এস.এস.সি || জীববিজ্ঞান অধ্যায় - ৮: মানব রেচন || বহুনির্বচনী প্রশ্ন - উত্তর


এস.এস.সি || জীববিজ্ঞান অধ্যায় - ৮: মানব রেচন

১. গ্লোমেরুলাসে কোন পদার্থটি আটকা পড়ে?

  • ক) পানি
  • খ) ইউরিয়া
  • গ) আমিষ
  • ঘ) গ্লুকোজ
  • সঠিক উত্তর: (খ)
    ২. বোম্যান্স ক্যাপসুলের অঙ্কীয়দেশ থেকে সংগ্রহ নালি পর্যন্ত বিস্তৃত চওড়া নালিকাটিকে কী বলে?
  • ক) নোল করপাসল
  • খ) অ্যাফারেন্ট অ্যার্টারিওল
  • গ) ইফারেন্ট অ্যার্টারিওল
  • ঘ) রেনাল টিউব্যুল
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩. মূত্র তৈরিতে গ্রহণযোগ্য তথ্য হলো-
    i. রক্ত দেহের যাবতীয় নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নেফ্রনে বহন করে
    ii. রক্ত থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নেফ্রনের মাধ্যমে মূত্রবাহী নালিতে পৌঁছায়
    iii. রক্ত থেকে সরাসরি বর্জ্য পদার্থ মূত্রবাহী নালিতে পৌঁছায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) iii
  • সঠিক উত্তর: (ক)
    ৪. মানুষের মূত্রের অম্লতা বৃদ্ধি পায় কেন?
  • ক) ভিটামিন জাতীয় খাদ্য গ্রহণে
  • খ) আমিষ জাতীয় খাদ্য গ্রহণে
  • গ) শর্করা জাতীয় খাদ্য গ্রহণে
  • ঘ) স্নেহ জাতীয় খঅদ্য গ্রহণে
  • সঠিক উত্তর: (খ)
    ৫. প্রতিটি নেফ্রনে কটি মালপিজিয়ান অঙ্গ রয়েছে?
  • ক) একটি
  • খ) দশটি
  • গ) একশটি
  • ঘ) এক হাজারটি
  • সঠিক উত্তর: (ক)
    ৬. গ্লোমেরুলাস কী দিয়ে তৈরি?
  • ক) একগুচ্ছ কৈশিক জালিকা
  • খ) একগুচ্ছ কৈশিক নালিকা
  • গ) একগুচ্ছ মালপিজিয়ান জালিকা
  • ঘ) একগুচ্ছ নেফ্রন
  • সঠিক উত্তর: (ক)
    ৭. বৃক্কীয় নালিকাসমূহ-
    i. কৈশিক জালিকা সমৃদ্ধ
    ii. একটি সংগ্রাহক নালিকার সাথে যুক্ত
    iii. অসংখ্য সংগ্রাহক নালিকার সাথে যুক্ত
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৮. মানব দেহে বৃক্কের অবস্থান-
    i. উদর গহবরের পিছনের অংশে
    ii. হৃৎপিন্ডের কাছাকাছি
    iii. বক্ষপিঞ্জরের নিচে পৃষ্ঠ প্রাচীর সংলগ্ন অবস্থায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) iii
  • সঠিক উত্তর: (খ)
    ৯. মানব বৃক্কের-
    i. অবতল অংশের ভাজকে পেলভিস বলে
    ii. ভিতরের দিক অবতল হয়
    iii. বাইরের দিক উত্তল হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১০. কিডনী বিকল হলে রক্তে কীসের পরিমাণ বৃদ্ধি পায়?
  • ক) সালেফেট
  • খ) ইউরেট
  • গ) ইউরিক এসিড
  • ঘ) ক্রিয়োটিনিন
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১. ডায়ালাইসিস প্রক্রিয়া-
    i. রক্ত পরিশোধনে ব্যবহৃত হয়
    ii. কিডনি বিকল হলে প্রয়োজন হয়
    iii. ব্যয়বহুল ও সময় সাপেক্ষ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২. মানবদেহের রেচনতন্ত্রের অন্তর্গত হলো-
    i. কিডনি, ইউরেটার, মূত্রনালি ও মূত্রথলি
    ii. কিডনি, ল্যারিংক্স, মূত্রনালি ও মূত্রথলি
    iii. কিডনি ইউরেটার, গলব্লাডার ও মূত্রথলি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৩. শিম বীজের মতো বৃক্ক কার?
  • ক) গরুর
  • খ) মানুষের
  • গ) ছাগলের
  • ঘ) মহিষের
  • সঠিক উত্তর: (খ)
    ১৪. বৃক্ক মানবদেহের কী নিয়ন্ত্রণ করে?
  • ক) কাঠামো
  • খ) ওজন
  • গ) রক্তচাপ
  • ঘ) উত্তেজনা
  • সঠিক উত্তর: (গ)
    ১৫. মূত্রে নিচের কোন নাইট্রোজেন ঘটিত বর্জ্য পর্দাথটি থাকে?
  • ক) মিথেন
  • খ) ইথেন
  • গ) প্রোপেন
  • ঘ) অ্যামোনিয়া
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬. কিডনি প্রসিস্থাপনের অত্যাবশ্যকীয় শর্ত কোনটি?
  • ক) নিকট আত্মীয়
  • খ) রক্তের আত্মীয়
  • গ) টিস্যুম্যাচ
  • ঘ) রক্তের গ্রুপ মিল
  • সঠিক উত্তর: (গ)
    ১৭. বৃক্কের ভেতরের দিকের অংশকে কী বলে?
  • ক) মেডুলা
  • খ) কর্টেক্স
  • গ) প্যাপিলা
  • ঘ) পেলভিস
  • সঠিক উত্তর: (ক)
    ১৮. বৃক্কে পাথর হবার কারণ হল-
    i. অতিরিক্ত শারীরিক ওজন
    ii. কম পানি পান করা
    iii. অতিরিক্ত প্রাণীজ আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯. তরিতরকারি গ্রহণে সাধারণত কী তৈরি হয়?
  • ক) অম্লমূত্র
  • খ) ক্ষারীয় মূত্র
  • গ) বায়ুমূত্র
  • ঘ) এসিডীয় মূত্র
  • সঠিক উত্তর: (খ)
    ২০. বৃক্কের ইউরিনিফেরাস নালিকা প্রধান কয়টি অংশে বিভক্ত?
  • ক) দুইটি
  • খ) তিনটি
  • গ) চারটি
  • ঘ) পাঁচটি
  • সঠিক উত্তর: (ক)
    ২১. বৃক্কের অবতল অংশের ভাঁজকে কি বলে?
  • ক) হাইলাস
  • খ) পিরামিড
  • গ) পেলভিস
  • ঘ) পিড়কা
  • সঠিক উত্তর: (ক)
    ২২. বৃক্কীয় নালীকার পরবর্তী চিন্হিত অংশগুলো হল-
    i. সংবর্তিত নিকটস্থ অংশ
    ii. একটি হেনলির লুপ
    iii. সংবর্তিত দূরত্বের অংশ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৩. ডায়ালাইসিস টিউবটি যে তরলে ডুবানো থাকে তার গঠন কিরূপ?
  • ক) রক্তের প্লাজমার মতো
  • খ) রক্তের অণুচক্রিকার মতো
  • গ) দেহের গ্লুকোজের মতো
  • ঘ) রক্ত রসের মতো
  • সঠিক উত্তর: (ক)
    ২৪. মূত্রথলির রোগ হয় কেন?
  • ক) অস্বাস্থ্যকর পরিবেশে থাকলে
  • খ) স্বাস্থ্যকর পরিবেশে থাকলে
  • গ) অতিরিক্ত পানি পান করলে
  • ঘ) অতিরিক্ত ভ্রমণ করলে
  • সঠিক উত্তর: (ক)
    ২৫. বৃক্কে পাথর হলে যেসব উপসর্গ দেখা দেয় তা হল-
    i. কোমরের পিছনে ব্যথা হয়
    ii. প্রস্রাবের সাথে রক্ত বের হয়
    iii. কোন উপসর্গ দেয়া যায় না
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৬. দৈনিক কমপক্ষে কত লিটার পানিপান করা উচিত?
  • ক) ১ লিটার
  • খ) ১১/২ লিটার
  • গ) ২ লিটার
  • ঘ) ২১/২ লিটার
  • সঠিক উত্তর: (গ)
    ২৭. হাইলামে অবস্থিত গহবরের মতো অংশটি কী?
  • ক) মেডুলা
  • খ) রেনাল করপাসল
  • গ) কর্টেক্স
  • ঘ) পেলভিস
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৮. মূত্র কী?
  • ক) অজৈব ও জৈব পদার্থের একটি জলীয় দ্রবণ
  • খ) পানি ও এসিডের মিশ্রণ
  • গ) অজৈব পদার্থ এবং পানির মিশ্রণ
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ক)
    ২৯. ইউরোক্রোম কী?
  • ক) পদার্থ
  • খ) রঞ্জক পদার্থ
  • গ) আমিষ
  • ঘ) অ্যামাইনো এসিড
  • সঠিক উত্তর: (খ)
    ৩০. দেহের পানি সাম্য নিয়ন্ত্রণ করে-
    i. বৃক্ক
    ii. বৃক্কের নেফ্রনের পুনঃশোধণ প্রক্রিয়া
    iii. যকৃত
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩১. কিডনি ধীরে ধীরে বিকল হওয়ার কারণ-
    i. ডায়ারিয়া
    ii. উচ্চ রক্তচাপ
    iii. ডায়াবেটিস
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩২. আস্মিক কিডনি অকেজো হওয়ার কারণ কী?
  • ক) ডায়রিয়া
  • খ) উচ্চ রক্তচাপ
  • গ) স্কার্ভি রোগ
  • ঘ) রক্তশূন্যতা
  • সঠিক উত্তর: (ক)
    ৩৩. প্রতিটি রেনাল টিউব্যুল কতটি অংশ বিভক্ত?
  • ক) দুটি
  • খ) তিনটি
  • গ) চারটি
  • ঘ) পাঁচটি
  • সঠিক উত্তর: (খ)
    ৩৪. দৈনিক কত গ্লাসের কম পানি পান করলে মূত্রনালির রোগ দেখা দেয়?
  • ক) দুই
  • খ) চার
  • গ) আট
  • ঘ) ষোল
  • সঠিক উত্তর: (গ)
    ৩৫. ডায়ালাইসিস মেশিনের সাহায্য কী করা যায়?
  • ক) রক্ত প্রবেশ করানো হয়
  • খ) রক্ত পরিশোধিত করা হয়
  • গ) বৃক্ক প্রতিস্থাপন করা হয়
  • ঘ) যকৃতে প্রক্ত প্রবেশ করানো হয়
  • সঠিক উত্তর: (খ)
    ৩৬. বৃক্কের আবরণকে বলা হয়-
  • ক) ক্যাপসুল
  • খ) প্লুরা
  • গ) পেরিকার্ডিয়াম
  • ঘ) পেরিটোনিয়াম
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৭. বৃক্ক বিকল হওয়ার দরুন মানবদেহের সৃষ্ট সমস্যা হলো
    i. রক্তে অম্ল ক্ষারকে অসমতা হওয়া
    ii. রক্তচাপ নিয়ন্ত্রণ হারিয়ে 
    iii. পটাশিয়াম ও সোডিয়ামের পরিমাণ অনিয়ন্ত্রিত হয়ে পড়ে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৮. বৃক্ক কোনটির সংস্পর্শে থাকে?
  • ক) পৃষ্ঠপ্রাচীর
  • খ) ইলিয়াম
  • গ) সিকাম
  • ঘ) কোলন
  • সঠিক উত্তর: (ক)
    ৩৯. ম্যত্রনালি সুস্থ রাখার উপায় হলো-
    i. ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে 
    ii. ব্যথা নিরাময়ে ঔষধ পরিহার করা
    iii. নিয়মতান্ত্রিক জীবনযাপন করা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪০. বৃক্কের রং কী?
  • ক) লালচে হলুদ
  • খ) লালচে সবুজ
  • গ) লালচে পিঙ্গল
  • ঘ) হলুদ
  • সঠিক উত্তর: (গ)
    ৪১. বৃক্কের অবতল অংশের খাঁজটি কী?
  • ক) কর্টেক্স
  • খ) হাইলা
  • গ) পেলভিস
  • ঘ) মেডুলা
  • সঠিক উত্তর: (খ)
    ৪২. নেফ্রন কী কাজ করে?
  • ক) পেলভিসে মূত্র বহন করে
  • খ) মূত্র তৈরি করে
  • গ) ইউরেটার মূত্র বহন করে
  • ঘ) ইফারেনন্ট আর্টারিওল তৈরি করে
  • সঠিক উত্তর: (খ)
    ৪৩. রক্তে প্যারাথাইরয়েড হরমোনের প্রভাবে মাত্রা কমে?
  • ক) ক্যালসিয়ামের
  • খ) ফসফেটের
  • গ) ম্যাগনেসিয়ামের
  • ঘ) সালফারের
  • সঠিক উত্তর: (খ)
    ৪৪. বৃক্ক নিয়ন্ত্রণ করে-
    i. সোডিয়াম, পটাশিয়ামে পরিমাণে
    ii. দেহের রক্তচাপ
    iii. খাদ্যের পরিপাক ক্রিয়া
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৪৫. বৃক্ক সুস্থ রাখতে দৈনিক কত গ্লাস পানি পান করা উচিত?
  • ক) ৮ গ্লাস
  • খ) ১০ গ্লাস
  • গ) ১২ গ্লাস
  • ঘ) ১৪ গ্লাস
  • সঠিক উত্তর: (ক)
    ৪৬. তরল পদার্থ পরিস্রুত হয় কোথায়?
  • ক) গ্লোমেরুলাস
  • খ) মালপিজিয়ান অঙ্গ
  • গ) ইউরেটার
  • ঘ) কর্টেক্স
  • সঠিক উত্তর: (ক)
    ৪৭. কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে কোনটি জরুরি?
  • ক) দাতা ও গ্রহীতর টিস্যুম্যাচিং
  • খ) দাতা ও গ্রহীতার বয়স ম্যাচিং
  • গ) দাতা ও গ্রহীতার লিঙ্গ ম্যাচিং
  • ঘ) দাতা ও গ্রহীতার রক্তকণিকার পরিমাণ ম্যাচিং
  • সঠিক উত্তর: (ক)
    ৪৮. রেচন পদার্থ বলতে কী বোঝায়?
  • ক) প্রোটিনজাত বর্জ্য
  • খ) লিপিডজাত বর্জ্য
  • গ) কোলেস্টেরোলঘটিত বর্জ্য পদার্থ
  • ঘ) নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৯. বৃক্কে পাথর হলে-
  • ক) প্রসাবের সাথে রক্ত বের হতে পারে
  • খ) প্রসাবের সাথে পুঁজ বের হতে পারে
  • গ) প্রসাব হালকা হতে পারে
  • ঘ) প্রসাবে সমস্যা হয় না
  • সঠিক উত্তর: (ক)
    ৫০. কোন প্রক্রিয়ার মাধ্যমে মানব দেহের বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন বর্জ্য পর্দাথগুলো নিষ্কাশিত হয়?
  • ক) শ্বসন
  • খ) সংবহন
  • গ) রেচন
  • ঘ) নিঃসরন
  • সঠিক উত্তর: (গ)
    ৫১. নিচের কোনটি মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর?
  • ক) অ্যামাইনো এসিড
  • খ) পটাশিয়াম
  • গ) ইউরিক এসিড
  • ঘ) আয়োডিন
  • সঠিক উত্তর: (গ)
    ৫২. কিডনি বিকল হলে
    i. মূত্র ত্যাগের সমস্যা দেখা দেয়
    ii. রক্তে ক্রিয়োটিনিন বৃদ্ধি পায়
    iii. রক্তে নাইট্রোজেনের অভাব দেখা যায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৫৩. বৃক্কের নেফ্রণের কোন অংশটি ছাঁকনির মতো কাজ করে?
  • ক) বোম্যন্স ক্যাপসুল
  • খ) গ্লোমেরুলাস
  • গ) রেনাল টিউব্যুল
  • ঘ) হেনলি-র লুপ
  • সঠিক উত্তর: (খ)
    ৫৪. মূত্রের পরিমাণ বৃদ্ধির কারণ হল-
    i. খাদ্যে তরল পদার্থের পরিমাণ বৃদ্ধি হলে
    ii. শরীরে ঘাম বেশি হলে
    iii. লনণাক্ত খাদ্য খেলে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৫৫. প্রতিটি নেফ্রন কতটি অংশে গঠিত?
  • ক) এক
  • খ) দুই
  • গ) তিন
  • ঘ) চার
  • সঠিক উত্তর: (খ)
    ৫৬. বৃক্ক অঙ্গটি মানবদেহের কাজে লাগে-
    i. নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ নিষ্কাশনে
    ii. দেহের অতিরিক্ত পানি নিষ্কাশনে
    iii. দেহের ভারসাম্য রক্ষায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৫৭. বৃক্ক চিকিৎসায় ব্যয়বহুল প্রক্রিয়া কোনটি?
  • ক) ডায়ালাইসিস
  • খ) বৃক্ক প্রতিস্থাপন
  • গ) ঔষধ সেবন
  • ঘ) বৃক্ক শোধন
  • সঠিক উত্তর: (ক)
    ৫৮. বৈজ্ঞানিক উপায়ে বৃক্ক পরিশোধন করার পদ্ধতিটি কী নামে পরিচিত?
  • ক) পেরিস্টালসিস
  • খ) ডায়ালাইসিস
  • গ) এন্ডোস্কোপি
  • ঘ) এনজিওপ্লাস্টি
  • সঠিক উত্তর: (খ)
    ৫৯. বৃক্কের উপর কার্যকরী হরমোন-
    i. রক্তে ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি করে
    ii. রক্তে ফসফেটের মাত্রা কমায়
    iii. রক্তে ক্যালসিয়াম ও ফসফটের উপর প্রভাব সৃষ্টি করে না
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৬০. বৃক্কের ভেতরের অংশ কতটি অঞ্চলে বিভক্ত?
  • ক) দুইটি
  • খ) তিনটি
  • গ) চারটি
  • ঘ) পাঁচটি
  • সঠিক উত্তর: (ক)
    ৬১. তরি তরকারি গ্রহণে কি তৈরি হয়?
  • ক) অম্লীয় মূত্র
  • খ) ক্ষারীয় মূত্র
  • গ) স্বাভাকি মূত্র
  • ঘ) ঈষৎ অম্লীয় মূত্র
  • সঠিক উত্তর: (খ)
    ৬২. কোমরের পিছনে ব্যথা করে কেন?
  • ক) বাত হলে
  • খ) কোমর ভেঙে গেলে
  • গ) বৃক্কে পাথর হলে
  • ঘ) ক্যালসিয়ামের অভাবে
  • সঠিক উত্তর: (গ)
    ৬৩. বৃক্কের পাথরের চিকিৎসা হলো-
    i. বৃক্কের অস্ত্রোপাচার
    ii. কম পানি গ্রহণ
    iii. ঔষধ সেবন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৬৪. রক্ত বেশি তরল হয়ে গেলে-
    i. রক্তে নাইট্রোজেনের আধিক্য হয়
    ii. রক্ত সংবহনে ব্যর্থতা দেখা দেয়
    iii. কোষের ক্ষতি 
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬৫. মেডুলায় অবস্থিত রেনাল পিরামিড
    i. পিড়াকা গঠন করে
    ii. পিড়াকা সরাসরি পেলভিসে উন্মুক্ত হয়
    iii. গ্লোবারিউলাস গঠন করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৬৬. বৃক্কের হাইলাসের ভিতর থেকে বের হয়
    i. ইউরেটার
    ii. রেনাল শিরা
    iii. রেনাল ধমনী
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৬৭. কর্টেক্স ও মেডুলা গঠিত
    i. যোজক কলা দিয়ে
    ii. রক্তবাহী নালি 
    iii. ভিন্ন ভিন্ন কলা দিয়ে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৬৮. অজৈব লবণ রেচন করে কে?
  • ক) থাইরয়েড হরমোন
  • খ) প্যারা থাইরয়েড হরমোন
  • গ) থাইমক্সিন হরমোন
  • ঘ) ইস্ট্রাজেন হরমোন
  • সঠিক উত্তর: (খ)
    ৬৯. মানবদেহে বৃক্কের মাথমে রক্ষা পায়-
    i. প্রোটিন ও লিপিডের ভারসাম্য
    ii. পানির ভারসাম্য
    iii. অম্ল ও ক্ষারের ভারসাম্য
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৭০. ব্যোম্যান্স ক্যাপসুলের আকৃতি কীরূপ?
  • ক) শিমবিচির মত
  • খ) জালিকাকার
  • গ) পেয়ালাকার
  • ঘ) আয়তকার
  • সঠিক উত্তর: (গ)
    ৭১. বৃক্কের একক কোনটি?
  • ক) নিউরন
  • খ) নেফ্রন
  • গ) ডেনড্রাইট
  • ঘ) পেলভিস
  • সঠিক উত্তর: (খ)
    ৭২. রক্ত বেশি তরল হয় কখন?
  • ক) দেহে পানির পরিমাণ বেড়ে গেলে
  • খ) দেহে রক্ত প্রবাহ বাড়লে
  • গ) দেহে পানির পরিমাণ কমে গেলে
  • ঘ) বৃক্কের চাপ বাড়লে
  • সঠিক উত্তর: (ক)
    ৭৩. রেচন পদার্থ বলতে মূলত কোনটিকে বুঝায়?
  • ক) ঘাম
  • খ) নাইট্রোজেন গঠিত বর্জ্য
  • গ) লসিকা রস
  • ঘ) কার্বন গঠিত বর্জ্য
  • সঠিক উত্তর: (খ)
    ৭৪. মূত্রথলি সুস্থ রাখার উপায় হলো-
    i. ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা
    ii. ডায়ারিয়া ও রক্তক্ষরণের ইত্যাদির দ্রুত চিকিৎসা করা
    iii. নিয়মতান্ত্রিক জীবনযাপন করা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭৫. গ্লোমেরুলাস কীসের মতো কাজ করে?
  • ক) ছাঁকনির
  • খ) ডায়াফ্রামের
  • গ) পাম্পের
  • ঘ) রাডারের
  • সঠিক উত্তর: (ক)
    ৭৬. আমিষ তৈরিতে ব্যবহৃত হয় কী?
  • ক) অ্যামাইনো এসিড
  • খ) হাইড্রোক্লোরিক এসিড
  • গ) কার্বনিক এসিড
  • ঘ) সালফিউরিক এসিড
  • সঠিক উত্তর: (ক)
    ৭৭. বৃক্কে পাথর হওয়ার কারণ কোনটি?
  • ক) অতিরিক্ত উদ্ভিজ আমিষ
  • খ) ভিটামিন জাতীয় খাদ্য
  • গ) অতিরিক্ত পানি পান
  • ঘ) অতিরিক্ত প্রাণীজ আমিষ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭৮. বৃক্কের ক্ষেত্রে কোনটি সঠিক?
  • ক) বাইরের দিক উত্তল ও ভিতরের দিক অবতল
  • খ) ভিতরের দিক উত্তল ও বাইরের দিক অবতল
  • গ) ভিতরের দিক সমতল ও বাইরের দিক অবতল
  • ঘ) বাইরের দিক সমতল ও ভিতরের দিক অবতল
  • সঠিক উত্তর: (ক)
    ৭৯. দেহে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে কোন অঙ্গ?
  • ক) ফুসফুস
  • খ) বৃক্ক
  • গ) হৃৎপিন্ড
  • ঘ) যকৃত
  • সঠিক উত্তর: (খ)
    ৮০. কিডনির রোগের লক্ষণ-
    i. শরীর ফুসে যাওয়া
    ii. প্রসাবে পানি যাওয়া
    iii. প্রসাবে জ্বালা পোড়া করা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৮১. উল্লেখিত পদ্ধতিতে ব্যবহৃত যন্ত্রটির-
    i. টিউবের প্রাচীর আংশিক বৈষম্যভেদ্য
    ii. তরলের গঠন রক্তের প্লাজমার অনুরূপ
    iii. মাধ্যমে চিকিৎসা কম খরচে করা যায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৮২. কিডনি বিকল হলে কোন সমস্যা দেখা দেয়?
  • ক) চোখে ঝাপসা লাগে
  • খ) মূত্র ত্যাগের সমস্যা দেখা যায়
  • গ) হাটতে অসুবিধা হয়
  • ঘ) কথা বলতে কষ্ট হয়
  • সঠিক উত্তর: (খ)
    ৮৩. মূত্রের উপাদানগুলো হল
    i. শতকরা ৯০ ভাগ পানি
    ii. ইউরিয়া, ইউরিক এসিড, ক্রিয়াটিনন
    iii. বিভিন্ন লবণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮৪. বৃক্কের পাথর হবার কারণ হলো
    i. অতিরিক্ত শারীরিক 
    ii. বেশি পানি পান করা
    iii. অতিরিক্ত প্রাণিজ আমিষ গ্রহণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৮৫. বৃক্কে পাথর হওয়ার সম্ভাবনা বেশি কার?
  • ক) পুরুষের
  • খ) মহিলাদের
  • গ) ছোট শিশুদের
  • ঘ) উপরের সবগুলো
  • সঠিক উত্তর: (ক)
    ৮৬. কিডনি সংযোজন কয়ভাবে ভাগ করা যায়?
  • ক) দুইভাগে
  • খ) তিনভাগে
  • গ) চারভাগে
  • ঘ) পাঁচভাগে
  • সঠিক উত্তর: (ক)
    ৮৭. বৃক্কের অবস্থান-
    i. উদর গহবরের পিছনে
    ii. হৃৎপিন্ডের উপরে
    iii. বক্ষপিঞ্জরের নিচে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৮৮. হেনলির লুপ দেখতে কেমন?
  • ক) ‘X’ অক্ষরের মতো
  • খ) ‘U’ অক্ষরের মতো
  • গ) ‘K’ অক্ষরের মতো
  • ঘ) ‘Z’ অক্ষরের মতো
  • সঠিক উত্তর: (খ)
    ৮৯. প্রতিটি রেনাল করপাসল কতটি অংশে বিভক্ত?
  • ক) তিনটি
  • খ) দুটি
  • গ) চারটি
  • ঘ) পাঁচটি
  • সঠিক উত্তর: (খ)
    ৯০. মানবদেহে বৃক্কের কাজ কী?
  • ক) কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত বহন করা
  • খ) নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ অপসারণ করা
  • গ) রক্ত সংবহনে সাহায্য করা
  • ঘ) অক্সিজেনযুক্ত রক্ত বহন করা
  • সঠিক উত্তর: (খ)
    ৯১. বৃক্কের যে তন্তুময় আরণ দ্বরা বেষ্টিত থাকে তাকে কী বলে?
  • ক) পেলভিস
  • খ) মেডুলা
  • গ) ক্যাপসুল
  • ঘ) হাইলাস
  • সঠিক উত্তর: (গ)
    ৯২. পরিস্রাবণ প্রক্রিয়ার ক্ষেত্রে ঘটে-
    i. রক্ত রেনাল করপাসল এ পৌঁছানোর পর রক্তের তরল পদার্থ পরিস্রুত হয়ে প্রথমে কৈশিক জালিকার বাইরে অবস্থান 
    ii. রক্তের তরল পদার্থ পরবর্তিতে বোম্যান্স ক্যাপস্যুলের মাধ্যমে মূত্র নালিকায় প্রবেশ করে
    iii. রক্ত সরাসরি মূত্র নালিকায় প্রবেশ করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৯৩. মূত্রনালির রোগের কারণ-
    i. অস্বাস্থ্যকর জীবন যাপন
    ii. কম পানি পান করা
    iii. ব্যথা নিরাময়ের ঔষধ পরিহার করা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৯৪. প্রতিটি বৃক্কের বিশেষ ধরনের নালিকাকে কী বলে?
  • ক) কৈশিক নালিকা
  • খ) ইউরিনিফেরাস নালিকা
  • গ) ইউরেটার নালিকা
  • ঘ) রেনাল নালিকা
  • সঠিক উত্তর: (খ)
    ৯৫. মানুষের মূত্রের ক্ষারত্ব বৃদ্ধির অন্যতম কারণ
    i. ফলমূল খাওয়া
    ii. শাকসবজি খাওয়া
    iii. মাছ ও মাংস খাওয়া
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৯৬. বৃক্কের পাথর যখন মূত্র নালিতে চলে আসে তখন
    i. মূত্র বাধাপ্রাপ্ত হয়
    ii. কোমরের পিছনে ব্যথা হয়
    iii. পানি কম খেতে হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৯৭. মূত্রনালি সুস্থ রাখার উপায় হলো-
  • ক) ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ না করা
  • খ) ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা
  • গ) ধূমপান বেশি করা
  • ঘ) ব্যথা নিরাময়ের ঔষধ সেবন করা
  • সঠিক উত্তর: (খ)
    ৯৮. রেনাল পিরামিডগুলোর অগ্রভাগ প্রসারিত হয়ে কী গঠন করে?
  • ক) সংগ্রাহী নালিকা
  • খ) পিড়কা
  • গ) ক্যাপসুল
  • ঘ) গ্লোমেরুলাস
  • সঠিক উত্তর: (খ)
    ৯৯. রেচন পদার্থ সংগ্রাহক নালিকা থেকে-
    i. পেলিভিসে নিক্ষিপ্ত হয়
    ii. গবিনী বেয়ে নিচে নেমে মূত্রথলিতে জমা হয়
    iii. মূত্র নালীর মাধ্যমে দেহ থেকে অপসারিত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০০. প্রাণিদেহে বিপাকের ফলে-
    i. জারণ প্রক্রিয়ায় সৃষ্টি হয় CO2
    ii. পানি ও প্রোটিন বিপাকে সৃষ্টি হয় NH2
    iii. নতুন কোনো পদার্থের সৃষ্টি বা রুপান্তর ঘটে না
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১০১. কোনটির মাধ্যমে দেহ থেকে সবচেয়ে বেশি পানি বের হয়ে যায়?
  • ক) ঘাম
  • খ) মূত্র
  • গ) মল
  • ঘ) নিঃশ্বাস
  • সঠিক উত্তর: (খ)
    ১০২. বৃক্কের ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ ও কার্যিক একককে কী বলে?
  • ক) নিউরন
  • খ) সংগ্রাহী নালিকা
  • গ) নেফ্রন
  • ঘ) পেলভিস
  • সঠিক উত্তর: (গ)
    ১০৩. মালপিজিয়ান অঙ্গ ও মালপিজিয়ান নালিকার মধ্যে পার্থক্য করা যায়-
    i. প্রানীর ভিত্তিতে
    ii. সংখ্যার ভিত্তিতে
    iii. গঠনের ভিত্তিতে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০৪. একজন স্বাভাবিক মানুষ দৈনিক কী পরিমাণ মূত্র ত্যাগ করে?
  • ক) ১ লিটার
  • খ) ১.৫ লিটার
  • গ) ২ লিটার
  • ঘ) ২.৫ লিটার
  • সঠিক উত্তর: (খ)
    ১০৫. ডায়ালাইসিসি টিউবের বৈশিষ্ট্য কোনটি?
  • ক) ভেদ্য
  • খ) অভেদ্য
  • গ) বৈষম্যভেদ্য
  • ঘ) আংশিক বৈষম্যভেদ্য
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০৬. কোনটির উপস্থিতিতে মূত্রের রং হালকা হলুদ হয়?
  • ক) ইউরেটার
  • খ) হিমোগ্লোবিন
  • গ) ক্রিয়োটিনিন
  • ঘ) ইউরোক্রোম
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০৭. কোন ধরনের মৃত ব্যক্তির কিডনি রোগীর দেহে সংযোজন করা যায়?
  • ক) ফিজিক্যাল ডেথ
  • খ) ব্রেন ডেথ
  • গ) ফুল ডেথ
  • ঘ) ক্লিনিক্যাল ডেথ
  • সঠিক উত্তর: (খ)
    ১০৮. পেলভিস হলো-
    i. বৃক্কের অবতল অংশের ভাজ
    ii. হাইলাসে অবস্থিত গহ্বর
    iii. ইউরেটারের ফ্যানেল আকৃতির প্রশস্ত অংশ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১০৯. অতিরিক্ত শারীরিক ওজন কোন রোগের কারনে হতে পারে?
  • ক) রক্তশূন্যতা
  • খ) নিম্ন রক্তচাপ
  • গ) বৃক্কে পাথর
  • ঘ) যকৃতে পাথর
  • সঠিক উত্তর: (গ)
    ১১০. ইউরিয়া কোথায় তৈরি হয়?
  • ক) বৃক্কে­
  • খ) যকৃতে
  • গ) দেহ কোষে
  • ঘ) রেনাল ধমনিতে
  • সঠিক উত্তর: (ক)
    ১১১. ইউরেটার থেকে মূত্র কোথায় যায়?
  • ক) বৃক্কে
  • খ) পেলভিসে
  • গ) মূত্র থলিতে
  • ঘ) মূত্রনালিতে
  • সঠিক উত্তর: (গ)
    ১১২. প্রসাবের উপাদানগুলো মধ্যে উল্লেখযোগ্য হল-
    i. শতকরা ৯০ ভাগ পানি
    ii. বিভিন্ন লবণ, বিষাক্ত দ্রব্য, হরমোন
    iii. কার্বন ও CO2
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১১৩. দেহের জন্য ক্ষতিকর ইউরিয়া-
    i. রক্তের সাহায্য যকৃতে যায়
    ii. রক্তের সাহায্য হৃৎপিন্ডে যায়
    iii. রক্তে পরিশোধিত হয়ে মুত্র হিসেবে দেহ থেকে বেরিয়ে যায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১১৪. একজন কিডনি বিকল রোগীর জীবন কীভাবে বাঁচানো যায়?
  • ক) মরণোত্তর কিডনি দান করে
  • খ) উপযুক্ত ঔষধ সেবন করিয়ে
  • গ) কৃত্রিম কিডনি স্থাপন করে
  • ঘ) সম্পূর্ণ মৃত ব্যক্তির কিডনি সংযোজন করে
  • সঠিক উত্তর: (ক)
    ১১৫. বৃক্কের অবতল অংশে অবস্থিত হাইলাসে-
    i. থালের মতো একটি গহ্বর আছে
    ii. একটি ছোট গহ্বর আছে
    iii. পেলভিস নামক গহ্বর অবস্থিত
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১১৬. রেনাল পিরামিডের অগ্রভাগ অপ্রসারিত হয় কোনটি গঠন করে কী?
  • ক) হিলোম
  • খ) পেলভিস
  • গ) পিড়কা
  • ঘ) মেডুলা
  • সঠিক উত্তর: (গ)
    ১১৭. বৃক্ক নিয়ন্ত্রণ করে-
    i. মানবদেহের সোডিয়ামের পরিমাণ
    ii. মানবদেহের ফসফরাসের পরিমাণ
    iii. মানবদেহের ক্লোরাইডের পরিমাণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১১৮. ডায়ালাইসিস টিউবটি যে তরলের মধ্যে ডুবানো থাকে তার গঠন কীরূপ?
  • ক) লসিকা রসের মত
  • খ) রক্তের প্লাজমার মত
  • গ) ইনসুলিন হরমোনের মত
  • ঘ) প্রোটেপ্লাজমের মত
  • সঠিক উত্তর: (খ)
    ১১৯. বৃক্কে পাথর অপসারণের আধুনিক পদ্ধতি কী?
  • ক) আল্ট্রসনোগ্রাফি
  • খ) এক্স-রে
  • গ) আল্ট্রসনিক লিথট্রিপসি
  • ঘ) ক্লোনোসকপি
  • সঠিক উত্তর: (গ)
    ১২০. অ্যাফারেন্ট আর্টারিওল ক্যাপসুলের ভেতরে ঢুকে কতটি কৈশিকনালিকা তৈরি করে?
  • ক) প্রায় ৩০টি
  • খ) প্রায় ৩৫টি
  • গ) প্রায় ৫০টি
  • ঘ) প্রায় ৭০টি
  • সঠিক উত্তর: (গ)
    ১২১. বৃক্কে প্রতি মিনিটে প্রবাহিত রক্তের পরিমাণ কত?
  • ক) বৃক্কের ওজনের ৪ গুণ
  • খ) বৃক্কের ওজনের ৩ গুণ
  • গ) বৃক্কের ওজনের ২ গুণ
  • ঘ) বৃক্কের ওজনের সমান
  • সঠিক উত্তর: (গ)
    ১২২. বৃক্কে পাথর হলে কোনটি হয়?
  • ক) প্রস্রাবের রং হলুদ হয়
  • খ) প্রস্রাব গাঢ় হয়
  • গ) প্রস্রাবে বাধা সৃষ্টি হয়
  • ঘ) প্রস্রাব স্বাভাবিক হয়
  • সঠিক উত্তর: (গ)
    ১২৩. বৃক্কে পাথর হবার সম্ভাবনা কমে-
    i. শারীরিক ওজন হ্রাস পেলে
    ii. কম পানি পান করলে
    iii. স্বল্প পরিমাণ আমিষ খেলে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১২৪. প্রসাবের হার ও মাত্রা উভয়কে প্রভাবিত করে-
    i. বহুমূত্র রোগ
    ii. বৃক্ক প্রদাহ রোগ
    iii. বৃক্কীয় রোগ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২৫. দেহের পানিসাম্য নিয়ন্ত্রণে কোনটি প্রধান ভূমিকা পালন করে?
  • ক) যকৃত
  • খ) ফুসফুস
  • গ) বৃক্ক
  • ঘ) মূত্রথলি
  • সঠিক উত্তর: (গ)
    ১২৬. বৃক্কে পাথর হয় কেন?
  • ক) ছোট আকারের সিস্ট হলে
  • খ) ছোট আকারের পাথর জাতীয় পদার্থ হলে
  • গ) ছোট আকারের টিউমার হলে
  • ঘ) ছোট আকারের একটি পানির টিউব হলে
  • সঠিক উত্তর: (খ)
    ১২৭. ডায়ালাইসিস মেশিন রক্ত কীসের মাধ্যমে প্রবেশ করে?
  • ক) ধমনী
  • খ) শিরা
  • গ) পালমোনারী ধমনী
  • ঘ) পালমোনারী শিরা
  • সঠিক উত্তর: (ক)
    ১২৮. মূত্র তৈরির অনুক্রমিক প্রক্রিয়াগুলো নিম্নরুপ-
    i. নালিয় ক্ষরণ ঘটে গ্লোমেরিউলাসে
    ii. নালিয় ক্ষরণ ঘটে মূত্রবাহী নালিকায়
    iii. পরিস্রাবণ ঘটে গ্লোমেরিউলাসে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১২৯. কিডনী বিকল হরে রক্তে কীসের পরিমাণ বৃদ্ধিপায়?
  • ক) সালফেট
  • খ) ইউরেট
  • গ) ইউরিক এসিড
  • ঘ) ক্রিয়েটিনিন
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৩০. কিডনি বিকল হওয়া রোগীর দেহে সুস্থ কিডনি প্রতিস্থাপনকে কী বলে?
  • ক) ডায়ালাইসিস
  • খ) এনজিওগ্রাম
  • গ) কিডনি সংযোজন
  • ঘ) টিস্যু ম্যাচিং
  • সঠিক উত্তর: (গ)
    ১৩১. বৃক্কের ভিতরের অংশটি-
    i. দুটি অঞ্চলে বিভক্ত
    ii. তিনটি অঞ্চলে বিভক্ত
    iii. মেডুলা ও কর্টেক্স অঞ্চলে বিভক্ত
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৩২. রেচন পদার্থ প্রথমে নিক্ষিপ্ত হয় কোথায়?
  • ক) মেডুলায়
  • খ) মেডুলায় পিরামিডে
  • গ) পেলভিসে
  • ঘ) হেনলির লুপে
  • সঠিক উত্তর: (খ)
    ১৩৩. অসমোরেগুলেশনে ভূমিকা রাখে কে?
  • ক) বৃক্ক
  • খ) যকৃত
  • গ) ফুসফুস
  • ঘ) হৃদপিন্ড
  • সঠিক উত্তর: (ক)
    ১৩৪. মানুষের দুই বৃক্কে মোট কতটি রেনাল টিউব্যুল থাকে?
  • ক) ১০ লক্ষ
  • খ) ২০ লক্ষ
  • গ) ৩০ লক্ষ
  • ঘ) ৪০ লক্ষ
  • সঠিক উত্তর: (খ)
    ১৩৫. মানবদেহের শারীরবৃত্তিক কাজ সম্পাদনের জন্য কোনটির প্রয়োজন?
  • ক) গ্লুকোজ
  • খ) পানি
  • গ) রক্ত
  • ঘ) বাষ্প
  • সঠিক উত্তর: (খ)
    ১৩৬. বোম্যান্স ক্যাপস্যুল অঙ্গটিতে-
    i. একটি প্রাচীর থাকে
    ii. দুটি প্রাচীর থাকে
    iii. চর্তুদিকে থেকে গ্লোমেরিউলাস পরিবেষ্টিত থাকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৩৭. কিডনি সংযোজনের জন্য আবশ্যকীয় শর্ত কোনটি?
  • ক) নিকট আত্মীয়
  • খ) রক্তের আত্মীয়
  • গ) টিস্যু ম্যাচ
  • ঘ) রক্তগ্রুপ ম্যাচ
  • সঠিক উত্তর: (গ)
    ১৩৮. দেহের অতিরিক্ত অ্যামাইনো এসিড-
    i. এমোনিয়াম ডি এমাইনের এনজাইম এর মাধ্যমে NH2 তে রূপান্তরিত হয়
    ii. দেহের জন্য ক্ষতিকর NH2 তে রূপান্তরিত হয়
    iii. CO2 এর সহযোগিতায় NH2 থেকে বিষাক্ত ইউরিয়া প্রস্তুত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৩৯. মূত্রে পানি পরিমাণ কতভাগ?
  • ক) ৮০ ভাগ
  • খ) ৯০ ভাগ
  • গ) ৭০ ভাগ
  • ঘ) ৬০ ভাগ
  • সঠিক উত্তর: (খ)
    ১৪০. দু দিকের বৃক্কের পেলভিস থেকে-
    i. একটি ইউরিটার বের হয়
    ii. দুটি ইউরেটার বের হয়
    iii. দুটি ইউরেটার বের হয়ে পিছনে মূত্রাশয়ে প্রবেশ করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৪১. গ্লোবেরুলাস এর মেরুর সাথে যুক্ত নালিকাটি কেমন?
  • ক) দীর্ঘ
  • খ) অত্যন্ত দীর্ঘ
  • গ) ক্ষুদ্র
  • ঘ) রিনাল পিরামিড
  • সঠিক উত্তর: (গ)
    ১৪২. ইউক্রোম রঞ্জকটি কোথায় পাওয়া যায়?
  • ক) রক্তে
  • খ) রক্তরসে
  • গ) মূত্রে
  • ঘ) লসিকায়
  • সঠিক উত্তর: (গ)
    ১৪৩. মূত্রে পানির পরিমাণ প্রায় শতকরা কত ভাগ?
  • ক) ৭২
  • খ) ৮৬
  • গ) ৯০
  • ঘ) ৯২
  • সঠিক উত্তর: (গ)
    ১৪৪. মূত্রের রং হলুদ কেন?
  • ক) ইউরোক্রোম নামক পদার্থের জন্য
  • খ) মেলানিনের জন্য
  • গ) ইস্ট্রোজেন এর জন্য
  • ঘ) থাইরক্সিন এর জন্য
  • সঠিক উত্তর: (ক)
    ১৪৫. কয়টি অণুক্রমিক প্রক্রিয়ায় মূত্র তৈরি হয়?
  • ক) একটি
  • খ) দুইটি
  • গ) তিনটি
  • ঘ) চারটি
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪৬. মানবদেহের শারীরবৃত্তীয় ভারসাম্য রক্ষা কীসের মাধ্যমে হয়?
  • ক) রেচনতন্ত্র
  • খ) শ্বসনতন্ত্র
  • গ) রক্ত সংবহতন্ত্র
  • ঘ) পরিপাকতন্ত্র
  • সঠিক উত্তর: (ক)
    ১৪৭. বৃক্কে পাথরের চিকিৎসা নির্ভর করে কোনটির ওপর?
  • ক) পাথরের রঙের ওপর
  • খ) পাথরের আকার ও অবস্থার ওপর
  • গ) বৃক্কের আকারের ওপর
  • ঘ) ফুসফুসের অবস্থার ওপর
  • সঠিক উত্তর: (খ)
    ১৪৮. কিসের সাহায্য রক্ত পরিশোধন করা হয়?
  • ক) ডায়ালাইসিস মেশিন
  • খ) অস্ত্রোপাচার
  • গ) আল্ট্রাসনোগ্রাফি
  • ঘ) ইউটোবোস্কোপি
  • সঠিক উত্তর: (ক)
    ১৪৯. প্রস্রাবে জ্বালাপোড়া হওয়ার কারণ কী?
  • ক) বৃক্কে পাথর
  • খ) বৃক্কে টিউমার
  • গ) যকৃতে পাথর
  • ঘ) ফুসফুস ক্যান্সার
  • সঠিক উত্তর: (ক)
    ১৫০. বৃক্কের কার্য নিয়ন্ত্রণে কার কোনো ভূমিকা নাই?
  • ক) হৃৎপিন্ডের
  • খ) রেচনের
  • গ) স্নায়ুতন্ত্রের
  • ঘ) মূত্রের
  • সঠিক উত্তর: (গ)
    ১৫১. একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন কত মিলিমিটার মূত্র অপসারণ করে?
  • ক) ১০০০
  • খ) ১৫০০
  • গ) ২০০০
  • ঘ) ২৫০০
  • সঠিক উত্তর: (খ)
    ১৫২. বৃক্কের কাজ নিয়ন্ত্রণে ভূমিকা নেই কোনটির?
  • ক) রেচনতন্ত্র
  • খ) স্নায়ুতন্ত্র
  • গ) গ্লোবেরুলাস
  • ঘ) পেলভিস
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৩. মূত্রের অম্লতা বৃদ্ধির কারণ কী?
  • ক) ভিটামিন সমৃদ্ধ খাদ্য
  • খ) স্নেহ জাতীয় খাদ্য
  • গ) শর্করা জাতীয় খাদ্য
  • ঘ) আমিষ জাতীয় খাদ্য
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৫৪. বৃক্কের মেডুলার সাধারণত কতটি রেনাল পিরামিড থাকে?
  • ক) ৪-৮ টি
  • খ) ৮-১২ টি
  • গ) ১২-১৬ টি
  • ঘ) ১৬-২০ টি
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৫. বৃক্কের ক্যাপসুল কোন ধরনের আবরণ দ্বারা বেষ্টিত?
  • ক) তন্তুময়
  • খ) আঁইশম
  • গ) রোমময়
  • ঘ) পিচ্ছিল
  • সঠিক উত্তর: (ক)
    ১৫৬. ডায়ালাইসিস প্রক্রিয়াটি
    i. ব্যয়বহুল
    ii. সময় সাপেক্ষ
    iii. মূত্র পরিশোধন করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৫৭. কোন জাতীয় খাদ্যের কারণে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়?
  • ক) প্রোটিন
  • খ) লিপিড
  • গ) ভিটামিন
  • ঘ) কার্বোহাইড্রেট
  • সঠিক উত্তর: (ক)
    ১৫৮. জারণ প্রক্রিয়ায় সৃষ্টি হয় কোনটি?
  • ক) লবণ
  • খ) অক্সিজেন
  • গ) Co2
  • ঘ) গ্লুকোজ
  • সঠিক উত্তর: (গ)
    ১৫৯. মানবদেহে কী পরিমাণ নেফ্রন থাকে?
  • ক) ১০ লক্ষ
  • খ) ২০ লক্ষ
  • গ) ৩০ লক্ষ
  • ঘ) ৪০ লক্ষ
  • সঠিক উত্তর: (খ)
    ১৬০. বৃক্কের আকৃতি কিরূপ?
  • ক) শিমবিচির মত
  • খ) মোচার মত
  • গ) জালকের মত
  • ঘ) খোসার মত
  • সঠিক উত্তর: (ক)
    ১৬১. বোম্যান্স ক্যাপসুল কোনটিকে বেষ্টন করে থাকে?
  • ক) নেফ্রনক
  • খ) গ্লোমেরুলাসকে
  • গ) ইফারেন্ট অ্যার্টারিওলকে
  • ঘ) পেলভিজকে
  • সঠিক উত্তর: (খ)
    ১৬২. কিডনি সংযোজন কত ভাবে করা যায়?
  • ক) দুইভাগে
  • খ) তিন ভাগে
  • গ) চারভাগে
  • ঘ) পাঁচভাগে
  • সঠিক উত্তর: (ক)
    ১৬৩. দেহে পানির পরিমাণ বেড়ে গেলে-
    i. রক্তে নাইট্রোজেনের আধিক্য দেখা দেয়
    ii. রক্তে পটাসিয়ামের আধিক্য দেখা দেয়
    iii. কোষের ক্ষতি হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৬৪. বৃক্ক সম্পূর্ণ অকেজো হবার পর বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত করার নাম কী?
  • ক) রেডিওথেরাপি
  • খ) ডায়ালাইসিস
  • গ) কেমোথেরাপি
  • ঘ) ইউটেরোস্কোপিক
  • সঠিক উত্তর: (খ)
    ১৬৫. মূত্রের হালকা হলুদ বর্ণের জন্য দায়ী কে?
  • ক) হিমোগ্লোবিন
  • খ) ইউরিয়া
  • গ) ক্রিয়োটিনিন
  • ঘ) ইউরিক এসিড
  • সঠিক উত্তর: (গ)
    ১৬৬. দেহের জন্য ক্ষতিকর ইউরিয়া-
    i. রক্তের সাহায্যে যকৃতে যায়
    ii. রক্তের সাহায্যে হৃৎপিন্ডে যায়
    iii. রক্তে পরিশোধিত হয়ে মুত্র হিসেবে দেহ থেকে বেরিয়ে যায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৬৭. মূত্রনালি সুস্থ রাখতে হলে-
    i. ডায়ারিয়া ও রক্তক্ষরণের দ্রুত চিকিৎসা করতে হবে
    ii. নিয়মতান্ত্রিক জীবন যাপন করতে হবে
    iii. ব্যথা নিরাময়ে ঔষধ ব্যবহার করতে হবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৬৮. নিচের কোন খাবারটি বেশি খেলে বৃক্কে পাথর হতে পারে?
  • ক) শাকসবজি
  • খ) ফল
  • গ) ডিম
  • ঘ) মাছ
  • সঠিক উত্তর: (গ)
    ১৬৯. শরীরে ঘাম বেশি হলে মূত্রের পরিমাণ কী হয়?
  • ক) কম
  • খ) বেশি
  • গ) হয় না
  • ঘ) খুব বেশি
  • সঠিক উত্তর: (ক)
    ১৭০. বৃক্কের বাইরের দিকের ফিকে অঞ্চলটি কী?
  • ক) পেলভিস
  • খ) হিলোম
  • গ) কর্টেক্স
  • ঘ) রেনাল করপাসল
  • সঠিক উত্তর: (গ)
    ১৭১. Urea কোথায় তৈরি হয়?
  • ক) বৃক্কে
  • খ) যকৃতে
  • গ) দেহকোষে
  • ঘ) রেনাল ধমনীতে
  • সঠিক উত্তর: (খ)
    ১৭২. বৃক্কের এককের নাম কী?
  • ক) নিউরন
  • খ) মেডুলা
  • গ) প্লুরা
  • ঘ) নেফ্রন
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭৩. ডায়ালাইসিস টিউবটি
    i. একটি তরলের মধ্যে ডুবানো থাকে
    ii. তরলটির গঠন রক্তের প্লাজমার অনুরূপ
    iii. তরলটির গঠন লোহিত কণিকার অনুরূপ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৭৪. একজন স্বাভাবিক মানুষ-
    i. প্রতিদিন ১৫০০ মিলিমিটার মূত্র ত্যাগ করে
    ii. ইউরিয়া, ইউরিক, এসিড, অ্যামোনিয়া, ক্রিয়াটিনিন যুক্ত মূত্র ত্যাগ করে
    iii. ১০০০ মিলি মূত্র ত্যাগ করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৭৫. মূত্র হল-
    i. মানব দেহের মূল রেচন পদার্থ
    ii. ইউরোক্রোম নামক রঞ্জক পর্দাথ যুক্ত হলুদ রঙের তরল
    iii. ইউরিয়া যুক্ত তরল পদার্থ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭৬. ডায়ালাইসিস মেশিনের সাহায্য কী নিষ্কাশিত হয়?
  • ক) পটাশিয়াম ঘটিত বর্জ্য পদার্থ
  • খ) নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ
  • গ) অজৈব লবণ
  • ঘ) জৈব লবণ
  • সঠিক উত্তর: (খ)
    ১৭৭. বৃক্কের পাথরের চিকিৎসা হলো-
    i. বৃক্কের অস্ত্রোপচার
    ii. কম পানি গ্রহণ
    iii. ঔষধ সেবন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৭৮. কিডনি প্রতিস্থাপনের পদ্ধতি কোনটি?
  • ক) নিকট আত্মীয়ের কিডনি সংযোজন
  • খ) প্রতিবেশীর কিডনি সংযোজন
  • গ) রোগক্রান্ত ব্যক্তির কিডনি সংযোজন
  • ঘ) সহকর্মীর কিডনি সংযোজন
  • সঠিক উত্তর: (ক)
    ১৭৯. বৃক্কের বাইরের দিকের ক্যাপসুল সংলগ্ন অংশকে কী বলে?
  • ক) মেডুলা
  • খ) পেলভিস
  • গ) প্যাপিলা
  • ঘ) কর্টেক্স
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮০. মূত্রে পানি ছাড়াও অন্যান্য যে উপাদান থাকে তা হলো-
    i. লসিকা রস
    ii. ইউরিক এসিড
    iii. ক্রিয়েটিনিন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৮১. মূত্র উৎপাদন করে কোন অঙ্গটি?
  • ক) নেফ্রন
  • খ) পেলভিস
  • গ) ফুসফুস
  • ঘ) যকৃত
  • সঠিক উত্তর: (ক)
    ১৮২. রেনাল পিরামিড দ্বারা গঠিত পিড়কা সরাসরি কোথায় উন্মুক্ত হয়?
  • ক) হাইলাসে
  • খ) কর্টেক্স
  • গ) মেডুলায়
  • ঘ) পেলভিসে
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮৩. বৃক্কের হাইলাসে অবস্থিত গহবরকে কী বলে?
  • ক) পেলভিস
  • খ) কর্টেক্স
  • গ) মেডুলা
  • ঘ) নেফ্রন
  • সঠিক উত্তর: (ক)
    ১৮৪. রেচনের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়-
    i. অতিরিক্ত পানি
    ii. অতিরিক্ত প্রাণরস
    iii. অতিরিক্ত লবণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৮৫. বৃক্কের অবতল অংশের ভাঁজকে কী বলে?
  • ক) মেডুলা
  • খ) পেলভিস
  • গ) কর্টেক্স
  • ঘ) হাইলাস
  • সঠিক উত্তর: (গ)
    ১৮৬. বৃক্ক কী বর্ণের হয়?
  • ক) লালচে
  • খ) হলদেটে
  • গ) সবুজাভ
  • ঘ) নীলাভ
  • সঠিক উত্তর: (ক)
    ১৮৭. রেনাল টিউব্যুলে অংশ হলো-
    i. গোড়াদেশীয় প্যাঁচানো নালিকা
    ii. হেনলি-র লুপ
    iii. প্রান্তীয় প্যাঁচানো নালিকা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৮৮. দেহের মূল রেচন পদার্থ কী?
  • ক) মূত্র
  • খ) বিষাক্ত রক্ত
  • গ) এসিড
  • ঘ) মল
  • সঠিক উত্তর: (ক)
    ১৮৯. আকস্মিক কিডনি বিকল হওয়ার কারণ নিচের কোনটি?
  • ক) জটিল নেফ্রাইটিস
  • খ) ডায়াবেটিস
  • গ) কিডনিতে পাথর
  • ঘ) উচ্চ রক্তচাপ
  • সঠিক উত্তর: (ক)
    ১৯০. মূত্র ত্যাগের ইচ্ছা জাগে-
    i. ইউরেটার থেকে মূত্র এসে মূত্রথলিতে জমা হলে
    ii. মূত্রথলি মূত্র দ্বারা পূর্ণ হলে
    iii. মূত্রথলি খালি থাকলে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৯১. নিচের কোনটি মূত্র তৈরি হয়?
  • ক) ইউরেটর
  • খ) নেফ্রন
  • গ) সংগ্রাহী নালিকা
  • ঘ) পিড়কা
  • সঠিক উত্তর: (খ)
    ১৯২. কিডনির সমস্যা ধরা পড়ে-
    i. প্রস্রাবে জ্বালাপোড়া বুঝে
    ii. ঘন ঘন প্রস্রাব হওয়া দেখে
    iii. শরীর ফুলে যাওয়া দেখে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯৩. মূত্রের মূল উপাদান কী?
  • ক) নাইট্রোজেন যৌগ
  • খ) ইউরিয়া
  • গ) এম্যাইনো যৌগ
  • ঘ) সালফাইড যৌগ
  • সঠিক উত্তর: (গ)
    ১৯৪. বৃক্কের প্রতিটি ইউনিফেরাস নালিকা কতটি প্রধান অংশে বিভক্ত?
  • ক) দুইটি
  • খ) তিনটি
  • গ) চারটি
  • ঘ) পাঁচটি
  • সঠিক উত্তর: (ক)
    ১৯৫. নেফ্রনে থাকে
    i. কালেকটিং টিউব্যুল
    ii. রেনাল টিউব্যুল
    iii. রেনাল করপাসল
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৯৬. মানব দেহের আমিষ তৈরিতে-
    i. শরীরে বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়
    ii. বর্জ্য পদার্থ শরীরে জমা হয়
    iii. শারীরিক এসিড প্রয়োজন হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৯৭. ইউরেটারের প্রশস্ত অংশটি কিরূপ?
  • ক) লম্বা
  • খ) চ্যাপ্টা
  • গ) ফানেল আকৃতির
  • ঘ) টিউব আকৃতির
  • সঠিক উত্তর: (গ)
    ১৯৮. মানবদেহের আমিষ তৈরিতে কী প্রয়োজন?
  • ক) সালফিউরিক এসিড
  • খ) অ্যামিনো পদার্থ
  • গ) অ্যামাইনো এসিড
  • ঘ) ল্যাকটিক এসিড
  • সঠিক উত্তর: (গ)
    ১৯৯. মূত্রের স্বাভাবিক প্রবাহকে বাড়িয়ে দেয়
    i. পানি, লবণাক্ত 
    ii. চা এবং কফি
    iii. আমিষ জাতীয় খাদ্য
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২০০. কিডনি বিকল হলে কী হয়?
  • ক) মানুষ মারা যায়
  • খ) মূত্র ত্যাগে সমস্যা হয়
  • গ) মূত্র হয় না
  • ঘ) বৃক্কের কার্যকারিতা বন্ধ হয়ে যায়
  • সঠিক উত্তর: (খ)
    ২০১. উচ্চ রক্তচাপের কারণে কোন রোগটি হতে পারে?
  • ক) যকৃত ক্যান্সার
  • খ) এইডস
  • গ) ফুসফুস ক্যান্সার
  • ঘ) কিডনি বিকল
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০২. বৃক্কের পেলভিস থেকে কতটি ইউরেটার বের হযে মূত্রাশয়ে প্রবেশ করে?
  • ক) দুইটি
  • খ) তিনটি
  • গ) চারটি
  • ঘ) পাঁচটি
  • সঠিক উত্তর: (ক)
    ২০৩. রক্তের বর্জ্য পদার্থ সরাতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
  • ক) ইউটেবোস্কোপিক
  • খ) আল্ট্রসনিক লিথট্রিপসি
  • গ) বৃক্কে অস্ত্রেপাচার
  • ঘ) ডায়ালাইসিস
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০৪. বৃক্কের অবস্থান-
    i. উদরগহবরকে পিছনে
    ii. হৃৎপিন্ডের উপরে
    iii. বক্ষপিঞ্জরের নিচে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২০৫. বৃক্ক নালীকাসমূহ কী?
  • ক) কৈশিক নালী সমৃদ্ধ
  • খ) কৈশিক জালিকা সমৃদ্ধ
  • গ) নালী সমৃদ্ধ
  • ঘ) লুপ সমৃদ্ধ
  • সঠিক উত্তর: (খ)
    ২০৬. মানব দেহের রেচন অঙ্গ কোনটি?
  • ক) হৃৎপিন্ড
  • খ) বৃক্ক
  • গ) মূত্রনালি
  • ঘ) যকৃত
  • সঠিক উত্তর: (খ)
    ২০৭. কিডনি বিকল হলে রক্তের কোন উপদান বৃদ্ধি পায়?
  • ক) অণুচক্রিকা
  • খ) লোহিত কণিকা
  • গ) ক্রিয়েটিনিন
  • ঘ) শ্বেত কণিকা
  • সঠিক উত্তর: (গ)
    ২০৮. বৃক্কের পাথরের চিকিৎসা নির্ভর করে
    i. পাথরের আকারের উপরে
    ii. পাথরের অম্লত্বের উপর
    iii. পাথরের অবস্থানের উপর
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২০৯. বৃক্কের নেফ্রনে কোন পদার্থটি ছাঁকনির মত কাজ করে?
  • ক) ফ্লিউবা
  • খ) গ্লোমেরুলাস
  • গ) ডায়াফ্রাম
  • ঘ) প্লুরা
  • সঠিক উত্তর: (খ)
    ২১০. রেনাল টিউব্যুলের ক্ষেত্রে-
    i. এটি ৩টি অংশে বিভক্ত
    ii. দুই বৃক্কে এর সংখ্যা ২০ লক্ষ
    iii. এটি বিস্তৃত চওড়া নালি বিশেষ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২১১. কোন অঙ্গগুলো মানুষের দেহ তেকে রেচন পদার্থ ও অন্যান্য ক্ষতিকর পদার্থ নিষ্কাশনে সাহায্য করে?
  • ক) ত্বক, মুখগহ্বর, যকৃত
  • খ) ত্বক, ফুসফুস, যকৃত, বৃক্ক
  • গ) যকৃত, বৃক্ক, মুখগহ্বর
  • ঘ) ত্বক, বৃক্ক মুখগহ্বর
  • সঠিক উত্তর: (খ)
    ২১২. মূত্র ত্যাগের ইচ্ছা জাগে কখন?
  • ক) মূত্রথলি পূর্ণ হলে
  • খ) মূত্রথলি খালি থাকলে
  • গ) বৃক্কে ব্যাথা পেলে
  • ঘ) মূত্রনালিতে মূত্র জমা হলে
  • সঠিক উত্তর: (ক)
    ২১৩. নিচের কোন খাদ্যটি গ্রহণ করলে সাধারণত ক্ষারীর মূত্র তৈরি হয়?
  • ক) ফলমূল
  • খ) মাছ-মাংস
  • গ) ডিম-দুধ
  • ঘ) ঘি-পনির
  • সঠিক উত্তর: (ক)
    ২১৪. মানবদেহের বিষাক্ত পদার্থ নিষ্কাষিত হয় কোন তন্ত্রের মাধ্যমে?
  • ক) পরিপাকতন্ত্র
  • খ) শ্বসনতন্ত্র
  • গ) রেচনতন্ত্র
  • ঘ) পৌষ্টিকতন্ত্র
  • সঠিক উত্তর: (গ)
    উদ্দীপকটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও
    তান্নি পানি ও অন্যান্য খাদ্য গ্রহণে নিয়মনীতি মেনে চলে না। ইদানিং তার মূত্রের পরিমাণ কম হওয়াসহ কোমরের পিছনে ব্যথা হচ্ছে।
    ২১৫. তান্নির দেহে উক্ত উপাদানটি কম হওয়ার কারণ-
    i. ঘাম বেশি হওয়া
    ii. ফল কম খাওয়া
    iii. লবণাক্ত খাদ্য গ্রহণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২১৬. তান্নির শরীরে উক্ত সমস্যার কারণ-
    i. শরীরে পানি আসা
    ii. মূত্রনালির প্রদাহ
    iii. প্রস্রাবে শর্করা যাওয়া
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)