এস.এস.সি || রসায়ন || অধ্যায় - ৬ মোলের ধারণা ও রাসায়নিক গণনা
১. পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে-
i. আয়রন
ii. সালফার
iii. নাইট্রোজেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২. ফসফরাস একাধিক যোজ্যতা প্রদর্শন করে, কারণ-ক) এটি স্বাভাবিক অবস্থায় ৩টি এবং উত্তেজিত অবস্থায় ৫টি বিজোড় ইলেকট্রন প্রদর্শন করেখ) এটি স্বাভাবিক অবস্থায় ৫টি উত্তেজিত অবস্থায় ৩টি বিজোড় ইলেকট্রন প্রদর্শন করেগ) এটি স্বাভাবিক অবস্থাতেই ৩ এর অধিক বিজোড় ইলেকট্রন প্রদর্শন করেঘ) এটি উত্তেজিত অবস্থায় পুনর্বিন্যাসের মাধ্যমে ৪টি বিজোড় ইলেকট্রন প্রদর্শন করে৩. মোলার দ্রবণ বলতে বুঝায়-
i. 2 লিটার 200 গ্রাম CaCO3
ii. 1 লিটারে 106 গ্রাম Na2CO3
iii. 2 লিটারে 40 গ্রাম NaOH
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৪. সালফার পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, কারণ-
i. এর সর্ববহিস্থ শক্তিস্তর ২টি ইলেকট্রন থাকে
ii. এর সর্ববহিস্থ শক্তিস্তর ফাঁকা d অরবিটাল থাকে
iii. উত্তেজিত অবস্থায় এটি পুনর্বিন্যাসের মাধ্যমে অযুগল ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৫. একটি যৌগের স্থূল সংকেত CH এবং আণবিক ভর 78 হলে এর আণবিক সংকেত কী হবে?ক) C6H6খ) C2H2গ) CH4ঘ) C2H4৬. এক মোল পানি=?ক) 16gখ) 18gগ) 20gঘ) 22g৭. একটি যৌগের আণবিক ভর 180 এবং উহার স্থূল সংকেত CH2O। যৌগটির আণবিক সংকেত কোনটি?ক) CH4Oখ) C6H12O6গ) C6H6Oঘ) H2CO3৮. HCI এ H ও CI এর শতকরা সংযুক্তির সমষ্টি কত?ক) 78খ) 11.11গ) 100ঘ) 120৯. উদ্দীপকে ব্যবহৃত ক্লোরিন পরমাণুর সংখ্যা কতটি?ক) 1.27x 1024খ) 2.5x1024গ) 6.02x1023ঘ) 6.36x1023১০. ১১৪. নিচের তথ্যসমূহ পড়-
i. যে মৌলের একাধিক যোজনী আছে তার যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলা হয়
ii. কোন যৌগে মৌলের কার্যকরী যোজনীকে সক্রিয় যোজনী বলে
iii. কার্বন মনোঅক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী ৩
নিচের কোনটি সঠিক?ক) iiখ) iiiগ) i ও iiঘ) ii ও iii১১. মোল সম্বন্ধে নিচের তথ্যগুলো পড়-
i. রাসায়নিক পদার্থ পরিমাপের একক
ii. মোল দ্বারা লোম বিশিষ্ট ক্ষুদ্রপ্রাণ বুঝায়
iii. মোলের সাথে ভরের একক গ্রাম/মিলিগ্রাম এর সম্পর্ক আছে
নিচের কোনটি সঠিক?ক) iখ) i ও iiগ) ii ও iiiঘ) i ও iii১২. গ্লুকোজের আণবিক ভর কত?ক) 280খ) 90গ) 140ঘ) 180১৩. পার্থ ও চিন্ময়ের আর কত মোল?ক) 9.64খ) 10.56গ) 3.25ঘ) 8.79১৪. পানিতে NaOH দ্রবীভূত করা হলে দ্রবণটিকে কী বলে?ক) জৈবিক দ্রবণখ) জলীয় দ্রবণগ) জটিল দ্রবণঘ) অসমসত্ত্ব মিশ্রণ১৫. একটি গ্যাস পাত্রে প্রমাণ অবস্থায় ১১.২ লিটার O2 আছে, এতে ১২ গ্রাম কার্বন যোগ করলে কত গ্রাম CO2 উৎপন্ন হবে?ক) ১২ গ্রামখ) ২৪ গ্রামগ) ২২ গ্রামঘ) ২১ গ্রাম১৬. 1 মোল অক্সিজেন পরমাণুর হচ্ছে-ক) 16 গ্রামখ) 32 গ্রামগ) 8 গ্রামঘ) 48 গ্রাম১৭. একটি গ্যাসের ঘনত্ব 1.43 g/Lএর আণবিক ভর কত?ক) 16খ) 71গ) 45ঘ) 32১৮. N2 বলতে কী বুঝায়?ক) 14 ভাগ ভরের নাইট্রোজেনখ) 28 ভাগ ভরের নাইট্রোজেনগ) 2 মোল নাইট্রোজেনঘ) 11-2 লিটার নাইট্রোজেন১৯. বিক্রিয়ায় উৎপাদের পরিমাণ হিসাব করা যায় কোনটি থেকে?ক) প্রতিপাদ বিক্রিয়কখ) লিমিটিং বিক্রিয়ক থেকেগ) বিজারক থেকেঘ) জারক থেকে২০. প্রমাণ অবস্থায় কোন পদার্থের মোলার আয়তন 22.4 লিটার হয়?ক) গ্যাসীয় পদার্থেরখ) তরল পদার্থেরগ) কঠিন পদার্থেরঘ) কঠিন, তরল, গ্যাসীয় সবগুলোর ক্ষেত্রেই২১. পটাসিয়ামের ল্যাটিন নাম কোনটি?ক) Natriumখ) Kaliumগ) Cuprumঘ) Plumbum২২. বিক্রিয়ক ও উৎপাদের পরিমাণ হিসাব করাকে কী বলে?ক) Gravimetryখ) Stoichiometryগ) Iidometryঘ) Cromatography২৩. কোনো যৌগের স্থূল সংকেত HO থেকে বুঝা যায়-
i. যৌগের অণুতে হাইড্রোজেন ও অক্সিজেন বিদ্যমান
ii. রাসায়নিক অণুতে উভয় পরমাণু সংখ্যা সমান
iii. যৌগের আণবিক সংকেত স্থূল সংকেতের সমান
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৪. রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদন ভরের কোন সূত্র মেনে চলে?ক) সংরক্ষণখ) উৎপাদগ) মোলারিটিঘ) মোলার২৫. পানিযুক্ত কপার সালফেটের বর্ণ কীরূপ?ক) নীলখ) সাদাগ) লালঘ) বর্ণহীন২৬. অ্যানালারসমূহ বিশুদ্ধতা-ক) প্রায় ৭০%খ) প্রায় ৮৫%গ) প্রায় ৯৩%ঘ) প্রায় ৯৫.৫%২৭. দ্রবণের আয়তন কোনটির উপর নির্ভরশীল?ক) ঘনমাত্রায়খ) তাপমাত্রায়গ) চাপেরঘ) সময়ের২৮. 20 গ্রাম Mg থেকে কত গ্রাম MgO উৎপন্ন করে?ক) 11.2 গ্রামখ) 52 গ্রামগ) 33.3 গ্রামঘ) 68 গ্রাম২৯. নীল বর্ণের CuSO4 কে উত্তপ্ত করলে কোন বর্ণে পরিণত হয়?ক) বর্ণহীনখ) নীলগ) লালঘ) সাদা৩০. এক মোল পরিমাণ পদার্থের আয়তনকে কী বলা হয়?ক) মোল ভগ্নাংশখ) মোলার দ্রবণগ) মোলারিটিঘ) মোলার আয়তন৩১. 1টি HCI অণুর ভর কত?ক) 6.02x10-23খ) 6.06x10-23গ) 5.13x10-23ঘ) 6.18x10-23৩২. 1 গ্রাম CO2 গ্যাসে অণুর সংখ্যা কয়টি?ক) 1.28x1022খ) 6.02x1023গ) 1.36x1022ঘ) 3.01x1023৩৩. 500 ml দ্রবণে Na2CO3 এর 5x1010 টি অণু দ্রবীভূত থাকলে দ্রবণের মোল সংখ্যা কত?ক) 4.15 x 10-14 মোলখ) 5.6 x 10-10 মোলগ) 3.8 x 10-15 মোলঘ) 6.2 x 10-13 মোল৩৪. কোন যৌগের বাষ্প ঘনত্ব 14 হলে যৌগটির আণবিক ভর কত হবে?ক) 14খ) 28গ) 42ঘ) 56৩৫. ডেসি মোলার দ্রবণ মানে?ক) 0.2 মোলার দ্রবণখ) ½ মোলার দ্রবণগ) 0.1 মোলার দ্রবণঘ) 5 মোলার দ্রবণ৩৬. দ্রাবকের যে পদার্থ দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হয় তাকে কী বলে?ক) মোলার দ্রবখ) দ্রবণগ) দ্রাবকঘ) দ্রব৩৭. H2O কত মোল পানি নির্দেশ করে?ক) এক মোলখ) দুই মোলগ) তিন মোলঘ) শূণ্য মোল৩৮. রাসায়নিক বিক্রিয়ার কোন নীতি সংরক্ষিত হয়?ক) ভৌত পরিবর্তন নীতিখ) আয়তন অনুপাত নীতিগ) ভর সংরক্ষণ নীতিঘ) উৎপাদ সৃষ্টির নীতি৩৯. ১০ গ্রাম সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা কত?ক) 0.094 মোলখ) 0.123 মোলগ) 0.94 মোলঘ) 0.0978 মোল৪০. 53x1020 টি Na2CO3 অণুর ভর কত গ্রাম?ক) 0.9খ) 0.19গ) 0.07ঘ) 0.01৪১. নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে দ্রবণের কী বলা হয়?ক) নরমালিটিখ) মোলারিটিগ) মোলালিটিঘ) মোল ভগ্নাংশ৪২. দ্রবণের ঘনমাত্রার ক্ষেত্রে-
i. মোলারিটি দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একটি রীতি
ii. সেমি মোলার দ্রবণ বলতে ০.৫ মোরার দ্রবণকে বুঝায়
iii. ডেসি মোলার দ্রবণ বলতে ০.১ মোলার দ্রবণকে বুঝায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৪৩. কোনটি মৌলের নামের সংক্ষিপ্ত রূপ?ক) প্রতীকখ) সংকেতগ) সমীকরণঘ) যোজ্যতা৪৪. 11.2 লিটার O2 গ্যাস প্রমাণ অবস্থায় কয়টি অণু বিদ্যমান?ক) 6.02x1023খ) 2.05x1023গ) 1.15x1022ঘ) 3.01x1023৪৫. 1 মোল CO2 এর ভর কত?ক) 42 গ্রামখ) 52 গ্রামগ) 44 গ্রামঘ) 32 গ্রাম৪৬. ২ গ্রাম মিথেনে কতগুলো মিথেন অণু উপস্থিত আছে?ক) 24.088x1023টিখ) 3.82x10-23টিগ) 7.89x1023টিঘ) 7.52x1022টি৪৭. অ্যাভোগ্রেড্রো সংখ্যা মান কত?ক) 6.023x1023খ) 0.623x1020গ) 602.3x1023ঘ) 6.02x1022৪৮. বিক্রিয়ায় ব্যবহৃত সবচেয়ে বিশুদ্ধ রাসায়নিক পদার্থকে বলে?ক) আকরিকখ) অ্যানালারগ) সিমিলারঘ) লিমিটিং বিক্রিয়ক৪৯. অ্যামোনিয়া মূলক হচ্ছে-
i. একটি একযোজী মূলক
ii. একটি ধনাত্মক যৌগমূলক
iii. ধাতুর ন্যায় আচরণকারী মূলক
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৫০. 72g পানিতে কতগুলো পানির অণু উপস্থিত আছে?ক) 24.088x1023টিখ) 2.40x10-22টিগ) 2.50x1023টিঘ) 7.52x1020টি৫১. মোল হলো-ক) পদার্থ পরিমাপের এককখ) পদার্থ চিন্হিত করার এককগ) রাসায়নিক পদার্থ পরিমাণের এককঘ) কঠিন পদার্থ গণনা করার একক৫২. কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা বলা হয়?ক) 0খ) 25গ) 273ঘ) 373৫৩. CO2 এর 1 মোল এ অণুর সংখ্যা কত?ক) 6.085x1024খ) 6.02x1020গ) 6.025x1018ঘ) 6.02x1023৫৪. ২ গ্রাম কার্বনে কতগুলো কার্বন পরমাণু থাকবে?ক) 1.0038x1023টিখ) 2.008x1022টিগ) 1.05x1024টিঘ) 1.68x1024টি৫৫. বিভিন্ন গ্যাসীয় পদার্থের মোলার আয়তন ?ক) ভিন্ন হয়খ) সমান হয়গ) তাপ ও চাপের প্রয়োগ সমান হয়ঘ) নির্ণয় করা সম্ভব নয়৫৬. একটি সোডিয়াম পরমাণুর ভর কত?ক) 23x1023টিখ) 3.82x10-23টিগ) 38.2x10-22টিঘ) -3.87x10-23টি৫৭. জীববিজ্ঞান মোল বলতে বুঝায়?ক) ক্ষুদ্র প্রাণখ) লোম বিশিষ্ট ক্ষুদ্র প্রাণগ) জড় বস্তুর সমষ্টিঘ) নিউক্লিয়াসকে৫৮. 10 গ্রাম চুনাপাথর উৎপন্ন করে-
i. 3 লিটার দ্রবণে 1 মোলার দ্রবণ
ii. 1 লিটার দ্রবণে 0.1 মোলার দ্রবণ
iii. 0.1 লিটার দ্রবণে 1 মোলার দ্রবণ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৫৯. সুপ্ত সংকেত ও আণবিক সংকেত একই-
i. মৌলের সর্বোচ্চ যোজনী
ii. যৌগে মৌলটির সক্রিয় যোজনী
iii. মৌলের সর্বনিম্ন যোজনী
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৬০. 53 গ্রাম Na2CO3 দ্রব 500 ml দ্রবণে দ্রবীভূত থাকলে দ্রবণের মোলসংখ্যা কত?ক) ১ মোলখ) ২ মোলগ) ৩ মোলঘ) ৪ মোল৬১. সমতাকৃত সমীকরণ থেকে জানা যায়-
i. বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা সমান
ii. বিক্রিয়ক ও উৎপাদনের পরমাণু সংখ্যা সমান
iii. বিক্রিয়ক ও উৎপাদের ভর সমান
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৬২. গ্রাম পারমাণবিক ভর হল-
i. ২ গ্রাম জলীয় বাষ্প
ii. ১৬ গ্রাম অক্সিজেন
iii. ১২ গ্রাম কার্বন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৬৩. প্রমাণ অবস্থায় এক মিলিলিটার নাইট্রোজেনে কতগুলো নাইট্রোজেন অণু থাকবে?ক) 1.68x1020টিখ) 2.68x1019টিগ) 2.88x1020টিঘ) 2.99x1020টি৬৪. শতকরা সংযুতি গণনার জন্য-
i. যৌগে বিদ্যমান মৌলগুলোর পারমাণবিক ভর বের করতে হয়
ii. যৌগের আণবিক ভর বের করতে হয়
iii. আণবিক ভরকেব পারমাণবিক ভর দ্বারা ভাগ করে ১০০ দ্বারা গুণ করতে হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৬৫. ১ গ্রাম হাইড্রোজেন ৭০ গ্রাম ক্লোরিনের সাথে যুক্ত করলে পাত্রে কতটুকু ক্লোরিন অবশিষ্ট থাকবে?ক) 35.5 গ্রামখ) 32.5 গ্রামগ) 34.5 গ্রামঘ) 33.5 গ্রাম৬৬. কোনটি মৌলের ল্যাটিন নাম?ক) Sodiumখ) Chromiumগ) Plumbumঘ) Indium৬৭. NO2 এর আয়তনের উপর তাপমাত্রা ও চাপের প্রভাব নিম্নরূপ-
i. তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায়
ii. চাপ হ্রাস করলে আয়তন বৃদ্ধি পায়
iii. তাপমাত্রা হ্রাস করলে আয়তন হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৬৮. প্রমাণ অবস্থায় ১ লিটার আয়তন নির্দেশ করে-
i. 1.53 গ্রাম O2
ii. 2.05 গ্রাম NO2
iii. 1.96 গ্রাম CO2
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৬৯. অণুতে বিদ্যমান পরমাণুসমূহের ক্ষুদ্রতম অনুপাত প্রকাশ করে কোনটি?ক) স্থুল সংকেতখ) রাসায়নিক সংকেতগ) আণবিক সংকেতঘ) পারমাণবিক সংকেত৭০. কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন এর সমন্বয়ে গঠিত একটি যৌগের অণুতে মৌল তিনটির পরমাণু সংখ্যার অনুপাত ১ : ২ : ১। ১ যদি যৌগটির বাষ্পঘনত্বের মান অক্সিজেনের ২.৮১৩ গুণ হয়, তাহলে যৌগটির আণবিক সংকেত কোনটি হবে?ক) C3H6O3খ) CH2Oগ) C2H4O2ঘ) C4H8O4৭১. রসায়নে মোল শব্দের অর্থ কী?ক) রাসায়নিক বিক্রিয়া হারখ) পদার্থের নির্দিষ্ট পরিমানগ) অণুর সংখ্যা পরিবর্তনঘ) পদার্থের পরিবর্তনের মাত্রা৭২. ২ লিটারের দ্রবণ সেমিমোলার হবে এতে-
i. 58.5 গ্রাম NaCI যোগ করলে
ii. 112 গ্রাম Na2CO3 যোগ করলে
iii. 100 গ্রাম CaCO3
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৭৩. প্রমাণ অবস্থায় 1.7g অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত?ক) 1.5Lখ) 2.24Lগ) 3.25Lঘ) 4.16L৭৪. গ্লুকোজের ক্ষেত্রে-
i. এর আণবিক সংকেত C6H12O6
ii. এর আণমাণবিক ভর 160g
iii. এর আণবিক ভর 180g
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৭৫. অণু, পরমাণু ও আয়ন পরিমাপ করা হয়-
i. মোল এককে
ii. পারমাণবিক ভর এককে
iii. আণবিক ভর এককে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৭৬. উত্তেজিত অবস্থায় ইলেকট্রন পুনর্বিন্যাস ঘটে-
i. কার্বন পরমাণুতে
ii. সালফার পরমাণুতে
iii. ফসফরাস পরমাণুতে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৭৭. একটি যৌগের স্থূল সংকেত CH এবং আণবিক ভর 26 হলে এর আণবিক সংকেত কোনটি?ক) C3H8খ) C2H2গ) C2H6ঘ) C6H6৭৮. প্রমাণ অবস্থায় 22g CO2 এর আয়তন কত?ক) 22.4 লিটারখ) 11.2 লিটারগ) 5.52 লিটারঘ) 44.8 লিটার৭৯. ইথাইনের আণবিক সংকেত C2H2 হলে এর আণবিক ভর কত?ক) 24খ) 26গ) 30ঘ) 32৮০. প্রমাণ অবস্থায় ১ গ্রাম CO2 এর আয়তন কত?ক) 1.2 লিটারখ) 0.2 লিটারগ) 0.5 লিটারঘ) 1.5 লিটার৮১. তাপমাত্রা বৃদ্ধির সাথে গ্যাসের আয়তনের কীরূপ পরিবর্তন হয়?ক) হ্রাস পায়খ) বৃদ্ধি পায়গ) কোন প্রভাব নেইঘ) তরলে পরিণত হয়৮২. রসায়নবিদগণ অণু, পরমাণু ও আয়ন পরিমাপের জন্য কোন সংখ্যা ব্যবহার করেন?ক) পারমাণবিক সংখ্যাখ) অ্যাভোগেড্রোর সংখ্যাগ) ভর সংখ্যাঘ) নিউট্রন সংখ্যা৮৩. প্রমাণ তাপমাত্রা ও চাপে-
i. 16 গ্রাম O2 এর আয়তন 11.2 লিটার
ii. 44 গ্রাম CO2 এর আয়তন 22.4 লিটার
iii. 100 গ্রাম CaCO3 এর আয়তন 22.4 লিটার
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৮৪. রাসায়নিক সমীকরণ সমতাকরণে মূল কৌশল-ক) 7 টিখ) 6 টিগ) 5 টিঘ) 4 টি৮৫. তুঁতে পানি থাকে-ক) ছয় অণুখ) দশ অণুগ) পাঁচ অণুঘ) সাত অণু৮৬. রাসায়নিক পদার্থের বিশুদ্ধতা নির্ভর করে-
i. পদার্থের প্রস্তুতির উপর
ii. পদার্থের ঘনত্বের উপর
iii. পদার্থের বিশুদ্ধকরণ পদ্ধতির উপর
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৮৭. 250C তাপমাত্রা ও 1 বায়ুমন্ডলীয় (atm) চাপে 22.4 লিটার O2 গ্যাসের ভর কত?ক) ১২ গ্রামখ) ৩২ গ্রামগ) ১৬ গ্রামঘ) ৪২ গ্রাম৮৮. দ্রবণ-ক) পানি + দ্রাবকখ) দ্রব + পানিগ) দ্রব + অ্যালকোহলঘ) দ্রব + দ্রাবক৮৯. ব্লু-ভিট্রিয়ল এ কেলাস পানির পরিমাণ কত?ক) 40.57%খ) 87.93%গ) 36.07%ঘ) 6.07%৯০. ক্যালসিয়াম ফসফেটের মধ্যে P2O5 এর শতকরা পরিমাণ কত?ক) 50%খ) 45.8%গ) 60.5%ঘ) 42.3%৯১. 0.001 মোল নাইট্রিক এসিডে কতগুলো অণু থাকবে?ক) 6.023x1017খ) 6.023x1018গ) 6.02x1019ঘ) 6.023x1020৯২. সেমিমোলার দ্রবণ হল-
i. 40 গ্রাম NaOH2
ii. 50 গ্রাম CaCO3 1 লিটার দ্রবণে
iii. 12 গ্রাম Na2CO3 2 লিটার দ্রবণে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৯৩. যৌগে মৌলসমূহের শতকরা সংযুতি সমষ্টি কত?ক) 1খ) 50গ) 100ঘ) 200৯৪. ৩ গ্রাম কার্বন গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে CO2 উৎপন্ন করবে?ক) ৪ গ্রামখ) ১৬ গ্রামগ) ১২ গ্রামঘ) ৩২ গ্রাম৯৫. কোনটির একাধিক যোজ্যতা বিদ্যমান?ক) অক্সিজেনখ) ফ্লোরিনগ) সালফারঘ) সোডিয়াম৯৬. 12 গ্রাম কার্বনে কার্বন পরমাণুর সংখ্যা কত?ক) 6.02x1023খ) 6.14x1023গ) 6.15x1011ঘ) 6.07x1023৯৭. প্রমাণ অবস্থায় 2g হাইড্রোজেন গ্যাসের আয়তন কত?ক) 2.24Lখ) 11.2Lগ) 22.4Lঘ) 44.8L৯৮. নিচের কোনটি ক্যালসিয়াম ফসফেটের সংকেত?ক) CaPO4খ) Ca(PO4)2গ) Ca2(PO4)3ঘ) Ca(P৯৯. নাইট্রিক এসিডে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত?ক) 1.61%খ) 76.16%গ) 28%ঘ) 22.23%১০০. মোলের সাথে সম্পর্ক আছে-ক) মিলিগ্রামখ) সেন্টিগ্রামগ) কি.গ্রা.ঘ) মি.লি.১০১. কোনটি একযোজী যৌগমূলক?ক) ক্রোমেটখ) সিলিকেটগ) নাইট্রাইটঘ) সালফেট১০২. কোনটি জানা না থাকলে যৌগের সংকেত লেখা যায় না?ক) পারমাণবিক সংখ্যাখ) ভরসংখ্যাগ) যোজনীঘ) সংযুক্তি১০৩. CaCI2 এর একটি দ্রবণের গাঢ়ত্ব 0.5 moI/L উক্ত দ্রবণের 500 mL এর CI আয়নের মোল সংখ্যা কত?ক) 0.050খ) 0.85গ) 0.75ঘ) 1.00১০৪. 22 গ্রাম CO2(g) এর আয়তন প্রমাণ অবস্থায় কত?ক) 22.4 লিটারখ) 22.4 cm3গ) 11.2 লিটারঘ) 22.4 dm3১০৫. 2 গ্রাম অ্যামোনিয়া গ্যাসে কতগুলো অণু থাকবে?ক) 7.09x1022টিখ) 6.02x1023টিগ) 5x10-3টিঘ) 6.11x1015টি১০৬. এক লিটার দ্রবণে ২ মোল দ্রব থাকলে সেটি কী?ক) 2 মোলার দ্রবণখ) 1.2 মোলার দ্রবণগ) 0.75 মোলার দ্রবণঘ) 3 মোলার দ্রবণ১০৭. অ্যামোনিয়াম মূলক হচ্ছে-
i. একটি একযোজী মূলক
ii. একাটি ধনাত্মক মূলক
iii. ধাতুর ন্যায় আচরণকারী মূলক
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১০৮. রাসায়নিক সমীকরণ সঠিকভাবে লিখতে হলে-
i. বিক্রিয়ক ও উৎপাদন সঠিক আণবিক সংকেত লিখতে হবে
ii. বিক্রিয়কমূহকে বামপাশে এবং উৎপাদসমূহকে ডানপাশে লিখতে হবে
iii. বিক্রিয়ক ও উৎপাদসমূহের মাঝে সমান (=) বা তীর(→) চিন্হ দিতে হবে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১০৯. মোলারিটিকে নিচের কোনটি দ্বারা প্রকাশ করা হয়?ক) Mখ) Nগ) Aঘ) L১১০. রাসায়নিক সমীকরণে সংক্ষেপে উপাদান উপস্থাপন করার নিয়মাবলি কয়টি?ক) ৪টিখ) ৫টিগ) ৬টিঘ) ৪টি১১১. ১ মোল অক্সিজেন অণু=কত?ক) 32 গ্রামখ) 16 গ্রামগ) 8 গ্রামঘ) 18 গ্রাম১১২. যৌগমূলকের ক্ষেত্রে-
i. যৌগমূলক একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত পরমাণুর গ্রুপ
ii. রাসায়নিক বিক্রিয়ায় যৌগমূলক একটি পরমাণুর ন্যায় আচরণ করে
iii. যৌগমূলক বিভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণ সময় অপরিবর্তিত থাকে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১১৩. সমীকরণের কোনদিকে বিক্রিয়ক লেখা হয়?ক) বাম দিকেখ) মাঝখানেগ) ডান দিকেঘ) পৃথক করে১১৪. CO উৎপন্ন করার জন্য ৪ গ্রাম অক্সিজেন কত গ্রাম কার্বনের সাথে বিক্রিয়া করবে?ক) 12 গ্রামখ) 1.5 গ্রামগ) 8 গ্রামঘ) 6 গ্রাম১১৫. যৌগ গঠনের সময় পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে-
i. কপার
ii. ফসফরাস
iii. জিংক
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১১৬. কার্বন মনোক্সাইডের আণবিক সংকেত নির্ণয় করতে পারে কীসের সাহায্যে?ক) পদার্থের যুক্ত কার্বন ও অক্সিজেনের ভর থেকেখ) কার্বন ও অক্সিজেনের আণবিক সংকেত থেকেগ) কার্বন ও অক্সিজেনের মোলার আয়তন থেকেঘ) কার্বন ও অক্সিজেনের পরমাণুর সংখ্যা থেকে১১৭. বিজ্ঞানী অ্যামেডিও অ্যাভোগেড্রো কোন দেশের অধিবাসী ছিলেন?ক) ইতালিখ) ফ্রান্সগ) ইংল্যান্ডঘ) জার্মানি১১৮. স্থূল সংকেত ও আণবিক সংকেত একই-
i. বেনজিন
ii. প্রোপিন
iii. প্রোপেন
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) iiiঘ) i ও iii১১৯. 0.25 মোল নাইট্রোজেন ডাই-অক্সাইড গ্যাসের আয়তন প্রমাণ অবস্থায় কত?ক) 22.4 লিটারখ) 3.56 লিটারগ) 4.62 লিটারঘ) 5.60 লিটার১২০. 9 গ্রাম পানিতে পানির অণুর সংখ্যা কত?ক) 3.02x1023খ) 6.02x1023গ) 3.02x1011ঘ) 6.02x1011১২১. 3x1023 টি CO2 অণুর ভর কত?ক) 22 গ্রামখ) 11 গ্রামগ) 12 গ্রামঘ) 44 গ্রাম১২২. নিচের তথ্যসমূহ পড়-
i. মোলার আয়তন হলো এক মোল পরিমাণ পদার্থের আয়তন
ii. পদার্থের অবস্থা ভেদে মোলার আয়তন ভিন্ন ভিন্ন হয়
iii. বিভিন্ন গ্যাসীয় পদার্থের মোলার আয়তন সমান হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১২৩. যোজনী সম্পর্কে নিচের তথ্যসমূহ লক্ষ করো-
i. কার্বন একটি দ্বিযোজী মৌল
ii. অক্সিজেন একটি দ্বিযোজী মৌল
iii. ক্লোরিন একটি একযোজী মৌল
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) ii ও iiiঘ) i ii ও iii১২৪. বিক্রিয়ার সময় একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না তাকে কী বলা হয়?ক) অ্যানালার বিক্রিয়কখ) লিমিটিং বিক্রিয়কগ) নরমাল বিক্রিয়কঘ) পোলার বিক্রিয়ক১২৫. একটি যৌগের স্থূল সংকেত N2O3 যদি এর প্রকৃত আণবিক ভর 76 হয় তাহলে এর সংকেত কোনটি?ক) N2O3খ) N4O6গ) NOঘ) N2O2১২৬. রাসায়নিক পদার্থ পরিমাপের একক কোনটি?ক) মোলারখ) মোলগ) মোলালঘ) নরমাল১২৭. পানিবিহীন কণার সালফেটের বর্ণ কিরূপ?ক) নীলখ) সাদাগ) সবুজঘ) হলুদ১২৮. 1 মোল পানির ভর কত?ক) ১২ গ্রামখ) ১৬ গ্রামগ) ১৮ গ্রামঘ) ২২ গ্রাম১২৯. পানিবিহীন কপার সালফেটের বর্ণ কীরূপ?ক) বেগুনিখ) সাদাগ) ইটের ন্যায় লালঘ) গোলাপী১৩০. এক লিটার দ্রবণে HCI এসিডের 6.11x105 টি অণু উপস্থিত থাকলে দ্রবণের মোলসংখ্যা কত?ক) 1.05x108 মোলখ) 1.04x10-7 মোলগ) 1.02x10-8 মোলঘ) 1.7x10-9 মোল১৩১. 25 গ্রাম H2SO4 100 ml দ্রবণে দ্রবীভূত থাকলে দ্রবণের মোলসংখ্যা কত?ক) 1 মোলখ) 2.55 মোলগ) 3.95 মোলঘ) 4.11 মোল১৩২. ২৪ গ্রাম Mg কত গ্রাম O2 এর সাথে বিক্রিয়া করবে?ক) ১৬ গ্রামখ) ১২ গ্রামগ) ৩২ গ্রামঘ) ৪২ গ্রাম১৩৩. H2SO4 এর 24.5 গ্রাম ভরে কয়টি অণু বিদ্যমান?ক) 12.5x1022খ) 1.505x1023গ) 1.15x1023ঘ) 1.198x1023১৩৪. প্রমাণ তাপমাত্রা-ক) 300 Kখ) 298 Kগ) 295 Kঘ) 303 K১৩৫. কোন যৌগের স্থুল সংকেত C3H8 ও আণবিক ভর 44 হলে আণবিক সংকেত কী হবে?ক) CHখ) C3H8গ) C2H6ঘ) CH4১৩৬. ১ মোল নির্দেশ করছে-
i. ১৮ গ্রাম পানি
ii. ১০৬ গ্রান H2SO4
iii. ১০০ গ্রাম চুনাপাথর
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৩৭. নির্দিষ্ট যৌগে নির্দিষ্ট মৌলের শতকরা সংযুক্তি-ক) সম সময় ১০০ হয়খ) নির্দিষ্ট হয়গ) অনির্দিষ্ট হয়ঘ) নির্ণয় করা যায় না১৩৮. ১ গ্রাম ভর নির্দেশ করে-
i. 1.37x1022 টি CO2 অণু
ii. 6.02x1011 টি H2 অণু
iii. 6.02x1021 টি CaCO3 অণু
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৩৯. বোরন নাইট্রাইডের সংকেত কোনটি?ক) BNখ) BN2গ) B2Nঘ) BN3১৪০. প্রমাণ অবস্থায় 3 লিটার আয়তনের হাইড্রোজেন গ্যাসে কতগুলো অণু থাকবে?ক) 3x6.023x1023টিখ) 8.07x1022টিগ) 3x1021টিঘ) 6.11x10-23টি১৪১. সবচেয়ে বিশুদ্ধ রাসায়নিক পদার্থকে কী বলা হয়?ক) ক্যারামেলখ) অ্যানালারগ) স্ফটিকঘ) মোলার১৪২. প্রমাণ অবস্থায় 0.01 মোল ক্লোরিন গ্যাসের আয়তন কত?ক) 0.224 লিটারখ) 22.4 লিটারগ) 11.2 লিটারঘ) 0.0234 লিটার১৪৩. CO2 তে কার্বন ও অক্সিজেনের মোল সংখ্যার অনুপাত কত?ক) 2 : 1খ) 1 : 1গ) 2 : 3ঘ) 4 : 1১৪৪. পর্যায় সারণির নিস্ক্রিয় শ্রেণির মৌলসমূহের যোজ্যতা শূন্য ধরা হয় কেন?ক) সর্ববহিস্থ শক্তিস্তর ইলেকট্রন দ্বারা দ্বিত্ব বা অষ্টক পূর্ণ বলেখ) সর্ববহিস্থ শক্তিস্তরে বিজোড় ইলেকট্রন নেই বলেগ) সর্ববহিস্থ শক্তিস্তরে ইলেকট্রন নেই বলেঘ) সর্ববহিস্থ শক্তিস্তর ইলেকট্রন দ্বারা অপূর্ণ বলে১৪৫. চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তনের পরিবর্তন কী রকম?ক) হ্রাস পায়খ) বৃদ্ধি পায়গ) অপরিবর্তিত থাকেঘ) গ্যাসের ধর্মের নির্ভর করে১৪৬. CO2 এর ১ মোল বলতে কী বুঝায়?ক) পদার্থের অণুর সংখ্যাকে গ্রামে প্রকাশখ) পদার্থের ভরকে গ্রামে প্রকাশগ) পদার্থের যোজনীকে গ্রামে প্রকাশঘ) পদার্থের আণবিক বা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ১৪৭. H2O এর একটি অণুর ভর কত গ্রাম?ক) 5.8x10-23খ) 3.5x10-23গ) 2.19x10-23ঘ) 2.99x10-23১৪৮. নীর বর্ণের কপার সালফেটকে উত্তপ্ত করলে তা সাদা বর্ণ ধারণ করে, কারণ-
i. পানি বা বাষ্পীভূত হয়
ii. পানিবিহীন কপার সালফেটের বর্ণ সাদা
iii. পানিযুক্ত কপার সালফেটের বর্ণ সাদা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৪৯. ৭ গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন প্রমাণ অবস্থায় কত?ক) 5.6 লিটারখ) 22.4 লিটারগ) 22.4x102 লিটারঘ) 22.4x10-3dm3১৫০. যৌগের আণবিক সংকেত তার স্থূল সংকেতের-ক) উপগুণিতকখ) সরল গুণিতকগ) অযুগ্ন গুণিতকঘ) সরল উৎপাদক১৫১. উদ্দীপকের বিক্রিয়ায় অবশিষ্ট থাকে-ক) 1.44 মৌল H2খ) 1.44 মৌল CI2গ) 2.89 মৌল H2ঘ) 2.89 মৌল CI2১৫২. পটাশিয়াম ডাইক্রোমেট যৌগে Cr এর যোজনী কত?ক) 2খ) 6গ) 4ঘ) 5১৫৩. যৌগের মোট ভরের মধ্যে কোনো নির্দিষ্ট মৌলের শতকরা ভরকে ঐ মৌলের কী বলা হয়?ক) সংযুতিখ) শতকরা হারগ) পারমাণবিক ভরঘ) আণবিক ভর১৫৪. পারক্লোরিক এসিডে (HCIO4) ক্লোরিনের শতকরা পরিমাণ কত?ক) 0.005%খ) 35.3%গ) 63.68%ঘ) 17%১৫৫. স্থুল সংকেতের ক্ষেত্রে-
i. একাধিক যৌগের একই স্থুল সংকেত হতে পারে
ii. সর্বক্ষেত্রে স্থূল সংকেত আণবিক সংকেতের সমান হয়
iii. স্থুল সংকেত পরমাণুসমূহের আপেক্ষিক অনুপাত বুঝায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৫৬. ২৪ গ্রাম Mg কত গ্রাম O2 এর সাথে বিক্রিয়া করবে?ক) ১৬ গ্রামখ) ১২ গ্রামগ) ৩২ গ্রামঘ) ৪২ গ্রাম১৫৭. মোলারিটি দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একটি-ক) আইনখ) রীতিগ) এককঘ) উপায়১৫৮. যৌগ গঠনে দ্বিযোজী হিসেবে ব্যবহৃত হয়-
i. অক্সিজেন
ii. ম্যাগনেসিয়াম
iii. ক্যালসিয়াম
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৫৯. একাধিক বিক্রিয়কের মধ্যে� যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না তা-ক) বিশেষ বিক্রিয়কখ) প্রভাবকগ) লিমিটিং বিক্রিয়কঘ) বিজারক পদার্থ১৬০. 3x1017 টি অক্সিজেন গ্যাসের আয়তন প্রমাণ অবস্থায় কত?ক) 11.2 লিটারখ) 16.4 লিটারগ) 0.023x102 লিটারঘ) 1.12x10-5 লিটার১৬১. প্রমাণ তাপমাত্রা ও চাপের মান কত?ক) 25০C তাপমাত্রা ও 1 atm চাপখ) 15০C তাপমাত্রা 2 atm চাপগ) 25০C তাপমাত্রা 2 atm চাপঘ) 11০C 1 তাপমাত্রা ও atm চাপ১৬২. প্রমাণ অবস্থায় 22.4 গ্রাম লিটার হাইড্রোজেন গ্যাস=?ক) 1 গ্রামখ) 2 গ্রামগ) 4 গ্রামঘ) 22.4 গ্রাম১৬৩. 1 গ্রাম CaCO3 তে কয়টি অণু আছে?ক) 6.02x1023খ) 6.02x1024গ) 6.02x1015ঘ) 6.15x1021১৬৪. কার্বনের পারমাণবিক ভর কত?ক) 9খ) 12গ) 14ঘ) 16১৬৫. যৌগের সংযুতি বলতে বুঝায়-ক) বিদ্যমান পরমাণুর সংখ্যাখ) বিদ্যমান মৌলসমূহের অনুপাতগ) বিদ্যমান অণুর সংখ্যাঘ) বিদ্যমান মৌলসমূহের আপেক্ষিক ভর১৬৬. তাপমাত্রা ও চাপ দ্বারা মোলার আয়তন প্রভাবিত যেসব যৌগের-
i. CaCo3
ii. H2O(g)
iii. CO2
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৬৭. এক মোল সোডিয়াম ক্লোরাইডে কতসংখ্যক অণু থাকবে?ক) 6.02x10-23টিখ) 6.023x1023টিগ) 6.01x1013টিঘ) 6.012x1024টি১৬৮. সে.মি মোলার মানে-ক) 0.6 মোলার দ্রবণখ) 1 মোলার দ্রবণগ) 0.5 মোলার দ্রবণঘ) 1.5 মোলার দ্রবণ১৬৯. স্থুল সংকেতে ক্ষেত্রে-
i. বেনজিন ও অ্যাসিটিলিনের স্থুল সংকেত একই
ii. হাইড্রোজেন পার অক্সাইডের স্থূল সংকেত OH
iii. যৌগে মৌলগুলোর শতকরা পরিমাণ থেকে স্থূল সংকেত নির্ণয় করা হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৭০. জীববিজ্ঞান মোল শব্দ দ্বারা কোনটি বুঝানো হয়?ক) লোমবিশিষ্ট বৃহৎ প্রাণীখ) লোমবিশিষ্ট্য ক্ষুদ্র প্রাণীগ) লোমবিহীন বৃহৎ প্রাণীঘ) লোহবিহীন ক্ষুদ্র প্রাণী১৭১. আণবিক সংকেত নির্ণয়ে প্রয়োজন-
i. মৌলের শতকরা পরিমাণ
ii. মৌলের পারমাণবিক ভর
iii. যৌগের আণবিক ভর
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৭২. পদার্থের আয়তন নির্ভরশীল-ক) কেবল চাপের উপরখ) কেবল তাপমাত্রার উপরগ) চাপ ও তাপমাত্রা উভয়ের উপরইঘ) চাপ, তাপমাত্রা ও ঘনতামাত্রার উপর১৭৩. 1 মোল C02 ভর কত গ্রাম?ক) 16খ) 18গ) 22ঘ) 32১৭৪. ১২ গ্রাম O2 ও 16 গ্রাম একটি পাত্রে রাখা হল, বিক্রিয়া শেষে পাত্রে থাকবে-
i. 17.25 গ্রাম NO2
ii. 5.25 গ্রাম O2
iii. 10.75 গ্রাম N2
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৭৫. 49 গ্রাম সালফিউরিক এসিড সমান কত মোল?ক) 1 মোলখ) ½ মোলগ) 2 মোলঘ) 2/3 মোলঅনুচ্ছেদটি পড় এবং প্রশ্ন তিনটির উত্তর দাও:
পলাশ একটি ২ মোলার NaOH দ্রবণ নিয়ে তার থেকে আধা লিটার একটি বীকারে ঢেলে নেয়। এরপর এতে 87 গ্রাম HCI যোগ করে, বীকারটি সে কিছুক্ষণ নিয়ে রেখে দিলে পাত্রে NaCI উৎপন্ন হয়।
১৭৬. পলাশের পরীক্ষায় উৎপন্ন NaCI এর পরিমাণ কত গ্রাম?ক) 20 গ্রামখ) 80 গ্রামগ) 58.5 গ্রামঘ) 27.5 গ্রাম১৭৭. বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক কোনটি?ক) H2Oখ) NaOHগ) HCIঘ) Na১৭৮. বিক্রিয়ার শেষে কোনটি কী পরিমাণে অবশিষ্ট থাকে?ক) 12.5 গ্রাম NaOHখ) 51.8 গ্রাম HCIগ) 15.5 গ্রাম HaOHঘ) 50.5 গ্রাম HCI
Social Plugin