এস.এস.সি || জীববিজ্ঞান অধ্যায় - ৬: জীবে পরিবহণ
১. হৃদরোগ থেকে মুক্ত থাকার জন্য কোন কাজটি করতে হবে?
ক) বেশি করে পুষ্টিকর খাবার খাওয়াখ) সুষম খাবার গ্রহন ও ব্যায়াম করাগ) অতিরিক্ত পরিশ্রম করাঘ) গরু ও মুরগির মাংস বেশি করে খাওয়া২. কোন শ্রেণির রক্তে কোনো এন্টিজেন থাকে না, কিন্তু A ও B এন্টিবডি থাকে?ক) ABখ) Oগ) Bঘ) A৩. কোনটি এন্টিবডি তৈরি করে?ক) লোহিত রক্তকণিকাখ) শ্বেত রক্তকণিকাগ) অণুচক্রিকাঘ) রক্তরস৪. মানবদেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া কীভাবে অব্যাহত থাকে?ক) ধমনির সংকোচন ও প্রসারণের মাধ্যমেখ) শিরার সংকোচন ও প্রসারণের মাধ্যমেগ) শিরার জালিকার সংকোচন ও প্রসারণের মাধ্যমেঘ) হৃৎপিন্ডের সংকোচন ও প্রসারণের মাধ্যমে৫. বীজ অঙ্কুরোদগমের সাফল্য নির্ভর করে কোন প্রক্রিয়ার ওপর?ক) অভিস্রবণখ) প্রস্বেদনগ) ইমবাইবিশনঘ) ব্যাপন৬. কোলেস্টোরলের ক্ষেত্রে সঠিক-
i. হাইড্রোকার্বন কোলেস্টেইন থেকে উৎপন্ন যৌগ
ii. উচ্চশ্রেণির প্রাণিকোষের গুরুত্বপূর্ণ উপাদান
iii. রক্তে তিন ধরনের কোলেস্টোরল দেখা যায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৭. কীভাবে নিম্ন রক্তচাপের অনেক সময় আদর্শ মানের কাছাকাছি নিয়ে আসা যায়?
i. সুষম খাদ্য গ্রহণ
ii. শারীরিক পরিশ্রম
iii. ব্যয়াম
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৮. হৃদযন্ত্রের কোন অংশে রক্ত জমাট বা রক্ত বাধা প্রাপ্ত তৈরি হয়?ক) হার্টফইলিউরখ) স্ট্রোকগ) করোনারি থ্রোমবসিসঘ) অ্যানজিনা৯. কোলেস্টোরল কীভাবে দেহ থেকে অপসারিত হয়?ক) বৃক্কের মাধ্যমেখ) ফুসফুসের মাধ্যমেগ) যকৃতের মাধ্যমেঘ) হৃৎপিন্ডের মাধ্যমে১০. হৃদযন্ত্রের রক্ত সরবরাহকারী ধমনির নাম কী?ক) করোনারী ধমনিখ) শিরার ধমনিগ) টিউনিকা ধমনিঘ) গাত্রের ধমনি১১. কোনটি মানুষের লোহিত রক্ত কণিকার বৈশিষ্ট্য?ক) দ্বি-অবতল নিউক্লিয়াস যুক্তখ) উভয় নিউক্লিয়াস যুক্তগ) দ্বি-অবতল নিউক্লিয়াস বিহীনঘ) দ্বি-উত্তল নিউক্লিয়াস বিহীন১২. ধমনির কোন স্তরটি সরল আবরণী কলা দিয়ে তৈরি?ক) টিউনিকা এক্সটানাখ) টিউনিকা ইন্টারনাগ) টিউনিকা মিডিয়াঘ) কৈশিক জালিকা১৩. কোন শ্রেণিবিন্যাসকৃত চারটি গ্রুপ কী কী?ক) A, B, C, Dখ) A, B, C, ABগ) A, B, O, ABঘ) A, B, AB, D১৪. কোনটি কোলেস্টরোলের কাজ?ক) খাদ্য তৈরি করাখ) কোষপ্রাচীর তৈরি ও রক্ষা করাগ) কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করাঘ) পানি নিষ্কাশন করা১৫. উদ্ভিদের কোষরস হলো কোষমধ্যস্থ কোষগহ্বরের পানি ও পানিতে দ্রবীভূত লবণ। এটি ওপরে ওঠে-
i. প্রস্বেদন টানের ফলে
ii. কৈশিক শক্তির ফলে
iii. মূলজ চাপের ফলে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii১৬. পাট জাতীয় উদ্ভিদ থেকে তন্তু পৃথক করার জন্য আঁটি বেঁধে ১০-১৫ দিন পঁচানোর কারণ কী?ক) আঁশের গুনাগুণ বৃদ্ধির জন্যখ) পাট কাঠিকে শক্ত করার জন্যগ) পাতা ঝরানোর জন্যঘ) কাঠি এবং তন্তুর মধ্যেকার বাঁধন শিথিল করার জন্য১৭. বাংলাদেশের প্রায় দুই-তৃতীয়াংশ জনগোষ্ঠী কী রোগ ভোগে?ক) আমাশয়খ) এনিমিয়াগ) জন্ডিসঘ) ক্যান্সার১৮. ট্রাই গ্লিসারাইড কোথায় অবস্থান করে?ক) রক্তকণিকায়খ) যকৃতেগ) অস্থিমজ্জায়ঘ) রক্তের প্লাজমায়১৯. দেহের অস্থিমজ্জা থেকে অস্বাভাবিক শ্বেত রক্তকণিকা সৃষ্টি হতে থাকলে-
i. শ্বাসকষ্ট ও বুক ব্যথা হয়
ii. নাক থেকে রক্ত পড়ে
iii. ঘুম ঘুম ভাব হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২০. ব্যাপন কোন ধরনের প্রক্রিয়া?ক) ভৌতখ) জৈবগ) জৈবরাসায়নিকঘ) রাসায়নিক২১. কোন বিজ্ঞানী প্রস্বেদনকে “প্রয়োজনীয় ক্ষতি’’ অভিহিত করেছেন?ক) ম্যাসনখ) র্যাবিডুগ) লুন্ডেগার্ডঘ) কার্টিস২২. ঘৃতকুমারী কোন অংশে পানি জমা রাখে?ক) কান্ডখ) মূলগ) পাতাঘ) ফল২৩. অলিন্দদ্বয় প্রসারিত হলে দেহের বিভিন্ন অংশ হতে রক্ত কোথায় প্রবেশ করে?ক) ফুসফুসেখ) যকৃতেগ) হৃৎপিন্ডেঘ) সমস্ত দেহে২৪. ক্ষনপদ সৃষ্টির মাধ্যমে রোগজীবাণু ভক্ষণ করে কোনটি?ক) লোহিত রক্তকণিকাখ) অণুচক্রিকাগ) শ্বেত রক্তকণিকাঘ) রক্তরস২৫. ডাক্তার নাড়ী দেখার সময় প্রকৃতপক্ষে কী দেখেন?ক) শিরায় স্পন্দনখ) স্নায়ুর গতিগ) ধমনির স্পন্দনঘ) হৃৎপিন্ডের স্পন্দন২৬. প্রস্বেদন পরোক্ষভাবে প্রভাবিত করে-
i. সালোকসংশ্লেষণে
ii. শ্বসনে
iii. ব্যাপনে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii২৭. কোন ব্যতিক্রমী ধমনি হৃৎপিন্ড থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত ফুসফুসে পৌঁছে দেয়?ক) মহাধমনিখ) ফুসফুসীয় ধমনিগ) টিউনিকা এক্সটার্নাঘ) টিউনিকা মিডিয়া২৮. ব্যাপন যে প্রভাবকের ওপর নির্ভর করে তা হলো-
i. পদার্থের অণুর ঘনত্ব
ii. মাধ্যমের ঘনত্ব
iii. বায়ুর তাপমাত্রা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii২৯. পূর্ণবয়স্ক ব্যাক্তির রক্তে লোহিত রক্তকণিকা সংখ্যা প্রতি কিউবিক মিলিমিটার কত?ক) প্রায় ৩০ লক্ষখ) প্রায় ৪০ লক্ষগ) প্রায় ৫০ লক্ষঘ) প্রায় ৬০ লক্ষ৩০. হৃদযন্ত্রকে সুস্থ রাখতে হলে-
i. মাদক পরিহার করতে হবে
ii. অতিরিক্ত আমিষ বর্জন করতে হবে
iii. তেল, চর্বি খাওয়া পরিহার করতে হবে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩১. B গ্রুপে রক্তের রক্তরসে কোন এন্টিবডি পাওয়া যায়?ক) aখ) bগ) a, bঘ) নেই৩২. প্রতি কিউবিক মিলিমিটার রক্তে শ্বেত রক্তকণিকা সংখ্যা কত?ক) ৫-১০ হাজারখ) ১০-১৫ হাজারগ) ২-৩ লাখঘ) ২-৪ লাখ৩৩. লিউকেমিয়া রোগের ক্ষেত্রে কী ঘটে?ক) অস্বভাবিক অণুচক্রিকা সৃষ্টি হয়খ) অস্বাভাবিক শ্বেত কণিকা সৃষ্টি হয়গ) অস্বাভাবিক রক্তরস সৃষ্টি হয়ঘ) অস্বাভাবিক লোহিত কণিকা সৃষ্টি হয়৩৪. যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ এবং অংশে চলাচল করে তাকে বলে?ক) রক্ত রসখ) রক্ত কণিকাগ) রক্ত তঞ্চনঘ) রক্ত সংবহনতন্ত্র৩৫. প্রক্রিয়াটির পরীক্ষায় সেলোফেন ব্যাগ কাজ করে কী হিসেবে?ক) বাষ্প নিরোধকখ) আলো নিরোধকগ) তাপমাত্রা নিরোধকঘ) তাপ নিরোধক৩৬. ধমনির ক্ষেত্রে-
i. এর প্রাচীর দুই স্তরবিশিষ্ট
ii. ফুসফসীয় ধমনি CO2 যুক্ত রক্ত বহন করে
iii. এর প্রাচীর পুরু ও স্থিতিস্থাপন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৩৭. পিত্ত নিচের কোনটি তৈরি করে?ক) হাইড্রোক্লোরিক এসিডখ) কোলেস্টেরোলগ) ইথানলঘ) ফ্যাটি এসিড৩৮. শরীরে সুগন্ধি দিলে তার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে কেন?ক) অভিস্রবণের ফলেখ) ব্যাপনের ফলেগ) ইমবাইবিশনের ফলেঘ) গ্যাটেশনের ফলে৩৯. উদ্ভিদ কীভাবে পাতার তাপমাত্রা সহনশীল রাখে?ক) ব্যাপনের মাধ্যমেখ) প্রস্বেদনের মাধ্যমেগ) গ্যাটেশনের মাধ্যমেঘ) অভিস্রবণের মাধ্যমে৪০. রক্তের প্রকৃতি দেখতে কেমন?ক) ক্ষারীখ) অম্লীয়গ) স্বচ্ছঘ) মৃদু৪১. প্রচুর দুশ্চিন্তার কারণে হালিম সাহেবের সবসময় মাথাব্যথা করে এবং খুবই উগ্র মেজাজে থাকেন তিনি। এটি এক ধরনের রোগের ফলে হচ্ছে। রোগটি হলো-ক) উচ্চ রক্তচাপখ) নিম্ন রক্তচাপগ) উচ্চ কোলোস্টেরোলঘ) নিম্ন কোলেস্টেরোল৪২. বাংলাদেশে কত ভাগ লোক এনিমিয়া নামক রোগে ভুগে?ক) এক তৃতীয়াংশখ) এক চতুর্থাংশগ) দুই তৃতীয়াংশঘ) অর্ধেক৪৩. ফ্লোয়েমে প্রস্তুত খাদ্য উদ্ভিদের কোথায় পরিবহন হয়?ক) উপরের দিকেখ) নিচের দিকেগ) পার্শ্বদিকেঘ) উপর বা নিচের দিকে৪৪. দেহে প্রহরীর মত কাজ করে কোনটি?ক) লোহিত রক্তকণিকাখ) অনুচক্রিকাগ) শ্বেত রক্তকণিকাঘ) লসিকা৪৫. অধিক মাত্রার কোলেস্টেরোলযুক্ত খাবার কোনটি?ক) আমখ) দুধগ) ডিমের কুসুমঘ) পিঠা৪৬. বাতজ্বর প্রকোপের লক্ষণ হলো-
i. ওজন হ্রাস ও এনিমিয়া
ii. ক্লান্তি ও ক্ষুধামান্দ্য
iii. অস্থিসন্ধিতে ব্যথা ও ত্বক লালচে হওয়া
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৪৭. রক্তের ভালো কোলেস্টোরোল কোনটি?ক) LDLখ) HDLগ) LDBঘ) GDL৪৮. উদ্ভিদের প্রস্বেদন কাজে লাগে-
i. রস উত্তোলনে
ii. খাদ্য পরিবহনে
iii. অতিরিক্ত পানি চাপ মুক্তকরণে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৪৯. ধমনিতে রক্তের উচ্চ চাপ ১২০ ছাড়িয়ে যায়-
i. দুঃশ্চিন্তা করলে
ii. দেহের ওজন অতিরিক্ত থাকলে
iii. এনিমিয়া হলে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৫০. রাতে পত্ররন্ধ্র বন্ধ থাকে কেন?ক) শ্বসনের জন্যখ) সালোকসংশ্লেষণ না হওয়াতেগ) প্রস্বেদনের সুবিধার্থেঘ) ব্যাপনের কারণে৫১. কোনগুলো প্রস্বেদনের বাহ্যিক প্রভাবক?ক) তাপমাত্রা, আলোখ) আলো, পত্রের সংখ্যাগ) পাতায় আয়তন বায়ুপ্রবাহঘ) বায়ুপ্রবাহ ও পাতার সংখ্যা৫২. হৃৎপিন্ডের কতটি প্রকোষ্ঠ থাকে?ক) একখ) দুইগ) তিনঘ) চার৫৩. কতটি প্রক্রিয়া সম্মিলিতভাবে শোষণ কাজ সম্পাদন করে?ক) দুইটিখ) তিনটিগ) চারটিঘ) পাঁচটি৫৪. উচ্চ রক্তচাপের জন্য দায়ী-ক) থাইরয়েড গ্রন্থিখ) পিটুইটারি গ্রন্থিগ) অ্যাড্রোনালিন গ্রন্থিঘ) অগ্ন্যাশয়৫৫. তুমি কীভাবে সহজেই অভিস্রবণ প্রক্রিয়া পরীক্ষা করতে পারবে?ক) কিশমিশ ও পানি দিয়েখ) আতর ও ন্যাপথ্যলিন দিয়েগ) টবে লাগানো গাছ ও পলিথিন দিয়েঘ) রঙিন পানির বোতল ও পেপেরোমিয়া উদ্ভিদ দিয়ে৫৬. একই বায়ুচাপে দ্রবণ ও দ্রাবকের ব্যাপন চাপের পার্থক্যেকে কী বলে?ক) ব্যাপন ঘনত্বখ) ব্যাপন প্রক্রিয়াগ) ব্যাপন দূরত্বঘ) ব্যাপন চাপ ঘাটতি৫৭. প্রস্বেদনের প্রয়োজনীয় পানি পরিবহন করে কোন টিস্যু?ক) ফ্লোয়েম টিস্যুখ) জাইলেম টিস্যুগ) ভাজক টিস্যুঘ) পরিবহন টিস্যু৫৮. রক্ত সংবহনতন্ত্র থাকে-
i. হৃৎপিন্ড
ii. ধমনি ও শিরা
iii. ল্যাকটিয়েল নালি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৫৯. পানির মূল হতে পাতা ও বিভিন্ন শাখা-প্রশাখার পৌঁছানোতে কাজ করে-
i. অভিস্রবণ প্রক্রিয়া
ii. প্রস্বেদন প্রক্রিয়া
iii. ইমবাইবিশন প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৬০. তোমার বন্ধুর রক্তের গ্রুপ ‘B’ পজেটিভ। তার শরীরে ‘A’ পজেটিভ রক্ত সঞ্চালনে বিপদ ঘটবে-
i. রক্তকণিকা জমাট বাঁধা ও বিশিষ্ট হওয়ায়
ii. প্রসারেব সাথে হিমোগ্রোবিন নির্গত হওয়ায়
iii. ইউরোমিয়া রোগ সৃষ্টি হওয়ায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৬১. একই বায়ুচাপে কোন একটি দ্রবণ ও দ্রাবকের ব্যাপন চাপের যে পার্থক্য হয় তাকে কী বলে?ক) বায়ুচাপ ঘাটতিখ) ব্যাপন চাপ ঘাটতিগ) মূলজ চাপ ঘাটতিঘ) অভিস্রবণিক চাপ ঘাটতি৬২. সারা দেহে রক্ত একবার সম্পূর্ণ পরিভ্রমণের জন্য কত সময় লাগে?ক) ২ মিনিটখ) ৩ মিনিটগ) ৫ মিনিটঘ) ১ মিনিট৬৩. যে তন্ত্রের মাধ্যমে তরল যোজক কলা দেহের বিভিন্ন অংশে চলাচল করে তাকে কী বলে?ক) স্নায়ুতন্ত্রখ) পেশীতন্ত্রগ) অস্থিতন্ত্রঘ) রক্ত সংবহনতন্ত্র৬৪. ডান নিলয় থেকে Co2 সমৃদ্ধ রক্ত কোন ধমনির সাহায্য বের হয়?ক) ফুসফুসীয় ধমনিখ) সাবক্ল্যাভিয়ান ধমনিগ) ডর্সাল আওর্টাঘ) ভার্টিব্রাল ধমনি৬৫. স্ট্রেপটোকক্কাস অণুজীবের সংরক্ষণ হয়-
i. শ্বাসনালির প্রদাহ
ii. ফুসকুড়িযুক্ত সংক্রামক জ্বর
iii. অন্তঃকর্ণের সংক্রামক রোগ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৬৬. কোন বিজ্ঞানী প্রস্বেদনকে ‘প্রয়োজনীয় ক্ষতি’ নামে অভিহিত করেছেন?ক) বেন্টিকখ) ক্যালভিনগ) হ্যারিসঘ) কার্টিস৬৭. উদ্ভিদের অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয়ার প্রক্রিয়াটির ফলে-
i. মূল থেকে পাতা পর্যন্ত টান সৃষ্টি হয়
ii. উদ্ভিদ কম পানি ও খনিজ শোষণ করতে পারে
iii. পাতার মেসোফিলে ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৬৮. রক্ত সঞ্চালনকারী অঙ্গটির সবচেয়ে ভেতরের স্তর-
i. দৃঢ় অনৈচ্ছিক পেশী দ্বারা গঠিত
ii. কপাটিকাগুলোকে আবৃত রাখে
iii. প্রকোষ্ঠগুলোকে আবৃত রাখে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৬৯. মিতু ‘AB’ ব্লাড গ্রুপধারী ব্যক্তি। তার রক্তে এন্টিজেন ও এন্টিবডির ক্ষেত্রে সঠিক তথ্য কোনটি?ক) এন্টিজেন B, এন্টিবডি aখ) এন্টিজেন AB, এন্টিবডি অনুপস্থিতগ) এন্টিজেন A, এন্টিবডি Bঘ) এন্টিজেন B, এন্টিবডি A৭০. শারীরিক সুস্থরা জন্য রক্তে কোলেস্টোরলের মাত্রা ঠিক রাখা আবশ্যক। তুমি এ লক্ষ্যে কম গ্রহণ করবে-
i. মাখন ও চিংড়ি
ii. ঝিনুক ও ডিম
iii. গবাদি পশুর যকৃৎ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৭১. হৃৎপিন্ডের একবার সংকোচন ও প্রসারণকে একত্রে কী বলে?ক) হৃদস্পন্দনখ) সিস্টোলগ) ডায়াস্টোলঘ) রক্তচাপ৭২. পূর্ণ বয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত?ক) ১ থেকে ২ লিটারখ) ২.৫ থেকে ৪ লিটারগ) ৫ থেকে ৬ লিটারঘ) ৬ থেকে ৮ লিটার৭৩. কোন ব্যক্তির শিরার মধ্যে বাইরে থেকে অন্যের রক্ত প্রবেশ করানোকে কী বলে?ক) রক্ত তঞ্চনখ) রক্ত সংযোজনগ) রক্ত ক্ষরণঘ) রক্ত দূষণ৭৪. কোন প্রক্রিয়ায় প্রথমে কোষস্থ অতিরিক্ত পানি বাষ্প হয়ে আন্তঃকোষীয় জায়গায় বের হয়?ক) কিউটিকুলার প্রস্বেদনখ) লেন্টিকুলার প্রস্বেদনগ) পত্ররন্ধ্রীয় প্রস্বেদনঘ) ইউটিকুলার প্রস্বেদন৭৫. মূলরোম থেকে পানি মূলের কোন অঞ্চলে প্রবেশ করে?ক) কর্টেক্সখ) এন্ডোডার্মিসগ) জাইলেমঘ) ফ্লোয়েম৭৬. অনুচক্রিকা কোথায় উৎপন্ন হয়?ক) লসিকায়খ) হৃৎপিন্ডেগ) অস্থিমজ্জায়ঘ) মস্তিষ্কে৭৭. কোনটি লিউকেমিয়ার অন্তভুর্ক্ত নয়?ক) বুকে ব্যাথাখ) নাক থেকে রক্ত পড়াগ) হাত ও পাত কাঁপতে থাকাঘ) বাতজ্বর৭৮. ব্যাপন ঘটে-
i. পাতার মেসোফিল টিস্যুতে
ii. ঘরের কোনায় সুগন্ধি ঢেলে দিলে
iii. অর্ধভেদ্য পর্দার এপাশ থেকে ওপাশে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৭৯. উদ্ভিদ বিপাকীয় শক্তি ব্যতিরেকেই কিছু খনিজ শোষণ করে কোন প্রক্রিয়ায়?ক) সক্রিয় শোষণখ) পরোক্ষ শোষণগ) প্রত্যক্ষ শোষণঘ) নিস্ক্রিয় শোষণ৮০. তাপমাত্রা বাড়লে সাধারণত ব্যাপন হার-ক) কমেখ) বাড়েগ) বাড়তেও পারে কমতেও পারেঘ) অপরিবর্তিত থাকে৮১. বাতজ্বরের পরবর্তী পর্যায়ে-
i. অস্থিসন্ধিতে ব্যাথা হয়
ii. ত্বকে লালচে রং দেখা যায়
iii. মাথা ব্যাথা দেখা দেয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৮২. যে সব নালি দিয়ে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিন্ডে ফিরে আসে তাকে কী বলে?ক) শিরাখ) ধমনিগ) কৈশিকঘ) নালিকা৮৩. মস্তিষ্কে রক্তক্ষরণ হয়-
i. ভয় পেলে
ii. মানসিক চাপের ফলে
iii. উত্তেজনার ফলে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৮৪. রক্ত সংবহনতন্ত্রকে সাধারণত কয়ভাগে ভাগ করা যায়?ক) দুই ভাগেখ) তিন ভাগেগ) চার ভাগেঘ) পাঁচ ভাগে৮৫. সূর্যের প্রখর উত্তাপেও গরম হয় না-ক) পাতাখ) কান্ডগ) মূলঘ) জাইলেম৮৬. কোন ঋতুতে ফ্লোয়েমে খাদ্য পরিবহন কম হয়?ক) গ্রীষ্মকালখ) বর্ষাকালগ) শীতকালঘ) বসন্তকাল৮৭. শিরার কপাটিকা থাকে কেন?ক) রক্ত o2 যুক্ত হওয়ার জন্যখ) রক্তের পরিমাণ বেশি থাকার জন্যগ) রক্ত দেহের দিকে ফিরতে বাধা দেওয়ার জন্যঘ) রক্তে o2 কম থাকার জন্য৮৮. অভিস্রবণের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য-
i. বৈষম্য ভেদ পর্দা আবশ্যক
ii. উচ্চ ঘনত্ব অঞ্চল হতে নিম্ন ঘনত্ব অঞ্চলের দিকে দ্রাবকের গমন
iii. প্রক্রিয়ায় মূলরোম দ্বারা পানি শোষণ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৮৯. প্লোটোপ্লাজমের শতকরা কত ভাগ পানি?ক) ৬০খ) ৭০গ) ৮০ঘ) ৯০৯০. উদ্ভিদ পরিবহন বলতে বুঝায়-ক) পানি, খনিজ ও প্রস্তুত খাদ্যের চলাচলখ) উদ্ভিদের বৃদ্ধি ও চলনগ) অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড আত্তীকরণঘ) অক্সিজেন নির্গমন৯১. জাইলেম ভেসেল বা ফ্লোয়েমের সিভনল কোনো কারণে বন্ধ হয়ে গেলে উদ্ভিদের কী পরিণতি হয়?ক) কান্ড অস্বাভাবিক বৃদ্ধি পায়খ) পাতা কুঁচকে যায়গ) পাতায় ক্লোরোসিস হয়ঘ) উদ্ভিদের মৃত্যু ঘটে৯২. পূর্ণবয়স্ক মানুষের দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা শ্বেত রক্তকণিকার চেয়ে কতগুণ বেশি?ক) ২০০খ) ৩০০গ) ৪০০ঘ) ৫০০৯৩. উচ্চ রক্তচাপের লক্ষণ-
i. ঘাড় ব্যথা করা
ii. শ্বাসকষ্ট হওয়া
iii. ঠিকমত ঘুম না হওয়া
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) i ও iiiঘ) i ii ও iii৯৪. তাপমাত্রার তারতম্যের সাথে কোনটি উঠানামা করে?ক) ব্যাপন হারখ) শ্বসন হারগ) ইমবাইবিশন হারঘ) প্রস্বেদন হার৯৫. উক্ত ব্যাগগুলোর মধ্যে-
i. ব্যাগ-১ রক্ত দিতে পারবে A ও AB গ্রুপকে
ii. ব্যাগ-২ রক্ত দিতে পারবে B ও O গ্রুপকে
iii. ব্যাগ-৩ রক্ত দিতে পারবে AB গ্রুপকে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৯৬. কোন বিজ্ঞানী মানুষের রক্তের শ্রেণিবিন্যাস করে চারটি গ্রুপের নাম দেন?ক) মাসকেলখ) দ্য ভ্রিসগ) কার্ল ল্যান্ডস্টেইনারঘ) লুন্ডেগার্ড৯৭. হৃৎপিন্ডের সংকোচনকে কী বলে?ক) ডায়াস্টোলখ) সিস্টোলগ) উর্বশিরাঘ) কপাটিকা৯৮. কোনটি হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে?ক) আমিষখ) স্নেহগ) শর্করাঘ) খনিজ লবণ৯৯. রেশম পোকায় যে গুটি থাকে তাকে কী বলে?ক) কোকুনখ) ফাইব্রয়েনগ) কেরাটিনঘ) বোলাজেন১০০. মস্তিষ্কের ধমনি ছিড়ে রক্তপাত হওয়াকে কী বলে?ক) স্ট্রোকখ) কার্ডিয়াক ফেইলিউরগ) মায়োকার্ডিয়াল ইনফেকশনঘ) অ্যানজিনা১০১. রক্তের বর্জ্য পদার্থ কোনটি?ক) ইউরিয়াখ) অ্যামাইনো এসিডগ) ফাইব্রিনোজেনঘ) অ্যালবুমিন১০২. রক্তের রং লাল দেখায় কেন?ক) অণুচক্রিকায় থ্রম্বিনের জন্যখ) লোহিত কণিকায় হিমোগ্লোবিনের জন্যগ) অণুচক্রিকায় থ্রোমোপ্লাস্টিনের জন্যঘ) শ্বেতকণিকায় ক্রিয়োটিনিনের জন্য১০৩. উক্ত রক্তচাপ হলো-
i. নীরব ঘাতক
ii. স্ট্রোকের অন্যতম কারণ
iii. লিউকেমিয়ার অন্যতম কারণ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii১০৪. লাল রঙের রক্তকণিকা-
i. শিশুদের দেহে বেশি
ii. পুরুষের তুলনায় নারীর রক্তে বেশি
iii. জীবনের প্রতিমূহুর্তে ধ্বংসপ্রাপ্ত হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii১০৫. হৃৎপিন্ডের প্রসারণকে কী বলে?ক) ডায়াস্টোলখ) সিস্টোলগ) ভালভঘ) কপাটিকা১০৬. যে সব নালির ভেতর দিয়ে রক্ত প্রবাহিত হয় তাকে কী বলে?ক) হৃদস্পন্দনখ) রক্তরসগ) রক্ত সংবহনঘ) রক্তনালি১০৭. শিরাগুলো আরম্ভ হয়ে কোনটি থেকে?ক) হৃৎপিন্ডখ) ধমনীর প্রান্তগ) কৈশিকনালিঘ) স্নায়ু১০৮. সংকুচিত প্রোটোপ্লাজমকে বাঁচাতে কোনটি প্রয়োজন?ক) অক্সিজেনখ) কার্বন ডাইঅক্সাইডগ) পটাসিয়ামঘ) পানি১০৯. উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে কান্ডের বাকল ফেটে কী সৃষ্টি হয়?ক) কিউটিকলখ) লেন্টিসেলগ) বর্ষবলয়ঘ) কাইটিন১১০. উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুর কোষ হলো-
i. সিভনল ও সঙ্গীকোষ
ii. ট্রাকিড ও ভেসেল
iii. প্যারেনকাইমা ও বাস্ট ফাইবার
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii১১১. টসটসে কিশমিশ চিনির ঘন দ্রবণে ভিজিয়ে রাখলে কী ঘটবে?ক) চুপসে যাবেখ) ফুলে বড় হবেগ) আবরণ ছিঁড়ে যাবেঘ) আবরণ শক্ত হবে১১২. তুমি কীভাবে নাড়ির স্পন্দন অনুভব করতে পারবে?ক) বুকের বাম পাশের ওপর হাত রেখেখ) হাতের কনুয়ের ওপর হাত রেখেগ) হাতের কবজির ওপর হাত রেখেঘ) বুকের ডান পাশের ওপর হাত রেখে১১৩. উদ্ভিদের মূল দ্বারা গৃহীত উপাদানগুলো কোন প্রক্রিয়ায় পার্শ্বীয় কোষে স্থানান্তরিত হয়?ক) অভিস্রবণখ) ব্যাপনগ) ইমবাইবিশনঘ) মাস ফ্লো১১৪. নিচের কোনটি পাতলা প্রাচীর বিশিষ্ট?ক) শিরাখ) ধমনিগ) কৈশিক জালিকাঘ) টিউনিকা ইন্টারনা১১৫. মানুষের রক্তের বর্ণহীন তরল অংশে প্রাপ্ত এন্টিবডি হলো-
i. A
ii. b
iii. a
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১১৬. মৃত শ্বেতকণিকা কীসে পরিণত হয়?ক) রক্তরসখ) পুঁজগ) টিউমারঘ) অনুচক্রিকা১১৭. নিয়মিত ও পরিমিত ব্যায়াম, আহার গ্রহণ এবং মেদবহুল খাদ্য ও ধুমপান পরিহার করলে কী হয়?ক) উচ্চ রক্তচাপ থেকে রেহাই পাওয়া যায়খ) মানুষ র্দীর্ঘায়ু লাভ করেগ) ডায়াবেটিস উপশম হয়ঘ) নিম্ন রক্তচাপ নিরাময় করে১১৮. ব্যাপনের পূর্বশর্তের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?ক) একই তাপমাত্রা ও উচ্চতাখ) একই তাপমাত্রা ও বায়ুমন্ডলীয় চাপগ) ভিন্ন তাপমাত্রা ও উষ্ণতাঘ) ভিন্ন তাপমাত্রা ও বায়ুমন্ডলীয় চাপ১১৯. স্বাভাবিক সুস্থ বয়স্ক ব্যাক্তির ডায়াস্টোলিক চাপ কত?ক) ৫০-৭০ মিলিমিটারখ) ৬০-৭০ মিলিমিটারগ) ৬৫-৯০ মিলিমিটারঘ) ৭০-৯০ মিলিমিটার১২০. রক্তশূন্যতার কারণে সৃষ্ট রোগ কোনটি?ক) এনিমিয়াখ) গলগন্ডগ) আমাশয়ঘ) কলেরা১২১. গাড় ও মাথার পেছনের দিকে ব্যথা হওয়া কোন রোগের লক্ষণ?ক) করোনানারি থ্রম্বসিসখ) প্লুরিসিগ) ব্রঙ্কাইটিসঘ) উচ্চ রক্তচাপ১২২. শীতকালে প্রস্বেদন কম হয়, কারণ-ক) আর্দ্রতা কম থাকেখ) পত্ররন্ধ্র বন্ধ থাকেগ) পাতা ঝরে যায়ঘ) সবগুলোই১২৩. কখন হৃদকম্পন সাধারণ মানের থেকে বৃদ্ধি পায়?ক) মাদক ও নেশা থেকেখ) মশলাযুক্ত খাবার গ্রহণেগ) সুষম খাদ্য গ্রহণেঘ) অলস জীবন যাপনে১২৪. কোন বিজ্ঞানী মানুষের রক্তের শ্রেণিবিন্যাস করেন?ক) উইলিয়াম হার্ভেখ) কার্লল্যান্ড স্টেইনারগ) হ্যাভারল্যান্ডঘ) ক্যুন১২৫. উদ্ভিদে প্রস্তুতকৃত খাদ্য কোন কোষের মাধ্যমে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়?ক) ট্রাকিডখ) সিভনলগ) ভেসেলঘ) ইমবাইবিশন১২৬. শ্বেত রক্তকণিকা-
i. অনিয়মিত আকারের হয়
ii. লাল অস্থিমজ্জা ও লসিকাগ্রন্থিতে উৎপন্ন হয়
iii. দেহে প্রহরীর কাজ করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii১২৭. গঠন আকৃতি ও কাজের ভিত্তিতে রক্ত বাহিকা কত প্রকার?ক) দুইখ) তিনগ) চারঘ) পাঁচ১২৮. কোলেস্টেরোলের কারণে হৃৎপিন্ডে রক্ত চলাচল কমে যাবার ফলে বুকে ব্যাথা সৃষ্টি হয়। এ অবস্থানকে কী বলে?ক) একলামশিয়াখ) অ্যানজিনাগ) লিউকেমিয়াঘ) এ্যাজমা১২৯. রক্তরসের উপাদান হলো-
i. পানি ও আমিষ
ii. ভিটামিন ও হরমোন
iii. গ্যালোজ ও কোলেস্টোরল
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii১৩০. রক্তে উচ্চ কোলেস্টোরলে সৃষ্ট প্রযোজ্য সমস্যা কোনটি?ক) হিমোফিলিয়াখ) থ্যালাসমিয়াগ) অ্যানজিনাঘ) লিউকেমিয়া১৩১. উদ্ভিদের দেহের কোষপ্রাচীর, প্রোটোপ্লাজম কীভাবে পানি শোষণ করে?ক) অভিস্রবণখ) ইমবাইবিশনগ) ব্যাপনঘ) শোষণ১৩২. সুস্থ মানুষের স্বাভাবিক অবস্থায় ডায়াস্টোলিক চাপ কত পারদ স্তম্ভের সমান?ক) ৬৫-৯০ মি.মি.খ) ৮০-১১০ মি.মি.গ) ১০০-১৫০ মি.মি.ঘ) ১৫০-১৭০ মি.মি.১৩৩. কোনটি অণুচক্রিকার উৎপত্তিস্থল?ক) অস্থিমজ্জাখ) যকৃতগ) অগ্ন্যাশয়ঘ) পাকস্থলী১৩৪. রক্তরসে থাকা আমিষগুলো হলো-
i. সিরিন
ii. গ্লোবিউলিন
iii. ফাইব্রিনোজেন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii১৩৫. রক্ত সংবহনকারী অঙ্গগুলোর সুবিধা হলো-
i. রক্ত সরাসরি বিভিন্ন অঙ্গে পৌঁছে
ii. রক্তনালির নির্দিষ্ট ব্যাস থাকে না
iii. বিভিন্ন অঙ্গে পরিভ্রমণ করে রক্ত হৃৎপিন্ডের দ্রুত ফিরে আসে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii১৩৬. প্রোপোপ্লাজমকে সজীব রাখতে কোনটির বিকল্প নেই?ক) পানিখ) টিস্যুগ) কোষঘ) অক্সিজেন১৩৭. কোলেস্টেরোল কোন হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যৌগ?ক) ফরমালডিহাইডখ) কেলেস্টেইনগ) ফ্যাটি এসিডঘ) ইথানল১৩৮. গঠন, আকৃতি ও কাজের ভিত্তিতে রক্তনালি কয় প্রকার?ক) দুই প্রকারখ) তিন প্রকারগ) চার প্রকারঘ) পাঁচ প্রকার১৩৯. বায়ুমন্ডলের চাপ বাড়ালে ব্যাপন হার কী হবে?ক) বাড়েখ) কমেগ) সমান থাকেঘ) অপরিবর্তনীয়১৪০. কলয়েড জাতীয় শুকনো বা আধা শুকনো পদার্থের তরল পদার্থ শোষণের প্রক্রিয়াকে কী বলে?ক) অভিস্রবণখ) ব্যাপনগ) ইমবাইবিশনঘ) গ্যাটেশন১৪১. ধমনির প্রাচীর কত স্তর বিশিষ্ট?ক) একখ) দুইগ) তিনঘ) চার১৪২. মেঘলা দিনে উদ্ভিদের কান্ডে শ্বসনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন কোথা থেকে আসে?ক) বায়ুমন্ডল ও সালোকসংশ্লেষণ থেকে পরিবহনের মাধ্যমেখ) ব্যাপনের মাধ্যমে বায়ুমন্ডল থেকেগ) পাতার কোষে সালোকসংশ্লেষণ থেকেঘ) বায়ুমন্ডল ও সালোকসংশ্লেষণ থেকে ব্যাপনের মাধ্যমে১৪৩. সাধারণত রক্তের কতভাগ রক্তরস?ক) ৫৫খ) ৬০গ) ৬৫ঘ) ৭০১৪৪. খারাপ কোলেস্টোরোল কোনটি?ক) LDLখ) HDLগ) BDLঘ) CDL১৪৫. প্রতি কিউবিক মিলিমিটারে শ্বেত রক্তকণিকার সংখ্যা কত?ক) ১০-১৫ হাজারখ) ১০-১২ হাজারগ) ৫-৭ হাজারঘ) ৫-১০ হাজার১৪৬. প্রস্বেদনের প্রক্রিয়া-
i. শোষণের চেয়ে বেশি হলে উদ্ভিদ মরে যেতে পারে
ii. না থাকলে অভিস্রবণ বেশি হবে
iii. শীতকালে বহু উদ্ভিদের পাতা ঝড়িয়ে দেয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii১৪৭. উদ্ভিদ বিপাকীয় শক্তি ব্যতিরেকেই কিছু খনিহ শোষণ করে কোন প্রক্রিয়ায়?ক) নিস্ক্রিয় শোষণখ) সক্রিয় শোষণগ) পরোক্ষ শোষণঘ) প্রত্যক্ষ শোষণ১৪৮. কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে কোনটি?ক) শিরাখ) ধমনিগ) অস্থিমজ্জাঘ) কৈশেক জালিকা১৪৯. প্রাণীজ তন্তুর মনোমার কোনটি?ক) অ্যামিনো এসিডখ) সেলুলোজগ) গ্লুকোজঘ) ফ্যাটি এসিড১৫০. দেহে রক্ত সঞ্চালনকারী অঙ্গটির স্তর হলো-
i. এপিকার্ডিয়াম
ii. পেরিকার্ডিয়াম
iii. এন্ডোকার্ডিয়াম
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৫১. মানবদেহে রক্ত যে তন্ত্রের মাধ্যমে বাহিত হয় তা-
i. বন্ধ সংবহনতন্ত্র
ii. সাধারণ গঠন শৈলি বিশিষ্ট
iii. ছয়টি প্রধান অংশ নিয়ে গঠিত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii১৫২. হৃৎপিন্ডের সংকোচনের ফলে
i. ধমনিগাত্রে রক্তচাপের মাত্রা সর্বাধিক থাকে
ii. শিরায় রক্তচাপ বেশি থাকে
iii. সিস্টোলিক চাপ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৫৩. নিলয়ের প্রসারণের সময়-
i. রক্তচাপ সবচেয়ে কম থাকে
ii. ডায়াস্টোলিক চাপের সৃষ্টি হয়
iii. রক্তচাপ সর্বোচ্চ থাকে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৫৪. কোষপ্রাচীর পানি শোষণ করে স্ফীত হয় কোন প্রক্রিয়ায়?ক) গাটেশনখ) বহিঃঅভিস্রবণগ) ইমবাইবিশনঘ) প্রস্বেদন১৫৫. কোনটি লিউকেমিয়া রোগের উপসর্গ?ক) হাত বা পা কাঁপতে থাকাখ) পেট ভরা মনে হওয়াগ) ঘন ঘন মল ত্যাগঘ) বমি বমি ভাব১৫৬. কোন গ্রন্থির হরমোন তৈরিতে কোলেস্টেরোল ব্যবহৃত হয়?ক) থাইরয়েডখ) প্যারাথাইরয়েডগ) এড্রেনালঘ) প্যারেটিড১৫৭. উদ্ভিদের বিভিন্ন জৈব যৌগ কোন টিস্যুর মাধ্যমে বিপরীত দিকে একই সাথে চলাচল করে?ক) জটিল টিস্যুরখ) জাইলেম টিস্যুরগ) ক্ষরণকারী টিস্যুরঘ) ফ্লোয়েম টিস্যুর১৫৮. কোনটি ফ্লোয়েম গুচ্ছের অন্তর্ভূক্ত নয়?ক) জাইলেমখ) সঙ্গীকোষগ) বাস্ট ফাইবারঘ) জাইলেম প্যারেনাকাইমা১৫৯. রক্তকোষের ক্যান্সারকে কী বলে?ক) হার্ট অ্যাটাকখ) বাতজ্বরগ) লিউকেমিয়াঘ) এনিমিয়া১৬০. কিউটিনযুক্ত আস্তরণকে কী বলে?ক) স্টোম্যাটাখ) লেন্টিসেলগ) রক্ষীকোষঘ) কিউটিকল১৬১. নিচের কোনগুলোর সমন্বয়ে লসিকাতন্ত্র গঠিত?ক) লসিকা, লসিকানালি, শিরাখ) ধমনি, হৃৎপিন্ডি, উপশিরাগ) লাসিকা, কৈশিকনালি, ল্যাকটিয়েলনালিঘ) লসিকা, লসিকানালি, ল্যাকটিয়েলনালি১৬২. শ্বেত রক্তকণিকা কোন প্রক্রিয়ায় রোগজীবাণু ধ্বংস করে?ক) ফ্যাগোসাইটোসিসখ) অক্সিহিসোগ্লোবিনগ) ফাইবিনোজেনঘ) অ্যান্টিবডিস১৬৩. উদ্ভিদ খনিজ লবণ পরিশোষণের প্রভাবক হলো-
i. ব্যাপন চাপ
ii. আয়নের ঘনত্ব
iii. তাপমাত্রা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii১৬৪. নিচের কোন অবস্থা সৃষ্টি হবার ফলে ধমনিতে রক্ত চলাচলের জায়গা কমে যায়?ক) অ্যানজিনাখ) লিউকোমিয়াগ) একলামশিয়াঘ) অ্যাথারোসক্লোরোসিস১৬৫. হৃৎপিন্ডের প্রাচীর কতস্তর বিশিষ্ট?ক) একখ) দুইগ) তিনঘ) চার১৬৬. হৃৎপিন্ডে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহনকারী বাহিকা-
i. পুরু ও স্থিতিস্থাপক প্রাচীর বিশিষ্ট
ii. কপাটিকা হীন
iii. সরু ও কম পেশিময়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৬৭. কেন্দ্রিকাবিহীন ও পাতলা প্রাচীর যুক্ত সজীব কোষ কোনটি?ক) সঙ্গীকোষখ) সিভনলগ) প্যালিসেড কোষঘ) ভেসেল১৬৮. কলয়েডধর্মী কোষীয় অঙ্গাণু হলো-
i. প্রোটোপ্লাজম
ii. সাইটোপ্লাজম
iii. কোষ প্রাচীর
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii১৬৯. মানবদেহে সম্পূর্ণ অংশে একবার পরিভ্রমণের সময়কাল কত?ক) ২ মিনিট বা তার চেয়ে বেশিখ) ১ মিনিট বা তার চেয়ে কমগ) ২০ সেকেন্ড তার চেয়ে কমঘ) ১০ সেকেন্ড বা তার চেয়ে কম১৭০. জীবজগতের সালোকসংশ্লেষণ অতি প্রয়োজন, কারণ এটি-
i. জীবজগতের প্রাথমিক খাদ্য সরবরাহ করে
ii. পরিবেশ পরিশোধন করে
iii. শক্তি উৎপন্ন করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii১৭১. বিজ্ঞানী কার্লল্যান্ড স্টেইনীর কতসালে মানুষের রক্তের শ্রেণিবিন্যাস করেন?ক) ১৯০১খ) ১৮৯৯গ) ১৮৯৩ঘ) ১৯২৩১৭২. রক্তচাপের মাত্রা কম বেশি হতে পারে-
i. বয়সের কারণে
ii. রোগের কারণে
iii. সুষম খাদ্য গ্রহণের কারণে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৭৩. হৃৎপিন্ডে Co2 বহনকারী বাহিকা
i. পুরু প্রাচীর বিশিষ্ট
ii. কম স্থিপিস্থাপক
iii. কম পেশিময়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৭৪. খনিজ লবণ শোষণের বাহক তত্ত্বের প্রবর্তন করেন কে?ক) ম্যাসন ও ম্যাসকেল(১৯২৮)খ) ফার ডাব ইনার্ট(১৯৩৭)গ) র্যাবিডু ও বার(১৯৬৫)ঘ) বিক্রন ও জনি(১৮৯৪)১৭৫. তৃতীয় ধরনের লিপোপ্রোটিনকে কী বলে?ক) ডাই-গ্লিসারাইডখ) ট্রাই-গ্লিসারাইডগ) টেট্রা-গ্লিসারাইডঘ) মনো-গ্লিসারাইড১৭৬. পুরুষের ক্ষেত্রে গ্রাম/ ডেসিলিটার রক্তে LDL কোলেস্টোরালের মান কত?ক) ০.৪৫-১.৮১খ) ০.৪৩-১.৫৩গ) ১.৬৮-৪.৫৩ঘ) ০.৯০-১.৬৮১৭৭. ব্যাপন কোন চাপের ফলে ঘটে?ক) বায়ুচাপখ) ব্যাপন চাপগ) মূলজ চাপঘ) অভিস্রবনিক চাপ১৭৮. বড় উদ্ভিদের পাতায় পানি পৌছায় কিসের মাধ্যমে?ক) ট্রাকিডখ) সিভনলগ) ভেসেলঘ) সঙ্গী কোষ১৭৯. পাতায় প্রস্তুত খাদ্য কিসের মাধ্যমে প্রবাহিত হয়?ক) ফ্লোয়েমের সিভনলেরখ) ফ্লোয়েমের সঙ্গী কোষেরগ) জাইলেম ভেসেলেরঘ) জাইলেমের সিভনলের১৮০. মাটি থেকে মূলরোম পানি প্রবেশ করে-
i. ইমবাইবিশন প্রক্রিয়ায়
ii. ব্যাপন প্রক্রিয়ায়
iii. অভিস্রবণ প্রক্রিয়ায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii১৮১. পুরুষের রক্তে প্রতি গ্রাম/ ডেসি লিটার ট্রাই গ্লিসারাইডের আদর্শ মান কত?ক) ০.৯০-১.৪৫খ) ০.৯০-১.৬৮গ) ০.৪০-১.৫৩ঘ) ০.৪৫-১.৮১১৮২. লিপোপ্রোটিন নামক যৌগ সৃষ্টিকারী যৌগটি-
i. কোষপ্রাচীর তৈরি ও রক্ষা করে
ii. এন্ড্রোজেন ও ইস্ট্রোজেন তৈরিতে সাহায্য করে
iii. পিত্ত ধ্বংস করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৮৩. রক্তচাপের সাথে সম্পর্কিত-
i. সিস্টোলিক চাপ
ii. ডায়াস্টোলিক চাপ
iii. স্ফিগমোম্যানোমিটার
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii১৮৪. পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে কোনটি?ক) সূর্যালোকখ) কিউটিকলগ) রক্ষীকোষঘ) প্যালিসেড কোষ১৮৫. রক্ত সংবহনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি?ক) হৃৎপিন্ডখ) যকৃৎগ) বৃক্কঘ) ফুসফুস১৮৬. মেদবহুল যকৃতে লিপিডের পরিমাণ কত শতাংশ পর্যন্ত বেড়ে যায়?ক) ১০-২০খ) ২০-৩০গ) ৩০-৪০ঘ) ৪০-৫০১৮৭. প্রতি কিউবিক মিলিমিটার পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে লোহিত রক্ত কণিকার সংখ্যা কত?ক) প্রায় ৫ লক্ষখ) প্রায় ৫০ লক্ষগ) প্রায় ৮ লক্ষঘ) প্রায় ৮০ লক্ষ১৮৮. উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণে করণীয়-
i. নিয়মিত ব্যায়াম করা
ii. ধুমপান পরিহার
iii. কাঁচা লবণ পরিহার
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii১৮৯. আমাদের দেহে কোলেস্টোরল প্রয়োজন কেন?ক) জনন কোষের কার্যকারিতার জন্যখ) স্নায়ু কোষের কার্যকারিতার জন্যগ) পেশির কার্যকারিতার জন্যঘ) হাড়ের কার্যকারিতার জন্য১৯০. উদ্ভিদের সংশ্লোষিত যৌগগুলির মধ্যে-
i. নিচের দিকের যৌগগুলো নিচের দিকে প্রবাহিত হয়
ii. উপরের দিকের যৌগগুলি উপরের দিকে প্রবাহিত হয়
iii. মাঝামাঝি যৌগগুলি নিচের দিকে প্রবাহিত হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii১৯১. ‘ফ্লুইড অফ লাইফ’ বলা হয় কোনটিকে?ক) প্রোটোপ্লাজমকেখ) পানিকেগ) নিউক্লিওপ্লাজমঘ) রাইবোসোম১৯২. কোন ধরনের খাদ্য হৃদযন্ত্রের কার্যক্রমকে ব্যাহত করে?ক) আয়োডিনযুক্তখ) শর্করা জাতীয়গ) আমিষ জাতীয়ঘ) অধিক তেলযুক্ত১৯৩. রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নেই?ক) অণুচক্রিকা কণিকাখ) হরমোনগ) ফ্রিব্রেনোস্যানঘ) প্রোথোম্বিন১৯৪. গ্লুকোজ, অ্যামাইনো এসিড ইত্যাদি কোষে সরবরাহ করে-ক) রক্তরসখ) লোহিত রক্তকণিকাগ) শ্বেত রক্তকণিকাঘ) অণুচক্রিকা১৯৫. অক্সিজেন সমৃদ্ধরক্ত বহন করে-ক) শিরাখ) ধমনিগ) ডান অলিন্দঘ) বাম নিলয়১৯৬. হৃৎপিন্ডের মধ্যবর্তী স্তর কোনটি?ক) এপিকার্ডিয়ামখ) মায়োকার্ডিয়ামগ) এন্ডোকার্ডিয়ামঘ) পেরিার্ডিয়াম১৯৭. নিলয়দ্বয় প্রসারিত হলে ডান নিলয় Co2 সমৃদ্ধ রক্ত কোথায় যায়?ক) ফুসফুসেখ) যকৃতেগ) বৃক্কেঘ) সারাদেহে১৯৮. প্রতি কিউবিক মিলিমিটারে অণুচক্রিকার সংখ্যা কত?ক) প্রায় ৩ লক্ষখ) প্রায় ৪ লক্ষগ) প্রায় ২ লক্ষ ৫০ হাজারঘ) প্রায় ৩ লক্ষ ৫০ হাজার১৯৯. যে পদার্থ পানি শোষণ করে তাকে কী বলা হয়?ক) হাইড্রোফিলিকখ) তরল পদার্থগ) কঠিন পদার্থঘ) বায়বীয় পদার্থ২০০. যেসব নালি দিয়ে রক্ত দেহের বিভিন্ন অংশ হতে হৃৎপিন্ডে ফিরে আসে তাদেরকে কী বলে?ক) শিরাখ) ধমনিগ) কৈশিক জালিকাঘ) লসিকানালি২০১. চোষক শক্তির টানে মাটির কৌশিক পানি কোথায় ঢুকে পড়ে?ক) মূলরোমেখ) পাতায়গ) কান্ডেঘ) শিরায়২০২. কোলেস্টেরোল দেহ থেকে অপসারিত হয় কোনটির মাধমে?ক) পাকস্থলীখ) অগ্ন্যাশয়গ) যকৃতঘ) পিত্তাশয়২০৩. মানবদেহে রক্তকণিকা কত প্রকার?ক) দুইখ) তিনগ) চারঘ) পাঁচ২০৪. রক্ত প্রবাহের সময় ধমনিগাত্রে যে চাপ সৃষ্টি হয় তাকে কী বলে?ক) রক্তচাপখ) স্নায়ুচাপগ) ধমনিচাপঘ) হৃদস্পন্দন২০৫. প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে মারা যেতে পারে কোনটির অভাবে?ক) অক্সিজেনখ) পানিরগ) লৌহঘ) বোরন২০৬. কার্ল ল্যান্ডস্টেইনার কত সালে মানুষের রক্তের শ্রেণিবিন্যাস করেন?ক) ১৯০০খ) ১৯০১গ) ১৯০২ঘ) ১৯০৩২০৭. কোন ধমনি কার্বন ডাই-অক্সাইডযুক্ত রক্ত ফুসফুসে পৌঁছে দেয়?ক) মহাধমনিখ) ক্যারোটিড ধমনিগ) সাবক্লাভিয়ান ধমনিঘ) ফুসফুসীয় ধমনি২০৮. শীতকালে বহু উদ্ভিদের পাতা ঝরে যেতে দেখা যায় কেন?ক) অভিস্রবণ হ্রাসের জন্যখ) ব্যাপন হ্রাসের জন্যগ) ইমবাইবিশন হ্রাসের জন্যঘ) প্রস্বেদন হ্রাসের জন্য২০৯. একজন পুরুষের রক্তে HDL এর আর্দশ মান কত?ক) ০.৯০-১.৬৮ গ্রাম/ডেসি লিটারখ) ০.৪০-১.৫৩ গ্রাম/ডেসি লিটারগ) ০.৪০-১.৮১ গ্রাম/ডেসি লিটারঘ) ০.৯০-১.৪৫ গ্রাম/ডেসি লিটার২১০. হার্ট অ্যাটাকের প্রধান কারণ কোনটি?ক) শারীরিক পরিশ্রমখ) অলস জীবন যাপনগ) সাময়িক হতাশাঘ) দেহের ওজন বেড়ে যাওয়া২১১. প্রেসার মাপার যন্ত্র দিয়ে প্রেসার মেপে দেখা গেল সিস্টোলিক চাপ ১০০ এবং ডায়াস্টোলিক চাপ ৬০। তাহলে প্রেসার কোন ধরনের?ক) হাই প্রেসারখ) লো-প্রেসারগ) মিডিয়াম প্রেসারঘ) পানির পরিবর্তন২১২. শ্বেত রক্তকণিকা কোথায় তৈরি হয়?ক) যকৃতখ) লাল অস্থিমজ্জাগ) অস্থির সংযোগস্থলঘ) বৃক্ক২১৩. ধমনির স্ফীতি ও সংকোচনকে কী বলে?ক) নাড়ী স্পন্দনখ) হৃদস্পন্দনগ) শিরাস্পন্দনঘ) বাহিকাস্পন্দন২১৪. লেন্টিকুলার প্রস্বেদন কয়ভাগে বিভক্ত?ক) দুই ভাগেখ) তিন ভাগেগ) চার ভাগেঘ) পাঁচ ভাগে২১৫. নারীর রক্তে গ্রাম/ডেসি ট্রাই গ্লিসারাইডের আদর্শ মান কত?ক) ০.৯০-১.৪৫খ) ০.৯০-১.৬৮গ) ০.৪০-১.৫৩ঘ) ০.৪৫-১.৮১২১৬. মানব হৃৎপিন্ডের ক্ষেত্রে সঠিক-
i. এটি পাম্প যন্ত্র বিশেষ
ii. এটি চার প্রকোষ্ঠবিশিষ্ট
iii. এর প্রকোষ্ঠগুলো অন্তঃস্তর দ্বারা আবৃত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii২১৭. উদ্ভিদের পাতা ও অন্যান্য বায়বীয় অঙ্গ হতে জলীয়বাষ্প বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে কী বলে?ক) প্রস্বেদনখ) শ্বসনগ) অভিস্রবণঘ) ব্যাপন২১৮. পরিবর্তিত খাদ্য কোথায় শোষিত হয়?ক) যকৃতেখ) অন্ত্রের গাত্রেগ) পাকস্থলীতেঘ) অগ্ন্যাশয়ে২১৯. পেশিতন্তুতে চুলের মতো অতি সূক্ষ যে রক্তনালি দেখা যায় তাকে কী বলে?ক) ধমনিখ) শিরাগ) কৈশিক জালিকাঘ) লসিকা২২০. পানি পরিবহনে যে প্রক্রিয়াসহমূহ কাজ করে তা হলো-
i. প্রক্রিয়া-১ ও ২
ii. প্রক্রিয়া-২ ও ৩
iii. প্রক্রিয়া- ৩ ও ৪
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii২২১. মহিলাদের ক্ষেত্রে গ্রাম/ ডেসিলিটারে রক্তে HDL কোলোস্টেরোলের মান কত?ক) ০.৪৫-১.৮১খ) ০.৪৩-১.৫৩গ) ১.৬৮-৪.৫৩ঘ) ০.৯০-১.৬৮২২২. রক্তদান একটি সামাজিক দায়িত্ব। এক্ষেত্রে-
i. দাতা ও গ্রহীতার ব্লাড গ্রুপ জানা আবশ্যক
ii. AB ব্লাড গ্রুপধারী সর্বজনীন গ্রহীতা
iii. এটি একটি চমৎকার ফলপ্রদ ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii২২৩. রক্তের বর্ণহীন তরল অংশে যে বর্জ্য পদার্থ থাকে তা হলো-
i. কার্বন ডাই-অক্সাইড
ii. ইউরিয়া
iii. ইউরিক এসিড
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii২২৪. গঠন, আকৃতি ও কাজের ভিত্তিতে রক্তবাহিকা কত প্রকার?ক) দুইখ) তিনগ) চারঘ) পাঁচ২২৫. হৃৎপিন্ড কোনটি দ্বারা আবৃত থাকে?ক) প্রোটিনখ) সেলুলোজগ) পেরিকার্ডিয়ামঘ) মায়োকার্ডিয়াম২২৬. বাইকাসপিড ভালভ খুলে গেলে O2 সমৃদ্ধ রক্ত কোথায় প্রবেশ করে?ক) ডান অলিন্দখ) বাম অলিন্দগ) ডান নিলয়ঘ) বাম নিলয়২২৭. টিউনিকা এক্সটার্না কী দিয়ে তৈরি?ক) তরল যোজক কলাখ) তন্তুময় যোজক কলাগ) আবরণী কলাঘ) ঐচ্ছিক পেশী২২৮. হৃদপেশী নামক অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত অঙ্গটির-
i. উপরের প্রকোষ্ঠ হলো অলিন্দ
ii. নিচের প্রকোষ্ঠ হলো নিলয়
iii. নিচের প্রকোষ্ঠের প্রাচীর পুরু
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২২৯. উদ্ভিদের পাতা আন্দোলিত হয় ও ত্বকরন্ধ্রে চাপ পড়ে কেন?ক) আপেক্ষিক আর্দ্রতার জন্যখ) তাপমাত্রার জন্যগ) বায়ুপ্রবাহের জন্যঘ) আলোর জন্য২৩০. উদ্ভিদ প্রধানত অভিকর্ষিয় পানি কী দ্বারা শোষণ করে?ক) পাতাখ) কান্ডগ) কর্টেক্সঘ) মূল২৩১. রক্ত সংবহনতন্ত্রের মাধ্যমে পরিবাহিত যোজক কলাটি দেহের বিভিন্ন অংশে-
i. খাদ্য পরিবহন করে
ii. বর্জ্য বহন করে
iii. অক্সিজেন বহন করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii২৩২. হৃৎপিন্ডের বহিঃস্তর কী দ্বারা গঠিত?ক) আবরণী কলাখ) যোজক কলাগ) পেশী কলাঘ) ঐচ্ছিক পেশী২৩৩. কখন মায়োকারডিয়াল ইনফ্রাকশন নামে হার্ট অ্যাটাক ঘটে?ক) পাকস্থলী ক্ষতিগ্রস্থ হলেখ) হৃদপেশি ক্ষতিগ্রস্থ হলেগ) মলাশয় ক্ষতিগ্রস্থ হলেঘ) যকৃত ক্ষতিগ্রস্থ হলে২৩৪. রক্তের কোন কণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয়?ক) লোহিত কণিকাখ) শ্বেত কণিকাগ) শ্বেত ও লোহিত কণিকাঘ) অণুচক্রিকা২৩৫. তুলার বীজ থেকে তুলা আলাদা করা হয় কীভাবে?ক) পানিতে বীজকে ভিজিয়েখ) জিনিং প্রক্রিয়ায়গ) কার্পাস ফলকে সিক্ত করেঘ) কটন লিন্ট প্রক্রিয়াকরণে২৩৬. Myocardium কোনটি দ্বারা গঠিত?ক) ঐচ্ছিক পেশিখ) অনৈচ্ছিক পেশিগ) আবরণী পেশিঘ) যোজক টিস্যু২৩৭. আমাদের দেহের নালিবিহীন গ্রন্থিতে উৎপন্ন হরমোন দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয় কীভাবে?ক) শ্বসন প্রক্রিয়াখ) রক্তের মাধ্যমেগ) রেচন প্রক্রিয়ারঘ) লসিকা রসের মাধ্যমে২৩৮. বুক ধড়ফড় করা,আওয়াজ, শোরগোল, অসহ্য মনে হওয়া কোন রোগের লক্ষণ?ক) নিম্ন রক্তচাপখ) ডায়াবেটিসগ) প্যারালাইসিসঘ) উচ্চ রক্তচাপ২৩৯. বায়বীয় অঙ্গের ভিত্তিতে প্রস্বেদন কয়ভাবে বিভক্ত?ক) দুই ভাগেখ) তিন ভাগেগ) চার ভাগেঘ) পাঁচ ভাগে২৪০. নালিবিহীন গ্রন্থিতে তৈরি এক প্রকার রাসায়নিক পদার্থকে কী বলে?ক) এনজাইমখ) হরমোনগ) জারক রসঘ) পাচক রস২৪১. লোহিত রক্তকণিকা কী রুপে কোষে অক্সিজেন পরিবহন করে?ক) ফ্যাগোসাইটোসিসখ) থ্রোম্বোপ্লাস্টিনগ) অ্যান্টিবডিঘ) অক্সিহিমোগ্লোবিন২৪২. উদ্ভিদ কতৃক খনিজ লবণ শোষণের সাথে সম্পর্কিত-
i. নিষ্ক্রিয় শোষণ ও সক্রিয় শোষণ
ii. মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল
iii. ফ্লোয়েম টিস্যু
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii২৪৩. প্রসবকালীন উচ্চ রক্তচাপজনিত সমস্যাকে কী বলে?ক) এনিমিয়াখ) লিউকেমিয়াগ) একলামশিয়াঘ) অস্টিওম্যালেশিয়া২৪৪. নিলয়দ্বয়ের সংকোচন অবস্থায় কোনটি ঘটে?ক) অলিন্দদ্বয়ের সঞ্চালনখ) অলিন্দদ্বয়ের সংকোচনগ) অলিন্দদ্বয়ের ঘূর্ণনঘ) অলিন্দদ্বয়ের প্রসারণ২৪৫. কোলোস্টেরোলের অন্তর্ভূক্ত-
i. Law Density Lipoprotein (L.D.L)
ii. High Density Lipoprotein (HDL)
iii. Tricloride
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii২৪৬. রক্তে শ্বেতকণিকা কোষ বেড়ে যাওয়াকে কী বলে?ক) সিনসিটিয়ামখ) লিউকোপোয়েসিসগ) লিউকোমিয়াঘ) লিউকোপেনিয়া২৪৭. প্রস্বেদনের হার বৃদ্ধির জন্য দায়ী-
i. তাপমাত্রা বৃদ্ধি
ii. আর্দ্রতা বৃদ্ধি
iii. চাপ হ্রাস
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii২৪৮. বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ ও জলীয়বাষ্প ধারণ ক্ষমতার আনুপাতিক হারকে কী বলে?ক) আপেক্ষিক তাপখ) আপেক্ষিক গতিগ) আপেক্ষিক আর্দ্রতাঘ) আবহাওয়া২৪৯. মূলরোম হতে একটি প্রক্রিয়ায় পানি কর্টেক্স পৌঁছায়। একই ভাবে পানি-
i. অন্তঃত্বক হয়ে নালিকাগুচ্ছে পৌঁছায়
ii. কর্টেক্স হয়ে নালিকাগুচ্ছে পৌঁছায়
iii. পরিচক্র হয়ে নালিকাগুচ্ছে পৌঁছায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii২৫০. উদ্ভিদে পত্ররন্ধ্রীয় প্রস্বেদনের শতকরা হার কত?ক) ৮০%-৯০%খ) ৮০%-৮৫%গ) ৯০%-৯৫%ঘ) ৯০%-১০০%২৫১. হাইড্রোফিলিক পদার্থ-
i. সেলুলোজ, স্টার্চ ও জিলাটিন
ii. তরল পদার্থ শোষণক্ষম
iii. তরল পদার্থ ত্যাগে অক্ষম
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii২৫২. উদ্ভিদের খাদ্যের চলাচল-ক) একমুখীখ) ত্রিমুখীগ) দ্বিমুখীঘ) বহুমুখী২৫৩. Epicardium (বহিঃস্তর) মূলত কী দ্বারা গঠিত?ক) আবরণী কলাখ) যোজক কলাগ) পেশি কলাঘ) সরল কলা২৫৪. মানবদেহের জনন হরমোন কোনটি?ক) এনড্রোজেন ও ইস্ট্রোজেনখ) অক্সিটোসিন ও থাইরক্সিনগ) ইনসুলিন ও গ্লুকাগনঘ) মেলানোসাইট ও সোমটোট্রফিক২৫৫. মানবদেহে প্রতি কিউবিক মিলিমিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা কত?ক) ১ লক্ষখ) ১ লক্ষ ৫০ হাজারগ) ২ লক্ষঘ) ২ লক্ষ ৫০ হাজার২৫৬. Rh ফ্যাক্টর বিবেচনায় Rh নেগেটিভ মহিলার সাথে Rh পজেটিভ পুরুষের বিবাহ নিরাপদ নয় কেন?ক) মহিলার রক্ত Rh পজেটিভ হয়ে যাবেখ) মহিলার দেহে অ্যান্টি Rh ফ্যাক্টর তৈরি হবেগ) মহিলার রক্ত জমাট বেঁধে যাবেঘ) সন্তান বেশি স্বাস্থ্যসম্পন্ন হবে২৫৭. ট্রাইকাসপিড ভালভ খুলে গেলে Co2 সমৃদ্ধ রক্ত কোথায় প্রবেশ করে?ক) ডান নিলয়েখ) বাম নিলয়েগ) বাম অলিন্দেঘ) ডান অলিন্দে২৫৮. উদ্ভিদের চারদিকের বায়ুসিক্ত হওয়ার কারণ কী?ক) ব্যাপনখ) প্রস্বেদনগ) শ্বসনঘ) ইমবাইবিশন২৫৯. হৃৎপিন্ডের প্রাচীরে কয়টি স্তর থাকে?ক) দুইটিখ) তিনটিগ) চারটিঘ) পাঁচটি২৬০. জীবনীশক্তির মূল কী?ক) লসিকাখ) রক্তগ) আমিষঘ) ভিটামিন২৬১. প্রস্তুত খাদ্য উদ্ভিদে পরিবহনের দায়িত্ব গ্রহণ করে-ক) জটিল টিস্যুখ) ফ্লোয়েম টিস্যুগ) ভাজক টিস্যুঘ) পেশি টিস্যু২৬২. তুমি কখন অভিস্রবণ ও ব্যাপনের পার্থক্য করবে?ক) বিপাকীয় শক্তির ক্ষেত্রেখ) ক্লোরোপ্লাস্টের উপস্থিতির ক্ষেত্রেগ) বৈষম্যভেদ্য ঝিল্লির উপস্থিতির ক্ষেত্রেঘ) এনজাইমের কার্যকারিতার ক্ষেত্রে২৬৩. রস উত্তোলনের ক্ষেত্রে দৃশ্যমান হয়-
i. মূলরোম অঞ্চল হতে পানি ও খনিজ লবণ শোষণ
ii. ভাজক অঞ্চলে হতে পানি ও খনিজ লবণ শোষণ
iii. জাইলেম টিস্যুর ভেসেল ও ট্রাকিডের মাধ্যমে রস উত্তোলন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii২৬৪. হৃৎপিন্ডের গঠনের ক্ষেত্রে-
i. পেরিকার্ডিয়াম পর্দা দ্বারা আবৃত
ii. এর প্রাচীর তিনটি স্তরে বিন্যস্ত
iii. এর মধ্যস্তর যোজক কলা দ্বারা গঠিত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii২৬৫. রক্তশূণতা থেকে রক্ষা পেতে কী করতে হবে?ক) নিয়মিত রক্ত দানখ) সুষম খাদ্য গ্রহণগ) নিয়মিত রক্ত গ্রহণঘ) লৌহ জাতীয় খাবার গ্রহণ২৬৬. কার্লল্যান্ড স্টেইনার মানুষের রক্ত কত ভাগে ভাগ করেন?ক) চার ভাগেখ) দুই ভাগেগ) তিন ভাগেঘ) পাঁচ ভাগে২৬৭. রক্তের লোহিত কণিকা কোথায় তৈরি হয়?ক) তরুণাস্থিতেখ) লোহিত অস্থিসজমজ্জায়গ) হরিদ্রা অস্থি মজ্জায়ঘ) অণুচক্রিকা২৬৮. লিউকেমিয়া হলে কোনটি অস্বাভাবিক মাত্রায় তৈরি হয়?ক) লোহিত রক্তকণিকাখ) শ্বেত রক্তকণিকাগ) অনুচক্রিকাঘ) লসিকা২৬৯. হৃৎপিন্ডের অবস্থান কোথায়?ক) বক্ষ গহ্বরের বামে দুই ফুসফুসের মাঝেখ) বক্ষ গহ্বরের ডানে দুই ফুসফুসের মাঝেগ) বক্ষ গহ্বরের নিচে ফুসফুসের মাঝেঘ) বক্ষ গহ্বরের নিচে যকৃতের পাশে২৭০. হার্ট অ্যাটাক কখন হয়?ক) কম বয়সেখ) বৃদ্ধ বয়সেগ) বেশি পরিশ্রম করলেঘ) যেকোনো সময়ে২৭১. AB ব্লাড রক্তের লোহিত কণিকায় কোন এন্টিজেন পাওয়া যায়?ক) Aখ) Bগ) A, Bঘ) নেই২৭২. হৃৎপিন্ডের প্রকোষ্ঠগুলোর মধ্যে-
i. উপরেরগুলো ছোট
ii. নিচেরগুলো অপেক্ষাকৃত বড়
iii. সবগুলো সমান
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৭৩. প্রস্বেদনের সময় বাতাসের আর্দ্রতা বাড়লে প্রস্বেদনের হার-ক) কমেখ) বাড়েগ) একই থাকেঘ) অল্প বাড়ে২৭৪. যকৃতে লিপিডের পরিমাণ ২০-৩০ শতাংশ বেড়ে যায়-
i. লিউকেমিয়া রোগে
ii. ম্যালেরিয়া, বহুমূত্র রোগে
iii. এলকোহল, ফসফরাস বিষক্রিয়ায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৭৫. রক্তের স্বাদ কেমন?ক) টকখ) লবণাক্তগ) তেতোঘ) মিষ্টি২৭৬. মানুষের দেহে প্রতি সেকেন্ডে কতটি লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়?ক) ১০ লক্ষখ) ১৫ লক্ষগ) ২০ লক্ষঘ) ২৫ লক্ষ২৭৭. এ্যাডরেনাল গ্রন্থির হরমোন তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?ক) প্রোটিনখ) স্নেহগ) কোলেস্টরোলঘ) শর্করা২৭৮. সূর্যালোকের উপস্থিতেতে চামড়ায় কোলেস্টরোল থেকে কোনটি তৈরি হয়?ক) ভিটামিন ‘এ’খ) ভিটামিন ‘বি’গ) ভিটামিন ‘সি’ঘ) ভিটামিন ‘ডি’২৭৯. মহাধমনি ও ফুসফুসীয় ধমনির মুখে কোন আকারের কপাটিকা থাকে?ক) তারকাকারখ) জালিকাকারগ) অর্ধচন্দ্রাকারঘ) গোলাকার২৮০. দেহের বিভিন্ন অঙ্গ থেকে রক্ত শিরাপথে হৃৎপিন্ডের প্রবেশ করে কোন অব্স্থায়?ক) হৃৎপিন্ডের ঘূর্ণন অবস্থায়খ) হৃৎপিন্ডের প্রসারণ অব্স্থায়গ) হৃৎপিন্ডের সঞ্চালন অবস্থায়ঘ) হৃৎপিন্ডের সংকোচন অবস্থায়২৮১. হার্ট এটাকের জন্য দায়ী করা হয়-
i. অন্তঃক্ষরা গ্রন্থির বিশৃঙ্খলাকে
ii. দেহের ওজন বেড়ে যাওয়াকে
iii. অতিরিক্ত মানসিক চাপকে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৮২. অঙ্কুরোদগমের সময় শুকনো বীজ কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে?ক) ইমবাইবিশনখ) ব্যাপনগ) অভিস্রবণঘ) প্রস্বেদন২৮৩. ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থল কী থাকে?ক) দ্বিপত্রী কপাটিকাখ) জালিকাগ) ত্রিপত্রী কপাটিকাঘ) কপাটিকা২৮৪. যেসব ভিটামিন শোষণ ও বিপাকে কোলেস্টেরল হাইড্রোকার্বনজাত যৌগের দরকার সেগুলো হলো-
i. ভিটামিন ‘এ’
ii. ভিটামিন ‘সি’
iii. ভিটামিন ‘কে’
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৮৫. রক্তকণিকার জন্ম কোথায়?ক) লসিকায়খ) ধমনিতেগ) অস্থিমজ্জায়ঘ) শিরায়২৮৬. রক্তচাপ নির্ণয়কারী যন্ত্রের নাম কী?ক) ছিপিখ) বিপিগ) কপিঘ) ইপি২৮৭. পাতার ওপর ও নিচের কিউটিনের আরণকে কী বলে?ক) লেন্টিসেলখ) ক্যালোজগ) কিউটিকলঘ) প্রোটিন২৮৮. মানবদেহে কয় ধরনের এন্টিজেন রয়েছে?ক) চার ধরনেরখ) পাঁচ ধরনেরগ) দুই ধরনেরঘ) তিন ধরনের২৮৯. উদ্ভিদের ফ্লোয়েম টিস্যু কী কাজ করে?ক) পানি পরিবহন করেখ) খনি লবণ পরিবহন করেগ) প্রস্তুতকৃত খাদ্য পরিবহন করেঘ) কোষরস পরিবহন করে২৯০. উচ্চ রক্তচাপে সিস্টোলিক চাপের মান কোনটিকে ছাড়িয়ে যায়?ক) ১০০খ) ১২০গ) ১৪০ঘ) ১৬০২৯১. রওশন সাহেবের ক্ষেত্রে নিচের কোনটি ঘটবে?ক) ভিটামিন ‘ডি’ তৈরি হওয়ার হার কমে যাবেখ) ভিটামিন ‘ই’ বিপাকের হার কমে যাবেগ) স্নায়ু কোষের কার্যকারিতা কমে যাবেঘ) পিত্তপাথর সৃষ্টি হতে পারে২৯২. B গ্রুপে রক্তের লোহিত রক্ত কণিকার কোন এন্টিজেন থাকে?ক) Aখ) aগ) Bঘ) b২৯৩. অনুচক্রিকার আকার কেমন?ক) গোলাকারখ) ছোটগ) বড়ঘ) মাঝারি২৯৪. সুউচ্চ বৃক্ষের পাতায় পানি পৌঁছায় কীসের মাধ্যমে?ক) ট্রাকিডখ) ভেসেলগ) সিভনলঘ) সঙ্গীকোষ২৯৫. পত্র থেকে তৈরি খাদ্য কিসের মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছে?ক) সীভনলেরখ) ফ্লোয়েম ফাইবারেরগ) জাইলেম ফাইবারেরঘ) কোষপ্রাচীরের২৯৬. রক্ত হলো-
i. তরল যোজক কলা
ii. জীবনীশক্তির মূল
iii. ক্ষারধর্মী
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii২৯৭. বাতজ্বর প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারলে কী করতে হবে?ক) পেনিসিলিন জাতীয় ওষুধ প্রয়োগ করতে হবেখ) এন্টাসিড ওষুধ খেতে হবেগ) ব্যায়াম করতে হবেঘ) পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে২৯৮. উদ্ভিদদেহে পানি এ খনিজ লবণ পরিশোষণ হয় মূলত-
i. ব্যাপন চাপ ঘাটতির জন্য
ii. প্রস্বেদন টান এর জন্য
iii. মূলজ চাপের জন্য
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii২৯৯. রক্তরসে সামান্য পরিমাণে থাকে-
i. ক্যালসিয়াম বাইকার্বনেট
ii. সোডিয়াম বাইকার্বনেট
iii. অ্যামাইনো এসিড
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৩০০. কোন টিস্যু পাতায় তৈরি খাদ্য দেহের সর্বত্র পরিবহন করে?ক) জাইলেমখ) ফ্লোয়েমগ) মজ্জাঘ) কিউটিকল৩০১. নিচের কোনটি গুরুত্বপূর্ণ দ্রাবক?ক) বেনজিনখ) ইথিলিনগ) পানিঘ) এলকোহল৩০২. সংশক্তি এর ক্ষেত্রে প্রযোজ্য-
i. পানির অণু একটির সাথে আরেকটি লেগে থাকে
ii. পানি মূল হয়ে পাতায় পৌছে
iii. পানির অণু ভেসেল নলের প্রাচীরের সাথে ও সংলগ্ন থাকে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৩০৩. পাতার উপরে এবং নিচের আবরণকে কী বলে?ক) পত্ররন্ধ্রখ) লেন্টিসেলগ) কিউটিনঘ) পেকটিন৩০৪. উচ্চ রক্তচাপের পরবর্তী ক্ষতি-
i. প্যারালাইসিস
ii. হৃদরোগ
iii. স্ট্রোক
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৩০৫. মানুষের রক্তের বর্ণহীন তরল অংশে থাকে-
i. সোডিয়াম ক্লোরাইড
ii. অ্যামাইনো এসিড
iii. ক্যালসিয়াম বাই কার্বনেট
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৩০৬. কোনটি পরিবহন নালিকা গুচ্ছের অন্তর্ভূক্ত নয়?ক) সীনলখ) জাইলেমগ) সঙ্গীকোষঘ) ফ্লোয়েম৩০৭. এক গ্লাস পানিতে কিছু চিনি ছেড়ে দিলে কিছুক্ষণের মধ্যে গ্লাসের পানি মিষ্টি হয়ে যায়। এর কারণ কী?ক) ব্যাপনখ) ইমবাইবিশনগ) অভিস্রবণঘ) পরিবহন৩০৮. Co2 সমৃদ্ধ রক্ত কোথায় পরিশোধিত হয়?ক) হৃৎপিন্ডেখ) যকৃতেগ) ফুসফুসেঘ) বৃক্কে৩০৯. ঘন চিনি দ্রবণে একটি জীবকোষ রাখলে কী ঘটবে?ক) কোষটি স্ফীত হবেখ) কোষটির প্রোটোপ্লাজম অপরিবর্তিত হবেগ) কোষ ফেলে যাবেঘ) কোষটির প্রোটোপ্লাজম সংকুচিত হবে৩১০. কোন শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করে?ক) ব্রাকিয়াল শিরাখ) নিম্ন অলিন্দগ) ডান নিলয়ঘ) বাম নিলয়৩১১. উদ্ভিদ কোন পদ্ধতিতে পানি গ্রহণ করে?ক) ব্যপনখ) অভিস্রবণগ) ইমবাইবিশনঘ) গ্যাটেশন৩১২. লবণ শোষণের বাহক তত্ত্বের প্রবক্ত কে?ক) Van der Honertখ) Gegoge Benthamগ) Michel Adansonঘ) Jean Bahuhin৩১৩. বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার মানুষের ব্লাডগ্রুপকে কতটি শ্রেণিতে ভাগ করেন?ক) একখ) দুইগ) তিনঘ) চার৩১৪. হৃৎপিন্ডের বাইরের স্তরটি-
i. কিউটিন নামক দানা বহন করে
ii. যোজক কলা দিয়ে গঠিত
iii. আবরণী কলা দিয়ে আবৃত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩১৫. মানুষের রক্তের pH কত?ক) ৭.০খ) ৭.২গ) ৭.৪ঘ) ৭.৬৩১৬. রক্তচাপকে কয়টি সংখ্যায় উল্লেখ করা হয়?ক) দুইটিখ) তিনটিগ) চারটিঘ) পাঁচটি৩১৭. স্বাভাবিক অবস্থায় একজন সুস্থ্য বয়স্ক মানুষের সিস্টোলিক রক্ত চাপ কত?ক) ৮০-৯০ মিলিমিটারখ) ৯০-১০২ মিলিমিটারগ) ১০০-১৩০ মিলিমিটারঘ) ১০০-১২০ মিলিমিটার৩১৮. রেসাস ফ্যাক্টরের প্রতীক কী?ক) RPখ) Rhগ) RFঘ) RR৩১৯. প্রস্বেদনের প্রভাবসমূহ কত প্রকার?ক) তিনখ) চারগ) দুইঘ) পাঁচ৩২০. একদিকে রক্তের গতি নিয়ন্ত্রণ করে কোনটি?ক) কপাটিকাখ) দ্বিপত্রী কপাটিকাগ) বাম অলিন্দঘ) অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা৩২১. টবে লাগানো পাতাযুক্ত গাছকে পলিথিন দিয়ে ঢেকে দিলে এর ভেতরে বিন্দু বিন্দু পানি জমে। এর জন্য নিচের কোন প্রক্রিয়াটি দায়ী?ক) শ্বসনখ) প্রস্বেদনগ) সালোকসংশ্লেষণঘ) ব্যাপন৩২২. পরিবহন অর্থ হচ্ছে-ক) মৌসুমে বড় বড় উদ্ভিদে পানি সেচখ) একস্থান থেকে অন্যস্থানে পদার্থের স্থানান্তরগ) পত্র থেকে তৈরি খাদ্যমূলে স্থানান্তরঘ) প্রোটোপ্লাজমকে সজীব রাখা৩২৩. আপেক্ষিক আর্দ্রতা কম থাকলে কী হয়?ক) প্রস্বেদন হার বাড়েখ) প্রস্বেদন হার কমেগ) প্রস্বেদন সামান্য কমেঘ) প্রস্বেদন কোনো প্রভাব পড়ে না৩২৪. দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কেন?ক) রক্তে হেপারিন থাকায়খ) রক্ত চলাচলের জন্যগ) মাংশপেশির ক্রিয়ায়ঘ) জারণ ক্রিয়ায়৩২৫. হিমোগ্লোবিনের কাজ কী?ক) খাদ্য পরিবহন করাখ) খাদ্য সংশ্লেষণ করাগ) অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করাঘ) হরমোন বহন করা৩২৬. বাম নিলয় থেকে o2 সমৃদ্ধ রক্ত কোন ধমনির মাধ্যমে সারা দেহে যায়?ক) মহাধমনিখ) পালমোনারি ধমনিগ) সিলিয়াক ধমনিঘ) ফ্রেনিক ধমনি৩২৭. মানুষের দেহের প্রহরী-
i. জীবাণু ধ্বংস করে
ii. এন্টিবডি তৈরি করে
iii. আকার বদলায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩২৮. অভিস্রবণের ক্ষেত্রে প্রযোজ্য-
i. এ প্রক্রিয়ায় উদ্ভিদ মাটি থেকে পানি গ্রহণ করে
ii. দ্রাবক উচ্চ ঘনত্বের দিক থেকে নিম্ন ঘনত্বের দিকে প্রবাহিত হয়
iii. এ প্রক্রিয়াটি কৃত্রিমভাবে ল্যাবরেটারিতে ঘটানো যায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৩২৯. মহাধমনি ও ফুসফুসীয় ধমনির মুখে কী থাকে?ক) কপাটিকাখ) এপিকার্ডিয়ামগ) এন্ডোর্ডিয়ামঘ) মায়োকার্ডিয়াম৩৩০. লোহিত ও শ্বেত রক্তকণিকার পার্থক্য করা যায়-
i. নিউক্লিয়াসের ভিত্তিতে
ii. বর্ণের ভিত্তিতে
iii. কাজের ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৩৩১. রক্তের কাজ হলো-
i. খাদ্য পরিপাকের জন্য অম্লীয় পরিবেশ তৈরি করা
ii. অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন
iii. রোগ জীবাণু ধ্বংস করা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৩৩২. রক্তের আমিষ উপাদান কোনটি?ক) গ্লোবিউলিনখ) র্যাফিনোজগ) অ্যাললিনঘ) সিস্টিন৩৩৩. উদ্ভিদের অতিরিক্ত পানি ত্যাগ করার প্রধান প্রক্রিয়া কোনটি?ক) ব্যাপনখ) প্রস্বেদনগ) অভিস্রবণঘ) শ্বসন৩৩৪. খনিজ লবণ পরিশোষিত হয় কোন কোষ দিয়ে?ক) সরলখ) স্থায়ীগ) ভাজকঘ) প্যারেনকাইমা৩৩৫. নিউকেমিয়া রোগের উপসর্গ-
i. নাগ দিয়ে রক্ত পড়া
ii. বুকে ব্যথা হওয়া
iii. ত্বকে ঘা হওয়া
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৩৩৬. সাধারণত সুস্থ অবস্থায় প্রতি মিনিটে হাতের কবজিতে পালস এর মান কত?ক) ৬০ বারখ) ৭০ বারগ) ৭২ বারঘ) ৮০ বার৩৩৭. জৈব ও অজৈব রাসায়নিক দ্রব্যের স্থানান্তরকে কী বলে?ক) পরিচালনখ) শ্বসনগ) পরিবহনঘ) ব্যাপন৩৩৮. উদ্ভিদের দেহে যত বিপাকীয় ক্রিয়া চলে তা কীসের অভাবে বন্ধ হয়ে যায়?ক) পানিখ) খাদ্যগ) ঘুমঘ) পরিশ্রম৩৩৯. হৃৎপিন্ডে O2 সরবরাহকারী নালিকার বাইরের স্তরটি-
i. টিউনিকা এক্সটার্না
ii. তন্তুময় যোজক কলা দিয়ে তৈরি
iii. অস্থিতিস্থাপক
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৪০. উদ্ভিদ Capillary Water তার কোন অঙ্গ দ্বারা শোষণ করে?ক) পাতাখ) বায়বীয় মূলগ) মূলরোমঘ) কান্ড৩৪১. অলিন্দদ্বয় সংকোচনের ফলে নিলয়দ্বয়ের কী পরিবর্তন হয়?ক) পেশি সংকোচিত হয়খ) পেশি প্রসারিত হয়গ) কোন পরিবর্তন হয় নাঘ) সংকোচন ও প্রসারণ উভয় হয়৩৪২. উদ্ভিদে উৎপাদিত খাদ্য বিপাকীয় কাজে ব্যবহার শেষে অতিরিক্তি খাদ্য কান্ডে সঞ্চয় করে কোনটি?ক) পুদিনা পাতাখ) ঘৃতকুমারীগ)ঘ) মিষ্টি আলু৩৪৩. স্ট্রোক শরীরের কোন অংশের রোগ?ক) মস্তিষ্কখ) হৃৎপিন্ডগ) বক্ষদেশঘ) মেরুদন্ড৩৪৪. মানব সংবহনতন্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য-
i. বন্ধ ধরনের
ii. দুটি অংশে বিভক্ত
iii. রক্ত সরাসরি দেহের বিভিন্ন অঙ্গে পৌঁছে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৩৪৫. পানিতে রেখে দেওয়া শুকনো কিশমিশ ফুলে টসটসে হয় কেন?ক) ব্যাপনের ফলেখ) অভিস্রবণের ফলেগ) গ্যাটেশনের ফলেঘ) ইমবাইবিশনের ফলে৩৪৬. খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে সঠিক উক্তি হলো-
i. অধিকাংশ খনিজ লবণ সক্রিয়ভাবে পরিশোধিত হয়
ii. খনিজ লবণ আয়ন হিসেবে শোষিত হয়
iii. খনিজ লবণ পরিশোষণে বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন পড়ে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৩৪৭. মানুষের লোহিত রক্তকণিকা-
i. নিউক্লিয়াস বিহীন
ii. অনেকটা বৃত্তাকার
iii. পুরুষের চেয়ে স্ত্রীতে বেশি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৩৪৮. উদ্ভিদের সিভনল কোষ কী কাজে লাগে?ক) খাদ্য দ্রুত ও কার্যকর পরিবহনেখ) দ্রুত দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধিতেগ) কোষরস দ্রুত ও কার্যকর পরিবহনেঘ) শীর্ষমুকুল ও পার্শ্বমুকুল বৃদ্ধিতে৩৪৯. কোনটি প্রস্বেদন হারকে প্রভাবিত করে?ক) বাতাসখ) আলোগ) পানিঘ) মাটি৩৫০. পানির অপর নাম কী?ক) জীবনখ) ধমনিগ) জলঘ) মরণ৩৫১. আকারে ছোট, বর্তুলাকার ও বর্ণহীন। এটি কোনটির ক্ষেত্রে প্রযোজ্য?ক) লোহিত রক্তকণিকাখ) শ্বেত রক্তকণিকাগ) অণুচক্রিকাঘ) থ্রম্বোপ্লাস্ট৩৫২. পানি ও খনিজ লবণের চলাচলকে কী বলা হয়?ক) নিস্ক্রিয় শোষণখ) সক্রিয় শোষণগ) উদ্ভিদে পরিবহনঘ) মূলজ চাপ৩৫৩. রক্তে উপযুক্ত পরিমাণ হিমোগ্লোবিন না থাকলে কোনটি দেখা দেয়?ক) লিউকোমিয়াখ) অ্যাপেন্ডিসাইটিসগ) ব্লাড ক্যান্সারঘ) রক্তসল্পতা৩৫৪. প্রক্রিয়াটি উদ্ভিদ জীবনের জন্য ক্ষতিকর, কারণ-
i. এতে শক্তির অপচয় হয়
ii. উইলটিং এর মাধ্যমে জীবন বিপন্ন করে
iii. পাতার আর্দ্রতা বেড়ে যায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৩৫৫. হিমোগ্লোবিন কোথায় থাকে?ক) লোহিত রক্তকণিকায়খ) রক্তরসেগ) অণুচক্রিকায়ঘ) শ্বেত রক্তকণিকায়৩৫৬. হৃৎপিন্ডের প্রাচীর কয় স্তরবিশিষ্ট?ক) দুই স্তরখ) তিন স্তরগ) পাঁচ স্তরঘ) ছয় স্তর৩৫৭. গরু জবাই দেয়ার পর যে অস্বচ্ছ, তরল, লাল পদার্থ ফিনকি দিয়ে বের হয় তা জীবিত প্রাণীটির শরীরে আবর্তিত হয়- i. শিরা ও উপশিরার মাধ্যমে
ii. ধমনী ও শাখা ধমনির মাধ্যমে
iii. লসিকানালির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৩৫৮. শ্বেত রক্তকণিকার চেয়ে লোহিত রক্তকণিকার সংখ্যা কত গুণ?ক) প্রায় ২০০ গুণখ) প্রায় ৩০০ গুণগ) প্রায় ৪০০ গুণঘ) প্রায় ৫০০ গুণ৩৫৯. উদ্ভিদের পরিবহন কার্য সম্পাদনে কাজ করে-
i. প্রস্বেদন প্রক্রিয়া
ii. অভিস্রবণ প্রক্রিয়া
iii. ব্যাপন প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৩৬০. প্রস্বেদনকে ‘প্রয়োজনীয় ক্ষতি’ নামে অভিহিত করেন কে?ক) মূঞ্চখ) র্যাবিডুগ) কার্টিসঘ) ম্যাসকেল৩৬১. হাইড্রোকার্বন কোলেস্টেইন থেকে উৎপন্ন যৌগ কোনটি?ক) রক্তরসখ) লসিকাগ) কোলেস্টেরোলঘ) প্রোটিন৩৬২. হৃৎপিন্ডে সুস্থ রাখতে তোমার কী পরিত্যাগ করা উচিত?ক) পরিমিত ব্যায়ামখ) সুষম খাবার গ্রহণগ) ধুমপানঘ) প্রচুর পানি পান৩৬৩. সাধারণত কোনটির সাহায্য Co2 সমৃদ্ধ রক্ত হৃৎপিন্ডে বাহিত হয়?ক) লসিকানালিখ) ধমনিগ) কৈশিক জালিকাঘ) শিরা৩৬৪. প্রস্বেদনের ক্ষেত্রে তাপমাত্রা-
i. এটি বাহ্যিক প্রভাব
ii. এটি হ্রাসের প্রস্বেদন হ্রাস পায়
iii. এটি বৃদ্ধিতে পত্ররন্ধ্র খুলে যায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৩৬৫. পানি উদ্ভিদেহে কোন কাজটি করে?ক) বিপাকীয় বিক্রিয়ায় সাহায্য করেখ) মাইটোকন্ড্রিয়া সৃষ্টি করেগ) ক্রোমোজোম সৃষ্টি ব্যাহত করেঘ) প্রোটোপ্লাজমের সংকোচন ঘটায়৩৬৬. ব্যাপন প্রক্রিয়ার প্রযোজ্য তথ্য-
i. একই তাপমাত্রা ও বায়ুমন্ডলীয় চাপ অভিন্ন
ii. এর চাপের মাত্রা ব্যাপনকারী কণাগুলার ঘনত্বের সমানুপাতিক
iii. এটি কেবল তরলে ঘটে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৩৬৭. লোহিত রক্তকণিকা-
i. অক্সিজেন পরিবহন করে
ii. কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে
iii. নাইট্রোজেন পরিবহন করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৬৮. শিশুকাল বাতজ্বরের আক্রমণে হৃৎপিন্ডে কোন অংশ ক্ষতিগ্রস্থ হয়?ক) ভালভখ) ভ্যানাক্যাভাগ) অলিন্দঘ) নিলয়৩৬৯. অনেক ক্ষেত্রে সন্তান প্রসবের সময় মায়ের উচ্চ রক্তচাপ দেখা দেয় কেন?ক) রক্তশূণ্যতার জন্যখ) থ্যালাসমিয়ার জন্যগ) খিঁচুনি রোগের জন্যঘ) বাতজ্বরের জন্য৩৭০. সিভনল-
i. কেন্দ্রিকবিহীন
ii. পাতলা কোষপ্রাচীরযুক্ত
iii. লম্বালম্বি একটির সাথে অন্যটি যুক্ত হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৩৭১. সূর্যালোকের উপস্থিতিতে চামড়ায় কোলেস্টেরোল থেকে কোন ভিটামিন তৈরি হয়?ক) ভিটামিন ‘সি’খ) ভিটামিন ‘বি’গ) ভিটামিন ‘সি’ঘ) ভিটামিন ‘ডি’৩৭২. সমৃদ্ধ রক্ত হৃৎপিন্ডে বহনকারী বাহিকার স্তর হলো-
i. টিউনিকা এক্সটার্না
ii. মিডিয়াম টিউনিকা
iii. টিউনিকা ইন্টারনা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৭৩. যে নালিতে রক্ত প্রবাহের কারণে নাড়ীস্পন্দন পাওয়া যায় তার ভেতরের স্তরটি-
i. তন্তুমময় যোজক কলা দিয়ে তৈরি
ii. টিউনিকা ইন্টারনা
iii. আবরনী কলা দিয়ে তৈরি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৭৪. রক্তের গ্রুপ জানা না থাকলে রোগীকে রক্ত দেয়া নিরাপদ-
i. O গ্রুপের রক্ত
ii. AB গ্রুপের রক্ত
iii. Rh- নেগেটিভ রক্ত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৭৫. প্রস্বেদন প্রক্রিয়ার প্রভাকগুলোকে কয় ভাগে বিভক্ত করা যায়?ক) দুইখ) তিনগ) পাঁচঘ) সাত৩৭৬. রক্তচাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?ক) ব্যারোমিটারখ) স্ফিগমোম্যানোমিটারগ) স্টেথেস্কোপঘ) লাইসিমিটার৩৭৭. প্রস্বেদনের ক্ষেত্রে পাতার অভ্যন্তরীণ গঠনের ভূমিকা হলো-
i. পত্ররন্ধ্র খোলা ও সংখ্যায় অধিক হলে প্রস্বেদন বেশি হয়
ii. পাতার কোষপ্রাচীর হলে প্রস্বেদন বেশি হয়
iii. পাতার কোষপ্রাচীর পুরু হলে প্রস্বেদন প্রক্রিয়া বেশি হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৩৭৮. মানুষের পিত্তথলিতে পাথর কেন হয়?ক) ছোট ছোট পাথর জমেখ) কোলেস্টোরলের তলানি শক্ত হয়েগ) ক্ষয়িত হাড় জমা হয়েঘ) রক্তের বর্জ্য পদার্থ জমা হয়ে৩৭৯. হৃদপেশির ক্ষতি করে কোনটি?ক) অ্যাড্রেনালিনখ) নিকোটিনগ) ক্যাফেইনঘ) গ্লুকোজ৩৮০. উদ্ভিদকোষস্থ পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ বলতে কী বোঝায়?ক) কোষরসখ) খাদ্যরসগ) অজৈব রসঘ) নিস্ক্রিয় রস৩৮১. মূলরোম দিয়ে শোষিত পানি কোন প্রক্রিয়ায় জাইলেম ভেসেলে পৌছায়?ক) প্রস্বেদনখ) অভিস্রবণগ) ব্যাপনঘ) ইমবাইবিশন৩৮২. মাথা ঘোরা ও বুক ধড়ফড় করা কোন রোগের লক্ষণ?ক) বাত জ্বরেরখ) উচ্চ রক্তচাপেরগ) করোনারি থ্রম্বোসিসঘ) মস্তিষ্কের রক্ত ক্ষরণের৩৮৩. বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় কোন পদার্থের অণু ছড়িয়ে পড়াকে কী বলে?ক) অভিস্রবণখ) ব্যাপনগ) ইমবাইবিশনঘ) প্রস্বেদন৩৮৪. সিস্টোল বলতে কোনটি বোঝায়?ক) হৃৎপিন্ডের সংকোচনকেখ) হৃৎপিন্ডের প্রসারণকেগ) হৃৎপিন্ডের অগ্রভাঁজকেঘ) হৃৎপিন্ডের নিম্নভাঁজকে৩৮৫. কোনটিতে নিউক্লিয়াস অনুপস্থিত?ক) শ্বেত রক্তকণিকাখ) লোহিত রক্তকণিকাগ) অনুচক্রিকাঘ) স্নায়ুকোষ৩৮৬. জীবদেহের একটি অতি প্রয়োজনীয় ব্যবস্থা যা সার্বক্ষণিকভাবে ঘটে চলছে, তার নাম কী?ক) পরিচলনখ) পরিবহনগ) ব্যাপনঘ) ইমবাইবিশন৩৮৭. নিলয়দ্বয় প্রসারিত হলে বাম নিলয় থেকে o2 সমৃদ্ধ রক্ত কোথায় যায়?ক) সারাদেহেখ) যকৃতেগ) মস্তিষ্কেঘ) ফুসফুসে৩৮৮. প্রতিটি কোষের ভেদ্যতা নির্ণয় করে বিভিন্ন দ্রব্যাদি প্রবেশ বা বাধা দান করে কোনটি?ক) কোলেস্টেরোলখ) ইথানলগ) অ্যালডিহাইডঘ) ফরামিক এসিড৩৮৯. রোগীকে রক্ত দিতে হলে পরীক্ষা করে নিতে হয়-
i. রক্তের গ্রুপ
ii. রেসার্স ফেক্টর
iii. রোগজীবাণুর উপস্থিতি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৯০. প্রোটোপ্লাজমের ক্ষেত্রে-
i. এর শতকরা ৯০ ভাগ পানি
ii. এটি জীবনের ভৌত ভিত্তি
iii. এটি পানি গ্রহণ ও ত্যাগ করতে সক্ষম
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৩৯১. কোনটি হার্ট অ্যাটাকের লক্ষণ?ক) নাক থেকে রক্ত পড়াখ) চামড়ায় ঘা তৈরিগ) বুকে অসহনীয় ব্যথা অনুভূত হওয়াঘ) হাত বা পাত কাঁপতে থাকা৩৯২. লেন্টিকুলার প্রস্বেদন কোন অংশে হয়?ক) মূলেখ) কান্ডেগ) পাতায়ঘ) ফুলে৩৯৩. প্রাপ্ত বয়স্ক একজন মানুষের আদর্শ রক্তচাপের ক্ষেত্রে সঠিক কোনটি?ক) ১১০/৭০ মানের কাছাকাছিখ) ১২০/৮০ মানের কাছাকাছিগ) ১৩০/৯০ মানের কাছাকাছিঘ) ১৪০/১১০ মানের কাছাকাছি৩৯৪. উদ্ভিদের রস উত্তোলনের সাতে জড়িত কোনটি?ক) জাইলেম ফাইবারখ) সীভনলগ) জাইলেম ভেসেলঘ) সঙ্গীকোষ৩৯৫. কোন জাতীয় ওষুধ প্রয়োগ করলে বাতজ্বরের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়?ক) পেনিসিলিনখ) এজিথ্রোমাইসিনগ) রিবোফ্লাভিনঘ) প্যারাসিটামল৩৯৬. দ্রাবকের বৈষম্যভেদ্য পর্দা ভেদ করে তার উচ্চ ঘনত্বের দিক থেকে নিম্ন ঘনত্বের দিকে প্রবাহিত হওয়াকে কী বলে?ক) অভিস্রবণখ) ব্যাপনগ) ইমবাইবিশনঘ) প্রস্বেদন৩৯৭. কতসালে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার মানুষের রক্তের শ্রেণিবিভাগ করেন?ক) ১৯০১খ) ১৯০২গ) ১৯০৩ঘ) ১৯০৪৩৯৮. প্রাথমিক পর্যায়ে কীভাবে বাতজ্বরের চিকিৎসা করা হয়?ক) পেনিসিলিন দিয়েখ) প্যারাসিটামল দিয়েগ) কেমোথেরাপি দিয়েঘ) রেডিওথেরাপি দিয়ে৩৯৯. মানবদেহের জনন হরমোন এনড্রোজেন তৈরিতে সাহায্য করে কোনটি?ক) আরগোস্টেরোলখ) কোলেস্টেরোলগ) ট্রাইগ্লিসারাইডঘ) গ্লাইকোলিপিড৪০০. কোনটি রক্তরসে অনুপস্থিত?ক) ভিটামিনখ) এন্টিবডিগ) হরমোনঘ) লিনোসাইট৪০১. মানুষের শরীরে প্রতি ঘনমিলিমিটারের শ্বেত রক্তকণিকার সংখ্যা কত?ক) ১-৫ হাজারখ) ৫-১০ হাজারগ) ১০-১৫ হাজারঘ) ১৫-২০ হাজার৪০২. হৃৎপিন্ডের বহিঃস্তর মূলত কোন ধরনের কলা দিয়ে গঠিত?ক) আবরণী কলাখ) পেশি কলাগ) যোজক কলাঘ) স্নায়ু কলা৪০৩. নিচের কোনটি ধমনির বৈশিষ্ট্য?ক) কপাটিকা অনুপস্থিতখ) CO2 যুক্ত রক্ত বহনগ) লুমেন বড়ঘ) রক্তচাপ কম৪০৪. উদ্ভিদ শক্তি শোষণ করে কোনটি থেকে?ক) সূর্যখ) মাটিগ) পানিঘ) বায়ু৪০৫. রক্তরসে কয় ধরনের এন্টিবডি থাকে?ক) চার ধরনেরখ) পাঁচ ধরনেরগ) দুই ধরনেরঘ) তিন ধরনের৪০৬. পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঞ্চলে পরিবহন করে কোনটি?ক) জাইলেমখ) ভাজক টিস্যুগ) পত্ররন্ধ্রঘ) ফ্লোয়েম৪০৭. ধমনিতে রক্ত চলাচলের জায়গা কমে গেলে-
i. করোনারী হৃদরোগের সম্ভাবনা দেখা দেয়
ii. স্ট্রোক হবার সম্ভাবনা বেড়ে যায়
iii. হৃৎপিন্ডের ক্রিয়াকলাপে ব্যাঘাত ঘটে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৪০৮. মানুষের লাল অস্থিমজ্জা থেকে উৎপন্ন রক্তকণিকায় পাওয়া যায়-
i. এন্টিজেন A
ii. এন্টিজেন B
iii. এন্টিজেন a
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৪০৯. কোন ব্লাড গ্রুপধারীকে সর্বজনীন গ্রহীতা বলা হয়?ক) Aখ) Bগ) ABঘ) O৪১০. রক্তের শতকরা কতভাগ রক্তরস?ক) প্রায় ২৫খ) প্রায় ৪৫গ) প্রায় ৫৫ঘ) প্রায় ৭৫৪১১. রক্তকোষের ক্যানসারকে কী বলে?ক) অ্যানজিনাখ) থ্যালসমিয়াগ) লিউকেমিয়াঘ) এরিথ্রোব্লাস্টোসিস৪১২. উদ্ভিদ কোষরস পাতায় পৌঁছে-
i. প্রস্বেদন টানের ফলে
ii. কৈশিক শক্তির ফলে
iii. মূলজ চাপের ফলে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৪১৩. অভিস্রবণ প্রক্রিয়ার শর্ত হলো-
i. দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ থাকবে
ii. দ্রবণ দুটিকে পৃথককারী অভেদ্য ঝিল্লি থাকবে
iii. দ্রবণ দুটি একই দ্রাবক বিশিষ্ট হতে হবে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৪১৪. বায়ুর CO2 এর সাথে পানি মিশিয়ে উপস্থিতিতে খাদ্য তৈরি করে নিচের কোনটি?ক) মাইটোকন্ড্রিয়াখ) ক্লোরোপ্লাস্টগ) গলগি বডিঘ) নিউক্লিয়াস৪১৫. প্রস্বেদনের হার বৃদ্ধির জন্য দায়ী কোনটি?ক) আর্দ্রতা বৃদ্ধিখ) তাপমাত্রা বৃদ্ধিগ) তাপমাত্রা হ্রাসঘ) বায়ুবেগ হ্রাস৪১৬. পানির অণু একটার সঙ্গে আরেকটা লেগে থাকলে তাকে কী বলে?ক) আসক্তিখ) সংশক্তিগ) সংলগ্নতাঘ) কৈশিকতা৪১৭. কোন যন্ত্রের সাহায্য রক্তের চাপ মাপা হয়?ক) স্টেথোস্কোপখ) থার্মোমিটারগ) স্ফিগমোম্যানোমিটারঘ) ব্যারোমিটার৪১৮. রওশন সাহেবের-
i. অ্যানজিনা হতে পারে
ii. স্ট্রোক হতে পারে
iii. করোনারি থ্রমবোসিস হতে পারে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৪১৯. উদ্ভিদ খনিজ লবণ কী হিসেবে শোষণ করে?ক) আয়নখ) যৌগগ) মৌলঘ) লবণ৪২০. ভিটামিন এ,ডি,ই ও কে বিপাকে কোনটি প্রয়োজন হয়?ক) ফসফোলিপিডখ) গ্লাইকোলিপিডগ) ট্রাইগ্লিসারাইডঘ) কোলেস্টোরোল৪২১. উদ্ভিদের অভিস্রবণ কোন ধরনের প্রক্রিয়া?ক) ভৌতখ) জৈবিকগ) উপচিতিঘ) অপচিতি৪২২. একবার হৃদস্পন্দনে-
i. একটি সিস্টোল হয়
ii. একটি ডায়াস্টোল হয়
iii. দুই বার সিস্টোল হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৪২৩. উদ্ভিদের জন্য সহজলভ্য পানি কোনটি?ক) অভিকর্ষীয় পানিখ) বাষ্পকণাজাত পানিগ) কলাশোষিত পানিঘ) কৈশিক পানি৪২৪. কোন রোগ হলে হৃৎপিন্ডের কপাটিকা নষ্ট হয়ে যায়?ক) উচ্চ রক্তচাপখ) করোনারি থ্রম্বসিসগ) বাতজ্বরঘ) মস্তিষ্কে রক্তক্ষরণ৪২৫. ব্যাপনের উদাহরণ-
i. চটচটে
ii. ঈষৎ লবণাক্ত
iii. ক্ষারধর্মী
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৪২৬. মূলরোম দিয়ে শোষিত পানি কোন প্রক্রিয়ায় জাইলেম ভেসেলেন পৌঁছায়?ক) প্রস্বেদনখ) ব্যাপনগ) অভিস্রবণঘ) ইমবিবিশন৪২৭. পত্ররান্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে কে?ক) কিউটিকলখ) সূর্যলোকগ) প্যালিসেড কোষঘ) রক্ষীকোষ৪২৮. রক্তরস মানবকোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড কীরূপে সংগ্রহ করে?ক) ক্যালসিয়াম বাইকার্বনেট রূপেখ) পটাসিয়াম বাইকার্বনেট রূপেগ) সোডিয়াম বাইকার্বনেট রূপেঘ) ম্যাগনেসিয়াম বাইকার্বনেট রূপে৪২৯. অভিস্রবণ প্রক্রিয়ার পরীক্ষায় ব্যবহার করা যায়-
i. একখন্ড আলু, ব্লেড
ii. পেট্রিডিস, পানি ও চিনি
iii. এক শিশি আতর ও পানি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৪৩০. বিশেজ্ঞদের মতে কোনটি হৃদরোগের ঝুঁকি কমায়?ক) LDLখ) HDLগ) LDBঘ) GDL৪৩১. বাতজ্বর কোন অণুজীবের সংক্রামণে সৃষ্টি হয়?ক) Bacillusখ) Streptococcusগ) Pseudomonasঘ) Staphylococcus৪৩২. হৃদপিন্ডের বাম দিকের প্রকোষ্ঠ দুটির-
i. মাঝখানে বাইকাসপিড ভালভ থাকে
ii. কাজ O2 যুক্ত রক্ত সঞ্চালন করা
iii. ট্রাইকাসপিড কপাটিকা থাকে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৪৩৩. নিচের কোনটি পোড়ালে কাগজ পোড়ানোর মতো গন্ধ পাওয়া যায়?ক) তুলাখ) রেশমী সুতাগ) পলিথিনঘ) বলপেন৪৩৪. রক্তে কোলেস্টেরোলের পরিমাণ বেশি হলে-
i. অক্সিজেনের অভাবে হৃদযন্ত্রের পেশী নষ্ট হয়
ii. ধমনিতে রক্তপ্রবাহ বাধা পায়
iii. ধমনি প্রসারিত হয়ে যায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৪৩৫. প্রাণীদের তরল যোজক কলা-
i. অক্সিহিমোগ্লোবিন অক্সিজেন বহন করে
ii. বিভিন্ন অঙ্গে হরমোন সঞ্চালন করে
iii. এন্টিজেন ও এন্টিবডি তৈরি করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৪৩৬. কোনটি হাইড্রোফিলিক পদার্থ?ক) অক্সিজেনখ) লৌহগ) জিলোটিনঘ) বোরন৪৩৭. পিত্তথলির পাথর মূলত কোনটির জমাট রূপ?ক) খাদ্য কণাখ) খাদ্যের অজৈব অংশগ) কেলেস্টেরোলঘ) অপাচ্য খাদ্য৪৩৮. স্ট্রেপটোকক্কাস অণুজীবের সংক্রমণে হয়-
i. শ্বসনালির প্রদাহ
ii. পাকস্থলির প্রদাহ
iii. ফুসকুড়িযুক্ত সংক্রামক জ্বর
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৪৩৯. উদ্ভিদের পানি শোষণে কয়টি প্রক্রিয়া সম্মিলিতভাবে কাজ করে?ক) দুইটিখ) তিনটিগ) চারটিঘ) পাঁচটি৪৪০. যকৃতে লিপিডের পরিমাণ বেড়ে যায়-
i. অ্যালকোহল, ফসফরাস প্রভৃতির বিষক্রিয়ায়
ii. ম্যালেরিয়া রোগের মাধ্যমে
iii. বহুমূত্র রোগে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৪৪১. লবণ শোষণের বাহক তত্ত্ব কতসালে প্রবর্তিত হয়?ক) ১৮৮২খ) ১৯৪৭গ) ১৯৩৭ঘ) ১৯১৩৪৪২. খনিজ পুষ্টি শোষণের পদ্ধতি কোন পদ্ধতি থেকে আলাদা?ক) লবণ শোষণখ) লৌহ শোষণগ) পানি শোষণঘ) বোরব শোষণ৪৪৩. কোলেস্টেরাইল কোন যৌগ সৃষ্টির মাধ্যমে রক্তে প্রবাহিত হয়?ক) লিপোপ্রোটিনখ) থায়ামিনগ) লিপিডঘ) হিস্টিন৪৪৪. কোলেস্টরোল কী?ক) এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহলখ) এক ধরনের জৈব এসিডগ) স্বাদ বর্ণহিন অ্যামাইনো এসিডঘ) এক ধরনের পলিমার৪৪৫. মানুষের রক্তচাপ সাধারণত কিসের উপর নির্ভরশীল?ক) খাদ্যগ্রহণেরখ) বয়সেরগ) ওজনেরঘ) বংশগত কারণ৪৪৬. রক্ত সংবহতন্ত্র গঠিত-
i. শিরা ও কৈশিকনালি
ii. ধমনি
iii. হৃৎপিন্ডে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৪৪৭. ব্যাপন মাধ্যমের ঘনত্ব কম হলে ব্যাপন হার কী হবে?ক) বেশি হবেখ) কম হবেগ) সমান হবেঘ) বন্ধ হবে৪৪৮. হার্ট এটাকে বুকে ব্যাথা শুরু হলে তা ছড়িয়ে যায়-
i. ঘাড়ে
ii. গলায়
iii. পেটে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৪৪৯. উদ্ভিদ তার প্রয়োজনীয় খনিজ উপাদান শোষণ করে-
i. প্রত্যক্ষ শোষণের মাধ্যমে
ii. সক্রিয় শোষণের মাধ্যমে
iii. নিস্ক্রিয় শোষণের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৪৫০. বাতজ্বর কোন অণুজীবের সংক্রমণে সৃষ্ট রোগ?ক) স্টেফাইলোকক্কাসখ) বেসিডিওকক্কাসগ) স্টেপটোকক্কাসঘ) সেফালোকক্কাস৪৫১. শ্বেত রক্তকণিকা জন্ম নেয়-
i. হৃৎপিন্ডে থেকে
ii. লসিকাগ্রন্থি থেকে
iii. লাল অস্থিমজ্জা থেকে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৪৫২. রক্ত সংবহনতন্ত্রকে কয়ভাগে ভাগ করা যায়?ক) দুইখ) তিনগ) চারঘ) পাঁচ৪৫৩. উদ্ভিদের অভ্যন্তরস্থ পানি বাষ্প হয়ে কয়টি পথে বায়ুমন্ডলে বের হয়?ক) একটিখ) দুটিগ) তিনটিঘ) চারটি৪৫৪. রক্ত প্রবাহের সময় ধমনি গাত্রে যে চাপ সৃষ্টি হয় তাকে বলে-ক) হৃদস্পন্দনখ) নাড়ীস্পন্দনগ) রক্তপ্রবাহঘ) রক্তচাপ৪৫৫. রক্ষীকোষের কাজ কী?ক) পত্ররন্ধ্র খোলা ও বন্ধ করাখ) পত্ররন্ধ্র বন্ধ করাগ) সালোকসংশ্লেষণ ঘটানোঘ) CO2৪৫৬. রক্তের এন্টিজেন কোথায় থাকে?ক) রক্তরসেখ) শ্বেত রক্তকণিকায়গ) অণুচক্রিকায়ঘ) লোহিত রক্তকণিকায়৪৫৭. লিউকোমিয়া রোগের জন্য দায়ী-ক) শ্বেত রক্তকণিকাখ) লোহিত রক্তকণিকাগ) রক্তরসঘ) অণুচক্রিকা৪৫৮. হৃদযন্ত্রের কোন অংশে রক্ত জমাট বাঁধার কারণে প্রবাহ বন্ধ হলে-
i. মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়
ii. করোনারী থ্রম্বোসিস হয়
iii. লিউকেমিয়া হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৪৫৯. শতকরা ৯০-৯৫ ভাগ প্রস্বেদন হয়-ক) মূলের মাধ্যমেখ) সেলের মাধ্যমেগ) কলের মাধ্যমেঘ) স্প্রের মাধ্যমে৪৬০. কোনটি কেন্দ্রিকবিহীন সজীব কোষ?ক) সীভনলখ) সঙ্গীকোষগ) বাস্টফাইবারঘ) ফ্লোয়েম প্যারেনকাইমা৪৬১. উদ্ভিদে খনিজ লবণ কতটি উপায়ে শোষিত হয়?ক) চারটিখ) তিনটিগ) দুইটিঘ) একটি৪৬২. কৌশিক পানি মাটি থেকে অভিস্রবণ ও ব্যাপন প্রক্রিয়ায় কোথায় প্রবেশ করে?ক) পাতায়খ) কান্ডেগ) পত্রশিরায়ঘ) মূলরোমে৪৬৩. যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রবের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে তাকে কী বলে?ক) অভিস্রবণখ) প্রস্বেদনগ) ইমবাইমবিশনঘ) ব্যাপন৪৬৪. খনিজ লবণ পরিশোষণের মূল আয়ন হিসেবে শোষণ করে-
i. Na+ ক্যাটায়ন
ii. Ca2+ ক্যাটায়ন
iii. Po4- অ্যানায়ন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৪৬৫. তরল পদার্থের সংস্পর্শে এলে তা শুষে নেয়-
i. স্টার্চ
ii. জিলেটিন
iii. সেলুলোজ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৪৬৬. সুস্থ স্বাভাবিক মানুষের সিস্টোলিক চাপ কত পারদ স্তম্ভের সমান?ক) ৬০-৮০ মিলিমিটারখ) ৯০-১০০ মিলিমিটারগ) ১০০-১৫০ মিলিমিটারঘ) ১৫০-১৭০ মিলিমিটার৪৬৭. মূলরোম থেকে পানি কোথায় প্রবেশ করে?ক) এন্ডোডার্মিসেখ) মূলত্বকেগ) মূলের কর্টেক্সেঘ) ভেসেলে (জাইলেম)৪৬৮. ফ্লোয়েমস দ্বারা কোনটি পরিবাহিত হয়?ক) ভিটামিনখ) শর্করাগ) স্নেহঘ) প্রোটিন৪৬৯. শিলার প্রাচীর কয়স্তর বিশিষ্ট?ক) তিন স্তরখ) চার স্তরগ) পাঁচ স্তরঘ) ছয় স্তর৪৭০. আদর্শ রক্তচাপ কত?ক) ১২০/৬০খ) ১২০/৭০গ) ১৪০/৮০ঘ) ১২০/৮০৪৭১. হার্ট সাউন্ড কত ধরনের?ক) এক ধরনেরখ) দুই ধরনেরগ) তিন ধরনেরঘ) চার ধরনের৪৭২. উদ্ভিদে শোষণ কতটি উপায়ে হয়ে থাকে?ক) একখ) দুইগ) তিনঘ) চার৪৭৩. উদ্ভিদের প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পকারে বের করে দেয়ার প্রক্রিয়াকে কী বলে?ক) বাষ্পমোচনখ) সালোকসংশ্লেষণগ) শ্বসনঘ) অভিস্রবণ৪৭৪. মানুষের লোহিত রক্তকণিকা আকৃতি-ক) দন্ডাকারখ) ত্রিভুজকারগ) বৃত্তাকারঘ) ডিম্বাকার৪৭৫. সাধারণত আমাদের রক্তে শতকরা কী পরিমাণ LDL থাকে?ক) ৫০%খ) ৬০%গ) ৭০%ঘ) ৮০%৪৭৬. উদ্ভিদের মুত্যু অবধারিত হয়ে পড়ে-
i. ফ্লোয়েম ফাইবার পরিবহন কলায়
ii. মূলের পরিবহন কলা থেকে পাতায়
iii. পাতা থেকে ফ্লোয়েমে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৪৭৭. নিচের কোনটি অণুচক্রিকার বর্ণ?ক) লালখ) কালোগ) খয়েরীঘ) বর্ণহীন৪৭৮. বাহক আয়ন যৌগটি কীভাবে কোষে প্রবেশ করে?ক) কোষ ঝিল্লির মাধ্যমেখ) সাইটোপ্লাজমের মাধ্যমেগ) রাইবোসোমের মাধ্যমেঘ) মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে৪৭৯. কোলেস্টেরল তৈরি করে-
i. পিত্ত
ii. ভিটামিন
iii. শর্করা
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) i ও iiiঘ) i ii ও iii৪৮০. কত প্রকার লিপোপ্রোটিন দেখা যায়?ক) একখ) দুইগ) তিনঘ) চার৪৮১. হৃৎপিন্ডের রক্ত চলাচল কমে যাবার ফলে বুকে ব্যথা হওয়াকে কী বলে?ক) অ্যানজিনাখ) স্ট্রোকগ) ইস্ট্রোজেনঘ) এনড্রোজেন৪৮২. উদ্ভিদের রস উত্তোলন পরীক্ষায় ব্যবহৃত হয়-
i. পেপেরোমিয়া উদ্ভিদ ও পানি
ii. স্যাফ্রানিন
iii. এলোভেরা উদ্ভিদ ও পানি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii৪৮৩. কোষরসের আরোহন কীসের মাধ্যমে হয়?ক) ভেসেলখ) ট্রাকিডগ) সিভনলঘ) ফ্লোয়েম ফাইবার৪৮৪. হৃৎপিন্ডে দুটি বিটের মাঝে রক্তনালিতে যে দুধরনের চাপ সৃষ্টি হয় তার পার্থক্যকে কী বলে?ক) রক্তচাপখ) ধমনী ঘাত চাপগ) স্পন্দন চাপঘ) সংকোচন চাপ৪৮৫. উদ্ভিদের মূল দ্বারা পানি শোষণে প্রযোজ্য প্রক্রিয়া কোনটি?ক) ব্যাপন ও প্রস্বেদনখ) অভিস্রবণ ও প্রস্বেদনগ) ইমবাইবিশন ও প্রস্বেদনঘ) গ্যাটেশন ও প্রস্বেদন৪৮৬. যে প্রক্রিয়ায় খনিজ লবণ পরিবহনের জন্য কোষে উৎপন্ন বিপাকীয় শক্তির প্রয়োজন হয় তাকে কী বলে?ক) সক্রিয়া শোষণখ) নিস্ক্রিয় শোষণগ) ইমবাইবিশনঘ) ব্যাপন৪৮৭. কোন উদ্ভিদ অতিরিক্ত খাদ্য সঞ্চিত রাখে?ক) ফনিমনসাখ) পাথর কুচিগ) কচুরীপানাঘ) ঘৃতকুমারী৪৮৮. রক্তকণিকা উৎপত্তি কোথায়?ক) মস্তিষ্কেখ) হৃৎপিন্ডেগ) অস্থিমজ্জাতেঘ) যকৃতে৪৮৯. পরিবহন অর্থ কী?ক) কোনো পদার্থের একস্থান থেকে অন্য স্থানে স্থানান্তরখ) পদার্থের কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানে স্থানান্তরগ) পদার্থের বেশি ঘনত্বের স্থান কম ঘনত্বের স্থানে স্থানান্তরঘ) পদার্থের স্থিরাবস্থা৪৯০. প্রস্বেদন কত প্রকার?ক) দুইখ) তিনগ) চারঘ) পাঁচ৪৯১. কোষস্থ পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণকে কী বলে?ক) কোষরসের আহরণেখ) কোষ রসগ) রক্তরসঘ) কোষ ঝিল্লি৪৯২. কোনটি আকার বদলাতে পারে?ক) লোহিত রক্তকণিকাখ) অনুচক্রিকাগ) শ্বেত রক্তকণিকাঘ) স্নায়ুকোষ৪৯৩. সাধারণত বাতজ্বরের আক্রমণ শুরু হয়-ক) বৃদ্ধ বয়সেখ) শিশুকালেগ) যেকোনো বয়সেঘ) যৌবনকালে৪৯৪. এক টুকরা ব্লটিং পেপার বা নিউজপ্রিন্টের পানি শোষণ করে?ক) ইমবাইবিশনখ) ব্যাপনগ) অভিস্রবণঘ) শ্বসন৪৯৫. রক্তের সিস্টোলিক চাপ ১২০ ছাড়িয়ে গেলে-
i. মাথা ব্যথা হয়
ii. ঘুম ঘুম ভাব হয়
iii. অস্থিরতা দেখা দেয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৪৯৬. পাতায় রোমের উপস্থিতি-ক) প্রস্বেদনের হার বাড়িয়ে দেয়খ) প্রস্বেদনের হার কমিয়ে দেয়গ) প্রস্বেদনকে প্রভাবিত করে নাঘ) প্রস্বেদনকে বন্ধ করে দেয়৪৯৭. উদ্ভিদ কোষ থেকে পানি বাষ্পকারের বের হয়ে যাবার প্রণালিকে কী বলে?ক) শ্বসনখ) প্রস্বেদনগ) ব্যাপনঘ) বাষ্পীভবন৪৯৮. সারাদেহে রক্ত পরিবহনের জন্য কত সময় লাগে?ক) এক মিনিটের কমখ) দুই মিনিটের বেশিগ) তিন মিনিটের বেশিঘ) চার মিনিটের কমঅনুচ্ছেদটি পড় এবং প্রশ্ন দুটির উত্তর দাও:
রনি ও তার বাড়ির আঙ্গিনায় কলার চারা রোপণ করার সময় কলার পাতা কেটে দিলেন। এটি দেখে তার ভাই এটার কারণ জানতে চাইলে, তিনি তার ভাইকে বুঝিয়ে দিলেন।
৪৯৯. কিসের জন্য কলার পাতা কাটলেন?ক) প্রস্বেদন রোধ করার জন্যখ) শ্বসন বন্ধ করার জন্যগ) অভিস্রবণ ত্বরানিত করার জন্যঘ) সালোকসংশ্লেষণের উপযোগী করে তোলার জন্য৫০০. প্রস্বেদনের জন্য প্রযোজ্য উক্তি-
i. উদ্ভিদ পানি বাষ্পাকারে বের করে দেয়
ii. বাতাসের আর্দ্রতা বাড়লে প্রস্বেদনের হারও বাড়ে
iii. পটোমিটারের সাহায্যে প্রস্বেদনের হার নির্ণয় করা হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii
Social Plugin