এস.এস.সি || জীববিজ্ঞান অধ্যায় - ১৩: জীবন পাঠ || বহুনির্বচনী প্রশ্ন - উত্তর

 


এস.এস.সি || জীববিজ্ঞান অধ্যায় - ১৩: জীবন পাঠ 

 ১. অ্যারিস্টটল ছিলেন?

  ক) দার্শনিক

  খ) চিকিৎসক

  গ) শিক্ষক

  ঘ) সাহিত্যিক

সঠিক উত্তর: (ক)

২. প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের সম্পর্ক বিষয়ক বিজ্ঞানকে কী বলে?

  ক) Agriculture

  খ) Soil science

  গ) Embryology

  ঘ) Ecology

সঠিক উত্তর: (ঘ)

৩. পৃথিবীর প্রথম জীবের আগমনের পূর্বে কোন বিজ্ঞানের প্রেক্ষাপট তৈরি হয়েছিল?

  ক) উদ্ভিদবিজ্ঞান

  খ) প্রাণিবিজ্ঞান

  গ) প্রকৃতি বিজ্ঞান

  ঘ) জীববিজ্ঞান

সঠিক উত্তর: (ঘ)

৪. রক্ত সংবহনতন্ত্র পেশিতে রক্তের মাধ্যমে জোগান দেয়-
i. অক্সিজেন
ii. পুষ্টি
iii. খাদ্য
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৫. কেমোসিনথেটিক বা ফটোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে কোন রাজ্যের জীব?

  ক) মনেরা

  খ) প্রোটিস্টা

  গ) ফাইজাই

  ঘ) প্লানটি

সঠিক উত্তর: (ক)

৬. জীববিজ্ঞানের জনক কে?

  ক) লিনিয়াস

  খ) অ্যারিস্টটল

  গ) থিওফ্রাসটাস

  ঘ) ডাল্টন হুকার

সঠিক উত্তর: (খ)

৭. ক্যারোলাস লিনিয়াস তার Systema Naturac নামক গ্রন্থে-
i. দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন
ii. গণ ও প্রজাতির সংজ্ঞা দেন
iii. জীবজগতকে ৫টি রাজ্যে ভাগ করেন
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৮. এদের বৈশিষ্ট্য হলো-
i. ক্লোরোপ্লাস্ট বর্তমান
ii. কোষ বিভাজন মিয়োসিস
iii. খাদ্য গ্রহণ শোষণ
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

৯. Whittaker Five kingdom-এর প্রস্তাব করেন কত সালে?

  ক) ১৯৮৫ সালে

  খ) ১৯৭৫ সালে

  গ) ১৯০৩ সালে

  ঘ) ১৯৬৯ সালে

সঠিক উত্তর: (ঘ)

১০. অ্যারিস্টটল খ্রীষ্টপূর্ব কত সালে জন্ম গ্রহণ করেন?

  ক) ৩৮১

  খ) ৩৮২

  গ) ৩৮৩

  ঘ) ৩৮৪

সঠিক উত্তর: (ঘ)

১১. কোনটি এককোষী প্রোক্যারিওটিক জীব?

  ক) Protista

  খ) Plantae

  গ) Monera

  ঘ) Animalia

সঠিক উত্তর: (গ)

১২. শ্রেণিবিন্যাসের মৌলিক একক কোনটি?

  ক) গণ

  খ) গোত্র

  গ) উপ-প্রজাতি, গণ, গোত্র

  ঘ) প্রজাতি

সঠিক উত্তর: (ঘ)

১৩. বনসম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান কোনটি?

  ক) ফিশারিজ

  খ) মৃত্তিকা বিজ্ঞান

  গ) ফরেস্ট্রি

  ঘ) বায়োকেমিস্ট্রি

সঠিক উত্তর: (গ)

১৪. Nymphea nouchali কোন পরিবেশে জন্মায়?

  ক) স্থলজ পরিবেশে

  খ) জলজ পরিবেশে

  গ) মরুজ পরিবেশে

  ঘ) লবণাক্ত জলজ পরিবেশে

সঠিক উত্তর: (খ)

১৫. টমাস কেভলিয়ার কত সালে প্রোটিস্টা জগতকে ভাগ করেন?

  ক) ২০০১

  খ) ২০০২

  গ) ২০০৩

  ঘ) ২০০৪

সঠিক উত্তর: (ঘ)

১৬. অ্যানিম্যালিয়া রাজ্যভুক্ত জীবদের অনন্য বৈশিষ্ট্য কোনটি?

  ক) বহুকোষী

  খ) হেটাট্রাফিক

  গ) প্লাস্টিডহীন

  ঘ) ভ্রূণস্তর সৃস্টি

সঠিক উত্তর: (গ)

১৭. জীবের প্রাণ রাসায়নিক কার্য প্রণালি, রোগ ইত্যাদি কোন শাখার আলোচ্য বিষয়?

  ক) Physiology

  খ) Chemistry

  গ) Biochemistry

  ঘ) Biotechnology

সঠিক উত্তর: (গ)

১৮. বহুকোষী শৈবালের বৈশিষ্ট্য কোনটি?

  ক) খাদ্য গলাধঃকরণ করে

  খ) এককোষী জীব

  গ) এরা উদ্ভিদ বা প্রাণী নয়

  ঘ) নিজে খাদ্য তৈরি করতে পারে

সঠিক উত্তর: (ঘ)

১৯. ফানজাই রাজ্যের জীবগুলো-
i. মৃতজীজী ও পরজীবী
ii. কাইটিন বস্তু দিয়ে গঠিত কোষপ্রাচীরবিশিষ্ট
iii. সালোকসংশ্লেষণে সক্ষম
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

২০. তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায়?

  ক) ভৌত জীববিজ্ঞান

  খ) ফলিত জীববিজ্ঞান

  গ) উদ্ভিদবিজ্ঞান

  ঘ) প্রাণিবিজ্ঞান

সঠিক উত্তর: (ক)

২১. কোষের গঠন, কার্যাবলি ও বিভাজন সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয়?

  ক) Morphology

  খ) Anatolmy

  গ) Histology

  ঘ) Cytology

সঠিক উত্তর: (ঘ)

২২. কেভলিয়ার স্মিথ জীবজগৎকে মোট কয়টি রাজ্যে ভাগ করেছেন?

  ক) ৬

  খ) ৫

  গ) ৪

  ঘ) ৩

সঠিক উত্তর: (ক)

২৩. কোন বিজ্ঞানে জীবনহীন পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়?

  ক) ভৌত বিজ্ঞানে ও জড়বিজ্ঞানে

  খ) পরিবেশ বিজ্ঞানে

  গ) জীববিজ্ঞানে ও জড়বিজ্ঞানে

  ঘ) কৃষি বিজ্ঞানে ও ভৌত বিজ্ঞানে

সঠিক উত্তর: (ক)

২৪. টমাস কেভলিয়ার কোন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন?

  ক) অক্সফোর্ড

  খ) স্টামফোর্ড

  গ) নিউইয়র্ক

  ঘ) ক্যালিফর্নিয়া

সঠিক উত্তর: (ক)

২৫. দ্বিপদ নামের দ্বিতীয় অংশটি কী?

  ক) প্রজাতি

  খ) গণ

  গ) রাজ্য

  ঘ) শ্রেণি

সঠিক উত্তর: (ক)

২৬. প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি?

  ক) জীববিজ্ঞান

  খ) কৃষিবিজ্ঞান

  গ) উদ্যানবিজ্ঞান

  ঘ) উদ্ভিদবিজ্ঞান

সঠিক উত্তর: (ক)

২৭. ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম কী?

  ক) Plasmodium vivax

  খ) Vibrio cholerae

  গ) Apis indica

  ঘ) Copsychus saularis

সঠিক উত্তর: (ক)

২৮. ক্যারোলাস কোন দেশের অধিবাসী ছিলেন?

  ক) সুইডেন

  খ) স্পেন

  গ) গ্রিক

  ঘ) ইংল্যান্ড

সঠিক উত্তর: (ক)

২৯. “শোষণ” পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে কোন রাজ্যভুক্ত জীবেরা?

  ক) মনেরা

  খ) প্রোটিস্টা

  গ) ফানজাই

  ঘ) প্লানটি

সঠিক উত্তর: (ক)

৩০. ফাস্ট ফুডে কোনটির অভাব রয়েছে?

  ক) শ্বেতসার ও আমিষ

  খ) আমিষ ও স্নেহ পদার্থ

  গ) স্নেহ পদার্থ

  ঘ) ভিটামিন ও খনিজ পদার্থ

সঠিক উত্তর: (ঘ)

৩১. জীববিজ্ঞানের স্বতন্ত্র শাখা নিচের কোনটি?

  ক) জীবপরিসংখ্যান বিদ্যান

  খ) অঙ্গসংস্থান বিদ্যা

  গ) শারীরবিদ্যা

  ঘ) শ্রেণিবিন্যাস বিদ্যা

সঠিক উত্তর: (ঘ)

৩২. Monera কিংডমের রিকম্বিনেশন-
i. একমুখী
ii. দ্বিমুখী
iii. ভাইরাস নিয়ন্ত্রিত
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

৩৩. জীব পরিসংখ্যান বিষয়ক শাখা কোনটি?

  ক) Biostatistics

  খ) Statistics

  গ) Soil science

  ঘ) Botany

সঠিক উত্তর: (ক)

৩৪. মনেরা রাজ্যের জীবদের কোষে অনুপস্থিত-
i. রাইবোসোম, ক্রোমাটিন বস্তু
ii. প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া
iii. এন্ডোপ্লাজমিক জালিকা, নিউক্লিওলাস
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

৩৫. জীববিজ্ঞানের প্রধান শাখা কয়টি?

  ক) ২টি

  খ) ৩টি

  গ) ৪টি

  ঘ) ৫টি

সঠিক উত্তর: (ক)

৩৬. প্লাস্টিডবিহীন জীব-
i. প্রথম নমুনা
ii. দ্বিতীয় নমুনা
iii. চতুর্থ নমুনা
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৩৭. জড় পদার্থের গুণাগুণ কোন শাখায় পর্যালোচনা করা হয়?

  ক) প্রাণিবিজ্ঞান

  খ) উদ্ভিদবিজ্ঞান

  গ) চিকিৎসাবিজ্ঞান

  ঘ) পদার্থবিজ্ঞান ও রসায়ন

সঠিক উত্তর: (ঘ)

৩৮. হুইটটেকার কত সালে ফাইভ কিংডম পদ্ধতি প্রস্তাব করেন?

  ক) ১৯৬৬

  খ) ১৯৬৭

  গ) ১৯৬৮

  ঘ) ১৯৬৯

সঠিক উত্তর: (ঘ)

৩৯. কোনটি বিজ্ঞানের অন্যতম মৌলিক শাখা?

  ক) অণুজীববিজ্ঞান

  খ) জীববিজ্ঞান

  গ) মৎসবিজ্ঞান

  ঘ) মৃত্তিকাবিজ্ঞান

সঠিক উত্তর: (খ)

৪০. পেশিতে O2, পুষ্টি ও শক্তি যোগায় কোনটি?

  ক) পরিপাকতন্ত্র

  খ) পৌষ্টিকতন্ত্র

  গ) শ্বসনতন্ত্র

  ঘ) রক্ত সংবহনতন্ত্র

সঠিক উত্তর: (ঘ)

৪১. ICBN স্বীকৃত শ্রেণিবিন্যাসের ধাপসমূহ বড় থেকে ছোট ক্রমধারায় নিম্নরূপ-

  ক) Kingdom>Phylum>Class>Order>Family>Genus>Species

  খ) Phylum>Class>Order>Family>Genus>Species

  গ) Class>Phylum>Order>Family>Genus>Species

  ঘ) কোনটিই সঠিক নয়

সঠিক উত্তর: (ক)

৪২. মাশরুমের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত?

  ক) লিপিড

  খ) লিগনিন

  গ) কাইটিন

  ঘ) সুবেরিন

সঠিক উত্তর: (গ)

৪৩. শ্রেণিবিন্যাসের লক্ষ্য মূলত কয়টি?

  ক) একটি

  খ) দুটি

  গ) চারটি

  ঘ) পাঁচটি

সঠিক উত্তর: (ক)

৪৪. বিরূপ পরিবেশে জীবের অস্তিত্ব রক্ষায় কোনটির ভূমিকা অপরিসীম?

  ক) চিকিৎসাবিজ্ঞান

  খ) কৃষিবিজ্ঞান

  গ) মৃত্তিকা বিজ্ঞান

  ঘ) জীববিজ্ঞান

সঠিক উত্তর: (ঘ)

৪৫. জীববিজ্ঞানের ভৌত শাখা হলো-
i. কীটতত্ত্ব
ii. কোষবিদ্যা
iii. শারীরবিদ্যা
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) i ও iii

  গ) iii

  ঘ) ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৪৬. দেহে জটিল টিস্যুতন্ত্র থাকে কোন রাজ্যে?

  ক) মনেরা

  খ) প্রোটিস্টা

  গ) ফানজাই

  ঘ) অ্যানিমেলিয়া

সঠিক উত্তর: (ঘ)

৪৭. Applied Biology এর অন্য নাম-
i. মৌলিক জীববিজ্ঞান
ii. ভৌত জীববিজ্ঞান
iii. ফলিত জীববিজ্ঞান
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

৪৮. এন্ডোক্রাইলোলজিতে কী নিয়ে আলোচনা করা হয়?

  ক) এনজাইম

  খ) হরমোন

  গ) যকৃত

  ঘ) কোষ

সঠিক উত্তর: (খ)

৪৯. এককোষী প্রাণীরা বেঁচে থাকার জন্য ব্যবহার করে-
i. অক্সিজেন
ii. পুষ্টি
iii. শক্তি
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৫০. ভবিষ্যতে সব জীবের বর্ণনা শেষ হলে আনুমানিক সংখ্যা কত দাঁড়াবে?

  ক) প্রায় এক কোটি

  খ) প্রায় দেড় কোটি

  গ) প্রায় দুই কোটি

  ঘ) প্রায় আড়াই কোটি

সঠিক উত্তর: (ক)

৫১. বিজ্ঞানের কোন শাখায় জীবদেহে হরমোনের কার্যকারিতা বিষয়ক জ্ঞান আলোচনা হয়?

  ক) Endocrinology

  খ) Embryology

  গ) Physiology

  ঘ) Palaceontology

সঠিক উত্তর: (ক)

৫২. নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত?

  ক) বাস্তুবিদ্যা

  খ) ফার্মেসি

  গ) জীবভূগোল

  ঘ) জেনেটিক্স

সঠিক উত্তর: (খ)

৫৩. উদ্ভিদ জগতের শ্রেণিবিস্যাসের সুনির্দিষ্ট ধাপগুলোকে কী বলে?

  ক) কিংডম

  খ) ডিভিশন

  গ) ক্লাস

  ঘ) ট্যাক্সা

সঠিক উত্তর: (ঘ)

৫৪. শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য হলো-
i. পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষেপে উপস্থাপন
ii. জীবজগৎ সংরক্ষণ
iii. প্রজাতির সংখ্যা বৃদ্ধির ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৫৫. দ্বিপদ নামকরণের ভাষা কোনটি?

  ক) ইংরেজি

  খ) স্পেনিস

  গ) গ্রিক

  ঘ) ল্যাটিন

সঠিক উত্তর: (ঘ)

৫৬. জীববিজ্ঞান শিক্ষায় জয়লাভ করা যায়-
i. উদ্ভিদ সম্পর্কে
ii. প্রাণী সম্পর্কে
iii. মানবজীবন সম্পর্কে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৫৭. টমাস কেভলিয়ার স্মিথ জীবজগতের Protista কে কয়টি ভাগে ভাগ করেন?

  ক) ২টি

  খ) ৩টি

  গ) ৪টি

  ঘ) ৫টি

সঠিক উত্তর: (ক)

৫৮. দ্বিপদ নামকরণের জনক কে?

  ক) লিনিয়াস

  খ) উইলিয়াম হার্ভে

  গ) গ্রেগর জোহান মেন্ডেল

  ঘ) অ্যারিস্টটল

সঠিক উত্তর: (ক)

৫৯. জীবটির ক্ষেত্রে বলা যায়-
i. হেটারোট্রফিক ও জটিল টিস্যু
ii. ডিপ্লয়েড গ্যামেট সৃষ্টিকারী
iii. ভ্রূণ বিকাশ করে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৬০. আজ পর্যন্ত কত প্রজাতির প্রাণীর নামকরণ ও বর্ণনা করা হয়েছে?

  ক) প্রায় ১০ লক্ষ

  খ) ৮ লক্ষ

  গ) ১৫ লক্ষ

  ঘ) প্রায় ১৩ লক্ষ

সঠিক উত্তর: (ঘ)

৬১. জীববিজ্ঞানে আলোচনা করা হয়-
(i) জীবের গঠন
(ii) জৈবনিক ক্রিয়া
(iii)জীবনধারা
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৬২. উক্ত জীবগুলো কোন জগতভুক্ত?

  ক) মনেরা

  খ) প্রোটিস্টা

  গ) ফানজাই

  ঘ) প্লানটি

সঠিক উত্তর: (খ)

৬৩. জাতীয় পাখি দোয়েল-এর বৈজ্ঞানিক নাম কী?

  ক) Pantheratigris

  খ) Copsychus saularis

  গ) Temualosailisha

  ঘ) Apisindica

সঠিক উত্তর: (খ)

৬৪. প্রোটিস্টা; কিংডম ভুক্ত, জীবদের বৈশিষ্ট্য হলো-
i. এককোষী বা বহুকোষী
ii. একক বা কলেনিয়াল বা ফিলামেন্টাস
iii. আদি কোষী
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৬৫. সমুদ্র সম্পর্কিত শাখা কোনটি?

  ক) Sea science

  খ) Oceanography

  গ) Oceanology

  ঘ) Seaology

সঠিক উত্তর: (খ)

৬৬. কোষে ক্রোমোটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলঅস ও নিউক্লিয়ার পর্গা নেই কোনটির?

  ক) Nostoc

  খ) Spyrogyra

  গ) Penicillium

  ঘ) Shaccaro myces

সঠিক উত্তর: (ক)

৬৭. প্রোটিস্টা রাজ্যভুক্ত জীবদের যৌন প্রজনন ঘটে কোন প্রক্রিয়ায়?

  ক) অ্যামাইটোসিস

  খ) কনজুগেশন

  গ) মাইটোসিস

  ঘ) মিয়োসিস

সঠিক উত্তর: (খ)

৬৮. সোনালী আঁশের (পাট) উদ্ভিদতাত্ত্বিক নাম কী?

  ক) Labeo rohita

  খ) Catla catla

  গ) Oryza sativa

  ঘ) Corchorus capsularies

সঠিক উত্তর: (ঘ)

৬৯. জীবের জীবন ও গুণাগুণ কোন শাখার আলোচ্য বিষয়?

  ক) জীববিজ্ঞান

  খ) প্রাণিবিজ্ঞান

  গ) রসায়ন

  ঘ) পদার্থবিজ্ঞান

সঠিক উত্তর: (ক)

৭০. মালিহা সুন্দরবনে গিয়ে বাঘ, হরিণ, কুমির, বানর ইত্যাদি প্রাণী দেখলো। সে এগুলো সম্পর্কে বিস্তারিত জানবে কোন বিজ্ঞানে?

  ক) অণূজীব বিজ্ঞানে

  খ) বনবিজ্ঞান

  গ) পরিসংখ্যাবিদ্যা

  ঘ) বনপ্রাণিবিদ্যা

সঠিক উত্তর: (ঘ)

৭১. ইলিশের বৈজ্ঞানিক নাম কোনটি?

  ক) Tenualosa ilisha

  খ) Labeorohita

  গ) Pantheraleo

  ঘ) Pantheratigris

সঠিক উত্তর: (ক)

৭২. শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য হলো-
i. জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা
ii. ভিন্নতা থেকে আহরিত জ্ঞানকে সংক্ষেপে উপস্থাপন করা
iii. জীবের নামকরণ
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৭৩. Monera কিংডমের উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাদ্যগ্রহণ করে-
i. শোষণ প্রক্রিয়ায়
ii. ফিটোসিনথেটিক প্রক্রিয়ায়
iii. কিমোসিনথেটিক প্রক্রিয়ায়
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৭৪. Lebeo rohita দ্বারা কোনটি বোঝায়?

  ক) একটি জীব প্রজাতি

  খ) একটি জীব গোত্র

  গ) একটি জীব গণ

  ঘ) একটি জীব রাজ্য

সঠিক উত্তর: (ক)

৭৫. দ্বিপদ নামের প্রথম অংশকে কী বলে?

  ক) Class

  খ) Order

  গ) Genus

  ঘ) Species

সঠিক উত্তর: (গ)

৭৬. মাটি, মাটির গঠন ও পরিবেশ নিয়ে আলোচিত হয় কোন শাখায়?

  ক) Ecology

  খ) Soil science

  গ) Environmental

  ঘ) Forestry

সঠিক উত্তর: (খ)

৭৭. জীববিজ্ঞানের কোন শাখায় উৎপত্তি ও ক্রোমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়?

  ক) মরফোলজি

  খ) ইকোলজি

  গ) ইভোলিউশন

  ঘ) সাইকোলজি

সঠিক উত্তর: (গ)

৭৮. উদ্ভিদ, প্রাণী ও মানবজীবন সম্পর্কে জ্ঞান লাভ করা যায় কোন বিজ্ঞানের মাধ্যমে?

  ক) প্রকৃতিবিজ্ঞান

  খ) উদ্ভিদবিজ্ঞান

  গ) প্রাণিবিজ্ঞান

  ঘ) জীববিজ্ঞান

সঠিক উত্তর: (ঘ)

৭৯. জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয় কোন শাখায় আলোচিত হয়?

  ক) মৌলিক জীববিজ্ঞানে

  খ) ভৌত জীববিজ্ঞানে

  গ) ফলিত জীববিজ্ঞানে

  ঘ) কৃষিবিজ্ঞানে

সঠিক উত্তর: (গ)

৮০. Prokaryota পর্বেভুক্ত জীবেরা নিম্নলিখিত ধরনের-
i. আদিকোষ বিশিষ্ট এককোষী
ii. অণুবীক্ষণিক
iii. আদি কোষ বিশিষ্ট বহুকোষী
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৮১. দ্বিপদ নামের দ্বিতীয় অংশ কোনটির নাম থাকবে?

  ক) Class

  খ) Order

  গ) Genus

  ঘ) Species

সঠিক উত্তর: (ঘ)

৮২. নিচের কোনটি মনেরা রাজ্যের অন্তর্গত?

  ক) সায়ানোব্যাকটেরিয়া

  খ) শৈবাল

  গ) ছত্রাক

  ঘ) উদ্ভিদ

সঠিক উত্তর: (ক)

৮৩. জীবের বৈজ্ঞানিক নামে-
i. দুটি পদ থাকে
ii. প্রথম অংশটি প্রজাতির নাম
iii. দ্বিতীয় অংশের সব অক্ষর Small Letter হয়
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

৮৪. মনেরা জগতের জীব বিশেষ ক্ষেত্রে কোন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে?

  ক) রাসায়নিক সংশ্লেষণ

  খ) শোষণ

  গ) ব্যাপন

  ঘ) অভিস্রবণ

সঠিক উত্তর: (ক)

৮৫. নিচের কোন গ্রুপটি সঠিক?

  ক) T2 ফায TMVžভাইরাসžজগৎ:মনেরা

  খ) Mucor, Agaricusžশৈবালžজগৎ:প্রোটোকিটস্টা

  গ) ধান, নারকেলžনগ্নবীজীžজগৎ:প্লান্ট

  ঘ) কাঁঠাল, পেয়ারাžদ্বিবীজপত্রীžজগৎ:মনেরা

সঠিক উত্তর: (ক)

৮৬. দ্বিপদ নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় হাতের এবং বাকিগুলো কী রকম হবে?

  ক) সবগুলো বড়

  খ) সবগুলো ছোট

  গ) একটি বড়, একটি ছোট করে

  ঘ) যেকোনোটি

সঠিক উত্তর: (খ)

৮৭. সাইটোলজিতে নিচের কোন বিষয়টি আলোচনা করা হয়?

  ক) জীবের শ্রেণিবিন্যাস

  খ) জীব কোষের গঠন

  গ) জীবের বিবর্তন

  ঘ) টিস্যুর গঠন

সঠিক উত্তর: (খ)

৮৮. জীবদেহের নানা অঙ্গ-প্রতঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি কোন শাখার আলোচ্য বিষয়?

  ক) Morphology

  খ) Histology

  গ) Cytology

  ঘ) Physiology

সঠিক উত্তর: (ঘ)

৮৯. জীবদেহে নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি কোন শাখায় আলোচনা হয়?

  ক) ফিজিওলোজি

  খ) মরফোলজি

  গ) হিস্টোলজি

  ঘ) সাইটোলজি

সঠিক উত্তর: (ক)

৯০. তথ্যে প্রদত্ত নামগুলোর শব্দ কোন দেশি?

  ক) গ্রিক

  খ) ইংরেজি

  গ) ল্যাটিন

  ঘ) হিব্রু

সঠিক উত্তর: (গ)

৯১. ক্যারোসাস লিনিয়াস কোন দেশের প্রকৃতি বিজ্ঞানী ছিলেন?

  ক) জার্মানী

  খ) ইতালী

  গ) সুইডেন

  ঘ) আমেরিকা

সঠিক উত্তর: (গ)

৯২. গোলআলুর বৈজ্ঞানিক নাম কী?

  ক) Solanun

  খ) Oryza

  গ) Tuberosum

  ঘ) Labeo

সঠিক উত্তর: (ক)

৯৩. বৈশিষ্ট্যগুলো দেখা যায় সঠিক?
i. ঈস্ট
ii. পেনসিলিয়াম
iii. মাশরুম
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৯৪. সৃষ্টি জগতে জীবকোষের মধ্যে কোন বিষয়টি একটি রহস্যপূর্ণ বিষয়?

  ক) শক্তি উৎপাদন

  খ) প্রাণের স্পন্দন

  গ) জৈবিক ক্রিয়া

  ঘ) পুষ্টি গ্রহণ

সঠিক উত্তর: (খ)

৯৫. জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়সমূহ জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়?

  ক) ফলিত জীববিজ্ঞান

  খ) ভৌত জীববিজ্ঞান

  গ) মৌলিক জীববিজ্ঞান

  ঘ) ব্যবহারিক জীববিজ্ঞান

সঠিক উত্তর: (ক)

৯৬. ব্যাকটেরিয়া মনেরা রাজ্যের জীব। এগুলো আমরা ব্যবহার করি-
i. সার হিসেবে
ii. খাদ্য হিসেবে
iii. ঔষধ প্রস্তুতিতে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৯৭. কোনটি ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভূক্ত?

  ক) কীটতত্ত্ব

  খ) প্রাণরসায়ন

  গ) পরিবেশবিজ্ঞান

  ঘ) জীব ভূগোল

সঠিক উত্তর: (ঘ)

৯৮. মানুষসহ অন্যান্য প্রাণির জীবন, রোগ, প্রতিকার, প্রতিরোধ সম্পর্কিত বিজ্ঞান কোনটি?

  ক) ভ্রূণবিদ্যা

  খ) শারীরবিদ্যা

  গ) চিকিৎসাবিদ্যা

  ঘ) জিন প্রযু্ক্তি

সঠিক উত্তর: (গ)

৯৯. কীটপতঙ্গ নিয়ে আলোচিত হয় কোন শাখায়?

  ক) Zoology

  খ) Entomology

  গ) Microbiology

  ঘ) Parasitology

সঠিক উত্তর: (খ)

১০০. পরিবেশ বিপর্যয় রোধ করার উপায় কোনটি?

  ক) ইকোলজির প্রয়োগ

  খ) হিস্টোলজির প্রয়োগ

  গ) ফিজিওলজির প্রয়োগ

  ঘ) জেনেটিক্সের প্রয়োগ

সঠিক উত্তর: (ক)

১০১. Embryology (ভ্রুণবিদ্যা) এর আলোচ্য বিষয় কোনটি?

  ক) পৃথিবীতে প্রানের বিকাশ

  খ) কোষের গঠন

  গ) ভ্রুণের পরিস্ফুটন

  ঘ) হরমোন এর কার্যকারিতা

সঠিক উত্তর: (গ)

১০২. জীবের গঠন, বৈজনিক ক্রিয়া এবং জীবনধারণ সম্পর্কে আলোচনা করা হয় কোন বিজ্ঞানে?

  ক) কোষবিদ্যা

  খ) শারীরবিদ্যা

  গ) বিবর্তন বিদ্যা

  ঘ) জীববিদ্যা

সঠিক উত্তর: (ঘ)

১০৩. পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে জীবকে বিভিন্ন দলে বিভক্তিকরণকে কী বলে?

  ক) শ্রেণিকরণ

  খ) শ্রেণিবিন্যাস

  গ) প্রজাতিকরণ

  ঘ) নামকরণ

সঠিক উত্তর: (খ)

১০৪. জিন ও বংশগতির ধারা সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয়?

  ক) হিস্টোলজি

  খ) এন্ডোক্রাইনোলজি

  গ) জেনেটিক্স

  ঘ) ফার্মেসি

সঠিক উত্তর: (গ)

১০৫. পরিবেশে আর্দ্রতা বৃদ্ধি পেলে কোনটি?

  ক) জীবাণুর বৃদ্ধি

  খ) জীবাণুর হ্রাস

  গ) ব্যাকটেরিয়ার হ্রাস

  ঘ) ছত্রাকের হ্রাস

সঠিক উত্তর: (ক)

১০৬. প্ল্যান্টি রাজ্যের জীবের বৈশিষ্ট্য-
i. ভ্রূণ সৃষ্টি হয়
ii. হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়
iii. আর্কিগোনিয়া তৈরি হয়
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১০৭. জীবের জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয় কোন শাখায়?

  ক) জীবভূগোলে

  খ) প্রত্নতত্ত্ববিদ্যায়

  গ) কীটতত্ত্বে

  ঘ) সমুদ্র বিজ্ঞানে

সঠিক উত্তর: (খ)

১০৮. জীবের শ্রেণিবিন্যাসের সর্বোচ্চ একক কোনটি?

  ক) গণ

  খ) পর্ব

  গ) জগৎ

  ঘ) প্রজাতি

সঠিক উত্তর: (গ)

১০৯. জীববিজ্ঞান কোন শাখায় Tissue নিয়ে আলোচনা করা হয়?

  ক) Genetics

  খ) Histology

  গ) Gytology

  ঘ) Physiology

সঠিক উত্তর: (খ)

১১০. কম্পিউটার নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য বিশ্লেষণ কোন শাখার আলোচ্য বিষয়?

  ক) Biosystematics

  খ) Systematics

  গ) Bioinformatics

  ঘ) Biostatisties

সঠিক উত্তর: (গ)

১১১. দ্বিপদ নামের প্রথম অংশ হবে কোনটির নাম?

  ক) Class

  খ) Order

  গ) Genus

  ঘ) Species

সঠিক উত্তর: (গ)

১১২. ক্যারোলাস লিনিয়াস চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি লাভ করেন কোন বিশ্ববিদ্যালয় থেকে?

  ক) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

  খ) উপসালা বিশ্ববিদ্যালয়

  গ) কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

  ঘ) হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

সঠিক উত্তর: (খ)

১১৩. ভৌত বিজ্ঞানের আলোচ্য বিষয় কী?

  ক) তত্ত্বীয়

  খ) ফলিত

  গ) কীটতত্ত্ব

  ঘ) জীনতত্ত্ব

সঠিক উত্তর: (ক)

১১৪. আমাদের প্রধান খাদ্য হিসেবে চিহ্নিত করা হয় কোনটিকে?

  ক) Crochorus capularis

  খ) Oryza sativa

  গ) Mangifera indica

  ঘ) Artocarpus heterophylus

সঠিক উত্তর: (খ)

১১৫. জীববিজ্ঞানের ফলিত শাখা হলো-
i. চিকিৎসা বিজ্ঞান
ii. ইকোলজি
iii. কৃষিবিজ্ঞান
নিচের কোনটি সঠিক?

  ক) i

  খ) i ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

১১৬. Systema Naturae গ্রন্থে লিনিয়াস-
i. গণ ও প্রজাতির সংজ্ঞা দেন
ii. জীবজগৎকে ৫টি রাজ্যে ভাগ করেন
iii. দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

১১৭. জীবের যাবতীয় শারীয়বৃত্তীয় কার্যক্রম কোন শাখার আলোচ্য বিষয়?

  ক) Physiology

  খ) Cytology

  গ) Morphology

  ঘ) Embryology

সঠিক উত্তর: (ক)

১১৮. ল্যাটিন শব্দ Bios এর অর্থ কী?

  ক) জ্ঞান

  খ) আবিষ্কার

  গ) বায়ু

  ঘ) জীবন

সঠিক উত্তর: (ঘ)

১১৯. ঔষধশিল্প ও প্রযুক্তি বিষয়ক জ্ঞান কোনটি?

  ক) ফার্মেসি

  খ) জিনপ্রযুক্তি

  গ) অণুজীব বিজ্ঞান

  ঘ) প্রাণরসায়ন

সঠিক উত্তর: (ক)

১২০. লিনিয়াস জীব নমুনার বৈশিষ্ট্যের উপর জীবজগতকে কয়টি ভাগে বিভক্ত করেনে?

  ক) ২টি

  খ) ৩টি

  গ) ৫টি

  ঘ) ৬টি

সঠিক উত্তর: (ক)

১২১. কোন রাজ্যের জীবকোষের ক্রমোটিন থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পদার্থ অনুপস্থিত?

  ক) ফানজাই

  খ) প্লানটি

  গ) মনেরা

  ঘ) প্রোটিস্টা

সঠিক উত্তর: (গ)

১২২. জাতীয় ফুলের (শাপলা) বৈজ্ঞানিক নাম কী?

  ক) Nymphea nouchali

  খ) Labeo rohita

  গ) Oryza sativa

  ঘ) Homo sapiens

সঠিক উত্তর: (ক)

১২৩. ক্যারোলাস লিনিয়াস কী ছিলেন?

  ক) প্রকৃতিবিদ

  খ) উদ্ভিদবিদ

  গ) গণিতবিদ

  ঘ) দার্শনিক

সঠিক উত্তর: (ক)

১২৪. জিন প্রযুক্তি বিষয়ক শাখা কোনটি?

  ক) Genetic engineering

  খ) Microbiology

  গ) Embryology

  ঘ) Anatomy

সঠিক উত্তর: (ক)

১২৫. শ্রেণিবিন্যাসে উল্লেখযোগ্য অবদান কার?

  ক) লুই পাস্তুর

  খ) ক্যারোলাস লিনিয়াস

  গ) থিওফ্যাসটাস

  ঘ) জগদীশ চন্দ্র বসু

সঠিক উত্তর: (খ)

১২৬. “মনেরা” রাজ্যভুক্ত জীব কোনটি?

  ক) নীলাভ সবুজ শৈবাল

  খ) শৈবাল

  গ) ছত্রাক

  ঘ) উদ্ভিদ

সঠিক উত্তর: (ক)

১২৭. উদ্ভিদটির বৈশিষ্ট্য হলো-
i. সালৌকসংশ্লেষণকারী
ii. উৎপাদক
iii. আর্কিগোনিয়েট
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১২৮. কুনোব্যাংঙের বৈজ্ঞানিক নাম কী?

  ক) Tenualosa ilisha

  খ) Apis indica

  গ) Panthera tigris

  ঘ) Bufo melanostictus

সঠিক উত্তর: (ঘ)

১২৯. পৃথিবীতে প্রাণের বিকাশ,জীবের বিবর্তন ও ক্রমবিকাশের তথ্য কোন শাখার আলোচ্য বিষয়?

  ক) Evolution

  খ) Taxonomy

  গ) Biogeography

  ঘ) Embryology

সঠিক উত্তর: (ক)

১৩০. আলোচনার বিষয় বস্তুর ভিত্তি বা দিকের ভিত্তিতে জীববিজ্ঞানের শাখা হলো-
i. ভৌত জীববিজ্ঞান
ii. মৌলিক জীববিজ্ঞান
iii. ফলিত জীববিজ্ঞান
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১৩১. আমাদের চারপাশে যা আছে তার সবকিছু নিয়ে আলোচনা হয় ফলিত জীববিদ্যার কোন শাখায়?

  ক) বনবিজ্ঞান

  খ) পরিবেশ বিজ্ঞান

  গ) বন্যপ্রাণিবিদ্যা

  ঘ) জীবপ্রযু্ক্তি

সঠিক উত্তর: (খ)

১৩২. Protista জগতভুক্ত জীবসমূহ হলো-
i. প্রোটোজোয়া
ii. এককোষী শৈবাল
iii. ডায়াটম
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১৩৩. টমাস কেভলিয়ার স্মিথ প্রোটিস্টা রাজ্যকে কয় ভাগে ভাগ করেন?

  ক) ২

  খ) ৩

  গ) ৪

  ঘ) ৫

সঠিক উত্তর: (ক)

১৩৪. কলেরা জীবাণুর বৈজ্ঞানিক নাম কী?

  ক) Vibrio vivax

  খ) Plasmodium vivax

  গ) Vibrio cholerae

  ঘ) Panthera tigris

সঠিক উত্তর: (গ)

১৩৫. দ্বিপদ নামের প্রথম অংশের প্রথম অক্ষর কী রকম হবে?

  ক) বড়

  খ) ছোট

  গ) সর্বদা ছোট

  ঘ) যে কোনটি

সঠিক উত্তর: (ক)

১৩৬. শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য কোনটি?

  ক) প্রতিটি জীবের দল ও উপদল সম্পর্কে জ্ঞান আহরণ

  খ) প্রতিটি জীবের দল ও উপদলের অর্থনৈতিক গুরুত্ব জানা

  গ) প্রতিটি জীবের দল ও উপদলের ব্যবহার জানা

  ঘ) প্রতিটি জীবের দল ও উপদলের জ্ঞানকে পরিবর্ধন করা

সঠিক উত্তর: (ক)

১৩৭. জীববিজ্ঞানের প্রধান দুটি শাখা কী কী?

  ক) জড় ও জীব

  খ) কৃষি ও বল

  গ) উদ্ভিদ ও প্রাণী

  ঘ) পদার্থ ও রসায়ন

সঠিক উত্তর: (গ)

১৩৮. ধানের বৈজ্ঞানিক নাম কী?

  ক) Panthera tigris

  খ) Panthera leo

  গ) Plasmdium vivax

  ঘ) Vibriocholerae

সঠিক উত্তর: (ক)

১৩৯. বিবর্তনবিদ্যায় কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়?

  ক) টিস্যুর গঠন

  খ) জিন ও বংশগতি ধারা

  গ) পৃথিবীতে প্রাণের বিকাশ

  ঘ) হরমোন

সঠিক উত্তর: (গ)

১৪০. Eukaryota; সুপার কিংডমভুক্ত জীবদের বৈশিষ্ট্য হলো-
i. প্রকৃত কোষ বিশিষ্ট এককোষী বা বহুকোষী
ii. এককভাবে বাস করে না
iii. কলোনি আকারে বাস করে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

১৪১. ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অন্যঅনর‌্য অণুজীব সম্পর্কিত বিজ্ঞানকে কী বলে?

  ক) Parasitology

  খ) Entomology

  গ) Microbiology

  ঘ) Palaeontology

সঠিক উত্তর: (গ)

১৪২. আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের নামকরণকৃত প্রজাতির সংখ্যা-

  ক) প্রায় ৫ লক্ষ

  খ) প্রায় ৭ লক্ষ

  গ) প্রায় ৪ লক্ষ

  ঘ) প্রায় ১৩ লক্ষ

সঠিক উত্তর: (গ)

১৪৩. প্রাণিজগৎকে শ্রেণিবিন্যাস করার প্রয়োজনীয়তা প্রথমে কারা অনুভব করেছিল?

  ক) শ্রেণিবিন্যাস বিদগণ

  খ) প্রকৃতি বিদগণ

  গ) প্রাণী বিজ্ঞানীগণ

  ঘ) প্রাণী বিশেষজ্ঞগণ

সঠিক উত্তর: (খ)

১৪৪. কোনটি প্রকৃতি বিজ্ঞানের অন্যতম শাখা?

  ক) চিকিৎসাবিজ্ঞান

  খ) পদার্থবিজ্ঞান

  গ) রসায়ন

  ঘ) জীববিজ্ঞান

সঠিক উত্তর: (ঘ)

১৪৫. মানুষের বৈজ্ঞানিক নাম কী?

  ক) Apis indica

  খ) Vibrio cholerae

  গ) Copsychus saularis

  ঘ) Homo sapiens

সঠিক উত্তর: (ঘ)

১৪৬. কোন শাখায় টিস্যুর গঠন, বিন্যাস ও কার্যাবলি আলোচনা হয়?

  ক) এমব্রায়োলজি

  খ) হিস্টোলজি

  গ) সাইটোলজি

  ঘ) ইকোলজি

সঠিক উত্তর: (খ)

১৪৭. মাছ উৎপাদন, ব্যবস্থাপনা ও সংরক্ষণ সম্পর্কিত শাখা কোনটি?

  ক) Fishculture

  খ) Apiculture

  গ) Sericulture

  ঘ) Fisheries

সঠিক উত্তর: (ঘ)

১৪৮. জীববিজ্ঞান-
i. জীবের জীবন ও গুণাগুন নিয়ে আলোচনা করে
ii. প্রকৃতি বিজ্ঞানের একটি প্রাচীনতম শাখা
iii. বিজ্ঞানের অন্যতম একটি মৌলিক শাখা
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১৪৯. Biology শব্দটি কোন দুটি শব্দের সমন্বয়ে গঠিত?

  ক) Bio ও logus

  খ) Bios ও logic

  গ) Bious ও logus

  ঘ) Bios ও logos

সঠিক উত্তর: (ঘ)

১৫০. ‘bios’ শব্দের অর্থ কী?

  ক) জ্ঞান

  খ) পরিধি

  গ) জীবন

  ঘ) সংখ্যা

সঠিক উত্তর: (গ)

১৫১. বেঁচে থাকার জন্য পরিবেশের উপাদানে কোন বিষয়ের মূল ভিত্তি অন্তর্নিহিত রয়েছে?

  ক) কৃষিবিজ্ঞান

  খ) বিবর্তন বিদ্যা

  গ) পরিবেশবিজ্ঞান

  ঘ) জীববিজ্ঞান

সঠিক উত্তর: (ঘ)

১৫২. জীবের শ্রেণিবিন্যাস ও রীতিনীতিসমূহ কোন শাখার আলোচ্য বিষয়?

  ক) Soil Ccience

  খ) Biogography

  গ) Texonomy

  ঘ) Ecology

সঠিক উত্তর: (গ)

১৫৩. ICBN অনুযায়ী দ্বিপদ নামকরণের নিয়ামাবলি হলো-
i. কোন জীব প্রজাতির নাম দুটি অংশ নিয়ে গঠিত
ii. ল্যাটিন ভাষায় দ্বিপদ নাম করতে হয়
iii. দ্বিপদ নাম ডান দিকে একটু বাঁকা করে বা মোটা অক্ষরে ছাপাতে হবে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১৫৪. উদ্দীপকের উদ্ভিদগুলো কোন রাজ্যেভুক্ত-

  ক) Monera

  খ) Protista

  গ) Fungi

  ঘ) Plantee

সঠিক উত্তর: (গ)

১৫৫. ক্যারোলাস লিনিয়াসের আগ্রহ ছিল-
i. বিভিন্ন ধরনের উদ্ভিদ সংগ্রহে
ii. বিভিন্ন ধরনের ফুল সংগ্রহে
iii. বিভিন্ন জীবের শ্রেণিবিন্যাসে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১৫৬. Two kingdom শ্রেণিবিন্যাসের সময়কাল কোনটি?

  ক) ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে ঊনবিংশ শতাব্দি

  খ) ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে বিংশ শতাব্দি

  গ) ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে এক বিংশ শতাব্দি

  ঘ) ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে একবিংশ শতাব্দি

সঠিক উত্তর: (খ)

১৫৭. ফাইজাই জগতে অন্তর্গত হলো-
i. ঈস্ট
ii. Penicillium
iii. মাশরুম


  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১৫৮. নিচের কোনগুলো বেঁচে থাকার জন্য প্রয়োজন?

  ক) অক্সিজেন ও পানি

  খ) শক্তি ও পানি

  গ) অক্সিজেন ও শক্তি

  ঘ) খাদ্য ও পানি

সঠিক উত্তর: (গ)

১৫৯. ইউক্যারিয়টের বৈশিষ্ট্য কোনটি?

  ক) ক্রোমোজামের একটি

  খ) অপেক্ষাকৃত জটিল

  গ) প্লাস্টিড অনুপস্থিত সংখ্যা

  ঘ) DNA বৃত্তাকার

সঠিক উত্তর: (খ)

১৬০. জীবের নতুন নামকরণের ক্ষেত্রে ব্যবহার করতে হয়?

  ক) RNA বারকোড

  খ) MRNA বারকোড

  গ) DNA বারকোড

  ঘ) rDNA বারকোড

সঠিক উত্তর: (গ)

১৬১. ICBN এর পূর্ণরূপ কোনটি?

  ক) International Code of Botanical Name

  খ) International Code of Botanical Nomenclature

  গ) International Code of Botanical Nomination

  ঘ) Internal Code of Botanical Nomination

সঠিক উত্তর: (খ)

১৬২. বন সম্পর্কিত শাখা কোনটি?

  ক) Ecology

  খ) Environmental science

  গ) Forestry

  ঘ) Wildlife

সঠিক উত্তর: (গ)

১৬৩. কে Monera কে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনঃনামকরণ করেন?

  ক) Johann Mendel

  খ) Thomas Hunt Morgan

  গ) Robert Hooke

  ঘ) Thomas Cavalier-Smith

সঠিক উত্তর: (ঘ)

১৬৪. বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস কত সালে মৃত্যু বরণ করেন?

  ক) ১৭০৭

  খ) ১৭৩৫

  গ) ১৭৫৮

  ঘ) ১৭৭৮

সঠিক উত্তর: (ক)

১৬৫. Plasmodium কী ধরনের জীব?

  ক) ডিপ্লেয়েড বহুকোষী

  খ) হ্যাপ্লয়েড বহুকোষী

  গ) সরল বহুকোষী

  ঘ) এককোষী

সঠিক উত্তর: (ঘ)

১৬৬. ফানজাই রাজ্যের জীবদের বৈশিষ্ট্য হলো-
i. অধিকাংশ স্থলজ, মৃতজীবী বা পরজীবী
ii. দেহ এককোষী বা মাইসেলিয়াম গঠিত
iii. নিউক্লিয়াস আদি
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১৬৭. কোন জীবটি খাদ্য শোষণ করে?

  ক) জীব-১

  খ) জীব-২

  গ) জীব-৩

  ঘ) জীব-৪

সঠিক উত্তর: (ঘ)

১৬৮. লিনিয়াস-বৈশিষ্ট্যের ভিত্তিতে উদ্ভিদকে বিভিন্ন শ্রেণি ও বর্গে বিভক্ত করেছেন-
i. পুংকেশর
ii. স্ত্রীকেশর
iii. পত্রবিন্যাস
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১৬৯. প্রকৃতির সাথে জীবের আন্তঃ সম্পর্ক কোন শাখার আলোচ্য?

  ক) Ecology

  খ) Histology

  গ) Evolution

  ঘ) Embryology

সঠিক উত্তর: (ক)

১৭০. জীবনের সব কারণে কোষের অবদান অনস্বীকার্য, কারণ-
i. জীব কোষ হতে বিকশিত হয়
ii. জীব কোষের কার্যকলাপে বৃদ্ধি ও পূর্ণ হয়
iii. জীব কোষের মাধ্যমেই বংশবৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১৭১. উদ্ভিদের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ পদ্ধতি হতে হবে-

  ক) ICZN অনুযায়ী

  খ) ICBN অনুযায়ী

  গ) IMVN অনুযায়ী

  ঘ) IMCB অনুযায়ী

সঠিক উত্তর: (খ)

১৭২. পরিবেশ সম্পর্কিত শাখা কোনটি?

  ক) Environmental science

  খ) Ecology

  গ) Soil science

  ঘ) Biogeography

সঠিক উত্তর: (ক)

১৭৩. উদ্ভিদ শ্রেণিবিন্যাসে বর্গ এর শেষে নিচের কোনটি যুক্ত করতে হয়?

  ক) Oprida

  খ) ales

  গ) aceae

  ঘ) phyta

সঠিক উত্তর: (খ)

১৭৪. নিচের কোনটি মৌমাছির বৈজ্ঞানিক নাম?

  ক) Vibrio cholerae

  খ) Apis indica

  গ) Labeo rohita

  ঘ) Periplaneta Americana

সঠিক উত্তর: (খ)

১৭৫. কোনটির নিউক্লিয়াস নির্দিষ্ট করা যায়?

  ক) Protista

  খ) Fungi

  গ) Monera

  ঘ) Plantae

সঠিক উত্তর: (ক)

১৭৬. প্রাগৈতিহাসিক জীবের বিবরণ ও জীবাশ্ম কোন শাখার আলোচ্য বিষয়?

  ক) Palaeontology

  খ) Soil science

  গ) Botany

  ঘ) Zoology

সঠিক উত্তর: (ক)

১৭৭. ATP তৈরিতে সক্ষম জীবকোষ রয়েছে-
i. জীব-১ এ
ii. জীব-২ এ
iii. জীব-৩ এ
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১৭৮. এ ধরনের নামকে বলা হয়-
i. বৈজ্ঞানিক নাম
ii. দ্বি-পদ নাম
iii. সাধারণ নাম
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১৭৯. প্রাণিবিজ্ঞানী মুস্তাফিজুর রহমান একটি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন। তিনি এর স্বীকৃতি নিতে কোনটির অনুসরণ করবেন?

  ক) ICBN এর

  খ) ICZN এর

  গ) IBCN এর

  ঘ) INCZ এর

সঠিক উত্তর: (খ)

১৮০. নিচের কোনটি বৈজ্ঞানিক নাম?

  ক) Oryza sativa

  খ) Nymphea nouchali

  গ) Mangifera indica

  ঘ) Corcuras capsularies

সঠিক উত্তর: (গ)

১৮১. জীববিজ্ঞান কোনটির প্রাচীনতম শাখা?

  ক) দর্শনের

  খ) প্রকৃতি বিজ্ঞানের

  গ) যু্ক্তিবিদ্যার

  ঘ) সমাজবিজ্ঞানের

সঠিক উত্তর: (খ)

১৮২. বিজ্ঞানী লিনিয়াস সম্পর্কে তথ্য হলো-
i. জীবের দ্বিপদ নামকরণের প্রবর্তক
ii. তিনি ছিলেন পেশায় একজন ডাক্তার
iii. তাঁর বিখ্যাত গবেষণা পুস্তক ‘Theory of Natural Selection’
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১৮৩. এই বিশাল বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা যায়-

  ক) বায়োইনফরমেটিকস দ্বারা

  খ) শ্রেণিবিন্যাস দ্বারা

  গ) বিবর্তনবিদ্যা দ্বারা

  ঘ) জীবপরিসংখ্যান বিদ্যা দ্বারা

সঠিক উত্তর: (খ)

১৮৪. এককোষী, ফিলামেন্টাস ও কলোনিয়াল বৈশিষ্ট্যধারী জীব কোন রাজ্যভুক্ত?

  ক) মনেরা

  খ) প্রোটিস্টা

  গ) ফাইজাই

  ঘ) প্লানটি

সঠিক উত্তর: (ক)

১৮৫. Parasitology-র আলোচ্য বিষয় কোনটি?

  ক) পোষক ও পরজীবীর সম্পর্ক

  খ) পরজীবীর জীবন প্রণালি

  গ) পোষকের রোগ

  ঘ) উপরের সবগুলো

সঠিক উত্তর: (ঘ)

১৮৬. জীববিজ্ঞানের ভৌত শাখা হলো-
i. Biochemistry
ii. Biotechnology
iii. Biogeography
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii

  গ) iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

১৮৭. কোনটির অবদান জীবনের সব ধাপে অনস্বীকার্য?

  ক) কোষের

  খ) পুষ্টি গ্রহনের

  গ) পেশির

  ঘ) প্রজননের

সঠিক উত্তর: (ক)

১৮৮. জীবজগতকে মোট ছয়টি রাজ্যে ভাগ করেছেন কোন বিজ্ঞানী?

  ক) আর.এইচ. হুইটটেকার

  খ) মারগুলিস

  গ) টমাস কেভলিয়ার স্মিথ

  ঘ) লিনিয়াস

সঠিক উত্তর: (গ)

১৮৯. জীবের ভৌগলিক বিস্তারের সাথে ভূমন্ডলের শ্রেণিবিভাগ কোন শাখায় আলোচিত হয়?

  ক) Geography

  খ) Biogeography

  গ) Ecology

  ঘ) Evolution

সঠিক উত্তর: (খ)

১৯০. Bufo Melanostictus নামটিতে কয়টি ভুল আছে?

  ক) ৩টি

  খ) ৪টি

  গ) ৫টি

  ঘ) ৬টি

সঠিক উত্তর: (ক)

১৯১. জীববিজ্ঞানের ইংরেজি পরিভাষা কোনটি?

  ক) Botany

  খ) Biochemistry

  গ) Biostatistics

  ঘ) Biology

সঠিক উত্তর: (ঘ)

১৯২. প্রকৃতিতে বিদ্যমান পদার্থের ধরন কয়টি?

  ক) দুটি

  খ) তিনটি

  গ) পাঁচটি

  ঘ) ছয়টি

সঠিক উত্তর: (ক)

১৯৩. টমাস কেভলিয়ারের মতে Protozoa ও Chromista কোন রাজ্যের অন্তর্ভূক্ত?

  ক) Plantae

  খ) Monera

  গ) Protista

  ঘ) Animalia

সঠিক উত্তর: (গ)

১৯৪. উক্ত এ জগতভুক্ত জীবদের বৈশিষ্ট্য হলো-
i. খাদ্য গ্রহণ শোষণ, গ্রহণ বা ফটোসিনথেটিক
ii. যৌন ও অযৌন জনন ঘটে
iii. ভ্রূণ গঠিত হয়
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১৯৫. কোনটি আর্কিগোনিয়েট ও পুষ্পক উদ্ভিদ?

  ক) পেনিসিলিয়াম

  খ) মাশরুম

  গ) স্পাইরোগাইরা

  ঘ) ব্যাকটেরিয়া

সঠিক উত্তর: (গ)

১৯৬. প্রোটোজোয়া কোন জাতিভূক্ত?

  ক) মনেরা

  খ) প্রোটিস্টা

  গ) ফানজাই

  ঘ) প্লানটি

সঠিক উত্তর: (খ)

১৯৭. জীববিজ্ঞান কোনটির প্রাচীন শাখা?

  ক) দর্শনের

  খ) প্রকৃতি বিজ্ঞানের

  গ) যুক্তিবিদ্যার

  ঘ) সমাজবিজ্ঞানের

সঠিক উত্তর: (খ)

১৯৮. জীবের বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠনের বর্ণনা পাওয়া যায় কোন শাখায়?

  ক) শারীরবিদ্যায়

  খ) হিস্টোলজিতে

  গ) অঙ্গসংস্থানে

  ঘ) ভ্রূণবিদ্যায়

সঠিক উত্তর: (গ)

১৯৯. কোনটি মসবর্গীয় উদ্ভিদ?

  ক) Mucor

  খ) Agaricus

  গ) Bryum

  ঘ) Pinus

সঠিক উত্তর: (গ)

২০০. জীববৈচিত্র্য গঠিত হয়-
i. জিনগত বৈচিত্র্য নিয়ে
ii. প্রজাতিগত বৈচিত্র্য নিয়ে
iii. পরিবেশগত বৈচিত্র্য নিয়ে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

২০১. প্রাণীর বেঁচে থাকার জন্য কোনগুলো প্রয়োজন?

  ক) অক্সিজেন ও পানি

  খ) পানি ও খাদ্য

  গ) অক্সিজেন ও খাদ্য

  ঘ) অক্সিজেন, পুষ্টি ও শক্তি

সঠিক উত্তর: (ঘ)

২০২. ফলিত জীববিজ্ঞানের শাখা হলো-
i. Biogeography
ii. Biostatistics
iii. Bioinformatics
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

২০৩. মারগুলিস কত সালে হুইটটেকারের শ্রেণিবিন্যাসকে বিস্তারিত রূপ দেন?

  ক) ১৯৭১

  খ) ১৯৭২

  গ) ১৯৭৩

  ঘ) ১৯৭৪

সঠিক উত্তর: (ঘ)

২০৪. খাদ্য নষ্টের জন্যে জাতীয় ব্যাকটেরিয়া কর্তৃক উৎপন্ন বিষাক্ত উপাদানগুলো কী বলে?

  ক) Enzyme

  খ) Poison

  গ) Toxin

  ঘ) Venom

সঠিক উত্তর: (গ)

২০৫. কম্পিউটার প্রযুক্তিনির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য আলোচিত হয় কোনটিতে?

  ক) এন্ডোক্রাইনোলজি

  খ) বায়োটেসনোলজি

  গ) বায়োস্ট্যাটিসটিকস

  ঘ) বায়োইনফরমেটিকস

সঠিক উত্তর: (ঘ)

২০৬. ভ্রূণের পরিস্ফুটণ নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়?

  ক) ফিজিওলজি

  খ) মরফোলজি

  গ) এমব্রায়োলজি

  ঘ) সাইটোলজি

সঠিক উত্তর: (গ)

২০৭. কোন রাজ্যের কিছু কিছু সদস্য কেমেোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে?

  ক) মনেরা

  খ) প্লানটি

  গ) প্রোটিস্টা

  ঘ) ফানজাই

সঠিক উত্তর: (ক)

২০৮. উদ্দীপকের চিত্রে প্রদর্শিত জীবটির বৈশিষ্ট্য হচ্ছে, এরা- (চিত্র:-পাঞ্জেরী-১নং পৃষ্ঠায়)
i. চলনে সক্ষম
ii. খাদ্য তৈরিতে সক্ষম
iii. নিউক্লিয়াস সুগঠিত
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

২০৯. মানব ও পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযু্ক্তি সম্পর্কিত শাখা কোনটি?

  ক) Environmental scinece

  খ) Biotechnology

  গ) Biochemistry

  ঘ) Genetic engineering

সঠিক উত্তর: (খ)

২১০. নিচের কোনটি জীব পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান?

  ক) Agriculture

  খ) Biostatistics

  গ) Fisheries

  ঘ) Soil science

সঠিক উত্তর: (খ)

২১১. দ্বিপদ নামের দ্বিতীয় অংশের প্রথম অক্ষর ও বাকি অক্ষরগুলো কী রকম হবে?

  ক) সবগুলো ছোট

  খ) সবগুলো বড়

  গ) নির্দিষ্টতা নেই

  ঘ) বড় ছোট বলে প্রজাতিভেদে

সঠিক উত্তর: (খ)

২১২. “মনের” রাজ্যভুক্ত জীবদের কোষ বিভাজন কোন প্রক্রিয়ায় সম্পন্ন হয়?

  ক) মাইটোসিস

  খ) অ্যামাইটোসিস

  গ) মিয়োসিস

  ঘ) মিয়োসিস ও মাইটোসিস

সঠিক উত্তর: (খ)

২১৩. জাতিজনি শ্রেণিবিস্যাস পদ্ধতির প্রবর্তক-
i. এঙ্গলার ও প্রাস্টল
ii. বেসি ও হার্চিনসন
iii. ডারউইন
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

২১৪. পিয়াজের বৈজ্ঞানিক নাম কী?

  ক) Allium sativum

  খ) Allium cepa

  গ) Apis indica

  ঘ) Oryza sativa

সঠিক উত্তর: (খ)

২১৫. Monera রাজ্যের অন্তর্ভুক্ত কোনটি?

  ক) ঈস্ট

  খ) ডায়াটম

  গ) ব্যাকটেরিয়া

  ঘ) বহুকোষী শৈবাল

সঠিক উত্তর: (গ)

২১৬. আরশোলার বৈজ্ঞানিক নাম কী?

  ক) Calta catta

  খ) Apisindica

  গ) Periplaneta americana

  ঘ) Vibrio cholera

সঠিক উত্তর: (গ)

২১৭. বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা কোন অক্ষরে লিখতে হয়?

  ক) ইটালিক

  খ) গ্রিক

  গ) উর্দু

  ঘ) রোমান

সঠিক উত্তর: (ক)

২১৮. অ্যানিম্যালিয়া রাজ্যভুক্ত জীবদের অনন্য বৈশিষ্ট্য হলো-
i. কোষ জড় প্রাচীরবিহীন
ii. কোষ প্লাস্টিডবিহীন
iii. কোষ; কোষগহব্বরহীন
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

২১৯. কোনটি Protista এর উদাহরণ?

  ক) মাশরুম

  খ) নীলাভ সবুজ শৈবাল

  গ) ডায়াটম

  ঘ) উন্নত সবুজ শৈবাল

সঠিক উত্তর: (গ)

২২০. পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান কোনটি?

  ক) পরিবেশবিজ্ঞান

  খ) কৃষিবিজ্ঞান

  গ) চিকিৎসাবিজ্ঞান

  ঘ) প্রত্নতত্ত্ব বিজ্ঞান

সঠিক উত্তর: (ক)

২২১. কোন রাজ্যের জীবগুলো বহুকোষী ফটোসিনথেটিক?

  ক) Animalia

  খ) Plantae

  গ) Monera

  ঘ) Protista

সঠিক উত্তর: (খ)

২২২. এন্ডোক্রাইনোলজিতে জীবদেহের কোনটির কার্যকারিতা বিষয়ক জ্ঞান আলোচনা করা হয়?

  ক) হরমোনের

  খ) ভ্রূণের

  গ) কোষের

  ঘ) রক্তের

সঠিক উত্তর: (ক)

২২৩. জীবের বেঁচে থাকার জন্য কোনগুলো প্রয়োজন?

  ক) কার্বন ডাইঅক্সাইড ও শক্তি

  খ) নাইট্রোজেন ও আলো

  গ) অক্সিজেন ও শক্তি

  ঘ) পানি ও তাপ

সঠিক উত্তর: (গ)

২২৪. আমিষের উৎস হিসেবে খাদ্য তালিকায় স্থান দিবে নিচের কোনটিকে?

  ক) Allium cepa

  খ) Labeo rohita

  গ) Panthera leo

  ঘ) Oryza sativa

সঠিক উত্তর: (খ)

২২৫. মাশরুম কোনটির অন্তর্ভুক্ত হবে?

  ক) নমুনা-১

  খ) নমুনা-২

  গ) নমুনা-৩

  ঘ) নমুনা-৪

সঠিক উত্তর: (খ)

২২৬. জিন ও বংশগতির ধারা কোন শাখায় আলোচিত হয়?

  ক) Nenetics

  খ) Cylology

  গ) Embryology

  ঘ) Morphology

সঠিক উত্তর: (ক)

২২৭. আমরা উপাদেয় খাদ্য হিসেবে গ্রহণ করি কোনটি?

  ক) মিউকর

  খ) মস

  গ) মাশরুম

  ঘ) কনিডিওফোর

সঠিক উত্তর: (গ)

২২৮. একটি জীবকে প্রজাতি পর্যন্ত বিন্যাসের ক্ষেত্রে মূলত কয়টি ধাপ আছে?

  ক) ২

  খ) ৫

  গ) ৭

  ঘ) ৯

সঠিক উত্তর: (গ)

২২৯. ক্যারোলাস লিনিয়াসের জীবনকাল কোনটি?

  ক) ১৬০৭-১৬৭৮

  খ) ১৭০৫-১৭৬৩

  গ) ১৭০৭-১৭৭৮

  ঘ) ১৭০৫-১৭৭৮

সঠিক উত্তর: (গ)

২৩০. ‌Five Kingdom এর প্রস্তাবক কে?

  ক) লিনিয়াস

  খ) বেন্থাম হুকার

  গ) হুইটটেকার

  ঘ) থিওফ্রাসটাস

সঠিক উত্তর: (গ)

২৩১. আর.এইচ. হুইটটেকার জীবজগৎকে কয়টি রাজ্য বা কিংডমে ভাগ করার প্রস্তাব করেন?

  ক) ২

  খ) ৩

  গ) ৪

  ঘ) ৫

সঠিক উত্তর: (ঘ)

২৩২. কোনটি এককোষী এককোষী ইউক্যারিওটিক জীব?

  ক) Protista

  খ) Fungi

  গ) Monera

  ঘ) Plantae

সঠিক উত্তর: (ক)

২৩৩. লিনিয়াস উপসালা বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ের অধ্যাপক ছিলেন?

  ক) Physiology

  খ) Biochemistry

  গ) Anatomy

  ঘ) Pharmacy

সঠিক উত্তর: (গ)

২৩৪. কত সালে দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তিত হয়?

  ক) ১৬৫৮

  খ) ১৭০৫

  গ) ১৭৬৮

  ঘ) ১৭৫৮

সঠিক উত্তর: (ঘ)

২৩৫. গ্রিক শব্দ Logos এর অর্থ কী?

  ক) চিহ্ন

  খ) প্রতীক

  গ) জ্ঞান

  ঘ) ধ্যান

সঠিক উত্তর: (গ)

২৩৬. প্লানটি রাজ্যের সদস্যদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস ধরনের। অ্যানাইসোগ্যামাস হলো-

  ক) একই আকারের গ্যামেটের মিলন

  খ) ভিন্ন আকারের গ্যামেটের মিলন

  গ) ভিন্ন আকারের গ্যামেটের মিলন

  ঘ) একই আকারে

সঠিক উত্তর: (গ)

২৩৭. হাঁটাচলার সময় পা পরিচালনার সাথে জড়িত কোনটি?

  ক) পেশি

  খ) পেশিকলা

  গ) স্নায়ুতন্ত্র

  ঘ) অস্থিতন্ত্র

সঠিক উত্তর: (ক)

২৩৮. ক্যারোলাস লিনিয়াস Systema Naturac গ্রন্থের কততম সংস্করণে দ্বিপদ নামকরণের নীতি প্রবর্তন করেন?

  ক) ৭ম

  খ) ৮ম

  গ) ১০ম

  ঘ) ১১তম

সঠিক উত্তর: (গ)

২৩৯. সর্বাধিক মিলনসম্পন্ন জীব হলো-
i. Panthera tigris
ii. Panthera leo
iii. Vibrio cholerae
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

২৪০. ফানজাই এর ক্ষেত্রে প্রযোজ্য-
i. এরা প্রধানত মৃতজীবী
ii. কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত
iii. অধিকাংশ বহুকোষী
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

২৪১. ICBN বা ICZN code-
i. পুস্তকাকারে লিখিত দলিল
ii. জীবের নামকরণে ব্যবহৃত হয়
iii. একটি অলিখিত দলিল
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

২৪২. ফানজাই এর ক্ষেত্রে প্রযোজ্য-

  ক) এরা প্রধানত মৃতজীবী

  খ) কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত

  গ) নিজ ক্ষমতায় নড়াচড়া করতে পারে

  ঘ) এদের জননাঙ্গ বহুকোষী

সঠিক উত্তর: (ক)

২৪৩. কোষবিদ্যায় আলোচনা করা হয়-
i. কোষের গঠন সম্পর্কে
ii. কোষের বিভাজন সম্পর্কে
iii. কোষের কার্যাবলি সম্পর্কে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

২৪৪. ভৌত বিজ্ঞানের শাখা কয়টি?

  ক) ৮টি

  খ) ৯টি

  গ) ১০টি

  ঘ) ১১টি

সঠিক উত্তর: (ঘ)

২৪৫. শ্রেণিবিন্যাসের মূল ধাপ কয়টি?

  ক) ৪টি

  খ) ৫টি

  গ) ৬টি

  ঘ) ৭টি

সঠিক উত্তর: (ঘ)

২৪৬. উদ্ভিদ শ্রেণিবিন্যাসে শ্রেণি-এর শেষে কোনটি যুক্ত করতে হয়?

  ক) Opsida

  খ) ales

  গ) ceae

  ঘ) phyta

সঠিক উত্তর: (গ)

২৪৭. চিকিৎসা সম্পর্কিত শাখা কোনটি?

  ক) Medical science

  খ) Biochemistry

  গ) Pathology

  ঘ) Parasiology

সঠিক উত্তর: (ক)

২৪৮. কারা প্রোটোজোয়া ও এককোষী শৈবাল?

  ক) Monera

  খ) Plantae

  গ) Animalia

  ঘ) Protista

সঠিক উত্তর: (ঘ)

২৪৯. কত সালে লিনিয়াস চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করেন?

  ক) ১৬৩৫

  খ) ১৭৩৫

  গ) ১৮৩৭

  ঘ) ১৮৩৪

সঠিক উত্তর: (খ)

২৫০. জীবের সার্বিক অঙ্গ সংস্থানিক বা দৈহিক গঠন নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায়?

  ক) মরফোলজি

  খ) সাইটোলজি

  গ) ট্যাক্সিনমি

  ঘ) ফিজিওলজি

সঠিক উত্তর: (ক)

২৫১. বৈশিষ্ট্যগুলো কোন রাজ্যে দেখা যায়?

  ক) অ্যানিমেলিয়া

  খ) প্ল্যান্টি

  গ) মনেরা

  ঘ) ফানজাই

সঠিক উত্তর: (ঘ)

২৫২. অধিক পরিমাণে চিনি কোনটির জন্যে ক্ষতিকর?

  ক) দাঁত ও ত্বক

  খ) চুল ও নখ

  গ) যকৃত ও প্লীহা

  ঘ) জিহ্বা ও ঠোঁট

সঠিক উত্তর: (ক)

২৫৩. প্রোসিস্টা রাজ্যভুক্ত জবিদের অযৌন জনন কোন প্রক্রিয়ায় ঘটে?

  ক) মাইটোসিস

  খ) অ্যামাইটোসিস

  গ) মিয়োসিস

  ঘ) বাইনারি

সঠিক উত্তর: (ক)

২৫৪. ঔষধ শিল্প ও প্রযু্ক্তি বিষয়ক শাখা কোনটি?

  ক) Pharmacy

  খ) Medical science

  গ) Pharmacology

  ঘ) Medicinology

সঠিক উত্তর: (ক)

২৫৫. Protista জগতভুক্ত জীবদের ক্রোমাটিন বস্তুতে থাকে-
i. DnA
ii. RNA
iii. প্রোটিন
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

২৫৬. গোত্র বা Family এর অন্তর্ভুক্ত এককগুলো হলো-
i. শ্রেণি
ii. গণ
iii. প্রজাতি
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

২৫৭. কোন পর্বের প্রাণীর দেহ একটিমাত্র কোষ দিয়ে গঠিত?

  ক) Protozoa

  খ) Porifera

  গ) Coelenterterata

  ঘ) Chordata

সঠিক উত্তর: (ক)

২৫৮. জীববিজ্ঞানের কোন শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়?

  ক) ফলিত জীববিজ্ঞান

  খ) ভৌত জীববিজ্ঞান

  গ) মৌলিক জীববিজ্ঞান

  ঘ) ব্যবহারিক জীববিজ্ঞান

সঠিক উত্তর: (খ)

২৫৯. যিনি প্রথম কোন জীবের বিজ্ঞানসম্মত নাম দেন তার নাম কোথায় বসবে?

  ক) উক্ত জীবের বৈজ্ঞানিক নামের পূর্বে

  খ) উক্ত জীবের বৈজ্ঞানিক নামের পরে

  গ) উক্ত জীবের বৈজ্ঞানিক নামের মাঝে

  ঘ) উক্ত জীবের বৈজ্ঞানিক নামের উপরে

সঠিক উত্তর: (খ)

২৬০. সৃষ্টিজগতে কোনটির মধ্যে প্রাণের স্পন্দন এক রহস্যপূর্ণ বিষয়?

  ক) জীবকোষের

  খ) মানুষের

  গ) ভাইরাসের

  ঘ) ব্যাকটেরিয়ার

সঠিক উত্তর: (ক)

২৬১. পেশি চালনাকারী কোনটি?

  ক) সংবহনতন্ত্র

  খ) স্নায়ুতন্ত্র

  গ) পরিপাকতন্ত্র

  ঘ) স্বসনতন্ত্র

সঠিক উত্তর: (খ)

২৬২. biology কোন ধরনের শব্দ?

  ক) ল্যাটিন

  খ) ফরাসি

  গ) গ্রিক

  ঘ) ইংরেজি

সঠিক উত্তর: (গ)

২৬৩. জীবের ভৌগলিক বিস্তারের সাথে বূমন্ডলের শ্রেণিবিভাগ সম্পর্কিত বিদ্যা কোনটি?

  ক) অনুজীববিজ্ঞান

  খ) জীবপ্রযুক্তি

  গ) জীবভূগোল

  ঘ) জিনতত্ত্ব

সঠিক উত্তর: (গ)

২৬৪. মনেরা রাজ্যভুক্ত জীবের কোষে কোন অঙ্গাণুটি বর্তমান থাকে?

  ক) রাইবোজোম

  খ) নিউক্লিওলাস

  গ) নিউক্লিওলাস মেমব্রেন

  ঘ) মাইটোকন্ড্রিয়া

সঠিক উত্তর: (ক)

২৬৫. Systema Naturae গ্রন্থটির লেখক কে?

  ক) গ্রেগর জোহান মেন্ডেল

  খ) চার্লস রবার্ট ডারউইন

  গ) এরিস্টটল

  ঘ) ক্যারোলাস লিনিয়াস

সঠিক উত্তর: (ঘ)

২৬৬. রোগ নিয়ে আলোচনা করা হয় যে সকল শাখায় তা হলো-
i. Parasitology
ii. Biochemistry
iii. Medical science
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

২৬৭. মানুষ ও পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি আলোচিত হয় কোনটিতে?

  ক) কৃষিবিজ্ঞান

  খ) প্রাণরসায়ন

  গ) চিকিৎসা বিজ্ঞান

  ঘ) জীবপ্রযু্ক্তি

সঠিক উত্তর: (ঘ)

২৬৮. অণুজীব নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়?

  ক) Microbiology

  খ) Parasitology

  গ) Medical science

  ঘ) Biochemistry

সঠিক উত্তর: (ক)

২৬৯. Panthera tigris দ্বারা কোন জীবকে বোঝায়?

  ক) পাট

  খ) কাঁঠাল

  গ) রয়েল বেঙ্গল টাইগার

  ঘ) দোয়েল

সঠিক উত্তর: (গ)

২৭০. Margulis; Five kingdom কে কতটি Super kingdom ভুক্ত করেন?

  ক) একটি

  খ) দুটি

  গ) চারটি

  ঘ) ছয়টি

সঠিক উত্তর: (খ)

২৭১. মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় Artocarpus heterophyllus জীবটির-
i. মাংস
ii. ফল
iii. বীজ
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

২৭২. বিষয়বস্তুর ভিত্তিতে মরফোলজির শাখা কয়টি?

  ক) দুটি

  খ) তিনটি

  গ) চারটি

  ঘ) পাঁচটি

সঠিক উত্তর: (ক)

২৭৩. উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান কোন রাজ্যে?

  ক) মনেরা

  খ) প্রোটিস্টা

  গ) প্ল্যান্টি

  ঘ) ফানজাই

সঠিক উত্তর: (গ)

২৭৪. Margulis কত সালে Five kingdom ধারণা পরিবর্তন করেন?

  ক) ১৯৭৪

  খ) ১৯৭৫

  গ) ১৯৭৭

  ঘ) ১৯৭৮

সঠিক উত্তর: (ক)

২৭৫. জীববিজ্ঞান কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়?

  ক) এন্টোমোলজি

  খ) ইকোলজি

  গ) এন্ডোক্রাইনোলজি

  ঘ) মাইকোবায়োলজি

সঠিক উত্তর: (ক)

২৭৬. অ্যারিস্টটল কোন দেশের নাগরিক ছিলেন?

  ক) সুইডেন

  খ) গ্রিক

  গ) জার্মানি

  ঘ) আমেরিকা

সঠিক উত্তর: (খ)

২৭৭. কে সর্বপ্রথম জীবের পূর্ণ শেণিবিন্যাসের এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন?

  ক) হুইটটেকার

  খ) লুইপাস্তুর

  গ) সলিম আলী

  ঘ) ক্যারোলাস লিনিয়াস

সঠিক উত্তর: (ঘ)

২৭৮. Bio ও logus শব্দ দুটি কোন ভাষার শব্দ?

  ক) গ্রিক

  খ) ল্যাটিন

  গ) ইংরেজি

  ঘ) ফারসি

সঠিক উত্তর: (ক)

২৭৯. Parasitology-এর আলোচিত বিষয় হলো-
i. পরজীবীর
ii. পরজীবীর জীবনপ্রণালি
iii. রোগ
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

২৮০. মানুষের বৃদ্ধি হরমোন (GH) সম্পর্কে জানা যাবে কোন শাখায়?

  ক) ইকোলজিতে

  খ) এন্ডোক্রাইনোলেজিতে

  গ) সাইটোলজিতে

  ঘ) এমব্রায়োলজিতে

সঠিক উত্তর: (খ)

২৮১. যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে-
i. ফাইনজাই
ii. প্ল্যান্টি
iii. অ্যানিমেলিয়া
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

২৮২. জীববিজ্ঞানের প্রধান শাখাসমূহ হলো-
i. উদ্ভিদ বিজ্ঞান
ii. প্রাণিবিজ্ঞান
iii. কৃষিবিজ্ঞান
নিচের কোনটি সঠিক?

  ক) i

  খ) i ও iii

  গ) ii ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

২৮৩. নিচের কোনটি পাটের বৈজ্ঞানিক নাম?

  ক) Oryza sativa

  খ) Corchorus capsularis

  গ) Symphea mouchila

  ঘ) Mongifiera indica

সঠিক উত্তর: (খ)

২৮৪. Whittaker-এর Five kingdom ধারণার পরিবর্তিত ও বিস্তারিত রূপদাতা কে?

  ক) বেনথাম হুকার

  খ) লিনিয়াস

  গ) হাচিনসন

  ঘ) মারগুলিস

সঠিক উত্তর: (ঘ)

২৮৫. ফাইভ কিংডম ধারণামতে প্রোটোজোয়া কোন জগতে অবস্থিত?

  ক) Monera

  খ) Fungi

  গ) Protissta

  ঘ) Animalia

সঠিক উত্তর: (গ)

২৮৬. কোন বিজ্ঞানী মনেরাকে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনঃনামকরণ করেন?

  ক) লিনিয়াস

  খ) কেভলিয়ার স্মিথ

  গ) মারগুলিস

  ঘ) হুইটেকার

সঠিক উত্তর: (খ)

২৮৭. আমাদের জাতীয় ফুলের প্রজাতির নাম কী?

  ক) indica

  খ) rosa-sinensis

  গ) nouchali

  ঘ) sativa

সঠিক উত্তর: (গ)

২৮৮. অণুজীববিজ্ঞানে আলোচনা করা হয়-
i. মানবজীবন সম্বন্ধে
ii. ভাইরাস সম্বন্ধে
iii. ব্যাকটেরিয়া সম্বন্ধে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

২৮৯. ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত কোনটিতে?

  ক) Spirogyra-তে

  খ) কাঁঠাল গাছে

  গ) Penicillium-এ

  ঘ) ধান গাছে

সঠিক উত্তর: (গ)

২৯০. জীবের বৈশিষ্য হলো-
i. বহুকোষী
ii. অযৌন প্রজনন ঘটে
iii. দ্বি-বিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

২৯১. কোনগুলোতে উচ্চমাত্রায় প্রাণিজ চর্বি থাকে?

  ক) ভাত, রুটি, আলু

  খ) ফল, সবজি, মাংস

  গ) ডিম, দুধ, সবজি

  ঘ) বার্গার, ক্রিসপস, পিঠা

সঠিক উত্তর: (ঘ)

২৯২. ফানজাই রাজ্যের জীবে-
i. হ্যাপ্লয়েড স্পোর সৃষ্টি হয়
ii. মিয়োসিস কোষ বিভাজন হয়
iii. সালোকসংশ্লেষণ হয়
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

২৯৩. জবা ফুলের বৈজ্ঞানিক নাম কী?

  ক) Hibiscus rosa-sinensis

  খ) Periplaneta Americana

  গ) Copsychus saularis

  ঘ) Plasmodium vivax

সঠিক উত্তর: (ক)

২৯৪. নীল তিমি পৃথিবীর বৃহত্তম প্রাণী। এ প্রাণী সম্পর্কে জানতে পারবে-

  ক) মৎস বিজ্ঞানে

  খ) কৃষিবিজ্ঞানে

  গ) জিন প্রযুক্তিতে

  ঘ) সমুদ্র বিজ্ঞানে

সঠিক উত্তর: (ঘ)

২৯৫. মানবজীবনম রোগ, চিকিৎসা ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞানই হলো-

  ক) চিকিৎসা বিজ্ঞান

  খ) শারীরবিজ্ঞান

  গ) পরজীবী বিজ্ঞান

  ঘ) জীবপরিসংখ্যান বিজ্ঞান

সঠিক উত্তর: (ক)

২৯৬. অ্যারিস্টটলের জীবনকাল কোনটি?

  ক) খ্রিস্টপূর্ব ৩৮৩-৩২২

  খ) খ্রিস্টপূর্ব ৩৮৪-৩২২

  গ) খ্রিস্টপূর্ব ৩৮৪-৩২০

  ঘ) খ্রিস্টপূর্ব ৩৮৪-৩২৩

সঠিক উত্তর: (খ)

২৯৭. Plantae-এর ক্ষেত্রে সঠিক তথ্য হলো-
i. বহুকোষী ফটোসিনথেটিক জীব
ii. নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না
iii. নিজ ক্ষমতায় নড়াচড়া করতে পারে না
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

২৯৮. বিজ্ঞানের অন্যতম মৌলিক শাখা হচ্ছে কোনটি?

  ক) জীববিজ্ঞান

  খ) উদ্ভিদবিজ্ঞান

  গ) প্রাণিবিজ্ঞান

  ঘ) জড় বিজ্ঞান

সঠিক উত্তর: (ক)

২৯৯. কখন বস্তুর উৎসেচকের পরিমাণ বৃদ্ধি ঘটে খাদ্যকে নষ্ট করে?

  ক) তাপ হ্রাস পেলে

  খ) তাপ বৃদ্ধি পেলে

  গ) জীবাণুর হ্রাস পেলে

  ঘ) আর্দ্রতা হ্রাস পেলে

সঠিক উত্তর: (খ)

৩০০. একটি পুকুরের পানি দিয়ে স্লাইড তৈরি করে যৌগিক অণুবিক্ষণ যন্ত্রের নিচে পর্যবেক্ষণ করলে কী পাবে?

  ক) ঈস্ট

  খ) পেনিসিলিয়াম

  গ) ডায়াটম

  ঘ) ম্যালেরিয়া জীবাণু

সঠিক উত্তর: (গ)

৩০১. শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন একক কোনটি?

  ক) জগৎ

  খ) শ্রেণি

  গ) প্রজাতি

  ঘ) গণ

সঠিক উত্তর: (গ)

৩০২. জীবের বৈজ্ঞানিক নাম কয়টি অংশ নিয়ে গঠিত?

  ক) ১

  খ) ২

  গ) ৩

  ঘ) ৪

সঠিক উত্তর: (খ)

৩০৩. জীবের টিস্যুর গঠন বিন্যাস ও কার্যাবলি কোন শাখার আলোচ্য বিষয়?

  ক) Morphology

  খ) Anatomy

  গ) Histology

  ঘ) Cytology

সঠিক উত্তর: (গ)

৩০৪. সুপার কিংডম-১: প্রোক্যারিওটা এর অন্তর্গত কয়টি রাজ্য বা কিংডম আছে?

  ক) ১

  খ) ২

  গ) ৩

  ঘ) ৪

সঠিক উত্তর: (ক)

৩০৫. বেঁচে থাকার জন্য কোনটি প্রয়োজন?

  ক) নাইট্রোজেন

  খ) কার্বন ডাইঅক্সাইড

  গ) অক্সিজেন

  ঘ) হাইড্রোজেন

সঠিক উত্তর: (গ)

৩০৬. জীববিজ্ঞানের ভূমিকা অপরিসীম-
i. খাদ্য উৎপাদনে
ii. চিকিৎসাশাস্ত্রের উন্নয়নে
iii. জীবের অস্তিত্ব রক্ষায়
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৩০৭. নামকরণে অবশ্যই কোন শব্দটি ব্যবহার করতে হবে?

  ক) গ্রিক

  খ) ল্যাটিন

  গ) ইংরেজি

  ঘ) হীব্রু

সঠিক উত্তর: (খ)

৩০৮. ICZN এর পূর্ণরূপ কী?

  ক) International Code of Zoological Nomenclature

  খ) International Coade of Zollogical Name

  গ) International Code of Zoological Number

  ঘ) international Code of Zollogical Nomenculture

সঠিক উত্তর: (ক)

৩০৯. জীবজগতকে ফাইভ কিংডমে ভাগ করার প্রস্তাব করেন কে?

  ক) ক্যারোলাস লিনিয়াস

  খ) বেনথাম ও হুকার

  গ) আর এইচ হুইটটেকার

  ঘ) মারগুলিস

সঠিক উত্তর: (গ)

৩১০. জীবকোষের মধ্যে রহস্যপূর্ণ বিষয় কোনটি?

  ক) প্রাণ

  খ) প্রাণকেন্দ্র

  গ) প্রাণের স্পন্দন

  ঘ) ক্রোমোজোম

সঠিক উত্তর: (গ)

৩১১. আলোচনার ভিত্তিতে জীববিজ্ঞানের শাখা কয়টি?

  ক) দুটি

  খ) তিনটি

  গ) চারটি

  ঘ) ছয়টি

সঠিক উত্তর: (ক)

৩১২. Fungi-এর উদাহরণ কোনটি?

  ক) Homo sapiens

  খ) Penicillium notatum

  গ) Bufo melanostictus

  ঘ) Periplaneta Americana

সঠিক উত্তর: (খ)

৩১৩. কোনটি বন্যপ্রাণী বিষয়ক বিজ্ঞান?

  ক) Wildlife

  খ) Forestry

  গ) Agriculture

  ঘ) Morphology

সঠিক উত্তর: (ক)

৩১৪. শ্রেণিবিন্যাসের উল্লেখযোগ্য অবদান রেখেছেন কোন বিজ্ঞানী?

  ক) রবার্ট হুক

  খ) মেন্ডেল

  গ) লিনিয়াস

  ঘ) ওয়াটসন

সঠিক উত্তর: (গ)

৩১৫. গবার গণ নাম কোনটি?

  ক) Oryza

  খ) Hibiscus

  গ) Homo

  ঘ) Mangifera

সঠিক উত্তর: (খ)

৩১৬. টমাস কেভলিয়ার স্মিথ জগতকে কয়টি রাজ্যে ভাগ করেন?

  ক) ৪টি

  খ) ৫টি

  গ) ৬টি

  ঘ) ৭টি

সঠিক উত্তর: (গ)

৩১৭. মোঃ কাদের মিয়া জীববিজ্ঞানের একজন ছাত্র। সে উদ্ভিদের বিভিন্ন দল ও উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করতে শিখবে- 
i. উদ্ভিদবিজ্ঞানের শ্রেণিবিন্যাস
ii. প্রাণীর শ্রেণিবিন্যাস
iii. মৌলের শ্রেণিবিন্যাস
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৩১৮. শ্রেণিবিন্যাসের ১ম, ২য় এবং ৩য় একক কোনটি?

  ক) জগৎ, বিভাগ, শ্রেণি

  খ) গোত্র, বর্গ, শ্রেণি

  গ) প্রজাতি, গণ, গোত্র

  ঘ) গোত্র, গণ, প্রজাতি

সঠিক উত্তর: (ক)

৩১৯. নিম্নোক্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে Whittaker; Five kingdom ধারণা দেন-
i. DNA RNA এর প্রকারভেদ
ii. কোষের বৈশিষ্ট্য
iii. কোষের সংখ্যা ও খাদ্যাভাস
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৩২০. ঔষধ শিল্প ও প্রযু্ক্তি বিষয়ক বিজ্ঞান হলো-

  ক) Forestry

  খ) Pharmacy

  গ) Medical science

  ঘ) Biotechnology

সঠিক উত্তর: (খ)

৩২১. জীবন-সংশ্লিষ্ট শাখা কোনটি?

  ক) ফলিত জীববিজ্ঞান

  খ) ভৌত জীববিজ্ঞান

  গ) ফলিত পদার্থ

  ঘ) ভৌত রসায়ন

সঠিক উত্তর: (ক)

৩২২. শ্রেণিবিন্যাসেকে প্রধানত ভাগ করা যায়-
i. কৃত্রিম
ii. প্রাকৃতিক
iii. জাতিজনি
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৩২৩. কোনটি লিনিয়াসের সময়কালের বিজ্ঞানীদের ভাষা হিসেবে ব্যবহৃত হতো?

  ক) ইংরেজি

  খ) গ্রিক

  গ) ল্যাটিন

  ঘ) উর্দু

সঠিক উত্তর: (গ)

৩২৪. বৈজ্ঞানিক নাম হাতে লেখার সময় কোনটি প্রযোজ্য?

  ক) গণ ও প্র্রজাতি একসাথে লিখতে হবে

  খ) গণ ও প্রজাতির নিচে একটি দাগ দিতে হবে

  গ) গণ ও প্রজাতির নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে

  ঘ) কোনো দাগ হবে না

সঠিক উত্তর: (গ)

৩২৫. কৃষি সম্পর্কিত শাখা কোনটি?

  ক) Agriculture

  খ) Horliculture

  গ) Agronomy

  ঘ) Forestry

সঠিক উত্তর: (ক)

৩২৬. বৈজ্ঞানিক নামের কয়টি অংশ?

  ক) ২টি

  খ) ৩টি

  গ) ৪টি

  ঘ) ৫টি

সঠিক উত্তর: (ক)

৩২৭. কোনটির কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি?

  ক) শৈবাল

  খ) ব্যাকটেরিয়া

  গ) ছত্রাক

  ঘ) সবকটি

সঠিক উত্তর: (খ)

অনুচ্ছেনটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনেই আজ নয়ন ৪টি ক্লাস করল। ১ম ক্লাসটি ছিল বিবর্তন বিদ্যার ওপর। পরবর্তীগুলো ছিল যথাক্রমে অণুজীববিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান ও জীবপ্রযুক্তির ওপর। 
৩২৮. নয়ন ভৌত বিজ্ঞান সম্মন্ধে জানতে পেরেছিল কোন ক্লাসটি থেকে?

  ক) ১ম

  খ) ২য়

  গ) ৩য়

  ঘ) ৪র্থ

সঠিক উত্তর: (ক)

৩২৯. জীববিজ্ঞানের প্রয়োগিক বিষয়ের সাথে সংশ্লিষ্ট হলো নয়নের-
i. ১ম ক্লাসের বিষয়
ii. ২য় ক্লাসের বিষয়
iii. ৩য় ক্লাসের বিষয় 
নিচের কোনটি সঠিক?

  ক) i ও ii

  খ) ii ও iii

  গ) i ও iii

  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)