন?

  • ক) ম্যাগনেসিয়ামের পরমাণুতে ইলেকট্রনসমূহ দুটি স্তরে থাকে
  • খ) ম্যাগনেসিয়াম পরমাণুর সর্বশেষ স্তরে দুটি ইলেকট্রন আছে
  • গ) ম্যাগনেসিয়ামের যোজনী ২
  • ঘ) ম্যাগনেসিয়ামের ভর সংখ্যাকে দ্বারা ভাগ করা যায়
  • সঠিক উত্তর: (খ)

    ৩০২. লেড (Pb) পর্যায় সারণির কোন গ্রুপের মৌল?

  • ক) দুই
  • খ) বার
  • গ) চৌদ্দ
  • ঘ) চার
  • সঠিক উত্তর: (গ)

    ৩০৩. পারমাণবিক সংখ্যা কী?

  • ক) প্রোটন সংখ্যা
  • খ) ইলেকট্রন সংখ্যা
  • গ) নিউট্রন সংখ্যা
  • ঘ) প্রোটন ও নিউট্রন সংখ্যা
  • সঠিক উত্তর: (ক)

    ৩০৪. ভৌত অবস্থার উপর ভিত্তি করে মৌলসমূহকে তিন শ্রেণিতে বিভক্ত করেন কোন বিজ্ঞানী?

  • ক) নিউল্যান্ড
  • খ) লুথার মেয়ার
  • গ) ল্যাভয়সিয়ে
  • ঘ) ডোবেরাইনার
  • সঠিক উত্তর: (গ)

    ৩০৫. অ্যালুমিনিয়ামের অবস্থান পর্যায় সারণিতে ৩য় পর্যায়ে কেন?

  • ক) এর পরমাণুতে ইলেকট্রনসমূহ তিনটি স্তরে থাকে
  • খ) এর পরমাণুর সর্বশেষ স্তরে তিনটি ইলেকট্রন আছে
  • গ) এর যোজনী ৩
  • ঘ) এর পারমাণবিক ভর ৩ দ্বারা বিভাজ্য
  • সঠিক উত্তর: (ক)

    ৩০৬. কোনটি সহজেই Ar এর চরিত্র অর্জন করতে পারবে?

  • ক) Na
  • খ) O
  • গ) Ca
  • ঘ) Al
  • সঠিক উত্তর: (গ)

    ৩০৭. সমযোজী যৌগ গঠন করে-
    i. কার্বন
    ii. স্ক্যান্ডিয়াম
    iii. সিলিকন
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)

    ৩০৮. নিষ্ক্রিয় ধাতু পর্যায় সারণির কত নং গ্রুপে অবস্থিত?

  • ক) ১
  • খ) ২
  • গ) ১৬
  • ঘ) ১৭
  • সঠিক উত্তর: (ঘ)

    ৩০৯. Na মৌলটি-
    i. Mg অপেক্ষা আকারে বড়
    ii. Ca অপেক্ষা কম সক্রিয়
    iii. Ca ও Mg উভয় অপেক্ষা অধিক সক্রিয়
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)

    ৩১০. কোনটির অম্লত্ব সবচেয়ে বেশি?

  • ক) A1203
  • খ) SiO2
  • গ) C12O7
  • ঘ) SO3
  • সঠিক উত্তর: (গ)

    ৩১১. ১৭ ইলেকট্রন বিশিষ্ট পরমাণুটির গ্রুপ ও পর্যায় কোনটি?

  • ক) ২য় পর্যায়-ii গ্রুপ
  • খ) ৩য় পর্যায় –V গ্রুপ
  • গ) ৪র্থ পর্যায়-vii গ্রুপ
  • ঘ) ৩য় পর্যায়-vii গ্রুপ
  • সঠিক উত্তর: (ঘ)

    ৩১২. ধাতব মুদ্রা তৈরিতে ব্যবহৃত হয়-
    i. কপার
    ii. সিলভার
    iii. আয়রন
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)

    ৩১৩. নিজে নিজেই ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে দ্বি-মৌল অণু গঠন করে-
    i. ফ্লোরিন
    ii. ব্রোমিন
    iii. আয়োডিন
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)

    ৩১৪. Mg, Ca, Be মৌলসমূহ পর্যায়সারণির একটি গ্রুপে কয়েকটি মৌল। এদের নিষ্ক্রিয় চরিত্র অর্জন করতে কতটি ইলেকট্রন ত্যাগ করতে হবে?

  • ক) এক
  • খ) দুই
  • গ) তিন
  • ঘ) চার
  • সঠিক উত্তর: (খ)

    ৩১৫. পানির সাথে ক্ষারধাতুর বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?

  • ক) অক্সিজেন
  • খ) হ্যালাইড
  • গ) হাইড্রোজেন
  • ঘ) হাইড্রাইড
  • সঠিক উত্তর: (গ)

    ৩১৬. পর্যায় সারণির প্রয়োগ রয়েছে-
    i. পামাণবিক ভর সংশোধনে
    ii. শিল্পজাত দ্রব্য উৎপাদনে
    iii. রসায়ন পাঠ সহজীকরণে
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)

    ৩১৭. IUPAC স্বীকৃত মৌলগুলোর মধ্যে কতটি নামকরণ হয়েছে?

  • ক) ১০৯ টির
  • খ) ১১২ টির
  • গ) ১১১ টির
  • ঘ) ১১০ টির
  • সঠিক উত্তর: (খ)

    ৩১৮. কোন যৌগে তড়িৎ ঋণাত্মক হিসেবে উদ্দীপকের পরামাণুটি অবস্থান করে?

  • ক) নাইট্রেট
  • খ) কার্বনেট
  • গ) সালেফেট
  • ঘ) হাইড্রোইড
  • সঠিক উত্তর: (ঘ)

    ৩১৯. পর্যায় সারণি সম্পর্কে বলা যায় যে-
    i. এটিতে ১৮ টি গ্রুপ রয়েছে
    ii. এটির তৃতীয় পর্যায় মৌল দ্বারা পূর্ণ
    iii. এটির পর্যায় -৪ মৌল আছে ৩২টি
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)

    ৩২০. আধুনিক পর্যায় সারণিতে কয়টি পর্যায় রয়েছে?

  • ক) ৬টি
  • খ) ৭টি
  • গ) ১৪টি
  • ঘ) ১৮টি
  • সঠিক উত্তর: (খ)

    ৩২১. একই পর্যায়ে যতই ডানে যাওয়া যায় ততই-

  • ক) যোজনী বাড়ে
  • খ) যোজনী কমে
  • গ) বহিঃস্থস্তরের
  • ঘ) বহিঃস্থস্তরে ঋণাত্মক চার্জ বাড়ে
  • সঠিক উত্তর: (ক)

    ৩২২. একটি মৌলের ইলেকট্রন বিন্যাস ২,৮,৮,১ হলে পর্যায় সারণিতে তার অবস্থান কোথায়?

  • ক) ৫ম পর্যায়ে ১ গ্রুপে
  • খ) ৪র্থ পর্যায়ে ১ গ্রুপে
  • গ) ৩য় পর্যায়ে ১ গ্রুপে
  • ঘ) ৬ষ্ঠ পর্যায়ে ১ গ্রুপে
  • সঠিক উত্তর: (খ)

    ৩২৩. পর্যায় সারণির কোন পর্যায়ে পারমাণবিক সংখ্যা যতই বৃদ্ধি পায়, পরমাণুর আকার কী রূপ পরিবর্তন হয়?

  • ক) স্থির থাকে
  • খ) বৃদ্ধি পায়
  • গ) হ্রাস পায়
  • ঘ) স্ফীত হয়
  • সঠিক উত্তর: (গ)

    ৩২৪. কোনটি হ্যালোজেন?

  • ক) বোরন
  • খ) বিসমাথ
  • গ) এন্ডিমনি
  • ঘ) আয়োডিন
  • সঠিক উত্তর: (ঘ)

    ৩২৫. হ্যালোজেন কীভাবে দ্বি-মৌল অণু তৈরি করে?

  • ক) ইলেকট্রন ত্যাগের মাধ্যমে
  • খ) ইলেকট্রন শেয়ারের মাধ্যমে
  • গ) ইলেকট্রন গ্রহণের মাধ্যমে
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (গ)

    ৩২৬. কোন বিজ্ঞানী প্রথম পারমাণবিক সংখ্যার ধারণা দেন?

  • ক) মোসলে
  • খ) নিউল্যান্ড
  • গ) ডোবেরাইনার
  • ঘ) লুথার মেয়ার
  • সঠিক উত্তর: (ক)

    ৩২৭. হ্যালোজেনসমূহ অবস্থিত কোন গ্রুপে-

  • ক) গ্রুপ-৪
  • খ) গ্রুপ-১৮
  • গ) গ্রুপ-১৭
  • ঘ) গ্রুপ-১০
  • সঠিক উত্তর: (গ)

    ৩২৮. একই পর্যায়ে যতই ডানে যাওয়া যায় ততই মৌল সমূহের ধাতব ধর্ম কীরুপ হয়?

  • ক) হ্রাস পায়
  • খ) বৃদ্ধি পায়
  • গ) অপরিবর্তিত থাকে
  • ঘ) তীব্র হয়
  • সঠিক উত্তর: (ক)

    ৩২৯. নিস্ক্রিয় গ্যাস সাধারণত-

  • ক) দ্বি-পরমাণুক
  • খ) ত্রি-পরমাণুক
  • গ) এক পরমাণুক
  • ঘ) এক-দ্বি-পরমাণুক
  • সঠিক উত্তর: (গ)

    ৩৩০. মৌলের ক্রিয়াশীলতা বৃদ্ধি পায় কোন ক্ষেত্রে?

  • ক) পারমাণবিক সংখ্যার মান হ্রাস পেলে
  • খ) গ্রুপ IA-এর যত নিচের দিকে যাওয়া যায়
  • গ) পর্যায়ের ডান দিকে অগ্রসর হলে
  • ঘ) পারমাণবিক ভর বৃদ্ধি পেলে
  • সঠিক উত্তর: (খ)

    ৩৩১. পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে-
    i. সোডিয়াম
    ii. অ্যালুমিনিয়াম
    iii. পটাসিয়াম
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)

    ৩৩২. লিথিয়াম ও পটাসিয়ামের পারমাণবিক ভরের গড় কোনটির পারমাণবিকের ভরের সমান?

  • ক) সোডিয়াম
  • খ) ম্যাগসেসিয়াম
  • গ) অ্যালুমিনিয়াম
  • ঘ) ক্যালসিয়াম
  • সঠিক উত্তর: (ক)

    অনুচ্ছেদটি পড় এবং প্রশ্ন তিনটির উত্তর দাও:
    ১৮৬৪ সালে ইংরেজ বিজ্ঞানী জন নিউল্যান্ড বিভিন্ন মৌলকে তাদের ভর অনুযায়ী সাজান এবং দেখতে পান যে, প্রতি অষ্টম মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মে যথেষ্ট মিল বিদ্যমান। এর ভিত্তিতে তিনি একটি সূত্র প্রস্তাব করেন।
    ৩৩৩. অনুচ্ছেদটি কোন সূত্রটি নির্দেশ করে?

  • ক) অষ্টক সূত্র
  • খ) ত্রয়ী সূত্র
  • গ) স্ক্রু সূত্র
  • ঘ) পর্যায় সূত্র
  • সঠিক উত্তর: (ক)

    ৩৩৪. উক্ত সূত্রানুসারে নিচের কোনটিতে ৩ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ধর্মের পুনারাবৃত্তি ঘটে?

  • ক) অক্সিজেন
  • খ) ফ্লোরিন
  • গ) সোডিয়াম
  • ঘ) ম্যাগানেসিয়াম
  • সঠিক উত্তর: (গ)

    ৩৩৫. উক্ত সূত্রটির ব্যর্থতার মূল কারণ-
    i. নিস্ক্রিয় গ্যাসের আবিষ্কার
    ii. পারমাণবিক সংখ্যার আবিষ্কার
    iii. সজ্জিতকরণজনিত ত্রুটি
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)