এস.এস.সি || জীববিজ্ঞান অধ্যায় - ১০: সমন্বয়
১. কোনটির প্রভাবে উদ্ভিদকান্ডের অতিবৃদ্ধি ঘটে?
ক) অক্সিনখ) ইথিলিনগ) ভার্নালিনঘ) জিবেরেলিন২. নিউরনের প্রলম্বিত অংশ কয় ধরনের?ক) তিনখ) দুইগ) চারঘ) পাঁচ৩. উদ্ভিদের চলন কোথায় দেখা যায়?ক) নিম্ন অঞ্চলেখ) বর্ধিষ্ণু অঞ্চলেগ) নিম্নত্বকেঘ) উর্ধ্বত্বকে৪. কীসের ফলে মানসিক, শারীরিক, সামাজিক ও আর্থিক ক্ষতিসাধন হয়?ক) নৈতিক শিক্ষার অভাবেখ) মাদকদ্রব্য সেবনেগ) অভাব অনটনেঘ) বেকারত্বের৫. স্নায়ুকোষ কোন নির্যাস তৈরি করে?ক) ডোপামিলখ) ইনসুলিনগ) থাইরোট্রাপিনঘ) থাইরক্সিন৬. নিচের কোনটি মস্তিষ্কের রোগ?ক) যক্ষ্মাখ) হার্ট অ্যাটাকগ) এপিলেপসিঘ) বাত৭. সাধারণত প্যারালাইসিস কেন হয়?ক) ব্রঙ্কাইটসের ফলেখ) হৃৎপিন্ডের স্ট্রোকের ফলেগ) যক্ষার ফলেঘ) মস্তিষ্কের স্ট্রোকের ফলে৮. উদ্দীপনা বা তাড়নার বেগ সেকেন্ডে কত?ক) ২০০ মিটারখ) ৩০০ মিটারগ) ৪০০ মিটারঘ) ১০০ মিটার৯. সেরিবেলামের ভিতর দিকে কী থাকে?ক) লোহিত পদার্থখ) ধূসর পদার্থগ) শ্বেত পদার্থঘ) কালো পদার্থ১০. কোন বয়সে মৃগী রোগের ব্যপকতা বেশি দেখা যায়?ক) ৩০-৩৫ বছরখ) ২৫-৩০ বছরগ) ১০-২৫ বছরঘ) ৫-২০ বছর১১. আয়োডিনের উৎস-i. কলা, কচুii. সামুদ্রিক মাছiii. ফলমূলনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১২. অ্যাক্সনের চারদিকে পাতলা আবরণটি কী?ক) পনসখ) মেননজেসগ) নিউরিলেমাঘ) নিলস১৩. ডায়াবেটিস কয় ধরনের হয়?ক) তিনখ) চারগ) দুইঘ) পাঁচ১৪. আলাদা করে শনাক্ত করা যায় না, এমন হরমোন হলো-i. পুস্টুলেটেড হরমোনii. ফ্লোরিজেন ভার্নালিনiii. অক্সিন, জিবেরেলিননিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৫. মানুষের চোখ বের হয়ে আসার রোগ কেন হয়?ক) প্যারাথাইরয়েড গ্রন্থির সমস্যায়খ) থাইরয়েড গ্রন্থির সমস্যায়গ) থাইমাস গ্রন্থির সমস্যায়ঘ) এডরোল গ্রন্থির সমস্যায়১৬. ফলের মোচন বিলম্বিত করা হয় কোন ফাইটোহরমোন প্রয়োগে?ক) জিবেরেলিনখ) অক্সিনগ) ইথিলিনঘ) সাইটোকাইনিন১৭. মানবদেহে স্নায়ুতন্ত্রের কাজ হলো-i. বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করাii. উদ্দীপনা অনুযায়ী প্রতিদেন সৃষ্টি করাiii. স্মৃতি সংরক্ষণ সৃষ্টি করানিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৮. মস্তিষ্কের রক্তক্ষরণ কীভাবে নির্ণয় করা হয়?ক) বেরিয়াম এক্স-রে করেখ) সিটি স্ক্যান করেগ) আল্ট্রাসনোগ্রাফিঘ) ইসিজি করে১৯. ফল পাকাতে সাহায্য করে কোন ফাইটোহরমোনটি?ক) ইথিলিনখ) জিবেরেলিনগ) অক্সিনঘ) সাইটোকাইনিন২০. কোনো ব্যক্তির স্ট্রোক হয়েছে তা ধারণা করা যায়-i. হঠাৎ বমি প্রচন্ড মাথা ব্যথা দেখেii. কয়েক মিনিটের মধ্যে অজ্ঞান হয়ে গেলেiii. মাংসপেশি শিথিল হয়ে গেলেনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২১. উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ উদ্ভিদ দেহে বিশেষ বস্তুর প্রভাবে হয়ে থাকে, কোন বিজ্ঞানী ও মত প্রকাশ করেন?ক) বিজ্ঞানী বেলিসখ) বিজ্ঞানী স্টারলিংগ) বিজ্ঞানী স্যাকসঘ) বিজ্ঞানী ডারউইন২২. আদি উদ্ভিদের জননকোষ কিসের সাহায্য চলাচল করে?ক) ফ্লাজেলার সাহায্যখ) উপাঙ্গের সাহায্যেগ) কোস আবরণীর সাহায্যেঘ) জনন অঙ্গের সাহায্যে২৩. উদ্ভিদের চলনকে কয়টি ভাগে ভাগ করা যায়?ক) একটিখ) তিনটিগ) দুটিঘ) চারটি২৪. অক্সিন এর প্রভাবে-i. অভিস্রবণ ও শ্বসন ক্রিয়ার হার বাড়েii. শ্বসন ক্রিয়ার হার কমেiii. বীজহীন ফল উৎপাদন করা যায়নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৫. মানবদেহে হরমোন উৎপাদনকারী প্রধান গ্রন্থি কোনটি?ক) পিনিয়ালখ) থাইরয়েডগ) পিটুইটারীঘ) থাইমাস২৬. IAA-এর পূর্ণরূপ কোনটি?ক) ইন্ডোল অক্সালিক এসিডখ) ইন্ডোল অ্যাসিটিক এসিডগ) ইন্ডোল এসকরবিক এসিডঘ) ইন্ডোল অ্যাবসিসিক এসিড২৭. প্যারালাইসিস সাধারণত কিসের কারণে হয়?ক) বহুমূত্রখ) এপিলেপসিগ) পারকিনসনঘ) মস্তিষ্কের স্ট্রোক২৮. নিচের কোনটি নিকোটিনের মাত্রা বাড়ায়?ক) তামাকখ) পানগ) সুপারিঘ) লেবুর রস২৯. আয়োডিনের অন্যতম মূল উৎস কোনটি?ক) স্বাদুপানির মাছখ) সামুদ্রিক মাছগ) হাওড়ের মাছঘ) প্লাবন ভূমির মাছ৩০. ফটেট্রিপিক চলন এক ধরনের-i. সামগ্রিক চলনii. সোজা চলনiii. বক্র চলননিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) iiiঘ) i ii ও iii৩১. পারকিনসন রোগ প্রতিকার করা যায়-i. নিয়মিত ফিজিওথেরাপি দিয়েii. পরিমিত খাদ্য গ্রহণ করেiii. সুস্থ জীবনযাপন করেনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩২. হরমোন কোথা থেকে নিঃসৃত হয়?ক) নালি থেকেখ) নালিহীন গ্রন্থি থেকগ) স্নায়ুতন্ত্র থেকেঘ) পৌষ্টিকতন্ত্র থেকে৩৩. জনন অঙ্গ থেকে পুরুষে কোন হরমোন নিঃসৃত হয়?ক) ইস্ট্রোজেনখ) ইনসুলিনগ) এডরেনালিনঘ) টেস্টোস্টেরন৩৪. উদ্ভিদে আলো-অন্ধকারের ছন্দকে কী বলে?ক) বোটানিক্যাল ক্লকখ) নমিনক্লেচার ক্লকগ) বায়োলজিক্যাল ব্লকঘ) নেচারাল ব্লক৩৫. কোনটিকে রাসায়নিক দূত হিসেবে অভিহিত করা হয়?ক) হরমোনখ) এনজাইমগ) নিউরনঘ) রক্ত৩৬. কোনটির প্রভাবে ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধি পায়?ক) IAAখ) ICAগ) IBAঘ) IDA৩৭. মস্তিষ্কে কয়েক সেকেন্ড রক্ত বন্ধ থাকাকে কী বলে?ক) স্ট্রোকখ) অ্যাটাকগ) প্যারালাইসিসঘ) ডায়াবেটিস৩৮. পাতা ঝরার জন্য দায়ী কে?ক) বীজহীন ফলখ) ফুল ফোটাগ) কোষ বিভাজনঘ) মূল৩৯. কোন রোগটি বংশগত বলে ধরা হয়?ক) এপিলেসিসখ) পারকিনসনগ) প্যারালাইসিসঘ) স্ট্রোক৪০. পারকিনসন রোগ হলে-i. খাবার গিলতে কষ্ট হয়ii. সোজাসুজি হাটতে সমস্যা হয়iii. হাঁটা শুরু করার সময় সমস্যা হয়নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৪১. করোটিক স্নায়ু নিয়ন্ত্রণ করে-i. হৃদপিন্ডের কাজii. হাত, পা, সঞ্চালনiii. পাকস্থলীর কাজনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৪২. এপিলেপসির কারণ হতে পারে-i. জন্মগত মস্তিষ্ক বিকৃতিii. এইডস ও টিউমারiii. এনসেফলাইটিসনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৪৩. কিসের কারণে প্রাণী তার কার্যকলাপ বা আচরণের পরিবর্তন করে থাকে?ক) এনজাইমখ) হরমোনগ) প্রোটিনঘ) লসিকা৪৪. অক্সিনের প্রভাবে-i. অভিস্রবণ বৃদ্ধি পায়ii. সালোকসংশ্লেষণের হার কমে যায়iii. শ্বসনের হার বৃদ্ধি পায়নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৪৫. প্রাণীর মতো প্রতিটি উদ্ভিদ কোষেও বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রম কীভাবে প্রতিনিয়ত চলতে থাকে?ক) বিরতি দিয়েখ) স্বাভাবিকগ) একযোগেঘ) আলাদাভাবে৪৬. মেরুরজ্জুতে-i. শ্বেত পদার্থ থাকে বাইরেii. কালো পদার্থ থাকে মাঝেiii. ধূসর পদার্থ থাকে ভিতরেনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৪৭. হরমোনের কাজ নিয়ন্ত্রণ করে কে?ক) স্নায়ুতন্ত্রখ) দেহগ) নালিহীন গ্রন্থিঘ) এনজাইম৪৮. উদ্ভিদের পুষ্প সৃষ্টিতে কোনটির প্রভাব আছে বলে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন?ক) আলোখ) বাতাসগ) উষ্ণতাঘ) কোমলতা৪৯. চার্লস ডারউইন উদ্ভিদের কোন অংশের উপর আলোর প্রভাব পরীক্ষা করেন?ক) ভ্রুণখ) পত্রমূলগ) পাতার শীর্ষঘ) ভ্রুণমুকুলাবরণী৫০. অগ্রমুকুলের কোষগুলো কী কোষ?ক) বিভাজন কোষখ) ভাজক কোষগ) স্থায়ী কোষঘ) বৃদ্ধিকারক৫১. আকারে সবচেয়ে ক্ষুদ্র গ্রন্থিটির নাম কী?ক) থাইরয়েডখ) গোনাডগ) এডরেনালঘ) পিটুইটারী৫২. পারকিনসের প্রভাবে মাংসপেশি অকার্যকর হয় কখন?ক) বয়স কম থাকলেখ) বয়স বাড়ার সাথে সাথেগ) নির্দিষ্ট বয়সেঘ) খুব অল্প বয়সে৫৩. সেরিব্রাম কোন পর্দা দ্বারা আবৃত থাকে?ক) মেনেনজেসখ) নিউরনগ) সেরিব্রাম কর্টেক্সঘ) সেরিব্রাল হেমিস্ফিয়ার৫৪. হরমোনের প্রভাবে উদ্ভিদেরi. বৃদ্ধি ও বিকাশ ঘটেii. বিভিন্ন অঙ্গ সৃষ্টি হয়iii. সকল কাজ নিয়ন্ত্রিত হয়নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৫৫. করোটিক-সুষুম্নাস্নায়ু কত প্রকার?ক) তিনখ) দুইগ) চারঘ) পাঁচ৫৬. উদ্ভিদের বৃদ্ধি ও পুষ্পায়নে আলোর মতো কিসের প্রভাব রয়েছে?ক) তাপ ও জলবায়ুখ) চাপ ও তাপমাত্রাগ) তাপ ও শৈত্যেরঘ) তাপমাত্রা ও বৃষ্টিপাত৫৭. অক্সিন ব্যবহারের ফলে কী উৎপাদন করা সম্ভব হয়েছে?ক) পাতাখ) কান্ডগ) বীজঘ) বীজহীন ফল৫৮. উদ্ভিদে আলা-অন্ধকারের ছন্দকে কী বলে?ক) বায়োলজিক্যাল সিস্টেমখ) বায়োলজিক্যল ক্লকগ) বায়োলজিক্যাল হ্যাজার্ডঘ) বায়োলজিক্যাল ফিউশন৫৯. চার্লস ও ডারউইন হরমোনের অস্তিত্ব প্রমাণ করে কত সালে?ক) ১৯৮৯ সালেখ) ১৯৮৩ সালেগ) ১৮৮৩ সালেঘ) ১৮৮৯ সালে৬০. হরমোন-এর নামকরণ করেন কোন বিজ্ঞানী?ক) চার্লস ও ডারউইনখ) ফ্যারাডেগ) স্যাকসঘ) বেলিস ও স্টারলিং৬১. ডেনড্রাইট ও অ্যাক্সনে সংযোগস্থলকে কী বলে?ক) সিন্যাপসখ) নিউরিলেমাগ) এপিথেলিয়াম টিস্যুঘ) নিউরন৬২. উদ্ভিদের জৈব রাসায়নিক পদার্থটি কি?ক) হরমোনখ) ফাইটো হরমোনগ) অক্সিনঘ) জিবারেলিন৬৩. কাদের ডায়াবেটিস হয়?ক) বয়স্কদেরখ) শিশুদেরগ) যুবক-যুবতীদেরঘ) ছোট-বড় সবার৬৪. সেরিবেলামের কাজ হল-i. পেশির টান নিয়ন্ত্রণii. দেহের ভারসাম্য রক্ষাiii. বাকশক্তি নিয়ন্ত্রণনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৬৫. প্রয়োজন অপেক্ষা কম অথবা বেশি পরিমাণ হরমোন নিঃসৃত হলে দেহে নানারকমত কিসের প্রতিক্রিয়া সৃষ্টি হয়?ক) বাঞ্ছিতখ) অবাঞ্ছিতগ) প্রতিবেদনঘ) স্বাভাবিক৬৬. কোষ বৃদ্ধির জন্য কোন হরমোন ব্যবহৃত হয়?ক) জিবেরেলিনখ) সাইটোকাইনিনগ) ইথিলিনঘ) অক্সিন৬৭. মেরুরজ্জীয় স্নায়ুর সংখ্যা কত?ক) ৩২ জোড়াখ) ৩১ জোড়াগ) ৩০ জোড়াঘ) ২৯ জোড়া৬৮. উদ্ভিদদেহে অশনাক্তকৃত হরমোনদের কী বলে?ক) প্রোস্টেট হরমোনখ) প্রি-পুস্টুলেটেড হরমোনগ) পুস্টুলেটেড হরমোনঘ) প্রি-প্রোস্টেড হরমোন৬৯. চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি বাকশক্তির নিয়ন্ত্রণ করে কোনটি?ক) পনসখ) মেডুলা অবলংগাটাগ) মেনিনজেসঘ) সেরিব্রাম৭০. নিচের কোনটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র?ক) মস্তিষ্কখ) সুষম্নাকান্ডগ) সুষুস্নাস্নায়ুঘ) সিমপ্যাথেটিক স্নায়ু৭১. কোনো কোনো উদ্ভিদের মূলেও কী পাওয়া যায়?ক) অক্সিনখ) ফ্লোরিজেনগ) সাইটোকাইনেসিসঘ) অ্যামাইটোসিস৭২. ইন্ডোল অ্যাসিটিক এসিডের প্রভাবে-i. ক্যালাস নামক এক প্রকার অনিয়ন্ত্রিত কোষগুচ্ছের সৃষ্টি হয়ii. ক্ষতস্থান পূরণ হয়iii. ফলের মোচন বিলম্বিত হয়নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৭৩. শীতের গম গরমকালে লাগাতে হলে বীজ রোপনের পরে কত উষ্ণতা প্রয়োগ করতে হয়?ক) ২0 - ৬0 সে.খ) ২0 - ৫0 সে.গ) ৩0 - ৫0 সে.ঘ) ৪0 - ৫0 সে.৭৪. উদ্দীপনা বা তাড়না মস্তিষ্কে পৌঁছানোর গতিবেগ কত?ক) ১০ মি./সে.খ) ১০০ মি./সে.গ) ১০ সে.মি./সে.ঘ) ১০০ সে.মি./সে.৭৫. উদ্ভিদেহে বিদ্যমান বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থকে কী বলে?ক) ফটোহরমোনখ) ফাইটোহরমোনগ) ফিটোহরমোনঘ) ফ্রুক্সোহরমোন৭৬. সেরিবেলাম কোথায় অবস্থিত?ক) পনসের পৃষ্ঠীয় দেশেখ) মধ্য মস্তিষ্কের অগ্রভাগেগ) পনসের অঙ্কীয়দেশেঘ) অগ্রমস্তিষ্কে৭৭. উদ্ভিদের অঙ্কুরিত বীজকে কী প্রদান করা হলে তাদের ফুল ধারনের সময় এগিয়ে আসে?ক) তাপখ) চাপগ) শৈত্যেঘ) পানি৭৮. উদ্ভিদের বিভিন্ন অঙ্গ বিকাশের ক্ষেত্রে লক্ষণীয় প্রভাব আছে-i. বায়ু চাপেরii. উষ্ণতারiii. আলোরনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৭৯. ফলে বিভিন্ন সংশ্লেষণ পদ্ধতির মাধ্যমে ভিন্ন ভিন্ন উপাদান উৎপন্ন হয়ে নতুন কিসের সৃষ্টি হয়?ক) ফলেরখ) ফুলেরগ) অঙ্গেরঘ) মূলের৮০. মেরু রজ্জুতে কী থাকে?ক) শ্বেত পদার্থ ও ধূসর পদার্থখ) কালো পদার্থ ও লাল পদার্থগ) ধূসর পদার্থঘ) কালো পদার্থ৮১. ফুট ফোটাতে এবং বীজের সুপ্তাবস্থা কাটাতে কোন হরমোন ব্যবহার করা হয়?ক) সাইটোকাইনিনখ) অক্সিনগ) জিবেরেলিনঘ) ইথিলিন৮২. সেরিব্রামকে কী বলা হয়?ক) নিম্ন মস্তিষ্কখ) মধ্য মস্তিষ্কগ) গুরু মস্তিষ্কঘ) লঘু মস্তিষ্ক৮৩. ডায়াবেটিস টাইপ-১ রোগীর ক্ষেত্রেi. দেহে ইনসুলিন একেবারে তৈরি হয় নাii. দেহে ইনসুলিন সামান্য তৈরি হয়iii. দেহে ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন প্রবেশ করাতে হয়নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৮৪. খাটো উদ্ভিদে জিবেরেলিন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকেও কী হয়?ক) খাটোখ) মোটাগ) অধিক লম্বাঘ) সরু৮৫. মস্তিষ্কের সবচেয়ে পিছনের অংশটি হলো-i. পনসii. মেডুলা অবলংগাটাiii. সেরিবেলামনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) iiগ) iiiঘ) i ii ও iii৮৬. স্ত্রী জনন অঙ্গ থেকে নিঃসৃত হরমোন কী?ক) ইস্ট্রোজেনখ) টেস্টোস্টেরনগ) ইনসুলিনঘ) প্রোর্যাকটিন৮৭. অক্সিন হরমোনটি কে আবিষ্কার করেন?ক) চার্লস ডারউইনখ) বেলিসগ) স্টারলিংঘ) স্যাকস৮৮. সামগ্রিক চলন দেখা যায়-i. Volvok এii. ফার্ন এiii. Chlamydomenas এনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৮৯. আইলেটস অব ল্যাংগারহ্যানস কোষগুচ্ছ কীভাবে দেহকে সুস্থ রাখে?ক) প্রোটিন বিপাক নিয়ন্ত্রণের মাধ্যমেখ) শর্করা বিপাক নিয়ন্ত্রণের মাধ্যমেগ) পিত্তরস ক্ষরণে সহায়তার মাধ্যমেঘ) জরুরি বিপাকে সাহায্যের মাধ্যমে৯০. দীর্ঘ অন্ধকার দীর্ঘদিবা উদ্ভিদে কী উৎপাদনে ব্যাঘাত ঘটায়?ক) ফলখ) পুষ্পগ) মূলঘ) পাতা৯১. উদ্ভিদ দেহের বিভিন্ন, শারীরবৃত্তীয় ক্রিয়ার মধ্যে কী পরিলক্ষিত হয়?ক) উদ্ভিদের খাদ্য সঞ্চয়খ) সালোকসংশ্লেষণগ) সমন্বয়ঘ) গ্লাইকোলাইসিস৯২. নিউরন তন্তুর ভিতর দিয়ে উদ্দীপনা বা তাড়না শেষ পর্যন্ত কোথায় পৌঁছায়?ক) সুষুম্নাকান্ডেখ) অ্যাক্সনেগ) মস্তিষ্কেঘ) কোষদেহে৯৩. সাইটোকাইনিন হরমোন প্রাপ্তির ক্ষেত্রে সঠিক কোনটি?ক) ফল, সস্য ও ডাবের পানিখ) সস্য, সবজি ও আখের রসগ) রাফেজযুক্ত সবজি, বীট ও আখের রসঘ) ভূ-নিম্নস্থ সবজি, সস্য ও তালের রস৯৪. দুই কশেরুকার মধ্যবর্তী ছিদ্র দিয়ে কত জোড়া মেরুরজ্জীয় স্নায়ু বের হয়?ক) ১২ জোড়াখ) ২১ জোড়াগ) ২১ জোড়াঘ) ৩২ জোড়া৯৫. মস্তিষ্কে রক্তক্ষরণকে চলতি কথায় কী বলে?ক) মৃগী রোগখ) পক্ষাঘাতগ) স্ট্রোকঘ) মেনিনজাইটিস৯৬. গৌণ বৃদ্ধি অর্থ কোনটি?ক) লম্বায় বৃদ্ধিখ) পার্শ্ব বৃদ্ধিগ) উচ্চতায় বৃদ্ধিঘ) অভ্যন্তরীণ বৃদ্ধি৯৭. উদ্ভিদের চলন ঘটে-ক) উদ্দীপকের কারণেখ) পারস্পরিক ক্রিয়ার কারণেগ) প্রভাবকের কারণেঘ) জলবায়ুগত কারণে৯৮. উদ্ভিদে সাইটোকাইনিনের ভূমিকা হল-i. কোষের বৃদ্ধি সাধনii. অঙ্গের বিকাশ সাধনiii. বার্ধক্য বিলম্বিত করানিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৯৯. গোনাড গ্রন্থির ক্ষেত্রে-i. যৌন আচরণ নিয়ন্ত্রণ করেii. পরিণত পুরুষে টেস্টোস্টেরন নিঃসরণ করেiii. পরিণত স্ত্রীতে ইস্ট্রোজেন নিঃসরণ করেনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১০০. পশ্চাৎ মস্তিষ্কে গঠিত-i. সেরিবেলাম দিয়েii. পনস দিয়েiii. মেডুলা অবলংগাটা দিয়েনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১০১. জিবেরেলিনের প্রভাবে উদ্ভিদের কোন অংশ দৈর্ঘ্য বৃদ্ধি পায়?ক) উদ্ভিদের পাতাখ) উদ্ভিদের পর্বমধ্যগুলোগ) উদ্ভিদের শাখাঘ) উদ্ভিদের মূল১০২. এপিলেপসি রোগের অপর নাম কী?ক) পক্ষাঘাতখ) মৃগীরোগগ) পারকিনসনঘ) প্যারালাইসিস১০৩. ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধিকারী এসিডের নাম কী?ক) অ্যাকরবিক এসিডখ) ইন্ডোল অ্যাসেটিক এসিডগ) কার্বনিক এসিডঘ) কার্বক্সিলিক এসিড১০৪. ধানের ব্যাকানি রোগের জীবাণু থেকে কোনটি পাওয়া যায়?ক) অক্সিনখ) জিবেরেলিনগ) সাইটোকাইনিনঘ) ইথিলিন১০৫. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কতটি অংশ নিয়ে গঠিত?ক) দুইখ) তিনগ) চারঘ) পাঁচ১০৬. হরমোন-i. মস্তিষ্কের অধীনে কাজ করেii. সবই উত্তেজক পদার্থiii. এক প্রকার রাসায়নিক দ্রব্যনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১০৭. মস্তিষ্ক থেকে কত জোড়া স্নায়ু নির্গত হয়?ক) ১২খ) ৩১গ) ৪১ঘ) ৫২১০৮. শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্থ হয় কেন?ক) থাইরয়েড হরমোনের ঘাটতিতেখ) হরমোনের ঘাটতিতেগ) পিটুইটারী হরমোনের ঘাটতিতেঘ) থাইমক্সিন হরমোনের ঘাটতিতে১০৯. আইলেটস অফ ল্যাংগারহ্যানস কোথায় অবস্থিত?ক) যকৃতেখ) অগ্ন্যাশয়েগ) পিত্তেঘ) জনন অঙ্গে১১০. ইথিলিন হরমোনটি-i. একটি গ্যাসীয় পদার্থii. ফল পাকাতে সাহায্য করেiii. ফুলের ঝড়ে পড়া ত্বরান্বিত করেনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১১১. অভ্যন্তরীণ পরিবেশের উদ্দীপক-i. গন্ধ আলোii. তাপ, রাসায়নিক বস্তুiii. রাসায়নিক বস্তু, চাপনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১১২. কীসের কারণে আকৃষ্ট হয়ে অনিষ্টকারী পোকা ফাদেঁ ও পানিতে ডুবে মারা যায়?ক) হরমোনখ) ফেরোমনগ) অক্সিনঘ) ইথিলিন১১৩. ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে-i. স্থুলকার ব্যক্তিদেরii. রোগীর সংস্পর্শে থাকলেiii. বাবা, মা, দাদা, দাদীর এ রোগ থাকলেনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১১৪. মধ্য মস্তিষ্কের কাজ-i. বাকশক্তি নিয়ন্ত্রণii. বিভিন্ন পেশির কাজের সমন্বয়iii. ভারসাম্য রক্ষানিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১১৫. স্যাকস কোন দেশের বিজ্ঞানী?ক) জার্মানখ) ইংল্যান্ডগ) স্কটল্যান্ডঘ) আয়ারল্যান্ড১১৬. আইলেটস অফ ল্যাংগারহ্যানস-i. শরীরের শর্করা বিপাকে সহায়তা করেii. ইনসুলিন হরমোন নিঃসরণ করেiii. দেহের বিপাকীয় কার্যলাপ নিয়ন্ত্রণ করেনিচের কোনটি সঠিক?ক) iখ) i ও iiগ) ii ও iiiঘ) i ii ও iii১১৭. নিচের কোনটি পারকিনসন রোগের চিকিৎসা?ক) নির্দিষ্ট মাত্রার ঔষধখ) ফিজিওথেরাপিগ) কেমেরাথেরাপিঘ) অ্যাকুপাংচার১১৮. নিউরনের কোষদেহের সাইটোপ্লাজমে থাকে-i. গলজিবস্তুii. নিসল দানাiii. লাইসোজোমনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১১৯. বক্রচলন হল-i. কান্ডের আলোকমুখী চলনii. মূলের অন্ধকারমুখী চলনiii. জুস্পোরের চলননিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১২০. প্রস্রাবের সাথে গ্লুকোজ বের হয়ে যাওয়াকে কী বলে?ক) এপিলেটসিখ) পারকিনসনগ) ডায়াবেটিস মেলিটাসঘ) গয়টার১২১. পাতা, ফুল ও ফলের ঝড়ে পড়া ত্বরান্বিত করে কোন হরমোন?ক) ইথিলিনখ) সাইটোকাইনিনগ) উষ্ণতাঘ) কোমলতা১২২. উদ্ভিদের দেহে প্রাপ্ত হরমোন কোনটি?ক) থাইরক্সিনখ) সাইটোকাইনিনগ) টেস্টোস্টেরনঘ) অ্যাডরেনালিন১২৩. নিউরনের সাইটোপ্লাজমের উদ্দীপনা পরিবহন করে কোনটি?ক) নিলস দানাখ) অ্যাক্সনগ) সুষুম্মা কান্ডঘ) মেরুমজ্জা১২৪. সেকেন্ডারি জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টি হওয়ার ফলে কী হয়?ক) কান্ড মোটা হয়খ) কান্ড চিকন হয়গ) ফুল ঝরে পড়েঘ) কান্ড লম্বা হয়১২৫. পারকিনসন ডিজিজ সাধারণত কখন হয়?ক) ২০ বছর বয়সের পরখ) ৫০ বছর বয়সের পরগ) ৩০ বছর বয়সের পরঘ) ৪০ বছর বয়সের পর১২৬. হরমোন কোষের কোন কাজটি পরিচালিত করে?ক) তড়িৎ রাসায়নিক কাজখ) প্রাণরাসায়নিক কাজগ) জৈবিক কাজঘ) রাসায়নিক কাজ১২৭. অক্সিন সর্বপ্রথম কে আবিষ্কার করেন?ক) মেন্ডেলখ) চার্লস ডারউইনগ) কোলঘ) হ্যাগেন স্নিট১২৮. থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটি?ক) থাইমক্সিনখ) থাইরক্সিনগ) পারাথাইরক্সিনঘ) গ্লুকাগন১২৯. কর্টেক্স-i. অসংখ্যা নিউরন দ্বারা গঠিতii. মেনিনজেসের ভেতরের অংশiii. ধূসর বর্ণেরনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৩০. উদ্ভিদ জীবনে আবহাওয়া ও জলবায়ুজনিত প্রভাবক গুরুত্বপূর্ণ কেন?ক) জীবনচক্র সুষ্ঠুভাবে সম্পন্নের জন্যখ) প্রজনন সুষ্ঠূভাবে সম্পন্নের জন্যগ) ফলের পরিপক্কতার জন্যঘ) দৈহিক বৃদ্ধির জন্য১৩১. পাতাগুলো আালোর সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করে?ক) ৮০ ডিগ্রিখ) ৭০ ডিগ্রিগ) ৯০ ডিগ্রিঘ) ৬০ ডিগ্রি১৩২. মেরুদন্ডের কশেরুকার ভেতরের ছিদ্রপথে কোনটি সুরক্ষিত থাকে?ক) পনসখ) সেরিব্রামগ) সেরিবেলামঘ) মেরুরজ্জু১৩৩. ভ্রুণকান্ডের অগ্রাংশ অভিকের্ষের উদ্দীপনা অনুভব করতে পারে। একে কী বলে?ক) Geoperceptionখ) Movement of curvatureগ) Movement of locomotionঘ) Vernalization১৩৪. বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে কোনটি?ক) জিবেরেলিন ও অক্সিনখ) অক্সিন ও সাইটোকাইনিনগ) সাইটোকাইনিনঘ) অ্যাডরেনালিন১৩৫. কর্টেক্সের রং কিরূপ?ক) লালখ) ধূসরগ) হলুদঘ) সাদা১৩৬. উদ্ভিদে বিভিন্ন অঙ্গ বিকাশের ক্ষেত্রে আলো ও উষ্ণতার প্রভাব হলো-i. ভিন্ন ভিন্ন উপাদান উৎপন্ন হয়ে নতুন অঙ্গের সৃষ্টি করেii. কোষের উপাদানগুলো উপরে স্থানান্তরিত হয়iii. কোষের উপাদানগুলো নিচে স্থানান্তরিত হয়নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৩৭. সুষুম্নাকান্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফতী অংশ করোটির মধ্যে অবস্থান করে তাকে কী বলে?ক) সুষুম্নাস্নায়ুখ) সুষুম্নাকান্ডগ) মস্তিষ্কঘ) করোটি১৩৮. প্যারাথাইরয়েড গ্রন্থি কাজ-i. সোডিয়াম বিপাক নিয়ন্ত্রণii. প্যারাথাইরক্সিন হরমোন নিঃসরণiii. ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৩৯. শরীরে কোন অংশের মাংসপেশীয় কার্যাবলি নষ্ট হওয়াকে কী বলে?ক) প্যারালাইসিসখ) স্ট্রোকগ) বহুমূত্রঘ) এপিলেপসি১৪০. নিউরিলেমা ও অ্যাক্সনের মধ্যবর্তী অঞ্চলটি কী?ক) মায়োলিনখ) পনসগ) নিউরিলেমাঘ) মেনিনজেন১৪১. কোনটি দেহের সমন্বয়ে অংশ নেয়?ক) হরমোনখ) রক্তগ) লসিকাঘ) এনজাইম১৪২. নিউরনের প্রলম্বিত অংশ কত ধরনের?ক) দুইখ) তিনগ) চারঘ) পাঁচ১৪৩. সামগ্রিক চলন ঘটে-i. Volvox, Chlamydomonas এii. ছত্রাক ও শৈবালেiii. ডায়াটম ও গুল্মেনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৪৪. কোনটির অভাবে পাতায় মৃত অঞ্চলের সৃষ্টি হয়?ক) Feখ) Kগ) Mnঘ) Mg১৪৫. কোনটি একজন ডায়াবেটিস আক্রান্ত রোগীর জন্য মহৌষধস্বরূপ?ক) নিয়ন্ত্রিত খাওয়ার অভ্যাসখ) ইনসুলিন ইনজেকশনগ) পরিমিত ঔষধ সেবনঘ) সুশৃঙ্খল জীবন ব্যবস্থা১৪৬. অন্ধকারের দিকে ঘনত্ব বাড়ায়-ক) জিবেরেলিনখ) অক্সিনগ) সাইটোকাইনিনঘ) ইথিলিন১৪৭. মাদকাসক্তি কুফলের ক্ষেত্রে-i. মানসিক ক্ষতিii. শারীরিক ক্ষতিiii. সামাজিক ও অর্থনৈতিক ক্ষতিনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৪৮. স্নায়ুকলা গঠিত হয়-i. কিছু সংখ্যক স্নাযু যোজক টিস্যু দ্বারাii. স্নায়ুকোষ বা নিউরনের সমন্বয়েiii. বিভিন্ন অঙ্গতন্ত্রের সমন্বয়েনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৪৯. ছোটদিনের উদ্ভিদের পুষ্পায়নে দৈনিক গড়ে কত ঘন্টা আলোর প্রয়োজন?ক) ১০-১২ ঘন্টাখ) ৯-১০ ঘন্টাগ) ৮-১২ ঘন্টাঘ) ৭-৯ ঘন্টা১৫০. মানুষ মাদকাসক্ত হয়-i. কৌতূহলবশত ও সহজ আনন্দ লাভের জন্যii. পরিবারে এর ব্যবহার ও সহজলভ্যতায়iii. বেকারত্ব, হতাশা ও অভাবের কারণেনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৫১. ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রধান উপায় হলো কোনটি?ক) ওষুধ নিয়ন্ত্রণখ) মহৌষধস্বরূপগ) স্বাভাবিকঘ) শৃঙ্গলরূপ১৫২. দেহের প্রত্যেক কাজের ও অনুভূমি কেন্দ্রের-i. বাইরের স্তরের নাম কর্টেক্সii. ভিতরের স্তরে স্নায়ুতন্তু থাকেiii. অবস্থান পশ্চাৎ মস্তিষ্কেনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৫৩. অক্সিন হরমোনটি-i. চার্লস ডারউইন আবিষ্কার করেনii. কোল ও স্নিট নামকরণ করেনiii. চার্লস ডারউইন ভ্রুণমুকুলাবরণীর উপর প্রভাব লক্ষ করেননিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৫৪. কেউ কেউ ফাইটোহরমোনকে কী হিসেবে আখ্যায়িত করেন?ক) ফ্লোরেজিনখ) উদ্ভিদ বৃদ্ধিকারক বস্তুগ) ইথিলিনঘ) ভার্নালিন১৫৫. মস্তিষ্কের সব থেকে পেছনের অংশ কোনটি?ক) সেরিব্রামখ) মেডুলা অবলংগাটাগ) পনসঘ) সেরিবেলাম১৫৬. স্বাধীন ও স্বতন্ত্রভাবে আপন কর্তব্য সম্পাদন করে কোন স্নায়ুতন্ত্র?ক) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রখ) স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রগ) সুষুম্নাকান্ডঘ) নিউরন১৫৭. সামগ্রিক চলন দেখা যায় কোনটিতে?ক) Volvoxখ) Spirogyraগ) Padinaঘ) Ulva১৫৮. উদ্ভিদের যেসকল হরমোন এখনো আলাদা করা যায়নি তাদের কী?ক) স্টিমুলেটেড হরমোনখ) আইসোলেটেড হরমোনগ) নন-আইসোলেটেড হরমোনঘ) পস্টুলেটেড হরমোন১৫৯. ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কয়টি ‘D’ মেনে চলা অত্যাবশ্যক?ক) দুটিখ) একটিগ) তিনটিঘ) চারটি১৬০. মাদকাসক্ত হওয়ার কারণের মধ্যে রয়েছে-i. নতুন অভিজ্ঞতা অর্জনii. সহজ আনন্দ লাভiii. পরিবারে মাদকদ্রব্যের ব্যবহারনিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৬১. নালিবিহীন গ্রন্থিরসকে কী বলে?ক) এনজাইমখ) হরমোনগ) ফেরোমেনঘ) উৎসেচক১৬২. সেরিব্রামের মাঝখানে খাঁজটি কী?
ক) মেননজেসখ) গ্রোমটারগ) নিউরনঘ) সেরিব্রাল হেমিস্ফিয়ার১৬৩. কোন হরমোন ফলের ভাঙতে সাহায্য করে কোনটি?ক) জিবেরেলিনখ) সাইটোকাইনিনগ) অ্যাসিটিলিনঘ) অক্সিন১৬৪. প্যারা থাইরয়েড গ্রন্থির কাজ হলো-
i. শরীরে হরমোনের ভারসাম্য রক্ষা করে
ii. শরীরে ক্যালসিয়াম ও ফসফরসের বিপাক নিয়ন্ত্রণ করে
iii. রক্তের ক্যালসিয়ামের ভারসম্য রক্ষা করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৬৫. নালিবিহীন গ্রন্থি রস কী?ক) হরমোনখ) এনজাইমগ) অগ্ন্যাশয় রসঘ) পিত্তরস১৬৬. অক্সিনের কাজ নয় কোনটি?ক) কোষের দৈর্ঘ্য বৃদ্ধিখ) শীর্ষ প্রকটতাগ) মূল সৃষ্টিঘ) কুঁড়ির বৃদ্ধি রহিত করা১৬৭. সেরিবেলাম ও মেডুলা অবলংগাটার ভেতর সংযোগ স্থাপন করে কে?ক) অগ্র মস্তিষ্কখ) পনসগ) পশ্চাৎ মস্তিষ্কঘ) সুষুম্না কান্ড১৬৮. ডায়াবেটিস রোগীর ঠিকমত চিকিৎসা না করা হলে-
i. রোগীর শ্বসন হার কমে যায়
ii. রোগী বেহুশ হয়ে পড়তে পারে
iii. রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৬৯. মেডুলা অবলংগাটা থেকে কত জোড়া করোটিক স্নায়ু উৎপন্ন হয়?ক) ৪ জোড়াখ) ৮ জোড়াগ) ১২ জোড়াঘ) ৩১ জোড়া১৭০. প্রত্যেক কাজের জ্ঞান, স্মৃতি ও বাকশক্তি নিয়ন্ত্রণ করে কোনটি?ক) পনসখ) মেডুলা অবলংগাটাগ) মেনিনজেসঘ) সেরিব্রাম১৭১. স্ট্রোকের রোগীর মৃত্যু ঘটে যদি-
i. রক্ত মস্তিষ্কের গহ্বরে প্রবেশ করে
ii. রক্ত মাথার খুলিতে ঢুকে যায়
iii. রোগীর সমস্ত মুখমন্ডল লাল হয়ে যায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৭২. উদ্দীপনা পরিবেশ থেকে মস্তিষ্কে প্রবাহিত হয় কীভাবে?ক) জৈব উপায়েখ) অজৈব উপায়েগ) কণা আকারেঘ) তরঙ্গাকারে১৭৩. নিচের কোনটি হ্রস্বদিবা উদ্ভিদ?ক) লেটুসখ) সূর্যমুখীগ) চন্দ্রমল্লিকাঘ) ঝিঙ্গা১৭৪. এডরেনাল গ্রন্থি হলো-
i. কিডনির ওপর অবস্থিত
ii. এডরেনালিন হরমোন নিঃসরণকারী
iii. কঠিন মানসিক চাপ পরিত্রাণকারী
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৭৫. পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে দেহের ভেতরে প্রবাহিত করে-ক) রক্তখ) রক্তরসগ) স্নায়ু কলাঘ) হরমোন১৭৬. হরমোন উদ্ভিদে-
i. পুষ্টি দ্রব্য হিসাবে থাকে
ii. ক্ষুদ্র মাত্রায় উৎপন্ন হয়
iii. দেহের উন্নয়নে ভূমিকা রাখে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৭৭. থাইমাস গ্রন্থি হলো-
i. সোডিয়াম বিপাক নিয়ন্ত্রণ
ii. প্যারাথাইরক্সিন হরমোন নিঃসরণ
iii. ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৭৮. কোষ বিভাজনের সময় কোষের সাইটোকাইনেসিস ঘটায় কোনটি?ক) অক্সিনখ) জিবেরেলিনগ) সাইটোকাইননঘ) অ্যাবসিসিক অ্যাসিড১৭৯. সেরিব্রামের কাজ হলো-
i. প্রত্যেক অঙ্গ থেকে স্নায়ু তাড়না গ্রহণ করা
ii. দেহের নড়াচড়া তথা অনুভূতি সৃষ্টি করা
iii. স্মৃতি, ইচ্ছা, জ্ঞান,প্রভৃতি ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৮০. উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে নিচের কোন হরমোন?ক) অক্সিনখ) সাইটোকাইনিনগ) অ্যাবাসিসিক এসিডঘ) ফ্লোরিজেন১৮১. পিটুইটারি গ্রন্থির ক্ষেত্রে-
i. অগ্রমস্তিষ্কের তলদেশে অবস্থিত
ii. প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি
iii. আকারে সবচেয়ে বড়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৮২. অধিকাংশ জিবেরেলিন উদ্ভিদের কোন অংশে পাওয়া যায়?ক) উদ্ভিদের মূলেখ) উদ্ভিদের কান্ডেগ) উদ্ভিদের কান্ড শীর্ষেঘ) উদ্ভিদের বীজে১৮৩. মৃগী রোগী পানিতে পড়লে ডুবে মারা যায় কেন?ক) শরীরের তাপমাত্রা কমে যায় বলেখ) নিজ শক্তিতে উঠতে পারে না বলেগ) উচ্চ রক্তচাপ বেড়ে যায় বলেঘ) শ্বাস-প্রশ্বাসের হার কমে যায় বলে১৮৪. ফাইটো অর্থ কী?ক) আদিখ) উদ্ভিদগ) প্রাণীঘ) ছত্রাক১৮৫. যে জৈব রাসায়নিক পদার্থের প্রভাব উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রিত হয় তাকে কী বলে?ক) বৃদ্ধিকারক বস্তুখ) স্টিমুলেটেড হরমোনগ) আইসোলেটেডঘ) নন-আইসোলেটড হরমোন১৮৬. শ্বেত পদার্থ-
i. সেরিব্রামের ভিতরের স্তর
ii. সেরিবেলামের বাইরে স্তর
iii. মেরুরজ্জুর উপর ও নিচে স্নায়ু তাড়না বহন করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৮৭. মস্তিষ্কের রক্তক্ষরণকে কী বলা হয়?ক) প্যারালাইসিসখ) স্ট্রোকগ) পারকিনসনঘ) এপিলেপসি১৮৮. উদ্ভিদের চলনকে কত ভাগে ভাগ করা যায়?ক) তিন ভাগেখ) দুই ভাগেগ) চার ভাগেঘ) পাঁচ ভাগে১৮৯. কান্ডের আলোর দিকে চলনকে কী বলে?ক) নেগেটিভ ফটোট্রপিজমখ) পজিটিভ ফটোট্রাপিজমগ) নেগেটিভ জিওট্রপিজমঘ) পজিটিভ জিওট্রপিজম১৯০. সেরিবেলামের বাইরের দিকে কী থাকে?ক) শ্বেত পদার্থখ) কালো পদার্থগ) ধূসর পদার্থঘ) লোহিত পদার্থ১৯১. নিউরনের কোষদেহ গঠিত হয়-
i. প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস দিয়ে
ii. নিউরনের গোলাকার বা ডিম্বাকার অংশ নিয়ে
iii. দুটি অংশ নিয়ে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৯২. মস্তিষ্কের বোঁটা কোনটি?ক) পনসখ) নিউরনগ) সুষুম্না শীর্ষকঘ) নেফ্রন১৯৩. নিচের কোন আয়োডিনের অন্যতম প্রধান উৎস?ক) পুকুরের মাছখ) সামুদ্রিক মাছগ) গরুর মাংসঘ) মুরগীর মাংস১৯৪. চন্দ্রমল্লিকা কী ধরনের উদ্ভিদ?ক) ছোট দিনের উদ্ভিদখ) বড় দিনের উদ্ভিদগ) ছোট রাত্রির উদ্ভিদঘ) নিরপেক্ষ উদ্ভিদ১৯৫. ডোপামিন কী?ক) অগ্ন্যাশয় উৎপন্ন নির্যাসখ) যকৃতে উৎপন্ন নির্যাসগ) স্নায়ুকোষে উৎপন্ন নির্যাসঘ) থাইমাসে উৎপন্ন নির্যাস১৯৬. এডরেনাল গ্রন্থির কাজ-
i. অত্যাবশ্যকীয় বিপাক নিয়ন্ত্রণ
ii. কঠিন মানসিক চাপ থেকে পরিত্রাণ
iii. এ্যাডরেনালিন হরমোন নিঃসরণ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৯৭. উদ্ভিদের কান্ড ও শাখা-প্রশাখার সমসময় কোন দিকে চলন ঘটে?ক) আলোর বিপরীত দিকেখ) আলোর দিকেগ) মূলের দিকেঘ) নিম্নদিকে১৯৮. অ্যাডরেনাল গ্রন্থি দেহের-
i. অত্যাবশ্যকীয় বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে
ii. জনন অঙ্গের বৃদ্ধি ঘটায়
iii. কঠিন মানসিক চাপ থেকে পরিত্রাণ ঘটায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৯৯. মানবদেহের পিটুইটারি গ্রন্থি-
i. নালিযুক্ত গ্রন্থি
ii. সোমাটোট্রিপিন হরমোন নিঃসরণকারী
iii. অন্তঃক্ষরা গ্রন্তির অন্তর্গত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২০০. নিচের কোনটিকে গুরুমস্তিষ্ক বলা হয়?ক) পনসখ) সেরিব্রামগ) মেডুলাঘ) সেরিবেলাম২০১. কোনটি উদ্ভিদের জনন সংশ্লিষ্ট অঙ্গের বিকাশের সাথে সম্পর্কিত হরমোন?ক) ভার্নালিনখ) ক্লোরিজেনগ) অক্সিনঘ) অ্যাবসিসিক এসিড২০২. মধ্য মস্তিষ্কের কোন অংশটি দেহের ভারসাম্য রক্ষা করে?ক) সেরিব্রামখ) পনসগ) সেরিবেলামঘ) মেডুলা অবলংগাটা২০৩. পনসের পৃষ্ঠীয় দেশে অবস্থিত খন্ডাংশটি কী?ক) মেনেনজেসখ) সেরিবেলামগ) সেরিব্রালঘ) মেডুলা২০৪. উদ্ভিদের আলো-অন্ধকারের ছন্দের উপর ভিত্তি করে পুষ্পধারী উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা হয়?ক) দুটিখ) একটিগ) তিনটিঘ) চারটি২০৫. উদ্ভিদে পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায় কোন হরমোনের প্রভাবে?ক) জিবেরেলিনখ) অক্সিনগ) ইথিলিনঘ) সাইটোকাইনিন২০৬. নিচের কোনটি গ্যাসীয় পদার্থ?ক) অক্সিনখ) জিবেরেলিনগ) সাইটোকাইনিনঘ) ইথিলিন২০৭. ভার্নালাইজেশন কত তাপমাত্রায় ঘটে?ক) ১০০ - ১২০ সে.খ) ১৩০ - ১৫০ সে.গ) ১৬০ - ১৮০ সে.ঘ) ১৮০ - ২০০ সে.২০৮. কোনটিকে মৃগী রোগ বলা হয়?ক) প্যারালাইসিসখ) পারকিনসনগ) এনসেফলাইটিসঘ) এপিলেপসি২০৯. নিউরনের প্রধান কাজ হলো-
i. উদ্দীপনা বহন করা
ii. একে স্নায়ুতন্তু বলে
iii. অ্যাক্সন তন্তু বলে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২১০. এডরেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম কী?ক) এডরেনালিনখ) থাইমক্সিনগ) প্যারাথাইরক্সিনঘ) থাইরক্সিন২১১. ফল গঠনে কোন হরমোন ব্যবহৃত হয়?ক) জিবেরেলিনখ) অক্সিনগ) ভার্নালিনঘ) ইথিলিন২১২. নিউরনের প্রলম্বিত অংশ কোনটি?ক) ডেনড্রাইটখ) গলজিবস্তুগ) মাইটোকন্ড্রিয়াঘ) চর্বি২১৩. কোনটির প্রভাবে ধমনিতে রক্ত প্রবাহ বন্ধ হয়?ক) হরমোনখ) আয়োডিনগ) কোলেস্টেরলঘ) এনজাইম২১৪. সিন্যাপসের কোন তরল পদার্থ থাকে?ক) গ্রেম্যাটারখ) শ্বেতপদার্থগ) নিউরোহিউমারঘ) ফোরামেন ম্যাগনাম২১৫. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় কোনটি দিয়ে?ক) মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রখ) মস্তিষ্ক ও সুষুম্মা স্নায়ুগ) মস্তিষ্কঘ) সুষুম্মা কান্ড২১৬. পারকিনসন রোগের চিকিৎসা-
i. ইনসুলিন গ্রহণ
ii. ফিজিওথেরাপী গ্রহণ
iii. পরিমিত খাদ্য গ্রহণ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২১৭. বাহ্যিক পরিবেশের উদ্দীপক-
i. আলো, গন্ধ
ii. গন্ধ, স্পর্শ
iii. স্বাদ, স্পর্শ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২১৮. প্রতিবর্তী ক্রিয়া বলতে উদ্দীপনার কী বুঝায়?ক) স্বাভাবিকতাখ) আকস্মিকতা ও স্বয়ংক্রিয়তাগ) প্রতিবেদন ক্রিয়াঘ) প্রতিক্রিয়া২১৯. নিচের কোনটি থেকে আমরা আয়োডিন পাই?ক) লেবুখ) জাম্বুয়াগ) কচুঘ) আপেল২২০. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-
i. মাদকদ্রব্য আইন প্রণয়ন করে
ii. মাদকাসক্তদের চিকিৎসার ব্যবস্থা করে
iii. মাদকদ্রব্য আইনের প্রয়োগ করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২২১. গলগন্ড রোগের অপর নাম কী?ক) গয়টারখ) রয়টারগ) এপিকেপসিঘ) পারকিনসন২২২. স্ট্রোকের সময়-
i. নাড়ির স্পন্দন বেড়ে যায়
ii. প্রচন্ড মাথা ব্যথা হয়
iii. মাংসপেশি শিথিল হয়ে যায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২২৩. কোনটির মাধ্যমে হরমোন পরিবাহিত হয়?ক) লসিকার মাধ্যমেখ) এনজাইমের মাধ্যমেগ) রক্তের মাধ্যমেঘ) নালির মাধ্যমে২২৪. স্বয়ংক্রিয় স্বায়ু দ্বারা পরিচালিত হয় কোনটি?ক) অগ্ন্যাশয়খ) জিহ্বাগ) দাঁতঘ) কান২২৫. গয়টার রোগীর সংখ্যা অনেক বেশি-
i. বাংলাদেশের উত্তরবঙ্গে
ii. বাংলাদেশের দক্ষিণবঙ্গে
iii. হিমালয়ের পাদদেশে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২২৬. নেশা বস্তুর কারণে কোনটি হয়?ক) চিন্তাশক্তি বাড়েখ) চিন্তাশক্তি কমেগ) মানসিক উৎকর্ষতা বাড়েঘ) সৃজনশীল কাজ করা যায়২২৭. বহুমূত্র রোগীর ক্ষেত্রে-
i. অধিক পিপাসা লাগে
ii. দুর্বলতা ও অবসাদ সৃষ্টি হয়
iii. ওজন বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২২৮. প্রাকৃতি প্রধান হরমোনগুলি হলো-
i. অক্সিন
ii. জিবেরেলিন
iii. ইথিলিন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২২৯. বাতাসে ফেরোমন নিঃসৃত হলে কত দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে?ক) ১-২ কিলোমিটারখ) ২-৪ কিলোমিটারগ) ২-৩ কিলোমিটারঘ) ৪-৫ কিলোমিটার২৩০. থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোন কী কাজে লাগে?ক) শ্বসনেখ) এন্টিবডি গঠনেগ) বিপাকেঘ) জনন গ্রন্থির বৃদ্ধিতে২৩১. অগ্র ও পশ্চাৎ মস্তিষ্কের সংযুক্ত করে কে?ক) অগ্র মস্তিষ্কখ) পশ্চাৎমস্তিষ্কগ) মধ্যমস্তিষ্কঘ) সুষুম্নাকান্ডের২৩২. অ্যাক্সনের চারদিকের পাতলা আবরণটিকে কী বলে?ক) নিউরিলেমাখ) অ্যাক্সলেমাগ) সিন্যাপসঘ) মায়োলিন২৩৩. উদ্ভিদে যেসব হরমোন পাওয়া যায় সেগুলো হলো-
i. জিবেরেলিন
ii. ডোপামিন
iii. অক্সিন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) i ও iiiঘ) i ii ও iii২৩৪. কোন উদ্ভিদের পুষ্পায়নের দিনের আলো কোনো প্রভাব ফেলে না?ক) বড় দিনেরখ) আলোক নিরপেক্ষ দিনেরগ) ছোট দিনেরঘ) নিরপেক্ষ দিনের২৩৫. সেরিব্রাম সম্পূর্ণভাবে কয়টি অংশে বিভক্ত?ক) তিনটিখ) চারটিগ) দুটিঘ) পাঁচটি২৩৬. দেহে সঞ্চালন তথা প্রত্যেক কাজের ও অনুভূতির কেন্দ্র কোনটি?ক) সেরিব্রামখ) সেরিবেলামগ) পনসঘ) মেডুলা অবলংগাটা২৩৭. গ্রন্থিরাজ বলা হয় কাকে?ক) পিটুইটারিকেখ) থাইরয়েডকেগ) নিউরনকেঘ) ইস্ট্রোজেনকে২৩৮. মেডুলা অবলংগাটার কাজ হলো-
i. খাদ্য গলধকরণ করা
ii. হৃদপিন্ড, ফুসফুস ও গলবিলের কাজ নিয়ন্ত্রণ করা
iii. শ্রবণ ও ভারসাম্য রক্ষা করা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৩৯. প্রাকৃতিক প্রধান হরমোন কোনটি?ক) অক্সিজেনখ) ভার্নালিনগ) ফ্লোরিজেনঘ) ইস্ট্রোজেন২৪০. তাড়না বা উদ্দীপনা পরিবেশ থেকে মস্তিষ্কে প্রবাহিত হয় কীভাবে?ক) কণা আকারেখ) তরঙ্গাকারেগ) জৈব উপায়েঘ) রাসায়নিক ভাবে২৪১. কাদের মৃগী রোগ দেখা দেয়?ক) ব্রেইন স্ট্রোকের রোগীদেরখ) হার্ট স্ট্রোকের রোগীদেরগ) ইসমিক স্ট্রোকের রোগীদেরঘ) এফাইসোমার রোগীদের২৪২. মানবদেহে হরমোন উৎপাদনকারী প্রধান গ্রন্থি কী?ক) থাইরয়েড গ্রন্থিখ) প্যারাথাইরয়েড গ্রন্থিগ) পিটুইটারি গ্রন্থিঘ) থাইমাস গ্রন্থি২৪৩. হরমোনের উৎপত্তিস্থল কোনটি?ক) নালিযুক্ত গ্রন্থিখ) রক্তগ) নালিহীন গ্রন্থিঘ) লসিকা২৪৪. জনন অঙ্গের বৃদ্ধিতে সাহায্য করে কোনটি?ক) প্যারাথাইরক্সিনখ) থাইরক্সিনগ) থাইমক্সিনঘ) ইনসুলিন২৪৫. বীজহীন ফল উৎপাদনে ব্যবহৃত হয়-
i. ইথিলিন
ii. অক্সিন
iii. জিবেরেলিন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৪৬. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত-
i. মস্তিষ্ক দ্বারা
ii. সুষুম্না কান্ড দ্বারা
iii. ব্রংকিওল দ্বারা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৪৭. সেরিব্রামের ভিতরের স্তরে থাকে-
i. স্নায়ুতন্তু
ii. স্নায়ুতন্তুর রং কালো
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৪৮. নিউরনের প্রলম্বিত অংশ-
i. কোষদেহ
ii. ডেনড্রাইট
iii. অ্যাক্সন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৪৯. প্যারালাইসিসের কারণ-
i. স্নায়ুরোগ
ii. স্ট্রোক
iii. সুষম্নাদন্ডের ক্ষয় ও রোগ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৫০. মায়োলিন হল-
i. ডেনড্রাইট ও অ্যাক্সনের মধ্যবর্তী স্তর
ii. স্নেহ পদার্থের একটি স্তর
iii. নিউরিলেমা ও অ্যাক্সনের মধ্যবর্তী স্তর
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৫১. পনস কোথায় থাকে?ক) সেরিবেলামের উপরেখ) সেরিব্রাম ও করোটির মাঝখানেগ) মেডুলা অবলংগাটা ও মধ্যমস্তিষ্কের মাঝখানেঘ) হাইপোথ্যালামাসের উপরে২৫২. পারকিনসন রোগ কত বয়সের পরে হয়?ক) ৩০খ) ৪০গ) ৪৫ঘ) ৫০২৫৩. পাতায় উৎপন্ন ফ্লোরিজেন কোথায় স্থানান্তরিত হয়?ক) মূলেখ) কান্ডের গোড়ায়গ) পাতার কিনারায়ঘ) পত্রমূলে২৫৪. স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র পরিচালনা করে-
i. পেশির সঞ্চালন
ii. অন্ত্র, পাকস্থলীর কাজ
iii. পাকস্থলী, অগ্ন্যাশয়ের কাজ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৫৫. কোনটি মস্তিষ্কের সুরক্ষা প্রদান করে?ক) স্কালখ) করোটিগ) করোটিকাঘ) স্কেলিটন২৫৬. কোনটির অভাব হলে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়?ক) আয়রনখ) পটাশিয়ামগ) আয়োডিনঘ) ক্যালসিয়াম২৫৭. সেরিবেলামের অবস্থান কোথায়?ক) অগ্রমস্তিষ্কখ) পনসের পৃষ্ঠীয় দেশেগ) পনসের অঙ্কীয় দেশেঘ) মধ্যমস্তিষ্কে২৫৮. শৈত্য প্রদানের মাধ্যমে উদ্ভিদের ফুল ধারণকে ত্বরাণ্বিত করার প্রক্রিয়াকে কী বলে?ক) ভার্নালাইজেশনখ) ফটোলাইসিসগ) ইমবাইবিশনঘ) ফটোট্রপিজম২৫৯. স্ট্রোকে মানুষের মৃত্যুর ক্ষেত্রে প্রযোজ্য কারণ কোনটি?ক) মস্তিষ্কের গহ্বর ও খুলিতে রক্ত প্রবেশখ) মস্তিষ্কের গহ্বর ও খুলিতে পানি প্রবেশগ) সুষুম্নাকান্ড ও স্নায়ুরজ্জু ক্ষতিগ্রস্ত হওয়াঘ) মস্তিষ্ক ও এটলাস কশেরুকা ক্ষতিগ্রস্ত হওয়া২৬০. ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ করা যায়-
i. সুশৃঙ্খল জীবনযাপন করে
ii. খাদ্য নিয়ন্ত্রণ করে
iii. মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৬১. মস্তিষ্কের গ্রেম্যাটার বা ধূসর পদার্থের কাজ কী?ক) দেহের ভারসাম্য রক্ষাখ) মেরুদন্ডের ভিতর অন্তঃযোগাযোগ রক্ষা করাগ) ঐচ্ছিক পেশির কার্য নিয়ন্ত্রণঘ) বিভিন্ন পেশির সমন্বয় সাধন২৬২. সাইটোকাইনিন হরমোনটি পাওয়া যায়-
i. ফল ও সস্যে
ii. ফুল ও মূলে
iii. ডাবের পানিতে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৬৩. আলোর বিপরীত দিকে মূলের চলনকে কী বলে?ক) পজিটিভ ফটোট্রপিজমখ) নেগেটিভ জিওট্রপিজমগ) নেগেটিভ ফটোট্রপিজমঘ) পজিটিভ জিওট্রপিজম২৬৪. রক্তে গ্লুকোজ মাত্রা কে নিয়ন্ত্রণ করে?ক) প্রোর্যাকটিনখ) ইস্ট্রোজেনগ) ইনসুলিনঘ) থাইরক্সিন২৬৫. প্রতিটি নিউরন কতিটি প্রধান অংশ নিয়ে গঠিত?ক) দুইটিখ) তিনটিগ) চারটিঘ) পাঁচটি২৬৬. প্রতিটি নিউরনের কয়টি অংশ?ক) একটিখ) দুইটিগ) তিনটিঘ) চারটি২৬৭. জনন অঙ্গের বৃদ্ধিতে সাহায্য করে-
i. থাইমাস গ্রন্থি
ii. গোনাড গ্রন্থি
iii. থাইরয়েড গ্রন্থি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৬৮. কোনটির প্রভাব উদ্ভিদের বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধিত হয়?ক) এনজাইমখ) সূর্যলোকগ) হরমোনঘ) খনিজ পদার্থ২৬৯. তুমি বীজহীন ফল উৎপাদনে ব্যবহার করবে-
i. অক্সিন
ii. জিবেরেলিন
iii. সাইটোকাইনিন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৭০. মেডুলা অবলংগাটা-
i. মস্তিষ্কের সামনের অংশ
ii. এর সামনে রয়েছে পনস
iii. এর পেছনে আছে সুষুম্না কান্ড
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৭১. স্নায়ুতন্ত্রের পরিচালক কোনটি?ক) সুষম্না কান্ডখ) মেরুরজ্জুগ) মস্তিষ্কঘ) সুষম্না স্নায়ু২৭২. ভারসাম্য রক্ষা করা কোন মস্তিষ্কের কাজ?ক) অগ্র মস্তিষ্কখ) মধ্য মস্তিষ্কগ) পশ্চাৎ মস্তিষ্কঘ) পনস২৭৩. পিটুইটারি গ্রন্থির আকার কেমন?ক) বড়খ) মাঝারিগ) সবচেয়ে ক্ষুদ্রঘ) স্বাভাবিক২৭৪. প্রাণীর প্রয়োজনীয় সমন্বয় কাজ স্নায়ু ছাড়াও কী দ্বারা প্রভাবিত হতে পারে?ক) ইথিলিনখ) ফ্লোরিজেনগ) হরমোনঘ) ভার্নালিন২৭৫. পরিণত বয়সে পুরুষে জনন অঙ্গ হতে কোনটি নিঃসৃত হয়?ক) ইস্ট্রোজেনখ) থাইমেসিনগ) টেস্টোস্টেরনঘ) অক্সিটোসিন২৭৬. সাইটোকাইনিন কোথায় পাওয়া যায়?ক) ফুলের মধ্যেখ) ডাবের পানিতেগ) উদ্ভিদের পাতায়ঘ) উদ্ভিদের কান্ডে২৭৭. পস্টুলেটেড হরমোন কোনটি?ক) ফ্লোরিজেনখ) অক্সিনগ) জিবেরেলিনঘ) সাইটোকাইনিন২৭৮. নিচের কোন হরমোনটি অক্সিনের সাথে যুক্ত হয়ে কোষ বিবাজনকে উদ্দীপিত করে?ক) জিবেরেলিনখ) ইথিলিনগ) ভার্নালিনঘ) সাইটোকাইনিন২৭৯. নিচের কোন বড় দিনের উদ্ভিদ?ক) চন্দ্রমল্লিকাখ) ডালিয়াগ) লেটুসঘ) শসা২৮০. যখন আরো তীর্ষকভাবে একদিকে লাগে তখন ভ্রুণমুকুলাবরণী কীভাবে পরিবর্তিত হয়?ক) আালোয় উৎসের বিপরীতে বেঁকে যায়খ) আলোর উৎসের দিকে বেঁকে যায়গ) মাটির দিকে নুয়ে পড়েঘ) খাড়া ভাবে বৃদ্ধি পায়২৮১. কোনটির কার্যকারিতার উপর মস্তিষ্ক ও মেরুরজ্জুর কোন প্রভাব নেই?ক) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রখ) পার্শ্বীয় স্নায়ুতন্ত্রগ) ঐচ্ছিক পেশিঘ) স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র২৮২. খাদ্য শেষ হলে পিঁপড়া কী নিঃসরণ বন্ধ করে?ক) অক্সিন হরমোনখ) জিবোরেলিন হরমোনগ) সাইটোকাইনি হরমোনঘ) ফেরোমন হরমোন২৮৩. সেরিবেলামের-
i. বাইরের দিকে ধূসর পদার্থ
ii. ভেতরের দিকে শ্বেত পদার্থ
iii. বাইরের দিকে লোহিত পদার্থ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৮৪. পরিণত বয়সের লক্ষণসমূহ বিকশিত করতে ভূমিকা রাখে কোন গ্রন্থি নিঃসৃত হরমোন?ক) থাইমাস গ্রন্থিখ) পিটুইটারী গ্রন্থিগ) পিনিয়াল গ্রন্থিঘ) গোনাড গ্রন্থি২৮৫. জিবেরেলিনের কার্যকারিতা রয়েছে-
i. ফুল ফোটাতে
ii. অংকুরোদগমে
iii. ফল পাকাতে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৮৬. হরমোন এক ধরনের-
i. পুষ্টি দ্রব্য
ii. জৈব রাসায়নিক পদার্থ
iii. নিয়ন্ত্রণকারী
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৮৭. আইলেটস অফ ল্যাংগারহ্যানস থেকে নিচের কোনটি নিঃসৃত হয়?ক) এডরেনোকর্টিকেট্রপিনখ) টেস্টোস্টেরনগ) ইস্ট্রোজেনঘ) ইনসুলিন২৮৮. ইন্ডোল অ্যাসিটিক এসিডের প্রভাবে-
i. ক্যাম্বিয়ামের কার্যকারিতা হ্রাস পায়
ii. ক্যালাস সৃষ্টি হয়
iii. ক্ষতস্থান পূরণ হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৮৯. উদ্ভিদের বৃদ্ধিজনিত চলনের উদাহরণ কোনটি?ক) মূলের এগিয়ে চলাখ) পাতার বৃদ্ধিগ) কান্ড শীর্ষঘ) পত্রবৃন্ত২৯০. বাহ্যিক পরিবেশের উদ্দীপক কোনটি?ক) আলো, গন্ধখ) চাপ, তাপগ) বায়ু, মাটিঘ) পানি, Co2২৯১. গলার ট্রাকিয়ার উপরের অংশে অবস্থিত কোনটি?ক) পিটুইটারি গ্রন্থিখ) থাইরয়েড গ্রন্থিগ) থাইমাস গ্রন্থিঘ) এডরেনাল গ্রন্থি২৯২. অনুভূতিবাহী নিউরন কোথায় স্নায়ূ উদ্দীপনা প্রেরণ করে?ক) গ্রাহক অঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রখ) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কার্যকরী অঙ্গেগ) মেরুদন্ডের ভিতরেঘ) পনস থেকে গ্রাহক অঙ্গে২৯৩. কান্ডের আলোকমুখ চলন, মূলের অন্ধকারমুখী চলন, আকর্ষীর অবলম্বনকে পেঁচিয়ে ধরা কী ধরনের চলন?ক) সোজা চলনখ) সামগ্রিক চলনগ) বক্র চলনঘ) নিম্নমুখী চলন২৯৪. পুস্টুলেটেড হরমোনের উদাহরণ-
i. ভার্নালিন
ii. অক্সিন
iii. ফ্লোরিজেন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৯৫. ডেনড্রাইট কোথায় দেখা যায়?ক) কার্ডিয়ামখ) কানেকটিভ টিস্যুগ) এপিথেলিয়াস টিস্যুঘ) নিউরন২৯৬. নিউরন থেকে নিউরন উদ্দীপনা বাহিত হতে কোনটি অপরিহার্য?ক) অ্যাক্সনখ) নিউরিলেমাগ) র্যানাভিয়ার এর পর্বঘ) অ্যাক্সলেমা২৯৭. শরীরের পেশির নড়াচড়ায় সাহায্য করে কোনটি?ক) ডোপামিনখ) পেডোমিনগ) প্রোল্যাকটিনঘ) ট্রপিন২৯৮. অক্সিনের নামকরণ করেন-
i. কোল
ii. হ্যাগেন স্নিট
iii. চার্লস ডারউইন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৯৯. একজন ফল ব্যবসায়ী ব্যবসায়িক দিক লক্ষ রেখে কীভাবে ফল পাকাবে?ক) ইথিলিন ব্যবহার করেখ) জিবেরেলিন ব্যবহার করেগ) সাইটোকাইনিন ব্যবহার করেঘ) অক্সিন ব্যবহার করে৩০০. উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলো-
i. অত্যন্ত জটিল
ii. সুশৃঙ্খল নিয়ম মেনে চলে
iii. চলমান
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩০১. উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে-
i. আলো ও উষ্ণতার প্রভাব লক্ষণীয়
ii. অক্সিন হরমোন অত্যন্ত জরুরি
iii. অ্যাবাসিসিক এসিড অত্যন্ত জরুরি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩০২. প্রতিবর্তী ক্রিয়া বলতে বোঝায়?
i. উদ্দীপনা আকস্মিকতা
ii. মস্তিষ্কচালিত প্রতিক্রিয়া
iii. স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩০৩. পনসের অবস্থান কোথায়?ক) অগ্র মস্তিষ্কের মাঝেখ) পশ্চাৎ মস্তিষ্কের পেছনেগ) মধ্য মস্তিষ্কের পেছনেঘ) মধ্য মস্তিষ্কের অগ্রভাগে৩০৪. কোন গ্রন্থিটি ট্রাকিয়ার উপরের অংশে অবস্থিত?ক) পিটুইটারীখ) থাইরয়েডগ) থাইমাসঘ) গোনাড৩০৫. ইথিলিনের প্রভাবে-
i. কান্ডের বৃদ্ধি ঘটে
ii. সাইটোকাইনেসিস ঘটে
iii. মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩০৬. পারকিনসন রোগীর বয়োবৃদ্ধির ক্ষেত্রে-
i. মাংসপেশি আরো অকার্যকর হয়ে যায়
ii. চলাফেরা ও লেখাপড়ায় কষ্ট হয়
iii. হাত ও পা অসার হয়ো আসা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩০৭. ফ্লোরিজেন কোথায় উৎপন্ন হয়?ক) উদ্ভিদের কান্ডেখ)গ) উদ্ভিদের পাতায়ঘ) উদ্ভিদের মূলে৩০৮. কোন রোগের জীবাণু ধান গাছের অতি বৃদ্ধি ঘটায়?ক) ধানের ব্লাস্ট রোগখ) ব্যাকনি রোগগ) ধানের ব্লাইট রোগঘ) ধানের স্মার্ট রোগ৩০৯. উদ্ভিদের প্রতিটি কোষই কি উৎপাদন সক্ষম?ক) পানিখ) অক্সিজেনগ) খাদ্যঘ) হরমোন৩১০. কোনটিকে গুরুমস্তিষ্কে বলা হয়?ক) সেরিব্রামখ) পনসগ) সেরিবেলায়ঘ) মেডুলা অবলংগাটা৩১১. ফ্লোরিজেন সাহায্য করে-
i. পাতা সৃষ্টিতে
ii. ফল তৈরিতে
iii. ফুল ফোটাতে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) iiiঘ) i ii ও iii৩১২. বাণিজ্যিক ইনসুলিনের নিষ্কাশনে কী তৈরি হয়?ক) সাধারণ লবণখ) জিংক লবণগ) কার্বহাইড্রেটঘ) প্রোটিন৩১৩. উদ্ভিদের বিভিন্ন বিকাশে কোনটির প্রভাব লক্ষণীয়?ক) আলো ও উষ্ণতাখ) পানিগ) মাটিঘ) বায়ু৩১৪. পিঁপড়া খাদ্যের খোঁজ পেলে খাদ্য উৎস থেকে বাসায় আসার পথে কী নিঃসৃত করে?ক) অক্সিনখ) ফেরোমনগ) ফ্লোরিজেনঘ) ইথিলিন৩১৫. শীর্ষমুকুল কাটার ফলে পার্শ্বমুকুল সৃষ্টিতে কোনটি কাজ করে?ক) অক্সিনখ) জিবেরেলিনগ) সাইটোকাইনিনঘ) অ্যাবাসিসিক এসিড৩১৬. উদ্ভিদের জীবনচক্রের পর্যাযগুলি-
i. সুশৃঙ্খল নিয়ম মেনে চলে
ii. বিশৃঙ্খলভাবে চলে
iii. স্বাভাবিক নিয়মে চলে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) iiগ) iiiঘ) i৩১৭. প্যারাথাইরয়েড গ্রন্থির কার্যকারিতা ব্যাঘাতে সৃষ্ট সমস্যা কোনটি?ক) টিটানিখ) গলগন্ডগ) মিক্সিকিমাঘ) এডিসন্স৩১৮. কোনটি সাইটোকাইনিনের কাজ?ক) বীজহীন ফল উৎপাদনখ) ফল গঠনগ) উদ্ভিদের বিকাশেঘ) বার্ধক্য বিলম্বিত করা৩১৯. নিরপেক্ষ দিনের উদ্ভিদ কোনটি?ক) সিমখ) ডালিয়াগ) তামাকঘ) সূর্যমুখী৩২০. প্রকৃতপক্ষে পরপর অবস্থিত দুটি নিউরনের সন্ধিস্থল হলো-
i. অ্যাক্সন
ii. সিন্যাপস
iii. নিউরন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) iiগ) ii ও iiiঘ) i ও ii৩২১. অধিকাংশ জিবেরেলিন উদ্ভিদের কোথায় পাওয়া যায়?ক) পাকা বীজখ) চারাগাছগ) বীজপত্রঘ) পত্রের বধিষ্ণু অঞ্চল৩২২. স্নায়ু যোজক টিস্যু কী দ্বারা গঠিত?ক) নিউরনখ) কর্টেক্সগ) সেরিবেলামঘ) পনস৩২৩. ফ্লোরিজেন উৎপন্ন হয় গাছের কোন অংশে?ক) পাতায়খ) মূলেগ) কান্ডেঘ) ফুলে৩২৪. একটি খাটো উদ্ভিদ তুমি কীভাবে লম্বা করতে পার?ক) সাইাটোকাইনিন হরমোন প্রয়োগেখ) ইথিলিন হরমোন প্রয়োগেগ) অক্সি হরমোন প্রয়োগেঘ) জিবেরেলিন হরমোন প্রয়োগে৩২৫. অক্সিন প্রয়োগে কি গজায়?ক) মূলখ) কান্ডগ) পাতাঘ) ফুল৩২৬. উল্লেখিত হরমোনের কাজ-
i. খাদ্য সংগ্রহে সহায়তা
ii. অন্য জাতের শত্রুকে খুঁজে বের করা
iii. স্ব-জাতি সঙ্গীকে আকৃষ্ট করা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩২৭. কান্ডের মোটা হওয়ার সাথে জড়িত কোনটি?ক) ভার্টিকালচারখ) পরগায়নগ) পিথঘ) ক্যাম্বিয়াম বলয়৩২৮. ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধি পায় কেন?ক) ইন্ডোল অ্যাসিটিক এসিডের প্রভাবেখ) সাইটোকাইনিনের প্রভাবেগ) জিবেরেলিনের প্রভাবেঘ) ইথিলিনের প্রভাবে৩২৯. অক্সিন প্রয়োগে-
i. শাখা কলমে মূল গজায়
ii. ফলের অকাল ঝড়ে পড়া রোধ হয়
iii. পাতার বৃদ্ধি ঘটায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৩০. অ্যাক্সনের মূল অক্ষের আবরণটিকে কী বলে?ক) নিউরিলেমাখ) অ্যাক্সনিমাগ) মায়োলিনঘ) অ্যাক্সলেমা৩৩১. কঠিন মানসিক চাপ পরিত্রাণে সাহায্য করে কোনটি?ক) থাইরয়েডখ) থাইমাসগ) এডরেনালঘ) প্যারাথাইরয়েড৩৩২. স্নায়ুতন্ত্রকে কয়টি ভাগে ভাগ করা হয়?ক) তিনটিখ) দুটিগ) চারটিঘ) পাঁচটি৩৩৩. ফাইটোহরমোনের ক্ষেত্রে-
i. উদ্ভিদ হ্রাসকারক বস্তু
ii. এটি প্রতিটি উদ্ভিদকোষ উৎপাদনে সক্ষম
iii. ভার্নালিন জনন সংশ্লিষ্ট অঙ্গের সঙ্গে সর্ম্পকযুক্ত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৩৪. স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকারীতার একক কী?ক) নিউরিলেমাখ) নিউরনগ) স্নায়ুরজ্জুঘ) মেরুরজ্জু৩৩৫. ব্যথার উদ্দীপনা গ্রহণ করে কোনটি?ক) নিউরনের ডেনড্রাইটখ) অ্যাক্সনগ) মস্তিষ্কঘ) সুষুম্মাকান্ড৩৩৬. বাংলাদেশে কত সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়?ক) ১৯৭৬খ) ১৯৮৩গ) ১৯৮৯ঘ) ১৯৯০৩৩৭. সিন্যাপসের মধ্য দিয়ে কোন পদ্ধতিতে স্নায়ু তাড়না প্রবাহিত হয়?ক) জৈব রাসায়নিকখ) যান্ত্রিকগ) তড়িৎ রাসায়নিকঘ) বিকিরণ৩৩৮. নিসল দানা কোথায় পাওয়া যায়?ক) নিউরনের সাইটোপ্লাজমেখ) অ্যাক্সনেগ) নিউক্লিয়াসেঘ) ডেনড্রনে৩৩৯. স্নায়ুতন্ত্রের কাজ হলো-
i. উত্তেজনায় সাড়া প্রদান করা
ii. দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে পারস্পরিক সংযোগ সাধন করা
iii. শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৪০. উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে কোন কোন উদ্দীপক?ক) তাপ ও আলোখ) চাপ ও তাপমাত্রাগ) আলো ও অভিকর্ষঘ) আবহাওয়া ও জলবায়ু৩৪১. উদ্ভিদের ফুল ও জনন সংশিষ্ট অঙ্গের বিকাশে সাহায্য করে-ক) ইথিলিনখ) ভার্নালিনগ) জিবেরেলিনঘ) অক্সিন৩৪২. পেশির নাড়াচাড়ার সহায়তার জন্য স্নায়ুকোষ নিচের কোন নির্যাসটি তৈরি করে?ক) ডোপামিনখ) ফেরোমনগ) ভার্নালিনঘ) প্রোল্যাকটিন৩৪৩. উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন হলো-
i. মূলের এগিয়ে চলা, কান্ডের বৃদ্ধি প্রভৃতি
ii. ট্রপিক চলন
iii. আদি উদ্ভিদের স্পেপার বা জনন কোষ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৪৪. মূলে পানি অভিমুখী চলনকে কী বলে?ক) এনট্রপিক চলনখ) হাইড্রোট্রপিক চলনগ) ট্রপিক চলনঘ) ফটোট্রপিক চলন৩৪৫. বিজ্ঞানী এবল কত সালে ইনসুলিনের স্ফটিক পৃথক করেন?ক) ১৯২০ সালেখ) ১৯২২ সালেগ) ১৯২৬ সালেঘ) ১৯৩২ সালে৩৪৬. কোনটি থেকে উদ্ভূত স্নায়ুগুলো অঙ্গ প্রত্যঙ্গ চালনা করে?ক) স্নায়ু কান্ডখ) করোটিগ) স্নায়ুমজ্জাঘ) মেরুরজ্জু৩৪৭. নবজাতক শিশুদের থাইমাস গ্রন্থি কি কাজে লাগে?ক) রোগ প্রতিরোধ ক্ষমতার বিকাশ নিয়ন্ত্রণেখ) মানসিক বিকাশ নিয়ন্ত্রণেগ) দৈহিক বৃদ্ধি ঘটাতেঘ) হাড়ের বৃদ্ধি ঘটাতে৩৪৮. সেরিবেলাম এর কাজ হলো-
i. দেহের পেশির টান নিয়ন্ত্রন করা
ii. চলনে সমন্বয় সাধন করা
iii. দেহের ভারসাম্য রক্ষা করা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৪৯. পাতা, ফুল ও ফলের ঝড়ে পড়া ত্বরান্বিত করে-ক) ভার্নালিনখ) ইথিলিনগ) সাইটোকাইনিনঘ) ফ্লোরিজেন৩৫০. চোখ বের হয়ে আসা কোন গ্রন্থির সমস্যার জন্য হয়ে থাকে?ক) প্যারাহাইরয়োডখ) থাইরয়েডগ) থাইমাসঘ) হাইপোথ্যালামাস৩৫১. কোন গ্রন্থি থেকে নিসৃত হরমোন সংখ্যায় সবচেয়ে বেশি?ক) পিটুইটারীখ) থাইমাসগ) থাইরয়েঘ) পিনিয়াল৩৫২. শসা ও সূর্যমুখী কোন দিনের উদ্ভিদ?ক) বড়দিনেরখ) ছোট দিনেরগ) আলোক নিরপেক্ষ দিনেরঘ) নিরপেক্ষ দিনের৩৫৩. মস্তিষ্কের মধ্যে সবচেয়ে বড় অংশ কোনটি?ক) সেরিবেলামখ) পনসগ) সেরিব্রামঘ) মেডুলা অবলংগাটা৩৫৪. ডায়াবেটিস রোগ শনাক্ত করা যায়-
i. ঘন ঘন প্রস্রাব হলে
ii. প্রচন্ড মাথা হলে
iii. ক্ষুদা বেড়ে গেলে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৫৫. মস্তিষ্ক থেকে উৎপন্ন কোন স্নায়ু কাজ নিয়ন্ত্রণ করে?ক) মেরু মজ্জাখ) করোটিকা স্নায়ুগ) অ্যাক্সনঘ) সুষুম্মাকান্ড৩৫৬. কোনো পতঙ্গ ফেরোমন নিঃসৃত করলে কত কিমি, দূর থেকে তার সঙ্গীরা আকৃষ্ট হয়?ক) ২-৪খ) ২-৮গ) ৪-৮ঘ) ৪-১৬৩৫৭. করোটিক স্নায়ুর সংখ্যা কতটি?ক) ১২টিখ) ২৪টিগ) ৪৮টিঘ) ৮৪টি৩৫৮. একটি নিউরনে সর্বনিম্ব কতটি ডেনড্রাইট থাকে?ক) শূন্যখ) একগ) দুইঘ) তিন৩৫৯. আমাদের দেশে মাদকদ্রব্য হিসেবে পরিচিত-
i. আফিম, সিগারেট
ii. পান, ভাং
iii. মরফিন, কোকেন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৬০. কোনটি সেরিব্রামকে আবৃত করে রাখে?ক) প্লুরাখ) টনোপ্লাস্টগ) মেনিনজেসঘ) পেরিকার্ডিয়াম৩৬১. কোনটি এক ধরনের বক্রচলন?ক) ভার্ণালাইজেশনখ) ফটোট্রপিকগ) অভিকর্ষ উপলব্ধিঘ) সামগ্রিক চলন৩৬২. কোনটির প্রয়োগে শাখা কলামে মূল গজায় এবং ফলের অকালে ঝরে পড়া রোধ হয়?ক) জিবেরেলিনখ) অক্সিনগ) ফ্লোরিজেনঘ) ইথিলিন৩৬৩. কত সালে ইনসুলিনের স্ফটিক আবিষ্কৃত হয়?ক) ১৯০৭খ) ১৯১৭গ) ১৯২৭ঘ) ১৯৩৭৩৬৪. মস্তিষ্কের মধ্যে বড় অংশ হলো-ক) নিউরনখ) কর্টেক্সগ) সেরিব্রামঘ) মেনেনজেস৩৬৫. জিবেরেলিনের প্রভাবে কোনটি হয়?ক) বীজহীন ফলখ) ফুল ফোটাগ) কোষ বিভাজনঘ) মূল সৃষ্টি৩৬৬. আক্রান্ত ব্যক্তির শরীর খিচুনী ও কাঁপুনি দিতে থাকে কোন রোগে?ক) পারকিনসনখ) এপিলেপসিগ) স্ট্রোকঘ) প্যারালাইসিস৩৬৭. কোন হরমোনটি গ্যাসীয় পদার্থ?ক) অক্সিনখ) জিবেরেলিনগ) সাইটোকাইনিনঘ) ইথিলিন৩৬৮. ব্যাক্তির আরচণ, স্বভাব ও আবেগ প্রবণতার উপর কিসের প্রভাব অপরিসীম?ক) অক্সিনেরখ) ফেরোমনেরগ) হরমোনেরঘ) জিবেরেলিনের৩৬৯. কিটোসিস রোগের কারণ কী?ক) লিপিডের বিপাকেখ) প্রোটিনের বিপাকগ) শর্করার বিপাকঘ) হরমোনের কার্যকারিতা৩৭০. নিকোটিন গ্রহণে কোনটির কার্যকারিতা নষ্ট হয়?ক) ফুসফুসখ) স্নায়ুকোষগ) কিডনিঘ) গলবিল৩৭১. অ্যাক্সনের মূল অক্ষের আবরণীটির নাম কী?ক) মায়োলিনখ) পনসগ) অ্যাক্সলেমাঘ) মেনিনজেস৩৭২. বাহ্যিক পরিবেশের উদ্দীপক হলো-
i. আলো, গন্ধ, স্বাদ এবং স্পর্শ
ii. চাপ, তাপ, বিভিন্ন রাসায়নিক বস্তু
iii. চোখ, কান , নাক প্রভৃতির উদ্দীপনা জাগায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৭৩. নিচের কোনটি বক্রচলন?ক) ছত্রাকের চলনখ) ফটোট্রপিক চলনগ) শৈবালের চলনঘ) Volvoa-এর চলন৩৭৪. উদ্ভিদের কী প্রস্ফুটন দিবাদৈর্ঘ্যের উপর অধিক নির্ভরশীল?ক) ভ্রুণখ) পুষ্পগ) ফলঘ) বীজ৩৭৫. ইনসুলিন হরমোনটি-
i. গ্লুকোজের বিপাক নিয়ন্ত্রণ করে
ii. দৈহিক বৃদ্ধি ঘটায়
iii. জনন অঙ্গের বৃদ্ধি ঘটায়
নিচের কোনটি সঠিক?ক) iখ) i ও iiiগ) iiঘ) iii৩৭৬. থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত থাইমক্সিন হরমোনটির কাজ হলো-
i. জনন অঙ্গের বৃদ্ধিতে সাহায্য করা
ii. দৈহিক বৃদ্ধিতে সাহায্য করা
iii. মানসিক বিকাশে সাহায্য করা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) iiগ) iঘ) iii৩৭৭. পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম কী?ক) ইনসুলিনখ) থাইরক্সিনগ) থাইমক্সিনঘ) থাইরোট্রপিন৩৭৮. গোনাড গ্রন্থি অবস্থিত-
i. ছেলেদের গ্রীবা অঞ্চলে
ii. মেয়েদের ডিম্বাশয়ে
iii. ছেলেদের শুক্রাশয়ে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৭৯. চন্দ্রমল্লিকার কোন অংশ আলোক পর্যায়ের উদ্দীপক উপলব্ধির স্থান বলে পরিগণিত হয়?ক) কান্ডখ) মূলগ) পত্রঘ) ফুল৩৮০. স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যগত একক কী?ক) স্নায়ুরজ্জুখ) নিউরনগ) নিউরেলামঘ) মেরুরজ্জু৩৮১. মানবদেহে হরমোন পরিবাহিত হয় কোনটির মাধ্যমে?ক) লসিকার মাধ্যমেখ) রক্তের মাধ্যমেগ) নিউরনের মাধ্যমেঘ) আন্ত্রিক রসের মাধ্যমে৩৮২. বড় দিনের উদ্ভিদের পুষ্পায়নে দৈনিক গড়ে কত ঘন্টা আলোর প্রয়োজন?ক) ১১-১৩ ঘন্টাখ) ১৪-১৫ ঘন্টাগ) ১২-১৬ ঘন্টাঘ) ১২-১৪ ঘন্টা৩৮৩. পশ্চাৎ মস্তিষ্ক গঠিত হয়-
i. সেরিবেলাম, পনস ও মেডুলা অবলংগাটা নিয়ে
ii. শুধুমাত্র সেরিবেলাম নিয়ে
iii. শুধুমাত্র পনস নিয়ে
নিচের কোনটি সঠিক?ক) iখ) i ও iiiগ) iiঘ) iii৩৮৪. উদ্ভিদের বৃদ্ধি বর্ধক হরমোন কোনটি?ক) অ্যাসিটিলিনখ) সাইটোসিনগ) সাইটোকাইনিনঘ) অক্সিজিনেজ৩৮৫. কোনটি ফল পাকাতে সাহায্য করে?ক) অক্সিনখ) জিবেরেলিনগ) ইথিলিনঘ) সাইটোকাইনিন৩৮৬. নিকোটিনের মাত্রা বাড়ে-
i. তামাক ব্যবহারে
ii. সিগারেট ব্যবহারে
iii. চা ব্যবহারে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৮৭. থাইরয়েডজনিত সমস্যা হতে মুক্তি পেতে খাদ্য তালিকায় স্থান দিতে হবে-
i. মাংস
ii. সামুদ্রিক মাছ
iii. কলা ও ফলমূল
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৮৮. বীজহীন ফল উৎপাদনে ব্যবহৃত হয় নিচের কোনটি?ক) সাইটোকাইনিনখ) অক্সিনগ) ইথিলিনঘ) অ্যাবসিসিক এসিড৩৮৯. মস্তিষ্কের কতটি অংশে বিভক্ত?ক) দুইখ) তিনগ) চারঘ) পাঁচ৩৯০. থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটি?ক) থাইরক্সিনখ) প্যারাথাইরক্সিনগ) থাইমক্সিনঘ) থাইরোট্রপিন৩৯১. নিউরিলেমা পরিবেষ্টিত অ্যাক্সনকে কী বলে?ক) নিউরিলেমাখ) অ্যাক্সনিমাগ) মায়োলিনঘ) অ্যাক্সলেমা৩৯২. কোন ধরনের রোগে আক্রান্ত রোগীদের মৃগী রোগ দেখা যায়?ক) হেমারিক স্ট্রোকখ) থ্রোমাবিক স্ট্রোকগ) ইসমিক স্ট্রোকঘ) এমবলিক স্ট্রোক৩৯৩. বীজের উষ্ণতা বৃদ্ধির মাধ্যমে পুষ্প প্রস্ফুটন প্রক্রিয়াটি কী?ক) ফার্মেন্টেশনখ) ভার্নালাইজেশনগ) ফটোপিরিয়ডিজমঘ) অসমোসিস৩৯৪. অক্সিন এর প্রভাবে অভিস্রবণ ও শ্বসন ক্রিয়ার কি হয়?ক) হার কমেখ) হার স্বাভাবিক থাকেগ) অতিরিক্ত কমেঘ) হার বৃদ্ধি পায়৩৯৫. ব্যাকনি রোগটি-
i. ধানের একটি রোগ
ii. ছত্রাকজনিত রোগ
iii. ধান গাছের বৃদ্ধি রোধ করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৯৬. প্রতিবর্তী ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে কোনটি?ক) মস্তিষ্কখ) হরমোনগ) সুষুম্নাকান্ডঘ) নিউরন৩৯৭. স্নায়ুতন্ত্রের প্রধান কাজ কী?ক) দেহের বিভিন্ন অংশে উদ্দীপনা বহন করাখ) দেহের সাড়া প্রদান করাগ) মস্তিষ্ককে কর্মক্ষম করাঘ) রক্ত পরিবহন করা৩৯৮. উদ্ভিদের চলন ঘটে কিসের কারণে?ক) প্রভাবকেরখ) স্বতস্ফূর্তভাবেগ) প্রাকৃতিকঘ) কৃত্রিমভাবে৩৯৯. ইনসুলিন হরমোন নিঃসরণকারী গ্রন্থি কোনটি?ক) প্যারাথাইরয়েডখ) পিটুইটারিগ) গোনাডঘ) আইলেটস অব ল্যাংগারহ্যানস৪০০. গুরুমস্তিষ্কের ডান ও বাম খন্ড সংযুক্ত থাকে কী দ্বারা?ক) স্নায়ুতন্ত্রখ) স্নাযুকোষগ) সাইন্যাপসঘ) পিথ৪০১. গাইড জনন অঙ্গগুলো নিঃসৃত হরমোন-
i. প্রাণীর জনন চক্র ও যৌন আচরণ নিয়ন্ত্রণ করে
ii. পুরুষ প্রাণীতে টেস্টস্টেরন হরমোন উৎপাদন করে
iii. স্ত্রী প্রাণীতে ইস্ট্রোজেন হরমোন উৎপনন ঘটায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৪০২. আলোক নিরপেক্ষ উদ্ভিদ-
i. ডালিয়া
ii. শসা
iii. সূর্যমুখী
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৪০৩. অক্সিন হলো-
i. বৃদ্ধিবর্ধক
ii. মূলের শীর্ষে অধিক বিদ্যমান
iii. চার্লস ডারউইন কর্তৃক সর্বপ্রথম আবিষ্কৃত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৪০৪. কোন বিজ্ঞানী ইনসুলিনের স্ফটিক পৃথক করেন?ক) বিজ্ঞানী হাবলখ) বিজ্ঞানী এবলগ) বিজ্ঞানী মোরসঘ) বিজ্ঞানী সিডসঅনুচ্ছেদটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও: রিতা কতকগুলো ডালিয়ার চারা লাগাল। কয়েক মাসের মধ্যে চারাগুলো দৈহিক বৃদ্ধি ঘটলেও কোনো ফুল ধরল না। ৪০৫. রিতার লাগানো গাছটির কীভাবে দৈহিক বৃদ্ধি ঘটেছে?ক) অক্সিন হরমোনে প্রভাবেখ) সাইটোকাইনিন হরমোনের প্রভাবেগ) জিবেরেলিন হরমোনের প্রভাবেঘ) অ্যাবসিসিক এসিডের প্রভাবে৪০৬. রিতার লাগানো গাছে ফুল না আসার সম্ভাব্য কারণ-
i. দীর্ঘদিনে লাগানো
ii. ফ্লোরিজেন হরমোনের অভাব
iii. অক্সিন হরমোনের অভাব
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii
Social Plugin