এস.এস.সি || জীববিজ্ঞান অধ্যায় - ৪: জীবনীশক্তি || বহুনির্বচনী প্রশ্ন - উত্তর

 


এস.এস.সি || জীববিজ্ঞান অধ্যায় - ৪: জীবনীশক্তি

  • ১. C4 গতিপথে প্রথম স্থায়ী পদার্থ হলো –
  • ক) কিটোএসিড
  • খ) অক্সালো এসিটিক এসিড
  • গ) রাইবুলোজ-১, ৫-ডাইফসফেট
  • ঘ) ডাই হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট
  • সঠিক উত্তর: (খ)
    ২. Biological coin এর বাংলা কী?
  • ক) জীব মুদ্রা
  • খ) জৈব মুদ্রা
  • গ) অজৈব মুদ্রা
  • ঘ) শক্তি মুদ্রা
  • সঠিক উত্তর: (খ)
    ৩. উদ্ভিদকোষে শর্করা জাতীয় খাদ্য সঞ্চিত হয় কোথায়?
  • ক) নিউক্লিয়াসের কাছাকাছি
  • খ) ক্লোরোপ্লাস্টের কাছাকাছি
  • গ) কোষ প্রাচীরের কাছাকাছি
  • ঘ) মাইটোকন্ড্রিয়ার কাছাকাছি
  • সঠিক উত্তর: (খ)
    ৪. শ্বসন কত প্রকার?
  • ক) ২ প্রকার
  • খ) ৩ প্রকার
  • গ) ৪ প্রকার
  • ঘ) ৫ প্রকার
  • সঠিক উত্তর: (ক)
    ৫. সালোকসংশ্লেষণের প্রয়োজনীয় উপকরণ –
    i. ক্লোরোফিল
    ii. কার্বন ডাইঅক্সাইড
    iii. হাইড্রোজেন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৬. সবাত শ্বসন প্রক্রিয়া কয়টি ধাপে সম্পন্ন হয়?
  • ক) ৩টি
  • খ) ৫টি
  • গ) ৪টি
  • ঘ) ৬টি
  • সঠিক উত্তর: (গ)
    ৭. শ্বসন প্রক্রিয়া জীবকোষের কোথায় সংঘটিত হয়?
  • ক) মাইটোকন্ড্রিয়াতে
  • খ) প্রোটোপ্লাজমে
  • গ) গলজিবস্তু
  • ঘ) কোষগহ্বর
  • সঠিক উত্তর: (ক)
    ৮. ক্রেবস চক্রের প্রথম পদার্থ হলো –
  • ক) ATP
  • খ) NAD
  • গ) সাইট্রিক এসিড
  • ঘ) অ্যাসিটাইল-কো
  • সঠিক উত্তর: (গ)
    ৯. জৈব যৌগ কোনটি?
  • ক) ATP
  • খ) NAD2
  • গ) NA2DP
  • ঘ) NADPH2
  • সঠিক উত্তর: (ক)
    ১০. স্থলজ সবুজ উদ্ভিদ –
    i. মূল দিয়ে পানি শোষণ করে
    ii. বায়ু থেকে CO2 গ্রহণ করে
    iii. পানিতে দ্রবীভূত CO2 গ্রহণ করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১১. শ্বসনিক বস্তু কোনটি?
  • ক) প্রোটিন
  • খ) পানি
  • গ) আলো
  • ঘ) তাপ
  • সঠিক উত্তর: (ক)
    ১২. বিষাক্ত পদার্থ কোনটি?
  • ক) নাইট্রোজেন
  • খ) ক্লোরোফরম
  • গ) অ্যামোনিয়া
  • ঘ) অক্সিজেন
  • সঠিক উত্তর: (খ)
    ১৩. কিটোএসিড ভেঙে উৎপন্ন পদার্থ হলো –
  • ক) রাইবুলোজ-১, ৫-ডাইফসফেট
  • খ) ৩-ফসফোগ্লিসারিক এসিড
  • গ) অক্সালো এসিড
  • ঘ) ড্রাই হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট
  • সঠিক উত্তর: (খ)
    ১৪. NADPH এর পূর্ণরূপ কী?
  • ক) অ্যাডেনিন ডাইফসফেট
  • খ) অ্যাডেনিন ট্রাইফসফেট
  • গ) নিকোটিনামাইড অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট
  • ঘ) নিকোটিমাইড অ্যাডিনিন ফসফেট
  • সঠিক উত্তর: (গ)
    ১৫. জীবনীশক্তি হল এমন একটি কৌশল যার মাধ্যমে জীব তার দেহে –
    i. শক্তি উৎপাদন করে
    ii. শক্তি ব্যবহার করে
    iii. শক্তি নির্গমন করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৬. পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত?
  • ক) ০.০৩%
  • খ) ০.০০৩%
  • গ) ০.৩০%
  • ঘ) ০.০০২%
  • সঠিক উত্তর: (ক)
    ১৭. সালোকসংশ্লেষণ ভালো হয় আলোক বর্ণালির –
    i. লাল আলোতে
    ii. নীল আলোতে
    iii. বেগুনি আলোতে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮. আলোর পরিমাণ বেড়ে গেলে পাতার কী ঘটে?
  • ক) এনজাইম নষ্ট হয়
  • খ) এনজাইম নতুন সৃষ্টি হয়
  • গ) পানি উৎপন্ন হয়
  • ঘ) তাপ উৎপন্ন হয়
  • সঠিক উত্তর: (ক)
    ১৯. ১ অণু NADH2 = ?
  • ক) ২ অণু ATP
  • খ) ২ অণু ATP
  • গ) ৪ অণু ATP
  • ঘ) ৫ অণু ATP
  • সঠিক উত্তর: (খ)
    ২০. সালোকসংশ্লেষণ ঘটে –
    i. এগারিকাস
    ii. শৈবাল
    iii. ফার্ন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২১. পাতার কোন অংশে ক্লোরোপ্লাস্ট সবচেয়ে বেশি থাকে?
  • ক) স্পঞ্জি প্যারানকাইমা
  • খ) প্যালিসেড প্যারানকাইমা
  • গ) জাইলেম টিস্যু
  • ঘ) নিম্নত্বক
  • সঠিক উত্তর: (খ)
    ২২. শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক কোনটি?
  • ক) উৎসেচক
  • খ) আলো
  • গ) পানি
  • ঘ) তাপমাত্রা
  • সঠিক উত্তর: (ক)
    ২৩. জীবনী শক্তির ক্ষেত্রে বলা যায় –
    i. ATP ও ADP নামক জৈব যৌগে আবদ্ধ
    ii. সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে
    iii. বিজারণ পর্যায়ে শক্তি উৎপন্ন হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৪. সালোকসংশ্লেণের সময় ADP কী গ্রহণ করে?
  • ক) বিদ্যুৎ শক্তি
  • খ) আলোক শক্তি
  • গ) সৌর শক্তি
  • ঘ) তাপ শক্তি
  • সঠিক উত্তর: (গ)
    ২৫. C4 গতিপথের বৈশিষ্ট্য –
    i. ৪ কার্বন-বিশিষ্ট অক্সালো এসিটিক এসিড তৈরি হয়
    ii. ম্যালিক এসিড তৈরি করে
    iii. বান্ডনশীথ ক্লোরোপ্লাস্টে প্রবেশ করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৬. সালোকসংশ্লেষণে ব্যাঘাত ঘটে বাতাসে উপস্থিত –
    i. ক্লোরোফরমের জন্য
    ii. হাইড্রোজেন সালফাইডের জন্য
    iii. মিথেন বা কোনো বিষাক্ত গ্যাসের জন্য
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৭. কোন বিভাজনের প্রয়োজনীয় শক্তি আসে কোন প্রক্রিয়া হতে?
  • ক) প্রস্বেদন
  • খ) অভিস্রবণ
  • গ) ব্যাপন
  • ঘ) শ্বসন
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৮. কুইনাইন কী?
  • ক) খাদ্য
  • খ) যানবাহন
  • গ) ঔষধ
  • ঘ) গ্যাস
  • সঠিক উত্তর: (গ)
    ২৯. নিচের কোনটি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ১ অণু গ্লুকোজ তৈরি করে?
  • ক) CO2 ও 6H2O
  • খ) CO2 ও 12H2O
  • গ) 6CO2 ও 6H2O
  • ঘ) 6CO2 ও 12H2O
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩০. জীবের শক্তি প্রয়োজন হতে পারে –
    i. জৈব সংশ্লেষণে
    ii. খাদ্য প্রস্তুত করতে
    iii. পরিবহন ও বিপাকীয় কাজে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩১. ক্লোরোফিল আলোক রশ্মি থেকে কী শোষণ করে?
  • ক) প্রোটন
  • খ) নিউট্রন
  • গ) ফোটন
  • ঘ) পজিট্রন
  • সঠিক উত্তর: (গ)
    ৩২. উদ্ভিদ কোষের কোনটি শ্বসনের প্রধান অঙ্গ?
  • ক) নিউক্লিয়াস
  • খ) মাইটোকন্ড্রিয়া
  • গ) রাইসোবোম
  • ঘ) সাইটোপ্লাজম
  • সঠিক উত্তর: (খ)
    ৩৩. উদ্ভিদ প্রধানত কিসের সাহায্যে CO2 শোষণ করে?
  • ক) কিউটিকল
  • খ) লেন্টিসেল
  • গ) গলজিবস্তু
  • ঘ) স্ট্যোমাটা
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৪. সবাত শ্বসনে উৎপন্ন হয় –
    i. CO2
    ii. H2O
    iii. শক্তি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার পটাসিয়ামের ভূমিকা –
    i. পটাসিয়ামের অভাবে সালোকসংশ্লেষণের পরিমাণ কমে যায়
    ii. এ প্রক্রিয়ায় পটাসিয়াম অনুঘটক হিসাবে কাজ করে
    iii. পাতার সংখ্যা বেশি হলে পটাসিয়াম কাজ করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৬. শ্বসনের সময় জীবদেহে বর্তমান স্থৈতিক শক্তি কীরূপে উদ্ভূত হয়?
  • ক) তাপরূপে
  • খ) আলোরূপে
  • গ) বিদ্যুৎরূপে
  • ঘ) পানিরূপে
  • সঠিক উত্তর: (ক)
    ৩৭. এক অণু গ্লুকোজ তৈরি হওয়ার সময় ক্যালভিন চক্র কত বার ঘুরে?
  • ক) ৩ বার
  • খ) ২ বার
  • গ) ৬ বার
  • ঘ) ৫ বার
  • সঠিক উত্তর: (গ)
    ৩৮. ক্যালভিন ও ব্যাশাম কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?
  • ক) ক্যামব্রিজ
  • খ) অক্সফোর্ড
  • গ) ক্যালিফোর্নিয়া
  • ঘ) নিউক্যাসেল
  • সঠিক উত্তর: (গ)
    ৩৯. বিজ্ঞানী ব্লাকম্যান কোন দেশের নাগরিক ছিলেন?
  • ক) সুইডেন
  • খ) ইংল্যান্ড
  • গ) আমেরিকা
  • ঘ) হল্যান্ড
  • সঠিক উত্তর: (খ)
    ৪০. মুক্ত শক্তির বাহক কোনটি?
  • ক) NAD
  • খ) NAOP
  • গ) ATP
  • ঘ) NADPH
  • সঠিক উত্তর: (গ)
    ৪১. মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয় –
    i. গ্লাইকোলাইসিস
    ii. ক্রেবস চক্র
    iii. ইলেকট্রন প্রবাহতন্ত্র
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৪২. ক্রেবস চক্র কত সালে আবিষ্কার হয়?
  • ক) ১৯৩৭ সালে
  • খ) ১৯৩৫ সালে
  • গ) ১৯৪০ সালে
  • ঘ) ১৯৩০ সালে
  • সঠিক উত্তর: (ক)
    ৪৩. জারণ বিজারণ প্রক্রিয়ায় কি ঘটে?
  • ক) H2O জারিত ও CO2 বিজারিত
  • খ) CO2 জারিত ও H2O বিজারিত
  • গ) H2O বিজারিত ও CO2 বিজারিত
  • ঘ) CO2 জারিত ও H2O জারিত
  • সঠিক উত্তর: (ক)
    ৪৪. জীবের জীবন ধারণ বলতে বুঝায় –
    i. চলন
    ii. বৃদ্ধি
    iii. জনন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৫. পাতার সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান কোনটি?
  • ক) জাইলেম টিস্যু
  • খ) মেসোফিল টিস্যু
  • গ) ফ্লোয়েম টিস্যু
  • ঘ) ক্ষরণকারী টিস্যু
  • সঠিক উত্তর: (খ)
    ৪৬. সালোকসংশ্লেষণের প্রভাবসমূহ কত প্রকার?
  • ক) ২ প্রকার
  • খ) ৩ প্রকার
  • গ) ৪ প্রকার
  • ঘ) ৫ প্রকার
  • সঠিক উত্তর: (ক)
    ৪৭. জীবকর্তৃক তার দেহে শক্তির উৎপাদন ও ব্যবহারের মৌলিক কৌশলকে কী বলে?
  • ক) জৈব শক্তি
  • খ) জীবনীশক্তি
  • গ) শ্বসন
  • ঘ) স্থিতি শক্তি
  • সঠিক উত্তর: (খ)
    ৪৮. আখ কী ধরনের উদ্ভিদ?
  • ক) C2 উদ্ভিদ
  • খ) C3 উদ্ভিদ
  • গ) C4 উদ্ভিদ
  • ঘ) C5 উদ্ভিদ
  • সঠিক উত্তর: (গ)
    ৪৯. ঈস্টের কোন প্রক্রিয়ার ফলে রুটি ফাঁপা হয়?
  • ক) সালোকসংশ্লেষণ
  • খ) ব্যাপন
  • গ) সবাত শ্বসন
  • ঘ) অবাত শ্বসন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫০. ক্যালভিন চক্রে অস্থায়ী কী তৈরি হয়?
  • ক) অ্যামাইনো এসিড
  • খ) কিটোএসিড
  • গ) এসিটিক এসিড
  • ঘ) ফসফোরিক এসিড
  • সঠিক উত্তর: (খ)
    ৫১. সালোকসংশ্লেষণে কোন শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়?
  • ক) তাপ শক্তি
  • খ) আলোক শক্তি
  • গ) যান্ত্রিক শকিত
  • ঘ) রাসায়নিক শক্তি
  • সঠিক উত্তর: (খ)
    ৫২. উদ্ভিদের কোন অংশে শ্বসন হার বেশি?
  • ক) অঙ্কুরিত বীজে
  • খ) শাখা-প্রশাখায়
  • গ) পাতায়
  • ঘ) কান্ডে
  • সঠিক উত্তর: (ক)
    ৫৩. অবাত শ্বসনের ধাপ দুটি কোথায় সংঘটিত হয়?
  • ক) সাইটোপ্লাজমে
  • খ) মাইটোকন্ড্রিয়ায়
  • গ) কোষগহ্বরে
  • ঘ) রাইবোসোমে
  • সঠিক উত্তর: (ক)
    ৫৪. GTP এর পূর্ণরূপ কী?
  • ক) Guanosine Monophosphate
  • খ) Adenosine Triphosphote
  • গ) Guanosine Triphosphate
  • ঘ) Guanosine Diphosphate
  • সঠিক উত্তর: (গ)
    ৫৫. রুটির ভিতরের ফাঁপার জন্য দায়ী কোনটি?
  • ক) N2
  • খ) CO2
  • গ) O2
  • ঘ) CH4
  • সঠিক উত্তর: (খ)
    ৫৬. সালোকসংশ্লেষণ কিসের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করেছে?
  • ক) শ্বসন ও জীবনের
  • খ) জীবন ও খাদ্যের
  • গ) সূর্যালোক ও জীবনের
  • ঘ) উদ্ভিদ ও প্রাণীর
  • সঠিক উত্তর: (গ)
    ৫৭. সালোকসংশ্লেষণ পরীক্ষার প্রয়োজনীয় উপকরণ –
    i. পাতাবাহার উদ্ভিদ
    ii. ৯৫% ইথাইল অ্যালকোহল
    iii. ১% আয়োডিন দ্রবণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫৮. অবাত শ্বসন প্রক্রিয়ায় –
    i. ইথাইল অ্যালকোহল তৈরি 
    ii. রুটি তৈরি হয়
    iii. ঈস্ট, ব্যাকটেরিয়ার শ্বসন ঘটে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫৯. কীসের সাথে বিক্রিয়া করে শ্বেতসার নীল বর্ণ ধারণ করে?
  • ক) অক্সিজেন
  • খ) কার্বন ডাই-অক্সাইড
  • গ) আয়োডিন
  • ঘ) লোহা
  • সঠিক উত্তর: (গ)
    ৬০. শ্বসন প্রক্রিয়ায় কয় অণু পানি উৎপন্ন হয়?
  • ক) ২ অণু
  • খ) ৪ অণু
  • গ) ৫ অণু
  • ঘ) ৬ অণু
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬১. নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে কে?
  • ক) মানুষ
  • খ) ছত্রাক
  • গ) ঘোড়া
  • ঘ) সবুজ উদ্ভিদ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬২. C4 গতিপথ আবিষ্কার করেন কে বা কারা?
  • ক) ক্যালভিন ও বেনসন
  • খ) ব্ল্যাকম্যান
  • গ) ক্রেসব
  • ঘ) হ্যাচ ও স্ল্যাক
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬৩. ৫-কার্বন বিশিষ্ট যোগ কোনটি?
  • ক) কিটোএসিড
  • খ) রাইবুলোজ-১, ৫-ডাইফসফেট
  • গ) ৩-ফসফোগ্লিসারিক এসিড
  • ঘ) অক্সালো এসিটিক এসিড
  • সঠিক উত্তর: (খ)
    ৬৪. শ্বসনের সময় অ্যাসিটাইল কো-এ কোথায় তৈরি হয়?
  • ক) সাইটোপ্লাজমে
  • খ) নিউক্লিয়াসে
  • গ) রাইবোসোমে
  • ঘ) মাইটোকন্ড্রিয়ায়
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬৫. পাইরুভিক এসিড কয় কার্বনবিশিষ্ট?
  • ক) 2
  • খ) 3
  • গ) 4
  • ঘ) 5
  • সঠিক উত্তর: (গ)
    ৬৬. কোন ধরনের পাতায় সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ ঘটে?
  • ক) শুকনা পাতা
  • খ) একেবারে কচিপাতা
  • গ) মধ্যবয়সী পাতা
  • ঘ) একেবারে বয়স্ক পাতা
  • সঠিক উত্তর: (গ)
    ৬৭. সালোকসংশ্লেষণের ইংরেজি নাম কী?
  • ক) Photosynthesis
  • খ) Photophosphoylation
  • গ) Photolight system
  • ঘ) Photo phosphate
  • সঠিক উত্তর: (ক)
    ৬৮. পাতায় শ্বেতসারের উপস্থিতির জন্য তুমি কী ব্যবহার করবে?
  • ক) ক্লোরিন
  • খ) আয়োডিন
  • গ) ম্যাংগানিজ
  • ঘ) ক্যালসিয়াম
  • সঠিক উত্তর: (খ)
    ৬৯. অবাতশ্বসন দেখা যায় –
    i. ব্যাকটেরিয়াতে
    ii. ঈস্টে
    iii. আমগাছে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৭০. যে সকল জৈব যৌগ উচ্চশক্তি ধারণ করে তারা –
    i. ATP, GTP, NAD ইত্যাদি
    ii. বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে
    iii. বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তি যোগায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭১. কোন তাপমাত্রায় সালোকসংশ্লেষণ বন্ধ হয়ে যায়?
  • ক) ৩০০ C
  • খ) ২৫০ C
  • গ) ১৭০ C
  • ঘ) ৫০০ C
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭২. নির্বাচিত পাতাটি সালোকসংশ্লেষণের জন্য সূর্যালোকের প্রয়োজন –
  • ক) ৩-৬ ঘন্টা
  • খ) ২-৩ ঘন্টা
  • গ) ৫-৬ ঘন্টা
  • ঘ) ৬-৭ ঘন্টা
  • সঠিক উত্তর: (গ)
    ৭৩. আলোক পর্যায়ের বিক্রিয়াগুলো সংঘটিত হয় –
  • ক) সাইটোপ্লাজমে
  • খ) কোষঝিল্লিতে
  • গ) থাইলাকয়েড মেমব্রেন-এ
  • ঘ) স্ট্রোমাতে
  • সঠিক উত্তর: (গ)
    ৭৪. ক্যালভিন কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
  • ক) ১৮৬১
  • খ) ১৮৬২
  • গ) ১৯৬১
  • ঘ) ১৯৬২
  • সঠিক উত্তর: (গ)
    ৭৫. AMP এর পূর্ণরূপ কোনটি?
  • ক) Adenosine Monophosphate
  • খ) Adenosire diphosphate
  • গ) Adenosine Triphosphate
  • ঘ) Adenosine Lexaphosphate
  • সঠিক উত্তর: (গ)
    ৭৬. বাহ্যিক প্রভাবক কোনটি?
  • ক) শর্করা
  • খ) এনজাইম
  • গ) পাতার সংখ্যা
  • ঘ) অক্সিজেন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭৭. গ্লাইকোলাইসিস এর শেষে জমা হয় –
  • ক) দুটি ATP ও একটি NADH+H+
  • খ) দুটি ATP ও দ NADH+H+
  • গ) চারটি ATP ও NADH+H+
  • ঘ) একটি ATP ও একটি NADH+H+
  • সঠিক উত্তর: (খ)
    ৭৮. দুধ থেকে দধি তৈরি নিচের কোনটির ফল?
  • ক) সালোকসংশ্লেষণ
  • খ) সবাত শ্বসন
  • গ) অবাত শ্বসন
  • ঘ) অক্সিডেটিভ ফসফোরাইলেশন
  • সঠিক উত্তর: (গ)
    ৭৯. উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চল হলো –
    i. ফুল ও পাতার কুঁড়ি
    ii. অঙ্কুরিত বীজ
    iii. মূল ও কান্ডের অগ্রভাগ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮০. সালোকসংশ্লেষণ বন্ধ হওয়ার জন্য দায়ী কোনটি?
  • ক) নাইট্রোজেন
  • খ) ম্যাগনেসিয়াম
  • গ) মিথেন
  • ঘ) লোহা
  • সঠিক উত্তর: (গ)
    ৮১. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় CO2 বিজারণের প্রয়োজনীয় H+ আসে –
  • ক) গ্লুকোজ
  • খ) পানি
  • গ) আলো
  • ঘ) ক্লোরোফিল
  • সঠিক উত্তর: (খ)
    ৮২. গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের কোথায় ঘটে?
  • ক) মাইটোকন্ড্রিয়ায়
  • খ) সাইটোপ্লাজমে
  • গ) লিপিড
  • ঘ) কোষহ্বরে
  • সঠিক উত্তর: (খ)
    ৮৩. প্রথম স্থায়ী পদার্থ হিসেবে ৩-ফসফোগ্লিসারিক এসিড তৈরি হয় –
    i. ক্যালভিন ব্ল্যাকম্যান চক্রে
    ii. C3 চক্রে
    iii. ক্যালভিন বেনসন চক্রে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৮৪. অক্সিজেনবিহীন পরিবেশে সালোকসংশ্লেষণের হার কীরূপ?
  • ক) বৃদ্ধি পায়
  • খ) হ্রাস পায়
  • গ) সম্পূর্ণ বন্ধ হয়ে যায়
  • ঘ) অপরিবর্তিত থাকে
  • সঠিক উত্তর: (গ)
    ৮৫. কোন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন পড়ে না?
  • ক) ক্রেবসচক্র
  • খ) অ্যাসিটাইল-কো
  • গ) ইলেকট্রন প্রবাহতন্ত্র
  • ঘ) গ্লাইকোলাইসিস
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮৬. অন্ধকার পর্যায়ে ঘটে –
    i. কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়
    ii. আলোর প্রয়োজন পড়ে
    iii. ATP ও NADPH2 প্রয়োজন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৮৭. পাতা হলুদ হয় কোনটির অভাবে?
  • ক) আয়রন
  • খ) পটাসিয়াম
  • গ) ফসফরাস
  • ঘ) সালফার
  • সঠিক উত্তর: (ক)
    ৮৮. বায়ুর ক্ষেত্রে প্রযোজ্য –
    i. ২০.৯৫ ভাগ O2
    ii. ০.০০৩ ভাগ CO2
    iii. ০.০৩৩ ভাগ CO2
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৮৯. ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় কী তৈরি হয়?
  • ক) ATP
  • খ) ADP
  • গ) GTP
  • ঘ) NAD
  • সঠিক উত্তর: (ক)
    ৯০. সালোকসংশ্লেষণ ভালো হয় কোন আলোতে?
    i. লাল
    ii. সবুজ
    iii. নীল
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৯১. C3 উদ্ভিদে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া আবিষ্কার করেন –
    i. ওয়াটসন
    ii. ব্যাশাম
    iii. ক্যালভিন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৯২. সালোকসংশ্লেষণে উপজাত দ্রব্য হলো –
    i. অক্সিজেন
    ii. পানি
    iii. কার্বন ডাই অক্সাইড
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৯৩. সালোকসংশ্লেষণ পরীক্ষার জন্য নিচের কোন দ্রবণটি প্রয়োজন হয়?
  • ক) ক্লোরিন দ্রবণ
  • খ) সোডিয়াম দ্রবণ
  • গ) আয়োডিন দ্রবণ
  • ঘ) পটাসিয়াম দ্রবণ
  • সঠিক উত্তর: (গ)
    ৯৪. শর্করা তৈরির প্রয়োজনীয় উৎস হলো –
  • ক) বাতাস
  • খ) আলো
  • গ) নদী
  • ঘ) অক্সিজেন
  • সঠিক উত্তর: (খ)
    ৯৫. সালোকসংশ্লেষণ হ্রাস পায় কোন ক্ষেত্রে?
  • ক) কোষে খুব বেশি ক্লোরোফিল থাকলে
  • খ) কোষে কম পরিমাণে ক্লোরোফিল থাকলে
  • গ) এনজাইমের অভাব দেখা দিলে
  • ঘ) ভিটামিনের অভাব দেখা দিলে
  • সঠিক উত্তর: (ক)
    ৯৬. ATP এর তৃতীয় ফসফেট বন্ধনীতে কত ক্যালরি সৌরশক্তি আবদ্ধ হয়?
  • ক) ৭৪০০ cal
  • খ) ৭১০০ cal
  • গ) ৭২০০ cal
  • ঘ) ৭৩০০ cal
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯৭. পানি ও CO2 থেকে শর্করা তৈরির জন্য প্রয়োজনীয় শক্তির উৎস কোনটি?
  • ক) খনিজ লবণ
  • খ) আলো
  • গ) ক্লোরোফিল
  • ঘ) বায়ু
  • সঠিক উত্তর: (খ)
    ৯৮. ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে –
    i. ATP সৃষ্টিতে
    ii. CO2 সৃষ্টিতে
    iii. NADPH+H+ সৃষ্টিতে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৯৯. ফাইটোলাইসিসের ক্ষেত্রে বলা যায় –
    i. পানি বিয়োজিত হয়
    ii. হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন হয়
    iii. গ্যাস বিনিময় ঘটে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১০০. ATP, NADPH2 ও O2 তৈরি হয় কখন?
  • ক) অন্ধকার পর্যায়
  • খ) আলোক পর্যায়
  • গ) অচক্রিয় ফটোফসফোরাইলেশন
  • ঘ) চক্রীয় ফটোফসফোরাইলেশন
  • সঠিক উত্তর: (খ)
    ১০১. ADP ক্লোরোফিল ও সৌরশক্তির উপস্থিতিতে কী উৎপন্ন করে?
  • ক) GTP
  • খ) NAD
  • গ) FADH2
  • ঘ) ATP
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০২. অ্যাসিটাইল CO-A জারিত হওয়ার পর্যায়টি কে আবিষ্কার করেন?
  • ক) ক্রেবস
  • খ) হ্যাচ ও স্ল্যাক
  • গ) ব্ল্যাকম্যান
  • ঘ) ক্যালভিন
  • সঠিক উত্তর: (ক)
    ১০৩. সূর্যালোক ও ক্লোরোফিল সহায়তায় পানি বিয়োজিত হয়ে কী উৎপন্ন করে?
  • ক) ইলেকট্রন
  • খ) প্রোটন
  • গ) নিউট্রন
  • ঘ) পজিট্রন
  • সঠিক উত্তর: (ক)
    ১০৪. জৈব যৌগে আবদ্ধ থাকে –
    i. ATP
    ii. NTP
    iii. NADPH
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১০৫. C4 উদ্ভিদের তুলনায় C3 উদ্ভিদে –
    i. সালোকসংশ্লেষণের হার কম
    ii. শ্বসনের হার কম
    iii. উৎপাদন ক্ষমতা কত
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১০৬. উদ্ভিদের বাহ্যিক প্রভাবক কোনটি?
  • ক) ক্লোরোফিল
  • খ) এনজাইম
  • গ) খনিজ পদার্থ
  • ঘ) হাইড্রোজেন
  • সঠিক উত্তর: (গ)
    ১০৭. শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু ATP তৈরি হয়?
  • ক) ৪
  • খ) ৬
  • গ) ৮
  • ঘ) ১৮
  • সঠিক উত্তর: (খ)
    ১০৮. উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক প্রক্রিয়া কোনটি?
  • ক) অবাত শ্বসন
  • খ) সবাত শ্বসন
  • গ) সালোকসংশ্লেষণ
  • ঘ) রেচন
  • সঠিক উত্তর: (খ)
    ১০৯. জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে 
    i. সকল উদ্ভিদের খাদ্য প্রস্তুত হয়
    ii. সকল প্রাণীর খাদ্য প্রস্তুত হয়
    iii. O2 ও CO2 এর সঠিক অনুপাত বজায় থাকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১০. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় হাইড্রোজেন আয়ন কোনটি থেকে আসে?
  • ক) অক্সিজেন
  • খ) কার্বন ডাইঅক্সাইড
  • গ) পানি
  • ঘ) খনিজ লবণ
  • সঠিক উত্তর: (গ)
    ১১১. পত্রঝরা উদ্ভিদে শীতকালে পাতা ঝরে যায়। এ গাছগুলো বেঁচে থাকার জন্য ব্যবহার করে 
    i. সূর্যের আলো
    ii. মাটির পুষ্টি
    iii. সঞ্চিত খাবার
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১১২. আত্তীকরণ শক্তি বলা হয় –
    i. ATP
    ii. FADPH2
    iii. NADPH2
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১১৩. C6H12O6 C2H5OH+2CO2+ শক্তি (ATP) বিক্রিয়ার ক্ষেত্রে –
    i. অবাত শ্বসনে ঘটে
    ii. 2CO2 ও 56k cal/mol শক্তি উৎপন্ন করে
    iii. সবাত শ্বসনে ঘটে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১১৪. তুমি অধিক পরিমাণে পরিশ্রম করলে দ্রুত ক্লান্তি দূর করতে গ্রহণ করবে –
    i. শর্করা জাতীয় খাদ্য
    ii. প্রোটিন জাতীয় খাদ্য
    iii. ফ্যাট জাতীয় খাদ্য
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১১৫. বাতাসে অক্সিজেনের হার বেড়ে গেলে সালোকসংশ্লেষণের হার –
  • ক) বেড়ে যায়
  • খ) কমে যায়
  • গ) সম্পূর্ণ বন্ধ হয়ে যায়
  • ঘ) অপরিবর্তিত থাকে
  • সঠিক উত্তর: (গ)
    ১১৬. ক্লোরোফিলের প্রধান উপকরণ কোনটি?
  • ক) অক্সিজেন
  • খ) নাইট্রোজেন
  • গ) ফসফরাস
  • ঘ) আয়রন
  • সঠিক উত্তর: (খ)
    ১১৭. ফার্মেন্টেশনের মাধ্যমে –
    i. দধি তৈরি হয়
    ii. রুটি ফাঁপা হয়
    iii. পনির তৈরি হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১১৮. কত সালে C4 গতিপথ আবিষ্কৃত হয়?
  • ক) ১৯৯৫ সালে
  • খ) ১৯৭১ সালে
  • গ) ১৯৬৯ সালে
  • ঘ) ১৯৬৬ সালে
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১৯. তুমি দুর্বাঘাসকে ইট দিয়ে ঢেকে দিলে, কিছুদিন পর লক্ষ করলে সেগুলো হলুদ বা সাদা হয়ে গেছে। এর কারণ হলো –
    i. সূর্যালোকের অনুপস্থিতি
    ii. বায়ুর অনুপস্থিতি
    iii. পানির অনুপস্থিতি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১২০. কোন উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার বেশি?
  • ক) জলজ উদ্বিধ
  • খ) স্থলজ উদ্ভিদ
  • গ) মরুজ উদ্ভিদ
  • ঘ) লবণাক্ত উদ্ভিদ
  • সঠিক উত্তর: (ক)
    ১২১. সালোকসংশ্লেষণ কম হয় কোন আলোতে?
  • ক) লাল
  • খ) নীল
  • গ) কমলা
  • ঘ) সবুজ
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২২. ক্যালভিন চক্রের ক্ষেত্রে প্রযোজ্য –
    i. বায়ুমন্ডলের কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্রের মধ্য দিয়ে প্রবেশ করে
    ii. রাইবোলোজ ১,৫ ডাইফসফেট তৈরি হয়
    iii. অধিকাংশ উদ্ভিদে এ প্রক্রিযায় শর্করা তৈরি হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ)
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২৩. ক্রেবস চক্র উৎপন্ন হয় –
    i. তিন অণু NADH2
    ii. এক অণু FADH2
    iii. এক অণু GTP
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২৪. সবাত ও অবাত শ্বসন প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি?
  • ক) ক্রেবস চক্র
  • খ) অ্যাসিটাইল কোএ
  • গ) গ্লাইকোলাসিস
  • ঘ) ইলেকট্রন প্রবাহতন্ত্র
  • সঠিক উত্তর: (গ)
    ১২৫. ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় তৈরি হয়?
    i. ATP
    ii. FADPH2
    iii. NADPH2
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১২৬. সবাত শ্বসন প্রক্রিয়ায় কত অণু CO2 উৎপন্ন হয়?
  • ক) ২ অণু
  • খ) ৪ মণু
  • গ) ৬ অণু
  • ঘ) ৮ অণু
  • সঠিক উত্তর: (গ)
    ১২৭. সালোকসংশ্লেষণের সময় ADP সৌরশক্তি গ্রহণ করে ADP তে পরিণত হওয়াকে কী বলে?
  • ক) ফটোফসফোরাইলেশন
  • খ) শ্বসন
  • গ) ক্রেবচক্র
  • ঘ) অভিস্রবণ
  • সঠিক উত্তর: (ক)
    ১২৮. সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিনত করে কী উৎপন্ন করে?
  • ক) ATP
  • খ) NADP
  • গ) NAP
  • ঘ) NAD
  • সঠিক উত্তর: (ক)
    ১২৯. যে সমস্ত উদ্ভিদে C4 ঘটে –
    i. মুথা ঘাস
    ii. অ্যামারান্থাস
    iii. আম গাছ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৩০. সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য শক্তি ব্যবহার করে?
  • ক) অভিস্রবণ প্রক্রিয়া
  • খ) রেচন প্রক্রিয়া
  • গ) বিপাক প্রক্রিয়া
  • ঘ) শ্বসন প্রক্রিয়া
  • সঠিক উত্তর: (গ)
    ১৩১. ল্যাকটিড এসিড ফার্মেন্টেশনের মাধ্যমে কোন প্রক্রিয়ায় দই পনির উৎপাদিত হয়?
  • ক) শ্বসন
  • খ) সালোকসংশ্লেষণ
  • গ) ব্যাপন
  • ঘ) প্রস্বেদন
  • সঠিক উত্তর: (ক)
    ১৩২. ঘাস জাতীয় উদ্ভিদে পরিচালিত হয় –
    i. ক্যালভিন চক্র
    ii. হ্যাচ ও স্ল্যাক চক্র
    iii. C4 গতিপথ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৩৩. বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ১% বৃদ্ধি পেলে –
  • ক) সালোকসংশ্লেষণের পরিমাণ হ্রাস পায়
  • খ) সালোকসংশ্লেষণের পরিমাণ বৃদ্ধি পায়
  • গ) সালোকসংশ্লেষণ প্রক্রিয়া একেবারে বন্ধ হয়ে যায়
  • ঘ) শ্বসন প্রক্রিয়া বন্ধ থাকে
  • সঠিক উত্তর: (খ)
    ১৩৪. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সৃষ্ট অক্সিজেনের উৎস সম্পর্কে বলা যায় –
    i. জারণ-বিজারণ বিক্রিয়া
    ii. আলোক পর্যায়
    iii. ভ্যান নীল বিক্রিয়া
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৩৫. স্যার হেনস ক্রেবস কোন দেশের প্রাণ রসায়নবিদ?
  • ক) ইংল্যান্ড
  • খ) আমেরিকা
  • গ) ফ্রান্স
  • ঘ) জার্মানী
  • সঠিক উত্তর: (ক)
    ১৩৬. Biochemical এর বাংলা নাম কী?
  • ক) জীব রসায়ন
  • খ) জৈব রাসায়নিক
  • গ) জৈব রসায়ন
  • ঘ) জীব রাসায়নিক
  • সঠিক উত্তর: (খ)
    ১৩৭. কোন প্রক্রিয়ায় প্রস্তুতকৃত দ্রব্য বিপাকীয় ক্রিয়া শেষে উদ্ভিদের ফল, মূল, কান্ড ও পাতায় সঞ্চিত হয়?
  • ক) শ্বসন
  • খ) সালোকসংশ্লেষণ
  • গ) প্রস্বেদন
  • ঘ) অভিস্রবন
  • সঠিক উত্তর: (খ)
    ১৩৮. সবাত শ্বসনের চতুর্থ ধাপ কোনটি?
  • ক) অ্যাসিটাইল-কো
  • খ) ক্রেবসচক্র
  • গ) ইলেকট্রন প্রবাহতন্ত্র
  • ঘ) গ্লাইকোলাইসিস
  • সঠিক উত্তর: (গ)
    ১৩৯. জীবনীশক্তি কোনটি?
  • ক) NADPH
  • খ) ATP
  • গ) NA2DP
  • ঘ) PND
  • সঠিক উত্তর: (ক)
    ১৪০. সালোকসংশ্লেষণে আলোর ভূমিকা –
    i. প্রয়োজনীয় শক্তির উৎস আলো
    ii. সবুজ ও হলুদ আলোতে সালোকসংশ্লেষণ ভাল হয়
    iii. লাল, নীল ও কমলা আলোতে সালোকসংশ্লেষণ ভাল হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৪১. ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় –
    i. ATP ভেঙ্গে ADP তৈরি হয়
    ii. ADP, ATP তে পরিণত হয়
    iii. ADP সৌরশক্তি গ্রহণ করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৪২. উদ্ভিদ থেকে পাওয়া যায় –
    i. অন্ন, বস্ত্র
    ii. শিল্পসামগ্রী, ঔষধ
    iii. জ্বালানি কয়লা, পেট্রোল
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪৩. সবুজ পাতা আয়োডিন দ্রবণে কী বর্ণ ধারণ করে?
  • ক) লাল
  • খ) নীল
  • গ) হলুদ
  • ঘ) গোলাপী
  • সঠিক উত্তর: (খ)
    ১৪৪. সবুজ উদ্ভিদে কার্বন বিজারণের গতি পথ হলো –
    i. ক্যালভিন চক্র
    ii. হ্যাচ ও স্ল্যাক চক্র
    iii. ফ্রেসুলেসিয়ান এসিড বিপাক
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪৫. শ্বসনের বাহ্যিক প্রভাবক –
  • ক) তাপমাত্রা
  • খ) খাদ্যদ্রব্য
  • গ) কোষের বয়স
  • ঘ) অজৈব লবণ
  • সঠিক উত্তর: (ক)
    ১৪৬. কোন কোষে শ্বসন হার বেশি হয়?
  • ক) অল্পবয়স্ক কোষে
  • খ) মধ্যবয়স্ক কোষে
  • গ) বৃদ্ধ কোষে
  • ঘ) মৃত কোষে
  • সঠিক উত্তর: (ক)
    ১৪৭. ক্রেসুলিয়াম এসিড বিপাকের ক্ষেত্রে বলা যায় –
    i. CO2 আত্মীকরণের সময়ে অম্লতার সৃষ্টি করে
    ii. C4 এসিড উৎপন্ন করে
    iii. এসব উদ্ভিদের পত্ররন্ধ্র রাতে খোলা থাকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪৮. অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন হয় তাতে –
    i. শ্বসনিক বস্তুর আংশিক জারণ হয়
    ii. ল্যাকটিক এসিড উৎপন্ন হয়
    iii. বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৪৯. সালোকসংশ্লেষণ ভালো হয় –
    i. লাল ও নীল আলোতে
    ii. কমলা ও বেগুনী আলোতে
    iii. সবুজ ও হলুদ আলোতে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৫০. বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত?
  • ক) ০.০৩%
  • খ) ২০.৯৫%
  • গ) ৭৫.৮%
  • ঘ) ৩৩.০%
  • সঠিক উত্তর: (খ)
    ১৫১. অবাত শ্বসন কোন জীবে ঘটে?
  • ক) ভাইরাস
  • খ) ব্যাকটেরিয়া
  • গ) ছত্রাক
  • ঘ) ভিরয়েডস
  • সঠিক উত্তর: (খ)
    ১৫২. সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় সৌরশক্তিকে কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে?
  • ক) শ্বসন প্রক্রিয়া
  • খ) সালোকসংশ্লেষণ প্রক্রিয়া
  • গ) রেচন প্রক্রিয়া
  • ঘ) অভিস্রবণ প্রক্রিয়া
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৩. স্যার হ্যানস ক্রেবস –
    i. প্রাণ রসায়নবিদ
    ii. অণুজীববিদ
    iii. ইংরেজ বিজ্ঞানী
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৫৪. সবাত শ্বসন প্রক্রিয়ায় কত কিলোক্যালরি শক্তি উৎপন্ন হয়?
  • ক) ৫৬
  • খ) ৫৬৬
  • গ) ৬৮৮
  • ঘ) ৭৬৬
  • সঠিক উত্তর: (গ)
    ১৫৫. উদ্ভিদ কোষে খুব বেশি পরিমাণ ক্লোরোফিল থাকলে কী ঘটে?
  • ক) সালোকসংশ্লেষণ বৃদ্ধি পায়
  • খ) সালোকসংশ্লেষণ হ্রাস পায়
  • গ) শ্বসন বৃদ্ধি পায়
  • ঘ) শ্বসন হ্রাস পায়
  • সঠিক উত্তর: (ক)
    ১৫৬. সালোকসংশ্লেষণ প্রক্রিযায় উদ্ভিদ শতকরা কত ভাগ পর্যন্ত CO2 ব্যবহার করতে পারে?
  • ক) এক ভাগ
  • খ) দুই ভাগ
  • গ) তিন ভাগ
  • ঘ) চার ভাগ
  • সঠিক উত্তর: (ক)
    ১৫৭. শ্বসনের ক্ষেত্রে EMP বলা হয় কোনটিকে?
  • ক) গ্লাইকোলাইসিস
  • খ) ক্রেবসচক্র
  • গ) অ্যাসিটাইল-কো
  • ঘ) ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম
  • সঠিক উত্তর: (ক)
    ১৫৮. কত তাপমাত্রায় শ্বসনিক ক্রিয়া ভালভাবে চলে?
  • ক) ২২-৩৫০ সে.
  • খ) ৪০-৬০০ সে.
  • গ) ২০-৪৫০ সে.
  • ঘ) ৩৩-৩৫০ সে.
  • সঠিক উত্তর: (গ)
    ১৫৯. পাউরুটি তৈরিতে কী ব্যবহার করা হয়?
  • ক) ব্যাকটেরিয়া
  • খ) ঈস্ট
  • গ) প্রোটোজোয়া
  • ঘ) ছত্রাক
  • সঠিক উত্তর: (খ)
    ১৬০. সবাত ও অবাত শ্বসনের প্রথম পর্যায় কোনটি?
  • ক) অ্যাসিটাইল কো-এনজাইম
  • খ) ক্রেবস চক্র
  • গ) ইলেকট্রন প্রবাহ
  • ঘ) গ্লাইকোলাইসিস প্রক্রিয়া
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬১. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহলের পরিমাণ –
  • ক) ৯৫%
  • খ) ৭৫%
  • গ) ৮৫%
  • ঘ) ৫৫%
  • সঠিক উত্তর: (ক)
    ১৬২. নিকোটিনামাইড অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট বলা হয় কোনটিকে?
  • ক) ANDPH2
  • খ) ADP
  • গ) FADH2
  • ঘ) ATP
  • সঠিক উত্তর: (ক)
    ১৬৩. উদ্ভিদের শ্বসন প্রক্রিয়ায় শ্বসনিক বস্তু হলো –
    i. ইথানয়িক এসিড
    ii. শর্করা জাতীয় খাদ্য
    iii. খনিজ লবণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৬৪. C4 গতিপথে ম্যালিত এসিড কোথায় প্রবেশ করে?
  • ক) ক্লোরোপ্লাস্টে
  • খ) ক্রোমোপ্লাস্টে
  • গ) লিউকোপ্লাস্টে
  • ঘ) গলজি বস্তুতে
  • সঠিক উত্তর: (ক)
    ১৬৫. দুধ হতে দই তৈরি করতে তুমি ব্যবহার করবে –
    i. ঈস্ট
    ii. প্রোটোজোয়া
    iii. পুরাতন দই
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৬৬. যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে হয় তাকে কী বলে?
  • ক) সবাত শ্বসন
  • খ) অবাত শ্বসন
  • গ) ব্যাপন
  • ঘ) অভিস্রবণ
  • সঠিক উত্তর: (খ)
    ১৬৭. কার্বন-বিজারণ পর্যায়ে জীবনীশক্তি সঞ্চিত হয় –
    i. জৈব যৌগের অণুতে
    ii. অজৈব যৌগের অণুতে
    iii. শর্করার অণুতে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৬৮. গবেষণাগারে রাতের বেলায় উদ্ভিদের সালোকসংশ্লেষণের জন্য ব্যবহৃত হয় 
    i. টিউব লাইট
    ii. ডিম লাইট
    iii. সঞ্চিত খাবার
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৬৯. সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিযোজিত হয়ে উৎপন্ন হয় 
    i. অক্সিজেন
    ii. হাইড্রোজেন
    iii. ইলেকট্রন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭০. শক্তির মূল উৎস কী?
  • ক) আলো
  • খ) সূর্য
  • গ) বিদ্যুৎ
  • ঘ) তাপ
  • সঠিক উত্তর: (খ)
    ১৭১. C4 চক্র পরিচালিত হয় কোন উদ্ভিদে?
  • ক) মুথা ঘাস
  • খ) আম গাছ
  • গ) জাম গাছ
  • ঘ) সাইকাস
  • সঠিক উত্তর: (ক)
    ১৭২. কোষে ক্লোরোফিল বেশি পরিমাণে থাকলে কী ঘটে?
  • ক) এনজাইমের অভাব
  • খ) এনজাইমের আধিক্য
  • গ) ভিটামিনের অভাব
  • ঘ) ভিটামিনের আধিক্য
  • সঠিক উত্তর: (ক)
    ১৭৩. শ্বসনের সময় জীবদেহে বর্তমান স্থৈতিক শক্তি থেকে উদ্ভূত হয় কোনটি?
  • ক) তাপশক্তি
  • খ) শব্দশক্তি
  • গ) আলোকশক্তি
  • ঘ) বিভবশক্তি
  • সঠিক উত্তর: (ক)
    ১৭৪. ATP এর পূর্ণ রূপ হলো –
  • ক) Adenosine Monophosphate
  • খ) Adenosire diphosphate
  • গ) Adenosine Triphosphate
  • ঘ) Adenosine Lexaphosphate
  • সঠিক উত্তর: (ক)
    ১৭৫. শ্বসন ক্রিয়ার হার মন্থর কোথায়?
  • ক) ফুল ও পাতার কুড়িতে
  • খ) অঙ্কুরিত বীজে
  • গ) মূল ও কান্ডে
  • ঘ) মূলত ও কান্ডের অগ্রভাগে
  • সঠিক উত্তর: (গ)
    ১৭৬. ATP ও NADPH + H+ কে কী বলা হয়?
  • ক) আত্মীকরণ শক্তি
  • খ) শক্তি মুদ্রা
  • গ) রূপান্তরিত মুদ্রা
  • ঘ) বিকেন্দ্রীকরণ শক্তি
  • সঠিক উত্তর: (ক)
    ১৭৭. সাধারণ তাপমাত্রায় জীবদেহের প্রতিটি কোষে শুধু দিনে চলে কোন প্রক্রিয়া?
  • ক) সালোকসংশ্লেষণ
  • খ) শ্বসন
  • গ) প্রস্বেদন
  • ঘ) অভিস্রবণ
  • সঠিক উত্তর: (ক)
    ১৭৮. পত্ররন্ধ্রের মাধ্যমে সবুজ উদ্ভিদ বায়ু থেকে কী গ্রহণ করে?
  • ক) O2
  • খ) CO2
  • গ) H2
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (খ)
    ১৭৯. সূর্যালোকের প্রভাবে 
    i. ক্যালভিন চক্র পরিচালিত হয়
    ii. ক্লোরোফিল সৃষ্টি ত্বরান্বিত হয়
    iii. পত্ররন্ধ্র উন্মুক্ত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৮০. উদ্ভিদ কিসের সাহায্যে গ্যাস চালনা করে?
  • ক) বাকলের লেন্টিসেল
  • খ) প্লাজমা মেমব্রেন
  • গ) কোষ ঝিলি
  • ঘ) কোষপ্রাচীর
  • সঠিক উত্তর: (ক)
    ১৮১. সালোকসংশ্লেষণের বাহ্যিক প্রভাবক হলো 
    i. কার্বন ডাইঅক্সাইড
    ii. হাইড্রোজেন
    iii. অক্সিজেন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৮২. বায়ুদূষণের ফলে সবুজ পাতার ওপর ধুলোবালির আস্তরণ পড়লে ফসলের উৎপাদন –
    i. কমে যায়
    ii. বেড়ে যায়
    iii. পরিবর্তিত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৮৩. ১ অণু FADH2 কত অণু ATP এর সমান?
  • ক) ৫
  • খ) ৪
  • গ) ৩
  • ঘ) ২
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮৪. ক্রেবস চক্রে কত অণু গুয়ানোসিন ট্রাই ফসফেট উৎপন্ন হয়?
  • ক) ২
  • খ) ৩
  • গ) ৪
  • ঘ) ৫
  • সঠিক উত্তর: (ক)
    ১৮৫. সালোকসংশ্লেষণের বাহ্যিক প্রভাবকগুলো –
    i. তাপমাত্রা
    ii. পানি
    iii. অক্সিজেন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮৬. শ্বেতসার পরীক্ষা করার জন্য আয়োডিন দ্রবণের প্রয়োজন –
  • ক) ২%
  • খ) ৩%
  • গ) ৪%
  • ঘ) ১%
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮৭. ADP এর পূর্ণরূপ কোনটি?
  • ক) Adenosine Monophosphate
  • খ) Adenosire diphosphate
  • গ) Adenosine Triphosphate
  • ঘ) Adenosine Lexaphosphate
  • সঠিক উত্তর: (খ)
    ১৮৮. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক শক্তি কী শক্তি উৎপন্ন করে?
  • ক) বিদ্যুৎ শক্তি
  • খ) রাসায়নিক শক্তি
  • গ) তাপ শক্তি
  • ঘ) জৈব শক্তি
  • সঠিক উত্তর: (খ)
    ১৮৯. সালোকসংশ্লেষণ চলতে পারে না –
    i. ০০ সে. এর কাছাকাছি তাপমাত্রায়
    ii. ৪৫০ সে. তাপমাত্রার উপরে
    iii. ৩০০ সে. তাপমাত্রার নিচে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৯০. শ্বসন প্রক্রিয়ার জন্য নিচের কোন তথ্যটি সঠিক?
  • ক) ২৪ ঘন্টা চলে
  • খ) মৃদু সূর্যালোকে চলে
  • গ) তীব্র সূর্যালোকে চলে
  • ঘ) অন্ধকারে চলে
  • সঠিক উত্তর: (ক)
    ১৯১. সবাত শ্বসনে CO2 গ্যাস নির্গত হতে কোনটি প্রয়োজন?
  • ক) রেস্পিরোস্কোপ
  • খ) টেলিস্কোপ
  • গ) পেরিস্কোপ
  • ঘ) সরল অণুবীক্ষণ যন্ত্র
  • সঠিক উত্তর: (ক)
    ১৯২. সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করেন কে?
  • ক) আলেকজান্ডার ফ্লেমিং
  • খ) ব্ল্যাকম্যান
  • গ) হ্যাচ ও স্ল্যাক
  • ঘ) ক্রেবস
  • সঠিক উত্তর: (খ)
    ১৯৩. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তি 
    i. রাসায়নিক শক্তিতে পরিণত হয়
    ii. ATP তে আবদ্ধ হয়
    iii. NADPH এ আবদ্ধ হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯৪. সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হওয়ার প্রক্রিয়ার নাম হলো –
  • ক) হাইড্রোলাইসিস
  • খ) ফটোফসফোরাইলেশন
  • গ) ফসফোরাইলেশন
  • ঘ) ফটোলাইসিস
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯৫. ATP ও NADPH কে কী বলে?
  • ক) আত্মরক্ষাকারী শক্তি
  • খ) আত্তীকরণ শক্তি
  • গ) আকর্ষণ শক্তি
  • ঘ) বিকর্ষণ শক্তি
  • সঠিক উত্তর: (ক)
    ১৯৬. ক্যালভিন তার আবিষ্কারের জন্য কত সালে নোবেল পুরস্কার লাভ করে?
  • ক) ১৯৬০ সালে
  • খ) ১৯৬২ সালে
  • গ) ১৯৬১ সালে
  • ঘ) ১৯৫৩ সালে
  • সঠিক উত্তর: (গ)
    ১৯৭. অ্যাসিটাইল কোএ কয় কার্বন বিশিষ্ট?
  • ক) 2
  • খ) 3
  • গ) 4
  • ঘ) 5
  • সঠিক উত্তর: (ক)
    ১৯৮. গ্লাইকোলাইসিস পর্যায়টি –
    i. সবাত শ্বসনের প্রথম পর্যায়
    ii. অবাত শ্বসনের প্রথম পর্যায়
    iii. মাইটোকন্ড্রিয়াতে ঘটে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৯৯. সবাত শ্বসন প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে উৎপন্ন করে –
    i. ৬ অণু CO2
    ii. ১২ অণু পানি
    iii. ৩৮টি ATP
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০০. ইথাইল অ্যালকোহলের সংকেত কোনটি?
  • ক) C3H4O3
  • খ) CH4OH
  • গ) C2H5OH
  • ঘ) C6H12O2
  • সঠিক উত্তর: (গ)
    ২০১. সবাত শ্বসনের ক্ষেত্রে –
    i. উচ্চ শ্রেণির জীবে হয়
    ii. বেশি জৈব শক্তি উৎপন্ন হয়
    iii. খাদ্য ভেঙে তাপ উৎপন্ন করতে পারে না
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২০২. C4 গতিপথের আর এক নাম কী?
  • ক) ক্যালভিন চক্র
  • খ) বেনসন চক্র
  • গ) ক্রেব চক্র
  • ঘ) হ্যাচ ও স্ল্যাক চক্র
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০৩. শ্বসন প্রক্রিয়ায় পরীক্ষার জন্য কোনটি প্রয়োজন?
  • ক) ছোলা
  • খ) অংকুরিত ছোলাবীজ
  • গ) শৈবাল
  • ঘ) ছোলা গাছ
  • সঠিক উত্তর: (ক)
    ২০৪. ব্লাকম্যান কোন ধরনের বিজ্ঞানী ছিলেন?
  • ক) উদ্যানতত্ত্ববিদ
  • খ) শারীরতত্ত্ববিদ
  • গ) ভ্রূণতত্ত্ববিদ
  • ঘ) চিকিৎসাবিদ
  • সঠিক উত্তর: (খ)
    ২০৫. সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান হলো –
    i. কার্বন ডাইঅক্সাইড, পানি
    ii. আলোক শক্তি, ক্লোরোফিল
    iii. হাইড্রোজেন, অক্সিজেন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২০৬. জীবে শ্বসন ক্রিয়া চলে –
  • ক) দিনে
  • খ) রাতে
  • গ) বিকেলে
  • ঘ) সবসময়
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০৭. সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিযায় কোন খাদ্য তৈরি করে?
  • ক) প্রোটিন
  • খ) শর্করা
  • গ) আমিষ
  • ঘ) লিপিড
  • সঠিক উত্তর: (খ)
    ২০৮. কোনটির মাধ্যমে O2 এবং CO2 এর সঠিক অনুপাত রক্ষিত আছে?
  • ক) ব্যাপন
  • খ) শ্বসন
  • গ) অভিস্রবণ
  • ঘ) সালোকসংশ্লেষণ
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০৯. C4 গতিপথের বিজ্ঞানী কোন দেশের?
  • ক) যুক্তরাষ্ট্র
  • খ) যুক্তরাজ্য
  • গ) ক্রেব চক্র
  • ঘ) হ্যাচ ও স্ল্যাক চক্র
  • সঠিক উত্তর: (ঘ)
    ২১০. শ্বসন ক্রিয়ায় উৎপন্ন হয় –
    i. পানি
    ii. 38 ATP
    iii. গ্লুকোজ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২১১. C3 গতিপথ আবিষ্কারকের নাম কী?
  • ক) ক্যালভিন বেনসন
  • খ) ক্যালভিন হ্যাবস
  • গ) রবার্ট বেনসন
  • ঘ) ক্যালভিন মুলার
  • সঠিক উত্তর: (ক)
    ২১২. উদ্ভিদে শ্বসন ক্রিয়ার হার বেশি কোথায়?
  • ক) বাকলে
  • খ) ফলে
  • গ) বর্ধিষ্ণু অঞ্চলে
  • ঘ) পাতায়
  • সঠিক উত্তর: (গ)
    ২১৩. আলোর পরিমান অত্যাধিক বেড়ে গেলে –
    i. পাতার অভ্যন্তরস্থ এনজাইম নষ্ট হয়ে যায়
    ii. ক্লোরোফিল উৎপাদন কম হয়
    iii. সালোকসংশ্লেষণের হার কমে যায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২১৪. দিনের বেলায় সালোকসংশ্লেষণের হার অধিক হয় কেন?
  • ক) পর্যাপ্ত বায়ু থাকায়
  • খ) পর্যাপ্ত আলো থাকায়
  • গ) পর্যাপ্ত জলীয় বাষ্প থাকায়
  • ঘ) পর্যাপ্ত কার্বন ডাই-অক্সাইড থাকায়
  • সঠিক উত্তর: (খ)
    ২১৫. বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত?
  • ক) ০.০৩%
  • খ) ০.০০৩%
  • গ) ০.৩০%
  • ঘ) ০.০০২%
  • সঠিক উত্তর: (ক)
    ২১৬. Assimilatory এর বাংলা কী?
  • ক) আত্তীকরণ শক্তি
  • খ) আকর্ষণ শক্তি
  • গ) বিকর্ষণ শক্তি
  • ঘ) আত্মরক্ষাকারী শক্তি
  • সঠিক উত্তর: (ক)
    ২১৭. সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কত প্রকার?
  • ক) ২ প্রকার
  • খ) ৩ প্রকার
  • গ) ৪ প্রকার
  • ঘ) ৫ প্রকার
  • সঠিক উত্তর: (ক)
    ২১৮. ক্লোরোফিল অণু আলোকরশ্মির কী শোষণ করে?
  • ক) বর্ণ
  • খ) তাপ
  • গ) ফোটন
  • ঘ) শক্তি
  • সঠিক উত্তর: (গ)
    ২১৯. ক্লোরোফিলের প্রধান উপকরণ কী?
  • ক) নাইট্রোজেন ও মিথেন
  • খ) মিথেন ও ম্যাগনেসিয়াম
  • গ) মিথেন ও সালফার
  • ঘ) নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২০. ফসলের জীবনীশক্তি বা বায়োএনার্জি বাড়াতে প্রয়োগ করতে হবে –
    i. পর্যাপ্ত পানি
    ii. পর্যাপ্ত CO2
    iii. পর্যাপ্ত সায়ানাইড
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২২১. শক্তি জমা রাখে কোনটি?
  • ক) NADPH
  • খ) GTP
  • গ) ATP
  • ঘ) NAD
  • সঠিক উত্তর: (গ)
    ২২২. অবাত শ্বসন প্রক্রিয়ায় সর্বমোট কত ক্যালরি শক্তি উৎপন্ন হয়?
  • ক) 55 k cal/Mol
  • খ) 56 k cal/Mol
  • গ) 45 k cal/Mol
  • ঘ) 50 k cal/Mol
  • সঠিক উত্তর: (খ)
    ২২৩. মানবজাতি ও অন্যান্য জীবজন্তুর অস্তিত্ব নির্ভর করে –
    i. উদ্ভিদের ব্যবহৃত খাদ্যের উপর
    ii. উদ্ভিদ দ্বারা সঞ্চিত খাদ্যের উপর
    iii. সালোকসংশ্লেষণের উপর
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২২৪. অক্সিজেনবিহীন পরিবেশে সালোকসংশ্লেষণ সম্পূর্ণ বন্ধ থাকার কারণ –
    i. শ্বসন বন্ধ থাকা
    ii. বায়ুর ঘনমাত্রার ভিন্নতা
    iii. এনজাইমের নিষ্ক্রিয়তা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২২৫. ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো কোষের কোথায় ঘটে?
  • ক) সাইটোপ্লাজমে
  • খ) মাইটোকন্ড্রিয়ায়
  • গ) কোষ গহ্বরে
  • ঘ) রাইবোসোমে
  • সঠিক উত্তর: (খ)
    ২২৬. গ্লুকোজের সংকেত কোনটি?
  • ক) C12O6O6
  • খ) C6H6O6
  • গ) C6H12O6
  • ঘ) C6H12O2
  • সঠিক উত্তর: (গ)
    ২২৭. আলোকশক্তি গ্রহণে সক্ষম –
  • ক) প্লাস্টিড
  • খ) ক্লোরোফিল
  • গ) জ্যান্থোফিল
  • ঘ) ফাইকোবিলিন
  • সঠিক উত্তর: (খ)
    ২২৮. পাইরুভিক এসিডের অসম্পূর্ণ জারণ –
    i. এনজাইমের কার্যকারিতায় ঘটে
    ii. ইথাইল এলকোহল উৎপন্ন করে
    iii. শুধু এসিটিক এসিড উৎপন্ন করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২২৯. কোন আলোতে সালোকসংশ্লেষণ ভালো হয়?
  • ক) সবুজ
  • খ) হলুদ
  • গ) লাল
  • ঘ) আসমানী
  • সঠিক উত্তর: (গ)
    ২৩০. সবুজ উদ্ভিদের সালোকসংশ্লেষণিক অঙ্গ –
    i. সবুজ পাতা
    ii. সবুজ কান্ড
    iii. সবুজ মূল
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৩১. ইলেকট্রন প্রবাহতন্ত্রে উৎপন্ন হয় –
    i. FADH2
    ii. ATP ও পানি
    iii. ইলেকট্রন ও প্রোটন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৩২. ক্রেবস চক্রে মোট উৎপাদিত ATP এর পরিমাণ –
  • ক) ১৮টি
  • খ) ২২টি
  • গ) ২০টি
  • ঘ) ২৪টি
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৩৩. পাইরুভিক এসিডের সংকেত কোনটি?
  • ক) C3H4O3
  • খ) CH4OH
  • গ) C6H12O6
  • ঘ) C6H12O2
  • সঠিক উত্তর: (গ)
    ২৩৪. কোন উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার বেশি?
  • ক) C3 উদ্ভিদ
  • খ) C4 উদ্ভিদ
  • গ) নিম্নশ্রেণির উদ্ভিদ
  • ঘ) বিরুৎ উদ্ভিদ
  • সঠিক উত্তর: (খ)
    ২৩৫. অক্সিজেন প্রাপ্যতার ভিত্তিতে শ্বসনকে কতভাগে ভাগ করা যায়?
  • ক) ৫
  • খ) ৪
  • গ) ৩
  • ঘ) ২
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৩৬. সালোকসংশ্লেষণ সবচেয়ে ভালো হয় কত তরঙ্গ দৈর্ঘ্যে?
  • ক) ৬৮০ nm
  • খ) ৩৮০ nm
  • গ) ৫৮০ nm
  • ঘ) ২৮০ nm
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৩৭. সালোকসংশ্লেষণ প্রক্রিয়া আবিষ্কারকের নাম কী?
  • ক) ব্লুম্যান
  • খ) ব্লাকম্যান
  • গ) টমসন
  • ঘ) হ্যাচ
  • সঠিক উত্তর: (খ)
    ২৩৮. গ্লুকোজ জারণের ফলে সৃষ্ট পদার্থ হলো –
  • ক) কিটোএসিড
  • খ) পাইরুভিক এসিড
  • গ) অ্যাসিটাইল কো এ
  • ঘ) FADH2
  • সঠিক উত্তর: (খ)
    ২৩৯. ব্লাকম্যান কত সালে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া আবিষ্কার করেন?
  • ক) ১৯০৫
  • খ) ১৯০১
  • গ) ১৯১০
  • ঘ) ১৯২৩
  • সঠিক উত্তর: (ক)
    ২৪০. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন হয় –
    i. H2O
    ii. CO2
    iii. O2
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৪১. সালোকসংশ্লেষণের জন্য পরিমিত তাপমাত্রা কত?
  • ক) ১২-১৫০ C
  • খ) ২০-২৭০ C
  • গ) ২২-৩৫০ C
  • ঘ) ৩৫-৩৭০ C
  • সঠিক উত্তর: (গ)
    ২৪২. সবুজ উদ্ভিদে CO2 বিজারণ গতিপথ কয়টি?
  • ক) ৪টি
  • খ) ৫টি
  • গ) ২টি
  • ঘ) ৩টি
  • সঠিক উত্তর: (গ)
    ২৪৩. সাধারণত তাপমাত্রায় জীবদেহের প্রতিটি কোষে শ্বসন ক্রিয়া কত সময়ে ঘটে?
  • ক) ১২ ঘন্টা
  • খ) ২০ ঘন্টা
  • গ) ২৪ ঘন্টা
  • ঘ) ৮ ঘন্টা
  • সঠিক উত্তর: (গ)
    ২৪৪. সালোকসংশ্লেষণ হার নির্ভরশীল –
    i. নতুন ক্লোরোপ্লাস্ট সৃষ্টির হারের উপর
    ii. অক্সিজেনের পরিমানের উপর
    iii. ক্লোরোপ্লাস্টের উপাদান সৃষ্টির হারের উপর
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২৪৫. কোনটি ভেঙ্গে 3PGA উৎপন্ন হয়?
  • ক) ফসফোগ্লিসারিক এসিড
  • খ) কিটো এসিড
  • গ) রাইবুলোজ ১, ৫ ডাইফসফেট
  • ঘ) ফসফোগ্লিসার‌্যাল্ডিহাইড
  • সঠিক উত্তর: (খ)
    ২৪৬. কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে গেলে সালোকসংশ্লেষণ –
  • ক) কমবে
  • খ) বাড়বে
  • গ) বন্ধ হয়ে যাবে
  • ঘ) অপরিবর্তিত থাকবে
  • সঠিক উত্তর: (ক)
    ২৪৭. কত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভাল হয়?
  • ক) ৯৮০ nm
  • খ) ৮৬০ nm
  • গ) ৭৮০ nm
  • ঘ) ৬৮০ nm
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৪৮. ATP কে ভেঙ্গে কোনটি তৈরি করে?
  • ক) AMP
  • খ) NAD
  • গ) NADH2
  • ঘ) GTP
  • সঠিক উত্তর: (ক)
    ২৪৯. কোনটি ছাড়া সবাত শ্বসন অসম্ভব?
  • ক) CO2
  • খ) O2
  • গ) H2O
  • ঘ) H2
  • সঠিক উত্তর: (খ)
    ২৫০. সবুজ উদ্ভিদের প্রস্তুতকৃত খাদ্য ব্যবহারের পর অবশিষ্ট খাদ্য নিচের কোনটিতে সঞ্চিত থাকে?
  • ক) পাতায়
  • খ) বাকলে
  • গ) ফুলে
  • ঘ) মাটিতে
  • সঠিক উত্তর: (ক)
    ২৫১. ছোলা বীজের কোষ মেরে ফেলার জন্য কী ব্যবহৃত হয়?
  • ক) সোডিয়াম ক্লোরাইড
  • খ) পটাসিয়াম ক্লোরাইড
  • গ) মারকিউরিক ক্লোরাইড
  • ঘ) সালফিউরিক এসিড
  • সঠিক উত্তর: (গ)
    ২৫২. বায়ুতে CO2 এর ঘনত্ব বেড়ে গেলে শ্বসন হার কমে যায়, কারণ –
    i. O2 এর ঘনত্ব কমে যায়
    ii. N2 এর ঘনত্ব বেড়ে যায়
    iii. জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৫৩. সবাত শ্বসনে মোট কত অণু CO2 উৎপন্ন হয়?
  • ক) চার অণু
  • খ) পাঁচ অণু
  • গ) ছয় অণু
  • ঘ) আট অণু
  • সঠিক উত্তর: (গ)
    ২৫৪. কোন প্রক্রিয়ায় Assmilatory power উৎপন্ন হয়?
  • ক) Rerspiration
  • খ) Photophosphorylation
  • গ) Photolysis
  • ঘ) Photosynthesis
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৫৫. আলোক নির্ভর পর্যায়ে –
    i. আলো অপরিহার্য
    ii. সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়
    iii. ক্লোরোফিল অণু আলোকরশ্মির ফোটন শোষণ করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৫৬. সবাত শ্বসন কয়টি ধাপে সম্পন্ন হয়?
  • ক) ২টি
  • খ) ৩টি
  • গ) ৪টি
  • ঘ) ৫টি
  • সঠিক উত্তর: (ক)
    ২৫৭. শ্বসন হতে পারে –
    i. সবাত শ্বসন
    ii. অবাত শ্বসন
    iii. C3 শ্বসন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৫৮. সালোকসংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক হলো –
    i. ক্লোরোফিল
    ii. পাতার বয়স ও সংখ্যা
    iii. অক্সিজেন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৫৯. আলোক নির্ভর পর্যায়ে ক্লোরোফিল অণু কী শোষণ করে?
  • ক) আলোক রশ্মির ফোটন
  • খ) বিদ্যুৎ রশ্মির ফোটন
  • গ) তাপ শক্তি
  • ঘ) ATP শক্তি
  • সঠিক উত্তর: (ক)
    ২৬০. শ্বসনিক বস্তু কোনটি?
    i. শর্করা
    ii. প্রোটিন
    iii. ফ্যাট
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৬১. সালোকসংশ্লেষণের উপজাত দ্রব্য কোনটি?
  • ক) অক্সিজেন
  • খ) পানি
  • গ) কার্বন ডাইাক্সাইড
  • ঘ) ক ও খ উভয়ই
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৬২. শ্বসন প্রক্রিয়া পরীক্ষণের জন্য কত ভাগ মারকিউরিক ক্লোরাইড দ্রবণ প্রয়োজন?
  • ক) ৫%
  • খ) ১০%
  • গ) ২০%
  • ঘ) ২৫%
  • সঠিক উত্তর: (খ)
    ২৬৩. সবাত শ্বসন প্রক্রিয়ায় কত ক্যালরি শক্তি উৎপন্ন হয়?
  • ক) 660 k cal/Mol
  • খ) 620 k cal/Mol
  • গ) 673 k cal/Mol
  • ঘ) 688 k cal/Mol
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৬৪. বায়ুমন্ডলের CO2 কিসের মধ্যে দিয়ে কোষে প্রবেশ করে?
  • ক) পাতা
  • খ) কান্ড
  • গ) মূল
  • ঘ) শাখা-প্রশাখা
  • সঠিক উত্তর: (ক)
    ২৬৫. সালোকসংশ্লেষণের প্রয়োজনীয় উপকরণ কোনটি?
  • ক) ক্লোরোফিল ও আলো
  • খ) আলো ও হাইড্রোজেন
  • গ) ক্লোরোফিল ও অক্সিজেন
  • ঘ) আলো ও অক্সিজেন
  • সঠিক উত্তর: (ক)
    ২৬৬. সালোকসংশ্লেষণের ক্ষেত্রে –
    i. H2O জারিত হয়
    ii. CO2 বিজারিত হয়
    iii. CO2 জারিত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২৬৭. সালোকসংশ্লেষণ কোন ধরনের প্রক্রিয়া?
  • ক) জটিল ও দীর্ঘ
  • খ) জটিল ও হ্রাস
  • গ) দীর্ঘ ও হ্রাস
  • ঘ) সাধারণ ও দীর্ঘ
  • সঠিক উত্তর: (ক)
    ২৬৮. গ্লাইকোলাইসিসে কয় অণু ATP উৎপন্ন হয়?
  • ক) ২ অণু
  • খ) ৩ অণু
  • গ) ৪ অণু
  • ঘ) ৬ অণু
  • সঠিক উত্তর: (গ)
    ২৬৯. কিটোএসিড কয় কার্বন বিশিষ্ট?
  • ক) ৩
  • খ) ৪
  • গ) ৫
  • ঘ) ৬
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৭০. কচি পাতায় ক্লোরোফিল কম থাকে কেন?
  • ক) গাছের শীর্ষে অবস্থানের জন্য
  • খ) আয়তন কম হওয়ার জন্য
  • গ) পত্ররন্ধ্র বেশি হওয়ার জন্য
  • ঘ) অধিক পরিমাণে শিরা থাকার জন্য
  • সঠিক উত্তর: (খ)
    ২৭১. সালোকসংশ্লেষণের হার বেশি কোনটিতে?
  • ক) C3 উদ্ভিদে
  • খ) C4 উদ্ভিদে
  • গ) কাঁঠাল গাছে
  • ঘ) জাম গাছে সঠিক উত্তর: (খ) 
    ২৭২. সবাত শ্বসন প্রক্রিয়ায় সর্বমোট কত অণু ATP উৎপন্ন করে?
  • ক) ৩০
  • খ) ৩৮
  • গ) ৩২
  • ঘ) ৩৩
  • সঠিক উত্তর: (খ)
    ২৭৩. সালোকসংশ্লেষণের কোন উপাদান থেকে অক্সিজেন উৎপন্ন হয়?
  • ক) কার্বন ডাইঅক্সাইড
  • খ) পানি
  • গ) ম্যাগনেসিয়াম
  • ঘ) ক্লোরোফিল
  • সঠিক উত্তর: (খ)
    ২৭৪. বায়োএনার্জেটিক্স এর বাংলা অর্থ কী?
  • ক) জীবনী শক্তি
  • খ) জৈব শক্তি
  • গ) স্থিতি শক্তি
  • ঘ) অস্থিতি শক্তি
  • সঠিক উত্তর: (ক)
    ২৭৫. জীব পরিচালনার জন্য প্রতিনিয়ত কী বিক্রিয়া চলে?
  • ক) রাসায়নিক বিক্রিয়া
  • খ) ভৌত বিক্রিয়া
  • গ) শ্বসন বিক্রিয়া
  • ঘ) সালোকসংশ্লেষণ বিক্রিয়া
  • সঠিক উত্তর: (ক)
    ২৭৬. ছয় অণু CO2 থেকে এক অণু গ্লুকোজ তৈরি হওয়ার ক্ষেত্রে ক্যালভিন চক্র কতবার ঘুরবে?
  • ক) ৩ বার
  • খ) ৬ বার
  • গ) ৯ বার
  • ঘ) ১২ বার
  • সঠিক উত্তর: (খ)
    ২৭৭. বায়োএনার্জি বলতে বুঝায় –
    i. ATP কে
    ii. সৌরশক্তিকে
    iii. NADPH কে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২৭৮. শর্করার ইংরেজি নাম কী?
  • ক) ফসকো লিপিড
  • খ) কার্বোহাইড্রেট
  • গ) হাইড্রোকার্বন
  • ঘ) অ্যামাইনো এসিড
  • সঠিক উত্তর: (খ)
    ২৭৯. ক্লোরোফিল পরীক্ষায় আয়োডিনে ডুবানোর পর পাতার সবুজ অংশ কেমন হয়?
  • ক) লাল
  • খ) গাঢ় বেগুনি
  • গ) খয়েরি
  • ঘ) গাঢ় রাল
  • সঠিক উত্তর: (খ)
    ২৮০. সালোকসংশ্লেষণের বাহ্যিক প্রভাবকের ক্ষেত্রে বলা যায় –
    i. কার্বন ডাইঅক্সাইড ছাড়া সালোকসংশ্রেষণ চলতে পারে না
    ii. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় তাপমাত্রা বিশেষ প্রভাবক হিসেবে কাজ করে
    iii. ক্লোরোফিলের প্রধান উপকরণ হচ্ছে নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৮১. উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক শ্বসন প্রক্রিয়ায় –
    i. অক্সিজেন প্রয়োজন হয়
    ii. বিপুল পরিমান শক্তি উৎপন্ন হয়
    iii. শ্বসনিক বস্তুর অসম্পূর্ণ জারণ হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৮২. সালোকসংশ্লেষণের ক্ষেত্রে কোনটি সঠিক?
  • ক) কচি পাতায় সালোকসংশ্লেষণ বেশি হয়
  • খ) বয়স্ক পাতায় সালোকসংশ্লেষণ বেশি হয়
  • গ) পাতার সংখ্যা বেশি হলে সালোকসংশ্লেষণ বেশি হয়
  • ঘ) মধ্যবসয়ী পাতায় সালোকসংশ্লেষণ কম হয়
  • সঠিক উত্তর: (খ)
    ২৮৩. শ্বেতসার ও আয়োডিন লবণের মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় সৃষ্ট বর্ণ কোনটি?
  • ক) লাল
  • খ) হলুদ
  • গ) নীল
  • ঘ) সবুজ
  • সঠিক উত্তর: (গ)
    ২৮৪. শ্বসন প্রক্রিয়ায় কয় অণু O2 প্রয়োজন?
  • ক) ২ অণু
  • খ) ৪ অণু
  • গ) ৬ অণু
  • ঘ) ৮ অণু
  • সঠিক উত্তর: (গ)
    ২৮৫. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে নির্গত হয় কোনটি?
  • ক) পানি
  • খ) শর্করা
  • গ) অক্সিজেন
  • ঘ) কার্বন ডাইঅক্সাইড
  • সঠিক উত্তর: (গ)
    ২৮৬. শক্তি মুদ্রা বা জৈব মুদ্রা কাকে বলে?
  • ক) NAD
  • খ) GTP
  • গ) NADPH
  • ঘ) ATP
  • সঠিক উত্তর: (ঘ)
    উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
    ঈস্টের শ্বসনের ফলে অ্যালকোহল ও এক ধরনের গ্যাস উৎপন্ন হয় যার কারণে রুটি ফাঁপা হয়। ফলে শিল্পক্ষেত্রে এ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
    ২৮৭. রুটি ফাঁপার জন্য দায়ী কোনটি?
  • ক) O2
  • খ) CO2
  • গ) N2
  • ঘ) CH4
  • সঠিক উত্তর: (খ)
    ২৮৮. ঈস্টে সংঘটিত শ্বসন প্রক্রিয়ার ধাপগুলো হলো –
    i. গ্লাইকোলাইসিস
    ii. ক্রেবস চক্র
    iii. পাইরুভিক এসিডের অসম্পূর্ণ জারণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)