৫. সালোকসংশ্লেষণের প্রয়োজনীয় উপকরণ – i. ক্লোরোফিল ii. কার্বন ডাইঅক্সাইড iii. হাইড্রোজেন নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬. সবাত শ্বসন প্রক্রিয়া কয়টি ধাপে সম্পন্ন হয়?
ক) ৩টি
খ) ৫টি
গ) ৪টি
ঘ) ৬টি
সঠিক উত্তর: (গ)
৭. শ্বসন প্রক্রিয়া জীবকোষের কোথায় সংঘটিত হয়?
ক) মাইটোকন্ড্রিয়াতে
খ) প্রোটোপ্লাজমে
গ) গলজিবস্তু
ঘ) কোষগহ্বর
সঠিক উত্তর: (ক)
৮. ক্রেবস চক্রের প্রথম পদার্থ হলো –
ক) ATP
খ) NAD
গ) সাইট্রিক এসিড
ঘ) অ্যাসিটাইল-কো
সঠিক উত্তর: (গ)
৯. জৈব যৌগ কোনটি?
ক) ATP
খ) NAD2
গ) NA2DP
ঘ) NADPH2
সঠিক উত্তর: (ক)
১০. স্থলজ সবুজ উদ্ভিদ – i. মূল দিয়ে পানি শোষণ করে ii. বায়ু থেকে CO2 গ্রহণ করে iii. পানিতে দ্রবীভূত CO2 গ্রহণ করে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১. শ্বসনিক বস্তু কোনটি?
ক) প্রোটিন
খ) পানি
গ) আলো
ঘ) তাপ
সঠিক উত্তর: (ক)
১২. বিষাক্ত পদার্থ কোনটি?
ক) নাইট্রোজেন
খ) ক্লোরোফরম
গ) অ্যামোনিয়া
ঘ) অক্সিজেন
সঠিক উত্তর: (খ)
১৩. কিটোএসিড ভেঙে উৎপন্ন পদার্থ হলো –
ক) রাইবুলোজ-১, ৫-ডাইফসফেট
খ) ৩-ফসফোগ্লিসারিক এসিড
গ) অক্সালো এসিড
ঘ) ড্রাই হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট
সঠিক উত্তর: (খ)
১৪. NADPH এর পূর্ণরূপ কী?
ক) অ্যাডেনিন ডাইফসফেট
খ) অ্যাডেনিন ট্রাইফসফেট
গ) নিকোটিনামাইড অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট
ঘ) নিকোটিমাইড অ্যাডিনিন ফসফেট
সঠিক উত্তর: (গ)
১৫. জীবনীশক্তি হল এমন একটি কৌশল যার মাধ্যমে জীব তার দেহে – i. শক্তি উৎপাদন করে ii. শক্তি ব্যবহার করে iii. শক্তি নির্গমন করে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬. পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত?
ক) ০.০৩%
খ) ০.০০৩%
গ) ০.৩০%
ঘ) ০.০০২%
সঠিক উত্তর: (ক)
১৭. সালোকসংশ্লেষণ ভালো হয় আলোক বর্ণালির – i. লাল আলোতে ii. নীল আলোতে iii. বেগুনি আলোতে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮. আলোর পরিমাণ বেড়ে গেলে পাতার কী ঘটে?
ক) এনজাইম নষ্ট হয়
খ) এনজাইম নতুন সৃষ্টি হয়
গ) পানি উৎপন্ন হয়
ঘ) তাপ উৎপন্ন হয়
সঠিক উত্তর: (ক)
১৯. ১ অণু NADH2 = ?
ক) ২ অণু ATP
খ) ২ অণু ATP
গ) ৪ অণু ATP
ঘ) ৫ অণু ATP
সঠিক উত্তর: (খ)
২০. সালোকসংশ্লেষণ ঘটে – i. এগারিকাস ii. শৈবাল iii. ফার্ন নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২১. পাতার কোন অংশে ক্লোরোপ্লাস্ট সবচেয়ে বেশি থাকে?
ক) স্পঞ্জি প্যারানকাইমা
খ) প্যালিসেড প্যারানকাইমা
গ) জাইলেম টিস্যু
ঘ) নিম্নত্বক
সঠিক উত্তর: (খ)
২২. শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক কোনটি?
ক) উৎসেচক
খ) আলো
গ) পানি
ঘ) তাপমাত্রা
সঠিক উত্তর: (ক)
২৩. জীবনী শক্তির ক্ষেত্রে বলা যায় – i. ATP ও ADP নামক জৈব যৌগে আবদ্ধ ii. সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে iii. বিজারণ পর্যায়ে শক্তি উৎপন্ন হয় নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪. সালোকসংশ্লেণের সময় ADP কী গ্রহণ করে?
ক) বিদ্যুৎ শক্তি
খ) আলোক শক্তি
গ) সৌর শক্তি
ঘ) তাপ শক্তি
সঠিক উত্তর: (গ)
২৫. C4 গতিপথের বৈশিষ্ট্য – i. ৪ কার্বন-বিশিষ্ট অক্সালো এসিটিক এসিড তৈরি হয় ii. ম্যালিক এসিড তৈরি করে iii. বান্ডনশীথ ক্লোরোপ্লাস্টে প্রবেশ করে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬. সালোকসংশ্লেষণে ব্যাঘাত ঘটে বাতাসে উপস্থিত – i. ক্লোরোফরমের জন্য ii. হাইড্রোজেন সালফাইডের জন্য iii. মিথেন বা কোনো বিষাক্ত গ্যাসের জন্য নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭. কোন বিভাজনের প্রয়োজনীয় শক্তি আসে কোন প্রক্রিয়া হতে?
ক) প্রস্বেদন
খ) অভিস্রবণ
গ) ব্যাপন
ঘ) শ্বসন
সঠিক উত্তর: (ঘ)
২৮. কুইনাইন কী?
ক) খাদ্য
খ) যানবাহন
গ) ঔষধ
ঘ) গ্যাস
সঠিক উত্তর: (গ)
২৯. নিচের কোনটি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ১ অণু গ্লুকোজ তৈরি করে?
ক) CO2 ও 6H2O
খ) CO2 ও 12H2O
গ) 6CO2 ও 6H2O
ঘ) 6CO2 ও 12H2O
সঠিক উত্তর: (ঘ)
৩০. জীবের শক্তি প্রয়োজন হতে পারে – i. জৈব সংশ্লেষণে ii. খাদ্য প্রস্তুত করতে iii. পরিবহন ও বিপাকীয় কাজে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩১. ক্লোরোফিল আলোক রশ্মি থেকে কী শোষণ করে?
ক) প্রোটন
খ) নিউট্রন
গ) ফোটন
ঘ) পজিট্রন
সঠিক উত্তর: (গ)
৩২. উদ্ভিদ কোষের কোনটি শ্বসনের প্রধান অঙ্গ?
ক) নিউক্লিয়াস
খ) মাইটোকন্ড্রিয়া
গ) রাইসোবোম
ঘ) সাইটোপ্লাজম
সঠিক উত্তর: (খ)
৩৩. উদ্ভিদ প্রধানত কিসের সাহায্যে CO2 শোষণ করে?
ক) কিউটিকল
খ) লেন্টিসেল
গ) গলজিবস্তু
ঘ) স্ট্যোমাটা
সঠিক উত্তর: (ঘ)
৩৪. সবাত শ্বসনে উৎপন্ন হয় – i. CO2 ii. H2O iii. শক্তি নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার পটাসিয়ামের ভূমিকা – i. পটাসিয়ামের অভাবে সালোকসংশ্লেষণের পরিমাণ কমে যায় ii. এ প্রক্রিয়ায় পটাসিয়াম অনুঘটক হিসাবে কাজ করে iii. পাতার সংখ্যা বেশি হলে পটাসিয়াম কাজ করে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৬. শ্বসনের সময় জীবদেহে বর্তমান স্থৈতিক শক্তি কীরূপে উদ্ভূত হয়?
ক) তাপরূপে
খ) আলোরূপে
গ) বিদ্যুৎরূপে
ঘ) পানিরূপে
সঠিক উত্তর: (ক)
৩৭. এক অণু গ্লুকোজ তৈরি হওয়ার সময় ক্যালভিন চক্র কত বার ঘুরে?
ক) ৩ বার
খ) ২ বার
গ) ৬ বার
ঘ) ৫ বার
সঠিক উত্তর: (গ)
৩৮. ক্যালভিন ও ব্যাশাম কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?
ক) ক্যামব্রিজ
খ) অক্সফোর্ড
গ) ক্যালিফোর্নিয়া
ঘ) নিউক্যাসেল
সঠিক উত্তর: (গ)
৩৯. বিজ্ঞানী ব্লাকম্যান কোন দেশের নাগরিক ছিলেন?
ক) সুইডেন
খ) ইংল্যান্ড
গ) আমেরিকা
ঘ) হল্যান্ড
সঠিক উত্তর: (খ)
৪০. মুক্ত শক্তির বাহক কোনটি?
ক) NAD
খ) NAOP
গ) ATP
ঘ) NADPH
সঠিক উত্তর: (গ)
৪১. মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয় – i. গ্লাইকোলাইসিস ii. ক্রেবস চক্র iii. ইলেকট্রন প্রবাহতন্ত্র নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪২. ক্রেবস চক্র কত সালে আবিষ্কার হয়?
ক) ১৯৩৭ সালে
খ) ১৯৩৫ সালে
গ) ১৯৪০ সালে
ঘ) ১৯৩০ সালে
সঠিক উত্তর: (ক)
৪৩. জারণ বিজারণ প্রক্রিয়ায় কি ঘটে?
ক) H2O জারিত ও CO2 বিজারিত
খ) CO2 জারিত ও H2O বিজারিত
গ) H2O বিজারিত ও CO2 বিজারিত
ঘ) CO2 জারিত ও H2O জারিত
সঠিক উত্তর: (ক)
৪৪. জীবের জীবন ধারণ বলতে বুঝায় – i. চলন ii. বৃদ্ধি iii. জনন নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৫. পাতার সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান কোনটি?
ক) জাইলেম টিস্যু
খ) মেসোফিল টিস্যু
গ) ফ্লোয়েম টিস্যু
ঘ) ক্ষরণকারী টিস্যু
সঠিক উত্তর: (খ)
৪৬. সালোকসংশ্লেষণের প্রভাবসমূহ কত প্রকার?
ক) ২ প্রকার
খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার
ঘ) ৫ প্রকার
সঠিক উত্তর: (ক)
৪৭. জীবকর্তৃক তার দেহে শক্তির উৎপাদন ও ব্যবহারের মৌলিক কৌশলকে কী বলে?
ক) জৈব শক্তি
খ) জীবনীশক্তি
গ) শ্বসন
ঘ) স্থিতি শক্তি
সঠিক উত্তর: (খ)
৪৮. আখ কী ধরনের উদ্ভিদ?
ক) C2 উদ্ভিদ
খ) C3 উদ্ভিদ
গ) C4 উদ্ভিদ
ঘ) C5 উদ্ভিদ
সঠিক উত্তর: (গ)
৪৯. ঈস্টের কোন প্রক্রিয়ার ফলে রুটি ফাঁপা হয়?
ক) সালোকসংশ্লেষণ
খ) ব্যাপন
গ) সবাত শ্বসন
ঘ) অবাত শ্বসন
সঠিক উত্তর: (ঘ)
৫০. ক্যালভিন চক্রে অস্থায়ী কী তৈরি হয়?
ক) অ্যামাইনো এসিড
খ) কিটোএসিড
গ) এসিটিক এসিড
ঘ) ফসফোরিক এসিড
সঠিক উত্তর: (খ)
৫১. সালোকসংশ্লেষণে কোন শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়?
ক) তাপ শক্তি
খ) আলোক শক্তি
গ) যান্ত্রিক শকিত
ঘ) রাসায়নিক শক্তি
সঠিক উত্তর: (খ)
৫২. উদ্ভিদের কোন অংশে শ্বসন হার বেশি?
ক) অঙ্কুরিত বীজে
খ) শাখা-প্রশাখায়
গ) পাতায়
ঘ) কান্ডে
সঠিক উত্তর: (ক)
৫৩. অবাত শ্বসনের ধাপ দুটি কোথায় সংঘটিত হয়?
ক) সাইটোপ্লাজমে
খ) মাইটোকন্ড্রিয়ায়
গ) কোষগহ্বরে
ঘ) রাইবোসোমে
সঠিক উত্তর: (ক)
৫৪. GTP এর পূর্ণরূপ কী?
ক) Guanosine Monophosphate
খ) Adenosine Triphosphote
গ) Guanosine Triphosphate
ঘ) Guanosine Diphosphate
সঠিক উত্তর: (গ)
৫৫. রুটির ভিতরের ফাঁপার জন্য দায়ী কোনটি?
ক) N2
খ) CO2
গ) O2
ঘ) CH4
সঠিক উত্তর: (খ)
৫৬. সালোকসংশ্লেষণ কিসের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করেছে?
ক) শ্বসন ও জীবনের
খ) জীবন ও খাদ্যের
গ) সূর্যালোক ও জীবনের
ঘ) উদ্ভিদ ও প্রাণীর
সঠিক উত্তর: (গ)
৫৭. সালোকসংশ্লেষণ পরীক্ষার প্রয়োজনীয় উপকরণ – i. পাতাবাহার উদ্ভিদ ii. ৯৫% ইথাইল অ্যালকোহল iii. ১% আয়োডিন দ্রবণ নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৮. অবাত শ্বসন প্রক্রিয়ায় – i. ইথাইল অ্যালকোহল তৈরি ii. রুটি তৈরি হয় iii. ঈস্ট, ব্যাকটেরিয়ার শ্বসন ঘটে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৯. কীসের সাথে বিক্রিয়া করে শ্বেতসার নীল বর্ণ ধারণ করে?
ক) অক্সিজেন
খ) কার্বন ডাই-অক্সাইড
গ) আয়োডিন
ঘ) লোহা
সঠিক উত্তর: (গ)
৬০. শ্বসন প্রক্রিয়ায় কয় অণু পানি উৎপন্ন হয়?
ক) ২ অণু
খ) ৪ অণু
গ) ৫ অণু
ঘ) ৬ অণু
সঠিক উত্তর: (ঘ)
৬১. নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে কে?
ক) মানুষ
খ) ছত্রাক
গ) ঘোড়া
ঘ) সবুজ উদ্ভিদ
সঠিক উত্তর: (ঘ)
৬২. C4 গতিপথ আবিষ্কার করেন কে বা কারা?
ক) ক্যালভিন ও বেনসন
খ) ব্ল্যাকম্যান
গ) ক্রেসব
ঘ) হ্যাচ ও স্ল্যাক
সঠিক উত্তর: (ঘ)
৬৩. ৫-কার্বন বিশিষ্ট যোগ কোনটি?
ক) কিটোএসিড
খ) রাইবুলোজ-১, ৫-ডাইফসফেট
গ) ৩-ফসফোগ্লিসারিক এসিড
ঘ) অক্সালো এসিটিক এসিড
সঠিক উত্তর: (খ)
৬৪. শ্বসনের সময় অ্যাসিটাইল কো-এ কোথায় তৈরি হয়?
ক) সাইটোপ্লাজমে
খ) নিউক্লিয়াসে
গ) রাইবোসোমে
ঘ) মাইটোকন্ড্রিয়ায়
সঠিক উত্তর: (ঘ)
৬৫. পাইরুভিক এসিড কয় কার্বনবিশিষ্ট?
ক) 2
খ) 3
গ) 4
ঘ) 5
সঠিক উত্তর: (গ)
৬৬. কোন ধরনের পাতায় সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ ঘটে?
ক) শুকনা পাতা
খ) একেবারে কচিপাতা
গ) মধ্যবয়সী পাতা
ঘ) একেবারে বয়স্ক পাতা
সঠিক উত্তর: (গ)
৬৭. সালোকসংশ্লেষণের ইংরেজি নাম কী?
ক) Photosynthesis
খ) Photophosphoylation
গ) Photolight system
ঘ) Photo phosphate
সঠিক উত্তর: (ক)
৬৮. পাতায় শ্বেতসারের উপস্থিতির জন্য তুমি কী ব্যবহার করবে?
ক) ক্লোরিন
খ) আয়োডিন
গ) ম্যাংগানিজ
ঘ) ক্যালসিয়াম
সঠিক উত্তর: (খ)
৬৯. অবাতশ্বসন দেখা যায় – i. ব্যাকটেরিয়াতে ii. ঈস্টে iii. আমগাছে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭০. যে সকল জৈব যৌগ উচ্চশক্তি ধারণ করে তারা – i. ATP, GTP, NAD ইত্যাদি ii. বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে iii. বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তি যোগায় নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭১. কোন তাপমাত্রায় সালোকসংশ্লেষণ বন্ধ হয়ে যায়?
ক) ৩০০ C
খ) ২৫০ C
গ) ১৭০ C
ঘ) ৫০০ C
সঠিক উত্তর: (ঘ)
৭২. নির্বাচিত পাতাটি সালোকসংশ্লেষণের জন্য সূর্যালোকের প্রয়োজন –
ক) ৩-৬ ঘন্টা
খ) ২-৩ ঘন্টা
গ) ৫-৬ ঘন্টা
ঘ) ৬-৭ ঘন্টা
সঠিক উত্তর: (গ)
৭৩. আলোক পর্যায়ের বিক্রিয়াগুলো সংঘটিত হয় –
ক) সাইটোপ্লাজমে
খ) কোষঝিল্লিতে
গ) থাইলাকয়েড মেমব্রেন-এ
ঘ) স্ট্রোমাতে
সঠিক উত্তর: (গ)
৭৪. ক্যালভিন কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
ক) ১৮৬১
খ) ১৮৬২
গ) ১৯৬১
ঘ) ১৯৬২
সঠিক উত্তর: (গ)
৭৫. AMP এর পূর্ণরূপ কোনটি?
ক) Adenosine Monophosphate
খ) Adenosire diphosphate
গ) Adenosine Triphosphate
ঘ) Adenosine Lexaphosphate
সঠিক উত্তর: (গ)
৭৬. বাহ্যিক প্রভাবক কোনটি?
ক) শর্করা
খ) এনজাইম
গ) পাতার সংখ্যা
ঘ) অক্সিজেন
সঠিক উত্তর: (ঘ)
৭৭. গ্লাইকোলাইসিস এর শেষে জমা হয় –
ক) দুটি ATP ও একটি NADH+H+
খ) দুটি ATP ও দ NADH+H+
গ) চারটি ATP ও NADH+H+
ঘ) একটি ATP ও একটি NADH+H+
সঠিক উত্তর: (খ)
৭৮. দুধ থেকে দধি তৈরি নিচের কোনটির ফল?
ক) সালোকসংশ্লেষণ
খ) সবাত শ্বসন
গ) অবাত শ্বসন
ঘ) অক্সিডেটিভ ফসফোরাইলেশন
সঠিক উত্তর: (গ)
৭৯. উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চল হলো – i. ফুল ও পাতার কুঁড়ি ii. অঙ্কুরিত বীজ iii. মূল ও কান্ডের অগ্রভাগ নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮০. সালোকসংশ্লেষণ বন্ধ হওয়ার জন্য দায়ী কোনটি?
ক) নাইট্রোজেন
খ) ম্যাগনেসিয়াম
গ) মিথেন
ঘ) লোহা
সঠিক উত্তর: (গ)
৮১. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় CO2 বিজারণের প্রয়োজনীয় H+ আসে –
ক) গ্লুকোজ
খ) পানি
গ) আলো
ঘ) ক্লোরোফিল
সঠিক উত্তর: (খ)
৮২. গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের কোথায় ঘটে?
ক) মাইটোকন্ড্রিয়ায়
খ) সাইটোপ্লাজমে
গ) লিপিড
ঘ) কোষহ্বরে
সঠিক উত্তর: (খ)
৮৩. প্রথম স্থায়ী পদার্থ হিসেবে ৩-ফসফোগ্লিসারিক এসিড তৈরি হয় – i. ক্যালভিন ব্ল্যাকম্যান চক্রে ii. C3 চক্রে iii. ক্যালভিন বেনসন চক্রে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৮৪. অক্সিজেনবিহীন পরিবেশে সালোকসংশ্লেষণের হার কীরূপ?
ক) বৃদ্ধি পায়
খ) হ্রাস পায়
গ) সম্পূর্ণ বন্ধ হয়ে যায়
ঘ) অপরিবর্তিত থাকে
সঠিক উত্তর: (গ)
৮৫. কোন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন পড়ে না?
ক) ক্রেবসচক্র
খ) অ্যাসিটাইল-কো
গ) ইলেকট্রন প্রবাহতন্ত্র
ঘ) গ্লাইকোলাইসিস
সঠিক উত্তর: (ঘ)
৮৬. অন্ধকার পর্যায়ে ঘটে – i. কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয় ii. আলোর প্রয়োজন পড়ে iii. ATP ও NADPH2 প্রয়োজন নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৮৭. পাতা হলুদ হয় কোনটির অভাবে?
ক) আয়রন
খ) পটাসিয়াম
গ) ফসফরাস
ঘ) সালফার
সঠিক উত্তর: (ক)
৮৮. বায়ুর ক্ষেত্রে প্রযোজ্য – i. ২০.৯৫ ভাগ O2 ii. ০.০০৩ ভাগ CO2 iii. ০.০৩৩ ভাগ CO2 নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৮৯. ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় কী তৈরি হয়?
ক) ATP
খ) ADP
গ) GTP
ঘ) NAD
সঠিক উত্তর: (ক)
৯০. সালোকসংশ্লেষণ ভালো হয় কোন আলোতে? i. লাল ii. সবুজ iii. নীল নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৯১. C3 উদ্ভিদে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া আবিষ্কার করেন – i. ওয়াটসন ii. ব্যাশাম iii. ক্যালভিন নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৯২. সালোকসংশ্লেষণে উপজাত দ্রব্য হলো – i. অক্সিজেন ii. পানি iii. কার্বন ডাই অক্সাইড নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৯৩. সালোকসংশ্লেষণ পরীক্ষার জন্য নিচের কোন দ্রবণটি প্রয়োজন হয়?
ক) ক্লোরিন দ্রবণ
খ) সোডিয়াম দ্রবণ
গ) আয়োডিন দ্রবণ
ঘ) পটাসিয়াম দ্রবণ
সঠিক উত্তর: (গ)
৯৪. শর্করা তৈরির প্রয়োজনীয় উৎস হলো –
ক) বাতাস
খ) আলো
গ) নদী
ঘ) অক্সিজেন
সঠিক উত্তর: (খ)
৯৫. সালোকসংশ্লেষণ হ্রাস পায় কোন ক্ষেত্রে?
ক) কোষে খুব বেশি ক্লোরোফিল থাকলে
খ) কোষে কম পরিমাণে ক্লোরোফিল থাকলে
গ) এনজাইমের অভাব দেখা দিলে
ঘ) ভিটামিনের অভাব দেখা দিলে
সঠিক উত্তর: (ক)
৯৬. ATP এর তৃতীয় ফসফেট বন্ধনীতে কত ক্যালরি সৌরশক্তি আবদ্ধ হয়?
ক) ৭৪০০ cal
খ) ৭১০০ cal
গ) ৭২০০ cal
ঘ) ৭৩০০ cal
সঠিক উত্তর: (ঘ)
৯৭. পানি ও CO2 থেকে শর্করা তৈরির জন্য প্রয়োজনীয় শক্তির উৎস কোনটি?
ক) খনিজ লবণ
খ) আলো
গ) ক্লোরোফিল
ঘ) বায়ু
সঠিক উত্তর: (খ)
৯৮. ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে – i. ATP সৃষ্টিতে ii. CO2 সৃষ্টিতে iii. NADPH+H+ সৃষ্টিতে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৯৯. ফাইটোলাইসিসের ক্ষেত্রে বলা যায় – i. পানি বিয়োজিত হয় ii. হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন হয় iii. গ্যাস বিনিময় ঘটে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০০. ATP, NADPH2 ও O2 তৈরি হয় কখন?
ক) অন্ধকার পর্যায়
খ) আলোক পর্যায়
গ) অচক্রিয় ফটোফসফোরাইলেশন
ঘ) চক্রীয় ফটোফসফোরাইলেশন
সঠিক উত্তর: (খ)
১০১. ADP ক্লোরোফিল ও সৌরশক্তির উপস্থিতিতে কী উৎপন্ন করে?
ক) GTP
খ) NAD
গ) FADH2
ঘ) ATP
সঠিক উত্তর: (ঘ)
১০২. অ্যাসিটাইল CO-A জারিত হওয়ার পর্যায়টি কে আবিষ্কার করেন?
ক) ক্রেবস
খ) হ্যাচ ও স্ল্যাক
গ) ব্ল্যাকম্যান
ঘ) ক্যালভিন
সঠিক উত্তর: (ক)
১০৩. সূর্যালোক ও ক্লোরোফিল সহায়তায় পানি বিয়োজিত হয়ে কী উৎপন্ন করে?
ক) ইলেকট্রন
খ) প্রোটন
গ) নিউট্রন
ঘ) পজিট্রন
সঠিক উত্তর: (ক)
১০৪. জৈব যৌগে আবদ্ধ থাকে – i. ATP ii. NTP iii. NADPH নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০৫. C4 উদ্ভিদের তুলনায় C3 উদ্ভিদে – i. সালোকসংশ্লেষণের হার কম ii. শ্বসনের হার কম iii. উৎপাদন ক্ষমতা কত নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১০৬. উদ্ভিদের বাহ্যিক প্রভাবক কোনটি?
ক) ক্লোরোফিল
খ) এনজাইম
গ) খনিজ পদার্থ
ঘ) হাইড্রোজেন
সঠিক উত্তর: (গ)
১০৭. শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু ATP তৈরি হয়?
ক) ৪
খ) ৬
গ) ৮
ঘ) ১৮
সঠিক উত্তর: (খ)
১০৮. উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক প্রক্রিয়া কোনটি?
ক) অবাত শ্বসন
খ) সবাত শ্বসন
গ) সালোকসংশ্লেষণ
ঘ) রেচন
সঠিক উত্তর: (খ)
১০৯. জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে i. সকল উদ্ভিদের খাদ্য প্রস্তুত হয় ii. সকল প্রাণীর খাদ্য প্রস্তুত হয় iii. O2 ও CO2 এর সঠিক অনুপাত বজায় থাকে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১০. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় হাইড্রোজেন আয়ন কোনটি থেকে আসে?
ক) অক্সিজেন
খ) কার্বন ডাইঅক্সাইড
গ) পানি
ঘ) খনিজ লবণ
সঠিক উত্তর: (গ)
১১১. পত্রঝরা উদ্ভিদে শীতকালে পাতা ঝরে যায়। এ গাছগুলো বেঁচে থাকার জন্য ব্যবহার করে i. সূর্যের আলো ii. মাটির পুষ্টি iii. সঞ্চিত খাবার নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১২. আত্তীকরণ শক্তি বলা হয় – i. ATP ii. FADPH2 iii. NADPH2 নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১৩. C6H12O6 C2H5OH+2CO2+ শক্তি (ATP) বিক্রিয়ার ক্ষেত্রে – i. অবাত শ্বসনে ঘটে ii. 2CO2 ও 56k cal/mol শক্তি উৎপন্ন করে iii. সবাত শ্বসনে ঘটে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১৪. তুমি অধিক পরিমাণে পরিশ্রম করলে দ্রুত ক্লান্তি দূর করতে গ্রহণ করবে – i. শর্করা জাতীয় খাদ্য ii. প্রোটিন জাতীয় খাদ্য iii. ফ্যাট জাতীয় খাদ্য নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১৫. বাতাসে অক্সিজেনের হার বেড়ে গেলে সালোকসংশ্লেষণের হার –
ক) বেড়ে যায়
খ) কমে যায়
গ) সম্পূর্ণ বন্ধ হয়ে যায়
ঘ) অপরিবর্তিত থাকে
সঠিক উত্তর: (গ)
১১৬. ক্লোরোফিলের প্রধান উপকরণ কোনটি?
ক) অক্সিজেন
খ) নাইট্রোজেন
গ) ফসফরাস
ঘ) আয়রন
সঠিক উত্তর: (খ)
১১৭. ফার্মেন্টেশনের মাধ্যমে – i. দধি তৈরি হয় ii. রুটি ফাঁপা হয় iii. পনির তৈরি হয় নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১৮. কত সালে C4 গতিপথ আবিষ্কৃত হয়?
ক) ১৯৯৫ সালে
খ) ১৯৭১ সালে
গ) ১৯৬৯ সালে
ঘ) ১৯৬৬ সালে
সঠিক উত্তর: (ঘ)
১১৯. তুমি দুর্বাঘাসকে ইট দিয়ে ঢেকে দিলে, কিছুদিন পর লক্ষ করলে সেগুলো হলুদ বা সাদা হয়ে গেছে। এর কারণ হলো – i. সূর্যালোকের অনুপস্থিতি ii. বায়ুর অনুপস্থিতি iii. পানির অনুপস্থিতি নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২০. কোন উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার বেশি?
ক) জলজ উদ্বিধ
খ) স্থলজ উদ্ভিদ
গ) মরুজ উদ্ভিদ
ঘ) লবণাক্ত উদ্ভিদ
সঠিক উত্তর: (ক)
১২১. সালোকসংশ্লেষণ কম হয় কোন আলোতে?
ক) লাল
খ) নীল
গ) কমলা
ঘ) সবুজ
সঠিক উত্তর: (ঘ)
১২২. ক্যালভিন চক্রের ক্ষেত্রে প্রযোজ্য – i. বায়ুমন্ডলের কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্রের মধ্য দিয়ে প্রবেশ করে ii. রাইবোলোজ ১,৫ ডাইফসফেট তৈরি হয় iii. অধিকাংশ উদ্ভিদে এ প্রক্রিযায় শর্করা তৈরি হয় নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ)
সঠিক উত্তর: (ঘ)
১২৩. ক্রেবস চক্র উৎপন্ন হয় – i. তিন অণু NADH2 ii. এক অণু FADH2 iii. এক অণু GTP নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৪. সবাত ও অবাত শ্বসন প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি?
ক) ক্রেবস চক্র
খ) অ্যাসিটাইল কোএ
গ) গ্লাইকোলাসিস
ঘ) ইলেকট্রন প্রবাহতন্ত্র
সঠিক উত্তর: (গ)
১২৫. ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় তৈরি হয়? i. ATP ii. FADPH2 iii. NADPH2 নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২৬. সবাত শ্বসন প্রক্রিয়ায় কত অণু CO2 উৎপন্ন হয়?
ক) ২ অণু
খ) ৪ মণু
গ) ৬ অণু
ঘ) ৮ অণু
সঠিক উত্তর: (গ)
১২৭. সালোকসংশ্লেষণের সময় ADP সৌরশক্তি গ্রহণ করে ADP তে পরিণত হওয়াকে কী বলে?
১২৯. যে সমস্ত উদ্ভিদে C4 ঘটে – i. মুথা ঘাস ii. অ্যামারান্থাস iii. আম গাছ নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩০. সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য শক্তি ব্যবহার করে?
ক) অভিস্রবণ প্রক্রিয়া
খ) রেচন প্রক্রিয়া
গ) বিপাক প্রক্রিয়া
ঘ) শ্বসন প্রক্রিয়া
সঠিক উত্তর: (গ)
১৩১. ল্যাকটিড এসিড ফার্মেন্টেশনের মাধ্যমে কোন প্রক্রিয়ায় দই পনির উৎপাদিত হয়?
ক) শ্বসন
খ) সালোকসংশ্লেষণ
গ) ব্যাপন
ঘ) প্রস্বেদন
সঠিক উত্তর: (ক)
১৩২. ঘাস জাতীয় উদ্ভিদে পরিচালিত হয় – i. ক্যালভিন চক্র ii. হ্যাচ ও স্ল্যাক চক্র iii. C4 গতিপথ নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৩৩. বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ১% বৃদ্ধি পেলে –
ক) সালোকসংশ্লেষণের পরিমাণ হ্রাস পায়
খ) সালোকসংশ্লেষণের পরিমাণ বৃদ্ধি পায়
গ) সালোকসংশ্লেষণ প্রক্রিয়া একেবারে বন্ধ হয়ে যায়
ঘ) শ্বসন প্রক্রিয়া বন্ধ থাকে
সঠিক উত্তর: (খ)
১৩৪. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সৃষ্ট অক্সিজেনের উৎস সম্পর্কে বলা যায় – i. জারণ-বিজারণ বিক্রিয়া ii. আলোক পর্যায় iii. ভ্যান নীল বিক্রিয়া নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩৫. স্যার হেনস ক্রেবস কোন দেশের প্রাণ রসায়নবিদ?
ক) ইংল্যান্ড
খ) আমেরিকা
গ) ফ্রান্স
ঘ) জার্মানী
সঠিক উত্তর: (ক)
১৩৬. Biochemical এর বাংলা নাম কী?
ক) জীব রসায়ন
খ) জৈব রাসায়নিক
গ) জৈব রসায়ন
ঘ) জীব রাসায়নিক
সঠিক উত্তর: (খ)
১৩৭. কোন প্রক্রিয়ায় প্রস্তুতকৃত দ্রব্য বিপাকীয় ক্রিয়া শেষে উদ্ভিদের ফল, মূল, কান্ড ও পাতায় সঞ্চিত হয়?
ক) শ্বসন
খ) সালোকসংশ্লেষণ
গ) প্রস্বেদন
ঘ) অভিস্রবন
সঠিক উত্তর: (খ)
১৩৮. সবাত শ্বসনের চতুর্থ ধাপ কোনটি?
ক) অ্যাসিটাইল-কো
খ) ক্রেবসচক্র
গ) ইলেকট্রন প্রবাহতন্ত্র
ঘ) গ্লাইকোলাইসিস
সঠিক উত্তর: (গ)
১৩৯. জীবনীশক্তি কোনটি?
ক) NADPH
খ) ATP
গ) NA2DP
ঘ) PND
সঠিক উত্তর: (ক)
১৪০. সালোকসংশ্লেষণে আলোর ভূমিকা – i. প্রয়োজনীয় শক্তির উৎস আলো ii. সবুজ ও হলুদ আলোতে সালোকসংশ্লেষণ ভাল হয় iii. লাল, নীল ও কমলা আলোতে সালোকসংশ্লেষণ ভাল হয় নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৪১. ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় – i. ATP ভেঙ্গে ADP তৈরি হয় ii. ADP, ATP তে পরিণত হয় iii. ADP সৌরশক্তি গ্রহণ করে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৪২. উদ্ভিদ থেকে পাওয়া যায় – i. অন্ন, বস্ত্র ii. শিল্পসামগ্রী, ঔষধ iii. জ্বালানি কয়লা, পেট্রোল নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪৩. সবুজ পাতা আয়োডিন দ্রবণে কী বর্ণ ধারণ করে?
ক) লাল
খ) নীল
গ) হলুদ
ঘ) গোলাপী
সঠিক উত্তর: (খ)
১৪৪. সবুজ উদ্ভিদে কার্বন বিজারণের গতি পথ হলো – i. ক্যালভিন চক্র ii. হ্যাচ ও স্ল্যাক চক্র iii. ফ্রেসুলেসিয়ান এসিড বিপাক নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪৫. শ্বসনের বাহ্যিক প্রভাবক –
ক) তাপমাত্রা
খ) খাদ্যদ্রব্য
গ) কোষের বয়স
ঘ) অজৈব লবণ
সঠিক উত্তর: (ক)
১৪৬. কোন কোষে শ্বসন হার বেশি হয়?
ক) অল্পবয়স্ক কোষে
খ) মধ্যবয়স্ক কোষে
গ) বৃদ্ধ কোষে
ঘ) মৃত কোষে
সঠিক উত্তর: (ক)
১৪৭. ক্রেসুলিয়াম এসিড বিপাকের ক্ষেত্রে বলা যায় – i. CO2 আত্মীকরণের সময়ে অম্লতার সৃষ্টি করে ii. C4 এসিড উৎপন্ন করে iii. এসব উদ্ভিদের পত্ররন্ধ্র রাতে খোলা থাকে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪৮. অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন হয় তাতে – i. শ্বসনিক বস্তুর আংশিক জারণ হয় ii. ল্যাকটিক এসিড উৎপন্ন হয় iii. বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৪৯. সালোকসংশ্লেষণ ভালো হয় – i. লাল ও নীল আলোতে ii. কমলা ও বেগুনী আলোতে iii. সবুজ ও হলুদ আলোতে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫০. বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত?
ক) ০.০৩%
খ) ২০.৯৫%
গ) ৭৫.৮%
ঘ) ৩৩.০%
সঠিক উত্তর: (খ)
১৫১. অবাত শ্বসন কোন জীবে ঘটে?
ক) ভাইরাস
খ) ব্যাকটেরিয়া
গ) ছত্রাক
ঘ) ভিরয়েডস
সঠিক উত্তর: (খ)
১৫২. সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় সৌরশক্তিকে কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে?
ক) শ্বসন প্রক্রিয়া
খ) সালোকসংশ্লেষণ প্রক্রিয়া
গ) রেচন প্রক্রিয়া
ঘ) অভিস্রবণ প্রক্রিয়া
সঠিক উত্তর: (খ)
১৫৩. স্যার হ্যানস ক্রেবস – i. প্রাণ রসায়নবিদ ii. অণুজীববিদ iii. ইংরেজ বিজ্ঞানী নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৫৪. সবাত শ্বসন প্রক্রিয়ায় কত কিলোক্যালরি শক্তি উৎপন্ন হয়?
ক) ৫৬
খ) ৫৬৬
গ) ৬৮৮
ঘ) ৭৬৬
সঠিক উত্তর: (গ)
১৫৫. উদ্ভিদ কোষে খুব বেশি পরিমাণ ক্লোরোফিল থাকলে কী ঘটে?
ক) সালোকসংশ্লেষণ বৃদ্ধি পায়
খ) সালোকসংশ্লেষণ হ্রাস পায়
গ) শ্বসন বৃদ্ধি পায়
ঘ) শ্বসন হ্রাস পায়
সঠিক উত্তর: (ক)
১৫৬. সালোকসংশ্লেষণ প্রক্রিযায় উদ্ভিদ শতকরা কত ভাগ পর্যন্ত CO2 ব্যবহার করতে পারে?
ক) এক ভাগ
খ) দুই ভাগ
গ) তিন ভাগ
ঘ) চার ভাগ
সঠিক উত্তর: (ক)
১৫৭. শ্বসনের ক্ষেত্রে EMP বলা হয় কোনটিকে?
ক) গ্লাইকোলাইসিস
খ) ক্রেবসচক্র
গ) অ্যাসিটাইল-কো
ঘ) ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম
সঠিক উত্তর: (ক)
১৫৮. কত তাপমাত্রায় শ্বসনিক ক্রিয়া ভালভাবে চলে?
ক) ২২-৩৫০ সে.
খ) ৪০-৬০০ সে.
গ) ২০-৪৫০ সে.
ঘ) ৩৩-৩৫০ সে.
সঠিক উত্তর: (গ)
১৫৯. পাউরুটি তৈরিতে কী ব্যবহার করা হয়?
ক) ব্যাকটেরিয়া
খ) ঈস্ট
গ) প্রোটোজোয়া
ঘ) ছত্রাক
সঠিক উত্তর: (খ)
১৬০. সবাত ও অবাত শ্বসনের প্রথম পর্যায় কোনটি?
ক) অ্যাসিটাইল কো-এনজাইম
খ) ক্রেবস চক্র
গ) ইলেকট্রন প্রবাহ
ঘ) গ্লাইকোলাইসিস প্রক্রিয়া
সঠিক উত্তর: (ঘ)
১৬১. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহলের পরিমাণ –
ক) ৯৫%
খ) ৭৫%
গ) ৮৫%
ঘ) ৫৫%
সঠিক উত্তর: (ক)
১৬২. নিকোটিনামাইড অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট বলা হয় কোনটিকে?
ক) ANDPH2
খ) ADP
গ) FADH2
ঘ) ATP
সঠিক উত্তর: (ক)
১৬৩. উদ্ভিদের শ্বসন প্রক্রিয়ায় শ্বসনিক বস্তু হলো – i. ইথানয়িক এসিড ii. শর্করা জাতীয় খাদ্য iii. খনিজ লবণ নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৬৪. C4 গতিপথে ম্যালিত এসিড কোথায় প্রবেশ করে?
ক) ক্লোরোপ্লাস্টে
খ) ক্রোমোপ্লাস্টে
গ) লিউকোপ্লাস্টে
ঘ) গলজি বস্তুতে
সঠিক উত্তর: (ক)
১৬৫. দুধ হতে দই তৈরি করতে তুমি ব্যবহার করবে – i. ঈস্ট ii. প্রোটোজোয়া iii. পুরাতন দই নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৬৬. যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে হয় তাকে কী বলে?
ক) সবাত শ্বসন
খ) অবাত শ্বসন
গ) ব্যাপন
ঘ) অভিস্রবণ
সঠিক উত্তর: (খ)
১৬৭. কার্বন-বিজারণ পর্যায়ে জীবনীশক্তি সঞ্চিত হয় – i. জৈব যৌগের অণুতে ii. অজৈব যৌগের অণুতে iii. শর্করার অণুতে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৬৮. গবেষণাগারে রাতের বেলায় উদ্ভিদের সালোকসংশ্লেষণের জন্য ব্যবহৃত হয় i. টিউব লাইট ii. ডিম লাইট iii. সঞ্চিত খাবার নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৯. সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিযোজিত হয়ে উৎপন্ন হয় i. অক্সিজেন ii. হাইড্রোজেন iii. ইলেকট্রন নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭০. শক্তির মূল উৎস কী?
ক) আলো
খ) সূর্য
গ) বিদ্যুৎ
ঘ) তাপ
সঠিক উত্তর: (খ)
১৭১. C4 চক্র পরিচালিত হয় কোন উদ্ভিদে?
ক) মুথা ঘাস
খ) আম গাছ
গ) জাম গাছ
ঘ) সাইকাস
সঠিক উত্তর: (ক)
১৭২. কোষে ক্লোরোফিল বেশি পরিমাণে থাকলে কী ঘটে?
ক) এনজাইমের অভাব
খ) এনজাইমের আধিক্য
গ) ভিটামিনের অভাব
ঘ) ভিটামিনের আধিক্য
সঠিক উত্তর: (ক)
১৭৩. শ্বসনের সময় জীবদেহে বর্তমান স্থৈতিক শক্তি থেকে উদ্ভূত হয় কোনটি?
ক) তাপশক্তি
খ) শব্দশক্তি
গ) আলোকশক্তি
ঘ) বিভবশক্তি
সঠিক উত্তর: (ক)
১৭৪. ATP এর পূর্ণ রূপ হলো –
ক) Adenosine Monophosphate
খ) Adenosire diphosphate
গ) Adenosine Triphosphate
ঘ) Adenosine Lexaphosphate
সঠিক উত্তর: (ক)
১৭৫. শ্বসন ক্রিয়ার হার মন্থর কোথায়?
ক) ফুল ও পাতার কুড়িতে
খ) অঙ্কুরিত বীজে
গ) মূল ও কান্ডে
ঘ) মূলত ও কান্ডের অগ্রভাগে
সঠিক উত্তর: (গ)
১৭৬. ATP ও NADPH + H+ কে কী বলা হয়?
ক) আত্মীকরণ শক্তি
খ) শক্তি মুদ্রা
গ) রূপান্তরিত মুদ্রা
ঘ) বিকেন্দ্রীকরণ শক্তি
সঠিক উত্তর: (ক)
১৭৭. সাধারণ তাপমাত্রায় জীবদেহের প্রতিটি কোষে শুধু দিনে চলে কোন প্রক্রিয়া?
ক) সালোকসংশ্লেষণ
খ) শ্বসন
গ) প্রস্বেদন
ঘ) অভিস্রবণ
সঠিক উত্তর: (ক)
১৭৮. পত্ররন্ধ্রের মাধ্যমে সবুজ উদ্ভিদ বায়ু থেকে কী গ্রহণ করে?
ক) O2
খ) CO2
গ) H2
ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (খ)
১৭৯. সূর্যালোকের প্রভাবে i. ক্যালভিন চক্র পরিচালিত হয় ii. ক্লোরোফিল সৃষ্টি ত্বরান্বিত হয় iii. পত্ররন্ধ্র উন্মুক্ত হয় নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮০. উদ্ভিদ কিসের সাহায্যে গ্যাস চালনা করে?
ক) বাকলের লেন্টিসেল
খ) প্লাজমা মেমব্রেন
গ) কোষ ঝিলি
ঘ) কোষপ্রাচীর
সঠিক উত্তর: (ক)
১৮১. সালোকসংশ্লেষণের বাহ্যিক প্রভাবক হলো i. কার্বন ডাইঅক্সাইড ii. হাইড্রোজেন iii. অক্সিজেন নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৮২. বায়ুদূষণের ফলে সবুজ পাতার ওপর ধুলোবালির আস্তরণ পড়লে ফসলের উৎপাদন – i. কমে যায় ii. বেড়ে যায় iii. পরিবর্তিত হয় নিচের কোনটি সঠিক?
১৮৫. সালোকসংশ্লেষণের বাহ্যিক প্রভাবকগুলো – i. তাপমাত্রা ii. পানি iii. অক্সিজেন নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৬. শ্বেতসার পরীক্ষা করার জন্য আয়োডিন দ্রবণের প্রয়োজন –
ক) ২%
খ) ৩%
গ) ৪%
ঘ) ১%
সঠিক উত্তর: (ঘ)
১৮৭. ADP এর পূর্ণরূপ কোনটি?
ক) Adenosine Monophosphate
খ) Adenosire diphosphate
গ) Adenosine Triphosphate
ঘ) Adenosine Lexaphosphate
সঠিক উত্তর: (খ)
১৮৮. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক শক্তি কী শক্তি উৎপন্ন করে?
ক) বিদ্যুৎ শক্তি
খ) রাসায়নিক শক্তি
গ) তাপ শক্তি
ঘ) জৈব শক্তি
সঠিক উত্তর: (খ)
১৮৯. সালোকসংশ্লেষণ চলতে পারে না – i. ০০ সে. এর কাছাকাছি তাপমাত্রায় ii. ৪৫০ সে. তাপমাত্রার উপরে iii. ৩০০ সে. তাপমাত্রার নিচে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯০. শ্বসন প্রক্রিয়ার জন্য নিচের কোন তথ্যটি সঠিক?
ক) ২৪ ঘন্টা চলে
খ) মৃদু সূর্যালোকে চলে
গ) তীব্র সূর্যালোকে চলে
ঘ) অন্ধকারে চলে
সঠিক উত্তর: (ক)
১৯১. সবাত শ্বসনে CO2 গ্যাস নির্গত হতে কোনটি প্রয়োজন?
ক) রেস্পিরোস্কোপ
খ) টেলিস্কোপ
গ) পেরিস্কোপ
ঘ) সরল অণুবীক্ষণ যন্ত্র
সঠিক উত্তর: (ক)
১৯২. সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করেন কে?
ক) আলেকজান্ডার ফ্লেমিং
খ) ব্ল্যাকম্যান
গ) হ্যাচ ও স্ল্যাক
ঘ) ক্রেবস
সঠিক উত্তর: (খ)
১৯৩. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তি i. রাসায়নিক শক্তিতে পরিণত হয় ii. ATP তে আবদ্ধ হয় iii. NADPH এ আবদ্ধ হয় নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৪. সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হওয়ার প্রক্রিয়ার নাম হলো –
ক) হাইড্রোলাইসিস
খ) ফটোফসফোরাইলেশন
গ) ফসফোরাইলেশন
ঘ) ফটোলাইসিস
সঠিক উত্তর: (ঘ)
১৯৫. ATP ও NADPH কে কী বলে?
ক) আত্মরক্ষাকারী শক্তি
খ) আত্তীকরণ শক্তি
গ) আকর্ষণ শক্তি
ঘ) বিকর্ষণ শক্তি
সঠিক উত্তর: (ক)
১৯৬. ক্যালভিন তার আবিষ্কারের জন্য কত সালে নোবেল পুরস্কার লাভ করে?
ক) ১৯৬০ সালে
খ) ১৯৬২ সালে
গ) ১৯৬১ সালে
ঘ) ১৯৫৩ সালে
সঠিক উত্তর: (গ)
১৯৭. অ্যাসিটাইল কোএ কয় কার্বন বিশিষ্ট?
ক) 2
খ) 3
গ) 4
ঘ) 5
সঠিক উত্তর: (ক)
১৯৮. গ্লাইকোলাইসিস পর্যায়টি – i. সবাত শ্বসনের প্রথম পর্যায় ii. অবাত শ্বসনের প্রথম পর্যায় iii. মাইটোকন্ড্রিয়াতে ঘটে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯৯. সবাত শ্বসন প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে উৎপন্ন করে – i. ৬ অণু CO2 ii. ১২ অণু পানি iii. ৩৮টি ATP নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০০. ইথাইল অ্যালকোহলের সংকেত কোনটি?
ক) C3H4O3
খ) CH4OH
গ) C2H5OH
ঘ) C6H12O2
সঠিক উত্তর: (গ)
২০১. সবাত শ্বসনের ক্ষেত্রে – i. উচ্চ শ্রেণির জীবে হয় ii. বেশি জৈব শক্তি উৎপন্ন হয় iii. খাদ্য ভেঙে তাপ উৎপন্ন করতে পারে না নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২০২. C4 গতিপথের আর এক নাম কী?
ক) ক্যালভিন চক্র
খ) বেনসন চক্র
গ) ক্রেব চক্র
ঘ) হ্যাচ ও স্ল্যাক চক্র
সঠিক উত্তর: (ঘ)
২০৩. শ্বসন প্রক্রিয়ায় পরীক্ষার জন্য কোনটি প্রয়োজন?
ক) ছোলা
খ) অংকুরিত ছোলাবীজ
গ) শৈবাল
ঘ) ছোলা গাছ
সঠিক উত্তর: (ক)
২০৪. ব্লাকম্যান কোন ধরনের বিজ্ঞানী ছিলেন?
ক) উদ্যানতত্ত্ববিদ
খ) শারীরতত্ত্ববিদ
গ) ভ্রূণতত্ত্ববিদ
ঘ) চিকিৎসাবিদ
সঠিক উত্তর: (খ)
২০৫. সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান হলো – i. কার্বন ডাইঅক্সাইড, পানি ii. আলোক শক্তি, ক্লোরোফিল iii. হাইড্রোজেন, অক্সিজেন নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২০৬. জীবে শ্বসন ক্রিয়া চলে –
ক) দিনে
খ) রাতে
গ) বিকেলে
ঘ) সবসময়
সঠিক উত্তর: (ঘ)
২০৭. সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিযায় কোন খাদ্য তৈরি করে?
ক) প্রোটিন
খ) শর্করা
গ) আমিষ
ঘ) লিপিড
সঠিক উত্তর: (খ)
২০৮. কোনটির মাধ্যমে O2 এবং CO2 এর সঠিক অনুপাত রক্ষিত আছে?
ক) ব্যাপন
খ) শ্বসন
গ) অভিস্রবণ
ঘ) সালোকসংশ্লেষণ
সঠিক উত্তর: (ঘ)
২০৯. C4 গতিপথের বিজ্ঞানী কোন দেশের?
ক) যুক্তরাষ্ট্র
খ) যুক্তরাজ্য
গ) ক্রেব চক্র
ঘ) হ্যাচ ও স্ল্যাক চক্র
সঠিক উত্তর: (ঘ)
২১০. শ্বসন ক্রিয়ায় উৎপন্ন হয় – i. পানি ii. 38 ATP iii. গ্লুকোজ নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১১. C3 গতিপথ আবিষ্কারকের নাম কী?
ক) ক্যালভিন বেনসন
খ) ক্যালভিন হ্যাবস
গ) রবার্ট বেনসন
ঘ) ক্যালভিন মুলার
সঠিক উত্তর: (ক)
২১২. উদ্ভিদে শ্বসন ক্রিয়ার হার বেশি কোথায়?
ক) বাকলে
খ) ফলে
গ) বর্ধিষ্ণু অঞ্চলে
ঘ) পাতায়
সঠিক উত্তর: (গ)
২১৩. আলোর পরিমান অত্যাধিক বেড়ে গেলে – i. পাতার অভ্যন্তরস্থ এনজাইম নষ্ট হয়ে যায় ii. ক্লোরোফিল উৎপাদন কম হয় iii. সালোকসংশ্লেষণের হার কমে যায় নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১৪. দিনের বেলায় সালোকসংশ্লেষণের হার অধিক হয় কেন?
ক) পর্যাপ্ত বায়ু থাকায়
খ) পর্যাপ্ত আলো থাকায়
গ) পর্যাপ্ত জলীয় বাষ্প থাকায়
ঘ) পর্যাপ্ত কার্বন ডাই-অক্সাইড থাকায়
সঠিক উত্তর: (খ)
২১৫. বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত?
ক) ০.০৩%
খ) ০.০০৩%
গ) ০.৩০%
ঘ) ০.০০২%
সঠিক উত্তর: (ক)
২১৬. Assimilatory এর বাংলা কী?
ক) আত্তীকরণ শক্তি
খ) আকর্ষণ শক্তি
গ) বিকর্ষণ শক্তি
ঘ) আত্মরক্ষাকারী শক্তি
সঠিক উত্তর: (ক)
২১৭. সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কত প্রকার?
ক) ২ প্রকার
খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার
ঘ) ৫ প্রকার
সঠিক উত্তর: (ক)
২১৮. ক্লোরোফিল অণু আলোকরশ্মির কী শোষণ করে?
ক) বর্ণ
খ) তাপ
গ) ফোটন
ঘ) শক্তি
সঠিক উত্তর: (গ)
২১৯. ক্লোরোফিলের প্রধান উপকরণ কী?
ক) নাইট্রোজেন ও মিথেন
খ) মিথেন ও ম্যাগনেসিয়াম
গ) মিথেন ও সালফার
ঘ) নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম
সঠিক উত্তর: (ঘ)
২২০. ফসলের জীবনীশক্তি বা বায়োএনার্জি বাড়াতে প্রয়োগ করতে হবে – i. পর্যাপ্ত পানি ii. পর্যাপ্ত CO2 iii. পর্যাপ্ত সায়ানাইড নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২১. শক্তি জমা রাখে কোনটি?
ক) NADPH
খ) GTP
গ) ATP
ঘ) NAD
সঠিক উত্তর: (গ)
২২২. অবাত শ্বসন প্রক্রিয়ায় সর্বমোট কত ক্যালরি শক্তি উৎপন্ন হয়?
ক) 55 k cal/Mol
খ) 56 k cal/Mol
গ) 45 k cal/Mol
ঘ) 50 k cal/Mol
সঠিক উত্তর: (খ)
২২৩. মানবজাতি ও অন্যান্য জীবজন্তুর অস্তিত্ব নির্ভর করে – i. উদ্ভিদের ব্যবহৃত খাদ্যের উপর ii. উদ্ভিদ দ্বারা সঞ্চিত খাদ্যের উপর iii. সালোকসংশ্লেষণের উপর নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২২৪. অক্সিজেনবিহীন পরিবেশে সালোকসংশ্লেষণ সম্পূর্ণ বন্ধ থাকার কারণ – i. শ্বসন বন্ধ থাকা ii. বায়ুর ঘনমাত্রার ভিন্নতা iii. এনজাইমের নিষ্ক্রিয়তা নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২৫. ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো কোষের কোথায় ঘটে?
ক) সাইটোপ্লাজমে
খ) মাইটোকন্ড্রিয়ায়
গ) কোষ গহ্বরে
ঘ) রাইবোসোমে
সঠিক উত্তর: (খ)
২২৬. গ্লুকোজের সংকেত কোনটি?
ক) C12O6O6
খ) C6H6O6
গ) C6H12O6
ঘ) C6H12O2
সঠিক উত্তর: (গ)
২২৭. আলোকশক্তি গ্রহণে সক্ষম –
ক) প্লাস্টিড
খ) ক্লোরোফিল
গ) জ্যান্থোফিল
ঘ) ফাইকোবিলিন
সঠিক উত্তর: (খ)
২২৮. পাইরুভিক এসিডের অসম্পূর্ণ জারণ – i. এনজাইমের কার্যকারিতায় ঘটে ii. ইথাইল এলকোহল উৎপন্ন করে iii. শুধু এসিটিক এসিড উৎপন্ন করে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২৯. কোন আলোতে সালোকসংশ্লেষণ ভালো হয়?
ক) সবুজ
খ) হলুদ
গ) লাল
ঘ) আসমানী
সঠিক উত্তর: (গ)
২৩০. সবুজ উদ্ভিদের সালোকসংশ্লেষণিক অঙ্গ – i. সবুজ পাতা ii. সবুজ কান্ড iii. সবুজ মূল নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩১. ইলেকট্রন প্রবাহতন্ত্রে উৎপন্ন হয় – i. FADH2 ii. ATP ও পানি iii. ইলেকট্রন ও প্রোটন নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৩২. ক্রেবস চক্রে মোট উৎপাদিত ATP এর পরিমাণ –
ক) ১৮টি
খ) ২২টি
গ) ২০টি
ঘ) ২৪টি
সঠিক উত্তর: (ঘ)
২৩৩. পাইরুভিক এসিডের সংকেত কোনটি?
ক) C3H4O3
খ) CH4OH
গ) C6H12O6
ঘ) C6H12O2
সঠিক উত্তর: (গ)
২৩৪. কোন উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার বেশি?
ক) C3 উদ্ভিদ
খ) C4 উদ্ভিদ
গ) নিম্নশ্রেণির উদ্ভিদ
ঘ) বিরুৎ উদ্ভিদ
সঠিক উত্তর: (খ)
২৩৫. অক্সিজেন প্রাপ্যতার ভিত্তিতে শ্বসনকে কতভাগে ভাগ করা যায়?
২৩৯. ব্লাকম্যান কত সালে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া আবিষ্কার করেন?
ক) ১৯০৫
খ) ১৯০১
গ) ১৯১০
ঘ) ১৯২৩
সঠিক উত্তর: (ক)
২৪০. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন হয় – i. H2O ii. CO2 iii. O2 নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৪১. সালোকসংশ্লেষণের জন্য পরিমিত তাপমাত্রা কত?
ক) ১২-১৫০ C
খ) ২০-২৭০ C
গ) ২২-৩৫০ C
ঘ) ৩৫-৩৭০ C
সঠিক উত্তর: (গ)
২৪২. সবুজ উদ্ভিদে CO2 বিজারণ গতিপথ কয়টি?
ক) ৪টি
খ) ৫টি
গ) ২টি
ঘ) ৩টি
সঠিক উত্তর: (গ)
২৪৩. সাধারণত তাপমাত্রায় জীবদেহের প্রতিটি কোষে শ্বসন ক্রিয়া কত সময়ে ঘটে?
ক) ১২ ঘন্টা
খ) ২০ ঘন্টা
গ) ২৪ ঘন্টা
ঘ) ৮ ঘন্টা
সঠিক উত্তর: (গ)
২৪৪. সালোকসংশ্লেষণ হার নির্ভরশীল – i. নতুন ক্লোরোপ্লাস্ট সৃষ্টির হারের উপর ii. অক্সিজেনের পরিমানের উপর iii. ক্লোরোপ্লাস্টের উপাদান সৃষ্টির হারের উপর নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৪৫. কোনটি ভেঙ্গে 3PGA উৎপন্ন হয়?
ক) ফসফোগ্লিসারিক এসিড
খ) কিটো এসিড
গ) রাইবুলোজ ১, ৫ ডাইফসফেট
ঘ) ফসফোগ্লিসার্যাল্ডিহাইড
সঠিক উত্তর: (খ)
২৪৬. কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে গেলে সালোকসংশ্লেষণ –
ক) কমবে
খ) বাড়বে
গ) বন্ধ হয়ে যাবে
ঘ) অপরিবর্তিত থাকবে
সঠিক উত্তর: (ক)
২৪৭. কত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভাল হয়?
২৫১. ছোলা বীজের কোষ মেরে ফেলার জন্য কী ব্যবহৃত হয়?
ক) সোডিয়াম ক্লোরাইড
খ) পটাসিয়াম ক্লোরাইড
গ) মারকিউরিক ক্লোরাইড
ঘ) সালফিউরিক এসিড
সঠিক উত্তর: (গ)
২৫২. বায়ুতে CO2 এর ঘনত্ব বেড়ে গেলে শ্বসন হার কমে যায়, কারণ – i. O2 এর ঘনত্ব কমে যায় ii. N2 এর ঘনত্ব বেড়ে যায় iii. জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যায় নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৫৩. সবাত শ্বসনে মোট কত অণু CO2 উৎপন্ন হয়?
ক) চার অণু
খ) পাঁচ অণু
গ) ছয় অণু
ঘ) আট অণু
সঠিক উত্তর: (গ)
২৫৪. কোন প্রক্রিয়ায় Assmilatory power উৎপন্ন হয়?
ক) Rerspiration
খ) Photophosphorylation
গ) Photolysis
ঘ) Photosynthesis
সঠিক উত্তর: (ঘ)
২৫৫. আলোক নির্ভর পর্যায়ে – i. আলো অপরিহার্য ii. সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় iii. ক্লোরোফিল অণু আলোকরশ্মির ফোটন শোষণ করে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫৬. সবাত শ্বসন কয়টি ধাপে সম্পন্ন হয়?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)
২৫৭. শ্বসন হতে পারে – i. সবাত শ্বসন ii. অবাত শ্বসন iii. C3 শ্বসন নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৫৮. সালোকসংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক হলো – i. ক্লোরোফিল ii. পাতার বয়স ও সংখ্যা iii. অক্সিজেন নিচের কোনটি সঠিক?
২৬০. শ্বসনিক বস্তু কোনটি? i. শর্করা ii. প্রোটিন iii. ফ্যাট নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৬১. সালোকসংশ্লেষণের উপজাত দ্রব্য কোনটি?
ক) অক্সিজেন
খ) পানি
গ) কার্বন ডাইাক্সাইড
ঘ) ক ও খ উভয়ই
সঠিক উত্তর: (ঘ)
২৬২. শ্বসন প্রক্রিয়া পরীক্ষণের জন্য কত ভাগ মারকিউরিক ক্লোরাইড দ্রবণ প্রয়োজন?
ক) ৫%
খ) ১০%
গ) ২০%
ঘ) ২৫%
সঠিক উত্তর: (খ)
২৬৩. সবাত শ্বসন প্রক্রিয়ায় কত ক্যালরি শক্তি উৎপন্ন হয়?
ক) 660 k cal/Mol
খ) 620 k cal/Mol
গ) 673 k cal/Mol
ঘ) 688 k cal/Mol
সঠিক উত্তর: (ঘ)
২৬৪. বায়ুমন্ডলের CO2 কিসের মধ্যে দিয়ে কোষে প্রবেশ করে?
ক) পাতা
খ) কান্ড
গ) মূল
ঘ) শাখা-প্রশাখা
সঠিক উত্তর: (ক)
২৬৫. সালোকসংশ্লেষণের প্রয়োজনীয় উপকরণ কোনটি?
ক) ক্লোরোফিল ও আলো
খ) আলো ও হাইড্রোজেন
গ) ক্লোরোফিল ও অক্সিজেন
ঘ) আলো ও অক্সিজেন
সঠিক উত্তর: (ক)
২৬৬. সালোকসংশ্লেষণের ক্ষেত্রে – i. H2O জারিত হয় ii. CO2 বিজারিত হয় iii. CO2 জারিত হয় নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৬৭. সালোকসংশ্লেষণ কোন ধরনের প্রক্রিয়া?
ক) জটিল ও দীর্ঘ
খ) জটিল ও হ্রাস
গ) দীর্ঘ ও হ্রাস
ঘ) সাধারণ ও দীর্ঘ
সঠিক উত্তর: (ক)
২৬৮. গ্লাইকোলাইসিসে কয় অণু ATP উৎপন্ন হয়?
ক) ২ অণু
খ) ৩ অণু
গ) ৪ অণু
ঘ) ৬ অণু
সঠিক উত্তর: (গ)
২৬৯. কিটোএসিড কয় কার্বন বিশিষ্ট?
ক) ৩
খ) ৪
গ) ৫
ঘ) ৬
সঠিক উত্তর: (ঘ)
২৭০. কচি পাতায় ক্লোরোফিল কম থাকে কেন?
ক) গাছের শীর্ষে অবস্থানের জন্য
খ) আয়তন কম হওয়ার জন্য
গ) পত্ররন্ধ্র বেশি হওয়ার জন্য
ঘ) অধিক পরিমাণে শিরা থাকার জন্য
সঠিক উত্তর: (খ)
২৭১. সালোকসংশ্লেষণের হার বেশি কোনটিতে?
ক) C3 উদ্ভিদে
খ) C4 উদ্ভিদে
গ) কাঁঠাল গাছে
ঘ) জাম গাছে সঠিক উত্তর: (খ) ২৭২. সবাত শ্বসন প্রক্রিয়ায় সর্বমোট কত অণু ATP উৎপন্ন করে?
ক) ৩০
খ) ৩৮
গ) ৩২
ঘ) ৩৩
সঠিক উত্তর: (খ)
২৭৩. সালোকসংশ্লেষণের কোন উপাদান থেকে অক্সিজেন উৎপন্ন হয়?
ক) কার্বন ডাইঅক্সাইড
খ) পানি
গ) ম্যাগনেসিয়াম
ঘ) ক্লোরোফিল
সঠিক উত্তর: (খ)
২৭৪. বায়োএনার্জেটিক্স এর বাংলা অর্থ কী?
ক) জীবনী শক্তি
খ) জৈব শক্তি
গ) স্থিতি শক্তি
ঘ) অস্থিতি শক্তি
সঠিক উত্তর: (ক)
২৭৫. জীব পরিচালনার জন্য প্রতিনিয়ত কী বিক্রিয়া চলে?
ক) রাসায়নিক বিক্রিয়া
খ) ভৌত বিক্রিয়া
গ) শ্বসন বিক্রিয়া
ঘ) সালোকসংশ্লেষণ বিক্রিয়া
সঠিক উত্তর: (ক)
২৭৬. ছয় অণু CO2 থেকে এক অণু গ্লুকোজ তৈরি হওয়ার ক্ষেত্রে ক্যালভিন চক্র কতবার ঘুরবে?
ক) ৩ বার
খ) ৬ বার
গ) ৯ বার
ঘ) ১২ বার
সঠিক উত্তর: (খ)
২৭৭. বায়োএনার্জি বলতে বুঝায় – i. ATP কে ii. সৌরশক্তিকে iii. NADPH কে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৭৮. শর্করার ইংরেজি নাম কী?
ক) ফসকো লিপিড
খ) কার্বোহাইড্রেট
গ) হাইড্রোকার্বন
ঘ) অ্যামাইনো এসিড
সঠিক উত্তর: (খ)
২৭৯. ক্লোরোফিল পরীক্ষায় আয়োডিনে ডুবানোর পর পাতার সবুজ অংশ কেমন হয়?
ক) লাল
খ) গাঢ় বেগুনি
গ) খয়েরি
ঘ) গাঢ় রাল
সঠিক উত্তর: (খ)
২৮০. সালোকসংশ্লেষণের বাহ্যিক প্রভাবকের ক্ষেত্রে বলা যায় – i. কার্বন ডাইঅক্সাইড ছাড়া সালোকসংশ্রেষণ চলতে পারে না ii. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় তাপমাত্রা বিশেষ প্রভাবক হিসেবে কাজ করে iii. ক্লোরোফিলের প্রধান উপকরণ হচ্ছে নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮১. উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক শ্বসন প্রক্রিয়ায় – i. অক্সিজেন প্রয়োজন হয় ii. বিপুল পরিমান শক্তি উৎপন্ন হয় iii. শ্বসনিক বস্তুর অসম্পূর্ণ জারণ হয় নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৮২. সালোকসংশ্লেষণের ক্ষেত্রে কোনটি সঠিক?
ক) কচি পাতায় সালোকসংশ্লেষণ বেশি হয়
খ) বয়স্ক পাতায় সালোকসংশ্লেষণ বেশি হয়
গ) পাতার সংখ্যা বেশি হলে সালোকসংশ্লেষণ বেশি হয়
ঘ) মধ্যবসয়ী পাতায় সালোকসংশ্লেষণ কম হয়
সঠিক উত্তর: (খ)
২৮৩. শ্বেতসার ও আয়োডিন লবণের মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় সৃষ্ট বর্ণ কোনটি?
ক) লাল
খ) হলুদ
গ) নীল
ঘ) সবুজ
সঠিক উত্তর: (গ)
২৮৪. শ্বসন প্রক্রিয়ায় কয় অণু O2 প্রয়োজন?
ক) ২ অণু
খ) ৪ অণু
গ) ৬ অণু
ঘ) ৮ অণু
সঠিক উত্তর: (গ)
২৮৫. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে নির্গত হয় কোনটি?
ক) পানি
খ) শর্করা
গ) অক্সিজেন
ঘ) কার্বন ডাইঅক্সাইড
সঠিক উত্তর: (গ)
২৮৬. শক্তি মুদ্রা বা জৈব মুদ্রা কাকে বলে?
ক) NAD
খ) GTP
গ) NADPH
ঘ) ATP
সঠিক উত্তর: (ঘ)
উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: ঈস্টের শ্বসনের ফলে অ্যালকোহল ও এক ধরনের গ্যাস উৎপন্ন হয় যার কারণে রুটি ফাঁপা হয়। ফলে শিল্পক্ষেত্রে এ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২৮৭. রুটি ফাঁপার জন্য দায়ী কোনটি?
ক) O2
খ) CO2
গ) N2
ঘ) CH4
সঠিক উত্তর: (খ)
২৮৮. ঈস্টে সংঘটিত শ্বসন প্রক্রিয়ার ধাপগুলো হলো – i. গ্লাইকোলাইসিস ii. ক্রেবস চক্র iii. পাইরুভিক এসিডের অসম্পূর্ণ জারণ নিচের কোনটি সঠিক?
Social Plugin