এস.এস.সি || রসায়ন || অধ্যায় - ১১ খনিজ সম্পদ-জীবাশ্ম || বহুনির্বচনী প্রশ্ন - উত্তর

 


এস.এস.সি || রসায়ন  ||  অধ্যায় - ১১ খনিজ সম্পদ-জীবাশ্ম

১. যুত পলিমারকরণ বিক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটি মনোমার হিসেবে কাজ করে?

  • ক) অ্যালকেন
  • খ) অ্যালকিন
  • গ) অ্যালকাইন
  • ঘ) অ্যালকোহল
  • সঠিক উত্তর: (খ)
    ২. R-COOH একটি অ্যাসিড, কারন –
    i. –COOH মূলক উপস্থিত আছে
    ii. জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয়
    iii. অ্যালকোহল মূলক উপস্থিত আছে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩. পেট্রোলিয়ামের ভৌত অবস্থা কীরূপ?
  • ক) কঠিন
  • খ) ঘনতরল
  • গ) গ্যাস
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (খ)
    ৪. অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনসমূহ –
    i. সমতলীয় চাক্রিক কাঠামো থাকে
    ii. একান্তর বন্ধন বিদ্যমান
    iii. কার্বন-কার্বন ত্রিবন্ধন বিদ্যমান
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৫. ডিজেল তেলের হাইড্রোকার্বনে কার্বন থাকে –
  • ক) 16-20টি
  • খ) 15-20টি
  • গ) 18-20টি
  • ঘ) 17-20টি
  • সঠিক উত্তর: (ক)
    ৬. দীর্ঘ শিকল বিশিষ্ট অ্যালকেনকে ভাঙতে কত চাপ প্রয়োগ করা হয়?
  • ক) 70 atm
  • খ) 75 atm
  • গ) 750 atm
  • ঘ) 700 atm
  • সঠিক উত্তর: (ক)
    ৭. ইথানলকে শক্তিশালী জারক দ্বারা জারিত করলে নিচের কোন যৌগটি তেরি হয়?
  • ক) CH3CHO
  • খ) CH3COOH
  • গ) CH3CH2OOCCH3
  • ঘ) CH3CH3
  • সঠিক উত্তর: (খ)
    ৮. কোনটি সাইক্লোহেক্সেন এর এর সংকেত?
  • ক) C6H6
  • খ) C6H16
  • গ) C6H12
  • ঘ) C6H14
  • সঠিক উত্তর: (গ)
    ৯. নিচের কোনটি সকল জ্বালানির মূল উপাদান?
  • ক) নাইট্রোজেন
  • খ) হাইড্রোজেন
  • গ) অক্সিজেন
  • ঘ) কার্বন
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০. পেট্রোলিয়ামের 171-2700C তাপমাত্রায় –
    i. পৃথকীকৃত অংশকে ডিজেল তেল বলে
    ii. পৃথকীকৃত অংশে 20 ভাগ ডিজেল তেল থাকে
    iii. পৃথকীকৃত অংশে 16-20 পর্যন্ত কার্বন থাকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১. পাঁচ থেকে এগার কার্বনবিশিষ্ট অ্যালকাইনসমূহ সাধারণত --- হয়।
  • ক) তরল
  • খ) গ্যাসীয়
  • গ) কঠিন
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (ক)
    ১২. প্রভাবকীয় ভাঙনের মাধ্যমে –
    i. ডিজেল জ্বালানিকে পেট্রোল জ্বালানিতে পরিণত করা যায়
    ii. শাখাযুক্ত অ্যালকেন ও অ্যারোমেটিক হাইড্রোকার্বন উৎপন্ন হয়
    iii. অ্যালকিন ও হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করা হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৩. পেট্রোলিয়ামের কোন অংশকে পেট্রোল ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়?
  • ক) গ্যাসোলিন
  • খ) প্রাকৃতিক গ্যাস
  • গ) লুবিকেটিং তেল
  • ঘ) বিটুমিন
  • সঠিক উত্তর: (ক)
    ১৪. গ্লিাসরিন এক ধরনের কী?
  • ক) হাইড্রোজেন
  • খ) এস্টার
  • গ) অ্যালডিহাইড
  • ঘ) অ্যালকোহল
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৫. হাসপাতালে ব্যবহৃত পলিমারের নাম কী?
  • ক) পলি ইথান্যাল
  • খ) পলিইথানল
  • গ) পলিথিন
  • ঘ) পলিপ্রোপিলিন
  • সঠিক উত্তর: (খ)
    ১৬. কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণ থেকে অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে নিচের কোন প্রভাবক ব্যবহৃত হয়?
  • ক) V2O5
  • খ) Ni
  • গ) LiAlH4
  • ঘ) MnO2
  • সঠিক উত্তর: (খ)
    ১৭. হাইড্রোকার্বন যৌগের শিকলে প্রতিটি কার্বন সর্বাধিক কতটি কার্বনের সাথে যুক্ত হয়ে সরল শিকল হাইড্রোকার্বন গঠন করে?
  • ক) 2
  • খ) 3
  • গ) 4
  • ঘ) 5
  • সঠিক উত্তর: (ক)
    ১৮. প্লাস্টিক তৈরির কাঁচামাল কোনটি?
  • ক) H3CCOCl
  • খ) H2N-CO-NH2
  • গ) CH3CHO
  • ঘ) CH3COOH
  • সঠিক উত্তর: (খ)
    ১৯. নিচের কোনটিতে ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট হয়?
  • ক) CH4
  • খ) C2H6
  • গ) C2H2
  • ঘ) C3H6
  • সঠিক উত্তর: (গ)
    ২০. কৃত্রিম পলিমারের মধ্যে –
    i. পলিথিন সহজে কাটা যায়
    ii. PVC, বৈদ্যুতিক সামগ্রী, পানির পাইপ, কৃত্রিম বোর্ড তৈরিতে ব্যবহৃত হয়
    iii. টেফলন অদাহ্য, এসিড ও ক্ষারে নিষ্ক্রিয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২১. সকল প্লাস্টিক দ্রব্য ও কৃত্রিম তন্তু নিচের কোন বিক্রিয়ার মাধ্যমে পাওয়া যায়?
  • ক) হ্যালোজেনেশন
  • খ) পলিমারকরণ
  • গ) ওজোনীকরণ
  • ঘ) সংযোজন
  • সঠিক উত্তর: (খ)
    ২২. অধিক পরিমাণ শাখাযুক্ত কার্বন শিকল থাকলে পলিমার –
  • ক) ঘনত্ব কম হয়
  • খ) গলনাঙ্ক বেশি হয়
  • গ) শক্ত প্রকৃতির হয়
  • ঘ) ঘনত্ব বেশি হয়
  • সঠিক উত্তর: (ক)
    ২৩. অ্যালকাইনের ক্ষুদ্রতম ও সরল সদস্য নিচের কোনটি?
  • ক) মিথেন
  • খ) ইথিলিন
  • গ) অ্যাসিটিলিন
  • ঘ) প্রোপাইন
  • সঠিক উত্তর: (গ)
    ২৪. কোনটিকে সহজে গলানো যায়?
  • ক) থার্মোপ্লাস্টিক পলিমারকে
  • খ) থার্মোসেটিং পলিমারকে
  • গ) উভয়টিকেই
  • ঘ) কোনটিকেই নয়
  • সঠিক উত্তর: (ক)
    ২৫. ডোডেকেনকে অ্যালুমিনিয়াম অক্সাইড ও ক্রোমিয়াম অক্সাইডের উপস্থিতিতে উত্তপ্ত করলে কী পাওয়া যায়?
  • ক) অ্যালকেন ও অ্যালকিন
  • খ) অ্যালকিন ও অ্যালকাইন
  • গ) অ্যালকেন ও অ্যালকাইন
  • ঘ) অ্যালকিন
  • সঠিক উত্তর: (ক)
    ২৬. কেরোসিন কোন হাইড্রোকার্বনের মিশ্রণ?
  • ক) n-পেন্টেন ও n-ডোডেকেন
  • খ) n-পেন্টেন ও n-ট্রাইডেকেন
  • গ) n-ডোডেকেন ও n-পেন্টাডেকেন
  • ঘ) n-উনডেকেন ও n-হেক্সাডেকেন
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৭. হাইড্রোকার্বনে কী কী থাকে?
  • ক) কার্বন ও নাইট্রোজেন
  • খ) কার্বন ও হাইড্রোজেন
  • গ) কার্বন ও সিলিকন
  • ঘ) কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন
  • সঠিক উত্তর: (খ)
    ২৮. নিচের কোনটি টেফলনের মনোমার?
  • ক) CH2=CH-CH3
  • খ) CH2=CHCL2
  • গ) CF2=CF2
  • ঘ) CH2=CH2
  • সঠিক উত্তর: (গ)
    ২৯. জলাভূমির ক্ষুদ্র প্রাণিসত্তা নিচের কোনটিতে পরিণত হয়?
  • ক) কয়লা
  • খ) তেল
  • গ) স্বর্ণ
  • ঘ) হীরক
  • সঠিক উত্তর: (খ)
    ৩০. অ্যালকিনসমূহ –
    i. দাহ্য পদার্থ
    ii. গ্যাসীয়, তরল ও কঠিন অবস্থায় থাকে
    iii. রাসায়নিকভাবে অত্যন্ত সক্রিয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩১. অ্যালকিনের উৎস হচ্ছে –
    i. পেট্রোলিয়ামের ভাঙন বা ক্র্যাকিং
    ii. আমেরিকার প্রাকৃতিক গ্যাস
    iii. ইউরোপে অশোধিত তেলের ন্যাপথা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩২. ইথানলকে নিরুদিত করলে কী পাওয়া যায়?
  • ক) ইথিন
  • খ) প্রোপিন
  • গ) ইথেন
  • ঘ) ইথাইন
  • সঠিক উত্তর: (ক)
    ৩৩. ডেকেনের কার্বন শিকলে কার্বন পরমাণুর সংখ্যা কত?
  • ক) 10টি
  • খ) 11টি
  • গ) 12টি
  • ঘ) 14টি
  • সঠিক উত্তর: (ক)
    ৩৪. হেক্সাডেকেন কীরূপ হয়?
  • ক) কঠিন
  • খ) তরল
  • গ) বায়বীয়
  • ঘ) গ্যাসীয়
  • সঠিক উত্তর: (ক)
    ৩৫. কোনটি দহন?
  • ক) নাইট্রোজেন দ্বারা পুড়ানো
  • খ) কার্বন মনোঅক্সাইড দ্বারা পুড়ানো
  • গ) অক্সিজেন দ্বারা পুড়ানো
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (গ)
    ৩৬. অ্যালকিনকে দহন করলে কি পাওয়া যায়?
  • ক) কার্বন ডাইঅক্সাইড
  • খ) অ্যালকেন
  • গ) অ্যালকাইন
  • ঘ) কার্বন
  • সঠিক উত্তর: (ক)
    ৩৭. ইমালশন রং শিল্পে দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
  • ক) CH2Cl2
  • খ) CHCl3
  • গ) CH3Cl
  • ঘ) CCl4
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৮. এক থেকে চার কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন --- হয়।
  • ক) গ্যাসীয়
  • খ) তরল
  • গ) কঠিন
  • ঘ) বাষ্পীয়
  • সঠিক উত্তর: (ক)
    ৩৯. পেট্রোলিয়ামের শতকরা কত ভাগ লুব্রিকেটিং অয়েল ও বিটুমিন থাকে?
  • ক) 30%
  • খ) 40%
  • গ) 45%
  • ঘ) 50%
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪০. কোনটি সহজেই গ্রিজ ও ময়লাকে সহজেই দ্রবীভূত করতে পারে?
  • ক) CHCl3
  • খ) CH2Cl2
  • গ) CH3Cl
  • ঘ) CCl4
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪১. কোনটি অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন নয়?
  • ক) বেনজিন
  • খ) ফেনল
  • গ) সাইক্লোপেন্টেন
  • ঘ) ন্যাপথালিন
  • সঠিক উত্তর: (গ)
    ৪২. নিচের উক্তিগুলো লক্ষ কর –
    i. গ্লুকোজ, সেলুলোজ, স্টার্চের মনোমার
    ii. দেহের কোষ ও কলা গঠন করে প্রোটিন
    iii. ইনসুলিনে ২২টি অ্যামাইনো এসিড থাকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৩. বাংলাদেশের কোন অঞ্চলে গ্যাস ক্ষেত্র মজুদ আছে?
  • ক) পূর্বাঞ্চলে
  • খ) পশ্চিমাঞ্চলে
  • গ) উত্তরাঞ্চলে
  • ঘ) দক্ষিণাঞ্চলে
  • সঠিক উত্তর: (খ)
    ৪৪. একই পদার্থের অসংখ্য অণুযুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করার প্রক্রিয়াকে বলে –
  • ক) ওজোনীকরণ
  • খ) হ্যালোজেনেশন
  • গ) পলিমারকরণ
  • ঘ) যুত পলিমারকরণ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৫. অ্যালকেন কার সাথে বিক্রিয়া করে?
  • ক) এসিড
  • খ) ক্ষার
  • গ) জারক
  • ঘ) হ্যালোজেন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৬. অ্যালকেনের অপূর্ণ দহনে কী উৎপন্ন হয়?
  • ক) CO
  • খ) CO2
  • গ) C
  • ঘ) ক ও গ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৭. কোনটি অধিক সক্রিয়?
  • ক) CH3-CH3
  • খ) CH2=CH2
  • গ) CH=CH
  • ঘ) CH3CH2-CH3
  • সঠিক উত্তর: (খ)
    ৪৮. অ্যালকোহল বাতাসে উন্মুক্ত রাখলে টক স্বাদ লাভ করে কোনটির কারণে?
  • ক) ব্যাকটেরিয়া
  • খ) জারণ
  • গ) ভাইরাস
  • ঘ) আর্দ্র বিশ্লেষণ
  • সঠিক উত্তর: (খ)
    ৪৯. নিম্ন ঘনত্বের পলিথিন তৈরিতে ব্যবহৃত তাপমাত্রা কত?
  • ক) 2000C
  • খ) 3000C
  • গ) 1000C
  • ঘ) 20000C
  • সঠিক উত্তর: (ক)
    ৫০. ডেলরিনে মনোমার এর সংখ্যা কত হতে পারে?
  • ক) পাঁচ থেকে পঞ্চাশ
  • খ) দশ থেকে ষাট
  • গ) বিশ থেকে সত্তর
  • ঘ) ত্রিশ থেকে আশি
  • সঠিক উত্তর: (ক)
    ৫১. কোনটি উপস্থিতির জন্য অ্যালকিন যুত বিক্রিয়া প্রদর্শন করে?
  • ক) কার্বন-কার্বন একক বন্ধন
  • খ) কার্বন-কার্বন দ্বিবন্ধন
  • গ) কার্বন-কার্বন σ-বন্ধন
  • ঘ) কার্বন-হাইড্রোজেন σ-বন্ধন
  • সঠিক উত্তর: (খ)
    ৫২. H2C=CH2 যৌগটির দ্বি-বন্ধন –
    i. একটি শক্তিশালী সমযোজী বন্ধন
    ii. ক্লোরিন দ্বারা সহজে আক্রান্ত হয়
    iii. যুত বিক্রিয়ার মাধ্যমে একক বন্ধনে পরিণত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৫৩. CH4+O2→CO2+H2O; বিক্রিয়াটি –
    i. একটি তাপহারী বিক্রিয়া
    ii. একটি দহন বিক্রিয়া
    iii. রান্নার সময় সংঘটিত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৫৪. আন্তর্জাতিক পদ্ধতিতে সম্পৃক্ত হাইড্রোকার্বনকে কী বলা হয়?
  • ক) অ্যালডিহাইড
  • খ) অ্যালকেন
  • গ) অ্যালকিন
  • ঘ) অ্যালকাইন
  • সঠিক উত্তর: (খ)
    ৫৫. অ্যালকাইনের সমগোত্রীয় শ্রেণির –
    i. প্রথম তিনটি সদস্য (C2-C4) গ্যাসীয়
    ii. পরবর্তী সাতটি সদস্য (C5-C11) তরল
    iii. প্রথম তিনটি সদস্য (C2-C4) কঠিন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৫৬. পেট্রোলিয়ামের ন্যাপথা নামক অংশে কার্বন থাকে –
  • ক) 7-14টি
  • খ) 6-14টি
  • গ) 7-12টি
  • ঘ) 7-15টি
  • সঠিক উত্তর: (ক)
    ৫৭. রাস্তা তৈরিতে ব্যবহৃত হয় –
  • ক) বিটুমিন
  • খ) লুব্রিকেটিং তেল
  • গ) ন্যাপথা
  • ঘ) প্যারাফিন
  • সঠিক উত্তর: (ক)
    ৫৮. R – CH = CH2 + HBr → R – CH2 – CH2 – Br; বিক্রিয়াটিতে –
    i. সংযোজন ঘটে
    ii. অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়
    iii. R = H হলে বিক্রিয়ক হবে ইথিন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫৯. ইথিন প্রস্তুত করা যায় –
    i. পেট্রোলিয়াম হতে প্রাপ্ত উচ্চতর অ্যালকেনকে বিয়োজন করে
    ii. ইথানল হতে গাঢ় H2SO4 দ্বারা পানি অপসারণ করে
    iii. ইথানলকে Al2O3-এর উপস্থিতিতে উত্তপ্ত করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬০. প্লাস্টিককে নন বায়োডিগ্রেডেবল পদার্থ বলা হয় কেন?
  • ক) সহজে পরিবহনযোগ্য নয় বলে
  • খ) ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয় না বলে
  • গ) ওজনে খুব হালকা বলে
  • ঘ) বিদ্যুৎ অপরিবাহী বলে
  • সঠিক উত্তর: (খ)
    ৬১. Petroleum শব্দের অর্থ কী?
  • ক) শিলা তেল
  • খ) মধ্যম তেল
  • গ) লঘু তেল
  • ঘ) বিটুমিন
  • সঠিক উত্তর: (ক)
    ৬২. 15000C তাপে অক্সিজেন যোগে মিথেনের নিয়ন্ত্রিত জারণে ইথাইনের সব উৎপাদ হচ্ছে –
    i. কার্বন ডাইঅক্সাইড
    ii. কার্বন মনোক্সাইড
    iii. হাইড্রোজেন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৬৩. জৈব যৌগের অসম্পৃক্ততা কোন পদার্থ দ্বারা নির্ণীত হয়?
  • ক) Br2
  • খ) CH3COOH
  • গ) He
  • ঘ) H2CO3
  • সঠিক উত্তর: (ক)
    ৬৪. অ্যালকিন কেমন পদার্থ?
  • ক) দাহ্য
  • খ) অ্যাসক্তিহীন
  • গ) গ্যাসীয়
  • ঘ) একক বন্ধন যুক্ত
  • সঠিক উত্তর: (ক)
    ৬৫. নিচের কোনটি গ্রিন হাউজ গ্যাস নামে পরিচিত?
  • ক) CO2
  • খ) H2S
  • গ) CO
  • ঘ) NH3
  • সঠিক উত্তর: (ক)
    ৬৬. অ্যালকিনের কোন বন্ধনটি বেশি শক্তিশালী?
  • ক) প্রথম
  • খ) দ্বিতীয়
  • গ) তৃতীয়
  • ঘ) সবগুলো সমান
  • সঠিক উত্তর: (ক)
    ৬৭. CH4 + 2O2 = A + 2H2O + তাপ। A =?
  • ক) CO
  • খ) CO2
  • গ) C
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (খ)
    ৬৮. রাস্তা তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
  • ক) গ্যাসোলিন
  • খ) ন্যাপথা
  • গ) লুব্রিকেটিং তেল
  • ঘ) বিটুমিন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬৯. কোনটি থার্মোপ্লাস্টিক পলিমার নয়?
  • ক) বাকেলাইট
  • খ) পলিথিন
  • গ) পলিপ্রোপিন
  • ঘ) PVC
  • সঠিক উত্তর: (ক)
    ৭০. পলিইথানলের পানিতে দ্রবণীয়তা কোনটির উপর নির্ভর করে?
  • ক) কার্বন পরমাণুর সংখ্যা
  • খ) n এর মান
  • গ) হাইড্রোজেন পরমাণুর সংখ্যা
  • ঘ) হাইড্রক্সিল মূলকের সংখ্যা
  • সঠিক উত্তর: (খ)
    ৭১. অপরিশোধিত পেট্রোলিয়ামকে কী বলে?
  • ক) তরল সোনা
  • খ) বাদামি সোনা
  • গ) কঠিন সোনা
  • ঘ) খাঁটি সোনা
  • সঠিক উত্তর: (ক)
    ৭২. অ্যারোমেটিক যৌগসমূহ কয় সদস্যের সমতলীয় চক্রীয় যৌগ?
  • ক) ৫
  • খ) ৬
  • গ) ৭
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭৩. কেরোসিনের পাতন তাপমাত্রা কত?
  • ক) 121-1700C
  • খ) 175-2750C
  • গ) 240-4000C
  • ঘ) 270-4000C
  • সঠিক উত্তর: (ক)
    ৭৪. ইথানলের সাথে গাঢ় H2SO4 এর বিক্রিয়ার ফলে কী উৎপন্ন হয়?
  • ক) ইথার
  • খ) ডাই-ইথাইল সালফেট
  • গ) মিথিলিন
  • ঘ) ইথিলিন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭৫. ফরমালডিহাইড ব্যবহৃত হয় –
    i. পচন নিবারক ও জীবাণুনাশকরূপে
    ii. প্লাস্টিক ও চামড়া শিল্পে
    iii. প্রাণিদেহ সংরক্ষণে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭৬. কোনটি গ্লুকোজের পলিমার?
  • ক) সেলুলোজ
  • খ) প্রোপিন
  • গ) ইনসুলিন
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (ক)
    ৭৭. পানির পাইপ তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
  • ক) নাইলন
  • খ) PVC
  • গ) পলিথিন
  • ঘ) টেফলন
  • সঠিক উত্তর: (খ)
    ৭৮. ইথানলের নিরুদনের মাধ্যমে পাওয়া যায় –
  • ক) প্রোপিন
  • খ) মিথেন
  • গ) ইথিন
  • ঘ) বিউটিন
  • সঠিক উত্তর: (গ)
    ৭৯. প্যারাফিন অর্থ কী?
  • ক) আসক্তি সম্পন্ন
  • খ) আসক্তিহীন
  • গ) নিষ্ক্রিয়
  • ঘ) সাশ্রীয়
  • সঠিক উত্তর: (খ)
    ৮০. পাইরোলিগনিয়াস এসিডে থাকে –
    i. 4-10% ইথানয়িক এসিড
    ii. 2-6% মিথানল
    iii. আলকাতরা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৮১. অ্যালকাইল হ্যালাইড ও সোডিয়াম হাইড্রোঅক্সাইডের বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয়?
  • ক) অ্যালডিহাইড
  • খ) জৈব এসিড
  • গ) অ্যালকোহল
  • ঘ) অ্যালকিন
  • সঠিক উত্তর: (গ)
    ৮২. কোনটি ঘনীভবন পলিমার?
  • ক) প্যারালডিহাইড
  • খ) ডেরলিন
  • গ) ট্রাই অক্সান
  • ঘ) ফরমিকা
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮৩. নিচের কোনটি অ্যালডিহাইড?
  • ক) CH3CHO
  • খ) CH3COOH
  • গ) CH3-OH
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (ক)
    ৮৪. প্লাস্টিকের বৈশিষ্ট্য হলো –
    i. দামে সস্তা
    ii. রাসায়নিক পদার্থের সাথে বিক্রিয়া করে না
    iii. ওজনে হালকা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮৫. হাইড্রোকার্বনের শ্রেণিবিভাগ কোনটি?
  • ক) অ্যালিফ্যাটিক ও অ্যারোম্যাটিক
  • খ) সম্পৃক্ত ও অসম্পৃক্ত
  • গ) বদ্ধ শিকল ও মুক্ত শিকল
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (ক)
    ৮৬. আমাদের দেশে প্রাকৃতিক গ্যাস পাওয়ার পূর্বে কীভাবে অ্যালকেন প্রস্তুত করা হত?
  • ক) কেরোসিনকে পাইরোলাইসিস করে
  • খ) ডিজেল তেলকে পাইরোলাইসিস করে
  • গ) লুব্রিকেটিং তেলকে পাইরোলাইসিস করে
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (ক)
    ৮৭. ভিনেগারে কত শতাংশ ইথানয়িক এসিড থাকে?
  • ক) 6-10%
  • খ) 6-8%
  • গ) 5-10%
  • ঘ) 6-12%
  • সঠিক উত্তর: (ক)
    ৮৮. জিওলাইটসে কোন মৌলটি থাকে?
  • ক) আয়রন
  • খ) সিলিকন
  • গ) কার্বন
  • ঘ) নাইট্রোজেন
  • সঠিক উত্তর: (খ)
    ৮৯. ডেলরিন কী দিয়ে তৈরি?
  • ক) মিথান্যাল
  • খ) ইথান্যাল
  • গ) প্রোপান্যাল
  • ঘ) বিউটান্যাল
  • সঠিক উত্তর: (ক)
    ৯০. অ্যালকাইন এক অণু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে নিচের কোনটি উৎপন্ন করে?
  • ক) অ্যালকেন
  • খ) অ্যালকিন
  • গ) অ্যালডিহাইড
  • ঘ) অ্যালকোহল
  • সঠিক উত্তর: (খ)
    ৯১. প্রাকৃতিক গ্যাস কিসের উপর জমা হয়?
  • ক) কয়লা
  • খ) তেল
  • গ) খনিজ লবণ
  • ঘ) মৃত উদ্ভিদ দেহ
  • সঠিক উত্তর: (খ)
    ৯২. অ্যারোমেটিক হাইড্রোকার্বনের অন্য নাম কী?
  • ক) প্যারাফিন
  • খ) ক্রেসল
  • গ) বেনজিন
  • ঘ) অ্যারিন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯৩. কোন দুটি শব্দের সমন্বয়ে Paraffin শব্দটি গঠিত?
  • ক) Paraf ও fin
  • খ) Parum ও affinis
  • গ) Paraf ও affinity
  • ঘ) Parum ও affection
  • সঠিক উত্তর: (খ)
    ৯৪. জাহাজের জ্বালানি হিসেবে ব্যবহার হয় –
  • ক) ডিজেল তেল ও জ্বালানি তেল
  • খ) লুব্রিকেটিং তেল ও জ্বালানি তেল
  • গ) ডিজেল তেল ও লুব্রিকেটিং তেল
  • ঘ) মোবিল
  • সঠিক উত্তর: (ক)
    ৯৫. কৃত্রিম পলিমার দিয়ে কোনটি তৈরি করা হয় না?
  • ক) রশি
  • খ) দাঁতের ব্রাশ
  • গ) নাইলন
  • ঘ) উল এর কাপড়
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯৬. কয়লার ভৌত অবস্থা কীরূপ?
  • ক) তরল
  • খ) কঠিন
  • গ) ঘন তরল
  • ঘ) গ্যাস
  • সঠিক উত্তর: (খ)
    ৯৭. মিথান্যালের 40% জলীয় দ্রবণকে কী বলে?
  • ক) হেক্সামিন
  • খ) ফরমালিন
  • গ) ইউরোট্রপিন
  • ঘ) অ্যানিলিন
  • সঠিক উত্তর: (খ)
    ৯৮. কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন নয়?
  • ক) অ্যালকিন
  • খ) অ্যালকাইন
  • গ) অ্যালকেন
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (গ)
    ৯৯. অ্যালকোহলসমূহের সাধারণ সংকেত হচ্ছে –
  • ক) CnH2n+2
  • খ) -CH2
  • গ) CnH2n+1OH
  • ঘ) C4H10
  • সঠিক উত্তর: (গ)
    ১০০. দ্বিবন্ধনের সবচেয়ে ভালো ব্যাখ্যা হলো –
  • ক) দুইটি σ বন্ধন এবং একটি π বন্ধন
  • খ) দুটি π বন্ধন এবং একটি σ বন্ধন
  • গ) একটি σ বন্ধন এবং একটি π বন্ধন
  • ঘ) তিনটি σ বন্ধন
  • সঠিক উত্তর: (গ)
    ১০১. পেট্রোলিয়ামের বর্ণ কীরূপ হয়?
  • ক) কালো
  • খ) বর্ণহীন
  • গ) কালো বাদামি
  • ঘ) বাদামি
  • সঠিক উত্তর: (গ)
    ১০২. নিচের উক্তিগুলো লক্ষ কর –
    i. অ্যালকাইনসমূহ ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন
    ii. অ্যালকাইনসমূহের ক্ষুদ্রতম সদস্য ইথাইন
    iii. অ্যালকিনের ডিহাইড্রোজেনেশনের মাধ্যমে অ্যালকাইন পাওয়া যায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০৩. অ্যালকিনের সাথে হাইড্রোজেন যুক্ত হলে কী প্রভাবক হিসেবে কাজ করে?
  • ক) Ni
  • খ) V2O5
  • গ) MnO2
  • ঘ) LiAlH4
  • সঠিক উত্তর: (ক)
    ১০৪. অ্যালকিন শ্রেণির ক্ষুদ্রতম ও সরল সদস্য কোনটি?
  • ক) ইথিন
  • খ) প্রোপিন
  • গ) বিউটিন
  • ঘ) হেক্সিন
  • সঠিক উত্তর: (ক)
    ১০৫. গ্লাসিয়াল অ্যাসিটিক এসিডের সংকেত কী?
  • ক) HCOOH
  • খ) CH3CHO
  • গ) CH3COOH
  • ঘ) CH3
  • সঠিক উত্তর: (গ)
    ১০৬. ইথানলে বিষাক্ত মিথানল যোগ করে মেথিলেটেড স্পিরিট তৈরি করা হয় কেন?
  • ক) পানের যোগ্য এবং শুল্ক মুক্ত করার জন্য
  • খ) পানের অযোগ্য ও শুল্ক মুক্ত করার জন্য
  • গ) উৎকৃষ্ট দ্রাবক তৈরি করার জন্য
  • ঘ) দামে সস্তা বার্নিশের দ্রাবক তৈরির জন্য
  • সঠিক উত্তর: (খ)
    ১০৭. অংশ কলামের 271-3400C তাপমাত্রা অহ্চল থেকে পৃথকীকৃত ১ম অংশকে বলে –
  • ক) লুব্রিকেটিং তেল
  • খ) জ্বালানি তেল
  • গ) কেরোসিন
  • ঘ) ডিজেল তেল
  • সঠিক উত্তর: (ক)
    ১০৮. HDPE আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
  • ক) কার্ল ম্যাক্স
  • খ) কার্ল জিগলার
  • গ) ফ্রেডরিথ ভোলার
  • ঘ) কোব
  • সঠিক উত্তর: (খ)
    ১০৯. চিনিকে ঈস্ট এর সাথে গাঁজন ঘটালে ইথাইল অ্যালকোহলের সাথে আর কোন গ্যাস উৎপন্ন হয়?
  • ক) H2
  • খ) O2
  • গ) N2
  • ঘ) CO2
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১০. অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে কত ভাগে ভাগ করা যায়?
  • ক) ৩ ভাগে
  • খ) ২ ভাগে
  • গ) ৪ ভাগে
  • ঘ) ৫ ভাগে
  • সঠিক উত্তর: (খ)
    ১১১. চাক্রিক হাইড্রোকার্বনের কার্বন শিকলের ক্ষেত্রে –
    i. কোনো মুক্ত শিকল থাকে না
    ii. π-বন্ধন উপস্থিত থাকতে পারে
    iii. সঞ্চারণশীল-π ইলেকট্রন থাকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১১২. প্রাকৃতিক গ্যাসের বর্ণ কীরূপ?
  • ক) কালো
  • খ) পার্পেল
  • গ) বাদামি
  • ঘ) বর্ণহীন
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১৩. কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন?
  • ক) মিথেন
  • খ) ইথিন
  • গ) প্রোপিন
  • ঘ) বিউটাইন
  • সঠিক উত্তর: (ক)
    ১১৪. উচ্চ ঘনত্বের পলিথিন তৈরিতে ব্যবহৃত তাপ ও চাপ কত?
  • ক) 2000C ও 2 atm
  • খ) 600C ও 1 atm
  • গ) 1000C ও 1 atm
  • ঘ) 600C ও 2 atm
  • সঠিক উত্তর: (খ)
    ১১৫. বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে শতকরা কত ভাগ মিথেন থাকে?
  • ক) 90 ভাগ
  • খ) 99.99 ভাগ
  • গ) 80 ভাগ
  • ঘ) 100 ভাগ
  • সঠিক উত্তর: (খ)
    ১১৬. ভিকস্ –
    i. এক ধরনের মলম
    ii. রাসায়নিকভাবে খুবই সক্রিয়
    iii. তরল ও কঠিন মোমের মিশ্রণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১১৭. টেরিলিন –
    i. একটি পলিএস্টার
    ii. রাসায়নিক তন্তু যা ঘনীভবন পলিমার করণে সৃষ্ট
    iii. একটি পলিমার যার চাহিদা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১৮. স্ফুটনাঙ্ক বৃদ্ধি অনুসারে সঠিক ক্রম হলো –
    i. C5H126H147H16
    ii. C7H166H145H12
    iii. C3H84H105H12
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১১৯. হেক্সাডেকেনের স্ফুটনাঙ্ক কত?
  • ক) 3430C
  • খ) 690C
  • গ) 1350C
  • ঘ) 360C
  • সঠিক উত্তর: (গ)
    ১২০. বন্ধনের প্রকৃতি অনুসারে সরল ও শাখায়িত হাইড্রোকার্বন কত প্রকার?
  • ক) 2
  • খ) 3
  • গ) 4
  • ঘ) 5
  • সঠিক উত্তর: (ক)
    ১২১. নিচের কোনটি প্যারাফিন নামে পরিচিত?
  • ক) অ্যালকিন
  • খ) অ্যালকাইন
  • গ) অ্যালকেন
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (গ)
    ১২২. কোনটি তৈরিতে মার্জারিন ব্যবহৃত হয়?
  • ক) মাখন
  • খ) মোম
  • গ) ভিকস
  • ঘ) প্লাস্টিক
  • সঠিক উত্তর: (ক)
    ১২৩. শিকল বিক্রিয়া –
    i. মিথেন থেকে CCl4 উৎপাদনের ক্ষেত্রে ঘটে
    ii. অ্যালকিনে ঘটে
    iii. সহজে নিয়ন্ত্রণ করা যায় না
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১২৪. ফরমালিনে আয়তন হিসেবে শতকরা কত ভাগ মিথান্যাল থাকে?
  • ক) 20%
  • খ) 30%
  • গ) 40%
  • ঘ) 50%
  • সঠিক উত্তর: (গ)
    ১২৫. জৈব দ্রাবকে কার্বক্সিলিক এসিডসমূহ কী হিসেবে থাকে?
  • ক) ডাইমার
  • খ) পলিমার
  • গ) ট্রাইমার
  • ঘ) টেট্রামার
  • সঠিক উত্তর: (ক)
    ১২৬. প্রভাবকসহ নিম্নচাপ ও তাপে হাইড্রোকার্বনের বিযোজনকে কী বলে?
  • ক) তাপীয় বিযোজন
  • খ) তাপীয় সংযোজন
  • গ) প্রভাবকীয় প্রতিস্থাপন
  • ঘ) প্রভাবকীয় বিযোজন
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২৭. ঘনীভবন পলিমারকরণে কোন অনু মনোমার হিসেবে বিক্রিয়া করে না?
  • ক) অ্যালডিহাইড
  • খ) অ্যামিন
  • গ) অ্যালকোহল
  • ঘ) অ্যালকেন
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২৮. প্লাস্টিক শিট তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
  • ক) PVC
  • খ) PVA
  • গ) টেফলন
  • ঘ) পলিথিন
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২৯. কোনটি হাইড্রোকার্বনের সাধারণ সংকেত?
  • ক) C2nH2n+1OH
  • খ) CxHy
  • গ) CnH2n+1OH
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (খ)
    ১৩০. অ্যালকেনের প্রভাবকীয় বিযোজনে নিচের কোনটি প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় না?
  • ক) জিওলাইটস
  • খ) Al2O3
  • গ) SiO2
  • ঘ) নিকেল চূর্ণ
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৩১. একটি থার্মোসেট প্লাস্টিক –
    i. মেলামাইন
    ii. ব্যাকেলাইট
    iii. ফরমিকা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৩২. নিচের উদ্ধৃতিগুলো লক্ষ কর:
    i. পলিমারকরণে উচ্চ চাপ ও উচ্চ তাপ ব্যবহার করা হয়
    ii. পলিমারকরণ বিক্রিয়ায় বিক্রিয়ক অণুকে মনোমার বলে
    iii. ইথিলিনের পলিমারকে পলিথিন বলে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৩৩. কেরোসিনে জৈব পদার্থের কার্বন শিকলের দৈর্ঘ্য কত?
  • ক) C5-C6
  • খ) C5-C7
  • গ) C5-C12
  • ঘ) C11-C16
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৩৪. CH4(g)+3Cl2(g)→CCl4(g)+4HCl(g)
    i. বিক্রিয়াটি মৃদু সূর্যালোকের উপস্থিতিতে ঘটে
    ii. বিক্রিয়াটি চার ধাপে সম্পন্ন হয়
    iii. উৎপন্ন ড্রাইওয়াশ হিসেবে ব্যবহার হতো
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৩৫. কোনটি তন্তুময় সাংশ্লেষিক পলিঅ্যামাইড?
  • ক) অ্যাডিপিক এসিড
  • খ) হেক্সামিথিলিন ডাইঅ্যামিন
  • গ) নাইলন-66
  • ঘ) টেরেথেলিক এসিড
  • সঠিক উত্তর: (গ)
    ১৩৬. অজৈব যৌগ গঠিত হয় নিচের কোন বন্ধনের মাধ্যমে?
  • ক) সমযোজী বন্ধন
  • খ) সন্নিবেশ বন্ধন
  • গ) আয়নিক বন্ধন
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (গ)
    ১৩৭. সম্পৃক্ত হাইড্রোকার্বন –
    i. শিকলে একক বন্ধন থাকে
    ii. প্যারাফিন নামে পরিচিত
    iii. যৌগের সাধারণ সংকেত CnH2n
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৩৮. কীসের উপর ভিত্তি করে হাইড্রোকার্বনসমূহকে দুই প্রধান শ্রেণিতে ভাগ করা হয়েছে?
  • ক) কার্বন শিকল
  • খ) বন্ধন প্রকৃতি
  • গ) সক্রিয়তা
  • ঘ) কার্যকরী মূলক
  • সঠিক উত্তর: (ক)
    ১৩৯. নিচের কোনটি একমাত্র অ্যালকিন যার সুগন্ধ আছে?
  • ক) C2H4
  • খ) C3H6
  • গ) C4H8
  • ঘ) C5H10
  • সঠিক উত্তর: (ক)
    ১৪০. নিচের কোনটি অ্যালকিন?
  • ক) C3H6
  • খ) C3H8
  • গ) C2H6
  • ঘ) C3H5
  • সঠিক উত্তর: (ক)
    ১৪১. মিথেনের ক্লোরিনেশনে উৎপন্ন হয় -
    i. কার্বন ডাইঅক্সাইড
    ii. ডাইক্লোরোমিথেন
    iii. ট্রাইক্লোরো বিউটেন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৪২. CH3-CH2-CH=CH-CH3; এ যৌগটির নাম কী?
  • ক) 2-পেন্টেন
  • খ) 2-পেন্টিন
  • গ) 3-পেন্টেন
  • ঘ) 3-পেন্টিন
  • সঠিক উত্তর: (খ)
    ১৪৩. জিওলাইটসে নিচের কোন মৌলটি থাকে না?
  • ক) সিলিকন
  • খ) অ্যালুমিনিয়াম
  • গ) অক্সিজেন
  • ঘ) আয়োডিন
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪৪. তরল সোনা কী?
  • ক) প্রাকৃতিক গ্যাস
  • খ) পেট্রোলিয়াম
  • গ) কয়লা
  • ঘ) সিলিকা জেল
  • সঠিক উত্তর: (খ)
    ১৪৫. অ্যালকিনের অসম্পৃক্ততা কোন পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায়?
  • ক) ফসফরাস (V) ফ্লোরাইড
  • খ) পটাসিয়াম ডাইক্রোমেট
  • গ) কার্বিল অ্যামিন
  • ঘ) ব্রোমিন দ্রবণ
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪৬. বাংলাদেশে কোথায় তেল পরিশোধন করা হয়?
  • ক) চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে
  • খ) চট্টগ্রামের ওয়েস্টার্ন রিফাইনারিতে
  • গ) খুলনা ইস্টার্ন রিফাইনারিতে
  • ঘ) খুলনা ওয়েস্টার্ন রিফাইনারিতে
  • সঠিক উত্তর: (ক)
    ১৪৭. কয়লায় রূপান্তরিত হয় নিচের কোনটি?
  • ক) প্রাণিদেহ
  • খ) উদ্ভিদদেহ
  • গ) প্লাস্টিক দ্রব্য
  • ঘ) জলাভূমির ক্ষুদ্র প্রাণিসত্তা
  • সঠিক উত্তর: (খ)
    ১৪৮. বাংলাদেশের কেরু এন্ড কেরু কোম্পানি কোন অ্যালকোহল প্রস্তুত করে?
  • ক) মিথানল
  • খ) ইথানল
  • গ) রেকটিফাইড স্পিরিট
  • ঘ) প্রোপানল
  • সঠিক উত্তর: (খ)
    ১৪৯. Affinis মানে কী?
  • ক) স্বল্প
  • খ) আসক্তি
  • গ) স্বল্প আসক্তির যৌগ
  • ঘ) বিকর্ষণ
  • সঠিক উত্তর: (খ)
    ১৫০. জিওলাইটস হলো –
    i. একটি প্রভাবক
    ii. ঋণাত্মক আধানবিশিষ্ট জৈব যৌগ
    iii. অ্যালুমিনিয়াম, সিলিকন ও অক্সি পরমাণুবিশিষ্ট বৃহৎ ল্যাটিস
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৫১. কোনটি পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য তাৎপর্যপূর্ণ?
  • ক) ক্লোরিন প্রতিস্থাপন
  • খ) দহন
  • গ) তাপীয় বিয়োজন
  • ঘ) জারকের সাথে বিক্রিয়া
  • সঠিক উত্তর: (ক)
    ১৫২. অংশ কলামে কত তাপমাত্রায় পৃথকীকৃত অংশকে ন্যাপথা বলে?
  • ক) 21-700C
  • খ) 71-1200C
  • গ) 121-1700C
  • ঘ) 171-700C
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৩. পেট্রোলিয়ামে শতকরা কতভাগ পেট্রোলিয়াম গ্যাস থাকে?
  • ক) ২ ভাগ
  • খ) ৩ ভাগ
  • গ) ৪ ভাগ
  • ঘ) ৫ ভাগ
  • সঠিক উত্তর: (ক)
    ১৫৪. মুক্ত শিকল হাইড্রোকার্বন কয় ভাগে বিভক্ত?
  • ক) ৬ ভাগে
  • খ) ৩ ভাগে
  • গ) ২ ভাগে
  • ঘ) ৪ ভাগে
  • সঠিক উত্তর: (গ)
    ১৫৫. রাসায়নিক যেওগ প্রস্তুতিতে ব্যবহৃত হয় –
  • ক) গ্যাসোলিন
  • খ) LPG গ্যাস
  • গ) জ্বালানি তেল
  • ঘ) লুব্রিকেটিং তেল
  • সঠিক উত্তর: (গ)
    ১৫৬. বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে বলে –
  • ক) অ্যারোম্যাটিক যৌগ
  • খ) অ্যালিসাইক্লিক যৌগ
  • গ) অ্যালডিহাইড যৌগ
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৭. গঠনের ভিত্তিতে কৃত্রিম পলিমার কয় প্রকার হয়?
  • ক) দুই প্রকার
  • খ) তিন প্রকার
  • গ) চার প্রকার
  • ঘ) পাঁচ প্রকার
  • সঠিক উত্তর: (ক)
    ১৫৮. প্রাকৃতিক গ্যাসের দ্বিতীয় প্রধান উপাদান কী?
  • ক) মিথেন
  • খ) ইথেন
  • গ) পেনটেন
  • ঘ) বিউটেন
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৯. টিরিলিন –
    i. একটি পলিএস্টার
    ii. রাসায়নিক তন্তু যা ঘনীভবন পলিমার করলে সৃষ্ট
    iii. একটি পলিমার যার চাহিদা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬০. সোডালাইম কী?
  • ক) চুনের দ্রবণ
  • খ) শুষ্ক NaOH-এর দ্রবণ
  • গ) গাঢ় NaOH ও Cu-এর দ্রবণ
  • ঘ) শুষ্ক NaOH ও CaO-এর দ্রবণ
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬১. কোনটি পলি কার্বক্সিলিক এসিড?
  • ক) সাকসিনিক এসিড
  • খ) সাইট্রিক এসিড
  • গ) টারটারিক এসিড
  • ঘ) ম্যালোনিক এসিড
  • সঠিক উত্তর: (খ)
    ১৬২. পলিমারকরণ বিক্রিয়ায় ব্যবহৃত ক্ষুদ্র অণুকে কী বলে?
  • ক) পলিমার
  • খ) ডাইমার
  • গ) ট্রাইমার
  • ঘ) মনোমার
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬৩. গ্যাসহোলে শতকরা কত ভাগ ইথানল থাকে?
  • ক) 10-20%
  • খ) 15-25%
  • গ) 20-300%
  • ঘ) 20-30%
  • সঠিক উত্তর: (ক)
    ১৬৪. কয়লার বর্ণ কীরূপ হয়?
  • ক) বাদামি
  • খ) কালো-বাদামি
  • গ) কালো
  • ঘ) বর্ণহীন
  • সঠিক উত্তর: (গ)
    ১৬৫. পরীক্ষাগার প্রণালিতে মিথেন প্রস্তুত করতে প্রয়োজন হয় –
    i. সোডিয়াম অ্যাসিটেট
    ii. সোডালাইম
    iii. সোডিয়াম প্রোপিনয়েট
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৬৬. সম্পৃক্ত হাইড্রোকার্বনকে বলে –
  • ক) অ্যালকিন
  • খ) অ্যালকাইন
  • গ) অ্যালকেন
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (গ)
    ১৬৭. ডাক্তারি যন্ত্র পানিতে পরিষ্কার করতে কতটুকু ইথানল ব্যবহার করা হয়?
  • ক) 40%
  • খ) 60%
  • গ) 30%
  • ঘ) 70%
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬৮. অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের শ্রেণিবিভাগ কী?
  • ক) সম্পৃক্ত, অসম্পৃক্ত
  • খ) বদ্ধ শিকল, মুক্ত শিকল
  • গ) অ্যালকেন, অ্যালকিন
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (খ)
    ১৬৯. পলিমারকরণ বিক্রিয়ায় সৃষ্ট বৃহৎ অণুকে কী বলে?
  • ক) পলিমার
  • খ) মনোমার
  • গ) ডাইমার
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (ক)
    ১৭০. প্রাকৃতিক গ্যাসের উপাদানসমূহের মধ্যে –
    i. ইথেন তাকে 7%
    ii. সবচেয়ে বেশি পরিমাণ থাকে মিথেন
    iii. পেনটেন থাকে 3%
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭১. হাইড্রোকার্বনকে কয়ভাগে ভাগ করা হয়?
  • ক) ২ ভাগে
  • খ) ৩ ভাগে
  • গ) ৪ ভাগে
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (ক)
    ১৭২. বিউটেনের ভৌত অবস্খায় কীরূপ?
  • ক) গ্যাসীয়
  • খ) কঠিন
  • গ) তরল
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (ক)
    ১৭৩. মিথেন উৎপন্ন করতে কোনটি প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়?
  • ক) Ni
  • খ) V2O5
  • গ) LiAlH4
  • ঘ) MnO2
  • সঠিক উত্তর: (ক)
    ১৭৪. বড় হাইড্রোকার্বনকে ছোট হাইড্রোকার্বন অণুতে পরিণত করাকে বলে –
  • ক) সংযোজন
  • খ) দহন
  • গ) প্রতিস্থাপন
  • ঘ) বিযোজন
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭৫. প্রাকৃতিক ঘনীভবন পলিমার নয় কোনটি?
  • ক) স্টার্চ
  • খ) সেলুলোজ
  • গ) প্রোটিন
  • ঘ) নাইলন
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭৬. কোনটি প্রাকৃতিক পলিমার নয়?
  • ক) রাবার
  • খ) ভাত
  • গ) প্রোটিন
  • ঘ) কলম
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭৭. বিটুমিন অংশের হাইড্রোকার্বনে কার্বন থাকে –
  • ক) 70টি
  • খ) 70 থেকে বেশি
  • গ) 80টি
  • ঘ) 60টি
  • সঠিক উত্তর: (খ)
    ১৭৮. রাসায়নিক কার্ল জিগলায় কোন দেশের অধিবাসী?
  • ক) অস্ট্রেলিয়া
  • খ) সুইডেন
  • গ) জার্মানি
  • ঘ) ফ্রান্স
  • সঠিক উত্তর: (গ)
    ১৭৯. নিচের কোনটি সম্পৃক্ত অ্যালিসাইক্লিক যৌগ?
  • ক) C4H6
  • খ) C3H4
  • গ) C6H8
  • ঘ) C5H10
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮০. অ্যালকিন –
    i. শ্রেণির ক্ষুদ্রতম সদস্য ইথিন
    ii. কার্বন শিকলে কার্বন-কার্বন দ্বিবন্ধন বিদ্যমান
    iii. প্রকৃতিতে সামান্য পরিমাণে পাওয়া যায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮১. যে এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ বিয়োজিত হয়ে C2H5OH এবং CO2 এ পরিনত হয়, তার নাম কী?
  • ক) জাইমেজ
  • খ) ইনভারটেজ
  • গ) ডায়াস্টেজ
  • ঘ) মল্টেজ
  • সঠিক উত্তর: (ক)
    ১৮২. শিল্পক্ষেত্রে কোনটি থেকে ইথাইন প্রস্তুত করা হয়?
  • ক) CaBr2
  • খ) MgC2
  • গ) CaC2
  • ঘ) CH4
  • সঠিক উত্তর: (গ)
    ১৮৩. অ্যালকেনসমূহ দৃঢ় একক (σ) বন্ধন দ্বারা গঠিত বলে –
    i. তুলনামূলকভাবে এরা সুস্থিত থাকে
    ii. এসিড ও জারক দ্বারা সহজে আক্রান্ত হয়
    iii. বিকারক দ্বারা সংযোজন বিক্রিয়া ঘটানো সম্ভব নয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৮৪. চিটাগুড় দিয়ে ইথানল উৎপাদন বিক্রিয়া –
  • ক) আর্দ্র বিশ্লেষণ
  • খ) জারণ
  • গ) বিজারণ
  • ঘ) গাঁজন
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮৫. প্রাকৃতিক গ্যাসে প্রোপেনের শতকরা পরিমাণ কত?
  • ক) 6%
  • খ) 7%
  • গ) 4%
  • ঘ) 3%
  • সঠিক উত্তর: (ক)
    ১৮৬. প্রাকৃতিক গ্যাসে মিথেনের পাশাপাশি সামান্য পরিমাণে থাকে –
    i. ইথেন, প্রোপেন ও বিউটেন
    ii. ইথিলিন, গ্যাসোলিন ও নাইট্রোজেন
    iii. নিম্ন স্ফুটনাঙ্কবিশিষ্ট হাইড্রোকার্বন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৮৭. অ্যালকেন কোন বিক্রিয়া করে না?
  • ক) দহন
  • খ) হ্যালোজেন প্রতিস্থাপন
  • গ) তাপীয় বিয়োজন
  • ঘ) এসিড
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮৮. কোনটিকে ধাপভিত্তিক পলিমারকরণ বলে?
  • ক) সংযোজন
  • খ) যুত
  • গ) চেইন
  • ঘ) ঘনীভবন
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮৯. পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত –
    i. বিটুমিন অংশকে রাস্তা তৈরিতে ব্যবহার করা হয়
    ii. কেরোসিনকে প্যারাফিন বলে
    iii. হাইড্রোকার্বনসমূহকে পরীক্ষাগার ও শিল্পকারখানায় ব্যবহার করা হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯০. প্লাস্টিক শব্দটি এসেছে নিচের কোন শব্দ থেকে?
  • ক) Plastikas
  • খ) Plestikos
  • গ) Plustikas
  • ঘ) Plastikos
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯১. অ্যালকাইন কত অণু হাইড্রোজেনের সাথে অ্যালকেন উৎপন্ন করে?
  • ক) দুই অণু
  • খ) এক অণু
  • গ) তিন অণু
  • ঘ) চার অণু
  • সঠিক উত্তর: (ক)
    ১৯২. কার্বক্সিলিক এসিড হচ্ছে –
    i. মিথানয়িক এসিড
    ii. ইথানয়িক এসিড
    iii. প্রোপানয়িক এসিড
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯৩. আইকোসেন যৌগটির ভৌত অবস্থা কী?
  • ক) কঠিন
  • খ) তরল
  • গ) গ্যাসীয়
  • ঘ) অর্ধতরল
  • সঠিক উত্তর: (ক)
    ১৯৪. 1, 2-ডাইব্রোমো ইথেনের সংকেত কোনটি?
  • ক) CHBr=CHBr
  • খ) CH2Br=CH2Br
  • গ) CHBr2=CHBr2
  • ঘ) CHBr2=CHBr2
  • সঠিক উত্তর: (খ)
    ১৯৫. কেরোসিনকে কী বলে?
  • ক) কয়লা
  • খ) গ্যারাফিন
  • গ) গ্যাসোলিন
  • ঘ) লুব্রিকেটিং তেল
  • সঠিক উত্তর: (খ)
    ১৯৬. ফরমালডিহাইড ও ইউরিয়া ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ায় উৎপন্ন করে কোনটি?
  • ক) মেলামাইন
  • খ) নাইলন
  • গ) পলিভিনাইল ক্লোরাইড
  • ঘ) ডেরলিন
  • সঠিক উত্তর: (ক)
    ১৯৭. প্রাকৃতিক গ্যাসে শতকরা কত ভাগ মিথেন থাকে?
  • ক) 7%
  • খ) 70%
  • গ) 80%
  • ঘ) 8%
  • সঠিক উত্তর: (গ)
    ১৯৮. নিম্ন ঘনত্বের পলিথিন তৈরিতে ব্যবহৃত চাপ কত?
  • ক) 1100 atm
  • খ) 1200 atm
  • গ) 1000 atm
  • ঘ) 12000 atm
  • সঠিক উত্তর: (খ)
    ১৯৯. অপরিশোধিত তেলকে –
    i. তরল সোনা বলে
    ii. আংশিক পাতনের মাধ্যমে পৃথক করা হয়
    iii. পৃথক করার প্রক্রিয়াকে পরিশোধন বলে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০০. অ্যালকিনের ক্ষুদ্রতম সরল সদস্য কোনটি?
  • ক) প্রোপিন
  • খ) বিউটিন
  • গ) ইথিলিন
  • ঘ) অ্যাসিটিলিন
  • সঠিক উত্তর: (গ)
    ২০১. অ্যালকিন কত তাপমাত্রায় পানির সাথে বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করে?
  • ক) 3000C
  • খ) 4500C
  • গ) 600C
  • ঘ) 3500C
  • সঠিক উত্তর: (ক)
    ২০২. নিচের কোনটি পানিতে কম দ্রবণীয়?
  • ক) C2H5OH
  • খ) C3H7OH
  • গ) C4H9OH
  • ঘ) C5H11OH
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০৩. নিচের বিক্রিয়াটি লক্ষ কর –
    CaC2(s)+H2O(g)→HCCH(g)
    i. শিল্পক্ষেত্রে এভাবে ইথাইন প্রস্তুত করা হয়
    ii. বিক্রিয়ক CaC2 এ ফোঁটায় ফোঁটায় পানি যোগ করা হয়
    iii. ফল পাকাতে উৎপন্ন যৌগটি ব্যবহার হয়ে থাকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০৪. প্রাকৃতিক গ্যাসে বিউটেনের শতকরা পরিমাণ কত?
  • ক) 4%
  • খ) 7%
  • গ) 3%
  • ঘ) 6%
  • সঠিক উত্তর: (ক)
    ২০৫. কোনটি চকচকে?
  • ক) নাইলন
  • খ) PVC
  • গ) টেফলন
  • ঘ) পলিপ্রোপিন
  • সঠিক উত্তর: (ক)
    বর্তমানে কোন দেশে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে ইথানলকে মটর ইঞ্জিনের জ্বালানিরূপে ব্যবহার করা হচ্ছে?
  • ক) জাপানে
  • খ) চীনে
  • গ) আমেরিকায়
  • ঘ) ব্রাজিলে
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০৭. লেবুর রসে কোনটি থাকে?
  • ক) সাইট্রিক এসিড
  • খ) টারটারিক এসিড
  • গ) ল্যাকটিক এসিড
  • ঘ) পমিটিক এসিড
  • সঠিক উত্তর: (ক)
    ২০৮. ব্রোমিন দ্রবণ পরীক্ষায় লাল বর্ণের ব্রোমিন অ্যালকিনের সাথে বিক্রিয়ায় কোন বর্ণ দেয়?
  • ক) কমলা
  • খ) নীল
  • গ) বাদামি
  • ঘ) বর্ণহীন
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০৯. কেরোসিনের হাইড্রোকার্বনে কার্বন সংখ্যা থাকে –
  • ক) 11-16টি
  • খ) 11-15টি
  • গ) 12-16টি
  • ঘ) 11-17টি
  • সঠিক উত্তর: (ক)
    ২১০. একবার মাত্র আকার এবং গলানো যায় কোনটিকে?
  • ক) থার্মোপ্লাস্টিক পলিমারকে
  • খ) থার্মোসেটিং পলিমারকে
  • গ) উভয় পলিমারকে
  • ঘ) কোনটিকেই নয়
  • সঠিক উত্তর: (খ)
    ২১১. -A-A-A-A-A- পলিমার কাঠামোর মনোমার নিচের কোনটি?
  • ক) A
  • খ) A-A
  • গ) A-A-A
  • ঘ) A-A-A-A
  • সঠিক উত্তর: (ক)
    ২১২. অপরিশোধিত তেলতে ব্যবহার উপযোগী করার জন্য নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
  • ক) কেলাসন
  • খ) পাতন
  • গ) আংশিক পাতন
  • ঘ) বাষ্পীভবন
  • সঠিক উত্তর: (গ)
    ২১৩. অপরিশোধিত তেলের বিভিন্ন অংশকে পৃথক করার প্রক্রিয়াকে বলে –
  • ক) পরিশোধন
  • খ) পরিভবন
  • গ) ঘনীকরণ
  • ঘ) বিগলন
  • সঠিক উত্তর: (ক)
    ২১৪. কোনটি সাপ তাড়াতে ব্যবহার করা হয়?
  • ক) প্যারাফিন
  • খ) ফেনল
  • গ) বিটুমিন
  • ঘ) ন্যাপথালিন
  • সঠিক উত্তর: (খ)
    ২১৫. ব্রোমিন কী বর্ণের তরল পদার্থ?
  • ক) সাদা
  • খ) লাল
  • গ) বেগুনি
  • ঘ) গোলাপী
  • সঠিক উত্তর: (খ)
    ২১৬. ইথাইল অ্যালকোহলের শিল্পোৎপাদন করা হয় –
    i. স্টার্চসমৃদ্ধ বস্তু থেকে
    ii. চিটাগুড় থেকে
    iii. বায়ুগ্যাস প্লান্ট থেকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২১৭. হাইড্রোকার্বনসমূহ –
    i. প্রধান দুই ভাগে বিভক্ত
    ii. হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত যৌগ
    iii. সাধারণভাবে CxHy হিসেবে লেখা হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২১৮. প্রভাবকবিহীন উচ্চ তাপ ও চাপে হাইড্রোকার্বনের ভাঙনকে কী বলে?
  • ক) প্রভাবকীয় ভাঙন
  • খ) স্বাভাবিক বিযোজন
  • গ) তাপীয় সংযোজন
  • ঘ) তাপীয় বিযোজন
  • সঠিক উত্তর: (ঘ)
    ২১৯. C ও H দ্বারা গঠিত যৌগ –
    i. পেট্রোলিয়ামের প্রধান উপাদান
    ii. কার্বন-কার্বন একক বন্ধনবিশিষ্ট হলে সম্পৃক্ত হয়
    iii. হাইড্রোকার্বন নামে পরিচিত
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২০. বায়োপলিমারসমূহ জীবাণু দ্বারা বিযোজিত হতে কত বছর সময় নেয়?
  • ক) 20 থেকে 30 বছর
  • খ) 10 থেকে 20 বছর
  • গ) 20 থেকে 40 বছর
  • ঘ) 30 থেকে 40 বছর
  • সঠিক উত্তর: (ক)
    ২২১. C2H6 –
    i. এটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন
    ii. কার্বন কার্বন একক বন্ধন
    iii. পেট্রোলিয়াম থেকে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২২. ইনসুলিন নামক পলিমারে কয়টি অ্যামাইনো এসিড থাকে?
  • ক) 20টি
  • খ) 22টি
  • গ) 32টি
  • ঘ) 21টি
  • সঠিক উত্তর: (খ)
    ২২৩. মিথাইল ক্লোরোরাইড নিচের কোন ক্ষেত্রে ব্যবহার হয়?
  • ক) রাসায়নিক দ্রব্য প্রস্তুতিতে
  • খ) দ্রাবক হিসেবে
  • গ) চেতনানাশক হিসেবে
  • ঘ) ড্রাইওয়াশ করতে
  • সঠিক উত্তর: (ক)
    ২২৪. পেট্রোলিয়ামে কেরোসিন থাকে শতকরা –
  • ক) 13 ভাগ
  • খ) 14 ভাগ
  • গ) 15 ভাগ
  • ঘ) 12 ভাগ
  • সঠিক উত্তর: (ক)
    ২২৫. পেট্রোলিয়ামে ডিজেল তেল থাকে শতকরা --- ভাগ।
  • ক) 30
  • খ) 40
  • গ) 20
  • ঘ) 50
  • সঠিক উত্তর: (গ)
    ২২৬. কোনটি থার্মোসেটিং প্লাস্টিক নয়?
  • ক) বাকেলাইট
  • খ) কৃত্রিম রেজিন
  • গ) ইপেক্সি গ্লু
  • ঘ) পলিপ্রোপিন
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২৭. প্রাকৃতিক গ্যাসে শতকরা কত ভাগ ইথেন থাকে?
  • ক) 3 ভাগ
  • খ) 4 ভাগ
  • গ) 6 ভাগ
  • ঘ) 7 ভাগ
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২৮. ইথানলকে একটি শক্তিশালী জারক দ্বারা জারিত করলে নিচের কোন যৌগটি তৈরি হয়?
  • ক) CH3CHO
  • খ) CH3COOH
  • গ) CH3CH2OOCCH3
  • ঘ) CH3CH3
  • সঠিক উত্তর: (খ)
    ২২৯. সাধারণ তাপমাত্রায় তরল –
    i. C4H10
    ii. C5H12
    iii. C6H14
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৩০. রেকটিফাইড স্পিরিটে থাকে –
  • ক) 96% ইথানল ও 34% পানি
  • খ) 95.6% ইথানল ও 4.4% পানি
  • গ) 76% ইথানল ও 24% পানি
  • ঘ) 98% ইথানল ও 2% পানি
  • সঠিক উত্তর: (খ)
    ২৩১. রেইনকোট তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
  • ক) পলিথিন
  • খ) পলিপ্রোপিন
  • গ) টেফলন
  • ঘ) পলিভিনাইল ক্লোরাইড
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৩২. পরীক্ষাগারে কীভাবে অ্যালকেন প্রস্তুত করা হয়?
  • ক) ফ্যাটি এসিডের লবণ থেকে
  • খ) CO2 ও H2 এর মিশ্রণ থেকে
  • গ) CO ও H2 এর মিশ্রণ থেকে
  • ঘ) অ্যালকেনের প্রভাবকীয় ভাঙনের মাধ্যমে
  • সঠিক উত্তর: (ক)
    ২৩৩. অপরিশোধিত তেলকে কত 0C তাপমাত্রায় উত্তপ্ত করে আংশিক পাতন করা হয়?
  • ক) 300
  • খ) 400
  • গ) 20
  • ঘ) 270
  • সঠিক উত্তর: (খ)
    ২৩৪. পেট্রোলিয়ামের কোন অংশ জেট বিমানের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়?
  • ক) লুব্রিকেটিং তেল
  • খ) ডিজেল তেল
  • গ) ন্যাপথা
  • ঘ) কেরোসিন
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৩৫. কয়লাকে তাপ দিলে প্রাপ্ত অবশেষকে কী বলে?
  • ক) কয়লার আশ
  • খ) কোক
  • গ) খনিজ কয়লা
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (খ)
    ২৩৬. কোনটি অ্যালকেনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া?
  • ক) দহন
  • খ) প্রভাবকীয় বিযোজন
  • গ) তাপীয় বিযোজন
  • ঘ) হ্যালোজেন প্রতিস্থাপন
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৩৭. PVC এর ধর্ম নয় কোনটি?
  • ক) নরম
  • খ) কঠিন
  • গ) শক্ত
  • ঘ) বিদ্যুৎ অপরিবাহী
  • সঠিক উত্তর: (ক)
    ২৩৮. কোনটি মোম তৈরিতে ব্যবহৃত হয়?
  • ক) অ্যালুমিনিয়াম
  • খ) কার্বন
  • গ) অক্সিজেন
  • ঘ) সিলিকন
  • সঠিক উত্তর: (খ)
    ২৩৯. পেট্রোলিয়াম গ্যাস অংশের হাইড্রোকার্বনে কার্বন থাকে –
  • ক) 1-3টি
  • খ) 1-5টি
  • গ) 2-3টি
  • ঘ) 1-4টি
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৪০. C6H6+2O2CO2+?+তাপ –
  • ক) 2H2O
  • খ) CO+H2O
  • গ) CH4
  • ঘ) 3H2O
  • সঠিক উত্তর: (গ)
    ২৪১. পেট্রোলিয়ামের প্রধান উপাদান কোনটি?
  • ক) কার্বন
  • খ) হাইড্রোকার্বনের মিশ্রণ
  • গ) হাইড্রোকার্বন
  • ঘ) মিথেন
  • সঠিক উত্তর: (খ)
    ২৪২. LPG গ্যাসরূপে কী ব্যবহার করা হয়?
  • ক) কয়লা
  • খ) প্রাকৃতিক গ্যাস
  • গ) পেট্রোলিয়াম গ্যাস
  • ঘ) তেল
  • সঠিক উত্তর: (গ)
    ২৪৩. লুব্রিকেটিং অংশের হাইড্রোকার্বনে কার্বন থাকে –
  • ক) 20 থেকে 35
  • খ) 20 থেকে 25
  • গ) 20 থেকে 45
  • ঘ) 20 থেকে 55 পর্যন্ত
  • সঠিক উত্তর: (ক)
    ২৪৪. মিথেনের শিল্পোৎপাদন করা যায় –
    i. কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন হতে
    ii. কার্বন মনোক্সাইড ও স্টিম হতে
    iii. প্রাকৃতিক গ্যাস হতে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৪৫. পেট্রোলিয়াম অংশের হাইড্রোকার্বনে কার্বন সংখ্যা কতটি?
  • ক) 5-10
  • খ) 6-10
  • গ) 4-7
  • ঘ) 4-10
  • সঠিক উত্তর: (ক)
    ২৪৬. গম, আলু, ভুট্টা প্রভৃতি হলো –
  • ক) সেলুলোজ
  • খ) গ্লাইকোজেন
  • গ) স্টার্চ
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (গ)
    ২৪৭. নিচের কোন যৌগটি ব্রোমিন দ্রবণের লাল বর্ণকে বর্ণহীন করতে পারে?
  • ক) C3H8
  • খ) C3H8O
  • গ) C3H6O
  • ঘ) C3H4
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৪৮. ন্যাপথাকে জ্বালানি হিসেবে কতভাগ ব্যবহার করা হয়?
  • ক) ১০
  • খ) ৫০
  • গ) ৯০
  • ঘ) ৭০
  • সঠিক উত্তর: (গ)
    ২৪৯. অশোধিত তেলের প্রায় শতকরা কত ভাগ কেরোসিন?
  • ক) 10
  • খ) 11
  • গ) 12
  • ঘ) 13
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৫০. ইথানয়িক এসিডের 6-10% জলীয় দ্রবণকে কী বলা হয়?
  • ক) মেথিলেটেড স্পিরিট
  • খ) রেকটিফাইড স্পিরিট
  • গ) ভিনেগার
  • ঘ) ফরমালিন
  • সঠিক উত্তর: (গ)
    ২৫১. পাঁচ কার্বনবিশিষ্ট অ্যালকেনের নাম কী?
  • ক) মিথেন
  • খ) বিউটেন
  • গ) পেন্টেন
  • ঘ) প্রোপেন
  • সঠিক উত্তর: (গ)
    ২৫২. বিটুমিনে কার্বন সংখ্যার সীমা কত?
  • ক) >C20
  • খ) >C30
  • গ) >C40
  • ঘ) >C70
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৫৩. কোন লবণের সাথে সোডালাইমের মিশ্রণকে তাপ দিলে মিশেন পাওয়া যায়?
  • ক) সোডিয়াম ফরমেট
  • খ) সোডিয়াম অ্যাসিটেট
  • গ) সোডিয়াম ইথানয়েট
  • ঘ) সোডিয়াম প্রোপিনয়েট
  • সঠিক উত্তর: (খ)
    ২৫৪. 2% H2SO4 ও 20% H2SO4 অ্যালকাইন পানির সাথে বিক্রিয়া করে নিচের কোনটি উৎপন্ন করে?
  • ক) অ্যালকোহল
  • খ) জৈব এসিড
  • গ) অ্যালকিন
  • ঘ) অ্যালডিহাইড
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৫৫. অংশ কলামের 271-3400C তাপমাত্রা অঞ্চল থেকে কয়টি অংশ পৃথক করা হয়?
  • ক) 2টি
  • খ) 3টি
  • গ) 4টি
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (খ)
    ২৫৬. রেক্টিফাইড স্পিরিটে কোনটি যোগ করলে তা মেথিলেটেড স্পিরিট হয়ে যায়?
  • ক) ইথানল
  • খ) মিথান্যাল
  • গ) মিথানল
  • ঘ) প্রোপানল
  • সঠিক উত্তর: (গ)
    ২৫৭. কোনটি থেকে গাঁজন প্রক্রিয়ায় অ্যালকোহল প্রস্তুত করা হয় না?
  • ক) চাল
  • খ) গম
  • গ) আলু
  • ঘ) কাঠ
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৫৮. জিওলাইটস একটি –
  • ক) সরল যৌগ
  • খ) যৌগিক যৌগ
  • গ) জটিল যৌগ
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (গ)
    ২৫৯. ইথানলের 96% জলীয় দ্রবণকে কী বলে?
  • ক) মেথিলেটেড স্পিরিট
  • খ) রেক্টিফাইড স্পিরিট
  • গ) অ্যাবসুলিউট অ্যালকোহল
  • ঘ) ইথানল
  • সঠিক উত্তর: (খ)
    ২৬০. C15H32 সংকেত বিশিষ্ট যৌগটির নাম নিচের কোনটি?
  • ক) হেপ্টাডেকেন
  • খ) হোক্সাডেকেন
  • গ) পেন্টাডেকেন
  • ঘ) টেট্রাজেকেন
  • সঠিক উত্তর: (গ)
    ২৬১. বাস ইঞ্জিনে ব্যবহৃত হয় –
  • ক) পেট্রোলিয়াম
  • খ) ডিজেল
  • গ) লুব্রিকেটিং তেল
  • ঘ) ন্যাপথা
  • সঠিক উত্তর: (খ)
    ২৬২. মিথান্যালকে নিম্নচাপে উত্তপ্ত করলে কোনটি উৎপন্ন হয়?
  • ক) মেলামাইন
  • খ) পলিভিনাইল ক্লোরাইড
  • গ) ডেরলিন
  • ঘ) টেফলন
  • সঠিক উত্তর: (গ)
    ২৬৩. কোনটি মুক্ত শিকল হাইড্রোকার্বন নয়?
  • ক) C3H4
  • খ) C2H6
  • গ) C4H10
  • ঘ) C4H8
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৬৪. কত তাপমাত্রায় উত্তপ্ত করলে কার্বন শিকলের বন্ধন ভেঙে ক্ষুদ্র শিকল বিশিষ্ট অ্যালকেন ও অ্যালকিনের মিশ্রণ পাওয়া যায়?
  • ক) 700C
  • খ) 7500C
  • গ) 7000C
  • ঘ) 750C
  • সঠিক উত্তর: (খ)
    ২৬৫. কোনটি LPG গ্যাস হিসেবে ব্যবহার করা হয়?
  • ক) ডিজেল তেল
  • খ) পেট্রোলিয়াম গ্যাস
  • গ) ন্যাপথা
  • ঘ) গ্যাসোলিন
  • সঠিক উত্তর: (খ)
    ২৬৬. জীবাশ্ম জ্বালানিসমূহের মধ্যে –
    i. কয়লা উৎপন্ন হয় পরিবর্তিত উদ্ভিদ দেহ থেকে
    ii. পেট্রোলিয়াম পাওয়া যায় জলাভূমির ক্ষুদ্র প্রাণিসত্তা থেকে
    iii. প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়ামের উপরে জমা হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৬৭. কার্বন ডাইঅক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণের মাধ্যমে পাওয়া যায় –
  • ক) মিথেন
  • খ) প্রোপেন
  • গ) প্রোপিন
  • ঘ) প্রোপাইন
  • সঠিক উত্তর: (ক)
    ২৬৮. অশোধিত তেলকে কোন প্রক্রিয়ায় বিভিন্ন অংশে পৃথক করা হয়?
  • ক) পরিস্রাবণ
  • খ) আংশিক পাতন
  • গ) কেলাসন
  • ঘ) শীতলীকরণ
  • সঠিক উত্তর: (খ)
    ২৬৯. ড্রাইওয়াশ করতে দ্রাবক হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়?
  • ক) CH3Cl
  • খ) CH4
  • গ) CCl4
  • ঘ) CHCl3
  • সঠিক উত্তর: (গ)
    ২৭০. HCl যৌগটি –
    i. আয়নিক যৌগ
    ii. সমযোজী হলেও আয়নিক বৈশিষ্ট্য অর্জন করে
    iii. অজৈব ধরনের যৌগ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৭১. কোনটিতে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান?
  • ক) মার্জারিন
  • খ) উদ্ভিজ্য তেল
  • গ) C10H20
  • ঘ) C5H10
  • সঠিক উত্তর: (ক)
    ২৭২. সব জ্বালানির মূল উপাদান কী?
  • ক) C
  • খ) S
  • গ) O
  • ঘ) N
  • সঠিক উত্তর: (ক)
    ২৭৩. নিচের কোনটি ইথানল?
  • ক) CH3-O-CH3
  • খ) CH3-CH2-CHO
  • গ) CH3-CH2-OH
  • ঘ) CH3-CO-CH3
  • সঠিক উত্তর: (গ)
    ২৭৪. প্রাকৃতিক গ্যাসে পেন্টেনের শতকরা পরিমাণ কত?
  • ক) 7%
  • খ) 6%
  • গ) 4%
  • ঘ) 3%
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৭৫. প্লাস্টিক পলিমারকরণসমূহ –
    i. জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত মনোমার দ্বারা প্রস্তুত হয়
    ii. বিয়োজিত হয় না
    iii. পুড়ালে বিষাক্ত ধোয়ার সৃষ্টি করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৭৬. প্যারালডিহাইড নিচের কোনটি থেকে উৎপন্ন হয়?
  • ক) ফরমালডিহাইড
  • খ) অ্যাসিটালডিহাইড
  • গ) মেটালডিহাইড
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (খ)
    ২৭৭. জৈব এসিড অ্যালকোহলের সাথে নিচের কোন পলিমারটি উৎপন্ন করে?
  • ক) ডেরলিন
  • খ) টেরিলিন
  • গ) টেফলন
  • ঘ) নাইলন
  • সঠিক উত্তর: (খ)
    ২৭৮. ইতিপূর্বে হরিপুরে তেল আবিষ্কারের ঘোষণা দিলেও কার্যত তা ছিল একটি –
  • ক) কয়লা ক্ষেত্র
  • খ) গ্যাস ক্ষেত্র
  • গ) স্বর্ণের খনি
  • ঘ) হীরক খনি
  • সঠিক উত্তর: (খ)
    ২৭৯. পেট্রোলিয়ামের পরিশোধন –
    i. আংশিক পাতনের সাহায্যে করা হয়
    ii. উপাদানের স্ফুটনাংকের উপর ভিত্তি করে করা হয়
    iii. বিভিন্ন প্রয়োজনীয় জ্বালানি উৎপন্ন হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৮০. CH4+2O2CO2+2H2O বিক্রিয়ায় জীবাশ্ম জ্বালানিটি –
    i. উচ্চ তাপ ও চাপে সৃষ্টি হয়
    ii. বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়
    iii. জীবদেহ ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৮১. কোনটি মুক্ত শিকল হাইড্রোকার্বন?
  • ক) C4H10
  • খ) C6H6
  • গ) C4H8
  • ঘ) C3H6
  • সঠিক উত্তর: (ক)
    ২৮২. অ্যালকেনসমূহ নিচের কোন ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ করে?
  • ক) প্রতিস্থাপন
  • খ) সংযোজন
  • গ) পলিমারকরণ
  • ঘ) ওজোনীকরণ
  • সঠিক উত্তর: (ক)
    ২৮৩. প্রাইভেট কার ও মাইক্রোবাসের জ্বালানি হিসেবে ব্যবহার হয় কোনটি?
  • ক) গ্যাসোলিন
  • খ) লুব্রিকেটিং তেল
  • গ) ডিজেল তেল
  • ঘ) কেরোসিন
  • সঠিক উত্তর: (ক)
    ২৮৪. পেট্রোলিয়ামের প্রধান উপাদান –
    i. সাইক্লো অ্যালকেন
    ii. অ্যারোমেটিক হাইড্রোকার্বন
    iii. অসম্পৃক্ত হাইড্রোকার্বন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৮৫. পশুর চর্বিতে কোন ধরনের মূলক থাকে?
  • ক) অ্যালকাইল
  • খ) অ্যারাইল
  • গ) অ্যামাইল
  • ঘ) অ্যালকাইনাইল
  • সঠিক উত্তর: (ক)
    ২৮৬. পলিথিন শিল্পে প্রচুর পরিমাণে কী ব্যবহৃত হয়?
  • ক) ইথেন
  • খ) ইথিলিন
  • গ) মিথেন
  • ঘ) প্রোপেন
  • সঠিক উত্তর: (খ)
    ২৮৭. হেক্সেনেটর স্ফুটনাঙ্ক কত?
  • ক) 360C
  • খ) 690C
  • গ) 950C
  • ঘ) 980C
  • সঠিক উত্তর: (খ)
    ২৮৮. অ্যালকাইনসমূহ –
    i. অ্যালকিনের তুলনায় সক্রিয়
    ii. সংযোজন বিক্রিয়া দেয়
    iii. ব্রোমিনকে বর্ণহীন করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৮৯. নিচের কোন যৌগে দ্বিবন্ধন আছে?
  • ক) C3H5
  • খ) C2H2
  • গ) C3H8
  • ঘ) C2H4
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৯০. অ্যালকোহলকে শক্তিশালী জারক দ্বারা জারিত করলে প্রথমে কী উৎপন্ন হয়?
  • ক) অ্যালডিহাইড
  • খ) কিটোন
  • গ) অ্যালকিন
  • ঘ) ক ও খ
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৯১. অংশ কলামের 121-1700C তাপমাত্রা অঞ্চল থেকে পৃথকীকৃত অংশকে কী বলে?
  • ক) কেরোসিন
  • খ) ন্যাপথা
  • গ) গ্যাসোলিন
  • ঘ) লুব্রিকেটিং তেল
  • সঠিক উত্তর: (ক)
    ২৯২. কয়লা + O2→CO2; বিক্রিয়ায় ১ম বিক্রিয়কটি –
    i. কার্বনের রূপভেদ
    ii. জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়
    iii. হাইড্রোকার্বন শ্রেণির
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৯৩. কোনটি থার্মোসেটিং পলিমার?
  • ক) পলিথিন
  • খ) পলিপ্রোপিলিন
  • গ) PVC
  • ঘ) ইপোক্সি গ্লু
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৯৪. স্টার্চের সংকেত কী?
  • ক) (C6H12O6)n
  • খ) (C6H12O11)n
  • গ) (C6H10O5)n
  • ঘ) (C12H22O11)n
  • সঠিক উত্তর: (গ)
    ২৯৫. পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ পেট্রোল থাকে?
  • ক) 3 ভাগ
  • খ) 5 ভাগ
  • গ) 7 ভাগ
  • ঘ) 9 ভাগ
  • সঠিক উত্তর: (খ)
    ২৯৬. C2H4+H2O→CH3H2OH বিক্রিয়াটিতে –
    i. H3PO4 প্রভাবক হিসেবে কাজ করে
    ii. 60 atm চাপ প্রয়োজন
    iii. সংযোজন ঘটে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৯৭. দধিতে কোন এসিড পাওয়া যায়?
  • ক) ল্যাকটিক এসিড
  • খ) সাইট্রিক এসিড
  • গ) ফরমিক এসিড
  • ঘ) পমিটিক এসিড
  • সঠিক উত্তর: (ক)
    ২৯৮. CnH2n+1COOH সাধারণ সংকেত বিশিষ্ট যৌগটি –
    i. অ্যালকোহলের জারণ ক্রিয়ায় প্রস্তুত করা যায়
    ii. জলীয় দ্রবণে OH মূলক প্রদান করে
    iii. ক্ষারকের সাথে ক্রিয়ায় লবণ তৈরী করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২৯৯. বাংলাদেশের কোন অঞ্চলে কয়লা মজুদ আছে?
  • ক) পূর্বাঞ্চলে
  • খ) উত্তরাঞ্চলে
  • গ) পশ্চিমাঞ্চলে
  • ঘ) দক্ষিণাঞ্চলে
  • সঠিক উত্তর: (ক)
    ৩০০. বার-এর অধিক কার্বন সংখ্যাবিশিষ্ট অ্যালকেনসমূহ সাধারণত --- হয়।
  • ক) তরল
  • খ) গ্যাসীয়
  • গ) বায়বীয়
  • ঘ) কঠিন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩০১. শক্তি উৎপাদনে ব্যবহৃত অ্যালকোহলকে বলা হয় –
    i. মেথিলেটেড স্পিরিট
    ii. পাওয়ার অ্যালকোহল
    iii. মিথাইল অ্যালকোহল
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৩০২. খাদ্য সংরক্ষক হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
  • ক) জৈব এসিড
  • খ) অ্যালকোহল
  • গ) অ্যালডিহাইড
  • ঘ) অজৈব এসিড
  • সঠিক উত্তর: (ক)
    ৩০৩. অ্যালকেনসমূহের –
    i. ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয়
    ii. দহন বিক্রিয়ায় প্রচুর শক্তি উৎপন্ন হয়
    iii. প্রতিস্থাপন ঘটে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩০৪. প্রাকৃতিক গ্যাসে ---।
    i. প্রধান উপাদান হিসেবে থাকে মিথেন
    ii. তাপ দিলে CO2 ও শক্তি পাওয়া যায়
    iii. 99.99% মিথেন থাকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩০৫. পেট্রোলিয়ামের প্রধান উপাদান –
    i. সাইক্লো অ্যালকেন
    ii. অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন
    iii. অসম্পৃক্ত হাইড্রোকার্বন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩০৬. ফরমালিনের সংকেত কী?
  • ক) CH3OH
  • খ) H-CHO
  • গ) H-COOH
  • ঘ) CH3COOH
  • সঠিক উত্তর: (খ)
    ৩০৭. অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কত প্রকার হয়?
  • ক) দুই
  • খ) তিন
  • গ) চার
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (ক)
    ৩০৮. অ্যালকাইন সালফিউরিক এসিডের উপস্থিতিতে পানির সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড উৎপন্ন করে –
  • ক) 20%
  • খ) 2%
  • গ) 30%
  • ঘ) 25%
  • সঠিক উত্তর: (ক)
    ৩০৯. ইথিলিন প্রস্তুত করতে কত চাপ ব্যবহার করাত হয়?
  • ক) 1200 atm
  • খ) 200 atm
  • গ) 1000 atm
  • ঘ) 500 atm
  • সঠিক উত্তর: (ক)
    ৩১০. বাসা বাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
  • ক) কেরোসিন
  • খ) LPG গ্যাস
  • গ) জ্বালানি তেল
  • ঘ) লুব্রিকেটিং তেল
  • সঠিক উত্তর: (গ)
    ৩১১. C1-C4 কার্বন শিকল বিশিষ্ট অশোধিত পেট্রোলিয়াম তৈলের পাতিত অংশ –
    i. এর পাতন তাপমাত্রা 200C
    ii. তরলীকৃত প্রাকৃতিক গ্যাস
    iii. বাড়ির রান্নার গ্যাস চুল্লিতে জ্বালানিরূপে ব্যবহৃত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩১২. দেহের কোষ ও গলা গঠন করে কোনটি?
  • ক) সেলুলোজ
  • খ) স্টার্চ
  • গ) গ্লাইকোজেন
  • ঘ) প্রোটিন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩১৩. অশোধিত পেট্রোলিয়াম তেলের অনুদ্বায়ী অবশেষ –
    i. ছাদ ঢালাই ও রাস্তা তৈরি কাজে ব্যবহৃত হয়
    ii. অ্যালকেনসহ বিভিন্ন পদার্থ মিশ্রিত পাতিত অংশ
    iii. C70 এর ঊর্ধ্বে কার্বন শিকলের দৈর্ঘ্যবিশিষ্ট হাইড্রোকার্বন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩১৪. কোন পদার্থটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি?
  • ক) C3H8
  • খ) C5H12
  • গ) C8H18
  • ঘ) C20H42
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩১৫. উৎসের ভিত্তিতে পলিমার কত প্রকার?
  • ক) দুই প্রকার
  • খ) তিন প্রকার
  • গ) চার প্রকার
  • ঘ) পাঁচ প্রকার
  • সঠিক উত্তর: (ক)
    ৩১৬. কার্বন সংখ্যা বাড়ার সাথে সাথে অ্যালকিনের স্ফুটনাঙ্ক –
  • ক) কমে
  • খ) বাড়ে
  • গ) স্থির থাকে
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (খ)
    ৩১৭. বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে কী বলে?
  • ক) অ্যালিসাইক্লিক যৌগ
  • খ) অ্যারোমেটিক যৌগ
  • গ) অ্যালকিন
  • ঘ) অ্যালকাইন
  • সঠিক উত্তর: (ক)
    ৩১৮. অংশ কলামের 171-2700C তাপমাত্রা অঞ্চল থেকে পৃথকীকৃত অংশকে বলে –
  • ক) ডিজেল তেল
  • খ) বিটুমিন
  • গ) ন্যাপথা
  • ঘ) গ্যাসোলিন
  • সঠিক উত্তর: (ক)
    ৩১৯. টেরিলিন কী?
  • ক) পলিথিন
  • খ) পলিএস্টার
  • গ) PVC
  • ঘ) নাইলন
  • সঠিক উত্তর: (খ)
    ৩২০. দাঁতের ব্রাশ তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
  • ক) নাইলন
  • খ) টেফলন
  • গ) পলিথিন
  • ঘ) পলিভিনাইল ক্লোরাইড
  • সঠিক উত্তর: (ক)
    ৩২১. বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের 99.99% কী?
  • ক) ইথেন
  • খ) মিথেন
  • গ) অক্টেন
  • ঘ) প্রোটেন
  • সঠিক উত্তর: (খ)
    ৩২২. সম্পৃক্ত হাইড্রোকার্বনে থাকে –
  • ক) C – C একক বন্ধন
  • খ) C – C দ্বিবন্ধন
  • গ) C – C ত্রিবন্ধন
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (ক)
    ৩২৩. কোন এসিড মানুষ খেতে পারে?
  • ক) অজৈব এসিড
  • খ) জৈব এসিড
  • গ) হাইড্রোক্লোরিক এসিড
  • ঘ) সালফিউরিক এসিড
  • সঠিক উত্তর: (খ)
    ৩২৪. এক থেকে চার কার্বন বিশিষ্ট অ্যালকেনের স্ফুটনাঙ্ক সাধারণত কক্ষ তাপমাত্রায় --- থাকে।
  • ক) নিচে
  • খ) উপরে
  • গ) সমান
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (ক)
    ৩২৫. প্রাকৃতিক গ্যাসের অধিকাংশ মিথেন হলেও এতে সামান্য পরিমাণে থাকে –
    i. ইথেন
    ii. প্রোপেন
    iii. বিউটেন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩২৬. প্লাস্টিক পলিমার তৈরিতে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনে শতকরা কত ভাগ জীবাশ্ম জ্বালানি খরচ হচ্ছে?
  • ক) 4%
  • খ) 5%
  • গ) 3%
  • ঘ) 6%
  • সঠিক উত্তর: (ক)
    ৩২৭. মিথান্যালের 40% জলীয় দ্রবণকে কী বলা হয়?
  • ক) ডেরলিন
  • খ) ফরমালিন
  • গ) মেথিলেটেড স্পিরিট
  • ঘ) রেকটিফাইড স্পিরিট
  • সঠিক উত্তর: (খ)
    ৩২৮. নিচের কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন?
  • ক) C2H4
  • খ) C3H4
  • গ) C4H10
  • ঘ) C4H8
  • সঠিক উত্তর: (গ)
    ৩২৯. অসম্পৃক্ত হাইড্রোকার্বনসমূহ মূলত কত প্রকার?
  • ক) 5
  • খ) 4
  • গ) 3
  • ঘ) 2
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৩০. কোনটিকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলা যায় না?
  • ক) C4H8
  • খ) C4H4
  • গ) C4H10
  • ঘ) C3H6
  • সঠিক উত্তর: (গ)
    ৩৩১. থার্সোসেটিং প্লাস্টিক –
    i. সমযোজী ও হাইড্রোজেন বন্ধন দ্বারা গঠিত
    ii. ক্রস লিংক ভেঙে বিয়োজিত হয়
    iii. বার বার উত্তাপে গলে যায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৩২. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি?
  • ক) ইথেন
  • খ) প্রোপেন
  • গ) বিউটেন
  • ঘ) মিথেন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৩৩. নিচের কোনটি ঋণাত্মক আধানবিশিষ্ট?
  • ক) অ্যালুমিনা
  • খ) বালু
  • গ) নিকেল
  • ঘ) জিওলাইট
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৩৪. নিচের কোনটি চেতনা নাশক হিসেবে ব্যবহার করা হয়?
  • ক) CHCl3
  • খ) CH3Cl
  • গ) CH3Cl2
  • ঘ) CCl4
  • সঠিক উত্তর: (ক)
    ৩৩৫. অ্যালডিহাইড যৌগ হল –
    i. মিথান্যাল
    ii. ইথান্যাল
    iii. প্রোপান্যাল
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৩৬. Paraffin মানে কী?
  • ক) স্বল্প
  • খ) আসক্তি
  • গ) স্বল্প আসক্তির যৌগ
  • ঘ) বিকর্ষণ
  • সঠিক উত্তর: (গ)
    ৩৩৭. অ্যালকিনের সাথে পানির উপস্থিতিতে KMnO4 এর বিক্রিয়ায় নিচের কোন যৌগ উৎপন্ন হয়?
  • ক) ডাইব্রোমো ইথেন
  • খ) ডাইব্রোমো প্রোপেন
  • গ) ইথাইল অ্যালকোহল
  • ঘ) ইথিলিন গ্লাইকল
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৩৮. প্রাকৃতিক গ্যাসের উপাদান নয় কোনটি?
  • ক) প্রোপেন
  • খ) পোন্টিন
  • গ) বিউটেন
  • ঘ) অক্টেন
  • সঠিক উত্তর: (ক)
    ৩৩৯. HCl এর জলীয় দ্রবণে ইথিন যোগ করলে কোনটি উৎপন্ন হয়?
  • ক) CH3-CH3
  • খ) CH3-CH2Cl
  • গ) ClCH2-CH2Cl
  • ঘ) CH3-CH(Cl)Cl
  • সঠিক উত্তর: (খ)
    ৩৪০. কোনটি ঘুমের ঔষুধ?
  • ক) অ্যাসিটালডিহাইড
  • খ) প্যারালডিহাইড
  • গ) মিথান্যাল
  • ঘ) মিথানল
  • সঠিক উত্তর: (খ)
    ৩৪১. কোক সৃষ্টি হয় কোনটি থেকে?
  • ক) কয়লা
  • খ) প্রাকৃতিক গ্যাস
  • গ) তেল
  • ঘ) মিথেন
  • সঠিক উত্তর: (ক)
    ৩৪২. CH3-CH=CH2 যৌগের –
    i. রাসায়নিক সক্রিয়তা অনেক বেশি
    ii. দ্বি-বন্ধনের ১ম টি শক্তিশালী হলেও ২য় টি তুলনামূলক দুর্বল
    iii. পলিমারকরণ সম্ভব
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৪৩. মৃত উদ্ভিদ ও প্রাণী কত বছর মাটির নিচে থাকলে তা প্রাকৃতিক গ্যাস, কয়লা বা খনিজ তেলে পরিণত হয়?
  • ক) প্রায় ২০০০ মিলিয়ন বছর
  • খ) প্রায় ২০০ মিলিয়ন বছর
  • গ) প্রায় ২০ মিলিয়ন বছর
  • ঘ) প্রায় ১০০ মিলিয়ন বছর
  • সঠিক উত্তর: (খ)
    ৩৪৪. কোনটি থার্মোপ্লাস্টিক পলিমার?
  • ক) বাকেলাইট
  • খ) ফাইবার গ্লাস
  • গ) কৃত্রিম রেজিন
  • ঘ) পলিপ্রোপিলিন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৪৫. নিচের কোনটি অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক যৌগ?
  • ক) C6H8
  • খ) C3H6
  • গ) C5H10
  • ঘ) C6H12
  • সঠিক উত্তর: (ক)
    ৩৪৬. স্বাভাবিক তাপমাত্রায় কঠিন –
    i. C18H36
    ii. C19H38
    iii. C20H40
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৪৭. ন্যাপথা –
    i. এর কার্বন সংখ্যার সীমা (C7-C4)
    ii. জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়
    iii. বিভিন্ন ব্যবহার্য দ্রব্য প্রস্তুতির কাঁচামাল
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৪৮. Plastikos শব্দটি কোন দেশীয়?
  • ক) ইতালীয়
  • খ) ল্যাটিন
  • গ) গ্রিক
  • ঘ) ফ্রান্স
  • সঠিক উত্তর: (গ)
    ৩৪৯. পেট্রোলকে নিচের কোনটি বলা যায়?
  • ক) লুব্রিকেটিং তেল
  • খ) বিটুমিন
  • গ) ন্যাপথা
  • ঘ) গ্যাসোলিন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫০. কোনটি প্রাকৃতিক পলিমার?
  • ক) রাবার
  • খ) কলম
  • গ) পলিস্টার কাপড়
  • ঘ) পানির ট্যাংক
  • সঠিক উত্তর: (ক)
    ৩৫১. অংশ কলামের 271-3400C তাপমাত্রা অহ্চল থেকে পৃথকীকৃত ২য় অংশকে বলে –
  • ক) লুব্রিকেটিং তেল
  • খ) জ্বালানি তেল
  • গ) কেরোসিন
  • ঘ) ডিজেল তেল
  • সঠিক উত্তর: (খ)
    ৩৫২. CH4 এর ক্লোরিনেশনে উৎপন্ন হয় –
    i. ক্লোরোফরম
    ii. ক্লোরোবেনজিন
    iii. কার্বন টেট্রাক্লোরাইড
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩৫৩. আইকোসেন কী জাতীয় হাইড্রোকার্বন?
  • ক) অ্যালকিন
  • খ) অ্যালকেন
  • গ) অ্যালকাইন
  • ঘ) অ্যারোম্যাটিক
  • সঠিক উত্তর: (খ)
    ৩৫৪. হাইড্রোজেনের সাথে CO মিশ্রিত করে মিশ্রণটিকে 2500C উষ্ণতায় সূক্ষ্ম নিকেল চূর্ণের উপর দিয়ে প্রভাবিত করলে কী উৎপন্ন হয়?
  • ক) মিথানল
  • খ) মিথান্যাল
  • গ) মিথেন
  • ঘ) মিথানোয়িক এসিড
  • সঠিক উত্তর: (গ)
    ৩৫৫. নিচের উক্তিগুলো লক্ষ কর –
    i. থার্মোপ্লাস্টিককে বার বার গলানো যায়
    ii. থার্মোসেটিংকে বার বার গলানো যায়
    iii. থার্মোসেটিং তুলনামূলক শক্ত ও কম নমনীয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩৫৬. কৃত্রিম কাপড় তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
  • ক) পলিপ্রোপিন
  • খ) টেফলন
  • গ) নাইলন
  • ঘ) PVC
  • সঠিক উত্তর: (গ)
    ৩৫৭. অশোধিত পেট্রোলিয়াম তৈলের আংশিক পাতনে কত কার্বন শিকল বিশিষ্ট বিটুমিন পাওয়া যায়?
  • ক) C5-C8
  • খ) C18-C30
  • গ) C12-C15
  • ঘ) C70 এর উর্ধ্বে
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫৮. পেট্রোলিয়ামে শতকরা কতভাগ ন্যাপথা থাকে?
  • ক) 20 ভাগ
  • খ) 30 ভাগ
  • গ) 10 ভাগ
  • ঘ) 40 ভাগ
  • সঠিক উত্তর: (গ)
    ৩৫৯. সম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষুদ্রতম সদস্য হলো –
  • ক) মিথেন
  • খ) ইথেন
  • গ) প্রোপেন
  • ঘ) ইথিন
  • সঠিক উত্তর: (ক)
    ৩৬০. হেক্সেন এর গলনাংক কত?
  • ক) 18030C
  • খ) 180C
  • গ) 1300C
  • ঘ) -950C
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৬১. প্রোপেনের স্ফুটনাংক কত?
  • ক) -1900C
  • খ) 1830C
  • গ) 1280C
  • ঘ) -1300C
  • সঠিক উত্তর: (ক)
    ৩৬২. নিচের কোনটি গ্লুকোজের পলিমার নয?
  • ক) সেলুলোজ
  • খ) স্টার্চ
  • গ) শর্করা
  • ঘ) রাবার
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৬৩. পলিমারকরণ বিক্রিয়া কত প্রকার?
  • ক) 5
  • খ) 4
  • গ) 3
  • ঘ) 1
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৬৪. ইথাইনের শিল্পোৎপাদন করা হয় –
    i. টেট্রাহ্যালাইড হতে
    ii. প্রাকৃতিক গ্যাস হতে
    iii. ক্যালসিয়াম কার্বাইড হতে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৩৬৫. C4H10 সংকেতটি থেকে বোঝা যায় যৌগটির –
    i. আণবিক ভর 68
    ii. দুটি সমাণু সম্ভব
    iii. কার্বন-কার্বন দ্বিবন্ধন বিদ্যমান
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৬৬. সূর্যের আলো ও ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয় যে পলিমার তাকে কী বলে?
  • ক) বায়োপলিমার
  • খ) কৃত্রিম পলিমার
  • গ) প্রাকৃতিক পলিমার
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (ক)
    ৩৬৭. অ্যালকেনের অপূর্ণ দহনে নিচের কোনটি পাওয়া যায় না?
  • ক) কার্বন
  • খ) পানি
  • গ) কার্বন মনোক্সাইড
  • ঘ) কার্বন ডাইঅক্সাইড
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৬৮. দুই থেকে চার কার্বনবিশিষ্ট অ্যালকাইনসমূহ সাধারণত --- হয়।
  • ক) তরল
  • খ) কঠিন
  • গ) গ্যাসীয়
  • ঘ) বায়বীয়
  • সঠিক উত্তর: (গ)
    ৩৬৯. দীর্ঘ শিকলবিশিষ্ট অ্যালকেন → ক্ষুদ্র শিকলবিশিষ্ট অ্যালকেনের মিশ্রণ + ক্ষুদ্র শিকলবিশিষ্ট অ্যালকেনের মিশ্রণ।
    উপরের সাধারণ সমীকরণটি লক্ষ করে সঠিক উত্তরটি চিহ্নিত কর।
    i. এটি ভাঙন বা বিযোজন নামে পরিচিত
    ii. বিক্রিয়াটি প্রভাবকের উপস্থিতিতে ঘটে
    iii. বিক্রিয়াটি তাপের মাধ্যমে ঘটানো যায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৭০. জ্বালানির মূল উপাদান কী?
  • ক) কার্বন
  • খ) ম্যাগনেসিয়াম
  • গ) হাইড্রোজেন
  • ঘ) অক্সিজেন
  • সঠিক উত্তর: (ক)
    ৩৭১. CO2C35 কার্বন সংখ্যাবিশিষ্ট পেট্রোলিয়ামের অংশ –
    i. জাহাজের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়
    ii. 2710-3400C তাপমাত্রায় পৃথক হয়
    iii. জেট বিমানে ব্যবহৃত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৭২. মিথেনকে 15000C তাপমাত্রায় বায়ুর উপস্থিতিতে দহন করলে নিচের কোনটি পাওয়া যায়?
  • ক) প্রোপাইন
  • খ) ইথিন
  • গ) ইথাইন
  • ঘ) ইথিলিন
  • সঠিক উত্তর: (গ)
    ৩৭৩. নিচের কোনটিতে দ্বিবন্ধন বিদ্যমান?
  • ক) অ্যালকিন
  • খ) অ্যালকাইন
  • গ) অ্যালকেন
  • ঘ) কোনটিতে নেই
  • সঠিক উত্তর: (ক)
    ৩৭৪. থার্মোপ্লাস্টিক পলিমারের ক্ষেত্রে –
    i. এটি লম্বা, সরু ও জট পাকানো
    ii. এর কার্বন শিকলে শক্তিশালী বন্ধন গঠিত হয় কিন্তু পার্শ্ব শিকলে দুর্বল আকর্ষণ বল কাজ করে
    iii. একে সহজে সম্প্রসারিত, বাঁকানো ও তাপ প্রয়োগে গলানো যায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৭৫. পেট্রোলিয়ামের কোন অংশকে ইঞ্জিনের পিচ্ছিল কারক হিসেবে ব্যবহার করা হয়?
  • ক) লুব্রিকেটিং তেল
  • খ) জ্বালানি তেল
  • গ) ডিজেল
  • ঘ) প্যারাফিন
  • সঠিক উত্তর: (ক)
    ৩৭৬. অ্যালকোহলকে জারিত করলে নিচের কোনটি পাওয়া যায়?
  • ক) জৈব এসিড
  • খ) অ্যালডিহাইড
  • গ) অ্যালকিন
  • ঘ) অ্যালকাইন
  • সঠিক উত্তর: (খ)
    ৩৭৭. পাঁচ থেকে পনের কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেনসমূহ সাধারণত –
  • ক) তরল
  • খ) গ্যাসীয
  • গ) কঠিন
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (ক)
    ৩৭৮. আমাদের দেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে কোন অ্যালকেনের পরিমাণ সবচেয়ে বেশি?
  • ক) মিথেন
  • খ) ইথেন
  • গ) প্রোপেন
  • ঘ) বিউটেন
  • সঠিক উত্তর: (ক)
    ৩৭৯. অ্যালকেনের প্রভাবকীয় বিযোজন প্রভাবক হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়?
  • ক) জিওলাইটস
  • খ) আয়রন চূর্ণ
  • গ) নিকেল চূর্ণ
  • ঘ) ভেনাডিয়াম পেন্টোঅক্সাইড
  • সঠিক উত্তর: (ক)
    ৩৮০. নিচের কোনটির দহন ক্ষমতা সবচেয়ে বেশি?
  • ক) অ্যালকিন
  • খ) অ্যালকাইন
  • গ) অ্যালকেন
  • ঘ) বেনজিন
  • সঠিক উত্তর: (গ)
    ৩৮১. হাইড্রোকার্বনে কার্বন ও হাইড্রোজেনের মধ্যে কোন বন্ধন থাকে?
  • ক) সমযোজী
  • খ) আয়নিক
  • গ) সন্নিবেশ
  • ঘ) ধাতব
  • সঠিক উত্তর: (ক)
    ৩৮২. জিওলাইটস এ কোনটি তাকে না?
  • ক) অ্যালুমিনিয়াম
  • খ) কার্বন
  • গ) অক্সিজেন
  • ঘ) সিলিকন
  • সঠিক উত্তর: (খ)
    ৩৮৩. ভিনেগারে কোন এসিড থাকে?
  • ক) ইথানয়িক এসিড
  • খ) সাইটিক এসিড
  • গ) ফরমিক এসিড
  • ঘ) পমিটিক এসিড
  • সঠিক উত্তর: (ক)
    ৩৮৪. কোন এসিড তেঁতুলে থাকে?
  • ক) টারটারিক
  • খ) ল্যাকটিক
  • গ) সাইট্রিক
  • ঘ) অ্যাসিটিক
  • সঠিক উত্তর: (ক)
    ৩৮৫. কোনটি তুলনামূলকভাবে বেশি সক্রিয়?
  • ক) অ্যালকিন
  • খ) অ্যালকাইন
  • গ) অ্যালকেন
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (ক)
    ৩৮৬. অ্যালকেনসমূহ –
    i. কার্বন-কার্বন ও কার্বন-হাইড্রোজেন সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত
    ii. প্যারাফিন নামে পরিচিত
    iii. এসিড, ক্ষার, ধাতু ও জারকের সাথে বিক্রিয়া
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৮৭. নিচের কোন অ্যালকেনদ্বয়ের গলনাংক সমান?
  • ক) মিথেন ও প্রোপেন
  • খ) মিথেন ও পেন্টেন
  • গ) ইথেন ও প্রোপেন
  • ঘ) মিথেন ও ইথেন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৮৮. C15H32 এর ভাঙ্গন প্রক্রিয়ায় –
    i. কোনো একক বিক্রিয়া সম্পন্ন হয় না
    ii. হাইড্রোকার্বনের মিশ্রণ উৎপন্ন হয়
    iii. প্রভাবক বা উচ্চ তাপের প্রয়োজন পড়ে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৮৯. অসম্পৃক্ত হাইড্রোকার্বন –
    i. দুই প্রকারের হয়ে থাকে
    ii. শিকলে অন্তত একটি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন উপস্থিত থাকে
    iii. সাধারণত অ্যালকেন নামে পরিচিত
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৯০. জীবাশ্ম জ্বালানিসমূহ –
    i. কার্বন দ্বারা গঠিত যৌগ
    ii. দীর্ঘদিন কাদা মাটির নিচে চাপা থাকা সৃষ্ট যৌগ
    iii. কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৯১. কোনটি প্যারাফিন?
  • ক) C2H4
  • খ) C3H6
  • গ) C4H6
  • ঘ) C4H10
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৯২. অ্যালকিন শ্রেণির ক্ষুদ্রতম সদস্য কোনটি?
  • ক) C2H6
  • খ) C2H4
  • গ) C3H6
  • ঘ) C3H8
  • সঠিক উত্তর: (খ)
    ৩৯৩. নিচের পদার্থগুলোর মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি?
  • ক) কিটোন
  • খ) মিথেন
  • গ) ইথাইল অ্যালকোহল
  • ঘ) ইথার
  • সঠিক উত্তর: (গ)
    ৩৯৪. প্যারালাওহাইড তেরি করতে কী ব্যবহার করা হয়?
  • ক) প্রোপান্যালডিহাইড
  • খ) বিউটিন্যালডিহাইড
  • গ) পেন্টান্যালডিহাইড
  • ঘ) অ্যাসিটালডিহাইড
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৯৫. ঘনীভবন পলিমারকরণে কোনটি অপসারিত হয়?
  • ক) CO2
  • খ) H2O
  • গ) O2
  • ঘ) CO
  • সঠিক উত্তর: (খ)
    ৩৯৬. নিচের কোনটি বেশি বিষাক্ত?
  • ক) CHCl3
  • খ) CH2Cl2
  • গ) CH3Cl
  • ঘ) CCl4
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৯৭. অ্যালকেনসমূহ অতিরিক্ত অক্সিজেন ও বায়ু দ্বারা দগ্ধ করলে উৎপন্ন হয় –
    i. কার্বন ডাইঅক্সাইড
    ii. কার্বন মনোক্সাইড
    iii. পানি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩৯৮. ডোডেকেনের সংকেত নিচের কোনটি?
  • ক) C10H20
  • খ) C10H22
  • গ) C11H24
  • ঘ) C12H26
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৯৯. Plastikos শব্দটির অর্থ কোনটি?
  • ক) ভাঙা সম্ভব
  • খ) ভাঙা সম্ভব না
  • গ) জোড়া লাগানো সম্ভব
  • ঘ) গলানো সম্ভব
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪০০. কার্বনের তুলনায় হাইড্রোজেনের দাহ্যতা –
  • ক) কম
  • খ) বেশি
  • গ) একই
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (খ)
    ৪০১. LPG –
    i. রান্নার কাজে ব্যবহৃত
    ii. দহনে CO2 উৎপন্ন করে
    iii. জেট ইঞ্জিনের জ্বালানি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৪০২. অ্যালকিনসমূহের সাধারন সংকেত –
  • ক) CnH2n+2
  • খ) CnHn
  • গ) CnH2n
  • ঘ) CnH2n-2
  • সঠিক উত্তর: (গ)
    ৪০৩. অ্যালকেনসমূহ নিচের কোন ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ করে না?
  • ক) প্রতিস্থাপন
  • খ) বিযোজন
  • গ) দহন
  • ঘ) ওজোনীকরণ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪০৪. প্লাস্টিক বোতল তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
  • ক) নাইলন
  • খ) টেফলন
  • গ) PVC
  • ঘ) পলিপ্রোপিন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪০৫. অ্যালিসাইক্লিক যৌগকে কয় ভাগে ভাগ করা যায়?
  • ক) তিন ভাগে
  • খ) চার ভাগে
  • গ) পাঁচ ভাগে
  • ঘ) দুই ভাগে
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪০৬. নিচের কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়?
  • ক) C3H4
  • খ) C3H6
  • গ) C2H2
  • ঘ) C4H4
  • সঠিক উত্তর: (খ)
    ৪০৭. হেক্সাকোসেন এর ভৌত অবস্থা কিরূপ?
  • ক) কঠিন
  • খ) তরল
  • গ) গ্যাসীয়
  • ঘ) বায়বীয়
  • সঠিক উত্তর: (ক)
    ৪০৮. শীতপ্রধান দেশে হিটার দ্বারা ঘর গরম করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
  • ক) প্রাকৃতিক গ্যাস
  • খ) গ্যাসোলিন
  • গ) কেরোসিন
  • ঘ) বিটুমিন
  • সঠিক উত্তর: (ক)
    ৪০৯. কয়লা হচ্ছে –
    i. কালো বর্ণের কঠিন পদার্থ
    ii. তাপ দিলে অবশেষরূপে কোন পাওয়া যায়
    iii. রেল ইঞ্জিনের জ্বালানিরূপে ব্যবহার করা হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪১০. বাংলাদেশ প্রেট্রোলিয়াম কর্পোরেশন সম্প্রতি কোথায় তেলক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছে?
  • ক) কৈলাশটিলা ও জৈন্তায়
  • খ) আলমগঞ্জ ও জৈন্তায়
  • গ) কৈলাশটিলা ও আলমগঞ্জে
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (ক)
    ৪১১. প্রাকৃতিক গ্যাস তেল বা পেট্রোলিয়ামের কোন অংশে জমা হয়?
  • ক) উপরে
  • খ) নিচে
  • গ) একই সাথে
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (ক)
    ৪১২. কোনটি কৃত্রিম পলিমার?
  • ক) তুলা
  • খ) রাবার
  • গ) পলিস্টার কাপড়
  • ঘ) প্রোটিন
  • সঠিক উত্তর: (গ)
    ৪১৩. এক অণু ইথাইনের সাথে কয় মোল ব্রোমিন যুক্ত হতে পারে?
  • ক) 2 mole
  • খ) 3 mole
  • গ) 4 mole
  • ঘ) 5 mole
  • সঠিক উত্তর: (ক)
    ৪১৪. মুক্ত শিকল হাইড্রোকার্বন কত প্রকার?
  • ক) 5
  • খ) 4
  • গ) 3
  • ঘ) 2
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪১৫. কোনটি মালিশ হিসেবে ব্যবহৃত হয়?
  • ক) নিকস্
  • খ) ভিকস্
  • গ) ফিকস্
  • ঘ) মিকস্
  • সঠিক উত্তর: (খ)
    ৪১৬. অ্যালকোহল গাঢ় সালফিউরিক এসিডের সাথে বিক্রিয়া কয় ধাপে সম্পন্ন হয় এবং কী উৎপন্ন হয়?
  • ক) ২ ধাপে এবং অ্যালকিন ও অ্যালকাইন
  • খ) ১ ধাপে এবং অ্যালকিন ও অ্যালকাইল
  • গ) ২ ধাপে এবং অ্যালকেন ও ইথার
  • ঘ) ৩ ধাপে এবং অ্যালকিন ও এস্টার
  • সঠিক উত্তর: (গ)
    ৪১৭. কোনটি জীবাশ্ম জ্বালানি?
  • ক) প্রাকৃতিক গ্যাস
  • খ) অ্যালকোহল
  • গ) ফার্নেস তেল
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (ক)
    ৪১৮. ফসফরিক এসিডের উপস্থিতিতে অ্যালকিন ও পানির বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
  • ক) অ্যালকেন
  • খ) অ্যালডিহাইড
  • গ) জৈব এসিড
  • ঘ) অ্যালকোহল
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪১৯. ইতোপূর্বে কোথায় তেল আবিষ্কারের ঘোষণা দিলেও কার্যত তা ছিল একটি গ্যাসক্ষেত্র?
  • ক) কৈলাশটিলা
  • খ) হরিপুর
  • গ) জৈন্তা
  • ঘ) ক ও গ
  • সঠিক উত্তর: (খ)
    ৪২০. জিওলাইটস কোন আধান বিশিষ্ট?
  • ক) ঋণাত্মক
  • খ) ধনাত্মক
  • গ) নিরপেক্ষ
  • ঘ) মাঝে
  • সঠিক উত্তর: (ক)
    ৪২১. অংশ কলামের মধ্যে 200C তাপমাত্রার নিচে পেট্রোলিয়ামের অংশকে বলে –
  • ক) ন্যাপথা
  • খ) গ্যাসোলিন
  • গ) ডিজেল তেল
  • ঘ) পেট্রোলিয়াম গ্যাস
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪২২. কোন গাছের কষ প্রাকৃতিক পলিমার?
  • ক) রাবার
  • খ) কাঁঠাল
  • গ) শাল
  • ঘ) মেহগনি
  • সঠিক উত্তর: (ক)
    ৪২৩. সয়াবিন তেলে কার্বন কার্বন কী বন্ধন বিদ্যমান?
  • ক) একক
  • খ) দ্বি-বন্ধন
  • গ) ত্রি-বন্ধন
  • ঘ) একক ও ত্রি বন্ধন
  • সঠিক উত্তর: (খ)
    ৪২৪. বিউটেনের গলনাংক কত?
  • ক) -1830C
  • খ) -1900C
  • গ) -1380C
  • ঘ) -950C
  • সঠিক উত্তর: (গ)
    ৪২৫. Parum মানে কী?
  • ক) স্বল্প
  • খ) আসক্তি
  • গ) স্বল্প আসক্তির যৌগ
  • ঘ) বিকর্ষণ
  • সঠিক উত্তর: (ক)
    ৪২৬. কোনটি অ্যারোম্যাটিক যেৌগ?
  • ক) সাইক্লোহেক্সেন
  • খ) পেন্টেন
  • গ) ফেনল
  • ঘ) ইথিন
  • সঠিক উত্তর: (গ)
    ৪২৭. কোন দেশে আনারসের পাতা ও কলাগাছের আঁশ থেকে সুতা তৈরি করে কাপড় বুনানো হয়?
  • ক) ভুটান
  • খ) ভারত
  • গ) জাপান
  • ঘ) ফিলিপাইন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪২৮. অ্যালকাইনে থাকে –
  • ক) C-C একক বন্ধন
  • খ) C-C দ্বিবন্ধন
  • গ) C-C ত্রিবন্ধন
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (গ)
    ৪২৯. কোনটি বিষাক্ত?
  • ক) মিথানল
  • খ) ইথানল
  • গ) প্রোপানল
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (ক)
    ৪৩০. পেট্রোলিয়ামে শতকরা কতভাগ গ্যাসোলিন থাকে?
  • ক) ৫ ভাগ
  • খ) ৪ ভাগ
  • গ) ৬ ভাগ
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (ক)
    ৪৩১. কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
  • ক) কয়লা
  • খ) প্রাকৃতিক গ্যাস
  • গ) কাঠ
  • ঘ) খনিজ তেল
  • সঠিক উত্তর: (গ)
    ৪৩২. কোনটি বদ্ধ শিকল হাইড্রোকার্বন?
  • ক) C4H10
  • খ) C3H6
  • গ) C3H8
  • ঘ) C2H6
  • সঠিক উত্তর: (খ)
    ৪৩৩. অংশ কলামের 3400C তাপমাত্রায় পৃথক করার পর অবশিষ্ট অংশকে বলে –
  • ক) ন্যাপথা
  • খ) গ্যাসোলিন
  • গ) বিটুমিন
  • ঘ) পেট্রোল
  • সঠিক উত্তর: (গ)
    ৪৩৪. কোনটি তেল পরিশোধনাগারে পাওয়া যায় না?
  • ক) বিটুমিন
  • খ) ন্যাপথা
  • গ) কেরোসিন
  • ঘ) কয়লা
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৩৫. কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণের মাধ্যমে পাওয়া যায় –
  • ক) অ্যালকিন
  • খ) অ্যালকাইন
  • গ) অ্যালকেন
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (গ)
    ৪৩৬. অ্যালকেনের তুলনায় অ্যালকিনে কার্বনের পরিমাণ --- থাকে।
  • ক) বেশি
  • খ) কম
  • গ) সমান
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (খ)
    ৪৩৭. লাইলনের ধর্ম কোনটি?
  • ক) চকচকে
  • খ) শক্ত
  • গ) টেকসই
  • ঘ) নমনীয়
  • সঠিক উত্তর: (খ)
    ৪৩৮. বিউটেনের স্ফুটনাংক কত?
  • ক) -10C
  • খ) -420C
  • গ) -890C
  • ঘ) 10C
  • সঠিক উত্তর: (ক)
    ৪৩৯. C5-C12 দৈর্ঘ্যের ক্রুড ওয়েল হতে প্রাপ্ত কার্বন শিকলগুলো হচ্ছে মূলত –
  • ক) লাইট ন্যাপথা
  • খ) গ্যাসোলিন
  • গ) ডিজেল
  • ঘ) কেরোসিন
  • সঠিক উত্তর: (খ)
    ৪৪০. নিচের কোনটিতে ত্রিবন্ধন বিদ্যমান?
  • ক) অ্যালকিন
  • খ) অ্যালকাইন
  • গ) অ্যালকেন
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (খ)
    ৪৪১. উদ্ভিদ ও প্রাণীদেহ ক্ষয়প্রাপ্ত হয়ে জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয় কিসের ফলে?
  • ক) উচ্চ তাপ
  • খ) উচ্চ চাপ
  • গ) বায়ুর অনুপস্থিতি
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৪২. পেট্রোলিয়ামের উৎপত্তি হয় নিচের কোনটি থেকে?
  • ক) উদ্ভিদদেহ
  • খ) ক্ষুদ্র প্রাণসত্ত্বা
  • গ) গাছপালা
  • ঘ) ফলমূল
  • সঠিক উত্তর: (খ)
    ৪৪৩. অংশ কলামের 21-700C তাপমাত্রা অঞ্চল থেকে পৃথকীকৃত অংশকে বলে –
  • ক) ডিজেল তেল
  • খ) ন্যাপথা
  • গ) পেট্রোল
  • ঘ) কেরোসিন
  • সঠিক উত্তর: (গ)
    ৪৪৪. চিনি থেকে প্রাপ্ত প্রধান উপজাত কোনটি?
  • ক) পানি
  • খ) কার্বন ডাই অক্সাইড
  • গ) চিটাগুড়
  • ঘ) কার্বন মনোক্সাইড
  • সঠিক উত্তর: (গ)
    ৪৪৫. H2C=CH-CH2-CH3+HBr→X; X যৌগটির নাম কী?
  • ক) 3-ব্রোমো বিউটেন
  • খ) 2-ব্রোমো বিউটেন
  • গ) 1, 2-ডাই ব্রোমো বিউটেন
  • ঘ) 2-ব্রোমো বিউটান্যাল
  • সঠিক উত্তর: (খ)
    ৪৪৬. অংশ পাতন টাওয়ারের নিচের অংশ দিয়ে অশোধিত তেলকে কোন অবস্থায় প্রবেশ করানো হয়?
  • ক) কক্ষ তাপমাত্রায়
  • খ) উত্তপ্ত অবস্থায়
  • গ) শীতল অবস্থায়
  • ঘ) যেকোন তাপমাত্রায়
  • সঠিক উত্তর: (খ)
    ৪৪৭. অ্যালকিনের সাথে পানির বিক্রিয়ায় নিচের কোন যৌগ উৎপন্ন হয়?
  • ক) জৈব এসিড
  • খ) অ্যালডিহাইড
  • গ) অ্যালকোহল
  • ঘ) অ্যালকেন
  • সঠিক উত্তর: (গ)
    ৪৪৮. নিচের কোনটির একটি রূপ হল কয়লা?
  • ক) ফসফরাস
  • খ) সালফার
  • গ) ম্যাগনেসিয়াম
  • ঘ) কার্বন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৪৯. একাধিক পদার্থের অসংখ্য অণু যুক্ত হয়ে গঠিত পলিমারকে কী বলে?
  • ক) যুত পলিমার
  • খ) ঘনীভবন পলিমার
  • গ) ক্যাটায়নিক পলিমার
  • ঘ) আয়নিক পলিমার
  • সঠিক উত্তর: (খ)
    ৪৫০. অ্যালকেনসমূহ সাধারণ –
    i. জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়
    ii. মালিশ তৈরিতে ব্যবহৃত হয়
    iii. রাসায়নিক দ্রব্য প্রস্তুতিতে ব্যবহৃত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৫১. কোনটি বহুল ব্যবহৃত ঘনীভবন পলিমার?
  • ক) পলিথিন
  • খ) পলিএস্টার
  • গ) নাইলন
  • ঘ) রাবার
  • সঠিক উত্তর: (গ)
    ৪৫২. পেট্রোলিয়ামের শতকরা কত ভাগ LPG?
  • ক) 1%
  • খ) 2%
  • গ) 3%
  • ঘ) 4%
  • সঠিক উত্তর: (খ)
    উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
    একদল কলেজ শিক্ষার্থী শিক্ষা সফরে তিতাস গ্যাস ফিল্ড পরিদর্শনে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে, এখানকার গ্যাসে একটি যৌগের পরিমাণই প্রায় ৯৯ ভাগ।
    ৪৫৩. উদ্দীপকের গ্যাসের প্রধান যৌগটি কোন ধরনের হাইড্রোকার্বন?
  • ক) সম্পৃক্ত
  • খ) অসম্পৃক্ত
  • গ) অ্যারোমেটিক
  • ঘ) অ্যালিসাইক্লিক
  • সঠিক উত্তর: (ক)
    ৪৫৪. উক্ত হাইড্রোকার্বনটি –
    i. রাসায়নিকভাবে কম সক্রিয়
    ii. সমাণুকরণে অংশ গ্রহণ করে
    iii. কেবল একক বন্ধন দ্বারা গঠিত
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)