এস.এস.সি || জীববিজ্ঞান অধ্যায় - ৭: গ্যাসীয় বিনিময়
১. হাঁপানির সম্ভাব্য কারণ-
i. এলার্জি জাতীয় খাবার গ্রহণ
ii. ধুলাবালির সংস্পর্শ
iii. প্রশ্বাসে ধোঁয়াযুক্ত বায়ু গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২. কোষ রসের অপর নাম কী?ক) রক্তরসখ) লসিকাগ) প্লাজমাঘ) কোষনির্যাস৩. পরিপাককৃত খাদ্যের সাথে অক্সিজেন বিক্রিয়া কী উৎপন্ন হয়?ক) দেহকোষেখ) জননকোষেগ) স্নায়ুকোষেঘ) নাইট্রোজেন৪. কোন রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি?ক) হাঁপানীখ) যক্ষ্মাগ) ব্রংকাইটিসঘ) নিউমোনিয়া৫. কত বয়সের মধ্যে শিশুকে যক্ষ্মা রোগের টিকা দিতে হয়?ক) ছয় মাসখ) এক বছরগ) দেড় বছরঘ) দুই বছর৬. শ্বসনের সময় অক্সিজেন কোন প্রক্রিয়ায় ফুসফুস থেকে রক্তে প্রবেশ করে?ক) অভিস্রবণখ) ব্যাপনগ) প্রস্বেদনঘ) ইমবাইবিশন৭. শ্বসনতন্ত্রের কোন অঙ্গটি দেখতে প্রসারিত ছাতার মতো?ক) গলবিলখ) ফুসফুসগ) স্বরযন্ত্রঘ) মধ্যচ্ছদা৮. কার্বন ডাইঅক্সাইড পরিবহনের ক্ষেত্রে-
i. খাদ্য জারণ বিক্রিয়ার কোষে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়
ii. এর লসিকা থেকে কৈশিকনালির প্রাচীর ভেদ করে রক্তরসে প্রবেশ করে
iii. কৈশিকনালি ও বায়ুথলি ভেদ করে দেহের বাইরে নির্গত হয়
নিচের কোনটি সঠিক?ক) iখ) i ও iiগ) iiiঘ) i ii ও iii৯. ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত?ক) পেরিটোনিয়ামখ) পেরিকার্ডিয়ামগ) প্লুরাঘ) মধ্যচ্ছদা১০. ফুসফুসের বায়ুথলিগুলো কীভাবে অবস্থান করে?ক) জালকের মতখ) থলির মতগ) মৌচাকের মতঘ) লম্বালম্বিভাবে১১. উদ্ভিদে গ্যাস বিনিময় ঘটে-
i. প্রস্বেদন প্রক্রিয়ায়
ii. শ্বসন প্রক্রিয়ায়
iii. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১২. ফুসফুসে ক্যান্সার রোগের লক্ষণ-
i. ভগ্ন স্বর, ওজন হ্রাস এবং ক্ষুধামন্দা
ii. হাঁপানী, ঘনঘন জ্বর আসা
iii. বুকে,পিঠে ব্যথা হওয়া
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) i ও iiঘ) i ii ও iii১৩. যে প্রক্রিয়ায় অক্সিজেন (O2) গৃহীত ত্যাগ করা হয় তাকে কী বলে?ক) প্রশ্বাস কার্যখ) নিঃশ্বাস কার্যগ) শ্বাস কার্যঘ) বিনিময় কার্য১৪. নিউমোনিয়া রোগের ক্ষেত্রে প্রযোজ্য-
i. হাম ও ব্রংকাইটিস থেকে ঠান্ডা লেগে হয়
ii. এটি ব্যাকটেরিয়ারঘটিত রোগ
iii. শিশু ও বয়স্কদের জন্য মারাত্মক
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৫. শ্বসনতন্ত্রের গঠন হলো-
i. নাসিকা
ii. গলবিল
iii. মস্তিষ্ক
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৬. অস্বাভাবিক কোষ বিভাজনের ফসল-
i. ব্রংকাইটিস
ii. টিউমার
iii. ক্যান্সার
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৭. Tuberculosis রোগ নির্ণয় করা যায় কীভাবে?ক) X-ray test করেখ) E.C.G test করেগ) HBs (Ag) test করেঘ) HIV test করে১৮. কোন ব্যাকটেরিয়া যক্ষ্মা সৃষ্টির জন্য দায়ী?ক) Mycobacterium tuberculosisখ) Micrococcus denitrificansগ) Pseudomonas spঘ) Salmonella typhosa১৯. বেশি করে পানি পান করানো উচিত কোন রোগ প্রতিকারে?ক) হাঁপানিখ) যক্ষ্মাগ) ক্যান্সারঘ) নিউমোনিয়া২০. উদ্ভিদে দিন-রাত কী গ্যাস উৎপন্ন হয়?ক) অক্সিজেনখ) হাইড্রোজেনগ) কার্বন ডাই অক্সাইডঘ) নাইট্রোজেন২১. যক্ষ্মা কোন ধরনের রোগ?ক) পানিবাহিত সংক্রমাক রোগখ) খাদ্যবাহিত সংক্রামক রোগগ) বায়ুবাহিত সংক্রামক রোগঘ) রক্তবাহিত সংক্রামক রোগ২২. শারীরবৃত্তীয় প্রক্রিয়া সম্পাদনের পর উদ্ভিদ পরিবেশে কী ছেড়ে দেয়?ক) পানিখ) খনিজ লবণগ) গ্যাসঘ) জলীয় বাষ্প২৩. অক্সিজেন ও খাদ্য উপাদানের মধ্যে বিক্রিয়ার ফলে-
i. কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হয়
ii. ভিটামিন উৎপন্ন হয়
iii. পানি উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৪. মধ্যচ্ছদা প্রসারিত হলো যা ঘটে তা হলো-
i. এটি উপরের দিকে ওঠে
ii. এটি নিচের দিকে নামে
iii. বক্ষগহ্বর স্বাভাবিক হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৫. অক্সিহিমোগ্লোবিন কী?ক) অক্সাইড ও হিমোগ্লোবিন অস্থায়ী যৌগখ) অ্যাসিটিলিন ও হিমোগ্লোবিন অস্থায়ী যৌগগ) অক্সিজেন ও হিমোগ্লোবিন অস্থায়ী যৌগঘ) কার্বন ও হিমোগ্লোবিনের অস্থায়ী যৌগ২৬. শ্বসনের সময় অক্সিজেন কোন প্রক্রিয়ায়া ফুসফুস থেকে রক্তে প্রবেশ করে?ক) অভিস্রবণখ) প্রস্বেদনগ) ব্যাপনঘ) রস উত্তোলন২৭. গ্যাসীয় বিনিময় বলতে কী বুঝায়?ক) অক্সিজেন ও হাইড্রোজেন বিনিময়খ) কার্বন ডাইঅক্সাইড ও হাইড্রোজেন বিনিময়গ) অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময়ঘ) অক্সিজেন ও কার্বন মনোক্সইডের বিনিময়২৮. কার্বন ডাইঅক্সাইড কোন যৌগরূপে রক্তে বাহিত হয়?ক) হিমোগ্লোবিনখ) অক্সি-হিমোগ্লোবিনগ) বাইকার্বনেটঘ) সোডিয়াম বাইকার্বনেট২৯. মানুষের ফুসফুস কয়টি?ক) তিনটিখ) চারটিগ) দুইটিঘ) পাঁচটি৩০. কোন দুটির অবিরাম নির্গমনের ফলে প্রাণী বেঁচে থাকে?ক) O2 ও CO2খ) N2 ও H2গ) O2 ও N2ঘ) H2 ও CO2৩১. স্বরযন্ত্রের দুই ধরনের দুটি পেশিকে কী বলে?ক) অ্যালভিওলাসখ) ভোকালকর্ডগ) উপজিহ্বাঘ) আলজিহ্বা৩২. পরিবেশের সাথে উদ্ভিদের গ্যাস বিনিময়কারী অঙ্গ দুটির নাম কী?ক) স্টোমাটা ও লেন্টিসেলখ) কান্ডেল বাকল ও মূলগ) মূল ও মূলরোমঘ) বর্ধিষ্ণু অঞ্চল ও পাতা৩৩. লসিকার পরিবহনকালে O2 লসিকায় প্রবেশ করে কোথা থেকে?ক) লোহিত কণিকাখ) শ্বেতকণিকাগ) অণুচক্রিকাঘ) রক্তরস৩৪. রাতের বেলা উদ্ভিদে-
i. কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়
ii. অক্সিজেন উৎপন্ন হয়
iii. শ্বসন প্রক্রিয়া চালু থাকে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৫. ব্রংকাইটিস রোগ যেভাবে প্রতিরোধ করা যায় তা হলো-
i. ধুলাবালি ও ধোঁয়াপূর্ণ পরিবেশ থেকে দূরে থাকা
ii. ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকা
iii. নিয়মিত ব্যায়াম করা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৬. বায়ু থেকে উদ্ভিদের গ্যাস সংগ্রহকারী অঙ্গ কয়টি?ক) একটিখ) দুটিগ) তিনটিঘ) চারটি৩৭. নিঃশ্বাসের জন্য গৃহীত বায়ু নাসাপথ দিয়ে যাওয়ার সময় কেমন হয়?ক) আর্দ্র ও শীতলখ) গরম ও আর্দ্রগ) শুষ্ক ও আর্দ্রঘ) ঠান্ডা ও গরম৩৮. অস্বাভাবিক কোষবিভাজনের ফল-ক) ক্যান্সারখ) ডায়ারিয়াগ) হৃপিকংফঘ) নিউমোনিয়া৩৯. নিচের কোনটি সংকোচনের পরে পুনরায় প্রসারণ ঘটে?ক) পিঞ্জরাস্থির মাংসপেশী ও মধ্যচ্ছদাখ) পিঞ্জরের মাংসপেশী ও মধ্যচ্ছদাগ) পেটের মাংসপেশি ও মধ্যচ্ছদাঘ) পাকস্থলীর মাংসপেশী ও মধ্যচ্ছদা৪০. যক্ষ্মা শব্দের ইংরেজি রূপ কোনটি?ক) Pneumoniaখ) Asthmaগ) Bronchitisঘ) Tuberculosis৪১. নাসিকার পরের অঙ্গটির নাম কী?ক) স্বরযন্ত্রখ) গলবিলগ) ব্রংকাসঘ) ফুসফুস৪২. জীবাণুবাহিত রোগ নয় কোনটি?ক) যক্ষ্মাখ) হামগ) হাঁপানিঘ) ইনফ্লুয়েঞ্জা৪৩. উদ্ভিদ জীবনে গ্যাস বিনিময়ের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কয়টি?ক) দুইটিখ) তিনটিগ) পাঁচটিঘ) সাতটি৪৪. উদ্ভিদ কয়টি অঙ্গের মাধ্যমে পরিবেশ থেকে গ্যাস সংগ্রহ করে?ক) একটিখ) দুটিগ) তিনটিঘ) পাঁচটি৪৫. শ্বাসনালির ভিতরে আবৃত ঝিল্লীতে ব্যাকটেরিয়া সংক্রমণকে কী বলে?ক) হাঁপানীখ) ব্রংকাইটিসগ) নিউমোনিয়াঘ) যক্ষ্মা৪৬. ধুমপানের কারণে যে সব রোগ হয়-
i. যক্ষ্মা
ii. ব্রংকাইটিস
iii. ক্যান্সার
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৪৭. ফুসফুসের ভিতরের বায়ুচাপ বাইরের চেয়ে বেশি হলে-
i. কার্বন ডাই-অক্সাইড বাইরে নির্গত হয়
ii. জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাস বাইরে নির্গত হয়
iii. বাইরে থেকে অক্সিজেন প্রবেশ করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৪৮. হাঁপানী প্রতিকার করা যায়-
i. গুল, সাদা পাত ব্যবহার করে
ii. আলো বাতাসপূর্ণ গৃহে বাস করে
iii. পশুর লোম, কৃত্রিম আঁশ থেকে দূরে থেকে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৪৯. কোন ব্যাকটেরিয়ার আক্রমণে নিউমোনিয়া রোগ হয়?ক) নিউমোকক্কাসখ) ব্যাসিলাসগ) মাইকোব্যকটেরিয়ামঘ) টিউবারকুলোসিস৫০. রক্ত ফুসফুস থেকে কী শোষণ করে?ক) অক্সিজেনখ) কার্বন ডাই অক্সাইডগ) হাইড্রোজেনঘ) নাইট্রোজেন৫১. উদ্ভিদ শারীরবৃত্তীয় কাজের জন্য পরিবেশ থেকে কী সংগ্রহ করে?ক) খনিজ লবণখ) জলীয়বাষ্পগ) গ্যাসঘ) পানি৫২. ফুসফুসে ক্যান্সার রোগের প্রতিকার হলো-
i. রেডিয়েশনে থেরাপি প্রয়োগে করা
ii. কেমোথেরাপি প্রয়োগ করা
iii. ক্রায়োথেরাপি প্রয়োগ করা
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) i ও iiঘ) i ii ও iii৫৩. ব্রংকাইটিস রোগের প্রতিকার হলো-
i. ধুমপান ও মদ্যপান না করা
ii. পুষ্টিকর তরল ও গরম খাবার খাওয়া
iii. বেশি করে পানি খাওয়া
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৫৪. ফুলের রেণু ফুসফুসে প্রবেশ করে কোন রোগ সৃষ্টি করে?ক) হাঁপানীখ) যক্ষ্মাগ) ব্রংকাইটিসঘ) ক্যান্সার৫৫. ফুসফুসে ক্যানসার হয় কোন ধাতুর সংস্পর্শে?ক) লোহাখ) তামাগ) নিকেলঘ) দস্তা৫৬. অক্সিজেন রক্তের লোহিত কণিকার হিমোগ্লোবিনের সাথে কী গঠন করে?ক) অস্থায়ী যৌগখ) স্থায়ী যৌগগ) স্বল্পস্থায়ী যৌগঘ) দীর্ঘস্থায়ী যৌগ৫৭. অ্যালভিওলাস কোথায় দেখা যায়?ক) শ্বাসনালিখ) ব্রংকাসগ) ফুসফুসঘ) মধ্যচ্ছদা৫৮. কোন ভাইরাস ক্যান্সার সৃষ্টিতে সাহায্য করে?ক) ভ্যাকসিনিয়াখ) রুবিওলাগ) পলিওমাঘ) প্যাপিলোমা৫৯. ক্যান্সার রোগের ক্ষেত্রে বলা যায়-
i. এগুলো অস্বাভাবিক কোষ বিভাজনে ফসল
ii. মিয়োসিস কোষ বিভাজনের কারণে হয়ে থাকে
iii. কোষ বিভাজনের নিয়ন্ত্রণ নষ্ট হলে অস্বাভাবিকভাবে কোষ বিভাজন চলতে থাকা
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) i ও iiঘ) i ও iii৬০. Respiration এর বাংলা রূপ কী?ক) সালোকসংশ্লেষণখ) ব্যাপনগ) শ্বসনঘ) অভিস্রবণ৬১. লেন্টিসেল থাকে-
i. পাতায়
ii. পরিণত উদ্ভিদের বাকলে
iii. কচি উদ্ভিদের বাকলে
নিচের কোনটি সঠিক?ক) iখ) ii ও iiiগ) iiঘ) i ii ও iii৬২. নিউমোনিয়ার লক্ষণের ক্ষেত্রে প্রযোজ্য-
i. রোগীর ওজন কমতে থাকা
ii. দেহের তাপমাত্রা বৃদ্ধি
iii. ফুসফুসে কফ সৃষ্টি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৬৩. ফুসফুসের কৈশিক নালিকার গাত্র দিয়ে কোন পদার্থের আদান-প্রদান ঘটে?ক) Ca, Mgখ) Na, C1গ) O2, CO2ঘ) Zn, Cu৬৪. গলবিলের বিস্তৃতি কোনটি?ক) নাসাপথ থেকে স্বরযন্ত্রখ) নাসাপথ থেকে গলবিলগ) নাসাপথের পশ্চাৎ ভাগ থেকে স্বরযন্ত্রের উপরিভাগঘ) নাসাপথের অগ্রপ্রান্ত থেকে স্বরযন্ত্রের নিম্নপ্রান্ত৬৫. শ্বসনতন্ত্রের ক্ষেত্রে বলা যায়-
i. অক্সিজেন জীবনধারণে অপরিহার্য
ii. তাপ এ শক্তি উৎপাদন হয়
iii. এ তাপ দেহকে উষ্ণ ও প্রয়োজনীয় শক্তি যোগায়
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) iiiঘ) i ii ও iii৬৬. ফুসফুস কয় ভাঁজবিশিষ্ট পর্দা দ্বারা আবৃত থাকে?ক) ফ্লুরাখ) ঝিল্লিগ) প্লুরাঘ) প্লাজমা৬৭. আমাদের দেশে পুরুষের মৃত্যুর প্রধান কারণ-ক) ব্রংকাইটিসখ) হাঁপানিগ) ফুসফুস ক্যান্সারঘ) ব্লাডক্যান্সার৬৮. নাসিকার সাহায্য আমরা-ক) শুনতে পাইখ) দেখতে পাইগ) গন্ধ পাইঘ) খেতে পাই৬৯. নাসিকার গহ্বরের আকার কেমন?ক) গোলাকারখ) ত্রিকোণাকারগ) ডিম্বাকারঘ) দন্ডাকার৭০. বক্ষগহ্বরের আয়তন বেড়ে গেলে বায়ুর চাপ-ক) বাড়েখ) কমেগ) অপরিবর্তীত থাকেঘ) একবার বাড়ে, একবার কমে৭১. নিউমোনিয়া রোগের কারণ কোন ব্যাকটেরিয়া?ক) Escherichiaখ) Clostriduimগ) Pneumococcusঘ) Pseudomonas৭২. মধ্যচ্ছদার আকৃতি কীরূপ?ক) মোচার মতখ) থলির মতগ) ছাতার মতঘ) থালার মত৭৩. যক্ষ্মা রোগের লক্ষণ হলো-
i. দেহের ওজন কমা
ii. বুকে বা পিঠে ব্যথা হওয়া
iii. খুসখুসে কাশি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৭৪. প্যাপিলোম ভাইরাসের জিন হলো-
i. ই৬
ii. ই৫
iii. ই৭
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) i ও iiiঘ) i ii ও iii৭৫. রক্তে প্রবেশের পর অক্সিজেন কোন অব্স্থায় থাকে?ক) বায়ু ও ফুসফুসখ) বায়ু ও ফুসফুসের রক্তনালিগ) বায়ু ও অ্যালভিওলাসঘ) বায়ু ও শ্বসনতন্ত্র৭৬. বায়ুথলিগুলো কী দ্বারা পরিবেশিষ্ট থাকে?ক) অসংখ্য শিরা দ্বারাখ) ঐচ্ছিক পেশি দ্বারাগ) অসংখ্য ধমনি দ্বারাঘ) কৈশিকনালিকা দ্বারা৭৭. অস্বাস্থ্যকর পরিবেশ বাস করলে অতিসহজে কোন রোগের জীবাণুর বিস্তার লাভ করে?ক) হাঁপানীখ) ব্রংকাইটিসগ) নিউমোনিয়াঘ) যক্ষ্মা৭৮. মানবদেহে বায়ুর সাথে অক্সিজেন কোথায় প্রবেশ করে?ক) রক্তখ) ফুসফুসগ) হৃৎপিন্ডঘ) ধমনী৭৯. হাঁপানী রোগ দেখা দেয়-
i. বছরের বিশেষ ঋতুতে
ii. ঋতু পরিবর্তনের সময়
iii. সমগ্র বছরব্যাপী
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৮০. অক্সিজেন রক্তের লোহিত কলায় কোন উপাদানের সাথে যৌগ গঠন করে?ক) হিমোগ্লোবিনখ) নিউক্লিয়াসগ) লোহিত কণিকাঘ) কণিকা প্রাচীর৮১. সর্দি-কাশির কারণ-
i. ভাইরাস
ii. বায়ুদূষণ
iii. ধূমপান
নিচের কোনটি সঠিক?ক) iখ) i ও iiগ) ii ও iiiঘ) i ii ও iii৮২. শ্বাসনালির প্রাচীরের তরুণাস্থি দেখতে কেমন?ক) গোলাকারখ) বলয়াকারগ) অসম্পূর্ণ বলয়াকারঘ) ডিম্বাকার৮৩. ডায়াফ্রাম দেখতে কেমন?ক) প্যারাসুটের মতোখ) প্রসারিত ছাতার মতোগ) বৃত্তাকৃতঘ) মোচাকৃতি৮৪. নিউমোনিয়া রোগের লক্ষণ-
i. কাশি ও শ্বাসকষ্ট
ii. বেশি জ্বর হয়
iii. চূড়ান্ত পর্যায়ে শ্বাসকষ্ট স্বাভাবিক
নিচের কোনটি সঠিক?ক) iখ) i ও iiগ) ii ও iiiঘ) i ii ও iii৮৫. ফুসফুস ও রক্তের মধ্যে কোন পদার্থের আদান-প্রদান ঘটে?ক) অক্সিজেন ও নাইট্রোজেনখ) হাইড্রোজেন ও নাইট্রোজেনগ) হাইড্রোজেন ও কার্বন ডাই-অক্সাইডঘ) অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড৮৬. পর্যাপ্ত আলোর উপস্থিতিতে সালোকসংশ্লেষণের হার কেমন হতো?ক) কমখ) অধিকগ) মধ্যমঘ) সর্বাধিক৮৭. গলবিলের পশ্চাৎ ভাগের উপরিভাগে ছোট জিহ্বার অংশকে কী বলে?ক)খ) মধ্যচ্ছদাগ) আলজিহ্বাঘ) ফুসফুস৮৮. রক্তের মাধ্যমে দেহেকোষের প্রবেশ করে?ক) হাইড্রোজেনখ) অক্সিজেনগ) কার্বন ডাইঅক্সাইডঘ) হিলিয়াম৮৯. উদ্ভিদের পাতায় গ্যাস বিনিময়ের জন্য তৈরি হয় কোনটি?ক) স্ট্রোমাখ) স্টোমাটাগ) লেন্টিসেলঘ) কিউটিকল৯০. রক্তরসে O2এর পরিমাণ কেমন হলে অক্সি-হিমোগ্লোবিন O2 ছাড়তে থাকে?ক) কমে গেলেখ) কমে যেতে থাকলেগ) বেড়ে গেলেঘ) চেবড়ে যেতে থাকলে৯১. উদ্ভিদ কীসের মাধ্যমে পানি থেকে গ্যাস সংগ্রহ করে?ক) স্টোমাটাখ) লেন্টিসেলগ) কান্ডঘ) মূল৯২. শ্বসনতন্ত্রের শ্বসনকারী অংশ কোনটি?ক) মধ্যচ্ছদাখ) ফুসফুসগ) ট্রাকিয়াঘ) ব্রংকিয়াস৯৩. উদ্ভিদের গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে-
i. স্টোমাটা
ii. লেন্টিসেল
iii. মূলরোম
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৯৪. অক্সিজেনের ক্ষেত্রে-
i. জীবনাধারণের অপরিহার্য উপাদান
ii. রক্তের মাধ্যমে উৎপন্ন হয়
iii. শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?ক) iখ) i ও iiগ) i ও iiiঘ) i ii ও iii৯৫. স্বরযন্ত্রের অব্স্থান হলো-
i. গলবিলের নিচে
ii. গলবিলের উপরে
iii. শ্বাসনালির উপরে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৯৬. উদ্ভিদের গ্যাসীয় বিনিময় মূলত কতটি উপায়ে হয়?ক) দুইখ) তিনগ) চারঘ) পাঁচ৯৭. শিশুদের ক্ষেত্রে কোনটি থেকে হাঁপানী হয়?ক) ব্রংকাইটিসখ) নিউমোনিয়াগ) সর্দি-কাশিঘ) যক্ষ্মা৯৮. হাঁপানি রোগের লক্ষণগুলো হলো-
i. হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়া
ii. গলার শিরা ফুলে যাওয়া
iii. বুকের ভিতর সাঁই আওয়াজ হওয়া
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৯৯. বহিঃশ্বসন কোনটি?ক) শ্বাসক্রিয়াখ) প্রশ্বাস গ্রহণগ) নিঃশ্বাস ত্যাগঘ) কোষস্থ খাদ্যের জারণ১০০. সাধারণত কোনটির আক্রমণে ফুসফুস আক্রান্ত হয়?ক) ভাইরাস এ ব্যাকটেরিয়াখ) ছত্রাক ও শৈবালগ) ভাইরাস ও শৈবালঘ) ব্যাকটেরিয়া ও ছত্রাক১০১. ব্রঙ্কাইটিস প্রতিরোধ করা যায়-
i. কুঅভ্যাস ত্যাগ করে
ii. মাথায় ঠান্ডা না লাগিয়ে
iii. ধুলাবালি ও ধোঁয়াবিহীন পরিবেশ করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১০২. অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড অন্যান্য গ্যাসের বিনিময়ে ব্যবহৃত হয় উদ্ভিদের-
i. স্টোমাটা
ii. লেন্টিসেল
iii. ট্রাকিড কোষ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১০৩. মানব শ্বসন তন্ত্রের সাথে সম্পৃক্ত অঙ্গ কয়টি?ক) তিনটিখ) পাঁচটিগ) সাতটিঘ) আটটি১০৪. বক্ষগহ্বর ও উদরগহ্বর পৃথককারী পর্দাকে কী বলে?ক) মধ্যচ্ছদাখ) মেসরকিয়ামগ) পেরিকার্ডিয়ামঘ) প্লুরা১০৫. অক্সিহিমোগ্লোবিনে উপাদান-
i. হিমোগ্লোবিন
ii. হাইড্রোজেন
iii. অক্সিজেন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) iiঘ) iii১০৬. নিচের কোন প্রক্রিয়াটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়?ক) ইমবাইবিশনখ) শ্বসনগ) ব্যাপনঘ) অভিস্রবণ১০৭. খাদ্যের জারণ বিক্রিয়ায় কোষে কোনটি তৈরি হয়?ক) অক্সিজেনখ) হাইড্রোজেনগ) কার্বন ডাইঅক্সাইডঘ) পানি১০৮. যক্ষ্মা রোগের বৈশিষ্ট্য-
i. এটি বায়ুবাহিত সংক্রামক রোগ
ii. যক্ষ্মা দেহের যেকোনো স্থানে হতে পারে
iii. অত্যধিক ঠান্ডা লাগলে এ রোগ হয়
নিচের কোনটি সঠিক?ক) iখ) i ও iiগ) i ও iiiঘ) iii১০৯. ব্রংকাইটিস রোগের প্রতিকার ব্যবস্থা-
i. ধূমপান, মদ্যপান ও তামাক বর্জন
ii. ডাক্তারের পরামর্শ মেনে চলা
iii. রোগীকে সহনীয় উষ্ণতা ও শুষ্ক পরিবেশে রাখা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১১০. ক্যানসার প্রতিরোধে কোনটি সহায়ক?ক) ফলমূলখ) শাকসবজিগ) দুগ্ধ জাতীয় খাবারঘ) ভিটামিন ‘সি’ জাতীয় খাবার১১১. মধ্যচ্ছদা সংকুচিত হলে-
i. এটি উপরের দিকে ওঠে
ii. এটি নিচের দিকে নামে
iii. বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১১২. যক্ষ্মা রোগের শনাক্তকারী লক্ষণ-
i. শরীরে ওজন কমে যাবে
ii. কাশির সাথে রক্ত পড়বে
iii. বিকালের দিকে জ্বর আসবে
নিচের কোনটি সঠিক?ক) iখ) i ও iiগ) iiiঘ) i ii ও iii১১৩. নিঃশ্বাস ও প্রশ্বাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শ্বসন তন্ত্রের কোন অঙ্গ?ক) ফুসফুসখ) অ্যালভিওলাসগ) শ্বাসনালিঘ) মধ্যচ্ছদা১১৪. প্রতিটি বায়ুথলি কী দ্বারা পরিবেষ্টিত?ক) কৈশিকজালিকাখ) স্নায়ুরজ্জুগ) কৈশিকনালিকাঘ) কৈশি ঝিল্লি১১৫. স্বরযন্ত্রের দুই পাশের দুটি পেশিকে কী বলা হয়?ক) নার্ভকর্ডখ) ভোকাল কর্ডগ) নটোকর্ডঘ) এপিগ্লোটিস১১৬. রাত্রিবেলা বড় গাছের নিচে ঘুমালে শ্বাসকষ্ট হতে পারে কেন?ক) সালোকসংশ্লেষনের জন্যখ) প্রস্বেদনের জন্যগ) ইমবাইবিশনের জন্যঘ) শ্বসনের জন্য১১৭. যক্ষ্মা রোগের জীবাণুর নাম কী?ক) Mycoplasmaখ) Salmonella typhiগ) Corynebacterium diphtheraeঘ) Mycobacteruim tuberculosis১১৮. প্যাপিলোমা ভাইরাসের ই৬ ও ই৭ জিনদ্বয় কোষ বিভাজন নিয়ন্ত্রক প্রোটিন অণুর কী পরিণতি করে?ক) ধ্বংস করেখ) স্থানচ্যুত করেগ) স্থান দখল করেঘ) কোনো পরিবর্তন করে না১১৯. শ্বাসনালির অন্তর্গাত্রে ঝিল্লি নিম্নোক্ত কী কোষ থাকে?ক) চুলযুক্ত কোষখ) লোমযুক্ত কোষগ) সূক্ষ্ম লোমযুক্ত কোষঘ) অসংখ্য লোমযুক্ত কোষ১২০. শ্বাসনালির প্রাচীর সাধারণত গঠিত হয়-
i. অসম্পূর্ণ বলয়াকার তরুণাস্থি দ্বারা
ii. সম্পূর্ণ বলায়াকার অস্থি দ্বারা
iii. অম্পূর্ণ বলয়াকার পেশি দ্বারা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১২১. ব্রংকাইটিস রোগের প্রতিকার-
i. রোগীর পূর্ণ বিশ্রাম নেওয়া
ii. রোগীকে গরম দুধ ও স্যুপ খাওয়ানো
iii. রোগীকে ঠান্ডা খাবার খাওয়ানো
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) i ও iiঘ) iii১২২. উদ্ভিদ কোন কাজের জন্য পরিবেশ থেকে গ্যাস সংগ্রহ করে?ক) অভিস্রবণ প্রক্রিয়াখ) শারীরবৃত্তীয় প্রক্রিয়াগ) জৈবিক প্রক্রিয়াঘ) প্রস্বেদন প্রক্রিয়া১২৩. অক্সিজেন রক্তে প্রবেশের পর কোন রক্ত কণিকার পদার্থের সাথে অস্থায়ী যৌগে তৈরি করে?ক) লোহিত কণিকাখ) শ্বেত কণিকাগ) লোহিত ও শ্বেত কণিকাঘ) অণুচক্রিকা১২৪. শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি?ক) ব্রংকাসখ) শ্বাসনালিগ) ফুসফুসঘ) নাসাপথ১২৫. উদ্ভিদের গ্যাস বিনিময়কারী গুরুত্বপূর্ণ অঙ্গ দুটি হলো-ক) স্টোমাটা ও লেন্টিসেলখ) স্টোমাটা ও কান্ডের বাকলগ) লেন্সিসেল ও বাকলঘ) শুধু কান্ডের বাকলে১২৬. স্বরযন্ত্রের ঢাকনাটি-
i. শ্বাসকার্যের সময় খোলা থাকে
ii. আহারের সময় বন্ধ থাকে
iii. শ্বসনে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১২৭. ফুসফুসের নিকটবর্তী ডান ও বাম শাখাকে কী বলে?ক) ব্রংকাইখ) শ্বাসনালিগ) ঝিল্লিঘ) শ্লেম্মা১২৮. মানবদেহের কোন অঙ্গে নিউমোনিয়া রোগ হয়?ক) যকৃতখ) পাকস্থলীগ) ফুসফুসঘ) হৃৎপিন্ড১২৯. শ্বসন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণকারী অঙ্গের সমষ্টিকে কী বলে?ক) পরিপাকতন্ত্রখ) শ্বসনতন্ত্রগ) ব্যাপনঘ) রেচনতন্ত্র১৩০. শ্বাসকার্য পরিচালিত হয় কী ধরনের প্রভাবে?ক) মানসিক উত্তেজনাখ) দৈহিক উত্তেজনাগ) স্নায়ুবিক উত্তেজনাঘ) স্নায়বিক কার্যক্রম১৩১. কোন অঙ্গে প্রবেশ করার পর ব্রংকাই দুটি অসংখ্যা শাখা প্রশাখায় বিভক্ত হয়?ক) গলবিলখ) স্বরযন্ত্রগ) শ্বাসনালিঘ) ফুসফুস১৩২. আহারের সময় স্বরযন্ত্রের মুখ ঢেকে দেয় কোন অঙ্গ?ক) আলজিহ্বাখ) উপজিহ্বাগ) সররুজ্জুঘ) ভোকালকর্ড১৩৩. ঘনঘন গ্যাস বিনিময় ঘটে কাদের?ক) উদ্ভিদখ) ভাইরাসগ) ব্যাকটেরিয়াঘ) প্রাণীদের১৩৪. কোন ভাইরাসের কারণে ক্যান্সার রোগের সৃষ্টি হয়?ক) টোবাকো ভাইরাসখ) প্যাপিলোমা ভাইরাসগ) T2 ভাইরাসঘ) HIV ভাইরাস১৩৫. যক্ষ্মারোগ হতে পারে-
i. ফুসফুসে
ii. অন্ত্রে
iii. হাড়ে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৩৬. নিউমোনিয়া প্রতিরোধ করতে হলে-
i. ধূমপান পরিহার করতে হবে
ii. আলো বাতাসপূর্ণ গৃহে বাস করতে হবে
iii. ঠান্ডা খাবার গ্রহণ করতে হবে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৩৭. ফুসফুসের বায়ুথলির ক্ষেত্রে প্রযোজ্য-
i. ক্ষুদ্র ক্ষুদ্র অণুক্রোম শাখাপ্রান্তে অবস্থিত
ii. পাতলা আরণী দ্বারা আবৃত
iii. কৈশিক নালিকা দ্বারা পরিবেষ্টিত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৩৮. অক্সিজেন সরবরাহ কত সময়ের বেশি বন্ধ থাকলে মৃত্যু ঘটতে পারে?ক) ১০-২০ সেকেন্ডখ) ৩০-৪০ সেকেন্ডগ) ১-২ মিনিটঘ) ৩-৪ মিনিট১৩৯. পাতা বায়ু থেকে সংগ্রহ করে-
i. অক্সিজেন
ii. হিলিয়াম
iii. কার্বন ডাইঅক্সাইড
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৪০. কোন মাছ খেলে এলার্জি হয়?ক) চিংড়িখ) রুইগ) কৈঘ) কাতল১৪১. টিউমার সৃষ্টির ক্ষেত্রে বলা যায়-
i. এগুলো অস্বাভাবিক কোষ বিভাজনের ফসল
ii. অস্বাভাবিক মাইটোসিস কোষ বিভাজনের ফলে হয়ে থাকে
iii. মিয়োসিসের অতিরিক্ত কোষ বিভাজনের ফলে হয়ে থাকে
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) i ও iiঘ) i ii ও iii১৪২. নাসাপথের পশ্চাতপথ বন্ধ হয় যখন প্রাণী-
i. খাদ্য গ্রহণ করে
ii. পানীয় গ্রহণ করে
iii. শ্বাস-প্রশ্বাস গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৪৩. রক্ত কৈশিকনালিতে পৌঁছায় পর অক্সিজেন পৃথক হয়ে সর্বশেষ কোথায় প্রবেশ করে?ক) লোহিত কণিকার আবরণখ) কৈশিকনালির প্রাচীরগ) লসিকানালির প্রাচীরঘ) কোষ১৪৪. ধূলিকণা, রোগজীবাণু ও আবর্জনা নাসাপথের কোথায় আঁটকে যায়?ক) লোম এ পর্দায়খ) পর্দায়গ) লোমেঘ) নাসিকাগাত্রে১৪৫. উদ্ভিদেহে অক্সিজেন কী কাজে লাগে?ক) শ্বসনেখ) প্রস্বেদনেগ) গ্যাটেশনেঘ) ইমবাইবশনে১৪৬. সালোকসংশ্লেষণে প্রক্রিয়ায় উৎপন্ন উপাদান কোনটি?ক) হাইড্রোজেনখ) অক্সিজেনগ) কার্বন ডাইঅক্সাইডঘ) হিলিয়াম১৪৭. Trachea-এর বাংলা রূপ কী?ক) গলবিলখ) স্বরযন্ত্রগ) গলবিলঘ) শ্বাসনালি১৪৮. ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ কোন অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয়?ক) অ্যাজমাখ) শ্বাসনালিগ) ফুসফুসঘ) মধ্যচ্ছদা১৪৯. শ্বাসপ্রক্রিয়া চলার সময় ফুসফুসের সাথে বক্ষগাত্রের ঘর্ষণ লাগে না ফুসফুসের কোন অঙ্গের জন্য?ক) প্লুরাখ) ব্রকিংওলগ) কৈশিক জালিকাঘ) অ্যালভিওলাস১৫০. যক্ষ্মা রোগের প্রতিরোধ হলো-
i. যক্ষ্মা প্রতিষেধক হিসেবে বি.সি.জি টিকা দেওয়া
ii. জন্মের পর থেকে ২ বছর বয়স পর্যন্ত এ টিকা দেওয়া
iii. আলো বাতাস পূর্ণ স্বাস্থ্যকর পরিবেশ বসবাস করা
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) i ও iiiঘ) i ও ii১৫১. রক্ত থেকে Co2 প্রথমে ফুসফুসের কোন অঙ্গে প্রবেশ করে?ক) কৈশিকনালিখ) বায়ুথলিগ) অ্যালভিওলাসঘ) কৈশিকনালির প্রাচীর১৫২. কোনটি ভাইরাসজনিত রোগ?ক) এ্যাজমাখ) নিউমোনিয়াগ) যক্ষ্মাঘ) ব্রংকাইটিস১৫৩. খাদ্যবস্তুর জারণকে কী বলে?ক) সালোকসংশ্লেষণখ) শ্বসনগ) প্রস্বেদনঘ) ব্যাপন১৫৪. শ্বসনে উৎপন্ন O2 সর্বপ্রথম কোনটি ভেদ করে?ক) কোষ আবরণখ) লোহিত কণার আবরণগ) কৈশিকনালির প্রাচীরঘ) লসিকা১৫৫. Co2 এর প্রধান রূপ কোনটি?ক) বাইকার্বনেটখ) বাইসালফাইডগ) বাইসালফাইটঘ) বাইফসফেট১৫৬. কোন খাবারে এলার্জি আছে?ক) চিংড়িখ) কাতলাগ) রুইঘ) সিলভার১৫৭. বায়ুথলির অপর নাম কী?ক) স্বরথলিখ) স্বরযন্ত্রগ) অ্যালভিওলাসঘ) ফুসফুস১৫৮. হাঁপানী রোগের লক্ষণ-
i. ঠোঁট নীল হয়
ii. গলার শিরা ফুলে যায়
iii. সাধারণত জ্বর থাকে
নিচের কোনটি সঠিক?ক) iখ) i ও iiগ) i ও iiiঘ) i ii ও iii১৫৯. রোগীকে হাসপাতাল বা স্যানটেরিয়ামে পাঠানো নিরাপদ কোন রোগ হলে?ক) হাঁপানীখ) যক্ষ্মাগ) ব্রংকাইটিসঘ) নিউমোনিয়া১৬০. Diaphragm-এর বাংলা রূপ কী?ক) শ্বাসনালিখ) ফুসফুসিগ) মধ্যচ্ছদাঘ) গলবিল১৬১. শ্বসনতন্ত্রের অংশ-
i. গলবিল
ii. অ্যালভিওলাই
iii. ল্যারিংস
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) ii ও iiiঘ) i ii ও iii১৬২. নাসাপথ পাতলা প্রাচীর দ্বারা কয়ভাগে বিভক্ত হয়?ক) দুইভাগেখ) তিনভাগেগ) চারভাগেঘ) পাঁচভাগে১৬৩. জীবকোষে কোনটি কোন ধরনের প্রক্রিয়ায় অক্সিজেনের সাহায্য জারিত হয়?ক)খ) ব্যাপনগ) শ্বসনঘ) জৈবিক১৬৪. ফুসফুস কী নামক পর্দা দ্বারা আবৃত?ক) মধ্যচ্ছদাখ) মেসরকিয়ামগ) পেরিকার্ডিয়ামঘ) প্লুরা১৬৫. Asthma রোগের লক্ষণ হলো-
i. হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়া
ii. সাধারণত জ্বর থাকে না
iii. রোগী দুর্বল হয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৬৬. ফুসফুসে বায়থিলগুলোকে কী বলে?ক) ব্রংকিওলখ) অ্যালভিওলাসগ) প্লাজমাঘ) অুনক্রোম১৬৭. শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন CO2 এর কিছু অংশ নিম্নোক্ত কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়?ক) প্রস্বেদনখ) ব্যাপনগ) অভিস্রবণঘ) সালোকসংশ্লেষণ১৬৮. রক্ত কৈশিকনালিতে পৌঁছায় পর অক্সিজেন পৃথক হয়ে দ্বিতীয় পর্যায়ে কোনটি ভেদ করে?ক) শ্বেতকণিকার আবরণখ) লোহিত কণিকার আবরণগ) কৈশিকনালির প্রাচীরঘ) লসিকানালির প্রাচীর১৬৯. শ্বসন প্রক্রিয়ায় খাদ্যস্থ মজুদ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?ক) নবায়নযোগ্য শক্তিখ) অনবায়নযোগ্য শক্তিগ) স্থিতি শক্তিঘ) ব্যবহারযোগ্য শক্তি১৭০. দেহের প্রায় সকল অঙ্গে কোন রোগটি হয়?ক) ক্যান্সারখ) এইডসগ) যক্ষ্মাঘ) ব্রংকাইটিস১৭১. Photosynthesis-এর বাংলা রূপ কী?ক) শ্বসনখ) সালোকসংশ্লেষণগ) অভিস্রবণঘ) ব্যাপন১৭২. বায়ুথলি ও কৈশিকনালির গাত্র গ্যাসীয় আদান-প্রদান ঘটে?ক) পুরুখ) পাতলাগ) দ্বিস্তরীঘ) ত্রিস্তরী১৭৩. ব্রঙ্কাস-এর বহুবচন কোনটি?ক) Brochyখ) Broncগ) Bronঘ) Bronchi১৭৪. অ্যালার্জিক খাদ্য কোন রোগটি বৃদ্ধি করে?ক) হাঁপানীখ) যক্ষ্মাগ) ব্রংকাইটিসঘ) ফুসফুস ক্যান্সার১৭৫. পশুর লোম, কৃত্রিম আঁশ কৃত্রিম ইত্যাদি কোন রোগীর বিবর্ধক?ক) এ্যাজমাখ) যক্ষ্মাগ) ব্রংকাইটিসঘ) নিউমোনিয়া১৭৬. স্বরযন্ত্রের উপরের জিহ্বা আকৃতির ঢাকনাটি হলো-
i. উপজিহ্ববা
ii. শুষ্ক হয়
iii. ঠান্ডা হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৭৭. যক্ষ্মা প্রতিরোধে কোন টিকা ব্যবহৃত হয়?ক) ACGখ) BCGগ) DCGঘ) ECG১৭৮. ফুসফুসের আলভিওলাস কোন ধরনের আবরণী দ্বারা গঠিত?ক) পুরুখ) দ্বিস্তরীগ) পাতলাঘ) ত্রিস্তরী১৭৯. ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী-
i. ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করা
ii. এ ভাইরাস ই৬ এবং ই৭ নামের দুটি জিন তৈরি করে
iii. দুটি প্রোটিন অণুকে স্থানচ্যুত করে
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) i ও iiঘ) i ii ও iii১৮০. Asthma রোগের লক্ষণ হলো-
i. রোগী দুর্বল হয়ে পড়ে
ii. সাধারণত জ্বর থাকে না
iii. হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৮১. এ্যাজমা রোগের কারণ-
i. ঋতু পরিবর্তনের সময় এ রোগ হতে পারে
ii. চিংড়ি, গরুর মাংস ও ইলিশ মাছ খেলে
iii. ধুলাবালি ও ফুলের রেণুর কারণে
নিচের কোনটি সঠিক?ক) iখ) i ও iiগ) iiiঘ) i ii ও iii১৮২. ব্রংকিওল দুইটি অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হওয়াকে কী বলে?ক) ব্রংকাসখ) ব্রংকাইটিসগ) ব্রংকিওলঘ) শ্বাসনালি১৮৩. ‘কাশির সাথে রক্ত পড়া’ কোন রোগের লক্ষণ?ক) ব্রংকাইটিসখ) নিউমোনিয়াগ) যক্ষ্মাঘ) ফুসফুস ক্যান্সার১৮৪. ব্রংকাইটিসের লক্ষণ-
i. বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হয়
ii. শক্ত খাবার খেতে পারে না
iii. কাশির সাতে অনেক সময় কফ বের হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৮৫. মধ্যচ্ছদার কাজ
i. এটি শ্বাস-প্রশ্বাসে অংশগ্রহণ করে
ii. এ পর্দা শ্বাস-প্রশ্বাসের সময় বক্ষগহ্বরের স্ফীত থাকে
iii. ডান ফুসফুসে বায়ু পরিবহন করে
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) iiiঘ) i ii ও iii১৮৬. পরিপাককৃত খাদ্যের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?ক) শক্তিখ) তাপগ) তাপ ও শক্তিঘ) গ্লুকোজ১৮৭. বুকের মধ্যে ঘড়ঘড় আগওয়াজ হয় কোন রোগটি হলে?ক) যক্ষ্মাখ) হাঁপানীগ) নিউমোনিয়াঘ) ব্রংকাইটিস১৮৮. নাসিকাকে সম্মুখ ভাগে কী থাকে?ক) লোমখ) শ্লেম্মাগ) পাতলা পর্দাঘ) ঝিল্লি১৮৯. ক্যান্সার প্রতিরোধে দরকার-
i. ধূমপান ও মদ্য পান না করা
ii. ধূমপান ও মদ পান করা
iii. নিয়মিত ব্যায়াম করা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৯০. নাসিকার ক্ষেত্রে বলা যায়-
i. মুখমন্ডলের সম্মুখভাবে অবস্থিত
ii. ডান ও বাম চোয়ালের মধ্যে অবস্থিত
iii. নাসাপথ নাসা গলবিল পর্যন্ত বিস্তৃত
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) i ও iiঘ) i ii ও iii১৯১. এ্যাজমা কীভাবে হয়?ক) দীর্ঘদিনের সর্দি, কাশি ও হাচিঁ থেকেখ) দীর্ঘদিনের জ্বর, কাশি ও বমি থেকেগ) দীর্ঘদিনের সর্দি, মাথা ব্যথা ও চুলকানি থেকেঘ) দীর্ঘদিনের বুক ব্যথা, কাশি ও শ্বাসকষ্ট থেকে১৯২. ফুসফুসে বিদ্যমান বায়ুথলিকে কী বলে?ক) অ্যালভিওলাসখ) ব্রঙ্কিওলগ) ব্রঙ্কাসঘ) মেডুলা১৯৩. যক্ষ্মা রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কী?ক) Pneumococcus spখ) Mycobacteruim tuberculosisগ) Xamthimonas spঘ) Clostridum titeni১৯৪. স্নায়ুবিক উত্তেজানার কারণে সংকুচিত হয়-
i. পিঞ্জরাস্থির মাংসপেশি
ii. বক্ষগহ্বর
iii. মধ্যচ্ছদা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii১৯৫. যক্ষ্মা রোগের প্রতিকার করা যায়-
i. ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা
ii. রোগীর ব্যবহারের সবকিছু পৃথক রাখা
iii. কফ বা থুথু মাটিতে পুঁতে ফেলতে হবে
নিচের কোনটি সঠিক?ক) iখ) i ও iiগ) i ও iiঘ) i ii ও iii১৯৬. প্রশ্বাস বায়ু ফুসফুসের ভিতরে সহজে প্রবেশ করে কেন?ক) বক্ষগহবরের ভিতরে ও বাইরে বায়ুর চাপ সৃষ্টির জন্যখ) বক্ষহহ্বর ও এর বাইরের বায়ুচাপে সমতা আনার জন্যগ) শ্বসন সম্পন্ন করার জন্যঘ) নিঃশ্বাস ত্যাগের জন্য১৯৭. স্বরযন্ত্রের উপরে একটি জিহ্বা আকৃতির ঢাকনাকে কী বলে?ক) আলজিহ্বাখ) স্বরযন্ত্রগ) উপজিহ্বাঘ) গলবিল১৯৮. শ্বাসনালির অন্তঃগাত্র ঝিল্লিতে কী ধরনের কোষ থাকে?ক) লোমযুক্ত কোষখ) লোমবিহীন কোষগ) হালকা লালচে কোষঘ) বলয়াকার কোষ১৯৯. গলবিলের কাজ-
i. খাদ্য খাদ্যনালিতে প্রবেশ করাতে সাহায্য করে
ii. খাদ্র গ্রহণকালে ট্রাকিয়ার প্রবেশ পথ বন্ধ করে দেয়
iii. শীতল বাতাস ফুসফুসে প্রবেশ করে কোনো ক্ষতি করাতে পারে না
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২০০. অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে কেন?ক) বায়ুথলি ও রক্তের চাপের পার্থক্যের জন্যখ) কোষরস ও রক্তের চাপের পার্থক্যের জন্যগ) কলারস ও রক্তের চাপের পার্থক্যের জন্যঘ) রক্তরস ও লসিকার পার্থক্যের জন্য২০১. মানবদেহে শ্বসন কোন অবস্থান ঘটে?ক) সচেতন অবস্থায়খ) অচেতন অবস্থায়গ) সচল অবস্থায়ঘ) সচেতন, অচেতন উভয় অব্স্থায়২০২. অক্সিজেন লোহিত কণিকার হিমোগ্লোবিনের কোন অংশের সাথে হালকা বন্ধনে যুক্ত হয়?ক) লৌহখ) কার্বনগ) ফসফরাসঘ) সালফার২০৩. মুখগহ্বরের পশ্চাতে কোন অংশটি দৃষ্টিগোচর হয়?ক) নাসাপথখ) গলবিলগ) ফুসফুসঘ) মধ্যচ্ছদা২০৪. কখন সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ থাকে?ক) সকালেখ) দুপুরেগ) বিকালেঘ) রাতে২০৫. ব্রংকাই যে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখার বিভক্ত হয় তাদেরকে কী বলা হয়?ক) ব্রংকাসখ) সেন্ট্রিওলগ) ব্রংকিওলঘ) প্লুরা২০৬. সুর সৃষ্টিতে ভূমিকা রাখে কোন অঙ্গটি?ক) নাসাপথখ) গলবিলগ) শ্বাসনালিঘ) ভোকালকর্ড২০৭. লেন্টিসেল কোথায় তৈরি হয়?ক) পরিণত কান্ডের বাকলেখ) কচিমমূলের বাকলেগ) পরিণত মূলের বাকলেঘ) কচি কান্ডের বাকল২০৮. অ্যালভিওলাস (Alveolus) এর বহুবচনীয় রূপ কোনটি?ক) Alveoliiখ) Alveoliগ) Alveolaiঘ) Alveoaii২০৯. চিৎড়ি, গরুর মাংস, ইলিশ মাছ ইত্যাদি খেলে কী রোগ হয়?ক) এলার্জিখ) নিউমোনিয়াগ) ডায়েরিয়াঘ) যক্ষ্মা২১০. স্বরযন্ত্র ইংরেজি রূপ কোনটি?ক) Pharynxখ) Larynxগ) Tracheaঘ) Nasal cavity২১১. শ্বসন প্রক্রিয়ার ক্ষেত্রে-
i. দিবা-রাত্রি ২৪ ঘন্টা চলে
ii. কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উৎপাদন চলতে থাকে
iii. অক্সিজেন ও হাইড্রোজেন উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?ক) iখ) i ও iiiগ) i ও iiঘ) iii২১২. যে অঙ্গগুলোর সাহায্য শ্বাসকার্য পরিচালিত হয় সেগুলোকে কী বলে?ক) রেচনতন্ত্রখ) শ্বসনতন্ত্রগ) স্নায়ুতন্ত্রঘ) রক্ত সংবহনতন্ত্র২১৩. প্রশ্বাস বায়ুকে ফুসফুসের গ্রহণ উপযোগী করে দেয় নিচের কোনটি?ক) নাসিকাখ) গলবিলগ) স্বরযন্ত্রঘ) শ্বাসনালি২১৪. প্যাপিলোমা ভাইরাসের কোন দুটি জিন ক্যান্সার তৈরির জন্য দায়ী?ক) ই ৪ ও ই ৫খ) ই ৬ ও ই ৭গ) ই ৮ ও ই ৯ঘ) ই ১০ ও ই ১২২১৫. ফুসফুস ক্যান্সার রোগের লক্ষণ-
i. দীর্ঘদিন ধরে খুসখুসে কাশি ও বুকে ব্যথা
ii. ব্রংকাইটিস ও নিউমোনিযা দ্বারা বারবার সংক্রমিক হয়
iii. কাশির সাথে কফ বের হওয়া
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২১৬. মাসুষের দেহে শ্বসনে উৎপন্ন তাপ কাজে লাগে-
i. দেহ উষ্ণ রাখতে
ii. প্রয়োজনীয় শক্তি জোগাতে
iii. সকল শারীরবৃত্তীয় কার্য সম্পাদনে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২১৭. যক্ষ্মা রোগ হলে-
i. খুসখুসে কাশি হয়
ii. রোগীর ওজন বাড়তে থাকে
iii. বুকে পিঠে ব্যথা হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২১৮. নাসাপথ কী অঙ্গ দ্বারা দুইভাগে বিভক্ত হয়?ক) পাতলা প্রাচীরখ) শক্ত প্রাচীরগ) তরুণাস্থি নির্মিত প্রাচীরঘ) অর্ধভেদ্য প্রাচীর২১৯. খাদ্যে কোন বিক্রিয়ার মাধ্যমে CO2 তৈরি হয়?ক) প্রতিস্থাপনখ) জারণগ) বিজারণঘ) সংযোজন২২০. কোন অঙ্গটি গলবিলের নিচে ও শ্বাসনালির উপরে অবস্থিত?ক) ব্রংকাসখ) নাসাপথগ) ফুসফুসঘ) স্বরযন্ত্র২২১. দেহকোষে পরিপাককৃত খাদ্যের সাথে নিচের কোনটির বিক্রিয়া ঘটে?ক) অক্সিজেনেরখ) নাইট্রোজেনেরগ) হাইড্রোজেনেরঘ) কার্বন ডাই-অক্সাইডের২২২. হাঁপানী রোগের লক্ষণ কোনটি?ক) ঠোঁট নীল হয়ে যায়খ) বুকে ব্যথা হয়গ) জ্বর হয়ঘ) কাশি হয়২২৩. কোন রোগীর কফ বা থুথু মাটিতে পুঁতে ফেলতে হয়?ক) হাঁপানী রোগীরখ) যক্ষ্মা রোগীরগ) নিউমোনিয়া রোগীরঘ) ক্যান্সার রোগীর২২৪. রোগীর ব্যবহার্য সবকিছু পৃথক রাখা উচিত কোন রোগ হলে?ক) হাঁপানীখ) যক্ষ্মাগ) ব্রংকাইটিসঘ) নিউমোনিয়া২২৫. উদ্ভিদ মাটিস্থ কোন পদার্থ থেকে গ্যাস সংগ্রহ করে?ক) মাটিস্থ পানিখ) মাটিস্থ জৈব পদার্থগ) মাটিস্থ গ্যাসঘ) মাটিস্থ লবণ২২৬. কোন রোগ থেকে রক্ষা পেতে শিশুকে বি.সি.জি টিকা দেওয়া হয়?ক) হাঁপানীখ) ব্রংকাইটিসগ) যক্ষ্মাঘ) নিউমোনিয়া২২৭. জীবন ধারণের জন্য কোন উপাদানটি অপরিহার্য?ক) SO2খ) HCO2গ) O2ঘ) N2২২৮. স্বরযন্ত্রের নিম্নাংশ থেকে শুরু করে কিছুদূর নিচে গিয়ে দুইভাগে বিভক্ত হয়ে দুইটি বায়ুনলের সৃষ্টি করে একে কী বলে?ক) নাসিকাখ) গলবিলগ) স্বরযন্ত্রঘ) শ্বাসনালি২২৯. গ্যাস বিনিময়ের প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়-ক) ভৌত প্রক্রিয়ায়খ) জৈবিক প্রক্রিয়ায়গ) রাসায়নিক প্রক্রিয়ায়ঘ) অজৈব প্রক্রিয়ায়২৩০. কার্বন ডাই-অক্সাইড প্রধানত কীরূপে পরিবাহিত হয়ে ফুসফুসে আসে?ক) কার্বহিমোগ্লোবিনখ) অক্সিহিমোগ্লোবিনগ) বাইকার্বনেটঘ) ক্যালসিয়াম কার্বনেট২৩১. হাঁপানী রোগ কখন বেড়ে যেতে পারে?ক) ঋতুর মাঝামাঝিখ) ঋতুর যেকোনো সময়েগ) ঋতু পরিবর্তনকালেঘ) সব ঋতুতে২৩২. নাসিকার পশ্চাৎ অংশ কোন পর্যন্ত বিস্তৃত?ক) গলবিলখ) স্বরযন্ত্রগ) শ্বাসনালিঘ) নাসিকা ছিদ্র২৩৩. নিউমোনিয়া রোগের প্রতিরোধ হলো-
i. আলা-বাতাসপূর্ণ গৃহে বাস করা
ii. ধূমপান পরিহার করা
iii. রোগীকে সহনীয় উষ্ণতায় ও শুষ্ক পরিবেশে রাখা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৩৪. নিচের কোন রোগটি অস্বাভাবিক কোষ বিভাজনের কারণে ঘটে?ক) ব্রংকাইটিসখ) যক্ষ্মাগ) নিউমোনিয়াঘ) ক্যান্সার২৩৫. কোনটি ফুসফুসের রোগ?ক) মেনিনজাইটিসখ) নিউমোনিয়াগ) মৃগিঘ) পক্ষাঘাত২৩৬. শ্বাস নেওয়ার সময় নিচের কোন রোগে আক্রান্ত রোগীর পাঁজরের মাঝে চামড়া ভিতরের দিকে ঢুকে যায়?ক) হাঁপানীখ) ব্রংকাইটিসগ) নিউমোনিয়াঘ) যক্ষ্মা২৩৭. নাকের ভিতর অপ্রয়োজনীয় বস্তু প্রবেশ করলে সূক্ষ্মলোমগুলোর কার সাথে বাইরে বের করে দেয়?ক) ঝিল্লির সাথেখ) শ্লেম্মার সাথেগ) পানির সাথেঘ) রক্তের সাথে২৩৮. মধ্যচ্ছদা প্রসারিত হলে ফুসফুসের বায়ুর চাপের কী পরিবর্তন ঘটে?ক) চাপ বাড়েখ) চাপ কমেগ) চাপ একই থাকেঘ) চাপ বেশি কমে২৩৯. শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি?ক) স্বরযন্ত্রখ) শ্বাসনালিগ) বায়ুথলিঘ) ফুসফুস২৪০. নিচের কোনটি উদ্ভিদের বাকলে গ্যাস বিনিময়ের জন্য ব্যবহৃত হয়?ক) কিউটিকলখ) লেন্টিসেলগ) স্টোমাটাঘ) মেসোফিল২৪১. শ্বসনতন্ত্রের প্রথম অংশ কোনটি?ক) নাসিকাখ) শ্বসনালিগ) স্বরযন্ত্রঘ) গলবিল২৪২. নিউমোনিয়া লক্ষণের মধ্যে রয়েছে-
i. গলার শিরা ফুলে যাওয়া
ii. কাশি এ শ্বাসকষ্ট হওয়া
iii. দেহের তাপমাত্রা বেড়ে যাওয়া
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৪৩. নিচের কোনটি বায়ুবাহিত রোগ?ক) ব্রংকাইটিসখ) যক্ষ্মাগ) টিউমারঘ) ফুসফুসের ক্যান্সার২৪৪. যক্ষ্মা রোগের কারণ-
i. মাইকোব্যকটেরিয়াম টিউবারকিউলোসিসেনর জন্য এ রোগ হয়
ii. অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে এ রোগ হয়
iii. শ্বাসকষ্ট হয়
নিচের কোনটি সঠিক?ক) iখ) i ও iiগ) i ও iiiঘ) i ii ও iii২৪৫. অজ্ঞতা ও অসাবধানতার কারণে কোন অঙ্গে জটিল রোগ দেখা দেয়?ক) যকৃৎখ) হৃৎপিন্ডগ) ফুসফুসঘ) শ্বাসনালি২৪৬. শ্বাসনালি কয় ভাগে বিভক্ত?ক) দুই ভাগেখ) তিন ভাগেগ) চার ভাগেঘ) পাঁচ ভাগে২৪৭. E6 এবং E৭ জিনদ্বয় কোন রোগ সৃষ্টিতে সহায়তা করে?ক) যক্ষ্মাখ) ক্যানসারগ) হাঁপানিঘ) নিউমোনিয়া২৪৮. যক্ষ্মা রোগ নির্ণয় করা যায়-
i. চামড়ার পরীক্ষা দ্বারা
ii. এক্সরের সাহায্যে
iii. ত্বকের সাহায্যে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৪৯. নিচের কোনটি শ্বসনতন্ত্রের অংশ নয়?ক) শ্বাসনালিখ) মুখগহ্বরগ) ফুসফুসঘ) বায়ুনালি২৫০. ফুসফুসে প্রবেশের পর ব্রঙ্কাই যে অসংখ্যা শাখা-প্রশাখায় বিভক্ত হয় তাদের কী বলে?ক) ব্রঙ্কাসখ) অ্যালভিওলাইগ) ফ্যারিংক্সঘ) ব্রঙ্কিওল২৫১. মধ্যচ্ছদা কাজ করে-
i. বক্ষগহবর সংকোচন ও প্রসারণে
ii. ফুসফুসের ভিতর বায়ুচাপ বাড়াতে
iii. কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৫২. শ্বাসনালির অস্ত্রগার কী দ্বারা আবৃত?ক) পেশিখ) তরুণাস্থিগ) ঝিল্লিঘ) স্নায়ু২৫৩. অক্সিহিমোগ্লোবিনের বৈশিষ্ট্য-
i. এতে অক্সিজেন সহজে বিচ্ছিন্ন হতে পারে
ii. এরা অস্থায়ী যৌগ গঠন করে
iii. খাদ্য জারণ বিক্রিয়ায় অংশ নেয়
নিচের কোনটি সঠিক?ক) iখ) i ও iiiগ) i ও iiঘ) iii২৫৪. ব্রংকাইটিস রোগের লক্ষণ হলো-
i. শক্ত খাবার খেতে না পারা
ii. কাশির সাথে কফ বের হওয়া
iii. শ্বাসকষ্ট হওয়া
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৫৫. নিউমোনিয়া প্রতিকারগুলো-
i. বেশি করে পানি পান করানো
ii. ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর সুচিকিৎসার ব্যবস্থা করা
iii. তরল ও গরম পুষ্টিকর খাবার খাওয়ানো
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৫৬. ফুসফুসে ক্যান্সার রোগের লক্ষণ হলো-
i. হাঁপানী
ii. ঘন ঘন জ্বর আসা
iii. হাড়ে ব্যথা অনুভব করা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৫৭. রক্তের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড কোথায় যায়?ক) মধ্যচ্ছদাখ) বক্ষগহবরেগ) ফুসফুসঘ) গলবিল২৫৮. কোষের ভিতর খাদ্যবস্তু, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কী উৎপন্ন করে?ক) কার্বন ডাইঅক্সাইডখ) অক্সিজেনগ) হাইড্রোজেনঘ) পানি২৫৯. দেহের ভিতর গ্যাসীয় আদান-প্রদান ফুসফুসে কতবার ঘটে?ক) একবারখ) দুইবারগ) চারবারঘ) পাঁচবার২৬০. যক্ষ্মারোগ নির্ণয় করা যায়-
i. মূত্রের পরীক্ষা দ্বারা
ii. চামড়ার পরীক্ষা দ্বারা
iii. এক্সরের সাহায্যে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৬১. এ্যাজমা রোগের প্রতিরোধ ব্যবস্থা-
i. স্বাস্থ্যকর পরিবেশ বাস করা
ii. শ্বাসকষ্ট সৃষ্টিকারী বস্তু পরিহার করা
iii. সর্বদা সাথে ঔষধ রাখা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৬২. নিচের কোন রোগটি একবার হলে বার বরা হওয়ার সম্ভাবনা থাকে?ক) হাঁপানীখ) ব্রংকাইটিসগ) যক্ষ্মাঘ) ক্যান্সার২৬৩. নাসাপথের পশ্চাৎভাগ থেকে স্বরযন্ত্রের উপরিভাগ পর্যন্ত কোন অংশটি বিস্তৃত?ক) গলবিলখ) স্বরযন্ত্রগ) শ্বাসনালিঘ) ব্রংকাস২৬৪. নিচের কোন রোগের চিকিৎসায় রেডিয়েশন থেরাপি প্রয়োগ করা যায়?ক) ফুসফুসের ক্যান্সারখ) ত্বকের ক্যান্সারগ) ফুসফুসের ক্যান্সারঘ) মস্তিষ্কের ক্যান্সার২৬৫. ফুসফুসের কোন অঙ্গগুলোর মধ্যে গ্যাসীয় আদান-প্রদান ঘটে?ক) বায়ুথলি ও কৈশিকনালিখ) বায়ুথলি ও ব্রকিংওলগ) কৈশিকনালি ও ব্রংকাসঘ) বায়ুথলি ও পালমোনারি ধমনী২৬৬. কোন কারণে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে?ক) অ্যালভিওলি ও রক্তচাপের পার্থক্যের জন্যখ) রক্ত কণিকা ও রক্ত রসের পার্থক্যের জন্যগ) হিমোগ্লোবিনের ঘাটতির জন্যঘ) রক্তরস ও লসিকার পার্থক্যের জন্য২৬৭. শ্বাস-প্রশ্বাসের অঙ্গগুলো কোনদিকে খোলা থাকে?ক) হৃৎপিন্ডের দিকেখ) গলবিলের দিকেগ) বায়ুথলির দিকেঘ) ফুসফুসের দিকে২৬৮. মানুষের ডান ফুসফুস কতটি খন্ডে বিভক্ত?ক) দুইটিখ) তিনটিগ) চারটিঘ) পাঁচটি২৬৯. তুমি ব্রঙ্ককাইটিস রোগীকে কোন তরল খাবার খেতে দিবে?ক) গরম দুধ ও স্যুপখ) বেলের শরবত ও লাচ্ছিগ) গ্লুকোজ শরবত ও ডাবের পানিঘ) ডাবের পানি এ সফট ড্রিংকস২৭০. কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বায়ু সমৃদ্ধ বাতাস নিঃশ্বাসরূপে বাইরে নির্গত হওয়াকে কী বলে?ক) বহিঃশ্বসনখ) অন্তঃশ্বসনগ) শ্বাসঘ) প্রশ্বাস২৭১. নাসিকার সন্মুখ ও পশ্চাৎভাগ একটি পাতলা পর্দা দ্বারা আাবৃত থাকে। এই পাতলা পর্দাটির কাজ হল-
i. বায়ুতে ভাসমান ধূলিকণা আটকানো
ii. রোগজীবাণু ও আর্বজনা দেহে প্রবেশে বাধা দান করা
iii. খাদ্য গ্রহণে সহায়তা করা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৭২. রক্ত কৈশিক নালিতে পৌছায় পর অক্সিজেন পৃথক হয়ে প্রথমে কোনটি ভেদ করে?ক) শ্বেতকণিকার আবরণখ) লোহিত কণিকার আবরণগ) কৈশিক নালিকার প্রাচীরঘ) লসিকানালির প্রাচীর২৭৩. যক্ষ্মা রোগ প্রতিরোধের উপায় কী?ক) বি.সি.জি টিকাখ) E.C.G টিকাগ) X-ray করাঘ) HBs (Ag) টিকা২৭৪. শ্বাসনালির প্রাচীরগাত্র গঠিত হয় কোনটি দিয়ে?ক) কোষখ) পেশিগ) কলাঘ) স্নায়ু২৭৫. কোন অঙ্গটি ফুসফুসে গ্রহণ উপযোগী বায়ু প্রবেশ করে?ক) নাসিকাখ) গলবিলগ) শ্বাসনালিঘ) নাসিকা ছিদ্র২৭৬. কোন অঙ্গের ভূমিকায় আহার্য দ্রব্যাদি স্বরযন্ত্র প্রবেশ না করে সরাসরি খাদ্যনালিতে প্রবেশ করে?ক) গলবিলখ) ভোকাল কর্ডগ) আলাজিহ্বাঘ) উপজিহ্বা২৭৭. মানবদেহের কোন অঙ্গে ক্যানসার হয়?ক) ফুসফুসেখ) মস্তিষ্কেগ) লিভারেঘ) দেহের প্রায় সকল অঙ্গে২৭৮. ফুসফুস ক্যান্সারের রোগ নির্ণয় করা হয়-
i. থুথু বা শ্লেম্মা বিশ্লেষণ করে
ii. বুকের এক্স-রে করে
iii. ত্বক বিশ্লেষণ করে
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) i ও iiঘ) i ii ও iii২৭৯. কোষ বিভাজনের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে কীসের সৃষ্টি হয়?ক) যক্ষ্মাখ) ক্যান্সারগ) অর্বুদঘ) টিউমার২৮০. মানবদেহে যে প্রক্রিয়া অক্সিজেন গ্রহণ এ কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশিত হয় তাকে কী বলে?ক) রেচন কার্যখ) শ্বাসকার্যগ) সংবহ কার্যঘ) পরিপাক কার্য২৮১. ফুসফুসের কৈশিক নালিকার গাত্র কীরূপ?ক) পুরুখ) পাতলাগ) মোটাঘ) খাট২৮২. আলজিহ্বা শ্বসনতন্ত্রের কোন অংশে দেখা যায়?ক) স্বরযন্ত্রখ) শ্বাসনালিগ) গলবিলঘ) ব্রংকাস২৮৩. ফুসফুসের ক্যান্সার প্রতিরোগ করণীয়-
i. ধুমপান এ মদ্যপান পরিহার
ii. চর্বি জাতীয় খাদ্য বেশি খাওয়া
iii. নিয়মিত ব্যায়াম
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৮৪. মাটি থেকে উদ্ভিদ কোন অঙ্গের মাধ্যমে গ্যাস সংগ্রহ করে?ক) মূলখ) মূলত্রগ) মূলত্রাণঘ) মূলরোম২৮৫. শ্বসনতন্ত্রের প্রথম অংশের নাম কী?ক) নাসিকাখ) গলনালিগ) স্বরযন্ত্রঘ) শ্বাসনালি২৮৬. দেহের ভিতর গ্যাসীয় আদান-প্রদান প্রতিটি কোষে কিভাবে সম্পাদিত হয়?ক) একসাথেখ) ভিন্নভাবেগ) পর্যায়ক্রমেঘ) কয়েকটি একসাথে করে২৮৭. যক্ষ্মা রোগ নির্ণয় করা হয় কীভাবে?ক) চামড়ার পরীক্ষা এক্স-রের সাহায্যেখ) চোখের সাহায্যেগ) নখের সাহায্যেঘ) কাশির সাথে রক্ত দেখে২৮৮. নাসিকা মুখগহ্বরের কোন পার্শ্বে অবস্থিত?ক) উপরেখ) নিচেগ) একপাশেঘ) দুইপাশে২৮৯. হাম ও ব্রংকাইটিস রোগের পর ঠান্ডা লেগে নিচের কোন রোগটি হতে পারে?ক) হাঁপানীখ) নিউমোনিয়াগ) যক্ষ্মাঘ) ফুসফুসে ক্যান্সার২৯০. নিচের কোনগুলোর শ্বাসনালির প্রাচীর গঠনকারী উপাদানের অন্তগর্ত?ক) অস্থি ও পেশিখ) অস্থি ও স্নায়ুকলাগ) তরণাস্থি ও অ্যালভিওলাসঘ) তরুণাস্থি ও পেশি২৯১. এ্যাজমা বা হাঁপানী হতে পারে-
i. ভাইরাসজনিত কারণে
ii. বায়ুদূষণের ফলে
iii. ধুমপানের ফলে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৯২. ব্রংকাইটিস রোগের কারণ হিসেবে গণ্য করা হয়-
i. ধুমপান করা
ii. শুষ্ক পরিবেশ
iii. দূষণ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii২৯৩. শ্বসন তন্ত্রের অংশ হয়েও, শ্বসন ভূমিকা নেই নিম্নোক্ত কোন অঙ্গের?ক) স্বরযন্ত্রখ) ভোকাল কর্ডগ) আলজিহ্বাঘ) উপজিহ্বা২৯৪. ফুসফুসের ক্ষেত্রে বলা যায়-
i. ফুসফুস স্পঞ্জের মতো নরম
ii. ফুসফুস মানুষের প্রধান শ্বসন অঙ্গ
iii. প্লুরা নামক ঝিল্লি থাকে
নিচের কোনটি সঠিক?ক) iখ) i ও iiগ) iiiঘ) i ii ও iii২৯৫. কোথায় অক্সিহিমোগ্লোবিন গঠিত হয়?ক) রক্তরসেখ) লোহিত রক্তকণিকায়গ) শ্বেত রক্তকণিকায়ঘ) লসিকায়২৯৬. ব্রংকাস এর বহুবচন কোনটি?ক) ব্রংকাসখ) ব্রংকাইগ) ব্রংকাইটিসঘ) ব্রংকিওল২৯৭. ‘যক্ষা’ শব্দের ইংরেজি রূপ কোনটি?ক) Pneumoniaখ) Asthmaগ) Bronchitisঘ) Tuberculosis২৯৮. দেহকোষে অক্সিজেন কার সাহায্য বিভিন্ন অঙ্গে পৌঁছায়?ক) হাইড্রোজেনখ) অক্সিজেনগ) কার্বন ডাইঅক্সাইডঘ) নাইট্রোজেন২৯৯. নিউমোনিয়া প্রতিকার কীভাবে করা যায়?ক) প্রচুর পানি পান করেখ) আমিষ জাতীয় খাদ্য খেয়েগ) পূর্ণ বিশ্রাম করেঘ) প্রতিদিন ডাক্তারের নিকট গিয়ে৩০০. ফুসফুস ক্যান্সারের কারণ-
i. ধূমপান
ii. বায়ু ও পরিবেশ দূষণ
iii. কঠিন ধাতুর গুঁড়া
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩০১. কোন ধরনের ক্যান্সারের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি?ক) লিভারের ক্যান্সারখ) ত্বকের ক্যান্সারগ) ফুসফুসের ক্যান্সারঘ) মস্তিষ্কের ক্যান্সার৩০২. Lung-এর বাংলা কয়টি?ক) শ্বাসনালিখ) ফুসফুসগ) ব্রাংকিয়াসঘ) গলবিল৩০৩. নিচের কোনটি রক্তরসে অক্সিজেনের পরিমাণের উপর নির্ভর করে?ক) হিমোগ্লোবিনখ) অক্সিহিমোগ্লোবিনগ) হিমোগ্লোবিনঘ) গ্লোবিউলিন৩০৪. শ্বাসক্রিয়ার বেশিষ্ট্য-
i. মূলত এটা বহিঃশ্বসন
ii. স্নায়ুবিক উত্তেজনা দ্বারা শ্বাসকার্য পরিচালিত হয়
iii. এগুলো সমসময় বাতাসে পূর্ণ থাকে
নিচের কোনটি সঠিক?ক) iখ) i ও iiগ) i ও iiiঘ) iii৩০৫. Lung cancer প্রতিরোধ করা যায় কীভাবে?ক) X-ray করেখ) ECG টিকা নিয়েগ) রেডিয়েশন থেরাপি দিয়েঘ) কোমোথেরাপি দিয়ে৩০৬. বায়ুথলিতে ঠিকমতো O2 সরবরাহ হয় না কোন রোগ হলে?ক) এ্যাজমাখ) যক্ষ্মাগ) ব্রংকাইটিসঘ) ফুসফুস ক্যান্সার৩০৭. যক্ষ্মা রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার উপযু্ক্ত সময় কোনটি?ক) জীবাণু দ্বারা লোহিত কণিকা পরাস্তখ) জীবাণু দ্বারা শ্বেতকণিকা পরাস্তগ) জীবাণু দ্বারা অণুচক্রিকা পরাস্তঘ) জীবাণু দ্বারা লসিকা পরাস্ত৩০৮. শ্বাসনালির ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?ক) খাদ্যনালির পেছনে একটি ফাঁপা নলখ) দুটি বায়ুনলের সৃষ্টি করেগ) শুধু পেশি দ্বারা গঠিতঘ) বহিঃগাত্র ঝিল্লি দ্বার আবৃত৩০৯. নিৎশ্বাসের জন্য গৃহিত বায়ু নাসাপথ দিয়ে যাওয়ার সময়-
i. আর্দ্র হয়
ii. শুষ্ক হয়
iii. ঠান্ডা হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩১০. উদ্ভিদের গ্যাস বিনিময় প্রধান উপাদান কোনটি?
i. অক্সিজেন
ii. কার্বন ডাইঅক্সাইড
iii. হাইড্রোজেন
নিচের কোনটি সঠিক?ক) iখ) i ও iiগ) i ও iiiঘ) i ii ও iii৩১১. নিচের কোনটি শ্বসনতন্ত্রের অংশ?ক) মস্তিষ্কখ) লসিকাগ) বৃক্কঘ) ট্রাকিয়া৩১২. সোনিয়ার আক্রান্তকৃত রোগটির সঠিক তথ্য কী?ক) এটি একটি ছোয়াচে রোগখ) রোগীর জ্বর থাকে নাগ) যেকোনো খাবার খাওয়া যাবেঘ) এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ৩১৩. বায়ুথলিগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অনুক্রোম শাখাপ্রান্ত কিসের মতো অবস্থিত থাকে?ক) আঙুরের থোকার মতোখ) মৌচাকের মতোগ) পিরামিডের মতোঘ) স্তুপাকার বস্তুর মতো৩১৪. ব্রংকাইটিস রোগের বৈশিষ্ট্য-
i. শ্বাসনালির ভেতরে আবৃত ঝিল্লি থাকে
ii. ব্যাকটেরিয়া সংক্রমণে এ রোগ হয়
iii. ভাইরাসের আক্রমণে এ রোগ হয়
নিচের কোনটি সঠিক?ক) iখ) i ও iiগ) i ও iiiঘ) iii৩১৫. শ্বাসনালি কোথায় দুটি শাখায় বিভক্ত হয়?ক) স্বরযন্ত্রের নিম্নাংশেখ) শ্বাসনালির মধ্যাংশেগ) ফুসফুসের নিকটবর্তী হয়েঘ) ফুসফুসে গিয়ে৩১৬. নিচের কোনটির সংক্রমণে যক্ষ্মা হয়?ক) ভাইরাসখ) ব্যাকটেরিয়াগ) ছত্রাকঘ) প্রোটোজোয়া৩১৭. যক্ষ্মা রোগের জীবাণু নিচের কোনটিকে নষ্ট করে দেয়?ক) লোহিত রক্তকণিকাখ) শ্বেত রক্তকণিকাগ) অনুচক্রিকাঘ) লসিকা৩১৮. স্নায়ুবিক উত্তেজনার প্রভাবে নিম্নোক্ত কী কী সঙ্কুচিত হয়?ক) পিঞ্জরাস্থির মাংসপেশি ও মধ্যচ্ছদাখ) বক্ষপেশির মাংসপেশি ও মধ্যচ্ছদাগ) ফুসফুস ও মধ্যচ্ছদাঘ) শ্বাসবিক কার্যক্রম৩১৯. শিশুদের ক্ষেত্রে কী থেকে হাঁপানী হতে পারে?ক) গরুর মাংসখ) ধোঁয়াগ) সর্দিকাশিঘ) ফুলের রেণ৩২০. ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী-
i. এ্যাসবেস্টাস
ii. কঠিন ধাতুর গুঁড়া
iii. আর্সেনিক
নিচের কোনটি সঠিক?ক) iখ) i ও iiiগ) iiiঘ) i ii ও iii৩২১. দীর্ঘ দিনের সর্দি, কাশি ও হাঁচি থেকে স্থায়ীভাবে কোন রোগ সৃষ্টি হয়?ক) অ্যাজমাখ) যক্ষ্মাগ) ক্যান্সারঘ) নিউমোনিয়া৩২২. মানবদেহে অক্সিজেন কার সাহায্যে বিভিন্ন অঙ্গে পৌঁছায়?ক) লসিকাখ) প্লাজমাগ) রক্তঘ) পানি৩২৩. হাঁপানি রোগের জন্য প্রযোজ্য কোনটি?ক) এ রোগ সম্পূর্ণ নিরাময় হয়খ) সাধারণত জ্বর হয়গ) কাশির সাথে মাঝে মাঝে সাদা কফ বের হয়ঘ) রোগী ধীরে ধীরে শ্বাস নেয়৩২৪. ক্যানসারের লক্ষণ হলো-
i. দীর্ঘদিন খুসখুসে কাশি ও বুকে ব্যথা
ii. ঘন ঘন ব্রঙ্কাইটিস হওয়া
iii. পেটের পীড়া হওয়া
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩২৫. নাসাপথের পশ্চাৎপথ বন্ধ করে কে?ক) স্বরযন্ত্রখ) ব্রংকাসগ) আলাজিহ্বাঘ) ফুসফুস৩২৬. ‘শ্বাসকষ্ট’ কোন রোগের প্রাত্যহিক লক্ষণ?ক) হাঁপানীখ) যক্ষ্মাগ) নিউমোনিয়াঘ) ফুসফুসের ক্যান্সার৩২৭. অক্সিজেন হলো-
i. জীবনধারণের অপরিহার্য উপাদান
ii. সালোসকংশ্লেষণে উৎপন্ন
iii. উদ্ভিদ কর্তৃক গৃহীত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩২৮. প্রক্রিয়াটি কাজে লাগে-
i. উদ্ভিদের খাদ্য প্রস্তুত
ii. উদ্ভিদের শ্বসনে
iii. প্রাণিকুলের জীবনধারণে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩২৯. শ্বসন বলতে বোঝায়-
i. অক্সিজেন এর নিষ্কাশন
ii. কার্বন ডাই-অক্সাইড এর নিষ্কাশন
iii. জারিত খাদ্যবস্তুকে ব্যবহারযোগ্য শক্তিতে রুপান্তর
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৩০. উদ্ভিদে বিনিময়কৃত গ্যাসগুলো হলো-ক) হাইড্রোজেন ও অক্সিজেনখ) অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডগ) নাইট্রোজেন, হাইড্রোজেনঘ) হাইড্রোজেন ও হিলিয়াম৩৩১. আমাদের দেশের পুরুষদের ক্যান্সারে মৃত্যুর প্রধান করাণ কোনটি?ক) লিভার ক্যান্সারখ) মস্তিষ্কের ক্যান্সারগ) ফুসফুসের ক্যান্সারঘ) রক্তের ক্যান্সার৩৩২. প্রক্রিয়াটির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য কোনটি?ক) দিবা-রাত্রি ২৪ ঘন্টা হয়খ) দিনের বেলা অধিক হয়গ) অধিক অক্সিজেন প্রয়োজন হয়ঘ) কচি পাতায় হয়৩৩৩. Larynx এর বাংলা রূপ কোনটি?ক) ব্রংকাসখ) স্বরযন্ত্রগ) গলবিলঘ) শ্বাসনালি৩৩৪. খাদ্য ও পানীয় গলাধঃকরণের সময় আলজিহ্বা কী কাজে লাগে?ক) স্বরযন্ত্রের মুখ ঢেকে দিতেখ) নাসাপথের পশ্চাৎপদ বন্ধ করতেগ) শ্বাস-প্রশ্বাসে গতি ঠিক রাখতেঘ) খাদ্যবস্তু গলায় আটকা রোধে৩৩৫. শ্বসনের ক্ষেত্রে-
i. এটি দিন-রাত্রি ২৪ ঘন্টা হয়
ii. এতে অক্সিজেন গৃহীত হয়
iii. এর সাথে পাতার স্টোমটা সম্পর্কযুক্ত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৩৬. উদ্ভিদে লেন্টিসেল পাওয়া যায় কোথায়?ক) পাতায়খ) কান্ডের বাকলেগ) মূলেঘ) শীর্ষে৩৩৭. গ্যাসীয় বিনিময়ের পর্যায় দুটি কী?ক) O2 গ্রহণ ও NH ত্যাগখ) CO2 গ্রহণ ও O2 ত্যাগগ) O2 গ্রহণ ও H2 ত্যাগঘ) O2 গ্রহণ ও CO2 ত্যাগ৩৩৮. নিউমোনিয়া রোগে প্রতিকার-
i. বেশি করে পানি পান করা
ii. ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা
iii. তরল ও গরম পুষ্টিকর খাবার খাওয়ানো
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) i ও iiiঘ) i ii ও iii৩৩৯. লোহিত কণার সাথে O2কোন যৌগটি গঠন করে?ক) অক্সি-হিমোগ্লোবিনখ) অক্সি-গ্লোবিনগ) কার্বক্সি-হিমোগ্লোবিনঘ) হিমোগ্লোবিন যৌগ৩৪০. হঠাৎ ঠান্ডা বায়ু শ্বসনতন্ত্রে প্রবেশ করে কোন অঙ্গের ভূমিকায় কিছুটা আর্দ্র ও শুষ্ক হয়?ক) নাসাপথখ) গলবিলগ) স্বরযন্ত্রঘ) ট্রাকিয়া৩৪১. নিচের কোন বস্তুটি ফুসফুসে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী?ক) আয়রণখ) এ্যাসব্স্টোসগ) জিংকঘ) ম্যাগনেশিয়াম৩৪২. বুকের ভিতরে সাঁই আওয়াজ কোন রোগের লক্ষণ?ক) হাঁপানীখ) যক্ষ্মাগ) নিউমোনিয়াঘ) ব্রংকাইটিস৩৪৩. কোনটির সংস্পর্শে হাঁপানীর প্রবণতা বেড়ে যায়?ক) পশুর লোমখ) শুকনা পাতাগ) গাছেল বাকলঘ) কাগজ৩৪৪. রক্তে প্রবেশের পর অক্সিজেন কোন অবস্থায় থাকে?ক) মুক্ত অবস্থায় থাকেখ) যৌগ গঠন না করেগ) মুক্ত অবস্থায় থাকে নাঘ) বিক্রিয়ক হিসেবে৩৪৫. কোষের ভিতর খাদ্যবস্তু, অক্সিজেনের সাথে কী বিক্রিয়া ঘটায়?ক) বিজারণখ) জারণগ) প্রতিস্থাপনঘ) সংস্থাপন৩৪৬. শ্বাসকার্য কীভাবে পরিচালিত হয়?ক) পেশি শক্তির মাধ্যমেরখ) রক্ত সঞ্চালনের মাধ্যমেগ) স্নায়ুবিক উত্তেজনার মাধ্যমেঘ) শ্বাসনালির সংকোচন-প্রসারণের মাধ্যমে৩৪৭. ব্রংকাইটিস রোগের লক্ষণ-
i. কাশি
ii. জ্বর হয় না
iii. রোগীর শরীর ক্রমান্বয়ে দুর্বল হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii৩৪৮. কোন প্রকার জীবের শ্বাস নেওয়ার জন্য বিশেষ কোনো অঙ্গ নেই?ক) উদ্ভিদখ) প্রাণীগ) ছত্রাকঘ) ব্যাকটেরিয়া৩৪৯. ভোকালকর্ড কী?ক) শ্বাসনালির দুধারের দুটি পেশিখ) স্বরযন্ত্রের দুধারের দুটি পেশিগ) শ্বাসনালির দুপাশের দুটি শাখাঘ) গলবিলের দুপাশের দুটি অসম্পূর্ণ তরুণস্থি৩৫০. নিউমোনিয়া লক্ষণ-
i. কাশি ও শ্বাসকষ্ট হয়
ii. দেহের তাপমত্রা বৃদ্ধি পায়
iii. মারাত্মক শ্বাসকষ্ট হয়
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) iiiঘ) i ii ও iii৩৫১. শ্বাসযন্ত্রের যত্ন নিতে হলে-
i. নির্মল বায়ু সেবন করতে হবে
ii. ধূমপান ত্যাগ করতে হবে
iii. দৈহিক পরিশ্রম বেশি করতে হবে
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) i ও iiঘ) i ii ও iii৩৫২. ধূমপান কোন রোগের অন্যতম প্রধান কারণ?ক) ফুসফুস ক্যান্সারখ) নিউমোনিয়াগ) যক্ষ্মাঘ) ব্রংকাইটিস৩৫৩. মানবদেহের কোষে কীভাবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়?ক) খাদ্যবিজারণ বিক্রিয়ার মাধ্যমেখ) খাদ্য জারণ বিক্রিয়ার মাধ্যমেগ) খাদ্য প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমেঘ) খাদ্য বিয়োজন বিক্রিয়ার মাধ্যমে৩৫৪. নাসিকাকে উদ্দীপিত করে কে?ক) কোষখ) কলাগ) স্নায়ুঘ) ফুসফুস৩৫৫. ফুসফুসে রক্ত কী ছেড়ে দেয়?ক) অক্সিজেনখ) কার্বন ডাই-অক্সাইডগ) হাইড্রোজেনঘ) নাইট্রোজেনউদ্দীপকের আলোকে প্রশ্ন দুইটির উত্তর দাও:
রহিমের হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যায় এবং শ্বাসকষ্টের সময় মাঝে মাঝে দম বন্ধ হয়ে যায়। এ সময় সে জোরে জোরে শ্বাস নেবার চেষ্টা করে। ডাক্তার দেখানোর পর ডাক্তার রোগটি শনাক্ত করেন এবং বলেন এটি কোন ছোঁয়াচে রোগ নয়।
৩৫৬. রহিমের কোন রোগটি হয়েছে?ক) হাঁপানীখ) ব্রংকাইটিসগ) যক্ষ্মাঘ) নিউমোনিয়া৩৫৭. উদ্দীপকে উল্লিখিত রহিমের এ রোগটির প্রতিকার হলো-
i. আলো-বাতাস পূর্ণ গৃহে বসবাস করা
ii. পূর্ণ বিশ্রামে থাকা
iii. শ্বাসকষ্টের সময় তরল খাদ্য খাওয়া
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) ii ও iiiঘ) i ii ও iii
Social Plugin