এস.এস.সি || রসায়ন || অধ্যায় - ১১ খনিজ সম্পদ-জীবাশ্ম
১. যুত পলিমারকরণ বিক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটি মনোমার হিসেবে কাজ করে?
ক) অ্যালকেনখ) অ্যালকিনগ) অ্যালকাইনঘ) অ্যালকোহল২. R-COOH একটি অ্যাসিড, কারন –
i. –COOH মূলক উপস্থিত আছে
ii. জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয়
iii. অ্যালকোহল মূলক উপস্থিত আছে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩. পেট্রোলিয়ামের ভৌত অবস্থা কীরূপ?ক) কঠিনখ) ঘনতরলগ) গ্যাসঘ) কোনটিই নয়৪. অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনসমূহ –
i. সমতলীয় চাক্রিক কাঠামো থাকে
ii. একান্তর বন্ধন বিদ্যমান
iii. কার্বন-কার্বন ত্রিবন্ধন বিদ্যমান
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৫. ডিজেল তেলের হাইড্রোকার্বনে কার্বন থাকে –ক) 16-20টিখ) 15-20টিগ) 18-20টিঘ) 17-20টি৬. দীর্ঘ শিকল বিশিষ্ট অ্যালকেনকে ভাঙতে কত চাপ প্রয়োগ করা হয়?ক) 70 atmখ) 75 atmগ) 750 atmঘ) 700 atm৭. ইথানলকে শক্তিশালী জারক দ্বারা জারিত করলে নিচের কোন যৌগটি তেরি হয়?ক) CH3CHOখ) CH3COOHগ) CH3CH2OOCCH3ঘ) CH3CH3৮. কোনটি সাইক্লোহেক্সেন এর এর সংকেত?ক) C6H6খ) C6H16গ) C6H12ঘ) C6H14৯. নিচের কোনটি সকল জ্বালানির মূল উপাদান?ক) নাইট্রোজেনখ) হাইড্রোজেনগ) অক্সিজেনঘ) কার্বন১০. পেট্রোলিয়ামের 171-2700C তাপমাত্রায় –
i. পৃথকীকৃত অংশকে ডিজেল তেল বলে
ii. পৃথকীকৃত অংশে 20 ভাগ ডিজেল তেল থাকে
iii. পৃথকীকৃত অংশে 16-20 পর্যন্ত কার্বন থাকে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১১. পাঁচ থেকে এগার কার্বনবিশিষ্ট অ্যালকাইনসমূহ সাধারণত --- হয়।ক) তরলখ) গ্যাসীয়গ) কঠিনঘ) কোনটিই নয়১২. প্রভাবকীয় ভাঙনের মাধ্যমে –
i. ডিজেল জ্বালানিকে পেট্রোল জ্বালানিতে পরিণত করা যায়
ii. শাখাযুক্ত অ্যালকেন ও অ্যারোমেটিক হাইড্রোকার্বন উৎপন্ন হয়
iii. অ্যালকিন ও হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করা হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৩. পেট্রোলিয়ামের কোন অংশকে পেট্রোল ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়?ক) গ্যাসোলিনখ) প্রাকৃতিক গ্যাসগ) লুবিকেটিং তেলঘ) বিটুমিন১৪. গ্লিাসরিন এক ধরনের কী?ক) হাইড্রোজেনখ) এস্টারগ) অ্যালডিহাইডঘ) অ্যালকোহল১৫. হাসপাতালে ব্যবহৃত পলিমারের নাম কী?ক) পলি ইথান্যালখ) পলিইথানলগ) পলিথিনঘ) পলিপ্রোপিলিন১৬. কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণ থেকে অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে নিচের কোন প্রভাবক ব্যবহৃত হয়?ক) V2O5খ) Niগ) LiAlH4ঘ) MnO2১৭. হাইড্রোকার্বন যৌগের শিকলে প্রতিটি কার্বন সর্বাধিক কতটি কার্বনের সাথে যুক্ত হয়ে সরল শিকল হাইড্রোকার্বন গঠন করে?ক) 2খ) 3গ) 4ঘ) 5১৮. প্লাস্টিক তৈরির কাঁচামাল কোনটি?ক) H3CCOClখ) H2N-CO-NH2গ) CH3CHOঘ) CH3COOH১৯. নিচের কোনটিতে ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট হয়?ক) CH4খ) C2H6গ) C2H2ঘ) C3H6২০. কৃত্রিম পলিমারের মধ্যে –
i. পলিথিন সহজে কাটা যায়
ii. PVC, বৈদ্যুতিক সামগ্রী, পানির পাইপ, কৃত্রিম বোর্ড তৈরিতে ব্যবহৃত হয়
iii. টেফলন অদাহ্য, এসিড ও ক্ষারে নিষ্ক্রিয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২১. সকল প্লাস্টিক দ্রব্য ও কৃত্রিম তন্তু নিচের কোন বিক্রিয়ার মাধ্যমে পাওয়া যায়?ক) হ্যালোজেনেশনখ) পলিমারকরণগ) ওজোনীকরণঘ) সংযোজন২২. অধিক পরিমাণ শাখাযুক্ত কার্বন শিকল থাকলে পলিমার –ক) ঘনত্ব কম হয়খ) গলনাঙ্ক বেশি হয়গ) শক্ত প্রকৃতির হয়ঘ) ঘনত্ব বেশি হয়২৩. অ্যালকাইনের ক্ষুদ্রতম ও সরল সদস্য নিচের কোনটি?ক) মিথেনখ) ইথিলিনগ) অ্যাসিটিলিনঘ) প্রোপাইন২৪. কোনটিকে সহজে গলানো যায়?ক) থার্মোপ্লাস্টিক পলিমারকেখ) থার্মোসেটিং পলিমারকেগ) উভয়টিকেইঘ) কোনটিকেই নয়২৫. ডোডেকেনকে অ্যালুমিনিয়াম অক্সাইড ও ক্রোমিয়াম অক্সাইডের উপস্থিতিতে উত্তপ্ত করলে কী পাওয়া যায়?ক) অ্যালকেন ও অ্যালকিনখ) অ্যালকিন ও অ্যালকাইনগ) অ্যালকেন ও অ্যালকাইনঘ) অ্যালকিন২৬. কেরোসিন কোন হাইড্রোকার্বনের মিশ্রণ?ক) n-পেন্টেন ও n-ডোডেকেনখ) n-পেন্টেন ও n-ট্রাইডেকেনগ) n-ডোডেকেন ও n-পেন্টাডেকেনঘ) n-উনডেকেন ও n-হেক্সাডেকেন২৭. হাইড্রোকার্বনে কী কী থাকে?ক) কার্বন ও নাইট্রোজেনখ) কার্বন ও হাইড্রোজেনগ) কার্বন ও সিলিকনঘ) কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন২৮. নিচের কোনটি টেফলনের মনোমার?ক) CH2=CH-CH3খ) CH2=CHCL2গ) CF2=CF2ঘ) CH2=CH2২৯. জলাভূমির ক্ষুদ্র প্রাণিসত্তা নিচের কোনটিতে পরিণত হয়?ক) কয়লাখ) তেলগ) স্বর্ণঘ) হীরক৩০. অ্যালকিনসমূহ –
i. দাহ্য পদার্থ
ii. গ্যাসীয়, তরল ও কঠিন অবস্থায় থাকে
iii. রাসায়নিকভাবে অত্যন্ত সক্রিয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩১. অ্যালকিনের উৎস হচ্ছে –
i. পেট্রোলিয়ামের ভাঙন বা ক্র্যাকিং
ii. আমেরিকার প্রাকৃতিক গ্যাস
iii. ইউরোপে অশোধিত তেলের ন্যাপথা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩২. ইথানলকে নিরুদিত করলে কী পাওয়া যায়?ক) ইথিনখ) প্রোপিনগ) ইথেনঘ) ইথাইন৩৩. ডেকেনের কার্বন শিকলে কার্বন পরমাণুর সংখ্যা কত?ক) 10টিখ) 11টিগ) 12টিঘ) 14টি৩৪. হেক্সাডেকেন কীরূপ হয়?ক) কঠিনখ) তরলগ) বায়বীয়ঘ) গ্যাসীয়৩৫. কোনটি দহন?ক) নাইট্রোজেন দ্বারা পুড়ানোখ) কার্বন মনোঅক্সাইড দ্বারা পুড়ানোগ) অক্সিজেন দ্বারা পুড়ানোঘ) কোনটিই নয়৩৬. অ্যালকিনকে দহন করলে কি পাওয়া যায়?ক) কার্বন ডাইঅক্সাইডখ) অ্যালকেনগ) অ্যালকাইনঘ) কার্বন৩৭. ইমালশন রং শিল্পে দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় কোনটি?ক) CH2Cl2খ) CHCl3গ) CH3Clঘ) CCl4৩৮. এক থেকে চার কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন --- হয়।ক) গ্যাসীয়খ) তরলগ) কঠিনঘ) বাষ্পীয়৩৯. পেট্রোলিয়ামের শতকরা কত ভাগ লুব্রিকেটিং অয়েল ও বিটুমিন থাকে?ক) 30%খ) 40%গ) 45%ঘ) 50%৪০. কোনটি সহজেই গ্রিজ ও ময়লাকে সহজেই দ্রবীভূত করতে পারে?ক) CHCl3খ) CH2Cl2গ) CH3Clঘ) CCl4৪১. কোনটি অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন নয়?ক) বেনজিনখ) ফেনলগ) সাইক্লোপেন্টেনঘ) ন্যাপথালিন৪২. নিচের উক্তিগুলো লক্ষ কর –
i. গ্লুকোজ, সেলুলোজ, স্টার্চের মনোমার
ii. দেহের কোষ ও কলা গঠন করে প্রোটিন
iii. ইনসুলিনে ২২টি অ্যামাইনো এসিড থাকে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪৩. বাংলাদেশের কোন অঞ্চলে গ্যাস ক্ষেত্র মজুদ আছে?ক) পূর্বাঞ্চলেখ) পশ্চিমাঞ্চলেগ) উত্তরাঞ্চলেঘ) দক্ষিণাঞ্চলে৪৪. একই পদার্থের অসংখ্য অণুযুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করার প্রক্রিয়াকে বলে –ক) ওজোনীকরণখ) হ্যালোজেনেশনগ) পলিমারকরণঘ) যুত পলিমারকরণ৪৫. অ্যালকেন কার সাথে বিক্রিয়া করে?ক) এসিডখ) ক্ষারগ) জারকঘ) হ্যালোজেন৪৬. অ্যালকেনের অপূর্ণ দহনে কী উৎপন্ন হয়?ক) COখ) CO2গ) Cঘ) ক ও গ৪৭. কোনটি অধিক সক্রিয়?ক) CH3-CH3খ) CH2=CH2গ) CH=CHঘ) CH3CH2-CH3৪৮. অ্যালকোহল বাতাসে উন্মুক্ত রাখলে টক স্বাদ লাভ করে কোনটির কারণে?ক) ব্যাকটেরিয়াখ) জারণগ) ভাইরাসঘ) আর্দ্র বিশ্লেষণ৪৯. নিম্ন ঘনত্বের পলিথিন তৈরিতে ব্যবহৃত তাপমাত্রা কত?ক) 2000Cখ) 3000Cগ) 1000Cঘ) 20000C৫০. ডেলরিনে মনোমার এর সংখ্যা কত হতে পারে?ক) পাঁচ থেকে পঞ্চাশখ) দশ থেকে ষাটগ) বিশ থেকে সত্তরঘ) ত্রিশ থেকে আশি৫১. কোনটি উপস্থিতির জন্য অ্যালকিন যুত বিক্রিয়া প্রদর্শন করে?ক) কার্বন-কার্বন একক বন্ধনখ) কার্বন-কার্বন দ্বিবন্ধনগ) কার্বন-কার্বন σ-বন্ধনঘ) কার্বন-হাইড্রোজেন σ-বন্ধন৫২. H2C=CH2 যৌগটির দ্বি-বন্ধন –
i. একটি শক্তিশালী সমযোজী বন্ধন
ii. ক্লোরিন দ্বারা সহজে আক্রান্ত হয়
iii. যুত বিক্রিয়ার মাধ্যমে একক বন্ধনে পরিণত হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৫৩. CH4+O2→CO2+H2O; বিক্রিয়াটি –
i. একটি তাপহারী বিক্রিয়া
ii. একটি দহন বিক্রিয়া
iii. রান্নার সময় সংঘটিত হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৫৪. আন্তর্জাতিক পদ্ধতিতে সম্পৃক্ত হাইড্রোকার্বনকে কী বলা হয়?ক) অ্যালডিহাইডখ) অ্যালকেনগ) অ্যালকিনঘ) অ্যালকাইন৫৫. অ্যালকাইনের সমগোত্রীয় শ্রেণির –
i. প্রথম তিনটি সদস্য (C2-C4) গ্যাসীয়
ii. পরবর্তী সাতটি সদস্য (C5-C11) তরল
iii. প্রথম তিনটি সদস্য (C2-C4) কঠিন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৫৬. পেট্রোলিয়ামের ন্যাপথা নামক অংশে কার্বন থাকে –ক) 7-14টিখ) 6-14টিগ) 7-12টিঘ) 7-15টি৫৭. রাস্তা তৈরিতে ব্যবহৃত হয় –ক) বিটুমিনখ) লুব্রিকেটিং তেলগ) ন্যাপথাঘ) প্যারাফিন৫৮. R – CH = CH2 + HBr → R – CH2 – CH2 – Br; বিক্রিয়াটিতে –
i. সংযোজন ঘটে
ii. অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়
iii. R = H হলে বিক্রিয়ক হবে ইথিন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৫৯. ইথিন প্রস্তুত করা যায় –
i. পেট্রোলিয়াম হতে প্রাপ্ত উচ্চতর অ্যালকেনকে বিয়োজন করে
ii. ইথানল হতে গাঢ় H2SO4 দ্বারা পানি অপসারণ করে
iii. ইথানলকে Al2O3-এর উপস্থিতিতে উত্তপ্ত করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৬০. প্লাস্টিককে নন বায়োডিগ্রেডেবল পদার্থ বলা হয় কেন?ক) সহজে পরিবহনযোগ্য নয় বলেখ) ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয় না বলেগ) ওজনে খুব হালকা বলেঘ) বিদ্যুৎ অপরিবাহী বলে৬১. Petroleum শব্দের অর্থ কী?ক) শিলা তেলখ) মধ্যম তেলগ) লঘু তেলঘ) বিটুমিন৬২. 15000C তাপে অক্সিজেন যোগে মিথেনের নিয়ন্ত্রিত জারণে ইথাইনের সব উৎপাদ হচ্ছে –
i. কার্বন ডাইঅক্সাইড
ii. কার্বন মনোক্সাইড
iii. হাইড্রোজেন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৬৩. জৈব যৌগের অসম্পৃক্ততা কোন পদার্থ দ্বারা নির্ণীত হয়?ক) Br2খ) CH3COOHগ) Heঘ) H2CO3৬৪. অ্যালকিন কেমন পদার্থ?ক) দাহ্যখ) অ্যাসক্তিহীনগ) গ্যাসীয়ঘ) একক বন্ধন যুক্ত৬৫. নিচের কোনটি গ্রিন হাউজ গ্যাস নামে পরিচিত?ক) CO2খ) H2Sগ) COঘ) NH3৬৬. অ্যালকিনের কোন বন্ধনটি বেশি শক্তিশালী?ক) প্রথমখ) দ্বিতীয়গ) তৃতীয়ঘ) সবগুলো সমান৬৭. CH4 + 2O2 = A + 2H2O + তাপ। A =?ক) COখ) CO2গ) Cঘ) কোনটিই নয়৬৮. রাস্তা তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?ক) গ্যাসোলিনখ) ন্যাপথাগ) লুব্রিকেটিং তেলঘ) বিটুমিন৬৯. কোনটি থার্মোপ্লাস্টিক পলিমার নয়?ক) বাকেলাইটখ) পলিথিনগ) পলিপ্রোপিনঘ) PVC৭০. পলিইথানলের পানিতে দ্রবণীয়তা কোনটির উপর নির্ভর করে?ক) কার্বন পরমাণুর সংখ্যাখ) n এর মানগ) হাইড্রোজেন পরমাণুর সংখ্যাঘ) হাইড্রক্সিল মূলকের সংখ্যা৭১. অপরিশোধিত পেট্রোলিয়ামকে কী বলে?ক) তরল সোনাখ) বাদামি সোনাগ) কঠিন সোনাঘ) খাঁটি সোনা৭২. অ্যারোমেটিক যৌগসমূহ কয় সদস্যের সমতলীয় চক্রীয় যৌগ?ক) ৫খ) ৬গ) ৭ঘ) সবগুলো৭৩. কেরোসিনের পাতন তাপমাত্রা কত?ক) 121-1700Cখ) 175-2750Cগ) 240-4000Cঘ) 270-4000C৭৪. ইথানলের সাথে গাঢ় H2SO4 এর বিক্রিয়ার ফলে কী উৎপন্ন হয়?ক) ইথারখ) ডাই-ইথাইল সালফেটগ) মিথিলিনঘ) ইথিলিন৭৫. ফরমালডিহাইড ব্যবহৃত হয় –
i. পচন নিবারক ও জীবাণুনাশকরূপে
ii. প্লাস্টিক ও চামড়া শিল্পে
iii. প্রাণিদেহ সংরক্ষণে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৭৬. কোনটি গ্লুকোজের পলিমার?ক) সেলুলোজখ) প্রোপিনগ) ইনসুলিনঘ) কোনটিই নয়৭৭. পানির পাইপ তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?ক) নাইলনখ) PVCগ) পলিথিনঘ) টেফলন৭৮. ইথানলের নিরুদনের মাধ্যমে পাওয়া যায় –ক) প্রোপিনখ) মিথেনগ) ইথিনঘ) বিউটিন৭৯. প্যারাফিন অর্থ কী?ক) আসক্তি সম্পন্নখ) আসক্তিহীনগ) নিষ্ক্রিয়ঘ) সাশ্রীয়৮০. পাইরোলিগনিয়াস এসিডে থাকে –
i. 4-10% ইথানয়িক এসিড
ii. 2-6% মিথানল
iii. আলকাতরা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৮১. অ্যালকাইল হ্যালাইড ও সোডিয়াম হাইড্রোঅক্সাইডের বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয়?ক) অ্যালডিহাইডখ) জৈব এসিডগ) অ্যালকোহলঘ) অ্যালকিন৮২. কোনটি ঘনীভবন পলিমার?ক) প্যারালডিহাইডখ) ডেরলিনগ) ট্রাই অক্সানঘ) ফরমিকা৮৩. নিচের কোনটি অ্যালডিহাইড?ক) CH3CHOখ) CH3COOHগ) CH3-OHঘ) কোনটিই নয়৮৪. প্লাস্টিকের বৈশিষ্ট্য হলো –
i. দামে সস্তা
ii. রাসায়নিক পদার্থের সাথে বিক্রিয়া করে না
iii. ওজনে হালকা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৮৫. হাইড্রোকার্বনের শ্রেণিবিভাগ কোনটি?ক) অ্যালিফ্যাটিক ও অ্যারোম্যাটিকখ) সম্পৃক্ত ও অসম্পৃক্তগ) বদ্ধ শিকল ও মুক্ত শিকলঘ) কোনটিই নয়৮৬. আমাদের দেশে প্রাকৃতিক গ্যাস পাওয়ার পূর্বে কীভাবে অ্যালকেন প্রস্তুত করা হত?ক) কেরোসিনকে পাইরোলাইসিস করেখ) ডিজেল তেলকে পাইরোলাইসিস করেগ) লুব্রিকেটিং তেলকে পাইরোলাইসিস করেঘ) কোনটিই নয়৮৭. ভিনেগারে কত শতাংশ ইথানয়িক এসিড থাকে?ক) 6-10%খ) 6-8%গ) 5-10%ঘ) 6-12%৮৮. জিওলাইটসে কোন মৌলটি থাকে?ক) আয়রনখ) সিলিকনগ) কার্বনঘ) নাইট্রোজেন৮৯. ডেলরিন কী দিয়ে তৈরি?ক) মিথান্যালখ) ইথান্যালগ) প্রোপান্যালঘ) বিউটান্যাল৯০. অ্যালকাইন এক অণু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে নিচের কোনটি উৎপন্ন করে?ক) অ্যালকেনখ) অ্যালকিনগ) অ্যালডিহাইডঘ) অ্যালকোহল৯১. প্রাকৃতিক গ্যাস কিসের উপর জমা হয়?ক) কয়লাখ) তেলগ) খনিজ লবণঘ) মৃত উদ্ভিদ দেহ৯২. অ্যারোমেটিক হাইড্রোকার্বনের অন্য নাম কী?ক) প্যারাফিনখ) ক্রেসলগ) বেনজিনঘ) অ্যারিন৯৩. কোন দুটি শব্দের সমন্বয়ে Paraffin শব্দটি গঠিত?ক) Paraf ও finখ) Parum ও affinisগ) Paraf ও affinityঘ) Parum ও affection৯৪. জাহাজের জ্বালানি হিসেবে ব্যবহার হয় –ক) ডিজেল তেল ও জ্বালানি তেলখ) লুব্রিকেটিং তেল ও জ্বালানি তেলগ) ডিজেল তেল ও লুব্রিকেটিং তেলঘ) মোবিল৯৫. কৃত্রিম পলিমার দিয়ে কোনটি তৈরি করা হয় না?ক) রশিখ) দাঁতের ব্রাশগ) নাইলনঘ) উল এর কাপড়৯৬. কয়লার ভৌত অবস্থা কীরূপ?ক) তরলখ) কঠিনগ) ঘন তরলঘ) গ্যাস৯৭. মিথান্যালের 40% জলীয় দ্রবণকে কী বলে?ক) হেক্সামিনখ) ফরমালিনগ) ইউরোট্রপিনঘ) অ্যানিলিন৯৮. কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন নয়?ক) অ্যালকিনখ) অ্যালকাইনগ) অ্যালকেনঘ) কোনটিই নয়৯৯. অ্যালকোহলসমূহের সাধারণ সংকেত হচ্ছে –ক) CnH2n+2খ) -CH2গ) CnH2n+1OHঘ) C4H10১০০. দ্বিবন্ধনের সবচেয়ে ভালো ব্যাখ্যা হলো –ক) দুইটি σ বন্ধন এবং একটি π বন্ধনখ) দুটি π বন্ধন এবং একটি σ বন্ধনগ) একটি σ বন্ধন এবং একটি π বন্ধনঘ) তিনটি σ বন্ধন১০১. পেট্রোলিয়ামের বর্ণ কীরূপ হয়?ক) কালোখ) বর্ণহীনগ) কালো বাদামিঘ) বাদামি১০২. নিচের উক্তিগুলো লক্ষ কর –
i. অ্যালকাইনসমূহ ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন
ii. অ্যালকাইনসমূহের ক্ষুদ্রতম সদস্য ইথাইন
iii. অ্যালকিনের ডিহাইড্রোজেনেশনের মাধ্যমে অ্যালকাইন পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১০৩. অ্যালকিনের সাথে হাইড্রোজেন যুক্ত হলে কী প্রভাবক হিসেবে কাজ করে?ক) Niখ) V2O5গ) MnO2ঘ) LiAlH4১০৪. অ্যালকিন শ্রেণির ক্ষুদ্রতম ও সরল সদস্য কোনটি?ক) ইথিনখ) প্রোপিনগ) বিউটিনঘ) হেক্সিন১০৫. গ্লাসিয়াল অ্যাসিটিক এসিডের সংকেত কী?ক) HCOOHখ) CH3CHOগ) CH3COOHঘ) CH3১০৬. ইথানলে বিষাক্ত মিথানল যোগ করে মেথিলেটেড স্পিরিট তৈরি করা হয় কেন?ক) পানের যোগ্য এবং শুল্ক মুক্ত করার জন্যখ) পানের অযোগ্য ও শুল্ক মুক্ত করার জন্যগ) উৎকৃষ্ট দ্রাবক তৈরি করার জন্যঘ) দামে সস্তা বার্নিশের দ্রাবক তৈরির জন্য১০৭. অংশ কলামের 271-3400C তাপমাত্রা অহ্চল থেকে পৃথকীকৃত ১ম অংশকে বলে –ক) লুব্রিকেটিং তেলখ) জ্বালানি তেলগ) কেরোসিনঘ) ডিজেল তেল১০৮. HDPE আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?ক) কার্ল ম্যাক্সখ) কার্ল জিগলারগ) ফ্রেডরিথ ভোলারঘ) কোব১০৯. চিনিকে ঈস্ট এর সাথে গাঁজন ঘটালে ইথাইল অ্যালকোহলের সাথে আর কোন গ্যাস উৎপন্ন হয়?ক) H2খ) O2গ) N2ঘ) CO2১১০. অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে কত ভাগে ভাগ করা যায়?ক) ৩ ভাগেখ) ২ ভাগেগ) ৪ ভাগেঘ) ৫ ভাগে১১১. চাক্রিক হাইড্রোকার্বনের কার্বন শিকলের ক্ষেত্রে –
i. কোনো মুক্ত শিকল থাকে না
ii. π-বন্ধন উপস্থিত থাকতে পারে
iii. সঞ্চারণশীল-π ইলেকট্রন থাকে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১১২. প্রাকৃতিক গ্যাসের বর্ণ কীরূপ?ক) কালোখ) পার্পেলগ) বাদামিঘ) বর্ণহীন১১৩. কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন?ক) মিথেনখ) ইথিনগ) প্রোপিনঘ) বিউটাইন১১৪. উচ্চ ঘনত্বের পলিথিন তৈরিতে ব্যবহৃত তাপ ও চাপ কত?ক) 2000C ও 2 atmখ) 600C ও 1 atmগ) 1000C ও 1 atmঘ) 600C ও 2 atm১১৫. বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে শতকরা কত ভাগ মিথেন থাকে?ক) 90 ভাগখ) 99.99 ভাগগ) 80 ভাগঘ) 100 ভাগ১১৬. ভিকস্ –
i. এক ধরনের মলম
ii. রাসায়নিকভাবে খুবই সক্রিয়
iii. তরল ও কঠিন মোমের মিশ্রণ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১১৭. টেরিলিন –
i. একটি পলিএস্টার
ii. রাসায়নিক তন্তু যা ঘনীভবন পলিমার করণে সৃষ্ট
iii. একটি পলিমার যার চাহিদা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১১৮. স্ফুটনাঙ্ক বৃদ্ধি অনুসারে সঠিক ক্রম হলো –
i. C5H126H147H16
ii. C7H166H145H12
iii. C3H84H105H12
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১১৯. হেক্সাডেকেনের স্ফুটনাঙ্ক কত?ক) 3430Cখ) 690Cগ) 1350Cঘ) 360C১২০. বন্ধনের প্রকৃতি অনুসারে সরল ও শাখায়িত হাইড্রোকার্বন কত প্রকার?ক) 2খ) 3গ) 4ঘ) 5১২১. নিচের কোনটি প্যারাফিন নামে পরিচিত?ক) অ্যালকিনখ) অ্যালকাইনগ) অ্যালকেনঘ) কোনটিই নয়১২২. কোনটি তৈরিতে মার্জারিন ব্যবহৃত হয়?ক) মাখনখ) মোমগ) ভিকসঘ) প্লাস্টিক১২৩. শিকল বিক্রিয়া –
i. মিথেন থেকে CCl4 উৎপাদনের ক্ষেত্রে ঘটে
ii. অ্যালকিনে ঘটে
iii. সহজে নিয়ন্ত্রণ করা যায় না
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১২৪. ফরমালিনে আয়তন হিসেবে শতকরা কত ভাগ মিথান্যাল থাকে?ক) 20%খ) 30%গ) 40%ঘ) 50%১২৫. জৈব দ্রাবকে কার্বক্সিলিক এসিডসমূহ কী হিসেবে থাকে?ক) ডাইমারখ) পলিমারগ) ট্রাইমারঘ) টেট্রামার১২৬. প্রভাবকসহ নিম্নচাপ ও তাপে হাইড্রোকার্বনের বিযোজনকে কী বলে?ক) তাপীয় বিযোজনখ) তাপীয় সংযোজনগ) প্রভাবকীয় প্রতিস্থাপনঘ) প্রভাবকীয় বিযোজন১২৭. ঘনীভবন পলিমারকরণে কোন অনু মনোমার হিসেবে বিক্রিয়া করে না?ক) অ্যালডিহাইডখ) অ্যামিনগ) অ্যালকোহলঘ) অ্যালকেন১২৮. প্লাস্টিক শিট তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?ক) PVCখ) PVAগ) টেফলনঘ) পলিথিন১২৯. কোনটি হাইড্রোকার্বনের সাধারণ সংকেত?ক) C2nH2n+1OHখ) CxHyগ) CnH2n+1OHঘ) কোনটিই নয়১৩০. অ্যালকেনের প্রভাবকীয় বিযোজনে নিচের কোনটি প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় না?ক) জিওলাইটসখ) Al2O3গ) SiO2ঘ) নিকেল চূর্ণ১৩১. একটি থার্মোসেট প্লাস্টিক –
i. মেলামাইন
ii. ব্যাকেলাইট
iii. ফরমিকা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৩২. নিচের উদ্ধৃতিগুলো লক্ষ কর:
i. পলিমারকরণে উচ্চ চাপ ও উচ্চ তাপ ব্যবহার করা হয়
ii. পলিমারকরণ বিক্রিয়ায় বিক্রিয়ক অণুকে মনোমার বলে
iii. ইথিলিনের পলিমারকে পলিথিন বলে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৩৩. কেরোসিনে জৈব পদার্থের কার্বন শিকলের দৈর্ঘ্য কত?ক) C5-C6খ) C5-C7গ) C5-C12ঘ) C11-C16১৩৪. CH4(g)+3Cl2(g)→CCl4(g)+4HCl(g)
i. বিক্রিয়াটি মৃদু সূর্যালোকের উপস্থিতিতে ঘটে
ii. বিক্রিয়াটি চার ধাপে সম্পন্ন হয়
iii. উৎপন্ন ড্রাইওয়াশ হিসেবে ব্যবহার হতো
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৩৫. কোনটি তন্তুময় সাংশ্লেষিক পলিঅ্যামাইড?ক) অ্যাডিপিক এসিডখ) হেক্সামিথিলিন ডাইঅ্যামিনগ) নাইলন-66ঘ) টেরেথেলিক এসিড১৩৬. অজৈব যৌগ গঠিত হয় নিচের কোন বন্ধনের মাধ্যমে?ক) সমযোজী বন্ধনখ) সন্নিবেশ বন্ধনগ) আয়নিক বন্ধনঘ) কোনটিই নয়১৩৭. সম্পৃক্ত হাইড্রোকার্বন –
i. শিকলে একক বন্ধন থাকে
ii. প্যারাফিন নামে পরিচিত
iii. যৌগের সাধারণ সংকেত CnH2n
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৩৮. কীসের উপর ভিত্তি করে হাইড্রোকার্বনসমূহকে দুই প্রধান শ্রেণিতে ভাগ করা হয়েছে?ক) কার্বন শিকলখ) বন্ধন প্রকৃতিগ) সক্রিয়তাঘ) কার্যকরী মূলক১৩৯. নিচের কোনটি একমাত্র অ্যালকিন যার সুগন্ধ আছে?ক) C2H4খ) C3H6গ) C4H8ঘ) C5H10১৪০. নিচের কোনটি অ্যালকিন?ক) C3H6খ) C3H8গ) C2H6ঘ) C3H5১৪১. মিথেনের ক্লোরিনেশনে উৎপন্ন হয় -
i. কার্বন ডাইঅক্সাইড
ii. ডাইক্লোরোমিথেন
iii. ট্রাইক্লোরো বিউটেন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৪২. CH3-CH2-CH=CH-CH3; এ যৌগটির নাম কী?ক) 2-পেন্টেনখ) 2-পেন্টিনগ) 3-পেন্টেনঘ) 3-পেন্টিন১৪৩. জিওলাইটসে নিচের কোন মৌলটি থাকে না?ক) সিলিকনখ) অ্যালুমিনিয়ামগ) অক্সিজেনঘ) আয়োডিন১৪৪. তরল সোনা কী?ক) প্রাকৃতিক গ্যাসখ) পেট্রোলিয়ামগ) কয়লাঘ) সিলিকা জেল১৪৫. অ্যালকিনের অসম্পৃক্ততা কোন পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায়?ক) ফসফরাস (V) ফ্লোরাইডখ) পটাসিয়াম ডাইক্রোমেটগ) কার্বিল অ্যামিনঘ) ব্রোমিন দ্রবণ১৪৬. বাংলাদেশে কোথায় তেল পরিশোধন করা হয়?ক) চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতেখ) চট্টগ্রামের ওয়েস্টার্ন রিফাইনারিতেগ) খুলনা ইস্টার্ন রিফাইনারিতেঘ) খুলনা ওয়েস্টার্ন রিফাইনারিতে১৪৭. কয়লায় রূপান্তরিত হয় নিচের কোনটি?ক) প্রাণিদেহখ) উদ্ভিদদেহগ) প্লাস্টিক দ্রব্যঘ) জলাভূমির ক্ষুদ্র প্রাণিসত্তা১৪৮. বাংলাদেশের কেরু এন্ড কেরু কোম্পানি কোন অ্যালকোহল প্রস্তুত করে?ক) মিথানলখ) ইথানলগ) রেকটিফাইড স্পিরিটঘ) প্রোপানল১৪৯. Affinis মানে কী?ক) স্বল্পখ) আসক্তিগ) স্বল্প আসক্তির যৌগঘ) বিকর্ষণ১৫০. জিওলাইটস হলো –
i. একটি প্রভাবক
ii. ঋণাত্মক আধানবিশিষ্ট জৈব যৌগ
iii. অ্যালুমিনিয়াম, সিলিকন ও অক্সি পরমাণুবিশিষ্ট বৃহৎ ল্যাটিস
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৫১. কোনটি পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য তাৎপর্যপূর্ণ?ক) ক্লোরিন প্রতিস্থাপনখ) দহনগ) তাপীয় বিয়োজনঘ) জারকের সাথে বিক্রিয়া১৫২. অংশ কলামে কত তাপমাত্রায় পৃথকীকৃত অংশকে ন্যাপথা বলে?ক) 21-700Cখ) 71-1200Cগ) 121-1700Cঘ) 171-700C১৫৩. পেট্রোলিয়ামে শতকরা কতভাগ পেট্রোলিয়াম গ্যাস থাকে?ক) ২ ভাগখ) ৩ ভাগগ) ৪ ভাগঘ) ৫ ভাগ১৫৪. মুক্ত শিকল হাইড্রোকার্বন কয় ভাগে বিভক্ত?ক) ৬ ভাগেখ) ৩ ভাগেগ) ২ ভাগেঘ) ৪ ভাগে১৫৫. রাসায়নিক যেওগ প্রস্তুতিতে ব্যবহৃত হয় –ক) গ্যাসোলিনখ) LPG গ্যাসগ) জ্বালানি তেলঘ) লুব্রিকেটিং তেল১৫৬. বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে বলে –ক) অ্যারোম্যাটিক যৌগখ) অ্যালিসাইক্লিক যৌগগ) অ্যালডিহাইড যৌগঘ) কোনটিই নয়১৫৭. গঠনের ভিত্তিতে কৃত্রিম পলিমার কয় প্রকার হয়?ক) দুই প্রকারখ) তিন প্রকারগ) চার প্রকারঘ) পাঁচ প্রকার১৫৮. প্রাকৃতিক গ্যাসের দ্বিতীয় প্রধান উপাদান কী?ক) মিথেনখ) ইথেনগ) পেনটেনঘ) বিউটেন১৫৯. টিরিলিন –
i. একটি পলিএস্টার
ii. রাসায়নিক তন্তু যা ঘনীভবন পলিমার করলে সৃষ্ট
iii. একটি পলিমার যার চাহিদা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৬০. সোডালাইম কী?ক) চুনের দ্রবণখ) শুষ্ক NaOH-এর দ্রবণগ) গাঢ় NaOH ও Cu-এর দ্রবণঘ) শুষ্ক NaOH ও CaO-এর দ্রবণ১৬১. কোনটি পলি কার্বক্সিলিক এসিড?ক) সাকসিনিক এসিডখ) সাইট্রিক এসিডগ) টারটারিক এসিডঘ) ম্যালোনিক এসিড১৬২. পলিমারকরণ বিক্রিয়ায় ব্যবহৃত ক্ষুদ্র অণুকে কী বলে?ক) পলিমারখ) ডাইমারগ) ট্রাইমারঘ) মনোমার১৬৩. গ্যাসহোলে শতকরা কত ভাগ ইথানল থাকে?ক) 10-20%খ) 15-25%গ) 20-300%ঘ) 20-30%১৬৪. কয়লার বর্ণ কীরূপ হয়?ক) বাদামিখ) কালো-বাদামিগ) কালোঘ) বর্ণহীন১৬৫. পরীক্ষাগার প্রণালিতে মিথেন প্রস্তুত করতে প্রয়োজন হয় –
i. সোডিয়াম অ্যাসিটেট
ii. সোডালাইম
iii. সোডিয়াম প্রোপিনয়েট
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৬৬. সম্পৃক্ত হাইড্রোকার্বনকে বলে –ক) অ্যালকিনখ) অ্যালকাইনগ) অ্যালকেনঘ) কোনটিই নয়১৬৭. ডাক্তারি যন্ত্র পানিতে পরিষ্কার করতে কতটুকু ইথানল ব্যবহার করা হয়?ক) 40%খ) 60%গ) 30%ঘ) 70%১৬৮. অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের শ্রেণিবিভাগ কী?ক) সম্পৃক্ত, অসম্পৃক্তখ) বদ্ধ শিকল, মুক্ত শিকলগ) অ্যালকেন, অ্যালকিনঘ) কোনটিই নয়১৬৯. পলিমারকরণ বিক্রিয়ায় সৃষ্ট বৃহৎ অণুকে কী বলে?ক) পলিমারখ) মনোমারগ) ডাইমারঘ) কোনটিই নয়১৭০. প্রাকৃতিক গ্যাসের উপাদানসমূহের মধ্যে –
i. ইথেন তাকে 7%
ii. সবচেয়ে বেশি পরিমাণ থাকে মিথেন
iii. পেনটেন থাকে 3%
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৭১. হাইড্রোকার্বনকে কয়ভাগে ভাগ করা হয়?ক) ২ ভাগেখ) ৩ ভাগেগ) ৪ ভাগেঘ) কোনটিই নয়১৭২. বিউটেনের ভৌত অবস্খায় কীরূপ?ক) গ্যাসীয়খ) কঠিনগ) তরলঘ) কোনটিই নয়১৭৩. মিথেন উৎপন্ন করতে কোনটি প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়?ক) Niখ) V2O5গ) LiAlH4ঘ) MnO2১৭৪. বড় হাইড্রোকার্বনকে ছোট হাইড্রোকার্বন অণুতে পরিণত করাকে বলে –ক) সংযোজনখ) দহনগ) প্রতিস্থাপনঘ) বিযোজন১৭৫. প্রাকৃতিক ঘনীভবন পলিমার নয় কোনটি?ক) স্টার্চখ) সেলুলোজগ) প্রোটিনঘ) নাইলন১৭৬. কোনটি প্রাকৃতিক পলিমার নয়?ক) রাবারখ) ভাতগ) প্রোটিনঘ) কলম১৭৭. বিটুমিন অংশের হাইড্রোকার্বনে কার্বন থাকে –ক) 70টিখ) 70 থেকে বেশিগ) 80টিঘ) 60টি১৭৮. রাসায়নিক কার্ল জিগলায় কোন দেশের অধিবাসী?ক) অস্ট্রেলিয়াখ) সুইডেনগ) জার্মানিঘ) ফ্রান্স১৭৯. নিচের কোনটি সম্পৃক্ত অ্যালিসাইক্লিক যৌগ?ক) C4H6খ) C3H4গ) C6H8ঘ) C5H10১৮০. অ্যালকিন –
i. শ্রেণির ক্ষুদ্রতম সদস্য ইথিন
ii. কার্বন শিকলে কার্বন-কার্বন দ্বিবন্ধন বিদ্যমান
iii. প্রকৃতিতে সামান্য পরিমাণে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৮১. যে এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ বিয়োজিত হয়ে C2H5OH এবং CO2 এ পরিনত হয়, তার নাম কী?ক) জাইমেজখ) ইনভারটেজগ) ডায়াস্টেজঘ) মল্টেজ১৮২. শিল্পক্ষেত্রে কোনটি থেকে ইথাইন প্রস্তুত করা হয়?ক) CaBr2খ) MgC2গ) CaC2ঘ) CH4১৮৩. অ্যালকেনসমূহ দৃঢ় একক (σ) বন্ধন দ্বারা গঠিত বলে –
i. তুলনামূলকভাবে এরা সুস্থিত থাকে
ii. এসিড ও জারক দ্বারা সহজে আক্রান্ত হয়
iii. বিকারক দ্বারা সংযোজন বিক্রিয়া ঘটানো সম্ভব নয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৮৪. চিটাগুড় দিয়ে ইথানল উৎপাদন বিক্রিয়া –ক) আর্দ্র বিশ্লেষণখ) জারণগ) বিজারণঘ) গাঁজন১৮৫. প্রাকৃতিক গ্যাসে প্রোপেনের শতকরা পরিমাণ কত?ক) 6%খ) 7%গ) 4%ঘ) 3%১৮৬. প্রাকৃতিক গ্যাসে মিথেনের পাশাপাশি সামান্য পরিমাণে থাকে –
i. ইথেন, প্রোপেন ও বিউটেন
ii. ইথিলিন, গ্যাসোলিন ও নাইট্রোজেন
iii. নিম্ন স্ফুটনাঙ্কবিশিষ্ট হাইড্রোকার্বন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৮৭. অ্যালকেন কোন বিক্রিয়া করে না?ক) দহনখ) হ্যালোজেন প্রতিস্থাপনগ) তাপীয় বিয়োজনঘ) এসিড১৮৮. কোনটিকে ধাপভিত্তিক পলিমারকরণ বলে?ক) সংযোজনখ) যুতগ) চেইনঘ) ঘনীভবন১৮৯. পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত –
i. বিটুমিন অংশকে রাস্তা তৈরিতে ব্যবহার করা হয়
ii. কেরোসিনকে প্যারাফিন বলে
iii. হাইড্রোকার্বনসমূহকে পরীক্ষাগার ও শিল্পকারখানায় ব্যবহার করা হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৯০. প্লাস্টিক শব্দটি এসেছে নিচের কোন শব্দ থেকে?ক) Plastikasখ) Plestikosগ) Plustikasঘ) Plastikos১৯১. অ্যালকাইন কত অণু হাইড্রোজেনের সাথে অ্যালকেন উৎপন্ন করে?ক) দুই অণুখ) এক অণুগ) তিন অণুঘ) চার অণু১৯২. কার্বক্সিলিক এসিড হচ্ছে –
i. মিথানয়িক এসিড
ii. ইথানয়িক এসিড
iii. প্রোপানয়িক এসিড
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৯৩. আইকোসেন যৌগটির ভৌত অবস্থা কী?ক) কঠিনখ) তরলগ) গ্যাসীয়ঘ) অর্ধতরল১৯৪. 1, 2-ডাইব্রোমো ইথেনের সংকেত কোনটি?ক) CHBr=CHBrখ) CH2Br=CH2Brগ) CHBr2=CHBr2ঘ) CHBr2=CHBr2১৯৫. কেরোসিনকে কী বলে?ক) কয়লাখ) গ্যারাফিনগ) গ্যাসোলিনঘ) লুব্রিকেটিং তেল১৯৬. ফরমালডিহাইড ও ইউরিয়া ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ায় উৎপন্ন করে কোনটি?ক) মেলামাইনখ) নাইলনগ) পলিভিনাইল ক্লোরাইডঘ) ডেরলিন১৯৭. প্রাকৃতিক গ্যাসে শতকরা কত ভাগ মিথেন থাকে?ক) 7%খ) 70%গ) 80%ঘ) 8%১৯৮. নিম্ন ঘনত্বের পলিথিন তৈরিতে ব্যবহৃত চাপ কত?ক) 1100 atmখ) 1200 atmগ) 1000 atmঘ) 12000 atm১৯৯. অপরিশোধিত তেলকে –
i. তরল সোনা বলে
ii. আংশিক পাতনের মাধ্যমে পৃথক করা হয়
iii. পৃথক করার প্রক্রিয়াকে পরিশোধন বলে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২০০. অ্যালকিনের ক্ষুদ্রতম সরল সদস্য কোনটি?ক) প্রোপিনখ) বিউটিনগ) ইথিলিনঘ) অ্যাসিটিলিন২০১. অ্যালকিন কত তাপমাত্রায় পানির সাথে বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করে?ক) 3000Cখ) 4500Cগ) 600Cঘ) 3500C২০২. নিচের কোনটি পানিতে কম দ্রবণীয়?ক) C2H5OHখ) C3H7OHগ) C4H9OHঘ) C5H11OH২০৩. নিচের বিক্রিয়াটি লক্ষ কর –
CaC2(s)+H2O(g)→HCCH(g)
i. শিল্পক্ষেত্রে এভাবে ইথাইন প্রস্তুত করা হয়
ii. বিক্রিয়ক CaC2 এ ফোঁটায় ফোঁটায় পানি যোগ করা হয়
iii. ফল পাকাতে উৎপন্ন যৌগটি ব্যবহার হয়ে থাকে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২০৪. প্রাকৃতিক গ্যাসে বিউটেনের শতকরা পরিমাণ কত?ক) 4%খ) 7%গ) 3%ঘ) 6%২০৫. কোনটি চকচকে?ক) নাইলনখ) PVCগ) টেফলনঘ) পলিপ্রোপিনবর্তমানে কোন দেশে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে ইথানলকে মটর ইঞ্জিনের জ্বালানিরূপে ব্যবহার করা হচ্ছে?ক) জাপানেখ) চীনেগ) আমেরিকায়ঘ) ব্রাজিলে২০৭. লেবুর রসে কোনটি থাকে?ক) সাইট্রিক এসিডখ) টারটারিক এসিডগ) ল্যাকটিক এসিডঘ) পমিটিক এসিড২০৮. ব্রোমিন দ্রবণ পরীক্ষায় লাল বর্ণের ব্রোমিন অ্যালকিনের সাথে বিক্রিয়ায় কোন বর্ণ দেয়?ক) কমলাখ) নীলগ) বাদামিঘ) বর্ণহীন২০৯. কেরোসিনের হাইড্রোকার্বনে কার্বন সংখ্যা থাকে –ক) 11-16টিখ) 11-15টিগ) 12-16টিঘ) 11-17টি২১০. একবার মাত্র আকার এবং গলানো যায় কোনটিকে?ক) থার্মোপ্লাস্টিক পলিমারকেখ) থার্মোসেটিং পলিমারকেগ) উভয় পলিমারকেঘ) কোনটিকেই নয়২১১. -A-A-A-A-A- পলিমার কাঠামোর মনোমার নিচের কোনটি?ক) Aখ) A-Aগ) A-A-Aঘ) A-A-A-A২১২. অপরিশোধিত তেলতে ব্যবহার উপযোগী করার জন্য নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয়?ক) কেলাসনখ) পাতনগ) আংশিক পাতনঘ) বাষ্পীভবন২১৩. অপরিশোধিত তেলের বিভিন্ন অংশকে পৃথক করার প্রক্রিয়াকে বলে –ক) পরিশোধনখ) পরিভবনগ) ঘনীকরণঘ) বিগলন২১৪. কোনটি সাপ তাড়াতে ব্যবহার করা হয়?ক) প্যারাফিনখ) ফেনলগ) বিটুমিনঘ) ন্যাপথালিন২১৫. ব্রোমিন কী বর্ণের তরল পদার্থ?ক) সাদাখ) লালগ) বেগুনিঘ) গোলাপী২১৬. ইথাইল অ্যালকোহলের শিল্পোৎপাদন করা হয় –
i. স্টার্চসমৃদ্ধ বস্তু থেকে
ii. চিটাগুড় থেকে
iii. বায়ুগ্যাস প্লান্ট থেকে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২১৭. হাইড্রোকার্বনসমূহ –
i. প্রধান দুই ভাগে বিভক্ত
ii. হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত যৌগ
iii. সাধারণভাবে CxHy হিসেবে লেখা হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২১৮. প্রভাবকবিহীন উচ্চ তাপ ও চাপে হাইড্রোকার্বনের ভাঙনকে কী বলে?ক) প্রভাবকীয় ভাঙনখ) স্বাভাবিক বিযোজনগ) তাপীয় সংযোজনঘ) তাপীয় বিযোজন২১৯. C ও H দ্বারা গঠিত যৌগ –
i. পেট্রোলিয়ামের প্রধান উপাদান
ii. কার্বন-কার্বন একক বন্ধনবিশিষ্ট হলে সম্পৃক্ত হয়
iii. হাইড্রোকার্বন নামে পরিচিত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২২০. বায়োপলিমারসমূহ জীবাণু দ্বারা বিযোজিত হতে কত বছর সময় নেয়?ক) 20 থেকে 30 বছরখ) 10 থেকে 20 বছরগ) 20 থেকে 40 বছরঘ) 30 থেকে 40 বছর২২১. C2H6 –
i. এটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন
ii. কার্বন কার্বন একক বন্ধন
iii. পেট্রোলিয়াম থেকে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২২২. ইনসুলিন নামক পলিমারে কয়টি অ্যামাইনো এসিড থাকে?ক) 20টিখ) 22টিগ) 32টিঘ) 21টি২২৩. মিথাইল ক্লোরোরাইড নিচের কোন ক্ষেত্রে ব্যবহার হয়?ক) রাসায়নিক দ্রব্য প্রস্তুতিতেখ) দ্রাবক হিসেবেগ) চেতনানাশক হিসেবেঘ) ড্রাইওয়াশ করতে২২৪. পেট্রোলিয়ামে কেরোসিন থাকে শতকরা –ক) 13 ভাগখ) 14 ভাগগ) 15 ভাগঘ) 12 ভাগ২২৫. পেট্রোলিয়ামে ডিজেল তেল থাকে শতকরা --- ভাগ।ক) 30খ) 40গ) 20ঘ) 50২২৬. কোনটি থার্মোসেটিং প্লাস্টিক নয়?ক) বাকেলাইটখ) কৃত্রিম রেজিনগ) ইপেক্সি গ্লুঘ) পলিপ্রোপিন২২৭. প্রাকৃতিক গ্যাসে শতকরা কত ভাগ ইথেন থাকে?ক) 3 ভাগখ) 4 ভাগগ) 6 ভাগঘ) 7 ভাগ২২৮. ইথানলকে একটি শক্তিশালী জারক দ্বারা জারিত করলে নিচের কোন যৌগটি তৈরি হয়?ক) CH3CHOখ) CH3COOHগ) CH3CH2OOCCH3ঘ) CH3CH3২২৯. সাধারণ তাপমাত্রায় তরল –
i. C4H10
ii. C5H12
iii. C6H14
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৩০. রেকটিফাইড স্পিরিটে থাকে –ক) 96% ইথানল ও 34% পানিখ) 95.6% ইথানল ও 4.4% পানিগ) 76% ইথানল ও 24% পানিঘ) 98% ইথানল ও 2% পানি২৩১. রেইনকোট তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?ক) পলিথিনখ) পলিপ্রোপিনগ) টেফলনঘ) পলিভিনাইল ক্লোরাইড২৩২. পরীক্ষাগারে কীভাবে অ্যালকেন প্রস্তুত করা হয়?ক) ফ্যাটি এসিডের লবণ থেকেখ) CO2 ও H2 এর মিশ্রণ থেকেগ) CO ও H2 এর মিশ্রণ থেকেঘ) অ্যালকেনের প্রভাবকীয় ভাঙনের মাধ্যমে২৩৩. অপরিশোধিত তেলকে কত 0C তাপমাত্রায় উত্তপ্ত করে আংশিক পাতন করা হয়?ক) 300খ) 400গ) 20ঘ) 270২৩৪. পেট্রোলিয়ামের কোন অংশ জেট বিমানের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়?ক) লুব্রিকেটিং তেলখ) ডিজেল তেলগ) ন্যাপথাঘ) কেরোসিন২৩৫. কয়লাকে তাপ দিলে প্রাপ্ত অবশেষকে কী বলে?ক) কয়লার আশখ) কোকগ) খনিজ কয়লাঘ) কোনটিই নয়২৩৬. কোনটি অ্যালকেনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া?ক) দহনখ) প্রভাবকীয় বিযোজনগ) তাপীয় বিযোজনঘ) হ্যালোজেন প্রতিস্থাপন২৩৭. PVC এর ধর্ম নয় কোনটি?ক) নরমখ) কঠিনগ) শক্তঘ) বিদ্যুৎ অপরিবাহী২৩৮. কোনটি মোম তৈরিতে ব্যবহৃত হয়?ক) অ্যালুমিনিয়ামখ) কার্বনগ) অক্সিজেনঘ) সিলিকন২৩৯. পেট্রোলিয়াম গ্যাস অংশের হাইড্রোকার্বনে কার্বন থাকে –ক) 1-3টিখ) 1-5টিগ) 2-3টিঘ) 1-4টি২৪০. C6H6+2O2CO2+?+তাপ –ক) 2H2Oখ) CO+H2Oগ) CH4ঘ) 3H2O২৪১. পেট্রোলিয়ামের প্রধান উপাদান কোনটি?ক) কার্বনখ) হাইড্রোকার্বনের মিশ্রণগ) হাইড্রোকার্বনঘ) মিথেন২৪২. LPG গ্যাসরূপে কী ব্যবহার করা হয়?ক) কয়লাখ) প্রাকৃতিক গ্যাসগ) পেট্রোলিয়াম গ্যাসঘ) তেল২৪৩. লুব্রিকেটিং অংশের হাইড্রোকার্বনে কার্বন থাকে –ক) 20 থেকে 35খ) 20 থেকে 25গ) 20 থেকে 45ঘ) 20 থেকে 55 পর্যন্ত২৪৪. মিথেনের শিল্পোৎপাদন করা যায় –
i. কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন হতে
ii. কার্বন মনোক্সাইড ও স্টিম হতে
iii. প্রাকৃতিক গ্যাস হতে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৪৫. পেট্রোলিয়াম অংশের হাইড্রোকার্বনে কার্বন সংখ্যা কতটি?ক) 5-10খ) 6-10গ) 4-7ঘ) 4-10২৪৬. গম, আলু, ভুট্টা প্রভৃতি হলো –ক) সেলুলোজখ) গ্লাইকোজেনগ) স্টার্চঘ) কোনটিই নয়২৪৭. নিচের কোন যৌগটি ব্রোমিন দ্রবণের লাল বর্ণকে বর্ণহীন করতে পারে?ক) C3H8খ) C3H8Oগ) C3H6Oঘ) C3H4২৪৮. ন্যাপথাকে জ্বালানি হিসেবে কতভাগ ব্যবহার করা হয়?ক) ১০খ) ৫০গ) ৯০ঘ) ৭০২৪৯. অশোধিত তেলের প্রায় শতকরা কত ভাগ কেরোসিন?ক) 10খ) 11গ) 12ঘ) 13২৫০. ইথানয়িক এসিডের 6-10% জলীয় দ্রবণকে কী বলা হয়?ক) মেথিলেটেড স্পিরিটখ) রেকটিফাইড স্পিরিটগ) ভিনেগারঘ) ফরমালিন২৫১. পাঁচ কার্বনবিশিষ্ট অ্যালকেনের নাম কী?ক) মিথেনখ) বিউটেনগ) পেন্টেনঘ) প্রোপেন২৫২. বিটুমিনে কার্বন সংখ্যার সীমা কত?ক) >C20খ) >C30গ) >C40ঘ) >C70২৫৩. কোন লবণের সাথে সোডালাইমের মিশ্রণকে তাপ দিলে মিশেন পাওয়া যায়?ক) সোডিয়াম ফরমেটখ) সোডিয়াম অ্যাসিটেটগ) সোডিয়াম ইথানয়েটঘ) সোডিয়াম প্রোপিনয়েট২৫৪. 2% H2SO4 ও 20% H2SO4 অ্যালকাইন পানির সাথে বিক্রিয়া করে নিচের কোনটি উৎপন্ন করে?ক) অ্যালকোহলখ) জৈব এসিডগ) অ্যালকিনঘ) অ্যালডিহাইড২৫৫. অংশ কলামের 271-3400C তাপমাত্রা অঞ্চল থেকে কয়টি অংশ পৃথক করা হয়?ক) 2টিখ) 3টিগ) 4টিঘ) কোনটিই নয়২৫৬. রেক্টিফাইড স্পিরিটে কোনটি যোগ করলে তা মেথিলেটেড স্পিরিট হয়ে যায়?ক) ইথানলখ) মিথান্যালগ) মিথানলঘ) প্রোপানল২৫৭. কোনটি থেকে গাঁজন প্রক্রিয়ায় অ্যালকোহল প্রস্তুত করা হয় না?ক) চালখ) গমগ) আলুঘ) কাঠ২৫৮. জিওলাইটস একটি –ক) সরল যৌগখ) যৌগিক যৌগগ) জটিল যৌগঘ) কোনটিই নয়২৫৯. ইথানলের 96% জলীয় দ্রবণকে কী বলে?ক) মেথিলেটেড স্পিরিটখ) রেক্টিফাইড স্পিরিটগ) অ্যাবসুলিউট অ্যালকোহলঘ) ইথানল২৬০. C15H32 সংকেত বিশিষ্ট যৌগটির নাম নিচের কোনটি?ক) হেপ্টাডেকেনখ) হোক্সাডেকেনগ) পেন্টাডেকেনঘ) টেট্রাজেকেন২৬১. বাস ইঞ্জিনে ব্যবহৃত হয় –ক) পেট্রোলিয়ামখ) ডিজেলগ) লুব্রিকেটিং তেলঘ) ন্যাপথা২৬২. মিথান্যালকে নিম্নচাপে উত্তপ্ত করলে কোনটি উৎপন্ন হয়?ক) মেলামাইনখ) পলিভিনাইল ক্লোরাইডগ) ডেরলিনঘ) টেফলন২৬৩. কোনটি মুক্ত শিকল হাইড্রোকার্বন নয়?ক) C3H4খ) C2H6গ) C4H10ঘ) C4H8২৬৪. কত তাপমাত্রায় উত্তপ্ত করলে কার্বন শিকলের বন্ধন ভেঙে ক্ষুদ্র শিকল বিশিষ্ট অ্যালকেন ও অ্যালকিনের মিশ্রণ পাওয়া যায়?ক) 700Cখ) 7500Cগ) 7000Cঘ) 750C২৬৫. কোনটি LPG গ্যাস হিসেবে ব্যবহার করা হয়?ক) ডিজেল তেলখ) পেট্রোলিয়াম গ্যাসগ) ন্যাপথাঘ) গ্যাসোলিন২৬৬. জীবাশ্ম জ্বালানিসমূহের মধ্যে –
i. কয়লা উৎপন্ন হয় পরিবর্তিত উদ্ভিদ দেহ থেকে
ii. পেট্রোলিয়াম পাওয়া যায় জলাভূমির ক্ষুদ্র প্রাণিসত্তা থেকে
iii. প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়ামের উপরে জমা হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৬৭. কার্বন ডাইঅক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণের মাধ্যমে পাওয়া যায় –ক) মিথেনখ) প্রোপেনগ) প্রোপিনঘ) প্রোপাইন২৬৮. অশোধিত তেলকে কোন প্রক্রিয়ায় বিভিন্ন অংশে পৃথক করা হয়?ক) পরিস্রাবণখ) আংশিক পাতনগ) কেলাসনঘ) শীতলীকরণ২৬৯. ড্রাইওয়াশ করতে দ্রাবক হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়?ক) CH3Clখ) CH4গ) CCl4ঘ) CHCl3২৭০. HCl যৌগটি –
i. আয়নিক যৌগ
ii. সমযোজী হলেও আয়নিক বৈশিষ্ট্য অর্জন করে
iii. অজৈব ধরনের যৌগ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৭১. কোনটিতে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান?ক) মার্জারিনখ) উদ্ভিজ্য তেলগ) C10H20ঘ) C5H10২৭২. সব জ্বালানির মূল উপাদান কী?ক) Cখ) Sগ) Oঘ) N২৭৩. নিচের কোনটি ইথানল?ক) CH3-O-CH3খ) CH3-CH2-CHOগ) CH3-CH2-OHঘ) CH3-CO-CH3২৭৪. প্রাকৃতিক গ্যাসে পেন্টেনের শতকরা পরিমাণ কত?ক) 7%খ) 6%গ) 4%ঘ) 3%২৭৫. প্লাস্টিক পলিমারকরণসমূহ –
i. জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত মনোমার দ্বারা প্রস্তুত হয়
ii. বিয়োজিত হয় না
iii. পুড়ালে বিষাক্ত ধোয়ার সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৭৬. প্যারালডিহাইড নিচের কোনটি থেকে উৎপন্ন হয়?ক) ফরমালডিহাইডখ) অ্যাসিটালডিহাইডগ) মেটালডিহাইডঘ) কোনটিই নয়২৭৭. জৈব এসিড অ্যালকোহলের সাথে নিচের কোন পলিমারটি উৎপন্ন করে?ক) ডেরলিনখ) টেরিলিনগ) টেফলনঘ) নাইলন২৭৮. ইতিপূর্বে হরিপুরে তেল আবিষ্কারের ঘোষণা দিলেও কার্যত তা ছিল একটি –ক) কয়লা ক্ষেত্রখ) গ্যাস ক্ষেত্রগ) স্বর্ণের খনিঘ) হীরক খনি২৭৯. পেট্রোলিয়ামের পরিশোধন –
i. আংশিক পাতনের সাহায্যে করা হয়
ii. উপাদানের স্ফুটনাংকের উপর ভিত্তি করে করা হয়
iii. বিভিন্ন প্রয়োজনীয় জ্বালানি উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৮০. CH4+2O2CO2+2H2O বিক্রিয়ায় জীবাশ্ম জ্বালানিটি –
i. উচ্চ তাপ ও চাপে সৃষ্টি হয়
ii. বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়
iii. জীবদেহ ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৮১. কোনটি মুক্ত শিকল হাইড্রোকার্বন?ক) C4H10খ) C6H6গ) C4H8ঘ) C3H6২৮২. অ্যালকেনসমূহ নিচের কোন ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ করে?ক) প্রতিস্থাপনখ) সংযোজনগ) পলিমারকরণঘ) ওজোনীকরণ২৮৩. প্রাইভেট কার ও মাইক্রোবাসের জ্বালানি হিসেবে ব্যবহার হয় কোনটি?ক) গ্যাসোলিনখ) লুব্রিকেটিং তেলগ) ডিজেল তেলঘ) কেরোসিন২৮৪. পেট্রোলিয়ামের প্রধান উপাদান –
i. সাইক্লো অ্যালকেন
ii. অ্যারোমেটিক হাইড্রোকার্বন
iii. অসম্পৃক্ত হাইড্রোকার্বন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৮৫. পশুর চর্বিতে কোন ধরনের মূলক থাকে?ক) অ্যালকাইলখ) অ্যারাইলগ) অ্যামাইলঘ) অ্যালকাইনাইল২৮৬. পলিথিন শিল্পে প্রচুর পরিমাণে কী ব্যবহৃত হয়?ক) ইথেনখ) ইথিলিনগ) মিথেনঘ) প্রোপেন২৮৭. হেক্সেনেটর স্ফুটনাঙ্ক কত?ক) 360Cখ) 690Cগ) 950Cঘ) 980C২৮৮. অ্যালকাইনসমূহ –
i. অ্যালকিনের তুলনায় সক্রিয়
ii. সংযোজন বিক্রিয়া দেয়
iii. ব্রোমিনকে বর্ণহীন করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৮৯. নিচের কোন যৌগে দ্বিবন্ধন আছে?ক) C3H5খ) C2H2গ) C3H8ঘ) C2H4২৯০. অ্যালকোহলকে শক্তিশালী জারক দ্বারা জারিত করলে প্রথমে কী উৎপন্ন হয়?ক) অ্যালডিহাইডখ) কিটোনগ) অ্যালকিনঘ) ক ও খ২৯১. অংশ কলামের 121-1700C তাপমাত্রা অঞ্চল থেকে পৃথকীকৃত অংশকে কী বলে?ক) কেরোসিনখ) ন্যাপথাগ) গ্যাসোলিনঘ) লুব্রিকেটিং তেল২৯২. কয়লা + O2→CO2; বিক্রিয়ায় ১ম বিক্রিয়কটি –
i. কার্বনের রূপভেদ
ii. জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়
iii. হাইড্রোকার্বন শ্রেণির
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৯৩. কোনটি থার্মোসেটিং পলিমার?ক) পলিথিনখ) পলিপ্রোপিলিনগ) PVCঘ) ইপোক্সি গ্লু২৯৪. স্টার্চের সংকেত কী?ক) (C6H12O6)nখ) (C6H12O11)nগ) (C6H10O5)nঘ) (C12H22O11)n২৯৫. পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ পেট্রোল থাকে?ক) 3 ভাগখ) 5 ভাগগ) 7 ভাগঘ) 9 ভাগ২৯৬. C2H4+H2O→CH3H2OH বিক্রিয়াটিতে –
i. H3PO4 প্রভাবক হিসেবে কাজ করে
ii. 60 atm চাপ প্রয়োজন
iii. সংযোজন ঘটে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৯৭. দধিতে কোন এসিড পাওয়া যায়?ক) ল্যাকটিক এসিডখ) সাইট্রিক এসিডগ) ফরমিক এসিডঘ) পমিটিক এসিড২৯৮. CnH2n+1COOH সাধারণ সংকেত বিশিষ্ট যৌগটি –
i. অ্যালকোহলের জারণ ক্রিয়ায় প্রস্তুত করা যায়
ii. জলীয় দ্রবণে OH মূলক প্রদান করে
iii. ক্ষারকের সাথে ক্রিয়ায় লবণ তৈরী করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৯৯. বাংলাদেশের কোন অঞ্চলে কয়লা মজুদ আছে?ক) পূর্বাঞ্চলেখ) উত্তরাঞ্চলেগ) পশ্চিমাঞ্চলেঘ) দক্ষিণাঞ্চলে৩০০. বার-এর অধিক কার্বন সংখ্যাবিশিষ্ট অ্যালকেনসমূহ সাধারণত --- হয়।ক) তরলখ) গ্যাসীয়গ) বায়বীয়ঘ) কঠিন৩০১. শক্তি উৎপাদনে ব্যবহৃত অ্যালকোহলকে বলা হয় –
i. মেথিলেটেড স্পিরিট
ii. পাওয়ার অ্যালকোহল
iii. মিথাইল অ্যালকোহল
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) iiiঘ) ii ও iii৩০২. খাদ্য সংরক্ষক হিসেবে কোনটি ব্যবহৃত হয়?ক) জৈব এসিডখ) অ্যালকোহলগ) অ্যালডিহাইডঘ) অজৈব এসিড৩০৩. অ্যালকেনসমূহের –
i. ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয়
ii. দহন বিক্রিয়ায় প্রচুর শক্তি উৎপন্ন হয়
iii. প্রতিস্থাপন ঘটে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩০৪. প্রাকৃতিক গ্যাসে ---।
i. প্রধান উপাদান হিসেবে থাকে মিথেন
ii. তাপ দিলে CO2 ও শক্তি পাওয়া যায়
iii. 99.99% মিথেন থাকে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩০৫. পেট্রোলিয়ামের প্রধান উপাদান –
i. সাইক্লো অ্যালকেন
ii. অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন
iii. অসম্পৃক্ত হাইড্রোকার্বন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩০৬. ফরমালিনের সংকেত কী?ক) CH3OHখ) H-CHOগ) H-COOHঘ) CH3COOH৩০৭. অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কত প্রকার হয়?ক) দুইখ) তিনগ) চারঘ) কোনটিই নয়৩০৮. অ্যালকাইন সালফিউরিক এসিডের উপস্থিতিতে পানির সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড উৎপন্ন করে –ক) 20%খ) 2%গ) 30%ঘ) 25%৩০৯. ইথিলিন প্রস্তুত করতে কত চাপ ব্যবহার করাত হয়?ক) 1200 atmখ) 200 atmগ) 1000 atmঘ) 500 atm৩১০. বাসা বাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কোনটি?ক) কেরোসিনখ) LPG গ্যাসগ) জ্বালানি তেলঘ) লুব্রিকেটিং তেল৩১১. C1-C4 কার্বন শিকল বিশিষ্ট অশোধিত পেট্রোলিয়াম তৈলের পাতিত অংশ –
i. এর পাতন তাপমাত্রা 200C
ii. তরলীকৃত প্রাকৃতিক গ্যাস
iii. বাড়ির রান্নার গ্যাস চুল্লিতে জ্বালানিরূপে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩১২. দেহের কোষ ও গলা গঠন করে কোনটি?ক) সেলুলোজখ) স্টার্চগ) গ্লাইকোজেনঘ) প্রোটিন৩১৩. অশোধিত পেট্রোলিয়াম তেলের অনুদ্বায়ী অবশেষ –
i. ছাদ ঢালাই ও রাস্তা তৈরি কাজে ব্যবহৃত হয়
ii. অ্যালকেনসহ বিভিন্ন পদার্থ মিশ্রিত পাতিত অংশ
iii. C70 এর ঊর্ধ্বে কার্বন শিকলের দৈর্ঘ্যবিশিষ্ট হাইড্রোকার্বন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩১৪. কোন পদার্থটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি?ক) C3H8খ) C5H12গ) C8H18ঘ) C20H42৩১৫. উৎসের ভিত্তিতে পলিমার কত প্রকার?ক) দুই প্রকারখ) তিন প্রকারগ) চার প্রকারঘ) পাঁচ প্রকার৩১৬. কার্বন সংখ্যা বাড়ার সাথে সাথে অ্যালকিনের স্ফুটনাঙ্ক –ক) কমেখ) বাড়েগ) স্থির থাকেঘ) কোনটিই নয়৩১৭. বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে কী বলে?ক) অ্যালিসাইক্লিক যৌগখ) অ্যারোমেটিক যৌগগ) অ্যালকিনঘ) অ্যালকাইন৩১৮. অংশ কলামের 171-2700C তাপমাত্রা অঞ্চল থেকে পৃথকীকৃত অংশকে বলে –ক) ডিজেল তেলখ) বিটুমিনগ) ন্যাপথাঘ) গ্যাসোলিন৩১৯. টেরিলিন কী?ক) পলিথিনখ) পলিএস্টারগ) PVCঘ) নাইলন৩২০. দাঁতের ব্রাশ তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?ক) নাইলনখ) টেফলনগ) পলিথিনঘ) পলিভিনাইল ক্লোরাইড৩২১. বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের 99.99% কী?ক) ইথেনখ) মিথেনগ) অক্টেনঘ) প্রোটেন৩২২. সম্পৃক্ত হাইড্রোকার্বনে থাকে –ক) C – C একক বন্ধনখ) C – C দ্বিবন্ধনগ) C – C ত্রিবন্ধনঘ) কোনটিই নয়৩২৩. কোন এসিড মানুষ খেতে পারে?ক) অজৈব এসিডখ) জৈব এসিডগ) হাইড্রোক্লোরিক এসিডঘ) সালফিউরিক এসিড৩২৪. এক থেকে চার কার্বন বিশিষ্ট অ্যালকেনের স্ফুটনাঙ্ক সাধারণত কক্ষ তাপমাত্রায় --- থাকে।ক) নিচেখ) উপরেগ) সমানঘ) কোনটিই নয়৩২৫. প্রাকৃতিক গ্যাসের অধিকাংশ মিথেন হলেও এতে সামান্য পরিমাণে থাকে –
i. ইথেন
ii. প্রোপেন
iii. বিউটেন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩২৬. প্লাস্টিক পলিমার তৈরিতে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনে শতকরা কত ভাগ জীবাশ্ম জ্বালানি খরচ হচ্ছে?ক) 4%খ) 5%গ) 3%ঘ) 6%৩২৭. মিথান্যালের 40% জলীয় দ্রবণকে কী বলা হয়?ক) ডেরলিনখ) ফরমালিনগ) মেথিলেটেড স্পিরিটঘ) রেকটিফাইড স্পিরিট৩২৮. নিচের কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন?ক) C2H4খ) C3H4গ) C4H10ঘ) C4H8৩২৯. অসম্পৃক্ত হাইড্রোকার্বনসমূহ মূলত কত প্রকার?ক) 5খ) 4গ) 3ঘ) 2৩৩০. কোনটিকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলা যায় না?ক) C4H8খ) C4H4গ) C4H10ঘ) C3H6৩৩১. থার্সোসেটিং প্লাস্টিক –
i. সমযোজী ও হাইড্রোজেন বন্ধন দ্বারা গঠিত
ii. ক্রস লিংক ভেঙে বিয়োজিত হয়
iii. বার বার উত্তাপে গলে যায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৩২. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি?ক) ইথেনখ) প্রোপেনগ) বিউটেনঘ) মিথেন৩৩৩. নিচের কোনটি ঋণাত্মক আধানবিশিষ্ট?ক) অ্যালুমিনাখ) বালুগ) নিকেলঘ) জিওলাইট৩৩৪. নিচের কোনটি চেতনা নাশক হিসেবে ব্যবহার করা হয়?ক) CHCl3খ) CH3Clগ) CH3Cl2ঘ) CCl4৩৩৫. অ্যালডিহাইড যৌগ হল –
i. মিথান্যাল
ii. ইথান্যাল
iii. প্রোপান্যাল
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৩৬. Paraffin মানে কী?ক) স্বল্পখ) আসক্তিগ) স্বল্প আসক্তির যৌগঘ) বিকর্ষণ৩৩৭. অ্যালকিনের সাথে পানির উপস্থিতিতে KMnO4 এর বিক্রিয়ায় নিচের কোন যৌগ উৎপন্ন হয়?ক) ডাইব্রোমো ইথেনখ) ডাইব্রোমো প্রোপেনগ) ইথাইল অ্যালকোহলঘ) ইথিলিন গ্লাইকল৩৩৮. প্রাকৃতিক গ্যাসের উপাদান নয় কোনটি?ক) প্রোপেনখ) পোন্টিনগ) বিউটেনঘ) অক্টেন৩৩৯. HCl এর জলীয় দ্রবণে ইথিন যোগ করলে কোনটি উৎপন্ন হয়?ক) CH3-CH3খ) CH3-CH2Clগ) ClCH2-CH2Clঘ) CH3-CH(Cl)Cl৩৪০. কোনটি ঘুমের ঔষুধ?ক) অ্যাসিটালডিহাইডখ) প্যারালডিহাইডগ) মিথান্যালঘ) মিথানল৩৪১. কোক সৃষ্টি হয় কোনটি থেকে?ক) কয়লাখ) প্রাকৃতিক গ্যাসগ) তেলঘ) মিথেন৩৪২. CH3-CH=CH2 যৌগের –
i. রাসায়নিক সক্রিয়তা অনেক বেশি
ii. দ্বি-বন্ধনের ১ম টি শক্তিশালী হলেও ২য় টি তুলনামূলক দুর্বল
iii. পলিমারকরণ সম্ভব
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৪৩. মৃত উদ্ভিদ ও প্রাণী কত বছর মাটির নিচে থাকলে তা প্রাকৃতিক গ্যাস, কয়লা বা খনিজ তেলে পরিণত হয়?ক) প্রায় ২০০০ মিলিয়ন বছরখ) প্রায় ২০০ মিলিয়ন বছরগ) প্রায় ২০ মিলিয়ন বছরঘ) প্রায় ১০০ মিলিয়ন বছর৩৪৪. কোনটি থার্মোপ্লাস্টিক পলিমার?ক) বাকেলাইটখ) ফাইবার গ্লাসগ) কৃত্রিম রেজিনঘ) পলিপ্রোপিলিন৩৪৫. নিচের কোনটি অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক যৌগ?ক) C6H8খ) C3H6গ) C5H10ঘ) C6H12৩৪৬. স্বাভাবিক তাপমাত্রায় কঠিন –
i. C18H36
ii. C19H38
iii. C20H40
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৪৭. ন্যাপথা –
i. এর কার্বন সংখ্যার সীমা (C7-C4)
ii. জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়
iii. বিভিন্ন ব্যবহার্য দ্রব্য প্রস্তুতির কাঁচামাল
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৪৮. Plastikos শব্দটি কোন দেশীয়?ক) ইতালীয়খ) ল্যাটিনগ) গ্রিকঘ) ফ্রান্স৩৪৯. পেট্রোলকে নিচের কোনটি বলা যায়?ক) লুব্রিকেটিং তেলখ) বিটুমিনগ) ন্যাপথাঘ) গ্যাসোলিন৩৫০. কোনটি প্রাকৃতিক পলিমার?ক) রাবারখ) কলমগ) পলিস্টার কাপড়ঘ) পানির ট্যাংক৩৫১. অংশ কলামের 271-3400C তাপমাত্রা অহ্চল থেকে পৃথকীকৃত ২য় অংশকে বলে –ক) লুব্রিকেটিং তেলখ) জ্বালানি তেলগ) কেরোসিনঘ) ডিজেল তেল৩৫২. CH4 এর ক্লোরিনেশনে উৎপন্ন হয় –
i. ক্লোরোফরম
ii. ক্লোরোবেনজিন
iii. কার্বন টেট্রাক্লোরাইড
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৫৩. আইকোসেন কী জাতীয় হাইড্রোকার্বন?ক) অ্যালকিনখ) অ্যালকেনগ) অ্যালকাইনঘ) অ্যারোম্যাটিক৩৫৪. হাইড্রোজেনের সাথে CO মিশ্রিত করে মিশ্রণটিকে 2500C উষ্ণতায় সূক্ষ্ম নিকেল চূর্ণের উপর দিয়ে প্রভাবিত করলে কী উৎপন্ন হয়?ক) মিথানলখ) মিথান্যালগ) মিথেনঘ) মিথানোয়িক এসিড৩৫৫. নিচের উক্তিগুলো লক্ষ কর –
i. থার্মোপ্লাস্টিককে বার বার গলানো যায়
ii. থার্মোসেটিংকে বার বার গলানো যায়
iii. থার্মোসেটিং তুলনামূলক শক্ত ও কম নমনীয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৫৬. কৃত্রিম কাপড় তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?ক) পলিপ্রোপিনখ) টেফলনগ) নাইলনঘ) PVC৩৫৭. অশোধিত পেট্রোলিয়াম তৈলের আংশিক পাতনে কত কার্বন শিকল বিশিষ্ট বিটুমিন পাওয়া যায়?ক) C5-C8খ) C18-C30গ) C12-C15ঘ) C70 এর উর্ধ্বে৩৫৮. পেট্রোলিয়ামে শতকরা কতভাগ ন্যাপথা থাকে?ক) 20 ভাগখ) 30 ভাগগ) 10 ভাগঘ) 40 ভাগ৩৫৯. সম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষুদ্রতম সদস্য হলো –ক) মিথেনখ) ইথেনগ) প্রোপেনঘ) ইথিন৩৬০. হেক্সেন এর গলনাংক কত?ক) 18030Cখ) 180Cগ) 1300Cঘ) -950C৩৬১. প্রোপেনের স্ফুটনাংক কত?ক) -1900Cখ) 1830Cগ) 1280Cঘ) -1300C৩৬২. নিচের কোনটি গ্লুকোজের পলিমার নয?ক) সেলুলোজখ) স্টার্চগ) শর্করাঘ) রাবার৩৬৩. পলিমারকরণ বিক্রিয়া কত প্রকার?ক) 5খ) 4গ) 3ঘ) 1৩৬৪. ইথাইনের শিল্পোৎপাদন করা হয় –
i. টেট্রাহ্যালাইড হতে
ii. প্রাকৃতিক গ্যাস হতে
iii. ক্যালসিয়াম কার্বাইড হতে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৬৫. C4H10 সংকেতটি থেকে বোঝা যায় যৌগটির –
i. আণবিক ভর 68
ii. দুটি সমাণু সম্ভব
iii. কার্বন-কার্বন দ্বিবন্ধন বিদ্যমান
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৬৬. সূর্যের আলো ও ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয় যে পলিমার তাকে কী বলে?ক) বায়োপলিমারখ) কৃত্রিম পলিমারগ) প্রাকৃতিক পলিমারঘ) কোনটিই নয়৩৬৭. অ্যালকেনের অপূর্ণ দহনে নিচের কোনটি পাওয়া যায় না?ক) কার্বনখ) পানিগ) কার্বন মনোক্সাইডঘ) কার্বন ডাইঅক্সাইড৩৬৮. দুই থেকে চার কার্বনবিশিষ্ট অ্যালকাইনসমূহ সাধারণত --- হয়।ক) তরলখ) কঠিনগ) গ্যাসীয়ঘ) বায়বীয়৩৬৯. দীর্ঘ শিকলবিশিষ্ট অ্যালকেন → ক্ষুদ্র শিকলবিশিষ্ট অ্যালকেনের মিশ্রণ + ক্ষুদ্র শিকলবিশিষ্ট অ্যালকেনের মিশ্রণ।
উপরের সাধারণ সমীকরণটি লক্ষ করে সঠিক উত্তরটি চিহ্নিত কর।
i. এটি ভাঙন বা বিযোজন নামে পরিচিত
ii. বিক্রিয়াটি প্রভাবকের উপস্থিতিতে ঘটে
iii. বিক্রিয়াটি তাপের মাধ্যমে ঘটানো যায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৭০. জ্বালানির মূল উপাদান কী?ক) কার্বনখ) ম্যাগনেসিয়ামগ) হাইড্রোজেনঘ) অক্সিজেন৩৭১. CO2C35 কার্বন সংখ্যাবিশিষ্ট পেট্রোলিয়ামের অংশ –
i. জাহাজের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়
ii. 2710-3400C তাপমাত্রায় পৃথক হয়
iii. জেট বিমানে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৭২. মিথেনকে 15000C তাপমাত্রায় বায়ুর উপস্থিতিতে দহন করলে নিচের কোনটি পাওয়া যায়?ক) প্রোপাইনখ) ইথিনগ) ইথাইনঘ) ইথিলিন৩৭৩. নিচের কোনটিতে দ্বিবন্ধন বিদ্যমান?ক) অ্যালকিনখ) অ্যালকাইনগ) অ্যালকেনঘ) কোনটিতে নেই৩৭৪. থার্মোপ্লাস্টিক পলিমারের ক্ষেত্রে –
i. এটি লম্বা, সরু ও জট পাকানো
ii. এর কার্বন শিকলে শক্তিশালী বন্ধন গঠিত হয় কিন্তু পার্শ্ব শিকলে দুর্বল আকর্ষণ বল কাজ করে
iii. একে সহজে সম্প্রসারিত, বাঁকানো ও তাপ প্রয়োগে গলানো যায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৭৫. পেট্রোলিয়ামের কোন অংশকে ইঞ্জিনের পিচ্ছিল কারক হিসেবে ব্যবহার করা হয়?ক) লুব্রিকেটিং তেলখ) জ্বালানি তেলগ) ডিজেলঘ) প্যারাফিন৩৭৬. অ্যালকোহলকে জারিত করলে নিচের কোনটি পাওয়া যায়?ক) জৈব এসিডখ) অ্যালডিহাইডগ) অ্যালকিনঘ) অ্যালকাইন৩৭৭. পাঁচ থেকে পনের কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেনসমূহ সাধারণত –ক) তরলখ) গ্যাসীযগ) কঠিনঘ) কোনটিই নয়৩৭৮. আমাদের দেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে কোন অ্যালকেনের পরিমাণ সবচেয়ে বেশি?ক) মিথেনখ) ইথেনগ) প্রোপেনঘ) বিউটেন৩৭৯. অ্যালকেনের প্রভাবকীয় বিযোজন প্রভাবক হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়?ক) জিওলাইটসখ) আয়রন চূর্ণগ) নিকেল চূর্ণঘ) ভেনাডিয়াম পেন্টোঅক্সাইড৩৮০. নিচের কোনটির দহন ক্ষমতা সবচেয়ে বেশি?ক) অ্যালকিনখ) অ্যালকাইনগ) অ্যালকেনঘ) বেনজিন৩৮১. হাইড্রোকার্বনে কার্বন ও হাইড্রোজেনের মধ্যে কোন বন্ধন থাকে?ক) সমযোজীখ) আয়নিকগ) সন্নিবেশঘ) ধাতব৩৮২. জিওলাইটস এ কোনটি তাকে না?ক) অ্যালুমিনিয়ামখ) কার্বনগ) অক্সিজেনঘ) সিলিকন৩৮৩. ভিনেগারে কোন এসিড থাকে?ক) ইথানয়িক এসিডখ) সাইটিক এসিডগ) ফরমিক এসিডঘ) পমিটিক এসিড৩৮৪. কোন এসিড তেঁতুলে থাকে?ক) টারটারিকখ) ল্যাকটিকগ) সাইট্রিকঘ) অ্যাসিটিক৩৮৫. কোনটি তুলনামূলকভাবে বেশি সক্রিয়?ক) অ্যালকিনখ) অ্যালকাইনগ) অ্যালকেনঘ) কোনটিই নয়৩৮৬. অ্যালকেনসমূহ –
i. কার্বন-কার্বন ও কার্বন-হাইড্রোজেন সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত
ii. প্যারাফিন নামে পরিচিত
iii. এসিড, ক্ষার, ধাতু ও জারকের সাথে বিক্রিয়া
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৮৭. নিচের কোন অ্যালকেনদ্বয়ের গলনাংক সমান?ক) মিথেন ও প্রোপেনখ) মিথেন ও পেন্টেনগ) ইথেন ও প্রোপেনঘ) মিথেন ও ইথেন৩৮৮. C15H32 এর ভাঙ্গন প্রক্রিয়ায় –
i. কোনো একক বিক্রিয়া সম্পন্ন হয় না
ii. হাইড্রোকার্বনের মিশ্রণ উৎপন্ন হয়
iii. প্রভাবক বা উচ্চ তাপের প্রয়োজন পড়ে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৮৯. অসম্পৃক্ত হাইড্রোকার্বন –
i. দুই প্রকারের হয়ে থাকে
ii. শিকলে অন্তত একটি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন উপস্থিত থাকে
iii. সাধারণত অ্যালকেন নামে পরিচিত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৯০. জীবাশ্ম জ্বালানিসমূহ –
i. কার্বন দ্বারা গঠিত যৌগ
ii. দীর্ঘদিন কাদা মাটির নিচে চাপা থাকা সৃষ্ট যৌগ
iii. কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৯১. কোনটি প্যারাফিন?ক) C2H4খ) C3H6গ) C4H6ঘ) C4H10৩৯২. অ্যালকিন শ্রেণির ক্ষুদ্রতম সদস্য কোনটি?ক) C2H6খ) C2H4গ) C3H6ঘ) C3H8৩৯৩. নিচের পদার্থগুলোর মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি?ক) কিটোনখ) মিথেনগ) ইথাইল অ্যালকোহলঘ) ইথার৩৯৪. প্যারালাওহাইড তেরি করতে কী ব্যবহার করা হয়?ক) প্রোপান্যালডিহাইডখ) বিউটিন্যালডিহাইডগ) পেন্টান্যালডিহাইডঘ) অ্যাসিটালডিহাইড৩৯৫. ঘনীভবন পলিমারকরণে কোনটি অপসারিত হয়?ক) CO2খ) H2Oগ) O2ঘ) CO৩৯৬. নিচের কোনটি বেশি বিষাক্ত?ক) CHCl3খ) CH2Cl2গ) CH3Clঘ) CCl4৩৯৭. অ্যালকেনসমূহ অতিরিক্ত অক্সিজেন ও বায়ু দ্বারা দগ্ধ করলে উৎপন্ন হয় –
i. কার্বন ডাইঅক্সাইড
ii. কার্বন মনোক্সাইড
iii. পানি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৯৮. ডোডেকেনের সংকেত নিচের কোনটি?ক) C10H20খ) C10H22গ) C11H24ঘ) C12H26৩৯৯. Plastikos শব্দটির অর্থ কোনটি?ক) ভাঙা সম্ভবখ) ভাঙা সম্ভব নাগ) জোড়া লাগানো সম্ভবঘ) গলানো সম্ভব৪০০. কার্বনের তুলনায় হাইড্রোজেনের দাহ্যতা –ক) কমখ) বেশিগ) একইঘ) কোনটিই নয়৪০১. LPG –
i. রান্নার কাজে ব্যবহৃত
ii. দহনে CO2 উৎপন্ন করে
iii. জেট ইঞ্জিনের জ্বালানি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪০২. অ্যালকিনসমূহের সাধারন সংকেত –ক) CnH2n+2খ) CnHnগ) CnH2nঘ) CnH2n-2৪০৩. অ্যালকেনসমূহ নিচের কোন ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ করে না?ক) প্রতিস্থাপনখ) বিযোজনগ) দহনঘ) ওজোনীকরণ৪০৪. প্লাস্টিক বোতল তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?ক) নাইলনখ) টেফলনগ) PVCঘ) পলিপ্রোপিন৪০৫. অ্যালিসাইক্লিক যৌগকে কয় ভাগে ভাগ করা যায়?ক) তিন ভাগেখ) চার ভাগেগ) পাঁচ ভাগেঘ) দুই ভাগে৪০৬. নিচের কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়?ক) C3H4খ) C3H6গ) C2H2ঘ) C4H4৪০৭. হেক্সাকোসেন এর ভৌত অবস্থা কিরূপ?ক) কঠিনখ) তরলগ) গ্যাসীয়ঘ) বায়বীয়৪০৮. শীতপ্রধান দেশে হিটার দ্বারা ঘর গরম করার জন্য কোনটি ব্যবহৃত হয়?ক) প্রাকৃতিক গ্যাসখ) গ্যাসোলিনগ) কেরোসিনঘ) বিটুমিন৪০৯. কয়লা হচ্ছে –
i. কালো বর্ণের কঠিন পদার্থ
ii. তাপ দিলে অবশেষরূপে কোন পাওয়া যায়
iii. রেল ইঞ্জিনের জ্বালানিরূপে ব্যবহার করা হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪১০. বাংলাদেশ প্রেট্রোলিয়াম কর্পোরেশন সম্প্রতি কোথায় তেলক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছে?ক) কৈলাশটিলা ও জৈন্তায়খ) আলমগঞ্জ ও জৈন্তায়গ) কৈলাশটিলা ও আলমগঞ্জেঘ) কোনটিই নয়৪১১. প্রাকৃতিক গ্যাস তেল বা পেট্রোলিয়ামের কোন অংশে জমা হয়?ক) উপরেখ) নিচেগ) একই সাথেঘ) কোনটিই নয়৪১২. কোনটি কৃত্রিম পলিমার?ক) তুলাখ) রাবারগ) পলিস্টার কাপড়ঘ) প্রোটিন৪১৩. এক অণু ইথাইনের সাথে কয় মোল ব্রোমিন যুক্ত হতে পারে?ক) 2 moleখ) 3 moleগ) 4 moleঘ) 5 mole৪১৪. মুক্ত শিকল হাইড্রোকার্বন কত প্রকার?ক) 5খ) 4গ) 3ঘ) 2৪১৫. কোনটি মালিশ হিসেবে ব্যবহৃত হয়?ক) নিকস্খ) ভিকস্গ) ফিকস্ঘ) মিকস্৪১৬. অ্যালকোহল গাঢ় সালফিউরিক এসিডের সাথে বিক্রিয়া কয় ধাপে সম্পন্ন হয় এবং কী উৎপন্ন হয়?ক) ২ ধাপে এবং অ্যালকিন ও অ্যালকাইনখ) ১ ধাপে এবং অ্যালকিন ও অ্যালকাইলগ) ২ ধাপে এবং অ্যালকেন ও ইথারঘ) ৩ ধাপে এবং অ্যালকিন ও এস্টার৪১৭. কোনটি জীবাশ্ম জ্বালানি?ক) প্রাকৃতিক গ্যাসখ) অ্যালকোহলগ) ফার্নেস তেলঘ) কোনটিই নয়৪১৮. ফসফরিক এসিডের উপস্থিতিতে অ্যালকিন ও পানির বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?ক) অ্যালকেনখ) অ্যালডিহাইডগ) জৈব এসিডঘ) অ্যালকোহল৪১৯. ইতোপূর্বে কোথায় তেল আবিষ্কারের ঘোষণা দিলেও কার্যত তা ছিল একটি গ্যাসক্ষেত্র?ক) কৈলাশটিলাখ) হরিপুরগ) জৈন্তাঘ) ক ও গ৪২০. জিওলাইটস কোন আধান বিশিষ্ট?ক) ঋণাত্মকখ) ধনাত্মকগ) নিরপেক্ষঘ) মাঝে৪২১. অংশ কলামের মধ্যে 200C তাপমাত্রার নিচে পেট্রোলিয়ামের অংশকে বলে –ক) ন্যাপথাখ) গ্যাসোলিনগ) ডিজেল তেলঘ) পেট্রোলিয়াম গ্যাস৪২২. কোন গাছের কষ প্রাকৃতিক পলিমার?ক) রাবারখ) কাঁঠালগ) শালঘ) মেহগনি৪২৩. সয়াবিন তেলে কার্বন কার্বন কী বন্ধন বিদ্যমান?ক) এককখ) দ্বি-বন্ধনগ) ত্রি-বন্ধনঘ) একক ও ত্রি বন্ধন৪২৪. বিউটেনের গলনাংক কত?ক) -1830Cখ) -1900Cগ) -1380Cঘ) -950C৪২৫. Parum মানে কী?ক) স্বল্পখ) আসক্তিগ) স্বল্প আসক্তির যৌগঘ) বিকর্ষণ৪২৬. কোনটি অ্যারোম্যাটিক যেৌগ?ক) সাইক্লোহেক্সেনখ) পেন্টেনগ) ফেনলঘ) ইথিন৪২৭. কোন দেশে আনারসের পাতা ও কলাগাছের আঁশ থেকে সুতা তৈরি করে কাপড় বুনানো হয়?ক) ভুটানখ) ভারতগ) জাপানঘ) ফিলিপাইন৪২৮. অ্যালকাইনে থাকে –ক) C-C একক বন্ধনখ) C-C দ্বিবন্ধনগ) C-C ত্রিবন্ধনঘ) কোনটিই নয়৪২৯. কোনটি বিষাক্ত?ক) মিথানলখ) ইথানলগ) প্রোপানলঘ) কোনটিই নয়৪৩০. পেট্রোলিয়ামে শতকরা কতভাগ গ্যাসোলিন থাকে?ক) ৫ ভাগখ) ৪ ভাগগ) ৬ ভাগঘ) কোনটিই নয়৪৩১. কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?ক) কয়লাখ) প্রাকৃতিক গ্যাসগ) কাঠঘ) খনিজ তেল৪৩২. কোনটি বদ্ধ শিকল হাইড্রোকার্বন?ক) C4H10খ) C3H6গ) C3H8ঘ) C2H6৪৩৩. অংশ কলামের 3400C তাপমাত্রায় পৃথক করার পর অবশিষ্ট অংশকে বলে –ক) ন্যাপথাখ) গ্যাসোলিনগ) বিটুমিনঘ) পেট্রোল৪৩৪. কোনটি তেল পরিশোধনাগারে পাওয়া যায় না?ক) বিটুমিনখ) ন্যাপথাগ) কেরোসিনঘ) কয়লা৪৩৫. কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণের মাধ্যমে পাওয়া যায় –ক) অ্যালকিনখ) অ্যালকাইনগ) অ্যালকেনঘ) কোনটিই নয়৪৩৬. অ্যালকেনের তুলনায় অ্যালকিনে কার্বনের পরিমাণ --- থাকে।ক) বেশিখ) কমগ) সমানঘ) কোনটিই নয়৪৩৭. লাইলনের ধর্ম কোনটি?ক) চকচকেখ) শক্তগ) টেকসইঘ) নমনীয়৪৩৮. বিউটেনের স্ফুটনাংক কত?ক) -10Cখ) -420Cগ) -890Cঘ) 10C৪৩৯. C5-C12 দৈর্ঘ্যের ক্রুড ওয়েল হতে প্রাপ্ত কার্বন শিকলগুলো হচ্ছে মূলত –ক) লাইট ন্যাপথাখ) গ্যাসোলিনগ) ডিজেলঘ) কেরোসিন৪৪০. নিচের কোনটিতে ত্রিবন্ধন বিদ্যমান?ক) অ্যালকিনখ) অ্যালকাইনগ) অ্যালকেনঘ) কোনটিই নয়৪৪১. উদ্ভিদ ও প্রাণীদেহ ক্ষয়প্রাপ্ত হয়ে জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয় কিসের ফলে?ক) উচ্চ তাপখ) উচ্চ চাপগ) বায়ুর অনুপস্থিতিঘ) সবগুলো৪৪২. পেট্রোলিয়ামের উৎপত্তি হয় নিচের কোনটি থেকে?ক) উদ্ভিদদেহখ) ক্ষুদ্র প্রাণসত্ত্বাগ) গাছপালাঘ) ফলমূল৪৪৩. অংশ কলামের 21-700C তাপমাত্রা অঞ্চল থেকে পৃথকীকৃত অংশকে বলে –ক) ডিজেল তেলখ) ন্যাপথাগ) পেট্রোলঘ) কেরোসিন৪৪৪. চিনি থেকে প্রাপ্ত প্রধান উপজাত কোনটি?ক) পানিখ) কার্বন ডাই অক্সাইডগ) চিটাগুড়ঘ) কার্বন মনোক্সাইড৪৪৫. H2C=CH-CH2-CH3+HBr→X; X যৌগটির নাম কী?ক) 3-ব্রোমো বিউটেনখ) 2-ব্রোমো বিউটেনগ) 1, 2-ডাই ব্রোমো বিউটেনঘ) 2-ব্রোমো বিউটান্যাল৪৪৬. অংশ পাতন টাওয়ারের নিচের অংশ দিয়ে অশোধিত তেলকে কোন অবস্থায় প্রবেশ করানো হয়?ক) কক্ষ তাপমাত্রায়খ) উত্তপ্ত অবস্থায়গ) শীতল অবস্থায়ঘ) যেকোন তাপমাত্রায়৪৪৭. অ্যালকিনের সাথে পানির বিক্রিয়ায় নিচের কোন যৌগ উৎপন্ন হয়?ক) জৈব এসিডখ) অ্যালডিহাইডগ) অ্যালকোহলঘ) অ্যালকেন৪৪৮. নিচের কোনটির একটি রূপ হল কয়লা?ক) ফসফরাসখ) সালফারগ) ম্যাগনেসিয়ামঘ) কার্বন৪৪৯. একাধিক পদার্থের অসংখ্য অণু যুক্ত হয়ে গঠিত পলিমারকে কী বলে?ক) যুত পলিমারখ) ঘনীভবন পলিমারগ) ক্যাটায়নিক পলিমারঘ) আয়নিক পলিমার৪৫০. অ্যালকেনসমূহ সাধারণ –
i. জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়
ii. মালিশ তৈরিতে ব্যবহৃত হয়
iii. রাসায়নিক দ্রব্য প্রস্তুতিতে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪৫১. কোনটি বহুল ব্যবহৃত ঘনীভবন পলিমার?ক) পলিথিনখ) পলিএস্টারগ) নাইলনঘ) রাবার৪৫২. পেট্রোলিয়ামের শতকরা কত ভাগ LPG?ক) 1%খ) 2%গ) 3%ঘ) 4%উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
একদল কলেজ শিক্ষার্থী শিক্ষা সফরে তিতাস গ্যাস ফিল্ড পরিদর্শনে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে, এখানকার গ্যাসে একটি যৌগের পরিমাণই প্রায় ৯৯ ভাগ।
৪৫৩. উদ্দীপকের গ্যাসের প্রধান যৌগটি কোন ধরনের হাইড্রোকার্বন?ক) সম্পৃক্তখ) অসম্পৃক্তগ) অ্যারোমেটিকঘ) অ্যালিসাইক্লিক৪৫৪. উক্ত হাইড্রোকার্বনটি –
i. রাসায়নিকভাবে কম সক্রিয়
ii. সমাণুকরণে অংশ গ্রহণ করে
iii. কেবল একক বন্ধন দ্বারা গঠিত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii
Social Plugin