এস.এস.সি || রসায়ন || অধ্যায় -৯ এসিড-ক্ষার সমতা || বহুনির্বচনী প্রশ্ন - উত্তর

 


এস.এস.সি || রসায়ন  ||  অধ্যায় -৯ এসিড-ক্ষার সমতা

১. স্বর্ণের ক্ষেত্রে নিম্নলিখিত তথ্যগুলো লক্ষ কর-
(i) অভিজাত ও মল্যবান ধাতু
(ii) খনি থেকে এ ধাতু সংগ্রহ করা হয়
(iii) খ্রিস্টপূর্ব ২৬০০ বছর পূর্বে ভারতীয়রা খনি থেকে স্বর্ণ আহরণ করে
নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২. খাদ্যকে অধিকতর হজম করার জন্য ক্ষুদ্রান্তে কোন অবস্থার প্রয়োজন?
  • ক) ক্ষারকীয়
  • খ) এসিডিক
  • গ) নিরপেক্ষ
  • ঘ) লবণাক্ত অবস্থা
  • সঠিক উত্তর: (ক)
    ৩. রাসায়নিক পদার্থের ক্ষেত্রে ভালো ফলাফলের জন্য কোনটি অত্যন্ত জরুরি?
  • ক) সচেতনতা
  • খ) পরিমিত ব্যবহার
  • গ) পদার্থের গুণাগুণ
  • ঘ) সুস্পষ্টজ্ঞান
  • সঠিক উত্তর: (খ)
    ৪. টয়লেট ক্লিনার হিসেবে কোনটি ব্যবহার করা হয়?
  • ক) NH3
  • খ) Ca(OH)2
  • গ) NaOH
  • ঘ) HCI
  • সঠিক উত্তর: (গ)
    ৫. আন্তর্জাতিক রশ্মি চিহ্নটি কত সালে প্রথম ব্যবহৃত হয়েছিল?
  • ক) ১৮৪৬
  • খ) ১৯৪৬
  • গ) ১৮৬৬
  • ঘ) ১৯৩৬
  • সঠিক উত্তর: (খ)
    ৬. কাপড় তৈরির মূল উপাদান কোনটি?
  • ক) সুতা
  • খ) তন্তু
  • গ) রঙ
  • ঘ) রেশম
  • সঠিক উত্তর: (খ)
    ৭. উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহের রাসায়নিক পরিবর্তন-
  • ক) তাপ
  • খ) চাপ
  • গ) অণুজীব
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮. মোম কোন কোন মৌলের সমন্বয়ে গঠিত যৌগ?
  • ক) N2 ও H2
  • খ) S ও O2
  • গ) C ও H2
  • ঘ) O2 ও C
  • সঠিক উত্তর: (গ)
    ৯. পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়াগুলো দেওয়া হল, তা লক্ষ্য কর-
    i. ক্লোরিনেশন
    ii. ফুটানো, থিতানো
    iii. ছাঁকন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০. বেকিং পাউডারের মিশ্রণে ক্ষার জাতীয় পদার্থ কোনটি?
  • ক) অ্যাসিটিক এসিড
  • খ) সাইট্রিক এসিড
  • গ) টারটারিক এসিড
  • ঘ) অক্সালিক এসিড
  • সঠিক উত্তর: (গ)
    ১১. কোনটি ভঙ্গুর?
  • ক) লোহা
  • খ) মরিচা
  • গ) রাবার
  • ঘ) স্বর্ণ
  • সঠিক উত্তর: (খ)
    ১২. বৃস্টি পানিতে কোন গ্যাস দ্রবীভূত থাকে?
  • ক) CO2
  • খ) NO2
  • গ) CO2 ও NO2
  • ঘ) CO
  • সঠিক উত্তর: (গ)
    ১৩. কোয়ান্টাম ম্যাকানিক্স এর সাহায্যে নিচের কোনটি সম্ভব?
  • ক) তত্ত্বীয় জ্ঞানার্জন
  • খ) সূত্রপ্রদান ও গাণিতিক সম্পর্ক
  • গ) পরমাণুর গঠন ব্যাখ্যা
  • ঘ) মূলনীতির ব্যাখ্যা
  • সঠিক উত্তর: (গ)
    ১৪. ক্ষণস্থায়ী এসিড কোনটি?
  • ক) HNO2
  • খ) HNO3
  • গ) H3PO4
  • ঘ) HCI
  • সঠিক উত্তর: (ক)
    ১৫. যে সকল পদার্থ এসিডকে প্রশমিত করে এর বৈশিষ্ট্যসূচক ধর্ম বিলুপ্ত করে তাকে কি বলে?
  • ক) এসিড
  • খ) ক্ষারক
  • গ) লবণ
  • ঘ) pH
  • সঠিক উত্তর: (খ)
    ১৬. অম্লীয় লবণ কোনটি?
  • ক) FeCI2
  • খ) KCI
  • গ) MgO
  • ঘ) MgSO4
  • সঠিক উত্তর: (ক)
    ১৭. দেহ ত্বকের জন্য আদর্শ pH মান কত হওয়া প্রয়োজন?
  • ক) 6
  • খ) 5.5-6.35
  • গ) 5.5
  • ঘ) 4-6
  • সঠিক উত্তর: (গ)
    ১৮. ‘অনুমিত সিদ্ধান্ত’-এর ইংরেজি প্রতিশব্দ কী?
  • ক) Decision
  • খ) Inference
  • গ) Hypothesis
  • ঘ) Analysis
  • সঠিক উত্তর: (গ)
    ১৯. রসায়নের ক্ষেত্রে নিম্নলিখিত তথ্যগুলো লক্ষ কর-
    (i) রসায়নের সাথে গণিত, পদার্থবিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞানের যোগসূত্র রয়েছে
    (ii) রসায়ন অন্যান্য বিজ্ঞানের ওপর নির্ভরশীল নয়
    (iii) রসায়ন হলো প্রধান বিজ্ঞানগুলোর অন্যতম
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২০. রাসায়নিক প্রক্রিয়ার উদাহরণ হচ্ছে-
    (i) ফল পাকা
    (ii) বরফ গলা
    (iii) মোমের দহন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২১. গাঢ় নাইট্রিক এসিড কি রংয়ের বোতলে সংরক্ষণ করা হয়?
  • ক) সাদা
  • খ) হলুদ
  • গ) স্বচ্ছ
  • ঘ) বাদামি
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২. লেবুতে কোন ভিটামিন বেশি রয়েছে?
  • ক) ভিটামিন-এ
  • খ) ভিটামিন-সি
  • গ) ভিটামিন-বি
  • ঘ) ভিটামিন-ডি
  • সঠিক উত্তর: (খ)
    ২৩. ডিটারজেন্ট কী ধরনের পদার্থ?
  • ক) পরিষ্কারক
  • খ) জীবাণুনাশক
  • গ) রোগ-প্রতিরোধক
  • ঘ) বিস্ফোরক
  • সঠিক উত্তর: (খ)
    ২৪. HCI গ্যাস পানিতে দ্রবীভূত হলে কোনটি উৎপন্ন হয়?
  • ক) HCI এসিড
  • খ) H2SO4
  • গ) HNO3
  • ঘ) CH3COOH
  • সঠিক উত্তর: (ক)
    ২৫. নিচের কোনটি শক্তিশালী এসিড?
  • ক) এসিটিক এসিড
  • খ) সাইট্রিক এসিড
  • গ) অক্সালিক এসিড
  • ঘ) নাইট্রিক এসিড
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৬. কাঠ বা প্রাকৃতিক গ্যাস পোড়ালে উৎপন্ন হয়-
    (i) CO
    (ii) Heat
    (iii) C কণা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৭. এসিডের ধর্ম হলো-
    (i) এসিড টক স্বাদযুক্ত
    (ii) এসিড নীল লিটমাস পেপারকে লাল করে
    (iii) এসিড ক্ষার বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৮. মানুষের মুখে প্রচুর কি থাকে?
  • ক) ভাইরাস
  • খ) ব্যাকটেরিয়া
  • গ) শৈবাল
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (খ)
    ২৯. খাবার খেলে তা থেকে আমরা শক্তি পাই কোন প্রক্রিয়ার মাধ্যমে?
  • ক) শ্বসন প্রক্রিয়া
  • খ) সালোকসংশ্লেষণ প্রক্রিয়া
  • গ) বিপাক প্রক্রিয়া
  • ঘ) তাপীয় প্রক্রিয়া
  • সঠিক উত্তর: (গ)
    ৩০. খাবার পানিতে কী থাকে?
  • ক) অক্সিজেন
  • খ) হাইড্রোজেন
  • গ) খনিজ
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩১. নিচের কোনটি রাসায়নিক পদার্থ নয়?
  • ক) কীটনাশক
  • খ) আলো
  • গ) অজৈব সার
  • ঘ) অ্যারোসল
  • সঠিক উত্তর: (খ)
    ৩২. কখন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়?
  • ক) গ্যাস পোড়ালে
  • খ) কারখানায়
  • গ) কাঠপোড়ালে
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৩. লোহা+অক্সিজেন জলীয় বাষ্প?
  • ক) কার্বন ডাই অক্সাইড
  • খ) মরিচা
  • গ) ভেজা লোহা
  • ঘ) পারঅক্সাইড
  • সঠিক উত্তর: (খ)
    ৩৪. উদ্দীপকের বিক্রিয়ার মাধ্যমে 68g NH3 প্রস্তুত করতে কত গ্রাম H2 প্রয়োজন হবে?
  • ক) 6g
  • খ) 12g
  • গ) 24g
  • ঘ) 28g
  • সঠিক উত্তর: (খ)
    ৩৫. নিম্নের কোনটিতে জৈব যৌগ বিদ্যমান-
  • ক) খাদ্য লবণ
  • খ) সালফিউরিক এসিড
  • গ) কাঠ
  • ঘ) পানি
  • সঠিক উত্তর: (গ)
    ৩৬. সালফার ট্রাইঅক্সাইডের সাথে কি মিশ্রিত হয়ে ঘন কুয়াশার মত অবস্থা সৃষ্টি করে?
  • ক) H2O
  • খ) NO
  • গ) NO2
  • ঘ) SO2
  • সঠিক উত্তর: (ক)
    ৩৭. লেড ও জিঙ্ক সালফেটের বিক্রিয়াতে-
  • ক) লেড জারিত হয়
  • খ) লেড বিজারিত হয়
  • গ) জিঙ্ক সালফেট তৈরি হয়
  • ঘ) কোনো উৎপাদ পাওয়া যায় না
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৮. খর পানির ক্ষেত্রে-
    i. আয়রন আয়ন একটি উপাদান
    ii. সাবানের ফেনা উৎপন্ন হয় না
    iii. বৃষ্টির পানি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৯. কাপড় তৈরির মূল উৎপাদন কোনটি?
  • ক) সুতা
  • খ) তন্তু
  • গ) রঙ
  • ঘ) রেশম
  • সঠিক উত্তর: (খ)
    ৪০. ব্যাকটেরিয়া যখন মানুষের মুখে লেগে থাকা খাবার খায় তখন কি উৎপন্ন হয়?
  • ক) ক্ষারক
  • খ) লবণ
  • গ) এসিড
  • ঘ) জীবাণু
  • সঠিক উত্তর: (গ)
    ৪১. অতিরিক্ত NaOH এ দ্রবীভূত হয় নিচের কোন আয়নগুলোর অধঃক্ষেপ?
    i. অ্যালুমিনিয়াম আয়ন
    ii. ফেরাস আয়ন
    iii. কিউপ্রিক আয়ন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৪২. এসিড বৃষ্টির ফলে জলাশয় ও মাটির pH কত হয়?
  • ক) 4
  • খ) 5
  • গ) 6
  • ঘ) 7
  • সঠিক উত্তর: (ক)
    ৪৩. আমাদের পরিবেশে ঘটে যাওয়া বিভিন্ন পরিবর্তনের সাথে কোনটি কোনো না কোনো ভাবে সম্পৃক্ত?
  • ক) পদার্থ
  • খ) গণিত
  • গ) জীববিজ্ঞান
  • ঘ) রাসায়নিক
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৪. এসিড বৃষ্টির ফলে-
    i. জলীয় ও মাটির pH মান 4 এর চেয়ে কমে যায়
    ii.মাটি ও এসিডিক হয়
    iii. জীব বিলুপ্ত হয় না
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৪৫. সমস্যা চিহ্নিতকরণ, অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার কোন ধাপ?
  • ক) প্রথম
  • খ) দ্বিতীয়
  • গ) তৃতীয়
  • ঘ) সর্বশেষ
  • সঠিক উত্তর: (ক)
    ৪৬. HNO2-
    i. ক্ষণস্থায়ী
    ii. NO2 ও H2O
    iii. একটি এসিডীয় লবণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৪৭. বৃষ্টির পানিতে উপস্থিত থাকে?
  • ক) NaOH
  • খ) Ca(OH)2
  • গ) CaO
  • ঘ) H2CO3
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৮. pH মানের সাথে লিটমাস পেপারের বর্ণ হচ্ছে-
    i.pH < 7 হলে বর্ণ লাল
    ii.pH > 7 হলে বর্ণ নীল
    iii. pH = 7 হলে বর্ণ নীল
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৪৯. ধাতু ও লঘু এসিডের বিক্রিয়ায় কোন গ্যাসটি উৎপন্ন হয়?
  • ক) নাইট্রোজেন
  • খ) হাইড্রোজেন
  • গ) অক্সিজেন
  • ঘ) ক্লোরিন
  • সঠিক উত্তর: (খ)
    ৫০. পৃথিবীর খনিজ জ্বালানি কত বছরে ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে?
  • ক) ৫০ বছরে
  • খ) ৫০০ বছরে
  • গ) ১০০ বছরে
  • ঘ) ২০০ বছরে
  • সঠিক উত্তর: (গ)
    ৫১. লঘু ক্ষার-
    i. কটু স্বাদ ও গন্ধযুক্ত
    ii. ধাতব আয়নের বিক্রিয়া হয়
    iii. অ্যামোনিয়াম যৌগের বিক্রিয়ায় গ্যাস NH3 বিমুক্ত করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫২. এসিড ও ক্ষারকের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয় এ বিক্রিয়াকে কি বলে?
  • ক) পানিযোজন বিক্রিয়া
  • খ) প্রশমন বিক্রিয়া
  • গ) সংশ্লেষণ বিক্রিয়া
  • ঘ) সংশ্লেষণ বিক্রিয়া
  • সঠিক উত্তর: (খ)
    ৫৩. এসিডের ক্ষেত্রে-
    i. যৌগের অণুতে প্রতিস্থাপনীয় H থাকে?
    ii. হাইড্রোজেনকে ক্রিয়াশীলমূলক দ্বারা প্রতিস্থাপন করা হয়
    iii. উদাহরণ- H2SO4, HCI
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫৪. গাঢ় HNO3 তে শতকরা কতভাগ HNO3 থাকে?
  • ক) 75%
  • খ) 70%
  • গ) 65%
  • ঘ) 60%
  • সঠিক উত্তর: (খ)
    ৫৫. কোন দ্রবণে নীল লিটমাস কাগজ লাল হলে দ্রবণটির pH মান কত?
  • ক) 7 এর বেশি
  • খ) 7 এর সমান
  • গ) 7 এর কম
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (গ)
    ৫৬. অনুভবে পিচ্ছিল অনুভূত হয় কোনটির?
  • ক) এসিড
  • খ) ক্ষার
  • গ) লবণ
  • ঘ) পানি
  • সঠিক উত্তর: (খ)
    ৫৭. COD এর পূর্ণরূপ কোনটি?
  • ক) Chemistrey Oxygen Demand
  • খ) Chemical Oxygen Demand
  • গ) Chemistry Organaiztion Development
  • ঘ) Chemical Oxygen Development
  • সঠিক উত্তর: (খ)
    ৫৮. আলকেমি শব্দটি?
  • ক) বাংলা
  • খ) ইংরেজি
  • গ) আরবী
  • ঘ) ফারসী
  • সঠিক উত্তর: (গ)
    ৫৯. Zn CI2 এর সাথে NaOH এর দ্রবণের বিক্রিয়ায় কোনটির অধঃক্ষেপ পড়ে?
  • ক) Zn(OH)2
  • খ) NaCl
  • গ) ZnO
  • ঘ) Cl2O2
  • সঠিক উত্তর: (ক)
    ৬০. টারটারিক এসিডে কার্বক্সিলিক গ্রুপের সংখ্যা
  • ক) 1
  • খ) 2
  • গ) 3
  • ঘ) 4
  • সঠিক উত্তর: (খ)
    ৬১. রহমান সাহেবের বাজার করা মাছ, তরকারিতে কী মিশানো ছিল?
  • ক) ফরমালিন
  • খ) ম্যালামাইন
  • গ) প্রিজারভেটিভস্
  • ঘ) মেডিসিন
  • সঠিক উত্তর: (ক)
    ৬২. লবণের ক্ষেত্রে-
    i. এসিড ও ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ
    ii. সাধারণত প্রশম বা নিরপেক্ষ পদার্থ
    iii. উচ্চ গলনাঙ্ক ও স্ফটনাঙ্ক বিশিষ্ট
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬৩. লঘু-এসিডসমূহ কেমন স্বাদযুক্ত?
  • ক) জাল
  • খ) টক
  • গ) মিষ্টি
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (খ)
    ৬৪. কোন দ্রবণে pH মান এর মানের সীমা কত?
  • ক) 0-14
  • খ) 1-14
  • গ) 2-14
  • ঘ) 3-14
  • সঠিক উত্তর: (ক)
    ৬৫. কোনটি ক্ষার?
  • ক) CaO
  • খ) Fe(OH)2
  • গ) FeO
  • ঘ) Cu2O
  • সঠিক উত্তর: (ক)
    ৬৬. Fe(OH)2 অধঃক্ষেপের বর্ণ কেমন?
  • ক) সাদা
  • খ) নাীল
  • গ) লালচে
  • ঘ) সবুজ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬৭. ‘আল-কেমী’ কোন জাতীয় শব্দ?
  • ক) মিসরীয়
  • খ) উর্দু
  • গ) আরবি
  • ঘ) ইংরেজি
  • সঠিক উত্তর: (গ)
    ৬৮. পানি বিশুদ্ধতা পরীক্ষার জন্য যে মানগুলো জানা দরকার-
    i. পানির তাপমাত্রা
    ii. পানির pH মান
    iii. BOD মান
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬৯. ক্ষারক ও এসিডের প্রমমন বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
  • ক) এসিড
  • খ) ক্ষারক
  • গ) লবণ ও পানি
  • ঘ) এস্টার
  • সঠিক উত্তর: (গ)
    ৭০. টারটারিক এসিডযুক্ত ফল হচ্ছে-
  • ক) লেবু
  • খ) আম
  • গ) তেতুল
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (গ)
    ৭১. লিল্প বর্জ্যের দূষক পদার্থগুলো দেওয়া হলো তা লক্ষ্য করো-
    i. ম্যাঙ্গানিজ (Mn)
    ii. ক্লোমিয়াম (Cr)
    iii. ক্যাডমিয়াম (Cd)
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭২. মুখে রুচি আনে কোনটি?
  • ক) কার্বনিক এসিড
  • খ) লেবু
  • গ) টারটারিক এসিড
  • ঘ) ল্যাকটিক এসিড
  • সঠিক উত্তর: (গ)
    ৭৩. নিচের কোনটি সবচেয়ে বিষাক্ত এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর?
  • ক) CO2
  • খ) CO3
  • গ) CO
  • ঘ) C-কণা
  • সঠিক উত্তর: (গ)
    ৭৪. পানির খরতার জন্য দায়ী Ca, Mg, Fe ধাতুর-
    i. ক্লোরাইড
    ii. সালফেট
    iii. বাই কার্বনেট লবণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭৫. H2 ও N2 অণুর সমষ্টিতে কোন গ্যাস উৎপন্ন হয়?
  • ক) অ্যামোনিয়া গ্যাস
  • খ) নাইট্রোজেন গ্যাস
  • গ) ক্লোরিন গ্যাস
  • ঘ) ফ্লোরিন গ্যাস
  • সঠিক উত্তর: (ক)
    ৭৬. রসায়নের অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া বেশিরভাগ ক্ষেত্রে-
  • ক) তথ্য নির্ভর
  • খ) পরিকল্পনা নির্ভর
  • গ) পরীক্ষণ নির্ভর
  • ঘ) বিষয়বস্তু নির্ভর
  • সঠিক উত্তর: (গ)
    ৭৭. ভিটামিন সি পাওয়া যায় নিচের কোনগুলোতে?
    i. আমলকি
    ii. আলু
    iii. কাঁচামরিচ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭৮. নিচের কোনটির উপস্থিতির জন্য অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ ক্ষার?
  • ক) NH4 + আয়ন
  • খ) OH আয়ন
  • গ) NH2
  • ঘ) H2O
  • সঠিক উত্তর: (খ)
    ৭৯. আল-কেমি দ্বারা কোন যুগের রসায়ন চর্চাকে বোঝানো হয়েছে?
  • ক) প্রাচীন যুগ
  • খ) আধুনিক
  • গ) মধ্যযুগ
  • ঘ) প্রাচীন ও মধ্যযুগ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮০. স্বাস্থ্য রক্ষার জন্য দরকার-
  • ক) শ্যাম্পু
  • খ) লোসন
  • গ) ঔষুধ
  • ঘ) সাবান
  • সঠিক উত্তর: (গ)
    ৮১. HCI এসিডে ভরের অনুপাতে শতকরা কত ভাগ হাইড্রোজেন ক্লোরাইড থাকে?
  • ক) 40%
  • খ) 45%
  • গ) 55%
  • ঘ) 35%
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮২. H2SO3 কি ধরনের যৌগ?
  • ক) দুর্বল ক্ষার
  • খ) দুর্বল এসিড
  • গ) শক্তিশালী এসিড
  • ঘ) শক্তিশালী ক্ষার
  • সঠিক উত্তর: (খ)
    ৮৩. ক্লোরিনের ক্ষেত্রে-
    (i) ইহা একটি গ্যাস
    (ii) বিজারণ পাত্রে রাখা ঠিক নয়
    (iii) ব্যবহারের সময় কহাতে দস্তানা ব্যবহার করা উচিত
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৮৪. নাইট্রাস এসিড অক্সিজেন দ্বারা জারিত হয়ে কি উৎপন্ন হয়?
  • ক) নাইট্রিক এসিড
  • খ) হাইড্রোক্লোরিক এসিড
  • গ) নাইট্রোজেন ডাইঅক্সাইড
  • ঘ) নাইট্রিক অক্সাইড
  • সঠিক উত্তর: (ক)
    ৮৫. মাটি ক্ষারীয় হলে কোন আয়নটি মািট থেকে গাছের মূলে চলে যায়?
  • ক) AI2+
  • খ) AI3+
  • গ) AI+
  • ঘ) AI3
  • সঠিক উত্তর: (খ)
    ৮৬. অক্সিজেনের উৎস-
    (i) প্রকৃতি
    (ii) পানি
    (iii) বায়ু
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৮৭. জাতিসংঘের উদ্যোগে পরিবেশ ও উন্নয়ন সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল-
    (i) ঝুঁকি ও ঝুঁকির মাত্রা ভিত্তিতে রাসায়নিক পদার্থকে ভাগ করা
    (ii) ঝুঁকির সতর্কতা সংক্রান্ত ডাটাবেজ তৈরি করা
    (iii) ঝুঁকি ও ঝুঁকির মাত্রা বুঝার জন্য সাংকেতিক চিহ্ন ব্যবহার করা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮৮. ১ অনু Al2O3 এর সাথে কত অণু HCl বিক্রিয়া করে?
  • ক) 4
  • খ) 6
  • গ) 5
  • ঘ) 3
  • সঠিক উত্তর: (খ)
    ৮৯. শরীরে কোনটির অভাবে স্কার্ভি রোগ হয়?
  • ক) ভিটামিন-সি
  • খ) ভিটামিন-ডি
  • গ) ভিটামিন-এ
  • ঘ) ভিটামিন-বি
  • সঠিক উত্তর: (ক)
    ৯০. কোন প্রক্রিয়ায় কাচা আম পেকে হলুদ বর্ণ ধারণ করে?
  • ক) ভৌত প্রক্রিয়ায়
  • খ) রাসায়নিক প্রক্রিয়ায়
  • গ) জৈব রাসায়নিক প্রক্রিয়ায়
  • ঘ) ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায়
  • সঠিক উত্তর: (গ)
    ৯১. রংধনু পরীক্ষায় টেস্টটিউবে ভিন্ন ভিন্ন বর্ণ সৃষ্টি হওয়ার কারণ-
  • ক) দ্রবণে ঘনমাত্রার পার্থক্য
  • খ) দ্রবণে H+ আয়নের উপস্থিতি
  • গ) দ্রবণে H- আয়নের উপস্থিতি
  • ঘ) দ্রবণে pH এর পার্থক্য
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯২. প্রশমন বিক্রিয়া সংঘটিত হয়-
    i. পাকস্থলীর এসিড প্রশমিত করতে
    ii. দাঁত ব্রাশের সময়
    iii. কেক তৈরিতে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯৩. সফট ড্রিকস এ কোন এসিড থাকে?
  • ক) কার্বনিক এসিড
  • খ) টারটারিক এসিড
  • গ) ইথানয়িক এসিড
  • ঘ) সাইট্রিক এসিড
  • সঠিক উত্তর: (ক)
    ৯৪. পানি দূষণের জন্য দায়ী-
    (i) সার ও কীটনাশক
    (ii) সাবান ও শ্যাম্পু
    (iii) আরোসল ও কয়েল
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৯৫. টুথপেস্ট কী জাতীয় পদার্থ?
  • ক) ক্ষার জাতীয়
  • খ) এসিড জাতীয়
  • গ) লবণ জাতীয়
  • ঘ) পানি জাতীয়
  • সঠিক উত্তর: (ক)
    ৯৬. রসায়নের সাথে যোগসূত্র রয়েছে-
    (i) গণিতের
    (ii) পরিবেশ বিজ্ঞানের
    (iii) ভূগর্ভস্থ বিজ্ঞানের
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯৭. প্রায় ৫০০০ বছর পূর্বে কাপড়কে আকর্ষণীয় করে তুলতে রঙের ব্যবহার শুরু হয়?
  • ক) আরবে
  • খ) ভারতবর্ষে
  • গ) মিসরে
  • ঘ) গ্রিসে
  • সঠিক উত্তর: (খ)
    ৯৮. জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আর্সেনিক দূষণযুক্ত টিউবওয়েলের মুখে কোন রং দিয়েছে?
  • ক) নীল
  • খ) সবুজ
  • গ) লাল
  • ঘ) সাদা
  • সঠিক উত্তর: (গ)
    ৯৯. জায়মান অক্সিজেন কিভাবে প্রকাশ করা হয়?
  • ক) O2
  • খ) O
  • গ) [O]
  • ঘ) O3
  • সঠিক উত্তর: (গ)
    ১০০. pH এর জন্য কোনটি সঠিক?
    i. ত্বকের pH এর মান 5.5 থেকে 5.6
    ii. রক্তের pH এর মান 7.35 থেকে 7.45
    iii. কৃষি উৎপাদনে pH এর ভূমিকা নেই
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১০১. রসায়নের বিস্তৃতি?
  • ক) খুবই সামান্য
  • খ) সামান্য
  • গ) নগণ্য
  • ঘ) ব্যাপক
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০২. কোনটি রক্তের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে?
  • ক) কয়েলের ধোঁয়া
  • খ) কীটনাশক
  • গ) অ্যারোসল
  • ঘ) কসমেটিকস্
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০৩. নিচের কোনটি থেকে ‘আল-কেমী’ শব্দের উৎপত্তি?
  • ক) আল-কিমিয়া
  • খ) অল-কিমিয়া
  • গ) অল-কেমী
  • ঘ) আল-ক্যামিস্ট্রি
  • সঠিক উত্তর: (খ)
    ১০৪. HNO3 গাঢ় এর বর্ণ বাদামি হওয়ার কারণ-
  • ক) HNO3 এর বর্ণ বাদামি
  • খ) পানির উপস্থিতি
  • গ) NO এর উপস্থিতি
  • ঘ) NO2 এর উপস্থিতি
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০৫. কোন পানিতে তাপ দিলে কোন তলানি জমে না?
  • ক) মৃদু পানি
  • খ) খর পানি
  • গ) লবণাক্ত পানি
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ক)
    ১০৬. BOD এর পূর্ণরূপ কী?
  • ক) Biological Oxygen Duty
  • খ) Biochemical Oxygen Demand
  • গ) Bangladesh Organaition Development
  • ঘ) Bangladesh Organic Development
  • সঠিক উত্তর: (খ)
    ১০৭. ‘রাসায়নিক পদার্থ মানেই ক্ষতিকারক’- ধারণাটি-
  • ক) সঠিক
  • খ) যুক্তিযুক্ত
  • গ) ভ্রান্ত
  • ঘ) কোনোটিই নয়
  • সঠিক উত্তর: (গ)
    ১০৮. ক্লোরিনেশন হলো-
  • ক) পানিকে জীবাণুযুক্ত করার সহজ উপায়
  • খ) পানিকে জীবাণুমুক্ত করার সহজ উপায়
  • গ) পানিকে ফটানোর সহজ উপায়
  • ঘ) পানি ছাঁকনের সহজ উপায়
  • সঠিক উত্তর: (খ)
    ১০৯. গ্যাস্টিক দূর করার জন্য ক্ষার হিসেবে ব্যবহৃত হয়-
  • ক) সোডিয়াম হাইড্রোক্সাইড
  • খ) পটাসিয়াম হাইড্রোক্সাইড
  • গ) পটাসিয়াম কার্বনেট
  • ঘ) সোডিয়াম বাই কার্বনেট
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১০. সালফিউরিক এসিডের সংকেত কোনটি?
  • ক) H2SO4
  • খ) HCI
  • গ) HNO3
  • ঘ) CH3COOH
  • সঠিক উত্তর: (ক)
    ১১১. বৃষ্টির পানির ক্ষেত্রে-
    i. কিছুটা এসিডিক
    ii. pH মান 5.6
    iii. খুব ভালো মৃদু পানি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১২. NO2 গ্যাস পানিতে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন হয়?
  • ক) HNO2
  • খ) HNO3
  • গ) HNO2 ও HNO3
  • ঘ) NO
  • সঠিক উত্তর: (গ)
    ১১৩. মানব দেহের পাকস্থলীতে কোনটি তৈরি হয়?
  • ক) HCI
  • খ) HNO3
  • গ) H2SO4
  • ঘ) CH3COOH
  • সঠিক উত্তর: (ক)
    ১১৪. লঘু সালফিউরিক এসিড দ্রবণে আয়রন গুড়া যোগ করলে-
  • ক) বাদামি বর্ণের তৈরি হয়
  • খ) বাদামি বর্ণের অধঃক্ষেপ পড়ে
  • গ) SO2 গ্যাস তৈরি হয়
  • ঘ) H2 গ্যাস তৈরি হয়
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১৫. lg ম্যানেসিয়াম হাইড্রক্সাইড লঘু এসিডে যোগ করে কত মিনিট মৃদু আঁচে গরম করবে?
  • ক) ৩০ মিনিট
  • খ) ৩৫ মিনিট
  • গ) ১০ মিনিট
  • ঘ) ৪৫ মিনিট
  • সঠিক উত্তর: (ক)
    ১১৬. বেকিং পাউডার গঠনের একক হল-
  • ক) সোডিয়াম বাই কার্বনেট ও টারটারিক এসিড
  • খ) সোডিয়াম ক্লোরাইড ও HCI
  • গ) ম্যাগনেসিমা সালফেট ও H2SO4
  • ঘ) HCI3 জিংক পাউডার
  • সঠিক উত্তর: (ক)
    ১১৭. এসিডিটি কমিয়ে উর্বরতা ফিরিয়ে আনতে নিচের কোনটি ব্যবহার করা হয়?
  • ক) ZnCO3
  • খ) NaOH
  • গ) Na2O
  • ঘ) CaCO3
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১৮. টারটারিক এসিড, সাইট্রিক এসিডের স্বাদ কেমন?
  • ক) টক
  • খ) ঝাল
  • গ) মিষ্টি
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ক)
    ১১৯. এসিডের ক্ষেত্রে নিম্নের বিয়য়গুলো লক্ষ কর-
    i. এসিড টক স্বাদ যুক্ত
    ii. এসিড নীল লিটমাসকে লাল করে
    iii.ভিনেগারে টারটারিক এসিড পাওয়া যায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১২০. ধাতুর হাইড্রোক্সাইড ও অক্সাইড কি জাতীয় পদার্থ?
  • ক) লভন
  • খ) এসিডীয়
  • গ) ক্ষারক
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (গ)
    ১২১. ইউনিভার্সাল ইন্ডিকেটর কী?
  • ক) বিভিন্ন এসিড ক্ষার ইন্ডিকেটর বা নির্দেশকের মিশ্রণ
  • খ) বিভিন্ন এসিড
  • গ) বিভিন্ন ক্ষার
  • ঘ) বিভিন্ন লবণের দ্রবণ
  • সঠিক উত্তর: (ক)
    ১২২. সালোকসংশ্লেষণ বিক্রিয়াটির জন্য কোনটি অপরিহার্য?
  • ক) তাপমাত্র
  • খ) সূর্যালোক
  • গ) উদ্ভিদের পাতা
  • ঘ) প্রভাবক
  • সঠিক উত্তর: (খ)
    ১২৩. বিষয়বস্তু নির্ধারণের সময় কী বিবেচনা করা হয়?
  • ক) পরিবেশ
  • খ) সামাজিক আচার
  • গ) ধর্মীয় অনুভূতি
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২৪. H+ এর অপর নাম কী?
  • ক) হাইয্রোনিয়অম আয়ন
  • খ) জায়মান হাইড্রোজেন
  • গ) বিজারক হাইড্রোজেন
  • ঘ) প্রোটন
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২৫. অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের বর্ণ-
  • ক) সাদা
  • খ) গোলাপি
  • গ) সবুজ
  • ঘ) বাদামি
  • সঠিক উত্তর: (ক)
    ১২৬. i. ভিনেগারে
    ii. লেবুতে
    iii.কাঁচা আমে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২৭. পানির স্থায়ী খরতা দূর করার জন্য নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
  • ক) স্পর্শ পদ্ধতি
  • খ) বলয় পদ্ধতি
  • গ) সোডা পদ্ধতি
  • ঘ) ক্ষার পদ্ধতি
  • সঠিক উত্তর: (গ)
    ১২৮. ভবিষ্যতের কথা চিন্তা করে বিকল্প জ্বালানির জন্য কী করা গুরুত্বপূর্ণ?
  • ক) অনুসন্ধান ও ব্যবহার
  • খ) গবেষণা ও ব্যবহার
  • গ) অনুসন্ধান ও গবেষণা
  • ঘ) গবেষণা ও পরীক্ষণ
  • সঠিক উত্তর: (গ)
    ১২৯. রসায়নের আলোচিত বিষয়গুলো হলো-
    (i) সৃষ্টি ও ধ্বংস
    (ii) বৃদ্ধি ও রূপান্তর
    (iii) উৎপাদন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৩০. লোহায় মরিচা পড়ে নিচের কোনটির উপস্থিতিতে?
  • ক) অক্সিজেন
  • খ) হাইড্রোজেন
  • গ) হাইড্রোক্সাইড
  • ঘ) জলীয়বাষ্প
  • সঠিক উত্তর: (ক)
    ১৩১. খনিজ পদার্থ তৈরিতে ভূমিকা রাখে-
    (i) অণুজীব
    (ii) ভূ-গর্ভস্থ তাপ
    (iii) অক্সিজেন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৩২. অনুসন্ধান ও গবেষণার দ্বিতীয় ধাপ কোনটি?
  • ক) পরিকল্পনা প্রণয়ন
  • খ) বিষয়বস্তু নির্ধারণ
  • গ) সমস্যা চিহ্নিতকরণ
  • ঘ) বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৩৩. তেল, গ্যাস, কয়লা পুড়িয়ে কোন শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়?
  • ক) আলোক শক্তি
  • খ) যান্ত্রিক শক্তি
  • গ) তাপ শক্তি
  • ঘ) শব্দ শক্তি
  • সঠিক উত্তর: (গ)
    ১৩৪. দধিতে কি ধরনের এসিড থাকে?
  • ক) এসিটিক এসিড
  • খ) ল্যাকটিক এসিড
  • গ) সাইট্রিক এসিড
  • ঘ) নাইট্রিক এসিড
  • সঠিক উত্তর: (খ)
    ১৩৫. ক্যালসিয়াম H2SO4 কার্বনেট ও লঘু এর বিক্রিয়া শেষ পর্যন্ত অগ্রসর হয় না কেন?
  • ক) ক্যালসিয়াম সালফেটের আস্তরণ সৃষ্টি হয় না
  • খ) ক্যালসিয়াম সালফেটের আস্তরণ সৃষ্টি হয়
  • গ) ম্যাগনেসিয়াম সালফেটের আস্তরণ সৃষ্টি হয় না
  • ঘ) ম্যাগনেসিয়াম সালফেটের আস্তরণ সৃষ্টি হয়
  • সঠিক উত্তর: (খ)
    ১৩৬. মরিচার রাসায়নিক সংকেত কী?
  • ক) Fe3O4.nH2O
  • খ) FeO3.nH2O
  • গ) Fe2O2.nH2O
  • ঘ) 2O3.nH2O
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৩৭. রংধনু পরীক্ষায় কোন বিক্রিয়ায় সংঘঠিত হয়?
  • ক) পানিযোজন বিক্রিয়া
  • খ) প্রশমন বিক্রিয়া
  • গ) পলিমারকরণ বিক্রিয়া
  • ঘ) জারণ-বিজারণ বিক্রিয়া
  • সঠিক উত্তর: (খ)
    ১৩৮. দহন কী ধরনের প্রক্রিয়া?
  • ক) জৈব রাসায়নিক
  • খ) জৈবিক
  • গ) ভৌত
  • ঘ) রাসায়নিক
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৩৯. সক্রিয় ধাতুর সাথে লঘু এসিডের বিক্রিয়ার পরীক্ষায় লঘু এসিডের সাথে কি যোগ করতে হয়?
  • ক) ক্যালসিয়াম
  • খ) অ্যালুমিনিয়াম
  • গ) ম্যাগনেসিয়াম রিবন
  • ঘ) পটাসিয়াম
  • সঠিক উত্তর: (গ)
    ১৪০. অ্যামেনিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়?
  • ক) NH4+
  • খ) NH42+
  • গ) NH43+
  • ঘ) NH4-
  • সঠিক উত্তর: (ক)
    ১৪১. বৃষ্টির পানির pH এর মান-
  • ক) 6.5
  • খ) 7
  • গ) 5.5
  • ঘ) 5.6
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪২. কাপড়কে আকর্ষণীয় করে তুলতে ভারতবর্ষে রংয়ের ব্যবহার শুরু হয়েছিল।
  • ক) ২৬০০বছর পূর্বে
  • খ) ৫০০০ বছর পূর্বে
  • গ) ২৬০ বছর পূর্বে
  • ঘ) ৫০০ বছর পূর্বে
  • সঠিক উত্তর: (খ)
    ১৪৩. পানিকে জীবাণুমুক্ত করার সবচেয়ে সহজ উপায় কোনটি?
  • ক) ফুটানো
  • খ) থিতানো
  • গ) ছাঁকন
  • ঘ) ক্লোরিনেশন
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪৪. কপার গাঢ় H2SO4 বিক্রিয়া করে কারণ-
  • ক) সক্রিয়তা সিরিজে কপার হাইড্রোজেনের উপরে অবস্থিত
  • খ) সক্রিয়তা সিরিজে কপার হাইড্রোজেনের নিচে অবস্থিত
  • গ) গাঢ় H2SO4 অধিক হয়
  • ঘ) গাঢ় H2SO4 এর জারণ ধর্ম বিদ্যমান
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪৫. কোনটি জৈব যৌগ?
  • ক) শ্বেতসার
  • খ) আমিষ
  • গ) খাবার লবণ
  • ঘ) চর্বি
  • সঠিক উত্তর: (গ)
    ১৪৬. কোন দ্রবণের pH মান 7 এর কম হলে লিটমাস পেপারের বর্ণ কেমন?
  • ক) নীল
  • খ) সবুজ
  • গ) সাদা
  • ঘ) লাল
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪৭. গাঢ় H2SO4 এ শতকরা কতভাগ সালফিউরিক এসিড থাকে?
  • ক) 80%
  • খ) 98%
  • গ) 88%
  • ঘ) 78%
  • সঠিক উত্তর: (খ)
    ১৪৮. লঘু এসিড ও ধাতব হাইড্রোজেন কার্বনেটের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়?
  • ক) CO2
  • খ) NO2
  • গ) NO
  • ঘ) CI2
  • সঠিক উত্তর: (ক)
    ১৪৯. কোন দ্রবণে pH এর মান ৭ এর বেশি হলে লিটমাস পেপার কি বর্ণ ধারণ করে?
  • ক) নীল
  • খ) লাল
  • গ) হলুদ
  • ঘ) বর্ণহীন
  • সঠিক উত্তর: (ক)
    ১৫০. জুস নষ্ট হওয়ার কারণ কী?
  • ক) প্রিজারভেটিভস দেওয়া হয়েছিল
  • খ) প্রিজারভেটিভস্ দেওয়া হয়নি
  • গ) ফরমালিন মিশানো ছিল
  • ঘ) রঙ মিশানো ছিল
  • সঠিক উত্তর: (খ)
    ১৫১. খর পানির উপাদান নিচের কোনটি?
  • ক) সোডিয়াম আয়ন
  • খ) জিঙ্ক আয়ন
  • গ) কার্বনেট আয়ন
  • ঘ) আয়রন আয়ন
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৫২. বিজ্ঞান ও মানব কল্যাণে প্রভাব অনুসন্ধান ও গবেষণার কোন ধাপ?
  • ক) প্রথম
  • খ) দ্বিতীয়
  • গ) তৃতীয়
  • ঘ) সর্বশেষ
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৫৩. রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহারে-
    (i) পরিবেশ দূষিত হয়
    (ii) গাছ মরে যায়
    (iii) নিঃশ্বাস নিতে কষ্ট হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৫৪. বৃষ্টির পানিতে থাকে-
    i. H2SO3
    ii. H2SO4
    iii. HNO3
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৫৫. নিচের কোনটি জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয়?
  • ক) ইথানয়িক এসিড
  • খ) হাইড্রোক্লোরিক এসিড
  • গ) সালফিউরিক এসিড
  • ঘ) HNO3
  • সঠিক উত্তর: (ক)
    ১৫৬. পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী-
  • ক) CO2
  • খ) N2
  • গ) O2
  • ঘ) NH3
  • সঠিক উত্তর: (ক)
    ১৫৭. লোহা শক্ত, কিন্তু মরিচা?
  • ক) নরম
  • খ) ঝুরঝুরা
  • গ) অনেকশক্ত
  • ঘ) ভঙ্গুর
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৫৮. যে সকল ক্ষার জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয় তাকে কি বলে?
  • ক) শক্তিশালী এসিড
  • খ) শক্তিশালী ক্ষার
  • গ) দুর্বল এসিড
  • ঘ) দুর্বল ক্ষার
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৯. সক্রিয় ধাতুর ক্ষেত্রে-
    i. লঘু এসিডের সাথে বিক্রিয়া করে
    ii. লঘু এসিডের সাথে বিক্রিয়া করে না
    iii. ধাতুর হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৬০. জীবগজতের সকল সদস্য শ্বাসক্রিয়ার সময় বায়ুমন্ডলে কোন গ্যাস নিঃসরণ করে?
  • ক) CO2
  • খ) NO
  • গ) CI2
  • ঘ) F2
  • সঠিক উত্তর: (ক)
    ১৬১. হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পানিতে-
  • ক) দ্রবণীয়
  • খ) অত্যন্ত দ্রবণীয়
  • গ) অদ্রবণীয়
  • ঘ) আংশিক দ্রবণীয়
  • সঠিক উত্তর: (খ)
    ১৬২. pH এর প্রাণঘাতকতার মান-
    i. 4.5 এর নিচে
    ii.4.5 এর উপরে
    iii. 9.5 এর উপরে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৬৩. মাটির এসিডিটি দূর করতে কোনটি ব্যবহার করা হয়?
  • ক) CaO
  • খ) ZnCO3
  • গ) NaOH
  • ঘ) HCI
  • সঠিক উত্তর: (ক)
    ১৬৪. অতিরিক্ত এসিড উৎপন্ন হলে কি সমস্যা হয়?
  • ক) গলায় প্রদাহ
  • খ) হাত-পা-ফোলা
  • গ) পা ব্যথা করা
  • ঘ) জ্বর হয়
  • সঠিক উত্তর: (ক)
    ১৬৫. BOD এর মান কেমন হলে পানি দূষিত হয়?
  • ক) বেশি হলে
  • খ) কম হলে
  • গ) ঠিক থাকলে
  • ঘ) খুব কম হলে
  • সঠিক উত্তর: (ক)
    ১৬৬. এসিড বৃষ্টির ক্ষেত্রে নিম্নের তথ্যগুলো লক্ষ কর-
    i. এসিড বৃষ্টির ক্ষেত্রে pH মান 5.6
    ii. বৃষ্টির পানিতে CO2 ও NO2 মিশ্রিত থাকে
    iii. পরিবেশের উপর এসিড বৃষ্টির ব্যাপক ভূমিকা রয়েছে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬৭. বিদ্যুৎ সরবরাহ করা হয়?
  • ক) তামার তারের ইলেকট্রন প্রবাহের মাধ্যমে
  • খ) দস্তার তারের ইলেকট্রন প্রবাহের মাধ্যমে
  • গ) তেল, গ্যাস, কয়লা পুড়িয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে
  • ঘ) সুইচ চালু করে
  • সঠিক উত্তর: (ক)
    ১৬৮. আল-কেমী দ্বারা কোন যুগের রসায়ন চর্চাকে বুঝানো হয়েছে?
  • ক) প্রাচীন যুগ
  • খ) আধুনিক যুগ
  • গ) মধ্যযুগ
  • ঘ) প্রাচীন ও মধ্যযুগ
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬৯. অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার ধাপ-
    (i) সমস্যা চিহ্নিতকরণ
    (ii) প্রত্যাশিত ফলাফল সম্পর্কে আগাম ধারণা
    (iii) পরিকল্পনা প্রণয়ন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭০. এনামেলের মূল গাঠনিক উপাদান-
  • ক) ক্যালসিয়াম কার্বনেট
  • খ) ক্যালসিয়াম নাইট্রেট
  • গ) ক্যালসিয়াম বাই কার্বনেট
  • ঘ) হাইড্রোক্সি অ্যাপাটাইট
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭১. হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের দ্রবণকে কী বলে?
  • ক) কার্বোনিক এসিড
  • খ) নাইট্রিক এসিড
  • গ) সালফিউরিক এসিড
  • ঘ) হাইড্রোক্লোরিক এসিড
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭২. নিচের কোনটিতে রসায়ন চর্চা অনুপস্থিত?
  • ক) কাঠ পুড়িয়ে তাপ উৎপন্ন
  • খ) আখ থেকে চিনি তৈরি
  • গ) পাহাড় ভেঙ্গে সমতল ভূমিতে পরিণত হওয়া
  • ঘ) উৎপাদন বৃদ্ধির জন্য জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার
  • সঠিক উত্তর: (গ)
    ১৭৩. জৈব পার অক্সাইড-
    (i) দাহ্য পদার্থ
    (ii) বিস্ফোরক পদার্থ
    (iii) সাবধানে নড়াচড়া করতে হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭৪. HNO3 এর গন্ধ কীরূপ?
  • ক) মিষ্টি
  • খ) দুর্গন্ধ যুক্ত
  • গ) ঝাঁঝালো
  • ঘ) তীব্র ঝাঁঝালো
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭৫. সবল ও দর্বল এসিডের পরীক্ষা কীভাবে করা যায়?
  • ক) প্রশমন বিক্রিয়ার মাধ্যমে
  • খ) প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে
  • গ) বিদ্যুৎ পরিবহন পরীক্ষার মাধ্যমে
  • ঘ) নির্দেশক দ্বারা
  • সঠিক উত্তর: (গ)
    ১৭৬. অগ্নিকান্ডের ফলে বায়ুমন্ডলে কোন গ্যাস নিঃসরণ করে?
  • ক) NO2
  • খ) H2
  • গ) O2
  • ঘ) CO2
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭৭. বিশুদ্ধ পানিতে সামান্য পরিমাণ কি থাকে?
  • ক) এসিড
  • খ) ক্ষার
  • গ) লবণ
  • ঘ) বর্জ্য
  • সঠিক উত্তর: (গ)
    ১৭৮. পেট্রোলিয়ামের দহন একটি -
  • ক) ভৌত পরিবর্তন
  • খ) রাসায়নিক পরিবর্তন
  • গ) জৈবিক প্রক্রিয়া
  • ঘ) বিপাক প্রক্রিয়া
  • সঠিক উত্তর: (খ)
    ১৭৯. এসিড জাতীয় পদার্থগুলো-
    i. পরিপাকে সাহায্য করে
    ii. মুখে রুচি আনে
    iii. ভিটামিন সি-এর চাহিদা মেটায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮০. চুন প্রয়োগে মাটির pH মান-
  • ক) হ্রাস পায়
  • খ) বৃদ্ধি পায়
  • গ) ঠিক থাকে
  • ঘ) অনেক বেশি হ্রাস পায়
  • সঠিক উত্তর: (খ)
    ১৮১. ত্বকে লাগলে ক্ষতের সৃষ্টি করে কোনটি?
  • ক) ক্লোরিন
  • খ) অক্সিজেন
  • গ) আয়োডিন
  • ঘ) পেট্রোলিয়াম
  • সঠিক উত্তর: (ক)
    ১৮২. রাসায়নিক দ্রব্য সংরক্ষণ ও ব্যবহারে সতর্কতামূলক ব্যবস্থা জরুরি হওয়ার কারণ হল-
  • ক) রাসায়নিক দ্রব্যের বাণিজ্য কমে যাওয়া
  • খ) রাসায়নিক দ্রব্যের বাণিজ্য বেড়ে যাওয়া
  • গ) রাসায়নিক দ্রব্যের ব্যবহার কমে যাওয়া
  • ঘ) এটি সামান্য ক্ষতিকর
  • সঠিক উত্তর: (খ)
    ১৮৩. অম্লীয় মাধ্যমে লিটমাসের বর্ণ-
  • ক) বেগুনি
  • খ) কমলা
  • গ) লাল
  • ঘ) নীল
  • সঠিক উত্তর: (গ)
    ১৮৪. চুন কি জাতীয় পদার্থ?
  • ক) এসিড জাতীয়
  • খ) লবণ জাতীয়
  • গ) ক্ষার জাতীয়
  • ঘ) তরল জাতীয়
  • সঠিক উত্তর: (গ)
    ১৮৫. রংধনু পরীক্ষায় ব্যবহৃত হয়-
    i. NaHCO3
    ii. HCI
    iii. ইউনিভার্সাল ইন্ডিকেটর
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৮৬. ইউনিভার্সাল ইন্ডিকেটরে নীল বর্ণের ক্ষারের pH সীমা কত?
  • ক) 0-3
  • খ) 3-7
  • গ) 11-14
  • ঘ) 7-11
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮৭. H2SO4 গাঢ় ও চিনির বিক্রিয়ায় তৈরি হয়-
  • ক) কার্বন
  • খ) কার্বন ডাইঅক্সাইড
  • গ) কার্বন মনোক্সাইড
  • ঘ) কার্বনেট
  • সঠিক উত্তর: (ক)
    ১৮৮. তাপ দূষণ কাকে বলা যায়?
  • ক) তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে গেলে
  • খ) তাপমাত্রা কয়েক ডিগ্রি বেশি হলে
  • গ) তাপমাত্রা স্বাভাবিক থাকলে
  • ঘ) তাপমাত্রা অনেক কমলে
  • সঠিক উত্তর: (খ)
    ১৮৯. নিচের কোন গ্যাস শ্বাসকষ্টের জন্য দায়ী?
  • ক) H2
  • খ) He
  • গ) CO2
  • ঘ) CI2
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯০. জুস, সস, কেক ও বিস্কুট বেশি সময় ধরে সংরক্ষণের জন্য নিচের কোনটি দেয়া হয়?
  • ক) ফরমালিন
  • খ) ম্যালামাইন
  • গ) প্রিজারভেটিভস
  • ঘ) এসিটিলিন
  • সঠিক উত্তর: (গ)
    ১৯১. উদ্ভিদ ও প্রাণীর মৃত দেহ মাটির সাথে মিশে যায় কিসের প্রভাবে?
  • ক) ভূ-পৃষ্ঠর আলোর
  • খ) ভূ-গর্ভের চাপ
  • গ) ভূ-গর্ভের তাপ
  • ঘ) ভূ-গর্ভের তাপ ও চাপ
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯২. উক্ত বিক্রিয়ায় কাঠ (C) অল্প পরিমাণ বায়ুতে (O2) পোড়ালে কী উৎপন্ন হবে?
  • ক) CO
  • খ) CO3
  • গ) HCO3
  • ঘ) CO2
  • সঠিক উত্তর: (ক)
    ১৯৩. ধাতুর সক্রিয়তা সিরিজে H এর উপরের ধাতু কোনটি?
  • ক) K
  • খ) Pb
  • গ) Cu
  • ঘ) Ag
  • সঠিক উত্তর: (খ)
    ১৯৪. কার্বনকণা এর অপর নাম কী?
  • ক) কার্বন ডাই অক্সাইড
  • খ) ক্ষতিকর কণা
  • গ) কালি
  • ঘ) কালোকণা
  • সঠিক উত্তর: (গ)
    ১৯৫. কোন দ্রবণে pH এর মান 4.pH -এর মান বৃদ্ধি করার জন্য এতে যোগ করতে হবে-
    i. অ্যামোনিয়া দ্রবণ
    ii.ঘন হাইড্রোক্লোরিক এসিড
    iii. কঠিন ম্যাগনেসিয়াম কার্বনেট
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৯৬. নিচের কোনটি জৈব এসিড?
  • ক) N3H
  • খ) H2SO4
  • গ) CH3COOH
  • ঘ) H2CO3
  • সঠিক উত্তর: (গ)
    ১৯৭. পরিকল্পনা প্রণয়ন করা বাঞ্ছনীয়-
  • ক) ক্রমানুসারে
  • খ) এলোমেলোভাবে
  • গ) দ্রুত
  • ঘ) ধীরে ধীরে
  • সঠিক উত্তর: (ক)
    ১৯৮. ক্ষারসমূহ কেমন স্বাদযুক্ত?
  • ক) টক
  • খ) ঝাল
  • গ) কটু
  • ঘ) মিষ্টি
  • সঠিক উত্তর: (গ)
    ১৯৯. দূষিত পানির-
    i. BOD কম
    ii. COD বেশি
    iii. তাপমাত্রা 400C এর অধিক
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২০০. ট্রিফয়েল চিহ্নিত রাসায়নিক পদার্থ মানবদেহে কোন রোগ সৃষ্টি করতে পার?
  • ক) শ্বাসকষ্ট
  • খ) তন্ত্রের প্রদাহ
  • গ) ক্যান্সার
  • ঘ) যক্ষ্মা
  • সঠিক উত্তর: (গ)
    ২০১. নিম্নের কোন এসিড হতে জায়মান অক্সিজেন উৎপন্ন হয় না?
  • ক) H2SO4
  • খ) HNO3
  • গ) HCI
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (গ)
    ২০২. আয়ন (III) আয়নের সংকেত কোনটি?
  • ক) Fe3-
  • খ) Fe3+
  • গ) Fe2+
  • ঘ) Fe+
  • সঠিক উত্তর: (খ)
    ২০৩. গাছ মরে যায় কখন?
  • ক) পরিমিত সার ব্যবহারে
  • খ) রোদে থাকলে
  • গ) পানি দিলে
  • ঘ) অতিরিক্ত সার প্রয়োগে
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০৪. কার্বন যৌগের দহনে উৎপন্ন হয়-
    (i) CO2
    (ii) জলীয় বাষ্প
    (iii) তাপ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০৫. সাইট্রিক এসিডের ক্ষেত্রে-
    i. আদ্রতা অবস্থায় H+ নেই
    ii. জলীয় দ্রবণে H+ নেই
    iii. জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২০৬. আগ্নেয়গিরি অগ্ন্যৎপাতের ফলে বায়ুমন্ডলে কোন গ্যাস জমা হয়?
  • ক) কার্ব ডাইঅক্সাইড
  • খ) নাইট্রোজেন ডাইঅক্সাইড
  • গ) ফ্লোরিন
  • ঘ) ক্লোরিন
  • সঠিক উত্তর: (ক)
    ২০৭. NO2 পানিতে দ্রবীভূত হয়ে তৈরি করে-
    i. NH3
    ii. HNO2
    iii. HNO3
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২০৮. খাবারকে আকর্ষণীয় করতে কোনটি ব্যবহৃত হয়?
  • ক) Preservatives
  • খ) Vitamins
  • গ) Non-food grade colour
  • ঘ) Sugar
  • সঠিক উত্তর: (গ)
    ২০৯. গাঢ় HCI এর গন্ধ কেমন?
  • ক) ঝাঁঝালো
  • খ) আষাট
  • গ) মিষ্টি
  • ঘ) পচা ডিমের
  • সঠিক উত্তর: (ক)
    ২১০. ব্যবহৃত কপারের পরিমাণ মজুদ বা অব্যবহৃত কপারের তুলনায়?
  • ক) কম
  • খ) প্রায় সমান
  • গ) অনেক কম
  • ঘ) বেশি
  • সঠিক উত্তর: (ঘ)
    ২১১. কৃষি উৎপাদন নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা?
  • ক) সারের ব্যবহার দ্বারা
  • খ) পানির ধারণ ক্ষমতা দ্বারা
  • গ) মাটির উর্বরতা দ্বারা
  • ঘ) মাটির গঠন দ্বারা
  • সঠিক উত্তর: (গ)
    ২১২. কীসের সাহায্যে কোয়ান্টাম ম্যাকানিকস পরমাণুর গঠন ব্যাখ্যা করে?
  • ক) পূর্ব ধারণার সাহায্যে
  • খ) গাণিতিক হিসাব-নিকাশের সাহায্যে
  • গ) অনুমান করে
  • ঘ) পরীক্ষণের মাধ্যমে
  • সঠিক উত্তর: (খ)
    ২১৩. নিচের কোনটি ব্যতীত সংগৃহীত খাদ্য স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ?
  • ক) ফরমালিন
  • খ) প্রিজারভেটিভস্
  • গ) রঙ
  • ঘ) ম্যালামাইন
  • সঠিক উত্তর: (খ)
    ২১৪. কলিচুনের সংকেত কোনটি?
  • ক) NaOH
  • খ) CaOH
  • গ) Ca(OH)2
  • ঘ) CaO
  • সঠিক উত্তর: (গ)
    ২১৫. যে সকল এসিড জলীয় দ্রবনে আংশিক আয়নিত হয় তাকে কি বলে?
  • ক) শক্তিশালী এসিড
  • খ) শক্তিশালী ক্ষার
  • গ) দুর্বল ক্ষার
  • ঘ) দুর্বল এসিড
  • সঠিক উত্তর: (ক)
    ২১৬. কার্বনেট আয়ন কী ধরনের যৌগ?
  • ক) এসিডীয়
  • খ) ক্ষারকীয়
  • গ) লবণ
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (খ)
    ২১৭. কোন অবস্থায় সাইট্রিক এসিড H+ দেয়?
  • ক) অনাদ্র
  • খ) জলীয় দ্রবণে
  • গ) উভয়টি
  • ঘ) কোনটি নয়
  • সঠিক উত্তর: (খ)
    ২১৮. বিশুদ্ধ পানির গন্ধ কেমন?
  • ক) ঝাঁঝালো
  • খ) তীব্র ঝাঁঝালো
  • গ) গন্ধহীন
  • ঘ) সুগন্ধ
  • সঠিক উত্তর: (গ)
    ২১৯. রাসায়নিক পদার্থের ক্ষতিকারক দিক ও ঝুঁকি সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়-
  • ক) রাসায়নিক পদার্থ ব্যবহারের মাধ্যমে
  • খ) রসায়ন পাঠের মাধ্যমে
  • গ) রসায়ন ব্যবহারের মাধ্যমে
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (খ)
    ২২০. কুপার কুচি গাঢ় H2SO4 এ যোগ করলে তৈরি হবে-
    iCuSO4
    ii.SO3
    iii. H2O
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২২১. দাঁতের এনামেলকে আক্রমণ করে কোনটি?
  • ক) এসিড
  • খ) ক্ষারক
  • গ) লবণ
  • ঘ) জীবাণু
  • সঠিক উত্তর: (ক)
    ২২২. নিচের কোনটি সেবনযোগ্য ক্ষার?
  • ক) ম্যাগনেসিয়াম কার্বনেট
  • খ) ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাই
  • গ) ম্যাগনেসিয়াম বাইকার্বনেট
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২৩. লেবুতে নিচের কোন এসিড বিদ্যমান?
  • ক) টারটারিক এসিড
  • খ) সাইট্রিক এসিড
  • গ) ল্যাকটিক এসিড
  • ঘ) এসিটিক এসিড
  • সঠিক উত্তর: (খ)
    ২২৪. মাটির pH কত হলে মাটি এসিডিক হয়?
  • ক) ৩-এর কম
  • খ) ৩-এর বেশি
  • গ) ৪-এর কম
  • ঘ) ৪-এর বেশি
  • সঠিক উত্তর: (ক)
    ২২৫. নাইট্রিক অক্সাইডের বর্ণ কিরূপ প্রকৃতির?
  • ক) বাদামি
  • খ) কালো
  • গ) লালচে
  • ঘ) বর্ণহীন
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২৬. বায়ুর উপস্থিতি পানিতে উপস্থিত সকল জৈব বস্তুকে ভাঙতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তা কি?
  • ক) pH
  • খ) BOB
  • গ) COD
  • ঘ) BOD
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২৭. পানির খরতা অস্থায়ী ধরনের হয় কোন লবণটি থাকলে?
  • ক) সোডিয়াম ক্লোরাইড
  • খ) ম্যাগনেসিয়াম ক্লোরাইড
  • গ) পটাসিয়াম ক্লোরাইড
  • ঘ) সোডিয়াম বাইকার্বনেট
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২৮. বৃষ্টির পানি কিছুটা অম্লীয়; কারণ এতে-
    i. কার্বন ডাইঅক্সাইড (CO2) গ্যাসের দ্রবীভূত অবস্থায় থাকে
    ii. নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO2) গ্যাস থাকে
    iii. এর pH মান 5.6
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২৯. যে সকল এসিড জলীয দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয় তাকে কি বলে?
  • ক) শক্তিশালী এসিড
  • খ) শক্তিশালী ক্ষার
  • গ) দুর্বল এসিড
  • ঘ) দুর্বল ক্ষার
  • সঠিক উত্তর: (ক)
    ২৩০. নিচের কোনটি তড়িৎ পরিবাহী?
  • ক) HNO3
  • খ) HCI
  • গ) H2SO4
  • ঘ) সবকটি
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৩১. তেঁতুলে কী এসিড থাকে?
  • ক) কাবনিক
  • খ) টারটারিক
  • গ) ইথায়নিক
  • ঘ) সাইট্রিক
  • সঠিক উত্তর: (খ)
    ২৩২. মোটর সাইকেল চলার শক্তি অর্জন করে?
  • ক) পেট্রোলিয়ামের দহনের মাধ্যমে
  • খ) কেরোসিনের দহনের মাধ্যমে
  • গ) নিয়নের দহনের মাধ্যমে
  • ঘ) আর্গনের দহনের মাধ্যমে
  • সঠিক উত্তর: (ক)
    ২৩৩. কোন পানি লবণাক্ত?
  • ক) ঝরনার
  • খ) সমুদ্রের
  • গ) নদীর
  • ঘ) পুকুরের
  • সঠিক উত্তর: (খ)
    ২৩৪. সেবনযোগ্য ক্ষার পাকস্থলীতে এসিডকে প্রশমিত করে কোন গ্যাস উৎপন্ন হয়?
  • ক) CO2
  • খ) NO2
  • গ) CI2
  • ঘ) F2
  • সঠিক উত্তর: (ক)
    ২৩৫. SO2 বায়ুমন্ডলের অক্সিজেন ও ওজোনের সাথে বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
  • ক) H2SO3
  • খ) H2SO4
  • গ) SO3
  • ঘ) HNO2
  • সঠিক উত্তর: (ক)
    ২৩৬. ক্ষয়কারী রাসায়নিক হলো-
    i. গাঢ় HCI
    ii. লঘু H2SO4
    iii. গাঢ় NaOH
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৩৭. বেকিং পাউডার তৈরিতে ব্যবহৃত হয়-
    i. সোডিয়াম বাই কার্বনেট
    ii. টারটারিক এসিড
    iii. সোডিয়াম কার্বনেট
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৩৮. রাসায়নিক দ্রব্য স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি করে-
    (i) প্রত্যক্ষভাবে
    (ii) পরোক্ষভাবে
    (iii) স্বাধীনভাবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৩৯. পদার্থের রাসায়নিক ধর্মের সমন্বয়ে তৈরি হয়-
    (i) সিডি
    (ii) মেমোরি ডিস্ক
    (iii) মনিটর
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৪০. লঘু এসিড ও ম্যাগনেসিয়িামের বিক্রিয়ায় উৎপন্ন হবে-
    i. ম্যাগনেসিয়ামের অদ্রবণীয় লবণ
    ii. ম্যাগনেসিয়ামের দ্রবণীয় লবণ
    iii. হাইড্রোজেন গ্যাস
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২৪১. এসিডের আয়ন ক্ষারের আয়নকে প্রশমিত করে কি উৎপন্ন করে?
  • ক) এসিড
  • খ) ক্ষারক
  • গ) পানি
  • ঘ) লবণ
  • সঠিক উত্তর: (গ)
    ২৪২. দেহ ত্বকের জন্য আদর্শ pH -এর মান কত?
  • ক) 4.5
  • খ) 5.5
  • গ) 6.5
  • ঘ) 7.0
  • সঠিক উত্তর: (খ)
    ২৪৩. বিক্রিয়াটি কোন ধরনের?
  • ক) জারণ-বিজারণ
  • খ) বিযোজন
  • গ) দহন
  • ঘ) প্রশমন
  • সঠিক উত্তর: (গ)
    ২৪৪. বেকিং পাউডারে কোনটি উপস্থিত থাকে?
  • ক) Na2CO3
  • খ) ZnCO3
  • গ) NaHCO3
  • ঘ) CaCO3
  • সঠিক উত্তর: (গ)
    ২৪৫. দাঁতের সুরক্ষার জন্য কোনটি ব্যবহার করা হয়?
  • ক) এসিড
  • খ) ক্ষার
  • গ) লবণ
  • ঘ) পানি
  • সঠিক উত্তর: (খ)
    ২৪৬. মানবজাতি ও পরিবেশের কল্যাণে সর্বদা নিয়োজিত?
  • ক) রসায়ন
  • খ) পদার্থবিজ্ঞান
  • গ) ভূগোল
  • ঘ) মনোবিজ্ঞান
  • সঠিক উত্তর: (ক)
    ২৪৭. কোনটির সাথে রসায়ন সম্পর্কিত নয়?
  • ক) ভূগর্ভস্থ বিজ্ঞান
  • খ) পরিবেশ বিজ্ঞান
  • গ) সামাজিক বিজ্ঞান
  • ঘ) জীববিজ্ঞান
  • সঠিক উত্তর: (গ)
    ২৪৮. যে চিহ্ন সংবলিত পদার্থের ক্ষেত্রে চশমা ব্যবহার করতে হয়-
    (i) বৃত্তের উপর আগুনের শিখা
    (ii) ট্রিফয়েল
    (iii) পরিবেশ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৪৯. NaOH একটি ক্ষার। এর পক্ষে যুক্তি দেওয়া হল-
    i. ধাতুর হাইড্রোক্সাইড
    ii. এটি অম্লের সাথে বিক্রিয়ায় লবন ও পানি তৈরি করে
    iii. পানিতে অদ্রবণীয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৫০. পরিবেশ উন্নয়ন সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল কয়টি?
  • ক) ২টি
  • খ) ৩টি
  • গ) ৪টি
  • ঘ) ৫টি
  • সঠিক উত্তর: (খ)
    ২৫১. লেবুর জুস ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে গ্যাস উৎপন্ন করে।
  • ক) অক্সিজেন
  • খ) নাইট্রোজেন
  • গ) হাইড্রোজেন
  • ঘ) কার্বন মনোক্সাইড
  • সঠিক উত্তর: (গ)
    ২৫২. ক্ষারকের ক্ষেত্রে-
    i. এসিডকে প্রশমিত করে
    ii. সাদারণত ধাতুর অক্সাইড ও হাইড্রোক্সাইডসমূহ
    iii. এসিডের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৫৩. মৃদু পানির ক্ষেত্রে-
    i. Ca, Mg, Fe আয়ন থাকে না
    ii. সাবানের ফেনা হয়
    iii. বৃষ্টির পানি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৫৪. মাটিতে উদ্ভিদের পুষ্টি প্রদান করে কোনটি?
  • ক) পানি
  • খ) রাসায়নিক সার
  • গ) খনিজ লবণ
  • ঘ) পচা আবর্জনা
  • সঠিক উত্তর: (খ)
    ২৫৫. শিল্প বর্জ্যের দূষক পদার্থের অন্তর্ভূক্ত কোনটি?
  • ক) ম্যাঙ্গানিজ
  • খ) ক্রোমিয়াম
  • গ) ক্যাডমিয়াম
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৫৬. ক্ষার সমূহ-
    i. তিক্ত স্বাদবিশিষ্ট
    ii.পিচ্ছিল
    iii. ক্ষয়কারক
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৫৭. ভারী ধাতু হতে মানবদেহে যে রোগের সৃষ্টি হয়?
  • ক) কলেরা
  • খ) টাইফয়েড
  • গ) ক্যান্সার
  • ঘ) হাম
  • সঠিক উত্তর: (গ)
    ২৫৮. যে পদার্থগুলো বর্ণ পরিবর্তনের মাধ্যমে এসিড বা ক্ষারের উপস্থিতি নির্দেশ করে তাদেরকে কি বলে?
  • ক) এসিড
  • খ) ক্ষার
  • গ) নির্দেশক
  • ঘ) পেপার
  • সঠিক উত্তর: (গ)
    ২৫৯. আন্তর্জাতিক রশ্মি চিহ্নটিকে কী বলা হয়?
  • ক) ট্রিফয়েল
  • খ) আলোক রশ্মি
  • গ) আইফয়েল
  • ঘ) a রশ্মি
  • সঠিক উত্তর: (ক)
    ২৬০. নিচের কোনটিতে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বেশি?
  • ক) ভিটামিন সি
  • খ) বেনজিন
  • গ) ইথানল
  • ঘ) ইতার
  • সঠিক উত্তর: (ক)
    ২৬১. কোন গ্যাসটির বর্ণ বাদামী?
  • ক) CO
  • খ) NO
  • গ) NO2
  • ঘ) SO2
  • সঠিক উত্তর: (গ)
    ২৬২. রাসায়নিক দ্রব্য সংরক্ষণে পাত্রের গায়ে লেবেল বা সাংকেতিক চিহ্ন ব্যবহার জরুরি কেন?
  • ক) সরবরাহ ও সংরক্ষণ সহজ হবে
  • খ) সূক্ষ্মভাবে ব্যবহার করতে পারবে বলে
  • গ) কার্যকারিতার ঝুঁকি মাথায় রেখে ব্যবহার করতে পারবে বলে
  • ঘ) বিপদ থেকে বাঁচার জন্য
  • সঠিক উত্তর: (গ)
    ২৬৩. কোনটি সবচেয়ে বেশি সক্রিয় মৌল?
  • ক) সোডিয়াম
  • খ) পটাসিয়াম
  • গ) ক্যালসিয়াম
  • ঘ) ম্যাগনেসিয়াম
  • সঠিক উত্তর: (খ)
    ২৬৪. নীল লিটমাস পেপার থাকে-
    i. লিটমাস দ্রবণ
    ii. অম্ল
    iii. ক্ষার
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৬৫. এসিড ও ক্ষারকে একত্রে মিশালে প্রশম ধর্মবিশিষ্ট লবণ ও পানি উৎপন্ন হয়। এ বিক্রিয়াকে কি বলে?
  • ক) প্রশমন বিক্রিয়া
  • খ) জারণ-বিজারণ বিক্রিয়া
  • গ) পানিযোজন বিক্রিয়া
  • ঘ) পরিমারকরণ বিক্রিয়া
  • সঠিক উত্তর: (ক)
    ২৬৬. আর্সেনিকের প্রাথমিক লক্ষণ কোনটি?
  • ক) হাত-পা ফোলা
  • খ) হাত-পায়ে ক্ষতের সৃষ্টি
  • গ) চোখে না দেকা
  • ঘ) চোখ দিয়ে পানি পড়া
  • সঠিক উত্তর: (খ)
    ২৬৭. আগ্নেয়গিরি অগ্নুৎপাতের সময় কী উৎপন্ন হয়?
  • ক) SO2
  • খ) SO2 ও NO
  • গ) NO
  • ঘ) HNO3
  • সঠিক উত্তর: (খ)
    ২৬৮. খর পানিতে থাকে-
    i.CaCO3
    ii. CaHCO3
    iii. NaHCO=3
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৬৯. শরীরে গাড় এসিড পড়লে সর্বপ্রথম করণীয় কী?
  • ক) কাপড় দিয়ে এসিড মুছে ফেলা
  • খ) চিকিৎসকের কাছে যাওয়া
  • গ) ক্ষার মিশানো পানি দিয়ে ধুয়ে ফেলা
  • ঘ) পানি দিয়ে দুয়ে ফেলা
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৭০. একটি অজানা ধাতুর সাথে নাইট্রিক এসিডের বিক্রিয়ার বর্ণহীন দ্রবণ উৎপন্ন হয়। উৎপন্ন দ্রবণটিতে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে সাদা বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন হয় কিন্তু অধিক পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে তা-ও দ্রবীভূত হয়ে যায়। ধাতুটি-
  • ক) কপার
  • খ) আয়রন
  • গ) লেড
  • ঘ) জিংক
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৭১. pH মান জানার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?
  • ক) ইউনিভার্সাল ইন্ডিকেটর
  • খ) স্কেল
  • গ) ক্যালিপার্স
  • ঘ) কাগজ
  • সঠিক উত্তর: (ক)
    ২৭২. প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চা কী নামে পরিচিত?
  • ক) আল-কেমী
  • খ) আল-কেমিয়া
  • গ) আল-ক্যামিস্ট্রি
  • ঘ) অল-কিমিয়া
  • সঠিক উত্তর: (ক)
    ২৭৩. রংধনু পরীক্ষায়-
    i. মূলত প্রশমন বিক্রিয়া ঘটে
    ii. মূলত একটি জারণ-বিজারণ বিক্রিয়া ঘটে
    iii. ইউনিভার্সাল ইন্ডিকেটর ব্যবহার করা হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২৭৪. নিচের কোনটি ক্ষার?
  • ক) কোমল পানীয়
  • খ) লেবুর রস
  • গ) সিরকা
  • ঘ) কাপড়কাচা সোডা
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৭৫. পানি দূষণের মাধ্যমগুলো-
    i. গৃহস্থালি বর্জ্য ও মলমূত্র বৃষ্টির পানিতে ধুয়ে জলাশয়ে পড়ছে
    ii. নৌযানের তেল চুইয়ে
    iii. শিল্প-কারখানার বর্জ্য জলাশয়ে পড়ছে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৭৬. মাটির এসিডিটি হ্রাস করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?
  • ক) CaO
  • খ) HCI
  • গ) H2SO4
  • ঘ) HNO3
  • সঠিক উত্তর: (ক)
    ২৭৭. অনুসন্ধান কাজের প্রথম শর্ত কী?
  • ক) পূর্বে প্রকাশিত বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ
  • খ) দক্ষতা অর্জন
  • গ) সমস্যা চিহ্নিতকরণ
  • ঘ) বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞানার্জন
  • সঠিক উত্তর: (ক)
    ২৭৮. জিঙ্ক কার্বনেট কি জাতীয় পদার্থ?
  • ক) ক্ষারক
  • খ) এসিড
  • গ) ক্ষার
  • ঘ) কোনটি নয়
  • সঠিক উত্তর: (গ)
    ২৭৯. দ্রবণ নিরপেক্ষ হলে pH মান কত?
  • ক) pH মান 7 এর কম
  • খ) pH মান 7 এর বেশি
  • গ) pH মান 7
  • ঘ) pH মান 10
  • সঠিক উত্তর: (খ)
    ২৮০. জীব রাসায়নিক প্রক্রিয়া হচ্ছে-
    (i) সালোকসংশ্লেষণ
    (ii) জীবের জন্ম ও বৃদ্ধি
    (iii) জীবের খাদ্য সঞ্চয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৮১. pH মান 0-3 হলে ইউনিভার্সাল ইন্ডিকেটরের বর্ণ হবে কোনটি?
  • ক) লাল
  • খ) হলুদ
  • গ) সবুজ
  • ঘ) বেগুনি
  • সঠিক উত্তর: (ক)
    ২৮২. রসায়নের ব্যবহার হয়েছে-
    (i) জোরে একটা নিঃশ্বাস নিয়ে ঘুম থেকে জাগা
    (ii) একদল ছাত্র সাদা শার্ট ও নীল প্যান্ট পড়ে স্কুলে যাচ্ছে
    (iii) ধোঁয়া উড়িয়ে একটি মোটর সাইকেল চলছে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৮৩. সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রায়শই কি বলা হয়?
  • ক) কস্টিক সোডা
  • খ) কস্টিক পটাশ
  • গ) বেকিং সোডা
  • ঘ) বেকিং পাউডার
  • সঠিক উত্তর: (ক)
    ২৮৪. পানিতে স্বল্পমাত্রায় দ্রবণীয় কোনটি?
  • ক) HCI
  • খ) নাইট্রিক এসিড
  • গ) H2SO4
  • ঘ) জিপসাম
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৮৫. ব্লিচিং পাউডারের সংকেত কোনটি?
  • ক) CaCI2
  • খ) CaO
  • গ) Ca(OCI)CI
  • ঘ) Ca(OH)2
  • সঠিক উত্তর: (গ)
    ২৮৬. দাঁত-
    i. Ca যৌগ দ্বারা তৈরি
    ii. এ থাকা ব্যাকটেরিয়া এসিড তৈরি করে
    iii. এসিড দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৮৭. NaOH এর সাথে সাদা বর্ণের অধঃক্ষেপ দেয়-
    i. ক্যালসিয়াম আয়ন
    ii. অ্যালুমিনিয়াম আয়ন
    iii. জিঙ্ক আয়ন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৮৮. নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসের বর্ণ কোনটি?
  • ক) সাদা
  • খ) কালো
  • গ) স্বচ্ছ
  • ঘ) সবুজ
  • সঠিক উত্তর: (গ)
    ২৮৯. রসায়ন চর্চা শুরু হয় কখন থেকে?
  • ক) কয়েক শতাব্দী থেকে
  • খ) কয়েক যুগ থেকে
  • গ) কয়েক সহস্রাব্দী থেকে
  • ঘ) কয়েক বছর থেকে
  • সঠিক উত্তর: (গ)
    ২৯০. কোন সভ্যতা রসায়ন চর্চার মাধ্যমে মানুষের চাহিদা বহুলাংশে মেটাতে সক্ষম হয়েছিল?
  • ক) প্রাচীন মিশরীয় সভ্যতা
  • খ) আধুনিক মিশরীয় সভ্যতা
  • গ) আরবীয় সভ্যতা
  • ঘ) প্রাচীন ভারতীয় সভ্যতা
  • সঠিক উত্তর: (ক)
    ২৯১. তড়িৎ পরিবাহী-
    i. হাইড্রোক্লোরিক এসিড
    ii. সালফিউরিক এসিড 100%
    iii. নাইট্রিক এসিড
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৯২. আগ্নেয়গিরি অগ্লুৎপাতের সময়-
    i. বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড জমা হয়
    ii. SO2 ও CO2 উৎপন্ন হয়
    iii. বৃষ্টি পড়তে থাকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৯৩. রক্তের pH মান কত?
  • ক) 7.35-7.80
  • খ) 7.35-7.70
  • গ) 7.35-7.45
  • ঘ) 7.35-8.80
  • সঠিক উত্তর: (গ)
    ২৯৪. সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন-
    (i) শর্করা
    (ii) পানি
    (iii) CO2
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৯৫. কোনো বিষয় সম্বন্ধে জিজ্ঞাসা কীসে রূপ নেয়?
  • ক) অনুসন্ধানের
  • খ) গবেষণায়
  • গ) সমস্যা চিহ্নিতকরণের
  • ঘ) বিষয়বস্তু নির্ধারণের
  • সঠিক উত্তর: (ক)
    ২৯৬. উদ্দীপকের বিক্রিয়াটি-
    i. তাপোৎপাদী
    ii. উৎপাদে অণুর সংখ্যা হ্রাস পায়
    iii. সাম্যাবস্থায় ঘনমাত্রার প্রভাব নেই
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৯৭. ‘আল-কিমিয়া’ দ্বারা বুঝানো হতো?
  • ক) আরবীয় সভ্যতাকে
  • খ) মিসরীয় সভ্যতাকে
  • গ) ভারতীয় সভ্যতাকে
  • ঘ) ইংরেজ সভ্যতাকে
  • সঠিক উত্তর: (খ)
    ২৯৮. পরিকল্পনা প্রণয়ন অনুসন্ধান ও গবেষণার কত তম ধাপ?
  • ক) প্রথম
  • খ) দ্বিতীয়
  • গ) তৃতীয়
  • ঘ) সর্বশেষ
  • সঠিক উত্তর: (গ)
    ২৯৯. চুলের pH মান কত হলে কিউটিকলগুলো সমৃণতা হারিয়ে ফেলে ও অনুজ্জ্বল দেখায়?
  • ক) 6 থেকে বেশি
  • খ) 6 থেকে কম
  • গ) 8 থেকে বেশি
  • ঘ) 8 থেকে কম
  • সঠিক উত্তর: (ক)
    ৩০০. প্রস্রাবের pH মান কত?
  • ক) 7
  • খ) 8
  • গ) 9
  • ঘ) 6
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩০১. বিভিন্ন ইলেকট্রনিক্স তৈরির ফলে কোন কোন পদার্থটি নিঃশেষ হওয়ার সম্ভবনা রয়েছে?
  • ক) লোহা
  • খ) দস্তা
  • গ) তামা
  • ঘ) সীসা
  • সঠিক উত্তর: (ক)
    ৩০২. বজ্রপাতের সময় বায়ু মন্ডলে কি গ্যাসের সৃস্টি হয়?
  • ক) NO2
  • খ) SO2
  • গ) CO2
  • ঘ) CO
  • সঠিক উত্তর: (ক)
    ৩০৩. পাকস্থলীতে অস্বস্তি সৃষ্টি দূর করার জন্য কোনটি সেবন করা হয়?
  • ক) সোডিয়াম হাইড্রক্সাইড
  • খ) ম্যাগনেসিয়িাম হাইড্রক্সাইড
  • গ) ক্যালসিয়াম হাইড্রক্সাইড
  • ঘ) পটাসিয়াম হাইড্রক্সাইড
  • সঠিক উত্তর: (খ)
    ৩০৪. পাকস্থলীতে pH মান কত হেরফের হলে বদহজম সৃষ্টি করে?
  • ক) 0.50
  • খ) .56
  • গ) .60
  • ঘ) .70
  • সঠিক উত্তর: (ক)
    ৩০৫. বিসয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞান অনুসন্ধান ও গবেষণার কততম ধাপ?
  • ক) দ্বিতীয়
  • খ) তৃতীয়
  • গ) চতুর্থ
  • ঘ) সর্বশেষ
  • সঠিক উত্তর: (ক)
    ৩০৬. কাচ পরিস্কারক হিসেবে কোনটি ব্যবহার করা হয়?
  • ক) NH3
  • খ) NaOH
  • গ) CaO
  • ঘ) H2SO4
  • সঠিক উত্তর: (ক)
    ৩০৭. প্রোটিনকে হজম করার জন্য পাকস্থলীতে pH মান কত হওয়া প্রয়োজন?
  • ক) 2
  • খ) 3
  • গ) 4
  • ঘ) 5
  • সঠিক উত্তর: (ক)
    ৩০৮. ধাতব কার্বনেটের সাথে এসিডের বিক্রিয়ার কোন গ্যাস উৎপন্ন হয়?
  • ক) SO2
  • খ) SO3
  • গ) CO2
  • ঘ) NO2
  • সঠিক উত্তর: (গ)
    ৩০৯. Fe2(OH)3 এর বর্ণ কীরূপ?
  • ক) সাদা
  • খ) হালকা নীল
  • গ) হালকা সবুজ
  • ঘ) লালচে বাদামি
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩১০. pH মান কত হলে মাটি খুব ক্ষারীয় হয়?
  • ক) 9.5 এর বেশি
  • খ) 9.5 এর কম
  • গ) 10.5 এর বেশি
  • ঘ) 10.5 এর কম
  • সঠিক উত্তর: (ক)
    ৩১১. বায়োগ্যাস প্ল্যান্ট বানানো না গেলে করণীয় কী?
  • ক) আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলা
  • খ) আবর্জনা পানিতে ফেলা
  • গ) আবর্জনা টয়লেটে ফেলা
  • ঘ) আবর্জনা শুকিয়ে পুড়ে ফেলা
  • সঠিক উত্তর: (ক)
    ৩১২. আগুনের শিখা সাংকেতিক চিহ্ন সম্বলিত রাসায়নিক পদার্থের জন্য নিচের কোনটি সত্য নয়?
  • ক) সহজেই আগুন ধরতে পারে
  • খ) ঘর্ষণ হতে পারে এমন জায়গায় না রাখা
  • গ) ত্বকে লাগলে ক্ষত হতে পারে
  • ঘ) তাপ থেকে দূরে রাখতে হবে
  • সঠিক উত্তর: (গ)
    ৩১৩. কোন প্রক্রিয়ায় জীবের জন্ম-বৃদ্ধি ঘটে?
  • ক) জারণ-বিজারণ
  • খ) জীব-রাসায়নিক
  • গ) রাসায়নিক
  • ঘ) সালোকসংশ্লেষণ
  • সঠিক উত্তর: (খ)
    ৩১৪. কোনটিতে OH- আয়নের পরিমাণ কম থাকে?
  • ক) দুর্বল এসিডে
  • খ) দুর্বল ক্ষারে
  • গ) শক্তিশালী এসিডে
  • ঘ) সবল ক্ষারে
  • সঠিক উত্তর: (খ)
    ৩১৫. নিচের কোনটি অভিজাত ও মূল্যবান ধাতু?
  • ক) সীসা
  • খ) লোহা
  • গ) স্বর্ণ
  • ঘ) দস্তা
  • সঠিক উত্তর: (গ)
    ৩১৬. CI2 ও NO2 বাতাসে উপস্থিত পানির সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন হয়?
  • ক) ক্ষারক
  • খ) লবণ
  • গ) এসিড
  • ঘ) পানি
  • সঠিক উত্তর: (গ)
    ৩১৭. অনুসন্ধান ও গবেষণার সর্বশেষ ধাপ কোনটি?
  • ক) সমস্যা চিহ্নিতকরণ
  • খ) বিষয়বস্তু সম্পর্কে জ্ঞানার্জন
  • গ) পরিকল্পনা প্রণয়ন
  • ঘ) বিজ্ঞান ও মানব কল্যাণে প্রভাব
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩১৮. কীভাবে কাজের পরিকল্পনা প্রণয়নে সুবিধা হয়?
  • ক) দক্ষতা অর্জনের মাধ্যমে
  • খ) ফলাফল বিশ্লেষণ করলে
  • গ) অনুসন্ধানের মাধ্যমে
  • ঘ) ফলাফল সম্পর্কে আগাম ধারণা করতে পারলে
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩১৯. পানি কাজ করতে পারে-
    i. অম্লীয় হিসেবে
    ii. ক্ষারীয় হিসেবে
    iii. দ্রাবক হিসেবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩২০. নিচের কোনটি জটিল অণু নয়?
  • ক) ডিএনএ
  • খ) চর্বি
  • গ) পানি
  • ঘ) ক্যালসিয়ামের যৌগ
  • সঠিক উত্তর: (গ)
    ৩২১. মাছ, মাংস পচনরোধে কোন রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়?
  • ক) ম্যালামাইন
  • খ) কৃত্রিম রং
  • গ) প্রিজারভেটিভস
  • ঘ) ফরমালিন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩২২. চুনের রাসায়নিক নাম কী?
  • ক) ক্যালসিয়াম অক্সাইড
  • খ) ক্যাসসিয়াম হাইড্রোক্সাইড
  • গ) পটাসিয়াম অক্সাইড
  • ঘ) পটাসিয়াম হাইড্রোক্সাইড
  • সঠিক উত্তর: (ক)
    ৩২৩. কাঠ হলো-
    (i) বিশেষ ধরনের সেলুলোজ
    (ii) কার্বনের যৌগ
    (iii) অজৈব যৌগ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩২৪. প্রোটিনকে হজম করার জন্য পাকস্থলীতে কত pH প্রয়োজন?
  • ক) দুই
  • খ) তিন
  • গ) চার
  • ঘ) পাঁচ
  • সঠিক উত্তর: (খ)
    ৩২৫. সার তৈরিতে ব্যবহৃত হয়-
    (i) অক্সিজেন
    (ii) নাইট্রোজেন
    (iii) ফসফরাস
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩২৬. জিংক আয়নের সংকেত কোনটি?
  • ক) Zn+
  • খ) Zn2+
  • গ) Zn2-
  • ঘ) Zn-
  • সঠিক উত্তর: (খ)
    ৩২৭. pH মান কত হলে এলার্জেন, ব্যাকটেরিয়া আক্রমণ প্রতিরোধ করতে পারে?
  • ক) 5.5-7.5
  • খ) 5.5-6.5
  • গ) 5.5-6.80
  • ঘ) 5.5-9.00
  • সঠিক উত্তর: (খ)
    ৩২৮. বৃষ্টির পানির pH মান কত?
  • ক) 7.5
  • খ) 7
  • গ) 6.5
  • ঘ) 5.6
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩২৯. pH কত হলে ইউনিভার্সাল ইন্ডিকেটরে দ্রবণের বর্ণ হলুদ এবং তা দুর্বল এসিড হবে?
  • ক) 0-3
  • খ) 3-7
  • গ) 7
  • ঘ) 11-14
  • সঠিক উত্তর: (খ)
    ৩৩০. তেল বা চর্বির সাথে ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়?
  • ক) সাবান
  • খ) এসিড
  • গ) চুন
  • ঘ) চুনাপাথর
  • সঠিক উত্তর: (ক)
    ৩৩১. রসায়নের ক্ষেত্রে সঠিক হচ্ছে-
    (i) জীবনের জন্য বিজ্ঞান
    (ii) বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে অন্যতম
    (iii) রসায়ন চর্চার মাত্রা বেড়েই চলেছে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৩২. রসায়নের তৈরি-
    (i) তেল, চিনি
    (ii) রড, সিমেন্ট
    (iii) কাগজ, কলম, কাপড়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৩৩. দ্রবণটি অম্লীয় হলে pH এর কোন সম্পর্কটি সত্য?
  • ক) pH>7
  • খ) pH<7 li="">
  • গ) pH=7
  • ঘ) pH=14
  • সঠিক উত্তর: (খ)
    ৩৩৪. কোনটির পানি মৃদু পানি?
  • ক) পুকুরের পানি
  • খ) ডোবার পানি
  • গ) বৃষ্টির পানি
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৩৫. কয়েল বা অ্যারোসল ব্যবহার করা হয় কিসের জন্য?
  • ক) মশা তাড়াতে
  • খ) ঘরে সুগন্ধ বাড়াতে
  • গ) জীবাণু ধ্বংস করতে
  • ঘ) কোনোটিই নয়
  • সঠিক উত্তর: (ক)
    ৩৩৬. কাঠের প্রধান রসায়নি উপাদান কোনটি?
  • ক) সেলুলোজ
  • খ) স্টার্চ
  • গ) হাইড্রোকার্বন
  • ঘ) হাইড্রোজেন
  • সঠিক উত্তর: (ক)
    ৩৩৭. জলীয় দ্রবণে কোন এসিড হাইড্রোজেন আয়ন দিলে তাকে বলে?
  • ক) pH
  • খ) প্রশমন বিক্রিয়া
  • গ) এসিড
  • ঘ) আয়নীকরণ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৩৮. মাটির pH মান খুব বেশি হলে-
    i.মাটি বেসিক
    ii. অ্যামোনিয়াম সালফেট ব্যবহৃত হয়
    iii. চুন ব্যবহৃত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৩৯. মরিচার উপাদান হচ্ছে-
    (i) লোহা
    (ii) জলীয় বাষ্প
    (iii) অক্সিজেন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৪০. বেকিং পাউডার-
    i. পরোটা ফলাতে ব্যবহৃত হয়
    ii. সোডিয়াম বাই কার্বনেট ও টারটারিক এসিডের মিশ্রণ
    iii. শুষ্ক অবস্থায় CO2 গ্যাস সৃষ্টি করে না
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩৪১. কল-কারখানা ও যানবাহনের ধোঁয়ায় নিচের কোনটি থাকে?
  • ক) C
  • খ) H2O
  • গ) Dry Ice
  • ঘ) CO2
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৪২. নিচের তথ্যগুলো পড়-
    (i) ভারতবর্ষে ৫০০০ বছর পূর্বে রঙের ব্যবহার শুরু হয়েছে
    (ii) স্বর্ণ অভিজাত ও মূলবান ধাতু
    (iii) ফারসি ‘আল-কিমিয়া’ থেকে ‘আল-কেমি’ শব্দের উৎপত্তি হয়েছে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৪৩. সাধারণত লবণসমূহ কেমন?
  • ক) অম্লীয়
  • খ) ক্ষারীয়
  • গ) নিরপেক্ষ
  • ঘ) লবণাক্ত
  • সঠিক উত্তর: (গ)
    ৩৪৪. নিচের কোনটি কার্বনের যৌগ নয়?
  • ক) মরিচা
  • খ) কাঠ
  • গ) মোম
  • ঘ) কেরোসিন
  • সঠিক উত্তর: (ক)
    ৩৪৫. ক্ষারীয় লবণ-
  • ক) NaHCO3
  • খ) NaCI
  • গ) NaNO3
  • ঘ) Na2SO4
  • সঠিক উত্তর: (ক)
    ৩৪৬. বর্জ্যের সালফিউরিক এসিড পানির pH মানে কী পরিবর্তন করে?
  • ক) বৃদ্ধি করে
  • খ) হ্রাস করে
  • গ) ঠিক করে
  • ঘ) অনেক বৃদ্ধি করে
  • সঠিক উত্তর: (খ)
    ৩৪৭. গাঢ় -এর ক্ষেত্রে-
    i. 98% সালফিউরিক এসিড থাকে
    ii. জারক ধর্ম আছে
    iii. পানিতে সকল অনুপাতে মিশ্রণীয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৪৮. রক্তে pH মান কত হওয়া প্রয়োজন?
  • ক) ৭.৩৫-৭.৪৫
  • খ) ৬.০০-৭.০০
  • গ) ৭.০০-৮.০০
  • ঘ) ৮.০০-৯.০০
  • সঠিক উত্তর: (ক)
    ৩৪৯. জৈব যৌগ তন্তুর সমন্বয়ে গঠিত হয় -
  • ক) শার্ট
  • খ) প্যান্ট
  • গ) গেঞ্জি
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫০. নিচের কোন দ্রবনের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা সবচেয়ে কম?
  • ক) 0.5 M HCI
  • খ) 1.0 M HCI
  • গ) 0.5 M H2SO4
  • ঘ) 2 M CH3COOH
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫১. খাদ্য পরিপাকে সাহায্য করে কোনটি?
  • ক) H2SO4
  • খ) HNO3
  • গ) NaOH
  • ঘ) H2CO3
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫২. অজানা দ্রবণের pH মান জানার জন্য কোনটি ব্যবহার করা হয়?
  • ক) pH মিটার
  • খ) স্কেল
  • গ) কাগজ
  • ঘ) ফিল্টার পেপার
  • সঠিক উত্তর: (ক)
    ৩৫৩. মাটি অতিরিক্ত ক্ষারীয় হলে কোন যৌগটি যোগ করা হয়?
  • ক) অ্যামোনিয়অম সালফেট
  • খ) অ্যামোনিয়া
  • গ) অ্যামোনিয়াম নাইট্রেট
  • ঘ) সোডিয়াম কার্বনেট
  • সঠিক উত্তর: (ক)
    ৩৫৪. প্রাচীন রসায়ন বিদ্যার সূচনা হয় কোন দেশে?
  • ক) ভারতবর্ষ
  • খ) চীন
  • গ) ইংল্যান্ড
  • ঘ) মিসর
  • সঠিক উত্তর: (ক)
    ৩৫৫. ধাতুর অক্সাইড এসিডের সাথে বিক্রিয়কের কি উৎপন্ন করে?
  • ক) এসিড
  • খ) ক্ষারক
  • গ) লবণ
  • ঘ) লবণ ও পানি
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫৬. ল্যাবরেটরিতে প্রাপ্ত এসিড-
    i. হাইড্রোক্লোরিক এসিড (HCI)
    ii. সালফিউরিক এসিড (H2SO4)
    iii. নাইট্রিক এসিড (HNO3)
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫৭. মাত্রাতিরিক্ত ঔষধ সেবনে-
  • ক) কোনো সমস্যা হয় না
  • খ) স্বাস্থ্য নষ্ট হয়ে যায়
  • গ) ক্ষুধা কমে যায়
  • ঘ) মৃত্যুও হতে পারে
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫৮. পানির pH কত হলে জীবের জন্য প্রাণনাশক?
  • ক) 4.5 এর বেশি
  • খ) 4.5 এর কম
  • গ) 9.5 এর বেশি
  • ঘ) 9.5 এর কম
  • সঠিক উত্তর: (খ)
    ৩৫৯. বাসাবাড়িতে ক্ষারজাতীয় পদার্থ ব্যবহৃত হয়।
    i.কাচ পরিষ্কারক হিসেবে
    ii. টয়লেট ক্লিনার হিসেবে
    iii. চুনকাম করার জন্য
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৬০. নিচের কোনটি সংরক্ষণে প্রিজারভেটিভস ব্যবহৃত হয়?
  • ক) জুস
  • খ) মাছ
  • গ) মাংস
  • ঘ) ফলমূল
  • সঠিক উত্তর: (ক)
    ৩৬১. গাঢ় এসিডে কী উপস্থিত থাকে?
  • ক) পানি
  • খ) আয়রন
  • গ) ম্যাগনেসিয়াম
  • ঘ) ক্যালসিয়াম
  • সঠিক উত্তর: (ক)
    ৩৬২. রাসায়নিক হাইড্রোজেন দ্রব্য বুঝার জন্য কোনটির মান ব্যবহার করা হয়?
  • ক) BOD
  • খ) COD
  • গ) pH
  • ঘ) এসিড
  • সঠিক উত্তর: (খ)
    ৩৬৩. কোনটি অক্সিজেন ও হাইড্রোজেন দ্বারা গঠিত?
  • ক) পানি
  • খ) মোম
  • গ) কয়লা
  • ঘ) প্রাকৃতিক গ্যাস
  • সঠিক উত্তর: (ক)
    ৩৬৪. ভিটামিন সি-
  • ক) এসিড
  • খ) ক্ষার
  • গ) লবণ
  • ঘ) জৈব এসিড
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৬৫. নিচের কোন উপাদান থাকলে পানিতে সাবানের ফেনা হয় না?
  • ক) ক্যালসিয়াম
  • খ) ম্যাগনেসিয়াম
  • গ) আয়রন ধাতুর বাইকার্বনেট
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৬৬. NO এর বর্ণ কেমন?
  • ক) লাল
  • খ) নীল
  • গ) সবুজ
  • ঘ) বর্ণহীন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৬৭. বিদ্যুৎ, চুম্বক, কম্পিউটারে পদার্থের কোন ধর্মের সমন্বয় ঘটেছে?
  • ক) রাসায়নিক
  • খ) জৈবিক
  • গ) ভৌত
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ক)
    ৩৬৮. সময়ের সাথে সাথে রসায়ন চর্চা -
  • ক) ক্রমবর্ধমান
  • খ) ব্যাপক
  • গ) পিছিয়ে পড়ছে
  • ঘ) নেই বললেই চলে
  • সঠিক উত্তর: (ক)
    ৩৬৯. সমাজ ও পরিবেশ রক্ষায় কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব?
  • ক) রাসায়নি দ্রব্যাদির ব্যবহার কমিয়ে
  • খ) রাসায়নিক পদার্থের গুণাগুণ ও সঠিক ব্যবহার নিশ্চিত করে
  • গ) রাসায়নিক পদার্থ ব্যবহার বন্ধ করে
  • ঘ) নাগরিক সচেতনতা বৃদ্ধি করে
  • সঠিক উত্তর: (খ)
    ৩৭০. মাটির pH এর ক্ষেত্রে-
    i. pH সাধারণত 4-8 হয়ে থাকে
    ii. pH 3 এর কম হলে এসিডিক হয়
    iii. pH 9.5 এর বেশি হলে ক্ষারীয় হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৭১. ফিস্টার পেপার গাঢ় H2SO4 দিলে-
  • ক) আগুন জ্বলে উঠবে
  • খ) কালো অবশেষ পাওয়া যাবে
  • গ) SO2 তৈরি হবে
  • ঘ) পানি পাওয়া যাবে
  • সঠিক উত্তর: (খ)
    ৩৭২. নিচের কোনটি রসায়নের ক্ষেত্রে সত্য নয়-
  • ক) ডাল, সাবান, লবণ সবই রসায়নের যৌগ
  • খ) সার, কীটনাশক রাসায়নিক দ্রব্য
  • গ) রাসায়নিক দ্রব্য মানেই ক্ষতিকর
  • ঘ) বিজ্ঞানের বিভিন্ন শাখার সাথে রসায়নের শক্ত যোগসূত্র
  • সঠিক উত্তর: (গ)
    ৩৭৩. বাংলাদেশে দূষণ রোধের সবচেয়ে বড় উপায়-
  • ক) বায়োগ্যাস ব্যবহার
  • খ) আধুনিক লাকড়ির চুলা ব্যবহার
  • গ) পারমাণবিক শক্তি
  • ঘ) জনসচেতনতা
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৭৪. দুর্বল এসিড হল-
    i. জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয়
    ii. H+ আয়নের পরিমাণ সবল এসিডের তুলনায় কম
    iii. উদাহরণ-এসিটিক এসিড, সাইট্রিক এসিড
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৭৫. নিচের কোনটি দাহ্য পদার্থ?
  • ক) CI2
  • খ) জৈব পার অক্সাইড
  • গ) অ্যারোসল
  • ঘ) আয়োডিন
  • সঠিক উত্তর: (গ)
    ৩৭৬. রাসায়নিক দ্রব্য সংগ্রহ এবং তা দিয়ে পরীক্ষণের পূর্বে নিচের কোনটি জরুরি?
  • ক) জ্ঞানার্জন
  • খ) দক্ষতা
  • গ) জ্ঞানার্জন ও দক্ষতা
  • ঘ) সূক্ষ্মতা
  • সঠিক উত্তর: (গ)
    ৩৭৭. বিভিন্ন যন্ত্রের মূলনীতি বা পরীক্ষণ মূলনীতি কোনটির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত?
  • ক) পদার্থবিজ্ঞান
  • খ) রসায়ন
  • গ) গণিত
  • ঘ) কোয়ান্টাম ম্যাকানিক্স
  • সঠিক উত্তর: (খ)
    ৩৭৮. নিচের কোনটি দুর্বল এসিড?
  • ক) H2SO4
  • খ) HNO3
  • গ) HCI
  • ঘ) CH3COOH
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৭৯. সিরকা বা ভিনেগারে কোন এসিড থাকে?
  • ক) সাইট্রিক এসিড
  • খ) টারটারিক এসিড
  • গ) নাইট্রিক এসিড
  • ঘ) ইথায়নিক এসিড
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৮০. কস্টিক শব্দের অর্থ-
  • ক) সোডিয়াম
  • খ) আগুন
  • গ) মৃৎকার
  • ঘ) পোড়ানো
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৮১. মোম হলো?
  • ক) নাইট্রোজেনের যৌগ
  • খ) কার্বনের যৌগ
  • গ) হাইড্রোজেনের যৌগ
  • ঘ) কার্বন ও হাইড্রোজেনের যৌগ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৮২. অক্সিজেনের উৎস কোনটি?
  • ক) পানি
  • খ) মাটি
  • গ) বায়ু
  • ঘ) কার্বন ডাই অক্সাইড
  • সঠিক উত্তর: (গ)
    ৩৮৩. তেজস্ক্রিয় রশ্মি চিহ্নিত রাসায়নিক পদার্থ-
    (i) মানব দেহকে বিকলাঙ্গ করতে পারে
    (ii) শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে
    (iii) ১৯৪৬ সালে আমেরিকাতে প্রথম ব্যবহৃত হয়েছিল
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৮৪. বিশুদ্ধ হাইয্রোক্লোরিক এসিডের বর্ণ কেমন?
  • ক) লাল
  • খ) হলুদাভ
  • গ) বর্ণহীন
  • ঘ) সাদা
  • সঠিক উত্তর: (গ)
    ৩৮৫. ক্ষার হল-
    i. পানিতে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়
    ii. NaOH, Ca(OH)2 ইত্যাদি
    iii. অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৮৬. কোন এসিড আমরা খাই?
  • ক) HNO3
  • খ) H2SO4
  • গ) HCI
  • ঘ) CH3-COOH
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৮৭. অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় নিচের কোনটিতে?
  • ক) লেবু
  • খ) প্যাসন
  • গ) টক দই
  • ঘ) সিরকা
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৮৮. সর্বপ্রথম স্বর্ণ আহরণ শুরু করে কারা?
  • ক) মিসরীয়রা
  • খ) আরবীয়ারা
  • গ) ব্রিটিশরা
  • ঘ) রোমানরা
  • সঠিক উত্তর: (ক)
    ৩৮৯. এসিডসমূহ-
    i. নীল লিটমাসকে লাল করে
    ii. জলীয় দ্রবনে প্রোটন দান করে
    iii. Cu(OH)2 এর সাথে লবণ তৈরি করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৯০. এসিডে H+ কিভাবে থাকে?
  • ক) যুক্ত থাকে
  • খ) ভ্রাম্যমাণ থাকে
  • গ) দ্রবীভূত থাকে
  • ঘ) ভাসমান থাকে
  • সঠিক উত্তর: (খ)
    ৩৯১. মাটির pH 3 এর কম হলে মাটি থেকে কোন উপাদান চলে যায়?
  • ক) ক্যালসিয়াম
  • খ) সোডিয়াম
  • গ) জিঙ্ক
  • ঘ) অক্সিজেন
  • সঠিক উত্তর: (ক)
    ৩৯২. লঘু এসিডের ক্ষেত্রে- i. ii. iii. নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৯৩. নির্জনে ও স্থিত জায়গায় সংরক্ষণ করতে হয় কোন সাংকেতিক চিহ্ন সম্বলিত পদার্থ?
  • ক) আগুনের শিখা
  • খ) বিপদ সংকেত
  • গ) বিস্ফোরিত বোমা
  • ঘ) তেজস্ক্রিয় রশ্মি চিহ্ন
  • সঠিক উত্তর: (গ)
    ৩৯৪. H2OSO4 এর আণবিক ভর কত?
  • ক) 98
  • খ) 78
  • গ) 96
  • ঘ) 74
  • সঠিক উত্তর: (ক)
    ৩৯৫. নিচের কোনটি জায়মান ক্লোরিনের সংকেত?
  • ক) CI2
  • খ) CI
  • গ) 2CI
  • ঘ) [CI]
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৯৬. অতিরিক্ত খাওয়ার ফলে পাকস্থলীতে কিসের সৃষ্টি হয়?
  • ক) ক্ষারকত্বের
  • খ) এসিডিটি
  • গ) pH বেড়ে যায়
  • ঘ) pH কমে যায়
  • সঠিক উত্তর: (খ)
    ৩৯৭. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সৃষ্টি হয়-
    i. SO2
    ii. SO3
    iii. NO
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৩৯৮. কোন ধাতুটি সাধারণত বৈদ্যুতিক তারে ব্যবহার করা হয়?
  • ক) Zn
  • খ) Pt
  • গ) Cu
  • ঘ) Ag
  • সঠিক উত্তর: (গ)
    ৩৯৯. ওজোন স্তরের গ্যাসসমূহের চিহ্নিতকরণে ব্যবহৃত হয়-
  • ক) পদার্থবিজ্ঞান
  • খ) রসায়ন
  • গ) গণিত
  • ঘ) জীববিজ্ঞান
  • সঠিক উত্তর: (খ)
    ৪০০. কাঠের প্রধান উপাদান কী?
  • ক) সেলুলোজ
  • খ) কার্বন
  • গ) কার্বন ডাই অক্সাইড
  • ঘ) ডিএনএ
  • সঠিক উত্তর: (ক)
    ৪০১. পানিচক্রে পানি প্রবাহের সময় পানিতে কি দ্রবীভূত হয়?
  • ক) এসিড
  • খ) ক্ষারক
  • গ) লবণ
  • ঘ) বর্জ্য
  • সঠিক উত্তর: (গ)
    ৪০২. খনি থেকে আহরিত মূল্যবান ধাতু হলো-
    (i) স্বর্ণ
    (ii) রৌপ্য
    (iii) সীসা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪০৩. এসিডের তুলনায় ক্ষার চোখের বেশি ক্ষতি করার কারণ-
  • ক) চোখে এসিড প্রতিরোধ পদার্থ থাকে
  • খ) চোখে ক্ষার প্রতিরোধী পদার্থ থাকে
  • গ) চোখে থাকা গ্লাইকোজেন
  • ঘ) চোখে ক্ষার প্রতিরোধী পদার্থ থাকে না
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪০৪. ভিনেগার কি ধরনের এসিড?
  • ক) সাইট্রিক এসিড
  • খ) নাইট্রিক এসিড
  • গ) ইথানয়িক এসিড
  • ঘ) কার্বনিক এসিড
  • সঠিক উত্তর: (গ)
    ৪০৫. ১৯৯২ সালে অনুষ্ঠিত পরিবেশ উন্নয়ন সম্মেলনের উদ্যোক্তা কে ছিল?
  • ক) ইউনেস্কো
  • খ) সার্ক
  • গ) আসিয়ান
  • ঘ) জাতিসংঘ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪০৬. কোন লঘু এসিডের সাথে কপার বিক্রিয়া করে না?
  • ক) HCI
  • খ) HNO3
  • গ) H2SO4
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ক)
    ৪০৭. নিচের কোনটির উপস্থিতির জন্য অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষার?
  • ক) NH4+
  • খ) OH-
  • গ) NH3
  • ঘ) H2O
  • সঠিক উত্তর: (খ)
    ৪০৮. কোনো পরীক্ষণের ফলাফল সম্পর্কে আগেই ধারণা থাকলে-
  • ক) ফলাফল নিয়ে কৌতুহল থাকে
  • খ) কাজ করা কঠিন হয়ে যায়
  • গ) কাজ শেষ করতে অধিক সময় লাগে
  • ঘ) পরবর্তী ধাপে অগ্রসর হওয়া দ্রুত ও সহজ হয়
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪০৯. নিচের কোন যৌগটি আণবিক অবস্থায় থাকে?
  • ক) বিশুদ্ধ H2SO4
  • খ) সাইট্রিক এসিড
  • গ) NO2
  • ঘ) অনাদ্র সাইট্রিক এসিড
  • সঠিক উত্তর: (ক)
    ৪১০. মারাত্মক বিষাক্ত পদার্থ-
    (i) ত্বকে লাগলে বা খেলে মৃত্যু হতে পারে
    (ii) তালাবদ্ধ স্থানে রাখতে হবে
    (iii) পরীক্ষার পর মিশ্রণের পরিশোধন করা জরুরি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪১১. কাচ পরিষ্কার করতে ব্যবহৃত হয়-
  • ক) NH3
  • খ) NaCI
  • গ) Ca(NO3)2
  • ঘ) Ca(OH)2
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪১২. পানির pH মান কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়?
  • ক) pH পেপার
  • খ) বারোমিটার
  • গ) থার্মোমিটার
  • ঘ) স্কেল
  • সঠিক উত্তর: (ক)
    ৪১৩. পানিতে অত্যন্ত দ্রবণীয় কোনটি?
  • ক) HCI গ্যাস
  • খ) CH3COOH
  • গ) HOOC-COOH
  • ঘ) H2CO3
  • সঠিক উত্তর: (ক)
    ৪১৪. পানির তাপমাত্রা কোন যন্ত্র দিয়ে মাপা হয়?
  • ক) বারোমিটার
  • খ) pH মিটার
  • গ) থার্মোমিটার
  • ঘ) স্কেল
  • সঠিক উত্তর: (গ)
    ৪১৫. মৃদু পানিতে কোনটি দ্রবীভূত থাকে না?
  • ক) ক্যালসিয়াম আয়ন
  • খ) ম্যাগনেসিয়াম আয়ন
  • গ) আয়রন আয়ন
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪১৬. অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার প্রতিটি ধাপ-
  • ক) বিচ্ছিন্ন
  • খ) আলাদা
  • গ) পরিপূরক
  • ঘ) একই
  • সঠিক উত্তর: (গ)
    ৪১৭. সক্রিয় ধাতু ও লঘু এসিড পরীক্ষাটি কিসের চূর্ণ দিয়ে সম্পন্ন করা হয়?
  • ক) অ্যালুমিনিয়াম
  • খ) ম্যাঙ্গানিজ
  • গ) আয়রন ও কপার চূর্ণ
  • ঘ) ভেনাডিয়াম
  • সঠিক উত্তর: (গ)
    ৪১৮. দেহত্বকের জন্য আদর্শ pH মান কত
  • ক) 5.7
  • খ) 5.6
  • গ) 5.5
  • ঘ) 5.4
  • সঠিক উত্তর: (গ)
    ৪১৯. প্রাকৃতিক গ্যাসে আগুন জ্বালানো অর্থ হচ্ছে কার্বন যৌগের?
  • ক) জারণ
  • খ) বিজারণ
  • গ) দহন
  • ঘ) কোনোটিই নয়
  • সঠিক উত্তর: (গ)
    ৪২০. নিচের কোনটি পানিতে আংশিক দ্রবণীয়?
  • ক) Fe(OH)2
  • খ) Ca(OH)2
  • গ) Cu(OH)2
  • ঘ) AI(OH)3
  • সঠিক উত্তর: (খ)
    ৪২১. আন্তর্জাতিক রশ্মি চিহ্নটি কোন দেশে প্রথম ব্যবহৃত হয়েছিল?
  • ক) চীনে
  • খ) ইংল্যান্ডে
  • গ) গ্রীসে
  • ঘ) আমেরিকাতে
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪২২. চুনাপাথরের সংকেত কোনটি?
  • ক) CaO
  • খ) CaCO3
  • গ) NaOH
  • ঘ) Ca(OH)2
  • সঠিক উত্তর: (খ)
    ৪২৩. চুনাপাথরের উপর লঘু সালফিউরিক এসিড যোগ করলে নিচের কোন যৌগটি উৎপন্ন হবে?
  • ক) CO2
  • খ) H2
  • গ) O2
  • ঘ) SO2
  • সঠিক উত্তর: (ক)
    ৪২৪. নিচের কোনটি অধিক বিদ্যুৎ পরিবহন করবে?
  • ক) NH3
  • খ) NH4OH
  • গ) হাইড্রোজেন ক্লোরাইড
  • ঘ) শুষ্ক সাইট্রিক এসিড
  • সঠিক উত্তর: (খ)
    ৪২৫. জমিতে রাসায়নিক সার ব্যবহারের কারণ কী?
  • ক) মাটির pH কমানো
  • খ) পুষ্টি প্রদান
  • গ) পোকামাকড় ধ্বংস
  • ঘ) কোনোটিই নয়
  • সঠিক উত্তর: (খ)
    ৪২৬. নিচের তথ্যগুলো পড়-
    (i) কাঠ প্রধানত সেলুলোজের তৈরি
    (ii) প্রাকৃতিক গ্যাস হল মিথেন
    (iii) মোম হচ্ছে কার্বন ও হাইড্রোজেনের যৌগ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪২৭. বৃষ্টির পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে-
    i. CO2
    ii. NO2 
    iii. CO
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৪২৮. লঘু সালফিউরিক এসিড ও চুনাপাথর বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেটের ওপর যে আস্তরণ পড়ে তা হল-
    i. ক্যালসিয়াম সালেফেট
    ii. ক্যালসিয়াম ফসফেট
    iii.ক্যালসিয়াম বাই সালফেট
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৪২৯. অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ-
    i. লাল লিটমাস নীল করে
    ii. কাচ পরিস্কারক হিসাবে ব্যবহৃত হয়
    iii. এসিডের সাথে বিক্রয়া করে লবণ ও পানি উৎপন্ন করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৩০. বাদামি বর্ণের বোতলে নাইট্রিক এসিড রাখার কারণ কোনটি?
  • ক) আলো থেকে রক্ষা
  • খ) নিরাপত্তা
  • গ) বিস্ফোরনের হাত থেকে রক্ষা
  • ঘ) দুর্গন্ধ থেকে রক্ষা
  • সঠিক উত্তর: (ক)
    ৪৩১. নিম্নের কোনটি পানিতে দ্রবীভূত থাকলে পানি স্থায়ী খর হয়?
  • ক) ক্লোরাইড
  • খ) ক্যালসিয়াম বাইকার্বনেট
  • গ) পটাসিয়াম বাই কার্বনেট
  • ঘ) ম্যাগনেসিয়াম বাই কার্বনেট
  • সঠিক উত্তর: (ক)
    ৪৩২. ভিটামিন সি-এর অপর নাম কী?
  • ক) সাইট্রিক এসিড
  • খ) নাইট্রিক এসিড
  • গ) এসকরবিক এসিড
  • ঘ) এসিটিক এসিড
  • সঠিক উত্তর: (গ)
    ৪৩৩. উদ্ভিদ খাদ্য প্রস্তুত ও সঞ্চয় করে কোন প্রক্রিয়ায়?
  • ক) সালোকসংশ্লেষণ
  • খ) শ্বসন
  • গ) অভিস্রবণ
  • ঘ) প্রস্বেদন
  • সঠিক উত্তর: (ক)
    ৪৩৪. নিঃস্বাসের সাথে আমাদের দেহে প্রবেশ করে কোনটি?
  • ক) কয়েলের ধোঁয়া
  • খ) কার্বন ডাই অক্সাইড
  • গ) সালফার ডাই অক্সাইড
  • ঘ) কসমেটিকসের ঘ্রাণ
  • সঠিক উত্তর: (ক)
    ৪৩৫. রক্ত-
    i. ক্ষারীয়
    ii. মূল উৎপাদন পানি
    iii. pH 7.4
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৩৬. কপার বিক্রিয়া করে-
    i. HCI এর সাথে
    ii. লঘু HNO3 এর সাথে
    iii. গাঢ় HNO3 এর সাথে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৪৩৭. অন্তঃদহন ইঞ্জিনে পেট্রোলিয়াম পোড়ানোর সময়ে কোন অতিরিক্ত গ্যাস উৎপন্ন হয়?
  • ক) NO2
  • খ) CO2
  • গ) CI2
  • ঘ) F2
  • সঠিক উত্তর: (ক)
    ৪৩৮. BOD এর মান হল-
  • ক) জৈব রাসায়নিক হাইড্রোজেনের চাহিদা
  • খ) জৈব রাসায়নিক অক্সিজেনের ক্ষমতা
  • গ) জৈব রাসায়নিক অক্সিজেনের চাহিদা
  • ঘ) জৈব রাসায়নিক হাইড্রোজেনের ক্ষমতা
  • সঠিক উত্তর: (গ)
    ৪৩৯. মৌমাছি কামড় দিলে ক্ষতস্থানে কী ব্যবহার করা যেতে পারে?
  • ক) কলিচুন
  • খ) ভিনেগার
  • গ) খাবার লবণ
  • ঘ) পানি
  • সঠিক উত্তর: (ক)
    ৪৪০. গবেষণার জন্ম কোথা থেকে?
  • ক) কোনো বিষ্ময় সম্বন্ধে জিজ্ঞাসা থেকে
  • খ) অনুসন্ধান থেকে
  • গ) বিষয়বস্তু নির্ধারণ থেকে
  • ঘ) পরিকল্পনা প্রণয়ন থেকে
  • সঠিক উত্তর: (খ)
    ৪৪১. লঘু সালফিউরিক এসিডের দ্রবণে আয়রন গুঁড়া যোগ করা হলে কী উৎপন্ন হয়?
  • ক) ফেরাস ফসফেট
  • খ) আয়রন সালফেট
  • গ) আয়রন কার্বনেট
  • ঘ) আয়রন হাইড্রক্সাইড
  • সঠিক উত্তর: (খ)
    ৪৪২. প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম হলো-
  • ক) কৃত্রিম জ্বালানি
  • খ) খনিজ জ্বালানি
  • গ) প্রাকৃতিক জ্বালানি
  • ঘ) তরল জ্বালানি
  • সঠিক উত্তর: (খ)
    ৪৪৩. কোনো পরীক্ষণের ফলাফল সম্পর্কে আগাম ধারণা থাকলে-
    (i) প্রাপ্ত ফলাফল নিয়ে কোনো কৌতূহল থাকে না
    (ii) পরবর্তী ধাপে অগ্রসর হওয়া দ্রুত ও সহজ হয়
    (iii) কাজের পরিকল্পনা প্রণয়নের অসুবিধা হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৪৪৪. কার্বনের যৌগকে অক্সিজেন দহন করলে নিচের কোনটি উৎপন্ন হবে?
  • ক) Na2CO
  • খ) C
  • গ) CO2
  • ঘ) H2CO3
  • সঠিক উত্তর: (গ)
    ৪৪৫. এসিড বৃষ্টির জন্য দায়ী-
    i. NO2
    ii. SO2
    iii. SO3
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৪৬. কোনটি ব্যতীত রসায়নের তত্ত্বীয় জ্ঞানার্জন অসম্ভব?
  • ক) পদার্থ
  • খ) গণিত
  • গ) জীববিজ্ঞান
  • ঘ) কোয়ান্টাম ম্যাকানিক্স
  • সঠিক উত্তর: (খ)
    ৪৪৭. নিচের কোনটি খনিজ জ্বালানি নয়?
  • ক) বায়োগ্যাস
  • খ) কয়লা
  • গ) প্রাকৃতিক গ্যাস
  • ঘ) পেট্রোলিয়াম
  • সঠিক উত্তর: (ক)
    ৪৪৮. ক্ষার দ্রবণে যথার্থ পরিমাণ এসিড দ্রবণ যোগ করা হলে কি ধরনের দ্রবণ উৎপন্ন হয়?
  • ক) ক্ষার দ্রবণ
  • খ) এসিড দ্রবণ
  • গ) প্রশম দ্রবণ
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (গ)
    ৪৪৯. গ্রীষ্মকালে পানির সাধারণ তাপমাত্রা কত?
  • ক) 30-350
  • খ) 33-350
  • গ) 31-350
  • ঘ) 32-350
  • সঠিক উত্তর: (ক)
    ৪৫০. হাইড্রোক্সাইড আয়ন কোন চার্জ বহন করে?
  • ক) ধনাত্মক
  • খ) ঋণাত্মক
  • গ) উভয় চার্জ
  • ঘ) চার্জ নিরপক্ষ
  • সঠিক উত্তর: (খ)
    ৪৫১. পরীক্ষণের পরিবর্তে কী করা যেতে পারে?
  • ক) তথ্য-উপাত্ত সংগ্রহ
  • খ) অনুসন্ধান
  • গ) বিশ্লেষণ
  • ঘ) ফলাফল প্রদান
  • সঠিক উত্তর: (ক)
    ৪৫২. pH এর কোন মানের জন্য দ্রবণ নিরপেক্ষ হয়?
  • ক) 1
  • খ) 7
  • গ) 14
  • ঘ) 10
  • সঠিক উত্তর: (খ)
    ৪৫৩. নিচের কোনটি জারক পদার্থ?
  • ক) অ্যারোসল
  • খ) পেট্রোলিয়াম
  • গ) হাইড্রোজেন
  • ঘ) ক্লোরিন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৫৪. মানুষের মৌলিক চাহিদার উপকরণ জোগাতে সার্বক্ষণিকভাবে নিয়োজিত কে?
  • ক) জীববিজ্ঞান
  • খ) গণিত
  • গ) পদার্থবিজ্ঞান
  • ঘ) রসায়ন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৫৫. সাম্যাবস্থা নিয়ন্ত্রণের নিয়ামক হচ্ছে-
    i. তাপ
    ii. তাপমাত্রা
    iii. পাত্রের আকার
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৪৫৬. অ্যামোনিয়া গ্যাস ও পানির বিক্রিয়ায় কোন আয়ন উৎপন্ন হয়?
  • ক) NH4+
  • খ) OH-
  • গ) NH4+ ও OH-
  • ঘ) NH42-
  • সঠিক উত্তর: (গ)
    ৪৫৭. তেজস্ক্রিয় রশ্মি চিহ্নিত পদার্থ কীরূপ পাত্রে সংরক্ষণ করা উচিত?
  • ক) বিশেষ ধরনের পাতলা পাত্র
  • খ) অনেক পাতলা পাত্র যাতে আলো সহজে প্রবেশ করতে পারে
  • গ) বিশেষ ধরনের পুরু পাত্র যাতে রশ্মি বের হতে না পারে
  • ঘ) রঙিন পাত্র যাতে রশ্মি প্রবেশ করতে না পারে?
  • সঠিক উত্তর: (গ)
    ৪৫৮. খনিজ এসিড-
    i. ফসফরিক এসিড (H3SO4)
    ii. সালফিউরিক এসিড (H2SO4)
    iii. ভিটামিন সি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৪৫৯. ল্যাবরেটরিতে ব্যবহৃত ক্ষার হলো-
    i. আয়রন অক্সাইড
    ii. ক্যালসিয়াম অক্সাইড
    iii. সোডিয়াম অক্সাইড
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৪৬০. লেবুতে কি এসিড থাকে?
  • ক) কার্বনিক এসিড
  • খ) নাইট্রিক এসিড
  • গ) অক্সালিক এসিড
  • ঘ) সাইট্রিক এসিড
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৬১. কোন আয়ন ঋনাত্ম চার্জ বহন করে?
  • ক) সোডিয়াম আয়ন
  • খ) ক্যালসিয়াম আয়ন
  • গ) পটাসিয়াম আয়ন
  • ঘ) হাইড্রোক্সাইড আয়ন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৬২. নিচের কোনটি অভিজাত্যে মূল্যবান ধাতু?
  • ক) সীসা
  • খ) লোহা
  • গ) স্বর্ণ
  • ঘ) দস্তা
  • সঠিক উত্তর: (গ)
    ৪৬৩. কোনটি দুর্বল এসিড?
  • ক) HNO3
  • খ) HCI
  • গ) H2CO3
  • ঘ) H2CO4
  • সঠিক উত্তর: (গ)
    ৪৬৪. জীবনের জন্য বিজ্ঞান বলা হয় কাকে?
  • ক) পদার্থ
  • খ) রসায়ন
  • গ) জীববিজ্ঞান
  • ঘ) প্রাণিবিজ্ঞান
  • সঠিক উত্তর: (খ)
    ৪৬৫. অনুসন্ধান ও গবেষণার তৃতীয় ধাপ কোনটি?
  • ক) বিষয়বস্তু সম্পর্কে জ্ঞানার্জন
  • খ) বিষয়বস্তু নির্ধারণ
  • গ) সমস্যা চিহ্নিতকরণ
  • ঘ) পরিকল্পনা প্রণয়ন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৬৬. প্রকৃত অর্থে কসমেটিকস্ ব্যবহার করলে-
  • ক) সৌন্দর্য বর্ধন করে
  • খ) সৌন্দর্য্য হ্রাস করে
  • গ) ত্বকের ক্ষতি হয়
  • ঘ) ত্বক অপরিবর্তিত রাখে
  • সঠিক উত্তর: (গ)
    ৪৬৭. সকল প্রাণিকূল খাদ্যের জন্য কোনটির ওপর নির্ভরশীল?
  • ক) উদ্ভিদ
  • খ) অক্সিজেন
  • গ) কার্বন ডাই অক্সাইড
  • ঘ) নাইট্রোজেন
  • সঠিক উত্তর: (ক)
    ৪৬৮. ক্ষারীয় মাধ্যমে লিটমাসের বর্ণ-
  • ক) সবুজ
  • খ) কমলা
  • গ) লাল
  • ঘ) নীল
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৬৯. Zn লবণের দ্রবণে NaOH যোগ করলে-
  • ক) কালো রঙের অধঃক্ষেপ পড়ে
  • খ) সাদা রঙের অধঃক্ষেপ পড়ে
  • গ) হলুদ রঙের অধঃক্ষেপ পড়ে
  • ঘ) হালকা নীল রঙের অধঃক্ষেপ পড়ে
  • সঠিক উত্তর: (খ)
    ৪৭০. কপার (II) সালফেট দ্রবণে অ্যামোনিয়া দ্রবণ যোগ করা হলে-
  • ক) গাঢ় নীল বর্ণের অধঃক্ষেপ পড়ে
  • খ) গাঢ় নীল বর্ণের দ্রবণ তৈরি হয়
  • গ) হালকা নীল বর্ণের দ্রবণ তৈরি হয়
  • ঘ) হালকা নীল বর্ণের অধঃক্ষেপ পড়ে
  • সঠিক উত্তর: (গ)
    ৪৭১. কোন দ্রবণে কয়েক ফোঁটা ইউনিভার্সাল ইন্ডিকেটর যোগ করার পর দ্রবণটির বর্ণ বেগুনি হলে-
    i. দ্রবণটির তীব্র ক্ষার
    ii. দ্রবণটির তীব্র এসিড
    iii. দ্রবণটির pH মান 11-14 এর মধ্যে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) ii ও iii
  • ঘ) i ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৭২. মানুষের মুখের ব্যাকটেরিয়অ কোনটি উৎপন্ন করে?
  • ক) এসিড
  • খ) ক্ষার
  • গ) লবণ
  • ঘ) এনামেল
  • সঠিক উত্তর: (ক)
    ৪৭৩. ক্ষারে কোন আয়নটি ভ্রাম্যমাণ থাকে?
  • ক) H+
  • খ) OH-
  • গ) OH2-
  • ঘ) H2-
  • সঠিক উত্তর: (খ)
    ৪৭৪. নিচের কোনটি বৃত্তের ওপর আগুনের শিখা প্রদান করে?
  • ক) হাইড্রোজেন পার অক্সাইড
  • খ) CI2গ্যাস
  • গ) H2
  • ঘ) Na
  • সঠিক উত্তর: (খ)
    ৪৭৫. তথ্য-উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদান, ফলাফল গ্রহণ-এগুলো কিসের সাথে সংশ্লিষ্ট?
  • ক) বিষয়বস্তু নির্ধারণ
  • খ) অনুসন্ধান
  • গ) সম্যক জ্ঞানার্জন
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (খ)
    ৪৭৬. ভোল্টার কোষে H2SO4 এর বদলে CH3COOH ব্যবহার করলে কী ঘটবে?
  • ক) বিদ্যুৎ সৃষ্টি হবে না
  • খ) জিঙ্ক দন্ড অক্ষত থাকবে
  • গ) বিদ্যুৎ প্রবাহ উল্টো দিকে হবে
  • ঘ) প্রবাহ হাস পাবে
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৭৭. চুলের উজ্জ্বলতার জন্য pH কত হওয়া প্রয়োজন?
  • ক) 4.0-6.0
  • খ) 5.5-6.5
  • গ) 7.35-7.45
  • ঘ) 6.0-8.0
  • সঠিক উত্তর: (ক)
    ৪৭৮. জলীয় দ্রবণে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস সম্পূর্ণরূপে আয়নিত হয়ে কোন আয়ন উৎপন্ন করে?
  • ক) OH-
  • খ) H+
  • গ) H2+
  • ঘ) OH2-
  • সঠিক উত্তর: (খ)
    ৪৭৯. টয়লেট ক্লিনার হিসাবে ব্যবহৃত হয়-
  • ক) NH3
  • খ) NaOH
  • গ) H2SO4
  • ঘ) HNO3
  • সঠিক উত্তর: (খ)
    ৪৮০. প্রচীন আল কেমিদের রসায়ন চর্চা কিসের জন্ম দিয়েছে?
  • ক) আধুনিক সভ্যতার
  • খ) রসায়ন শিল্পের
  • গ) নগরায়নের
  • ঘ) পরিবেশ আন্দোলনের
  • সঠিক উত্তর: (খ)
    ৪৮১. রাসায়নিক পদার্থ ব্যবহারের ক্ষেত্রে-
    (i) পরিমিত ব্যবহার করতে হবে
    (ii) রসায়ন সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে
    (iii) রাসায়নিক পদার্থ ব্যবহারের পূর্বে এর গুণাগুণ বিচার করতে হবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৮২. কোনটি রাসায়নিক প্রক্রিয়া?
  • ক) ধাতু নিষ্কাশন
  • খ) বরফ পানিতে পরিণত হওয়া
  • গ) সামুদ্রিক ঢেউ
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ক)
    ৪৮৩. তামার মজুদের পরিমাণ বাড়াতে হলে-
  • ক) ইলেকট্রনিক্স যন্ত্রপাতির ব্যবহার কামাতে হবে
  • খ) নষ্ট হওয়া যন্ত্রাংশ থেকে তামা পুনরুদ্ধারের ব্যবস্থা নিতে হবে
  • গ) পুরাতন যন্ত্রপাতি বেশি ব্যবহার করতে হবে
  • ঘ) বিদ্যুৎশক্তির পরিমাণ বাড়াতে হবে
  • সঠিক উত্তর: (খ)
    ৪৮৪. কাপড় কাচা সোডা কী জাতীয় পদার্থ?
  • ক) এসিড জাতীয়
  • খ) ক্ষার জাতীয়
  • গ) লবণ জাতীয়
  • ঘ) নিরপেক্ষ
  • সঠিক উত্তর: (খ)
    ৪৮৫. কেক তৈরিতে কোনটি ব্যবহার করা হয়?
  • ক) বেকিং পাউডার
  • খ) সোডিয়াম হাইড্রোক্সাইড
  • গ) ক্যালসিয়াম অক্সাইড
  • ঘ) টারটারিক এসিড
  • সঠিক উত্তর: (ক)
    ৪৮৬. কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কী?
  • ক) সোডিয়াম কার্বনেট
  • খ) ক্যালসিয়াম কার্বনেট
  • গ) পটাসিয়াম কার্বনেট
  • ঘ) সোডিয়াম সালফেট
  • সঠিক উত্তর: (ক)
    ৪৮৭. ধাতুর সক্রিয়তাসিরিজে হাইড্রোজেনের উপরের ধাতু কোনটি?
  • ক) পটাসিয়াম
  • খ) কপার
  • গ) সিলভার
  • ঘ) লেড
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৮৮. একটি অংশ এসিড থেকে ও অপর অংশ ক্ষার থেকে আসে কোন জাতীয় যৌগের?
  • ক) এসিড
  • খ) ক্ষার
  • গ) লবণ
  • ঘ) পানি
  • সঠিক উত্তর: (গ)
    ৪৮৯. COD মানে হল-
  • ক) রাসায়নিক হাইড্রোজেন চাহিদা
  • খ) রাসায়নিক কার্বন চাহিদা
  • গ) রাসায়নিক অক্সিজেন চাহিদা
  • ঘ) রাসায়নিক নাইট্রোজেন চাহিদা
  • সঠিক উত্তর: (গ)
    ৪৯০. অতি অল্প পরিমাণ বায়ুর উপস্থিতিতে কাঠ বা গ্যাস পোড়ালে কোনটি উৎপন্ন হয়?
  • ক) কার্বন কণা
  • খ) কার্বন ডাই অক্সাইড
  • গ) কার্বনেট
  • ঘ) কার্বন মনো অক্সাইড
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৯১. আভিধাানিক অর্থে pH এর মানের সীমা কত?
  • ক) 1-14
  • খ) 0-14
  • গ) 3-14
  • ঘ) 4-14
  • সঠিক উত্তর: (ক)
    ৪৯২. ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অধঃক্ষেপের বর্ণ কেমন?
  • ক) সবুজ
  • খ) সাদা
  • গ) লালচে
  • ঘ) নীল
  • সঠিক উত্তর: (খ)
    ৪৯৩. সাধারণত মাটির pH কত?
  • ক) 4-9
  • খ) 4-8
  • গ) 4-10
  • ঘ) 4-11
  • সঠিক উত্তর: (খ)
    ৪৯৪. অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার ধাপসমূহ হলো-
    (i) ১ম ধাপ- বিষয়বস্তু নির্ধারণ
    (ii) ২য় ধাপ- সমস্যা চিহ্নিতকরণ
    (iii) ৩য় ধাপ- পরিকল্পনা প্রণয়ন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৪৯৫. অতিরিক্ত এসিডের জন্য-
    i. পাকস্থলীতে প্রদাহ অনুভব করে
    ii. গলায় প্রদাহ অনুভব করে
    iii. বদহজম হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৯৬. NO2 এর বর্ণ কেমন?
  • ক) গোলাপী
  • খ) বাদামি
  • গ) হলুদ
  • ঘ) লাল
  • সঠিক উত্তর: (খ)
    ৪৯৭. কাপড় কাচা সোডা কি জাতীয় পদার্থ?
  • ক) এসিড জাতীয়
  • খ) নিরপেক্ষ
  • গ) ক্ষার জাতীয়
  • ঘ) লবণ জাতীয়
  • সঠিক উত্তর: (গ)
    ৪৯৮. ট্রিফয়েল কত সালে ব্যবহৃত হয়?
  • ক) ১৯৪৫
  • খ) ১৯৪৬
  • গ) ১৯৪৭
  • ঘ) ১৯৪৮
  • সঠিক উত্তর: (খ)
    উদ্দীপকটি পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
    শিল্প এলাকার একটি জলাশযের পানিতে pH মিটারের সাহায্যে দেখা গেল pH এর মান 4। এই পানিতে জীব বসবাসের অযোগ্য ঘোষণা করা হয়।
    ৪৯৯. উদ্দীপকের উল্লেখিত জলাশয়টি কী ধরনের দূষনের শিকার?
  • ক) এসিড দূষণ
  • খ) ক্ষারীয় দূষণ
  • গ) তাপ দূষণ
  • ঘ) আর্সেনিক দূষণ
  • সঠিক উত্তর: (ক)
    ৫০০. পানিতে BOD এর মান বেশি হলে কী হয়?
  • ক) জারিত
  • খ) বিজারিত
  • গ) দূষিত
  • ঘ) বিশুদ্ধ
  • সঠিক উত্তর: (গ)