এইচ এস সি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
ঢাকা বোর্ড - ২০২৪
১. বাংলাদেশের পোশাক তৈরির
একটি প্রতিষ্ঠান চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে বিশ্বমানের একটি কারখানা
স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেছে, যেখানে মানুষের সহায়তা ছাড়াই অ্যাকচুয়েটর এবং কম্পিউটারের
সাহায্যে পোশাক তৈরির অধিকাংশ কাজ করা সম্ভব হবে। কারখানাটি স্থাপনের উদ্দেশ্যে প্রকৌশলীগণ
কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরি করে কারখানাটির ত্রি-মাত্রিক মডেল প্রণয়ন করেন।
ক. ই-লার্নিং কী?
খ. কানেক্টিভিটি বিশ্বগ্রামের
মূল চালিকাশক্তি ব্যাখ্যা কর।
গ. নকশা প্রণয়নে প্রকৌশলীগণের
ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত পোষাক
শিল্পে বর্ণিত প্রযুক্তিটি শ্রম বাজারের উপর কীরূপ প্রভাব ফেলবে?
২. আইসিটি শিক্ষক ক্লাসে
ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন শেখাচ্ছেন। মনির আইসিটি স্যারের কাছে
ব্লক আকারে সমান বিরতিতে ডেটা ট্রান্সমিশন সম্পর্কে জানতে চাইলো। সাদিয়া আলোর গতিতে
ডেটা ট্রান্সমিট হয় এমন ক্যাবল দিয়ে বাসায় ইন্টারনেট সংযোগ নিয়ে ইউটিউব দেখে ডেটা ট্রান্সমিশনের
পদ্ধতি সম্পর্কে অধিকতর জ্ঞান অর্জন করলো।
ক. ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক
কী?
খ. "মোবাইল ফোনের সেল
নেটওয়ার্ক ষড়ভুজাকৃতির হয়"-ব্যাখ্যা কর।
গ. সাদিয়ার বাসায় ইন্টারনেট
সংযোগের জন্য ব্যবহৃত ক্যাবলের গঠন বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ট্রান্সমিশন
মেথড দুইটির মধ্যে কোনটির দক্ষতা বেশি তা গাণিতিকভাবে প্রমাণ কর। ব্যবহারের সিদ্ধান্তটি
ব্যয়বহুল নাকি সাশ্রয়ী? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
৩.
ক.
সুইচ কী?
খ.
প্রটোকল বলতে কী বুঝায়?
গ.
নেটওয়ার্ক-১ এর টপোলজিটি ব্যাখ্যা কর।
ঘ.
সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখে নতুন ডিভাইস যুক্ত করার ক্ষেত্রে নেটওয়ার্ক-২ ও নেটওয়ার্ক-৩
এর টপোলজির মধ্যে কোনটি অধিক উপযোগী? তুলনামূলক বিশ্লেষণপূর্বক মতামত দাও।
৪. ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখল বাংলা, ইংরেজি ও ICT বিষয়ে সে যথাক্রমে (5C)16, (123)8, (77)10 নম্বর পেয়েছে।
ক.
ইউনিভার্সাল গেট কী?
খ.
১৭ এর পরের সংখ্যাটি ২০ ব্যাখ্যা কর।
গ.
উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমালে রূপান্তর কর।
ঘ.
উদ্দীপকে ইমনের তিনটি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে? নির্ণয় কর।
৫.
ক.
ASCII কী?
খ.
বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব ব্যাখ্যা কর।
গ.
উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণি তৈরি কর।
ঘ. “Y কে বুলিয়ান অ্যালজেবরার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে"- বিশ্লেষণপূর্বক উক্তিটির সত্যতা যাচাই কর।
৬. একটি গাড়ি বিক্রয়কারী প্রতিষ্ঠানের ওয়েব সাইটের হোম পেজে প্রবেশ করলে সেডান এবং এসইউভি ক্যাটেগরির লিংক প্রদর্শিত হয়। লিংকগুলোতে প্রবেশ করলে সংশ্লিষ্ট ক্যাটেগরির গাড়ির মডেলের লিংক প্রদর্শিত হয়। গাড়ির মডেলের লিংকে প্রবেশ করে গাড়িটির বিস্তারিত দেখা যায়। বিক্রয়কৃত গাড়ি সম্পর্কে গ্রাহকদের মতামত সংগ্রহের জন্য প্রতিষ্ঠানটি তাদের ওয়েব সাইটটি উন্নয়নের সিদ্ধান্ত নিল।
ক.
URL কী?
খ.
HTML প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়-ব্যাখ্যা কর।
গ.
উদ্দীপকে বর্ণিত ওয়েব সাইটের কাঠামোটি শনাক্ত করে ব্যাখ্যা কর।
ঘ.
গ্রাহকদের মতামত সংগ্রহের জন্য ওয়েব সাইটটির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপগুলো বর্ণনা
কর।
৭. মারুফ PHP ভাষা ব্যবহার করে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির কাজ করে, যার অনুবাদক প্রোগ্রাম এক লাইন করে পড়ে অনুবাদের কাজ করে। অন্য দিকে মিজান C++ ভাষা ব্যবহার করে সফটওয়্যার তৈরির কাজ করে, যার অনুবাদক প্রোগ্রাম সম্পূর্ণ প্রোগ্রামটি এক সাথে অনুবাদ করে।
ক.
কি-ওয়ার্ড কী?
খ.
অ্যারে ও চলক এক নয়-ব্যাখ্যা কর।
গ.
উদ্দীপকে মিজানের ব্যবহৃত ভাষাটি কোন ধরনের অনুবাদক ব্যবহার করে? ব্যাখ্যা কর।
ঘ. মারুফ ও মিজানের ব্যবহৃত ভাষা দুইটির অনুবাদক প্রোগ্রামের মধ্যে কোনটিতে প্রোগ্রাম ডিবাগ করা তুলনামূলক সহজ? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
৮.92 + 122 + 152 + ………………+902
ক.
মেশিন ভাষা কী?
খ.
সি একটি কেস সেনসিটিভ ভাষা ব্যাখ্যা কর।
গ.
উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম তৈরি কর।
ঘ. উদ্দীপকের ধারাটির যোগফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখ।
Social Plugin