[দ্রষ্টব্যঃ ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপন।
প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড় এবং যেকোন ২ টি প্রশ্নের উত্তর দাও ]
১.
তিতাস ২৫ কেজি ভরের একটি বস্তু নিক্ষেপ করাতে ২ মি./সে২ ত্বরণ সৃষ্টি হলো।
দ্বিতীয়বার সে ঐ বস্তুটিকে একটি মসৃণ তলে ও তৃতীয়বার অমসৃণ তলে সমান বল প্রয়োগ করে
দেখে যে, তৃতীয়বার বস্তুটি তুলনামূলক কম দূরত্ব অতিক্রম করে।
ক. বল কী?
খ. চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন?
গ. প্রথমবার তিতাস বস্তুটিতে কত বল প্রয়োগ করেছিল তা নির্ণয় কর।
ঘ. তৃতীয়বার কম দূরত্ব অতিক্রম করার ঘটনাটি আমাদের বাস্তব জীবনে গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ কর।
২.
কাদের সাহেবের ব্যক্তিগত প্রতিষ্ঠানে ১০০W এর ৩টি ফ্যান ও ৬০W এর ২টি বাল্ব
প্রতিদিন গড়ে ৬ ঘণ্টা করে জ্বলে। এতে তিনি একটিমাত্র সুইচ ব্যবহার করেন। তাই তার প্রতিমাসে
বিদ্যুৎ বিল বেশি দিতে হয়।
ক. বৈদ্যুতিক শক্তির ব্যবহারিক একক কী?
খ. তড়িৎ বিশ্লেষণ বলতে কী বোঝায়?
গ. প্রতি ইউনিট ৫ টাকা দরে কাদের সাহেবের এক মাসের ব্যয়িত বিদ্যুৎ বিল নির্ণয় কর।
ঘ. তিনি প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল কমানোর জন্য কী কী পদক্ষেপ নিতে পারেন? মত দাও।
৩.
ক. তড়িৎ প্রবাহ কাকে বলে?
খ. তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কী বোঝ?
গ. চিত্রে দেখানো তড়িৎ বিশ্লেষণটি ব্যাখ্যা কর।
ঘ. প্রাত্যহিক জীবনে চিত্রের প্রক্রিয়াটির ব্যবহার বর্ণনা কর।
Social Plugin