এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়:৩ ( সৃজনশীল প্রশ্ন)
সৃজনশীল প্রশ্নঃ ২
ক.
প্যারিটি বিট কী?
খ.
২ এর পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে বিনিয়োগের কাজ করা হয়- ব্যাখ্যা করো।
গ.
দৃশ্যকল্প-১ এর X ও Y এর মানকে বাইনারিতে যোগ করো।
ঘ.
দৃশ্যকল্প-২ ও উল্লিখিত P ও Q এর ব্যবধান যোগের মাধ্যমে নির্ণয় করে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ
করো।
সৃজনশীল প্রশ্নের সমাধান
কবাইনারি
ডেটা বা কোডকে এক স্থান থেকে অন্য স্থানে বা ডিভাইসে সঠিকভাবে প্রেরণের জন্য এর সাথে
যে অতিরিক্ত বিট যুক্ত করা হয় তাই প্যারিটি বিট।
বিয়োগের
কাজ যোগের মাধ্যমে করা সম্ভব ২ এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে। বাইনারি সংখ্যার ১ এর
পরিপূরকের সাথে ১ যোগ করলে ২ এর পরিপূরক পাওয়া যায়। এক্ষেত্রে যেকোনো ঋণাত্মক সংখ্যার
২ এর পরিপূরক তৈরি করে সমকক্ষ ৮টি বাইনারি সংখ্যার সমান করতে হবে। অতপর সংখ্যাদ্বয়ের
চূড়ান্ত অবস্থা যোগ করে ফলাফল নির্ণয় করা হয়। তবে চিহ্ন বিট ১ হলে ফলাফল ২ এর পরিপূরক
গঠনে থাকে।
গ
Social Plugin