এস.এস.সি || পদার্থবিজ্ঞান || অধ্যায় - ১৪: জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান
১. রক্তের ক্যান্সার নির্ণয়ে কোন পদার্থ ব্যবহৃত হয়?২. বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু করেন-
i. বসু মন্দির প্রতিষ্ঠা
ii. তেজস্ক্রিয় মৌলের ব্যবহার
iii. ক্রোস্কোগ্রাফ আবিষ্কার
নিচের কোনটি সঠিক?
৩. সিটিস্ক্যান পরীক্ষা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। কারণ-
i. টিউব পার্শ্ববর্তী টিস্যুকে আক্রান্ত করতে পারে
ii. এলার্জিজনিত বিক্রিয়ার সম্ভবনা থাকে
iii. একটি টিউমার থেকে আরেকটি টিউমার হতে পারে
নিচের কোনটি সঠিক?
৪. কত সালে জগদীশচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা শুরু করেন?
৫. কোনটির সাহায্যে ক্ষতিকর ক্যান্সার টিউমারের উপস্থিতি শনাক্ত করা যায়?
৬. নিচের কোন সংখ্যাগুলো কার্বনের আইসোটোপের ভরসংখ্যা?
৭. আল্ট্রসনোগ্রাফি ব্যবহার করা হয়-
i. স্ত্রীরোগ ও প্রসূতি বিজ্ঞানে
ii. পেলভিক মাসের উপস্থিতি নির্ণয়ে
iii. হৃদযন্ত্রের ত্রুটি শনাক্ত করণে
নিচের কোনটি সঠিক?
৮. কে ভারতীয় উপমহাদেশে প্রথম আন্তজার্তিক স্বীকৃতিপ্রাপ্ত বিজ্ঞানী?
৯. কোনটির নীতি ব্যবহার করে কোনো অণুর প্রকৃতি সম্পর্কে জানা যায়?
১০. এমআরআই এর মাধ্যমে প্রাপ্ত প্রতিবিম্বকে কিসের সঙ্গে তুলনা করা যায়?
১১. নিউক্লীয় চৌম্বক অনুনাদ এর ভৌত ও রাসায়নিক নীতির উপর ভিত্তি করে কোনটি কাজ করে?
১৩. হৃৎপিন্ডের আকার বড় হয়ে গেলে কোন পরীক্ষাটি করা হয়?
১৪. হাড়ের স্ক্যানিং সম্পন্ন করা হয় কোনটির সাহায্যে?
১৫. চিকিৎসকগণ এন্ডোকোপির মাধ্যমে পরীক্ষা করেন-
i. শরীরের অভ্যন্তরে যেকোনো ধরনের অস্বস্তিবোধ
ii. শরীরের অভ্যন্তরে যেকোনো স্থানে অস্বাভাবিক কোষ বৃদ্ধি
iii. ভ্রূণের আকার ও অবস্থান
নিচের কোনটি সঠিক?
১৬. হৃৎপিন্ড পরীক্ষার জন্য আলট্রসাউন্ড ব্যবহৃত হলে তখন এই পরীক্ষাকে কী বলে?
১৭. কোথায় জগদীশচন্দ্র বসু ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন?
১৮. কোনটিকে আল্ট্রাসনিক তরঙ্গগুলোকে একটি সরু বীম-এ পরিণত করা হয়?
১৯. ব্রেণ এবং মেরু রজ্জুর বিস্তৃত প্রতিবম্ব তৈরির জন্য অত্যন্ত মূল্যবান পরীক্ষা কোনটি?
২০. মানবদেহের প্রত্যেকটি অঙ্গ-
i. নিজস্ব গতিতে চলে
ii. র মধ্যে পূর্বনির্ধারিত সম্পর্ক রয়েছে
iii. র কাজই সুনির্দিষ্ট
নিচের কোনটি সঠিক?
২১. জান্নাতে স্থান পেতে হলে প্রয়োজন-
i. সালাত আদায়
ii. ধার দেওয়া
iii. কুপ্রবৃত্তি দমন করা
নিচের কোনটি সঠিক?
২২. ক্রেস্কোগ্রাফ কে আবিষ্কার করেন?
২৩. জীবপদার্থ বিজ্ঞান-
i. জীবজগৎ অধ্যয়নের বিজ্ঞান
ii. জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের মধ্যে সেতুবন্ধ স্বরুপ
iii. এমন কে বিজ্ঞান যা বিজ্ঞানের অনেকগুলো শাখার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে
নিচের কোনটি সঠিক?
২৪. ফুসফুসের ক্যান্সার নির্ণয় করা হয় কোন রশ্মির সাহায্যে?
২৫. রক্তের শ্বেতকণিকার অত্যাধিক বৃদ্ধির ফলে রক্তস্বল্পতা রোগের চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়?
২৬. রেডিওথেরাপিতে কোষের DNA ভেঙে ফেলা হয় কেন?
২৭. কোন পরীক্ষায় শরীরের রক্তনালিকাসমূহ দেখার জন্য এক্সরে ব্যবহার করা হয়?
২৮. কীটপতঙ্গ দমনে কোনটির ব্যাপক ব্যবহার রয়েছে?
২৯. মাইক্রোওয়েভ গভেষণার ক্ষেত্রে কার উল্লেখযোগ্য অবদান রয়েছে?
৩০. কোনটি করার সময় কখনো কখনো চিকিৎসগণ একই সময়ে সার্জারী ছাড়াই রক্তনালির ব্লকের চিকিৎসা করে থাকেন?
৩১. হৃৎপিন্ডের একটি সম্পূর্ণ ছবি পাবার জন্য কয়টি বৈদ্যুতিক সংকেতকে শনাক্ত করা হয়?
৩২. আদিমকালে চিকিৎসগণ রোগীর রোগ নির্ণয় করতেন-
৩৩. হৃদপিন্ডের ক্রিয়া বন্ধ হলে কর্মকান্ড বন্ধ হবে-
i. বৃক্কের
ii. ফুসফুসের
iii. যকৃতের
নিচের কোনটি সঠিক?
৩৪. এনজিওগ্রাফি পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায়-
i. রক্তবাহী শিরাগুলো সরু হয়েছে কিনা তা
ii. রক্তবাহী ধমনীগুলো ব্লক হয়েছে কিনা তা
iii. রক্তবাহী ধমনীগুলো প্রসারিত হয়েছে কিনা তা
নিচের কোনটি সঠিক?
৩৫. শরীরের রক্ত নালিকা দেখার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
৩৬. শরীরের সকল কর্মকান্ড থেমে যায় কোনটি থেমে গেলে?
৩৭. কোন আইসোটোপের সাহায্য অপারেশনের যন্ত্রপাতি রোগ জীবানুমুক্ত করা হয়?
৩৮. কার্বন পরমাণুর প্রোটনের সংখ্যা কত?
৩৯. সিটিস্ক্যান যন্ত্র কীভাবে কোনো বস্তুর অভ্যন্তরের ত্রিমাত্রিক প্রতিবিম্ব গঠন করে?
৪০. কোবাল্ট-৬০ থেকে কোনটি নির্গত হয়?
৪১. স্যার জগদীশচন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেন?
৪২. থাইরয়েড গ্রন্থির চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়?
৪৩. সিটিস্ক্যানের প্রতিবিম্ব চিকিৎসকে সাহায্য করে-
i. টিউমার সনাক্তকরণে
ii. টিউমার আকার নির্ণয়ে
iii. টিউমার অবস্থান নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
৪৪. ইসিজি পরীক্ষার কী পাওয়ার জন্য দশটি ইলেকট্রোড ব্যবহার করে বারোটি বৈদ্যুতিক সংকেতকে সনাক্ত করা হয়?
৪৫. রেডিওথেরাপিতে রক্তের ক্যান্সারের ক্ষেত্রে তেজস্ক্রিয় হিসেবে কী ব্যবহার হয়?
৪৬. নিচের কোন শব্দটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইসিজি?
৪৭. অনুশীলনরত অবস্থায় করা হয়-
i. এনজিওগ্রাফি
ii. ইটিটি
iii. রেডিওথেরাপি
নিচের কোনটি সঠিক?
৪৮. জগদীশচন্দ্র বসু মাতৃভাষা লেখাপড়া শুরু করেন-
৪৯. এনজিওগ্রাফি উপযোগী-
i. করোনারী আর্টারী রোগ নিরূপণে
ii. ধমনীর চিকিৎসায়
iii. জড়ায়ুর টিউমার সনাক্তকরণে
নিচের কোনটি সঠিক?
৫০. ক্রেস্কোগ্রাফ কী কাজে ব্যবহৃত হয়?
৫১. উদ্ভিদের বৃদ্ধি রেকর্ডের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
৫২. ইটিটি পরীক্ষার মাধ্যমে রেকর্ড করা হয়-
i. হৃৎপিন্ডের ছন্দময়
ii. পিঠের ব্যথায় আঘাতের তীব্রতা নিরুপণ
iii. হৃৎপিন্ডের স্পন্দনের হার
নিচের কোনটি সঠিক?
৫৩. চিকিৎসকগণ এনজিওগ্রাম করার পরামর্শ দেন-
i. বিজ্ঞানী ধমনীর অবস্থা বোঝার জন্যে
ii. শিরার কোন সমস্যা হলে
iii. ক্ষুদ্রান্তে কোন ফাঙ্গাস হলে
নিচের কোনটি সঠিক?
৫৪. ক্যান্সার কেন হয়?
৫৫. এক্সরে তে কোন ধাতুর কুন্ডলী ব্যবহার করা হয়?
৫৬. এক্সরে নেওয়ার সময় রোগীকে কী নির্মিত এপ্রোন দ্বারা যথাসম্ভব আচ্ছাদিত করতে হয়?
৫৭. জগদীশচন্দ্র বসু-
i. বাবা একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন
ii. কলকাতার হেয়ার স্কুলে পড়তেন
iii. ২৩শে নভেম্বর ১৯৩৭ সালে মৃত্যুবরণ করেন
নিচের কোনটি সঠিক?
৫৮. নিম্নে কোনটি এক্সরের ধর্ম?
৫৯. মূত্রথলির অভ্যন্তরভাগ পরীক্ষা করা হয় কোন উপায়ে?
৬০. এক্সরে তৈরির জন্য কোনটি ব্যবহৃত হয়?
৬১. শব্দের প্রতিধ্বনিকে কাজে লাগানো হয় কোন প্রকিয়ায়?
৬২. হৃৎপিন্ডের বৈদ্যুতিক সক্রিয়তা বা কার্যকলাপ বলতে বুঝায়-
i. স্পন্দনের হার
ii. মস্তিষ্কের ক্রিয়া
iii. ছন্দময়তা
নিচের কোনটি সঠিক?
৬৩. এমআরআই এর জন্য চৌম্বকক্ষেত্রের ঘনত্ব কিরূপ হতে হবে?
৬৪. মুখের যে কোনো ধরনের রোগ নির্ণয়ে কোনটি বেশি ব্যবহার করা হয়?
৬৫. প্রসূতিবিদ্যায় ব্যবহৃত হয় কোনটি?
৬৬. ইসিজি ব্যবহার করা হয়-
i. হৃৎপিন্ডের স্পন্দরের হার পরিমাপে
ii. হৃৎপিন্ডের ছন্দময়তা পরিমাপে
iii. হৃৎপিন্ডের ক্যান্সার নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
৬৭. জগদীশচন্দ্র বসু কোন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন?
৬৮. আইসোটোপে-
i. প্রোটন সংখ্যা সমান
ii. নিউট্রন সংখ্যা সমান
iii. ভর সংখ্যা সমান
নিচের কোনটি সঠিক?
৬৯. কোন যন্ত্র নিউক্লিয় চৌম্বক অনুনাদ এর ভৌত ও রাসায়নিক নীতির উপর ভিত্তি করে কাজ করে?
৭০. এক্সরের সাহায্যে খুব সহজেই শনাক্ত করা যায়-
i. স্থানাচ্যুত হাড়
ii. হাড়ে ফাটল
iii. ভেঙে যাওয়া হাড়
নিচের কোনটি সঠিক?
৭১. নিচের কোনটি একটি জৈবযন্ত্র স্বরুপ?
৭২. কে ইতিহাস প্রথম বারের মতো দূরবর্তী স্থানে বিনা তারে রেডিও সংকেত প্রেরণ করে জনসমক্ষে দেখান?
৭৩. প্রকৃতি যে সব গাণিতিক নিয়ম মেনে চলে সেগুলোর আলোচ্য বিষয় কী?
৭৪. এক্সরে হতে এনজিওগ্রাফির পার্থক্যের ক্ষেত্রে কোনটি সঠিক?
৭৫. কোন বিজ্ঞানী একই সাথে পদার্থবিজ্ঞানী ও জীববিজ্ঞানী?
৭৬. কার্বনের কয়টি আইসোটোপ আছে?
৭৭. প্রকৃতি যেসব গাণিতিক নিয়ম মেনে চলে সেগুলো কোন বিজ্ঞানের আলোচ্য বিষয়-
৭৮. সাধারণ আলোর ক্ষেত্রে-
i. এটি দৃশ্যমান
ii. এটি বিভিন্ন রঙে বিভক্ত
iii. এটি দৃশ্যমান নয়
নিচের কোনটি সঠিক?
৭৯. জীবনের নানাবিধ বৈচিত্র অনুসন্ধান ও বিশ্লেষণের মাধ্যমে এর গভীরে প্রবেশ করার শক্তিশালী মাধ্যম কী?
৮০. গাড়ির ইঞ্জিনে শক্তির রূপান্তরের ক্ষেত্রে কোনটি সঠিক?
৮১. সিটিস্ক্যান পরীক্ষা কাদের জন্য অনুপযোগী?
৮২. পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান জগদীশচন্দ্র বসুর অবদান হলো-
i. রেডিও সংকেত প্রেরণ
ii. তরঙ্গদৈর্ঘ্যকে প্রায় ৫ মিলিমিটার পর্যায়ে নামিয়ে আনা
iii. ক্রেস্কোগ্রাফ আবিষ্কার
নিচের কোনটি সঠিক?
৮৩. রঞ্জন রশ্মির অপর নাম কী?
৮৪. কোন আইসোটোপের সাহায্য ব্রেণ, লিভার, প্লীহা এবং হাড়ের ইমেজিং সম্পন্ন করা হয়?
৮৫. মানুষের হৃৎপিন্ডের ক্রিয়া থেমে গেলে কী ঘটবে?
৮৬. কত সালে জগদীশচন্দ্র বসু দূরবর্তী স্থানে বিনা তারে রেডিও সংকেত প্রেরণ করে জনসমক্ষে দেখান?
৮৭. অতি জরুরী না হলে উচিত নয়-
i. গর্ভবর্তী মহিলাদের উদরের এক্সরে করা
ii. গর্ভবর্তী মহিলাদের পেলভিক অঞ্চলের এক্সরে করা
iii. গর্ভবর্তী মহিলাদের মুখের এক্সরে করা
নিচের কোনটি সঠিক?
৮৮. জরায়ুর টিউবার সনাক্ত করা হয় কোন উপায়-
৮৯. ক্যান্সারের চিকিৎসায় কোনটি উপযোগী?
৯০. আলট্রসনোগ্রাফির কোন ধরনের শব্দ প্রতিফলিত হয়?
৯১. মানুষের শরীরের কোনো রক্তনালিকা বন্ধ বা ক্ষতিগ্রস্ত হলে বা অস্বাভাবিক পরিবর্তন ঘটে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত সেই রক্তনালি শনাক্ত করার কাজে কোনটি ব্যবহৃত হয়?
৯২. মৌলের নিউক্লিয়াস অবস্থিত প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাই হল-
৯৩. জীববিজ্ঞান কোনটিতে ব্যবস্থাকে অধ্যায়নের জন্য ভৌতবিজ্ঞানের তত্ত্ব ও পদ্ধতি ব্যবহার করা হয়?
৯৪. এমআরআই করলে রোগীর মাথাব্যাথা হয় কেন?
৯৫. কোন যন্ত্রের সাহায্যে হৃৎপিন্ডের স্পন্দনের হার পরিমাণ করা যায়?
৯৬. নাইট্রোজেন যুক্ত বর্জ্য অপসারণ করা কার কাজ?
৯৭. এক্সরের মাধ্যমে ভাঙা হার শনাক্ত করা সহজ হয় কেন?
৯৮. এক্সরে কাচ নল-
i. এর দু প্রান্তে দুটি ইলেকট্রোড লাগানো থাকে
ii. এর এক প্রান্তে একটি ক্যাথোড এবং অন্য প্রান্তে একটি অ্যানোড লাগানো থাকে
iii. এর ক্যাথোডে একটি টাংস্টেন ধাতুর একটি কুন্ডলী থাকে
নিচের কোনটি সঠিক?
৯৯. এক্সরের তরঙ্গদৈর্ঘ্য-
১০০. সাধারণত যে সকল কারণে চিকিৎসগণ এনজিওগ্রাম করার পরামর্শ দেন, এগুলো হলো-
i. হৃৎপিন্ডের বাহিরে ধমনীতে ব্লকেজ হলে
ii. হৃৎপিন্ডের টিস্যু মরে গেলে
iii. ধমনী প্রসারিত হলে
নিচের কোনটি সঠিক?
১০১. কোনটির ত্রিমাত্রিক ছবি সিটিস্ক্যানের সাহায্য পাওয়া যায়?
১০২. কোন যন্ত্রের সাহায্যে চিকিৎসকগণ শরীরের অভ্যন্তরে যেকোনো ধরনের অস্বস্তিবোধ, ক্ষত, প্রদাহ এবং অস্বাভাবিক কোষবৃদ্ধি পরীক্ষা করে থাকেন?
১০৩. বসু পরিবারের আদি নিবাস-
১০৪. এমআরআই করালে অনেকের মাথাব্যথা বা ঝিমুনি ভাব আসে কেন?
১০৫. নিচের কোন তারিখে জগদীশচন্দ্র বসু মৃত্যুবরণ করেন?
১০৬. কোনটির নিয়মে প্রাণিজগতকেও অনেক ক্ষেত্রে ব্যাখ্যা করা সম্ভব?
১০৭. এক্সরের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো-
i. এটি এক ধরনের তাড়িতচৌম্বক বিকিরণ
ii. এই রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 10-10m
iii. এই রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সাধারণ আলোর তরঙ্গদৈর্ঘ্যর চেয়ে অনেক বেশি
নিচের কোনটি সঠিক?
১০৮. জগদীশচন্দ্রবসু মৃত্যুবরণ করেন কত সালে?
১০৯. যে কৌশলে বা প্রকিয়ায় এনজিওগ্রাম করার সময় ধমনীয় বক মুক্ত করা হয় তাকে কী বলে?
১১০. মানবদেহের কোন অংশ বাইরের কোন উদ্দীপনা ছাড়াই সমগ্রদেহে রক্ত সঞ্চালন করতে সক্ষম?
১১১. কোনটিতে এক্সরের তুলনায় চিত্র অনেক নিখুঁত এবং বিস্তৃত হয়?
১১২. নিচের কোনটি জগদীশচন্দ্র বসু রচিত গ্রন্থ?
১১৩. আল্ট্রাসনোগ্রাম ব্যবহার করা হয়-
i. পিত্তপাথর শনাক্তকরণে
ii. মস্তিষ্কে রক্তক্ষরণ শনাক্তকরণে
iii. হৃৎযন্ত্রের ত্রুটি
নিচের কোনটি সঠিক?
১১৪. সিটিস্ক্যান করার কারণে অনেকের এলার্জিজনিত সমস্যা দেখা দেয় কেন?
১১৫. কোন বিজ্ঞানী এক্সরে আবিষ্কার করেন?
১১৬. ১৬৭. কোবাল্ট বিকিরণ ব্যবহৃত হয়-
i. রেডিওথেরাপিতে
ii. ইসিজিতে
iii. এন্ডোসকোপিতে
নিচের কোনটি সঠিক?
১১৭. যে প্রক্রি য়ায় কোনো দ্বিমাত্রিক বস্তুর কোনো ফালি বা অংশের দ্বিমাত্রিক প্রতিবিম্ব তৈরি করা হয় সেই প্রকিয়াকে কী বলে?
১১৮. দূরবর্তী স্থানে বিনা তারে রেডিও সংকেত প্রেরণ করেন কোন বিজ্ঞানী?
১১৯. কোবাল্ট-60 থেকে নির্গত কোন রাশ্মির সাহায্য অপারেশনের যন্ত্রপাতি রোগ জীবাণু মুক্ত করা হয়?
১২০. জগদীশচন্দ্র বসু উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান কত সালে?
১২১. কে ব্যবসায়িক সুবিধা নেওয়ার পরিবর্তে তার আবিষ্কারকে সবার জন্য উন্মুক্ত করে দেন?
১২২. কোনটির সাহায্যে ভ্রুণের আকার সম্পর্কে জানা যায়?
১২৩. কোনটি মানবদেহে স্বয়ংক্রিয় পাম্প বলা হয় কেন?
১২৪. বুকের এক্সরের সাহায্যে কী নির্ণয় করা যায়?
১২৫. আলট্রাসাউন্ড এর বড় সীমাবদ্ধতা কী?
১২৬. রোগ নির্ণয়ের জন্য যে আল্টাসনোগ্রাফি করা হয় সেই শব্দের কম্পাঙ্ক কত?
১২৭. নিচের কোন রোগ নির্ণয় পদ্ধতিটি ব্যথাহীন এবং নিরাপদ?
১২৮. সিটিস্ক্যান পরীক্ষায় ডাই ব্যবহৃত হলে কোন পার্শ্ব প্রতিক্রয়াটি দেখা দেয়?
১২৯. রেডিওথেরাপিতে কোন ধরনের রশ্মি ব্যবহৃত হয়?
১৩০. জীববিজ্ঞান কোনো ব্যবস্থাকে অধ্যায়নের জন্য কোন শাখার তত্ত্ব ও পদ্ধতি ব্যবহৃত হয়?
১৩১. মানব শরীরে এক্সরের প্রভাব হলো-
i. শিশুদের প্রজননতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়
ii. একই স্থানে বারবার এক্সরে করলে টিউমার হতে পারে
iii. অতিরিক্ত এক্সরে রশ্মি জীবকোষ ধ্বংস করে
নিচের কোনটি সঠিক?
১৩২. কোন প্রক্রিয়ায় অল্প সংখ্যক সুস্থ কোষ ক্ষতিগ্রস্থ হয়?
১৩৩. এনজিওগ্রাফি পরীক্ষায় কোনটিকে কখনো কখনো Contrast হিসেবে অভিহিত করা হয়?
১৩৪. এক্সরে তুলনায় সিটিস্ক্যানের চিত্র অনেক নিখুঁত ও বিস্তৃত হওয়ার কারণ কোনটি?
১৩৫. সিটিস্ক্যান ও এন্ডোসকোপির ক্ষেত্রে-
i. আলোর ধর্মকে কাজে লাগানো হয়
ii. উভয় ক্ষেত্রে এক্সরে ব্যবহৃত হয়
iii. ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা যায়
নিচের কোনটি সঠিক?
১৩৬. সিটিস্ক্যানের সাহায্য পাওয়া যায়-
i. ব্রেনের ত্রিমাত্রিক ছবি
ii. ফুসফুসের ত্রিমাত্রিক ছবি
iii. রক্তবাহী শিরার ত্রিমাত্রিক ছবি
নিচের কোনটি সঠিক?
১৩৭. হৃৎপিন্ড পরীক্ষা করার জন যখন আল্ট্রসাউন্ড ব্যবহার করা হয় তখন এ পরীক্ষাকে কী বলে?
১৩৮. তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার রয়েছে-
i. কৃষিক্ষেত্রে
ii. খাদ্য সংরক্ষণে কীটপতঙ্গ দমনে
iii. শিল্পক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
১৩৯. হৃৎপিন্ডকে মানবদেহের স্বয়ক্রিয় পাম্প বলা হয় কেন?
১৪০. বিজ্ঞানের কোন দুটি শাখার মধ্যে মিল খুঁজে পাওয়া গেছে?
১৪১. নিচের কোনটিকে খুব সীমিত সময়ের জন্য ব্যবহার করতে হবে?
১৪২. রক্তস্বল্পতা রোগের চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহৃত হয়?
১৪৩. বৃক্ককে মানবদেহের বিশেষ ছাঁকন যন্ত্র বলা হয় কেন?
১৪৪. আইসোটোপের ব্যবহার রয়েছে-
i. রক্তাল্পতা চিকিৎসা টেকনিশিয়ান-99M ব্যবহৃত হয়
ii. ক্যান্সার চিকিৎসায় কোবাল্ট-৬০ ব্যবহৃত হয়
iii. গ্ল্যান্ডের অস্বাভাবিক বৃদ্ধিতে আয়োডিন-131 ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
১৪৫. কোন পরীক্ষার সাহায্য কোনো ব্যক্তির হৃদপিন্ডের বৈদ্যুতিক এবং পেশিজনিত কার্যকলাপ পর্যবেক্ষণ করা যায়?
১৪৬. এক্সরে বলতে কী বুঝায়?
১৪৭. তেজজস্ক্রিয় আইসোটোপ
১৪৮. হার্ট অ্যাটাকে মজিদের মৃত্যুতে বাতেন সাহেব উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি তার হার্ট অ্যার্টাক সম্পর্কে কীভাবে সতর্ক সংকেত পেতে পারেন?
১৪৯. দ্রুতি গতিসম্পন্ন ইলেকট্রন কোন ধাতুকে আঘাত করলে তা থেকে অতি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যে এবং উচ্চ ভেদন ক্ষমতাসম্পন্ন অজানা প্রকৃতির যে বিকিরণ উৎপন্ন হয় তাকে কী বলে?
১৫০. প্রাণিদেহের ক্ষেত্রে-
i. অনেক দিক থেকে যন্ত্রের মধ্যে তুলনা করা যায়
ii. অনেক আচরণকে ভৌত নিয়ম দ্বারা ব্যাখ্যা করা সম্ভব
iii. অনেক আচরণকে ভৌত নিয়ম দ্বারা ব্যাখ্যা করা সম্ভব নয়
নিচের কোনটি সঠিক?
১৫১. কোনটির ভৌত ও রাসায়নিক নীতির ওপর ভিত্তি কর এম আর আই যন্ত্র কাজ করে?
১৫২. আল্ট্রসনোগ্রাফি-
i. যন্ত্রে মাইক্রোফোন ব্যবহার করা হয়
ii. এক্সরে তুলনায় অধিকতর নিরাপদ
iii. প্রক্রিয়াটি তুলনায় কম্পাঙ্কের শব্দের প্রতিফলনের উপর নির্ভরশীল
নিচের কোনটি সঠিক?
১৫৩. আল্ট্রসনোগ্রাফি যন্ত্রে-
i. রোগ নির্ণয়ের জন্য শব্দের কম্পাঙ্ক 1-10 মেগাহার্টজ হয়ে থাকে
ii. ট্রান্সডিউসার নামক স্ফটিক ব্যবহার করা হয়
iii. উৎপন্ন তরঙ্গ তাড়িত চৌম্বক তরঙ্গ
নিচের কোনটি সঠিক?
১৫৪. এক্সরের সাহায্যে কী সনাক্ত করা যায়?
১৫৫. জগদীশচন্দ্র বসুর পিতা কোন জেলায় ডেপুটি ম্যাজিস্ট্রট ছিলেন?
১৫৬. কোন গ্রণ্থির অস্বাভাবিক বৃদ্ধির জন্যে আয়োডিন-13 ব্যবহার হয়?
১৫৭. বাংলা ভাষায় রচিত ‘অব্যক্ত’ কী ধরনের রচনাবলী?
১৫৮. হৃৎপিন্ড রক্ত সঞ্চালনের জন্য কোন ধরনের সিগন্যাল ব্যবহার করে?
১৫৯. উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার যন্ত্রের নাম কী?
১৬০. নিচের কোনটি ছোট বলে এক্সরের কোনো পদার্থ ভেদ করার ক্ষমতা বেশি হয়?
১৬১. পরমাণু চিকিৎসায় বহুল ব্যবহৃত আইসোপটোপ কোনটি?
১৬২. হৃৎপিন্ডের সম্পূর্ণ ছবি পাবার জন্য হৃৎপিন্ডের প্রাচীর বরাবর কয়টি ইলেকট্রোড স্থাপন করা হয়?
১৬৩. এনজিওগ্রাফি চিকিৎসক যে নল ব্যবহার করেন তার নাম কী?
১৬৪. কোনটির ক্ষেত্রে শরীরের বাহির থেকে কোবাল্ট বিকিরণ বীম ব্যবহার করা হয়?
১৬৫. সিটিস্ক্যান যন্ত্রে ত্রিমাত্রিক প্রতিবিম্ব গঠনে কোন প্রক্রিয়া ব্যবহৃত হয়?
১৬৬. X-ray ফিল্মে হাড়ের ছবি স্পষ্ট দেখা যাওয়ার কারণ-
১৬৭. বৃক্ক-
i. একটি বিশেষ ছাঁকন যন্ত্র
ii. মানুষের শরীরের নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ অপসারণ করে থাকে
iii. মানুষের শরীরের নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ অপসারণ করে না
নিচের কোনটি সঠিক?
১৬৮. জগদীশচন্দ্র বসু উৎপন্ন তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যকে কত মিলিমিটারে নামিয়ে আনতে সক্ষম হন?
১৬৯. জগদীশ চন্দ্র বসু কোন বইটি বাংলা ভাষায় রচনা করেন?
১৭০. জান্নাতের নামসমূহ-
i. দারুস সালাম ও সাকার
ii. দারুল মাকাম ও দারুল খুলদ
iii. দারুল কারার ও দারুল নাঈম
নিচের কোনটি সঠিক?
১৭১. সিটিস্ক্যানের কার্যপ্রণালির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য কোনটি?
১৭২. নাসাগহ্বর এবং চারপাশের সাইসসমূহ পরীক্ষা করা হয় কোন প্রক্রিয়ায়?
১৭৩. স্যার জগদীশচন্দ্র বসু কোথায় অধ্যাপনা করতেন?
১৭৪. এম, আর, আই যন্ত্রে কোনটি ব্যবহার হয় না?
১৭৫. তেজস্ক্রিয় আইসোটোপের সাহায্য সনাক্ত করা যায়-
i. ক্ষতিকর ক্যান্সার টিউমারের কোষ বৃদ্ধি
ii. থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি
iii. ভ্রূণের বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
১৭৬. স্যার জগদীশচন্দ্র বসুর অবদান-
i. বিনা তারে দূরবর্তী স্থানে রেডিও সংকেত প্রেরণে সক্ষম হন
ii. ক্রেসোগ্রাফ আবিষ্কার করেন
iii. বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন
নিচের কোনটি সঠিক?
১৭৭. Response in the Living and Non-Living’ গ্রন্থটির রচয়িতা কে?
১৭৮. হৃৎপিন্ডের বৈদ্যুতিক কার্যলাপ নিয়মিতভাবে পর্যবেক্ষণের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
১৭৯. এন্ডোসকোপি ব্যবহার করা হয়-
i. ফুসফুস, বুকের কেন্দ্রীয় বিভাজন অংশে
ii. পাকস্থলী, ক্ষুদ্রান্ত ও বৃহদন্ত্রে
iii. স্ত্রী প্রজনন অঙ্গে
নিচের কোনটি সঠিক?
১৮০. আল্ট্রাসনোগ্রাফি যন্ত্রে কোনটিকে বৈদ্যুতিকভাবে উত্তেজিত বা উদ্দীপিত করে উচ্চকম্পাঙ্কের আল্ট্রাসনিক তরঙ্গ উৎপন্ন করা হয়?
১৮১. খাদ্য গ্রহণ ও শ্বসন প্রকিয়ার মাধ্যমে মানবদেহে রাসায়নিক শক্তিকে কোন শক্তিতে রুপান্তর করে?
১৮২. ভেঙে যাওয়া হাড় শনাক্ত করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
১৮৩. ETT এর পূর্ণরুপ কী?
১৮৪. শরীরে রক্তের স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত হয়-
i. রক্তনালীতে ব্লক হলে
ii. রক্তনালী সরু
iii. রক্তনালী অপ্রস্থ
নিচের কোনটি সঠিক?
১৮৫. স্ত্রীরোগ ও প্রসূতি বিজ্ঞানে কোনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার লক্ষ করা যায়?
১৮৬. রেডিওথেরাপির প্রকারভেদ হচ্ছে-
i. বাহ্যিক বীম বিকিরণ
ii. বাহ্যিক রেডিওথেরাপি
iii. অভ্যন্তরীণ রেডিওথেরাপি
নিচের কোনটি সঠিক?
১৮৭. মানুষ কেন রোগ সংক্রান্ত বিভিন্ন কুসংস্কার বিশ্বাস করতো?
১৮৮. কোন প্রক্রিয়ায় রোগী তেজস্ক্রিয় তরল পদার্থ পানীয় হিসেবে গ্রহণ করে?
১৮৯. সিটিস্ক্যান যন্ত্রে কোনটি দ্বারা টিস্যুর ত্রিমাত্রিক ছবি পাওয়া যায়?
১৯০. এনজিওগ্রাম করার সময় রোগীর দেহে একটি সরু ও নমনীয় নলের মধ্য দিয়ে যে তরল পদার্থ প্রবেশ করানো হয় তাকে কী বলে?
১৯১. বিভিন্ন উদ্দীপনা উদ্ভিদের সারা দেওয়ার প্রকৃতি কী রকম?
১৯২. ইটিটি ব্যবহৃত হয়-
i. হৃৎস্পন্দনের হার নির্ণয়ে
ii. ক্যান্সার কোষ ধ্বংসে
iii. করোনারী আর্টারী রোগ নিরূপণে
নিচের কোনটি সঠিক?
১৯৩. এক্সরে ও সাধারণ আলোর মধ্যে প্রধান পার্থক্য হলো-
i. রশ্মি বিকিরণে
ii. ব্যবহারিক প্রয়োগে
iii. তরঙ্গদৈর্ঘ্যে
নিচের কোনটি সঠিক?
১৯৪. এনজিওগ্রাফিতে ব্যবহৃত ডাই কিসের মাধ্যমে শরীর থেকে বের হয়?
১৯৫. মানুষের শরীরে নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ অপসারণে কোনটি সহায়তা করে?
১৯৬. বাহ্যিক রেডিওথেরাপির ক্ষেত্রে ব্যবহার করা হয়-
i. কোবাল্ট বিকিরণ
ii. উচ্চশক্তি সম্পন্ন এক্সরে
iii. ইলেকট্রন বীম
নিচের কোনটি সঠিক?
১৯৭. আল্ট্রসনোগ্রাফিতে নিচের কোনটিকে কাজে লাগানো হয়?
১৯৮. কার্বনের পারমাণবিক সংখ্যা কত?
১৯৯. এক্সরে নলে কয়টি তড়িৎদ্বার থাকে?
২০০. করোনারী আর্টারী রোগের রোগ নিরূপণে নিচের কোনটি ব্যবহৃত হয়?
২০১. এন্ডোসকোপি ব্যবহৃত হয়-
i. ফুসফুস, বুকের কেন্দ্রীয় বিভাজন অংশ পর্যবেক্ষণের জন্য
ii. পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র বা কোলন পরীক্ষার জন্য
iii. রক্তের লোহিত কণিকার পরিমাণ নির্ণয়ের জন্য
নিচের কোনটি সঠিক?
২০২. রেডিওথেরাপি কত ধরনের হয়ে থাকে?
২০৩. হৃৎপিন্ডের একটি সম্পূর্ণ ছবি পাওয়ার জন্য কয়টি ইলেকট্রোড ব্যবহার করা হয়?
২০৪. কোন গ্রন্থির অস্বাভাবিক প্রকৃতি উপরোক্ত প্রক্রিয়ায় নির্ণয় করা হয়?
২০৫. ই.টি.টি টেস্টে হৃৎযন্ত্রের উপর কীসের অতিরিক্ত চাপ প্রয়োগ করা হয়?
২০৬. এনজিওগ্রাফি করার ফলে হতে পারে-
i. ইনজেকশন দেওয়ার স্থানে ইনফেকশন
ii. রক্তকণিকা উৎপাদন ব্যাহত
iii. ডায়াবেটিস রোগীর কিডসি সমস্যা
নিচের কোনটি সঠিক?
২০৭. রাশেদ সাহেব বুকে ব্যথার সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার তার হৃৎপিন্ডের অবস্থা বুঝার জন্য কোন পরীক্ষাটি করাতে পারেন?
২০৮. কোন পরীক্ষার মাধ্যমে হৃৎপিন্ডের করোনারী ধমনীতে সৃষ্ট আংশিক অবরুদ্ধ অবস্থায় সনাক্ত করা হয়?
২০৯. সিটিস্ক্যানের সাহায্যে ত্রিমাত্রিক ছবি পাওয়া যায়-
i. রক্তবাহী শিরা বা ধমনীয়
ii. ফুসফুসের
iii. ব্রেনের
নিচের কোনটি সঠিক?
২১০. আচার্য স্যার জগদীশচন্দ্র বসু ছিলেন-
i. একাধারে একজন প্রখ্যাত পদার্থবিজ্ঞান
ii. একজন জীববিজ্ঞানী
iii. একজন রসায়নবিদ
নিচের কোনটি সঠিক?
২১১. রেডিওথেরাপি কত প্রকার?
২১২. কুরআনের পূর্ববর্তী আসমানি কিতাবসমূহ নাযিল হয়েছিল-
i. যে কিতাব আসমানে ছিল
ii. রাসুলগণের নিকট প্রেরিত আল্লাহর বাণী সমূহের সংকলন
iii. মানুষের জন্য প্রেরিত আল্লাহর বাণীসমূহের সমষ্টি
নিচের কোনটি সঠিক?
২১৩. রেডিওথেরাপি ব্যবহার করা হয়-
i. ক্যান্সার চিকিৎসায়
ii. থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক প্রকৃতি নির্ণয়ে
iii. রক্তের কিছু ব্যাধির চিকিৎসায়
নিচের কোনটি সঠিক?
২১৪. আধুনিক সমাজে মৃত্যুহার কমে যাওয়ার কারণ-
i. মানুষ বিদেশ গিয়ে চিকিৎসা করে
ii. রোগ নির্ণয়ে ভৌত যন্ত্র ব্যবহৃত হচ্ছে
iii. চিকিৎসায় ভৌত যন্ত্র ব্যবহৃত হচ্ছে
নিচের কোনটি সঠিক?
২১৫. জগদীশচন্দ্র বসু কত সালে রেডিও সংকেত প্রেরণ করেন ?
২১৬. একটি পূণাঙ্গ মানবদেহে কয়টি কোষ দ্বারা গঠিত?
২১৭. একজন ব্যক্তির এক্সরে রিপোর্টে দেখা গেল তার পেটে টিউমার আছে। টিউমারটির অবস্থান সঠিকভাবে জানার জন্য কোন পরীক্ষা দরকার?
২১৮. রেডিওথেরাপিতে হাড়ের ক্যান্সারের ক্ষেত্রে কোন তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার হয়?
২১৯. এক্সরে বৈশিষ্ট্য কোনটি?
২২০. এন্ডোসকোপি-
i. বলতে সাধারণভাবে কোনো কিছু বাইরে দেখাকে বুঝায়
ii. যন্ত্রে দুটি নল থাকে
iii. যন্ত্রে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ধর্ম ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
২২১. করোনারী আর্টারী রোগের রোগ নিরূপণের জন্য কোন পরীক্ষাটি খুবই উপকার?
২২২. M.R.I ইংরেজী কোন শব্দের সংক্ষিপ্ত রূপ?
২২৩. প্রাণিজগতের নিয়মে ব্যাখ্যা করা সম্ভব-
২২৪. প্রাত্যহিক জীবনের বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হয়-
i. অর্ন্তদহন ইঞ্জিন
ii. রেফ্রিজারেটর
iii. বাষ্পীয় ইঞ্জিন
নিচের কোনটি সঠিক?
২২৫. জগদীশচন্দ্র বসু কোন বিষয়ে অধ্যাপনা শুরু করেন?
২২৬. কোনটির মাধ্যমে প্রাপ্ত প্রতিবিম্বকে পাউরুটির এক একটি ফালির সঙ্গে তুলনা করা যায়?
২২৭. ডাক্তারের ধারণা নাদিমের পিত্তথলিতে সমস্যা রয়েছে। তিনি কীভাবে এ ব্যাপারে নিশ্চিত হতে পারেন?
২২৮. বিজ্ঞানের অগ্রগতির মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্ক ও সমন্বয় অনেক বৃদ্ধি পেয়েছে-
i. রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে
ii. জীববিজ্ঞানের মধ্যে
iii. পদার্থবিজ্ঞানের মধ্যে
নিচের কোনটি সঠিক?
২২৯. জগদীশচন্দ্র বসু কত সালে ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন?
২৩০. এক্সরের তরঙ্গ দৈর্ঘ্য সাধারণ আলোর তরঙ্গদৈর্ঘ্যর চেয়ে কী রকম?
২৩১. ইসিজি এর পূর্নরূপ কোনটি?
২৩২. পদার্থবিজ্ঞান ব্যবহার করে জীবনের নানাবিধ রহস্যের অনুসন্ধান করাকে কী বলে?
২৩৩. তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার পরিলক্ষিত হয়-
i. কৃষিক্ষেত্রে
ii. শিল্পক্ষেত্রে
iii. খাদ্য সংরক্ষণে
নিচের কোনটি সঠিক?
২৩৪. এক্সরে নলের ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে উচ্চ বিভব পার্থক্য প্রয়োগ করা হলে কী ঘটে?
২৩৫. ব্যথাহীন এবং নিরাপদ রোগ নির্ণয় পদ্ধতি কোনটি?
২৩৬. জগদীশচন্দ্র বসু কত সালে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন?
২৩৭. এক্সরে বায়ুশূণ্য কাচনলের দুই প্রান্তে কয়টি ইলেকট্রোড লাগানো থাকে?
২৩৮. নিচের কোন প্রক্রিয়াকে ব্রাকিথেরাপি বলে?
২৩৯. এক্সরশ্মির তরঙ্গদৈর্ঘ্য কত?
২৪০. যে কৌশলে বা প্রক্রিয়ায় এনজিওগ্রাম করার সময় ধমনীর ব্লক মুক্ত করা হয় তাকে কী বলে?
২৪১. সিটিস্ক্যান যন্ত্রে ব্যবহৃত এক্সরে ডিটেকরটির সাহায্য রোগীর দেহের বিভিন্ন ঘনত্বের কী শনাক্ত করা যায়?
২৪২. আগে ধারণা করা হতো বিভিন্ন উদ্দীপনার উদ্ভিদের সাড়া দেওয়ার প্রকৃতি কোনটি?
২৪৩. হৃদপিন্ডের ক্রিয়া থেমে গেলে-
i. খুব দ্রুত মস্তিষ্কের ক্রিয়া থেমে যায়
ii. শরীরের অন্যান্য সকল অঙ্গগুলোর কর্মকান্ড বন্ধ হয়ে যায়
iii. মস্তিষ্কের ক্রিয়া থেমে যায় না
নিচের কোনটি সঠিক?
২৪৪. কোনটির সাহায্য শরীরের নরম টিস্যুর ত্রিমাত্রিক ছবি পাওয়া যায়?
২৪৫. ইসিজি পরীক্ষায় কোনটি জানা যায়?
২৪৬. মূত্রথলির অভ্যন্তরভাগ পরীক্ষা করার জন্য কোনটি ব্যবহার করা হয়?
২৪৭. সিটিস্ক্যান ঝুকিঁপূর্ণ কেন?
২৪৮. নিচের কোনটির নিয়মগুলো শুধু জড় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য?
২৪৯. জড়ায়ুর টিউমার শনাক্তকরণে নিচের কোনটি ব্যবহৃত হয়?
২৫০. এক্সরে ব্যবহার করা হয়-
i. দাঁতের গোড়ায় ঘা নির্ণয়
ii. দাঁতের গোড়ায় ক্ষয় নির্ণয়ে
iii. ক্যান্সার কোষকে ধ্বংস করতে
নিচের কোনটি সঠিক?
২৫১. তেজস্ক্রিয় আইসোটোপের প্রধানত কয় ধরনের ব্যবহার আছে?
২৫২. এমআরআই হলো-
i. ব্যথাহীন রোগ নির্ণয় পদ্ধতি
ii. নিরাপদ রোগ নির্ণয় পদ্ধতি
iii. অস্ত্রোপচার রোগ নির্ণয় পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
২৫৩. কোন পরীক্ষার রক্তনালিকায় ডাই প্রবেশ করানো হয়?
২৫৪. এনজিওগ্রাম করার সময় রোগীর দেহে এক বিশেষ ধরনের তরল পদার্থকে ঢুকানোর জন্য যে সরু ও নমনীয় নল ব্যবহৃত হয় তাকে কী� বলা হয়?
২৫৫. জগদীশচন্দ্র বসু নিচের কোন বিষয়ে অধ্যাপনা শুরু করেন?
২৫৬. এক্সরের সাহায্য সনাক্ত করা যায়-
i. ভেঙে যাওয়া হাড়
ii. হাড়ে ফাটল
iii. ফুসফুসের ক্যান্সার
নিচের কোনটি সঠিক?
২৫৭. যেসব পদার্থের পারমাণবিক সংখ্যা অভিন্ন কিন্তু ভরসংখ্যা ভিন্ন তাদেরকে কী বলা হয়?
২৫৮. সিটিস্ক্যান পরীক্ষার ডাই ব্যবহার করলে কোন সমস্যা তৈরি হয়?
২৫৯. কোনো পরমাণুর নিউক্লিয়াস অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে কী বলে?
২৬০. এক্সরে-
i. ক্যান্সার কোষকে মেরে ফেলতে পারে
ii. চিকিৎসা কাজও ব্যবহৃত হয়
iii. এর আরেক নাম হচ্ছে রঞ্জনরশ্মি
নিচের কোনটি সঠিক?
২৬১. কোন যন্ত্রের সাহায্য শরীরে ফাঁকা অঙ্গসমূহের অভ্যন্তরভাগ পরীক্ষা করা হয়?
২৬২. রোগ নির্ণয়ের জন্য যে আল্ট্রসনোগ্রাফি করা হয় সেই শব্দের কম্পাঙ্ক কত?
২৬৩. কার্বনের আইসোটোপ কয়টি?
২৬৪. সিটিস্ক্যান ব্যবহৃত হয়-
i. যকৃতের ক্যান্সার শনাক্তকরণে
ii. ফুসফুসের ক্যান্সার শনাক্তকরণে
iii. অগ্ন্যাশয়ের ক্যান্সার শনাক্তকরণে
নিচের কোনটি সঠিক?
২৬৫. মানবদেহকে মানবসৃষ্ট সবচেয়ে জটিল যন্ত্রের সমতুল্য ধরা হয় কেন?
২৬৬. নবি-রাসুলগণ ছিলেন
i. সৎ
ii. বিনয়ী
iii. গুরুগম্ভীর
নিচের কোনটি সঠিক?
২৬৭. আখিরাত শব্দের অর্থ-
i. শেষ
ii. পরে
iii. পূর্ববর্তী
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড় এবং প্রশ্ন তিনটির উত্তর দাও:
এন্ডোসকপি বলতে সাধারণত কোন কিছুর ভিতরে দেখাকে বুঝায়। কিন্তু এন্ডোসকপি বলতে আমরা বুঝি চিকিৎসাজনিত কারণে বা প্রয়োজনে দেহের অভ্যন্তস্ত কোনো অঙ্গ বা গহ্বরকে বাহির থেকে পর্যবেক্ষণ। বিভিন্ন অঙ্গ যেমন ফুসফুস, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, উদর এবং পেলভিস, নাসাগহ্বর এবং কান পরীক্ষা করার জন্য এন্ডোসকোপি ব্যবহৃত হয়।
২৬৮. উদ্দীপকে বর্ণিত যন্ত্রের মাধ্যমে আমরা শরীরের কোন ধরনের অঙ্গসমূহের অন্তরভাগ পরীক্ষা করে থাকি?
২৬৯. উদ্দীপকের যন্ত্রে কয়টি নল থাকে?
২৭০. উদ্দীপকে বর্ণিত যন্ত্রে আলোর কোন ধর্ম ব্যবহৃত হয়?
Social Plugin