এইচএসসি আইসিটি বোর্ড প্রশ্ন - ২০২৪ (দিনাজপুর বোর্ড - ২০২৪ ) সৃজনশীল প্রশ্ন

 



এইচ এস সি  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 

দিনাজপুর  বোর্ড - ২০২৪  

১. সরাসরি বিমান চালনা না করেও প্রযুক্তির কল্যাণে মি. X একজন বৈমানিক। কৃষিবিজ্ঞানী মি. Y উন্নত জাতের পাটবীজ উদ্ভাবন করেন এবং সেগুলো চাষ করে কৃষকরা উপকৃত হয়। তিনি তার গবেষণা কর্মের ডেটাসমূহ প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ করেন।

ক. নিউরাল নেট কী?

খ. টপ টু ডাউন পদ্ধতিতে কাজ করার প্রযুক্তিটি ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের বিমান প্রশিক্ষণ প্রযুক্তিটি বর্ণনা কর।

ঘ. মি. Y এর কর্মকাণ্ডে যে প্রযুক্তিসমূহ নির্দেশিত হয়েছে তারা একে অপরের পরিপূরক বিশ্লেষণ সাপেক্ষে মতামত দাও।


২. ভূ-পৃষ্ঠ থেকে ২৫ নটিক্যাল মাইল দূরে সাগরের মধ্যে ২ কিলোমিটার (প্রায়) প্রস্থ ও ৭ কিলোমিটার দৈর্ঘ্যের একটি দ্বীপকে ব্যবসায়িক জোন তৈরি করার উদ্যোগ নেওয়া হয়। ঐ দ্বীপের সমস্ত ব্যবসায়ীকে তারবিহীন প্রযুক্তির মাধ্যমে নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। কিন্তু ভূ-পৃষ্ঠের সাথে উক্ত নেটওয়ার্কটির সংযুক্তিতে EMI প্রভাবমুক্ত ফিজিক্যাল মাধ্যম ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়।

ক. রোমিং কী?

খ. উৎস ও গন্তব্যে ব্যবহৃত একই যন্ত্রটি বিপরীতধর্মী কাজ করে-ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে দ্বীপের নেটওয়ার্কটির ধরন ব্যাখ্যা কর।

ঘ. দ্বীপের নেটওয়ার্কটি তৈরিতে ব্যবহৃত মাধ্যম ও দ্বীপের সহিত ভূ-পৃষ্ঠের যোগাযোগের মাধ্যম দু'টির তুলনামূলক আলোচনা কর।


৩. P= (66)10 এবং Q = (2B)16

ক. Radix point কী?

খ. NAND গেট দিয়ে OR গেট তৈরি করে ব্যাখ্যা কর।

গ. P এর মান (102)n হলে n এর মান নির্ণয় কর।

ঘ. ২-এর পরিপূরক এর সাহায্যে (-P)10 + (-Q)10 নির্ণয় কর।


৪.


ক. মৌলিক উপপাদ্য কী?

খ. বুলিয়ান চলক ও প্রোগ্রামিং চলক একই নয়-ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের AI দিয়ে নির্দেশিত ডিভাইসটি NOR গেটের মাধ্যমে বাস্তবায়ন কর

ঘ. (13)10 (15)10 সংখ্যা দু'টি যোগ করতে উদ্দীপকের ডিভাইসটির সক্ষমতা। বিশ্লেষণপূর্বক প্রয়োজনীয় ডিভাইসটি অঙ্কন করে তাতে যোগ ক্রিয়া দেখাও।


৫.

ক. ব্লুটুথ কী?

খ. রাউটারের চেয়ে গেটওয়ে সুবিধাজনক ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে n = 2 ধরে গঠিত ডিভাইসটি বর্ণনা কর।

ঘ. উদ্দীপকের চিত্রটি n = 2 ধরে ইনপুটকে আউটপুট এবং আউটপুটকে ইনপুট বিবেচনায় নিলে যে ডিভাইসটি তৈরি হবে সেটি NOR গেট দিয়েও বাস্তবায়ন সম্ভব- বাস্তবায়নপূর্বক মতামত দাও।


৬.

উদ্দীপকের টেবিলটিতে Pipilika ওয়েবসাইটটি লিংক করা আছে বাংলাদেশের মানচিত্র (180 × 100) যুক্ত করা আছে।

ক.ওয়েব পোর্টাল কী?

খ.ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয় ব্যাখ্যা কর।

গ.উদ্দীপকে উল্লিখিত ওয়েবপেজ তৈরির জন্য HTML কোড দেখ

ঘ.উদ্দীপকে ওয়েবপেজটি তৈরিতে ব্যবহৃত ট্যাগগুলোর গুরুত্ব অপরীসিম , ব্যাখ্যা করো ।


৭.

ক. syntax Error কী?

খ. scanf ("%d %d", &a, &b); ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের প্রোগ্রামটির জন্য অ্যালগরিদম লেখ।

ঘ. উদ্দীপকের প্রোগ্রামে কত ধরনের অপারেটর ব্যবহৃত হয়েছে তাদের বর্ণনা কর।


৮. 1+4+7+……………………..+40

ক.Keyword কী?

খ.int mark [3] [4] -ব্যাখ্যা কর।

গ.উদ্দীপকের ধারাটির জোড় ও বিজোড় সংখ্যাগুলোর পৃথক পৃথক যোগফল নির্ণয়ের জন্য প্রবাহচিত্র অঙ্কন কর।

ঘ.ধারাটির জোড় ও বিজোড় সংখ্যাগুলোর পৃথক পৃথক যোগফল দেখাতে C প্রোগ্রাম রচনা কর।