এস.এস.সি || জীববিজ্ঞান অধ্যায় - ১২: জীবের বংশগতি ও বিবর্তন || বহুনির্বচনী প্রশ্ন - উত্তর

 



এস.এস.সি || জীববিজ্ঞান অধ্যায় - ১২: জীবের বংশগতি ও বিবর্তন 

১. জীবের সকল দৃশ্য ও অদৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম কী?

  ক) জিন

  খ) DNA

  গ) RNA

  ঘ) অনুলিপন

সঠিক উত্তর: (ক)

২. β-থ্যালাসেমিয়া কখন হয়?

  ক) α2β2 গ্লোবিউলিনের অভাবে

  খ) αβ গ্লোবিউলিনের অভাবে

  গ) β গ্লোবিউলিনের অভাবে

  ঘ) γ গ্লোবিউলিনের অভাবে

সঠিক উত্তর: (গ)

৩. ‘জনসংখ্যা তত্ত্ব’ কার লেখা?

  ক) উইলিয়াম হার্ভে

  খ) রবার্ট ডারউইন

  গ) রাসেল ওয়ালেস

  ঘ) টমাস ম্যালথাস

সঠিক উত্তর: (ঘ)

৪. Watson ও Crick কে কোন কাজের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়?

  ক) DNA অণুর double helix বর্ণনার জন্য

  খ) টিস্যুর আণুবীক্ষণিক বর্ণনার জন্য

  গ) অণুবীক্ষণ যন্ত্র তৈরির জন্য

  ঘ) পেনিসিলিন আবিষ্কারের জন্য

সঠিক উত্তর: (ক)

৫. জীনের প্রাপ্তির ‍উপর নির্ভর করে থ্যালাসেমিয়াকে কয় ভাগে ভাগ করা যায়?

  ক) ৩ ভাগে

  খ) ৪ ভাগে

  গ) ৫ ভাগে

  ঘ) ২ ভাগে

সঠিক উত্তর: (ঘ)

৬. DNA-কে ক্রোমোজোমের প্রধান উপাদান বলার কারণ –
i. DNA কোষের স্থায়ী পদার্থ
ii. জীবের চারিত্রিক বৈশিষ্ট্য সরাসরি বহন করে
iii. এটি এক হাজার নিউক্লিটাইড সমন্বয়ে গঠিত
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৭. মানবদেহে অটোসোম সংখ্যা কত?

  ক) ১ জোড়া

  খ) ১১ জোড়া

  গ) ২২ জোড়া

  ঘ) ২৩ জোড়া

সঠিক উত্তর: (গ)

৮. চার্লস রবার্ট ডারউেইন জাহাজে চড়ে যেসব দেশ ভ্রমণ করেন সেগুলো হল –
i. নিউজিল্যান্ড
ii. অস্ট্রেলিয়া
iii. নেপাল
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৯. DNA অনুলিপনের ক্ষেত্রে –
i. একটি নতুন ও একটি পুরাতন সূত্র দিয়ে তৈরি হয়
ii. হাইড্রোজেন বন্ধন ভেঙে যায়
iii. কোষ মরে যায়
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১০. প্রতি প্যাঁচে কতটি হাইড্রোজেন বন্ড থাকে?

  ক) ২৬টি

  খ) ২৫টি

  গ) ২৭টি

  ঘ) ২৮টি

সঠিক উত্তর: (খ)

১১. প্রকট বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী কোন ধরনের জিন?

  ক) প্রচ্ছন্ন জিন

  খ) প্রকট জিন

  গ) লোকাস

  ঘ) ক্রোমোজোম

সঠিক উত্তর: (খ)

১২. সাইটোসিন ও থায়ামিনকে কী বলে?

  ক) পিউরিন

  খ) গুয়ানিন

  গ) এডিনিন

  ঘ) পাইরিডিমিন

সঠিক উত্তর: (ঘ)

১৩. কোন বিজ্ঞানী কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন?

  ক) লিউয়েন হুক

  খ) আল বিরুনী

  গ) চার্লস রবার্ট ডারউইন

  ঘ) মালপিজি

সঠিক উত্তর: (গ)

১৪. বিটা (β) থ্যালাসেমিয়া বেশি পরিলক্ষিত হয় –
i. ভূ-মধ্যসাগরীয় এলাকায়
ii. দক্ষিণ পূর্ব এশিয়া
iii. আফ্রিকায়
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

১৫. সেক্স ক্রোমোজোম দুটি কী নামে পরিচিত?

  ক) X ও X

  খ) Y ও Y

  গ) X ও Y

  ঘ) Z ও Z

সঠিক উত্তর: (গ)

১৬. কোষের সর্বত্র বিরাজমান থাকে কে?

  ক) DNA

  খ) RNA

  গ) CNA

  ঘ) TMA

সঠিক উত্তর: (খ)

১৭. নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে বিস্তৃত এবং সূত্রাকার ক্রোমাটিন দ্বারা গঠিত কোনটি?

  ক) নিউক্লিওলাস

  খ) ক্রোমোজোম

  গ) DNA

  ঘ) RNA

সঠিক উত্তর: (খ)

১৮. বংশবাহিত রক্তজনিত সমস্যা কোনটি?

  ক) আর্থ্রাইটিস

  খ) ক্যান্সার

  গ) থ্যালাসেমিয়া

  ঘ) সর্দি

সঠিক উত্তর: (গ)

১৯. মাতা-পিতার যেসব বৈশিষ্ট্যাবলি বংশানুক্রমে সন্তান-সন্ততিতে সঞ্চারিত হয় তা হলো –
i. আকৃতিগত
ii. প্রকৃতিগত
iii. পরিবেশগত
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

২০. একটি আমগাছের DNA বের করতে তুমি সংগ্রহ করবে –
i. সজীব আমপাতা
ii. আমের বাকল
iii. কাঁচা আম
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

২১. ডিএনএ – এর অপর নাম কী?

  ক) ডিএনএ-To

  খ) ডিএনএ-M

  গ) ডিএনএ-টাইপিং

  ঘ) ডিএনএ-CM

সঠিক উত্তর: (গ)

২২. RNA – এর পূর্ণরূপ কী?

  ক) Ribonucleic acid

  খ) Rebonucleic acid

  গ) Restrinucleic acid

  ঘ) Raninnucleic acid

সঠিক উত্তর: (ক)

২৩. কুলির থ্যালাসেমিয়া বলা হয় কোনটিকে?

  ক) γ-থ্যালাসেমিয়াকে

  খ) α-থ্যালাসেমিয়াকে

  গ) β-থ্যালাসেমিয়াকে

  ঘ) পাই থ্যালাসেমিয়াকে

সঠিক উত্তর: (গ)

২৪. জৈবিক নমুনার অন্তর্ভুক্ত –
i. হাড়, দাঁত
ii. লালা, সিমেন
iii. পা, হাত
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

২৫. হেলিক্সের একটি পূর্ণ ঘূর্ণনে কয়টি নিউক্লিওটাইড থাকে?

  ক) ১০টি

  খ) ১২টি

  গ) ৮টি

  ঘ) ১১টি

সঠিক উত্তর: (ক)

২৬. থ্যালাসেমিয়া রোগ হতে পারে –
i. থ্যালাসেমিয়া মেজর
ii. থ্যালাসেমিয়া মাইনর
iii. বিটা থ্যালাসেমিয়া
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

২৭. পিউরিন ও পাইরিমিডিনের মধ্যে সর্বদা কী বন্ড থাকে?
i. রাসায়নিক বন্ড
ii. ধাতব বন্ড
iii. হাইড্রোজেন বন্ড
নিচের কোনটি সঠিক?

  ক) i

  খ) ii

  গ) iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

২৮. পাইরিমিডিনে কোনটি থাকে?

  ক) সাইটোসিন

  খ) গুয়ানিন

  গ) ইউরাসিল

  ঘ) অ্যাডেনিন

সঠিক উত্তর: (গ)

২৯. গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ থেকে বিভিন্ন প্রাণীর নমুনা সংগ্রহ করেন কে?

  ক) লিনিয়াস

  খ) চার্লস রবার্ট ডারউইন

  গ) আল বিরুনী

  ঘ) লিউয়েন হুক

সঠিক উত্তর: (খ)

৩০. কত জোড়া ক্রোমোজোমকে সেক্স-ক্রোমোজোম বলা হয়?

  ক) ১ জোড়া

  খ) ১১ জোড়া

  গ) ২২ জোড়া

  ঘ) ২৩ জোড়া

সঠিক উত্তর: (ক)

৩১. থ্যালাসেমিয়া রোগীদের কী সমৃদ্ধ ফল খেতে নিষেধ করা হয়?

  ক) প্রোটিন

  খ) সালফার

  গ) আয়রন

  ঘ) ফসফরাস

সঠিক উত্তর: (গ)

৩২. DNA-কে Hybridized করা হয় কীসের মাধ্যমে?

  ক) রেস্ট্রিকশন এনজাইম

  খ) লাইগেজ এনজাইম

 গ) ডিএনএ প্রোব

  ঘ) প্রোনি জাইমেজ

সঠিক উত্তর: (গ)

৩৩. কোন রোগে আক্রান্ত রোগী রক্ত শূন্যতায় ভোগে?

  ক) এইডস

  খ) ক্যান্সার

  গ) আর্থ্রাইটিস

  ঘ) থ্যালাসেমিয়া

সঠিক উত্তর: (ঘ)

৩৪. কোন রোগে লোহিত রক্ত কণিকা নষ্ট হয়?

  ক) আর্থ্রাইটিস

  খ) আমাশয়

  গ) অস্টিওপেরিসেস

  ঘ) থ্যালাসেমিয়া

সঠিক উত্তর: (ঘ)

৩৫. DNA replication পদ্ধতিতে কোন বন্ধন ভেঙে আলাদা হয়?

  ক) হাইড্রোজেন

  খ) সিগমা

  গ) পাই

  ঘ) আয়নিক

সঠিক উত্তর: (ক)

৩৬. লিনিয়ান সোসাইটির অবস্থান কোথায়?

  ক) ফ্রান্স

  খ) লন্ডন

  গ) জাপান

  ঘ) আমেরিকা

সঠিক উত্তর: (খ)

৩৭. কোন বিজ্ঞানীদ্বয় DNA অণুর দ্বি-সূত্রী কাঠামোর বর্ণনা দেন?

  ক) Watson

  খ) Crick

  গ) Al Nafis

  ঘ) Watson & Crick

সঠিক উত্তর: (ঘ)

৩৮. জনসংখ্যা নিয়ন্ত্রণে কী গুরুত্বপূর্ণ কার্যকরী ভূমিকা রাখে?

  ক) পানি

  খ) বাতাস

  গ) প্রাকৃতিক দুর্যোগ

  ঘ) সূর্যরশ্মি

সঠিক উত্তর: (গ)

৩৯. DNA টেস্টের বিজ্ঞানভিত্তিক ব্যবহারিক পদ্ধতিকে কী বলা হয়?

  ক) RNA ফিঙ্গার প্রিন্টিং

  খ) থ্যালাসেমিয়া

  গ) DNA ফিঙ্গার প্রিন্টিং

  ঘ) অটোরেযিও গ্রাফ

সঠিক উত্তর: (গ)

৪০. ‘The Origin of Species by Means of Natural Selection’ বইটির প্রথম দিনে বিক্রিত সংখ্যা কত?

  ক) ৮০০ কপি

  খ) ৯০০ কপি

  গ) ১০০০ কপি

  ঘ) ১২০০ কপি

সঠিক উত্তর: (ঘ)

৪১. অধিকাংশ RNA-তে কয়টি পলিনিউক্লিটাইড সূত্র থাকে?

  ক) তিনটি

  খ) দুইটি

  গ) একটি

  ঘ) চারটি

সঠিক উত্তর: (গ)

৪২. থ্যালাসেমিয়ার ক্ষেত্রে প্রযোজ্য –
i. তীব্রতর হলে মায়ের পেটেই শিশুর মৃত্যু হয়
ii. জটিল রক্তশূন্যতায় ভোগে
iii. ওজন কমে যায়
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

৪৩. যকৃত নষ্ট হলে কোন রোগটি দেখা দেয়?

  ক) আমাশয়

  খ) আর্থ্রাইটিস

  গ) জন্ডিস

  ঘ) ম্যালেরিয়া

সঠিক উত্তর: (গ)

৪৪. মানবদেহে ক্রেমোজোমের সংখ্যা কত?

  ক) ২২ জোড়া

  খ) ২৩ জোড়া

  গ) ১ জোড়া

  ঘ) ১১ জোড়া

সঠিক উত্তর: (খ)

৪৫. আর.এন.এ তে থাকে –
i. রাইবোজ শর্করা
ii. অজৈব ফসফেট
iii. নাইট্রোজেনঘটিত বেস
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৪৬. প্রজন্মকে টিকিয়ে রাখার জন্য জীবের সহজাত ক্ষমতা কোনটি?

  ক) প্রজনন

  খ) ব্যাধি

  গ) দৈহিক বৃদ্ধি

  ঘ) মানসিক বিকাশ

সঠিক উত্তর: (ক)

৪৭. ‘বেস’ অর্থ কী?

  ক) অম্ল

  খ) ক্ষারক

  গ) মূখ্য

  ঘ) অম্লযান

সঠিক উত্তর: (খ)

৪৮. DNA তে কোন ধরনের বেস পাওয়া যায়?

  ক) ফসফরাস

  খ) সালফার

  গ) নাইট্রোজেন

  ঘ) কার্বন

সঠিক উত্তর: (গ)

৪৯. কত সালে DNA অণুর আণবিক গঠন আবিষ্কৃত হয়?

  ক) ১৯৪৩

  খ) ১৯৬৩

  গ) ১৮৪৮

  ঘ) ১৯৫৩

সঠিক উত্তর: (ঘ)

৫০. বিজ্ঞানী ডারউইন কত সালে জাহাজে চাকরি নেন?

  ক) ১৮১৩

  খ) ১৮৩১

  গ) ১৮০৩

  ঘ) ১৮৬১

সঠিক উত্তর: (খ)

৫১. ডারউইনের মতে কিসের ফলে নিজেকে রক্ষার জন্য নানা রকম শারীরিক পরিবর্তন ঘটে?

  ক) অল্প পরিশ্রমের ফলে

  খ) প্রতিকূল পরিবেশের

  গ) অবিরাম সংগ্রামের

  ঘ) প্রাকৃতিক নির্বাচনের

সঠিক উত্তর: (গ)

৫২. কোনটি লিঙ্গ নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে?

  ক) সেক্স ক্রোমোজোম

  খ) অটোসোম

  গ) RNA

  ঘ) DNA

সঠিক উত্তর: (ক)

৫৩. কোন ধরনের প্রক্রিয়া DNA কে নমুনা থেকে আলাদা করে?

  ক) জৈবিক প্রক্রিয়ায়

  খ) রাসায়নিক প্রক্রিয়ায়

  গ) গ্লাইক্লোলাইসিস প্রক্রিয়ায়

  ঘ) হাইব্রিডাইজ প্রক্রিয়ায়

সঠিক উত্তর: (খ)

৫৪. আলফ্রেড রাসেল কী ছিলেন?

  ক) গণিতবিদ

  খ) জনসংখ্যাতত্ত্ববিদ

  গ) জীববিজ্ঞানী

  ঘ) প্রকৃতিবিদ

সঠিক উত্তর: (ঘ)

৫৫. RNA সম্পর্কে বলা যায় –
i. DNA ভাইরাসের ক্রোমোজোমে স্থায়ী উপাদান হিসেবে পাওয়া যায়
ii. অধিকাংশ RNA-তে একটি পলিনিউক্লিওটাইডের সূত্র থাকে
iii. DNA দ্বারা গঠিত নয় এমন ভাইরাসে নিউক্লিক এসিড হিসেবে RNA থাকে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

৫৬. ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলার কারণ 
i. মাতা-পিতা হতে জিন সন্তানের দেহে বহন করে
ii. বংশগতির ধারা অক্ষুন্ন রাখে
iii. প্রজাতির বৈশিষ্ট্যভেদে এর ডিপ্লয়েড সংখ্যা ২-৮০০ হতে পারে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৫৭. লিউকোমিয়া আক্রান্ত রোগীদের কী খাওয়া উচিত নয়?

  ক) ক্যারোটিন সমৃদ্ধ ফল

  খ) ভিটামিন সমৃদ্ধ ফল

  গ) অম্লীয় ফল

  ঘ) লৌহ সমৃদ্ধ ফল

সঠিক উত্তর: (ঘ)

৫৮. ওয়ালেস তার অভিমতগুলো লিনিয়ান সোসাইটিতে পেশ করে –
i. ১৮৫৮ সালের ২ জুলাই
ii. ১৮৫৯ সালের ১ জুলাই
iii. ১৮৫৮ সালের ১ জুলাই
নিচের কোনটি সঠিক?

  ক) i

  খ) ii

  গ) iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

৫৯. জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক ও বাহক কী?

  ক) RNA

  খ) TMA

  গ) DNA

  ঘ) CNA

সঠিক উত্তর: (গ)

৬০. মাতা-পিতার বৈশিষ্ট্যাবলি কীভাবে সন্তান-সন্ততিতে সঞ্চারিত হয়?

  ক) বংশানুক্রমে

  খ) প্রকৃতিগতভাবে

  গ) প্রযুক্তিগতভাবে

 ঘ) অনুসরণের মাধ্যমে

সঠিক উত্তর: (ক)

৬১. জন্মের পূর্বেই মায়ের পেটে শিশু মৃত্যুর অন্যতম কারণ কী?

  ক) জন্ডিস

  খ) পোলিও

  গ) আর্থ্রাইটিস

  ঘ) তীব্র থ্যালাসেমিয়া

সঠিক উত্তর: (ঘ)

৬২. ‘The Origin of Species by Means of Natural Selection’ বইটি কার লেখা?

  ক) চার্লস রবার্ট ডারউইন

  খ) টমাস ম্যালথাস

  গ) উইলিয়াম হার্ভে

  ঘ) ক্যারোলাস লিনিয়াস

সঠিক উত্তর: (ক)

৬৩. কোন রোগীদের চোখে স্নায়ু কোষের রং শনাক্তকারী পিগমেন্টের অভাব থাকে?

  ক) গ্লুকোমা

  খ) কনজাংটিভাইটিস

  গ) কালার ব্লাইন্ড

  ঘ) মায়োপিয়া

সঠিক উত্তর: (গ)

৬৪. প্রজাতির বৈশিষ্ট্যভেদে কোষে ক্রোমোজোমের ডিপ্লয়েড সংখ্যা –

  ক) ৪-৮০০

  খ) ২-১০০০

  গ) ২-১৬০০

  ঘ) ২-১২০০

সঠিক উত্তর: (গ)

৬৫. কাদের মধ্যে আন্তঃপ্রজাতিক প্রতিযোগিতা দেখা যায়?

  ক) রুইমাছ-রুইমাছে

  খ) সাপ-বেজী

  গ) বিড়াল-বিড়ালে

  ঘ) বানর-বানরে

সঠিক উত্তর: (খ)

৬৬. কোন ধরনের বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে অবিকল স্থানান্তরিত হয়?

  ক) পারিবারিক

  খ) প্রকৃতিকগত

  গ) স্বকীয়

  ঘ) নিশ্চল

সঠিক উত্তর: (গ)

৬৭. মাতা-পিতা হতে প্রথম বংশদরে জীবের যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে কী বলে?

  ক) প্রচ্ছন্ন বৈশিষ্ট্য

  খ) প্রকট বৈশিষ্ট্য

  গ) লোকাস

  ঘ) ফিনোটাইপ বৈশিষ্ট্য

সঠিক উত্তর: (খ)

৬৮. কোনটি প্রোটিন সংশ্লেষণ করে?

  ক) CNA

  খ) DNA

  গ) TMA

  ঘ) DCM

সঠিক উত্তর: (খ)

৬৯. সাধারণত একটি বৈশিষ্ট্যের জন্য কী থাকে?

  ক) একটি নির্দিষ্ট প্রোটিন

  খ) একটি নির্দিষ্ট জিন

  গ) একটি নির্দিষ্ট শর্করা

  ঘ) একটি নির্দিষ্ট এনজাইম

সঠিক উত্তর: (খ)

৭০. বংশগতিবিদ্যার জনক কে?

  ক) মেন্ডেল

  খ) উইলিয়াম হার্ভে

  গ) অ্যারিস্টটল

  ঘ) জর্জ বেনথাম

সঠিক উত্তর: (ক)

৭১. পেন্টোজ সুগারকে কী বলা হয়?

  ক) ডি-অক্সিরাইবোজ

  খ) রাইবোজ

  গ) গ্লুকোজ

  ঘ) নাইট্রোজেন

সঠিক উত্তর: (খ)

৭২. বাংলাদেশে প্রতিবছর কতজন শিশু থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মগ্রহণ করে?

  ক) ৪০০০

  খ) ৫০০০

  গ) ৬০০০

  ঘ) ৭০০০

সঠিক উত্তর: (ঘ)

৭৩. স্নায়ু কোষে একটি পিগমেন্ট না থাকলে কোন রঙের পার্থক্য করা যায় না?

  ক) সবুজ ও নীল

  খ) লাল ও সবুজ

  গ) সাদা ও কালো

  ঘ) লাল ও নীল

সঠিক উত্তর: (খ)

৭৪. DNA – এর পূর্ণরূপ কী?

  ক) Deoxyribonucleic acid

  খ) Double nucleic acid

  গ) Deoxynucleic acid

  ঘ) Dihydronucleic acid

সঠিক উত্তর: (ক)

৭৫. ইংরেজ প্রকৃতি বিজ্ঞানী কে?

  ক) উইলিয়াম হার্ভে

  খ) চার্লস বরার্ট ডারউইন

  গ) ক্যারোলাস লিনিয়াস

  ঘ) থিওফ্রাসটাস

সঠিক উত্তর: (খ)

৭৬. গোলাকার DNA দেখা যায় –
i. E.coli
ii. Bacillus
iii. Homo sapiens
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৭৭. যে সমস্ত ভাইরাস DNA দ্বারা গঠিত নয় তাদের নিউক্লিক এসিড হিসেবে কী থাকে?

  ক) DNA

  খ) CMA

  গ) RNA

  ঘ) TMA

সঠিক উত্তর: (গ)

৭৮. ডারউইনের আলোড়ন সৃষ্টিকারী বইটি সম্পর্কে সঠিক তথ্য হলো –
i. বইটি ১৮৫৯ সালে প্রকাশিত হয়
ii. প্রথম দিনে ১২০০ কপি বিক্রিত হয়
iii. প্রথম বইটির ১৫০০ কপি ছাপানো হয়েছিল
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৭৯. সর্বপ্রথম ক্রোমোজোম কে আবিষ্কার করেন?

  ক) Al Nafis

  খ) William Harvey

  গ) Watson

  ঘ) Strasburger

সঠিক উত্তর: (ঘ)

৮০. বংশগতির প্রধান উপাদান কী?

  ক) ক্রোমোজোম

  খ) নিউক্লিয়াস

  গ) DNA

  ঘ) RNA

সঠিক উত্তর: (ক)

৮১. রং শনাক্তকারী পিগমেন্টের অবস্থান কোথায়?

  ক) অলফ্যাক্টরি স্নায়ুতে

  খ) ট্রাকলিয়ার স্নায়ুতে

  গ) চোখের কোষে

  ঘ) ভেগাস স্নায়ুতে

সঠিক উত্তর: (গ)

৮২. Watson ও Crick-এর মতে নাইট্রোজেন বেসগুলো কয় ধরনের?

  ক) ২ ধরনের

  খ) ৩ ধরনের

  গ) ৪ ধরনের

  ঘ) ৫ ধরনের

সঠিক উত্তর: (ক)

৮৩. কোনটি প্রতিরূপ সৃষ্টি করতে পারে না?

  ক) DNA

  খ) CNA

  গ) RNA

  ঘ) TMA

সঠিক উত্তর: (গ)

৮৪. বংশগতির ভৌত ভিত্তিকে কী বলে আখ্যায়িত করা হয়?

  ক) সেন্ট্রোসোম

  খ) নিউক্লিয়াস

  গ) মাইটোকন্ড্রিয়া

  ঘ) ক্রোমোজোম

সঠিক উত্তর: (ঘ)

৮৫. সর্বপ্রথম DNA কে আবিষ্কার করেন?

  ক) AL Nafis

  খ) Watson

  গ) Miescher

  ঘ) Sir Marifia

সঠিক উত্তর: (গ)

৮৬. লোহিত রক্তের দুটি প্রোটিন জিন নষ্টের কারণে কী উৎপাদিত হয়?

  ক) পূর্ণ লোহিত রক্তকোষ

  খ) ত্রুটিপূর্ণ লোহিত রক্তকোষ

  গ) বিশুদ্ধ লোহিত কণিকা

  ঘ) শ্বেত রক্তকণিকা

সঠিক উত্তর: (খ)

৮৭. কোনটি RNA-ভাইরাস?

  ক) DCM

  খ) TMV

  গ) CNA

  ঘ) DNA

সঠিক উত্তর: (খ)

৮৮. চার্লস রবার্ট ডারউইন কত বছর ধরে সমুদ্রে পরিভ্রমণ করেন?

  ক) ৩ বছর

  খ) ৪ বছর

  গ) ৫ বছর

  ঘ) ৬ বছর

সঠিক উত্তর: (গ)

৮৯. চার্লস রবার্ট ডারউইন সম্পর্কে সঠিক তথ্য হলো –
i. তিনি ইংরেজ প্রকৃতি বিজ্ঞানী
ii. তিনি বিভিন্ন প্রাণীর নমুনা সংগ্রহ করেন
iii. তিনি ফোর্ট উইলিয়াম কলেজের ছাত্র ছিলেন
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৯০. বৈজ্ঞানিক দৃষ্টিতে কন্যা সন্তান জন্মকালে কাউকে দায়ী করলে কাকে করতে হবে?

  ক) সমাজকে

  খ) মাতাকে

  গ) পিতাকে

  ঘ) পরিবারকে

সঠিক উত্তর: (গ)

৯১. লোহিত রক্ত কোষ কয় ধরনের প্রোটিন দ্বারা তৈরি?

  ক) ৩ ধরনের

  খ) ২ ধরনের

  গ) ৪ ধরনের

  ঘ) ৫ ধরনের

সঠিক উত্তর: (খ)

৯২. XY ক্রোমোজোম নিয়ে যে শিশু পৃথিবীতে আসবে সে হবে –

  ক) ছেলে

  খ) মেয়ে

  গ) মৃত

  ঘ) প্রতিবন্ধী

সঠিক উত্তর: (ক)

৯৩. অ্যাডেনিন ও গুয়ানিনকে কী বলে?

  ক) অ্যাডেনিন

  খ) পাইরিমিডিন

  গ) পিউরিন

  ঘ) গুয়ানিন

সঠিক উত্তর: (গ)

৯৪. RNA-এর বৈশিষ্ট্য হলো –
i. এক সূত্রক
ii. কোষের সর্বত্র অবস্থান করে
iii. প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৯৫. মহাবিশ্বের কোথায় জীবনের স্পন্দন দেখা যায়?

  ক) বুধ

  খ) পৃথিবী

  গ) শুক্র

  ঘ) মঙ্গল

সঠিক উত্তর: (খ)

৯৬. অধিকাংশ RNA-তে পলিনিউক্লিওটাইড সূত্র থাকে কয়টি?

  ক) ১টি

  খ) ২টি

  গ) ৩টি

  ঘ) ৪টি

সঠিক উত্তর: (ক)

৯৭. ডিম্বাণু সৃষ্টির সময় প্রতিটি ডিম্বাণু কী লাভ করে?

  ক) ১টি Y ক্রোমোজোম

  খ) ১টি X ক্রোমোজোম

  গ) ২টি X ক্রোমোজোম

  ঘ) ২টি Y ক্রোমোজোম

সঠিক উত্তর: (খ)

৯৮. থ্যালাসেমিয়া মেজর রোগীদের কত বছর বয়সে মৃত্যুর ঝুঁকি থাকে?

  ক) ১০-১৫ বছর

  খ) ১৫-২০ বছর

  গ) ২০-৩০ বছর

  ঘ) ২৫-২৮ বছর

সঠিক উত্তর: (গ)

৯৯. আলফা (a) থ্যালাসেমিয়া বেশি পরিলক্ষিত হয় –
i. ভূ-মধ্যসাগরীয় এলাকায়
ii. দক্ষিণ-পূর্ব এশিয়া
iii. মধ্যপ্রাচ্যে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

১০০. Plysical basis of heredity বলা হয় কাকে?

  ক) জিন

  খ) ক্রোমোজোম

  গ) DNA

  ঘ) লোকাস

সঠিক উত্তর: (খ)

১০১. ভূমধ্যসাগরীয় এলাকাবাসীদের মাঝে কোন ধরনের থ্যালাসেমিয়া বেশি পরিলক্ষিত হয়?

  ক) β-থ্যালাসেমিয়া

  খ) α-থ্যালাসেমিয়া

  গ) ɸ-থ্যালাসেমিয়া

  ঘ) δ-থ্যালাসেমিয়া

সঠিক উত্তর: (ক)

১০২. জীবের সকল বিপাকীয় কার্যাবলি নিয়ন্ত্রণ করে কে?

  ক) DNA

  খ) RNA

  গ) TMA

  ঘ) DCM

সঠিক উত্তর: (ক)

১০৩. মানুষের দেহকোষ ২৩ জোড়া ক্রোমোজোমের মধ্যে –
i. ২২ জোড়া অটোসোম
ii. ২৩ জোড়া অটোসোম
iii. ১ জোড়া সেক্স ক্রোমোজোম
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

১০৪. বংশগতিবিদ্যার জনক মেন্ডেল সম্পর্কে বলা যায় –
i. তিনি জিন তত্ত্বের সূচনা করেন
ii. বংশগতি সম্বন্ধে দুটি মৌলিক সূত্র প্রবর্তন করেন
iii. তার প্রদত্ত সূত্র দুটিকে মেন্ডেলবাদ বলে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১০৫. ১৯৩৮ সালে কোন বিজ্ঞানী DNA এর মৌলিক ধারণা দেন?

  ক) Lenene

  খ) AL Nafis

  গ) Ris

  ঘ) Francis

সঠিক উত্তর: (গ)

১০৬. ক্রোমোজোমের দৈর্ঘ্য সাধারণত –

  ক) ৩.৫-৩০.০০ মাইক্রন

  খ) ২-২৫ মাইক্রন

  গ) ৩.৫-২৬.০০ মাইক্রন

  ঘ) ০.২-২.০ মাইক্রন

সঠিক উত্তর: (ক)

১০৭. ক্রোমোজোমের কাজ কী?

  ক) মাতা-পিতা থেকে জিন সন্তান-সন্ততিতে নিয়ে যাওয়া

  খ) সন্তান থেকে জিন পরিবেশে ছড়িয়ে দেওয়া

  গ) খাদ্য সরবরাহ করা

  ঘ) দেহের ভার বহন করা

সঠিক উত্তর: (ক)

১০৮. একটি বৈশিষ্ট্যের জন্য সাধারণত কয়টি জিন থাকে?

  ক) ৩টি

  খ) ৫টি

  গ) ২টি

  ঘ) ১টি

সঠিক উত্তর: (ঘ)

১০৯. RNA-পাইরিমিডিনে থাকে –
i. সাইটোসিন
ii. গুয়ানিন
iii. সাইটোসিন
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

১১০. কতটি উপাদানকে একত্রে নিউক্লিওটাইড বলে?

  ক) ২

  খ) ৩

  গ) ৪

  ঘ) ৫

সঠিক উত্তর: (খ)

১১১. বিটা (β) থ্যালাসেমিয়ার অন্য নাম কী?

  ক) মেজর থ্যালাসেমিয়া

  খ) কুলির থ্যালাসেমিয়া

  গ) মাইনর থ্যালাসেমিয়া

  ঘ) আলফা (α) থ্যালাসেমিয়া

সঠিক উত্তর: (খ)

১১২. থ্যালাসেমিয়ার চিকিৎসা সম্পর্কে বলা যায় –
i. নির্দিষ্ট সময় পরপর রক্ত প্রদান করতে হয়
ii. নির্দিষ্ট ঔষধ সেবন করাতে হয়
iii. লৌহ সমৃদ্ধ ফল বা ঔষধ খাওয়ানো থেকে বিরত রাখতে হয়
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১১৩. ‘The Origin of Species by Means of Natural Selection’ বইটির প্রকাশকাল কোনটি?

  ক) ১৯৫৬

  খ) ১৮৫৮

  গ) ১৯৫৯

  ঘ) ১৯২৩

সঠিক উত্তর: (গ)

১১৪. গ্রীক Soma শব্দটির অর্থ কী?

  ক) কোষ

  খ) স্নায়ু

  গ) দেহ

  ঘ) মাথা

সঠিক উত্তর: (গ)

১১৫. আদিকোষের DNA সাধারণত দেখতে কেমন?

  ক) গোলাকার

  খ) সূত্রাকার

  গ) সর্পিলকার

  ঘ) বহুভুজাকার

সঠিক উত্তর: (ক)

১১৬. চোখের স্নায়ুকোষের রং শনাক্তকারী পিগমেন্টের অভাব থাকলে –
i. লাল ও সবুজ রঙের পার্থক্য করা যায় না
ii. নীল ও হলুদ রঙের পার্থক্য করা যায় না
iii. নীল ও লাল রঙের পার্থক্য করা যায় না
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১১৭. ১৮৩১ সালে কোন বিজ্ঞানী H. M. S Beagle জাহাজের একজন প্রকৃতিবিদ হিসেবে চাকরি গ্রহণ করেন?

  ক) ডারউইন

  খ) মেন্ডেল

  গ) হাক্সলি

  ঘ) ব্রাউন

সঠিক উত্তর: (ক)

১১৮. জীব প্রজাতির পৃথিবীতে আবির্ভাব ও টিকে থাকার জন্য অভিযোজন প্রক্রিয়াকে কী বলে?

  ক) জৈব বিবর্তন

  খ) জিন প্রযুক্তি

  গ) জিন প্রকৌশল

  ঘ) অজৈব বিবর্তন

সঠিক উত্তর: (ক)

১১৯. ১ মাইক্রন সমান কত মি.মি.?

  ক) ১/১০০ মি.মি.

  খ) ১/১০০০ মি.মি.

  গ) ১/১০ মি.মি.

  ঘ) ১/১০০০০ মি.মি.

সঠিক উত্তর: (খ)

১২০. এগারোজ জেল ব্যবহৃত হয় –
i. DNA Finger Printing-এ
ii. Electrophoresis-এ
iii. PCR-এ
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১২১. ক্ষারগুলো শায়িত (Flat) ভাবে প্রধান অক্ষের সাথে কীভাবে অবস্থান করে?

  ক) আনুভূমিক

  খ) লম্ব

  গ) সমতল

  ঘ) বাঁকা

সঠিক উত্তর: (খ)

১২২. ডিম্বাশয়ে ডিম্বাণু সৃষ্টির সময় কোন ধরনের বিভাজন ঘটে?

  ক) মাইটোসিস

  খ) অ্যামাইটোসিস

  গ) দ্বিবিভাজন

  ঘ) মিয়োসিস

সঠিক উত্তর: (ঘ)

১২৩. সন্তানের লিঙ্গ নির্ধারিত গ্যামেট হলো –
i. হেটারোগ্যামেট
ii. পিতার গ্যামেট
iii. মাতার গ্যামেট
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১২৪. DNA এনজাইমকে কেটে টুকরা করা যায় কোনটির সাহায্যে?

  ক) এনজাইম

  খ) সীমাবদ্ধ এনজাইম

  গ) সেলুলোজ

  ঘ) প্যাপটাইড

সঠিক উত্তর: (খ)

১২৫. কোনটি লোহিত রক্তকণিকার এক অস্বাভাবিক রোগের নাম?

  ক) থ্যালাসেমিয়া

  খ) অর্থ্রাইটিস

  গ) অস্টিওপেরিসেস

  ঘ) আমাশয়

সঠিক উত্তর: (ক)

১২৬. ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কী বলে?

  ক) লোকাস

  খ) সেন্ট্রোসোম

  গ) ফ্যাক্টর

  ঘ) রাইবোসোম

সঠিক উত্তর: (ক)

১২৭. রক্তের লোহিত রক্তকণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম কী?

  ক) বর্ণান্ধতা

  খ) থ্যালাসেমিয়া

  গ) পঙ্গুত্ব

  ঘ) বাকহীনতা

সঠিক উত্তর: (খ)

১২৮. সূক্ষ্ম সূতার ন্যায় DNA দেখা যায় –
i. ব্যাকটেরিয়ায়
ii. মানুষে
iii. কুনোব্যাঙ-এ
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

১২৯. মেন্ডেলের গবেষণালব্ধ উদ্ভিদটির নাম কী?

  ক) মটরশুঁটি

  খ) বরবটি

  গ) তুলসী

  ঘ) অর্জুন

সঠিক উত্তর: (ক)

১৩০. মোমেন ভাই একজন পুলিশ কর্মকর্তা। তিনি অপরাধের কারণ উদঘাটনে ব্যবহার করবেন নিচের কোনটি?

  ক) DNA সিক্যুয়েন্সিং

  খ) DNA ফিঙ্গার প্রিন্টিং

  গ) DNA হাইব্রিডাইজিশন

  ঘ) DNA অনুলিপণ

সঠিক উত্তর: (খ)

১৩১. পৃথিবীতে দুইটি প্রাণী বা প্রাণীগোষ্ঠী সম্পূর্ণ এক রকম নয় – এটি কে লক্ষ্য করেছিলেন?

  ক) ডারউইন

  খ) টমাস ম্যালথাস

  গ) অ্যারিস্টটল

  ঘ) লিনিয়াস

সঠিক উত্তর: (ক)

১৩২. ডাইনোসর কখন বিলুপ্ত হয়?

  ক) একশত বছর আগে

  খ) দুইশত বছর আগে

  গ) পাঁচশত বছর আগে

  ঘ) হাজার বছর আগে

সঠিক উত্তর: (ঘ)

১৩৩. ক্রোমোজোমের প্রস্থ সাধারণত –

  ক) ৩.৫-৩০.০০ মাইক্রন

  খ) ২.০-২.৫ মাইক্রন

  গ) ০.২-২.০-২৬.০০ মাইক্রন

  ঘ) ৩.৫-২৬.০ মাইক্রন

সঠিক উত্তর: (গ)

১৩৪. সাধারণত প্রতি ১০ জনে কত পুরুষ কালার ব্লাইন্ড হতে দেখা যায়?

  ক) ৩ জন

  খ) ১ জন

  গ) ২ জন

  ঘ) একাধিক

সঠিক উত্তর: (খ)

১৩৫. Y ক্রোমোজোম X ক্রোমোজোমের তুলনায় কেমন?

  ক) বড়

  খ) ছোট

  গ) মোটা

  ঘ) সমান

সঠিক উত্তর: (খ)

১৩৬. কত সালে DNA অনুলিপন প্রক্রিয়া প্রস্তাবিত হয়?

  ক) ১৯৬৪

  খ) ১৯৬৬

  গ) ১৯১৮

  ঘ) ১৮৫৬

সঠিক উত্তর: (ঘ)

১৩৭. কোনটি ক্রোমোজোমের প্রধান উপাদান?

  ক) RNA

  খ) mRNA

  গ) DNA

  ঘ) সেন্ট্রোসোম

সঠিক উত্তর: (গ)

১৩৮. জৈব বিবর্তন তত্ত্ব প্রতিষ্ঠায় অবদান রয়েছে –
i. এরিস্টটলের
ii. ডারউইনের
iii. রাসেল ওয়ালেসের
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

১৩৯. DNA-এর কোন আলোকরশ্মি শোষণের ক্ষমতা অত্যন্ত বেশি?

  ক) কমলা

  খ) বেগুনি

  গ) অতি বেগুনি

  ঘ) নীল

সঠিক উত্তর: (গ)

১৪০. একই প্রজাতির বিভিন্ন সদস্যদের জীবন সংগ্রামে আন্তঃপ্রজাতিক প্রতিযোগিতা হয় –
i. রুই মাছে – রুই মাছে
ii. সাপে – বেজীতে
iii. বানরে – বানরে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

১৪১. বংশগতির নিয়ন্ত্রক কে?

  ক) RNA

  খ) জিন

  গ) CNA

  ঘ) রাইবোজ

সঠিক উত্তর: (খ)

১৪২. কোনটি ক্রোমোজোমের স্থায়ী পর্দা?

  ক) RNA

  খ) DNA

  গ) mRNA

  ঘ) শর্করা

সঠিক উত্তর: (খ)

১৪৩. প্রাণীরা বেঁচে থাকার জন্য সংগ্রাম করে মূলত –
i. খাদ্যকে কেন্দ্র করে
ii. বাসস্থান ও প্রজননকে কেন্দ্র করে
iii. শিল্পকে কেন্দ্র করে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১৪৪. অজ্ঞতার জন্য কন্যা সন্তান প্রসব করায় সমাজ কাকে দায়ী করে?

  ক) পিতাকে

  খ) পরিবারকে

  গ) মাতাকে

  ঘ) প্রকৃতিকে

সঠিক উত্তর: (গ)

১৪৫. ডিএনএ টেস্টের ক্ষেত্রে মূল্যবান জৈবনিক নমুনা হতে পারে –
i. সাইন্যাপস
ii. সিমেন
iii. হাড়
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

১৪৬. টমাস ম্যালথাস এর জীবনকাল কোনটি?

  ক) ১৭৫৬-১৮২২

  খ) ১৬৮৯-১৭৫৪

  গ) ১৭৬৬-১৮৩৪

  ঘ) ১৭৬১-১৮৩৬

সঠিক উত্তর: (গ)

১৪৭. প্রাচীনকালের কোন প্রাণী বলিষ্ঠ হওয়া সত্ত্বেও পরিবেশের সঙ্গে সুষ্ঠুভাবে অভিযোজিত না হতে পারায় বিলুপ্ত হয়েছে?

  ক) উমব্যাট

  খ) স্ফেনোডন

  গ) ডাইনোসর

  ঘ) টাপির

সঠিক উত্তর: (গ)

১৪৮. আলফ্রেড রাসেল ওয়ালেস কখন তার মতামতগুলো ডারউনকে লিখে পাঠান?

  ক) ১৭৭৪ সালে

  খ) ১৮৫৮ সালে

  গ) ১৮৫৯ সালে

  ঘ) ১৮৭০ সালে

সঠিক উত্তর: (খ)

১৪৯. DNA অণু ভেঙ্গে দুটি অণু গঠন করতে কত তাপমাত্রার প্রয়োজন?

  ক) ৯০০

  খ) ৮০০

  গ) ৮৫০

  ঘ) ১০০০

সঠিক উত্তর: (ঘ)

১৫০. সর্বপ্রথম কত সালে DNA আবিষ্কার করা হয়?

  ক) ১৮৯০

  খ) ১৮৬৮

  গ) ১৮৭০

  ঘ) ১৮৭১

সঠিক উত্তর: (খ)

১৫১. কোন রং সঠিকভাবে চিনতে না পারাকে কী বলে?

  ক) জন্মান্ধ

  খ) বর্ণান্ধতা

  গ) প্রতিবন্ধী

  ঘ) কালা

সঠিক উত্তর: (খ)

১৫২. একটি কাতলা মাছ এক ঋতুতে কতগুলো ডিম দেয়?

  ক) ২-৮ লক্ষ

  খ) ৪-৫ লক্ষ

  গ) ৩-৫ লক্ষ

  ঘ) ৫-৬ লক্ষ

সঠিক উত্তর: (গ)

১৫৩. অটোসোমগুলি অংশ গ্রহণ করে –
i. ভ্রূণ গঠনে
ii. লিঙ্গ নির্ধারণে
iii. দেহ গঠনে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

১৫৪. বর্তমান শতাব্দীতে ডিএনএ প্রযুক্তি কীসে ব্যবহার করা হয়?

  ক) চিকিৎসাবিজ্ঞানে

  খ) জাহাজ শিল্পে

  গ) ব্যবসা বাণিজ্যে

  ঘ) ঘরের কাজে

সঠিক উত্তর: (ক)

১৫৫. কোন রোগের চিকিৎসায় নির্দিষ্ট সময় পরপর রক্ত প্রদান করতে হয়?

  ক) অর্থ্রাইটিস

  খ) থ্যালাসেমিয়া

  গ) অস্টিওপোরিসেস

  ঘ) ম্যালেরিয়া

সঠিক উত্তর: (খ)

১৫৬. এক জোড়া প্রতিরূপ ক্রোমোজোম জিন কীভাবে অবস্থান করে?

  ক) একাকী

  খ) জোড়ায় জোড়ায়

  গ) লম্ব

  ঘ) সমতলে

সঠিক উত্তর: (খ)

১৫৭. কোন প্রাণী প্রজাতিটি কালের গর্ভে হারিয়ে গেছে?

  ক) বাঘ

  খ) হরিণ

  গ) ডাইনোসর

  ঘ) পেঙ্গুইন

সঠিক উত্তর: (গ)

১৫৮. নাইট্রোজেন ঘটিত বেস হলো –
i. এডিনিন
ii. গুয়ানিন
iii. সাইটোসিন
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১৫৯. বর্ণান্ধতা রোগের ক্ষেত্রে প্রযোজ্য হলো –
i. প্রতি ১০ জনে ১ জন পুরুষ এ রোগে আক্রান্ত হয়
ii. খুব কম মহিলাই এ অসুখে ভোগেন
iii. লাল ও সবুজ পার্থক্য করতে পারে না
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১৬০. DNA-এর বিভিন্ন ব্যান্ড আলাদা করতে কী ব্যবহার করা হয়?

  ক) এগার জেল

  খ) এগারোজ জেল

  গ) স্বচ্ছ জেল

  ঘ) প্রোটিন জেল

সঠিক উত্তর: (খ)

১৬১. Chromosome শব্দটি কোন দেশীয় শব্দের সমন্বয়ে গঠিত?

  ক) জাপানি

  খ) ইতালি

  গ) গ্রীক

  ঘ) জার্মানি

সঠিক উত্তর: (গ)

১৬২. নিচের কোনটি বাত রোগে সেবন করা হয়?

  ক) পেনিসিলিন

  খ) টেট্রাসাইক্লিন

  গ) রিবোফ্লাবিন

  ঘ) হাইড্রক্সি-ক্লোরাকুইনিন

সঠিক উত্তর: (ঘ)

১৬৩. PCR এর পূর্ণরূপ কী?

  ক) Polyimerase chain reaction

  খ) Penta chain range

  গ) Paptide chain reaction

  ঘ) Polyhydrate chain reaction

সঠিক উত্তর: (ক)

১৬৪. গ্রেগর জোহান মেন্ডেল কোন দেশের ধর্মযাজক ছিলেন?

  ক) আমেরিকা

  খ) অস্ট্রেলিয়া

  গ) জার্মান

  ঘ) অস্ট্রিয়া

সঠিক উত্তর: (ঘ)

১৬৫. নিষেকে কয়টি শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়?

  ক) ২টি

  খ) ৩টি

  গ) ১টি

  ঘ) ৪টি

সঠিক উত্তর: (গ)

১৬৬. ডারউইন ১৮৫৮ সালের কত তারিখ তার Natural Selection তত্ত্বটি পেশ করেন?

  ক) ১ জুন

  খ) ১ জুলাই

  গ) ১ আগস্ট

  ঘ) ১ অক্টোবর

সঠিক উত্তর: (খ)

১৬৭. প্রজাতি শনাক্তকরণে ভূমিকা রাখে কোনটি?

  ক) RNA

  খ) TMA

  গ) DNA

  ঘ) DCM

সঠিক উত্তর: (গ)

১৬৮. কোন রঙের সর্বজনীন বর্ণান্ধতা বলে?

  ক) লাল-নীল

  খ) লাল-বেগুনি

  গ) লাল-সবুজ

  ঘ) লাল-আসমানী

সঠিক উত্তর: (গ)

১৬৯. প্রকৃতি বিজ্ঞানী ডারউইন যে জাহাজে চাকরি নেন তার নাম কী?

  ক) H. M. S. Beagle

  খ) M. H. S. Beagle

  গ) B. M. Rustam

  ঘ) M. K. P. Hamja

সঠিক উত্তর: (ক)

১৭০. পিতা-মাতার বৈশিষ্ট্যগুলো সন্তানের দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াই হলো –

  ক) বিবর্তন

  খ) বংশগতি

  গ) ক্রোমোজোম

  ঘ) DNA

সঠিক উত্তর: (খ)

১৭১. যে পরিবেশ জীবন প্রবাহ ও জনমিতির মানদন্ডে বিবর্তনে যে যত বেশি খাপ খাওয়াতে পারবে সেই প্রজাতিটি টিকে থাকবে তাকে কী বলে?

  ক) জীববিদ্যা

  খ) অভিযোজন

  গ) বংশগতিবিদ্যা

  ঘ) প্রাণিভূগোল

সঠিক উত্তর: (খ)

১৭২. আলফা (α) থ্যালাসেমিয়া রোগ হয় যখন α-গ্লোবিউলিন তৈরির –

  ক) জিন উপস্থিত

  খ) জিন অনুপস্থিত

  গ) জিন দ্বারা

  ঘ) লোকাস দ্বারা

সঠিক উত্তর: (খ)

১৭৩. কুকুরের পূর্বপুরুষ ছিল কোনটি?

  ক) বাঘ

  খ) নেকড়ে

  গ) শিয়াল

  ঘ) সিংহ

সঠিক উত্তর: (খ)

১৭৪. একটি সূত্রের এডিনিন অন্য সূত্রের থাইমিনের সাথে কয়টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে?

  ক) ৩টি

  খ) ২টি

  গ) ৪টি

  ঘ) ৫টি

সঠিক উত্তর: (খ)

১৭৫. ডিএনএ টেস্টের জন্য প্রাথমিক চাহিদা কোনটি?

  ক) জৈবিক নমুনা

  খ) ভৌত নমুনা

  গ) রাসায়নিক নমুনা

  ঘ) ভৌত-রাসায়নিক নমুনা

সঠিক উত্তর: (ক)

১৭৬. প্রতিটি প্রাণীর জন্য খাদ্য ও বসবাসযোগ্য স্থান কী রকম?

  ক) অবাধ

  খ) সীমিত

  গ) সংকীর্ণ

  ঘ) ব্যাপক

সঠিক উত্তর: (খ)

১৭৭. TMV-এর পূর্ণরূপ কী?

  ক) Tobacco Mass Virus

  খ) Tobacco Main Virus

  গ) Tobacco Mosaic Virus

  ঘ) Tobacco Malic Virus

সঠিক উত্তর: (গ)

১৭৮. লিউকোমিয়া রোগে কোন অঙ্গটি নষ্ট হওয়ার ‍ঝুঁকি থাকে?

  ক) যকৃত

  খ) কিডনি

  গ) হৃৎপিন্ড

  ঘ) বৃক্ক

সঠিক উত্তর: (ক)

১৭৯. DNA কোনটির পলিমার?

  ক) নিউক্লিওটাইড

  খ) পেপ্টাইড

  গ) গ্লুকোজ

  ঘ) অ্যামাইনো এসিড

সঠিক উত্তর: (ক)

১৮০. কোনটি শারীরবৃত্তীয়, ভ্রূণ দেহ গঠনে অংশগ্রহণ করে?

  ক) ক্রোমোজোম

  খ) এনজাইম

  গ) নাইট্রোসেলুলোজ

  ঘ) অটোসোম

সঠিক উত্তর: (ঘ)

১৮১. কোন রংয়ের ক্ষেত্রে বর্ণান্ধতা দেখা যায়?

  ক) লাল

  খ) নীল

  গ) বেগুনী

  ঘ) আসমানী

সঠিক উত্তর: (ক)

১৮২. কোনটি জেনেটিক ডিসঅর্ডার?

  ক) বর্ণান্ধতা

  খ) কালাজ্বর

  গ) মাথাব্যাথা

  ঘ) শ্বেতপ্রদর

সঠিক উত্তর: (ক)

১৮৩. হাইড্রক্সি-ক্লোরোকুইনিন কোন রোগের জন্য খাওয়া যায়?

  ক) ডায়াবেটিস

  খ) বাত

  গ) বর্ণান্ধতা

  ঘ) থ্যালাসেমিয়া

সঠিক উত্তর: (খ)

১৮৪. বর্তমানে অল্প নমুনা ব্যবহার করে কোন পদ্ধতিতে নির্ভুলভাবে শনাক্তকরণ সম্ভব?

  ক) PRC

  খ) CPR

  গ) RCP

  ঘ) PCR

সঠিক উত্তর: (ঘ)

১৮৫. কোন রোগের ঔষধ সেবনে চোখের রঙিন পিগমেন্ট নষ্ট হতে পারে?

  ক) উদরাময়

  খ) জন্ডিস

  গ) বাত রোগ

  ঘ) অস্টিওপোরিসিস

সঠিক উত্তর: (খ)

১৮৬. নিউক্লিওটাইড গঠিত হয় –
i. পাঁচ কার্বনযুক্ত শর্করা
ii. নাইট্রোজেনঘটিত বেস
iii. অজৈব ফসফেট
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১৮৭. রহিম একজন ডাক্তার। তিনি DNA টেস্ট ব্যবহার করেন কোনটিতে?

  ক) ভাইরাসজনিত রোগে

  খ) প্রোটোজোয়াজনিত রোগে

  গ) বাত রোগে

  ঘ) ডায়াবেটিস রোগে

সঠিক উত্তর: (ক)

১৮৮. চার্লস রবার্ট ডারউইন ছিলেন –
i. একজন ইংরেজ প্রকৃতি বিজ্ঞানী
ii. এইচ.এম.এস. বিগল জাহাজের মালিক
iii. কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

১৮৯. কোন বিজ্ঞানীদ্বয় DNA অনুলিপন প্রক্রিয়ার প্রস্তাব করেন?

  ক) Watson & Crick

  খ) Harvey & Linnaeus

  গ) Aristotle & Linnaeus

  ঘ) Ibn Sina & Crick

সঠিক উত্তর: (ক)

১৯০. প্রকৃতিবিদ আলফ্রেড রাসেল ওয়ালেস কোথায় বসবাস করতেন?

  ক) ব্রুনাই

  খ) ফ্রান্স

  গ) যুক্তরাজ্য

  ঘ) গ্রিস

সঠিক উত্তর: (ক)

১৯১. ইউরাসিল কোথায় পাওয়া যায়?

  ক) ডি.এন.এ

  খ) আর.এন.এ

  গ) জিন

  ঘ) লোকাস

সঠিক উত্তর: (খ)

১৯২. মি. সোহেলের ক্রোমোজোম কোনটি?

  ক) XY

  খ) XXX

  গ) XX

  ঘ) YY

সঠিক উত্তর: (ক)

১৯৩. বিজ্ঞানী Strasburger কত সালে ক্রোমোজোম আবিষ্কার করেন?

  ক) ১৭৮৩

  খ) ১৮৭৫

  গ) ১৯০৩

  ঘ) ১৮৪৭

সঠিক উত্তর: (খ)

১৯৪. β-গ্লোবিউলিন প্রোটিন উৎপাদন ব্যাহত হলে কী হয়?

  ক) δ-থ্যালাসেমিয়া

  খ) ɸ-থ্যালাসেমিয়া

  গ) β-থ্যালাসেমিয়া

  ঘ) α-থ্যালাসেমিয়া

সঠিক উত্তর: (গ)

১৯৫. ফ্রান্সিস হ্যারি কম্পটন কোন দেশের বিজ্ঞানী?

  ক) গ্রিক

  খ) মার্কিন

  গ) ইংল্যান্ড

  ঘ) জার্মানি

সঠিক উত্তর: (গ)

১৯৬. একটি ক্রোমোজোমের প্রস্থ সর্বোচ্চ কতটুকু হতে পারে?

  ক) 2 মাইক্রন

  খ) 3 মাইক্রন

  গ) 4 মাইক্রন

  ঘ) 5 মাইক্রন

সঠিক উত্তর: (ক)

১৯৭. জিন দীর্ঘসময় ধরে এক সাথে অবস্থান করলে –
i. স্বকীয়তা বজায় থাকে
ii. গ্যামেট সৃষ্টির সময় পৃথক হয়
iii. জিনের স্বকীয়তা বিনষ্ট করে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

১৯৮. DNA এর প্যাঁচটি হয় ডান থেকে কোন দিকে?

  ক) উপর

  খ) নিচ

  গ) বাম

  ঘ) পাশে

সঠিক উত্তর: (গ)

১৯৯. Chromosome শব্দটি সর্বপ্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন?

  ক) জর্জেস ক্যুভিয়ে

  খ) ক্যারেলোস লিনিয়াস

  গ) ভালডেয়ার

  ঘ) মালপিজি

সঠিক উত্তর: (গ)

২০০. DNA অণু কীরূপ?

  ক) দ্বিসূত্রক

  খ) সর্পিল

  গ) দ্বিসূত্রক এবং সর্পিল

  ঘ) একসূত্রক এবং সর্পিল

সঠিক উত্তর: (গ)

২০১. DNA কাটা হয় কী দ্বারা?

  ক) রেস্ট্রিকশন এনজাইম

  খ) লাইগেজ এনজাইম

  গ) সূক্ষ্ম ইলেকট্রিক ছুরি

  ঘ) নাইট্রোসেলুলোজ

সঠিক উত্তর: (ক)

২০২. বংশগতির রাসায়নিক ভিত্তি কোনটি?

  ক) ক্রোমোজোম

  খ) নিউক্লিয়াস

  গ) এডিনিন

  ঘ) গুয়ানিন

সঠিক উত্তর: (ক)

২০৩. প্রকৃত কোষের DNA কেমন হয়?

  ক) সূক্ষ্ম সূতার ন্যায়

  খ) গোলাকার

  গ) চক্রাকার

  ঘ) ত্রিভুজাকার

সঠিক উত্তর: (ক)

২০৪. জীব প্রজাতির পৃথিবীতে আবির্ভাব ও টিকে থাকার প্রক্রিয়াকে কী বলে?

  ক) Organic evolution

  খ) Inorganic evolution

  গ) Natural evolution

  ঘ) Artificial evolution

সঠিক উত্তর: (ক)

২০৫. সাধারণত বর্ণান্ধতা দেখা যায় –
i. লাল রংযের ক্ষেত্রে
ii. বেগুনী রংয়ের ক্ষেত্রে
iii. সবুজ রংয়ের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

২০৬. একটি ইলিশ মাছ নদীর অববাহিকায় আকারভেদে কতগুলো ডিম দেয়?

  ক) ২-৮ লক্ষ

  খ) ৩-১০ লক্ষ

  গ) ৯-১০ লক্ষ

  ঘ) ৫-৬ লক্ষ

সঠিক উত্তর: (খ)

২০৭. পৃথিবীর জীবদের আবির্ভাবস্থল কোথায়?

  ক) মঙ্গল গ্রহে

  খ) চন্দ্রে

  গ) ইউরেনাসে

  ঘ) ভূমন্ডলে

সঠিক উত্তর: (ঘ)

২০৮. কোন ধরনের পরিবর্তনের ফলে জীবে জীবে ভেদ বা পার্থক্য সৃষ্টি হয়?

  ক) রাসায়নিক পরিবর্তন

  খ) শারীরিক পরিবর্তন

  গ) ভৌত পরিবর্তন

  ঘ) মানসিক পরিবর্তন

সঠিক উত্তর: (খ)

২০৯. জিনের প্রাপ্তির উপর নির্ভর করে থ্যালাসেমিয়াকে কত ভাগে ভাগ করা যায়?

  ক) ২

  খ) ৩

  গ) ৪

  ঘ) ৫

সঠিক উত্তর: (ক)

২১০. Polymerase Chain Reaction কী?

  ক) এক ধরনের এনজাইম

  খ) এক ধরনের যন্ত্র

  গ) এক ধরনের সুপার কম্পিউটার

  ঘ) এক ধরনের প্রোটিন

সঠিক উত্তর: (খ)

২১১. চার্লস রবার্ট ডারউইন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন?

  ক) হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের

  খ) কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের

  গ) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের

  ঘ) বোস্টন বিশ্ববিদ্যালয়ের

সঠিক উত্তর: (খ)

২১২. শিশুরা জটিল রক্তশূন্যতা রোগে ভোগে কখন?

  ক) জন্মের পর প্রথম বছরে

  খ) জন্মের পর দ্বিতীয় বছরে

  গ) জন্মের পর চতুর্থ বছরে

  ঘ) জন্মের পর

সঠিক উত্তর: (ক)

২১৩. পুরুষ লোকের ডিপ্লয়েড কোষ কয়টি সেক্স ক্রোমোজোম থাকে?

  ক) তিনটি

  খ) চারটি

  গ) দুইটি

  ঘ) পাঁচটি

সঠিক উত্তর: (গ)

২১৪. ডারউইনের Natural Selection সম্পর্কিত বইয়ের ১২০০ কপি বিক্রি হতে কত সময় লেগেছিল?

  ক) ১ দিন

  খ) ২ দিন

  গ) ৩ দিন

  ঘ) ৪ দিন

সঠিক উত্তর: (ক)

২১৫. আমেরিকায় কোন ধরনের থ্যালাসেমিয়া দেখা যায়?

  ক) β-থ্যালাসেমিয়া

  খ) α-থ্যালাসেমিয়া

  গ) ɸ-থ্যালাসেমিয়া

  ঘ) δ-থ্যালাসেমিয়া

সঠিক উত্তর: (ক)

২১৬. জিনের অবস্থান কোথায়?

  ক) নিউক্লিয়াসে

  খ) মাইটোকন্ড্রিয়ায়

  গ) ক্রোমোজোমে

  ঘ) সাইটোপ্লাজমে

সঠিক উত্তর: (গ)

২১৭. বংশগতি বস্তুর অন্তর্ভুক্ত –
i. ক্রোমোজোম
ii. জিন
iii. ডি এন এ ও আর এন এ
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

২১৮. বিবর্তন জীববিজ্ঞানের কী ধরনের শাখা?

  ক) বিশেষ শাখা

  খ) ফলিত শাখা

  গ) বিশুদ্ধ শাখা

  ঘ) প্রাচীন শাখা

সঠিক উত্তর: (গ)

২১৯. RNA কত প্রকার?

  ক) ২ প্রকার

  খ) ৩ প্রকার

  গ) ৪ প্রকার

  ঘ) ৫ প্রকার

সঠিক উত্তর: (খ)

২২০. মানুষের ২৩ জোড়া ক্রোমোজোমকে একত্রে বলা হয় –
i. নিউক্লিয়াস
ii. হিমোফিলিয়া
iii. অপটিক এট্রফি
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

২২১. বিবর্তনের মাধ্যমে কিসের উদ্ভব ঘটে?

  ক) ডাইনোসর

  খ) জিন প্রযুক্তি

  গ) নতুন জীব

  ঘ) নতুন প্রজাতি

সঠিক উত্তর: (ঘ)

২২২. RNA ভাইরাসের ক্রোমোজোমে স্থায়ী উপাদান হিসেবে কোনটি পাওয়া যায়?

  ক) DNA

  খ) RNA

  গ) এডিনিন

  ঘ) সাইটোসিন

সঠিক উত্তর: (খ)

২২৩. মিস প্রিয়ার ক্রোমোজোম কোনটি?

  ক) XY

  খ) XXY

  গ) XX

  ঘ) YY

সঠিক উত্তর: (গ)

২২৪. DNA-তে কত কার্বনবিশিষ্ট শর্করা থাকে?

  ক) ৪

  খ) ৫

  গ) ৬

  ঘ) ৭

সঠিক উত্তর: (খ)

২২৫. পৃথিবীতে মানবজাতির সংখ্যা বৃদ্ধি অসুস্থতা ও সীমিত খাদ্য সরবরাহের কারণে ব্যাহত হয় একথা কে মনে করতেন?

  ক) ডারউইন

  খ) আল নাফীস

  গ) টমাস ম্যালথাস

  ঘ) অ্যারিস্টটল

সঠিক উত্তর: (গ)

২২৬. X ও Y ক্রোমোজোম আকৃতিতে –
i. গোলাকার
ii. লম্বা
iii. রডের মতো
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

২২৭. DNA-এর কাজ হলো –
i. RNA সংশ্লেষ করা
ii. জীবজগতে ভ্যারিয়েশন সৃষ্টি করতে সাহায্য করা
iii. অণুনালিকা গঠন করা
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

২২৮. ক্রোমোজোম কর্তৃক বাহিত হয়ে বংশগতির ধারা অক্ষুন্ন রাখে কোনটি?
i. চুলের প্রকৃতি
ii. মুখের দাঁত
iii. চোখের রং
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

২২৯. কোন বিজ্ঞানীর মতবাদ ডারউইনকে তাঁর নিজের মতবাদ প্রস্তাব করতে অনুপ্রেরণা দেয়?

  ক) ফ্যানসিক ক্রীক

  খ) টমাস ম্যালথাস

  গ) জর্জ বেনথাম

  ঘ) আলফ্রেড রাসেল ওয়ালেস

সঠিক উত্তর: (ঘ)

২৩০. DNA হলো –
i. ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড
ii. নিউক্লিওটাইড এসিড
iii. রাইবোনিউক্লিক এসিড
নিচের কোনটি সঠিক?

  ক) i

  খ) ii

  গ) iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

২৩১. গ্রীক Chroma শব্দের অর্থ কী?

  ক) তুলি

  খ) রং

  গ) কাঠি

  ঘ) সরু

সঠিক উত্তর: (খ)

২৩২. জিনগুলো DNA অনুসূত্রে কীভাবে সাজানো থাকে?

  ক) লম্ব

  খ) আড়াআড়ি

  গ) রৈখিক

  ঘ) সমতল

সঠিক উত্তর: (গ)

২৩৩. কত সালে মেন্ডেল মটরশুঁটি নিয়ে গবেষণা করেন?

  ক) ১৭৮৬

  খ) ১৮৬৬

  গ) ১৯১৩

  ঘ) ১৮৭৬

সঠিক উত্তর: (খ)

২৩৪. একটি সূত্রের গুয়ানিন অন্য সূত্রের সাইটোনিনের সাথে কয়টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে?

  ক) ২টি

  খ) ৪টি

  গ) ৩টি

  ঘ) ৫টি

সঠিক উত্তর: (গ)

২৩৫. কোনটি সেক্স-লিংকড ইনহেরিটেন্স এর বৈশিষ্ট্য?

  ক) মূক বধিরতা

  খ) থ্যালাসেমিয়া

  গ) হিমোফিলিয়া

  ঘ) বহুমূত্র

সঠিক উত্তর: (গ)

২৩৬. মেজর থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুরা জন্মের কততম বছরে জটিল রক্তশূন্যতায় ভোগে?

  ক) প্রথম

  খ) দ্বিতীয়

  গ) তৃতীয়

  ঘ) চতুর্থ

সঠিক উত্তর: (ক)

২৩৭. জীবের জাতিসত্তা অটুট রাখে কোনটি?

  ক) TMA

  খ) DNA

  গ) RNA

  ঘ) CNA

সঠিক উত্তর: (খ)

২৩৮. TMV ভাইরাসে কী অনুপস্থিত থাকে?

  ক) RNA

  খ) CNA

  গ) DNA

  ঘ) TMA

সঠিক উত্তর: (গ)

২৩৯. প্রজাতির বৈশিষ্ট্য কীভাবে বজায় থাকে?

  ক) প্রাকৃতিকভাবে

  খ) কৃত্রিমভাবে

  গ) বংশানুক্রেম

  ঘ) বিভাজনের মাধ্যমে

সঠিক উত্তর: (গ)

২৪০. ক্রোমোজোম, জিন ইত্যাদি নিচের কোনটির অন্তর্ভুক্ত?

  ক) Morpho logical Material

  খ) Arotomo logical material

  গ) Physio logical material

  ঘ) Hereditary material

সঠিক উত্তর: (ঘ)

২৪১. নিচের কোনগুলো বংশগতি বস্তু?

  ক) ক্রোমোজোম, জিন, DNA ও RNA

  খ) শর্করা, লিপিড, ভিটামিন ও পানি

  গ) সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন ও গ্লুকোজ

  ঘ) NH3, NO3, SO42- ও K+

সঠিক উত্তর: (ক)

২৪২. বাংলাদেশে সুবিচার পাবার নতুন পদ্ধতিটি কী?

  ক) মোবাইল ফোন

  খ) প্রত্যক্ষদর্শীর সাক্ষী

  গ) DNA টেস্ট

  ঘ) RNA টেস্ট

সঠিক উত্তর: (গ)

২৪৩. পৃথিবীর সব জীবের ক্ষেত্রে কোন নিয়মটি প্রযোজ্য?

  ক) চারিত্রিক

  খ) প্রাকৃতিক

  গ) ঘূর্ণননীতি

  ঘ) নিজস্ব

সঠিক উত্তর: (খ)

২৪৪. DNA-অণুর আণবিক গঠন আবিষ্কারের জন্য Watson ও্ Crick কত সালে নোবেল পান?

  ক) ১৯৫৩

  খ) ১৯৬৩

  গ) ১৮৫৩

  ঘ) ১৮৬৩

সঠিক উত্তর: (খ)

২৪৫. DNA helix-এর প্রতিটি পূর্ণ ঘূর্ণনকে কোন এককে মাপা হয়?

  ক) মিলিমিটার

  খ) ফেমটোমিটার

  গ) অ্যাংস্ট্রম

  ঘ) সেন্টিমিটার

সঠিক উত্তর: (গ)

২৪৬. নিচের কোন বিজ্ঞানী জাহাজে চাকরি করতেন?

  ক) আল বিরুনী

  খ) উইলিয়াম হার্ভে

  গ) চার্লস রবার্ট ডারউইন

  ঘ) লিউয়েন হুক

সঠিক উত্তর: (গ)

২৪৭. জীবের স্বকীয় বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে কীভাবে পরিস্ফুটিত হয়?

  ক) আকৃতিগতভাবে

  খ) আংশিক

  গ) নিশ্চলভাবে

  ঘ) প্রায় অবিকল

সঠিক উত্তর: (ঘ)

২৪৮. জীববিজ্ঞানের কোন শাখায় বংশগতি নিয়ে আলোচনা করা হয়?

  ক) জীবপ্রযুক্তি

  খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

  গ) জেনেটিক্স

  ঘ) হিস্টোলজি

সঠিক উত্তর: (গ)

২৪৯. DNA এর দুইটি পলিনিউক্লিওটাইড সূত্র কীভাবে অবস্থান করে?

  ক) সমান্তরালভাবে

  খ) পার্শ্বীয়ভাবে

  গ) আড়াআড়িভাবে

  ঘ) বিপরীতভাবে

সঠিক উত্তর: (ঘ)

২৫০. বিবর্তনে প্রকৃতির ভূমিকা ব্যাখ্যা করেন কে?

  ক) গ্রেগর জোহান মেন্ডেল

  খ) থিওডোর সোয়ান

  গ) চার্লস রবার্ট ডারউইন

  ঘ) রবার্ট হুক

সঠিক উত্তর: (গ)

২৫১. ‘Struggle for existance’ যুক্তিটির প্রস্তাবক কে?

  ক) ডারউইন

  খ) এরিস্টটল

  গ) ম্যারথাস

  ঘ) সক্রেটিস

সঠিক উত্তর: (ক)

২৫২. ক্রোমোজোমের সম্পর্কে প্রযোজ্য –
i. বংশগতির প্রধান উপাদান
ii. বিজ্ঞানী Strasburger সর্বপ্রথম আবিষ্কার করেন
iii. একটি ক্রোমোজোম দৈর্ঘ্য সাধারণত ৩.৫-৩০ মাইক্রন
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

২৫৩. থ্যালাসেমিয়া কিসের বাহক হিসেবে কাজ করে?

  ক) ভাইরাসের

  খ) রক্তের বাহক

  গ) জিনের

  ঘ) গ্লোবিলিন

সঠিক উত্তর: (গ)

২৫৪. বাবা-মা উভয় থেকে থ্যালাসেমিয়া জিন পেলে তাকে কী বলে?

  ক) মেজর থ্যালাসেমিয়া

  খ) মাইনর থ্যালাসেমিয়া

  গ) α থ্যালাসেমিয়া

  ঘ) β থ্যালাসেমিয়া

সঠিক উত্তর: (ক)

২৫৫. Chromosome শব্দটি সর্বপ্রথম কত সালে ব্যবহার করা হয়?

  ক) ১৮৯০

  খ) ১৮৮৮

  গ) ১৮৮৭

  ঘ) ১৮৮৯

সঠিক উত্তর: (খ)

২৫৬. সেক্স-ক্রোমোজোমের ক্ষেত্রে –
i. ডিম্বাণু শুধু X বহন করে
ii. শুক্রাণু শুধু Y বহন করে
iii. ডিম্বাণু ও শুক্রাণু X বহন করে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

২৫৭. DNA এর আণবিক ওজন কত?

  ক) ১০৫-১০১০

  খ) ১০৬-১০৯

  গ) ১০৭-১০৮

  ঘ) ১০৩-১০৭

সঠিক উত্তর: (খ)

২৫৮. কার্বনযুক্ত শর্করা, নাইট্রোজেনঘটিত বেস ও অজৈব ফসফেটকে একত্রে কী বলে?

  ক) নিউক্লিওপ্রোটিন

  খ) পলিস্যাকারাইড

  গ) নিউক্লিওটাইড

  ঘ) ডাইস্যাকারাইড

সঠিক উত্তর: (গ)

২৫৯. একজন বর্ণান্ধ পুরুষের সাথে একজন স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন মহিলার বিয়ে হলে –
i. প্রথম বংশধরে সবাই দৃষ্টিসম্পন্ন হবে
ii. প্রথম বংশধরে পুত্র বর্ণান্ধ হবে
iii. দ্বিতীয় বংশধরের একজন বর্ণান্ধ পুত্র হবে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

২৬০. DNA টেস্ট সুসম্পন্ন করার জন্য প্রথমত কোনটি প্রয়োজন?

  ক) জৈবিক নমুনা

  খ) শুক্রাণু

  গ) ডিম্বাণু

  ঘ) ক্রোমোজোম

সঠিক উত্তর: (ক)

২৬১. পুরুষ লোকের ডিপ্লয়েড কোষে কোন ধরনের সেক্স ক্রোমোজোম থাকে?

  ক) XX

  খ) XY

  গ) YY

  ঘ) ZX

সঠিক উত্তর: (খ)

২৬২. গ্রেগর জোহান মেন্ডেল ১৮৬৬ সালে জিনের কী নাম দিয়েছিলেন?

  ক) ফ্যাক্টর

  খ) ম্যাটার

  গ) অ্যাটম

  ঘ) কোয়ার্ক

সঠিক উত্তর: (ক)

২৬৩. আমাদের নদ-নদীতে মাছের সংখ্যা বাড়াতে জেলেদের বিরত থাকতে হবে –
i. জাটকা ধরা হতে
ii. মা মাছ ধরা হতে
iii. কাঁকড়া ধরা হতে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

২৬৪. লাল-সবুজ ছাড়াও বর্ণান্ধতা দেখা যায় –
i. নীল রঙের ক্ষেত্রে
ii. আসমানী রঙের ক্ষেত্রে
iii. হলুদ রঙের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

২৬৫. বংশগতির ভৌত ভিত্তি সম্পর্কে বলা যায় –
i. এর সর্বোচ্চ দৈর্ঘ্য ৩০ মাইক্রন
ii. এর সর্বনিম্ন প্রস্থ ২ মাইক্রন
iii. বংশগতির ধারা অক্ষুন্ন রাখে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

২৬৬. DNA-তে কয় কার্বনবিশিষ্ট শর্করা বিদ্যমান?

  ক) ৩ কার্বনবিশিষ্ট

  খ) ৪ কার্বনবিশিষ্ট

  গ) ৬ কার্বনবিশিষ্ট

  ঘ) ৬ কার্বনবিশিষ্ট

সঠিক উত্তর: (গ)

২৬৭. বংশগতি জীববিজ্ঞানের কী ধরনের শাখা?

  ক) ফলিত শাখা

  খ) বিশুদ্ধ শাখা

  গ) বিশেষতি শাখা

  ঘ) নতুন শাখা

সঠিক উত্তর: (খ)

২৬৮. কোন জিনের বৈশিষ্ট্যটি প্রথম বংশধরে প্রকাশ পায় না?

  ক) প্রকট জিন

  খ) এলিলিক জিন

  গ) প্রচ্ছন্ন জিন

  ঘ) সেন্ট্রোমিয়ার জিন

সঠিক উত্তর: (গ)

২৬৯. স্ত্রীলোকের ডিপ্লয়েড কোষে কয়টি সেক্স-ক্রোমোজোম থাকে?

  ক) ২টি

  খ) ৩টি

  গ) ৪টি

  ঘ) ১টি

সঠিক উত্তর: (ক)

২৭০. মেরুদন্ডি প্রাণীর মধ্যে কোন প্রাণীটির প্রজনন সবচেয়ে ধীর গতিতে হয়?

  ক) হরিণ

  খ) হাতি

  গ) মাছ

  ঘ) ঘোড়া

সঠিক উত্তর: (খ)

২৭১. মানুষের শ্বেতকণিকায় (White blood cell) ক্রোমোজোম থাকে –
i. ২৩টি
ii. ৪৬টি
iii. ২৩ জোড়া
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

২৭২. অটোসোম অংশগ্রহণ করে –
i. দেহ গঠনে
ii. লিঙ্গ নির্ধারণে
iii. ভ্রূণ গঠনে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

২৭৩. RNA উপস্থিত –
i. TMV
ii. যে কোনো ভাইরাস
iii. Tobacco mosaic virus
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

২৭৪. স্ত্রীলোকের ডিপ্লয়েড কোষে কোন ধরনের সেক্স ক্রোমোজোম থাকে?

  ক) XY

  খ) XX

  গ) YZ

  ঘ) ZX

সঠিক উত্তর: (খ)

২৭৫. Watson কোন দেশের বিজ্ঞানী?

  ক) মার্কিন

  খ) ইংরেজ

  গ) গ্রিক

  ঘ) জার্মানি

সঠিক উত্তর: (ক)

২৭৬. থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে শিশু কোথা থেকে গ্যালাসেমিয়া জিন পেয়ে থাকে?

  ক) মা

  খ) বাবা

  গ) মা ও বাবা উভয়

  ঘ) পরিবার

সঠিক উত্তর: (গ)

২৭৭. ডিম্বাণু পুরুষের বহনকারী কোন ক্রোমোজোম দ্বারা নিষিক্ত হয়?

  ক) X

  খ) Y

  গ) XY

  ঘ) X বা Y যেকোনো ১টি

সঠিক উত্তর: (ঘ)

২৭৮. মাতা-পিতার কোন বৈশিষ্ট্যাবলি সন্তান-সন্ততিতে সঞ্চারিত হয়?

  ক) আকৃতিগত

  খ) প্রকৃতিগত

  গ) আকৃতি ও প্রকৃতিগত

  ঘ) স্বাভাবিক

সঠিক উত্তর: (গ)

২৭৯. বাবা অথবা মা যে কোন একজনের কাছ থেকে থ্যালাসেমিয়া জিন পেলে তাকে কী বলে?

  ক) α থ্যালাসেমিয়া

  খ) β থ্যালাসেমিয়া

  গ) মেজর

  ঘ) মাইনর

সঠিক উত্তর: (ঘ)

২৮০. স্নায়ুকোষে একাধিক পিগমেন্ট না থাকলে কোন রঙের পার্থক্য করা যায় না?

  ক) নীল ও হলুদ

  খ) লাল ও নীল

  গ) আকাশী ও লাল

  ঘ) সবুজ ও সাদা

সঠিক উত্তর: (ক)

২৮১. বংশপরম্পরাজনিত রোগ কোনটি?

  ক) আর্থ্রাইটিস

  খ) থ্যালাসেমিয়া

  গ) জন্ডিস

  ঘ) অস্টিওপেরিসেস

সঠিক উত্তর: (খ)

২৮২. বংশগতি সম্বন্ধে বিশদ আলোচনা ও গবেষণা করা হয় –

  ক) শারীরবিদ্যায়

  খ) পরিবেশবিদ্যায়

  গ) অভিব্যক্তিবিদ্যায়

  ঘ) বংশগতিবিদ্যায়

সঠিক উত্তর: (ঘ)

২৮৩. DNA টেস্টের বিজ্ঞানভিত্তিক ব্যবহারিত পদ্ধতিকে বলা হয় –
i. DNA ফিঙ্গার প্রিন্টিং
ii. DNA টাইপিং
iii. DNA টেস্টিং
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

২৮৪. কাদের মধ্যে অন্ত:প্রজাতিক প্রতিযোগিতা দেখা যায়?

  ক) প্রজাপতি-মৌমাছি

  খ) বানরে-বানরে

  গ) সাপ-বেজী

  ঘ) মানুষ-বাঘে

সঠিক উত্তর: (খ)

২৮৫. কোন পদ্ধতিতে DNA অনুলিপিত হয়?

  ক) রক্ষণশীল

  খ) অর্ধরক্ষণশীল

  গ) অনুলিপন

  ঘ) লোকাস

সঠিক উত্তর: (খ)

২৮৬. Electorphoresis ব্যবহৃত হয় –
i. DNA ফিঙ্গার প্রিন্টিং এ
ii. DNA জোড়া লাগাতে
iii. ডিএনএ টাইপিং
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

২৮৭. একটি সূত্রের এডিনিন অন্য সূত্রের থাইমিনের সাথে কী দ্বারা যুক্ত থাকে?

  ক) হাইড্রোজেন বন্ড

  খ) অক্সিজেন বন্ড

  গ) কার্বন বন্ড

  ঘ) ক্লোরিন বন্ড

সঠিক উত্তর: (ক)

২৮৮. কোনটি অভিব্যক্তির বা বিবর্তনের উপাদান?

  ক) জীবের মৃত্যু

  খ) জীবের অঙ্গহানি

  গ) গাছের পানি সংরক্ষণের কৌশল

  ঘ) নতুন জীবের উদ্ভব

সঠিক উত্তর: (গ)

২৮৯. যেসব প্রোটিনের জিন নষ্টের কারণে থ্যালাসেমিয়া হয় –
i. g-গ্লোবিউলিন
ii. a-গ্লোবিউলিন
iii. b-গ্লোবিউলিন
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

২৯০. ডিএনএ প্রোবের সাথে হাইব্রিডাইজ করে কোনটি?

  ক) একটিভ এনজাইম

  খ) এলোস্টেরিক এনজাইম

  গ) রেডিও একটিভ আইসোটোপ

  ঘ) রেডিও একটিভ প্রোটন

সঠিক উত্তর: (গ)

২৯১. বাংলাদেশে বর্তমানে প্রায় থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা কত?

  ক) দেড় লাখ

  খ) দুই লাখ

  গ) এক লাখ

  ঘ) পাঁচ লাখ

সঠিক উত্তর: (গ)

উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
শাহিদের বোনের প্রথম বাচ্চা প্রসবের আগে প্রচন্ড পেট ব্যথা আরম্ভ হলো বোনের এ অবস্থা দেখে শাহিদ এ্যাম্বুলেন্সে করে জেলা সদর হাসপাতালে নিল। হাসপাতালে রাখার একদিন পর তার বোন একটি মৃত বাচ্চা প্রসব করল। এতে পরিবারের সবার মন ভীষণ খারাপ হয়ে গেল। 
২৯২. শাহিদের বোনের মৃত বাচ্চা হওয়ার কারণ –
i. থ্যালাসেমিয়া
ii. ক্যান্সার
iii. বাত
নিচের কোনটি সঠিক?

  ক) i

  খ) ii

  গ) iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

২৯৩. থ্যালাসেমিয়া মেজর রোগীদের কত বছর বয়সে মৃত্যু ঝুঁকি থাকে?

  ক) ২০-২৫ বছর

  খ) ২০-২৮ বছর

  গ) ২০-৩০ বছর

  ঘ) ২০-২৯ বছর

সঠিক উত্তর: (গ)