এস.এস.সি || রসায়ন || অধ্যায় - ৬ মোলের ধারণা ও রাসায়নিক গণনা || বহুনির্বচনী প্রশ্ন - উত্তর

 


এস.এস.সি || রসায়ন  ||  অধ্যায় - ৬ মোলের ধারণা ও রাসায়নিক গণনা 

১. পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে-
i. আয়রন
ii. সালফার
iii. নাইট্রোজেন
নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২. ফসফরাস একাধিক যোজ্যতা প্রদর্শন করে, কারণ-
  • ক) এটি স্বাভাবিক অবস্থায় ৩টি এবং উত্তেজিত অবস্থায় ৫টি বিজোড় ইলেকট্রন প্রদর্শন করে
  • খ) এটি স্বাভাবিক অবস্থায় ৫টি উত্তেজিত অবস্থায় ৩টি বিজোড় ইলেকট্রন প্রদর্শন করে
  • গ) এটি স্বাভাবিক অবস্থাতেই ৩ এর অধিক বিজোড় ইলেকট্রন প্রদর্শন করে
  • ঘ) এটি উত্তেজিত অবস্থায় পুনর্বিন্যাসের মাধ্যমে ৪টি বিজোড় ইলেকট্রন প্রদর্শন করে
  • সঠিক উত্তর: (ক)
    ৩. মোলার দ্রবণ বলতে বুঝায়-
    i. 2 লিটার 200 গ্রাম CaCO3
    ii. 1 লিটারে 106 গ্রাম Na2CO3
    iii. 2 লিটারে 40 গ্রাম NaOH
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৪. সালফার পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, কারণ-
    i. এর সর্ববহিস্থ শক্তিস্তর ২টি ইলেকট্রন থাকে
    ii. এর সর্ববহিস্থ শক্তিস্তর ফাঁকা d অরবিটাল থাকে
    iii. উত্তেজিত অবস্থায় এটি পুনর্বিন্যাসের মাধ্যমে অযুগল ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৫. একটি যৌগের স্থূল সংকেত CH এবং আণবিক ভর 78 হলে এর আণবিক সংকেত কী হবে?
  • ক) C6H6
  • খ) C2H2
  • গ) CH4
  • ঘ) C2H4
  • সঠিক উত্তর: (ক)
    ৬. এক মোল পানি=?
  • ক) 16g
  • খ) 18g
  • গ) 20g
  • ঘ) 22g
  • সঠিক উত্তর: (খ)
    ৭. একটি যৌগের আণবিক ভর 180 এবং উহার স্থূল সংকেত CH2O। যৌগটির আণবিক সংকেত কোনটি?
  • ক) CH4O
  • খ) C6H12O6
  • গ) C6H6O
  • ঘ) H2CO3
  • সঠিক উত্তর: (খ)
    ৮. HCI এ H ও CI এর শতকরা সংযুক্তির সমষ্টি কত?
  • ক) 78
  • খ) 11.11
  • গ) 100
  • ঘ) 120
  • সঠিক উত্তর: (গ)
    ৯. উদ্দীপকে ব্যবহৃত ক্লোরিন পরমাণুর সংখ্যা কতটি?
  • ক) 1.27x 1024
  • খ) 2.5x1024
  • গ) 6.02x1023
  • ঘ) 6.36x1023
  • সঠিক উত্তর: (ক)
    ১০. ১১৪. নিচের তথ্যসমূহ পড়-
    i. যে মৌলের একাধিক যোজনী আছে তার যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলা হয়
    ii. কোন যৌগে মৌলের কার্যকরী যোজনীকে সক্রিয় যোজনী বলে
    iii. কার্বন মনোঅক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী ৩
    নিচের কোনটি সঠিক?
  • ক) ii
  • খ) iii
  • গ) i ও ii
  • ঘ) ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১১. মোল সম্বন্ধে নিচের তথ্যগুলো পড়-
    i. রাসায়নিক পদার্থ পরিমাপের একক
    ii. মোল দ্বারা লোম বিশিষ্ট ক্ষুদ্রপ্রাণ বুঝায়
    iii. মোলের সাথে ভরের একক গ্রাম/মিলিগ্রাম এর সম্পর্ক আছে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২. গ্লুকোজের আণবিক ভর কত?
  • ক) 280
  • খ) 90
  • গ) 140
  • ঘ) 180
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৩. পার্থ ও চিন্ময়ের আর কত মোল?
  • ক) 9.64
  • খ) 10.56
  • গ) 3.25
  • ঘ) 8.79
  • সঠিক উত্তর: (ক)
    ১৪. পানিতে NaOH দ্রবীভূত করা হলে দ্রবণটিকে কী বলে?
  • ক) জৈবিক দ্রবণ
  • খ) জলীয় দ্রবণ
  • গ) জটিল দ্রবণ
  • ঘ) অসমসত্ত্ব মিশ্রণ
  • সঠিক উত্তর: (খ)
    ১৫. একটি গ্যাস পাত্রে প্রমাণ অবস্থায় ১১.২ লিটার O2 আছে, এতে ১২ গ্রাম কার্বন যোগ করলে কত গ্রাম CO2 উৎপন্ন হবে?
  • ক) ১২ গ্রাম
  • খ) ২৪ গ্রাম
  • গ) ২২ গ্রাম
  • ঘ) ২১ গ্রাম
  • সঠিক উত্তর: (গ)
    ১৬. 1 মোল অক্সিজেন পরমাণুর হচ্ছে-
  • ক) 16 গ্রাম
  • খ) 32 গ্রাম
  • গ) 8 গ্রাম
  • ঘ) 48 গ্রাম
  • সঠিক উত্তর: (ক)
    ১৭. একটি গ্যাসের ঘনত্ব 1.43 g/Lএর আণবিক ভর কত?
  • ক) 16
  • খ) 71
  • গ) 45
  • ঘ) 32
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮. N2 বলতে কী বুঝায়?
  • ক) 14 ভাগ ভরের নাইট্রোজেন
  • খ) 28 ভাগ ভরের নাইট্রোজেন
  • গ) 2 মোল নাইট্রোজেন
  • ঘ) 11-2 লিটার নাইট্রোজেন
  • সঠিক উত্তর: (খ)
    ১৯. বিক্রিয়ায় উৎপাদের পরিমাণ হিসাব করা যায় কোনটি থেকে?
  • ক) প্রতিপাদ বিক্রিয়ক
  • খ) লিমিটিং বিক্রিয়ক থেকে
  • গ) বিজারক থেকে
  • ঘ) জারক থেকে
  • সঠিক উত্তর: (খ)
    ২০. প্রমাণ অবস্থায় কোন পদার্থের মোলার আয়তন 22.4 লিটার হয়?
  • ক) গ্যাসীয় পদার্থের
  • খ) তরল পদার্থের
  • গ) কঠিন পদার্থের
  • ঘ) কঠিন, তরল, গ্যাসীয় সবগুলোর ক্ষেত্রেই
  • সঠিক উত্তর: (ক)
    ২১. পটাসিয়ামের ল্যাটিন নাম কোনটি?
  • ক) Natrium
  • খ) Kalium
  • গ) Cuprum
  • ঘ) Plumbum
  • সঠিক উত্তর: (খ)
    ২২. বিক্রিয়ক ও উৎপাদের পরিমাণ হিসাব করাকে কী বলে?
  • ক) Gravimetry
  • খ) Stoichiometry
  • গ) Iidometry
  • ঘ) Cromatography
  • সঠিক উত্তর: (খ)
    ২৩. কোনো যৌগের স্থূল সংকেত HO থেকে বুঝা যায়-
    i. যৌগের অণুতে হাইড্রোজেন ও অক্সিজেন বিদ্যমান
    ii. রাসায়নিক অণুতে উভয় পরমাণু সংখ্যা সমান
    iii. যৌগের আণবিক সংকেত স্থূল সংকেতের সমান
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৪. রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদন ভরের কোন সূত্র মেনে চলে?
  • ক) সংরক্ষণ
  • খ) উৎপাদ
  • গ) মোলারিটি
  • ঘ) মোলার
  • সঠিক উত্তর: (ক)
    ২৫. পানিযুক্ত কপার সালফেটের বর্ণ কীরূপ?
  • ক) নীল
  • খ) সাদা
  • গ) লাল
  • ঘ) বর্ণহীন
  • সঠিক উত্তর: (ক)
    ২৬. অ্যানালারসমূহ বিশুদ্ধতা-
  • ক) প্রায় ৭০%
  • খ) প্রায় ৮৫%
  • গ) প্রায় ৯৩%
  • ঘ) প্রায় ৯৫.৫%
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৭. দ্রবণের আয়তন কোনটির উপর নির্ভরশীল?
  • ক) ঘনমাত্রায়
  • খ) তাপমাত্রায়
  • গ) চাপের
  • ঘ) সময়ের
  • সঠিক উত্তর: (খ)
    ২৮. 20 গ্রাম Mg থেকে কত গ্রাম MgO উৎপন্ন করে?
  • ক) 11.2 গ্রাম
  • খ) 52 গ্রাম
  • গ) 33.3 গ্রাম
  • ঘ) 68 গ্রাম
  • সঠিক উত্তর: (গ)
    ২৯. নীল বর্ণের CuSO4 কে উত্তপ্ত করলে কোন বর্ণে পরিণত হয়?
  • ক) বর্ণহীন
  • খ) নীল
  • গ) লাল
  • ঘ) সাদা
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩০. এক মোল পরিমাণ পদার্থের আয়তনকে কী বলা হয়?
  • ক) মোল ভগ্নাংশ
  • খ) মোলার দ্রবণ
  • গ) মোলারিটি
  • ঘ) মোলার আয়তন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩১. 1টি HCI অণুর ভর কত?
  • ক) 6.02x10-23
  • খ) 6.06x10-23
  • গ) 5.13x10-23
  • ঘ) 6.18x10-23
  • সঠিক উত্তর: (খ)
    ৩২. 1 গ্রাম CO2 গ্যাসে অণুর সংখ্যা কয়টি?
  • ক) 1.28x1022
  • খ) 6.02x1023
  • গ) 1.36x1022
  • ঘ) 3.01x1023
  • সঠিক উত্তর: (ক)
    ৩৩. 500 ml দ্রবণে Na2CO3 এর 5x1010 টি অণু দ্রবীভূত থাকলে দ্রবণের মোল সংখ্যা কত?
  • ক) 4.15 x 10-14 মোল
  • খ) 5.6 x 10-10 মোল
  • গ) 3.8 x 10-15 মোল
  • ঘ) 6.2 x 10-13 মোল
  • সঠিক উত্তর: (ক)
    ৩৪. কোন যৌগের বাষ্প ঘনত্ব 14 হলে যৌগটির আণবিক ভর কত হবে?
  • ক) 14
  • খ) 28
  • গ) 42
  • ঘ) 56
  • সঠিক উত্তর: (খ)
    ৩৫. ডেসি মোলার দ্রবণ মানে?
  • ক) 0.2 মোলার দ্রবণ
  • খ) ½ মোলার দ্রবণ
  • গ) 0.1 মোলার দ্রবণ
  • ঘ) 5 মোলার দ্রবণ
  • সঠিক উত্তর: (গ)
    ৩৬. দ্রাবকের যে পদার্থ দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হয় তাকে কী বলে?
  • ক) মোলার দ্রব
  • খ) দ্রবণ
  • গ) দ্রাবক
  • ঘ) দ্রব
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৭. H2O কত মোল পানি নির্দেশ করে?
  • ক) এক মোল
  • খ) দুই মোল
  • গ) তিন মোল
  • ঘ) শূণ্য মোল
  • সঠিক উত্তর: (ক)
    ৩৮. রাসায়নিক বিক্রিয়ার কোন নীতি সংরক্ষিত হয়?
  • ক) ভৌত পরিবর্তন নীতি
  • খ) আয়তন অনুপাত নীতি
  • গ) ভর সংরক্ষণ নীতি
  • ঘ) উৎপাদ সৃষ্টির নীতি
  • সঠিক উত্তর: (গ)
    ৩৯. ১০ গ্রাম সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা কত?
  • ক) 0.094 মোল
  • খ) 0.123 মোল
  • গ) 0.94 মোল
  • ঘ) 0.0978 মোল
  • সঠিক উত্তর: (ক)
    ৪০. 53x1020 টি Na2CO3 অণুর ভর কত গ্রাম?
  • ক) 0.9
  • খ) 0.19
  • গ) 0.07
  • ঘ) 0.01
  • সঠিক উত্তর: (ক)
    ৪১. নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে দ্রবণের কী বলা হয়?
  • ক) নরমালিটি
  • খ) মোলারিটি
  • গ) মোলালিটি
  • ঘ) মোল ভগ্নাংশ
  • সঠিক উত্তর: (খ)
    ৪২. দ্রবণের ঘনমাত্রার ক্ষেত্রে-
    i. মোলারিটি দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একটি রীতি
    ii. সেমি মোলার দ্রবণ বলতে ০.৫ মোরার দ্রবণকে বুঝায়
    iii. ডেসি মোলার দ্রবণ বলতে ০.১ মোলার দ্রবণকে বুঝায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৩. কোনটি মৌলের নামের সংক্ষিপ্ত রূপ?
  • ক) প্রতীক
  • খ) সংকেত
  • গ) সমীকরণ
  • ঘ) যোজ্যতা
  • সঠিক উত্তর: (ক)
    ৪৪. 11.2 লিটার O2 গ্যাস প্রমাণ অবস্থায় কয়টি অণু বিদ্যমান?
  • ক) 6.02x1023
  • খ) 2.05x1023
  • গ) 1.15x1022
  • ঘ) 3.01x1023
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৫. 1 মোল CO2 এর ভর কত?
  • ক) 42 গ্রাম
  • খ) 52 গ্রাম
  • গ) 44 গ্রাম
  • ঘ) 32 গ্রাম
  • সঠিক উত্তর: (গ)
    ৪৬. ২ গ্রাম মিথেনে কতগুলো মিথেন অণু উপস্থিত আছে?
  • ক) 24.088x1023টি
  • খ) 3.82x10-23টি
  • গ) 7.89x1023টি
  • ঘ) 7.52x1022টি
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৭. অ্যাভোগ্রেড্রো সংখ্যা মান কত?
  • ক) 6.023x1023
  • খ) 0.623x1020
  • গ) 602.3x1023
  • ঘ) 6.02x1022
  • সঠিক উত্তর: (ক)
    ৪৮. বিক্রিয়ায় ব্যবহৃত সবচেয়ে বিশুদ্ধ রাসায়নিক পদার্থকে বলে?
  • ক) আকরিক
  • খ) অ্যানালার
  • গ) সিমিলার
  • ঘ) লিমিটিং বিক্রিয়ক
  • সঠিক উত্তর: (খ)
    ৪৯. অ্যামোনিয়া মূলক হচ্ছে-
    i. একটি একযোজী মূলক
    ii. একটি ধনাত্মক যৌগমূলক
    iii. ধাতুর ন্যায় আচরণকারী মূলক
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫০. 72g পানিতে কতগুলো পানির অণু উপস্থিত আছে?
  • ক) 24.088x1023টি
  • খ) 2.40x10-22টি
  • গ) 2.50x1023টি
  • ঘ) 7.52x1020টি
  • সঠিক উত্তর: (ক)
    ৫১. মোল হলো-
  • ক) পদার্থ পরিমাপের একক
  • খ) পদার্থ চিন্হিত করার একক
  • গ) রাসায়নিক পদার্থ পরিমাণের একক
  • ঘ) কঠিন পদার্থ গণনা করার একক
  • সঠিক উত্তর: (গ)
    ৫২. কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা বলা হয়?
  • ক) 0
  • খ) 25
  • গ) 273
  • ঘ) 373
  • সঠিক উত্তর: (খ)
    ৫৩. CO2 এর 1 মোল এ অণুর সংখ্যা কত?
  • ক) 6.085x1024
  • খ) 6.02x1020
  • গ) 6.025x1018
  • ঘ) 6.02x1023
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫৪. ২ গ্রাম কার্বনে কতগুলো কার্বন পরমাণু থাকবে?
  • ক) 1.0038x1023টি
  • খ) 2.008x1022টি
  • গ) 1.05x1024টি
  • ঘ) 1.68x1024টি
  • সঠিক উত্তর: (ক)
    ৫৫. বিভিন্ন গ্যাসীয় পদার্থের মোলার আয়তন ?
  • ক) ভিন্ন হয়
  • খ) সমান হয়
  • গ) তাপ ও চাপের প্রয়োগ সমান হয়
  • ঘ) নির্ণয় করা সম্ভব নয়
  • সঠিক উত্তর: (খ)
    ৫৬. একটি সোডিয়াম পরমাণুর ভর কত?
  • ক) 23x1023টি
  • খ) 3.82x10-23টি
  • গ) 38.2x10-22টি
  • ঘ) -3.87x10-23টি
  • সঠিক উত্তর: (খ)
    ৫৭. জীববিজ্ঞান মোল বলতে বুঝায়?
  • ক) ক্ষুদ্র প্রাণ
  • খ) লোম বিশিষ্ট ক্ষুদ্র প্রাণ
  • গ) জড় বস্তুর সমষ্টি
  • ঘ) নিউক্লিয়াসকে
  • সঠিক উত্তর: (খ)
    ৫৮. 10 গ্রাম চুনাপাথর উৎপন্ন করে-
    i. 3 লিটার দ্রবণে 1 মোলার দ্রবণ
    ii. 1 লিটার দ্রবণে 0.1 মোলার দ্রবণ
    iii. 0.1 লিটার দ্রবণে 1 মোলার দ্রবণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৫৯. সুপ্ত সংকেত ও আণবিক সংকেত একই-
    i. মৌলের সর্বোচ্চ যোজনী
    ii. যৌগে মৌলটির সক্রিয় যোজনী
    iii. মৌলের সর্বনিম্ন যোজনী
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৬০. 53 গ্রাম Na2CO3 দ্রব 500 ml দ্রবণে দ্রবীভূত থাকলে দ্রবণের মোলসংখ্যা কত?
  • ক) ১ মোল
  • খ) ২ মোল
  • গ) ৩ মোল
  • ঘ) ৪ মোল
  • সঠিক উত্তর: (ক)
    ৬১. সমতাকৃত সমীকরণ থেকে জানা যায়-
    i. বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা সমান
    ii. বিক্রিয়ক ও উৎপাদনের পরমাণু সংখ্যা সমান
    iii. বিক্রিয়ক ও উৎপাদের ভর সমান
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৬২. গ্রাম পারমাণবিক ভর হল-
    i. ২ গ্রাম জলীয় বাষ্প
    ii. ১৬ গ্রাম অক্সিজেন
    iii. ১২ গ্রাম কার্বন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৬৩. প্রমাণ অবস্থায় এক মিলিলিটার নাইট্রোজেনে কতগুলো নাইট্রোজেন অণু থাকবে?
  • ক) 1.68x1020টি
  • খ) 2.68x1019টি
  • গ) 2.88x1020টি
  • ঘ) 2.99x1020টি
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬৪. শতকরা সংযুতি গণনার জন্য-
    i. যৌগে বিদ্যমান মৌলগুলোর পারমাণবিক ভর বের করতে হয়
    ii. যৌগের আণবিক ভর বের করতে হয়
    iii. আণবিক ভরকেব পারমাণবিক ভর দ্বারা ভাগ করে ১০০ দ্বারা গুণ করতে হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৬৫. ১ গ্রাম হাইড্রোজেন ৭০ গ্রাম ক্লোরিনের সাথে যুক্ত করলে পাত্রে কতটুকু ক্লোরিন অবশিষ্ট থাকবে?
  • ক) 35.5 গ্রাম
  • খ) 32.5 গ্রাম
  • গ) 34.5 গ্রাম
  • ঘ) 33.5 গ্রাম
  • সঠিক উত্তর: (গ)
    ৬৬. কোনটি মৌলের ল্যাটিন নাম?
  • ক) Sodium
  • খ) Chromium
  • গ) Plumbum
  • ঘ) Indium
  • সঠিক উত্তর: (গ)
    ৬৭. NO2 এর আয়তনের উপর তাপমাত্রা ও চাপের প্রভাব নিম্নরূপ-
    i. তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায়
    ii. চাপ হ্রাস করলে আয়তন বৃদ্ধি পায়
    iii. তাপমাত্রা হ্রাস করলে আয়তন হ্রাস পায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৬৮. প্রমাণ অবস্থায় ১ লিটার আয়তন নির্দেশ করে-
    i. 1.53 গ্রাম O2
    ii. 2.05 গ্রাম NO2
    iii. 1.96 গ্রাম CO2
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৬৯. অণুতে বিদ্যমান পরমাণুসমূহের ক্ষুদ্রতম অনুপাত প্রকাশ করে কোনটি?
  • ক) স্থুল সংকেত
  • খ) রাসায়নিক সংকেত
  • গ) আণবিক সংকেত
  • ঘ) পারমাণবিক সংকেত
  • সঠিক উত্তর: (ক)
    ৭০. কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন এর সমন্বয়ে গঠিত একটি যৌগের অণুতে মৌল তিনটির পরমাণু সংখ্যার অনুপাত ১ : ২ : ১। ১ যদি যৌগটির বাষ্পঘনত্বের মান অক্সিজেনের ২.৮১৩ গুণ হয়, তাহলে যৌগটির আণবিক সংকেত কোনটি হবে?
  • ক) C3H6O3
  • খ) CH2O
  • গ) C2H4O2
  • ঘ) C4H8O4
  • সঠিক উত্তর: (ক)
    ৭১. রসায়নে মোল শব্দের অর্থ কী?
  • ক) রাসায়নিক বিক্রিয়া হার
  • খ) পদার্থের নির্দিষ্ট পরিমান
  • গ) অণুর সংখ্যা পরিবর্তন
  • ঘ) পদার্থের পরিবর্তনের মাত্রা
  • সঠিক উত্তর: (খ)
    ৭২. ২ লিটারের দ্রবণ সেমিমোলার হবে এতে-
    i. 58.5 গ্রাম NaCI যোগ করলে
    ii. 112 গ্রাম Na2CO3 যোগ করলে
    iii. 100 গ্রাম CaCO3
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৭৩. প্রমাণ অবস্থায় 1.7g অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত?
  • ক) 1.5L
  • খ) 2.24L
  • গ) 3.25L
  • ঘ) 4.16L
  • সঠিক উত্তর: (খ)
    ৭৪. গ্লুকোজের ক্ষেত্রে-
    i. এর আণবিক সংকেত C6H12O6
    ii. এর আণমাণবিক ভর 160g
    iii. এর আণবিক ভর 180g
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৭৫. অণু, পরমাণু ও আয়ন পরিমাপ করা হয়-
    i. মোল এককে
    ii. পারমাণবিক ভর এককে
    iii. আণবিক ভর এককে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭৬. উত্তেজিত অবস্থায় ইলেকট্রন পুনর্বিন্যাস ঘটে-
    i. কার্বন পরমাণুতে
    ii. সালফার পরমাণুতে
    iii. ফসফরাস পরমাণুতে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭৭. একটি যৌগের স্থূল সংকেত CH এবং আণবিক ভর 26 হলে এর আণবিক সংকেত কোনটি?
  • ক) C3H8
  • খ) C2H2
  • গ) C2H6
  • ঘ) C6H6
  • সঠিক উত্তর: (খ)
    ৭৮. প্রমাণ অবস্থায় 22g CO2 এর আয়তন কত?
  • ক) 22.4 লিটার
  • খ) 11.2 লিটার
  • গ) 5.52 লিটার
  • ঘ) 44.8 লিটার
  • সঠিক উত্তর: (খ)
    ৭৯. ইথাইনের আণবিক সংকেত C2H2 হলে এর আণবিক ভর কত?
  • ক) 24
  • খ) 26
  • গ) 30
  • ঘ) 32
  • সঠিক উত্তর: (খ)
    ৮০. প্রমাণ অবস্থায় ১ গ্রাম CO2 এর আয়তন কত?
  • ক) 1.2 লিটার
  • খ) 0.2 লিটার
  • গ) 0.5 লিটার
  • ঘ) 1.5 লিটার
  • সঠিক উত্তর: (গ)
    ৮১. তাপমাত্রা বৃদ্ধির সাথে গ্যাসের আয়তনের কীরূপ পরিবর্তন হয়?
  • ক) হ্রাস পায়
  • খ) বৃদ্ধি পায়
  • গ) কোন প্রভাব নেই
  • ঘ) তরলে পরিণত হয়
  • সঠিক উত্তর: (খ)
    ৮২. রসায়নবিদগণ অণু, পরমাণু ও আয়ন পরিমাপের জন্য কোন সংখ্যা ব্যবহার করেন?
  • ক) পারমাণবিক সংখ্যা
  • খ) অ্যাভোগেড্রোর সংখ্যা
  • গ) ভর সংখ্যা
  • ঘ) নিউট্রন সংখ্যা
  • সঠিক উত্তর: (খ)
    ৮৩. প্রমাণ তাপমাত্রা ও চাপে-
    i. 16 গ্রাম O2 এর আয়তন 11.2 লিটার
    ii. 44 গ্রাম CO2 এর আয়তন 22.4 লিটার
    iii. 100 গ্রাম CaCO3 এর আয়তন 22.4 লিটার
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮৪. রাসায়নিক সমীকরণ সমতাকরণে মূল কৌশল-
  • ক) 7 টি
  • খ) 6 টি
  • গ) 5 টি
  • ঘ) 4 টি
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮৫. তুঁতে পানি থাকে-
  • ক) ছয় অণু
  • খ) দশ অণু
  • গ) পাঁচ অণু
  • ঘ) সাত অণু
  • সঠিক উত্তর: (গ)
    ৮৬. রাসায়নিক পদার্থের বিশুদ্ধতা নির্ভর করে-
    i. পদার্থের প্রস্তুতির উপর
    ii. পদার্থের ঘনত্বের উপর
    iii. পদার্থের বিশুদ্ধকরণ পদ্ধতির উপর
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৮৭. 250C তাপমাত্রা ও 1 বায়ুমন্ডলীয় (atm) চাপে 22.4 লিটার O2 গ্যাসের ভর কত?
  • ক) ১২ গ্রাম
  • খ) ৩২ গ্রাম
  • গ) ১৬ গ্রাম
  • ঘ) ৪২ গ্রাম
  • সঠিক উত্তর: (খ)
    ৮৮. দ্রবণ-
  • ক) পানি + দ্রাবক
  • খ) দ্রব + পানি
  • গ) দ্রব + অ্যালকোহল
  • ঘ) দ্রব + দ্রাবক
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮৯. ব্লু-ভিট্রিয়ল এ কেলাস পানির পরিমাণ কত?
  • ক) 40.57%
  • খ) 87.93%
  • গ) 36.07%
  • ঘ) 6.07%
  • সঠিক উত্তর: (গ)
    ৯০. ক্যালসিয়াম ফসফেটের মধ্যে P2O5 এর শতকরা পরিমাণ কত?
  • ক) 50%
  • খ) 45.8%
  • গ) 60.5%
  • ঘ) 42.3%
  • সঠিক উত্তর: (খ)
    ৯১. 0.001 মোল নাইট্রিক এসিডে কতগুলো অণু থাকবে?
  • ক) 6.023x1017
  • খ) 6.023x1018
  • গ) 6.02x1019
  • ঘ) 6.023x1020
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯২. সেমিমোলার দ্রবণ হল-
    i. 40 গ্রাম NaOH2
    ii. 50 গ্রাম CaCO3 1 লিটার দ্রবণে
    iii. 12 গ্রাম Na2CO3 2 লিটার দ্রবণে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৯৩. যৌগে মৌলসমূহের শতকরা সংযুতি সমষ্টি কত?
  • ক) 1
  • খ) 50
  • গ) 100
  • ঘ) 200
  • সঠিক উত্তর: (গ)
    ৯৪. ৩ গ্রাম কার্বন গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে CO2 উৎপন্ন করবে?
  • ক) ৪ গ্রাম
  • খ) ১৬ গ্রাম
  • গ) ১২ গ্রাম
  • ঘ) ৩২ গ্রাম
  • সঠিক উত্তর: (ক)
    ৯৫. কোনটির একাধিক যোজ্যতা বিদ্যমান?
  • ক) অক্সিজেন
  • খ) ফ্লোরিন
  • গ) সালফার
  • ঘ) সোডিয়াম
  • সঠিক উত্তর: (গ)
    ৯৬. 12 গ্রাম কার্বনে কার্বন পরমাণুর সংখ্যা কত?
  • ক) 6.02x1023
  • খ) 6.14x1023
  • গ) 6.15x1011
  • ঘ) 6.07x1023
  • সঠিক উত্তর: (ক)
    ৯৭. প্রমাণ অবস্থায় 2g হাইড্রোজেন গ্যাসের আয়তন কত?
  • ক) 2.24L
  • খ) 11.2L
  • গ) 22.4L
  • ঘ) 44.8L
  • সঠিক উত্তর: (গ)
    ৯৮. নিচের কোনটি ক্যালসিয়াম ফসফেটের সংকেত?
  • ক) CaPO4
  • খ) Ca(PO4)2
  • গ) Ca2(PO4)3
  • ঘ) Ca(P
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯৯. নাইট্রিক এসিডে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত?
  • ক) 1.61%
  • খ) 76.16%
  • গ) 28%
  • ঘ) 22.23%
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০০. মোলের সাথে সম্পর্ক আছে-
  • ক) মিলিগ্রাম
  • খ) সেন্টিগ্রাম
  • গ) কি.গ্রা.
  • ঘ) মি.লি.
  • সঠিক উত্তর: (ক)
    ১০১. কোনটি একযোজী যৌগমূলক?
  • ক) ক্রোমেট
  • খ) সিলিকেট
  • গ) নাইট্রাইট
  • ঘ) সালফেট
  • সঠিক উত্তর: (গ)
    ১০২. কোনটি জানা না থাকলে যৌগের সংকেত লেখা যায় না?
  • ক) পারমাণবিক সংখ্যা
  • খ) ভরসংখ্যা
  • গ) যোজনী
  • ঘ) সংযুক্তি
  • সঠিক উত্তর: (গ)
    ১০৩. CaCI2 এর একটি দ্রবণের গাঢ়ত্ব 0.5 moI/L উক্ত দ্রবণের 500 mL এর CI আয়নের মোল সংখ্যা কত?
  • ক) 0.050
  • খ) 0.85
  • গ) 0.75
  • ঘ) 1.00
  • সঠিক উত্তর: (ক)
    ১০৪. 22 গ্রাম CO2(g) এর আয়তন প্রমাণ অবস্থায় কত?
  • ক) 22.4 লিটার
  • খ) 22.4 cm3
  • গ) 11.2 লিটার
  • ঘ) 22.4 dm3
  • সঠিক উত্তর: (গ)
    ১০৫. 2 গ্রাম অ্যামোনিয়া গ্যাসে কতগুলো অণু থাকবে?
  • ক) 7.09x1022টি
  • খ) 6.02x1023টি
  • গ) 5x10-3টি
  • ঘ) 6.11x1015টি
  • সঠিক উত্তর: (ক)
    ১০৬. এক লিটার দ্রবণে ২ মোল দ্রব থাকলে সেটি কী?
  • ক) 2 মোলার দ্রবণ
  • খ) 1.2 মোলার দ্রবণ
  • গ) 0.75 মোলার দ্রবণ
  • ঘ) 3 মোলার দ্রবণ
  • সঠিক উত্তর: (ক)
    ১০৭. অ্যামোনিয়াম মূলক হচ্ছে-
    i. একটি একযোজী মূলক
    ii. একাটি ধনাত্মক মূলক
    iii. ধাতুর ন্যায় আচরণকারী মূলক
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০৮. রাসায়নিক সমীকরণ সঠিকভাবে লিখতে হলে-
    i. বিক্রিয়ক ও উৎপাদন সঠিক আণবিক সংকেত লিখতে হবে
    ii. বিক্রিয়কমূহকে বামপাশে এবং উৎপাদসমূহকে ডানপাশে লিখতে হবে
    iii. বিক্রিয়ক ও উৎপাদসমূহের মাঝে সমান (=) বা তীর(→) চিন্হ দিতে হবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০৯. মোলারিটিকে নিচের কোনটি দ্বারা প্রকাশ করা হয়?
  • ক) M
  • খ) N
  • গ) A
  • ঘ) L
  • সঠিক উত্তর: (ক)
    ১১০. রাসায়নিক সমীকরণে সংক্ষেপে উপাদান উপস্থাপন করার নিয়মাবলি কয়টি?
  • ক) ৪টি
  • খ) ৫টি
  • গ) ৬টি
  • ঘ) ৪টি
  • সঠিক উত্তর: (ক)
    ১১১. ১ মোল অক্সিজেন অণু=কত?
  • ক) 32 গ্রাম
  • খ) 16 গ্রাম
  • গ) 8 গ্রাম
  • ঘ) 18 গ্রাম
  • সঠিক উত্তর: (ক)
    ১১২. যৌগমূলকের ক্ষেত্রে-
    i. যৌগমূলক একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত পরমাণুর গ্রুপ
    ii. রাসায়নিক বিক্রিয়ায় যৌগমূলক একটি পরমাণুর ন্যায় আচরণ করে
    iii. যৌগমূলক বিভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণ সময় অপরিবর্তিত থাকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১৩. সমীকরণের কোনদিকে বিক্রিয়ক লেখা হয়?
  • ক) বাম দিকে
  • খ) মাঝখানে
  • গ) ডান দিকে
  • ঘ) পৃথক করে
  • সঠিক উত্তর: (ক)
    ১১৪. CO উৎপন্ন করার জন্য ৪ গ্রাম অক্সিজেন কত গ্রাম কার্বনের সাথে বিক্রিয়া করবে?
  • ক) 12 গ্রাম
  • খ) 1.5 গ্রাম
  • গ) 8 গ্রাম
  • ঘ) 6 গ্রাম
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১৫. যৌগ গঠনের সময় পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে-
    i. কপার
    ii. ফসফরাস
    iii. জিংক
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১১৬. কার্বন মনোক্সাইডের আণবিক সংকেত নির্ণয় করতে পারে কীসের সাহায্যে?
  • ক) পদার্থের যুক্ত কার্বন ও অক্সিজেনের ভর থেকে
  • খ) কার্বন ও অক্সিজেনের আণবিক সংকেত থেকে
  • গ) কার্বন ও অক্সিজেনের মোলার আয়তন থেকে
  • ঘ) কার্বন ও অক্সিজেনের পরমাণুর সংখ্যা থেকে
  • সঠিক উত্তর: (ক)
    ১১৭. বিজ্ঞানী অ্যামেডিও অ্যাভোগেড্রো কোন দেশের অধিবাসী ছিলেন?
  • ক) ইতালি
  • খ) ফ্রান্স
  • গ) ইংল্যান্ড
  • ঘ) জার্মানি
  • সঠিক উত্তর: (ক)
    ১১৮. স্থূল সংকেত ও আণবিক সংকেত একই-
    i. বেনজিন
    ii. প্রোপিন
    iii. প্রোপেন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১১৯. 0.25 মোল নাইট্রোজেন ডাই-অক্সাইড গ্যাসের আয়তন প্রমাণ অবস্থায় কত?
  • ক) 22.4 লিটার
  • খ) 3.56 লিটার
  • গ) 4.62 লিটার
  • ঘ) 5.60 লিটার
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২০. 9 গ্রাম পানিতে পানির অণুর সংখ্যা কত?
  • ক) 3.02x1023
  • খ) 6.02x1023
  • গ) 3.02x1011
  • ঘ) 6.02x1011
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২১. 3x1023 টি CO2 অণুর ভর কত?
  • ক) 22 গ্রাম
  • খ) 11 গ্রাম
  • গ) 12 গ্রাম
  • ঘ) 44 গ্রাম
  • সঠিক উত্তর: (ক)
    ১২২. নিচের তথ্যসমূহ পড়-
    i. মোলার আয়তন হলো এক মোল পরিমাণ পদার্থের আয়তন
    ii. পদার্থের অবস্থা ভেদে মোলার আয়তন ভিন্ন ভিন্ন হয়
    iii. বিভিন্ন গ্যাসীয় পদার্থের মোলার আয়তন সমান হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২৩. যোজনী সম্পর্কে নিচের তথ্যসমূহ লক্ষ করো-
    i. কার্বন একটি দ্বিযোজী মৌল
    ii. অক্সিজেন একটি দ্বিযোজী মৌল
    iii. ক্লোরিন একটি একযোজী মৌল
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১২৪. বিক্রিয়ার সময় একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না তাকে কী বলা হয়?
  • ক) অ্যানালার বিক্রিয়ক
  • খ) লিমিটিং বিক্রিয়ক
  • গ) নরমাল বিক্রিয়ক
  • ঘ) পোলার বিক্রিয়ক
  • সঠিক উত্তর: (খ)
    ১২৫. একটি যৌগের স্থূল সংকেত N2O3 যদি এর প্রকৃত আণবিক ভর 76 হয় তাহলে এর সংকেত কোনটি?
  • ক) N2O3
  • খ) N4O6
  • গ) NO
  • ঘ) N2O2
  • সঠিক উত্তর: (ক)
    ১২৬. রাসায়নিক পদার্থ পরিমাপের একক কোনটি?
  • ক) মোলার
  • খ) মোল
  • গ) মোলাল
  • ঘ) নরমাল
  • সঠিক উত্তর: (খ)
    ১২৭. পানিবিহীন কণার সালফেটের বর্ণ কিরূপ?
  • ক) নীল
  • খ) সাদা
  • গ) সবুজ
  • ঘ) হলুদ
  • সঠিক উত্তর: (খ)
    ১২৮. 1 মোল পানির ভর কত?
  • ক) ১২ গ্রাম
  • খ) ১৬ গ্রাম
  • গ) ১৮ গ্রাম
  • ঘ) ২২ গ্রাম
  • সঠিক উত্তর: (গ)
    ১২৯. পানিবিহীন কপার সালফেটের বর্ণ কীরূপ?
  • ক) বেগুনি
  • খ) সাদা
  • গ) ইটের ন্যায় লাল
  • ঘ) গোলাপী
  • সঠিক উত্তর: (খ)
    ১৩০. এক লিটার দ্রবণে HCI এসিডের 6.11x105 টি অণু উপস্থিত থাকলে দ্রবণের মোলসংখ্যা কত?
  • ক) 1.05x108 মোল
  • খ) 1.04x10-7 মোল
  • গ) 1.02x10-8 মোল
  • ঘ) 1.7x10-9 মোল
  • সঠিক উত্তর: (গ)
    ১৩১. 25 গ্রাম H2SO4 100 ml দ্রবণে দ্রবীভূত থাকলে দ্রবণের মোলসংখ্যা কত?
  • ক) 1 মোল
  • খ) 2.55 মোল
  • গ) 3.95 মোল
  • ঘ) 4.11 মোল
  • সঠিক উত্তর: (খ)
    ১৩২. ২৪ গ্রাম Mg কত গ্রাম O2 এর সাথে বিক্রিয়া করবে?
  • ক) ১৬ গ্রাম
  • খ) ১২ গ্রাম
  • গ) ৩২ গ্রাম
  • ঘ) ৪২ গ্রাম
  • সঠিক উত্তর: (গ)
    ১৩৩. H2SO4 এর 24.5 গ্রাম ভরে কয়টি অণু বিদ্যমান?
  • ক) 12.5x1022
  • খ) 1.505x1023
  • গ) 1.15x1023
  • ঘ) 1.198x1023
  • সঠিক উত্তর: (খ)
    ১৩৪. প্রমাণ তাপমাত্রা-
  • ক) 300 K
  • খ) 298 K
  • গ) 295 K
  • ঘ) 303 K
  • সঠিক উত্তর: (খ)
    ১৩৫. কোন যৌগের স্থুল সংকেত C3H8 ও আণবিক ভর 44 হলে আণবিক সংকেত কী হবে?
  • ক) CH
  • খ) C3H8
  • গ) C2H6
  • ঘ) CH4
  • সঠিক উত্তর: (খ)
    ১৩৬. ১ মোল নির্দেশ করছে-
    i. ১৮ গ্রাম পানি
    ii. ১০৬ গ্রান H2SO4
    iii. ১০০ গ্রাম চুনাপাথর
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৩৭. নির্দিষ্ট যৌগে নির্দিষ্ট মৌলের শতকরা সংযুক্তি-
  • ক) সম সময় ১০০ হয়
  • খ) নির্দিষ্ট হয়
  • গ) অনির্দিষ্ট হয়
  • ঘ) নির্ণয় করা যায় না
  • সঠিক উত্তর: (খ)
    ১৩৮. ১ গ্রাম ভর নির্দেশ করে-
    i. 1.37x1022 টি CO2 অণু
    ii. 6.02x1011 টি H2 অণু
    iii. 6.02x1021 টি CaCO3 অণু
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৩৯. বোরন নাইট্রাইডের সংকেত কোনটি?
  • ক) BN
  • খ) BN2
  • গ) B2N
  • ঘ) BN3
  • সঠিক উত্তর: (ক)
    ১৪০. প্রমাণ অবস্থায় 3 লিটার আয়তনের হাইড্রোজেন গ্যাসে কতগুলো অণু থাকবে?
  • ক) 3x6.023x1023টি
  • খ) 8.07x1022টি
  • গ) 3x1021টি
  • ঘ) 6.11x10-23টি
  • সঠিক উত্তর: (খ)
    ১৪১. সবচেয়ে বিশুদ্ধ রাসায়নিক পদার্থকে কী বলা হয়?
  • ক) ক্যারামেল
  • খ) অ্যানালার
  • গ) স্ফটিক
  • ঘ) মোলার
  • সঠিক উত্তর: (খ)
    ১৪২. প্রমাণ অবস্থায় 0.01 মোল ক্লোরিন গ্যাসের আয়তন কত?
  • ক) 0.224 লিটার
  • খ) 22.4 লিটার
  • গ) 11.2 লিটার
  • ঘ) 0.0234 লিটার
  • সঠিক উত্তর: (ক)
    ১৪৩. CO2 তে কার্বন ও অক্সিজেনের মোল সংখ্যার অনুপাত কত?
  • ক) 2 : 1
  • খ) 1 : 1
  • গ) 2 : 3
  • ঘ) 4 : 1
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪৪. পর্যায় সারণির নিস্ক্রিয় শ্রেণির মৌলসমূহের যোজ্যতা শূন্য ধরা হয় কেন?
  • ক) সর্ববহিস্থ শক্তিস্তর ইলেকট্রন দ্বারা দ্বিত্ব বা অষ্টক পূর্ণ বলে
  • খ) সর্ববহিস্থ শক্তিস্তরে বিজোড় ইলেকট্রন নেই বলে
  • গ) সর্ববহিস্থ শক্তিস্তরে ইলেকট্রন নেই বলে
  • ঘ) সর্ববহিস্থ শক্তিস্তর ইলেকট্রন দ্বারা অপূর্ণ বলে
  • সঠিক উত্তর: (ক)
    ১৪৫. চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তনের পরিবর্তন কী রকম?
  • ক) হ্রাস পায়
  • খ) বৃদ্ধি পায়
  • গ) অপরিবর্তিত থাকে
  • ঘ) গ্যাসের ধর্মের নির্ভর করে
  • সঠিক উত্তর: (ক)
    ১৪৬. CO2 এর ১ মোল বলতে কী বুঝায়?
  • ক) পদার্থের অণুর সংখ্যাকে গ্রামে প্রকাশ
  • খ) পদার্থের ভরকে গ্রামে প্রকাশ
  • গ) পদার্থের যোজনীকে গ্রামে প্রকাশ
  • ঘ) পদার্থের আণবিক বা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪৭. H2O এর একটি অণুর ভর কত গ্রাম?
  • ক) 5.8x10-23
  • খ) 3.5x10-23
  • গ) 2.19x10-23
  • ঘ) 2.99x10-23
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪৮. নীর বর্ণের কপার সালফেটকে উত্তপ্ত করলে তা সাদা বর্ণ ধারণ করে, কারণ-
    i. পানি বা বাষ্পীভূত হয়
    ii. পানিবিহীন কপার সালফেটের বর্ণ সাদা
    iii. পানিযুক্ত কপার সালফেটের বর্ণ সাদা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৪৯. ৭ গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন প্রমাণ অবস্থায় কত?
  • ক) 5.6 লিটার
  • খ) 22.4 লিটার
  • গ) 22.4x102 লিটার
  • ঘ) 22.4x10-3dm3
  • সঠিক উত্তর: (ক)
    ১৫০. যৌগের আণবিক সংকেত তার স্থূল সংকেতের-
  • ক) উপগুণিতক
  • খ) সরল গুণিতক
  • গ) অযুগ্ন গুণিতক
  • ঘ) সরল উৎপাদক
  • সঠিক উত্তর: (খ)
    ১৫১. উদ্দীপকের বিক্রিয়ায় অবশিষ্ট থাকে-
  • ক) 1.44 মৌল H2
  • খ) 1.44 মৌল CI2
  • গ) 2.89 মৌল H2
  • ঘ) 2.89 মৌল CI2
  • সঠিক উত্তর: (ক)
    ১৫২. পটাশিয়াম ডাইক্রোমেট যৌগে Cr এর যোজনী কত?
  • ক) 2
  • খ) 6
  • গ) 4
  • ঘ) 5
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৩. যৌগের মোট ভরের মধ্যে কোনো নির্দিষ্ট মৌলের শতকরা ভরকে ঐ মৌলের কী বলা হয়?
  • ক) সংযুতি
  • খ) শতকরা হার
  • গ) পারমাণবিক ভর
  • ঘ) আণবিক ভর
  • সঠিক উত্তর: (ক)
    ১৫৪. পারক্লোরিক এসিডে (HCIO4) ক্লোরিনের শতকরা পরিমাণ কত?
  • ক) 0.005%
  • খ) 35.3%
  • গ) 63.68%
  • ঘ) 17%
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৫. স্থুল সংকেতের ক্ষেত্রে-
    i. একাধিক যৌগের একই স্থুল সংকেত হতে পারে
    ii. সর্বক্ষেত্রে স্থূল সংকেত আণবিক সংকেতের সমান হয়
    iii. স্থুল সংকেত পরমাণুসমূহের আপেক্ষিক অনুপাত বুঝায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৬. ২৪ গ্রাম Mg কত গ্রাম O2 এর সাথে বিক্রিয়া করবে?
  • ক) ১৬ গ্রাম
  • খ) ১২ গ্রাম
  • গ) ৩২ গ্রাম
  • ঘ) ৪২ গ্রাম
  • সঠিক উত্তর: (ক)
    ১৫৭. মোলারিটি দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একটি-
  • ক) আইন
  • খ) রীতি
  • গ) একক
  • ঘ) উপায়
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৮. যৌগ গঠনে দ্বিযোজী হিসেবে ব্যবহৃত হয়-
    i. অক্সিজেন
    ii. ম্যাগনেসিয়াম
    iii. ক্যালসিয়াম
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৫৯. একাধিক বিক্রিয়কের মধ্যে� যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না তা-
  • ক) বিশেষ বিক্রিয়ক
  • খ) প্রভাবক
  • গ) লিমিটিং বিক্রিয়ক
  • ঘ) বিজারক পদার্থ
  • সঠিক উত্তর: (গ)
    ১৬০. 3x1017 টি অক্সিজেন গ্যাসের আয়তন প্রমাণ অবস্থায় কত?
  • ক) 11.2 লিটার
  • খ) 16.4 লিটার
  • গ) 0.023x102 লিটার
  • ঘ) 1.12x10-5 লিটার
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬১. প্রমাণ তাপমাত্রা ও চাপের মান কত?
  • ক) 25০C তাপমাত্রা ও 1 atm চাপ
  • খ) 15০C তাপমাত্রা 2 atm চাপ
  • গ) 25০C তাপমাত্রা 2 atm চাপ
  • ঘ) 11০C 1 তাপমাত্রা ও atm চাপ
  • সঠিক উত্তর: (ক)
    ১৬২. প্রমাণ অবস্থায় 22.4 গ্রাম লিটার হাইড্রোজেন গ্যাস=?
  • ক) 1 গ্রাম
  • খ) 2 গ্রাম
  • গ) 4 গ্রাম
  • ঘ) 22.4 গ্রাম
  • সঠিক উত্তর: (খ)
    ১৬৩. 1 গ্রাম CaCO3 তে কয়টি অণু আছে?
  • ক) 6.02x1023
  • খ) 6.02x1024
  • গ) 6.02x1015
  • ঘ) 6.15x1021
  • সঠিক উত্তর: (খ)
    ১৬৪. কার্বনের পারমাণবিক ভর কত?
  • ক) 9
  • খ) 12
  • গ) 14
  • ঘ) 16
  • সঠিক উত্তর: (খ)
    ১৬৫. যৌগের সংযুতি বলতে বুঝায়-
  • ক) বিদ্যমান পরমাণুর সংখ্যা
  • খ) বিদ্যমান মৌলসমূহের অনুপাত
  • গ) বিদ্যমান অণুর সংখ্যা
  • ঘ) বিদ্যমান মৌলসমূহের আপেক্ষিক ভর
  • সঠিক উত্তর: (খ)
    ১৬৬. তাপমাত্রা ও চাপ দ্বারা মোলার আয়তন প্রভাবিত যেসব যৌগের-
    i. CaCo3
    ii. H2O(g)
    iii. CO2
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৬৭. এক মোল সোডিয়াম ক্লোরাইডে কতসংখ্যক অণু থাকবে?
  • ক) 6.02x10-23টি
  • খ) 6.023x1023টি
  • গ) 6.01x1013টি
  • ঘ) 6.012x1024টি
  • সঠিক উত্তর: (খ)
    ১৬৮. সে.মি মোলার মানে-
  • ক) 0.6 মোলার দ্রবণ
  • খ) 1 মোলার দ্রবণ
  • গ) 0.5 মোলার দ্রবণ
  • ঘ) 1.5 মোলার দ্রবণ
  • সঠিক উত্তর: (গ)
    ১৬৯. স্থুল সংকেতে ক্ষেত্রে-
    i. বেনজিন ও অ্যাসিটিলিনের স্থুল সংকেত একই
    ii. হাইড্রোজেন পার অক্সাইডের স্থূল সংকেত OH
    iii. যৌগে মৌলগুলোর শতকরা পরিমাণ থেকে স্থূল সংকেত নির্ণয় করা হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭০. জীববিজ্ঞান মোল শব্দ দ্বারা কোনটি বুঝানো হয়?
  • ক) লোমবিশিষ্ট বৃহৎ প্রাণী
  • খ) লোমবিশিষ্ট্য ক্ষুদ্র প্রাণী
  • গ) লোমবিহীন বৃহৎ প্রাণী
  • ঘ) লোহবিহীন ক্ষুদ্র প্রাণী
  • সঠিক উত্তর: (খ)
    ১৭১. আণবিক সংকেত নির্ণয়ে প্রয়োজন-
    i. মৌলের শতকরা পরিমাণ
    ii. মৌলের পারমাণবিক ভর
    iii. যৌগের আণবিক ভর
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭২. পদার্থের আয়তন নির্ভরশীল-
  • ক) কেবল চাপের উপর
  • খ) কেবল তাপমাত্রার উপর
  • গ) চাপ ও তাপমাত্রা উভয়ের উপরই
  • ঘ) চাপ, তাপমাত্রা ও ঘনতামাত্রার উপর
  • সঠিক উত্তর: (গ)
    ১৭৩. 1 মোল C02 ভর কত গ্রাম?
  • ক) 16
  • খ) 18
  • গ) 22
  • ঘ) 32
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭৪. ১২ গ্রাম O2 ও 16 গ্রাম একটি পাত্রে রাখা হল, বিক্রিয়া শেষে পাত্রে থাকবে-
    i. 17.25 গ্রাম NO2
    ii. 5.25 গ্রাম O2
    iii. 10.75 গ্রাম N2
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৭৫. 49 গ্রাম সালফিউরিক এসিড সমান কত মোল?
  • ক) 1 মোল
  • খ) ½ মোল
  • গ) 2 মোল
  • ঘ) 2/3 মোল
  • সঠিক উত্তর: (খ)
    অনুচ্ছেদটি পড় এবং প্রশ্ন তিনটির উত্তর দাও:
    পলাশ একটি ২ মোলার NaOH দ্রবণ নিয়ে তার থেকে আধা লিটার একটি বীকারে ঢেলে নেয়। এরপর এতে 87 গ্রাম HCI যোগ করে, বীকারটি সে কিছুক্ষণ নিয়ে রেখে দিলে পাত্রে NaCI উৎপন্ন হয়।
    ১৭৬. পলাশের পরীক্ষায় উৎপন্ন NaCI এর পরিমাণ কত গ্রাম?
  • ক) 20 গ্রাম
  • খ) 80 গ্রাম
  • গ) 58.5 গ্রাম
  • ঘ) 27.5 গ্রাম
  • সঠিক উত্তর: (গ)
    ১৭৭. বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক কোনটি?
  • ক) H2O
  • খ) NaOH
  • গ) HCI
  • ঘ) Na
  • সঠিক উত্তর: (খ)
    ১৭৮. বিক্রিয়ার শেষে কোনটি কী পরিমাণে অবশিষ্ট থাকে?
  • ক) 12.5 গ্রাম NaOH
  • খ) 51.8 গ্রাম HCI
  • গ) 15.5 গ্রাম HaOH
  • ঘ) 50.5 গ্রাম HCI
  • সঠিক উত্তর: (ঘ)