এস.এস.সি || রসায়ন || অধ্যায় - ৮ রসায়ন ও শক্তি
২. নিচের কোনটিকে ভারী ধাতু বললে ভুল হবে?
৩. বিক্রিয়ার তাপশক্তি শোষিত হলে ΔH-এর মান হবে –
৪. এক মোল H – H বন্ধন ভাঙতে কত কিলোজুল শক্তি শোষিত হয়?
৫. পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোন মৌলটি স্বতঃস্ফূর্তভাবে ভেঙে ছোট নিউক্লিয়াসে পরিণত হবে?
৬. 1 mole নাইট্রোজেন গ্যাস 1 mole অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে 2 mole নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন করে। এ সময় পরিপার্শ্ব হতে তাপ শোষিত হয় –
৭. কোন যৌগে মৌলসমূহ একে অপরের সাথে কোন শক্তি দ্বারা যুক্ত থাকে?
৮. সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণকে কী বলা হয়?
৯. লোহার উপর দস্তার ইলেকট্রোপ্লেটিং করলে –
i. লোহার ক্ষয়রোধ হয়
ii. লোহা মরিচারোধী হয়
iii. লোহা মসৃণ ও উজ্জ্বল হয়
নিচের কোনটি সঠিক?
১০. CH4(g)+2Cl2(g)→CH2Cl2(g)+2HCl(g); বিক্রিয়ায় মোট কত কিলোজুল তাপ নির্গত হয়?
১১. ড্রাইসেলের ক্যাথোডে কোন পদার্থের আবরণ থাকে?
১২. ইথানলকে পুড়ালে কী উৎপন্ন হয়?
১৩. নিচের কোনটি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের জারণ বিক্রিয়া হতে সহায়তা করে?
১৪. ড্রাইসেল হতে কত ভোল্ট তড়িৎ বিভব পাওয়া যায়?
১৫. কোনটি ধাতু/অধাতু আয়ন তড়িদদ্বার?
১৬. গ্যালভানিক কোষ –
i. ভোল্টায়িক কোষ নামে পরিচিত
ii. রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে পরিণত করে
iii. তড়িৎশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে
নিচের কোনটি সঠিক?
১৭. পানিতে অম্লীয় করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?
১৮. ড্যানিয়েল কোষে অ্যানোড হিসাবে থাকে –
১৯. দহন কী?
২০. 2H2(g)+O2(g)→2H2O(g); বিক্রিয়ায় মোট কত কিলোজুল তাপ নির্গত হয়?
২১. সাম্পতিককালে কোথায় পারমাণবিক চুল্লির দুর্ঘটনা ঘটে?
২২. বিদ্যুৎ পরিবাহীর ক্ষেত্রে –
i. গ্রাফাইট ইলেকট্রন পরিবাহী
ii. গলিত লবণ, এসিড প্রভৃতি তড়িৎ বিশ্লেষ্য
iii. কাচ বিদ্যুৎ পরিবাহী
নিচের কোনটি সঠিক?
২৩. তড়িৎদ্বার বিক্রিয়া –
i. জারণ বা বিজারণ বিক্রিয়া
ii. ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে সম্পন্ন হয়
iii. স্বতঃস্ফূর্ত হতে পারে
নিচের কোনটি সঠিক?
২৪. লেড স্টোরেজ ব্যাটারি মূলত তৈরি করা হয় --- দিয়ে।
২৫. সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে কোনটি জারিত হয়?
২৬. জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। এটি প্রথম কে আবিষ্কার করেন?
২৭. একটি হিলিয়াম পরমাণু তৈরিতে কত তাপমাত্রা প্রয়োজন?
২৮. নিচের কোন বিক্রিয়ায় তাপ শোষিত হয়?
২৯. বিমান তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়?
৩০. গ্যালভানি জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন প্রক্রিয়াটি কত সালে আবিষ্কার করেন?
৩১. ড্রাইসেলের অ্যানোড হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়?
৩২. লোহার উপর অন্য ধাতুর প্রলেপ দিলে কী হয়?
৩৩. আধুনিক বিশ্বে কিসের ব্যবহার অপরিসীম?
৩৪. 1 mole ইউরেনিয়াম নিউক্লিয়ার ফিসন বিক্রিয়ার মাধ্যমে কত জুল শক্তি উৎপন্ন করে?
৩৫. নিচের বাক্যগুলো লক্ষ কর:
i. CO2 গ্রিন হাউজ প্রভাব সৃষ্টিকারী গ্যাস
ii. ইথানলের অপর নাম ইথাইল অ্যালকোহল
iii. সেলুলোজ থেকে ইথানল উৎপাদন সম্ভব
নিচের কোনটি সঠিক?
৩৬. ড্রাইসেলে উত্তেজক হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়?
৩৭. নিউক্লিয় ফিসন বিক্রিয়ার সাহায্যে –
i. এটম বোমা তৈরি করা হয়
ii. পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ উৎপাদন করা হয়
iii. হাইড্রোজেন বোমা তৈরি করা হয়
নিচের কোনটি সঠিক?
৩৮. খাবার সোডাকে নিচের কোন নামে ডাকা যায়?
৩৯. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি?
৪০. পানির অণুতে একটি অক্সিজেন ও একটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে বন্ধন শক্তি হলো –
৪১. পানির বিশ্লেষণে নিচের কোনটি বিজাড়িত হয়?
৪২. পেট্রোলিয়াম গ্যাস ব্যবহৃত হয় –
i. পানি উত্তোলন
ii. মোটর গাড়িতে
iii. বিদ্যুৎ উৎপাদনে
নিচের কোনটি সঠিক?
৪৩. জীবাণুনাশক হিসেবে কোনটি অধিকতর ব্যবহৃত হয়?
৪৪. Fe এর উপর Au এর প্রলেপ দেওয়া হয় যে কোষে, সেটি –
i. বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে
ii. ইলেকট্রোপ্লোটিং এ ব্যবহার করা হয়
iii. ধাতু বিশোধনে ব্যবহার করা হয়
নিচের কোনটি সঠিক?
৪৫. 1 mole হাইড্রোজেন ও 0.5 mole অক্সিজেনের বিক্রিয়ায় কয় mole পানি উৎপন্ন হয়?
৪৬. হাইড্রোজেন অণুতে দুটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে বন্ধন শক্তি কত?
৪৭. Global warming-এর জন্য CO2 গ্যাস দায়ী কেন?
৪৮. নিচের কোনটি গ্যালভানিক কোষের ভেতরে পড়ে না?
৪৯. পদার্থের অবস্থা কয়টি?
৫০. বর্তমানে যে জ্বালানি মজুদ আছে তা আগামী কত বছর পর্যন্ত চালানো যাবে?
৫১. অপর্যাপ্ত বায়ুতে জ্বালানি পোড়ালে কী তৈরি হয়?
৫২. পানির বিশ্লেষণে নিচের কোনটি জাড়িত হয়?
৫৩. ড্রাইসেলে কোনটি জারিত বা বিজারিত হবে না?
৫৪. নিচের কোনটি বিশুদ্ধ জ্বালানি হতে সৃষ্টি হয়?
৫৫. কোন ব্যাটারীতে কোবাল্ট অক্সাইড ব্যবহৃত হয়?
৫৬. ড্রাইসেলের সংঘটিত বিক্রিয়ায় আদান-প্রদানকৃত e- এর সংখ্যা কত?
৫৭. ড্রাইসেল থেকে কি পরিমাণ তড়িৎ বিভব পাওয়া যায়?
৫৮. ফটোক্যামিকেল ধোঁয়া –
i. বিষাক্ত
ii. ওজোন স্তরের ক্ষতি করে
iii. এসিড বৃষ্টির জন্য দায়ী
নিচের কোনটি সঠিক?
৫৯. রাসায়নিক বিক্রিয়ায় তা পরিবর্তনের পরিমাণকে কোন এককে প্রকাশ করা হয়?
৬০. Cao + H2O (i) → =?
৬১. গ্যালভানিক কোষের ক্ষেত্রে কোনটি মিথ্যা?
৬২. কোন অবস্থায় আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম থাকে?
৬৩. মিথেনের দহনের ক্ষেত্রে কোনটি সঠিক?
৬৪. কোন কোন বিজ্ঞানী সর্বপ্রথম রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে সক্ষম হয়েছিলেন?
৬৫. Zn+2NH4+(aq) + 2MnO2(s) → Zn2+ (aq) + 2NH3 (aq) + Mn2O3(s) + H2O(i)
i. জিংকের বিজারণ ঘটেছে
ii. MnO2 এর জারণ হয়েছে
iii. অ্যামোনিয়াম আয়ন MnO2 এর জারণে সহায়তা করে না
নিচের কোনটি সঠিক?
৬৬. ক্যাথোডে কোনটি হয়?
৬৭. শুষ্ক কোষের ধনাত্মক প্রান্ত কোনটি?
৬৮. ড্যানিয়েল কোষে পাত্রদ্বয়ের মধ্যে সংযোগ স্থাপনের জন্য নিষ্ক্রিয় তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কোনটি ব্যবহার করা হয়?
৬৯. লবণ সেতুর কাজ কোনটি?
৭০. নিচের কোনটি ইলেকট্রনীয় পরিবাহী?
৭১. উৎপাদসমূহের মোটশক্তি < বিক্রিয়কসমূহের মোটশক্তি হলে, কোনটি ঘটবে?
৭২. কোনটি পারমাণবিক চুল্লি নয়?
৭৩. কাঠ, কয়লা, গ্যাস পুড়ালে পাওয়া যায় –
৭৪. ফুয়েল সেলে –
i. বিদ্যুৎ উৎপন্ন হয়
ii. অ্যানোডে H2 বা অ্যালকোহল অণু জারিত হয়
iii. ক্যাথোডে O2 বিজারিত হয়ে H2O গঠন করে
নিচের কোনটি সঠিক?
৭৫. গ্যালভানিক কোষে অ্যানোড হিসাবে থাকে –
৭৬. কোন মৌলের তেজস্ক্রিয়তা বাড়ানোর জন্য কোন কণা দ্বারা আঘাত করা হয়?
৭৭. H – Cl এর বন্ধনশক্তি কত?
৭৮. ড্রাইসেলে নিচের কোনটি জারক হিসেবে কাজ করে –
৭৯. দ্বি-ধনাত্মক হিলিয়াম-4 দ্বারা কোন কণাকে বোঝানো হয়?
৮০. কাঠ, কয়লার দহনে নিচের কোন শক্তি দুটি উৎপন্ন করা সম্ভব?
৮১. কোনটি খনিজ জ্বালানি নয়?
৮২. বিভিন্ন কারখানায় কাঁচামাল হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয়?
৮৩. এসিড বৃষ্টির মূল উপাদান কী?
৮৪. গ্যালভানিক কোষে –
i. রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়
ii. বিক্রিয়া সংগঠনের জন্য বাহির থেকে শক্তি দরকার হয় না
iii. রাসায়নিক শক্তিকে তাপ শক্তিতে পরিণত হয়
নিচের কোনটি সঠিক?
৮৫. কোথায় কয়লা খনি আছে?
৮৬. ব্রাইনের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে প্রধানত কী তৈরি হয়?
৮৭. ফুয়েল সেলে ক্যাথোডে কী বিজারিত হয়?
৮৮. ‘গ্লুকোজ সেন্সর’ এর ভেতর কোন কোষ থাকে?
৮৯. ফুলের সেলের সর্বোৎকৃষ্ট জ্বালানি কোনটি?
৯০. 2 mole হাইড্রোজেন গ্যাস 1 mole অক্সিজেন গ্যাসের সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে 2 mole পানি উৎপন্ন করে। এ সময় তাপ নির্গত হয় –
৯১. কোন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে ΔH ঋণাত্মক?
৯২. ‘ইমিটেশনের স্বর্ণ’ কীসের উদাহরণ?
৯৩. বিক্রিয়ায় –
i. 1 mole C – H ও 1 mole Cl – Cl বন্ধন ভাঙে
ii. বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি 658 kJ
iii. বন্ধন সৃষ্টিতে প্রয়োজনীয় শক্তি 657 kJ
নিচের কোনটি সঠিক?
৯৪. তড়িৎ বিশ্লেষ্য কোষ ব্যবহার করে কিভাবে পরিবেশ রক্ষা করা যায়?
৯৫. তড়িৎ বিশ্লেষণ কৌশল ব্যবহার করা হয় –
i. ধাতুর বিশুদ্ধকরণে
ii. ইলেকট্রোপ্লেটিং-এ
iii. মানবদেহে রক্তে গ্লুকোজের পরিমাণ নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
৯৬. নিচের বাক্যগুলো লক্ষ কর:
i. সকল বিক্রিযায় সমপরিমাণ তাপ উৎপন্ন হয়
ii. বিক্রিয়ায় পুরাতন বন্ধন ভাঙে নতুন বন্ধন সৃষ্টি হয়
iii. তাপ ও আলো তড়িৎ চুম্বকীয় রশ্মি আকারে চারদিকে ছড়িয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
৯৭. C ও CH4 –
i. কয়লা ও প্রাকৃতিক গ্যাসের উপাদান
ii. তাপ ইঞ্জিনের জ্বালানি
iii. তাপশক্তি উৎপাদনে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
৯৮. বিমান তৈরিতে অ্যালুমিনিয়াম ধাতু কেন ব্যবহৃত হয়?
৯৯. ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে উপজাত যৌগ কোনটি?
১০০. রান্না করার হাড়ি-পাতিল তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
১০১. ড্যানিয়েল কোষে –
i. ক্যাথোডে Cu/Cu2+(aq) ব্যবহৃত হয়
ii. অ্যাথোডে Zn/Zn2+(aq) ব্যবহৃত হয়
iii. কপার আয়নের বিজারণ হয়
নিচের কোনটি সঠিক?
১০২. তড়িৎ বিশ্লেষ্য কোষের ব্যাটারীর ধনাত্মক প্রান্ত যে ধাতব দন্ডের সাথে যুক্ত তা কি হিসাবে কাজ করে?
১০৩. তড়িৎ বিশ্লেষ্য কোষে ধাতব দন্ড –
i. ইলেকট্রন পরিবাহীর কাজ করে
ii. রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে
iii. তড়িৎদ্বার গঠনে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
১০৪. বাংলাদেশের কোথায় গ্যাস পাওয়া গেছে?
১০৫. বন্ধন ভাঙার সময় শক্তি ---।
১০৬. CO2 গ্যাস –
i. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী
ii. বেশি তাপ ধারণ ক্ষমতার অধিকারী
iii. ওজনে ভারী
নিচের কোনটি সঠিক?
১০৭. কোন মৌলের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয়?
১০৮. কোন কেষের মাধ্যমে পানিতে আর্সেনিকের পরিমাণ নির্ণয় করা যায়?
১০৯. তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সত্য?
১১০. রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন –
i. পুরাতন বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় মোট শক্তি ও নতুন বন্ধন গঠিত হওয়ায় নির্গত মোট শক্তির পার্থক্য
ii. বিক্রিয়ক ও উৎপাদের বন্ধন শক্তির উপর নির্ভর করে
iii. তাপ ও চাপের উপর নির্ভর করে না
নিচের কোনটি সঠিক?
১১১. সিংহভাগ শক্তিই উৎপাদন করা হয় –
১১২. 2H2O(i) 2H2(g) + O2(g) এই বিক্রিয়ায় –
i. পানির অণুর জারণ হয়
ii. হাইড্রোজেন আয়নের বিজারণ হয়
iii. পানির তড়িৎ বিশ্লেষণ ঘটে
নিচের কোনটি সঠিক?
১১৩. সালোকসংশ্লেষণের জন্য নিচের কোনটির উপস্থিতি অপরিহার্য?
১১৪. হাইড্রোজেন ফুয়েল সেলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হয়?
১১৫. হাইড্রোজেন ফুয়েল সেলে –
i. অ্যানোডে হাইড্রোজেন জারিত হয়
ii. ক্যাথোডে অক্সিজেন বিজারিত হয়
iii. ইলেকট্রন অ্যানোড হতে ক্যাথোডে প্রবাহিত হয়
নিচের কোনটি সঠিক?
১১৬. পানির তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কী জারিত হয়?
১১৭. কার্বন ডাইঅক্সাইড –
i. উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে
ii. এর তাপধারণ ক্ষমতা বেশি
iii. গ্রিন হাউজ প্রভাব সৃষ্টির জন্য দায়ী
নিচের কোনটি সঠিক?
১১৮. যে কোষে বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করে তড়িদদ্বার বিক্রিয়া সংঘটিত করা হয় তাকে কী বলে?
১১৯. সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণকে কী বলে?
১২০. ক্যাথোড তড়িৎদ্বারে –
i. জারণ সম্পন্ন হয়
ii. দ্রবণের ক্যাটায়ন কর্তৃক ধাতব দন্ড থেকে ইলেকট্রন গ্রহণ করে
iii. বিজারণ সম্পন্ন হয়
নিচের কোনটি সঠিক?
১২১. স্বল্প বায়ুর উপস্থিতিতে জ্বালানি পুড়ালে CO2 এর সাথে নিচের কোনটি উৎপন্ন হয়?
১২২. লিথিয়াম ব্যাটারিতে নিচের কোনটি ব্যবহার করা হয়?
১২৩. বিমান তৈরিতে কোন ধাতু ব্যবহৃত হয়?
১২৪. বাণিজ্যিকভাবে ক্লোরিন উৎপাদনের জন্য কিসের পানিকে তড়িৎ বিশ্লেষণ করা হয়?
১২৫. দহন হলো কোন পদার্থের অণুকে --- দ্বারা জারিত করা।
১২৬. জারক পদার্থ হলো -
i. Cl2
ii. O2
iii. Br2
নিচের কোনটি সঠিক?
১২৭. মারকারি কোষে ব্যবহার করা হয় –
১২৮. তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আকরিক থেকে নিষ্কাশন করা হয় –
i. সোডিয়াম
ii. অ্যালুমিনিয়াম
iii. তামা
নিচের কোনটি সঠিক?
১২৯. তাপ ইঞ্জিনে নিচের কোনটি সংঘটিত হয়?
১৩০. তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোথা থেকে বিভিন্ন ধাতু নিষ্কাশন করা হয়?
১৩১. গ্লুকোজের পরিমাণ নির্ণয় করতে কত সময় লাগে?
১৩২. ভিনেগারে যে এসিড থাকে তার সংকেত কোনটি?
১৩৩. ড্যানিয়েল কোষে অ্যানোড হিসেবে কোনটি ব্যবহার করা হয়?
১৩৪. বিদ্যুৎ পরিবহনের কৌশলের উপর ভিত্তি করে পরিবাহী কত প্রকার?
১৩৫. নিউক্লিয়ার ফিসন বিক্রিযা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ –
i. এটি একটি শিকল বিক্রিয়া
ii. এ বিক্রিযায় বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়
iii. এ বিক্রিযা যেকোনো ল্যাবরেটরিতে ঘটানো হয়
নিচের কোনটি সঠিক?
১৩৬. C-Cl এবং H-Cl বন্ধন শক্তি যথাক্রমে কত কিলোজুল?
১৩৭. কার্বন ডাইঅক্সাইড কোন প্রক্রিয়ায় বায়ুতে মিশে?
১৩৮. এক প্রকোষ্ঠবিশিষ্ট তড়িৎ বিশ্লেষ্য কোষ –
i. ধনাত্মক আয়ন ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে
ii. ঋণাত্মক আয়ন অ্যানোডে ইলেকট্রন প্রদান করে
iii. দ্রবণে উপস্থিত আয়নসমূহ তাদের চার্জ অনুসারে তড়িৎদ্বারে আকৃষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
১৩৯. হাইড্রোজেন ব্যতীত অন্য সব মৌলের নিউক্লিয়াস কয় ধরনের মৌলিক কণা দ্বারা গঠিত?
১৪০. নিচের কোন সেলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে সরাসরি বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব?
১৪১. CuSO4 + Zn → Cu + Zn2+ + So42- বিক্রিয়াটির ক্ষেত্রে –
i. কপার লবণের বিজারণ হয়েছে
ii. জিঙ্ক পরমাণু দুইটি ইলেকট্রন দান করেছে
iii. জিঙ্কের বিজারণ ঘটেছে
নিচের কোনটি সঠিক?
১৪২. ব্রাজিল সরকার খনিজ জ্বালানির সাথে শতকরা কত ভাগ ইথানলের ব্যবহার বাধ্যতামূলক করেছে?
১৪৩. দুটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে বন্ধন শক্তি কত?
১৪৪. বৈদ্যুতিক বর্তনীতে ব্যবহৃত যন্ত্রসমূহকে নির্দিষ্ট কিছু চিহ্নের মাধ্যমে প্রকাশ করাকে কী বলে?
১৪৫. কোন প্রক্রিয়ায় ইথানল উৎপন্ন করা যায়?
১৪৬. এসিড বৃষ্টি হলো –
১৪৭. C – Cl এর বন্ধনশক্তি কত>
১৪৮. ওজোন গ্যাসের সংকেত কোনটি?
১৪৯. ড্রাইসেলের কার্বন দন্ডের মাথায় থাকা টুপিটি কীসের তৈরি?
১৫০. রাসায়নিক বিক্রিয়ায় তাপশক্তির পরিবর্তন মূলত কীসের ওপর নির্ভর করে?
১৫১. ড্রাইসেলের সর্ব বাইরে থাকে –
১৫২. রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার সময় কোন ঘটনাটি ঘটে?
১৫৩. 6CO2+6H2OC6H12O6+6O2 + তাপশক্তি
উপরের বিক্রিয়াটিতে –
i. ক্লোরোফিলের উপস্থিতি অপরিহার্য
ii. উৎপন্ন গ্লুকোজ স্টার্চরূপে উদ্ভিদে সঞ্চিত হয়
iii. উৎপন্ন অক্সিজেন বায়ুতে নির্গত হয়
নিচের কোনটি সঠিক?
১৫৪. ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনা ঘটার মূল কারণ কী ছিল?
১৫৫. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
১৫৬. সালফার ও নাইট্রোজেন যুক্ত জ্বালানি –
i. অবিশুদ্ধ
ii. পোড়ালে SO2 ও NO2 সৃষ্টি হয়
iii. পরিবেশের জন্য হুমকিস্বরূপ
নিচের কোনটি সঠিক?
১৫৭. ইথানল তৈরি করা হয় --- থেকে।
১৫৮. ঘড়ির চেইনে কোন ধাতুর প্রলেপ দিলে উজ্জ্বল দেখায়?
১৫৯. গ্লুকোজ সেন্সর এ অ্যানোড ও ক্যাথোড প্লাস্টিকের উপর ধাতুর আবরণটি কোন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়?
১৬০. পানির তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী ঘটে?
১৬১. কোন দ্রবের অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক শক্তি কম হলে কোন অবস্থার সৃষ্টি হবে?
১৬২. রাসায়নিক বিক্রিয়ায় –
i. তাপ উৎপন্ন হয়
ii. তাপ শোষিত হয়
iii. তাপের পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক?
১৬৩. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. ক্যালসিয়াম অক্সাইডকে চুন বলে
ii. চুন পানিতে দিলে তাপ উৎপন্ন হয়
iii. চুপ পানির সাথে বিক্রিয়া করে Ca(OH)2 উৎপন্ন করে
নিচের কোনটি সঠিক?
১৬৪. ইউরেনিয়াম-235 কে নিউক্লিয়ার ফিসন বিক্রিয়ার মাধ্যমে কত কিলোজুল তাপ উৎপন্ন করে?
১৬৫. নিউক্লিয়ার বিক্রিয়ার বৈশিষ্ট্য –
i. পরমাণুর নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে
ii. নতুন মৌল সৃষ্টি হয়
iii. মৌলের প্রোটন সংখ্যা অপরিবর্তিত থাকে
নিচের কোনটি সঠিক?
১৬৬. তড়িৎ বিশ্লেষণ একটি শক্তিশালী জারণ ও বিজারণ প্রক্রিয়া। কারণ –
i. শুধু ইলেকট্রন গৃহীত হয়
ii. শুধু ইলেকট্রন বর্জন হয়
iii. ইলেকট্রনের আদান-প্রদান হয়
নিচের কোনটি সঠিক?
১৬৭. উদ্ভিদ সালোকসংশ্লেষণ বিক্রিয়ার জন্য কোন গ্যাস শোষণ করে?
১৬৮. পানির বায়বীয় অবস্থা কোনটি?
১৬৯. কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোড হিসেবে জিংক দন্ড ব্যবহার করলে –
i. অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে
ii. ক্যাথোড ক্ষয়প্রাপ্ত হবে
iii. দ্রবণে জিংক সালফেট উৎপন্ন হবে
নিচের কোনটি সঠিক?
১৭০. লোহা ব্যবহৃত হয় –
i. রেলপথ নির্মাণে
ii. বিমান তৈরিতে
iii. কালকারখানা তৈরিতে
নিচের কোনটি সঠিক?
১৭১. নিচের বিক্রিয়া দুটি লক্ষ কর –
অ্যানোডে বিক্রিয়া: M → m+ + e-
ক্যাথোডে বিক্রিয়া: + e- → -
এটি কোন ধরনের বিক্রিয়া?
১৭২. ব্রাজিলে খনিজ জ্বালানির সাথে শতকরা কত ভাগ ইথানল মেশানো বাধ্যতামূলক?
১৭৩. কোন পদার্থের অণুসমূহ কোন শক্তির মাধ্যমে কাছাকাছি থেকে একটি নির্দিষ্ট অবস্থার সৃষ্টি করে?
১৭৪. মারকারি কোষে কোনটি ব্যবহৃত হয়?
১৭৫. নিচের কোনটি আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর বলে বিবেচনা করা হয় না?
১৭৬. কিছু জ্বালানি পোড়ালে পরিবেশ দূষিত হয় না। এদেরকে –
i. পোড়ালে CO2, H2O ও তাপ উৎপন্ন হয়
ii. স্বল্প বায়ুতে পোড়ালে CO2 এর সাথে CO উৎপন্ন হয়
iii. স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ
নিচের কোনটি সঠিক?
১৭৭. ভূগর্ভস্থ জ্বালানি সৃষ্টির রহস্য কী?
১৭৮. একটি গ্লাসের পানিতে গ্লুকোজ রাখলে গ্লাসটি শীতল অনুভূত হওয়ার কারণ কোনটি?
১৭৯. মোম বাতির দহন –
i. একটি জারণ বিক্রিয়া
ii. একটি রাসায়নিক বিক্রিয়া
iii. ভৌত ও রাসায়নিক উভয় বিক্রিয়া
নিচের কোনটি সঠিক?
১৮০. ক্যাথোডে কোনটি সংঘটিত হয়?
১৮১. ফুয়েল সেলে নিচের কোনটি জারিত হয়?
১৮২. C ও C ঘটিত হাইড্রোকার্বন যৌগ –
i. শক্তির চাহিদার সিংহভাগ যোগান দেয়
ii. হতে প্রাপ্ত শক্তি অন্য শক্তিতে রূপান্তর করা ব্যয়বহুল
iii. কখনও শেষ হবার নয়
নিচের কোনটি সঠিক?
১৮৩. অধাতু কিন্তু বিদ্যুৎ পরিবাহী কোনটি?
১৮৪. ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস তৈরির প্রক্রিয়াকে কি বলে?
১৮৫. চুন ও পানির বিক্রিয়ায় উৎপন্ন হয় –
i. তাপ ইঞ্জিনের টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়
ii. স্যালো ইঞ্জিনের চাকা ঘুরিয়ে গভীর থেকে পানি তোলা যায়
iii. ইঞ্জিনে চালিত যানবাহন চালানো যায়
নিচের কোনটি সঠিক?
১৮৬. আন্তঃআণবিক শক্তির ভিন্নতার কারণে পদার্থ কয় অবস্থায় থাকতে পারে?
১৮৭. কাঠের মূল উপাদান কী?
১৮৮. নিচের কোনটি সত্য?
১৮৯. উদ্ভিদ নিচের কোনটি শোষণ করতে পারে?
১৯০. 2.2107 মোল মিথেন গ্যাসের আয়তন কত?
১৯১. কিসের দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করে ক্লোরিন উৎপন্ন করা হয়?
১৯২. তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়া –
১৯৩. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. ড্রাইসেল গঠনে দস্তা ও MnO2 ব্যবহার করা হয়
ii. মারকারি কোষে Zn ও Hg2O ব্যবহার হয়
iii. লিথিয়াম ব্যাটারিতে CoO2 ব্যবহার করা হয়
নিচের কোনটি সঠিক?
১৯৪. নিচের তথ্যগুলো লক্ষ করো:
i. 1 mole নাইট্রোজেন গ্যাস 1 mole অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করতে 180.6 kJ তাপ পারিপার্শ্ব হতে শোষিত হয়
ii. 1 g পানির তাপমাত্রা 10 C বাড়াতে প্রয়োজনীয় তাপ শক্তিকে এক ক্যালরি বলা হয়
iii. যদি বিক্রিয়ায় তাপ উৎপাদিত হয়, তবে ঋণাত্মক
নিচের কোনটি সঠিক?
১৯৫. গ্যালভানিক কোষে নিচের বিক্রিয়াসমূহ সংঘটিত হয় –
অ্যানোড বিক্রিয়া: Zn(s) → Zn2+ + 2e-
ক্যাথোড বিক্রিয়া: Cu2+2e- → Cu(s)
এখানে ক্যাথোডে কোনটি ঘটে?
১৯৬. কোনটি বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী?
১৯৭. যানবাহন হতে নির্গত ধোঁয়ায় কোনটি থাকে না?
১৯৮. তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ চালনা করলে কোন ধরনের আয়ন ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হবে?
১৯৯. ড্রাইসেলে –
i. অ্যানোডে হিসাবে জিংকের তৈরি জার ব্যবহৃত হয়
ii. তড়িৎ বিশ্লেষ্য দ্রব হিসাবে NH4Cl এর ZnCl2 এর মিশ্রণ ব্যবহৃত হয়
iii. 2.5 ভোল্ট তড়িৎ বিভব পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
২০০. ড্রাইসেলের ঋণাত্মক প্রান্ত হচ্ছে –
২০১. পানির তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
২০২. জ্বালানির দহনে প্রাপ্ত কোন গ্যাসটি উদ্ভিদের জন্য অপরিহার্য?
২০৩. হাইড্রোজেন ফুয়েল সেল কী ধরনের কোষ?
২০৪. লিথিয়াম ব্যাটারিতে কোন অক্সাইড ব্যবহার করা হয়?
২০৫. নিচের কোন গ্যাসটির তাপ ধারণ ক্ষমতা বেশি?
২০৬. গ্লুকোজ সেন্সর যন্ত্রে অ্যানোড ও ক্যাথোড কোন প্রযুক্তির মাধ্যমে তৈরি হয়?
২০৭. তেজস্ক্রিয়তার মাধ্যমে ইউরেনিয়াম-238 ভেঙে কিসে পরিণত হয়?
২০৮. যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে --- বলে।
২০৯. ইউরেনিয়াম 235 কে নিউট্রন কণা দ্বারা আঘাত করলে কয়টি বিভিন্ন মৌলের সৃষ্টি হয়?
২১০. ΔH ঋণাত্মক হলে আধুনিক রীতি অনুযায়ী বিক্রিয়াটি হবে –
২১১. কোন ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
২১২. আইপিএস (IPS) কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে?
২১৩. খনিজ জ্বালানির বিকল্প হিসেবে নিচের কোনটির ব্যবহার পরিবেশের জন্য উপযোগী?
২১৪. কোন দেশে ইথানলকে পেট্রোলিয়ামের সাথে মিশ্রিত করে তাপ ইঞ্জিনে ব্যবহার করা হয়?
২১৫. অ্যানোড তড়িৎদ্বারে –
i. জারণ সম্পন্ন হয়
ii. দ্রবণের অ্যানায়নের ইলেকট্রন ধাতব দন্ডে স্থানান্তরিত হয়
iii. বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়
নিচের কোনটি সঠিক?
২১৬. তড়িৎ বিশ্লেষণ –
i. ধাতুর প্রলেপ দিতে ব্যবহৃত হয়
ii. নতুন রাসায়নিক পদার্থের উৎপাদনে ব্যবহৃত হয়
iii. ধাতু পরিশোধনে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
২১৭. কোন কৌশল ব্যবহার করে মানবদেহে গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা যায়?
২১৮. সোডিয়াম ক্লোরাইড এ তড়িৎ বিশ্লেষণে উপজাত যৌগ হিসাবে নিচের কোনটি পাওয়া যায়?
২১৯. সাধারণত বৈদ্যুতিক তার কি দিয়ে তৈরি করা হয়?
২২০. ফটোক্যামিক্যাল ধোঁয়া নিচের কোনটির বিয়োজন ঘটায়?
২২১. নিচের কোনটি নিঃশেষ হবার কোন ভয় নেই?
২২২. যা পোড়ানোর ফলে স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থ তৈরি হয় না তাকে কী বলে?
২২৩. ক্যাথোড তড়িদদ্বারে নিচের কোনটি ঘটে?
২২৪. পানি বিশ্লেষণের জন্য অ্যানোড ও ক্যাথোডে কিসের পাত ব্যবহৃত হয়?
২২৫. তড়িৎ রাসায়নিক কোষে কয়টি তড়িদদ্বার প্রয়োজন?
২২৬. ইথানলকে জৈব জ্বালানি হিসেবে বিবেচিত করা হয় কেন?
২২৭. তড়িৎ রাসায়নিক গ্লুকোজ সেন্সর ব্যবহার করে রক্তের গ্লুকোজের পরিমাণ নির্ণয় করতে কতটুকু সময় লাগে?
২২৮. পানিতে আর্সেনিকের পরিমাণ নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়?
২২৯. পদার্থের তিনটি অবস্থার কারণ কী?
২৩০. ড্রাইসেলে জারিত হয় কোনটি?
২৩১. রাসায়নিক বিক্রিয়ায় সংঘটিত হয় –
i. তাপের শোষণ
ii. তাপের উদগিরণ
iii. তাপের পরিবর্তন হয় না
নিচের কোনটি সঠিক?
২৩২. লবণসেতু কোনটি ব্যবহৃত হয়?
২৩৩. তেজস্ক্রিয় মৌলকে উচ্চ শক্তিসম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করলে কী ঘটে?
২৩৪. ফুয়েল সেলে সবচেয়ে ভালো জ্বালানি কোনটি?
২৩৫. অধিক সক্রিয় ধাতু কোথায় ব্যবহৃত হয়?
২৩৬. ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ও ক্যাথোডে উভয় ক্ষেত্রেই কী ঘটে?
২৩৭. O=O বন্ধন শক্তির মান কত?
২৩৮. তড়িৎ বিশ্লেষণ কোষে নিচের কোন প্রক্রিয়াটি সংঘটিত হয়?
২৩৯. তড়িৎ বিশ্লেষ্য কোষ কোন শক্তি ব্যবহার করে তড়িদদ্বার বিক্রিয়া সংঘটিত করা হয়?
২৪০. দুটি যৌগ A ও B পরস্পরের সাথে বিক্রিয়া করে দুটি উৎপাদ C ও D উৎপন্ন করে। বিক্রিয়াকালে মিশ্রণের তাপমাত্রা কমতে দেখা যায়। বিক্রিয়াটি কোন প্রকারের বিক্রিয়া?
২৪১. বায়ুমন্ডলে CO2 এর পরিমাণ এতো বেশি হবার কারণ কী?
২৪২. নিচের কোন মৌলের নিউক্লিয়াস একটিমাত্র মৌলিক কণা দ্বারা গঠিত?
২৪৩. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. অ্যালুমিনিয়াম ধাতু ওজনে হালকা
ii. ক্লোরিন গ্যাস জীবাণুনাশক হিসেবে ব্যবহার হয়
iii. হাইড্রোজেন গ্যাস পরিবেশ বান্ধব জ্বালানি
নিচের কোনটি সঠিক?
২৪৪. C3H6+502=3X+4H2O; X-গ্যাসটি –
i. এসিড বৃষ্টি সৃষ্টিতে আংশিক দায়ী
ii. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করছে
iii. গ্রিনহাউজ প্রভাবের জন্য দায়ী
নিচের কোনটি সঠিক?
২৪৫. বায়ুর সাথে মিশে সূর্যের আলোর উপস্থিতিতে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ফটোকেমিক্যাল ধোঁয়া সৃষ্টি করে –
i. কার্বন মনোক্সাইড
ii. নাইট্রাস অক্সাইড
iii. অব্যবহৃত গ্যাসীয় জ্বালানি
নিচের কোনটি সঠিক?
২৪৬. আধুনিককালের সবচেয়ে জনপ্রিয় শক্তি কোনটি?
২৪৭. উদ্ভিদ তার দেহে কোন প্রক্রিয়ায় শক্তি সঞ্চিত করে?
২৪৮. দ্রবণ কীভাবে বিদ্যুৎ পরিবহন করে?
২৪৯. অ্যানোড তড়িদদ্বারে নিচের কোনটি ঘটে?
২৫০. নিচের বাক্যসমূহ লক্ষ কর:
i. CO2 গ্যাস চুনের পানিকে ঘোলা করে
ii. CO গ্যাস চুনের পানিকে ঘোলা করে
iii. H2SO4 গ্যাস চুনের পানিকে ঘোলা করে
নিচের কোনটি সঠিক?
২৫১. আন্তঃআণবিক শক্তির ক্রমানুযায়ী কোনটি সঠিক?
২৫২. জাপানের কোন জায়গায় পারমাণবিক দুর্ঘটনা ঘটে?
২৫৩. কখন তাপের শোষণ ঘটে?
২৫৪. ড্যানিয়েল সেলে কোনটি ঘটে?
২৫৫. জৈব জ্বালানি কোনটি?
২৫৬. নিউক্লিয়ার বিক্রিয়ায় –
i. বড় নিউক্লিয়াস ভেঙে ছোট নিউক্লিয়াস তৈরি হয়
ii. ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস তৈরি করে
iii. যৌগ গঠনে সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রনের ভূমিকা রয়েছে
নিচের কোনটি সঠিক?
২৫৭. নিচের কোনটি এসিড বৃষ্টি সৃষ্টি করে?
২৫৮. সোডিয়াম বাই কার্বনেট –
i. খাবার সোডা নামে পরিচিত
ii. লেবুর রসের সাথে বিক্রিয়ায় CO2, লবণ ও পানি উৎপন্ন করে
iii. সোডা অ্যাশ নামে পরিচিত
নিচের কোনটি সঠিক?
২৫৯. মানবদেহের রক্তে নিচের কোনটি থাকে?
২৬০. ড্রাইসেলে নিচের কোন অক্সাইড ব্যবহার করা হয়?
২৬১. লেড সঞ্চয়ী কোষ ব্যবহার হয়ে থাকে –
i. মোটরগাড়িতে বিদ্যুৎ স্ফুরণের জন্য
ii. ট্রেনে আলো জ্বালাবার জন্য
iii. জাহাজে আলো জ্বালাবার জন্য
নিচের কোনটি সঠিক?
২৬২. ড্রাইসেলের ক্যাথোড কোনটি?
২৬৩. পানির তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী বিজারিত হয়?
২৬৪. ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী ঘটে?
২৬৫. ইথানল –
i. একটি তরল রাসায়নিক পদার্থ
ii. ফুয়েল সেলের জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে
iii. একটি জৈব রাসায়নিক যৌগ
নিচের কোনটি সঠিক?
২৬৬. তড়িৎ বিশ্লেষ্য কোষ –
i. এক প্রকোষ্ঠবিশিষ্ট হতে পারে
ii. দুই প্রকোষ্ঠবিশিষ্ট হতে পারে
iii. তিন প্রকোষ্ঠবিশিষ্ট হতে পারে
নিচের কোনটি সঠিক?
২৬৭. ভোল্টায়িক কোষে জারণ-বিজারণ বিক্রিয়াটি কীরূপ?
২৬৮. রাসায়নিক শক্তি → বিদ্যুৎ শক্তি; রূপান্তরটি –
i. সর্বপ্রথম গ্যালভানি ও ভোল্টা আবিষ্কার করেন
ii. জারণ-বিজারণ বিক্রিয়ার মাধ্যমে ঘটে
iii. তড়িৎ বিশ্লেষণ কোষে ঘটে
নিচের কোনটি সঠিক?
২৬৯. নিচের বাক্যগুলো লক্ষ কর:
i. তেজস্ক্রিয়তা হলো নিউক্লিয়ার ফিসল বিক্রিয়া
ii. নিউক্লিয় বিক্রিয়ায় মৌলকে উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন দ্বারা আঘাত করা হয়
iii. নিউক্লিয়ার ফিশান বিক্রিয়া চেইন বিক্রিয়া নয়
নিচের কোনটি সঠিক?
২৭০. আন্তঃআণবিক দূরত্বের সঠিক ক্রম কোনটি?
২৭১. গভীর থেকে পানি উত্তোলনের কাজে কোনটি ব্যবহৃত হয়?
২৭২. কোন সেলে বিশ্লেষ্য দ্রব নেই?
২৭৩. ড্রাইসেলে অ্যানোড হিসাবে নিচের কোনটি ব্যবহৃত হয়?
২৭৪. তড়িৎ রাসায়নিক কোষে থাকে –
i. তড়িৎদ্বার
ii. লবণ সেতু
iii. তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ
নিচের কোনটি সঠিক?
২৭৫. কোন গ্যাস ওজনে ভারী?
২৭৬. Ultra-Violet ray আসতে বাধা প্রদান করে কোনটি?
২৭৭. ইথানলের ক্ষেত্রে প্রযোজ্য –
i. এটি একটি অজৈব যৌগ
ii. শ্বেতসার জাতীয় শস্য দানা থেকে গাঁজন প্রক্রিয়ায় এটি তৈরি করা যায়
iii. এটিকে বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করা সম্ভব
নিচের কোনটি সঠিক?
২৭৮. হাইড্রোজেন গ্যাস –
i. বায়ু অপেক্ষা ভারী
ii. ফুয়েল সেলের সবচেয়ে ভালো জ্বালানি
iii. পরিবেশ বান্ধব জ্বালানি
নিচের কোনটি সঠিক?
২৭৯. তড়িৎ বিশ্লেষ্য কোষে কোনটি ঘটে?
২৮০. বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কোন বিক্রিয়া ব্যবহৃত হয়?
২৮১. মৌলের নিউক্লিয়াসে সর্বনিম্ন মৌলিক কণিকার সংখ্যা কয়টি?
২৮২. লবণ সেতুর কাজ কী?
২৮৩. কাই ঘন করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?
২৮৪. কোনটি তাপহারী বিক্রিয়া?
২৮৫. ড্রাইসেলে ব্যবহৃত হয় –
২৮৬. তড়িৎ রাসায়নিক গ্লুকোজ সেন্সরে নিচের কোনটি অনুপস্থিত?
২৮৭. গ্লুকোজ ডিটেক্টর কীভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বের করে?
২৮৮. মাইক চালানোর কাজে কোনটি ব্যবহার করা হয়?
২৮৯. ΔH এর মান নির্ভর করে –
i. বিক্রিয়ক ও উৎপাদের ভৌত অবস্থার উপর
ii. তাপমাত্রার উপর
iii. চাপের উপর
নিচের কোনটি সঠিক?
২৯০. নিচের কোনটি স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ?
২৯১. পানি বিশ্লেষণের জন্য তড়িৎ রাসায়নিক কোষের অ্যানোড ও ক্যাথোডে কোন ধাতু ব্যবহৃত হয়?
২৯২. সমু্দ্রের পানির তড়িৎ বিশ্লেষণে দ্রবণে কোনটি পাওয়া যায়?
২৯৩. 15 মৌল 0C তাপমাত্রায় দুটি হাইড্রোজেন একত্রিত হয়ে নিচের কোনটি উৎপন্ন করে?
২৯৪. ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়ায় –
i. যে ধাতুর প্রলেপ দেওয়া হয় সেটি অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়
ii. যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হয় সেটি অ্যানো হিসেবে ব্যবহার করা হয়
iii. অ্যানো ধাতুর লবণের দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
২৯৫. যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে বলে –
২৯৬. C-H এবং O-H বন্ধন শক্তি যথাক্রমে কত কিলোজুল?
২৯৭. Zn/Zn++(aq) তড়িৎদ্বারে –
i. জারণ বিক্রিয়া সম্পন্ন হয়
ii. ক্যাটায়ন কর্তৃক ধাতব দন্ড থেকে ইলেকট্রন গ্রহণ করে
iii. দ্রবণের অ্যানায়নের ইলেকট্রন ধাতব দন্ডে স্থানান্তরিত হয়
নিচের কোনটি সঠিক?
২৯৮. তেজস্ক্রিয়তার মাধ্যমে পোলেনিয়াম-210(Po) ভেঙে কিসে পরিণত হয়?
২৯৯. তাপ উৎপাদী বিক্রিযায় বিক্রিয়ক ও উৎপাদের অভ্যন্তরীণ শক্তির সম্পর্ক কোনটি?
৩০০. তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ সরবরাহকারী হিসাবে কী যুক্ত থাকে?
৩০১. ফুয়েল সেলে নিচের কোনটি বিজাড়িত হয়?
৩০২. পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত?
৩০৩. নিচের কোনটি খনিজ জ্বালানি?
৩০৪. আলফা কণা কোনটি?
৩০৫. পানির তড়িৎ বিশ্লেষণে অন্য সব ধাতু ব্যতিরেকে Pt ব্যবহৃত হবার কারণ কী?
৩০৬. নিচের কোনটির সম্পৃক্ত জলীয় দ্রবণকে ব্রাইন বলে?
৩০৭. সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে কোনটি বিজাড়িত হয়?
৩০৮. ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে অম্লীয় মাধ্যমের দরকার পড়ে না এর কারণ কী?
৩০৯. কোন জাতীয় যৌগ পলিমার গঠন করে?
৩১০. কোনটি পানিতে রাখলে পানি গরম হয়?
৩১১. ফুয়েল সেলের জ্বালানি হিসেবে কোনটি ব্যবহৃত হচ্ছে?
৩১২. সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ফলে উৎপন্ন হয় –
i. ক্লোরিন গ্যাস
ii. হাইড্রোজেন গ্যাস
iii. সোডিয়াম হাইড্রক্সাইড
নিচের কোনটি সঠিক?
৩১৩. ৯.১ আন্তঃআণবিক শক্তি তরলের চেয়ে বেশি থাকে --- পদার্থের।
৩১৪. ড্রাইসেলের অ্যানোডে তড়িৎ বিশ্লেষ্য কোনটি?
৩১৫. কোন ধাতুর তৈরি জিনিসপত্রে সহজেই মরিচা ধরে?
৩১৬. ব্যাটারিতে ব্যবহৃত ধাতু ও ধাতব যৌগসমূহ মানবদেহে কোন রোগ সৃষ্টি করতে পারে?
৩১৭. ভোল্টায়িক কোষের আবিষ্কর্তা কে?
৩১৮. কোন রাসায়নিক বিক্রিয়ায় তাপ পরিবর্তনকে কী দ্বারা প্রকাশ করা হয়?
৩১৯. যে কোষে গলিত NaCl থেকে Na ধাতু ও H2 গ্যাস তৈরি হয় –
i. সেটি এক বা একাধিক প্রকোস্ট বিশিষ্ট
ii. সেখানে ঋণাত্মক চার্জ যুক্ত আয়ন অ্যানোড দ্বারা আকৃষ্ট হয়
iii. সেখানো অ্যানোডে বিজারণ ও ক্যাথোডে জারণ ঘটে
নিচের কোনটি সঠিক?
৩২০. ব্যাটারির অপর নাম কী?
৩২১. কোনটির সাহায্যে ব্যাটারী তৈরী করা হয়?
৩২২. নিচের কোনটি ফটোক্যামিকেল ধোঁয়ার উপাদান –
৩২৩. নিউক্লিয়ার বিক্রিয়ায় –
i. প্রোটন সংখ্যার পরিবর্তন হয়
ii. প্রচুর শক্তি উৎপন্ন হয়
iii. পরমাণুর নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক?
৩২৪. ধাতুসমূহ ভালো বিদ্যুৎ পরিবাহী কেন?
৩২৫. সর্বাধিক পরিচিত ড্রাইসেলটির নাম –
৩২৬. CH4+Cl2=CH3Cl+HCl বিক্রিয়াটি –
i. দ্বি-বিয়োজন
ii. তাপহারী
iii. ΔH = -99kJ
নিচের কোনটি সঠিক?
৩২৭. নিচের কোনটি চুনের পানিকে ঘোলা করে?
৩২৮. বড় নিউক্লিয়াস ভেঙে ছোট নিউক্লিয়াস তৈরির প্রক্রিয়াকে কী বলে?
৩২৯. আলো কীভাবে চারদিকে ছড়িয়ে পড়ে?
৩৩০. অ্যানোডে কোনটি ঘটে?
৩৩১. কম সক্রিয় ধাতু কোথায় ব্যবহৃত হয়?
৩৩২. মৌলসমূহের একে অপরের সাথে যুক্ত হওয়ার শক্তি –
৩৩৩. বরফকে উন্মুক্ত অবস্থায় রেখে দিলে –
i. বরফ তাপ শোষণ করবে
ii. বরফ গলতে শুরু করবে
iii. বরফের আয়তন বাড়বে
নিচের কোনটি সঠিক?
৩৩৪. বিশুদ্ধ জ্বালানি –
i. স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর নয়
ii. কাঠ, কয়লা, প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে উৎপন্ন করা কঠিন সাধ্য
iii. পরিবেশের জন্য ক্ষতিকর
নিচের কোনটি সঠিক?
৩৩৫. ‘গ্লুকোজ সেন্সরে’ তড়িৎ বিশ্লেষ্য কোনটি?
৩৩৬. ধাতব বাই কার্বনেটের সাথে জৈব এসিডের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
৩৩৭. তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কোনো ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে কী বলে?
৩৩৮. যেকোনো রাসায়নিক পরিবর্তনে –
i. শক্তির উদ্ভব হয়
ii. শক্তি শোষিত হয়
iii. শক্তি বিনষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
৩৩৯. ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে লোহাতে কোন কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়?
৩৪০. পানির অবস্থাভেদ –
i. তরল পানি
ii. বরফ
iii. জলীয়বাষ্প
৩৪১. লিথিয়াম ব্যাটারিতে কোনটি ব্যবহৃত হয়?
৩৪২. ড্যানিয়েল কোষে ব্যবহৃত U-আকৃতির অংশটির নাম কী?
৩৪৩. CH3-CH3(g)+Cl2(g)→CH3CH2Cl(g)+HCl(g)+ΔH; বিক্রিয়াটির ΔH –
৩৪৪. সব শক্তির উৎস কী?
৩৪৫. Cl – Cl বন্ধন ভাঙতে কত কিলোজুল শক্তির প্রয়োজন?
৩৪৬. ফুয়েল সেলের জ্বালানি কোনগুলো?
৩৪৭. আমেরিকার মোটরগাড়িসমূহে পেট্রোলের সাথে শতকরা কত ভাগ ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহার করা হয়?
৩৪৮. বৈদ্যুতিক তার কোনটি দ্বারা তৈরি?
৩৪৯. নিচের কোনটি জীবাণু নাশক হিসাবে ব্যবহৃত হয়?
৩৫০. C2H5OH যৌগটি –
i. পোড়ালে তাপ সৃষ্টি হয়
ii. দাহ্য তরল রাসায়নিক পদার্থ
iii. ফুয়েল সেল এর জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
৩৫১. গ্যালভানিক কোষে কোনটি সংঘটিত হয়?
৩৫২. CO, N2O ও অব্যবহৃত মিথেন বায়ুতে মিশে –
i. ফটোকেমিকেল ধোঁয়া সৃষ্টি করে
ii. বিশুদ্ধ জ্বালানিতে পরিণত হয়
iii. ওজোন স্তরের ব্যাপক ক্ষতি সাধন করে
নিচের কোনটি সঠিক?
৩৫৩. রাসায়নিক শক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তর করে –
i. ড্যানিয়াল কোষ
v ii. ড্রাইসেল
iii. লেড স্টোরেজ ব্যাটারি
নিচের কোনটি সঠিক?
৩৫৪. কোন গ্যাস পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি অবস্থান করে?
৩৫৫. গ্যালভানি কোষে কী ঘটে?
৩৫৬. ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়াটি কী?
৩৫৭. তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ চালনা করলে কোন দরনের আয়ন অ্যানোড কর্তৃক আকৃষ্ট হবে?
৩৫৮. উত্তর আমেরিকার উন্নত দেশসমূহে খনিজ জ্বালানির সাথে কোনটি মেশানো হয়?
৩৫৯. নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী নয়?
৩৬০. C5H12+O2→5CO2+6H2O; বিক্রিয়াটির জ্বালানি –
i. পেট্রোলিয়াম হিসেবে মজুদ থাকে
ii. উদ্ভিদ ও প্রাণির মৃত্যুর পর মাটিতে মিশে সৃষ্টি হয়
iii. খনিতে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
৩৬১. তাপ ও আলোক কিভাবে সঞ্চালিত হয়?
৩৬২. H-H, Cl-Cl, O=O বন্ধন শক্তি যথাক্রমে কত কিলোজুল?
৩৬৩. কাঠ বা কয়লায় মূলত কোনটি বিদ্যমান থাকে?
৩৬৪. বিদ্যুৎ পরিবহনের কৌশলের উপর ভিত্তি করে পরিবাহীকে কয় ভাগে ভাগ করা যায়?
৩৬৫. তড়িৎ বিশ্লেষ্য কোষে ধাতব দন্ড কি হিসাবে কাজ করে?
৩৬৬. গ্লুকোজ সেন্সর যন্ত্রে গ্লুকোজের পরিমাণ কিসের সাহায্যে প্রকাশ করে?
৩৬৭. উদ্ভিদ সালোকসংশ্লেষণ সম্পন্ন করার জন্য কোন গ্যাস শোষণ করে?
৩৬৮. ড্রাইসেলের অ্যানোড বিজারিত হওয়ার সময় কয়টি ইলেকট্রন ত্যাগ করে?
৩৬৯. জীবাশ্ম জ্বালানির ব্যবহার কোথায় ঘটেনি?
৩৭০. সাংগু কী?
৩৭১. ইলেকট্রোপ্লেটিং এর সাহায্যে –
i. ধাতুর ক্ষয়রোধ করা হয়
ii. ধাতুর স্থায়িত্ব বৃদ্ধি করা হয়
iii. ধাতুর উজ্জ্বলতা বৃদ্ধি করা যায়
নিচের কোনটি সঠিক?
৩৭২. তড়িৎ রাসায়নিক কোষের অংশ কোনটি?
৩৭৩. পরিবাহী সাধারণত কয় প্রকার?
৩৭৪. কোনটিকে পেট্রোলিয়ামের সাথে ব্যবহার করে খনিজ জ্বালানির সাশ্রয় করা সম্ভব হবে?
৩৭৫. নিচের কোনটি জ্বালানির অপচয়ের জন্য দায়ী?
৩৭৬. নিচের কোনটি ব্যতিক্রম?
৩৭৭. কী কারণে শুধুমাত্র জারণ-বিজারণ প্রক্রিয়ায় উৎপন্ন শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায়?
৩৭৮. নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়?
৩৭৯. তড়িৎ কুপরিবাহী কোনটি?
৩৮০. Ag/Ag+(aq) তড়িৎদ্বার –
i. ইলেকট্রনিক পরিবাহী
ii. অধাতব বিদ্যুৎ পরিবাহী পদার্থ
iii. জারণ বিক্রিয়া নির্দেশ করছে
নিচের কোনটি সঠিক?
৩৮১. ড্রাইসেলের বৈশিষ্ট্য হলো –
i. এ সেলে কোনো তরল তড়িৎ বিশ্লেষ্য দ্রব থাকে না
ii. এ সেলে জিংকের তৈরি কৌটা অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়
iii. এ সেলে রাসায়নিক শক্তি বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত হয়
নিচের কোনটি সঠিক?
৩৮২. ভিনেগারে কী থাকে?
৩৮৩. যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় বিদ্যমান থাকে –
i. কার্বন মনোক্সাইড
ii. নাইট্রাস অক্সাইড
iii. ফসফরাস পেন্টাক্সাইড
নিচের কোনটি সঠিক?
৩৮৪. ইউরেনিয়াম-235 কে উচ্চ শক্তিসম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করলে উৎপন্ন হয় –
i. স্টোনসিয়াম-90
ii. জেনন-143
iii. দুটি নিউট্রন
নিচের কোনটি সঠিক?
৩৮৫. ব্রাইন কোনটি?
৩৮৬. এক মোল O = O বন্ধন ভাঙতে কত শক্তি শোষিত হয়?
৩৮৭. C ও H সমৃদ্ধ জৈব যৌগের দহনে কী তৈরি হয়?
৩৮৮. গ্যালভানিক কোষে সংঘটিত হয় –
৩৮৯. পানিতে তাপ দিয়ে জলীয় বাষ্পে পরিণত করে আবার ঠান্ডা করলে নিচের কোনটিতে পরিণত করা যায়?
৩৯০. সব রাসায়নিক বিক্রিয়ায় কী ঘটে?
৩৯১. বিক্রিয়ার ফলে শক্তির উদ্ভব হবে যদি –
৩৯২. গ্যালভানিক কোষে –
i. ধাতব দন্ডকে ঐ ধাতুর তড়িৎ বিশ্লেষ্যর মধ্যে স্থাপন করে তড়িৎদ্বার গঠন করা হয়
ii. সাধারণত অ্যানোড ও ক্যাথোড হিসেবে ভিন্ন ধাতব দন্ড ব্যবহার করা হয়
iii. অ্যানোড ও ক্যাথোড নির্ধারিত ধাতুর সক্রিয়তা দ্বারা গঠিত
নিচের কোনটি সঠিক?
৩৯৩. বাণিজ্যিকভাবে লোহার পরিবর্তে কোনটি ব্যবহৃত হয়?
৩৯৪. তড়িৎ বিশ্লেষ্য কোষে –
i. ব্যাটারির ধনাত্মক প্রান্ত অ্যানোডের সাথে যুক্ত থাকে
ii. ধাতব দন্ড শুধু ইলেকট্রন পরিবাহীর কাজ করে
iii. অ্যানোড ও ক্যাথোড হিসেবে ধাতব দন্ড বা গ্রাফাইট দন্ড ব্যবহার করা যায়
নিচের কোনটি সঠিক?
৩৯৫. টর্চ জ্বালাতে আমরা নিচের কোনটি ব্যবহার করি?
৩৯৬. উত্তর আমেরিকার বিদ্যুতের মোট চাহিদার শতকরা কতভাগ পারমাণবিক চুল্লি থেকে উৎপন্ন করছে?
৩৯৭. কোন কোষটির কার্য পদ্ধতি ব্যতিক্রম?
৩৯৮. চুনের রাসায়নিক নাম –
৩৯৯. বিশুদ্ধ পানির বিদ্যুৎ পরিবাহিতা কীভাবে বৃদ্ধি করা যায়?
৪০০. রূপার তৈরি অলংকারের উপর সোনার প্রলেপ দিলে –
i. অলংকারে ঔজ্জ্বল্য বৃদ্ধি পায়
ii. অলংকারের গুণাগুণ হ্রাস পায়
iii. অলংকারের স্থায়িত্ব বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
৪০১. 1 mole মিথেন গ্যাস পোড়ালে কত জুল শক্তি পাওয়া যায়?
৪০২. C(s)+O2(g)→CO2(g); ΔH = -394kJ বিক্রিয়ার ক্ষেত্রে –
i. 1 মোল C 1 মোল O2 এর সাথে বিক্রিয়া করে 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে
ii. এ বিক্রিয়ায় 394 কিলোজুল তাপ শোষিত হয়
iii. এটি একটি তাপোৎপাদী বিক্রিয়া
নিচের কোনটি সঠিক?
৪০৩. 1 মোল H-H বন্ধন ভাঙতে 435 kJ শক্তি শোষিত হয়, 1 মোল O-O বন্ধন ভাঙতে 498 kJ শক্তি শোষিত হয় এবং 1 মোল O-H বন্ধন সৃষ্টি করতে 464 kJ শক্তি নির্গত হলে H2+1/2O2→H2O এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক?
৪০৪. ড্রাইসেলে নিচের কোন রূপান্তরটি ঘটে?
৪০৫. জীবাশ্ম জ্বালানির মজুদ আনুমানিক কত সময় পরে ফুরিয়ে যাবে?
৪০৬. ড্যানিয়াল কোষে লবণ সেতু ব্যবহার করার উদ্দেশ্য হলো –
i. অ্যানোড ও ক্যাথোড পাত্রের দ্রবণের আয়নের অসমতা দূর করা
ii. অ্যানোড ও ক্যাথোডে ইলেকট্রন প্রবাহ বৃদ্ধি করা
iii. অ্যানোড ও ক্যাথোড পাত্রের দ্রবণের ঘনমাত্রা ঠিক রাখা
নিচের কোনটি সঠিক?
৪০৭. নিচের কোনটি পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে বেশি ব্যবহৃত হয়?
৪০৮. হাইড্রোজেন ফুয়েল সেল –
i. এক ধরনের তড়িৎ বিশ্লেষ্য কোষ
ii. বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়
iii. এ হাইড্রোজেনকে দহন করা হয়
নিচের কোনটি সঠিক?
উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও:
গ্যালভানিক সেলে অ্যানোড ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন হিসেবে দ্রবণে আসে। অপরদিকে ক্যাথোডে দ্রবণ হতে ধনাত্মক আয়ন ধাতু আকারে জমা হয়। এতে করে অ্যানোডে ও ক্যাথোডে আয়নসমূহের ঘনমাত্রার তারতম্য দেখা দেয়-যা প্রশমিত করার জন্য U আকৃতির লবণ সেতু ব্যবহার করা হয়।
৪০৯. উদ্দীপকের সেলে ক্যাথোড হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়?
৪১০. উদ্দীপকের U আকৃতির টিউবে নিচের কোনটি ব্যবহার করা হয়?
৪১১. উদ্দীপকের ক্ষেত্রে –
i. ক্যাথোডে Cu2+ আয়নের আধিক্য দেখা যায়
ii. ক্যাথোডে ঋণাত্মক আয়নের আধিক্য দেখা যায়
iii. লবণ সেতু হতে বিপরীত আয়ন এসে দ্রবণের আয়নের ঘনমাত্রার অসমতা দূর করে
নিচের কোনটি সঠিক?
Social Plugin