এস.এস.সি || জীববিজ্ঞান অধ্যায় - ১৪: জীব প্রযুক্তি || বহুনির্বচনী প্রশ্ন - উত্তর

এস.এস.সি || জীববিজ্ঞান অধ্যায় - ১৪: জীব প্রযুক্তি 

এস.এস.সি    ||    জীববিজ্ঞান
অধ্যায় - ১৪: জীব প্রযুক্তি 

১. ToMV কী?

  ক) টোবাকো মোজাইক ভাইরাস

  খ) টোবাকো মাইল্ড ভাইরাস

  গ) টমেটো মোজাইক ভাইরাস

  ঘ) রিং-স্পট ভাইরাস

সঠিক উত্তর: (গ)

২. কার্ল এরেকি কোন দেশের বিজ্ঞানী ছিলেন?

  ক) জা্র্মানি

  খ) হাঙ্গেরি

  গ) ইংল্যান্ড

  ঘ) রাশিয়া

সঠিক উত্তর: (খ)

৩. ভাইরাস ‍মুক্ত চারা উৎপাদন করা যায় কোন প্রযুক্তির মাধ্যমে?

  ক) টিস্যুকালচার

  খ) এপিকালচার

  গ) সেরিকালচার

  ঘ) অ্যাকুয়াকালচার

সঠিক উত্তর: (ক)

৪. জীব প্রযুক্তির মাধ্যমে –
i. ক্যান্সার নির্ণয় করা যায়
ii. এন্টিবায়োটিক ও ভ্যাকসিন উৎপাদন করা যায়
iii. গৃহনির্মাণ করা যায়
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৫. রিকম্বিনেন্ট DNA প্রস্তুত করার প্রথম ধাপ কোনটি?

  ক) DNA ছেদন

  খ) কাঙ্ক্ষিত DNA নির্বাচন

  গ) পোষক নির্বাচন

  ঘ) DNA লাইগেজ নির্বাচন

সঠিক উত্তর: (খ)

৬. অণুজীবের সাহায্যে উৎপাদিত বায়োগ্যাসে মিথেনের পরিমাণ কত থাকে?

  ক) ৮০%

  খ) ৭০%

  গ) ৬০%

  ঘ) ৫০%

সঠিক উত্তর: (গ)

৭. জিনপ্রকৌশলের মাধ্যমে প্রস্তুতকৃত জীব –
i. ট্রান্সজেনিক
ii. GE
iii. GMO
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৮. জীবাণুমুক্ত তরল আবাদকে কী অবস্থার পর এক্সপ্লান্টগুলোকে স্থাপন করা হয়?

  ক) গরম অবস্থার

  খ) ঠান্ডা ও জমাট বাঁধা

  গ) তরল অবস্থার

  ঘ) গ্যাসীয় অবস্থার

সঠিক উত্তর: (খ)

৯. গরুর দুধে Protein C জিন স্থানান্তরের কারণে কোনটির পরিমাণ বৃদ্ধি পায়?

  ক) খাদ্যপ্রাণ

  খ) আমিষ

  গ) শর্করা

  ঘ) স্নেহ

সঠিক উত্তর: (খ)

১০. চেলাইকরণের প্রযুক্তি মানুষ কত বছর আগে রপ্ত করে?

  ক) ৬০০০

  খ) ৭০০০

  গ) ৮০০০

  ঘ) ৯০০০

সঠিক উত্তর: (গ)

১১. আবাদি ফসলে নিফ জিন (Nif gene) স্থানান্তর করা গেলে কোনটির প্রয়োগ ছাড়াই ফসলের ফলন বৃদ্ধি করা যাবে?

  ক) পানি

  খ) ইনসুলিন

  গ) হরমোন

  ঘ) সার

সঠিক উত্তর: (ঘ)

১২. বিটি ধান কোন দেশে উদ্ভাবিত হয়েছে?

  ক) বাংলাদেশ

  খ) জাপান

  গ) মায়ানমার

  ঘ) চীন

সঠিক উত্তর: (ঘ)

১৩. জৈব সার তৈরিতে যে ধরনের অণুজীব ব্যবহার করা হয় তা হলো –
i. ব্যাকটেরিয়া
ii. নীলাভ সবুজ শৈবাল
iii. ছত্রাক
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১৪. রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিতে প্রয়োজনীয় উপাদান হলো –
i. পোষক
ii. DNA লাইপেজ
iii. রেস্ট্রিকশন এনজাইম
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

১৫. কত সালে বিজ্ঞানী মার্টিন মেরিস্টেম কালচারের মাধ্যমে রোগমুক্ত ডালিয়া ও আলুগাছ লাভ করেন?

  ক) ১৯৫২

  খ) ১৯৫৩

  গ) ১৯৫৪

  ঘ) ১৯৫৫

সঠিক উত্তর: (ক)

১৬. ভাইরাস মুক্ত আলু উৎপাদন করতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়?

  ক) রুট কালচার

  খ) ভ্রূণ কালচার

  গ) মেরিস্টেম কালচার

  ঘ) ক্যালাস কালচার

সঠিক উত্তর: (গ)

১৭. কেন বিজ্ঞানী মেরিস্টেম কালচারের মাদ্যমে রোগমুক্ত ডালিয়া ও আলু গাছ উদ্ভাবন করেন?

  ক) বেণহাম হুকার

  খ) জর্জ মরেল

  গ) মার্টিন

  ঘ) জোহান মেন্ডেল

সঠিক উত্তর: (গ)

১৮. তুলা ও ভুট্টার মধ্যে একই সাথে যে দুটি বৈশিষ্ট্য অনুপ্রবেশ করানো হয়েছে –
i. অধিক ফলনশীলতা
ii. পোকামাকড় প্রতিরোধী
iii. আগাছা সহিষ্ণুতা
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

১৯. টিস্যুকালচার পদ্ধতির অসুবিধা কোনটি?

  ক) কাঙ্ক্ষিত এক্সপ্ল্যান্টের অভাব

  খ) অত্যন্ত ব্যয়বহুল

  গ) অধিক সময় লাগা

  ঘ) অল্প চারা উৎপাদিত হওয়া

সঠিক উত্তর: (খ)

২০. দুধের মান বৃদ্ধিতে গরুতে কোন জিন স্থানান্তর করা হয়েছে?

  ক) Protein D

  খ) ক্যালসিয়াম

  গ) Protein C

  ঘ) ল্যাকটোজ

সঠিক উত্তর: (গ)

২১. Biotechnology সম্পর্কে বলা যায় –
i. ইহা জীব বিজ্ঞানের একটি ফলিত শাখা
ii. বিজ্ঞানের বিভিন্ন শাখায় বাস্তব সমস্যা সমাধানের নতুন দিগন্ত
iii. ফসলের মান ও পরিমাণ বৃদ্ধিতে অবদান রাখছে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

২২. গ্রেগর জোহান মেন্ডেল পেশায় ছিলেন –

  ক) লেখক

  খ) ধর্ম যাজক

  গ) প্রকৌশলী

  ঘ) চিত্রশিল্পী

সঠিক উত্তর: (খ)

২৩. থাইল্যান্ড টিস্যুকালচার পদ্ধতির মাধ্যমে একবছরে কত মিলিয়ন অনুচারা তৈরি করে?

  ক) ৫০

  খ) ৬০

  গ) ৭০

  ঘ) ৮০

সঠিক উত্তর: (ক)

২৪. সম্পূর্ণ প্রাণীর ক্লোনিংকে কী বলা হয়?

  ক) জীব ক্লোনিং

  খ) প্রোডাকটিভ

  গ) সেল ক্লোনিং

  ঘ) রিপ্রোডাকটিভ

সঠিক উত্তর: (ক)

২৫. রক্তের DNA পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায় –
i. সন্তানের মাতৃত্ব নির্ণয়
ii. অপরাধীদের শনাক্তকরণ
iii. সন্তানের পিতৃত্ব নির্ণয়
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

২৬. জীব প্রযুক্তির বিশেষ রূপ হিসেবে কোষ কেন্দ্রের জিনকণার পরিবর্তন ঘটিয়ে জীবদেহের গুণগত রূপান্তর ঘটানোই হলো –

  ক) জিন প্রকৌশল

  খ) বংশগতি বিদ্যা

  গ) জিন প্রযুক্তির মূলনীতি

  ঘ) ক্রোমোজোম বিদ্যা

সঠিক উত্তর: (ক)

২৭. TMGMV কী?

  ক) টোবাকো মোজাইক ভাইরাস

  খ) টমেটো মোজাইক ভাইরাস

  গ) টোবাকো মাইল্ড গ্রিন মোজাইক ভাইরাস

  ঘ) রিং স্পট ভাইরাস

সঠিক উত্তর: (গ)

২৮. আবাদ মাধ্যমকে অটোক্লেভ যন্ত্রে কত মিনি রেখে জীবাণুমুক্ত করা হয়?

  ক) ১৫ মিনিট

  খ) ২০ মিনিট

  গ) ২৫ মিনিট

  ঘ) ১০ মিনিট

সঠিক উত্তর: (খ)

২৯. পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেন?

  ক) উইলিয়াম হার্ভে

  খ) ডাল্টন হুকার

  গ) লুই পাস্তুর

  ঘ) আলেকজান্ডার ফ্লোমিং

সঠিক উত্তর: (ঘ)

৩০. উনিশ শতকে কোন বিশেষ আবিষ্কারের ফলে জীবপ্রযুক্তি নতুনরূপে অগ্রযাত্রা শুরু করে?

  ক) মেন্ডেলের সূত্র

  খ) ডারউইনের বিবর্তনবাদ

  গ) ডি এন এ –এর ডাবল হেলিক্স মডেল

  ঘ) লিনিয়াসের দ্বিপদ নামকরণ

সঠিক উত্তর: (ক)

৩১. ইনসুলিন তৈরি করা হয় –
i. ব্যাকটেরিয়া হতে
ii. ভাইরাস হতে
iii. ঈস্ট হতে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

৩২. আগছানাশক রাসায়নিক পদার্থের বিরুদ্ধে সহনশীলতাসম্পন্ন কোন ফসলটির জাত উদ্ভাবন করা হয়েছে?

  ক) গম

  খ) ভুট্টা

  গ) এন্টোমলজি

  ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

সঠিক উত্তর: (ঘ)

৩৩. টিস্যুকালচারের মাধ্যমে রোগ প্রতিরোধী এবং অধিক উৎপাদনশীল কিসের চারা উৎপাদন করা হয়েছে?

  ক) পেয়ারার চারা

  খ) কলার চারা

  গ) আমের চারা

  ঘ) ডালিমের চারা

সঠিক উত্তর: (খ)

৩৪. আগাছা সহিষ্ণু টমেটো জাত তৈরি করতে ব্যবহৃত হয় কোনটি?

  ক) ভাইরাস

  খ) ব্যাকটেরিয়া

  গ) শৈবাল

  ঘ) ছত্রাক

সঠিক উত্তর: (খ)

৩৫. টিস্যুকালচারে নিচের কোনটিতে পুষ্টি ও বর্ধনের জন্য সকল প্রয়োজনীয় উপাদান সরবরাহ করা হয়?

  ক) অটোক্লেভ

  খ) অনুচারায়

  গ) অ্যাগারে

  ঘ) মিডিয়ামে

সঠিক উত্তর: (ঘ)

৩৬. কার্ল এরেকি পেশায় ছিলেন –

  ক) চিত্রশিল্পী

  খ) প্রকৌশলী

  গ) লেখক

  ঘ) ধর্মযাজক

সঠিক উত্তর: (খ)

৩৭. গোল্ডেন রাইস আবিষ্কার করে কোন দেশ?

  ক) আমেরিকা

  খ) রাশিয়া

  গ) সুইডেন

  ঘ) ফ্রান্স

সঠিক উত্তর: (গ)

৩৮. জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা উৎপাদিত ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী ফসলের জাত প্রতিরোধক্ষম –
i. লেপিডোপটেরা বর্গের কীটপতঙ্গ
ii. কলিওপটেরা বর্গের কীটপতঙ্গ
iii. ডিওপটেরা বর্গের কীটপতঙ্গ
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৩৯. কোন কোন পরিবেশ ছাড়া জোজোবা জন্মায় না?

  ক) Arizona ও Washington

  খ) Missour ও Indiana

  গ) Arizona ও California

  ঘ) Minnesota ও Connecticut

সঠিক উত্তর: (গ)

৪০. উদ্ভিদের পুষ্টি ও বর্ধনের জন্য প্রয়োজনীয় সকল উপাদান সরবরাহ করা হয় কোথায়?

  ক) মাটিতে

  খ) টবে

  গ) মিডিয়ামে

  ঘ) পাতায়

সঠিক উত্তর: (গ)

৪১. যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট Pseudomonas ব্যাকটেরিয়াকে কী প্রদানের জন্য নির্দেশ দেন?

  ক) শিগুড়

  খ) প্যাটেন্ট

  গ) সার্গেট

  ঘ) মিক্সটার্ড

সঠিক উত্তর: (খ)

৪২. জিন প্রকৌশলের মাধ্যমে সৃষ্ট নতুন বৈশিষ্ট্যসম্পন্ন GMO জীবকে কী বলা হয়?

  ক) General Modified Organism

  খ) Genetically Method Organ

  গ) Transgenic

  ঘ) Gene Modified Organism

সঠিক উত্তর: (গ)

৪৩. ইন্টারফেরন কী?

  ক) হেপাটাইটিস বি-ভাইরাসের টিকা

  খ) হেপাটাইটিস সি-ভাইরাসের টিকা

  গ) সিওডোমোনাম ব্যাকটেরিয়ার টিকা

  ঘ) E. coli ব্যাকটেরিয়ার টিকা

সঠিক উত্তর: (ক)

৪৪. বাহক DNA অনুলিপনের জন্য কী দরকার?

  ক) একটি বাহক নির্বাচন

  খ) একটি পোষক নির্বাচন

  গ) একটি জীব নির্বাচন

  ঘ) একটি টিস্যু নির্বাচন

সঠিক উত্তর: (খ)

৪৫. জিন প্রকৌশলের মাধ্যমে সৃষ্ট তামাক গাছের প্রদর্শন হয় কখন –
i. ১৯৮০
ii. ১৯৮৬
iii. ১৯৮৩
নিচের কোনটি সঠিক?

  ক) i

  খ) ii

  গ) iii

  ঘ) ii ও iii

সঠিক উত্তর: (গ)

৪৬. টিস্যুকালচারের মাধ্যমে নিচের কোনটিকে পুষ্টিবর্ধক মিডিয়ামে জীবাণুমুক্ত অবস্থায় কালচার করা হয়?

  ক) কান্ড

  খ) শাখা

  গ) প্রশাখা

  ঘ) পরাগরেণু

সঠিক উত্তর: (ঘ)

৪৭. পরিবেশের তেল ও হাইডোকার্বনকে দ্রুত নষ্ট করে পরিবেশকে দূষণমুক্ত করতে সক্ষম কোনটি?

  ক) E. coli ব্যাকটেরিয়া

  খ) Pseudomonas ব্যাকটেরিয়া

  গ) ইন্টারফেরন

  ঘ) T2 ফায ভাইরাস

সঠিক উত্তর: (খ)

৪৮. টিস্যুকালচার প্রযুক্তির ধাপসমূহের অন্তর্ভুক্ত –
i. মাতৃউদ্ভিদ নির্বাচন
ii. DNA প্রস্তুতকরণ
iii. জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

৪৯. কলিওপটেরা বর্গের অন্তর্ভুক্ত ক্ষতিকর কীটপতঙ্গের বিরুদ্ধে প্রতিরোধক্ষম কোনটি?

  ক) আউশ ধান

  খ) আমন ধান

  গ) বিটি ধান

  ঘ) বোরো ধান

সঠিক উত্তর: (গ)

৫০. টিস্যুকালচার প্রযুক্তির ব্যবহার দেখা যায় –
i. সিম্বিডিয়াম চারা উৎপাদনে
ii. আলুগাছ উৎপাদনে
iii. ডালিয়া উৎপাদনে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৫১. জিনের মাধ্যমে মাতাপিতা থেকে সন্তানসন্ততিতে বর্তায় এমন রোগ হলো –
i. হাঁপানি
ii. ডায়রিয়া
iii. থ্যালাসিমিয়া
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

৫২. Biotechnology শব্দের প্রবর্তক কে?

  ক) গ্রেগর জাহান মেন্ডেল

  খ) ক্যারোলাস লিনিয়াস

  গ) কার্ল এরেকি

  ঘ) লুই পাস্তুর

সঠিক উত্তর: (গ)

৫৩. টিস্যুকালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার করা হয় তাকে কী বলে?

  ক) Slice plant

  খ) Piece plant

  গ) In plant

  ঘ) Explant

সঠিক উত্তর: (ঘ)

৫৪. লেট ব্লাইট ছত্রাক প্রতিরোধী জিন স্থানান্তরের জন্য তুমি লেট ব্লাইট প্রতিরোধী গোল আলুর জাত উদ্ভাবনে ব্যবহার করবে –
i. টিস্যুকালচার
ii. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
iii. ভ্রূণবিদ্যা
নিচের কোনটি সঠিক?

  ক) i

  খ) ii

  গ) iii

  ঘ) ii ও iii

সঠিক উত্তর: (খ)

৫৫. GMO বা রিকম্বিনেন্ট DNA প্রস্তুত করার সময় লাগে –
i. প্লাজমিড
ii. পোষক
iii. মিডিয়াম
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৫৬. জৈব প্রযুক্তির মাধ্যমে মানব কল্যাণে ব্যবহার করা যায় –
i. অণুজীব
ii. উদ্ভিজ দ্রব্যাদি
iii. প্রাণিজ সম্পদ
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৫৭. টিস্যুকালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ ব্যবহার করা হয় তাকে কী বলে?

  ক) পত্রাংশ

  খ) নতুন কুঁড়ি

  গ) টেক্সপ্লান্ট

  ঘ) এক্সপ্লান্ট

সঠিক উত্তর: (ঘ)

৫৮. ট্রান্সজেনিক উদ্ভিদগুলো যেসব পরিবেশে জন্মাতে সক্ষম –
i. লবণাক্ত মাটিতে
ii. উচ্চ অম্লীয় মাটিতে
iii. তাপ ও খরাপ্রবণ এলাকায়
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৫৯. উন্নত দেশসমূহে Genetic engineering ব্যবহৃত হচ্ছে –
i. কয়লা খনিতে নাইট্রোজেন গ্যাস মুক্ত করার কাজে
ii. বন ধ্বংসকারী পোকা দমন করায়
iii. আকরিক থেকে ইউরেনিয়াম আহরণে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

৬০. DNA কাটার জন্য বিশেষ এনজাইম কোনটি?

  ক) লাইগেজ

  খ) রেস্ট্রিকশন

  গ) লেকটেজ

  ঘ) লাইপেজ

সঠিক উত্তর: (খ)

৬১. মূলযুক্ত চারাগুলোকে কিসে ধুয়ে অ্যাগারমুক্ত অবস্থায় মাটি ভরা ছোট ছোট পাত্রে স্থানান্তর করা হয়?

  ক) এসিডে

  খ) পানিতে

  গ) ভিটামিনে

  ঘ) খনিজ লবণে

সঠিক উত্তর: (খ)

৬২. সিম্বিডিয়াম নামক অর্কিড প্রজাতির একটি মেরিস্টেম হতে এক বছরে ৪০০০০ চারা পাওয়া সম্ভব এ বিষয়টি প্রমাণ করে দেখান কে?

  ক) জর্জ মরেল

  খ) ডাল্টন হুকার

  গ) কার্ল এরেকি

  ঘ) জোহান মেন্ডেল

সঠিক উত্তর: (ক)

৬৩. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কোনটির পরিবর্তন ঘটানো হয়?

  ক) GMO

  খ) RNA

  গ) DNA

  ঘ) মাইটোকন্ড্রিয়া

সঠিক উত্তর: (গ)

৬৪. মডিফাইড ভুট্টা বীজ কোন দেশ আবিষ্কার করে?

  ক) বাংলাদেশ

  খ) ভারত

  গ) সুইডেন

  ঘ) স্পেন

সঠিক উত্তর: (ঘ)

৬৫. Biotechnology শব্দটি কয়টি শব্দের সমন্বযে গঠিত হয়?

  ক) ২টি

  খ) ৩টি

  গ) ৪টি

  ঘ) ৫টি

সঠিক উত্তর: (ক)

৬৬. সঠিক রোগ শনাক্তকরণে জীব প্রযুক্তির ইঞ্জিনিয়ারিং শাখার গবেষণার ফল 
i. মনোক্লোনাল এন্টিবডি
ii. DNA প্রাইমার
iii. RNA পলিমারেজ
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৬৭. ডি এন এ ডাবল হেলিক্স মডেল আবিষ্কৃত হয় কত সালে?

  ক) ১৮৫৩

  খ) ১৮৬৩

  গ) ১৯৫৩

  ঘ) ১৯৬৩

সঠিক উত্তর: (গ)

৬৮. টিস্যুকালচারে জীবাণুমুক্ত আবাদের জন্য প্রয়োজন –
i. ২০1b/sq. inch চাপ
ii. ১২১০ সে. তাপমাত্রা
iii. অটোক্লেভ
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

৬৯. DNA অণুকে ছেদন করার জন্য নিচের কোনটি প্রয়োজন?

  ক) লাইপেজ এনজাইম

  খ) লাইগেজ এনজাইম

  গ) স্টারটেজ এনজাইম

  ঘ) রেস্ট্রিকশন এনজাইম

সঠিক উত্তর: (ঘ)

৭০. যখন দুটি প্রচ্ছন্ন জিন বা দুটি প্রকট জিন একসঙ্গে থাকে তাকে কী বলে?

  ক) প্রচ্ছন্ন জিন

  খ) হেমোজাইগাস

  গ) হেটারোজাইগাস

  ঘ) জিন ক্লোনিং

সঠিক উত্তর: (খ)

৭১. জিন প্রকৌশলের মাধ্যমে মাগুর, কমনকার্ড, লইট্টা ইত্যাদি মাছের আকার কত ভাগ বৃদ্ধি করা সম্ভব হয়েছে?

  ক) ৪০

  খ) ৫০

  গ) ৬০

  ঘ) ৭০

সঠিক উত্তর: (গ)

৭২. বিটি ভুট্টা, বিটি তুলা, বিটি ধান যেসব কীটপতঙ্গ প্রতিরোধী তা হলো –
i. কলিওপটেরা
ii. লেপিডোপটেরা
iii. লেটব্লাইট ছত্রাক
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৭৩. জিন প্রকৌশলের মাধ্যমে খুব দ্রুত কী পাওয়া যায়?

  ক) কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যসম্পন্ন কোষ

  খ) কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যসম্পন্ন পোষক

  গ) কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদ বা প্রাণী বা অণুজীব

  ঘ) কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যসম্পন্ন বাহক

সঠিক উত্তর: (গ)

৭৪. সিম্বিডিয়াম নামক কোন প্রজাতির একটি মেরিস্টেম হতে বছরে ৪০ হাজার চারা পাওয়া সম্ভব?

  ক) অর্জুন

  খ) গামার

  গ) গর্জন

  ঘ) অর্কিড

সঠিক উত্তর: (ঘ)

৭৫. আগাছা সহিষ্ণু (Herbidice tolerant) জাত কোনগুলো?

  ক) আদা, শশা, আলু, বেগুন

  খ) টমেটো, সয়াবিন, ভুট্টা, তুলা, ক্যানেলা

  গ) সরিষা, পেঁয়াজ, রসুন, গম

  ঘ) ছোলা, ধান, গম, তিল, ধনিয়া

সঠিক উত্তর: (খ)

৭৬. চারাগাছে যদি মূল উৎপন্ন না হয় তবে একটি নির্দিষ্ট উচ্চতা লাভের পর বিটপগুলোকে বিচ্ছিন্ন করে কোথায় রাখা হয়?

  ক) ক্যালাস মাধ্যমে

  খ) মূল উৎপাদনকারী আবাদ মাধ্যমে

  গ) জীবাণুমুক্ত আবাদ মাধ্যমে

  ঘ) অ্যাগার মাধ্যমে

সঠিক উত্তর: (খ)

৭৭. জীবপ্রযুক্তি প্রয়োগ হয় –
i. গাঁজনে
ii. টিস্যুকালচারে
iii. ট্রান্সজেনিক জীব উৎপন্নে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৭৮. কোন ব্যাকটেরিয়ার জিন ব্যবহার করে রোগমুক্ত তুলা উৎপাদন করা যায়?

  ক) Bacillus subtilis

  খ) Bacillus polymyxa

  গ) Bacillus alba

  ঘ) Bacillus thuringiansis

সঠিক উত্তর: (ঘ)

৭৯. জীব প্রযুক্তির মাধ্যমে সম্ভব হয়েছে –
i. ক্যান্সার নির্ণয়
ii. অ্যান্টিবায়োটিক উৎপাদন
iii. ভ্যাকসিন উৎপাদন
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

৮০. কৌলিগত পরিবর্তনের মাধ্যমে মাগুর, লইট্টা, তেলাপিয়া প্রভৃতি মাছের আকার কতভাগ বাড়ানো সম্ভব?

  ক) ২০%

  খ) ৪০%

  গ) ৬০%

  ঘ) ৮০%

সঠিক উত্তর: (গ)

৮১. রকেট ইঞ্জিন চালাতে কোন গাছের তেল ব্যবহার করা হয়?

  ক) মাগুর

  খ) বোঁয়াল

  গ) হাঙ্গর

  ঘ) তিমি

সঠিক উত্তর: (ঘ)

৮২. জিন প্রকৌশলে কিসের পরীক্ষা করা হয়?

  ক) Velocity

  খ) Toxicity

  গ) Weight

  ঘ) Length

সঠিক উত্তর: (খ)

৮৩. নিচের কোন গাছটি বিশেষ মরুভূমির পরিবেশ ছাড়া জন্মায় না?

  ক) Shal

  খ) Tulshi

  গ) Jasminium

  ঘ) Jojoba

সঠিক উত্তর: (ঘ)

৮৪. টিস্যুকালচার আবাদে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজন –
i. গ্লুকোজ
ii. ভিটামিন
iii. ফাইটোহরমোন
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

৮৫. গ্রেগর জোহান মেন্ডেল জেনেটিক্সের কয়টি সূত্র আবিষ্কার করেন?

  ক) ৩টি

  খ) ২টি

  গ) ৪টি

  ঘ) ৫টি

সঠিক উত্তর: (খ)

৮৬. Biology এবং Technology-র আন্তঃসম্পর্কিত বিষয় হলো –

  ক) Biotechnology

  খ) Biogeography

  গ) Biostahisics

  ঘ) Biochemistry

সঠিক উত্তর: (ক)

৮৭. যখন দুটি জিনের একটি প্রচ্ছন্ন অপরটি প্রকট হয় তাকে কী বলে?

  ক) হেটারোজাইগাস

  খ) হোমোজাইগাস

  গ) জীব ক্লোনিং

  ঘ) সেল ক্লোনিং

সঠিক উত্তর: (ক)

৮৮. উদ্ভিদ টিস্যুকালচারে উদ্ভিদের কোন কোন বিচ্ছিন্ন অংশ কোনো নির্দিষ্ট পুষ্টিবর্ধক মিডিয়ামে জীবাণুমুক্ত অবস্থায় কালচার করা হয় 
i. পরাগরেণু, পর্ব
ii. গাছের পাতা
iii. শীর্ষ বা পার্শ্বমুকুল, মূলাংশ
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

৮৯. মেন্ডেল কত সালে জেনেটিক্স এর সূত্রসমূহ আবিষ্কার করেন?

  ক) ১৮৬০

  খ) ১৮৬১

  গ) ১৮৬২

  ঘ) ১৮৬৩

সঠিক উত্তর: (ঘ)

৯০. আগে ইনসুলিন স্ফটিকাকারে সংশ্লেষণ করা হতো 
i. গরুর অগ্ন্যাশয় থেকে
ii. ভেড়ার অগ্ন্যাশয় থেকে
iii. শূকরের অগ্ন্যাশয় থেকে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

৯১. জিন প্রকৌশলের মাধ্যমে DNA এর কাঙ্ক্ষিত অংশ ব্যাকটেরিয়া থেকে কোথায় স্থানান্তর করা সম্ভব হয়েছে?

  ক) মানুষে

  খ) ছাগলে

  গ) পাখিতে

  ঘ) গাছে

সঠিক উত্তর: (ক)

৯২. কখন গাজনের ক্যালাস কালচারের মাধ্যমে উদ্ভিদ সৃষ্টি করা হয় –
i. ১৯৫৬
ii. ১৯৪৯
iii. ১৯৫৮
নিচের কোনটি সঠিক?

  ক) i

  খ) ii

  গ) i

  ঘ) ii ও iii

সঠিক উত্তর: (খ)

৯৩. Biology শব্দের অর্থ কী?

  ক) প্রযুক্তি সম্পর্কে জ্ঞান

  খ) মন সম্পর্কিত জ্ঞান

  গ) শরীর সম্পর্কিত জ্ঞান

  ঘ) জীব সম্পর্কে বিশেষ জ্ঞান

সঠিক উত্তর: (ঘ)

৯৪. জোজোবা কী?

  ক) গাছ

  খ) মাছ

  গ) গবাদিপশু

  ঘ) জীবাশ্ম

সঠিক উত্তর: (ক)

৯৫. বর্তমান সময়ে জীবপ্রযুক্তির ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায় –
i. পরিবেশ রক্ষায়
ii. স্বাস্থ্য ক্ষেত্রে
iii. শিল্প ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৯৬. জীবপ্রযুক্তিতে ব্যবহৃত হয় –
i. অণুজীব
ii. টিস্যু
iii. অ্যাগার
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৯৭. নিচের কোন দেশটি অর্কিড ফুল রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে?

  ক) ভারত

  খ) মালদ্বীপ

  গ) মায়ানমার

  ঘ) থাইল্যান্ড

সঠিক উত্তর: (ঘ)

৯৮. George Morel কোন দেশের বিজ্ঞানী?

  ক) সুইডেন

  খ) ফরাসি

  গ) জার্মান

  ঘ) যুক্তরাষ্ট্র

সঠিক উত্তর: (খ)

৯৯. জীবপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে রোগগুলো সহজে ও সঠিকভাবে নির্ণয় করা যায় তা হলো –
i. অ্যানথ্রাক্স
ii. বার্ড ফ্লু
iii. বোভাইন যক্ষ্মা
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১০০. আধুনিক জীব প্রযুক্তির মধ্যে রয়েছে –
i. ক্ষতিকর পোকার আক্রমণ প্রতিহতকারী ফসল ও ফল উৎপাদন
ii. হাঁস-মুরগি ও মাছের সমন্বিত চাষ
iii. ইরি, বিরি ইত্যাদি উচ্চ ফলনশীল ধান উৎপাদন
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১০১. টিস্যু কালচারের একটি নিয়মিত কর্মসূচিতে পরিণত হয়েছে –

  ক) ভাইরাস রোগাক্রান্ত ফুল করা

  খ) আলুর টিউবারকে রোগমুক্ত করা

  গ) ডালিয়াকে রোগাক্রান্ত করা

  ঘ) চন্দ্রমল্লিকাকে রোগাক্রান্ত করা

সঠিক উত্তর: (খ)

১০২. বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য তুমি বেছে নিবে –
i. ডালিয়া
ii. অর্কিড
iii. আলু
নিচের কোনটি সঠিক?

  ক) ii

  খ) ii

  গ) i ও iii

  ঘ) ii ও

সঠিক উত্তর: (খ)

১০৩. কোন গাছটির বংশবৃদ্ধি অত্যন্ত সময় সাপেক্ষ?

  ক) জারুল

  খ) ইপিল ইপিল

  গ) জোজোবা

  ঘ) চন্দ্রমল্লিকা

সঠিক উত্তর: (গ)

১০৪. টিস্যুকালচারের মাধ্যমে অর্জিত সাফল্য হলো –
i. রোগ প্রতিরোধী এবং অধিক উৎপাদনশীল কলার চারা উৎপাদন
ii. আলুর রোগমুক্ত বীজ মাইক্রোটিউবার উৎপাদন
iii. চন্দ্রমল্লিকা, লিলি প্রভৃতি ফুল উৎপাদনকারী উদ্ভিদের চারা উৎপাদন
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১০৫. লেট ব্লাইট স্থানান্তরের মাধ্যমে কোনটির নতুন জাত উদ্ভাবনের গবেষণা চলছে?

  ক) গম

  খ) ভুট্টা

  গ) ধান

  ঘ) ছোলা

সঠিক উত্তর: (খ)

১০৬. জীবপ্রযুক্তি শব্দের উৎপত্তি –
i. Biology শব্দ 
ii. Bios শব্দ হতে
iii. Technology শব্দ হতে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

১০৭. ১৯৮০ সালে ইন্টারফেরন উৎপাদনের জন্য কি করা হয় –
i. জিন ক্লোনিং
ii. জীবকোষ আলাদা
iii. টিস্যুকালচার
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

১০৮. অর্কিড রপ্তানি করে –
i. বাংলাদেশ
ii. থাইল্যান্ড
iii. সিঙ্গাপুর
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

১০৯. রিংস্পট ভাইরাস কোথায় পাওয়া যায়?

  ক) পেঁপে গাছে

  খ) আলু গাছে

  গ) টমেটো গাছে

  ঘ) আম গাছে

সঠিক উত্তর: (ক)

১১০. Sperm whale এর তেল দিয়ে চালানো হয় –
i. উড়োজাহাজ
ii. রকেট
iii. মোটরগাড়ি
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১১১. টিস্যুকালচারের মাধ্যমে কোন কোন কাঠ উৎপাদনকারী উদ্ভিদের চারা উৎপাদন করা হয়েছে?

  ক) আম, কাঁঠাল, জাম, লিচু, বাবলা

  খ) কদম, জারুল, ইপিলইপিল, বকুল, সেগুন, নিম

  গ) শিশু, নিম, কড়ই, মেহগনি, কাঠবাদাম

  ঘ) নিম, তাল, মেহগনি, রেন্টি, কড়ই, গামারী

সঠিক উত্তর: (খ)

১১২. টিস্যুকালচারের মাধ্যমে কোন কোন ফুলের উৎপাদনকারী উদ্ভিদের চারা উৎপাদন করা হয়েছে?

  ক) জবা, যুঁই, পদ্ম, হাসনা হেনা

  খ) টিউলিপ, রজনীগন্ধা, শাপলা

  গ) চন্দ্রমল্লিকা, গ্লাডিওলাস, লিলি, কার্নেশান

  ঘ) বেলী, চাপা, কদম, শিমুল

সঠিক উত্তর: (গ)

১১৩. উৎপাদিত মানব ইনসুলিন বাজারজাত সম্পর্কে সঠিক সাল হচ্ছে –
i. ১৯৭২
ii. ১৯৮০
iii. ১৯৮২
নিচের কোনটি সঠিক?

  ক) i

  খ) ii

  গ) iii

  ঘ) ii ও iii

সঠিক উত্তর: (গ)

১১৪. কত সালে মার্টিন নামক বিজ্ঞানী মেরিস্টেম কালচারের মাধ্যমে রোগমুক্ত ডালিয়া আলুগাছ উদ্ভব করেন?

  ক) ১৯৫৪

  খ) ১৯৫২

  গ) ১৯৫০

  ঘ) ১৯৫৬

সঠিক উত্তর: (খ)

১১৫. নিচের কোনটির জিন ধানে স্থানান্তর করা সম্ভব হয়েছে?

  ক) ভিটামিন ‘কে’

  খ) ভিটামিন ‘এ’

  গ) আয়রন

  ঘ) ক্যালসিয়াম

সঠিক উত্তর: (খ)

১১৬. পল বার্গ ১৯৭২ সালে প্রথম কী তৈরি করেন?
i. mRNN অণু সৃষ্টি
ii. রিকম্বিনেন্ট DNA অণু সৃষ্টি
iii. দেহকোষ সৃষ্টি
নিচের কোনটি সঠিক?

  ক) i

  খ) ii

  গ) iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

১১৭. আবাদে স্থাপিত টিস্যু বারবার বিভাজনের মাধ্যমে সরাসরি কী তৈরি করে?

  ক) উদ্ভিদ

  খ) অণুচারা

  গ) এক্সপ্লান্ট

  ঘ) উন্নত গুণসম্পন্ন গাছ

সঠিক উত্তর: (খ)

১১৮. কোনটির আক্রমণে আলুর লেট ব্লাইন্ড রোগ হয়?

  ক) ভাইরাস

  খ) ছত্রাক

  গ) ব্যাকটেরিয়া

  ঘ) প্রোটোজোয়া

সঠিক উত্তর: (খ)

১১৯. টিস্যুকালচারের মাধ্যমে চন্দ্রমল্লিকার একটি অঙ্গজ টুকরা হতে বছরে কী পরিমাণ চারা পাওয়া সম্ভব?

  ক) ৬০ কোটি

  খ) ৭০ কোটি

  গ) ৮৮ কোটি

  ঘ) ৮০ কোটি

সঠিক উত্তর: (গ)

১২০. টিস্যুকালচারের মাধ্যমে কোন গাছটিকে ভারতবর্ষের জলবায়ু উপযোগী করে তোলা হয়েছে?

  ক) গ্লাডিওলাস

  খ) জোজোবো

  গ) নিম

  ঘ) কদম

সঠিক উত্তর: (খ)

১২১. একই জিনের অসংখ্য নকল তৈরি করাকে কী বলে?

  ক) সেল ক্লোনিং

  খ) জিন ক্লোনিং

  গ) ক্লোনিং

  ঘ) ক্রোমোজোম

সঠিক উত্তর: (খ)

১২২. বায়োটেকনোলজির মাধ্যমে তৈরি উদ্ভিদ জাতের বৈশিষ্ট্য –
i. এসব উদ্ভিদ লবণ সঞিষ্ণু
ii. খাদ্য তৈরি করতে পারে না
iii. খরা প্রতিরোধী
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

১২৩. অণুজীব কার্বোহাইড্রেটকে জারিত করে কীসে পরিনত করে?

  ক) কার্বন ডাই-অক্সাইড

  খ) হাইড্রোকার্বনে

  গ) অ্যালকোহলে

  ঘ) ক্লোরোফরমে

সঠিক উত্তর: (গ)

১২৪. গ্রেগর জোহান মেন্ডেল কোন দেশের বিজ্ঞানী ছিলেন?

  ক) জার্মানি

  খ) রাশিয়া

  গ) অস্ট্রিয়া

  ঘ) ইংল্যান্ড

সঠিক উত্তর: (গ)

১২৫. জীব প্রযুক্তি ব্যবহারে দ্রুত প্রসার লাভ করছে –
i. DNA থেরাপি
ii. টেস্টটিউব নিষেকে শিশু জন্ম
iii. ফরেনসিক মেডিসিন
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১২৬. উড়োজাহাজ, রকেট চালাতে ব্যবহৃত তিমি মাছের তেলের বিকল্প হিসেবে কোন গাছ হতে প্রাপ্ত তেল ব্যবহার করা হয়?

  ক) সূর্যমুখি

  খ) জোজোবা

  গ) পাম

  ঘ) অলিভ

সঠিক উত্তর: (খ)

১২৭. Alexander Fleming সম্পর্কে সঠিক তথ্য হচ্ছে –
i. তিনি একজন অণুজীববিদ
ii. তিনি পেনিসিলিন নামক এ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন
iii. তিনি Birdman of India নামে পরিচিত
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১২৮. অটোক্লেভ যন্ত্রে আবাদ মাধ্যমকে কত তাপমাত্রায় ও কত চাপে ২০ মিনিট ভিজিয়ে রাখলে জীবাণুমুক্ত হয়?

  ক) ১২০০ সে. ও ৫ b/sq. inch

  খ) ১২১০ সে. ও ১৫ b/sq. inch

  গ) ১১১০ সে. ও ১০ b/sq. inch

  ঘ) ১১১০ সে. ও ১৫ b/sq. inch

সঠিক উত্তর: (খ)

১২৯. কৃষিতে জীব প্রযুক্তি ব্যবহার করা হয় –
i. পতঙ্গ আক্রমণকারী ট্রান্সজোনিক উদ্ভিদ উদ্ভাবনে
ii. নাইট্রোজেন সংবন্ধনে
iii. টিস্যু কালচারে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১৩০. টিস্যুমন্ড হতে অনুচারা উৎপাদনের জন্য সরবরাহ করতে হয় –
i. আলো
ii. বায়ু
iii. UV রশ্মি
নিচের কোনটি সঠিক?

  ক) i

  খ) ii

  গ) iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১৩১. মালয়েশিয়ার কোন উদ্ভিদটির বংশবৃদ্ধি টিস্যুকালচার পদ্ধতিতে সম্পন্ন করা হয়?

  ক) অর্জুন

  খ) রাবার

  গ) গামার

  ঘ) অয়েল পাম

সঠিক উত্তর: (ঘ)

১৩২. জিন প্রকৌশলের সুবিধা হলো –
i. জীবনিরাপত্তা বিধান
ii. কম সময়ে কাঙ্ক্ষিত ফল লাভ
iii. খুবই সরল প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১৩৩. আবাদ মাধ্যমকে কোন যন্ত্রে রেখে জীবাণুমুক্ত করা হয়?

  ক) অটোক্লেভ

  খ) সেন্টিফিউগাল

  গ) স্পেকটোফটোমিটার

  ঘ) থার্মোফ্লাক্স

সঠিক উত্তর: (ক)

১৩৪. TMV কী?

  ক) টমেটো মোজাইক ভাইরাস

  খ) রিং-স্পট ভাইরাস

  গ) টোবাকো মোজাইক ভাইরাস

  ঘ) টোবাকো মাইল্ড ভাইরাস

সঠিক উত্তর: (গ)

১৩৫. সুপার ধানের ভাত খেলে অল্পবয়স্ক ছেলেমেয়েরা অন্ধ হবে না কারণ –
i. সুপার ধানে ভিটামিন ‘এ’ উৎপাদনকারী জিন রয়েছে
ii. এতে ভিটামিন ‘সি’ রয়েছে
iii. সুপার ধান ভিটামিন ‘এ’ ও লোহাসমৃদ্ধ খাদ্য
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

১৩৬. টিস্যুকালচারের মাধ্যমে থাইল্যান্ডে উৎপাদিত অধিকাংশ অণুচারাই –

  ক) অর্কিড

  খ) নিম

  গ) গজার

  ঘ) গর্জন

সঠিক উত্তর: (ক)

১৩৭. কোন কলায় মাতৃকা অনুপস্থিত?

  ক) যোজক কলা

  খ) আবরণী কলা

  গ) পেশি কলা

  ঘ) স্নায়ু কলা

সঠিক উত্তর: (খ)

১৩৮. উড়োজাহাজ, রকেট প্রভৃতি ভারী ইঞ্জিন চালানোর জন্য তেল উৎপাদন করা হয় –
i. যুঁই সাস্পেনসন হতে
ii. তিমি মাছ হতে
iii. জোজোবা গাছ হতে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

১৩৯. ভেড়ার পশমের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধির জন্য ব্যাকটেরিয়ার কতটি জিন ভেড়ার জীনোমে স্থানান্তর করা হয়েছে?

  ক) ১

  খ) ২

  গ) ৩

  ঘ) ৪

সঠিক উত্তর: (খ)

১৪০. বিটি ভুট্টা, বিটি তুলা ইত্যাদি শস্যে কোনটির জিন প্রবেশ করানো হয়েছে?

  ক) ব্যাকটেরিয়া

  খ) ভাইরাস

  গ) ছত্রাক

  ঘ) প্রোটোজোয়া

সঠিক উত্তর: (ক)

১৪১. এক্সপ্লান্ট স্থাপন করার পর আবাদ মাধ্যমকে কত তাপমাত্রায় নিয়ন্ত্রিত কক্ষে বর্ধনের জন্য রাখা হয়?

  ক) ১৫০ ± ২০ সে.

  খ) ২০০ ± ২০ সে.

  গ) ২৫০ ± ২০ সে.

  ঘ) ৩০০ ± ২০ সে.

সঠিক উত্তর: (গ)

১৪২. টিস্যুকালচার করার জন্য প্রয়োজনীয় আবাদ মাধ্যম কোন প্রকৃতির?

  ক) তরল মাধ্যম

  খ) বায়বীয় মাধ্যম

  গ) প্রায় কঠিন মাধ্যম

  ঘ) কঠিন মাধ্যম

সঠিক উত্তর: (গ)

১৪৩. DNA ডাবল হেলিক্স মডেল আবিষ্কার করেন কারা?

  ক) কেলভিন ও ব্যাশাম

  খ) হ্যাচ ও স্ল্যাক

  গ) ওয়াটসন ও ক্রীক

  ঘ) মেন্ডেল ও কার্ল এরেকি

সঠিক উত্তর: (গ)

১৪৪. জুঁই সাস্পেনসন হতে কী উৎপাদিত হয়?

  ক) সুগন্ধি আতর

  খ) তেল

  গ) চন্দন

  ঘ) ধূপ

সঠিক উত্তর: (ক)

১৪৫. জীবপ্রযুক্তির প্রাচীন উদাহরণ হলো –
i. টিস্যুকালচার
ii. চোলাইকরণ
iii. গাঁজন
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

১৪৬. কত সালে Biotechnology শব্দটি প্রবর্তিত হয়?

  ক) ১৯১৮

  খ) ১৯১৯

  গ) ১৯২০

  ঘ) ১৯২১

সঠিক উত্তর: (খ)

১৪৭. Bacillus thuringiensis (Bt) নামক জিন শস্যে প্রবেশ করানোর কারণে কৌলিগতভাবে পরিবর্তিত শস্যসমূহকে কী নামে অভিহিত করা হয়?

  ক) Bt Rice, Bt pulse

  খ) Bt Corn, Bt Cotton

  গ) Bt Potato, Bt, Chillix

  ঘ) Bt Brassica, Bt Zinger

সঠিক উত্তর: (খ)

১৪৮. একটি মাত্র জিন থেকে জিনগত হুবহু এক বা একাধিক জীব তৈরির পদ্ধতিকে কী বলে?

  ক) সেল ক্লোনিং

  খ) জীব ক্লোনিং

  গ) ক্লোনিং

  ঘ) জীব ক্লোনিং

সঠিক উত্তর: (খ)

১৪৯. জেনেটিক ইঞ্জিনিয়ারিং – এর উদ্দেশ্য –
i. নতুন ও উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন জীব সৃষ্টি করা
ii. মানুষকে সর্বোত্তমভাবে লাভবান করা
iii. জনসংখ্যা বৃদ্ধির গতি তরান্বিত করা
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১৫০. মিডিয়ামসমূহকে জীবাণুমুক্ত করা হয় –
i. মিডিয়ামে জীবাণুরা সহজে বংশবৃদ্ধি করায়
ii. এরা এক্সপ্ল্যান্টকে নষ্ট করায়
iii. জীবাণু মানুষের রোগ ছড়াতে সক্ষম হওয়ায়
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১৫১. ধানে নিচের কোনটি যোগ করার প্রচেষ্টা চলছে?

  ক) ক্যালসিয়াম

  খ) আয়রন

  গ) ক্লোরিন

  ঘ) আয়োডিন

সঠিক উত্তর: (খ)

১৫২. টিস্যুকালচার করার জন্য মাতৃ উদ্ভিদ হতে হবে –
i. অবয়বহীন
ii. রোগমুক্ত
iii. উন্নত জাতের
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

১৫৩. জিন প্রকৌশলের মাধ্যমে উদ্ভাবিত সুপার ধানে বিটা-ক্যারোটিন ও আয়রন তৈরির জিন প্রতিস্থাপনের অনুপাত হলো –

  ক) ৩ : ৪

  খ) ৪ : ৩

  গ) ৩ : ৫

  ঘ) ৫ : ৩

সঠিক উত্তর: (খ)

১৫৪. GE এর পূর্ণরূপ কী?

  ক) General Energy

  খ) Genetically Engineered

  গ) Gene Empaek

  ঘ) Genetically Emltion

সঠিক উত্তর: (খ)

১৫৫. GMO এর পূর্ণরূপ কী?

  ক) Genetically Modified Organism

  খ) Genarel Modified Organism

  গ) Genetically Method Orgun

  ঘ) Gene Modified Organism

সঠিক উত্তর: (ক)

১৫৬. মানুষের বৃদ্ধির জন্য দায়ী হরমোন জিন স্থানান্তরের মাধ্যমে কোন প্রাণীর কৌলিগত পরিবর্তন ঘটানো হয়েছে?

  ক) বাঘ

  খ) গাধা

  গ) ভেড়া

  ঘ) তিমি

সঠিক উত্তর: (গ)

১৫৭. পৃথক DNA খন্ডসমূহকে জোড়া লাগায় কোন এনজাইম?

  ক) DNA লাইপেজ

  খ) DNA লাইগেজ

  গ) রেস্ট্রিকশন

  ঘ) সুক্রোজ

সঠিক উত্তর: (খ)

১৫৮. জিন থ্যারাপি পদ্ধতিতে দুরারোগ্য বংশগত যেসব ব্যাধি থেকে রক্ষা পাওয়া সম্ভব তা হলো –
i. মাথাব্যাথা
ii. হৃদরোগ
iii. হাঁপানি
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

১৫৯. জিন প্রকৌশলের মাধ্যমে মাছের আকার ৬০ ভাগ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে 
i. তেলাপিয়ার
ii. মাগুরের
iii. শিং মাছের
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১৬০. টিস্যুকালচার উদ্ভিদবিজ্ঞানের একটি অপেক্ষাকৃত –

  ক) পুরাতন শাখা

  খ) নতুন শাখা

  গ) বিশুদ্ধ শাখা

  ঘ) বিশেষিত শাখা

সঠিক উত্তর: (খ)

১৬১. ভেড়ার পশমের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধির জন্য ভেড়ার জিনোমে ব্যাকটেরিয়ার কয়টি জিন স্থানান্তর করা হয়?

  ক) ১টি

  খ) ২টি

  গ) ৩টি

  ঘ) ৪টি

সঠিক উত্তর: (খ)

১৬২. বিটা ক্যারোটিন কী?

  ক) ভিটামিন বি

  খ) ভিটামিন সি

  গ) ভিটামিন ই

  ঘ) ভিটামিন এ

সঠিক উত্তর: (ঘ)

১৬৩. ভাইরাল কোট প্রোটিন জিন দ্বারা ভাইরাস প্রতিরোধী কী ধরনের ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে?

  ক) TWC

  খ) ToMV

  গ) TcMV

  ঘ) TGM

সঠিক উত্তর: (খ)

১৬৪. Watson এবং Crick কত সালে ডিএনএ ডাবল হেলিক্স মডেল আবিষ্কার করেন?

  ক) ১৯১৯

  খ) ১৮৬৩

  গ) ১৮৫৩

  ঘ) ১৯৫৩

সঠিক উত্তর: (ঘ)

১৬৫. বহুল ব্যবহৃত জীবপ্রযুক্তি হলো –
i. জিন ক্লোনিং
ii. জিন প্রকৌশল
iii. টিস্যু কালচার
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

১৬৬. কৌলিগতভাবে পরিবর্তিত E. coli ব্যাকটেরিয়া ও ঈস্ট ব্যবহৃত হয় –
i. AIDS রোগের চিকিৎসায়
ii. ক্যান্সার রোগের চিকিৎসায়
iii. হেপাটাইটিস ‘বি’ রোগের চিকিৎসায়
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

 গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১৬৭. ইনসুলিনের ব্যবসায়িক নাম কী?
i. Somatotropin
ii. Humulin
iii. Codon
নিচের কোনটি সঠিক?

  ক) i

  খ) ii

  গ) i ও iii

  ঘ) ii ও iii

সঠিক উত্তর: (খ)

১৬৮. কোন দেশীয় বিজ্ঞানীগণ জীবপ্রযুক্তি ব্যবহার করে ইন্টারফেরন তৈরি করতে সক্ষম হয়েছেন?

  ক) ফরাসি

  খ) রাশিয়ান

  গ) জার্মান

  ঘ) ইটালিয়ান

সঠিক উত্তর: (খ)

১৬৯. টিস্যুকালচারে অত্যাবশ্যকীয় –
i. জীবাণুমুক্ত মিডিয়াম
ii. পুষ্টি সমৃদ্ধ মিডিয়াম
iii. পানিপূর্ণ মিডিয়াম
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১৭০. টিস্যুকালচার প্রযুক্তির সুবিধা হলো 
i. কম সময়ে বিপুল পরিমান চারা উৎপাদন করা যায়
ii. বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণ করা যায়
iii. কম খরচে বেশি পরিমান ফল উৎপাদন করা যায়
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১৭১. ভেড়ার পশমের পরিমাণ ও গুণগতমান বৃদ্ধির জন্য ভেড়ার জিনোমে স্থানান্তর করা হয়েছে –
i. CysE
ii. CysM
iii. CysP
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১৭২. ফ্রান্সিস হ্যারি কম্পটন ক্রিক কোন দেশের বিজ্ঞানী ছিলেন?

  ক) মার্কিন যুক্তরাষ্ট্র

  খ) জার্মানি

  গ) ইংল্যান্ড

  ঘ) চীন

সঠিক উত্তর: (গ)

১৭৩. কোন বিজ্ঞানী জেনেটিক্স এর সূত্রসমূহ আবিষ্কার করেন?

  ক) কার্ল এরেকি

  খ) লুই পাস্তুর

  গ) ক্যারোলাস লিনিয়াস

  ঘ) গ্রেগর জাহান মেন্ডেল

সঠিক উত্তর: (ঘ)

১৭৪. মানবদেহে কতটি জেনেটিক ডিসঅর্ডার আছে বলে জানা যায়?

  ক) ২৫০

  খ) ৩৫০

  গ) ২৫০০

  ঘ) ৩৫০০

সঠিক উত্তর: (ঘ)

১৭৫. একটি টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক কোনো মিডিয়ামে (Natrient Medium)বর্ধিতকরণ প্রক্রিয়াই হলো –
i. জিন প্রকৌশল
ii. টিস্যুকালচার
iii. রিকম্বিনেন্ট DNA
নিচের কোনটি সঠিক?

  ক) i

  খ) ii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

১৭৬. টিস্যু কালচার প্রযুক্তি ব্যবহার করা হয় –
i. ডালিয়া
ii. কাঁঠাল
iii. যুঁই
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১৭৭. জেমস ডেভি ওয়াটসন (James Dews Watson) কোন দেশের বিজ্ঞানী ছিলেন?

  ক) রাশিয়া

  খ) ফ্রান্স

  গ) মার্কিন যুক্তরাষ্ট্র

  ঘ) জার্মানি

সঠিক উত্তর: (গ)

১৭৮. জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা সৃষ্ট নতুন বৈশিষ্ট্যসম্পন্ন জীবকে বলা হয় –
i. GMD
ii. GE
iii. ট্রান্সজেনিক
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

১৭৯. সুপার ধান উদ্ভাবনে ড্যাফোডিল ফুল থেকে প্রতিস্থাপন করা হয় –
i. ৩টি বিটা জ্যানথিন
ii. ৪টি বিটা ক্যারোটিন সংশ্লেষণকারী জিন
iii. অতিরিক্ত আয়রন তৈরির তিনটি জিন
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

১৮০. ট্রান্সজেনিক উদ্ভিদের উদাহরণ হল –
i. টমেটো
ii. জাম
iii. কলা
নিচের কোনটি সঠিক?

  ক) i

  খ) ii

  গ) iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১৮১. টিস্যুকালচার প্রযুক্তির কৌশলকে কাজে লাগিয়ে ব্যাপক সাফল্য পাওয়া গেছে –
i. উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে
ii. উন্নত জাত উদ্ভাবনে
iii. সুস্থ ও পুষ্ট বীজ উৎপাদনে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১৮২. টিস্যুকালচারকরণে উদ্ভিদের যে অংশ ব্যবহার করা হয় তা হলো 
i. মূলাংশ
ii. পাতা
iii. ভ্রূণ
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১৮৩. টিস্যু কালচারের সুবিধা কী?

  ক) ছত্রাক মুক্ত চারা উৎপাদন

  খ) ব্যাকটেরিয়া মুক্ত চারা উৎপাদন

  গ) কম সময়ে ভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন চারা উৎপাদন

  ঘ) ভাইরাস মুক্ত চারা উৎপাদন

সঠিক উত্তর: (ঘ)

১৮৪. জিনপ্রকৌশলের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায় –
i. চিকিৎসা ক্ষেত্রে
ii. প্রাণী উন্নয়নে
iii. পরিবেশ রক্ষায়
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১৮৫. এক্সপ্লান্টের জন্য নির্বাচিত অঙ্গ কোনটি?

  ক) উন্নত গুণসম্পন্ন

  খ) স্বাস্থ্যবান

  গ) রোগমুক্ত

  ঘ) সবগুলো

সঠিক উত্তর: (ঘ)

১৮৬. টিস্যুকালচারের উদ্দেশ্যে ব্যবহার করা উদ্ভিদের অংশ হলো –
i. পর্বমধ্য
ii. ভ্রূণ
iii. ফুল
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১৮৭. আবাদ মাধ্যমকে কিসের পাত্রে নিয়ে তুলা বা প্লাস্টিকের ঢাকনা দিয়ে মুখ বন্ধ করা হয়?

  ক) কাঠের পাত্রে

  খ) কাচের পাত্রে (টেস্টটিউব, কনিক্যাল ফ্লাস্ক)

  গ) চীনামাটির পাত্রে

  ঘ) মাটির পাত্রে

সঠিক উত্তর: (খ)

১৮৮. নতুন জাতের Pseudomonas ব্যাকটেরিয়া কে তৈরি করেছেন?

  ক) ড. এম. কে. চক্রবর্তী

  খ) ডেভিট প্রেইন

  গ) সলিম আলী

  ঘ) অ্যারিস্টটল

সঠিক উত্তর: (ক)

১৮৯. একপ্ল্যান্ট মিডিয়ামে স্থাপন করার জন্য ব্যবহার করা হয় –
i. ফরসেপ
ii. নিডল
iii. ড্রপার
নিচের কোনটি সঠিক?

  ক) i

  খ) ii

  গ) i

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১৯০. GMO এর অপর নাম কী?

  ক) GOM

  খ) GML

  গ) GE

  ঘ) GLO

সঠিক উত্তর: (গ)

১৯১. গ্রেনোলুসাইট ম্যাকরোফাজ কলোনী উদ্দীপক উপাদান ব্যবহৃত হয় কোনটির চিকিৎসায়?

  ক) হার্ণিয়া

  খ) সর্দি-জ্বর

  গ) হেপাটাইটিস বি

  ঘ) AIDS

সঠিক উত্তর: (ঘ)

১৯২. ড. এম. কে. চক্রবর্তী যুক্তরাষ্ট্রে কিসের ওপর গবেষণা করেছেন?

  ক) জিন ম্যাপিং

  খ) জিন প্রকৌশল

  গ) ক্যান্সার

  ঘ) মাদক

সঠিক উত্তর: (খ)

১৯৩. বহুমূত্র রোগের চিকিৎসায় ব্যবহৃত ইনসুলিন তৈরি হয় কোনটি থেকে?

  ক) E. coli ব্যাকটেরিয়া এবং ঈস্ট হতে

  খ) TMV ভাইরাস ও ঈস্ট হতে

  গ) ToMV ভাইরাস ও ঈস্ট হতে

  ঘ) E. coli ভাইরাস এবং TMV ভাইরাস হতে

সঠিক উত্তর: (ক)

১৯৪. মানুষ জীবপ্রযুক্তির কতিপয় প্রয়োগ শুরু করে কখন?

  ক) মানব সভ্যতার পূর্বে

  খ) মানব সভ্যতার ঊষালগ্নে

  গ) মানব সভ্যতার শেষে

  ঘ) মানব সভ্যতার মধ্যেখানে

সঠিক উত্তর: (খ)

১৯৫. টিস্যুকালচারের মাধ্যমে চন্দ্রমল্লিকার একটি অঙ্গজ টুকরা হতে বছরে কত কোটি চারাগাছ পাওয়া সম্ভব?

  ক) ৮৮

  খ) ৯০

  গ) ৯২

  ঘ) ৯৪

সঠিক উত্তর: (ক)

১৯৬. Recombinant DNA প্রস্তুত করার দ্বিতীয় ধাপ কোনটি?

  ক) একটি কোষ নির্বাচন

  খ) একটি জীব নির্বাচন

  গ) একটি বাহক নির্বাচন

  ঘ) একটি DNA নির্বাচন

সঠিক উত্তর: (গ)

১৯৭. কোন বিজ্ঞানী তেল ও হাইড্রোকার্বন দ্রুত নষ্ট করে পরিবেশকে দূষণমুক্ত করতে সক্ষম ব্যাকটেরিয়া আবিষ্কার করেন?

  ক) কার্ল এরোকি

  খ) ড. মকসুদুল হক

  গ) ড. এম. কে. চক্রবর্তী

  ঘ) জর্জ মরেল

সঠিক উত্তর: (গ)

১৯৮. আবাদ মাধ্যমকে নিতে হয় –
i. টেস্টটিউবে
ii. কনিক্যাল ফ্লাস্কে
iii. ব্যুরেটে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১৯৯. নিচের কোন ব্যাক্তি যুক্তরাষ্ট্রে জিন প্রকৌশলের উপর গবেষণা করেন?

  ক) রাসেল ওয়ালস

  খ) উইলিয়াম হার্ভে

  গ) ডেভিট প্রেইন

  ঘ) ড. এম. কে চক্রবর্তী

সঠিক উত্তর: (ঘ)

২০০. রিং-স্পট ভঅইরাস (PRSV) প্রতিরোধে সক্ষম কিসের জাত উদ্ভাবন করা হয়েছে?

  ক) আমের

  খ) সরিষার

  গ) পেঁপের

  ঘ) শসার

সঠিক উত্তর: (গ)

২০১. টিস্যুকালচার আবাদে স্থাপিত টিস্যু বারবার বিভাজনের মাধ্যমে তৈরি করে –
i. ক্যালাস
ii. অনুচারা
iii. এক্সপ্লান্ট
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

২০২. এক্সপ্ল্যান্ডে অনুচারা তৈরি –
i. প্রতিটি জীবিত কোষ হতে
ii. অনেকগুলো কোষ একত্রিত হয়ে
iii. সম্পূর্ণ এক্সপ্ল্যান্ট হতে একটিমাত্র অনুচারা
নিচের কোনটি সঠিক?

  ক) i

  খ) ii

  গ) iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

২০৩. রিকম্বিনেন্ট সংযোগে উদ্ভাবিত উদ্ভিদকে কী বলে?

  ক) মিউটেজেনিক উদ্ভিদ

  খ) সংকরায়ন উদ্ভিদ

  গ) ট্রান্সজনিক প্রাণী

  ঘ) ট্রান্সজেনিক উদ্ভিদ

সঠিক উত্তর: (ঘ)

২০৪. এক্সপ্লান্টের জন্য নির্বাচন করা উদ্ভিদের বৈশিষ্ট্য হলো –
i. উদ্ভিদ স্বাস্থ্যবান ও নিরোগ
ii. ভাইরাসমুক্ত হবে
iii. আকারে উদ্ভিদ ছোট হবে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

২০৫. জীবপ্রযুক্তির উন্মেষে বড় অবদান রয়েছে –
i. কৌলিতত্ত্বের আবিষ্কার
ii. অণুজীব আবিষ্কার
iii. ডি এন এ ডাবল হেলিক্স মডেল আবিষ্কার
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

২০৬. জিন প্রকৌশলের মাধ্যমে নিকটবর্তী বা দূরবর্তী যে কোনো প্রজাতির মাঝে কয়টি জিন সরাসরি স্থানান্তর করা সম্ভব?

  ক) একটি

  খ) দুটি

  গ) একাধিক

  ঘ) তিনটি

সঠিক উত্তর: (গ)

২০৭. জিনপ্রকৌশল পরিবর্তন ঘটানো হয় –
i. জিনের
ii. RNA-র
iii. DNA-র
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

২০৮. টিস্যুকালচার প্রযুক্তিতে আবাদ মাধ্যম জমাট বাঁধতে সাহায্য করে কোনটি?

  ক) গ্লুকোজ

  খ) সুক্রোজ

  গ) ফাইটোহরমোন

  ঘ) অ্যাগার

সঠিক উত্তর: (ঘ)

২০৯. উদ্ভিদ টিস্যুকালচারে কালচার করা হয় –
i. পরাগরেণু
ii. শীর্ষ বা পার্শ্বমুকুল
iii. পর্ব
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

২১০. ১৯৭৭ সালে প্রথম মানব কী উৎপাদন করা হয় –
i. ইনসুলিন উৎপাদন
ii. প্রোটিন উৎপাদন
iii. ইন্টারফেরন উৎপাদন
নিচের কোনটি সঠিক?

  ক) i

  খ) ii

  গ) iii

  ঘ) ii ও iii

সঠিক উত্তর: (খ)

২১১. ১৯৫৭ সালে ইন্টারফেরন আবিষ্কার করেন কে –
i. Alec Issacs
ii. H. G. Khorana
iii. Lindenmann
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

২১২. জিন প্রকৌশলে পরীক্ষা করা হয় কোনটি?

  ক) কলমের পরিমাণ

  খ) বিষাক্ততা

  গ) ফসলের গুণগতমান

  ঘ) জৈব নিরাপত্তা

সঠিক উত্তর: (খ)

২১৩. টিস্যুকালচার ব্যবহার করে অধিক ফুল উৎপাদনকারী উদ্ভিদের চারা হলো –
i. গ্লাডিওলাস
ii. গোলাপ
iii. কার্নেশান
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

২১৪. জিনগত রূপান্তরের মাধ্যমে কোনটি করা হয়েছে?

  ক) ফসলের আকার বৃদ্ধি

  খ) ফসলের রং পরিবর্তন

  গ) ফসলের পুষ্টিমান উন্নয়ন

  ঘ) ফসলের স্বাদ পরিবর্তন

সঠিক উত্তর: (গ)

২১৫. বাস্তবিক অর্থে আধুনিক জীবপ্রযুক্তি কয়টি বিষয়ের সমন্বয়?

  ক) ১

  খ) ২

  গ) ৩

  ঘ) ৪

সঠিক উত্তর: (গ)

২১৬. মানুষ প্রায় ৮০০০ বছর আগে কি ধরনের প্রযুক্তি জ্ঞান রপ্ত করেছিল?
i. জিন প্রকৌশল প্রযুক্তি
ii. গাঁজন
iii. চোলাইকরণ
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

২১৭. মানববৃদ্ধির হরমোন ব্যবহৃত হয় কোনটিতে?

 ক) বেঁটেত্ব নিরসনে

  খ) ক্যানসার নিরাময়ে

  গ) ভাইরাসজনিত রোগের চিকিৎসায়

  ঘ) মাছের উৎপাদন বাড়াতে

সঠিক উত্তর: (ক)

২১৮. জোনাকি পোকার আলো সৃষ্টিকারী জিন কোন গাছে স্থানান্তর করা সম্ভব হয়েছে?

  ক) ধান গাছে

  খ) আম গাছে

  গ) তামাক গাছে

  ঘ) তাল গাছে

সঠিক উত্তর: (গ)

২১৯. অণুজীব বা তার অংশ বিশেষ ব্যবহার করে নতুনবৈ বৈশিষ্ট্যসম্পন্ন জীব বা উপজাত দ্রব্য প্রস্তুত করাকে কী বলে?

  ক) টিস্যুকালচার

  খ) অণুজীব প্রযুক্তি

  গ) জীবপ্রযুক্তি

  ঘ) জেনেটিক্স

সঠিক উত্তর: (গ)

২২০. নিচের কোনটির মধ্যে একই সাথে আগাছা সহিষ্ণু এবং পোকামাকড় প্রতিরোধী বৈশিষ্ট্য অনুপ্রবেশ করানো হয়েছে?

  ক) তুলা

  খ) ধান

  গ) গম

  ঘ) সবগুলো

সঠিক উত্তর: (ক)

২২১. মালয়েশিয়ায় Oil Palm এর বংশবৃদ্ধি সম্পন্ন হয় কোন পদ্ধতিতে?

  ক) টিস্যুকালচার

  খ) ভালো বীজ

  গ) অঙ্গজ জনন

  ঘ) পার্থেনোজেনেসিস

সঠিক উত্তর: (ক)

২২২. কত সালে ওয়াটসন ও ক্রীক কে নোবেল পুরষ্কার দেওয়া হয়?

  ক) ১৯৫৩

  খ) ১৯৬২

  গ) ১৯৫৬

  ঘ) ১৯৬১

সঠিক উত্তর: (খ)

২২৩. হেপাটাইটিস বি-ভাইরাসের টিকা তৈরি করা হয় কোনটি হতে?

  ক) ব্যাকটেরিয়া

  খ) ভাইরাস

  গ) ঈস্ট

  ঘ) প্রোটোজোয়া

সঠিক উত্তর: (গ)

উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
১৯৯৬ সালে স্কটল্যান্ডের রসলিন ইনস্টিটিউটের একজন বিজ্ঞানী কেন্ডার ক্লোনিং-এর মাধ্যমে ডলি নামের ভেড়া সৃষ্টি করে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেন, কিন্তু সবশেষে তৈরি হলো ট্রানজেনিক ভেড়ী ট্রেসী। 
২২৪. উদ্দীপকে কোন বিজ্ঞানীর কথা বলা হয়েছে –

  ক) অ্যারিস্টটল

  খ) লিউয়েন হুক

  গ) রবার্ট হুক

  ঘ) ইয়েন উইলমুট ফিন ডরমেট

সঠিক উত্তর: (ঘ)

২২৫. ট্রানজেনিক প্রাণী উদ্ভাবনের উদ্দেশ্য হলো –
i. শক্তি সঞ্চিত করা
ii. অতিরিক্ত বর্ধন ক্ষমতাসম্পন্ন প্রাণী উদ্ভাবন
iii. ঔষধ হিসেবে ব্যবহারের জন্য স্বল্প সময়ে ব্যাপক পরিমাণ মূল্যবান প্রোটিন উৎপাদন
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)