এস.এস.সি || জীববিজ্ঞান অধ্যায় - ৯: দৃঢ়তা প্রদান ও চলন || বহুনির্বচনী প্রশ্ন - উত্তর

 



এস.এস.সি || জীববিজ্ঞান অধ্যায় - ৯: দৃঢ়তা প্রদান ও চলন

১. আর্থ্রইটিস রোগ প্রতিরোধের উপায়-
i. পর্যাপ্ত আলো-বাতাস আছে এমন স্থানে বাস করা
ii. নিয়মিত ব্যয়াম করা
iii. সুষম ও আশযুক্ত খাদ্য গ্রহণ পরিহার করা
নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২. টেনডনের টিস্যু হচ্ছে-
    i. সাদা বর্ণের ও উজ্জ্বল
    ii. শাখাবিহীন ও তরঙ্গিত
    iii. তন্তুময় ও গুচ্ছকার
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩. মাংসপেশির টেনডনের যোজক টিস্যুর তন্তুগুলো কীভাবে বিন্যস্ত থাকে?
  • ক) গুচ্ছাকার ও পরস্পর সমান্তরালভাবে
  • খ) গুচ্ছাকার ও এলোমেলোভাবে
  • গ) আড়াআড়ি ও রৈখিকভাবে
  • ঘ) গুচ্ছাকার ও পরস্পর বিচ্ছিন্নভাবে
  • সঠিক উত্তর: (ক)
    ৪. অস্থির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য-
    i. এটি রূপান্তরিত যোজক কলা
    ii. এদের পেরিঅস্টিয়াম আবরণী বিদ্যমান
    iii. এদের পেরিকন্ড্রিয়াম আবরণী বিদ্যমান
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৫. নিচের কোনটি পেশিতন্ত্রের কাজ?
  • ক) কঙ্কালতন্ত্রের সাথে যৌথভাবে নির্দিষ্ট আকার গঠন করা
  • খ) লোহিত রক্ত কণিকা উৎপাদন করে
  • গ) দেহের রক্ষণাবেক্ষণ ও ভারবহন করে
  • ঘ) খনিজ লবণ সঞ্চয় কর
  • ে সঠিক উত্তর: (ক)
    ৬. অস্থির বৃদ্ধির জন্য প্রয়োজন-
    i. ভিটামিন ‘এ’ ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য
    ii. ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য
    iii. ভিটামিন ‘ডি’ সমৃদ্ধ খাদ্য
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৭. অস্থির গঠন ও দৃঢ়তার জন্য গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
  • ক) ফসফরাস
  • খ) ক্যালসিয়াম
  • গ) আয়োডিন
  • ঘ) পটাসিয়াম
  • সঠিক উত্তর: (খ)
    ৮. তরুণাস্থির কোষগুলো হতে কোনটি নিঃসৃত হয়?
  • ক) কন্ড্রিন
  • খ) সাইনোভিয়াল ফ্লুইড
  • গ) ল্যাকিউনি
  • ঘ) ল্যামেনি
  • সঠিক উত্তর: (ক)
    ৯. নাইনোভিয়াল অস্থি সন্ধির অংশগুলো হলো-
    i. তরুণাস্থিতে আবৃত অস্থি প্রান্ত
    ii. সাইনোভিয়াল রস
    iii. কন্ড্রিন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১০. ইষৎ সচল অস্থিসন্ধির উদাহরণ হলো-
  • ক) ইষৎ সচল
  • খ) পূর্ণ সচল
  • গ) নিশ্চল
  • ঘ) কবজি সন্ধি
  • সঠিক উত্তর: (গ)
    ১১. অস্থি মূলত গঠিত হয়-
    i. ফসফরাস
    ii. সোডিয়াম
    iii. পটাসিয়াম ও ক্যালসিয়াম বিভিন্ন যৌগ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২. অস্টিওব্লাস্ট কোথায় দেখা যায়?
  • ক) হৃৎপিন্ডে
  • খ) অস্থিতে
  • গ) মস্তিষ্কে
  • ঘ) ফুসফুসে
  • সঠিক উত্তর: (খ)
    ১৩. তরুণাস্থির মাতৃকা কী দ্বরা গঠিত? কন্ড্রিন
  • ক) কন্ড্রিন
  • খ) অস্ট্রিন
  • গ) লিগনিন
  • ঘ) টেনডন
  • সঠিক উত্তর: (ক)
    ১৪. অস্টিওপোরেসিস হওয়ার লক্ষণ হলো-
    i. পেশি শক্তি কমতে থাকে
    ii. গিট ফুলে যায়
    iii. অস্থিতে ব্যথা অনুভব হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৫. অস্থি সম্পর্কে বলা যায়-
    i. অস্থি আবরণী কলার রুপান্তরিত রূপ
    ii. এটি দেহের সর্বাপেক্ষা দৃঢ় কলা
    iii. অস্থির মাতৃকা শক্ত ও ভঙ্গুর
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৬. পেরিটেন্ডিয়াম কোন টিস্যু দ্বারা বেষ্টিত?
  • ক) আবরণী টিস্যু
  • খ) অ্যারিওলার টিস্যু
  • গ) যোজক টিস্যু
  • ঘ) স্নায়ু টিস্যু
  • সঠিক উত্তর: (খ)
    ১৭. জীবিত অস্থিকোষ কত অংশ অজৈব পদার্থ থাকে?
  • ক) ৫০%
  • খ) ৬০%
  • গ) ৭০%
  • ঘ) ৮০%
  • সঠিক উত্তর: (খ)
    ১৮. আমরা কীভাবে কনুই বাঁকা বা সোজা করতে পারি?
  • ক) বাইসেপস ও ট্রাইসেপস পেশির প্রসারণের মাধ্যমে
  • খ) বাইসেপস পেশির সংকোচনের মাধ্যমে
  • গ) বাইসেপস ও টাইসেপস পেশির সংকোচন শ্লথের মাধ্যমে
  • ঘ) ট্রাইসেপস পেশির প্রসারণের মাধ্যমে
  • সঠিক উত্তর: (গ)
    ১৯. কঙ্কালের সাহায্যে যেসব কাজ সম্পন্ন হয় তা হলো-
    i. রক্ষণাবেক্ষণ ও ভারবহন
    ii. লোহিত কণিকা উৎপাদন
    iii. খনিজ লবণ সঞ্চয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০. কন্ড্রিন সম্পর্কে সঠিক উক্তি হলো-
    i. তরুণাস্থি কোষ হতে নিঃসৃত হয়
    ii. এর বর্ণ হালকা নীল
    iii. এটি নরম রাসায়নিক বস্তু
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২১. কোন রোগে আক্রান্ত হলে সামান্য আঘাতে কোমর বা দেহের হাড়ভেঙে যায়?
  • ক) ক্যান্সার
  • খ) হাঁপানি
  • গ) আর্থ্রইটিস
  • ঘ) অস্টিওপোরেসিস
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২. তরুণাস্থি কোষগুলি থেকে যে রাসায়নিক বস্তু নিঃসৃত হয় তাকে কী বলে?
  • ক) অস্ট্রিন
  • খ) কন্ড্রিন
  • গ) কিউটিন
  • ঘ) ফাইব্রিন
  • সঠিক উত্তর: (খ)
    ২৩. দেহের কাঠামো গঠনকারী অন্ত্রকে কী বলে?
  • ক) পরিবহতন্ত্র
  • খ) শ্বসনতন্ত্র
  • গ) স্নায়ুতন্ত্র
  • ঘ) কঙ্কালতন্ত্র
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৪. মহিলাদের মেনোপস হওয়ার পর সাধারণত যা ঘটে-
  • ক) অস্থিসন্ধিগুলো শক্ত হয়ে যায়
  • খ) গিট ফুলে যায়
  • গ) অস্থিসন্ধি নাড়াতে কষ্ট হয়
  • ঘ) অস্থির ঘনত্ব ও পুরুত্ব কমতে থাকে
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৫. বহিঃকঙ্কালের অন্তর্ভূক্ত অঙ্গ হলো-
  • ক) অস্থি
  • খ) চুল
  • গ) হৃৎপিন্ড
  • ঘ) ফুসফুস
  • সঠিক উত্তর: (খ)
    ২৬. নিচের কোনটিতে আর্থ্রইটিস রোগীর উপকার হয়?
  • ক) দিনের বেলা ঘুমালে
  • খ) কমলার রস খেলে
  • গ) সবুজ শাকসবজি খেলে
  • ঘ) ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেলে
  • সঠিক উত্তর: (ক)
    ২৭. জানু একদিকে নাড়ানো যায় কেন?
  • ক) বল ও কোটর সন্ধি বলে
  • খ) ঈষৎ সচল অস্থিসন্ধি বলে
  • গ) নিশ্চল অস্থিসন্ধি বলে
  • ঘ) কবজি সন্ধি বলে
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৮. আর্থ্রইটিস রোগ প্রতিরোধে করণীয়-
  • ক) ক্যালসিয়াম সম্বন্ধ খাবার খাওয়া
  • খ) ননীতোলা দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করা
  • গ) কমলার রস খাওয়া
  • ঘ) পর্যাপ্ত আলো-বাতাস আছে এমন বাসস্থানে বাস করা
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৯. কোনটি অস্টিওপোরেসিসের লক্ষণ?
  • ক) অস্থি সন্ধি নাড়াতে কষ্ট হয়
  • খ) গিট ফুলে যায়
  • গ) গিটে প্রদাহ হয়
  • ঘ) অস্থিতে ব্যথা হয়
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩০. শাখা-প্রশাখাযুক্ত অস্থি কোষ দেখতে কেমন?
  • ক) টিকটিকির মতো
  • খ) মাকড়সার মতো
  • গ) তেলাপোকার মতো
  • ঘ) পিপড়ার মতো
  • সঠিক উত্তর: (খ)
    ৩১. কোথায় লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়?
  • ক) অস্থিমজ্জায়
  • খ) হৃৎপিন্ডে
  • গ) ফুসফুসে
  • ঘ) অন্ত্রে
  • সঠিক উত্তর: (ক)
    ৩২. লিগামেন্টের জালিকাকার বিন্যস্ত তন্তুগুলো যে আমিষ দ্বারা তৈরি তার নাম কী?
  • ক) টেনডন
  • খ) ফাইব্রোব্লাস্ট
  • গ) সাইনোভিয়াল
  • ঘ) ইলাস্টিক
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৩. অস্থির আবরণ সুরক্ষিত রাখে-
    i. ফুসফুস
    ii. হৃৎপিন্ড
    iii. পাকস্থলী
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৪. লোহিত রক্তকণিকা উৎপত্তিস্থল কোনটি?
  • ক) মস্তিস্ক
  • খ) হৃৎপিন্ড
  • গ) ফুসফুস
  • ঘ) অস্থিমজ্জা
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫. নিয়মিত ব্যায়াম করে কোনটি প্রতিরোধ সম্ভব?
    i. বসন্ত
    ii. অস্টিওপোরেসিস
    iii. আর্থ্রইটিস
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩৬. একদিকে নাড়ানোক্ষম সন্ধির উদাহরণ হলো-
  • ক) করোটিকা অস্থিসন্ধি
  • খ) মেরুদন্ডের অস্থিসন্ধি
  • গ) কবজি সন্ধি
  • ঘ) বল ও কোটর সন্ধি
  • সঠিক উত্তর: (গ)
    ৩৭. তরুণাস্থি কোষগুলো থেকে নিঃসৃত হয়?
  • ক) অস্ট্রিন
  • খ) কন্ড্রিন
  • গ) লিগামেন্ট
  • ঘ) টেনডন
  • সঠিক উত্তর: (খ)
    ৩৮. আর্থ্রইটিস রোগের লক্ষণ হলো-
    i. অস্থিসন্ধিগুলো শক্ত হয়ে যায়
    ii. গিট ফুলে যায়
    iii. পিঠের পিছন দিকে ব্যাথা অনুভূত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৯. লিগামেডের শাখা প্রশাখার আকৃতি কিরূপ?
  • ক) জালিকাকার
  • খ) সরলাকার
  • গ) মৌচাকের মত
  • ঘ) থালিকাকার
  • সঠিক উত্তর: (ক)
    ৪০. কঙ্কালতন্ত্রের ভূমিকা হলো-
    i. দেহ কাঠামো গঠন
    ii. নড়াচড়া ও চলাচল
    iii. লোহিত রক্ত কণিকা উৎপাদন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪১. পেশি বা অস্থির তুলনায় টেনডনের ভেঙে বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কেমন?
  • ক) বেশি
  • খ) কম
  • গ) খুববেশি
  • ঘ) একেবারেই নাই
  • সঠিক উত্তর: (খ)
    ৪২. অস্থিমজ্জা থেকে কোন রক্ত কণিকা উৎপন্ন হয়?
  • ক) আলোহিত
  • খ) লোহিত
  • গ) শ্বেত ও অলোহিত
  • ঘ) লোহিত ও শ্বেত
  • সঠিক উত্তর: (ক)
    ৪৩. অস্থির খনিজ পদার্থের ঘনত্বমাপক যন্ত্রের সাহায্যে নির্ণয় করা যায় কোনটি?
  • ক) এইডস
  • খ) বসন্ত
  • গ) অস্টিওপোরেসিস
  • ঘ) ডায়াবেটিস
  • সঠিক উত্তর: (গ)
    ৪৪. বহুদিন স্টেরয়েডযুক্ত ঔষধ সেবনে সৃষ্ট রোগ কোনটি?
  • ক) এইডস
  • খ) আর্থ্রইটিস
  • গ) অস্টিওপোরেসিস
  • ঘ) বসন্ত
  • সঠিক উত্তর: (গ)
    ৪৫. তরুণাস্থি কী বর্ণের হয়ে থাকে?
  • ক) লাল
  • খ) সাদা
  • গ) কালো
  • ঘ) ফ্যাকাশে
  • সঠিক উত্তর: (খ)
    ৪৬. মানব কঙ্কালতন্ত্র কাজ করে-
    i. দেহ কাঠামো গঠন ও লোহিত কণিকা উৎপাদনে
    ii. রক্ষণাবেক্ষণ ও ভার বহনে
    iii. খাদ্য পরিপাকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৪৭. লিগামেন্টের গঠনকারী উপাদানের অন্তর্ভুক্ত কোনগুলো?
  • ক) শ্বেততন্তু ও ফাইব্রোব্লাস্ট
  • খ) শ্বেততন্তু ও পীততন্তু
  • গ) ম্যাক্রোফেজ ও রঞ্জককোষ
  • ঘ) অস্টিওব্লাস্ট ও অস্টিওসাইট
  • সঠিক উত্তর: (খ)
    ৪৮. অস্থির সঞ্চায়িত খনিজ লবণগুলো হলো-
    i. ক্যালসিয়াম
    ii. পটাসিয়াম
    iii. ফসফরাস
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৯. কানের পিনা তরুণাস্থি নির্মিত, এটি কীভাবে শনাক্ত করা যায়?
  • ক) এর কঠিনতা ও ভঙ্গুরতা দেখে
  • খ) এর নমনীয়তা ও স্থিতিস্থাপকতা দেখে
  • গ) এর সাইনোভিয়াল রস ও সন্ধি দেখে
  • ঘ) এর তন্তুময় ঝিল্লি ও লিগামেন্ট দেখে
  • সঠিক উত্তর: (খ)
    ৫০. মেরুদন্ডের অস্থিসন্ধিগুলো কেমন?
  • ক) নিশ্চল
  • খ) ইষৎ সচল
  • গ) পূর্ণ সচল
  • ঘ) কবজি সন্ধি
  • সঠিক উত্তর: (খ)
    ৫১. অস্টিওপোরেসিস হলে প্রতিদিন কত মিলিগ্রাম Ca খাওয়া উচিত?
  • ক) ১২০০
  • খ) ১৪০০
  • গ) ১৬০০
  • ঘ) ১৮০০
  • সঠিক উত্তর: (ক)
    ৫২. পেলভিক হার্ডলের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
  • ক) ক্ল্যাভিকল, স্ক্যাপুলা ও পিউবিস বিদ্যমান
  • খ) ইলিয়াম, ইশ্চিয়াম ও পিউবিস বিদ্যমান
  • গ) ইলিয়াম, ম্যাক্রাম ও পিউবিস বিদ্যমান
  • ঘ) ইশ্চিয়াম, ক্ল্যাভিকল ও পিউবিস বিদ্যমান
  • সঠিক উত্তর: (খ)
    ৫৩. ঘন, শ্বেত তন্তুময় যোজক টিস্যু দ্বারা কোনটি গঠিত?
  • ক) লিগামেন্ট
  • খ) কন্ড্রিন
  • গ) অস্ট্রিন
  • ঘ) টেনডন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫৪. অস্থি ভঙ্গুর ও পুরুত্ব কমে যাওয়া কোন রোগের লক্ষণ?
  • ক) এইডস
  • খ) ক্যান্সার
  • গ) হাঁপানি
  • ঘ) অস্টিওপোরেসিস
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫৫. সারকোলেমা পাওয়া যায়-
    i. পেশির সংযোগস্থলে
    ii. টেনডনের সংযোগস্থলে
    iii. কন্ড্রিন এর সংযোগস্থলে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৫৬. টেনডন টিস্যুর বৈশিষ্ট্য হলো-
    i. এটি অনুজ্জল শ্বেততন্তু দ্বারা গঠিত
    ii. তরাঙ্গিত
    iii. শাখা প্রশাখাবিহীন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৫৭. মাংসপেশির প্রান্তভাগ কিসের ন্যায় শক্ত হয়?
  • ক) রজ্জুর
  • খ) রক্তের
  • গ) টেনডন
  • ঘ) শ্বেততন্তু
  • সঠিক উত্তর: (ক)
    ৫৮. কনুই বাঁকা করতে কোন পেশির সংকোচন ঘটে?
  • ক) ট্রাইসেপস পেশি
  • খ) বাইসেপস পেশি
  • গ) টেট্রাসেপস পেশি
  • ঘ) পেন্টাসেপস বেশি
  • সঠিক উত্তর: (খ)
    ৫৯. অস্থির মাতৃকা কী পদার্থ দিয়ে গঠিত?
  • ক) জৈব
  • খ) যৌগ
  • গ) কঠিন পদার্থ
  • ঘ) বায়বীয়
  • সঠিক উত্তর: (ক)
    ৬০. কোনটি হাড়কে আটকে রাখে?
  • ক) টেনডন
  • খ) তরুণাস্থি
  • গ) লিগামেন্ট
  • ঘ) কবজি সন্ধি
  • সঠিক উত্তর: (গ)
    ৬১. তরুণাস্থি তন্তুময় যোজক কলার আবরণকে কী বলে?
  • ক) তরুণাস্থি
  • খ) অস্থিসন্ধি
  • গ) লিগামেন্ট
  • ঘ) টেন্ডন
  • সঠিক উত্তর: (খ)
    ৬২. হাত, পা চলাচলে সাহায্য করে কোনটি?
  • ক) কঙ্কালতন্ত্র
  • খ) রক্ত সংবহনতন্ত্র
  • গ) পরিপাকতন্ত্র
  • ঘ) রেচনতন্ত্র
  • সঠিক উত্তর: (ক)
    ৬৩. অন্তঃকঙ্কালের অন্তভূক্ত অঙ্গাণুর নাম হলো-
  • ক) নখ
  • খ) চুল
  • গ) পাকস্থলি
  • ঘ) লোম
  • সঠিক উত্তর: (গ)
    ৬৪. তরুণাস্থি বিস্তৃত থাকে-
  • ক) মাতৃকাতে
  • খ) পাকস্থলীতে
  • গ) ফুসফুসে
  • ঘ) অন্ত্রে
  • সঠিক উত্তর: (ক)
    ৬৫. ল্যাকিউনি এর ভেতরে অবস্থিত কোনটি?
  • ক) কন্ড্রিন
  • খ) কন্ড্রিওব্লাস্ট
  • গ) অস্টিওব্লাস্ট
  • ঘ) টেনডন
  • সঠিক উত্তর: (খ)
    ৬৬. অস্থিগুলো কিসের দ্বারা সংলগ্ন থাকায় ইচ্ছামতো অঙ্গ সঞ্চালন ও চলাফেরা করানো সম্ভব হয়?
  • ক) অনৈচ্ছিক পেশি
  • খ) কোটর সন্ধি
  • গ) ঐচ্ছিক মাংস পেশি
  • ঘ) কবজি সন্ধি
  • সঠিক উত্তর: (গ)
    ৬৭. কনুই বাঁকা বা সোজা করতে কোন পেশি ক্রিয়া করে?
  • ক) ঐচ্ছিক পেশি
  • খ) অনৈচ্ছিক পেশি
  • গ) টেনডন
  • ঘ) লিগামেন্ট
  • সঠিক উত্তর: (ক)
    ৬৮. কঙ্কালতন্ত্রের প্রকারভেদ-
    i. অন্তঃকঙ্কাল
    ii. বহিঃকঙ্কাল
    iii. মধ্যকঙ্কাল
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৬৯. একটি ঘর তৈরি করতে হলে সর্বপ্রথম কোনটি বানাতে হয়?
  • ক) কাঠামো
  • খ) দরজা
  • গ) জানালা
  • ঘ) ছাদ
  • সঠিক উত্তর: (ক)
    ৭০. অস্থির বৃদ্ধির জন্য প্রচুর প্রয়োজন
    i. ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার
    ii. ভিটামিন ‘সি’
    iii. ভিটামিন ‘ডি’
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৭১. অস্থির বৃদ্ধির জন্য কোনটি প্রয়োজন?
  • ক) ক্যালসিয়াম ও ভিটামিন
  • খ) ম্যাগনেসিয়াম ও স্নেহ
  • গ) ফসফরাস ও ভিটামিন
  • ঘ) নাইট্রোজেন ও আমিষ
  • সঠিক উত্তর: (ক)
    ৭২. অস্টিওপোরেসিস রোগের লক্ষণ কী?
  • ক) অস্থিতে ব্যথা অনুভূত হয়
  • খ) অস্থিসন্ধিগুলো শক্ত হয়ে যায়
  • গ) গিট ফুলে যায়
  • ঘ) অস্থিসন্ধি নাড়াতে কষ্ট হয়
  • সঠিক উত্তর: (ক)
    ৭৩. অস্থিগুলো কী মাংসপেশি দ্বারা পরস্পর সংলগ্ন থাকে?
  • ক) ঐচ্ছিক পেশি
  • খ) অচ্ছিক পেশি
  • গ) তরুণাস্থি
  • ঘ) মাংসপেশি
  • সঠিক উত্তর: (ক)
    ৭৪. অস্থিতে শতকরা পানির পরিমাণ কত?
  • ক) ২০-৩০ ভাগ
  • খ) ৫০-৬০ ভাগ
  • গ) ২৫-৩৫ ভাগ
  • ঘ) ৪০-৫০ ভাগ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭৫. জীবিত অস্থিকোষে শতকরা কত ভাগ অজৈব যৌগ থাকে?
  • ক) ৪০ ভাগ
  • খ) ৬০ ভাগ
  • গ) ৫০ ভাগ
  • ঘ) ৩০ ভাগ
  • সঠিক উত্তর: (খ)
    ৭৬. অনড় অস্থিসন্ধি কোনটি?
  • ক) আন্তঃকশেরুকীয় অস্থিসন্ধি
  • খ) হাতের অস্থিসন্ধি
  • গ) পায়ের অস্থিসন্ধি
  • ঘ) বল ও কোটর অস্থিসন্ধি
  • সঠিক উত্তর: (ক)
    ৭৭. মানবদেহের কঙ্কালতন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায়?
  • ক) দুইভাগে
  • খ) তিনভাগে
  • গ) চারভাগে
  • ঘ) পাঁচভাগে
  • সঠিক উত্তর: (ক)
    ৭৮. জীবিত তরুণাস্থির বৈশিষ্ট্য হলো-
    i. স্বচ্ছ প্রোটোপ্লাজম
    ii. গোলাকার নিউক্লিয়াস
    iii. ক্যাপসুল বা ল্যাকিউনি বিদ্যমান
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৭৯. অস্থিসন্ধির নড়াচড়া করাতে কম শক্তি ব্যয় হওয়ার কারণ-
    i. অস্থিসন্ধিতে সাইনোভিয়াল রসের অনুপস্থিতিতে
    ii. সাইনোভিয়াল রসের উপস্থিতি
    iii. তরুণাস্থির উপস্থিতি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৮০. অস্থির স্বাভাবিক বৃদ্ধি ব্যাহৃত হয়-
    i. ভিটামিন ‘বি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য
    ii. ভিটামিন ‘এ’ ও ফসফরাস সমৃদ্ধ খাবারের
    iii. ভিটামিন ‘ডি’ ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i ও ii
  • সঠিক উত্তর: (গ)
    ৮১. কোন অস্থিসন্ধির কারণে আমরা দেহকে সামনে পিছনে বাঁকাতে পারি?
  • ক) করোটিকা অস্থিসন্ধি
  • খ) মেরুদন্ডী অস্থিসন্ধি
  • গ) বল ও কোটর সন্ধি
  • ঘ) কব্জা সন্ধি
  • সঠিক উত্তর: (খ)
    ৮২. পেরিটোন্ডিয়াম আঁটিগুলোর মধ্যবর্তী স্থানে কোন কোষ দেখতে পাওয়া যায়?
  • ক) ফাইব্রোব্লাস্ট
  • খ) সিউডোব্লাস্ট
  • গ) অ্যারিওব্লাস্ট
  • ঘ) লিগামেন্ট
  • সঠিক উত্তর: (ক)
    ৮৩. কনুই সোজা করার ক্ষেত্রে-
    i. ট্রাইসেপস পেশি সংকুচিত
    ii. বাইসেপস পেশি শ্লথ হয়
    iii. ট্রাইসেপস পেশি শ্লথ হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৮৪. অস্থির মাতৃকার প্রকৃতি কেমন?
  • ক) নরম
  • খ) শক্ত ও ভঙ্গুর
  • গ) আঠালো
  • ঘ) তরল
  • সঠিক উত্তর: (খ)
    ৮৫. কঙ্কাল বলতে কী বুঝায়?
  • ক) বহিঃকঙ্কাল
  • খ) বক্ষের কঙ্কাল
  • গ) অন্তঃক্ঙ্কাল
  • ঘ) মেরুদন্ডের কঙ্কাল
  • সঠিক উত্তর: (গ)
    ৮৬. দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে কী বলে?
  • ক) তরুণাস্থি
  • খ) কন্ড্রিন
  • গ) অস্থিসন্ধি
  • ঘ) লিগনিন
  • সঠিক উত্তর: (গ)
    ৮৭. অস্থিকোষগুলো কোথায় ছড়ানো থাকে?
  • ক) পাকস্থলিতে
  • খ) অন্ত্রে
  • গ) ফুসফুসে
  • ঘ) মাতৃকায়
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮৮. কঙ্কালের সবচেয়ে ছোট অস্থি কোনটি?
  • ক) রেটিনা
  • খ) স্টেপস
  • গ) ফিমার
  • ঘ) আলনা
  • সঠিক উত্তর: (খ)
    ৮৯. কন্ড্রিনের মধ্যবর্তী গহ্বরকে কী বলে?
  • ক) ল্যাকিউনি
  • খ) পেরিকন্ড্রিয়াম
  • গ) অস্টিওব্লাস্ট
  • ঘ) কন্ড্রিওসাইট
  • সঠিক উত্তর: (ক)
    ৯০. বল ও কোটর সন্ধির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য
    i. এদের সহজে নড়াচড়া করানো যায়
    ii. স্কন্ধ সন্ধি এর অন্তর্গত
    iii. স্টানোক্যাভেকুলার সন্ধি এর অন্তর্গত
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৯১. নিচের কোনটি অস্টিওপোরেসিসের প্রতিকার হিসেবে কাজ করে?
  • ক) ব্যায়াম
  • খ) সুষম খাদ্য
  • গ) ননীতোলা দুধ
  • ঘ) পর্যাপ্ত আলো বাতাস
  • সঠিক উত্তর: (গ)
    ৯২. কোনটি পূর্ণ সচল অস্থি সন্ধির অন্তর্ভুক্ত?
  • ক) বল ও কোটর সন্ধি
  • খ) করোটিকা সন্ধি
  • গ) হাতের কনুইয়ের সন্ধি
  • ঘ) মেরুদন্ডের সন্ধি
  • সঠিক উত্তর: (ক)
    ৯৩. মানব কঙ্কালতন্ত্রের করেটি কী কাজ করে?
  • ক) সুষম্নাকান্ড ও স্নায়ুমূলকে বেষ্টন করে রাখে
  • খ) মস্তিষ্ককে অবলম্বন ও দৃঢ়তা দেয়
  • গ) মস্তিষ্কের গঠন ও দৃঢ়তা প্রদান করে
  • ঘ) মস্তিষ্কের আবৃত ও সংরক্ষিত রাখে
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯৪. তরুণাস্থির ক্ষেত্রে তথ্য কোনটি?
  • ক) সাদা নীলাভ ও চকচকে
  • খ) ধূসর, নীলাভ ও অস্বচ্ছ
  • গ) সাদা, হলুদাভ ও চকচকে
  • ঘ) ধূসর, কালচে ও অস্বচ্ছ
  • সঠিক উত্তর: (ক)
    ৯৫. টেনডনের বৈশিষ্ট্য কোনটি?
  • ক) ঘন ও শ্বেত তন্তুময়
  • খ) টিস্যু শাখা প্রশাখা যুক্ত
  • গ) অনুজ্জ্বল শ্বেত তন্তুময়
  • ঘ) পাতলা শ্বেত তন্তুবিহীন
  • সঠিক উত্তর: (ক)
    ৯৬. কোনটি অস্থির বৈশিষ্ট্য?
  • ক) স্থিতিস্থাপক
  • খ) নরম
  • গ) দৃঢ়
  • ঘ) তন্তুময়
  • সঠিক উত্তর: (গ)
    ৯৭. দেহকে নির্দিষ্ট আকৃতি দেয়-
  • ক) কঙ্কাল
  • খ) সাইনোভিয়াল সন্ধি
  • গ) অস্থিসন্ধি
  • ঘ) কবজি সন্ধি
  • সঠিক উত্তর: (ক)
    ৯৮. সাইনোভিয়াল অস্থি সন্ধির কাজ-
    i. অস্থিতে অস্থিতে ঘর্ষণ ও তজ্জনিত ক্ষয় হ্রাস করে
    ii. দেহের কাঠামো গঠন করে
    iii. অস্থিসন্ধির নড়াচড়া করতে সাহায্য করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও
  • সঠিক উত্তর: (খ)
    ৯৯. অস্থিসন্ধি কত প্রকার?
  • ক) দুই
  • খ) তিন
  • গ) চার
  • ঘ) পাঁচ
  • সঠিক উত্তর: (খ)
    ১০০. আঁশযু্ক্ত খাবার উপকারী কোন ক্ষেত্রে?
    i. অস্টিওপোরেসিস
    ii. এইডস
    iii. আর্থ্যইটিস
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১০১. অস্থিসন্ধি হলো-
    i. দুই বা ততোধিক অস্থির সংযোগস্থল
    ii. বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনে সহায়ক
    iii. কবজি সন্ধি পূর্ণ নিশ্চল
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১০২. অস্থিগুলো সহজে সন্ধিস্থল হতে বিচ্যুত হয় না কেন?
  • ক) স্থিতিস্থাপক রজ্জুর মতো বন্ধনী থাকায়
  • খ) সাইনোভিয়াল রস থাকায়
  • গ) সন্ধিস্থলে তরুণাস্থি থাকায়
  • ঘ) তরুণাস্থি মাতৃকায় কন্ড্রিন থাকায়
  • সঠিক উত্তর: (ক)
    ১০৩. তরুণাস্থির বৈশিষ্ট কোনটি?
  • ক) শক্ত ও ভঙ্গুর
  • খ) তরল
  • গ) নরম ও স্থিতিস্থাপক
  • ঘ) আঠালো
  • সঠিক উত্তর: (গ)
    ১০৪. কয়টি অস্থির সমন্বয়ে মানব কঙ্কাল গঠিত?
  • ক) ৬০টি
  • খ) ১০৬টি
  • গ) ২০৬টি
  • ঘ) ৮৮টি
  • সঠিক উত্তর: (গ)
    ১০৫. তরুণাস্থি হাড়ের কোথায় থাকে?
  • ক) ভেতরে
  • খ) প্রান্তে
  • গ) বাইরে
  • ঘ) চারপাশে
  • সঠিক উত্তর: (খ)
    ১০৬. যে স্থিতিস্থাপক বন্ধনীদ্বারা অস্থিসমূহ পরস্পরের সাথে যু্ক্ত থাকে তাকে কী বলে?
  • ক) ফিলামেন্ট
  • খ) লিগামেন্ট
  • গ) টেনডন
  • ঘ) পেরিডেন্ডিয়াম
  • সঠিক উত্তর: (খ)
    ১০৭. তরুণাস্থি সম্পর্কে বলা যায়-
    i. এটি যোজক কলার ভিন্ন রুপ
    ii. অপেক্ষা নরম ও স্থিতিস্থাপক
    iii. মাতৃকা কন্ড্রিন দ্বারা গঠিত
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০৮. কোন রোগটি প্রতিকারে ননীতোলা দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করা হয়?
  • ক) আর্থ্রইটিস
  • খ) অস্টিওপোরেসিস
  • গ) ডায়াবেটিস
  • ঘ) ক্যান্সার
  • সঠিক উত্তর: (খ)
    ১০৯. কনুই বাঁকা করা যায়-
    i. ইচ্ছাধীন স্নায়ুর উদ্দীপনা মাধ্যমে
    ii. বাইসেপস পেশির সংকোচনের মাধ্যমে
    iii. ট্রাইসেপস পেশির শ্লথের মাধ্যমে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১০. কঙ্কালতন্ত্র যেসব কাজ করে তা হলো-
    i. দেহের কাঠামো গঠন করে
    ii. ডালজাতীয় খাদ্য পরিহার
    iii. স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাস
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও
  • সঠিক উত্তর: (ক)
    ১১১. কোনটির অভাবে অস্টিওপোরেসিস হয়?
  • ক) Ca
  • খ) K
  • গ) Mg
  • ঘ) Zn
  • সঠিক উত্তর: (ক)
    ১১২. অস্টিওপোরেসিস হবার কারণ হলো-
    i. অলস জীবন যাপন করা
    ii. কায়িক পরিশ্রম কম করা
    iii. চর্বি জাতীয় খাদ্য গ্রহণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১১৩. নিচের কোন আর্থ্রইটিস এর লক্ষণ?
  • ক) শ্বাসকষ্ট
  • খ) গিটফুলে যাওয়া
  • গ) পেটে পীড়া দেখা দেয়
  • ঘ) রাতে ঘাম হওয়া
  • সঠিক উত্তর: (খ)
    ১১৪. কঙ্কাল গঠিত হয়-
  • ক) অস্থি ও তরুণাস্থি দ্বারা
  • খ) নিশ্চল ও সচল অস্থিসন্ধি দ্বারা
  • গ) হৃৎপিন্ড ও ফুসফুস দ্বারা
  • ঘ) অন্ত্র ও মস্তিস্ক দ্বারা
  • সঠিক উত্তর: (ক)
    ১১৫. লিগামেন্ট গঠিত হয় কোনটির সমন্বয়ে?
    i. শ্বেততন্তু
    ii. ধূসর তন্তু
    iii. পীত তন্তু
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১১৬. রাসায়নিক বস্তু কন্ড্রিন এর ক্ষেত্রে প্রযোজ্য-
    i. শক্ত ও ঈষদচ্ছ
    ii. নরম ও স্থিতিস্থাপক
    iii. বর্ণ হালকা নীল
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১১৭. কোনটি স্কন্ধ চক্র ও শ্রেণিচক্র নড়াচড়ায় সাহায্য করে?
  • ক) কঙ্কাল
  • খ) অস্থি
  • গ) টেনডন
  • ঘ) লিগমেন্ট
  • সঠিক উত্তর: (ক)
    ১১৮. মানব কঙ্কালতন্ত্র-
    i. মূলত অন্তঃকঙ্কাল
    ii. দুটি প্রধান অংশে বিভক্ত
    iii. নখ, চুল, লোম এর অন্তর্গত
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১৯. নিচের অঙ্গের সাথে উপরে অঙ্গগুলোর সংযুক্তি সাধন করে?
  • ক) পেশি
  • খ) টেনডন
  • গ) কঙ্কাল
  • ঘ) অস্থিবন্ধনী
  • সঠিক উত্তর: (গ)
    ১২০. নিচের কোনটি করলে অস্টিওপোরেসিস ভাল হতে পারে?
  • ক) সুষম খাবার খেলে
  • খ) আঁশযুক্ত খাবার খেলে
  • গ) কমলার রস খেলে
  • ঘ) নিয়মিত ব্যায়াম করলে
  • সঠিক উত্তর: (গ)
    ১২১. কোন অংশটি কঙ্কালের বাইরে অবস্থান করে?
  • ক) নখ
  • খ) ফুসফুস
  • গ) পাকস্থলি
  • ঘ) অন্ত্র
  • সঠিক উত্তর: (ক)
    ১২২. অস্টিওপোরেসিস কোনটির অভাবে হয়?
  • ক) ক্যালসিয়াম
  • খ) ম্যাগনেসিয়াম
  • গ) লৌহ
  • ঘ) ভিটামিন সি
  • সঠিক উত্তর: (ক)
    ১২৩. অস্টিওপোরেসিস নির্ণয় করা যায়-
    i. অস্থিতে খনিজ পদার্থের ঘনত্ব মাপক যন্ত্রের সাহায্যে
    ii. অস্থিতে পানি মাপক যন্ত্রের সাহায্যে
    iii. অস্থিতে লৌহের ঘনত্ব মাপক যন্ত্রের সাহায্যে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১২৪. কখন মহিলাদের অস্টিওপোরেসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে?
  • ক) জ্বরে ভুগলে
  • খ) মেনোপস হওয়ার পর
  • গ) মেনোপস হওার আগে
  • ঘ) কায়িক পরিশ্রম করলে
  • সঠিক উত্তর: (খ)
    ১২৫. পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ় কী?
  • ক) অস্থি
  • খ) ফুসফুস
  • গ) লিগামেন্ট
  • ঘ) টেনডন
  • সঠিক উত্তর: (গ)
    ১২৬. পেরিটেন্ডিয়ামের মধ্যবর্তী স্থানে কোন কোষ পাওয়া যায়?
  • ক) ইডিওব্লাস্ট
  • খ) ফাইব্রোব্লাস্ট
  • গ) অস্টিওব্লাস্ট
  • ঘ) কন্ড্রিওব্লাস্ট
  • সঠিক উত্তর: (খ)
    ১২৭. নিচের কোনটি আর্থ্যইটিসের লক্ষণ?
  • ক) পেশির শক্তি কমতে থাকে
  • খ) পিঠের পিছনে ব্যথা হয়
  • গ) অস্থিসন্ধি নাড়াতে কষ্ট হয়
  • ঘ) অস্থিতে ব্যথা অনুভব হয়
  • সঠিক উত্তর: (গ)
    ১২৮. অস্টিওপোরেসিস প্রতিকারে পঞ্চাশোর্ধ পুরুষ ও মহিলাদের দৈনিক কী পরিমাণ ক্যালসিয়াম গ্রহণ কর উচিত?
  • ক) ১০০ গ্রাম
  • খ) ১২০০ গ্রাম
  • গ) ১২০০ মিলিগ্রাম
  • ঘ) ১২০ মিলিগ্রাম
  • সঠিক উত্তর: (গ)
    ১২৯. কঙ্কালের কাজ কী?
  • ক) দেহের কাঠামো গঠন করা
  • খ) রক্ষণাবেক্ষণ না করা
  • গ) ভারবহন করতে পারে না
  • ঘ) দেহে রক্ত সঞ্চয় করা
  • সঠিক উত্তর: (ক)
    ১৩০. লোহিত রক্তকণিকা কোথা হতে উৎপন্ন হয়?
  • ক) অস্থি হতে
  • খ) হৃৎপিন্ড হতে
  • গ) অস্থিমজ্জা হতে
  • ঘ) ফুসফুস হতে
  • সঠিক উত্তর: (গ)
    ১৩১. যন্ত্রনাদায়ক গিটের উপর স্যাক নেয়া হয় কোন রোগে?
  • ক) অস্টিওপোরেসিস
  • খ) আর্থ্রইটিস
  • গ) বৃক্কে পাথর
  • ঘ) যক্ষ্মা
  • সঠিক উত্তর: (খ)
    ১৩২. পূর্ণসচল অস্থিসন্ধি হলো-
    i. বল ও কোটরসন্ধি
    ii. মেরুদন্ডের অস্থিসন্ধি
    iii. কবজাসন্ধি
    নিচের কোনটি সঠিক?
  • ক) ii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৩৩. ইলাস্টিক কী দ্বারা গঠিত?
  • ক) প্রোটিন
  • খ) লিপিড
  • গ) ভিটামিন
  • ঘ) কার্বোহাইড্রেট
  • সঠিক উত্তর: (ক)
    ১৩৪. কোন উপাদানটি অস্থি বৃদ্ধিতে সাহায্য করে?
  • ক) ম্যাগনেসিয়াম
  • খ) ফসফরাস
  • গ) ক্যালসিয়াম
  • ঘ) পটাসিয়াম
  • সঠিক উত্তর: (গ)
    ১৩৫. কঙ্কালতন্ত্র সঞ্চয় করে-
    i. ক্যালসিয়াম
    ii. ক্লোরাইড
    iii. ফসফরাস
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৩৬. কোনটি অপেক্ষাকৃত নরম ও স্থিতিস্থাপক?
  • ক) তরুণাস্থি
  • খ) অস্থি
  • গ) পেশি
  • ঘ) অস্টিওপোরেসিস
  • সঠিক উত্তর: (ক)
    ১৩৭. আর্থ্রাইটিস এর প্রতিকার হলো-
    i. হালকা ব্যায়াম করা
    ii. স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাস করা
    iii. সঠিক চিকিৎসা করা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৩৮. মানবদেহে অস্থি ও পেশির ভূমিকা গরুত্বপূর্ণ কেন?
  • ক) চলনের জন্য
  • খ) শক্তি প্রয়োগের জন্য
  • গ) খনিজ লবণ সঞ্চয়ের জন্য
  • ঘ) উদ্দীপনা সংবেদনের জন্য
  • সঠিক উত্তর: (ক)
    ১৩৯. অস্থির বিচলনে সহায়তাকারী অঙ্গ কোনটি?
  • ক) তরুণাস্থি
  • খ) অস্থিসন্ধি
  • গ) লিগামেন্ট
  • ঘ) টেনডন
  • সঠিক উত্তর: (খ)
    ১৪০. তরুণাস্থি মাতৃকা কোন ধরনের?
  • ক) শক্ত ও মজবুত
  • খ) শক্ত ও ভঙ্গুর
  • গ) নমনীয় ভঙ্গুর
  • ঘ) স্থিতিস্থাপক ও মজবুত
  • সঠিক উত্তর: (খ)
    ১৪১. বাহুর সঞ্চালনে কাজ করে কোনটি?
    i. ট্রাইসেপস পেশি
    ii. বাইসেপস পেশি
    iii. মনোসেপস পেশি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৪২. গেঁটে বাত প্রতিরোধে কার্যকারী ব্যবস্থা হলো-
  • ক) ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া
  • খ) ননীতোলা দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করা
  • গ) কমলার রস খাওয়া
  • ঘ) পর্যাপ্ত আলো বাতাস আছে এমন বাসস্থানে বাস করা
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪৩. ইষৎ সচল অস্থিসন্ধির উদাহরণ কোনটি?
  • ক) করোটিকা
  • খ) মেরুদন্ড
  • গ) কবজা সন্ধি
  • ঘ) বল ও কোটর সন্ধি
  • সঠিক উত্তর: (খ)
    ১৪৪. অস্থির বিচলনে সহায়তা করে কে?
  • ক) তরুণাস্থি
  • খ) অস্থিসন্ধি
  • গ) অস্থি
  • ঘ) অস্থিতন্ত্র
  • সঠিক উত্তর: (খ)
    ১৪৫. অস্থির বৃদ্ধির জন্য প্রয়োজন-
    i. ভিটামিন সমৃদ্ধ খাদ্য
    ii. আমিষ জাতীয় খাদ্য
    iii. ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৪৬. কঙ্কালতন্ত্রের উপাদান হলো-
    i. পেশিবন্ধনী
    ii. তরুণাস্থি
    iii. পেশি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪৭. আর্থ্রইটিস রোগটি প্রতিকারে করণীয় হলো-
    i. ভারী কাজ থেকে বিরত থাকা
    ii. ডালজাতীয় খাদ্য পরিহার
    iii. স্বাস্থ্যসম্মত পরিবেশ বসবাস
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪৮. কঙ্কালের উপর আচ্ছাদন তৈরি করে কী?
  • ক) স্নায়ুতন্ত্র
  • খ) পেশিতন্ত্র
  • গ) কঙ্কালতন্ত্র
  • ঘ) পৌষ্টিকতন্ত্র
  • সঠিক উত্তর: (খ)
    ১৪৯. হৃৎপিন্ড ও ফুসফুস কোথায় নিরাপদ আশ্রয়ে থাকে?
  • ক) মেরুরজ্জু
  • খ) করোটি
  • গ) বক্ষগহ্বর
  • ঘ) বাহু
  • সঠিক উত্তর: (গ)
    ১৫০. মানুষের চলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
    i. তরুণাস্থি
    ii. পেশি
    iii. অস্থি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৫১. টেনডনের ক্ষেত্রে সঠিক উক্তি হলো-
    i. শ্বেত তন্তুময় যোজক টিস্যু দ্বারা গঠিত
    ii. টিস্যু শাখা প্রশাখা বিহীন
    iii. ঘন, শ্বেত তন্তুময় পেশি টিস্যু দ্বারা গঠিত
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৫২. কোনটি নিশ্চল অস্থিসন্ধির উদাহরণ?
  • ক) মেরুদন্ডের অস্থিসন্ধি
  • খ) হাতের কনুই
  • গ) করোটিকা অস্থিসন্ধি
  • ঘ) কোটর সন্ধি
  • সঠিক উত্তর: (গ)
    ১৫৩. পেশিতন্ত্রের কাজ হলো-
    i. অঙ্গ-প্রত্যক্ষ সঞ্চালন ও চলাফেরায় সহায়তা করা
    ii. কঙ্কালতন্ত্রের সাথে যৌথভাবে নির্দিষ্ট আকার গঠন করা
    iii. ভবিষ্যতের জন্য খাদ্য সংগ্রহ করা
    নিচের কোনটি সঠিক?
  • ক) ii
  • খ) iii
  • গ) i ও ii
  • ঘ) i ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৫৪. লিগামেন্ট তন্তুগুলো কী দ্বারা গঠিত?
  • ক) আমিষ
  • খ) শর্করা
  • গ) স্নেহ
  • ঘ) প্রোটিন
  • সঠিক উত্তর: (ক)
    ১৫৫. অস্থিসন্ধি অস্থিতন্ত্রের অংশগুলোকে কী করে?
  • ক) সংযুক্ত
  • খ) মুক্ত
  • গ) আলাদা
  • ঘ) বাহির
  • সঠিক উত্তর: (ক)
    ১৫৬. দেহ কাঠামো গঠনকারী তন্ত্রের নাম হলো-
  • ক) পরিপাকতন্ত্র
  • খ) রেচনতন্ত্র
  • গ) কঙ্কালতন্ত্র
  • ঘ) পেশি তন্ত্র
  • সঠিক উত্তর: (গ)
    ১৫৭. অ্যারিওলার টিস্যুর দৈর্ঘ্য বরাবর টেনডনের মধ্যে কী প্রবেশ করে?
  • ক) স্টেরয়েড
  • খ) অস্থি
  • গ) রক্তনালী
  • ঘ) পেরিটেন্ডিয়াম
  • সঠিক উত্তর: (গ)
    ১৫৮. জটিল সাইনোভিয়াল অস্থিসন্ধিতে কয়টি অস্থির মিলন ঘটে?
  • ক) দুইটি
  • খ) তিনটি
  • গ) একটি
  • ঘ) দুইয়ের অধিক
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৫৯. ল্যাকিউনি এর বৈশিষ্ট্য-
    i. প্রোটোপ্লাজম খুব স্বচ্ছ থাকে
    ii. নিউক্লিয়াসটি গোলাকার
    iii. কোষগহ্বর বিদ্যমান
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬০. কনুই বাঁকা করতে হলে কোনটি সংকুচিত হয়?
  • ক) রেডিয়াস
  • খ) আলনা
  • গ) বাইসেপস
  • ঘ) ট্রাইসেপস
  • সঠিক উত্তর: (গ)
    ১৬১. অস্থিসন্ধির উদাহরণ-
    i. নিশ্চল অস্থিসন্ধি
    ii. বল ও কোটর সন্ধি
    iii. কবজি সন্ধি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬২. পেশিতন্ত্র কাজে লাগে-
    i. খাদ্য সংরক্ষণে
    ii. অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালয়ন ও চলাফেরায়
    iii. অঙ্গ বিন্যাস ও ভারসাম্য রক্ষায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৬৩. লিগামেন্টের ক্ষেত্রে প্রযোজ্য-
    i. তন্তুগুলো ইলাস্টিক নামক আমিষ দ্বারা তৈরি
    ii. হাড়গুলো স্থানচ্যুতি ও বিচ্যুত হতে সাহায্য করে
    iii. তন্তুগুলোর মাঝে ফাইব্রোব্লাস্ট কোষ থাকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও
  • সঠিক উত্তর: (খ)
    ১৬৪. অস্থি গঠন সাহায্য করে কোনটি?
  • ক) ক্যালসিয়াম
  • খ) জিংক
  • গ) সালফার
  • ঘ) ম্যাঙ্গানিজ
  • সঠিক উত্তর: (ক)
    ১৬৫. অস্টিওপোরিসেস রোগের কারণ-
    i. সোডিয়ামের ঘাটতি
    ii. ক্যালসিয়ামের ঘাটতি
    iii. মহিলাদের মেনোপসহওয়ার পর অস্থির ঘনত্ব ও পুরুত্ব কমা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৬৬. অলস জীবনযাপন করলে কোন রোগটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে?
  • ক) এইডস
  • খ) আর্থ্রাইটিস
  • গ) অস্টিওপোরেসিস
  • ঘ) বসন্ত
  • সঠিক উত্তর: (গ)
    ১৬৭. তন্তুময় যোজক কলা নির্মিত আবরণী দ্বারা বেষ্টিত তরুণাস্থির নাম কী?
  • ক) অস্ট্রিন
  • খ) কন্ড্রিওব্লাস্ট
  • গ) পেরিকন্ড্রিয়াম
  • ঘ) টেনডন
  • সঠিক উত্তর: (গ)
    ১৬৮. তরুণাস্থি কোষের নিউক্লিয়াসটি দেখতে কেমন?
  • ক) বৃত্তাকার
  • খ) গোলাকার
  • গ) ত্রিভুজাকার
  • ঘ) বর্গাকার
  • সঠিক উত্তর: (খ)
    ১৬৯. অস্থি কোষকে বলা হয়-
  • ক) অস্টিওব্লাস্ট
  • খ) কন্ড্রিওব্লাস্ট
  • গ) কন্ড্রিওসাইট
  • ঘ) কন্ড্রিন
  • সঠিক উত্তর: (ক)
    ১৭০. কিসের সমন্বয়ে লিগামেন্ট গঠিত হয়?
  • ক) অ্যাক্সন ও টেনডনের সমন্বয়ে
  • খ) শ্বেততন্তু ও টেনডন সমন্বয়ে
  • গ) শ্বেততন্তু ও পীততন্তুর সমন্বয়ে
  • ঘ) টেনডন ও পীততন্তুর সমন্বয়ে
  • সঠিক উত্তর: (গ)
    ১৭১. যোজক কলার রুপান্তরিত রূপ কোনটি?
  • ক) পেশি কলা
  • খ) অস্থি
  • গ) রূপান্তরিত কলা
  • ঘ) আবরণী কলা
  • সঠিক উত্তর: (খ)
    ১৭২. জীবিত অবস্থায় তরুণাস্থিগুলোকে বলে-
  • ক) ক্যাপসুল
  • খ) কন্ড্রিন
  • গ) অস্টিওব্লাসট
  • ঘ)
  • সঠিক উত্তর: (ক)
    ১৭৩. টেনডনে মধ্যে প্রবেশকারী অঙ্গগুলো হলো-
    i. রক্তনালী
    ii. লসিকানালী
    iii. স্নায়ু
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭৪. সাইনোভিয়াল অস্থিসন্ধির অংশগুলো হলো-
    i. তরুণাস্থি আবৃত অস্থিপ্রান্ত
    ii. সাইনোভিয়াল রস
    iii. লিগামেন্ট
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭৫. বহিঃকঙ্কালের অন্তর্ভুক্ত-
    i. নখ
    ii. রক্ত
    iii. চুল
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৭৬. অস্টিওপোরেসিস প্রতিরোধে কোনটি করণীয়?
  • ক) আঁশযুক্ত খাবার গ্রহণ না করা
  • খ) নিয়মিত ওষুধ খাওয়া
  • গ) পর্যাপ্ত আমিষ সমৃদ্ধ খাবার খাওয়া
  • ঘ) ক্যালসিয়াম ও ভিটামিন ‘ডি’ সমৃদ্ধ খাবার খাওয়া
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭৭. কন্ড্রিন এর বর্ণ কীরূপ?
  • ক) গাঢ় নীল
  • খ) হালকা নীল
  • গ) গাঢ় হলুদ
  • ঘ) হালকা লাল
  • সঠিক উত্তর: (খ)
    ১৭৮. সরল সাইনোভিয়াল অস্থিসন্ধি গঠনে কয়টি অস্থির বর্হিভাগ মিলিত হয়?
  • ক) ৪টি
  • খ) ২টি
  • গ) ৩টি
  • ঘ) ৫টি
  • সঠিক উত্তর: (খ)
    ১৭৯. আর্থ্রইটিস কোন ধরনের রোগ?
  • ক) বাত রোগ
  • খ) চর্ম রোগ
  • গ) অগ্নিমান্দ্য
  • ঘ) পেটের অসুখ
  • সঠিক উত্তর: (ক)
    ১৮০. অস্থিতে কোন খনিজ লবণ সঞ্চিত থাকে?
  • ক) ম্যাগনেশিয়াম
  • খ) আয়রন
  • গ) ক্যালসিয়াম
  • ঘ) সালফার
  • সঠিক উত্তর: (গ)
    ১৮১. কঙ্কালতন্ত্র গঠিত হয়-
    i. অস্থি ও তরুণাস্থি নিয়ে
    ii. পেশিবন্ধনী ও অস্থিবন্ধনী নিয়ে
    iii. হৃৎপিন্ড ও পাকস্থলী নিয়ে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৮২. কানের পিনায় কন্ড্রিসাইট দ্বারা গঠিত যোজক কলাটির বর্ণ-
    i. সাদা
    ii. নীলাভ
    iii. চকচকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮৩. পীত বর্ণের স্থিতিস্থাপক তন্তুর সংখ্যা বেশি কোথায়?
  • ক) টেন্ডনে
  • খ) লিগামেন্টে
  • গ) ট্রাইসেপসে
  • ঘ) বাইসেপসে
  • সঠিক উত্তর: (খ)
    ১৮৪. দেহের কাঠামো ঠিক রাখা কার কাজ?
  • ক) রক্তের
  • খ) কঙ্কালের
  • গ) রেচনের
  • ঘ) হৃৎপিন্ডের
  • সঠিক উত্তর: (খ)
    ১৮৫. অস্থি ও তরুণাস্থির পার্থক্যে করা যায়-
    i. অবস্থানের ভিত্তিতে
    ii. কাঠিন্যের ভিত্তিতে
    iii. স্থিতিস্থাপকতার ভিত্তিতে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮৬. মানব কঙ্কাল গঠনের ক্ষেত্রে বলা যায়-
    i. ২০১ খানা অস্থির সমন্বয়
    ii. অস্থিসমূহ লম্বা, ছোট চ্যাপ্টা ও অসমান
    iii. ২০৬ খানা অস্থির সমন্বয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৮৭. কোন রোগটি সাধারণত বয়স্ক পুরুষ ও মহিলাদের হয়?
  • ক) যক্ষ্মা
  • খ) পোলিও
  • গ) অস্টিওপোরেসিস
  • ঘ) জন্ডিস
  • সঠিক উত্তর: (গ)
    ১৮৮. মানুষের চলনে কোনটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ?
  • ক) টেনড্রন ও কন্ড্রিন
  • খ) টেনডন ও লিগামেন্ট
  • গ) অস্থি ও পেশি
  • ঘ) কন্ড্রিন ও পেশি
  • সঠিক উত্তর: (গ)
    ১৮৯. অস্থিসন্ধির অংশ হলো-
    i. তরুণাস্থিতে আবৃত অস্থিপ্রান্ত
    ii. সাইনোভিয়াল রস
    iii. কন্ড্রিন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) i ও ii
  • ঘ) ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৯০. অস্থির খনিজ পদার্থের ঘনত্বমাপক যন্ত্রের সাহায্যে কী করা হয়?
  • ক) চাপ নির্ণয়
  • খ) রোগ নির্ণয়
  • গ) গভীরতা নির্ণয়
  • ঘ) তাপমাত্রা নির্ণয়
  • সঠিক উত্তর: (খ)
    ১৯১. অস্টিওপোরেসিস হওয়ার কারণ-
  • ক) দেহে খনিজ লবণের অভাব
  • খ) অতিরিক্ত পরিশ্রম
  • গ) পানি কম পান করা
  • ঘ) আমিষ জাতীয় খাদ্যভাব
  • সঠিক উত্তর: (ক)
    ১৯২. অস্থিগুলো সন্ধিস্থল হতে বিচ্যুত হয় না কেন?
  • ক) স্থিতিস্থাপক রজ্জুর মতো বন্ধনীর জন্য
  • খ) অস্থিতিস্থাপক রজ্জুর বন্ধনীর জন্য
  • গ) লিগামেন্টের জন্য
  • ঘ) টেনডনের জন্য
  • সঠিক উত্তর: (ক)
    ১৯৩. কোন ধরনের কাঠামো ছাড়া দেহের স্থিতিশীল আকার সম্ভব নয়?
  • ক) তরণাস্থি
  • খ) সাইনোভিয়াল অস্থি
  • গ) পাকস্থলী
  • ঘ) শক্ত অস্থি
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯৪. অস্থি বৃদ্ধিতে কোন ভিটামিন প্রয়োজন?
  • ক) ভিটামিন ‘এ’
  • খ) ভিটামিন ‘সি’
  • গ) ভিটামিন ‘বি’
  • ঘ) ভিটামিন ‘ডি’
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯৫. যোজক কলার ভিন্নরূপ কী?
  • ক) অস্থি
  • খ) সাইনোভিয়ান অস্থি
  • গ) তরুণাস্থি
  • ঘ) টেনডন
  • সঠিক উত্তর: (গ)
    ১৯৬. মানবদেহে তরুণাস্থির অবস্থান-
    i. কানের পিনায়
    ii. অস্থির সংযোগস্থলে
    iii. নাকের অগ্রভাগে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯৭. দৃঢ় স্থিতিস্থাপক বন্ধনী দ্বারা অস্থিসমূহ পরস্পরের সাথে সংযু্ক্ত থাকাকে কী বলে?
  • ক) লিগামেন্ট
  • খ) টেনডন
  • গ) আর্থ্রাইটিস
  • ঘ) অস্টিওপোরেসিস
  • সঠিক উত্তর: (ক)
    ১৯৮. কোন অস্থিসন্ধি সহজেই সঞ্চালন করা যায়?
  • ক) আন্তঃকশেরুকীয় অস্থিসন্ধি
  • খ) পায়ের অস্থিসন্ধি
  • গ) করোটিকার অস্থিসন্ধি
  • ঘ) মেরুদন্ডের অস্থিসন্ধি
  • সঠিক উত্তর: (খ)
    ১৯৯. অস্থির গঠন উপাদান কোনটি?
  • ক) সোডিয়াম ও পানি
  • খ) ক্যালসিয়াম ও পানি
  • গ) সালফার ও পানি
  • ঘ) পটাশিয়াম ও পানি
  • সঠিক উত্তর: (খ)
    ২০০. তরুণাস্থির বৈশিষ্ট্য-
    i. নরম ও স্থিতিস্থাপক
    ii. কন্ড্রিন বিদ্যমান
    iii. সাদা, বাদামি ও চকচকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২০১. মানবদেহে পেশিতন্ত্র যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তা হলো-
    i. গ্লাইকোজেন সঞ্চয়
    ii. রক্ত উৎপাদন
    iii. রক্ত সঞ্চালন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২০২. দেহের সর্বাপেক্ষা দৃঢ় কলা কোনটি?
  • ক) তরুণাস্থি
  • খ) টেনডন
  • গ) অস্থি
  • ঘ) লিগামেন্ট
  • সঠিক উত্তর: (গ)
    ২০৩. কবজি সন্ধি দেখা যায়-
    i. হাতের কনুই
    ii. জানুতে
    iii. অঙ্গুলিতে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০৪. কঙ্কালতন্ত্র খনিজ লবণ সঞ্চয় করে কারণ-
    i. তরুণাস্থি শক্ত হয়
    ii. অস্থি শক্ত হয়
    iii. অস্থি মজবুত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২০৫. হাতের আঙ্গুলে দৃশ্যমান অস্থিসন্ধি হলো-
  • ক) নিশ্চল
  • খ) ইষৎ সচল
  • গ) বল ও কোটর সন্ধি
  • ঘ) কবজি সন্ধি
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০৬. অস্টিওপোরেসিস ও গেঁটে বাত প্রতিরোধ করণীয় কী?
  • ক) আঁশযুক্ত খাবার গ্রহণ না করা
  • খ) নিয়মিত ব্যায়াম করা
  • গ) লৌহ ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া
  • ঘ) নিয়মিত ঔষধ খাওয়া
  • সঠিক উত্তর: (খ)
    ২০৭. অস্থির বৈশিষ্ট্য হলো-
    i. এটি যোজক কলার রূপান্তরিত রূপ
    ii. এর মাতৃকা শক্ত ও ভঙ্গুর
    iii. এটি অপেক্ষাকৃত নরম ও স্থিতিস্থাপক
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২০৮. অস্টিওপোরেসিস রোগের লক্ষণ হলো-
    i. পেশির শক্তি কমতে থাকে
    ii. অস্থিতে ব্যথা অনুভব হয়
    iii. অস্থি ভঙ্গুরে হয়ে যায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০৯. আর্থ্রইটিস রোগ প্রতিরোধে যা করতে হবে-
    i. পর্যাপ্ত আলো-বাতাস আছে এমন বাসস্থানে বাস
    ii. নিয়মিত ব্যায়াম
    iii. বেশি পরিমাণে স্নেহ জাতীয় খাদ্য গ্রহণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২১০. অস্থি শক্ত ও মজবুত থাকার কারণ-
  • ক) ক্যালসিয়াম
  • খ) পটাসিয়াম
  • গ) খনিজ লবণ
  • ঘ) ফসফরাস
  • সঠিক উত্তর: (গ)
    ২১১. কবজি সন্ধির-
    i. দরজা পাল্লার সাথে তুলনীয়
    ii. কেবল দুদিকে নাড়ানো যায়
    iii. আঙ্গুলগুলোতে বিদ্যমান
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২১২. স্কন্ধচক্র কোন তন্ত্রের অন্তর্ভূক্ত?
  • ক) পৌষ্টিকতন্ত্র
  • খ) রক্ত সংবহতন্ত্র
  • গ) কঙ্কালতন্ত্র
  • ঘ) শ্বসনতন্ত্র
  • সঠিক উত্তর: (গ)
    ২১৩. অন্তঃকঙ্কালের অন্তভুর্ক্ত-
    i. নখ
    ii. রক্ত
    iii. হৃৎপিন্ড
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২১৪. কোনটি সহজে সঞ্চালন করা যায়?
  • ক) নাক
  • খ) কান
  • গ) হাত
  • ঘ) মাথা
  • সঠিক উত্তর: (গ)
    ২১৫. অঙ্গ সবদিকে সোজা বা নড়াচড়া করতে পারে কারণ-
  • ক) টেনডন
  • খ) লিগামেন্ট
  • গ) অ্যারিওব্লাস্ট
  • ঘ) সিইডোব্লাস্ট
  • সঠিক উত্তর: (খ)
    ২১৬. অস্থি শক্ত ও মজবুত হয় কেন?
  • ক) খনিজ লবণ সঞ্চিত থাকায়
  • খ) জৈব যৌগ সঞ্চিত থাকায়
  • গ) আবরণী কলা যুক্ত থাকায়
  • ঘ) তন্তুময় অস্থিসন্ধি থাকায়
  • সঠিক উত্তর: (ক)
    ২১৭. সাইনোভিয়াল অস্থি সম্পর্কে বলা যায়-
    i. এতে কমপক্ষে দুটি অস্থির সংযোগ থাকবে
    ii. সংযোগকৃত অস্থির প্রান্তে তরুণাস্থি থাকবে
    iii. সংযোগস্থলে সাইনোভিয়াল রস নামক তৈলাক্ত পদার্থ থাকবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২১৮. অস্থিকোষকে কী বলে?
  • ক) কন্ড্রিওব্লাস্ট
  • খ) পেরিন্ড্রিওব্লাস্ট
  • গ) অস্টিওব্লাস্ট
  • ঘ) অস্টিওসিস্ট
  • সঠিক উত্তর: (গ)
    ২১৯. কোনটি ক্যালসিয়াম, পটাসিয়াম, ফসফরাস ইত্যাদি সঞ্চয় করে রাখে?
  • ক) অস্থি
  • খ) তরুণাস্থি
  • গ) স্নায়ুকলা
  • ঘ) যোজকলা
  • সঠিক উত্তর: (ক)
    ২২০. নিচের কোনটি আর্থ্রাইটিস রোগের লক্ষণ?
  • ক) অস্থিতে ব্যথা অনুভব হয়
  • খ) পিঠের পেছন দিকে ব্যথা অনুভব হয়
  • গ) গিট ফুলে যায়
  • ঘ) অস্থি ভঙ্গুর হয়ে যায়
  • সঠিক উত্তর: (গ)
    ২২১. চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে?
  • ক) অস্থিতন্ত্র
  • খ) পেশিতন্ত্র
  • গ) অস্থিমজ্জা
  • ঘ) হাত-পা
  • সঠিক উত্তর: (খ)
    ২২২. স্নায়ুবিক উত্তেজনা পেশির মধ্যে উদ্দীপনা জোগানোর ফলে কী হয়?
  • ক) পেশি সংকুচিত হয়
  • খ) পেশি প্রসারিত হয়
  • গ) পেশি স্বাভাবিক থাকে
  • ঘ) পেশি রেডিয়াস ও আলনাকে টেনে সোজা করে
  • সঠিক উত্তর: (ক)
    ২২৩. কোনটি কঙ্কালতন্ত্রের কাজ?
  • ক) চলনে সাহায্য করা
  • খ) খাদ্য সংগ্রহ
  • গ) রক্ত পরিবহন
  • ঘ) খাদ্য পরিবহন
  • সঠিক উত্তর: (ক)
    ২২৪. পেরিকন্ড্রিয়ামের আবরণটির বর্ণ কীরূপ?
  • ক) চকচকে সাদা
  • খ) কালো
  • গ) ফ্যাকাশে সাদা
  • ঘ) নীলাভ প্রকৃতির
  • সঠিক উত্তর: (ক)
    ২২৫. বল ও কোটর সন্ধিতে স্থাপিত গোল অংশ সাহায্য করে-
    i. অস্থিটি বাঁকাতে
    ii. পার্শ্ব চালাতে
    iii. এক দিকে নাড়াতে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২২৬. অস্থি সন্ধিগুলো শক্ত হওয়া কোন রোগের ফলাফল?
  • ক) গেঁটে বাত
  • খ) অস্টিওপোরেসিস
  • গ) চর্মরোগ
  • ঘ) এইডস
  • সঠিক উত্তর: (ক)
    ২২৭. কোন অঙ্গটি খনিজ লবণ সঞ্চয় করে রাখে?
  • ক) হৃৎপিন্ড
  • খ) ফুসফুস
  • গ) পেশি
  • ঘ) অস্থি
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২৮. কোন রোগ প্রতিকারে যন্ত্রণাদায়ক গিটের উপর গরম স্যাঁক দেওয়া হয়?
  • ক) আর্থ্রইটিস
  • খ) অস্টিওপোরোসিস
  • গ) নিউমোনিয়া
  • ঘ) ক্যান্সার
  • সঠিক উত্তর: (ক)
    ২২৯. জীবিত অস্থিকোষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকে?
  • ক) ৪০ ভাগ
  • খ) ৬০ ভাগ
  • গ) ৫০ ভাগ
  • ঘ) ৫৫ ভাগ
  • সঠিক উত্তর: (ক)
    ২৩০. অস্থিতে কোন লবণের পরিমাণ বেশি?
  • ক) সালফার
  • খ) লোহা
  • গ) ফসফরাস
  • ঘ) ক্যালসিয়াম
  • সঠিক উত্তর: (ঘ)
    অনুচ্ছেদটি পড় এবং প্রশ্ন তিনটির উত্তর দাও:
    লীনার ছোট বোন সেভেন এ পড়ে। সে তার ছোট বোনকে পড়াতে গিয়ে দেখতে পেল একিট বিশেষ তন্ত্রের কারণে দেহ সঞ্চালন ও চলাফেরা ঘটে। তন্ত্রটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন হওয়াতে হৃৎপিন্ডের স্পন্দনের সাথে সাথে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। 
    ২৩১. লীনা কোন বিশেষ তন্ত্র সম্পর্কে জানতে পারল?
  • ক) রেচনতন্ত্র
  • খ) স্নায়ুতন্ত্র
  • গ) পৌষ্টিক তন্ত্র
  • ঘ) পেশিতন্ত্র
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৩২. লীনা যে তন্ত্রটি সম্পর্কে জানতে পারল তা কোন পদার্থ সংরক্ষণ করে?
  • ক) শ্বেতসার
  • খ) গ্লাইকোজেন
  • গ) প্রোটিন
  • ঘ) লিপিড
  • সঠিক উত্তর: (খ)
    ২৩৩. উদ্দীপকে উল্লেখিত তন্ত্রটি কাজ-
    i. অঙ্গ বিন্যাস করা
    ii. ভারসাম্য রক্ষা করা
    iii. রোগ প্রতিরোধ করা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii
  • সঠিক উত্তর: (ক)