এস.এস.সি || জীববিজ্ঞান অধ্যায় - ২: জীব কোষ ও টিস্যু
১. স্থায়ী টিস্যুর সঠিক?
i. কোষপ্রাচীর অপেক্ষাকৃত পুরু থাকে
ii. কোষে কোষ গহবর থাকে না
iii. কোষের সাইটোপ্লাজম ঘন
নিচের কোনটি সঠিক?
ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২. কোষের ভেতরের থকথকে, অর্ধস্বচ্ছ জেলীয় ন্যায় বস্তুকে কী বলে?ক) প্রোটোপ্লাজমখ) সাইটোপ্লাজমগ) নিউক্লিওপ্লাজমঘ) এন্ডোপ্লাজম৩. কোন টিস্যুর প্রাথমিক প্রোটোপ্লাজম পরে বিনষ্ট হয়ে যায়?ক) কোলেনকাইমাখ) স্ক্লেরেনকাইমাগ) প্যারেনকাইমাঘ) ক্লোরেনকাইমা৪. প্রোটিন সংশ্লেষ করে-
i. U
ii. X
iii. Y
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৫. দেহ কোষ বিভাজিত হয় কোন প্রক্রিয়ায়?ক) মিয়োসিসখ) মাইটোসিসগ) অ্যামাইটোসিসঘ) মাইটোসিস ও অ্যামাইটোসিস৬. উদ্ভিদ দেহকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহাজ্য করে কোনটি?ক) মাইটোকন্ড্রিয়াখ) কোমোজোমগ) রাইবোসোমঘ) প্লাস্টিড৭. স্ক্লেরেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য হলো-
i. কোষ শক্ত, লম্বা ও পুরু প্রাচীর যুক্ত
ii. কোষ প্রোটোপ্লাজমহীন ও লিগিনিনযুক্ত
iii. আন্তঃকোষীয় ব্যবধান বর্তমান
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৮. প্রোটোপ্লাজম নিঃসৃত কয়েক প্রকার রাসায়নিক পদার্থ কোন পর্দার উপর জমা হয়?ক) ভিত্তি পর্দাখ) মধ্য পর্দাগ) বাহ্য পর্দাঘ) বহিঃপর্দা৯. ভ্র্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি সংকোচন-প্রসারণশীল টিস্যুকে কী বলে?ক) আবরণী কলাখ) যোজক কলাগ) পেশি কলাঘ) স্নায়ুকলা১০. অ্যামিবাকে অণুবীক্ষণ যন্ত্রে দেখলে নিচের কোনটি অনুপস্থিত থাকবে?ক) ক্ষণপদখ) গহ্বরগ) প্লাস্টিডঘ) নেত্র১১. স্ক্লেরাইড কোষের ক্ষেত্রে বলা যায়-
i. স্টোনসেল বলা হয়
ii. খাটো, অসমব্যাসীয়
iii. লম্বাটে বা তারকাকার
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১২. আমিষ সংশ্লেষণের স্থান নির্ধারণ কোন অঙ্গাণুর কাজ?ক) মাইট্রোকন্ড্রিয়াখ) প্লাস্টিডগ) রাইবোজোমঘ) গলজি বস্তু১৩. ক্রিস্টি ও ম্যাট্রিক্স থাকে কোনটিতে?ক) গলজি বডিতেখ) প্লাস্টিডেগ) নিউক্লিয়াসেঘ) মাইটোকন্ড্রিয়ায়১৪. জবিবিজ্ঞানের যে শাখায় অঙ্গসমূহ নিয়ে আলোচনা করা হয় তাকে কী বলে?ক) এনটোমোলজিখ) এনাটমিগ) ফিজিওলজিঘ) সাইটোলজি১৫. ভেদ্যতার ভিত্তিতে কোষ জিল্লি কোন ধরনের?ক) অর্ধভেদ্যখ) বৈষম্যভেদ্যগ) অভেদ্যঘ) ভৈদ্য১৬. রক্তের উপাদান কয়টি?ক) ২টিখ) ৩টিগ) ৪টিঘ) ৫টি১৭. একই গঠনবিশিষ্ট একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তিও যদি অভিন্ন হয় তখন তাদের কী বলে?ক) কোষখ) কলাগ) অঙ্গঘ) তন্ত্র১৮. রক্তরসে শতকরা জৈব ও অজৈব পদার্থের পরিমাণ কত?ক) ১০-১২%খ) ৮-৯%গ) ৮০-৮৫%ঘ) ৯১-৯২%১৯. দেহের বিভিন্ন অঙ্গের সঞ্চালন, চলন ও অভ্যন্তরীণ ঘটে কোন টিস্যুর সংকোচন ও প্রসারণের জন্য?ক) আবরণী টিস্যুখ) যোজক টিস্যুগ) পেশি টিস্যুঘ) স্নায়ু টিস্যু২০. উদ্ভিদের বিভিন্ন রকম রঞ্জক পদার্থ যে অঙ্গাণুতে থাকে তা-
i. খাদ্য প্রস্তুতিতে সাহায্য করে
ii. খাদ্য সঞ্চয় করে
iii. খাদ্য পরিবহন করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২১. মানবদেহে কয় ধরনের রক্ত কোষ রয়েছে?ক) ৫খ) ৪গ) ৩ঘ) ২২২. পূর্ণাঙ্গ জীবদেহ সৃষ্টি হয়
i. দ্বিবিভাজনের মাধ্যমে
ii. অ্যামাইটোটিক বিভাজনের মাধ্যমে
iii. মিয়োসিস বিভাজনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৩. জাইলেম টিস্যু গঠনের উপাদান কোনটি?ক) কোলেনকাইমাখ) সঙ্গীকোষগ) প্যারেনকাইমাঘ) জাইলেম ফাইবার২৪. কোন প্রক্রিয়ার মাধ্যমে জীবকোষ প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে?ক) অভিস্রবণখ) ব্যাপনগ) শ্বসনঘ) রেচন২৫. কোনটি জীবের শারীরবৃত্তীয় কাজের সমন্বয়কারী?ক) হরমোনখ) প্লস্টিডগ) ক্রোমোজোমঘ) রাইবোসোম২৬. অস্থিকোষ অবদান রাখে-
i. দেহের বৃদ্ধিতে
ii. দেহের গঠনে
iii. দেহের দৃঢ়তা প্রদানে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৭. “পেনিসিলিন” নামক অ্যান্টিবায়েটিক ঔষধ আবিষ্কার করেন কে?ক) হ্যানস ক্রেবসখ) আলোকজান্ডার ফ্লেমিংগ) জর্জ বেনথামঘ) সালিম আলী২৮. প্রাণিকোষের নিউক্লিয়াসের কাছে যে দুটি ফাঁপা মলাকার বা দন্ডাকার অঙ্গাণু দেখা যায় তাদের কী বলে?ক) সেন্ট্রোজোমখ) রাইবোজোমগ) সেন্ট্রিওলঘ) লাইসোজোম২৯. প্লাস্টিডের কোন অংশ উৎসেচকের মাধ্যমে কার্বন ডাই-অক্সাইড ও পানি সহযোগে শর্করা তৈরি করে?ক) ক্রিস্টিখ) স্টোমাগ) গ্রানাঘ) ল্যামেলী৩০. আমাদের নড়াচড়ায় সাহায্য করে কোনটি?ক) স্নায়ুকোষখ) পেশিকোষগ) যকৃৎকোষঘ) রক্তকোষ৩১. লিউকোপ্লাস্টের বর্ণ কী রকম?ক) সবুজখ) হলুদগ) লালঘ) বর্ণহীন৩২. কোন টিস্যুর কোষগুলো স্তম্ভের মতো, সরু ও লম্বা?ক) স্কোয়ামাস আবরণী টিস্যুখ) কিউবয়ডাল আবরণী টিস্যুগ) কলামনার আবরণী টিস্যুঘ) স্ট্রাটিফাইড আবরণী টিস্যু৩৩. টিস্যুর গঠন ও কাজের একক কোনটি?ক) প্রোটোপ্লাজমখ) কোষগ) সাইটোপ্লাজমঘ) অঙ্গ৩৪. শরীর ত্বকীয় কোষ কী কাজ করে?ক) ঘাম নির্গত করেখ) কাঠামো প্রদান করেগ) রোগ প্রতিরোধ করেঘ) দেহে দৃঢ়তা প্রদান করে৩৫. আদি কোষের ক্ষেত্রে সঠিক-
i. কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না
ii. নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে
iii. অধিকাংশ জীবকোষ এ ধরনের হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৬. পরিবহন টিস্যু নিচের কোনটিকে বলা হয়?ক) ভাজক টিস্যুখ) স্থায়ী টিস্যুগ) সরল টিস্যুঘ) জটিল টিস্যু৩৭. শ্বসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ কোনটি?ক) গ্লাইকোলাইসিসখ) ক্রেবস চক্রগ) এসিটাইল কো-এ সৃষ্টিঘ) ইলেক্ট্রন প্রবাহ৩৮. অস্থিকে দৃঢ়তা প্রদান করে কোনটি?ক) ক্যাডমিয়ামখ) পটাশিয়ামগ) সোডিয়ামঘ) ক্যালসিয়াম৩৯. প্লাস্টিডের প্রধান কাজ হলো-
i. খাদ্য প্রস্তুত করা
ii. খাদ্র সঞ্চয় করা
iii. উদ্ভিদদেহকে বর্ণময়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪০. কোমলাস্থির অপর নাম কী?ক) তরুণাস্থিখ) অমনীয় অস্থিগ) অস্থিঘ) কোনটিই নয়৪১. ফুলকে আকর্ষণীয় ও পরাগায়নে সাহাজ্য করা কোনটির প্রধান কাজ?ক) লিউকোপ্লাস্টখ) ক্লোরোপ্লাস্টগ) গলজিবস্তুঘ) ক্রোমোপ্লাস্ট৪২. রক্তের রং লাল হয় কেন?ক) লোহিত কণিকায় হিমোগ্লোবিন থাকায়খ) লোহিত কণিকায় গ্লোবিউলিন থাকায়গ) শ্বেকণিকায় প্রোটিওলঅইটিক এনজাইম থাকায়ঘ) অণুচক্রিকায় ইওসিন থাকায়৪৩. কোন পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন হয়?ক) মাইটোসিসখ) মিয়োসিসগ) অ্যামাইটোসিসঘ) ফিশন৪৪. গুপ্তবীজী উদ্ভিদের সকল অঙ্গে কোনগুলো দেখা যায়?ক) ফাইবারখ) স্ক্লেরাইডগ) ভেসেলঘ) ট্রাকিড৪৫. পেশি টিস্যুর উৎপত্তি হয় কোনটি থেকে?ক) ভ্রূণীয় এন্ডোডার্মখ) এক্টোপ্লাজমগ) ভ্রূণীয় এক্টাডার্মঘ) ভ্রূণীয় মেসোডার্ম৪৬. ভ্রণ ও শিশু ধারক অঙ্গ কোনটি?ক) ত্বকতন্ত্রখ) জননতন্ত্রগ) রেচনতন্ত্রঘ) পরিপাকতন্ত্র৪৭. উড ফাইবার কী?ক) জাইলেমের স্ক্লেরেনকাইমা কোষখ) জাইলেম স্ক্লেরেনকাইমা কোষগ) ফ্লোয়েমের স্ক্লেরেনকাইমা কোষঘ) ফ্লোয়েমের সঙ্গীকোষ৪৮. কোনটি কোষের দৃঢ়তা, আকার ও আকৃতি বজায় রাখে?ক) সাইটোপ্লাজমখ) কোষঝিল্লিগ) রাইবোসোমঘ) কোষপ্রাচীর৪৯. জটিল টিস্যুকে কী বলা হয়?ক) দৃঢ়তা দানকারী টিস্যুখ) পরিবহন টিস্যুগ) সঞ্চয়ী টিস্যুঘ) উৎপাদনকারী টিস্যু৫০. দেহকে নিদ্দিষ্ট আকৃতি ও দৃঢ়তা দানকারী টিস্যু কোনটি?ক) ফাইব্রাস যোজক টিস্যুখ) স্কেলেটাল যোজক টিস্যুগ) ঐচ্ছিক পেশিঘ) অনৈচ্ছিক পেশি৫১. জাইলেম ও ফ্লোয়েম একত্রে কোন টিস্যুতন্ত্র গঠন করে?ক) ভিত্তি টিস্যুতন্ত্রখ) ত্বকীয় টিস্যুতন্ত্রগ) পরিবহন টিস্যুতন্ত্রঘ) কোনটিই নয়৫২. ভিত্তি পর্দার উপর একাধিক স্তরে সজ্জিত থাকে কোন আবরণী টিস্যু?ক) সাধারণ আবরণী টিস্যুখ) স্টাটিফাইড আবরণী টিস্যুগ) মিউডোস্টাটিফাইড আবরণী টিস্যুঘ) কোনটি নয়৫৩. ফুলের বর্ণ সবাইকে আকৃষ্ট করে। নানা বর্ণের ফুলগুলো সত্যিই সুন্দর। ফুল বর্ণময় ও সুন্দর করে কোনটি?ক) লিউকোপ্লাস্টখ) ক্রোমোপ্লাস্টগ) ক্লোরোপ্লাস্টঘ) ক্রোমাটোপ্লাস্ট৫৪. বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত টিস্যু নিচের কোনটি?ক) প্যারেনকাইমাখ) কোলেনকাইমাগ) স্ক্লেরেনকাইমাঘ) স্ক্লেরাইড৫৫. কেন্দ্রিকা ও সাইটোপ্লাজমের মাঝে কিছু বস্তুর চলাচল ঘটে কোনটির মাধ্যমে?ক) নিউক্লিয়ার প্রাচীরখ) নিউক্লিয়ার ছিদ্রগ) নিউক্লিয়ার রন্ধ্রঘ) নিউক্লিয়ার ঝিল্লি৫৬. ক্লোমোপ্লাস্ট কীভাবে পরাগায়নে সাহায্য করে?ক) শক্তি উৎপন্ন করেখ) খাদ্য তৈরি করেগ) ফুলকে আকর্ষণীয় করেঘ) খাদ্য সঞ্চয় করে৫৭. ব্যাকটেরিয়ায় কোষপ্রাচীর কী দ্বারা তৈরি?ক) প্রোটিন ও কাইটিনখ) লিগনিন ও পেকটিনগ) প্রোটিন ও লিপিডঘ) সেলুলোজ ও কাইটিন৫৮. সেন্ট্রোসোমের কাজ হলো-
i. অ-প্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ
ii. কোষ বিভাজনে সাহায্য
iii. স্পিন্ডল যন্ত্রের মেরু নির্দেশ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৫৯. জলি হঠাৎ চিৎকার করে নড়ে উঠল কারণ তার হাতে কেটে রক্ত বের হচ্ছে। জলির চিৎকার করার জন্য প্রধানত কোন কলা দায়ী?ক) পেশি কলাখ) স্নায়ু কলাগ) যোজক কলাঘ) আবরণী কলা৬০. রক্তের কোন কোন উপাদানে বিভিন্ন ধরনের প্রোটিন ও বর্জ্য পদার্থ থাকে?ক) রক্তরসখ) লোহিত কণিকাগ) শ্বেতকণিকাঘ) অণুচক্রিকা৬১. “মাছের আঁশের মত চ্যাপ্টা ও নিউক্লিয়াস বড় আকারে”- এরূপ বৈশিষ্ট্যের কোষ কোন ধরনের টিস্যুতে দেখা যায়?ক) স্কোয়ামাস আবরণী টিস্যুখ) কিউবয়ডাল আবরণী টিস্যুগ) কলামনার আবরণী টিস্যুঘ) স্ট্রাটিফাইড আবরণী টিস্যু৬২. এপিথেলিয়াল টিস্যুতে মাতৃকা-ক) বেশিখ) কমগ) নেইঘ) অত্যন্ত বেশি৬৩. Oxisome এর আকৃতি কেমন?ক) বৃত্তাকারখ) গোলাকারগ) উপবৃত্তাকারঘ) দ্বিউত্তল৬৪. পানি ও খনিজ লবণ পরিবহন প্রধান কাজ হলো নিম্নোক্ত টিস্যুর-
i. কোলেনকাইমা
ii. স্লেরেনকাইমা
iii. জাইলেম
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৬৫. দ্বিতীয় যোজক করা সাহায্য করে-
i. দেহের নির্দিষ্ট আকৃতি ও দৃঢ়তা প্রদানে
ii. দেহের নরম ও নাজুক অঙ্গসমূহ রক্ষায়
iii. রক্তকণিকা উৎপাদনে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৬৬. একই কাজ সম্পাদনকারী একই ভ্রুণীয় কোষ থেকে উৎপন্ন কোষগুলো নিয়ে আলোচনা করে কোনটি?ক) হিস্টোলজিখ) সাইটোলজিগ) জেনেটিক্সঘ) মরফোলজি৬৭. শ্বাস-প্রশ্বাসে জড়িত তন্ত্রে থাকে-
i. ফুসফুস,
ii. ল্যারিংস, ট্রাকিয়া
iii. অগ্ন্যাশয়, ইলিয়াম
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii৬৮. কোন পেশির গঠন ঐচ্ছিক পেশির মতো?ক) হৃদপেশিখ) মুখ মন্ডলের পেশিগ) পৌস্টিক নালির পেশিঘ) কোনটিই নয়৬৯. নিউক্লিয়াসের সংগঠনের ভিত্তিতে কোষ কত প্রকার?ক) দুইখ) তিনগ) চারঘ) পাঁচ৭০. কোনটি জীবাণু ধ্বংস করে দেহের প্রকৃতিগত ও আত্মরক্ষায় অংশ নেয়?ক) লোহিত রক্তকণিকাখ) শ্বেত রক্তকিণিকাগ) অণুচিক্রিকাঘ) লোসিকা৭১. একটি আদর্শ নিউরনের কয়টি অংশ?ক) দুইটিখ) তিনটিগ) চারটিঘ) পাঁচটি৭২. ভিন্নতা ও বৈচিত্রতা বিশিষ্ট্য কোষ দ্বারা গঠিত জীব কোনটি?ক) একসোষী জীবখ) বহুকোষী জীবগ) আদিকোষী জীবঘ) প্রকৃতকোষী জীব৭৩. অসবুজ রঙিন প্লাস্টিডের কারণে-
i. রঙিন ফুল হয়
ii. রঙিন পাতা হয়
iii. পরাগায়নে পতঙ্গ আকৃষ্ট হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৭৪. ট্রাকিড হলো-
i. জাইলেম টিস্যুর একটি কোষ
ii. এটি লম্বা
iii. এর প্রান্তদ্বয় সরু ও সুচালো
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৭৫. প্রাণীর ইচ্ছানুযায়ী সংকুচিত ও প্রাসারিত হয় কোন পেশি?ক) ঐচ্ছিক পেশিখ) অনৈতিক পেশিগ) হৃদপেশিঘ) সবগুলো৭৬. আবরণী কলা বিভিন্নভাবে রূপান্তরিত হয় যেমন-
i. শ্বসন নালীর আবরণী কলা রূপান্তরিত হয়ে সিলিয়ায় পরিণত হয়
ii. হাইড্রার এন্ডোডার্ম ফ্ল্যাজেলা ও ক্ষণপদযুক্ত আবরণী কলা থাকে
iii. গ্রন্থি আবরণী কলা থেকে শুক্রাণু ও ডিম্বাণু তৈরি হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৭৭. ত্বকতন্ত্র দেহকে রক্ষা করে-
i. জীবাণুর আক্রমণ রোধের
ii. দেহকে আচ্ছাদন দিয়ে
iii. বাইরের আঘাত হতে রক্ষা করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৭৮. উদ্ভিদদেহকে বর্ণময় করে-
i. ক্লোরোপ্লাস্ট
ii. ক্রোমোপ্লাস্ট
iii. লিউকোপ্লাস্ট
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৭৯. অত্যন্ত দীর্ঘ কোষ কোনটি?ক) প্যারেনকাইমাখ) কোলেনকাইমাগ) ফাইবারঘ) স্ক্লেরেনকাইমা৮০. টিস্যু নিয়ে আলোচনাকে কী বলে?ক) টিস্যুতত্ত্বখ) টিস্যু কালচারগ) টিস্যু প্রযু্ক্তিঘ) টিস্যুশাস্ত্র৮১. কোষ প্রাচীরের কাজ হলো-
i. কোষের প্রতিরক্ষা ও খাদ্য সঞ্চয়
ii. কোষকে দৃঢ়তা প্রদান
iii. কোষের আকার-আকৃতি বজায় রাখা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৮২. টিস্যু নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়?ক) Cytologyখ) Histologyগ) Anatomyঘ) Morphology৮৩. দেহের আকার গঠন ও অস্থি বৃদ্ধি করে কোন কোষ?ক) রক্তকোষখ) পেশিকোষগ) স্নায়ুকোষঘ) অস্থিকোষ৮৪. ফ্লোয়েম ফাইবার গঠিত হয়-ক) প্যারেনকাইমা কোষের সমন্বয়েখ) স্ক্লেরেনকাইমা কোষের সমন্বয়েগ) কোলেনকাইমা কোষের সমন্বয়েঘ) অ্যারেনকাইমা কোষের সমন্বয়ে৮৫. জাইলেম ফাইবার কী কোষ দিয়ে গঠিত?ক) প্যারেনকাইমাখ) কোলেনকাইমাগ) স্ক্লেরেনকাইমাঘ) ক্লোরেনকাইমা৮৬. খাদ্যের কাঁচামাল পানি সরবরাহ করে কোন টিস্যু?ক) জটিল টিস্যুখ) জাইলেম টিস্যুগ) ফ্লোয়েম টিস্যুঘ) পরিবহন টিস্যু৮৭. রঞ্জক পদার্থবিহীন প্লাস্টিডকে কী বলে?ক) লিউকোপ্লাস্টখ) ক্রোমোপ্লাস্টগ) ক্লোরোপ্লাস্টঘ) মাইটোকন্ড্রিয়া৮৮. আলোক অণুবীক্ষণ যন্ত্র কত ধরনের?ক) একখ) দুইগ) তিনঘ) চার৮৯. উদ্ভিদের বেঁচে থাকায় ফ্লোয়েম টিস্যু কীভাবে সাহায্য করে?ক) খাদ্যের কাঁচামাল পরিবহন করেখ) পাতায় প্রস্তুত খাধ্য দেহে সরবরাহ করেগ) খাদ্য সঞ্চয় করেঘ) যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে৯০. কোষের ক্ষেত্রে
i. জীবদেহের গঠন ও কার্যগত একক
ii. আদি ও প্রকৃত কোষে
iii. দেহ ও জননকোষে বিভক্ত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৯১. নিচের কোনটি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে সংশ্লেষিত হয়?ক) হরমোনখ) প্রোটিনগ) লিপিডঘ) গ্লাইকোজেন৯২. কোন পেশির কোষগুলো শাখার সাহায্যে পরস্পরের সাথে যুক্ত থাকে?ক) ঐচ্ছিক পেশিখ) অনৈচ্ছিক পেশিগ) অচিহ্নিত পেশিঘ) হৃদপেশি৯৩. পানি ও খনিজ লবণ পরিবহন কোন টিস্যুর প্রধান কাজ?ক) জাইলেম টিস্যুখ) ফ্লোয়েম টিস্যুগ) ভাজক টিস্যুঘ) বিভাজনক্ষম টিস্যু৯৪. সাধারণ দেহের কোনো অংশ কেটে গেলে কিছুক্ষণ পর রক্ত জমাট বেঁধে যায় কেন?ক) অণুচক্রিকার জন্যখ) শ্বেত রক্ষকণিকার জন্যগ) লোহিত রক্তকণিকার জন্যঘ) রক্তরসের জন্য৯৫. কোষের প্রাচীর সৃষ্টির সময় যে ছিদ্র তৈরি হয় তাকে কী বলে?ক) ভিলাইখ) রন্ধ্রগ) গহ্বরঘ) কূপ৯৬. কতসালে মাইটোকন্ড্রিয়া আবিষ্কৃত হয়?ক) ১৮৯৫খ) ১৮৯৬গ) ১৮৯৭ঘ) ১৮৯৮৯৭. প্রোটিনের পলিপেপটাইড টেইন সংযোজন কোন অঙ্গাণুতে হয়ে থাকে?ক) লাইসোজোমখ) রাইবোজোমগ) নিউক্লিয়াসঘ) মাইটোকন্ড্রিয়া৯৮. উদ্ভিদকোষে ক্লোরোপ্লাস্ট প্রয়োজন হয় কেন?ক) খাদ্য সঞ্চয়েখ) রঞ্জক পদার্থ সংশ্লেষণেগ) শর্করা জাতীয় খাদ্য নিয়ন্ত্রণেঘ) ফুলকে রঙিন করতে৯৯. নিচের কোন কোষগুলোর দৈর্ঘ, প্রস্তু ও উচ্চতা প্রায় সমান?ক) স্কোয়ামাস আবরণী টিস্যুখ) কিউবয়ডাল আবরণী টিস্যুগ) কলামনার আবরণী টিস্যুঘ) স্ট্রাডিফাইড আবরণী টিস্যু১০০. তরল মাতৃকা বিশিষ্ট যোজক কলা-
i. দেহকে দৃঢ়তা প্রদান করে
ii. দেহের অভ্যন্তরে দ্রব্যাদি পরিবহন করে
iii. রোগ প্রতিরোধের কাজ করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii১০১. একটা আদর্শ নিউরনে কয়টা অংশ থাকে?ক) একটাখ) দুইটাগ) তিনটাঘ) পাঁচটা১০২. রক্তের রং কেমন?ক) ঈষৎ লালচেখ) হলুদাভ সবুজগ) ঈষৎ হলুদাভঘ) বর্ণহীন১০৩. সিনাপস বলতে কী বোঝায়?ক) অস্থি সন্ধিখ) স্নায়ুসন্ধিগ) পেশিসন্ধিঘ) লসিকাসন্ধি১০৪. আবরণী টিস্যুর যে কোষগুলো ভিত্তি পর্দার উপর একস্তরে সজ্জিত সেগুলো পাওয়া যায়-
i. বৃক্কের বোম্যানস ক্যাপসুলে
ii. বৃক্কীয় নালিকায়
iii. অন্ত্রের অন্তঃপ্রাচীর
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii১০৫. হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন কোন যৌগ গঠন করে?ক) হিমো-অক্সিগ্লোবিনখ) অক্সি-গ্লোবিনগ) অক্সি-হিমোগ্লোবিনঘ) কার্বক্সি হিমোগ্লোবিন১০৬. হরমোনের ক্ষেত্রে প্রযোজ্য-
i. নালিহীন গ্রন্থি নিঃসৃত
ii. রক্তের মাধ্রমে পরিবাহিত
iii. নালিযুক্ত গ্রন্থি নিঃসৃত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১০৭. কোয়ান্টোসোম কোথায় পাওয়া যায়?ক) ফুলেখ) মূলেগ) কান্ডেঘ) ক্লোরোপ্লাস্টে১০৮. শ্বসনের কোন ধাপে সর্বাধিক শক্তি উৎপন্ন হয়?ক) গ্লাইকোলাইসিসখ) ক্রেবস চক্রগ) এসিটাইল কো-এ সৃষ্টিঘ) ইলেক্ট্রন প্রবাহ১০৯. কোনটি রেচন তন্ত্রের অন্তর্ভূক্ত নয়?ক) বৃকখ) মূত্রনালীগ) রেক্টামঘ) মূত্রথলি১১০. হৃদপেশির বৈশিষ্ট্য
i. Intercalated disk থাকে
ii. শাখান্বিত নয়
iii. সংকোচন-প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১১১. ফ্লোয়েম ফাইবার এর অপর নাম কী?ক) সার্ফেস ফাইবারখ) ফাইবারগ) বাস্ট ফাইবারঘ) কোনটিই নয়১১২. যোন জনন ও জনুক্রম দেখা যায় এমন জীবে কোন ধরনের কোষ উৎপন্ন হয়?ক) দেহ কোষখ) জনন কোষগ) আদি কোষঘ) প্রকৃত কোষ১১৩. আমিষ সংশ্লেষ করে কোষের কোন অঙ্গাণু?ক) লাইসোজোমখ) রাইবোজোমগ) সেন্ট্রোজোমঘ) ক্রোমোজোম১১৪. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষের কোন অঙ্গাণুর সাথে যুক্ত থাকে?ক) কোষ প্রাচীরখ) কোষঝিল্লিগ) রাইবোজোমঘ) মাইটোকন্ড্রিয়া১১৫. কোষ রস উর্ধ্বারোহণের জন্য সরু পথ কোনটি?ক) ট্রাকিডখ) সিভনলগ) সঙ্গীকোষঘ) ভেসেল১১৬. কোনটি পাতার পানি ও খনিজ লবণ পরিবহন করে?ক) সরল টিস্যুখ) জাইলেমগ) ভাজক টিস্যুঘ) ফ্লোয়েম১১৭. দানের ক্ষেত্রে সর্বকালের বিত্তশালী লোকের জন্য আদর্শ কে?ক) হযরত উমর (রা)খ) হযরত আলি (রা)গ) হযরত উসমান (রা)ঘ) হযরত বিল্লাল (রা)১১৮. কোষের মৃত বা জড়বস্তু দ্বারা সৃষ্ট আবরণটি-
i. সেলুলোজ, হেমিসেলুলোজ ধারণ করে
ii. লিগনিন, প্রোটিন ধারণ করে
iii. প্রাণিকোষের ক্ষেত্রে দেখা যায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১১৯. শ্বসনের প্রধান ধাপ কোনটি?ক) গ্লাইকোলাইসিসখ) ক্রেবস চক্রগ) এসিটাইল কো-এ সৃষ্টিঘ) ইলেক্ট্রন প্রবাহ১২০. উদ্ভিদকোষের প্রাচীরটি
i. খাদ্য তৈরি করে
ii. কোষকে দৃঢ়তা প্রদান করে
iii. কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১২১. কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করে-ক) নিউক্লিয়াসখ) কোষঝিল্লিগ) কোষপ্রাচীরঘ) রাইবোসোম১২২. নিম্নলিখিত পদার্থ দ্বারা নিউক্লিওলাস গঠিত হয়-
i. RNA
ii. DNA
iii. প্রোটিন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১২৩. কূপযুক্ত প্রাচীর রয়েছে কোন কোষের?ক) ফাইবারখ) স্ক্লেরাইডগ) প্যারেনকাইমাঘ) কোলেনকাইমা১২৪. গৌণ বৃদ্ধি ঘটে কোন টিস্যু সৃষ্টি হলে?ক) প্রাথমিক জাইলেমখ) গৌণ জাইলেমগ) প্রোটোজাইলেমঘ) মেটাজাইালেম১২৫. কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যু কয়ভাগে বিভক্ত?ক) ২খ) ৩গ) ৪ঘ) ৫১২৬. পরপর দুটো নিউরন যে স্নায়ুসন্ধি গঠন করে তাকে কী বলে?ক) জযেন্টখ) সিনাপসগ) পোলঘ) ক্লিভেজ১২৭. নিউক্লিয়ার ঝিল্লীর ক্ষেত্রে-
i. দ্বিস্তরবিশিষ্ট
ii. রন্ধ্র বিদ্যমান
iii. বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণকারী
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১২৮. পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন স্থানে পরিবহন করে কোন টিস্যু?ক) জাইলেম টিস্যুখ) ফ্লোয়েম টিস্যুগ) পরিবহন টিস্যুঘ) জটিল টিস্যু১২৯. ক্রেবস চক্র কোথায় ঘটে?ক) নিউক্লিয়াসেখ) মাইটোকন্ড্রিয়ায়গ) ক্লোরোপ্লাস্টেঘ) গলজি বস্তুতে১৩০. তুমি কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রকৃত কোষ শনাক্ত করবে?ক) সগঠিত নিউক্লিয়াসের ভিত্তিতেখ) সাইটোপ্লা্জমে বিভিন্ন অঙ্গাণুর অনুপস্থিতির ভিত্তিতেগ) DNA অণুর আকৃতি বৃত্তাকার দেখেঘ) একটি মাত্র DNA অণুর একিট ক্রোমোজোমের প্রতিনিধিত্ব দেখে১৩১. কোন টিস্যু পরিবর্তিত হয়ে গ্রন্থি টিস্যুতে পরিনত হয়?ক) আবরণীখ) পেশিগ) সংযোজনঘ) স্নায়ু১৩২. ক্রোমোজোমের রঙগ্রাহী অংশের সাথে কোনটি লাগানো থাকে?ক) কেন্দ্রিকাখ) কেন্দ্রিকাণুগ) কেন্দ্রীয় অণুঘ) কেন্দ্রের অণু১৩৩. নিচের কোনটি স্নায়ুতন্ত্রের অঙ্গ?ক) গলবিলখ) ব্রঙ্কাসগ) মস্তিষ্কঘ) ইলিয়াম১৩৪. স্কেলেটাল কানেকটিভ টিস্যুর কাজ-ক) দৈহিক বৃদ্ধি সাধন করাখ) রোগ প্রতিরোধে ভূমিকা রাখাগ) নতুন কোস সৃষ্টি করাঘ) রক্ত কণিকা উৎপাদন করা১৩৫. কেন্দ্রিকা ঝিল্লির অভ্যন্তরে জেলির ন্যায় বস্তুকে কী বলে?ক) নিউক্লিওপ্লাজমখ) প্রোটোপ্লাজমগ) সাইটোপ্লাজমঘ) রাইবোজোম১৩৬. তাবুক যুদ্ধে কত জন সৈন্যের ব্যয়ভার হযরত উসমান (রা) একাই বহন করেন?ক) ১০,০০০ সৈন্যেরখ) ১২,০০০ সৈন্যেরগ) ১৫,০০০ সৈন্যেরঘ) ৩০,০০০ সৈন্যের১৩৭. স্ক্লেরাইড এর গৌণ প্রাচীর
i. খুব শক্ত
ii. লিগনিন যুক্ত
iii. পাতলা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৩৮. প্রাণীদের অন্ত্রের অন্তঃপ্রাচীরের কোষগুলোতে কোন ধরনের টিস্যু দেখা যায়?ক) স্কোয়ামাস আবরণী টিস্যুখ) কিউবয়ডাল আবরণী টিস্যুগ) কলামনার আবরণী টিস্যুঘ) স্ট্রাটিফাইড আবরণী টিস্যু১৩৯. ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর গঠনকারী রাসায়নিক উপদান কোনগুলো?ক) প্রোটিন ও লিপিডখ) লিপিড ও শর্করাগ) প্রোটিন ও কাইটিনঘ) সেলুলোজ ও লিগনিন১৪০. রক্তরসের ভেতর থাকে-
i. প্রোটিন
ii. জৈব পদার্থ
iii. বর্জ্য পদার্থ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii১৪১. হৃদপেশির বৈশিষ্ট্য কোনটি?ক) কোষগুলো মাকু আকৃতিরখ) সংকোচন ক্ষমতা মন্থরগ) ইন্টাক্যালেটেড ডিক্স বিদ্যমানঘ) আড়াআড়ি রেখাবিহীন১৪২. কোনটি পরিপাকতন্ত্রের কাজ?ক) প্রজাতির ধারাকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করাখ) দেহে উপজাত দ্রব্য হিসেবে বর্জ্য পদার্থ তৈরি করাগ) দেহের বাহিরের ও ভেতরের উদ্দীপনা গ্রহণ করাঘ) খাদ্যগ্রহণ, পরিপাক শোষন এবং অপ্রাচ্য খাদ্য নিষ্কাশন করা১৪৩. কলামনার আবরণী টিস্যুর আকৃতি কেমন?ক) স্তম্ভাকৃতিখ) আঁইশাকারগ) ঘনাকারঘ) বেলনাকার১৪৪. ক্রিস্টির গায়ে কোনটি থাকে?ক) রাইবোজোমখ) লাইসোজোমগ) অক্সিজেনঘ) পার অক্সিজোম১৪৫. হাইড্রার এন্ডোডার্মের আবরণী টিস্যুগুলো কী ধরনের?ক) সিলিয়াযুক্তখ) ফ্লাজেলাযুক্তগ) ক্ষণপদ বিহীনঘ) জনন কোষের১৪৬. প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজনে প্রয়োজনীয় এনজাইম সরবরাহ করে কোনটি?ক) রাইবোজোমখ) লাইসোজোমগ) প্লাস্টিডঘ) মাইটোকন্ড্রিয়া১৪৭. কোষঝিল্লি কোন প্রক্রিয়ার মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে?ক) ব্যাপনখ) শ্বসনগ) অভিস্রবণঘ) শোষণ১৪৮. বংশগতির বৈশিষ্ট্য নিহিত কোন কোষ অঙ্গাণুটিতে?ক) নিউক্লিয়াসেখ) লাইসোজোমেগ) সেন্ট্রিওলেঘ) রাইবোজোমে১৪৯. উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পানি ও খনিজ পরিবহন করে কোন টিস্যু?ক) অ্যারেনকাইমাখ) প্যারেনকাইমাগ) স্ক্লেরেনকাইমাঘ) কোলেনকাইমা১৫০. কোনটি বাস্ট ফাইবার?ক) পাটের আঁশখ) ধারেন আঁশগ) গশের আঁশঘ) বাশের আঁশ১৫১. মাতৃকা অনুপস্থিত কোন টিস্যুর?ক) আবরণী টিস্যুখ) যোজক টিস্যুগ) পেশি টিস্যুঘ) স্নায়ু টিস্যু১৫২. নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত রসকে কী বলে?ক) এনজাইমখ) পিত্তরসগ) ইউরিনঘ) হরমোন১৫৩. কুমড়া উদ্ভিদের কান্ডে কোন টিস্যু দৃঢ়তা প্রদান করে?ক) প্যারেনকাইমাখ) কোলেনকাইমাগ) স্ক্লেরেনকাইমাঘ) ক্লোরেনকাইমা১৫৪. ভাজক টিস্যুর অবস্থান-
i. মূলের শীর্ষে
ii. কান্ডের শীর্ষে
iii. পাতার শীর্ষে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৫৫. পরিণত অবস্থায় প্রাথমিক জাইলেমকে কী বলে?ক) প্রোটোজাইলেমখ) মেটাজাইলেমগ) প্রাথমিক জাইলেমঘ) গৌণ জাইলেম১৫৬. উদ্ভিদ কোষের কোষ গহ্বরের আকার কেমন হয়?ক) ছোটখ) সূক্ষ্মগ) বড়ঘ) কোনটি নয়১৫৭. নিউরনের কোষদেহ-
i. বহৃভুজাকৃতি
ii. নিউক্লিয়াসযুক্ত
iii. নিউক্লিয়াসবিহীন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৫৮. মাইটোকন্ড্রিয়া কাজ করে-
i. শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণে
ii. শ্বসন কার্য সম্পাদনে
iii. প্রোটিন বিপাকে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৫৯. স্টাটিফাইড আবরণী টিস্যু কোথায় দেখা যায়?ক) বৃক্কের বোম্যানস ক্যাপসুলেখ) মেরুদন্ডী প্রাণিদের ত্বকেগ) বৃক্কের সংগ্রাহক নালীকায়ঘ) ট্রাকিয়ায়১৬০. জাইলেম ফাইবারের কোষগুলো-
i. লম্বা ও সরু প্রান্ত বিশিষ্ট
ii. উদ্ভিদে যান্ত্রিক শক্তি যোগায়
iii. মৃত হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৬১. একটি কুমড়া কান্ড কীবাবে দৃঢ়তা লাভ করে?ক) স্ক্লেরেনকাইমা টিস্যুর মাধ্যমেখ) অ্যারেনকাইমা টিস্যুর মাধ্যমেগ) কোলেনকাইমা টিস্যুর মাধ্যমেঘ) প্যারেনকাইমা টিস্যুর মাধ্যমে১৬২. গঠনের ভিত্তিতে স্কেলেটাল কানেকটিভ টিস্যু কয় ধরনের?ক) ২ ধরনেরখ) ৩ ধরনেরগ) ৪ ধরনেরঘ) ৫ ধরনের১৬৩. কোষের বিশ্রামাকালে কেন্দ্রিকায় সুন্ডলী পাকানো সূক্ষ্ম সুতার ন্যায় অংশকে কী বলে?ক) ক্রমাটিন জালিকাখ) নিউক্লিওলাসগ) এন্ডোপ্লাজমিক জালিকাঘ) নিউক্লিয়ার মেমব্রেন১৬৪. রোমীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে হযরত উসামন (রা) কী দান করেছিল?ক) ১০০০ দিরহামখ) ৫০০০ দিরহামগ) ১০০০ উটঘ) ১০০ উট১৬৫. অনৈচ্ছিক পেশিগুলোর আকৃতি কীরূপ?ক) মাকু আকৃতিরখ) গোলাকৃতিরগ) লম্বাকৃতিরঘ) ডিম্বাকৃতির১৬৬. দেহ থেকে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ নিষ্কাশনকে কী বলে?ক) শ্বসনখ) ব্যাপনগ) প্রস্বেদনঘ) রেচন১৬৭. ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ বন্ধ করে কোনটি?ক) শ্বেত কণিকাখ) লোহিত কণিকাগ) অনুচক্রিকাঘ) লসিকা১৬৮. অবস্থানভেদে মানবদেহে কত ধরনের অঙ্গ আছে?ক) একখ) দুইগ) তিনঘ) চার১৬৯. জীবদেহের গঠন ও কাজের একক কোনটি?ক) কোষখ) টিস্যুগ) নিউক্লিয়াসঘ) নিউক্লিওলাস১৭০. সঞ্চিত খাদ্য শ্বসনের মাধ্যমে কোন রাসায়নিক প্রক্রিয়ায় শক্তিতে রূপান্তরিত হয়?ক) জারণখ) বিজারণগ) প্রশমনঘ) প্রতিস্থাপন১৭১. নগ্নবীজী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল ও বীজে কোন টিস্যু দেখা যায়?ক) ফাইবারখ) জাইলেমগ) স্ক্লেরাইডঘ) ফ্লোয়েম১৭২. বিভিন্ন ধরনের ফ্ল্যাজেলা সৃষ্টিতে অংশ গ্রহণ করে কোনটি?ক) রাইবোজোমখ) সেন্ট্রোজোমগ) নিউক্লিওলাসঘ) লাইসোজোম১৭৩. কোন উদ্ভিদের সঙ্গীকোষ থাকে না?ক) একবীজপত্রী উদ্ভিদখ) দ্বিবীজপত্রী উদ্ভিদগ) নগ্নবীজী উদ্ভিদঘ) মধুপ্রদানকারী উদ্ভিদ১৭৪. নিচের কোনটি রূপান্তরিত আবরণী টিস্যু?ক) স্টাটিফাইড আবরণী টিস্যুখ) কলামনার আবরণী টিস্যুগ) কিউবয়ডাল আবরণী টিস্যুঘ) সিলিয়াযুক্ত আবরণী টিস্যু১৭৫. হিমোগ্লোবিন থাকে রক্তের কোন উপাদানে?ক) লোহিত কণিকায়খ) লক্তরসেগ) শ্বেতকণিকায়ঘ) অনুচক্রিকায়১৭৬. পানি ও খনিজ লবণ পরিবহন কোন কোষের প্রধান কাজ?ক) ট্রাকিডখ) ভেসেলগ) সিভকোষঘ) সঙ্গীকোষ১৭৭. জীবদেহের ভৌত ভিত্তি কোনটি?ক) সাইটোপ্লাজমখ) মাইটোকন্ড্রিয়াগ) প্রোটোপ্লাজমঘ) প্লাস্টিক১৭৮. কোনটি দেহের আত্মরক্ষায় অংশ নেয়?ক) লোহিত কণিকাখ) শ্বেত কণিকাগ) অনুচক্রিকাঘ) রক্তরস১৭৯. আদর্শ নিউরনের অংশগুলো হলো-
i. অ্যাক্সন
ii. ডেনড্রাইট
iii. সারকোলেমা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৮০. কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যু কত প্রকার?ক) ১ প্রকারখ) ২ প্রকারগ) ৩ প্রকারঘ) ৪ প্রকার১৮১. কোনটি বিভিন্ন প্রকার রঞ্জক পদার্থ সংশ্লেষণ ও জমা করে?ক) লিউকোপ্লাস্টখ) ক্রোমপ্লাস্টগ) ক্লোরোপ্লাস্টঘ) রাইবোসোম১৮২. পেশি টিস্যুর বৈশিষ্ট্য-
i. মাতৃকা উপস্থিত
ii. কোষগুলো সরু, লম্বা ও তন্তময়
iii. কোষগুলো শাখান্বিত ও আড়াআড়ি দাগযুক্ত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৮৩. ট্রাকিড কোষ দেখা যায়-
i. ফার্নবর্গীয় উদ্ভিদের জাইলেমে
ii. নগ্নবীজী উদ্ভিদের জাইলেমে
iii. আবৃতবীজী উদ্ভিদের জাইলেমে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৮৪. ক্রমোপ্লাস্ট থাকে-
i. রঙিন ফুল ও পাতায়
ii. পাতা ও মূলে
iii. গাজরের মূলে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৮৫. উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা প্রধান কাজ হলো নিম্নোক্ত টিস্যুর-
i. প্যারেনকাইমা
ii. কোলেনকাইমা
iii. স্ক্লেরেনকাইমা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৮৬. কোনো জীবের ক্রমোজোম সংখ্যা ঐ জীবের জন্য কী পরিমাণে থাকে?ক) কমখ) বেশিগ) যেকোনো সংখ্যকঘ) সুনির্দিষ্ট১৮৭. কোন টিস্যু উদ্ভিদের সব অংশে বিদ্যমান?ক) প্যারেনকাইমাখ) কোলেনকাইমাগ) স্ক্লেরেনকাইমাঘ) অ্যারেনকাইমা১৮৮. স্থায়ী টিস্যু সৃষ্টি হয় কোন টিস্যু থেকে?ক) সরল টিস্যু থেকেখ) ভাজক টিস্যু থেকেগ) জটিল টিস্যু থেকেঘ) ফ্লোয়েম টিস্যু থেকে১৮৯. প্রকৃত উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য-
i. নিউক্লিয়াস আছে
ii. কোষপ্রাচীর সেলুলোজ ও কাইটিন দিয়ে গঠিত
iii. ফটোসিনথেটিক কোষে ক্লোরোপ্লাস্ট থাকে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৯০. ভ্রুণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচনশীল বিশেষ ধরনের টিস্যুকে কী বলে?ক) আবরণী টিস্যুখ) যোজক টিস্যুগ) পেশি টিস্যুঘ) স্নায়ু টিস্যু১৯১. প্যারেনকাইমা কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন এদেরকে কী বলে?ক) ক্লোরেনকাইমাখ) অ্যারেনকাইমাগ) কোলেনকাইমাঘ) স্ক্লেরেনকাইমা১৯২. বিভাজনে অক্ষম টিস্যুগুলো কত প্রকার?ক) একখ) দুইগ) তিনঘ) চার১৯৩. পরিপাকতন্ত্রের প্রধান অংশ কয়টি?ক) দুইখ) তিনগ) চারঘ) পাঁচ১৯৪. ভ্রূণ মেসোডার্ম থেকে তৈরি সংকোচন প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে কী বলে?ক) জটিল টিস্যুখ) পেশি টিস্যুগ) আবরণী টিস্যুঘ) যোজক টিস্যু১৯৫. স্নায়ু টিস্যুর গঠন ও কার্যগত একক কোনটি?ক) নেফ্রনখ) মেডুলাগ) নিউরনঘ) অ্যাক্সন১৯৬. লাইসোজোমকে কোষের ‘সুইসাইডাল স্কোয়াড’ বলার কারণ কোনটি?ক) ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করাখ) অটোফ্যাগী প্রক্রিয়ায় সমগ্র কোষ ধ্বংস করাগ) অনুকূল পরিবেশে বিষাক্ত পদার্থ নিঃসরণ করাঘ) রূপান্তরের সময় কোষকে বিগলিত করা১৯৭. অস্থি হলো-
i. এক ধরনের যোজক টিস্যু
ii. দৃঢ়, ভঙ্গুর ও অনমনীয়
iii. শক্ত স্কেলিটাল টিস্যু
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৯৮. সিন্ট্র্রেওল যে স্বচ্ছ দানবিহীন সাইটোপ্লাজম দ্বারা আবৃত থাকে তাকে কী বলে?ক) সেন্ট্রোমিয়ারখ) সেন্ট্রোজোমগ) সেন্ট্রোস্ফিয়ারঘ) স্ট্রোমা১৯৯. উদ্বিদকোষের অন্যতম বৈশিষ্ট্য কোনটি?ক) প্লাজমাপর্দাখ) কোষপ্রাচীরগ) সেন্ট্রিওলঘ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম২০০. কোলেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য হলো-
i. কোষ প্রাচীর অসমভাবে পুরু
ii. কোষগুলো অধিক পুরু
iii. কোষগুলো লম্বাটে ও সজিব
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২০১. কোষপ্রাচীর সাহায্য করে-
i. কোষের আকার ও আকৃতি প্রদানে
ii. পানি ও খনিজ চলাচলে
iii. কোষকে রক্ষায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২০২. প্রাথমিক অবস্থায় প্রাথমিক জাইলেমকে কী বলে?ক) মেটাজাইলেমখ) প্রোটোজাইলেমগ) গৌণ জাইলেমঘ) প্রাথমিক জাইলেম২০৩. ফ্লোয়েম টিস্যু কয় ধরনের কোষ দিয়ে গঠিত?ক) দুইখ) তিনগ) চারঘ) পাঁচ২০৪. প্রাথমিক জাইলেম কয় প্রকার?ক) দুইখ) তিনগ) চারঘ) পাঁচ২০৫. মাইটোকন্ড্রিয়াকে কোষের ‘পাওয়ার হাউস’ বলা হয় কেন?ক) শক্তি উৎপন্ন করায়খ) খাদ্য উৎপন্ন করায়গ) জৈবিক কার্য নিয়ন্ত্রণ করায়ঘ) খাদ্য সঞ্চয় করায়২০৬. মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কী?ক) প্রজজনে সাহায্য করাখ) শ্বসনে সাহায্য করাগ) খাদ্য সঞ্চয় করাঘ) কোষ বিভাজনে সাহায্য করা২০৭. স্কোয়ামাস আবরণী টিস্যুর কাজ কী?ক) আবরণখ) ছাকনগ) আবরণ ও ছাকনঘ) ক্ষরণ২০৮. লিউকোপ্লাস্ট পাওয়া যায়-
i. মূলে
ii. ভ্রূণে
iii. জননকোষে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২০৯. কোষ বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত-উক্তিটি কার?ক) লোয়ী ও সিকেভিজখ) ওয়াটসন ও ক্রীকগ) বেনথাম ও হুকারঘ) ডাল্টন ও নিউটন২১০. নীলাভ সবুজ শৈবালকে আদি কোষীয় জীব বলা হয় কেন?ক) সুগঠিত রাইবোজোম অনুপস্থিত থাকায়খ) সগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত থাকায়গ) সগঠিত রাইবোজোম উপস্থিত থাকায়ঘ) সুগঠিত নিউক্লিয়ার ঝিল্লী উপস্থিত থাকায়২১১. ফ্লোয়েম টিস্যুর স্ক্লেরেনকাইমা কোষগুলো-
i. গৌন বৃদ্ধির সময় উূৎপত্তি লাভ করে
ii. খাদ্য সঞ্চয় করে
iii. প্রাচীরে কূপ বহন করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২১২. নিউক্লিয়াসের আবৃতকারী আবরণীয় নাম হলো-
i. নিউক্লিয়ার আবরণী বা নিউক্লিয়ার মেমব্রেন
ii. কেন্দ্রিকা ঝিল্লি বা কেন্দ্রীয় ঝিল্লি
iii. নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয় ঝিল্লি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২১৩. দেহে অক্সিজেনের অভাব হলে কোষের কোন অঙ্গাণু ক্ষতিগ্রস্ত হয়?ক) প্লাস্টিডখ) মাইটোকন্ড্রিয়াগ) লাইসোজোমঘ) রাইবোজোম২১৪. কোনটি বিশেষভাবে রূপান্তরিত আবরণী টিস্যু?ক) সিলিয়াযুক্ত আবরণী টিস্যুখ) ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যুগ) ক্ষণপদ যুক্ত আবরণী টিস্যুঘ) জনন কোষের আবরণী টিস্যু২১৫. কোন অঙ্গটি পরিপাকতন্ত্রের অন্তর্ভূক্ত?ক) রেক্টামখ) বৃক্কগ) মূত্রথলিঘ) মূত্রণালি২১৬. উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু কোনটি?ক) মাইটোকন্ড্রিয়াখ) প্লাস্টিডগ) গলজি বডিঘ) নিউক্লিয়াস২১৭. হরোমোন এক স্থান থেকে আরেক স্থানে কীসের মাধ্যমে পরিবাহিত হয়?ক) রক্তখ) স্নায়ুগ) মেরুদন্ডঘ) হাড়২১৮. রক্ত কী?ক) তরল যোজক কলাখ) স্কেলিটাল যোজক কলাগ) স্কোয়ামাস যোজক কলাঘ) ফাইব্রাস যোজক কলা২১৯. স্ক্লেরেনকাইমা কোষগুলি কয় ধরনের?ক) ১ ধরনেরখ) ২ ধরনেরগ) ৩ ধরনেরঘ) ৪ ধরনের২২০. ইন্টারক্যালাটেড ডিস্ক কোথায় পাওয়া যায়?ক) ঐচ্ছিক পেশিকোষেখ) অনৈচ্ছিক পেশিকোষেগ) হৃদপেশি কোষেঘ) স্নায়ু কোষে২২১. নিউক্লিয়াসের ক্ষেত্রে প্রযোজ্য-
i. প্রতি কোষে সাধারণ একটি
ii. সাধারণ বৃত্তাকার হয়
iii. কোষ গহবর বড় হলে এটি কিনারার দিকে অবস্থান করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২২২. আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট রূপান্তরিত হতে পারে-
i. ক্রোমোপ্লাস্টে
ii. বর্ণহীন প্লাস্টিডে
iii. ক্লোরোপ্লাস্টে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২২৩. আদি কোষের ক্রোমোজোমে কী থাকে?ক) rRNAখ) mRNAগ) DNAঘ) DNA অথবা RNA২২৪. নিউক্লিওলাস কী দ্বারা গঠিত?ক) DNA ও RNAখ) RNA ও প্রোটিনগ) DNA ও লিপিডঘ) RNA ও লিপিড২২৫. কোন পেশির কোষে একাধিক নিউক্লিয়াস থাকে?ক) ঐচ্ছিক পেশিখ) অনৈচ্ছিক পেশিগ) হৃদপেশিঘ) উপরের সবগুলো২২৬. স্নায়ুতন্ত্রের অংশ হলো-
i. মস্তিষ্ক
ii. সুষুম্নাকান্ড
iii. করোটিক স্নায়ু
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২২৭. জিন বলতে কী বোঝায়?ক) প্রোটিন সঞ্চয়কারীখ) উৎসেচক সরবরাহকারীগ) শক্তি উৎপাদনকারীঘ) বংশধারা বহনকারী২২৮. কেন্দ্রিকাবিহীন, পাতলা প্রাচীরযুক্ত সজীব কোষ কোনটি?ক) সিভনলখ) সঙ্গীকোষগ) ট্রাকিডঘ) ভেসেল২২৯. ফুলের রং লাল, হলুদ, গোলাপি হয় কারণ এতে আছে-
i. ক্রোমোপ্লাস্ট
ii. নিউকোপ্লাস্ট
iii. ক্লোরোপ্লাস্ট
নিচের কোনটি সঠিক?ক) iখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৩০. ম্যাট্রিক্সের অবস্থান কোথায়?ক) প্রোটিনখ) লিপিডগ) লাইপোপ্রোটিনঘ) পলিমার২৩১. মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কোনটি?ক) শ্বাসকার্যে সাহায্য করাখ) শ্বসনকার্যে সাহায্য করাগ) প্রোটিন তৈরি করাঘ) সালোকসংশ্লেষণে সাহায্য করা২৩২. রাইবোজোম ও লাইসোজোমের পার্থক্য লক্ষ্য করা যায়
i. আবরণের ভিত্তিতে
ii. গঠনের ভিত্তিতে
iii. অবস্থানের ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৩৩. উদ্ভিদের বিভিন্ন অংশে রঙের বৈচিত্র দেখা যাওয়ার কারণ হলো-
i. ক্লোরোপ্লাস্ট ও জ্যান্থফিল
ii. ফাইকোএরিথ্রিন ও ফাইকোসায়ানিন
iii. লিউকোপ্লাস্ট
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৩৪. দ্বিবীজপত্রী উদ্ভিদের জাইলেমে যে উপাদানটি থাকে?ক) ট্রাকিডখ) ভেসেলগ) জাইলেম প্যারেনকাইমাঘ) সিভকোষ২৩৫. আলোর বদলে অনুবীক্ষণ যন্ত্রে আর কী ব্যবহার করা যায়?ক) ইলেকট্রনখ) নিউট্রনগ) পজিট্রনঘ) প্রোটিন২৩৬. জীববিজ্ঞানের কোন শাখায় অঙ্গসমূহ নিয়ে আলোচনা করা হয়?ক) টিস্যুতত্ত্বখ) কোষবিদ্যাগ) বংশগতিবিদ্যাঘ) অঙ্গসংস্থানবিদ্যা২৩৭. ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া কোথায় সংঘটিত হয়?ক) রাইবোজোমখ) গলজিবস্তুতেগ) লাইবোসোমেঘ) মাইটোকন্ড্রিয়ায়২৩৮. কেন্দ্রিকারসে থাকে-
i. নিউক্লিক এসিড
ii. প্রোটিন
iii. এনজাইম ও খনিজ লবণ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৩৯. শ্বসন ক্রিয়ার প্রধান ধাপ কয়টি?ক) দুটিখ) তিনটিগ) চারটিঘ) পাঁচটি২৪০. যে ভিত্তির উপর অণুবীক্ষণ যন্ত্র দাঁড়িয়ে থাকে তাকে কী বলে?ক) স্তম্ভখ) মঞ্চগ) পাদদেশঘ) বাহু২৪১. কোষপ্রাচীর কীভাবে পার্শবর্তী কোষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে?ক) মাইকোঝিল্লী সৃষ্টির মাধ্যমেখ) প্লাজমোডেজমাটা সৃষ্টির মাধ্যমেগ) সাইটোডেজমাটা সৃষ্টির মাধ্যমেঘ) প্লাজমালেমা সৃষ্টির মাধ্যমে২৪২. ক্লোরোপ্লাস্ট কোন বর্ণ কণিকার আধিক্যের জন্য সবুজ হয়?ক) জান্থোফিলখ) ক্লোরোফিলগ) ক্যারোটিনঘ) ফাইকোসায়ানিন২৪৩. মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড পৃথক করা যায়-
i. রঞ্জক পদার্থের উপস্থিতির ভিত্তিতে
ii. অন্তঃপর্দার ভিত্তিতে
iii. কাজের ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৪৪. žমেরুদন্ডী প্রাণীদের স্বাসনালিতে কোন টিস্যু বিদ্যমান?ক) সিলিয়াযুক্ত আবরণী টিস্যুখ) ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যুগ) ক্ষণপদযুক্ত আবরণী টিস্যুঘ) সিলিয়ামুক্ত আবরণী টিস্যু২৪৫. নিউক্লিয়ার আবরণীয় সমান কোনটি?ক) নিউক্লিয়ার প্রাচীরখ) কেন্দ্রীয় ঝিল্লিগ) কেন্দ্রের ঝিল্লিঘ) কেন্দ্রিকা ঝিল্লি২৪৬. গলজি বস্তুর গঠন বৈশিষ্ট্যের ক্ষেত্রে-
i. সিসটার্নি বিদ্যমান
ii. কয়েক প্রকার ভেসিকল বিদ্যমান
iii. ম্যাট্রিক্স বিদ্যমন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৪৭. ক্লোরোপ্লাস্ট ঝিল্লি গঠিত হয়-ক) লিপিড ও প্রোটিন দিয়েখ) নন-হিস্টোন প্রোটিন দিয়েগ) DNA ও RNA দিয়েঘ) নিউক্লিওটাইড দিয়ে২৪৮. লসিকাতন্ত্রের অংশ কোনটি?ক) অ্যাপেন্ডিরখ) অন্ত্রগ) কানঘ) টনসিল২৪৯. কোষের পাওয়ার হাউজে-
i. গ্লাইকোলাইসিস ঘটে
ii. ক্রিস্টি ও অক্সিজোম থাকে
iii. ক্রেবস চক্র সম্পন্ন হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৫০. প্লাস্টিড কয় ধরনের?ক) দুই ধরনেরখ) তিন ধরনেরগ) চার ধরনেরঘ) পাঁচ ধরনের২৫১. কোষের গঠন ও কার্যগত একক কোনটি?ক) তন্ত্রখ) অঙ্গগ) কলাঘ) কোষ২৫২. মাইটোকন্ড্রিয়নের ভেতরে কী থাকে?ক) ম্যাট্রিক্সখ) ভেসিকলগ) গ্রানাঘ) স্ট্রোমা২৫৩. ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দ্বারা গঠিত?ক) প্রোটিন ও কাইটিনখ) লিগনিন ও সুবেরিনগ) লিপিড ও প্রোটিনঘ) কাইটিন ও লিপিড২৫৪. উদ্ভিদ টিস্যু কত প্রকার?ক) দুইখ) তিনগ) চারঘ) পাঁচ২৫৫. কোষের কোন অবস্থায় কেন্দ্রিকার মধ্যে ক্রোমাটিন জালিকা থাকে?ক) বিভাজনকালেখ) সুপ্তাবস্থায়গ) বিশ্রামকালেঘ) সক্রিয় অবস্থায়২৫৬. ক্রোমোজোমে অবস্থানকারী জিনের রাসায়নিক গঠন উপাদান কোনটি?ক) RNAখ) DNAগ) RNA ও DNAঘ) DNA ও mRNA২৫৭. কোন টিস্যুর কোষপ্রাচীর পাতলা ও সেলুলোজ দ্বারা গঠিত?ক) প্যারেনকাইমাখ) কোলেনকাইমাগ) স্ক্লেরেনকাইমাঘ) উপরের সবগুলো২৫৮. ফ্লোয়েম প্যারেনকাইমার কাজ কী?ক) খাদ্য সঞ্চয় ও পরিবহনখ) খাদ্য সঞ্চয়গ) খাদ্য তৈরিঘ) খাদ্য পরিবহন২৫৯. স্কোয়ামাস আবরণী টিস্যু কোথায় দেখা যায়?ক) বৃক্কের বোম্যানস ক্যাপসুলের প্রাচীরেখ) বৃক্কের সংগ্রাহক নালিকায়গ) প্রাণির অন্ত্র প্রাচীরেঘ) হাইড্রার এন্ডাডার্মে২৬০. অনুচক্রিকার কাজ কী?ক) এলবুমিন তৈরি করাখ) রক্ত গড়িয়ে পড়ায়গ) রক্ত জমাট বাঁধায়ঘ) রক্তকে বিশুদ্ধ করে২৬১. পাতলা প্রাচীর যুক্ত প্যারেনকাইমা কোনটিতে পাওয়া যায়?ক) প্রাইমারি জাইলেমখ) সেকেন্ডারি জাইলেমগ) ট্রাকিডঘ) ভেসেল২৬২. “বৈষম্যভেদ্য পর্দাবৃত জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম বতীত নিজের প্রতিরূপ তৈরিতে সক্ষম” বলেছেন কে?ক) লোয়ীখ) সিকেভিজগ) লোয়ী ও সিকেভিজঘ) স্লেইডেন২৬৩. বিভিন্ন এনজাইমের পানি বিয়োজন সম্পন্ন হয় কোন অঙ্গাণুতে?ক) প্লাস্টিডখ) মাইটোকন্ড্রিয়াগ) গলজি বস্তুঘ) লাইসোজোম২৬৪. মেরুদন্ডী প্রাণিদের ত্বকে কোন ধরনের টিস্যু থাকে?ক) কলামনার আবরণী টিস্যুখ) সাধারণ আবরণী টিস্যুগ) সিউডো স্ট্রাটিফাইড আবরণী টিস্যুঘ) স্ট্রাটিফাইড আবরণী টিস্যু২৬৫. রঙিন প্লাস্টিড হওয়া সত্ত্বেও সবুজ নয় কোনটি?ক) ক্লোরোপ্লাস্টখ) লিউকোপ্লাস্টগ) পিউপিলঘ) ক্রোমোপ্লাস্ট২৬৬. মসৃণ পেশি কলা হয় কোনটিকে?ক) ঐচ্ছিক পেশিখ) অনৈচ্ছিক পেশিগ) হৃদপেশিঘ) কোনটিই নয়২৬৭. কোষ প্রাচীরে থাকে-
i. সেলুলোজ ও হেমি সেলুলোজ
ii. লিগনিন, পেকটিন ও জিলাটিন
iii. সুবেরিন ও পেকটিন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৬৮. দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করে কোন যোজক কলা?ক) ফাইব্রাসখ) নন ফাইব্রাসগ) স্কেলেটালঘ) তরল২৬৯. প্রকৃত কোষে বর্তমান থাকে
i. DNA ও RNA
ii. প্রোটিন
iii. হিস্টোন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৭০. স্নায়ু টিস্যু সাহায্য করে-
i. উদ্দীপনা গ্রহণ ও উপযুক্ত প্রতিবেদন সৃষ্টিতে
ii. স্মৃতি সংরক্ষণে
iii. ক্ষরণ ও শোষণে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৭১. হৃদপেশি টিস্যুর গঠন বৈশিষ্ট্য-
i. কোষগুলো নলাকৃতি, শাখাণ্বিত, আড়াআড়ি দাগযুক্ত
ii. এদর সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়
iii. এদের কোষগুলো শাখার সাহায্যে পরস্পর যুক্ত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৭২. কোন টিস্যুর কোষগুলো সজীব এবং প্রোটোপ্লাজমযুক্ত?ক) স্ক্লেরেনকাইমাখ) জাইলেমগ) কোলেনকাইমাঘ) ফ্লোয়েম২৭৩. কোন যুদ্ধে হযরত উসমান (রা) এক-তৃতীয়াংশ সৈন্যের ব্যয়ভার একাই বহন করেছিলেন?ক) তাবুকখ) বদরগ) খন্দকঘ) মুতা২৭৪. কোনটি রূপান্তরিত আবরণী টিস্যু?ক) স্কোয়ামাস আবরণী টিস্যুখ) কিউবয়ডাল আবরণী টিস্যুগ) কলামনার আবরণী টিস্যুঘ) ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু২৭৫. আঁইশাকার আবরণী টিস্যুর কাজ কী?ক) ছাঁকনখ) পরিবহনগ) খাদ্য সঞ্চয়ঘ) পরিশোষণ২৭৬. কোষ রসের উপাদান হলো-
i. অজৈব লবণ ও জৈব এসিড
ii. আমিষ, শর্করা ও চর্বি জাতীয় পদার্থ
iii. রঞ্জক পদার্থ ও পানি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৭৭. কোলেনকাইমা টিস্যু কোথায় দেখা যায়
i. পাতার শিরায়
ii. পত্রবৃন্তে
iii. মূলের শীর্ষে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৭৮. স্ক্লেরাইড পাওয়া যায়
i. নগ্নবীজী ও দ্বিবীপপত্রীর কর্টেক্সে
ii. ফুল ও বীজত্বকে
iii. বহিঃত্বক জাইলেম ও ফ্লোয়েমের সাথে পত্রবৃন্তে গুচ্ছরূপে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৭৯. জটিল টিস্যু প্রয়োজন-
i. খাদ্যের কাঁচামাল পরিবহনে
ii. দেহে খাদ্য পরিপাকে
iii. দৃঢ়তা প্রদানে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৮০. প্রাণিকোষে কোষগহ্বরের আকার কেমন হয়?ক) ছোটখ) বড়গ) খুব ছোটঘ) খুব বড়২৮১. যোজক টিস্যুর বৈশিষ্ট্য-
i. মাতৃকার পরিমাণ বেশি, কোষের সংখ্যা কম
ii. অঙ্গ সঞ্চালন ও চলনে সহায়তা করে
iii. ভ্রুণ মেসোডার্ম থেকে তৈরি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৮২. সেলুলোজ ও পেকটিন নির্মত জড় কোষপ্রাচীর কোন টিস্যুর?ক) প্যারেনকাইমাখ) কোলেনকাইমাগ) স্ক্লেরেনকাইমাঘ) স্ক্লেরাইড২৮৩. এপিথেলিয়াল টিস্যুর ক্ষেত্রে প্রযোজ্য-
i. বৃক্কের সোম্যানস ক্যাপসুল প্রাচীর
ii. ক্ষরণ, রক্ষণ, শোষণ
iii. কোষগুলো ঘন সন্নিবেশিত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৮৪. অঙ্গটির বৈশিষ্ট্যি হচ্ছে-
i. ক্লোরোফিল থাকায় এদের সবুজ দেখায়
ii. বিভিন্ন প্রকার রঞ্জক পদার্থ সংশ্লেষণ ও জমা করে
iii. বায়ু থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৮৫. আদর্শ নিউরনের কতটি অংশ?ক) দুইটিখ) তিনটিগ) চারটিঘ) পাঁচটি২৮৬. স্ক্লেরাইডের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য-
i. নগ্নবীজী উদ্ভিদের কর্টেক্স, ফল ও জীবত্বকে বিদ্যমান
ii. এদের স্টোন সেলও বলা হয়
iii. সাধারণত পরিণত স্ক্লেরাইড কোষ মৃত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৮৭. বৃক্ষ বা আরোহী উদ্ভিদে অধিক লম্বা থাকে-ক) ট্রাকিডখ) ভেসেলগ) জাইলেম প্যারেনকাইমাঘ) জাইলেম ফাইবার২৮৮. কোন কোষের পাশ্বীয় জোড়া কূপ এর মাধ্যমে পানি চলাচল করে?ক) ট্রাকিডখ) ভেসেলগ) জাইলেম ফাইবারঘ) জাইলেম প্যারেনকাইমা২৮৯. প্রাণিটিস্যু প্রধানত কত প্রকার?ক) দুইখ) তিনগ) চারঘ) পাঁচ২৯০. কোষের সংখ্যা ও বৈশিষ্ট্যের উপর প্রাণি টিস্যু কত প্রকার?ক) ২ প্রকারখ) ৩ প্রকারগ) ৪ প্রকারঘ) ৫ প্রকার২৯১. প্যারেনকাইমা টিস্যুর কাজ-
i. দেহ গঠন করা
ii. খাদ্য প্রস্তুত করা
iii. খাদ্য সঞ্চয় ও পরিবহন করা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৯২. কোষের বিশ্রামকালে কেন্দ্রিকায় কুন্ডলী পাকানো সূক্ষ্ম সুতার ন্যায় অংশকে কী বলে?ক) ক্রোমাটিনখ) ক্রোমাটিন তন্তুগ) ক্রোমাটিন জালিকাঘ) ক্রোমোজোম২৯৩. বিশুদ্ধ পানি
i. স্বাদহীন, গন্ধহীন ও বর্ণহীন
ii. তড়িৎ বজন করে না
iii. নিরপেক্ষ হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii২৯৪. পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পরিবহন করে কোনটি?ক) সিভনলখ) সঙ্গী কোষগ) ফ্লোয়েম প্যারেনকাইমাঘ) ফ্লোয়েম ফাইবার২৯৫. প্যানেকাইমা টিস্যুর কোষগুলো হলো-
i. জীবিত ও সমব্যাসীয়
ii. পুরু প্রাচীরযুক্ত
iii. প্রোটোপ্লাজম পূর্ণ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৯৬. ঐচ্ছিক পেশির কোষগুলো
i. একাধিক নিউক্লিয়াসযুক্ত
ii. নলাকার, শাখাবিহীন
iii. ইন্টারক্যালেটেড ডিস্কযুক্ত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii২৯৭. হিমোগ্লোবিন কোন ধরনের পদার্থ?ক) লৌহজাতখ) অক্সিজেনজাতগ) পটাশজাতঘ) ফসফরাসজাত২৯৮. ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ক্লোরোপ্লাস্ট করলে পাওয়া যাবে-
i. বহিঃ ও অন্তঃস্তর
ii. সেন্টিওল ও গ্রানাম
iii. গ্রানাম ল্যামেলাম ও ম্যাট্রিক্স
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৯৯. নিচের কোন জীবটির কোষে সেন্ট্রিওল থাকে?ক) ছত্রাকখ) ঈস্টগ) ব্যাকটেরিয়াঘ) ভাইরাস৩০০. দেহে রক্ত সাহায্য করে-
i. গ্যাস বিনিময় ও পরিবহনে
ii. খাদ্য পরিবহনে
iii. দেহ গঠনে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩০১. অ্যালভিওলাই পাওয়া যায় কোনটিতে?ক) পরিপাকতন্ত্রেখ) শ্বসনতন্ত্রেগ) রেচনতন্ত্রেঘ) প্রজননতন্ত্রে৩০২. দুটি স্নায়ুর মিলনস্থলকে কি বলে?ক) কোষদেহখ) ডেনড্রাইটগ) অ্যাক্সনঘ) সিন্যাপস৩০৩. কোন পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন ঘটে?ক) মাইটোসিসখ) এমাইটোসিসগ) মিয়োসিসঘ) মেটাফেজ৩০৪. আলোচিত প্রথম যোজক কলার প্রকারভেদের ক্ষেত্রে সঠিক কোনটি?ক) রক্ত ও লসিকাখ) রক্ত ও রক্তরসগ) রক্তসর ও রক্তকণিকাঘ) লসিকা ও রক্তকণিকা৩০৫. পত্রবৃন্তে পাওয়া যায় কোন টিস্যু?ক) প্যারেনকাইমাখ) কোলেনকাইমাগ) স্ক্লেরেনকাইমাঘ) স্ক্লেরাইড৩০৬. শ্বসনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম কোথায় সুবিন্যস্ত থাকে?ক) রাইবোসোমেখ) অক্সিসোমেগ) কোয়ান্টোসোমেঘ) ক্রোমোসোমে৩০৭. স্কোয়ামাস আবরণী টিস্যুর কাজ কি?ক) ক্ষরণখ) রক্ষণগ) শোষণঘ) ছাঁকন৩০৮. দেহে কোন পদার্থের অভাব হলে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হয়?ক) হাইড্রোজেনখ) কার্বনগ) নাইট্রোজেনঘ) অক্সিজেন৩০৯. নিম্নোক্ত টিস্যুগুলোর প্রধান কাজ খাদ্য প্রস্তুত করা-
i. প্যারেনকাইমা
ii. কোলেনকাইমা
iii. স্ক্লেরেনকাইমা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩১০. জাইলেম টিস্যুর প্রধান কাজ হলো-
i. পানি ও খনিজ লবণ পরিবহণ
ii. খাদ্য সঞ্চয়
iii. উদ্ভিদকে যান্ত্রিক শক্তি ও দৃঢ়তা প্রদান
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩১১. তুমি মানুষের ট্রাকিয়া টিস্যুকে কী হিসেবে চিহ্নিত করবে?ক) সাধারণ আবরণী টিস্যুখ) স্ট্রাটিফাইড আবরণী টিস্যুগ) স্কোয়ামাস আবরণী টিস্যুঘ) ডিউডো-স্ট্রাটিফাইড আবরণী টিস্যু৩১২. ফ্লোয়েমের প্যারেনকাইমা কোষগুলো-
i. দৃঢ়তা প্রদান করে
ii. খাদ্য সঞ্চয় করে
iii. খাদ্য পরিবহন করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩১৩. সেন্টিওলের কাজ হলো-
i. কোষ বিভাজনকালে এস্টার রে তৈরি
ii. স্পিন্ডল যন্ত্র তৈরি
iii. ফ্লাজেলা সৃষ্টি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩১৪. মেরুদন্ডী প্রাণীর শ্বাসনালীতে কোন কলা থাকে?ক) সিলিয়াযুক্ত আবরণী কলাখ) ফ্লাজেলাযুক্ত আবরণী কলাগ) ক্ষপদযুক্ত আবরণী কলাঘ) রূপান্তরিত আবরণী কলা৩১৫. কোন কোষগুলো খাটো চোঙার ন্যায়?ক) ট্রাকিডখ) স্ক্লেরাইডগ) ভেসেলঘ) ফাইবার৩১৬. নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে লাগানো গোলাকার বস্তুকে কী বলে?ক) নিউক্লিয়ার রন্ধ্রখ) ক্রোমাটিনগ) নিউক্লিওলাসঘ) সেন্ট্রোজোম৩১৭. পরিপাকতন্তের প্রধান অংশ কয়টি?ক) ২টিখ) ৩টিগ) ৪টিঘ) ৫টি৩১৮. প্রাণিটিস্যু কয় প্রকার হয়?ক) দুইখ) তিনগ) চারঘ) পাঁচ৩১৯. কোন উদ্ভিদে প্রাথমিক পর্যায়ের ভেসেল থাকে?ক) ঝাউখ) দেবদারুগ) পাইনঘ) নেটাম৩২০. কোষের মধ্যে নিউক্লিয়াস ব্যতীত যে জেলী সদৃশ বস্তু রয়েছে তাকে বলে?ক) প্রোটোপ্লাজমেখ) সাইটোপ্লাজমেগ) নিউক্লিওপ্লাজমেঘ) অন্তঃপ্লাজমে৩২১. সিভকোষ কোন ধরনের কোষ দ্বারা গঠিত?ক) প্যারেনকাইমাখ) কোলেনকাইমাগ) স্ক্লেরেনকাইমাঘ) ক্লোরেনকাইমা৩২২. প্রকৃত কোষ কয় প্রকার?ক) ২খ) ৩গ) ৪ঘ) ৫৩২৩. কোষঝিল্লী প্রধানত কী দ্বারা গঠিত?ক) লিপিড ও পেকটিনখ) কাইটিন ও প্র্রোটিনগ) লিপিড ও প্রোটিনঘ) সুবেরিন ও কাইটিন৩২৪. ইন্টার ক্যালেটেড ডিস্ক থাকে নিম্নোক্ত পেশিতে
i. ঐচ্ছিক পেশি
ii. অনৈচ্ছিক পেশি
iii. হৃদপেশি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩২৫. ট্রাকিয়ায় কোন আবরণী টিস্যু পাওয়া যায়?ক) কিউবয়ডাল আবরণী টিস্যুখ) কলামনার আবরণী টিস্যুগ) স্টাটিফাইড আবরণী টিস্যুঘ) সিউডো স্টাটিফাইড আবরণী টিস্যু৩২৬. কোন বিজ্ঞানী অর্কিড পাতার কোষে নিউক্লিয়াস আবিষ্কার করেন?ক) চার্লস ডারউইনখ) ডেভিড প্রেইনগ) রবার্ট হুকঘ) রবার্ট ব্রাউন৩২৭. ট্রাকিয়ার টিস্যুগুলো কোন ধরনের?ক) সাধারণ আবরণী টিস্যুখ) কিউবয়ডাল আবরণী টিস্যুগ) স্ট্রাটিফাইড আবরণী টিস্যুঘ) সিউডো স্ট্রাটিফাইড আবরণী টিস্যু৩২৮. কুপযুক্ত কোষ প্রাচীর বিশিষ্ট কোষ হলো-
i. জাইলেম ফাইবার
ii. ফ্লোয়েম ফাইবার
iii. স্ক্লেরাইড
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩২৯. নিউরন কোন ধরনের কলা?ক) রূপান্তরিত আবরণী কলাখ) তন্তুময় যোজক কলাগ) কঙ্কাল যোজক কলাঘ) পেশি কলা৩৩০. বিশেষ ধরনের দৃঢ়, ভঙ্গুর ও অনমনীয় স্কেলিটালন কালেকটিভ টিস্যু কোনটি?ক) অস্থিখ) কোমলাস্থিগ) তরুণাস্থিঘ) কাটিলেজ৩৩১. ফ্লোয়েম প্যারেনকাইমা কোনটিতে সহায়তা করে?ক) খাদ্য সঞ্চয় ও খাদ্য পরিবহনেখ) খাদ্য তৈরিতেগ) শ্বসনেঘ) বাহিরের শক্তি আবরণ সৃষ্টিতে৩৩২. মায়োফাইব্রিল কোন কোষে থাকে?ক) পেশিকোষেখ) স্নায়ুকোষেগ) তরুণাস্থি কোষেঘ) অস্থি কোষে৩৩৩. কলামনার আবরণী টিস্যুর কাজ কী?ক) ছাঁকনখ) পরিবহনগ) রোগ প্রতিরোধঘ) ক্ষরণ ও রক্ষণ৩৩৪. পাতলা কোষপ্রাচীর এবং প্রোটোপ্লাজমযুক্ত কোষকে কী বলে?ক) ফ্লোয়েম ফাইবারখ) সঙ্গীকোষগ) ফ্লোয়েম প্যারেনকাইমাঘ) জাইলেম ফাইবার৩৩৫. হাইড্রার এন্ডোভার্মে কোন প্রকার এপিথেলিয়াল টিস্যু পাওয়া যায়?ক) সিলয়াযুক্ত আবরণী টিস্যুখ) ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যুগ) ক্ষণপদযুক্ত আবরণী টিস্যুঘ) জননকোষের আবরণী টিস্যু৩৩৬. জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষকে কী বলে?ক) জাইলেম ফাইবারখ) সীভনলগ) উড প্যারেনকাইমাঘ) সঙ্গীকোষ৩৩৭. দেহে অক্সিজেনের অভাব হলে কোষকে মেরে ফেলে কোন অঙ্গাণু?ক) গলজি বস্তুখ) রাইবোজোমগ) লাইসোজোমঘ) নিউক্লিয়াস৩৩৮. দীর্ঘ নলের ন্যায় অঙ্গ গঠন করে কোন কোষ?ক) ট্রাকিডখ) ভেসেলগ) জাইলেম ফাইবারঘ) সঙ্গীকোষ৩৩৯. একাধিক টিস্যু নির্দিষ্ট কাজ সম্পাদন করলে তাকে কী বলে?ক) কোষখ) অঙ্গগ) তন্ত্রঘ) দেহ৩৪০. জটিল টিস্যুর শারীরবৃত্তীয় গুরুত্ব-
i. খাদ্য পরিবহন করা
ii. পানির সাথে দ্রবীভূত লবণ শোষনে সহায়তা করা
iii. উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৪১. অভ্যন্তরীণ অঙ্গের অন্তর্ভূক্ত-
i. নাসিকা
ii. বৃক্ক
iii. ডিম্বাশয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৪২. জীবকোষে নিউক্লিয়াস গুরুত্বপূর্ণ কেন?ক) সকল জৈবিক কাজ নিয়ন্ত্রণেখ) জীবাণু হতে রক্ষায়গ) কোষ বিভাজন নিয়ন্ত্রণেঘ) প্রোটিন সংশ্লেষণে৩৪৩. আলোচিত টিস্যুটির নাম কী?ক) যোজক টিস্যুখ) আবরণী টিস্যুগ) পেশি টিস্যুঘ) স্নায়ু টিস্যু৩৪৪. মানুষের অন্ত্রের অন্তঃপ্রাচীরের কোষগুলো-
i. ক্যালসিয়াম জাতীয় পদার্থ দ্বারা তৈরি
ii. দৃঢ় এবং ভঙ্গুর প্রকৃতির হয়
iii. নমনীয় কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii৩৪৫. প্রাণির অন্ত্রের অন্তঃপ্রাচীরে পাওয়া যায় কোন টিস্যু?ক) স্কোয়ামাস আবরণী টিস্যুখ) কিউবয়ডাল আবরণী টিস্যুগ) কলামনার আবরণী টিস্যুঘ) কঙ্কাল যোজক টিস্যু৩৪৬. একটি কোমোজোমের অংশ হলো-
i. স্যাটেলাইট, গোণকুঞ্জন
ii. সেন্ট্রোমিয়ার ও ক্রোমোনেমা
iii. থাইলাকয়েড ও নালিকা তন্তু গুচ্ছ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৪৭. পাতার ক্লোরোফিলযুক্ত প্যারেনকাইমা টিস্যুকে কী বলে?ক) মেসোফিলখ) অ্যারেনকাইমাগ) ক্লোরনকাইমাঘ) কোলেনকাইমা৩৪৮. আবরণী টিস্যু পরিণত হয়-
i. গ্রন্থি টিস্যুতে
ii. জনন টিস্যুতে
iii. স্নায়ু টিস্যুতে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৪৯. দেহকোষের ক্ষেত্রে গ্রহণযোগ্য-
i. বহুকোষী জীবের দেহ গঠনে অংশগ্রহণ করে
ii. পুনঃপুন বিভাজনের মাধ্যমে জীবদেহ গঠন করে
iii. বিভিন্ন তন্ত্র ও অঙ্গ-প্রত্যঙ্গ গঠনে অংশ নেয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৫০. লোয়ী ও সিকেভিজ কত সালে কোষকে সজ্ঞায়িত করেছেন?ক) ১৮৬৯খ) ১৮৮৯গ) ১৯৬৯ঘ) ১৯৮৯৩৫১. গঠনকারী কোষে কোন রজকের উপস্থিতি থাকলে কোলেনকাইমা টিস্যু খাদ্য প্রস্তুত করে?ক) ক্যারোটিনখ) জ্যান্থোফিলগ) ক্লোরোফিলঘ) ফাইকোসায়নিন৩৫২. নিচের কোনটি এক ধরনের ক্ষারীয়, ঈষৎ লবণাক্ত, লালবর্ণের তরল কানেকটিভ টিস্যু?ক) অণচক্রিকাখ) রক্তগ) লসিকাঘ) লোহিত কণিকা৩৫৩. ফ্লোয়েম প্যারেনকাইমা পাওয়া যায় না কোন উদ্ভিদে?ক) একবীজপত্রীখ) দ্বিবীজপত্রীগ) নগ্নবীজীঘ) ফার্ন৩৫৪. অন্তঃক্ষরা গ্রন্থিরসকে কী বলে?ক) এনজাইমখ) শ্বসন প্রক্রিয়াগ) সংবহন প্রক্রিয়াঘ) বৃদ্ধি নিয়ন্ত্রক পদার্থ৩৫৫. শুক্রাণু ও ডিম্বাণু কোন আবরণী টিস্যু থেকে উৎপন্ন হয়?ক) বিশেষভাবে রূপান্তরিত আবরণী টিস্যুখ) সিলিয়াযুক্ত আবরণী টিস্যুগ) ক্ষনপদযুক্ত আবরণী টিস্যুঘ) কলামনার আবরণী টিস্যু৩৫৬. স্কেলেটাল কানেকটিভ টিস্যুর বৈশিষ্ট্য-
i. অভ্যন্তরীণ কাঠামো গঠন করে
ii. দেহকে নির্দিষ্ট আকৃতি ও দৃঢ়তা দেয়
iii. অঙ্গ সঞ্চালন ও চলনে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৫৭. আমাদের দেহের উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণাকারী তন্ত্র
i. মস্তিষ্ক নিয়ে গঠিত
ii. সুষুস্মা কান্ড নিয়ে গঠিত
iii. করোটিক স্নায়ু নিয়ে গঠিত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii৩৫৮. ট্রাকিডের কাজ হলো-
i. মূল হতে পানি ও খনিজ লবণ পরিবহন করে
ii. কোষ রস পরিবহন অঙ্গকে দৃঢ়তা দান করে
iii. খখনও খাদ্য সঞ্চয় করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৫৯. পরিশোষণ আবরণ কোন আবরণী টিস্যুর কাজ?ক) স্কোয়ামাস আবরণী টিস্যুখ) কিউবয়ডাল আবরণী টিস্যুগ) কলামনার আবরণী টিস্যুঘ) স্ট্রাটিফাইড আবরণী টিস্যু৩৬০. ‘জামিউল কুরআন’ কাকে বলা হয়?ক) হাজ্জাজ বিন ইউসুফকেখ) যায়িদ বিন সাবিত (রা) কেগ) হযরত আলি (রা) কেঘ) হযরত উসমান (রা) কে৩৬১. বৃক্ষের বোম্যানস ক্যাপসুল প্রাচীর কোন টিস্যু দ্বারা গঠিত?ক) স্কোয়ামাস আবরণী টিস্যুখ) কিউবয়ডাল আবরণী টিস্যুগ) কলামনার আবরণী টিস্যুঘ) যৌগিক আবরণী টিস্যু৩৬২. প্রাণিকোষে অনুপস্থিত অঙ্গাণুর ক্ষেত্রে সঠিক কোনটি?ক) প্লাস্টিড, বড় কোষগহ্বর ও কোষপ্রাচীরখ) সেন্ট্রোজোম, সেন্ট্রিওল ও মাইটোকন্ড্রিয়াগ) গলজি বস্তু, কোষঝিল্লী ও সেন্ট্রিওলঘ) কোষঝিল্লী, মাইটোকন্ড্রিয়া ও এন্ডোপ্লাজমিক জালিকা৩৬৩. নিউরনের সাইটোপ্লাজমে কোনটি থাকে না বলে নিউরন বিভাজিত হয় না?ক) সক্রিয় রাইবোসোমখ) মাইটোকন্ড্রিয়াগ) সক্রিয় সেন্ট্রিওলঘ) নিউক্লিয়াস৩৬৪. উদ্ভিদ অঙ্গের প্রাচীরে কূপ দেকা যায়?ক) ফ্লোয়েম প্যারেনকাইমাখ) সঙ্গীকোষগ) ফ্লোয়েম ফাইবারঘ) সিভকোষ৩৬৫. যৌন প্রজননের সময় শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়ে কী তৈরি হয়?ক) জীবদেহখ) জাইগোটগ) কোষদেহঘ) সজীব কোষ৩৬৬. মেরুদন্ডী প্রাণিদের রক্তনালি, পৌষ্টিকনালিতে কোনটি থাকে?ক) অনৈচ্ছিক পেশিখ) ঐচ্ছিক পেশিগ) আবরণী কলাঘ) যোজক কলা৩৬৭. বিভিন্ন প্রকার কোষের সমন্বয়ে গঠিত হয় কোন টিস্যু?ক) সরল টিস্যুখ) জটিল টিস্যুগ) ভাজক টিস্যুঘ) স্থায়ী টিস্যু৩৬৮. প্লাস্টিড থাকে না কোনটিতে?ক) উদ্ভিদকোষেখ) প্রাণিকোষেগ) জননকোষেঘ) দেহকোষে৩৬৯. কোষঝিল্লী দ্বারা পানি ও খনিজ পদার্থ নিয়ন্ত্রিত হয় কেন?ক) অর্ধ বৈষম্য ভেদ্য পর্দা হওয়ায়খ) ভেদ্য পর্দা হওয়ায়গ) বৈষম্য ভেদ্য পর্দা হওয়ায়ঘ) অভেদ্য পর্দা হওয়ায়৩৭০. কোষ জিল্লি দ্বারা ঘেরা সমুদয় বস্তুকে কী বলে?ক) সাইটোপ্লাজমখ) প্রোটোপ্লাজমগ) এক্টোপ্লাজমঘ) এন্ডোপ্লাজম৩৭১. জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে কোনটি?ক) লাইসোজোমখ) সেন্ট্রোজোমগ) রাইবোজোমঘ) ক্রোমোজোম৩৭২. কলামনার আবরণী টিস্যুর কাজ হলৌ
i. ক্ষরণ
ii. রক্ষণ
iii. শোষণ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৭৩. বৃক্কের বোম্যানস ক্যাপসুলের প্রাচীর কোন ধরনের টিস্যু?ক) কিউবয়ডাল আবরণী টিস্যুখ) কলামনার আবরণী টিস্যুগ) স্কোয়ামাস আবরণী টিস্যুঘ) স্ট্রাটিফাইড আবরণী টিস্যু৩৭৪. স্নায়ুতন্ত্রের অন্তর্ভূক্ত-
i. মস্তিষ্ক
ii. করোটিকা
iii. পাকস্থলি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৭৫. প্যারেনকাইমা টিস্যুর কাজ হলো-
i. দেহ গঠন করা
ii. খাদ্য প্রস্তুত, সঞ্চয় ও পরিবহন করা
iii. দেহকে দৃঢ়তা প্রদান করা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৭৬. অনৈচ্ছিক পেশির কাজগুলো নিয়ন্ত্রণ করে নিচের কোনটি?ক) মস্তিষ্কখ) সুষুস্মাকান্ডগ) কোরোটিক স্নায়ুঘ) স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র৩৭৭. অঙ্গ সঞ্চালন ও চলনে সহায়তা করে কোন টিস্যু?ক) আবরণী টিস্যুখ) যোজক টিস্যুগ) স্কেলেটাল কানেকটিভ টিস্যুঘ) পেশি টিস্যু৩৭৮. মানুষের রেচনতন্ত্র গঠিত হয়-
i. ইলিয়াম ও রেক্টাম নিয়ে
ii. একটি মূত্রথলি ও একটি ইউরেটার নালি নিয়ে
iii. একজোড়া বৃক্ক ও একজোড়া মূত্রনালি নিয়ে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৭৯. তুমি কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে স্ক্লেরাইড কোষ শনাক্ত করবে?ক) গোলাকার, লিগনিনযুক্তি প্রাচীর ও সমান গুরুত্ব দেখেখ) প্রাচীর স্থূল, শক্ত দৃঢ় ও সুচালো দেখেগ) প্রান্তদ্বয় সরু ও সুচালো দেখেঘ) পুরু কোষপ্রাচীর ও সমান গুরুত্ব দেখে৩৮০. কোন টিস্যুর মাতৃকায় বিভিন্ন ধরনের জৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে?ক) তরল যোজক টিস্যুখ) আবরণী টিস্যুগ) কঙ্কাল যোজক টিস্যুঘ) রূপান্তরিত আবরণী টিস্যু৩৮১. কোনটি জাইলেম কলার উপাদান?ক) সীভপ্লেটখ) ভেসেলগ) সিভনলঘ) সঙ্গীকোষ৩৮২. সেন্ট্রিওল থাকে না কোন কোষে?ক) উদ্ভিদকোষেখ) প্রাণিকোষেগ) আদিকোষেঘ) অণুজীব কোষে৩৮৩. মাইটোকন্ড্রিয়ার আবরণী কয়স্তর বিশিষ্ট?ক) একখ) দুইগ) তিনঘ) পাঁচ৩৮৪. কোন কোষগুলো প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজমপূর্ণ কিন্তু পরিনত বয়সে মৃত?ক) ট্রাকিডখ) ভেসেলগ) স্ক্লেরাইডঘ) ফ্লোয়েম৩৮৫. ক্রেবসচক্র কোথায় ঘটে?ক) মাইটোকন্ড্রিয়ায়খ) রাইবোসোমেগ) ক্লোরোপ্লাস্টেঘ) সাইটোপ্লজমে৩৮৬. আবরণী টিস্যুর ক্ষেত্রে-
i. কোষগুলো ঘন সন্নিবেশিত
ii. এরা দুই ধরনের
iii. গ্রন্থি ও জনন টিস্যু এর অন্তর্গত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৮৭. উদ্ভিদ ও প্রাণিকোষ উভয় ক্ষেত্রেই নিচের কোনটি পাওয়া যায়?ক) U. V. Xখ) V. Y. Uগ) W. X. Uঘ) U. X. Y৩৮৮. রক্তে শতকরা পানির পরিমাণ কত?ক) প্রায় ৬১-৭১%খ) প্রায় ৬৫-৭৫%গ) প্রায় ৮০-৮৫%ঘ) প্রায় ৯১-৯২%৩৮৯. রূপান্তরিত আবরণী টিস্যু কোনটি?ক) ক্ষণপদ যুক্ত আবরণী টিস্যুখ) স্কোয়ামাস আবরণী টিস্যুগ) কিউবয়ডাল আবরণী টিস্যুঘ) কলামনার আবরণী টিস্যু৩৯০. অণুবীক্ষণ যন্ত্রের দেহনলের নিচে ঘূর্ণায়মান অংশকে কী বলে?ক) টানানলখ) নোসপিসগ) অবজেকটিভঘ) দর্পণ৩৯১. শক্ত, প্রাচীর পুর এবং দুই প্রান্ত সরু কোন কোষের?ক) প্যারেনকাইমাখ) কোলেনকাইমাগ) ফাইবারঘ) স্ক্লেরেনকাইমা৩৯২. প্রোটোপ্লাজমের বাইরের দ্বিস্তরবিশিষ্ট পর্দাকে কী বলে?ক) কোষপ্রাচীরখ) কোষঝিল্লীগ) নিউক্লিয়ার ঝিল্লীঘ) সাইটোপ্লাজমিয় ঝিল্লী৩৯৩. নিচের কোনটি জাইলেম টিস্যুর কোষ?ক) সিভনলখ) সঙ্গীকোষগ) ফ্লোয়েম প্যারেনকাইমাঘ) ট্রাকিড৩৯৪. গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে উন্নত কোনটি?ক) সাইকাসখ) পাইনাসগ) নিটামঘ) উপরোক্ত কোনটিই নয়৩৯৫. জননতন্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য-
i. পরিণত বয়সে জননতন্ত্র মাধ্যমে প্রাণির প্রজনন করার ক্ষমতা হয়
ii. প্রজাতির ধারা অব্যাহত থাকে
iii. নতুন প্রজন্ম সৃষ্টির লক্ষ্যে গ্যামেট তৈরি করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৯৬. কোন টিস্যুর মাতৃকার পরিমাণ তুলনামূলকভাবে বেশি?ক) আবরণী টিস্যুখ) যোজক টিস্যুগ) পেশী টিস্যুঘ) স্নায়ু টিস্যু৩৯৭. নিউক্লিয়াসের সংগঠনের ভিত্তিতে কোষ কয় ধরনের?ক) ২ ধরনেরখ) ৩ ধরনেরগ) ৪ ধরনেরঘ) ৫ ধরনের৩৯৮. বৃক্কের সংগ্রাহক নালিকার টিস্যু কোন ধরনের?ক) স্কোয়ামাস আবরণী টিস্যুখ) কিউবয়ডাল আবরণী টিস্যুগ) কলামনার আবরণী টিস্যুঘ) স্ট্রাটিফাইড আবরণী টিস্যু৩৯৯. ভাজক টিস্যুর ক্ষেত্রে প্রযোজ্য-
i. কোষগুলো বিভাজন ক্ষমতাসম্পন্ন
ii. কোষপ্রাচীর লেসুলোজ নির্মিত ও পাতলা
iii. পরণত কোষে নিউক্লিয়াস থাকে না
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪০০. কোন উদ্ভিদে প্রাথমিক ভেসেল থাকে?ক) পেয়ারাখ) সাইকাসগ) পামঘ) নিটাম৪০১. জীবদেহে এন্ডোপ্লাজমিক জালিকার অনুপস্থিতিতে সৃষ্টি সমস্যা
i. মাইটোকন্ড্রিয়া ও কোষগহ্বর সৃস্থি ব্যাহত
ii. প্রোটিন, লিপিড ও ATP সংশ্লেষণ ব্যাহত
iii. কোষের দৃঢ়তা প্রদানে ব্যাঘাত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪০২. প্রাণিকোষে পাওয়া যায়-ক) ক্রোমোপ্লাস্টখ) কোষপ্রাচীরগ) সেন্ট্রিওলঘ) কোষগহ্বর৪০৩. কোষ রসের পরিবহন অঙ্গকে দৃঢ়তা প্রদান করা কোন কোষের প্রধান কাজ?ক) ট্রাকিডখ) সিভ কোষগ) জাইালেম প্যারেনকাইমাঘ) সঙ্গীকোষ৪০৪. খাদ্য পরিপাকে রস নিঃসরণ করে-
i. লাল গ্রন্থি
ii. বৃক্ক
iii. যকৃত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii৪০৫. নিচের কোনটি স্কোয়ামাস টিস্যুর অন্তর্গত?ক) বৃক্ষের সংগ্রাহক নালিকাখ) বৃক্কের বোম্যানস ক্যাপসুল প্রাচীরগ) শ্বাসনালির প্রাচীরঘ) অন্ত্রপ্রাচীর৪০৬. অ্যারেনকাইমা পাওয়া যায় নিম্নোক্ত উদ্ভিদে-
i. কচুরিপানা
ii. শাপলা
iii. মুথাঘাস
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪০৭. রাইবোজোমের কাজ কী?ক) আমিষ সংশ্লেষণের স্থান নির্ধারণ করাখ) কোষ বিভাজনকালে এস্টার-রে গঠন করাগ) আমিষ সঞ্চয় করাঘ) ফ্লাজেলা সৃষ্টিতে সাহায্য করা৪০৮. প্রোটোজোয়া পর্বের প্রজাতিগুলো একটি মাত্র কোষ দ্বারা-
i. খাদ্য গ্রহণ করে
ii. দেহের ক্ষতি বৃদ্ধি করে
iii. প্রজনন করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪০৯. ট্রাকিডের প্রাচীরের পুরুত্ব হয়-
i. বলয়াকার, সর্পিলাকার
ii. বর্গাকার, তারকাকার
iii. সর্পিলাকার, জালিকাকার
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪১০. কয়েক ধরনের প্রাচীরের পুরুত্ব পরিলক্ষিত হয় কোন কোষে?ক) ট্রাকিডখ) সিভকোষগ) জাইালেম প্যারেনকাইমাঘ) সঙ্গীকোষ৪১১. খাদ্য প্রস্তুত ও দেহকে দৃঢ়তা প্রদান কোন টিস্যুর প্রধান কাজ?ক) প্যারেনকাইমাখ) কোলেনকাইমাগ) স্ক্লেরেনকাইমাঘ) স্ক্লেরাইড৪১২. যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোনো কিছু পর্যবেক্ষণের সময় দুটি চোখ খোলা রাখতে হয় কেন?ক) চোখের ক্লান্তি দূর করতেখ) ভালোভাবে দেখতেগ) দ্বিনের দৃষ্টি সৃষ্টি করতেঘ) অণুবিক্ষণ যন্ত্রের ক্ষতিকর প্রভাব হতে রক্ষা পেতে৪১৩. দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোনটি?ক) শ্বেত কণিকাখ) লোহিত কণিকাগ) অনুচক্রিকাঘ) লসিকা৪১৪. অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?ক) পিটুইটারি, থাইরয়েড ও অ্যাড্রেনাল গ্রন্থিখ) সিবেসিয়াস, মিবোমিয়ান ও থাইরয়েড গ্রন্থিগ) প্যারাথাইরয়েড, লালা ও যকৃৎ গ্রন্থিঘ) সেরুমিনাস, পিটুইটারি ও পিনিয়াল৪১৫. রক্তকণিকা কত প্রকার?ক) দুইখ) তিনগ) চারঘ) পাঁচ৪১৬. জীবদেহের গঠন ও জীবজ ক্রিয়াকলাপের একক কী?ক) জাইলেমখ) কোষগ) প্যারেনকাইমাঘ) মেসোফিল৪১৭. কোষের ভেতরে অর্ধস্বচ্ছ থকথকে জেলি সদৃশ বস্তু কোনটি?ক) সাইটোপ্লাজমখ) এন্ডোপ্লাজমগ) এক্টোপ্লাজমঘ) প্রোটোপ্লাজম৪১৮. জীবিত, সমব্যাসীয়, পাতলা প্রাচীর যুক্ত ও প্রোজোপ্লাজমপূর্ণ কোষ দ্বারা গঠিত টিস্যু কোনটি?ক) প্যারেনকাইমাখ) কোলেনকাইমাগ) স্ক্লেরেনকাইমাঘ) অ্যারেনকাইমা৪১৯. কেন্দ্রিকা রসের মধ্যে ক্রোমোজোমের সাথে লাগানো গোলাকার বস্তুকে কী বলে?ক) অক্সিজোমখ) রাইবোজোমগ) নিউক্লিওলাসঘ) কেন্দ্রিকা৪২০. কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য হচ্ছে-
i. এরা বিভিন্ন অঙ্গের সঞ্চালন নিয়ন্ত্রণ করে
ii. এদের সংকোচন প্রাণীর ইচ্ছাধীন, সবসময় হয় না
iii. এরা হৃৎপিন্ডের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪২১. বৃক্কের সংগ্রাহক নালিকার টিস্যুর-
i. কোষগুলোর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা প্রায় সমান
ii. কোষগুলো স্তরীভূত
iii. কাজ হলো পরিশোষন ও আবরণ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii৪২২. কোনটি দেহের জলীয় অংশকে দেহের ভিতর সংরক্ষণ করে?ক) জননতন্ত্রখ) রেচনতন্ত্রগ) ত্বকতন্ত্রঘ) পরিপাকতন্ত্র৪২৩. নিচের কোনটি এক ধরনের ঈষৎ, স্বচ্ছ ও হলুদ বর্ণের তরল পদার্থ?ক) লোহিত রক্ত কণিকাখ) রক্তগ) অণুচক্রিকাঘ) লসিকা৪২৪. মেরুদন্ডী প্রাণীদের ত্বকে কোন ধরনের এপিথেলিয়াল টিস্যু বিদ্যমান?ক) কিউবয়ডালখ) কলামনারগ) স্ট্র্যাটিফাইডঘ) স্কোয়ামাস৪২৫. কোনটিতে বিভিন্ন এনজাইম একটি পর্দা দ্বারা আলাদা করা থাকে?ক) সেন্ট্রোসোমখ) ক্রোমোসোমগ) নিউক্লিয়াসঘ) লাইসোসোম৪২৬. নিচের কোনটি জীবাণু ধ্বংস করে ও দেহের বিভিন্ন অঙ্গ গঠনে অংশ নেয়?ক) এরিথ্রোসাইটখ) লিউকোসাইটগ) থ্রম্বোসাইটঘ) লিম্ফোসাইট৪২৭. কোনটি কোষের পানি ও খনিজ চলাচল নিয়ন্ত্রণ করে?ক) সাইটোপ্লাজমখ) কোষপ্রাচীরগ) কোষজিলিঘ) প্রোটোপ্লাজম৪২৮. জটিল টিস্যুর অপর নাম কী?ক) প্রাইমারী টিস্যুখ) সেকেন্ডারী টিস্যুগ) তরুক্ষীয় টিস্যুঘ) পরিবহন টিস্যু৪২৯. সরিষা ফুল হলুদ রং ধারণ করার কারণ কী?ক) বিটাজেস্থিনখ) অ্যান্থোসায়নিনগ) ফাইকোসায়নিনঘ) জ্যান্থোফিল৪৩০. অবস্থান ও কাজের ভিত্তিতে ফাইবারকে বলা হয়-
i. বাস্ট ফাইবার
ii. সার্ফেস ফাইবার
iii. কাষ্টতন্তু
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪৩১. মানুষের অন্ত্রের অন্তঃপ্রাচীরের কোষগুলো-
i. সমান, দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা বিশিষ্ট
ii. ক্ষরণ, রক্ষণ ও শোষণের কাজ করে
iii. স্তম্ভের মতন সরু ও লম্বা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii৪৩২. স্ক্লেরেনকাইমা কোষযুক্ত ফ্লোয়েম টিস্যুকে কী বলে?ক) উড ফাইবারখ) উড প্যারেনকাইমাগ) ফ্লোয়েম প্যারেনকাইমাঘ) বাস্ট ফাইবার৪৩৩. উদ্ভিদ অঙ্গকে দৃঢ়তা প্রদান করা প্রধান কাজ কোনটির?ক) ভেসেলখ) জাইলেম প্যারেনকাইমাগ) সিভকোষঘ) সঙ্গীকোষ৪৩৪. সিভকোষের বৈশিষ্ট্য কোনটি?ক) দীর্ঘ, পুরু প্রাচীরযুক্তখ) দীর্ঘ, জীবিত ও পাতলা কোষপ্রাচীরযুক্তগ) লম্বা, সরু ও সুচালোঘ) প্রোটোপ্লাজমপূর্ণ, পাতলা কোষপ্রাচীরযুক্ত৪৩৫. হৃদপেশির কাজ কোন পেশির মতো?ক) ঐচ্ছিক পেশিরখ) অনৈচ্ছিক পেশিরগ) জোড়াযুক্ত পেশিঘ) অমসৃণ পেশি৪৩৬. দেহ হতে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ নিষ্কাশন করার পদ্ধিতিকে কী বলে?ক) রেচন প্রক্রিয়াখ) শ্বসন প্রক্রিয়াগ) ফিজিওলজিঘ) সাইটোলজি৪৩৭. উচ্চতর প্রাণীতে স্নায়ু টিস্যু গুরুত্বপূর্ণ হওয়ার সঠিক কারণ কোনটি?ক) মস্তিস্কে স্পর্শীয় অনুভূতি প্রকাশখ) মস্তিস্কে স্মৃতি সংরক্ষণগ) ঐচ্ছিক চলন নিয়ন্ত্রণঘ) অনৈচ্ছিক পেশির সঞ্চালন৪৩৮. আমিষ সংশ্লেষণে প্রধান ভূমিকা রয়েছে কোন অঙ্গাণুর?ক) মাইট্রোকন্ড্রিয়াখ) প্লাস্টিডগ) রাইবোজোমঘ) এন্ডোপ্লাজমিক৪৩৯. কোনটিকে কোষের প্রবাহ পথ বলা হয়?ক) এন্ডোপ্লাজমিক রেটিকুলামখ) গলজি বডিগ) লাইসোজোমঘ) ক্রোমোজোম৪৪০. নিচের কোনটিতে ক্যারোটিনয়েড নামক রঞ্জক থাকে?ক) ক্লোরোপ্লাস্টখ) মাইটোকন্ড্রিয়াগ) লিউকোপ্লাস্টঘ) ক্রোমোপ্লাস্ট৪৪১. প্রাচীরের গায়ে ছিদ্র থাকে কোন কোন কোষের?ক) ফাইবারখ) স্ক্লেরাইডগ) প্যারেনকাইমাঘ) কোলেনকাইমা৪৪২. নিচের কোনটি পদার্থবিহীন অঙ্গাণু?ক) লাইসোজোমখ) সেন্ট্রিওলগ) রাইবোজোমঘ) গলজি বস্তু৪৪৩. তরল যোজক টিস্যুর কাজ হলো-
i. দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্যব্যাদির পরিবহন করা
ii. রোগ প্রতিরোধ ও রক্তজমাট বাধানো
iii. কাঠামো প্রদান
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪৪৪. পাতায় প্রস্তুকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঞ্চলে পরিবহন করে কোনটি?ক) পত্ররন্ধ্রখ) ভাজক টিস্যুগ) জাইলেম টিস্যুঘ) ফ্লোয়েম টিস্যু৪৪৫. কোনটি লসিকা তন্ত্রের অংশ?ক) টনসিলখ) অনূচক্রিকাগ) শ্বেত রক্তকণিকাঘ) লোহিত রক্তকণিকা৪৪৬. কোনটি ট্রাকিইডের প্রধান কাজ?ক) কোষ বিভাজনে সহায়তা করাখ) খাদ্য সঞ্চয় করাগ) কোষরসের পরিবহন অঙ্গকে দৃঢ়তা প্রদান করাঘ) পানি ও খনিজ শোষণ করা৪৪৭. গঠন ও কাজের ভিত্তিতে কানেকটিভ টিস্যু কয় ধরনের?ক) ২খ) ৩গ) ৪ঘ) ৫৪৪৮. কোষ বিভাজনকালে ক্রোমাটিন জালিকা মোটা ও খাটো হয়ে আলাদা আলাদা কোন অঙ্গাণুতে পরিণত হয়?ক) ক্রোমাটিনখ) নিউক্লিওলাসগ) মাইটোকন্ড্রিয়াঘ) প্লাস্টিড৪৪৯. কোনটি সাইটোপ্লাজমের অংশ নয়?ক) গলজিবস্তুখ) মাইটোকন্ড্রিয়াগ) নিউক্লিওলাসঘ) কোষগহ্বর৪৫০. জলজ উদ্ভিদের বড় বড় বায়ু কুঠুরীযুক্ত প্যারেনকাইমাকে কী বলে?ক) কোলেনকাইমাখ) মেসোফিলগ) ক্লোরেনকাইমাঘ) অ্যারেনকাইমা৪৫১. নিউক্লিয়াসবিহীন কোষ হলো-
i. সিভ কোষ
ii. লোহিত রক্তকণিকা
iii. শ্বেত রক্তকণিকা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪৫২. পরিপাক এনজাইমগুলো একটি পর্দা দ্বারা আবৃত থাকে কোন অঙ্গাণুতে?ক) মাইটোকন্ড্রিয়ায়খ) গলজি বস্তুতেগ) রাইবোজোমেঘ) লাইসোজোমে৪৫৩. কোষপ্রাচীর অসমভাবে পুরু ও কোষগুলো অধিক পুরু কোন টিস্যুর?ক) প্যারেনকাইমাখ) কোলেনকাইমাগ) স্ক্লেরেনকাইমাঘ) স্ক্লেরাইড৪৫৪. ব্যাকটেরিয়ায় উপস্থিত থাকে নিচের কোনটি?ক) মাইটোকন্ড্রিয়াখ) প্লাস্টিডগ) রাইবোজোমঘ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম৪৫৫. পৌষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করে-
i. লালাগ্রন্থি
ii. অগ্ন্যাশয়
iii. বৃক্ক
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii৪৫৬. রক্তকণিকা কয় ধরণের?ক) ২ ধরনেরখ) ৩ ধরনেরগ) ৪ ধরনেরঘ) ৫ ধরনের৪৫৭. নিম্নোক্ত উদ্ভিদের প্রাথমিক ও গৌণ জাইলেমে ট্রাকিড পাওয়া যায়-
i. ফার্ন ও নগ্নবীজী
ii. মস ও আবৃতবীজী
iii. নগ্নবীজিী ও আবৃতবীজী
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪৫৮. কচি ও নমনীয় কান্ডকে দৃঢ়তা প্রদান করে কোন টিস্যু?ক) প্যারেনকাইমাখ) কোলেনকাইমাগ) স্ক্লেরেনকাইমাঘ) স্ক্লেরাইড৪৫৯. জাইলেম টিস্যুতে কত ধরনের কোষ থাকে?ক) দুইখ) তিনগ) চারঘ) পাঁচ৪৬০. অণবীক্ষণ যন্ত্রে ফুটের উঁচু যে অংশের সাথে বাহূটি লাগানো থাকে তাকে কী বলে?ক) স্টেজখ) স্তম্ভগ) ড্র টিউবঘ) নোসপিস৪৬১. প্যারেনকাইমা টিস্যুকোষের বৈশিষ্ট্য হলো
i. জীবিত, পাতলা প্রাচীরযুক্ত, প্রোটোপ্লাজমপূর্ণ
ii. গৌণ প্রাচীর শক্ত, অত্যন্ত পুরু ও লিগনিনযুক্ত
iii. কোষপ্রাচীর অসমভাবে পুরু ও কোণাগুলো অধিক পুরু
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪৬২. হরমোন নিঃসরণকারী গ্রন্থিগুলো হলো-
i. থাইরয়েড
ii. আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস
iii. সপ্রারেনাল
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii৪৬৩. উৎসেচক ও কোষে উৎপাদিত দ্রব্যাদি পরিবহন করে কোষের কোন অঙ্গাণু?ক) গলজি বস্তুখ) রাইবোজোমগ) মাইটোকন্ড্রিয়াঘ) অন্তঃপ্লাজমীয় জালিকা৪৬৪. দন্ডকলসী উদ্ভিদের কান্ডে কোন টিস্যু দৃঢ়তা প্রদান করে?ক) প্যারেনকাইমাখ) কোলেনকাইমাগ) স্ক্লেরেনকাইমাঘ) ক্লোরেনকাইমা৪৬৫. ক্রোমোপ্লাস্টে থাকে-
i. ক্যারেটিন ও জ্যান্থোফিল
ii. ক্যারোটিন ও ফাইকোএরিথ্রিন
iii. ক্লোরোফিল ও ফাইকোসায়নিন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪৬৬. প্যারেনকাইমা টিস্যুতে ক্লোরোফিল থাকলে তাকে কী বলে?ক) মেসোফিলখ) অ্যারেনকাইমাগ) ক্লোরেনকাইমাঘ) কোলেনকাইমা৪৬৭. শক্ত ও পুরু দেয়ালবিশিষ্ট স্ক্লেরেনকাইমা কোষগুলো
i. উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে
ii. খাদ্য সঞ্চয় করে
iii. পানি ও খনিজ লবণ পরিবহন করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪৬৮. প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য হলো-
i. কোষসমূহ দৈর্ঘ্য প্রস্থ ও গভীরতায় মোটামুটি একই রকম
ii. কোষপ্রাচীর সমভাবে পুরু
iii. কোষগুলো গোলাকার
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪৬৯. অঙ্গসমূহ নিয়ে আলোচিত বিজ্ঞানকে কী বলে?ক) Anatomyখ) Ecologyগ) Embryologyঘ) Physiology৪৭০. রবার্ট হুক কত সালে কোষ আবিস্কার করেন?ক) ১৯৫৬খ) ১৯৬৫গ) ১৬৬৫ঘ) ১৭৬৫৪৭১. কঠিন স্কেলিটাল ক্ষেত্রে তথ্য-
i. কঠিন স্কেলিটাল যোজক টিস্যু
ii. মানুষের কানের পিনায় বিদ্যমান
iii. এদের মাতৃকাকে কনড্রিন বলে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪৭২. কোনটি মাতৃকার ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমা হয়ে দৃঢ়তা প্রদান করে?ক) অস্থিখ) কোমলাস্থিগ) তরুণাস্থিঘ) কাটিলেজ৪৭৩. কোনটি কয়েক সেন্টিমিটার লম্বা হয়?ক) ট্রাকিডখ) ভেসেলগ) ফাইবারঘ) প্যারেনকাইমা৪৭৪. বংশধারা বহনকারী জিন বহন করে কোন অঙ্গাণু?ক) ক্রোমোজোমখ) নিউক্লিওলাসগ) মাইটোকন্ড্রিয়াঘ) প্লাস্টিড৪৭৫. উদ্ভিদকোষে প্লোরোপ্লাস্ট প্রয়োজন হয় কেন?ক) খাদ্য সঞ্চয়েখ) রঞ্জক পদার্থ সংশ্লেষণেগ) শর্করা জাতীয় খাদ্য তৈরিতেঘ) ফুলকে রঙিন করতে৪৭৬. ফাইবার এর গায়ে যে ছিদ্র থাকে তাকে কী বলে?ক) পোরখ) কূপগ) পেরিসাইকেলঘ) বান্ডল সিথ৪৭৭. মাতৃ ও পিতৃ জননকোষ মিলিত হয়ে যে প্রথম কোষ গঠন করে তার নাম কী?ক) আদিকোষখ) জননকোষগ) জাইগোটঘ) জনন মাতৃকোষ৪৭৮. অবস্থান গঠন ও কাজের বিত্তিতে পেশি টিস্যু কয় ধরনের?ক) একখ) দুইগ) তিনঘ) চার৪৭৯. কোন টিস্যুতে যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ রয়েছে?ক) প্যারেনকাইমাখ) ক্লোরেনকাইমাগ) স্ক্লেরেনকাইমাঘ) কোলেনকাইমা৪৮০. স্কেলেটাল যোজক টিস্যুর ক্ষেত্রে প্রযোজ্য-
i. দেহকে নির্দিষ্ট আকৃতি ও দৃঢ়তা দেয়
ii. শুক্রাণু ও ডিম্বাণু কোষ উৎপন্ন করে
iii. দেহের নাজুক ও নরম অঙ্গসমূহকে রক্ষা করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪৮১. ফ্লোয়েম টিস্যুর সঙ্গীকোষ অনুপস্থিত যেসব উদ্ভিদে হা হলো-
i. ফার্ন ও নগ্নজীজী
ii. ফার্ন ও ব্যক্তবীজী
iii. ফার্ন ও গুপ্তবীজী
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪৮২. কোনটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা দেয়?ক) লোহিত কণিকাখ) শ্বেত কণিকাগ) অনুচক্রিকাঘ) লসিকা৪৮৩. আমাদের দেহের রক্তের লাল কোষগুলো-
i. ফুসফুসের অক্সিজেন গ্রহণ করে
ii. শরীরে কার্বন ডাই-অক্সাইড বহন করে
iii. দেহের প্রতিটি কোষে অক্সিজেন পৌছে দেয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪৮৪. মানুষের নাকের ও কানের পিনা কী দিয়ে তৈরি?ক) অস্থিখ) নরমঅস্থিগ) কোসলাস্থিঘ) কোনটিই নয়৪৮৫. আদি কোষে কোনটি থাকে?ক) রাইবোজোমখ) মাইটোকন্ড্রিয়াগ) প্লাস্টিডঘ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম৪৮৬. স্টাকিড কোষের কয়েক ধরনের গুরুত্ব হলো-
i. বলয়াকার, সর্পিলাকার
ii. পোপানকার, জালিকাকার
iii. বলয়াকার ও কূপাঙ্কিত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪৮৭. কোনটির নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে?ক) আদি কোষেরখ) প্রকৃত কোষেরগ) জনন কোষেরঘ) দেহ কোষের৪৮৮. ফ্লোয়েমে উপস্থিত প্যারেনকাইমা কোষ পাওয়া যায়-
i. দ্বিবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েমে
ii. ফার্ন উদ্ভিদের ফ্লোয়েমে
iii. একবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েমে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪৮৯. সবুজ রংয়ের প্লাস্টিডকে কী বলে?ক) ক্লোরোপ্লাস্টখ) কো্রমোপ্লাস্টগ) নিউকোপ্লাস্টঘ) মাইটোকন্ড্রিয়া৪৯০. কোষের পাওয়ার হাউজের ঝিল্লীর স্তর কয়টি?ক) একখ) দুইগ) তিনঘ) চার৪৯১. লিউকোপ্লাস্ট কী পেলে ক্লোরোপ্লাস্ট বা ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে?ক) বাতাসখ) আলোগ) পানিঘ) রঞ্জক৪৯২. মেরুদন্ডী প্রাণিদের শ্বাসনালীর প্রাচীরে কোন প্রকার এপিথেলিয়াল টিস্যু দেখতে পাওয়া যায়?ক) জার্মিনাল এপিথেলিয়াল টিস্যুখ) কলামনার এপিথেলিয়াল টিস্যুগ) সিলিয়াযুক্ত এপিথেলিয়াল টিস্যুঘ) ফ্লাজেলাযুক্ত এপিথেলিয়াল টিস্যু৪৯৩. টিস্যুটির ক্ষেত্রে প্রযোজ্য-
i. বুকের বোম্যানস ক্যাপসুল প্রাচীর
ii. ক্ষরণ, রক্ষণ, শোষণ
iii. কোষগুলো ঘন সন্নিবেশিত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪৯৪. নিচের টিস্যুগুলো উদ্ভিদ অঙ্গকে দৃঢ়তা প্রদান করে-
i. কোলেনকাইমা টিস্যু
ii. স্ক্লেরেনকাইমা টিস্যু
iii. জাইলেম টিস্যু
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪৯৫. কোন পেশির কোষগুলো নলাকার, শাখা বিহীন ও আড়া আড়া জোড়াযুক্ত হয়?ক) ঐচ্ছিক পেশিখ) অনৈচ্ছিক পেশিগ) হৃদপেশিঘ) উপরের সবগুলো৪৯৬. সরল টিস্যু কত প্রকার?ক) দুইখ) তিনগ) চারঘ) পাঁচ৪৯৭. কিউবয়ডাল (ঘনাকার) আবরণী কলা কোথায় দেখতে পাওয়া যায়?ক) বৃক্কের বোম্যানস ক্যাপসুলেখ) মেরুদন্ডী প্রাণির অন্ত্রেগ) বৃক্কের সংগ্রাহক নালিকায়ঘ) হাইড্রায় এন্ডোডার্মে৪৯৮. দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠনকারী টিস্যুকে কী বলে?ক) ফাইব্রাস যোজক টিস্যুখ) স্কেলেটাল যোজক টিস্যুগ) পেশি টিস্যুঘ) স্কোয়ামাস টিস্যুতথ্যটি পড়ে নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত দানাদার কণা, যেখানে প্রোটিন সংশ্লেষণ ঘটে।
৪৯৯. কণাটির নাম কী?ক) রাইবোসোমখ) গলজিবস্তুগ) সিস্টারনিঘ) লাইসোজোম৫০০. কণাটির প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে-
i. DNA
ii. RNA
iii. প্রোটিন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii
Social Plugin