এস.এস.সি || জীববিজ্ঞান অধ্যায় - ১১: জীবের প্রজনন
১. অন্তঃনিষেক হয় কোন ধরনের প্রাণীতে?
ক) পানিতে বাসকারীখ) জলে বাসকারীগ) ডাঙ্গায় বাসকারীঘ) উভচর প্রাণীতে২. সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে কোনটি?ক) পোলেন টিউবখ) পুংদন্ডগ) পুংজননকোষঘ) পুংস্তবক৩. যুক্তধানী শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি?ক) Epipetalousখ) Syngenesiousগ) Syncarpousঘ) Malegamet৪. জনন মাতৃকোষে কোন পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে?ক) অ্যামাইটোসিসখ) মাইটোসিসগ) মিয়োসিসঘ) অস্বাভাবিক মাইটোসিস৫. জননকোষ সৃষ্টির পূর্বশর্ত কোনটি?ক) অ্যামাইটোসিস কোষ বিভাজনখ) মাইটোসিস কোষ বিভাজনগ) মিয়োসিস কোষ বিভাজনঘ) অস্বাভাবিক কোষ বিভাজন৬. ভিত্তি কোষ থেকে কোনটি গঠিত হয়?ক) ভ্রূণখ) ভ্রূণধারকগ) বীজপত্রঘ) ভ্রূণমূল৭. ধানের পরাগায়ন কোনটি দ্বারা ঘটে?ক) বায়ুখ) পতঙ্গগ) প্রাণীঘ) পাতি৮. উচ্চ শ্রেণির উদ্ভিদের জনন অঙ্গ কী?ক) বীজখ) ফলগ) মূলঘ) ফুল৯. অমরাতে প্রচুর ---- থাকে।ক) রক্তরসখ) রক্তনালিগ) রক্ত কণিকাঘ) সবগুলো১০. অশস্যল বীজ কোনটি?ক) মটরখ) গমগ) রেড়িঘ) ধান১১. স্পোরোফাইটের প্রথম কোষ কোনটি?ক) শুক্রাণুখ) ডিম্বাণুগ) জাইগোটঘ) মরুলা১২. টেস্টোস্টেরন নিঃসৃত হয় কোনটি হতে?ক) ডিম্বাশয়খ) অগ্নাশয়গ) শুক্রাশয়ঘ) মলাময়১৩. নিচের কোনটিতে একগুচ্ছ গরাগদন্ড থাকে?ক) শিমুলখ) সূর্যমুখীগ) জবাঘ) সব কয়টি১৪. গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে কী বলে?ক) প্রকৃত ফলখ) অপ্রকৃত ফলগ) নীরস ফলঘ) গুচ্ছ ফল১৫. পরাগরেণু অঙ্কুরিত হয়ে কিসে পরিণত হয?ক) পুংজননেখ) যুক্তধানীতেগ) পরাগথলিতেঘ) পোলেন টিউবে১৬. উন্নত উদ্ভিদে –
i. দুই ধরনের জনন কোষ একই দেহে সৃষ্টি হয়
ii. এদের ভিন্নবাসী উদ্ভিদ বলে
iii. এদের সহবাসী উদ্ভিদ বলে
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) iiiঘ) i, ii ও iii১৭. প্রকৃত ফলের উদাহরণ কোনটি?ক) আমখ) আপেলগ) চালতাঘ) আঙ্গুর১৮. পানি পরারী ফুল কোনটি?ক) কচুরীখ) পাতশ্যাওলাগ) কলমিঘ) পদ্ম১৯. একটি অপরিণত পরাগধানী কোন কলা দ্বারা গঠিত হয়?ক) সরলখ) জটিলগ) ভাজকঘ) জাইলেম২০. প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপকে কী বলে?ক) ফলখ) বীজগ) ফুলঘ) মূল২১. চালতা কোন ফলের উদাহরণ?ক) অপ্রকৃতখ) প্রকৃতগ) গুচ্ছঘ) সরল২২. ত্রিমিলন কী?ক) পুং জননকোষ ও স্ত্রী জননকোষের মিলনখ) পুং জননকোষ ও প্রতিপাদ কোষের মিলনগ) পুং জননকোষ ও সেকেন্ডারি নিউক্লিয়াসের মিলনঘ) পুং জননকোষ ও ডিম্বাণুর মিলন২৩. পরাগধানী একগুচ্ছে থাকলে তাকে কী বলে?ক) যুক্তধানীখ) বিযুক্তধানীগ) দললগ্নঘ) দলমন্ডল২৪. পানিপরাগী ফুলের বৈশিষ্ট্য হচ্ছে –
i. ফুলের সুগন্ধ নেই
ii. আকারে ক্ষুদ্র ও হালকা
iii. ফুল মধুগ্রন্থিযুক্ত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৫. ভ্রূণ মাতৃগর্ভে গড়ে প্রায় কত সপ্তাহ অবস্থান করে?ক) ৩৬খ) ৩৮গ) ৪০ঘ) ৪২২৬. সস্যকোষের প্রকৃতি কীরূপ?ক) হ্যাপ্লয়েডখ) ডিপ্লয়েডগ) ট্রিপ্লয়েডঘ) টেট্রাপ্লয়েড২৭. গর্ভাবস্থায় অমরা কী কাজে লাগে?ক) ভ্রূণ ও মাতৃ জরায়ুর টিস্যুর সম্পর্ক স্থাপনেখ) ভ্রূণ ও মাতৃদেহের শ্বসনতন্ত্রের সম্পর্ক স্থাপনেগ) ভ্রূণ ও মাতৃদেহের স্নায়ুতন্ত্রের সম্পর্ক স্থাপনেঘ) ভ্রূণ ও মাতৃদেহের রেচনতন্ত্রের সম্পর্ক স্থাপনে২৮. হরমোন –
i. স্বল্পমাত্রায় নিঃসৃত হয়
ii. দৈহিক বৃদ্ধি করে
iii. একটা শর্করা জাতীয় পদার্থ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৯. জরায়ুর অন্তঃগাত্রে ভ্রূণের সংস্থাপন হওয়ার পর থেকে শিশু ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সময়কে কী বলে?ক) গর্ভধারণখ) ভ্রূণ পরিস্ফুটনকালগ) গর্ভাবস্থাঘ) অমরাবিন্যাসকাল৩০. হরমোন কীসের মাধ্যমে বাহিত হয়?ক) এনজাইমখ) স্নায়ুগ) লসিকাঘ) রক্ত৩১. n সংখ্যক ক্রোমোজোম থাকে –
i. জাইগোটে
ii. ডিম্বাণুতে
iii. শুক্রাণুতে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩২. গর্ভযন্ত্রের মাঝের কোষটিকে কী বলে?ক) জাইগোটখ) ভ্রূণগ) শুক্রাণুঘ) ডিম্বাণু৩৩. যুক্তধানী ফুলের –
i. পরাগদন্ড একগুচ্ছে থাকে
ii. পরাগধানী একগুচ্ছে থাকে
iii. উদাহরণ হচ্ছে সূর্যমুখী
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৪. জাইগোট কত প্রস্থ ক্রোমোজোম বহন করে?ক) একখ) দুইগ) তিনঘ) চার৩৫. যে শাখায় ফুলগুলো বিশেষ নিয়মে সাজানো থাকে ফুলসহ তাকে কী বলে?ক) পুষ্পমঞ্জরিখ) মঞ্জরিদন্ডগ) পুষ্পাক্ষঘ) মঞ্জরিপত্র৩৬. স্ব-পরাগায়ন হয় –
i. কুমড়া ফুলে
ii. শিমুল ফুলে
iii. ধুতুরা ফুলে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৭. বহিঃনিষেক হয় কোন প্রাণীতে?ক) পাখিখ) মাছগ) বাদুরঘ) ইঁদুর৩৮. নিষেকের পর গর্ভাশয় ও মাইক্রোপাইল পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?ক) ফল ও বীজরন্ধ্রখ) ফলত্বক ও বীজনাভিগ) বীজ ও বীজের বোঁটাঘ) টেস্টা ও বীজমূল৩৯. গর্ভাবস্থার সময়কাল সাধারণত কত?ক) ৪০-৫০ সপ্তাহখ) ৩৮-৪০ সপ্তাহগ) ৩০-৪০ সপ্তাহঘ) ৩৫-৪০৪০. কোন অংশটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক?ক) দলমন্ডলখ) বৃতিগ) পুষ্পাক্ষঘ) পুংস্তবক৪১. প্রজননের জন্য অত্যাবশ্যকীয় অংশ কতটি?ক) ১টিখ) ২টিগ) ৩টিঘ) ৪টি৪২. পরাগায়ন –
i. ফুল উৎপাদনের পূর্বশর্ত
ii. ফল উৎপাদনের পূর্বশর্ত
iii. বীজ উৎপাদনের পূর্বশর্ত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪৩. পরাগায়ন কত প্রকার?ক) ২খ) ৩গ) ৪ঘ) ৫৪৪. ডিপ্লয়েড গৌণ কেন্দ্রিকা সৃষ্টির পর দুই মেরুর –
i. কেন্দ্রিকাগুলো কোষ সৃষ্টি করে
ii. কেন্দ্রিকাগুলোতে সাইটোপ্লাজম যুক্ত হয়
iii. কেন্দ্রিকাগুলো নষ্ট হয়ে যায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪৫. দলমন্ডল বাইরের দিক থেকে কততম স্তবক?ক) প্রথমখ) দ্বিতীয়গ) তৃতীয়ঘ) চতুর্থ৪৬. একই গাছের ভিন্ন দুটি ফুলে পরাগায়নকে কী বলে?ক) যুক্ত পরাগায়নখ) পর-পরাগায়নগ) স্ব-পরাগায়নঘ) নিষেক৪৭. HIV – ভাইরাস কোনটির গঠনে বিঘ্ন ঘটায়?ক) এন্টিজোনখ) এন্টিবডিগ) ইস্ট্রোজেনঘ) থাইরক্সিন৪৮. প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপ –
i. নিম্ন শ্রেণির উদ্ভিদের জনন অঙ্গ
ii. এর নাম ফুল
iii. উচ্চ শ্রেণির উদ্ভিদের জনন অঙ্গ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৪৯. পুংকেশরের দন্ডের ন্যায় অংশকে কী বলে?ক) পরাগধানীখ) পরাগনারীগ) পুংদন্ডঘ) পরাগদন্ড৫০. জীবাণু প্রবেশের কত মাস পর এইডসের লক্ষণ প্রকাশ পায়?ক) প্রায় ছয় মাসখ) প্রায় চার মাসগ) প্রায় তিন মাসঘ) প্রায় পাঁচ মাস৫১. অমরা হতে নিঃসৃত হয় –ক) টেস্টোস্টেরনখ) অ্যান্ড্রোজেনগ) গোনাডোট্রপিকঘ) থাইরয়েড৫২. পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি?ক) ক্ষুদ্র ও হালকাখ) পানিতে ভাসতে পারেগ) বড় ও রঙিনঘ) মধু গ্রন্থিবিহীন৫৩. অন্তঃনিষেক
i. প্রক্রিয়াটিতে সঙ্গমের প্রয়োজন
ii. ডাঙায় বসবাসকারীদের ভেতর কম দেয়া যায়
iii. হাঙ্গর মাছে দেখা যায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৫৪. পুংস্তবক এর প্রতিটি অংশকে কী বলে?ক) পুংকেশরখ) পুংদন্ডগ) পরাগধানীঘ) যুক্তধানী৫৫. হরমোন কী ধরনের পদার্থ?ক) জৈব রাসায়নিকখ) রাসায়নিকগ) ভৌতঘ) জৈব৫৬. কত সপ্তাহ পর ভ্রূণকে ফিটাস বলা হয়?ক) ৪খ) ৮গ) ২৮ঘ) ৩৮৫৭. ভ্রূণ বৃদ্ধির চতুর্থ সপ্তাহে –
i. হৃৎপিন্ড ও সংবহনতন্ত্র গঠিত হয়
ii. চোখ ও মেরুরুজ্জ দৃশ্যমান হয়
iii. মুকুলের মত অঙ্গাণু গঠিত হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৫৮. বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বের কতটি দেশে AIDS রোগের বিস্তার ঘটেছে?ক) ১০০খ) ১২০গ) ১৩৫ঘ) ১৬৪৫৯. প্রকৃত ফলের উদাহরণ হচ্ছে –
i. আম
ii. কাঁঠাল
iii. চালতা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৬০. গর্ভপত্রের কতটি অংশ থাকে?ক) ২খ) ৩গ) ৪ঘ) ৫৬১. কত বয়সের পর মেনোপজ শুরু হয়?ক) ২০-৩০খ) ৩০-৪০গ) ৪০-৫০ঘ) ৫০-৬০৬২. থাইরক্সিন হরমোনের কাজ কী?ক) মানসিক বিকাশখ) জরায়ুজ সংকোচন নিয়ন্ত্রণগ) জরায়ুর বৃদ্ধিঘ) অমরা বৃদ্ধি৬৩. শাখার বৃদ্ধি পুষ্প উৎপাদনের ফলে থেমে গেলে তাকে কী বলে?ক) নিয়ত পুষ্পমঞ্জরিখ) অনিয়ত পুষ্পমঞ্জরিগ) অসীম পুষ্পমঞ্জরিঘ) সসীম পুষ্পমঞ্জরি৬৪. নিষেকের কত সপ্তাহের মধ্যে অমরা গঠিত হয়?ক) ১০খ) ১১গ) ১২ঘ) ১৩৬৫. একটি আদর্শ ফুলের কতটি অত্যাবশ্যকীয় অংশ থাকে?ক) ৩টিখ) ৫টিগ) ৭টিঘ) ৯টি৬৬. ফল গঠনের প্রক্রিয়া শুরু হয় –
i. নিষিক্তকরণ প্রক্রিয়ার শেষে
ii. নিষিক্তকরণ প্রক্রিয়ার শুরুতে
iii. গর্ভাশয়ে উদ্দীপনার সৃষ্টি হলে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৬৭. তুমি কীভাবে পতঙ্গপরাগী ফুল শনাক্ত করবে?ক) মধুগ্রন্থির উপস্থিতিতেখ) হালকা পরাগরেণুর উপস্থিতিতেগ) ক্ষুদ্র আকারের ভিত্তিতেঘ) শুষ্ক গর্ভমুন্ডের ভিত্তিতে৬৮. রঙ-বেরঙের বৃতি কী কাজে সাহায্য করে?ক) সালোকসংশ্লেষণেখ) অভিস্রবণেগ) ব্যাপনেঘ) পরাগায়নে৬৯. বর্তমান বিশ্বে একটি মারাত্মক ঘাতক ব্যাধি হিসেবে পরিচিত কোনটি?ক) ক্যানসারখ) এইডসগ) টিউবারকুলেসিসঘ) থ্যালাসেমিয়া৭০. প্রায় একই সময় দুটো পুংজনন কোষের একটি ডিম্বাণু ও অপরটি গৌণ কেন্দ্রিকার সাথে মিলিত হওয়াকে কী বলে?ক) নিষেকখ) অভিযোজনগ) পরাগায়নঘ) দ্বি-নিষেক৭১. অনিয়ত পুষ্পমঞ্জরি শনাক্ত করা যায় –
i. পুষ্পদন্ডের বৃদ্ধির ভিত্তিতে
ii. পুষ্পদন্ড শীর্ষে পুষ্প উৎপাদনের ভিত্তিতে
iii. পরিণত পুষ্পের অবস্থানের ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৭২. এইডস রোগের জীবাণু দেহে প্রবেশের কতদিন পর রোগের লক্ষণ প্রকাশ পায়?ক) ১ মাসখ) ৩ মাসগ) ৬ মাসঘ) ১০ মাস৭৩. ভ্রূণে ডিপ্লয়েড ক্রোমোজোম পুনঃস্থাপিত হয় কোন প্রক্রিয়ায়?ক) উজেনেসিসখ) গ্যামেটোজেনেসিসগ) ফার্টিলাইজেশনঘ) মিয়োটিক ভিডিশন৭৪. পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য হচ্ছে –
i. আকারে ছোট হয়
ii. রঙ্গিন হয়
iii. আকারে বড় হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৭৫. বহিঃনিষেক কোন ধরনের প্রাণীতে হয়?ক) মাটিতে বসবাসকারীখ) উড়ন্ত প্রাণীতেগ) পানিতে বসবাসকারীঘ) সবখানে৭৬. বৃতির প্রধান কাজ হলো –ক) ভিতরের অংশগুলোকে রোদ, বৃষ্টি, পোকামাকড় হতে রক্ষা করাখ) ফুলকে আকর্ষণীয় করাগ) পরাগায়নে সাহায্য করাঘ) নিষেকে সাহায্য করা৭৭. এইডস সম্পর্কিত তথ্য হলো –
i. এটি ১৯৮১ সালে আবিষ্কৃত হয়
ii. বর্তমান বিশ্বের প্রায় ২ কোটি ৩০ লক্ষ লোক আক্রান্ত
iii. এর কার্যকরী কোনো ওষুধ আবিষ্কৃত হয় নি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৭৮. দলমন্ডলের ক্ষেত্রে দৃশ্যমান হয় –
i. দলমন্ডল যেকোনো ফুলের সবচেয়ে আকর্ষণীয় অংশ
ii. পাপড়িগুলো মিলিতভাবে অবস্থান করতে পারে
iii. পাঁচটি পেটাল বা পাপড়ি মিলিতভাবে এ দলমন্ডল গঠন করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৭৯. প্রাথমিক ভ্রূণ কয় কোষী?ক) চার কোষীখ) ত্রি কোষীগ) দ্বি কোষীঘ) এক কোষী৮০. যৌন জননে কয়টি বিপরীতধর্মী জননকোষ পরস্পরের সাথে মিলিত হয়?ক) ২খ) ৩গ) ৪ঘ) ৫৮১. নতুন স্পোরোফাইটের গঠনের ক্ষেত্রে –
i. জাইগোটের বিভাজনে দুটো কোষ সৃষ্টি হয়
ii. জাইগোটের বিভাজন অনুপ্রস্থে ঘটে
iii. সস্যের পরিস্ফুটন ঘটতে শুরু করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৮২. জাইগোটের বিভাজন কীভাবে ঘটে?ক) অনুদৈর্ঘ্যেখ) অনুপ্রস্থেগ) বৃত্তীয়ভাবেঘ) সমান্তরালে৮৩. কিসের সাহায্যে ভ্রূণ জরায়ুর গাত্রে সংস্থাপিত হয়?ক) গর্ভাশয়খ) গর্ভমূলগ) অমরাঘ) হরমোন৮৪. দলমন্ডল –
i. সাধারণত রঙ্গিন হয়
ii. পাপড়ির সমন্বয়ে গঠিত
iii. পরাগায়নে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৮৫. প্রজনন সংক্রান্ত হরমোন গ্রন্থি কতটি?ক) ৩খ) ৪গ) ৫ঘ) ৬৮৬. ভ্রূণের উপাঙ্গ নাড়ানো মা বুঝতে পারে কত সপ্তাহে?ক) বিশ সপ্তাহেখ) আঠাশ সপ্তাহেগ) দ্বাদশ সপ্তাহেঘ) আটত্রিশ সপ্তাহে৮৭. একটি আদর্শ ফুলে কতটি অংশ থাকে?ক) ২টিখ) ৩টিগ) ৪টিঘ) ৫টি৮৮. ডিম্বকরন্ধ্রের দিকের কোষ তিনটিকে কী বলে?ক) গর্ভযন্ত্রখ) গর্ভপত্রগ) গর্ভাশয়ঘ) গর্ভমুন্ড৮৯. পুংস্তবক ও স্ত্রীস্তবকের যেকোনো একটি অনুপস্থিত থাকলে তাকে কী ফুল বলে?ক) একলিঙ্গখ) উভলিঙ্গগ) ক্লীবঘ) সম্পূর্ণ৯০. পৃথিবী হতে জীবের অস্তিত্ব চিরতরে বিলীন হয় না কেন?ক) প্রজননের জন্যখ) অভিযোজনের জন্যগ) বিবর্তনের জন্যঘ) মিউটেশনের জন্য৯১. বহিঃনিষেক –
i. হাঙ্গর মাছে হয় না
ii. প্রক্রিয়ায় সঙ্গমের প্রয়োজন হয় না
iii. পানিতে বাসকারীতে বেশি দেখা যায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৯২. নিচের কোনগুলো ভিন্নবাসী উদ্ভিদের অন্তর্গত?ক) কুমড়া ও লাউখ) শিম ও বরবটিগ) কলমি ও জবাঘ) খেজুর ও পটল৯৩. পুংকেশরের শীর্ষে থলের ন্যায় অংশকে কী বলে?ক) পরাগনারীখ) পরাগধানীগ) পুংদন্ডঘ) যুক্তধানী৯৪. পরাগধানী ও পুংদন্ডের সংযোগকারী অংশকে কী বলে?ক) পোলেনখ) যুক্তধানীগ) গর্ভাশয়ঘ) যোজনী৯৫. হরমোন ক্রিয়া করে উৎসের –
i. ভেতর
ii. নিকটবর্তী স্থানে
iii. দূরবর্তী স্থানে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৯৬. পর-পরাগায়নের ফলে –
i. নতুন গুণের উদ্ভব ঘটে
ii. প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে
iii. নতুন ভ্যারাইটির সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৯৭. অমরার গঠন সম্পন্ন হয় কত সপ্তাহে?ক) প্রথমখ) তৃতীয়গ) চতুর্থঘ) দ্বাদশ৯৮. পতঙ্গ দ্বারা পরাগায়ন ঘটে –
i. জবা ফুলের
ii. কুমড়া ফুলের
iii. পাতাশ্যাওলার
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৯৯. সকল প্রকৃত ও অপ্রকৃত ফলকে কতভাগে ভাগ করা যায়?ক) ২খ) ৩গ) ৪ঘ) ৫১০০. যৌনাঙ্গ বৃদ্ধি ও যৌন লক্ষণ প্রকাশে সহায়তা করে –ক) পিটুইটারি গ্রন্থিখ) থাইরয়েড গ্রন্থিগ) অ্যাড্রেনাল গ্রন্থিঘ) অনাল গ্রন্থি১০১. পাতাশ্যাওলার বৈশিষ্ট্য হচ্ছে –
i. স্ত্রীফুলের বৃন্ত লম্বা
ii. ফুলে সুগন্ধ আছে
iii. পুংফুলের বৃন্ত ছোট
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১০২. স্ত্রীস্তবকের অপর নাম কী?ক) গর্ভপত্রখ) গর্ভাশয়গ) গর্ভমুন্ডঘ) গর্ভকেশর১০৩. পোলেন টিউব –
i. পরাগরেণু হতে তৈরি হয়
ii. হতে পুংজনন কোষ উৎপন্ন হয়
iii. পুংদন্ডের বাইরে থাকে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১০৪. HIV – এর প্রভাবে কমতে থাকে –
i. লোহিত কণিকা
ii. শ্বেত কণিকা
iii. এন্টিবডি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১০৫. ভ্রূণ মায়ের রক্ত থেকে অক্সিজেন গ্রহণ করে কোনটির মাধ্যমে?ক) অমরাখ) জরায়ুগ) অ্যামিনিয়নঘ) রজ্জু১০৬. কত সপ্তাহে মুকুলের মতো অঙ্গাণু গঠিত হয়?ক) ২ সপ্তাহের পরখ) ৩ সপ্তাহের পরগ) ৪ সপ্তাহের পরঘ) ৫ সপ্তাহের পর১০৭. তুমি আতা, বেরী, দেবদারু ফল কী হিসেবে শনাক্ত করবে?ক) যৌগিক ফলখ) সরল ফলগ) গুচ্ছ ফলঘ) সরোসিস ফল১০৮. পর-পরাগায়ন হয় –
i. শিমুল ফুলে
ii. পেঁপে ফুলে
iii. কুমড়া ফুলে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১০৯. স্ত্রী গ্যামেটোফাইট সৃষ্টির শেষ পর্যায়ে সৃষ্ট গৌণ কেন্দ্রিকা কীরূপ?ক) হ্যাপ্লয়েডখ) ডিপ্লয়েডগ) ট্রিপ্লয়েডঘ) টেট্রাপ্লয়েড১১০. ফুলের বৃন্তশীর্ষে অবস্থানকারী গোলাকার অঙ্গটির নাম কী?ক) পুষ্পাক্ষখ) বৃতিগ) দলঘ) পুংস্তবক১১১. প্রজনন না হলে জীবের কী হয়?ক) কোনো ক্ষতি হয় নাখ) অস্তিত্ব বিলোপ হয়গ) সংখ্যা বৃদ্ধি পায়ঘ) জীব জগতের উন্নতি ঘটে১১২. গলার স্বর বদলানোর ক্ষেত্রে কোন হরমোনটি কার্যকর ভূমিকা পালন করে?ক) টেস্টোস্টেরনখ) গানাডোট্রপিকগ) প্রোজেস্টেরনঘ) রিলাক্সিন১১৩. HIV ভাইরাসের গঠনের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?ক) একসূত্রক RNA ও রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বিদ্যমানখ) দ্বিসূত্রক DNA ও রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বিদ্যমানগ) একসূত্রক RNA ও ক্যাসেমিয়ার বিদ্যমানঘ) দ্বিসূত্রক DNA ও প্রোটিন আবরণ বিদ্যমান১১৪. মেয়েদের কত বছর বয়সের আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত নয়?ক) ১৫খ) ২০গ) ২৫ঘ) ২৮১১৫. ক্লীব ফুলে –
i. পুংস্তবক থাকে না
ii. পাপড়ি থাকে না
iii. স্ত্রীস্তবক থাকে না
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১১৬. নিষেকের ফলে ভিন্ন জননকোষ দুইটি একীভূত হয়ে যে কোষ সৃষ্টি করে তাকে কী বলে?ক) জাইগোটখ) গর্ভাশয়গ) ভিত্তি কোষঘ) এপিক্যাল কোষ১১৭. সকল প্রকৃত ও অপ্রকৃত ফলকে কত ভাগে ভাগ করা যায়?ক) দুইখ) তিনগ) চারঘ) পাঁচ১১৮. পুষ্পাক্ষ কী কাজে লাগে?ক) ফুলকে আকর্ষণীয়ভাবে তুলে ধরতেখ) প্রতিকূল পরিবেশ হতে ফুলকে রক্ষা করতেগ) কীটপতঙ্গকে আকৃষ্ট করতেঘ) জনন কাজে প্রত্যক্ষ অংশগ্রহণ করতে১১৯. কোন গ্ল্যান্ড থেকে থাইরক্সিন নিঃসৃত হয়?ক) পিটুইটারিখ) প্যারোটিডগ) শুক্রাশয়ঘ) থাইরয়েড১২০. জাইগোটের ক্ষেত্রে –
i. এটি স্পোরোফাইটের প্রথম কোষ
ii. এটি দ্বিপ্রস্থ (2n) ক্রোমোজোমবিশিষ্ট
iii. এটি একপ্রস্থ ক্রোমোজোমবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১২১. স্ত্রী গ্যামেটাফাইট কোষটি কোন পদ্ধতিতে বিভাজিত হয়?ক) মাইটোসিসখ) এমাইটোসিসগ) বিয়োজনঘ) বিয়োজন বিভাজন১২২. পুংকেশরের প্রধান অংশ হলো –
i. পুংদন্ড ও পরাগধানী
ii. পরাগধানী ও পরাগথলি
iii. যোজনী
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) iiiঘ) i, ii ও iii১২৩. ভ্রূণের লিঙ্গের ভিন্নতা নির্ণয় করা যায় কখন?ক) দ্বাদশ সপ্তাহেখ) বিশ সপ্তাহেগ) ষোড়শ সপ্তাহেঘ) আঠাশ সপ্তাহে১২৪. পুষ্পাক্ষ –
i. ফুলকে আকর্ষণীয় করে তুলে
ii. বৃতির নিচে অবস্থান করে
iii. কীটপতঙ্গকে আকর্ষণ করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১২৫. পরাগরেণু গর্ভমুন্ডে পতিত হওয়ার পর –
i. পরাগনালিকা বৃদ্ধি পায়
ii. এটি গর্ভদন্ড ভেদ করে
iii. ডিম্বাশয় তৈরি করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১২৬. নিষেকের মাধ্যমে প্রজনন ঘটলে তাকে কী বলে?ক) অযৌন প্রজননখ) যৌন প্রজননগ) পরাগায়নঘ) গ্যামেটোজেনেসিস১২৭. পরাগরেণু বিভাজনের ফলে উৎপন্ন বৃহৎ কোষটিকে কী বলে?ক) নালীকোষখ) জেনোরেটিভ কোষগ) পরাগনালীঘ) রেণুরন্ধ্র১২৮. নিষিক্ত ডিম্বাণুর ক্লীভেজের শেষ পর্যায়ে ভ্রূণের জরায়ুতে পৌঁছানোর পর্যায়কে কী বলে?ক) ব্লাস্টোসিস্টখ) ব্লাস্টোমিয়ারগ) ট্রফোব্লাস্টঘ) নেমাটোসিস্ট১২৯. জাইগোট প্রথম বিভাজনে কতটি কোষ সৃষ্টি করে?ক) ১খ) ২গ) ৩ঘ) ৪১৩০. স্ব-পরাগায়নের গুরুত্ব কোনটি?ক) চরিত্রগত বিশুদ্ধতাখ) অনিশ্চিত পরাগায়নগ) নতুন প্রজাতির সৃষ্টিঘ) পরাগরেণু অপচয়১৩১. গর্ভকেশর ফুলের কোথায় অবস্থান করে?ক) বাইরেখ) পুংকেশরের পাশেগ) কেন্দ্রেঘ) বৃতির নিচে১৩২. উদ্ভিদ প্রজননের প্রধান ধাপ কয়টি?ক) দুইটিখ) তিনটিগ) চারটিঘ) পাঁচটি১৩৩. থ্যালামাস –
i. গোলাকার আকৃতির
ii. মোচাকৃতির
iii. বৃন্ত শীর্ষে তাকে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৩৪. সাধারণত পোকামাকড় ফুলের কোন অংশে বসে মধু খায়?ক) পুষ্পাক্ষখ) দলগ) বৃতিঘ) স্ত্রীস্তবক১৩৫. একটি শুক্রাণু কতটি ডিম্বাণুকে নিষিক্ত করে?ক) একটিখ) দুইটিগ) তিনটিঘ) চারটি১৩৬. অপ্রকৃত ফল হলো –
i. আম
ii. আপেল
iii. চালতা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৩৭. প্রজননের প্রধান ধাপ কতটি?ক) ২টিখ) ৩টিগ) ৪টিঘ) ৫টি১৩৮. বয়ঃসন্ধিকাল কী?ক) কৈশোর ও তারুণ্যের সন্ধিকালখ) শৈশব ও কৈশোরের সন্ধিকালগ) তারুণ্য ও যৌবনের সন্ধিকালঘ) কৈশোর ও যৌবনের সন্ধিকাল১৩৯. পানিপরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি?ক) ফুল উজ্জ্বল বর্ণের হয়খ) পরাগরেণু খুব হালকা হয়গ) ফুল সাধারণত মিষ্টি গন্ধযুক্ত হয়ঘ) ফুল সাধারণত একলিঙ্গ হয়১৪০. জাইগোট কোন ধরনের বিভাজনের সাহায্যে একটি নতুন জীবদেহে পরিণত হয়?ক) মাইটোসিসখ) অ্যামাইটোসিসগ) মিয়োসিসঘ) দ্বি-বিভাজন১৪১. অমরা অপর কী নামেও পরিচিত?ক) গর্ভদন্ডখ) গর্ভাশয়গ) গর্ভমূলঘ) গর্ভফুল১৪২. ধানের পরাগায়ন কিভাবে ঘটে?ক) বায়ুর সাহায্যেখ) পানির সাহায্যেগ) প্রাণীর সাহায্যেঘ) পতঙ্গের সাহায্যে১৪৩. গর্ভযন্ত্রের মাঝের টিস্যুকে কী বলে?ক) গর্ভমুন্ডখ) গর্ভপত্রগ) গর্ভাশয়ঘ) গর্ভযন্ত্র১৪৪. Apical cell কীসে পরিণত হয়?ক) পরাগরেণুতেখ) জাইগোটেগ) গর্ভাশয়েঘ) ভ্রুণে১৪৫. পরিণত অবস্থায় ডিম্বকটি কোনটিসহ বীজে পরিণত হয়?
i. সস্য
ii. বীজপত্র
iii. ভ্রূণ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৪৬. নিষেকের মৌলিক তাৎপর্য হচ্ছে –
i. পুংজননকে সক্রিয় করে তোলে
ii. ডিম্বাণুকে পরিস্ফুটনের জন্য সক্রিয় করে তোলে
iii. ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৪৭. ভ্রূণথলির কেন্দ্রের দিকের কোষটিকে কী বলে?ক) ভিত্তি কোষখ) এপিক্যাল কোষগ) সস্য কোষঘ) ধারক কোষ১৪৮. সাধারণত কত সপ্তাহ পর্যন্ত গর্ভাবস্থা বিদ্যমান থাকে?ক) ৩০-৪০খ) ৩৫-৪০গ) ৩৮-৪০ঘ) ৪০-৪৫১৪৯. পাখির মাধ্যমে বিস্তরণ ঘটে –
i. খেজুর বট
ii. মটরশুঁটি ও দোপাটি
iii. তেঁতুল ও বট
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৫০. বায়ুপরাগী ফুলের উদাহরণ কোনটি?ক) ধানখ) জবাগ) সরিষাঘ) কুমড়া১৫১. হালকা ও মধু গ্রন্থিযুক্ত ফুল বিদ্যমান –ক) জবাতেখ) কদমেগ) শিমুলেঘ) ধানে১৫২. প্রজননের জন্য অত্যাবশ্যক –
i. নিউক্লিয়াস
ii. পুংস্তবক
iii. স্ত্রীস্তবক
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৫৩. বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য হচ্ছে –
i. ফুল আকারে বড়
ii. ফুল হালকা ধরনের
iii. মধুগ্রন্থিহীন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৫৪. ।পরাগরেণু বিভাজিত হয়ে তৈরি করে –
i. নালীকোষ
ii. জেনোরেটিভ কোষ
iii. রেণুরন্ধ্র কোষ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৫৫. মেয়েদের নারীসুলভ লক্ষণের সৃষ্টি হয় –
i. প্রোজেস্টেরনের প্রবাবে
ii. অ্যান্ড্রোজেনের প্রভাবে
iii. ইস্ট্রোজেনের প্রভাবে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৫৬. মেনোপজ কী?ক) প্রাক রজস্রাবীয় পর্বখ) রজস্রাবীয় পর্বগ) রজনিবৃত্তিকালঘ) রজনিরাময়কাল১৫৭. প্রজনন সংক্রান্ত হরমোন নিঃসরণ করে –
i. থাইরয়েড গ্রন্থি
ii. অমরা
iii. প্যারোটিড গ্রন্থি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৫৮. দলাংশের অপর নাম কী?ক) যুক্তদলখ) বিযুক্তদলগ) বৃতিঘ) পাপড়ি১৫৯. উন্নত শ্রেণির জীব কীভাবে প্রজাতির ধারা অব্যাহত রাখে?ক) অ্যামাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেখ) মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমেগ) মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেঘ) ইন্টারফেজের মাধ্যমে১৬০. প্রজনন সংক্রান্ত হরমোন নিঃসরণ করে –
i. পিটুইটারি গ্রন্থি
ii. ওভারি
iii. অ্যাড্রেনাল গ্রন্থি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৬১. সাধারণত কত বছর পর্যন্ত নারীদের ঋতুস্রাব চলতে থাকে?ক) ৩৫-৪০খ) ৪০-৪৫গ) ৪০-৫০ঘ) ৪৫-৫০১৬২. বৃতি খন্ডিত না হলে তাকে কী বলে?ক) বিযুক্তবৃতিখ) অভিন্ন বৃতিগ) সমবৃতিঘ) যুক্তবৃতি১৬৩. পরাগায়নের মাধ্যম হিসেবে কাজ করে এবং কীটপতঙ্গকে আকর্ষণ করে –
i. বৃতি
ii. দলমন্ডল
iii. পুংকেশর
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৬৪. নিচের কোন ফুলের পরাগদন্ড একগুচ্ছ?ক) জবাখ) মটরগ) শিমুলঘ) সূর্যমুখী১৬৫. একলিঙ্গ ফুলে –
i. পুংস্তবক থাকলে স্ত্রীস্তবক থাকে না
ii. স্ত্রীস্তবক থাকলে পুংকেশর থাকে না
iii. বৃতি থাকে না
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৬৬. জরায়ুর প্রাচীরে ভ্রূণের সংযুক্তিকে –
i. ভ্রূণ পরিস্ফুটন বলে
ii. ভ্রূণ সংস্থাপন বলে
iii. গর্ভধারন বলে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৬৭. কোথায় পরাগ উৎপন্ন হয়?ক) পরাগনালীতেখ) পরাগধানীতেগ) যোজনীতেঘ) স্তবকে১৬৮. কচুতে পরাগায়নের মাধ্যম কী?ক) পানিখ) প্রাণীগ) বায়ুঘ) পতঙ্গ১৬৯. যুক্তধানী ফুলে কোনটি একগুচ্ছে থাকে?ক) পরাগধানীখ) পুংকেশরগ) পরাগদন্ডঘ) পুংস্তবক১৭০. পরাগায়নের মাধ্যম হিসেবে কাজ করে এমন পোকামাকড়, পশু, পাখি ইত্যাদিকে আকর্ষণ করে কোনটি?ক) বৃতিখ) পুংকেশরগ) পুংস্তবকঘ) স্ত্রীস্তবক১৭১. পুষ্পাক্ষের ওপর কতটি স্তবক পরপর সাজানো থাকে?ক) ২টিখ) ৩টিগ) ৪টিঘ) ৫টি১৭২. বৃতির বর্ণ কীরূপ হলে তা খাদ্য প্রস্তুত কাজে অংশ নেয়?ক) নীলাভখ) সবুজগ) বিযুক্তঘ) যুক্ত১৭৩. ভ্রূণ পোষক কলায় ডিম্বক রন্ধ্রে কাছাকাছি গণ প্রোটোপ্লাজম ও বড় নিউক্লিয়াসযুক্ত কোষটিতে কোন ধরনের বিভাজন ঘটে?ক) মাইটোসিসখ) অ্যামাইটোসিসগ) মিয়োসিসঘ) অস্বাভাবিক মাইটোসিস১৭৪. পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য হলো –
i. গর্ভমুন্ড পক্ষল ও আঠালো
ii. ফুল উজ্জ্বল বর্ণের
iii. পরাগরেণু আঠালো
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৭৫. প্রজনন প্রধানত কত প্রকার?ক) ২খ) ৩গ) ৪ঘ) ৫১৭৬. কোনটি সৃষ্টির ফলে ক্রোমোজোমের সংখ্যা পুনরায় জনন মাতৃকোষের সমান হয়ে যায়?ক) জাইগোটখ) ডিম্বাণুযন্ত্রগ) প্রতিপাদ নিউক্লিয়াসঘ) গর্ভাশয়১৭৭. এইডস রোগী মারা যায় কেন?ক) অধিক এন্টিবডি তৈরি হয় বলেখ) লোহিত রক্তকণিকা বেড়ে যায় বলেগ) শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায় বলেঘ) রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বলে১৭৮. HIV কোনটির ক্ষতিসাধন করে?ক) শ্বেত রক্তকণিকাখ) অনুচক্রিকাগ) রক্তরসঘ) লোহিত রক্তকণিকা১৭৯. অন্ত:নিষেক সংঘটিত হয় –
i. সাধারণত সঙ্গমের মাধ্যমে
ii. ডাঙায় বসবাসকারী প্রাণীদের মধ্যে
iii. জলে বসবাসকারী প্রাণীদের মধ্যে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৮০. গৌণ কেন্দ্রিকায় কয়টি ভ্রূণথলির কেন্দ্রে এসে মিলিত হয়?ক) ১খ) ২গ) ৩ঘ) ৪১৮১. নিচের চিত্রে নতুন চরিত্র ও প্রকরণ সৃষ্টির প্রক্রিয়া কোনটি?ক) Aখ) Bগ) A ও Bঘ) A ও C১৮২. পতঙ্গ পরাগী ফুল কোনটি?ক) ধানখ) সরিষাগ) তালঘ) মাদার১৮৩. পরাগায়নের ফলে পরিণত পরাগরেণু গর্ভপত্রের কিসে পতিত হয়?ক) গর্ভাশয়েখ) গর্ভমুন্ডগ) গর্ভদন্ডেঘ) জাইগোটে১৮৪. উন্নত উদ্ভিদ সাধারণত –
i. সহবাসী
ii. ভিন্নবাসী
iii. যৌন প্রজননক্ষম
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৮৫. ভ্রূণ জরায়ুতে পৌঁছানোর কত দিনের মধ্যে সংস্থাপন হয়?ক) ২-৩খ) ৩-৪গ) ৪-৫ঘ) ৫-৬১৮৬. পরাগরেণু বিভাজিত হয়ে কতটি কোষ তৈরি করে?ক) ১খ) ২গ) ৩ঘ) ৪১৮৭. জেনোরেটিভ কোষ বিভাজিত হয়ে কী তৈরি করে?ক) পুংজনন কোষখ) স্ত্রী জনন কোষগ) রেণুরন্ধ্রঘ) পরাগনালী১৮৮. বৃন্তহীন ফুলকে কী বলা হয়?ক) সবৃন্তক ফুলখ) অবৃন্তক ফুলগ) সপুষ্পক ফুলঘ) অপুষ্পক ফুল১৮৯. মিয়োসিস কোষ বিভাজন –
i. জনন মাতৃকোষে ঘটে
ii. দেহকোষে ঘটে
iii. জননকোষ সৃষ্টির পূর্বশর্ত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৯০. গর্ভযন্ত্রের বিপরীত দিকের কোষ তিনটিকে কী বলে?ক) প্রতিপাদ কোষখ) ডিম্বাণুগ) গর্ভযন্ত্রঘ) সহকারী কোষ১৯১. উন্নত যেসব উদ্ভিদে দুই ধরনের জননকোষ একই দেহে সৃষ্টি হয়, তাদের কী বলে?ক) পরবাসী উদ্ভিদখ) মিথোজীবী উদ্ভিদগ) সহবাসী উদ্ভিদঘ) পরভোজী উদ্ভিদ১৯২. উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে
i. দুটি অত্যাবশ্যকীয় স্তবক
ii. সরিষা ও জবা এর অন্তর্গত
iii. কুমড়া ও তাল এর অন্তর্গত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৯৩. পুংদন্ড ও পরাগধানী সংযোগকারী অংশটির নাম কী?ক) পরাগথলিখ) পরাগনালিগ) পোলেন টিউবঘ) যোজনী১৯৪. সপুষ্পক উদ্ভিদের জীবনচক্রে কতটি স্তর থাকে?ক) ১খ) ২গ) ৩ঘ) ৪১৯৫. যে প্রক্রিয়ায় কোন জীব তার বংশধর সৃষ্টি করে তাকে কী বলে?ক) নিষেকখ) পরিস্ফুটনগ) প্রজননঘ) পরগায়ন১৯৬. স্ত্রীরেণু মাতৃকোষ থেকে সৃষ্ট হ্যাপ্লয়েড কেন্দ্রিকাটি কতভাগে বিভক্ত হয়ে দুই মেরুতে অবস্থান নেয়?ক) ১খ) ২গ) ৩ঘ) ৪১৯৭. সরিষা ফুলের পরাগায়ন কোনটি দ্বারা ঘটে?ক) বায়ুখ) পতঙ্গগ) পানিঘ) মানুষ১৯৮. বিশ্বে বর্তমানে কত লোক AIDS এ আক্রান্ত?ক) ২ কোটি ১০ লাখখ) ২ কোটি ২০ লাখগ) ২ কোটি ৩০ লাখঘ) ২ কোটি ৪০ লাখ১৯৯. সস্যকোষগুলির কেন্দ্রিকায় কত সংখ্যক ক্রোমোজোম থাকে?ক) nখ) 2nগ) 3nঘ) 4n২০০. বৃতি খন্ডিত হলে তাকে কী বলে?ক) উপবৃতিখ) বিষমবৃতিগ) বিযুক্তবৃতিঘ) যুক্তবৃতি২০১. সাধারণত কোন ধরনের জীবে যৌন প্রজনন হয় না?ক) নিম্নশ্রেণিখ) মধ্যশ্রেণিগ) উচ্চশ্রেণিঘ) উচ্চ-মধ্য শ্রেণি২০২. স্ত্রী প্রজননতন্ত্রে থাকে –
i. জরায়ু
ii. ডিম্বনালী
iii. শুক্রনালী
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২০৩. রিলাক্সিন হরমোনের কাজ কী?ক) অমরা বৃদ্ধি নিয়ন্ত্রণ করাখ) ঋতুচক্র নিয়ন্ত্রণ করাগ) দাঁড়ি গোফ গজানোঘ) যৌনাঙ্গ বৃদ্ধি২০৪. গর্ভযন্ত্রে কতটি সহকারী কোষ থাকে?ক) ১খ) ২গ) ৩ঘ) ৪২০৫. পুরুষ প্রজনন অঙ্গে থাকে –
i. জরায়ু
ii. শুক্রাশয়
iii. শুক্রনালী
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২০৬. ‘ভ্রূণ পূর্ণাঙ্গ প্রাপ্ত কিন্তু আকারে ছোট’ এটি কততম সপ্তাহের ঘটনা?ক) বিশখ) চব্বিশগ) আঠাশঘ) বত্রিশ২০৭. মিয়োসিসের ফলে ক্রোমোসোমের সংখ্যা –
i. হ্রাস পায়
ii. মাতৃকোষের অর্ধেক হয়ে যায়
iii. দেহকোষের অর্ধেক হয়ে যায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২০৮. অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন –
i. যৌনাঙ্গ বৃদ্ধি করে
ii. বিপাকে সহায়তা করে
iii. যৌন লক্ষণ প্রকাশে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২০৯. বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি?ক) ফুলের গোড়ায় মধু থাকেখ) গর্ভমুন্ড পক্ষল, বৃহৎ ও আঠালো হয়গ) পরাগরেণু আঠালো হয়ঘ) ফুল উজ্জ্বল বর্ণের২১০. দুই মেরু থেকে একটি করে কেন্দ্রিকা ভ্রূণথলির কেন্দ্রে এসে
i. পরস্পরের সাথে মিলিত হয়
ii. ডিপ্লয়েড গৌণ কেন্দ্রিকা সৃষ্টি করে
iii. হ্যাপ্লয়েড গৌণ কেন্দ্রিকা সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২১১. ডিম্বাশয় তেকে নিঃসৃত হরমোন
i. ঋতুচক্র নিয়ন্ত্রণ করে
ii. নারীসুলভ লক্ষণ প্রকাশ করে
iii. বিপাকে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২১২. মাইটোটিক কোষ বিভাজন হয় –
i. জাইগোট সৃষ্টির আগে
ii. জাইগোট সৃষ্টির পরে
iii. নতুন জীবদেহ সৃষ্টিতে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২১৩. স্ত্রীরেণু মাতৃকোষ থেকে সৃষ্ট সর্বনিম্ন বড় কোষটির কেন্দ্রিকা কীরূপ?ক) হ্যাপ্লয়েডখ) ডিপ্লয়েডগ) ট্রিপ্লয়েডঘ) টেট্রাপ্লয়েড২১৪. বৃতির প্রতিটি খন্ডকে কী বলে?ক) পাপড়িখ) পুষ্পপুটগ) বৃত্যাংশঘ) উপবৃত্যাংশ২১৫. ভ্রূনপোষক কলার কাছাকাছি বড় কোষটি মিয়োসিস বিভাজনের মাধ্যমে কয়টি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে?ক) ১খ) ২গ) ৩ঘ) ৪২১৬. ভ্রূণ ডিম্বনালী থেকে জরায়ুতে পৌঁছালে তখন তাকে কী বলে?ক) ব্লাস্টোসিস্টখ) টেট্রাস্পেনরিকগ) নিউসেলাসঘ) অমরা২১৭. পরাগরেণু বিভাজনের ফলে উৎপন্ন ক্ষুদ্র কোষটিকে কী বলে?ক) নালীকোষখ) জেনোরেটিভ কোষগ) পরাগনালীঘ) রেণুরন্ধ্র২১৮. নিষেক কত প্রকার?ক) এক প্রকারখ) দুই প্রকারগ) তিন প্রকারঘ) চার প্রকার২১৯. নিষেকের পূর্বশর্তের ক্ষেত্রে সঠিক কোনটি?ক) স্ত্রী ও পুং জননকোষের পূর্ণতাপ্রাপ্তিখ) স্ত্রী ও পুং জননকোষের সৃষ্টিগ) পরিণত স্ত্রী জননকোষ সৃষ্টিঘ) পরিণত পুং জননকোষে সৃষ্টি২২০. পুংকেশরের শীর্ষের থলের ন্যায় অংশটি –
i. পরাগধানী
ii. পরাগ উৎপন্ন করে
iii. পরাগধানীতে পুংগন্ড থাকে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২২১. ফুলের বাইরের স্তবককে কী বলে?ক) পুষ্পাক্ষখ) বৃতিগ) পাপড়িঘ) দলমন্ডল২২২. নিয়ত পুষ্পমঞ্জরির ক্ষেত্রে –
i. পুষ্প উৎপাদনের বৃদ্ধি কমে যায়
ii. কানশিরা, জুঁই, জবা এর অন্তর্গত
iii. কাল্কাসুন্দা, মুলা, সরিষা এর অন্তর্গত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২২৩. সস্য কোষটি কী?ক) হ্যাপ্লয়েডখ) ডিপ্লয়েডগ) ট্রিপ্লয়েডঘ) পলিপ্লয়েড২২৪. দলমন্ডল হলো
i. ফুলের দ্বিতীয় স্তবক
ii. সাধারণত রঙিন
iii. একটি অত্যাবশ্যকীয় স্তবক
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২২৫. নিচের কোনটিতে অন্তঃনিষেক ঘটে?ক) হাঙ্গরখ) কডগ) তেলাপিয়াঘ) মৃগেল২২৬. উচ্চ শ্রেণির প্রাণীরা কোন ধরনের প্রজননের মাধ্যমে বংশধর সৃষ্টি করে?ক) যৌনখ) অযৌনগ) খন্ডায়নঘ) স্পোর২২৭. পরাগায়নের মাধ্যম কোনটি?ক) বায়ুখ) পানিগ) পাখিঘ) সবগুলো২২৮. পরাগায়নের অপর নাম কী?ক) পরাগ বিকাশখ) পরাগস্ফুটনগ) পরাগ সংযোগঘ) রেণুমিলন২২৯. ভ্রূণপোষক কলা থেকে সৃষ্ট সর্বনিম্ন বড় কোষটি –
i. ভ্রূণথলিতে পরিণত হয়
ii. ডিপ্লয়েড কেন্দ্রিকা বিশিষ্ট
iii. এর কেন্দ্রিকা বিভক্ত হয়ে দুই মেরুতে অবস্থান নেয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৩০. AIDS এ আক্রান্তদের কত শতাংশ পুরুষ?ক) ৩০খ) ৪০গ) ৫০ঘ) ৬০২৩১. নিষেকের প্রয়োজন কোনটিতে?ক) অযৌন জননখ) যৌন জননগ) অঙ্গজ জননঘ) খন্ডায়নে২৩২. যখন কোনো ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবক দুটিই উপস্থিত থাকে তখন তাকে কী বলে?ক) সপুষ্পক ফুলখ) উভলিঙ্গ ফুলগ) একলিঙ্গ ফুলঘ) ক্লীব ফুল২৩৩. একটি শুক্রাণু দ্বারা কয়টি ডিম্বাণু নিষিক্ত হয়?ক) ১টিখ) ২টিগ) ৩টিঘ) ৪টি২৩৪. যে শাখায় ফুলগুলি সজ্জিত থাকে তাকে কী বলে?ক) পুষ্পমঞ্জরীখ) মঞ্জরিদন্ডগ) পুষ্পাক্ষঘ) মঞ্জরিপত্র২৩৫. ভ্রূণের বিকাশের সময় ভ্রূণকে জরায়ুর প্রাচীর সংলগ্ন হতে হয় কেন?ক) ব্লাস্টোসিস্ট পরবর্তী পর্যায় সম্পন্নের জন্যখ) ক্লীভেজ পরবর্তী পর্যায় সম্পন্নের জন্যগ) ট্রফোব্লাস্ট পরবর্তী পর্যায় সম্পন্নের জন্যঘ) গ্যাস্ট্রুলা পরবর্তী পর্যায় সম্পন্নের জন্য২৩৬. পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়
i. বৃদ্ধি উদ্দীপক হরমোন
ii. অ্যান্ড্রোজেন
iii. উৎপাদনক হরমোন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৩৭. HIV এর পূর্ণরূপ কী?ক) Herpes Immuno Deficiency Virusখ) Human Importent Deficiency Virusগ) Human Immune Deficiency Viroঘ) Human Immune Deficiency Virus২৩৮. গর্ভাশয়সহ ফুলের অন্যান্য অংশ পুষ্ট হয়ে যখন ফলে পরিণত হয় তখন তাকে কী বলে?ক) প্রকৃত ফলখ) অপ্রকৃত ফলগ) গুচ্ছ ফলঘ) যৌগিক ফল২৩৯. পর-পরাগী উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটি?ক) নতুন চরিত্রের সৃষ্টিখ) কম জীবনী শক্তিসম্পন্ন বীজ সৃষ্টিগ) প্রজাতির বিশুদ্ধতা রক্ষাঘ) কম অভিযোজন ক্ষমতাসম্পন্ন২৪০. পুংস্তবক ও স্ত্রীস্তবক দুটোই অনুপস্থিত থাকলে তাকে কী ফুল বলা হয়?ক) উভলিঙ্গখ) একলিঙ্গগ) ক্লীবঘ) অসম্পূর্ণ২৪১. ফুলকে আকর্ষণীয়ভাবে তুলে ধরে কোনটি?ক) বৃতিখ) পুষ্পাক্ষগ) দলমন্ডলঘ) পুংস্তবক২৪২. হরমোনের প্রভাবে ছেলেদের –
i. দাঁড়ি গোফ গজায়
ii. কাঁধ চওড়া হয়
iii. গলার স্বর
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৪৩. খাদ্য প্রস্তুতে অংশ নেয় কোনটি?ক) সবুজ বৃতিখ) হলুদ বৃতিগ) লাল বৃতিঘ) বর্ণহীন বৃতি২৪৪. জীবের ক্ষেত্রে কোনটি অবধারিত?ক) ডিম্বাণু সৃষ্টিখ) প্রজননগ) মৃত্যুঘ) খাদ্য গ্রহণ২৪৫. কোন গ্রন্থি থেকে বৃদ্ধি উদ্দীপক হরমোন নিঃসৃত হয়?ক) পিটুইটারিখ) অমরাগ) অ্যাড্রেনালঘ) থাইরয়েড২৪৬. বিশ্বের কতটি দেশে এইডসের বিস্তার ঘটেছে?ক) প্রায় ১২০টিখ) প্রায় ১৪০টিগ) প্রায় ১৬৪টিঘ) প্রায় ১৭৭টি২৪৭. অ্যাড্রেনাল গ্রন্থি নিঃসৃত হরমোন প্রয়োজন কেন?ক) মাতৃদেহে স্তন ও দুগ্ধ ক্ষরণের জন্যখ) দৈহিক ও মানসিক বৃদ্ধির জন্যগ) যৌনাঙ্গ বৃদ্ধি ও যৌন লক্ষণ প্রকাশের জন্যঘ) ভ্রূণ ও অমরা বৃদ্ধির জন্য২৪৮. দলমন্ডল ফুলের –
i. পরাগায়নে সহায়তা করে
ii. অত্যাবশ্যকীয় অংশকে রক্ষা করে
iii. পরাগরেণু উৎপন্ন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৪৯. ডিম্বাণু ও শুক্রাণু কত প্রস্থ ক্রোমোজোম বহন করে?ক) একখ) দুইগ) তিনঘ) চার২৫০. নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে পরিপুষ্ট হয়ে কী গঠন করে?ক) ফলখ) বীজগ) ফুলঘ) পরাগ২৫১. পর-পরাগায়নের সুবিধা হচ্ছে –
i. বীজ অধিক জীবনীশক্তি সম্পন্ন হওয়া
ii. বীজের অঙ্কুরোদগমের হার বৃদ্ধি পাওয়া
iii. বাহকের উপর কম নির্ভরশীলতা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৫২. নারিকেল গাছের ফুলে কয়টি পুংকেশর থাকে?ক) ৩খ) ৪গ) ৫ঘ) ৬২৫৩. ফুলের অত্যাবশ্যকীয় স্তবক কোনটি?ক) দলমন্ডলখ) বৃতিগ) স্ত্রীস্তবকঘ) থ্যালামাস২৫৪. সন্তান প্রসবের কয় মাস পর রক্তস্রাব আবার শুরু হয়?ক) এক মাসখ) দেড় মাসগ) তিন মাসঘ) পাঁচ মাস২৫৫. গর্ভপত্রের অংশ –
i. গর্ভকেশর
ii. গর্ভমুন্ড
iii. গর্ভদন্ড
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৫৬. ভ্রূণের অন্যতম কাজ
i. ফুসফুসের মতো কাজ করা
ii. ভ্রূণের সংরক্ষণ করা
iii. খাদ্য সরবরাহ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৫৭. ফুলের প্রধান কাজ –
i. বীজ তৈরির মাধ্যমে খাদ্যশস্য সংরক্ষণ
ii. গর্ভাশয় পরিপক্ব করে ফল উৎপাদন
iii. ক্ষতিকর পতঙ্গকে দূরে সরিয়ে রাখা
নিচের কোনটি সঠিক?ক) iখ) iiগ) iiiঘ) i, ii ও iii২৫৮. কোন গাছে দ্বিগুচ্ছ পরাগদন্ড থাকে?ক) জবাখ) মটরগ) শিমুলঘ) সূর্যমুখী২৫৯. কোন ধরনের ফুল আকারে বড় হয়?ক) পানিপরাগীখ) বায়ুপরাগীগ) প্রাণীপরাগীঘ) পতঙ্গপরাগী২৬০. ডিম্বাণু ও শুক্রাণুর মিলন প্রক্রিয়াকে কী বলে?ক) গ্যামেটখ) গর্ভাশয়গ) জাইগোটঘ) নিষেক২৬১. শিক্ষক শ্রেণিকক্ষে একটি পরাগরেণুর কেন্দ্রিকাটির বিভাজন দেখিয়ে একটি বৃহৎ ও একটি ক্ষুদ্র কোষ দেখালেন। বড় কোষটিকে কী বলো হয়?ক) জেনারেটিভ কোষখ) জনন নিউক্লিয়াসগ) পুং জননকোষঘ) নালিকোষ২৬২. শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোনের প্রভাবে –
i. গলার স্বর বদলায়
ii. ঋতুচক্র নিয়ন্ত্রিত হয়
iii. দাঁড়ি গজায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৬৩. ভ্রূণপোষক কলার কাছাকাছি যে কোষটি আকারে সামান্য বড় হয় তার –
i. প্রোটোপ্লাজম ঘন
ii. কেন্দ্রিকা তুলনামূলকভাবে বড়
iii. কেন্দ্রিকা ছোট
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৬৪. স্ত্রীস্তবক কী দ্বারা গঠিত?ক) গর্ভপত্রখ) গর্ভদন্ডগ) গর্ভমুন্ডঘ) গর্ভাশয়২৬৫. ফিটাসের ক্ষেত্রে সঠিক তথ্য –
i. প্রায় ৮ সপ্তাহ পরের ভ্রূণ
ii. অঙ্গগুলো ছোট আকৃতিবিশিষ্ট
iii. হৃদস্পন্দন ও মস্তিষ্কের গঠন শুরু
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৬৬. গর্ভযন্ত্র বলতে কী বোঝায়?ক) ডিম্বক রন্ধ্রের দিকের তিনটি কোষখ) ডিম্বাণু যন্ত্রের মাঝের নিউক্লিয়াসগ) ডিম্বাণুর দুই পাশের দুটি নিউক্লিয়াসঘ) ডিম্বক মূলের দিকের তিনটি নিউক্লিয়াস২৬৭. যে ফুলে পাঁচটি অংশের একটি অনুপস্থিত থাকে তাকে কী বলে?ক) সম্পূর্ণ ফুলখ) অসম্পূর্ণ ফুলগ) সবৃন্তক ফুলঘ) অবৃন্তক ফুল২৬৮. ত্রি-নিষেক কীভাবে ঘটে?ক) সেকেন্ডারি নিউক্লিয়াস ও একটি পুংগ্যামেটের মিলনখ) প্রতিপাদ কোষ ও একটি পুংগ্যামেটের মিলনেগ) একই সময়ে একটি পুংগ্যামেট, সেকেন্ডারি নিউক্লিয়াস ও অপর পুংগ্যামেটের মিলনেঘ) সাহায্যকারী কোষ ও একটি পুংগ্যামেটের মিলনে২৬৯. অমরা থেকে নিঃসৃত হয় কোনটি?ক) থাইরক্সিনখ) গোনাডোট্রপিকগ) রিলাক্সিনঘ) ইস্ট্রোজেন২৭০. বহুগুচ্ছ পরাগদন্ড বিশিষ্ট ফুলের উদাহরণ কোনটি?ক) শিমুলখ) মটরগ) জবাঘ) সরিষা২৭১. নালীকোষ বৃদ্ধি প্রাপ্ত হয়ে কিসে পরিণত হয়?ক) পুংজনন কোষখ) স্ত্রীজনন কোষগ) রেণুরন্ধ্রঘ) পরাগনালী২৭২. একটি পুংস্তবকে –
i. একাটি পুংকেশর থাকে
ii. একাধিক পুংকেশর থাকে
iii. পুংকেশরের দন্ডের ন্যায় পুংদন্ড থাকে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৭৩. কোন ফুলের পরাগদন্ড দ্বিগুচ্ছ?ক) শিমুলখ) সূর্যমুখীগ) জবাঘ) মটর২৭৪. অমরার আম্বিলিকার কর্ড ভ্রূণের –
i. নাভির সাথে যুক্ত থাকে
ii. স্পাইনাল কর্ডের সাথে যুক্ত থাকে
iii. নাড়ির সাথে যুক্ত থাকে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৭৫. প্রোটোপ্লাজম পূর্ণ কোষকে কী বলা হয়?ক) আর্কিস্পোরিয়ামখ) মাইক্রোস্পোরগ) ম্যাক্রোস্পোরঘ) অ্যান্টিস্পো২৭৬. ভ্রূণপোষক কলার কাছাকাছি বড় কোষটি বিভাজনের পর সৃষ্ট হ্যাপ্লয়েড কোষগুলোর কতটি নষ্ট হয়ে যায়?ক) ১খ) ২গ) ৩ঘ) ৪২৭৭. উভলিঙ্গ ফুলে –
i. পুংস্তবক থাকে
ii. পুংকেশর থাকে না
iii. গর্ভাশয় থাকে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৭৮. যুক্তগর্ভ পত্রীতে –
i. কতগুলো গর্ভপত্র নিয়ে স্ত্রীস্তবক গঠিত হয়
ii. গর্ভপত্র পরস্পরের সাথে যুক্ত থাকে
iii. গর্ভপত্র পরস্পরের সাথে বিযুক্ত থাকে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৭৯. কত সপ্তাহ পর ভ্রূণকে ফিটাস বলে?ক) প্রায় ৪খ) প্রায় ৬গ) প্রায় ৮ঘ) প্রায় ১২২৮০. কোন বয়সে ঋতুস্রাব চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়?ক) ১৫ বছরখ) ২৫ বছরগ) ৪৫ বছরঘ) ৬০ বছর২৮১. প্রাণী পরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি?ক) গন্ধ থাকে নাখ) গন্ধ থাকতে পারে বা নাও থাকতে পারেগ) উগ্র গন্ধ থাকেঘ) গন্ধ একদমই থাকে না২৮২. পতঙ্গ ফুলের কিসে আকর্ষিত হয়?ক) ফুলের রঙেখ) ফুলের মধুতেগ) ফুলের বৃতিতেঘ) ক ও খ উভয়ই২৮৩. সন্তান প্রসবের প্রায় কত দিন পর স্বাভাবিক ঋতুস্রাব শুরু হয়?ক) ৩০খ) ৪৫গ) ৬০ঘ) ৬৫২৮৪. পর-পরাগায়নের অসুবিধা হচ্ছে –
i. প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়
ii. প্রচুর পরাগরেণুর অপচয় হয়
iii. পরাগায়নের নিশ্চয়তা কম
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৮৫. শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে কী বলে?ক) প্রকৃত ফলখ) অপ্রকৃত ফলগ) সরল ফলঘ) গুচ্ছফল২৮৬. স্ব-পরাগায়নের ফলে –
i. প্রজাতির গুণাগুণ অক্ষুন্ন থাকে
ii. ভ্যারাইটির সৃষ্টি হয়
iii. প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৮৭. গাছের ছোট একটি শাখায় ফুলগুলো যে বিশেষ নিয়মে সাজানো থাকে তাকে কী বলে?ক) পুষ্প বিন্যাসখ) পুষ্পমঞ্জুরিগ) পুষ্পপটঘ) পুষ্পধার২৮৮. গর্ভযন্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?ক) এর মাঝের কোষটি ডিম্বাণুখ) এর মাঝের কোষটি প্রতিপাদ কোষগ) এর পাশের কোষটি প্রতিপাদ কোষঘ) এর মাঝে গৌণ কেন্দ্রিকা২৮৯. পানি পরাগী ফুলের বৈশিষ্ট্য
i. ফুলগুলো হালকা
ii. ফুলগুলোর সুগন্ধ নেই
iii. স্ত্রী ফুলের বৃন্ত লম্বা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৯০. কোন গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন জরায়ুর সংকোচন নিয়ন্ত্রণ করে?ক) ডিম্বাশয়খ) অ্যাড্রেনালগ) অমরাঘ) পিটুইটারি২৯১. বিযুক্তদল কাকে বলে?ক) পাপড়ি যুক্ত না থাকলেখ) পাপড়ি নিচের দিকে থাকলেগ) দলমন্ডল রঙ্গিন থাকলেঘ) পাপড়ি না থাকলে২৯২. AIDS কত সালে আবিষ্কৃত হয়?ক) ১৯৬১ সালেখ) ১৯৭১ সালেগ) ১৯৮১ সালেঘ) ১৯৯১ সালে২৯৩. নিষেকের সময় স্ফীত অগ্রভাগটি ফেটে পুংজনন কোষ কতটি ভ্রূণথলিতে মুক্ত হয়?ক) ১খ) ২গ) ৩ঘ) ৪২৯৪. বহিঃনিষেক হয় –
i. প্রাণিদেহের বাইরে
ii. প্রাণিদেহের ভেতরে
iii. বিভিন্ন মাছে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৯৫. দুটি বিপরীত লিঙ্গের প্রাণীর পুং ও স্ত্রী জনন কোষ উৎপন্ন করার প্রক্রিয়াকে বলে –ক) অযৌন জননখ) যৌন জননগ) অঙ্গজ জননঘ) মুকুলোদগম২৯৬. গর্ভযন্ত্রের বিপরীত দিকের কতটি কোষকে প্রতিপাদ কোষ বলে?ক) ১খ) ২গ) ৩ঘ) ৪২৯৭. প্রাণিপরাগী ফুল কোনটি?ক) ধানখ) পাতাশ্যাওলাগ) সরিষাঘ) কদম২৯৮. শুক্রাশয় থেকে নিঃসৃত হয় –
i. প্রোজেস্টেরন
ii. টেস্টোস্টেরন
iii. অ্যান্ড্রোজেন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৯৯. বয়ঃসন্ধিকালের কত বছর পর মেয়েরা প্রজনন ক্ষমতা লাভ করে?ক) ১-২খ) ১-৩গ) ২-৪ঘ) ২-৪৩০০. এইডস এ আক্রান্ত নারীর সংখ্যা কত?ক) ৩০ শতাংশখ) ২০ শতাংশগ) ৪০ শতাংশঘ) ৫০ শতাংশ৩০১. ভ্রূণ আবরণীর কাজ হলো –
i. ভ্রূণের পুষ্টি
ii. গ্যাসীয় আদান-প্রদান
iii. বর্জ্য নিষ্কাশন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩০২. হরমোন সাহায্য করে –
i. বিপাকীয় কাজে
ii. শারীরবৃত্তীয় কাজে
iii. বিভিন্ন রাসায়নিক ক্রিয়া ঘটাতে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩০৩. জেনোরেটিভ কোষের বিভাজন হতে পারে
i. পরাগধানীতে
ii. পরাগরেণুতে
iii. পরাগনালীতে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩০৪. জীব কীভাবে তার প্রজাতিকে বাঁচিয়ে রাখতে পারে?ক) অনুলিপন প্রক্রিয়ার মাধ্যমেখ) প্রতিবর্তন ক্রিয়ার মাধ্যমেগ) অনুবর্তন ক্রিয়ার মাধ্যমেঘ) প্রতিরূপ সৃষ্টির মাধ্যমে৩০৫. একক অপরিণত পরাগধানী –
i. চারটি খন্ডবিশিষ্ট অঙ্গে পরিণত হয়
ii. প্রতিটি খন্ডে প্রোটোপ্লাজম পূর্ণ থাকে
iii. ভাজক কলা দ্বারা গঠিত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩০৬. পিটুইটারি থেকে নিঃসৃত হরমোন
i. জননগ্রন্থি বৃদ্ধি করে
ii. মাতৃদেহে স্তন ও দুগ্ধ ক্ষরণ নিয়ন্ত্রণ করে
iii. শুক্রাণু তৈরি করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩০৭. পরিনত অবস্থায় ডিম্বকটি বীজে পরিণত হয়
i. সস্যসহ
ii. ভিত্তি কোষসহ
iii. ভ্রূণসহ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩০৮. হরমোন কী থেকে নিঃসৃত হয়?ক) নালিযুক্ত গ্রন্থিখ) নালিহীন গ্রন্থিগ) রক্তঘ) এনজাইম৩০৯. প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে কোনটিতে?ক) স্ব-পরাগায়নেখ) পর-পরাগায়নেগ) পাখির মাধ্যমে পরাগায়নেঘ) পানিতে পরাগায়নে৩১০. অযৌন প্রজনন হতে পারে –
i. মুকুলোদগমের মাধ্যমে
ii. বিভাজনের মাধ্যমে
iii. গ্যামেট সৃষ্টির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩১১. যে ফুলে পাঁচ অংশ উপস্থিত থাকে তাকে কী বলে?ক) অসম্পূর্ণ ফুলখ) সম্পূর্ণ ফুলগ) একলিঙ্গ ফুলঘ) ক্লীব ফুল৩১২. প্রাণী পরাগী ফুলের বৈশিষ্ট্য –
i. ফুলগুলো ছোট হলে পুষ্প মঞ্জরীতে সজ্জিত থাকে
ii. ফুলের রঙ আকর্ষণীয় হয়
iii. ফুলে গন্ধ থাকতে পারে বা নাও থাকতে পারে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩১৩. ভ্রূণথলির কেন্দ্রস্থলে নিউক্লিয়াস দুটির মিলনে সৃষ্টি হয় –ক) ডিম্বাণুখ) গৌণ নিউক্লিয়াসগ) নিউক্লিয়াসঘ) গর্ভযন্ত্র৩১৪. জেনোরেটিভ কোষটি বিভাজিত হয়ে কতটি কোষ তৈরি করে?ক) দুইটিখ) চারটিগ) ছয়টিঘ) আটটি৩১৫. ধুতুরার পুংকেশরের ক্ষেত্রে সঠিক কোনটি?ক) যুক্তধানীখ) একগুচ্ছগ) বহুগুচ্ছঘ) দললগ্ন৩১৬. থাইরক্সিন –
i. মানসিক বৃদ্ধি সাধন করে
ii. বিপাকে সহায়তা করে
iii. স্তনগ্রন্থির বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩১৭. শাখার বৃদ্ধি অসীম হলে তাকে কী বলে?ক) নিয়ম পুষ্পমঞ্জরিখ) অনিয়ত পুষ্পমঞ্জরিগ) অসীম পুষ্পমঞ্জরিঘ) সসীম পুষ্পমঞ্জরি৩১৮. বায়ুপরাগী ফুল –
i. আকারে বড় হয়
ii. গর্ভমুন্ড শাখাবিহীন হয়
iii. মধুগ্রন্থি অনুপস্থিত থাকে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩১৯. আলাদা দেহে দুই ধরনের জননকোষ হলে সেসব উদ্ভিদকে কী বলা হয়?ক) সহবাসীখ) ভিন্নবাসীগ) পরবাসীঘ) পরজীবী৩২০. ডিম্বকরন্ধ্রের দিকের কোষকে কী বলে?ক) ডিত্তি কোষখ) এপিক্যাল কোষগ) সস্য কোষঘ) ধারক কোষ৩২১. পুংকেশর দলমন্ডরের সাথে যুক্ত হলে তাকে কী বলে?ক) যুক্তধানীখ) দললগ্নগ) বিযুক্তধানীঘ) দলখন্ড৩২২. নিষিক্ত ডিম্বাণুর কোষ বিভাজনে ৭২ ঘন্টা পর কত কোষ বিশিষ্ট একটি গঠন সৃষ্টি হয়?ক) ৪খ) ৮গ) ১৬ঘ) ২০৩২৩. ভ্রূণপোষক কলার কাছাকাছি বড় কোষটি বিভাজিত হয়ে সৃষ্ট হ্যাপ্লয়েড কোষগুলোর মধ্যে কতটি বৃদ্ধি পেয়ে ভ্রূণথলিতে পরিণত হয়?ক) ১খ) ২গ) ৩ঘ) ৪৩২৪. পুং ও স্ত্রী জননকোষের মিলনে তৈরি হয়?ক) সিনারজিডখ) ওভামগ) মরুলাঘ) জাইগোট৩২৫. দ্বিগুচ্ছ পরাগদন্ড যুক্ত ফুলের –
i. পরাগধানী দু্ই গুচ্ছে থাকে
ii. উদাহরণ হচ্ছে মটর
iii. পরাগদন্ড দুই গুচ্ছে থাকে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩২৬. হাইপোগাইনাস ফুলের গর্ভাশয় কোথায় থাকে?ক) দলের নিচেখ) বৃতির নিচেগ) বৃতির পাশেঘ) দলের উপরে৩২৭. অন্তঃনিষেক প্রক্রিয়া –
i. অধিকাংশ স্থলজ প্রাণীর অন্যতম বৈশিষ্ট্য
ii. স্ত্রীদেহের জননাঙ্গে ঘটে
iii. স্ত্রীদেহের বাইরে ঘটে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩২৮. হরমোন কোন ধরনের পদার্থ?ক) স্নেহ জাতীয়খ) শর্করা জাতীয়গ) আমিষ জাতীয়ঘ) ভিটামিন৩২৯. নিম্নশ্রেণির জীব কীসের মাধ্যমে জনন ঘটায়?ক) জটিল প্রক্রিয়ারখ) সরল প্রক্রিয়ারগ) কোষ বিভাজনেরঘ) খন্ডায়ন প্রক্রিয়ার৩৩০. বৃদ্ধি উদ্দীপক হরমোন নিঃসৃত হয় –ক) পিটুইটারি গ্রন্থি থেকেখ) থাইরয়েড গ্রন্থি থেকেগ) অমরা থেকেঘ) ডিম্বাশয়ের অনাল গ্রন্থি থেকে৩৩১. সহবাসী উদ্ভিদে একই ফুলে কয় ধরনের জনন কোষ উৎপন্ন হয়?ক) ১খ) ২গ) ৩ঘ) ৪৩৩২. স্ব-পরাগায়নের অসুবিধা হচ্ছে –
i. নতুন গুণের আবির্ভাব ঘটে না
ii. কম জীবনীশক্তি সম্পন্ন বীজের সৃষ্টি করে
iii. নতুন গাছের অভিযোজন ক্ষমতা কমে যায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৩৩. ফুলের তৃতীয় স্তবক কোনটি?ক) পুষ্পাক্ষখ) দলমন্ডলগ) বৃতিঘ) পুংস্তবক৩৩৪. পানিপরাগী ও প্রাণিপরাগী ফুল কীভাবে পৃথক করা যায়?ক) আকৃতির ভিত্তিতেখ) পরাগায়নের পদ্ধতির ভিত্তিতেগ) গর্ভমুন্ডের উপস্থিতির ভিত্তিতেঘ) বৃতির উপস্থিতির ভিত্তিতে৩৩৫. পুংগ্যামেটোফাইটের প্রথম কোষ কী?ক) পরাগধানীখ) পরাগনালীগ) নালীকোষঘ) পরাগরেণু৩৩৬. সস্যকলা সৃষ্টিতে ভূমিকা রাখে কোনটি?ক) M ও Qখ) M ও Pগ) M ও Nঘ) N ও Pউদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও
রুমেলের মা হাফিজা তার ছেলের কিছু শারীরিক পরিবর্তন লক্ষ্য করলেন। দেখলেন, ছেলের গলার স্বরে পরিবর্তন এসেছে আবার আচরণও
৩৩৭. উল্লেখিত পরিবর্তনটি কিসের প্রভাবে হয়?ক) রক্তখ) এনজাইমগ) হরমোনঘ) এমনিতেই৩৩৮. উল্লেখিত পরিবর্তন ছাড়াও এ বয়সে ছেলেদের –
i. গোফ দাঁড়ি
ii. গলার স্বর চিকন হয়
iii. কাঁধ চওড়া হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii
Social Plugin