এস.এস.সি || রসায়ন || অধ্যায় -৯ এসিড-ক্ষার সমতা
১. স্বর্ণের ক্ষেত্রে নিম্নলিখিত তথ্যগুলো লক্ষ কর-
(i) অভিজাত ও মল্যবান ধাতু
(ii) খনি থেকে এ ধাতু সংগ্রহ করা হয়
(iii) খ্রিস্টপূর্ব ২৬০০ বছর পূর্বে ভারতীয়রা খনি থেকে স্বর্ণ আহরণ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii২. খাদ্যকে অধিকতর হজম করার জন্য ক্ষুদ্রান্তে কোন অবস্থার প্রয়োজন?ক) ক্ষারকীয়খ) এসিডিকগ) নিরপেক্ষঘ) লবণাক্ত অবস্থা৩. রাসায়নিক পদার্থের ক্ষেত্রে ভালো ফলাফলের জন্য কোনটি অত্যন্ত জরুরি?ক) সচেতনতাখ) পরিমিত ব্যবহারগ) পদার্থের গুণাগুণঘ) সুস্পষ্টজ্ঞান৪. টয়লেট ক্লিনার হিসেবে কোনটি ব্যবহার করা হয়?ক) NH3খ) Ca(OH)2গ) NaOHঘ) HCI৫. আন্তর্জাতিক রশ্মি চিহ্নটি কত সালে প্রথম ব্যবহৃত হয়েছিল?ক) ১৮৪৬খ) ১৯৪৬গ) ১৮৬৬ঘ) ১৯৩৬৬. কাপড় তৈরির মূল উপাদান কোনটি?ক) সুতাখ) তন্তুগ) রঙঘ) রেশম৭. উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহের রাসায়নিক পরিবর্তন-ক) তাপখ) চাপগ) অণুজীবঘ) সবগুলো৮. মোম কোন কোন মৌলের সমন্বয়ে গঠিত যৌগ?ক) N2 ও H2খ) S ও O2গ) C ও H2ঘ) O2 ও C৯. পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়াগুলো দেওয়া হল, তা লক্ষ্য কর-
i. ক্লোরিনেশন
ii. ফুটানো, থিতানো
iii. ছাঁকন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii১০. বেকিং পাউডারের মিশ্রণে ক্ষার জাতীয় পদার্থ কোনটি?ক) অ্যাসিটিক এসিডখ) সাইট্রিক এসিডগ) টারটারিক এসিডঘ) অক্সালিক এসিড১১. কোনটি ভঙ্গুর?ক) লোহাখ) মরিচাগ) রাবারঘ) স্বর্ণ১২. বৃস্টি পানিতে কোন গ্যাস দ্রবীভূত থাকে?ক) CO2খ) NO2গ) CO2 ও NO2ঘ) CO১৩. কোয়ান্টাম ম্যাকানিক্স এর সাহায্যে নিচের কোনটি সম্ভব?ক) তত্ত্বীয় জ্ঞানার্জনখ) সূত্রপ্রদান ও গাণিতিক সম্পর্কগ) পরমাণুর গঠন ব্যাখ্যাঘ) মূলনীতির ব্যাখ্যা১৪. ক্ষণস্থায়ী এসিড কোনটি?ক) HNO2খ) HNO3গ) H3PO4ঘ) HCI১৫. যে সকল পদার্থ এসিডকে প্রশমিত করে এর বৈশিষ্ট্যসূচক ধর্ম বিলুপ্ত করে তাকে কি বলে?ক) এসিডখ) ক্ষারকগ) লবণঘ) pH১৬. অম্লীয় লবণ কোনটি?ক) FeCI2খ) KCIগ) MgOঘ) MgSO4১৭. দেহ ত্বকের জন্য আদর্শ pH মান কত হওয়া প্রয়োজন?ক) 6খ) 5.5-6.35গ) 5.5ঘ) 4-6১৮. ‘অনুমিত সিদ্ধান্ত’-এর ইংরেজি প্রতিশব্দ কী?ক) Decisionখ) Inferenceগ) Hypothesisঘ) Analysis১৯. রসায়নের ক্ষেত্রে নিম্নলিখিত তথ্যগুলো লক্ষ কর-
(i) রসায়নের সাথে গণিত, পদার্থবিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞানের যোগসূত্র রয়েছে
(ii) রসায়ন অন্যান্য বিজ্ঞানের ওপর নির্ভরশীল নয়
(iii) রসায়ন হলো প্রধান বিজ্ঞানগুলোর অন্যতম
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২০. রাসায়নিক প্রক্রিয়ার উদাহরণ হচ্ছে-
(i) ফল পাকা
(ii) বরফ গলা
(iii) মোমের দহন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২১. গাঢ় নাইট্রিক এসিড কি রংয়ের বোতলে সংরক্ষণ করা হয়?ক) সাদাখ) হলুদগ) স্বচ্ছঘ) বাদামি২২. লেবুতে কোন ভিটামিন বেশি রয়েছে?ক) ভিটামিন-এখ) ভিটামিন-সিগ) ভিটামিন-বিঘ) ভিটামিন-ডি২৩. ডিটারজেন্ট কী ধরনের পদার্থ?ক) পরিষ্কারকখ) জীবাণুনাশকগ) রোগ-প্রতিরোধকঘ) বিস্ফোরক২৪. HCI গ্যাস পানিতে দ্রবীভূত হলে কোনটি উৎপন্ন হয়?ক) HCI এসিডখ) H2SO4গ) HNO3ঘ) CH3COOH২৫. নিচের কোনটি শক্তিশালী এসিড?ক) এসিটিক এসিডখ) সাইট্রিক এসিডগ) অক্সালিক এসিডঘ) নাইট্রিক এসিড২৬. কাঠ বা প্রাকৃতিক গ্যাস পোড়ালে উৎপন্ন হয়-
(i) CO
(ii) Heat
(iii) C কণা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৭. এসিডের ধর্ম হলো-
(i) এসিড টক স্বাদযুক্ত
(ii) এসিড নীল লিটমাস পেপারকে লাল করে
(iii) এসিড ক্ষার বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৮. মানুষের মুখে প্রচুর কি থাকে?ক) ভাইরাসখ) ব্যাকটেরিয়াগ) শৈবালঘ) সবগুলো২৯. খাবার খেলে তা থেকে আমরা শক্তি পাই কোন প্রক্রিয়ার মাধ্যমে?ক) শ্বসন প্রক্রিয়াখ) সালোকসংশ্লেষণ প্রক্রিয়াগ) বিপাক প্রক্রিয়াঘ) তাপীয় প্রক্রিয়া৩০. খাবার পানিতে কী থাকে?ক) অক্সিজেনখ) হাইড্রোজেনগ) খনিজঘ) সবগুলো৩১. নিচের কোনটি রাসায়নিক পদার্থ নয়?ক) কীটনাশকখ) আলোগ) অজৈব সারঘ) অ্যারোসল৩২. কখন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়?ক) গ্যাস পোড়ালেখ) কারখানায়গ) কাঠপোড়ালেঘ) সবগুলো৩৩. লোহা+অক্সিজেন জলীয় বাষ্প?ক) কার্বন ডাই অক্সাইডখ) মরিচাগ) ভেজা লোহাঘ) পারঅক্সাইড৩৪. উদ্দীপকের বিক্রিয়ার মাধ্যমে 68g NH3 প্রস্তুত করতে কত গ্রাম H2 প্রয়োজন হবে?ক) 6gখ) 12gগ) 24gঘ) 28g৩৫. নিম্নের কোনটিতে জৈব যৌগ বিদ্যমান-ক) খাদ্য লবণখ) সালফিউরিক এসিডগ) কাঠঘ) পানি৩৬. সালফার ট্রাইঅক্সাইডের সাথে কি মিশ্রিত হয়ে ঘন কুয়াশার মত অবস্থা সৃষ্টি করে?ক) H2Oখ) NOগ) NO2ঘ) SO2৩৭. লেড ও জিঙ্ক সালফেটের বিক্রিয়াতে-ক) লেড জারিত হয়খ) লেড বিজারিত হয়গ) জিঙ্ক সালফেট তৈরি হয়ঘ) কোনো উৎপাদ পাওয়া যায় না৩৮. খর পানির ক্ষেত্রে-
i. আয়রন আয়ন একটি উপাদান
ii. সাবানের ফেনা উৎপন্ন হয় না
iii. বৃষ্টির পানি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii৩৯. কাপড় তৈরির মূল উৎপাদন কোনটি?ক) সুতাখ) তন্তুগ) রঙঘ) রেশম৪০. ব্যাকটেরিয়া যখন মানুষের মুখে লেগে থাকা খাবার খায় তখন কি উৎপন্ন হয়?ক) ক্ষারকখ) লবণগ) এসিডঘ) জীবাণু৪১. অতিরিক্ত NaOH এ দ্রবীভূত হয় নিচের কোন আয়নগুলোর অধঃক্ষেপ?
i. অ্যালুমিনিয়াম আয়ন
ii. ফেরাস আয়ন
iii. কিউপ্রিক আয়ন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii৪২. এসিড বৃষ্টির ফলে জলাশয় ও মাটির pH কত হয়?ক) 4খ) 5গ) 6ঘ) 7৪৩. আমাদের পরিবেশে ঘটে যাওয়া বিভিন্ন পরিবর্তনের সাথে কোনটি কোনো না কোনো ভাবে সম্পৃক্ত?ক) পদার্থখ) গণিতগ) জীববিজ্ঞানঘ) রাসায়নিক৪৪. এসিড বৃষ্টির ফলে-
i. জলীয় ও মাটির pH মান 4 এর চেয়ে কমে যায়
ii.মাটি ও এসিডিক হয়
iii. জীব বিলুপ্ত হয় না
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii৪৫. সমস্যা চিহ্নিতকরণ, অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার কোন ধাপ?ক) প্রথমখ) দ্বিতীয়গ) তৃতীয়ঘ) সর্বশেষ৪৬. HNO2-
i. ক্ষণস্থায়ী
ii. NO2 ও H2O
iii. একটি এসিডীয় লবণ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii৪৭. বৃষ্টির পানিতে উপস্থিত থাকে?ক) NaOHখ) Ca(OH)2গ) CaOঘ) H2CO3৪৮. pH মানের সাথে লিটমাস পেপারের বর্ণ হচ্ছে-
i.pH < 7 হলে বর্ণ লাল
ii.pH > 7 হলে বর্ণ নীল
iii. pH = 7 হলে বর্ণ নীল
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii৪৯. ধাতু ও লঘু এসিডের বিক্রিয়ায় কোন গ্যাসটি উৎপন্ন হয়?ক) নাইট্রোজেনখ) হাইড্রোজেনগ) অক্সিজেনঘ) ক্লোরিন৫০. পৃথিবীর খনিজ জ্বালানি কত বছরে ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে?ক) ৫০ বছরেখ) ৫০০ বছরেগ) ১০০ বছরেঘ) ২০০ বছরে৫১. লঘু ক্ষার-
i. কটু স্বাদ ও গন্ধযুক্ত
ii. ধাতব আয়নের বিক্রিয়া হয়
iii. অ্যামোনিয়াম যৌগের বিক্রিয়ায় গ্যাস NH3 বিমুক্ত করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii৫২. এসিড ও ক্ষারকের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয় এ বিক্রিয়াকে কি বলে?ক) পানিযোজন বিক্রিয়াখ) প্রশমন বিক্রিয়াগ) সংশ্লেষণ বিক্রিয়াঘ) সংশ্লেষণ বিক্রিয়া৫৩. এসিডের ক্ষেত্রে-
i. যৌগের অণুতে প্রতিস্থাপনীয় H থাকে?
ii. হাইড্রোজেনকে ক্রিয়াশীলমূলক দ্বারা প্রতিস্থাপন করা হয়
iii. উদাহরণ- H2SO4, HCI
নিচের কোনটি সঠিক?ক) iখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii৫৪. গাঢ় HNO3 তে শতকরা কতভাগ HNO3 থাকে?ক) 75%খ) 70%গ) 65%ঘ) 60%৫৫. কোন দ্রবণে নীল লিটমাস কাগজ লাল হলে দ্রবণটির pH মান কত?ক) 7 এর বেশিখ) 7 এর সমানগ) 7 এর কমঘ) কোনটিই নয়৫৬. অনুভবে পিচ্ছিল অনুভূত হয় কোনটির?ক) এসিডখ) ক্ষারগ) লবণঘ) পানি৫৭. COD এর পূর্ণরূপ কোনটি?ক) Chemistrey Oxygen Demandখ) Chemical Oxygen Demandগ) Chemistry Organaiztion Developmentঘ) Chemical Oxygen Development৫৮. আলকেমি শব্দটি?ক) বাংলাখ) ইংরেজিগ) আরবীঘ) ফারসী৫৯. Zn CI2 এর সাথে NaOH এর দ্রবণের বিক্রিয়ায় কোনটির অধঃক্ষেপ পড়ে?ক) Zn(OH)2খ) NaClগ) ZnOঘ) Cl2O2৬০. টারটারিক এসিডে কার্বক্সিলিক গ্রুপের সংখ্যাক) 1খ) 2গ) 3ঘ) 4৬১. রহমান সাহেবের বাজার করা মাছ, তরকারিতে কী মিশানো ছিল?ক) ফরমালিনখ) ম্যালামাইনগ) প্রিজারভেটিভস্ঘ) মেডিসিন৬২. লবণের ক্ষেত্রে-
i. এসিড ও ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ
ii. সাধারণত প্রশম বা নিরপেক্ষ পদার্থ
iii. উচ্চ গলনাঙ্ক ও স্ফটনাঙ্ক বিশিষ্ট
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii৬৩. লঘু-এসিডসমূহ কেমন স্বাদযুক্ত?ক) জালখ) টকগ) মিষ্টিঘ) সবগুলো৬৪. কোন দ্রবণে pH মান এর মানের সীমা কত?ক) 0-14খ) 1-14গ) 2-14ঘ) 3-14৬৫. কোনটি ক্ষার?ক) CaOখ) Fe(OH)2গ) FeOঘ) Cu2O৬৬. Fe(OH)2 অধঃক্ষেপের বর্ণ কেমন?ক) সাদাখ) নাীলগ) লালচেঘ) সবুজ৬৭. ‘আল-কেমী’ কোন জাতীয় শব্দ?ক) মিসরীয়খ) উর্দুগ) আরবিঘ) ইংরেজি৬৮. পানি বিশুদ্ধতা পরীক্ষার জন্য যে মানগুলো জানা দরকার-
i. পানির তাপমাত্রা
ii. পানির pH মান
iii. BOD মান
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii৬৯. ক্ষারক ও এসিডের প্রমমন বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?ক) এসিডখ) ক্ষারকগ) লবণ ও পানিঘ) এস্টার৭০. টারটারিক এসিডযুক্ত ফল হচ্ছে-ক) লেবুখ) আমগ) তেতুলঘ) সবগুলো৭১. লিল্প বর্জ্যের দূষক পদার্থগুলো দেওয়া হলো তা লক্ষ্য করো-
i. ম্যাঙ্গানিজ (Mn)
ii. ক্লোমিয়াম (Cr)
iii. ক্যাডমিয়াম (Cd)
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii৭২. মুখে রুচি আনে কোনটি?ক) কার্বনিক এসিডখ) লেবুগ) টারটারিক এসিডঘ) ল্যাকটিক এসিড৭৩. নিচের কোনটি সবচেয়ে বিষাক্ত এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর?ক) CO2খ) CO3গ) COঘ) C-কণা৭৪. পানির খরতার জন্য দায়ী Ca, Mg, Fe ধাতুর-
i. ক্লোরাইড
ii. সালফেট
iii. বাই কার্বনেট লবণ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii৭৫. H2 ও N2 অণুর সমষ্টিতে কোন গ্যাস উৎপন্ন হয়?ক) অ্যামোনিয়া গ্যাসখ) নাইট্রোজেন গ্যাসগ) ক্লোরিন গ্যাসঘ) ফ্লোরিন গ্যাস৭৬. রসায়নের অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া বেশিরভাগ ক্ষেত্রে-ক) তথ্য নির্ভরখ) পরিকল্পনা নির্ভরগ) পরীক্ষণ নির্ভরঘ) বিষয়বস্তু নির্ভর৭৭. ভিটামিন সি পাওয়া যায় নিচের কোনগুলোতে?
i. আমলকি
ii. আলু
iii. কাঁচামরিচ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii৭৮. নিচের কোনটির উপস্থিতির জন্য অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ ক্ষার?ক) NH4 + আয়নখ) OH আয়নগ) NH2ঘ) H2O৭৯. আল-কেমি দ্বারা কোন যুগের রসায়ন চর্চাকে বোঝানো হয়েছে?ক) প্রাচীন যুগখ) আধুনিকগ) মধ্যযুগঘ) প্রাচীন ও মধ্যযুগ৮০. স্বাস্থ্য রক্ষার জন্য দরকার-ক) শ্যাম্পুখ) লোসনগ) ঔষুধঘ) সাবান৮১. HCI এসিডে ভরের অনুপাতে শতকরা কত ভাগ হাইড্রোজেন ক্লোরাইড থাকে?ক) 40%খ) 45%গ) 55%ঘ) 35%৮২. H2SO3 কি ধরনের যৌগ?ক) দুর্বল ক্ষারখ) দুর্বল এসিডগ) শক্তিশালী এসিডঘ) শক্তিশালী ক্ষার৮৩. ক্লোরিনের ক্ষেত্রে-
(i) ইহা একটি গ্যাস
(ii) বিজারণ পাত্রে রাখা ঠিক নয়
(iii) ব্যবহারের সময় কহাতে দস্তানা ব্যবহার করা উচিত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৮৪. নাইট্রাস এসিড অক্সিজেন দ্বারা জারিত হয়ে কি উৎপন্ন হয়?ক) নাইট্রিক এসিডখ) হাইড্রোক্লোরিক এসিডগ) নাইট্রোজেন ডাইঅক্সাইডঘ) নাইট্রিক অক্সাইড৮৫. মাটি ক্ষারীয় হলে কোন আয়নটি মািট থেকে গাছের মূলে চলে যায়?ক) AI2+খ) AI3+গ) AI+ঘ) AI3৮৬. অক্সিজেনের উৎস-
(i) প্রকৃতি
(ii) পানি
(iii) বায়ু
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৮৭. জাতিসংঘের উদ্যোগে পরিবেশ ও উন্নয়ন সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল-
(i) ঝুঁকি ও ঝুঁকির মাত্রা ভিত্তিতে রাসায়নিক পদার্থকে ভাগ করা
(ii) ঝুঁকির সতর্কতা সংক্রান্ত ডাটাবেজ তৈরি করা
(iii) ঝুঁকি ও ঝুঁকির মাত্রা বুঝার জন্য সাংকেতিক চিহ্ন ব্যবহার করা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৮৮. ১ অনু Al2O3 এর সাথে কত অণু HCl বিক্রিয়া করে?ক) 4খ) 6গ) 5ঘ) 3৮৯. শরীরে কোনটির অভাবে স্কার্ভি রোগ হয়?ক) ভিটামিন-সিখ) ভিটামিন-ডিগ) ভিটামিন-এঘ) ভিটামিন-বি৯০. কোন প্রক্রিয়ায় কাচা আম পেকে হলুদ বর্ণ ধারণ করে?ক) ভৌত প্রক্রিয়ায়খ) রাসায়নিক প্রক্রিয়ায়গ) জৈব রাসায়নিক প্রক্রিয়ায়ঘ) ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায়৯১. রংধনু পরীক্ষায় টেস্টটিউবে ভিন্ন ভিন্ন বর্ণ সৃষ্টি হওয়ার কারণ-ক) দ্রবণে ঘনমাত্রার পার্থক্যখ) দ্রবণে H+ আয়নের উপস্থিতিগ) দ্রবণে H- আয়নের উপস্থিতিঘ) দ্রবণে pH এর পার্থক্য৯২. প্রশমন বিক্রিয়া সংঘটিত হয়-
i. পাকস্থলীর এসিড প্রশমিত করতে
ii. দাঁত ব্রাশের সময়
iii. কেক তৈরিতে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii৯৩. সফট ড্রিকস এ কোন এসিড থাকে?ক) কার্বনিক এসিডখ) টারটারিক এসিডগ) ইথানয়িক এসিডঘ) সাইট্রিক এসিড৯৪. পানি দূষণের জন্য দায়ী-
(i) সার ও কীটনাশক
(ii) সাবান ও শ্যাম্পু
(iii) আরোসল ও কয়েল
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৯৫. টুথপেস্ট কী জাতীয় পদার্থ?ক) ক্ষার জাতীয়খ) এসিড জাতীয়গ) লবণ জাতীয়ঘ) পানি জাতীয়৯৬. রসায়নের সাথে যোগসূত্র রয়েছে-
(i) গণিতের
(ii) পরিবেশ বিজ্ঞানের
(iii) ভূগর্ভস্থ বিজ্ঞানের
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৯৭. প্রায় ৫০০০ বছর পূর্বে কাপড়কে আকর্ষণীয় করে তুলতে রঙের ব্যবহার শুরু হয়?ক) আরবেখ) ভারতবর্ষেগ) মিসরেঘ) গ্রিসে৯৮. জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আর্সেনিক দূষণযুক্ত টিউবওয়েলের মুখে কোন রং দিয়েছে?ক) নীলখ) সবুজগ) লালঘ) সাদা৯৯. জায়মান অক্সিজেন কিভাবে প্রকাশ করা হয়?ক) O2খ) Oগ) [O]ঘ) O3১০০. pH এর জন্য কোনটি সঠিক?
i. ত্বকের pH এর মান 5.5 থেকে 5.6
ii. রক্তের pH এর মান 7.35 থেকে 7.45
iii. কৃষি উৎপাদনে pH এর ভূমিকা নেই
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii১০১. রসায়নের বিস্তৃতি?ক) খুবই সামান্যখ) সামান্যগ) নগণ্যঘ) ব্যাপক১০২. কোনটি রক্তের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে?ক) কয়েলের ধোঁয়াখ) কীটনাশকগ) অ্যারোসলঘ) কসমেটিকস্১০৩. নিচের কোনটি থেকে ‘আল-কেমী’ শব্দের উৎপত্তি?ক) আল-কিমিয়াখ) অল-কিমিয়াগ) অল-কেমীঘ) আল-ক্যামিস্ট্রি১০৪. HNO3 গাঢ় এর বর্ণ বাদামি হওয়ার কারণ-ক) HNO3 এর বর্ণ বাদামিখ) পানির উপস্থিতিগ) NO এর উপস্থিতিঘ) NO2 এর উপস্থিতি১০৫. কোন পানিতে তাপ দিলে কোন তলানি জমে না?ক) মৃদু পানিখ) খর পানিগ) লবণাক্ত পানিঘ) সবগুলো১০৬. BOD এর পূর্ণরূপ কী?ক) Biological Oxygen Dutyখ) Biochemical Oxygen Demandগ) Bangladesh Organaition Developmentঘ) Bangladesh Organic Development১০৭. ‘রাসায়নিক পদার্থ মানেই ক্ষতিকারক’- ধারণাটি-ক) সঠিকখ) যুক্তিযুক্তগ) ভ্রান্তঘ) কোনোটিই নয়১০৮. ক্লোরিনেশন হলো-ক) পানিকে জীবাণুযুক্ত করার সহজ উপায়খ) পানিকে জীবাণুমুক্ত করার সহজ উপায়গ) পানিকে ফটানোর সহজ উপায়ঘ) পানি ছাঁকনের সহজ উপায়১০৯. গ্যাস্টিক দূর করার জন্য ক্ষার হিসেবে ব্যবহৃত হয়-ক) সোডিয়াম হাইড্রোক্সাইডখ) পটাসিয়াম হাইড্রোক্সাইডগ) পটাসিয়াম কার্বনেটঘ) সোডিয়াম বাই কার্বনেট১১০. সালফিউরিক এসিডের সংকেত কোনটি?ক) H2SO4খ) HCIগ) HNO3ঘ) CH3COOH১১১. বৃষ্টির পানির ক্ষেত্রে-
i. কিছুটা এসিডিক
ii. pH মান 5.6
iii. খুব ভালো মৃদু পানি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii১১২. NO2 গ্যাস পানিতে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন হয়?ক) HNO2খ) HNO3গ) HNO2 ও HNO3ঘ) NO১১৩. মানব দেহের পাকস্থলীতে কোনটি তৈরি হয়?ক) HCIখ) HNO3গ) H2SO4ঘ) CH3COOH১১৪. লঘু সালফিউরিক এসিড দ্রবণে আয়রন গুড়া যোগ করলে-ক) বাদামি বর্ণের তৈরি হয়খ) বাদামি বর্ণের অধঃক্ষেপ পড়েগ) SO2 গ্যাস তৈরি হয়ঘ) H2 গ্যাস তৈরি হয়১১৫. lg ম্যানেসিয়াম হাইড্রক্সাইড লঘু এসিডে যোগ করে কত মিনিট মৃদু আঁচে গরম করবে?ক) ৩০ মিনিটখ) ৩৫ মিনিটগ) ১০ মিনিটঘ) ৪৫ মিনিট১১৬. বেকিং পাউডার গঠনের একক হল-ক) সোডিয়াম বাই কার্বনেট ও টারটারিক এসিডখ) সোডিয়াম ক্লোরাইড ও HCIগ) ম্যাগনেসিমা সালফেট ও H2SO4ঘ) HCI3 জিংক পাউডার১১৭. এসিডিটি কমিয়ে উর্বরতা ফিরিয়ে আনতে নিচের কোনটি ব্যবহার করা হয়?ক) ZnCO3খ) NaOHগ) Na2Oঘ) CaCO3১১৮. টারটারিক এসিড, সাইট্রিক এসিডের স্বাদ কেমন?ক) টকখ) ঝালগ) মিষ্টিঘ) সবগুলো১১৯. এসিডের ক্ষেত্রে নিম্নের বিয়য়গুলো লক্ষ কর-
i. এসিড টক স্বাদ যুক্ত
ii. এসিড নীল লিটমাসকে লাল করে
iii.ভিনেগারে টারটারিক এসিড পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii১২০. ধাতুর হাইড্রোক্সাইড ও অক্সাইড কি জাতীয় পদার্থ?ক) লভনখ) এসিডীয়গ) ক্ষারকঘ) সবগুলো১২১. ইউনিভার্সাল ইন্ডিকেটর কী?ক) বিভিন্ন এসিড ক্ষার ইন্ডিকেটর বা নির্দেশকের মিশ্রণখ) বিভিন্ন এসিডগ) বিভিন্ন ক্ষারঘ) বিভিন্ন লবণের দ্রবণ১২২. সালোকসংশ্লেষণ বিক্রিয়াটির জন্য কোনটি অপরিহার্য?ক) তাপমাত্রখ) সূর্যালোকগ) উদ্ভিদের পাতাঘ) প্রভাবক১২৩. বিষয়বস্তু নির্ধারণের সময় কী বিবেচনা করা হয়?ক) পরিবেশখ) সামাজিক আচারগ) ধর্মীয় অনুভূতিঘ) সবগুলো১২৪. H+ এর অপর নাম কী?ক) হাইয্রোনিয়অম আয়নখ) জায়মান হাইড্রোজেনগ) বিজারক হাইড্রোজেনঘ) প্রোটন১২৫. অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের বর্ণ-ক) সাদাখ) গোলাপিগ) সবুজঘ) বাদামি১২৬. i. ভিনেগারে
ii. লেবুতে
iii.কাঁচা আমে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii১২৭. পানির স্থায়ী খরতা দূর করার জন্য নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয়?ক) স্পর্শ পদ্ধতিখ) বলয় পদ্ধতিগ) সোডা পদ্ধতিঘ) ক্ষার পদ্ধতি১২৮. ভবিষ্যতের কথা চিন্তা করে বিকল্প জ্বালানির জন্য কী করা গুরুত্বপূর্ণ?ক) অনুসন্ধান ও ব্যবহারখ) গবেষণা ও ব্যবহারগ) অনুসন্ধান ও গবেষণাঘ) গবেষণা ও পরীক্ষণ১২৯. রসায়নের আলোচিত বিষয়গুলো হলো-
(i) সৃষ্টি ও ধ্বংস
(ii) বৃদ্ধি ও রূপান্তর
(iii) উৎপাদন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৩০. লোহায় মরিচা পড়ে নিচের কোনটির উপস্থিতিতে?ক) অক্সিজেনখ) হাইড্রোজেনগ) হাইড্রোক্সাইডঘ) জলীয়বাষ্প১৩১. খনিজ পদার্থ তৈরিতে ভূমিকা রাখে-
(i) অণুজীব
(ii) ভূ-গর্ভস্থ তাপ
(iii) অক্সিজেন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৩২. অনুসন্ধান ও গবেষণার দ্বিতীয় ধাপ কোনটি?ক) পরিকল্পনা প্রণয়নখ) বিষয়বস্তু নির্ধারণগ) সমস্যা চিহ্নিতকরণঘ) বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন১৩৩. তেল, গ্যাস, কয়লা পুড়িয়ে কোন শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়?ক) আলোক শক্তিখ) যান্ত্রিক শক্তিগ) তাপ শক্তিঘ) শব্দ শক্তি১৩৪. দধিতে কি ধরনের এসিড থাকে?ক) এসিটিক এসিডখ) ল্যাকটিক এসিডগ) সাইট্রিক এসিডঘ) নাইট্রিক এসিড১৩৫. ক্যালসিয়াম H2SO4 কার্বনেট ও লঘু এর বিক্রিয়া শেষ পর্যন্ত অগ্রসর হয় না কেন?ক) ক্যালসিয়াম সালফেটের আস্তরণ সৃষ্টি হয় নাখ) ক্যালসিয়াম সালফেটের আস্তরণ সৃষ্টি হয়গ) ম্যাগনেসিয়াম সালফেটের আস্তরণ সৃষ্টি হয় নাঘ) ম্যাগনেসিয়াম সালফেটের আস্তরণ সৃষ্টি হয়১৩৬. মরিচার রাসায়নিক সংকেত কী?ক) Fe3O4.nH2Oখ) FeO3.nH2Oগ) Fe2O2.nH2Oঘ) 2O3.nH2O১৩৭. রংধনু পরীক্ষায় কোন বিক্রিয়ায় সংঘঠিত হয়?ক) পানিযোজন বিক্রিয়াখ) প্রশমন বিক্রিয়াগ) পলিমারকরণ বিক্রিয়াঘ) জারণ-বিজারণ বিক্রিয়া১৩৮. দহন কী ধরনের প্রক্রিয়া?ক) জৈব রাসায়নিকখ) জৈবিকগ) ভৌতঘ) রাসায়নিক১৩৯. সক্রিয় ধাতুর সাথে লঘু এসিডের বিক্রিয়ার পরীক্ষায় লঘু এসিডের সাথে কি যোগ করতে হয়?ক) ক্যালসিয়ামখ) অ্যালুমিনিয়ামগ) ম্যাগনেসিয়াম রিবনঘ) পটাসিয়াম১৪০. অ্যামেনিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়?ক) NH4+খ) NH42+গ) NH43+ঘ) NH4-১৪১. বৃষ্টির পানির pH এর মান-ক) 6.5খ) 7গ) 5.5ঘ) 5.6১৪২. কাপড়কে আকর্ষণীয় করে তুলতে ভারতবর্ষে রংয়ের ব্যবহার শুরু হয়েছিল।ক) ২৬০০বছর পূর্বেখ) ৫০০০ বছর পূর্বেগ) ২৬০ বছর পূর্বেঘ) ৫০০ বছর পূর্বে১৪৩. পানিকে জীবাণুমুক্ত করার সবচেয়ে সহজ উপায় কোনটি?ক) ফুটানোখ) থিতানোগ) ছাঁকনঘ) ক্লোরিনেশন১৪৪. কপার গাঢ় H2SO4 বিক্রিয়া করে কারণ-ক) সক্রিয়তা সিরিজে কপার হাইড্রোজেনের উপরে অবস্থিতখ) সক্রিয়তা সিরিজে কপার হাইড্রোজেনের নিচে অবস্থিতগ) গাঢ় H2SO4 অধিক হয়ঘ) গাঢ় H2SO4 এর জারণ ধর্ম বিদ্যমান১৪৫. কোনটি জৈব যৌগ?ক) শ্বেতসারখ) আমিষগ) খাবার লবণঘ) চর্বি১৪৬. কোন দ্রবণের pH মান 7 এর কম হলে লিটমাস পেপারের বর্ণ কেমন?ক) নীলখ) সবুজগ) সাদাঘ) লাল১৪৭. গাঢ় H2SO4 এ শতকরা কতভাগ সালফিউরিক এসিড থাকে?ক) 80%খ) 98%গ) 88%ঘ) 78%১৪৮. লঘু এসিড ও ধাতব হাইড্রোজেন কার্বনেটের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়?ক) CO2খ) NO2গ) NOঘ) CI2১৪৯. কোন দ্রবণে pH এর মান ৭ এর বেশি হলে লিটমাস পেপার কি বর্ণ ধারণ করে?ক) নীলখ) লালগ) হলুদঘ) বর্ণহীন১৫০. জুস নষ্ট হওয়ার কারণ কী?ক) প্রিজারভেটিভস দেওয়া হয়েছিলখ) প্রিজারভেটিভস্ দেওয়া হয়নিগ) ফরমালিন মিশানো ছিলঘ) রঙ মিশানো ছিল১৫১. খর পানির উপাদান নিচের কোনটি?ক) সোডিয়াম আয়নখ) জিঙ্ক আয়নগ) কার্বনেট আয়নঘ) আয়রন আয়ন১৫২. বিজ্ঞান ও মানব কল্যাণে প্রভাব অনুসন্ধান ও গবেষণার কোন ধাপ?ক) প্রথমখ) দ্বিতীয়গ) তৃতীয়ঘ) সর্বশেষ১৫৩. রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহারে-
(i) পরিবেশ দূষিত হয়
(ii) গাছ মরে যায়
(iii) নিঃশ্বাস নিতে কষ্ট হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৫৪. বৃষ্টির পানিতে থাকে-
i. H2SO3
ii. H2SO4
iii. HNO3
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii১৫৫. নিচের কোনটি জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয়?ক) ইথানয়িক এসিডখ) হাইড্রোক্লোরিক এসিডগ) সালফিউরিক এসিডঘ) HNO3১৫৬. পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী-ক) CO2খ) N2গ) O2ঘ) NH3১৫৭. লোহা শক্ত, কিন্তু মরিচা?ক) নরমখ) ঝুরঝুরাগ) অনেকশক্তঘ) ভঙ্গুর১৫৮. যে সকল ক্ষার জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয় তাকে কি বলে?ক) শক্তিশালী এসিডখ) শক্তিশালী ক্ষারগ) দুর্বল এসিডঘ) দুর্বল ক্ষার১৫৯. সক্রিয় ধাতুর ক্ষেত্রে-
i. লঘু এসিডের সাথে বিক্রিয়া করে
ii. লঘু এসিডের সাথে বিক্রিয়া করে না
iii. ধাতুর হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii১৬০. জীবগজতের সকল সদস্য শ্বাসক্রিয়ার সময় বায়ুমন্ডলে কোন গ্যাস নিঃসরণ করে?ক) CO2খ) NOগ) CI2ঘ) F2১৬১. হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পানিতে-ক) দ্রবণীয়খ) অত্যন্ত দ্রবণীয়গ) অদ্রবণীয়ঘ) আংশিক দ্রবণীয়১৬২. pH এর প্রাণঘাতকতার মান-
i. 4.5 এর নিচে
ii.4.5 এর উপরে
iii. 9.5 এর উপরে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii১৬৩. মাটির এসিডিটি দূর করতে কোনটি ব্যবহার করা হয়?ক) CaOখ) ZnCO3গ) NaOHঘ) HCI১৬৪. অতিরিক্ত এসিড উৎপন্ন হলে কি সমস্যা হয়?ক) গলায় প্রদাহখ) হাত-পা-ফোলাগ) পা ব্যথা করাঘ) জ্বর হয়১৬৫. BOD এর মান কেমন হলে পানি দূষিত হয়?ক) বেশি হলেখ) কম হলেগ) ঠিক থাকলেঘ) খুব কম হলে১৬৬. এসিড বৃষ্টির ক্ষেত্রে নিম্নের তথ্যগুলো লক্ষ কর-
i. এসিড বৃষ্টির ক্ষেত্রে pH মান 5.6
ii. বৃষ্টির পানিতে CO2 ও NO2 মিশ্রিত থাকে
iii. পরিবেশের উপর এসিড বৃষ্টির ব্যাপক ভূমিকা রয়েছে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii১৬৭. বিদ্যুৎ সরবরাহ করা হয়?ক) তামার তারের ইলেকট্রন প্রবাহের মাধ্যমেখ) দস্তার তারের ইলেকট্রন প্রবাহের মাধ্যমেগ) তেল, গ্যাস, কয়লা পুড়িয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেঘ) সুইচ চালু করে১৬৮. আল-কেমী দ্বারা কোন যুগের রসায়ন চর্চাকে বুঝানো হয়েছে?ক) প্রাচীন যুগখ) আধুনিক যুগগ) মধ্যযুগঘ) প্রাচীন ও মধ্যযুগ১৬৯. অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার ধাপ-
(i) সমস্যা চিহ্নিতকরণ
(ii) প্রত্যাশিত ফলাফল সম্পর্কে আগাম ধারণা
(iii) পরিকল্পনা প্রণয়ন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৭০. এনামেলের মূল গাঠনিক উপাদান-ক) ক্যালসিয়াম কার্বনেটখ) ক্যালসিয়াম নাইট্রেটগ) ক্যালসিয়াম বাই কার্বনেটঘ) হাইড্রোক্সি অ্যাপাটাইট১৭১. হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের দ্রবণকে কী বলে?ক) কার্বোনিক এসিডখ) নাইট্রিক এসিডগ) সালফিউরিক এসিডঘ) হাইড্রোক্লোরিক এসিড১৭২. নিচের কোনটিতে রসায়ন চর্চা অনুপস্থিত?ক) কাঠ পুড়িয়ে তাপ উৎপন্নখ) আখ থেকে চিনি তৈরিগ) পাহাড় ভেঙ্গে সমতল ভূমিতে পরিণত হওয়াঘ) উৎপাদন বৃদ্ধির জন্য জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার১৭৩. জৈব পার অক্সাইড-
(i) দাহ্য পদার্থ
(ii) বিস্ফোরক পদার্থ
(iii) সাবধানে নড়াচড়া করতে হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৭৪. HNO3 এর গন্ধ কীরূপ?ক) মিষ্টিখ) দুর্গন্ধ যুক্তগ) ঝাঁঝালোঘ) তীব্র ঝাঁঝালো১৭৫. সবল ও দর্বল এসিডের পরীক্ষা কীভাবে করা যায়?ক) প্রশমন বিক্রিয়ার মাধ্যমেখ) প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমেগ) বিদ্যুৎ পরিবহন পরীক্ষার মাধ্যমেঘ) নির্দেশক দ্বারা১৭৬. অগ্নিকান্ডের ফলে বায়ুমন্ডলে কোন গ্যাস নিঃসরণ করে?ক) NO2খ) H2গ) O2ঘ) CO2১৭৭. বিশুদ্ধ পানিতে সামান্য পরিমাণ কি থাকে?ক) এসিডখ) ক্ষারগ) লবণঘ) বর্জ্য১৭৮. পেট্রোলিয়ামের দহন একটি -ক) ভৌত পরিবর্তনখ) রাসায়নিক পরিবর্তনগ) জৈবিক প্রক্রিয়াঘ) বিপাক প্রক্রিয়া১৭৯. এসিড জাতীয় পদার্থগুলো-
i. পরিপাকে সাহায্য করে
ii. মুখে রুচি আনে
iii. ভিটামিন সি-এর চাহিদা মেটায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii১৮০. চুন প্রয়োগে মাটির pH মান-ক) হ্রাস পায়খ) বৃদ্ধি পায়গ) ঠিক থাকেঘ) অনেক বেশি হ্রাস পায়১৮১. ত্বকে লাগলে ক্ষতের সৃষ্টি করে কোনটি?ক) ক্লোরিনখ) অক্সিজেনগ) আয়োডিনঘ) পেট্রোলিয়াম১৮২. রাসায়নিক দ্রব্য সংরক্ষণ ও ব্যবহারে সতর্কতামূলক ব্যবস্থা জরুরি হওয়ার কারণ হল-ক) রাসায়নিক দ্রব্যের বাণিজ্য কমে যাওয়াখ) রাসায়নিক দ্রব্যের বাণিজ্য বেড়ে যাওয়াগ) রাসায়নিক দ্রব্যের ব্যবহার কমে যাওয়াঘ) এটি সামান্য ক্ষতিকর১৮৩. অম্লীয় মাধ্যমে লিটমাসের বর্ণ-ক) বেগুনিখ) কমলাগ) লালঘ) নীল১৮৪. চুন কি জাতীয় পদার্থ?ক) এসিড জাতীয়খ) লবণ জাতীয়গ) ক্ষার জাতীয়ঘ) তরল জাতীয়১৮৫. রংধনু পরীক্ষায় ব্যবহৃত হয়-
i. NaHCO3
ii. HCI
iii. ইউনিভার্সাল ইন্ডিকেটর
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii১৮৬. ইউনিভার্সাল ইন্ডিকেটরে নীল বর্ণের ক্ষারের pH সীমা কত?ক) 0-3খ) 3-7গ) 11-14ঘ) 7-11১৮৭. H2SO4 গাঢ় ও চিনির বিক্রিয়ায় তৈরি হয়-ক) কার্বনখ) কার্বন ডাইঅক্সাইডগ) কার্বন মনোক্সাইডঘ) কার্বনেট১৮৮. তাপ দূষণ কাকে বলা যায়?ক) তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে গেলেখ) তাপমাত্রা কয়েক ডিগ্রি বেশি হলেগ) তাপমাত্রা স্বাভাবিক থাকলেঘ) তাপমাত্রা অনেক কমলে১৮৯. নিচের কোন গ্যাস শ্বাসকষ্টের জন্য দায়ী?ক) H2খ) Heগ) CO2ঘ) CI2১৯০. জুস, সস, কেক ও বিস্কুট বেশি সময় ধরে সংরক্ষণের জন্য নিচের কোনটি দেয়া হয়?ক) ফরমালিনখ) ম্যালামাইনগ) প্রিজারভেটিভসঘ) এসিটিলিন১৯১. উদ্ভিদ ও প্রাণীর মৃত দেহ মাটির সাথে মিশে যায় কিসের প্রভাবে?ক) ভূ-পৃষ্ঠর আলোরখ) ভূ-গর্ভের চাপগ) ভূ-গর্ভের তাপঘ) ভূ-গর্ভের তাপ ও চাপ১৯২. উক্ত বিক্রিয়ায় কাঠ (C) অল্প পরিমাণ বায়ুতে (O2) পোড়ালে কী উৎপন্ন হবে?ক) COখ) CO3গ) HCO3ঘ) CO2১৯৩. ধাতুর সক্রিয়তা সিরিজে H এর উপরের ধাতু কোনটি?ক) Kখ) Pbগ) Cuঘ) Ag১৯৪. কার্বনকণা এর অপর নাম কী?ক) কার্বন ডাই অক্সাইডখ) ক্ষতিকর কণাগ) কালিঘ) কালোকণা১৯৫. কোন দ্রবণে pH এর মান 4.pH -এর মান বৃদ্ধি করার জন্য এতে যোগ করতে হবে-
i. অ্যামোনিয়া দ্রবণ
ii.ঘন হাইড্রোক্লোরিক এসিড
iii. কঠিন ম্যাগনেসিয়াম কার্বনেট
নিচের কোনটি সঠিক?ক) iখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii১৯৬. নিচের কোনটি জৈব এসিড?ক) N3Hখ) H2SO4গ) CH3COOHঘ) H2CO3১৯৭. পরিকল্পনা প্রণয়ন করা বাঞ্ছনীয়-ক) ক্রমানুসারেখ) এলোমেলোভাবেগ) দ্রুতঘ) ধীরে ধীরে১৯৮. ক্ষারসমূহ কেমন স্বাদযুক্ত?ক) টকখ) ঝালগ) কটুঘ) মিষ্টি১৯৯. দূষিত পানির-
i. BOD কম
ii. COD বেশি
iii. তাপমাত্রা 400C এর অধিক
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii২০০. ট্রিফয়েল চিহ্নিত রাসায়নিক পদার্থ মানবদেহে কোন রোগ সৃষ্টি করতে পার?ক) শ্বাসকষ্টখ) তন্ত্রের প্রদাহগ) ক্যান্সারঘ) যক্ষ্মা২০১. নিম্নের কোন এসিড হতে জায়মান অক্সিজেন উৎপন্ন হয় না?ক) H2SO4খ) HNO3গ) HCIঘ) সবগুলো২০২. আয়ন (III) আয়নের সংকেত কোনটি?ক) Fe3-খ) Fe3+গ) Fe2+ঘ) Fe+২০৩. গাছ মরে যায় কখন?ক) পরিমিত সার ব্যবহারেখ) রোদে থাকলেগ) পানি দিলেঘ) অতিরিক্ত সার প্রয়োগে২০৪. কার্বন যৌগের দহনে উৎপন্ন হয়-
(i) CO2
(ii) জলীয় বাষ্প
(iii) তাপ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২০৫. সাইট্রিক এসিডের ক্ষেত্রে-
i. আদ্রতা অবস্থায় H+ নেই
ii. জলীয় দ্রবণে H+ নেই
iii. জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii২০৬. আগ্নেয়গিরি অগ্ন্যৎপাতের ফলে বায়ুমন্ডলে কোন গ্যাস জমা হয়?ক) কার্ব ডাইঅক্সাইডখ) নাইট্রোজেন ডাইঅক্সাইডগ) ফ্লোরিনঘ) ক্লোরিন২০৭. NO2 পানিতে দ্রবীভূত হয়ে তৈরি করে-
i. NH3
ii. HNO2
iii. HNO3
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii২০৮. খাবারকে আকর্ষণীয় করতে কোনটি ব্যবহৃত হয়?ক) Preservativesখ) Vitaminsগ) Non-food grade colourঘ) Sugar২০৯. গাঢ় HCI এর গন্ধ কেমন?ক) ঝাঁঝালোখ) আষাটগ) মিষ্টিঘ) পচা ডিমের২১০. ব্যবহৃত কপারের পরিমাণ মজুদ বা অব্যবহৃত কপারের তুলনায়?ক) কমখ) প্রায় সমানগ) অনেক কমঘ) বেশি২১১. কৃষি উৎপাদন নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা?ক) সারের ব্যবহার দ্বারাখ) পানির ধারণ ক্ষমতা দ্বারাগ) মাটির উর্বরতা দ্বারাঘ) মাটির গঠন দ্বারা২১২. কীসের সাহায্যে কোয়ান্টাম ম্যাকানিকস পরমাণুর গঠন ব্যাখ্যা করে?ক) পূর্ব ধারণার সাহায্যেখ) গাণিতিক হিসাব-নিকাশের সাহায্যেগ) অনুমান করেঘ) পরীক্ষণের মাধ্যমে২১৩. নিচের কোনটি ব্যতীত সংগৃহীত খাদ্য স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ?ক) ফরমালিনখ) প্রিজারভেটিভস্গ) রঙঘ) ম্যালামাইন২১৪. কলিচুনের সংকেত কোনটি?ক) NaOHখ) CaOHগ) Ca(OH)2ঘ) CaO২১৫. যে সকল এসিড জলীয় দ্রবনে আংশিক আয়নিত হয় তাকে কি বলে?ক) শক্তিশালী এসিডখ) শক্তিশালী ক্ষারগ) দুর্বল ক্ষারঘ) দুর্বল এসিড২১৬. কার্বনেট আয়ন কী ধরনের যৌগ?ক) এসিডীয়খ) ক্ষারকীয়গ) লবণঘ) সবগুলো২১৭. কোন অবস্থায় সাইট্রিক এসিড H+ দেয়?ক) অনাদ্রখ) জলীয় দ্রবণেগ) উভয়টিঘ) কোনটি নয়২১৮. বিশুদ্ধ পানির গন্ধ কেমন?ক) ঝাঁঝালোখ) তীব্র ঝাঁঝালোগ) গন্ধহীনঘ) সুগন্ধ২১৯. রাসায়নিক পদার্থের ক্ষতিকারক দিক ও ঝুঁকি সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়-ক) রাসায়নিক পদার্থ ব্যবহারের মাধ্যমেখ) রসায়ন পাঠের মাধ্যমেগ) রসায়ন ব্যবহারের মাধ্যমেঘ) সবগুলো২২০. কুপার কুচি গাঢ় H2SO4 এ যোগ করলে তৈরি হবে-
iCuSO4
ii.SO3
iii. H2O
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii২২১. দাঁতের এনামেলকে আক্রমণ করে কোনটি?ক) এসিডখ) ক্ষারকগ) লবণঘ) জীবাণু২২২. নিচের কোনটি সেবনযোগ্য ক্ষার?ক) ম্যাগনেসিয়াম কার্বনেটখ) ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইগ) ম্যাগনেসিয়াম বাইকার্বনেটঘ) সবগুলো২২৩. লেবুতে নিচের কোন এসিড বিদ্যমান?ক) টারটারিক এসিডখ) সাইট্রিক এসিডগ) ল্যাকটিক এসিডঘ) এসিটিক এসিড২২৪. মাটির pH কত হলে মাটি এসিডিক হয়?ক) ৩-এর কমখ) ৩-এর বেশিগ) ৪-এর কমঘ) ৪-এর বেশি২২৫. নাইট্রিক অক্সাইডের বর্ণ কিরূপ প্রকৃতির?ক) বাদামিখ) কালোগ) লালচেঘ) বর্ণহীন২২৬. বায়ুর উপস্থিতি পানিতে উপস্থিত সকল জৈব বস্তুকে ভাঙতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তা কি?ক) pHখ) BOBগ) CODঘ) BOD২২৭. পানির খরতা অস্থায়ী ধরনের হয় কোন লবণটি থাকলে?ক) সোডিয়াম ক্লোরাইডখ) ম্যাগনেসিয়াম ক্লোরাইডগ) পটাসিয়াম ক্লোরাইডঘ) সোডিয়াম বাইকার্বনেট২২৮. বৃষ্টির পানি কিছুটা অম্লীয়; কারণ এতে-
i. কার্বন ডাইঅক্সাইড (CO2) গ্যাসের দ্রবীভূত অবস্থায় থাকে
ii. নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO2) গ্যাস থাকে
iii. এর pH মান 5.6
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii২২৯. যে সকল এসিড জলীয দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয় তাকে কি বলে?ক) শক্তিশালী এসিডখ) শক্তিশালী ক্ষারগ) দুর্বল এসিডঘ) দুর্বল ক্ষার২৩০. নিচের কোনটি তড়িৎ পরিবাহী?ক) HNO3খ) HCIগ) H2SO4ঘ) সবকটি২৩১. তেঁতুলে কী এসিড থাকে?ক) কাবনিকখ) টারটারিকগ) ইথায়নিকঘ) সাইট্রিক২৩২. মোটর সাইকেল চলার শক্তি অর্জন করে?ক) পেট্রোলিয়ামের দহনের মাধ্যমেখ) কেরোসিনের দহনের মাধ্যমেগ) নিয়নের দহনের মাধ্যমেঘ) আর্গনের দহনের মাধ্যমে২৩৩. কোন পানি লবণাক্ত?ক) ঝরনারখ) সমুদ্রেরগ) নদীরঘ) পুকুরের২৩৪. সেবনযোগ্য ক্ষার পাকস্থলীতে এসিডকে প্রশমিত করে কোন গ্যাস উৎপন্ন হয়?ক) CO2খ) NO2গ) CI2ঘ) F2২৩৫. SO2 বায়ুমন্ডলের অক্সিজেন ও ওজোনের সাথে বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?ক) H2SO3খ) H2SO4গ) SO3ঘ) HNO2২৩৬. ক্ষয়কারী রাসায়নিক হলো-
i. গাঢ় HCI
ii. লঘু H2SO4
iii. গাঢ় NaOH
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii২৩৭. বেকিং পাউডার তৈরিতে ব্যবহৃত হয়-
i. সোডিয়াম বাই কার্বনেট
ii. টারটারিক এসিড
iii. সোডিয়াম কার্বনেট
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii২৩৮. রাসায়নিক দ্রব্য স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি করে-
(i) প্রত্যক্ষভাবে
(ii) পরোক্ষভাবে
(iii) স্বাধীনভাবে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৩৯. পদার্থের রাসায়নিক ধর্মের সমন্বয়ে তৈরি হয়-
(i) সিডি
(ii) মেমোরি ডিস্ক
(iii) মনিটর
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৪০. লঘু এসিড ও ম্যাগনেসিয়িামের বিক্রিয়ায় উৎপন্ন হবে-
i. ম্যাগনেসিয়ামের অদ্রবণীয় লবণ
ii. ম্যাগনেসিয়ামের দ্রবণীয় লবণ
iii. হাইড্রোজেন গ্যাস
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii২৪১. এসিডের আয়ন ক্ষারের আয়নকে প্রশমিত করে কি উৎপন্ন করে?ক) এসিডখ) ক্ষারকগ) পানিঘ) লবণ২৪২. দেহ ত্বকের জন্য আদর্শ pH -এর মান কত?ক) 4.5খ) 5.5গ) 6.5ঘ) 7.0২৪৩. বিক্রিয়াটি কোন ধরনের?ক) জারণ-বিজারণখ) বিযোজনগ) দহনঘ) প্রশমন২৪৪. বেকিং পাউডারে কোনটি উপস্থিত থাকে?ক) Na2CO3খ) ZnCO3গ) NaHCO3ঘ) CaCO3২৪৫. দাঁতের সুরক্ষার জন্য কোনটি ব্যবহার করা হয়?ক) এসিডখ) ক্ষারগ) লবণঘ) পানি২৪৬. মানবজাতি ও পরিবেশের কল্যাণে সর্বদা নিয়োজিত?ক) রসায়নখ) পদার্থবিজ্ঞানগ) ভূগোলঘ) মনোবিজ্ঞান২৪৭. কোনটির সাথে রসায়ন সম্পর্কিত নয়?ক) ভূগর্ভস্থ বিজ্ঞানখ) পরিবেশ বিজ্ঞানগ) সামাজিক বিজ্ঞানঘ) জীববিজ্ঞান২৪৮. যে চিহ্ন সংবলিত পদার্থের ক্ষেত্রে চশমা ব্যবহার করতে হয়-
(i) বৃত্তের উপর আগুনের শিখা
(ii) ট্রিফয়েল
(iii) পরিবেশ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৪৯. NaOH একটি ক্ষার। এর পক্ষে যুক্তি দেওয়া হল-
i. ধাতুর হাইড্রোক্সাইড
ii. এটি অম্লের সাথে বিক্রিয়ায় লবন ও পানি তৈরি করে
iii. পানিতে অদ্রবণীয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii২৫০. পরিবেশ উন্নয়ন সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল কয়টি?ক) ২টিখ) ৩টিগ) ৪টিঘ) ৫টি২৫১. লেবুর জুস ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে গ্যাস উৎপন্ন করে।ক) অক্সিজেনখ) নাইট্রোজেনগ) হাইড্রোজেনঘ) কার্বন মনোক্সাইড২৫২. ক্ষারকের ক্ষেত্রে-
i. এসিডকে প্রশমিত করে
ii. সাদারণত ধাতুর অক্সাইড ও হাইড্রোক্সাইডসমূহ
iii. এসিডের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii২৫৩. মৃদু পানির ক্ষেত্রে-
i. Ca, Mg, Fe আয়ন থাকে না
ii. সাবানের ফেনা হয়
iii. বৃষ্টির পানি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii২৫৪. মাটিতে উদ্ভিদের পুষ্টি প্রদান করে কোনটি?ক) পানিখ) রাসায়নিক সারগ) খনিজ লবণঘ) পচা আবর্জনা২৫৫. শিল্প বর্জ্যের দূষক পদার্থের অন্তর্ভূক্ত কোনটি?ক) ম্যাঙ্গানিজখ) ক্রোমিয়ামগ) ক্যাডমিয়ামঘ) সবগুলো২৫৬. ক্ষার সমূহ-
i. তিক্ত স্বাদবিশিষ্ট
ii.পিচ্ছিল
iii. ক্ষয়কারক
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii২৫৭. ভারী ধাতু হতে মানবদেহে যে রোগের সৃষ্টি হয়?ক) কলেরাখ) টাইফয়েডগ) ক্যান্সারঘ) হাম২৫৮. যে পদার্থগুলো বর্ণ পরিবর্তনের মাধ্যমে এসিড বা ক্ষারের উপস্থিতি নির্দেশ করে তাদেরকে কি বলে?ক) এসিডখ) ক্ষারগ) নির্দেশকঘ) পেপার২৫৯. আন্তর্জাতিক রশ্মি চিহ্নটিকে কী বলা হয়?ক) ট্রিফয়েলখ) আলোক রশ্মিগ) আইফয়েলঘ) a রশ্মি২৬০. নিচের কোনটিতে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বেশি?ক) ভিটামিন সিখ) বেনজিনগ) ইথানলঘ) ইতার২৬১. কোন গ্যাসটির বর্ণ বাদামী?ক) COখ) NOগ) NO2ঘ) SO2২৬২. রাসায়নিক দ্রব্য সংরক্ষণে পাত্রের গায়ে লেবেল বা সাংকেতিক চিহ্ন ব্যবহার জরুরি কেন?ক) সরবরাহ ও সংরক্ষণ সহজ হবেখ) সূক্ষ্মভাবে ব্যবহার করতে পারবে বলেগ) কার্যকারিতার ঝুঁকি মাথায় রেখে ব্যবহার করতে পারবে বলেঘ) বিপদ থেকে বাঁচার জন্য২৬৩. কোনটি সবচেয়ে বেশি সক্রিয় মৌল?ক) সোডিয়ামখ) পটাসিয়ামগ) ক্যালসিয়ামঘ) ম্যাগনেসিয়াম২৬৪. নীল লিটমাস পেপার থাকে-
i. লিটমাস দ্রবণ
ii. অম্ল
iii. ক্ষার
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii২৬৫. এসিড ও ক্ষারকে একত্রে মিশালে প্রশম ধর্মবিশিষ্ট লবণ ও পানি উৎপন্ন হয়। এ বিক্রিয়াকে কি বলে?ক) প্রশমন বিক্রিয়াখ) জারণ-বিজারণ বিক্রিয়াগ) পানিযোজন বিক্রিয়াঘ) পরিমারকরণ বিক্রিয়া২৬৬. আর্সেনিকের প্রাথমিক লক্ষণ কোনটি?ক) হাত-পা ফোলাখ) হাত-পায়ে ক্ষতের সৃষ্টিগ) চোখে না দেকাঘ) চোখ দিয়ে পানি পড়া২৬৭. আগ্নেয়গিরি অগ্নুৎপাতের সময় কী উৎপন্ন হয়?ক) SO2খ) SO2 ও NOগ) NOঘ) HNO3২৬৮. খর পানিতে থাকে-
i.CaCO3
ii. CaHCO3
iii. NaHCO=3
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii২৬৯. শরীরে গাড় এসিড পড়লে সর্বপ্রথম করণীয় কী?ক) কাপড় দিয়ে এসিড মুছে ফেলাখ) চিকিৎসকের কাছে যাওয়াগ) ক্ষার মিশানো পানি দিয়ে ধুয়ে ফেলাঘ) পানি দিয়ে দুয়ে ফেলা২৭০. একটি অজানা ধাতুর সাথে নাইট্রিক এসিডের বিক্রিয়ার বর্ণহীন দ্রবণ উৎপন্ন হয়। উৎপন্ন দ্রবণটিতে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে সাদা বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন হয় কিন্তু অধিক পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে তা-ও দ্রবীভূত হয়ে যায়। ধাতুটি-ক) কপারখ) আয়রনগ) লেডঘ) জিংক২৭১. pH মান জানার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?ক) ইউনিভার্সাল ইন্ডিকেটরখ) স্কেলগ) ক্যালিপার্সঘ) কাগজ২৭২. প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চা কী নামে পরিচিত?ক) আল-কেমীখ) আল-কেমিয়াগ) আল-ক্যামিস্ট্রিঘ) অল-কিমিয়া২৭৩. রংধনু পরীক্ষায়-
i. মূলত প্রশমন বিক্রিয়া ঘটে
ii. মূলত একটি জারণ-বিজারণ বিক্রিয়া ঘটে
iii. ইউনিভার্সাল ইন্ডিকেটর ব্যবহার করা হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii২৭৪. নিচের কোনটি ক্ষার?ক) কোমল পানীয়খ) লেবুর রসগ) সিরকাঘ) কাপড়কাচা সোডা২৭৫. পানি দূষণের মাধ্যমগুলো-
i. গৃহস্থালি বর্জ্য ও মলমূত্র বৃষ্টির পানিতে ধুয়ে জলাশয়ে পড়ছে
ii. নৌযানের তেল চুইয়ে
iii. শিল্প-কারখানার বর্জ্য জলাশয়ে পড়ছে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii২৭৬. মাটির এসিডিটি হ্রাস করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?ক) CaOখ) HCIগ) H2SO4ঘ) HNO3২৭৭. অনুসন্ধান কাজের প্রথম শর্ত কী?ক) পূর্বে প্রকাশিত বৈজ্ঞানিক তথ্য সংগ্রহখ) দক্ষতা অর্জনগ) সমস্যা চিহ্নিতকরণঘ) বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞানার্জন২৭৮. জিঙ্ক কার্বনেট কি জাতীয় পদার্থ?ক) ক্ষারকখ) এসিডগ) ক্ষারঘ) কোনটি নয়২৭৯. দ্রবণ নিরপেক্ষ হলে pH মান কত?ক) pH মান 7 এর কমখ) pH মান 7 এর বেশিগ) pH মান 7ঘ) pH মান 10২৮০. জীব রাসায়নিক প্রক্রিয়া হচ্ছে-
(i) সালোকসংশ্লেষণ
(ii) জীবের জন্ম ও বৃদ্ধি
(iii) জীবের খাদ্য সঞ্চয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৮১. pH মান 0-3 হলে ইউনিভার্সাল ইন্ডিকেটরের বর্ণ হবে কোনটি?ক) লালখ) হলুদগ) সবুজঘ) বেগুনি২৮২. রসায়নের ব্যবহার হয়েছে-
(i) জোরে একটা নিঃশ্বাস নিয়ে ঘুম থেকে জাগা
(ii) একদল ছাত্র সাদা শার্ট ও নীল প্যান্ট পড়ে স্কুলে যাচ্ছে
(iii) ধোঁয়া উড়িয়ে একটি মোটর সাইকেল চলছে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৮৩. সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রায়শই কি বলা হয়?ক) কস্টিক সোডাখ) কস্টিক পটাশগ) বেকিং সোডাঘ) বেকিং পাউডার২৮৪. পানিতে স্বল্পমাত্রায় দ্রবণীয় কোনটি?ক) HCIখ) নাইট্রিক এসিডগ) H2SO4ঘ) জিপসাম২৮৫. ব্লিচিং পাউডারের সংকেত কোনটি?ক) CaCI2খ) CaOগ) Ca(OCI)CIঘ) Ca(OH)2২৮৬. দাঁত-
i. Ca যৌগ দ্বারা তৈরি
ii. এ থাকা ব্যাকটেরিয়া এসিড তৈরি করে
iii. এসিড দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii২৮৭. NaOH এর সাথে সাদা বর্ণের অধঃক্ষেপ দেয়-
i. ক্যালসিয়াম আয়ন
ii. অ্যালুমিনিয়াম আয়ন
iii. জিঙ্ক আয়ন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii২৮৮. নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসের বর্ণ কোনটি?ক) সাদাখ) কালোগ) স্বচ্ছঘ) সবুজ২৮৯. রসায়ন চর্চা শুরু হয় কখন থেকে?ক) কয়েক শতাব্দী থেকেখ) কয়েক যুগ থেকেগ) কয়েক সহস্রাব্দী থেকেঘ) কয়েক বছর থেকে২৯০. কোন সভ্যতা রসায়ন চর্চার মাধ্যমে মানুষের চাহিদা বহুলাংশে মেটাতে সক্ষম হয়েছিল?ক) প্রাচীন মিশরীয় সভ্যতাখ) আধুনিক মিশরীয় সভ্যতাগ) আরবীয় সভ্যতাঘ) প্রাচীন ভারতীয় সভ্যতা২৯১. তড়িৎ পরিবাহী-
i. হাইড্রোক্লোরিক এসিড
ii. সালফিউরিক এসিড 100%
iii. নাইট্রিক এসিড
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii২৯২. আগ্নেয়গিরি অগ্লুৎপাতের সময়-
i. বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড জমা হয়
ii. SO2 ও CO2 উৎপন্ন হয়
iii. বৃষ্টি পড়তে থাকে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii২৯৩. রক্তের pH মান কত?ক) 7.35-7.80খ) 7.35-7.70গ) 7.35-7.45ঘ) 7.35-8.80২৯৪. সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন-
(i) শর্করা
(ii) পানি
(iii) CO2
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৯৫. কোনো বিষয় সম্বন্ধে জিজ্ঞাসা কীসে রূপ নেয়?ক) অনুসন্ধানেরখ) গবেষণায়গ) সমস্যা চিহ্নিতকরণেরঘ) বিষয়বস্তু নির্ধারণের২৯৬. উদ্দীপকের বিক্রিয়াটি-
i. তাপোৎপাদী
ii. উৎপাদে অণুর সংখ্যা হ্রাস পায়
iii. সাম্যাবস্থায় ঘনমাত্রার প্রভাব নেই
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii২৯৭. ‘আল-কিমিয়া’ দ্বারা বুঝানো হতো?ক) আরবীয় সভ্যতাকেখ) মিসরীয় সভ্যতাকেগ) ভারতীয় সভ্যতাকেঘ) ইংরেজ সভ্যতাকে২৯৮. পরিকল্পনা প্রণয়ন অনুসন্ধান ও গবেষণার কত তম ধাপ?ক) প্রথমখ) দ্বিতীয়গ) তৃতীয়ঘ) সর্বশেষ২৯৯. চুলের pH মান কত হলে কিউটিকলগুলো সমৃণতা হারিয়ে ফেলে ও অনুজ্জ্বল দেখায়?ক) 6 থেকে বেশিখ) 6 থেকে কমগ) 8 থেকে বেশিঘ) 8 থেকে কম৩০০. প্রস্রাবের pH মান কত?ক) 7খ) 8গ) 9ঘ) 6৩০১. বিভিন্ন ইলেকট্রনিক্স তৈরির ফলে কোন কোন পদার্থটি নিঃশেষ হওয়ার সম্ভবনা রয়েছে?ক) লোহাখ) দস্তাগ) তামাঘ) সীসা৩০২. বজ্রপাতের সময় বায়ু মন্ডলে কি গ্যাসের সৃস্টি হয়?ক) NO2খ) SO2গ) CO2ঘ) CO৩০৩. পাকস্থলীতে অস্বস্তি সৃষ্টি দূর করার জন্য কোনটি সেবন করা হয়?ক) সোডিয়াম হাইড্রক্সাইডখ) ম্যাগনেসিয়িাম হাইড্রক্সাইডগ) ক্যালসিয়াম হাইড্রক্সাইডঘ) পটাসিয়াম হাইড্রক্সাইড৩০৪. পাকস্থলীতে pH মান কত হেরফের হলে বদহজম সৃষ্টি করে?ক) 0.50খ) .56গ) .60ঘ) .70৩০৫. বিসয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞান অনুসন্ধান ও গবেষণার কততম ধাপ?ক) দ্বিতীয়খ) তৃতীয়গ) চতুর্থঘ) সর্বশেষ৩০৬. কাচ পরিস্কারক হিসেবে কোনটি ব্যবহার করা হয়?ক) NH3খ) NaOHগ) CaOঘ) H2SO4৩০৭. প্রোটিনকে হজম করার জন্য পাকস্থলীতে pH মান কত হওয়া প্রয়োজন?ক) 2খ) 3গ) 4ঘ) 5৩০৮. ধাতব কার্বনেটের সাথে এসিডের বিক্রিয়ার কোন গ্যাস উৎপন্ন হয়?ক) SO2খ) SO3গ) CO2ঘ) NO2৩০৯. Fe2(OH)3 এর বর্ণ কীরূপ?ক) সাদাখ) হালকা নীলগ) হালকা সবুজঘ) লালচে বাদামি৩১০. pH মান কত হলে মাটি খুব ক্ষারীয় হয়?ক) 9.5 এর বেশিখ) 9.5 এর কমগ) 10.5 এর বেশিঘ) 10.5 এর কম৩১১. বায়োগ্যাস প্ল্যান্ট বানানো না গেলে করণীয় কী?ক) আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলাখ) আবর্জনা পানিতে ফেলাগ) আবর্জনা টয়লেটে ফেলাঘ) আবর্জনা শুকিয়ে পুড়ে ফেলা৩১২. আগুনের শিখা সাংকেতিক চিহ্ন সম্বলিত রাসায়নিক পদার্থের জন্য নিচের কোনটি সত্য নয়?ক) সহজেই আগুন ধরতে পারেখ) ঘর্ষণ হতে পারে এমন জায়গায় না রাখাগ) ত্বকে লাগলে ক্ষত হতে পারেঘ) তাপ থেকে দূরে রাখতে হবে৩১৩. কোন প্রক্রিয়ায় জীবের জন্ম-বৃদ্ধি ঘটে?ক) জারণ-বিজারণখ) জীব-রাসায়নিকগ) রাসায়নিকঘ) সালোকসংশ্লেষণ৩১৪. কোনটিতে OH- আয়নের পরিমাণ কম থাকে?ক) দুর্বল এসিডেখ) দুর্বল ক্ষারেগ) শক্তিশালী এসিডেঘ) সবল ক্ষারে৩১৫. নিচের কোনটি অভিজাত ও মূল্যবান ধাতু?ক) সীসাখ) লোহাগ) স্বর্ণঘ) দস্তা৩১৬. CI2 ও NO2 বাতাসে উপস্থিত পানির সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন হয়?ক) ক্ষারকখ) লবণগ) এসিডঘ) পানি৩১৭. অনুসন্ধান ও গবেষণার সর্বশেষ ধাপ কোনটি?ক) সমস্যা চিহ্নিতকরণখ) বিষয়বস্তু সম্পর্কে জ্ঞানার্জনগ) পরিকল্পনা প্রণয়নঘ) বিজ্ঞান ও মানব কল্যাণে প্রভাব৩১৮. কীভাবে কাজের পরিকল্পনা প্রণয়নে সুবিধা হয়?ক) দক্ষতা অর্জনের মাধ্যমেখ) ফলাফল বিশ্লেষণ করলেগ) অনুসন্ধানের মাধ্যমেঘ) ফলাফল সম্পর্কে আগাম ধারণা করতে পারলে৩১৯. পানি কাজ করতে পারে-
i. অম্লীয় হিসেবে
ii. ক্ষারীয় হিসেবে
iii. দ্রাবক হিসেবে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii৩২০. নিচের কোনটি জটিল অণু নয়?ক) ডিএনএখ) চর্বিগ) পানিঘ) ক্যালসিয়ামের যৌগ৩২১. মাছ, মাংস পচনরোধে কোন রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়?ক) ম্যালামাইনখ) কৃত্রিম রংগ) প্রিজারভেটিভসঘ) ফরমালিন৩২২. চুনের রাসায়নিক নাম কী?ক) ক্যালসিয়াম অক্সাইডখ) ক্যাসসিয়াম হাইড্রোক্সাইডগ) পটাসিয়াম অক্সাইডঘ) পটাসিয়াম হাইড্রোক্সাইড৩২৩. কাঠ হলো-
(i) বিশেষ ধরনের সেলুলোজ
(ii) কার্বনের যৌগ
(iii) অজৈব যৌগ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩২৪. প্রোটিনকে হজম করার জন্য পাকস্থলীতে কত pH প্রয়োজন?ক) দুইখ) তিনগ) চারঘ) পাঁচ৩২৫. সার তৈরিতে ব্যবহৃত হয়-
(i) অক্সিজেন
(ii) নাইট্রোজেন
(iii) ফসফরাস
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩২৬. জিংক আয়নের সংকেত কোনটি?ক) Zn+খ) Zn2+গ) Zn2-ঘ) Zn-৩২৭. pH মান কত হলে এলার্জেন, ব্যাকটেরিয়া আক্রমণ প্রতিরোধ করতে পারে?ক) 5.5-7.5খ) 5.5-6.5গ) 5.5-6.80ঘ) 5.5-9.00৩২৮. বৃষ্টির পানির pH মান কত?ক) 7.5খ) 7গ) 6.5ঘ) 5.6৩২৯. pH কত হলে ইউনিভার্সাল ইন্ডিকেটরে দ্রবণের বর্ণ হলুদ এবং তা দুর্বল এসিড হবে?ক) 0-3খ) 3-7গ) 7ঘ) 11-14৩৩০. তেল বা চর্বির সাথে ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়?ক) সাবানখ) এসিডগ) চুনঘ) চুনাপাথর৩৩১. রসায়নের ক্ষেত্রে সঠিক হচ্ছে-
(i) জীবনের জন্য বিজ্ঞান
(ii) বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে অন্যতম
(iii) রসায়ন চর্চার মাত্রা বেড়েই চলেছে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৩২. রসায়নের তৈরি-
(i) তেল, চিনি
(ii) রড, সিমেন্ট
(iii) কাগজ, কলম, কাপড়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৩৩. দ্রবণটি অম্লীয় হলে pH এর কোন সম্পর্কটি সত্য?ক) pH>7খ) pH<7 li="">গ) pH=7ঘ) pH=14৩৩৪. কোনটির পানি মৃদু পানি?ক) পুকুরের পানিখ) ডোবার পানিগ) বৃষ্টির পানিঘ) সবগুলো৩৩৫. কয়েল বা অ্যারোসল ব্যবহার করা হয় কিসের জন্য?ক) মশা তাড়াতেখ) ঘরে সুগন্ধ বাড়াতেগ) জীবাণু ধ্বংস করতেঘ) কোনোটিই নয়৩৩৬. কাঠের প্রধান রসায়নি উপাদান কোনটি?ক) সেলুলোজখ) স্টার্চগ) হাইড্রোকার্বনঘ) হাইড্রোজেন৩৩৭. জলীয় দ্রবণে কোন এসিড হাইড্রোজেন আয়ন দিলে তাকে বলে?ক) pHখ) প্রশমন বিক্রিয়াগ) এসিডঘ) আয়নীকরণ৩৩৮. মাটির pH মান খুব বেশি হলে-
i.মাটি বেসিক
ii. অ্যামোনিয়াম সালফেট ব্যবহৃত হয়
iii. চুন ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii৩৩৯. মরিচার উপাদান হচ্ছে-
(i) লোহা
(ii) জলীয় বাষ্প
(iii) অক্সিজেন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৪০. বেকিং পাউডার-
i. পরোটা ফলাতে ব্যবহৃত হয়
ii. সোডিয়াম বাই কার্বনেট ও টারটারিক এসিডের মিশ্রণ
iii. শুষ্ক অবস্থায় CO2 গ্যাস সৃষ্টি করে না
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii৩৪১. কল-কারখানা ও যানবাহনের ধোঁয়ায় নিচের কোনটি থাকে?ক) Cখ) H2Oগ) Dry Iceঘ) CO2৩৪২. নিচের তথ্যগুলো পড়-
(i) ভারতবর্ষে ৫০০০ বছর পূর্বে রঙের ব্যবহার শুরু হয়েছে
(ii) স্বর্ণ অভিজাত ও মূলবান ধাতু
(iii) ফারসি ‘আল-কিমিয়া’ থেকে ‘আল-কেমি’ শব্দের উৎপত্তি হয়েছে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৪৩. সাধারণত লবণসমূহ কেমন?ক) অম্লীয়খ) ক্ষারীয়গ) নিরপেক্ষঘ) লবণাক্ত৩৪৪. নিচের কোনটি কার্বনের যৌগ নয়?ক) মরিচাখ) কাঠগ) মোমঘ) কেরোসিন৩৪৫. ক্ষারীয় লবণ-ক) NaHCO3খ) NaCIগ) NaNO3ঘ) Na2SO4৩৪৬. বর্জ্যের সালফিউরিক এসিড পানির pH মানে কী পরিবর্তন করে?ক) বৃদ্ধি করেখ) হ্রাস করেগ) ঠিক করেঘ) অনেক বৃদ্ধি করে৩৪৭. গাঢ় -এর ক্ষেত্রে-
i. 98% সালফিউরিক এসিড থাকে
ii. জারক ধর্ম আছে
iii. পানিতে সকল অনুপাতে মিশ্রণীয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii৩৪৮. রক্তে pH মান কত হওয়া প্রয়োজন?ক) ৭.৩৫-৭.৪৫খ) ৬.০০-৭.০০গ) ৭.০০-৮.০০ঘ) ৮.০০-৯.০০৩৪৯. জৈব যৌগ তন্তুর সমন্বয়ে গঠিত হয় -ক) শার্টখ) প্যান্টগ) গেঞ্জিঘ) সবগুলো৩৫০. নিচের কোন দ্রবনের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা সবচেয়ে কম?ক) 0.5 M HCIখ) 1.0 M HCIগ) 0.5 M H2SO4ঘ) 2 M CH3COOH৩৫১. খাদ্য পরিপাকে সাহায্য করে কোনটি?ক) H2SO4খ) HNO3গ) NaOHঘ) H2CO3৩৫২. অজানা দ্রবণের pH মান জানার জন্য কোনটি ব্যবহার করা হয়?ক) pH মিটারখ) স্কেলগ) কাগজঘ) ফিল্টার পেপার৩৫৩. মাটি অতিরিক্ত ক্ষারীয় হলে কোন যৌগটি যোগ করা হয়?ক) অ্যামোনিয়অম সালফেটখ) অ্যামোনিয়াগ) অ্যামোনিয়াম নাইট্রেটঘ) সোডিয়াম কার্বনেট৩৫৪. প্রাচীন রসায়ন বিদ্যার সূচনা হয় কোন দেশে?ক) ভারতবর্ষখ) চীনগ) ইংল্যান্ডঘ) মিসর৩৫৫. ধাতুর অক্সাইড এসিডের সাথে বিক্রিয়কের কি উৎপন্ন করে?ক) এসিডখ) ক্ষারকগ) লবণঘ) লবণ ও পানি৩৫৬. ল্যাবরেটরিতে প্রাপ্ত এসিড-
i. হাইড্রোক্লোরিক এসিড (HCI)
ii. সালফিউরিক এসিড (H2SO4)
iii. নাইট্রিক এসিড (HNO3)
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii৩৫৭. মাত্রাতিরিক্ত ঔষধ সেবনে-ক) কোনো সমস্যা হয় নাখ) স্বাস্থ্য নষ্ট হয়ে যায়গ) ক্ষুধা কমে যায়ঘ) মৃত্যুও হতে পারে৩৫৮. পানির pH কত হলে জীবের জন্য প্রাণনাশক?ক) 4.5 এর বেশিখ) 4.5 এর কমগ) 9.5 এর বেশিঘ) 9.5 এর কম৩৫৯. বাসাবাড়িতে ক্ষারজাতীয় পদার্থ ব্যবহৃত হয়।
i.কাচ পরিষ্কারক হিসেবে
ii. টয়লেট ক্লিনার হিসেবে
iii. চুনকাম করার জন্য
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii৩৬০. নিচের কোনটি সংরক্ষণে প্রিজারভেটিভস ব্যবহৃত হয়?ক) জুসখ) মাছগ) মাংসঘ) ফলমূল৩৬১. গাঢ় এসিডে কী উপস্থিত থাকে?ক) পানিখ) আয়রনগ) ম্যাগনেসিয়ামঘ) ক্যালসিয়াম৩৬২. রাসায়নিক হাইড্রোজেন দ্রব্য বুঝার জন্য কোনটির মান ব্যবহার করা হয়?ক) BODখ) CODগ) pHঘ) এসিড৩৬৩. কোনটি অক্সিজেন ও হাইড্রোজেন দ্বারা গঠিত?ক) পানিখ) মোমগ) কয়লাঘ) প্রাকৃতিক গ্যাস৩৬৪. ভিটামিন সি-ক) এসিডখ) ক্ষারগ) লবণঘ) জৈব এসিড৩৬৫. নিচের কোন উপাদান থাকলে পানিতে সাবানের ফেনা হয় না?ক) ক্যালসিয়ামখ) ম্যাগনেসিয়ামগ) আয়রন ধাতুর বাইকার্বনেটঘ) সবগুলো৩৬৬. NO এর বর্ণ কেমন?ক) লালখ) নীলগ) সবুজঘ) বর্ণহীন৩৬৭. বিদ্যুৎ, চুম্বক, কম্পিউটারে পদার্থের কোন ধর্মের সমন্বয় ঘটেছে?ক) রাসায়নিকখ) জৈবিকগ) ভৌতঘ) সবগুলো৩৬৮. সময়ের সাথে সাথে রসায়ন চর্চা -ক) ক্রমবর্ধমানখ) ব্যাপকগ) পিছিয়ে পড়ছেঘ) নেই বললেই চলে৩৬৯. সমাজ ও পরিবেশ রক্ষায় কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব?ক) রাসায়নি দ্রব্যাদির ব্যবহার কমিয়েখ) রাসায়নিক পদার্থের গুণাগুণ ও সঠিক ব্যবহার নিশ্চিত করেগ) রাসায়নিক পদার্থ ব্যবহার বন্ধ করেঘ) নাগরিক সচেতনতা বৃদ্ধি করে৩৭০. মাটির pH এর ক্ষেত্রে-
i. pH সাধারণত 4-8 হয়ে থাকে
ii. pH 3 এর কম হলে এসিডিক হয়
iii. pH 9.5 এর বেশি হলে ক্ষারীয় হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii৩৭১. ফিস্টার পেপার গাঢ় H2SO4 দিলে-ক) আগুন জ্বলে উঠবেখ) কালো অবশেষ পাওয়া যাবেগ) SO2 তৈরি হবেঘ) পানি পাওয়া যাবে৩৭২. নিচের কোনটি রসায়নের ক্ষেত্রে সত্য নয়-ক) ডাল, সাবান, লবণ সবই রসায়নের যৌগখ) সার, কীটনাশক রাসায়নিক দ্রব্যগ) রাসায়নিক দ্রব্য মানেই ক্ষতিকরঘ) বিজ্ঞানের বিভিন্ন শাখার সাথে রসায়নের শক্ত যোগসূত্র৩৭৩. বাংলাদেশে দূষণ রোধের সবচেয়ে বড় উপায়-ক) বায়োগ্যাস ব্যবহারখ) আধুনিক লাকড়ির চুলা ব্যবহারগ) পারমাণবিক শক্তিঘ) জনসচেতনতা৩৭৪. দুর্বল এসিড হল-
i. জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয়
ii. H+ আয়নের পরিমাণ সবল এসিডের তুলনায় কম
iii. উদাহরণ-এসিটিক এসিড, সাইট্রিক এসিড
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii৩৭৫. নিচের কোনটি দাহ্য পদার্থ?ক) CI2খ) জৈব পার অক্সাইডগ) অ্যারোসলঘ) আয়োডিন৩৭৬. রাসায়নিক দ্রব্য সংগ্রহ এবং তা দিয়ে পরীক্ষণের পূর্বে নিচের কোনটি জরুরি?ক) জ্ঞানার্জনখ) দক্ষতাগ) জ্ঞানার্জন ও দক্ষতাঘ) সূক্ষ্মতা৩৭৭. বিভিন্ন যন্ত্রের মূলনীতি বা পরীক্ষণ মূলনীতি কোনটির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত?ক) পদার্থবিজ্ঞানখ) রসায়নগ) গণিতঘ) কোয়ান্টাম ম্যাকানিক্স৩৭৮. নিচের কোনটি দুর্বল এসিড?ক) H2SO4খ) HNO3গ) HCIঘ) CH3COOH৩৭৯. সিরকা বা ভিনেগারে কোন এসিড থাকে?ক) সাইট্রিক এসিডখ) টারটারিক এসিডগ) নাইট্রিক এসিডঘ) ইথায়নিক এসিড৩৮০. কস্টিক শব্দের অর্থ-ক) সোডিয়ামখ) আগুনগ) মৃৎকারঘ) পোড়ানো৩৮১. মোম হলো?ক) নাইট্রোজেনের যৌগখ) কার্বনের যৌগগ) হাইড্রোজেনের যৌগঘ) কার্বন ও হাইড্রোজেনের যৌগ৩৮২. অক্সিজেনের উৎস কোনটি?ক) পানিখ) মাটিগ) বায়ুঘ) কার্বন ডাই অক্সাইড৩৮৩. তেজস্ক্রিয় রশ্মি চিহ্নিত রাসায়নিক পদার্থ-
(i) মানব দেহকে বিকলাঙ্গ করতে পারে
(ii) শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে
(iii) ১৯৪৬ সালে আমেরিকাতে প্রথম ব্যবহৃত হয়েছিল
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৮৪. বিশুদ্ধ হাইয্রোক্লোরিক এসিডের বর্ণ কেমন?ক) লালখ) হলুদাভগ) বর্ণহীনঘ) সাদা৩৮৫. ক্ষার হল-
i. পানিতে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়
ii. NaOH, Ca(OH)2 ইত্যাদি
iii. অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii৩৮৬. কোন এসিড আমরা খাই?ক) HNO3খ) H2SO4গ) HCIঘ) CH3-COOH৩৮৭. অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় নিচের কোনটিতে?ক) লেবুখ) প্যাসনগ) টক দইঘ) সিরকা৩৮৮. সর্বপ্রথম স্বর্ণ আহরণ শুরু করে কারা?ক) মিসরীয়রাখ) আরবীয়ারাগ) ব্রিটিশরাঘ) রোমানরা৩৮৯. এসিডসমূহ-
i. নীল লিটমাসকে লাল করে
ii. জলীয় দ্রবনে প্রোটন দান করে
iii. Cu(OH)2 এর সাথে লবণ তৈরি করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii৩৯০. এসিডে H+ কিভাবে থাকে?ক) যুক্ত থাকেখ) ভ্রাম্যমাণ থাকেগ) দ্রবীভূত থাকেঘ) ভাসমান থাকে৩৯১. মাটির pH 3 এর কম হলে মাটি থেকে কোন উপাদান চলে যায়?ক) ক্যালসিয়ামখ) সোডিয়ামগ) জিঙ্কঘ) অক্সিজেন৩৯২. লঘু এসিডের ক্ষেত্রে- i. ii. iii. নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii৩৯৩. নির্জনে ও স্থিত জায়গায় সংরক্ষণ করতে হয় কোন সাংকেতিক চিহ্ন সম্বলিত পদার্থ?ক) আগুনের শিখাখ) বিপদ সংকেতগ) বিস্ফোরিত বোমাঘ) তেজস্ক্রিয় রশ্মি চিহ্ন৩৯৪. H2OSO4 এর আণবিক ভর কত?ক) 98খ) 78গ) 96ঘ) 74৩৯৫. নিচের কোনটি জায়মান ক্লোরিনের সংকেত?ক) CI2খ) CIগ) 2CIঘ) [CI]৩৯৬. অতিরিক্ত খাওয়ার ফলে পাকস্থলীতে কিসের সৃষ্টি হয়?ক) ক্ষারকত্বেরখ) এসিডিটিগ) pH বেড়ে যায়ঘ) pH কমে যায়৩৯৭. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সৃষ্টি হয়-
i. SO2
ii. SO3
iii. NO
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii৩৯৮. কোন ধাতুটি সাধারণত বৈদ্যুতিক তারে ব্যবহার করা হয়?ক) Znখ) Ptগ) Cuঘ) Ag৩৯৯. ওজোন স্তরের গ্যাসসমূহের চিহ্নিতকরণে ব্যবহৃত হয়-ক) পদার্থবিজ্ঞানখ) রসায়নগ) গণিতঘ) জীববিজ্ঞান৪০০. কাঠের প্রধান উপাদান কী?ক) সেলুলোজখ) কার্বনগ) কার্বন ডাই অক্সাইডঘ) ডিএনএ৪০১. পানিচক্রে পানি প্রবাহের সময় পানিতে কি দ্রবীভূত হয়?ক) এসিডখ) ক্ষারকগ) লবণঘ) বর্জ্য৪০২. খনি থেকে আহরিত মূল্যবান ধাতু হলো-
(i) স্বর্ণ
(ii) রৌপ্য
(iii) সীসা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪০৩. এসিডের তুলনায় ক্ষার চোখের বেশি ক্ষতি করার কারণ-ক) চোখে এসিড প্রতিরোধ পদার্থ থাকেখ) চোখে ক্ষার প্রতিরোধী পদার্থ থাকেগ) চোখে থাকা গ্লাইকোজেনঘ) চোখে ক্ষার প্রতিরোধী পদার্থ থাকে না৪০৪. ভিনেগার কি ধরনের এসিড?ক) সাইট্রিক এসিডখ) নাইট্রিক এসিডগ) ইথানয়িক এসিডঘ) কার্বনিক এসিড৪০৫. ১৯৯২ সালে অনুষ্ঠিত পরিবেশ উন্নয়ন সম্মেলনের উদ্যোক্তা কে ছিল?ক) ইউনেস্কোখ) সার্কগ) আসিয়ানঘ) জাতিসংঘ৪০৬. কোন লঘু এসিডের সাথে কপার বিক্রিয়া করে না?ক) HCIখ) HNO3গ) H2SO4ঘ) সবগুলো৪০৭. নিচের কোনটির উপস্থিতির জন্য অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষার?ক) NH4+খ) OH-গ) NH3ঘ) H2O৪০৮. কোনো পরীক্ষণের ফলাফল সম্পর্কে আগেই ধারণা থাকলে-ক) ফলাফল নিয়ে কৌতুহল থাকেখ) কাজ করা কঠিন হয়ে যায়গ) কাজ শেষ করতে অধিক সময় লাগেঘ) পরবর্তী ধাপে অগ্রসর হওয়া দ্রুত ও সহজ হয়৪০৯. নিচের কোন যৌগটি আণবিক অবস্থায় থাকে?ক) বিশুদ্ধ H2SO4খ) সাইট্রিক এসিডগ) NO2ঘ) অনাদ্র সাইট্রিক এসিড৪১০. মারাত্মক বিষাক্ত পদার্থ-
(i) ত্বকে লাগলে বা খেলে মৃত্যু হতে পারে
(ii) তালাবদ্ধ স্থানে রাখতে হবে
(iii) পরীক্ষার পর মিশ্রণের পরিশোধন করা জরুরি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪১১. কাচ পরিষ্কার করতে ব্যবহৃত হয়-ক) NH3খ) NaCIগ) Ca(NO3)2ঘ) Ca(OH)2৪১২. পানির pH মান কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়?ক) pH পেপারখ) বারোমিটারগ) থার্মোমিটারঘ) স্কেল৪১৩. পানিতে অত্যন্ত দ্রবণীয় কোনটি?ক) HCI গ্যাসখ) CH3COOHগ) HOOC-COOHঘ) H2CO3৪১৪. পানির তাপমাত্রা কোন যন্ত্র দিয়ে মাপা হয়?ক) বারোমিটারখ) pH মিটারগ) থার্মোমিটারঘ) স্কেল৪১৫. মৃদু পানিতে কোনটি দ্রবীভূত থাকে না?ক) ক্যালসিয়াম আয়নখ) ম্যাগনেসিয়াম আয়নগ) আয়রন আয়নঘ) সবগুলো৪১৬. অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার প্রতিটি ধাপ-ক) বিচ্ছিন্নখ) আলাদাগ) পরিপূরকঘ) একই৪১৭. সক্রিয় ধাতু ও লঘু এসিড পরীক্ষাটি কিসের চূর্ণ দিয়ে সম্পন্ন করা হয়?ক) অ্যালুমিনিয়ামখ) ম্যাঙ্গানিজগ) আয়রন ও কপার চূর্ণঘ) ভেনাডিয়াম৪১৮. দেহত্বকের জন্য আদর্শ pH মান কতক) 5.7খ) 5.6গ) 5.5ঘ) 5.4৪১৯. প্রাকৃতিক গ্যাসে আগুন জ্বালানো অর্থ হচ্ছে কার্বন যৌগের?ক) জারণখ) বিজারণগ) দহনঘ) কোনোটিই নয়৪২০. নিচের কোনটি পানিতে আংশিক দ্রবণীয়?ক) Fe(OH)2খ) Ca(OH)2গ) Cu(OH)2ঘ) AI(OH)3৪২১. আন্তর্জাতিক রশ্মি চিহ্নটি কোন দেশে প্রথম ব্যবহৃত হয়েছিল?ক) চীনেখ) ইংল্যান্ডেগ) গ্রীসেঘ) আমেরিকাতে৪২২. চুনাপাথরের সংকেত কোনটি?ক) CaOখ) CaCO3গ) NaOHঘ) Ca(OH)2৪২৩. চুনাপাথরের উপর লঘু সালফিউরিক এসিড যোগ করলে নিচের কোন যৌগটি উৎপন্ন হবে?ক) CO2খ) H2গ) O2ঘ) SO2৪২৪. নিচের কোনটি অধিক বিদ্যুৎ পরিবহন করবে?ক) NH3খ) NH4OHগ) হাইড্রোজেন ক্লোরাইডঘ) শুষ্ক সাইট্রিক এসিড৪২৫. জমিতে রাসায়নিক সার ব্যবহারের কারণ কী?ক) মাটির pH কমানোখ) পুষ্টি প্রদানগ) পোকামাকড় ধ্বংসঘ) কোনোটিই নয়৪২৬. নিচের তথ্যগুলো পড়-
(i) কাঠ প্রধানত সেলুলোজের তৈরি
(ii) প্রাকৃতিক গ্যাস হল মিথেন
(iii) মোম হচ্ছে কার্বন ও হাইড্রোজেনের যৌগ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪২৭. বৃষ্টির পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে-
i. CO2
ii. NO2
iii. CO
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii৪২৮. লঘু সালফিউরিক এসিড ও চুনাপাথর বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেটের ওপর যে আস্তরণ পড়ে তা হল-
i. ক্যালসিয়াম সালেফেট
ii. ক্যালসিয়াম ফসফেট
iii.ক্যালসিয়াম বাই সালফেট
নিচের কোনটি সঠিক?ক) iখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii৪২৯. অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ-
i. লাল লিটমাস নীল করে
ii. কাচ পরিস্কারক হিসাবে ব্যবহৃত হয়
iii. এসিডের সাথে বিক্রয়া করে লবণ ও পানি উৎপন্ন করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii৪৩০. বাদামি বর্ণের বোতলে নাইট্রিক এসিড রাখার কারণ কোনটি?ক) আলো থেকে রক্ষাখ) নিরাপত্তাগ) বিস্ফোরনের হাত থেকে রক্ষাঘ) দুর্গন্ধ থেকে রক্ষা৪৩১. নিম্নের কোনটি পানিতে দ্রবীভূত থাকলে পানি স্থায়ী খর হয়?ক) ক্লোরাইডখ) ক্যালসিয়াম বাইকার্বনেটগ) পটাসিয়াম বাই কার্বনেটঘ) ম্যাগনেসিয়াম বাই কার্বনেট৪৩২. ভিটামিন সি-এর অপর নাম কী?ক) সাইট্রিক এসিডখ) নাইট্রিক এসিডগ) এসকরবিক এসিডঘ) এসিটিক এসিড৪৩৩. উদ্ভিদ খাদ্য প্রস্তুত ও সঞ্চয় করে কোন প্রক্রিয়ায়?ক) সালোকসংশ্লেষণখ) শ্বসনগ) অভিস্রবণঘ) প্রস্বেদন৪৩৪. নিঃস্বাসের সাথে আমাদের দেহে প্রবেশ করে কোনটি?ক) কয়েলের ধোঁয়াখ) কার্বন ডাই অক্সাইডগ) সালফার ডাই অক্সাইডঘ) কসমেটিকসের ঘ্রাণ৪৩৫. রক্ত-
i. ক্ষারীয়
ii. মূল উৎপাদন পানি
iii. pH 7.4
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii৪৩৬. কপার বিক্রিয়া করে-
i. HCI এর সাথে
ii. লঘু HNO3 এর সাথে
iii. গাঢ় HNO3 এর সাথে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii৪৩৭. অন্তঃদহন ইঞ্জিনে পেট্রোলিয়াম পোড়ানোর সময়ে কোন অতিরিক্ত গ্যাস উৎপন্ন হয়?ক) NO2খ) CO2গ) CI2ঘ) F2৪৩৮. BOD এর মান হল-ক) জৈব রাসায়নিক হাইড্রোজেনের চাহিদাখ) জৈব রাসায়নিক অক্সিজেনের ক্ষমতাগ) জৈব রাসায়নিক অক্সিজেনের চাহিদাঘ) জৈব রাসায়নিক হাইড্রোজেনের ক্ষমতা৪৩৯. মৌমাছি কামড় দিলে ক্ষতস্থানে কী ব্যবহার করা যেতে পারে?ক) কলিচুনখ) ভিনেগারগ) খাবার লবণঘ) পানি৪৪০. গবেষণার জন্ম কোথা থেকে?ক) কোনো বিষ্ময় সম্বন্ধে জিজ্ঞাসা থেকেখ) অনুসন্ধান থেকেগ) বিষয়বস্তু নির্ধারণ থেকেঘ) পরিকল্পনা প্রণয়ন থেকে৪৪১. লঘু সালফিউরিক এসিডের দ্রবণে আয়রন গুঁড়া যোগ করা হলে কী উৎপন্ন হয়?ক) ফেরাস ফসফেটখ) আয়রন সালফেটগ) আয়রন কার্বনেটঘ) আয়রন হাইড্রক্সাইড৪৪২. প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম হলো-ক) কৃত্রিম জ্বালানিখ) খনিজ জ্বালানিগ) প্রাকৃতিক জ্বালানিঘ) তরল জ্বালানি৪৪৩. কোনো পরীক্ষণের ফলাফল সম্পর্কে আগাম ধারণা থাকলে-
(i) প্রাপ্ত ফলাফল নিয়ে কোনো কৌতূহল থাকে না
(ii) পরবর্তী ধাপে অগ্রসর হওয়া দ্রুত ও সহজ হয়
(iii) কাজের পরিকল্পনা প্রণয়নের অসুবিধা হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪৪৪. কার্বনের যৌগকে অক্সিজেন দহন করলে নিচের কোনটি উৎপন্ন হবে?ক) Na2COখ) Cগ) CO2ঘ) H2CO3৪৪৫. এসিড বৃষ্টির জন্য দায়ী-
i. NO2
ii. SO2
iii. SO3
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii৪৪৬. কোনটি ব্যতীত রসায়নের তত্ত্বীয় জ্ঞানার্জন অসম্ভব?ক) পদার্থখ) গণিতগ) জীববিজ্ঞানঘ) কোয়ান্টাম ম্যাকানিক্স৪৪৭. নিচের কোনটি খনিজ জ্বালানি নয়?ক) বায়োগ্যাসখ) কয়লাগ) প্রাকৃতিক গ্যাসঘ) পেট্রোলিয়াম৪৪৮. ক্ষার দ্রবণে যথার্থ পরিমাণ এসিড দ্রবণ যোগ করা হলে কি ধরনের দ্রবণ উৎপন্ন হয়?ক) ক্ষার দ্রবণখ) এসিড দ্রবণগ) প্রশম দ্রবণঘ) সবগুলো৪৪৯. গ্রীষ্মকালে পানির সাধারণ তাপমাত্রা কত?ক) 30-350খ) 33-350গ) 31-350ঘ) 32-350৪৫০. হাইড্রোক্সাইড আয়ন কোন চার্জ বহন করে?ক) ধনাত্মকখ) ঋণাত্মকগ) উভয় চার্জঘ) চার্জ নিরপক্ষ৪৫১. পরীক্ষণের পরিবর্তে কী করা যেতে পারে?ক) তথ্য-উপাত্ত সংগ্রহখ) অনুসন্ধানগ) বিশ্লেষণঘ) ফলাফল প্রদান৪৫২. pH এর কোন মানের জন্য দ্রবণ নিরপেক্ষ হয়?ক) 1খ) 7গ) 14ঘ) 10৪৫৩. নিচের কোনটি জারক পদার্থ?ক) অ্যারোসলখ) পেট্রোলিয়ামগ) হাইড্রোজেনঘ) ক্লোরিন৪৫৪. মানুষের মৌলিক চাহিদার উপকরণ জোগাতে সার্বক্ষণিকভাবে নিয়োজিত কে?ক) জীববিজ্ঞানখ) গণিতগ) পদার্থবিজ্ঞানঘ) রসায়ন৪৫৫. সাম্যাবস্থা নিয়ন্ত্রণের নিয়ামক হচ্ছে-
i. তাপ
ii. তাপমাত্রা
iii. পাত্রের আকার
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii৪৫৬. অ্যামোনিয়া গ্যাস ও পানির বিক্রিয়ায় কোন আয়ন উৎপন্ন হয়?ক) NH4+খ) OH-গ) NH4+ ও OH-ঘ) NH42-৪৫৭. তেজস্ক্রিয় রশ্মি চিহ্নিত পদার্থ কীরূপ পাত্রে সংরক্ষণ করা উচিত?ক) বিশেষ ধরনের পাতলা পাত্রখ) অনেক পাতলা পাত্র যাতে আলো সহজে প্রবেশ করতে পারেগ) বিশেষ ধরনের পুরু পাত্র যাতে রশ্মি বের হতে না পারেঘ) রঙিন পাত্র যাতে রশ্মি প্রবেশ করতে না পারে?৪৫৮. খনিজ এসিড-
i. ফসফরিক এসিড (H3SO4)
ii. সালফিউরিক এসিড (H2SO4)
iii. ভিটামিন সি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii৪৫৯. ল্যাবরেটরিতে ব্যবহৃত ক্ষার হলো-
i. আয়রন অক্সাইড
ii. ক্যালসিয়াম অক্সাইড
iii. সোডিয়াম অক্সাইড
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii৪৬০. লেবুতে কি এসিড থাকে?ক) কার্বনিক এসিডখ) নাইট্রিক এসিডগ) অক্সালিক এসিডঘ) সাইট্রিক এসিড৪৬১. কোন আয়ন ঋনাত্ম চার্জ বহন করে?ক) সোডিয়াম আয়নখ) ক্যালসিয়াম আয়নগ) পটাসিয়াম আয়নঘ) হাইড্রোক্সাইড আয়ন৪৬২. নিচের কোনটি অভিজাত্যে মূল্যবান ধাতু?ক) সীসাখ) লোহাগ) স্বর্ণঘ) দস্তা৪৬৩. কোনটি দুর্বল এসিড?ক) HNO3খ) HCIগ) H2CO3ঘ) H2CO4৪৬৪. জীবনের জন্য বিজ্ঞান বলা হয় কাকে?ক) পদার্থখ) রসায়নগ) জীববিজ্ঞানঘ) প্রাণিবিজ্ঞান৪৬৫. অনুসন্ধান ও গবেষণার তৃতীয় ধাপ কোনটি?ক) বিষয়বস্তু সম্পর্কে জ্ঞানার্জনখ) বিষয়বস্তু নির্ধারণগ) সমস্যা চিহ্নিতকরণঘ) পরিকল্পনা প্রণয়ন৪৬৬. প্রকৃত অর্থে কসমেটিকস্ ব্যবহার করলে-ক) সৌন্দর্য বর্ধন করেখ) সৌন্দর্য্য হ্রাস করেগ) ত্বকের ক্ষতি হয়ঘ) ত্বক অপরিবর্তিত রাখে৪৬৭. সকল প্রাণিকূল খাদ্যের জন্য কোনটির ওপর নির্ভরশীল?ক) উদ্ভিদখ) অক্সিজেনগ) কার্বন ডাই অক্সাইডঘ) নাইট্রোজেন৪৬৮. ক্ষারীয় মাধ্যমে লিটমাসের বর্ণ-ক) সবুজখ) কমলাগ) লালঘ) নীল৪৬৯. Zn লবণের দ্রবণে NaOH যোগ করলে-ক) কালো রঙের অধঃক্ষেপ পড়েখ) সাদা রঙের অধঃক্ষেপ পড়েগ) হলুদ রঙের অধঃক্ষেপ পড়েঘ) হালকা নীল রঙের অধঃক্ষেপ পড়ে৪৭০. কপার (II) সালফেট দ্রবণে অ্যামোনিয়া দ্রবণ যোগ করা হলে-ক) গাঢ় নীল বর্ণের অধঃক্ষেপ পড়েখ) গাঢ় নীল বর্ণের দ্রবণ তৈরি হয়গ) হালকা নীল বর্ণের দ্রবণ তৈরি হয়ঘ) হালকা নীল বর্ণের অধঃক্ষেপ পড়ে৪৭১. কোন দ্রবণে কয়েক ফোঁটা ইউনিভার্সাল ইন্ডিকেটর যোগ করার পর দ্রবণটির বর্ণ বেগুনি হলে-
i. দ্রবণটির তীব্র ক্ষার
ii. দ্রবণটির তীব্র এসিড
iii. দ্রবণটির pH মান 11-14 এর মধ্যে
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) ii ও iiiঘ) i ও iii৪৭২. মানুষের মুখের ব্যাকটেরিয়অ কোনটি উৎপন্ন করে?ক) এসিডখ) ক্ষারগ) লবণঘ) এনামেল৪৭৩. ক্ষারে কোন আয়নটি ভ্রাম্যমাণ থাকে?ক) H+খ) OH-গ) OH2-ঘ) H2-৪৭৪. নিচের কোনটি বৃত্তের ওপর আগুনের শিখা প্রদান করে?ক) হাইড্রোজেন পার অক্সাইডখ) CI2গ্যাসগ) H2ঘ) Na৪৭৫. তথ্য-উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদান, ফলাফল গ্রহণ-এগুলো কিসের সাথে সংশ্লিষ্ট?ক) বিষয়বস্তু নির্ধারণখ) অনুসন্ধানগ) সম্যক জ্ঞানার্জনঘ) সবগুলো৪৭৬. ভোল্টার কোষে H2SO4 এর বদলে CH3COOH ব্যবহার করলে কী ঘটবে?ক) বিদ্যুৎ সৃষ্টি হবে নাখ) জিঙ্ক দন্ড অক্ষত থাকবেগ) বিদ্যুৎ প্রবাহ উল্টো দিকে হবেঘ) প্রবাহ হাস পাবে৪৭৭. চুলের উজ্জ্বলতার জন্য pH কত হওয়া প্রয়োজন?ক) 4.0-6.0খ) 5.5-6.5গ) 7.35-7.45ঘ) 6.0-8.0৪৭৮. জলীয় দ্রবণে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস সম্পূর্ণরূপে আয়নিত হয়ে কোন আয়ন উৎপন্ন করে?ক) OH-খ) H+গ) H2+ঘ) OH2-৪৭৯. টয়লেট ক্লিনার হিসাবে ব্যবহৃত হয়-ক) NH3খ) NaOHগ) H2SO4ঘ) HNO3৪৮০. প্রচীন আল কেমিদের রসায়ন চর্চা কিসের জন্ম দিয়েছে?ক) আধুনিক সভ্যতারখ) রসায়ন শিল্পেরগ) নগরায়নেরঘ) পরিবেশ আন্দোলনের৪৮১. রাসায়নিক পদার্থ ব্যবহারের ক্ষেত্রে-
(i) পরিমিত ব্যবহার করতে হবে
(ii) রসায়ন সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে
(iii) রাসায়নিক পদার্থ ব্যবহারের পূর্বে এর গুণাগুণ বিচার করতে হবে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪৮২. কোনটি রাসায়নিক প্রক্রিয়া?ক) ধাতু নিষ্কাশনখ) বরফ পানিতে পরিণত হওয়াগ) সামুদ্রিক ঢেউঘ) সবগুলো৪৮৩. তামার মজুদের পরিমাণ বাড়াতে হলে-ক) ইলেকট্রনিক্স যন্ত্রপাতির ব্যবহার কামাতে হবেখ) নষ্ট হওয়া যন্ত্রাংশ থেকে তামা পুনরুদ্ধারের ব্যবস্থা নিতে হবেগ) পুরাতন যন্ত্রপাতি বেশি ব্যবহার করতে হবেঘ) বিদ্যুৎশক্তির পরিমাণ বাড়াতে হবে৪৮৪. কাপড় কাচা সোডা কী জাতীয় পদার্থ?ক) এসিড জাতীয়খ) ক্ষার জাতীয়গ) লবণ জাতীয়ঘ) নিরপেক্ষ৪৮৫. কেক তৈরিতে কোনটি ব্যবহার করা হয়?ক) বেকিং পাউডারখ) সোডিয়াম হাইড্রোক্সাইডগ) ক্যালসিয়াম অক্সাইডঘ) টারটারিক এসিড৪৮৬. কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কী?ক) সোডিয়াম কার্বনেটখ) ক্যালসিয়াম কার্বনেটগ) পটাসিয়াম কার্বনেটঘ) সোডিয়াম সালফেট৪৮৭. ধাতুর সক্রিয়তাসিরিজে হাইড্রোজেনের উপরের ধাতু কোনটি?ক) পটাসিয়ামখ) কপারগ) সিলভারঘ) লেড৪৮৮. একটি অংশ এসিড থেকে ও অপর অংশ ক্ষার থেকে আসে কোন জাতীয় যৌগের?ক) এসিডখ) ক্ষারগ) লবণঘ) পানি৪৮৯. COD মানে হল-ক) রাসায়নিক হাইড্রোজেন চাহিদাখ) রাসায়নিক কার্বন চাহিদাগ) রাসায়নিক অক্সিজেন চাহিদাঘ) রাসায়নিক নাইট্রোজেন চাহিদা৪৯০. অতি অল্প পরিমাণ বায়ুর উপস্থিতিতে কাঠ বা গ্যাস পোড়ালে কোনটি উৎপন্ন হয়?ক) কার্বন কণাখ) কার্বন ডাই অক্সাইডগ) কার্বনেটঘ) কার্বন মনো অক্সাইড৪৯১. আভিধাানিক অর্থে pH এর মানের সীমা কত?ক) 1-14খ) 0-14গ) 3-14ঘ) 4-14৪৯২. ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অধঃক্ষেপের বর্ণ কেমন?ক) সবুজখ) সাদাগ) লালচেঘ) নীল৪৯৩. সাধারণত মাটির pH কত?ক) 4-9খ) 4-8গ) 4-10ঘ) 4-11৪৯৪. অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার ধাপসমূহ হলো-
(i) ১ম ধাপ- বিষয়বস্তু নির্ধারণ
(ii) ২য় ধাপ- সমস্যা চিহ্নিতকরণ
(iii) ৩য় ধাপ- পরিকল্পনা প্রণয়ন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪৯৫. অতিরিক্ত এসিডের জন্য-
i. পাকস্থলীতে প্রদাহ অনুভব করে
ii. গলায় প্রদাহ অনুভব করে
iii. বদহজম হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiগ) ii ও iiiঘ) i, ii ও iii৪৯৬. NO2 এর বর্ণ কেমন?ক) গোলাপীখ) বাদামিগ) হলুদঘ) লাল৪৯৭. কাপড় কাচা সোডা কি জাতীয় পদার্থ?ক) এসিড জাতীয়খ) নিরপেক্ষগ) ক্ষার জাতীয়ঘ) লবণ জাতীয়৪৯৮. ট্রিফয়েল কত সালে ব্যবহৃত হয়?ক) ১৯৪৫খ) ১৯৪৬গ) ১৯৪৭ঘ) ১৯৪৮উদ্দীপকটি পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
শিল্প এলাকার একটি জলাশযের পানিতে pH মিটারের সাহায্যে দেখা গেল pH এর মান 4। এই পানিতে জীব বসবাসের অযোগ্য ঘোষণা করা হয়।
৪৯৯. উদ্দীপকের উল্লেখিত জলাশয়টি কী ধরনের দূষনের শিকার?ক) এসিড দূষণখ) ক্ষারীয় দূষণগ) তাপ দূষণঘ) আর্সেনিক দূষণ৫০০. পানিতে BOD এর মান বেশি হলে কী হয়?ক) জারিতখ) বিজারিতগ) দূষিতঘ) বিশুদ্ধ
Social Plugin